NTRCA School Preliminary Question

10th NTRCA School Preliminary Question with Answer

১০ম NTRCA(School) প্রিলিমিনারি প্রশ্ন

ব্যাকরণ ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে?

(ক) ব্যাকরন

(খ) ভাষা

(গ) ব্যাকরন ও ভাষা উভয়েই একসাথে

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ খ। ভাষা

ফুলে ফুলে ঘর ভরেছে। কোন কারকে কোন বিভক্তি?

(ক) কর্ম কারকে সপ্তমী বিভক্তি

(খ) অপাদান কারকে সপ্তমী বিভক্তি

(গ) অধিকরন কারকে সপ্তমী বিভক্তি

(ঘ) করণ কারকে সপ্তমী বিভক্তি

উত্তরঃ ঘ। করণ কারকে সপ্তমী বিভক্তি

নিচের কোন বানানটি শুদ্ধ?

(ক) চক্ষুস্মান

(খ) চক্ষুশ্মান

(গ) চক্ষুষ্মান

(ঘ) চক্ষুষ্মাণ

উত্তরঃ গ। চক্ষুষ্মান

কোনটি তদ্ভব শব্দের উদাহরন?

(ক) জোছনা

(খ) মই

(গ) পুষ্প

(ঘ) কাগজ

উত্তরঃ ক। জোছনা

নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?

(ক) সতীন

(খ) মা

(গ) মেয়ে

(ঘ) স্ত্রী

উত্তরঃ ক। সতীন

কোন সমাসে সাধারন ধর্মের উল্লেখ থাকে না?

(ক) রুপক কর্মধারয়

(খ) উপমান কর্মধারয়

(গ) মধ্যপদলোপী কর্মধারয়

(ঘ) উপমিত কর্মধারয়

উত্তরঃ ঘ। উপমিত কর্মধারয়

অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ কোনটি?

(ক) মাতাপিতা

(খ) দুধে-ভাতে

(গ) কমবেশি

(ঘ) সাত-পাঁচ

উত্তরঃ খ। দুধে-ভাতে

পঙ্কজ এর সমার্থক শব্দ কোনটি?

(ক) উৎপন্ন

(খ) সুবর্ন

(গ) কমল

(ঘ) কুসুম

উত্তরঃ গ। কমল

বিধি শব্দের বিপরীত শব্দ কোনটি?

(ক) নিষেধ

(খ) বিরোধ

(গ) অবিধি

(ঘ) নিষিদ্ধ

উত্তরঃ ক। নিষেধ

১০উজানের কৈ এই বাগধারাটির অর্থ কী?

(ক) বিরাট আয়োজন

(খ) অপদার্থ

(গ) সহজলভ্য

(ঘ) সামান্য পার্থক্য

উত্তরঃ গ। সহজলভ্য

১১নূপুরের ধ্বনিএক কথায় কি বলে?

(ক) শিঞ্জন

(খ) রুমঝুম

(গ) ঝংকার

(ঘ) নিক্কণ

উত্তরঃ ঘ। নিক্কণ

১২কোনটি শুদ্ধ বানান?

(ক) রুগনো

(খ) রুগ্ণ

(গ) রুগ্ন

(ঘ) রুগন

উত্তরঃ খ। রুগ্ণ

১৩তারিখ লিখিতে কোন যতি চিহ্নের ব্যবহার হয়?

(ক) সেমিকোলন

(খ) দাঁড়ি

(গ) কমা

(ঘ) কোলন

উত্তরঃ গ। কমা

১৪উক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?

(ক) √বচ+ক্তি

(খ) √উক+তি

(গ) √উচ+ক্তি

(ঘ) √বচ+তি

উত্তরঃ ক। √বচ+ক্তি

১৫অনুবাদের অর্থ কি?

(ক) অনুসরন

(খ) ভাষান্তরকরণ

(গ) ভাবান্তর

(ঘ) সমার্থকরণ

উত্তরঃ খ। ভাষান্তরকরণ

১৬ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে?

(ক) সুকুমার সেন

(খ) সুনীতিকুমার চট্রোপাধ্যায়

(গ) সুকুমারী ভট্ট্রাচার্য

(ঘ) নিহার রঞ্জন রায়

উত্তরঃ খ। সুনীতিকুমার চট্রোপাধ্যায়

১৭ইতর এর বিপরীত শব্দ কোনটি?

(ক) অভদ্র

(খ) মিথ্যা

(গ) উত্তম

(ঘ) ভদ্র

উত্তরঃ ঘ। ভদ্র

১৮নিচের কোনটি অভিনন্দন বা সংবর্ধনা পত্র?

(ক) মানপত্র

(খ) আমন্ত্রণপত্র

(গ) নিমন্ত্রণপত্র

(ঘ) স্মারক পত্র

উত্তরঃ ক। মানপত্র

১৯অর্নব এর প্রতিশব্দ

(ক) ঝড়

(খ) সমুদ্র

(গ) সূর্য

(ঘ) বায়ু

উত্তরঃ খ। সমুদ্র

২০কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ?

(ক) পানীয়

(খ) জয়

(গ) মানব

(ঘ) স্মরণীয়

উত্তরঃ গ। মানব

২১অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি?

(ক) অনির্বাচিত

(খ) নির্বাচিত

(গ) নবীন

(ঘ) প্রাচীন

উত্তরঃ ঘ। প্রাচীন

২২কোনটি পারিভাষিক শব্দ?

(ক) কলেজ

(খ) নথি

(গ) রেডিও

(ঘ) অক্সিজেন

উত্তরঃ খ। নথি

২৩পাখি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

(ক) পৃপ

(খ) বিহগ

(গ) গরুড়

(ঘ) বিহঙ্গ

উত্তরঃ ক। পৃপ

২৪ঢাকের কাঠি এই বাগধারাটি সাথে কোন বাগধারাটির মিল আছে?

(ক) তাসের ঘর

(খ) চোখের বালি

(গ) গুড়ে বালি

(ঘ) খয়ের খাঁ

উত্তরঃ গ। গুড়ে বালি

২৫ব্যাকরণ শব্দটির কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?

(ক) ফারসি

(খ) নব্য ভারতীয় আর্যভাষা

(গ) সংস্কৃতি

(ঘ) অসমীয়া

উত্তরঃ গ। সংস্কৃতি

২৬Prevention is better than —-

(ক) nothing

(খ) cure

(গ) healing

(ঘ) remedy

উত্তরঃ খ। cure

২৭Knowledge is —

(ক) strength

(খ) grabity

(গ) comfort

(ঘ) power

উত্তরঃ ঘ। power

২৮What is lotted cannot be—-

(ক) broken

(খ) endured

(গ) blotted

(ঘ) updated

উত্তরঃ গ। blotted

২৯সে ইংরেজিতে ভাল।

(ক) He is good at English

(খ) He is well in English.

(গ) He is expert in English.

(ঘ) He is better in English

উত্তরঃ ক। He is good at English

৩০জীবন পুষ্পশয্যা নয়।

(ক) Life is not a bed of roses.

(খ) Life is not bed of roses.

(গ) A life is not bed of roses.

(ঘ) The life is not bed of roses.

উত্তরঃ ক। Life is not a bed of roses.

৩১ইংরেজি শেখা সহজ।

(ক) It is easy to learning English

(খ) It is easy to learn English.

(গ) The English is east to learn

(ঘ) English is easy for learning

উত্তরঃ খ। It is easy to learn English.

৩২The journey was pleasant. Here ‘pleasant’ is-

(ক) Noun

(খ) pronoun

(গ) adjective

(ঘ) adverb

উত্তরঃ গ। adjective

৩৩Lovely comes here regularly. Here ‘lovely’ is-

(ক) noun

(খ) pronoun

(গ) adjective

(ঘ) adverb

উত্তরঃ ক। noun

৩৪The noun form of ‘lose’ is—

(ক) losing

(খ) loose

(গ) lost

(ঘ) loss

উত্তরঃ ঘ। loss

৩৫Honey is (taste)_______sweet.

(ক) taste

(খ) tasting

(গ) tasted

(ঘ) being tasted

উত্তরঃ গ। tasted

৩৬It is our duty to (obey) _____ our parents.

(ক) obeying

(খ) obey

(গ) obeyed

(ঘ) be obeyed

উত্তরঃ খ। obey

৩৭Charity (to begin)—- at home.

(ক) begins

(খ) began

(গ) is beginning

(ঘ) has begun

উত্তরঃ ক। begins

৩৮Something is better than ____.

(ক) Everything

(খ) nothing

(গ) anything

(ঘ) all

উত্তরঃ খ। nothing

৩৯Many men, many—-

(ক) faces

(খ) lives

(গ) minds

(ঘ) thoughts

উত্তরঃ গ। minds

৪০Out of sight, out of ____.

(ক) mind

(খ) right

(গ) might

(ঘ) life

উত্তরঃ ক। mind

৪১Only the moon was visible .

(ক) The moon was not visible.

(খ) The moon was not invisible.

(গ) none but the moon was visible

(ঘ) Nothing but the moon was visible

উত্তরঃ ঘ। Nothing but the moon was visible

৪২Dhaka is one of the biggest cities in Bangladesh.(Positive)

(ক) No other cities in Bangladeshare as big as Dhaka.

(খ) Very few cities in Bangladesh is as big as Dhaka.

(গ) Some cities in Bangladesh is as big as Dhaka.

(ঘ) Very few cities in Bangladesh are as big as Dhaka.

উত্তরঃ ঘ। Very few cities in Bangladesh are as big as Dhaka.

৪৩Never tell a lie.(Negative)

(ক) A lie is never told.

(খ) A lie is never be told.

(গ) Let a lie never be told.

(ঘ) Let not a lie be told ever.

উত্তরঃ গ। Let a lie never be told.

৪৪I have no pen that I can lend you. (simple)

(ক) Having no pen, I can lend you.

(খ) Without any pen, I can lend you.

(গ) I have no pen to lend you.

(ঘ) I have not enough pen to lend.

উত্তরঃ গ। I have no pen to lend you.

৪৫The synonym of the word ‘increase’ is —-

(ক) decrease

(খ) augment

(গ) quick

(ঘ) lessen

উত্তরঃ খ। augment

৪৬The antonym of the word ‘alien’ is—–

(ক) new comer

(খ) native

(গ) adverse

(ঘ) foreigner

উত্তরঃ খ। native

৪৭The word ‘usual’ is the synonym of —

(ক) normal

(খ) certain

(গ) unusual

(ঘ) strange

উত্তরঃ ক। normal

৪৮He is proud of his aristocracy. Here ‘aristocracy’ means-

(ক) bad blood

(খ) good blood

(গ) blue blood

(ঘ) cold blood

উত্তরঃ গ। blue blood

৪৯The man did the work as my direction. Here ‘as’ indicates the idiom-

(ক) as regards

(খ) by all means

(গ) at random

(ঘ) according to

উত্তরঃ ঘ। according to

৫০Smoking tells upon our body. Here ‘tell upon’ means-

(ক) benefits

(খ) harms

(গ) indicates

(ঘ) strengthens

উত্তরঃ খ। harms

৫১A = { x : x জোড় মৌলিক সংখ্যা}, তালিকা পদ্ধতিতে কি হবে?

(ক) {2}

(খ) (2)

(গ) [2]

(ঘ) 2-1

উত্তরঃ ক। {2}

৫২একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ১০ সে. মি. হলে, তার ক্ষেত্রফল কত বর্গ সে. মি.?

(ক) 50 বঃ সেঃ মিঃ

(খ) 25√2 বঃ সেঃ মিঃ

(গ) 100বঃ সেঃ মিঃ

(ঘ) 25√3 বঃ সেঃ মিঃ

উত্তরঃ ঘ। 25√3 বঃ সেঃ মিঃ

৫৩ABCD সামন্তরিকের DC ভূমিকে E পর্যন্ত বর্ধিত করা হলো। <BAD = 100° হলে। <BCE = কত?

(ক) 60°

(খ) 90°

(গ) 80°

(ঘ) 100°

উত্তরঃ গ। 80°

৫৪log42 এর মান কত?

(ক) 1/2

(খ) 1/3

(গ) 2

(ঘ) 4

উত্তরঃ ক। 1/2

৫৫(a+1/a)2 = 3 হলে, a3+1/a3 এর মান কত?

(ক) 0

(খ) 9

(গ) 18

(ঘ) 3√3

উত্তরঃ ক। 0

৫৬√289 এর বর্গমূল হলো

(ক) অমূলদ

(খ) স্বাভাবিক সংখ্যা

(গ) পূর্ণ সংখ্যা

(ঘ) মূলদ

উত্তরঃ ঘ। মূলদ

৫৭0, 5, 7 এর গড় কত?

(ক) 6

(খ) 4

(গ) 0

(ঘ) 1

উত্তরঃ খ। 4

৫৮কোন সংখ্যার ৭৫% = ?

(ক) ৮

(খ) ১৬

(গ) ৪

(ঘ) ২

উত্তরঃ গ। ৪

৫৯একটি দ্রব্য ক্রয় করে ২৪% ক্ষতিতে বিক্রয় করা হল। বিক্রয়মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত?

(ক) ১৯ : ২৫

(খ) ২৪ : ২৫

(গ) ২০ : ২৫

(ঘ) ১৮ : ২৫

উত্তরঃ ক। ১৯ : ২৫

৬০একটি নির্দিষ্ট কাজ শেষ করতে শ্রমিক সংখ্যা দ্বিগুণ করতে হলে, কাজটি করতে পূর্বের কতগুন সময় লাগবে?

(ক) ৪ গুন

(খ) ২ গুন

(গ) ১/২ গুন

(ঘ) ১/৪ গুন

উত্তরঃ গ। ১/২ গুন

৬১ মাইল = কত কিলোমিটার?

(ক) ০.৬২ কি. মি.

(খ) ১ কি. মি.

(গ) ১.১ কি. মি.

(ঘ) ১.৬০৯ কি. মি.

উত্তরঃ ঘ। ১.৬০৯ কি. মি.

৬২a ≠ 0 হলে a°= কত?

(ক) 0

(খ) 1

(গ) a

(ঘ) অনির্নেয়

উত্তরঃ খ। 1

৬৩শতকরা বার্ষিক টাকা হার সুদে কোন আসল কত বছরে সুদে আসলে দিগুণ হবে?

(ক) ১ বছরে

(খ) ৫ বছরে

(গ) ২০ বছরে

(ঘ) ১০০ বছরে

উত্তরঃ গ। ২০ বছরে

৬৪x2 – y2 এর উৎপাদক কত?

(ক) (x+y)(x-y)

(খ) (x+y)(x+y)

(গ) (x-y)(x-y)

(ঘ) (y+x)(y-x)

উত্তরঃ ক। (x+y)(x-y)

৬৫4ab এর সঠিক প্রয়োগ কোনটি?

(ক) (a-b)2 – (a+b)2

(খ) (a+b)2 – (a-b)2

(গ) (a+b)2 / 2 + (a-b)2 / 2

(ঘ) {(a+b)/2}2 – {(a-b)/2}2

উত্তরঃ খ। (a+b)2– (a-b)2

৬৬ax =n হলে, নিচের কোন সম্পর্কটি সঠিক?

(ক) x=an

(খ) x=logan

(গ) x=lna

(ঘ) a=xn

উত্তরঃ খ। x=logan

৬৭x+y, x-y, x2 – y2 এর সা গু কত?

(ক) 0

(খ) x2 – y2

(গ) x+y

(ঘ) 1

উত্তরঃ ঘ। 1

৬৮a, b, c ক্রমিক সমানুপাতিক হলে, নিচের কোন সিদ্ধান্তটি সঠিক?

(ক) b2=ac

(খ) c2=ab

(গ) b=ac

(ঘ) ab=c

উত্তরঃ ক। b2=ac

৬৯ত্রিকোণমিতিক অনুপাতে কোন সম্পর্কটি ব্যবহার করা হয়?

(ক) Sinθ = 1 + cos2θ

(খ) Sin2θ = 1 – cos2θ

(গ) Sin2θ – cos2θ = 1

(ঘ) Sinθ = 1/cosθ

উত্তরঃ খ। Sin2θ = 1 – cos2θ

৭০বৃত্তের পরিধি ব্যাসের অনুপাত কত?

(ক) 2

(খ) πr

(গ) π

(ঘ) 2r

উত্তরঃ গ। π

৭১একটি ত্রিভুজের তিন কোণ অপর একটি ত্রিভুজের তিন কোণের সমান হলে, ত্রিভুজদ্বয় কিরুপ হবে?

(ক) সমান

(খ) সর্বসম

(গ) অসমান

(ঘ) সদৃশকোনী

উত্তরঃ ঘ। সদৃশকোনী

৭২একটি আয়াতাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। ঘরটির পরিসীমা 32 মিটার হলে, এর ক্ষেত্রফল কত?

(ক) 6 বঃ মিঃ

(খ) 60 বঃ মিঃ

(গ) 10 বঃ মিঃ

(ঘ) 64 বঃ মিঃ

উত্তরঃ খ। 60 বঃ মিঃ

৭৩ax = 1 হলে, x এর মান কত?

(ক) 0

(খ) 1

(গ) 2

(ঘ) অনির্ণেয়

উত্তরঃ ক। 0

৭৪ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু a সেঃ মিঃ b সেঃ মিঃ। তাদের মধ্যবর্তী দূরত্ব h সেঃ মিঃ হলে, এর ক্ষেত্রফল কত?

(ক) (a+b)h

(খ) 2(a+b)h

(গ) 1/2(a-b)h

(ঘ) ½ × (a+b) × h

উত্তরঃ ঘ। ½ × (a+b) × h

৭৫13+23+33+………+n3= কত?

(ক) {n(n+1)}/2

(খ) {n(n+1)(2n+1)}/6

(গ) {n(+1)/2}2

(ঘ) একটিও নয়

উত্তরঃ গ। {n(+1)/2}2

৭৬ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

(ক) খুলনা

(খ) বাগেরহাট

(গ) যশোর

(ঘ) রাজশাহী

উত্তরঃ খ। বাগেরহাট

৭৭বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সনে?

(ক) ১৭০০ সনে

(খ) ১৭৬২ সনে

(গ) ১৯৬৫ সনে

(ঘ) ১৭৯৩ সনে

উত্তরঃ ঘ। ১৭৯৩ সনে

৭৮মুজিবনগর কোন জেলায় অবস্থিত?

(ক) ঝিনাইদহ

(খ) যশোর

(গ) মেহেরপুর

(ঘ) কুষ্টিয়া

উত্তরঃ গ। মেহেরপুর

৭৯বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কোনটি?

(ক) রেডিমেড গার্মেন্টস

(খ) পাট

(গ) চামড়া

(ঘ) তুলা

উত্তরঃ ক। রেডিমেড গার্মেন্টস

৮০সাগরকন্যা কোন জেলার ভৌগলিক নাম?

(ক) পটুয়াখালী

(খ) ভোলা

(গ) খুলনা

(ঘ) কক্সবাজার

উত্তরঃ ক। পটুয়াখালী

৮১বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত?

(ক) ৯ : ৬

(খ) ১০ : ৬

(গ) ১১ : ৭

(ঘ) ৮ : ৬

উত্তরঃ খ। ১০ : ৬

৮২জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?

(ক) মাজাহারুল হক

(খ) এফ আর খান

(গ) লুই আইকান

(ঘ) নভেরা আহম্মদ

উত্তরঃ গ। লুই আইকান

৮৩প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি?

(ক) বরিশাল

(খ) ব-দ্বীপ

(গ) হাতিয়া

(ঘ) সন্দ্বীপ

উত্তরঃ ক। বরিশাল

৮৪১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?

(ক) ১২ টি

(খ) ৯ টি

(গ) ৮ টি

(ঘ) ১১ টি

উত্তরঃ ঘ। ১১ টি

৮৫পরিবেশের উপর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ম্যাগসাসে পুরষ্কার ২০১২ প্রাপ্ত হন

(ক) অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ

(খ) ড. আইনুন নিশাত

(গ) সৈয়দ রেজোয়ানা হাসান

(ঘ) ড. হাসান মাহমুদ

উত্তরঃ গ। সৈয়দ রেজোয়ানা হাসান

৮৬বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?

(ক) ভারতে

(খ) মেসোপটেমিয়ায়

(গ) রোমে

(ঘ) গ্রিসে

উত্তরঃ খ। মেসোপটেমিয়ায়

৮৭ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত?

(ক) লিও

(খ) নিউইয়র্ক

(গ) লন্ডন

(ঘ) রোম

উত্তরঃ ক। লিও

৮৮জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়?

(ক) ১৯৪৭

(খ) ১৯৪৫

(গ) ১৯৪৬

(ঘ) ১৯৪৮

উত্তরঃ খ। ১৯৪৫

৮৯ওভাল কোন খেলার জন্য বিখ্যত?

(ক) টেনিস

(খ) ফুটবল

(গ) ক্রিকেট

(ঘ) হকি

উত্তরঃ গ। ক্রিকেট

৯০NATO এর সদস্য সংখ্যা কত?

(ক) ২৯

(খ) ২৬

(গ) ২৫

(ঘ) ২২

উত্তরঃ ক। ২৯

৯১বিশ্ব ধরিত্রী সম্মেলন কত তারিখে অনুষ্ঠিত হয়?

(ক) জুলাই, ১৯৯৫

(খ) জুন, ১৯৭২

(গ) জুলাই, ১৯৯২

(ঘ) জুন, ১৯৯২

উত্তরঃ ঘ। জুন, ১৯৯২

৯২বাংলাদেশ কত সালে ইসলামি সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে?

(ক) ১৯৭২

(খ) ১৯৭৩

(গ) ১৯৭৪

(ঘ) ১৯৭৫

উত্তরঃ গ। ১৯৭৪

৯৩নিশীথ সূর্যের দেশ কোনোটি?

(ক) থাইল্যান্ড

(খ) জাপান

(গ) নরওয়ে

(ঘ) কানাডা

উত্তরঃ গ। নরওয়ে

৯৪বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে?

(ক) আইজাক নিউটন

(খ) স্টিফেন হকিংস

(গ) জেমস ওয়াট

(ঘ) হেনরিক মার্জ

উত্তরঃ গ। জেমস ওয়াট

৯৫শব্দের তীক্ষ্ণতা মাপা হয় কি দিয়ে?

(ক) এ্যাম্পিয়ার

(খ) ডেসিবল

(গ) ক্যালরি

(ঘ) জুল

উত্তরঃ খ। ডেসিবল

৯৬ROM এর পূর্ণ রুপ কি?

(ক) Random Only Memory

(খ) Read Only Memory

(গ) Radio Only Memory

(ঘ) Ranging One Memory

উত্তরঃ খ। Read Only Memory

৯৭ইনসুলিনের অভাবে কি রোগ হয়?

(ক) ডায়াবেটিস

(খ) রাতকানা

(গ) রিকেট

(ঘ) স্কার্ভি

উত্তরঃ ক। ডায়াবেটিস

৯৮পেনিসিলিন আবিষ্কার করেন

(ক) লুই পাস্তুর

(খ) আইকম্যান

(গ) আলেকজান্ডার ফ্লেমিং

(ঘ) উইলিয়াম হার্ভে

উত্তরঃ গ। আলেকজান্ডার ফ্লেমিং

৯৯কোন গ্যাস ওজনস্তর ক্ষয়ের জন্য দায়ী?

(ক) CO2

(খ) CH4

(গ) N2

(ঘ) CFC

উত্তরঃ ঘ। CFC

১০০সহজে সর্দি কাশি হয় কোন ভিটামিনের অভাবে?

(ক) ভিটামিন ই

(খ) ভিটামিন সি

(গ) ভিটামিন কে

(ঘ) ভিটামিন বি

উত্তরঃ খ। ভিটামিন সি

১০১বাংলার শেষ নবাব সিরাজদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন?

(ক) সিপাহি বিদ্রোহে

(খ) বক্সারের যুদ্ধে

(গ) পলাশী যুদ্ধে

(ঘ) কর্ণাটকের যুদ্ধে

উত্তরঃ গ। পলাশী যুদ্ধে

১০২বাংলাদেশে বাস করেনা এমন উপজাতির নাম

(ক) সাঁওতাল

(খ) মুরং

(গ) গারো

(ঘ) মাওরি

উত্তরঃ ঘ। মাওরি

১০৩bKash কোন ব্যাংকের জয়েন্ট ভেঞ্চার হিসেবে কাজ করে?

(ক) জনতা ব্যাংক

(খ) গ্রামীণ ব্যাংক

(গ) ব্র্যাক ব্যাংক

(ঘ) ডাচ-বাংলা ব্যাংক

উত্তরঃ গ। ব্র্যাক ব্যাংক

১০৪সবচেয়ে হালকা গ্যাস কোনটি?

(ক) হাইড্রোজেন

(খ) হিলিয়াম

(গ) নাইট্রোজেন

(ঘ) আর্গন

উত্তরঃ ক। হাইড্রোজেন

১০৫সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক এর প্রতিষ্ঠাতা হচ্ছেন

(ক) মার্ক জাকারবার্গ

(খ) বিল গেটস

(গ) টিম বার্নার্স লি

(ঘ) এন্ডি গ্রোড

উত্তরঃ ক। মার্ক জাকারবার্গ

১০৬বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে?

(ক) কক্সবাজার

(খ) খাগড়াছড়ি

(গ) বান্দরবান

(ঘ) রাঙামাটি

উত্তরঃ ঘ। রাঙামাটি

১০৭কোন রক্ত গ্রুপকে সার্বিক গ্রহীতা বলে?

(ক) A রক্ত গ্রুপকে

(খ) AB রক্ত গ্রুপকে

(গ) B রক্ত গ্রুপকে

(ঘ) O রক্ত গ্রুপকে

উত্তরঃ খ। AB রক্ত গ্রুপকে

১০৮ব্রহ্মপুত্রের প্রধান শাখা কোন নদী?

(ক) পদ্মা

(খ) যমুনা

(গ) মেঘনা

(ঘ) সুরমা

উত্তরঃ গ। মেঘনা

১০৯নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?

(ক) ইউরিয়া

(খ) টিএসপি

(গ) সবুজ সার

(ঘ) পটাশ

উত্তরঃ ক। ইউরিয়া

১১০বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত?

(ক) ২০.০১%

(খ) ২১.০১%

(গ) ২০.৭১%

(ঘ) ২১.৭১%

উত্তরঃ গ। ২০.৭১%

১১১বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ এডভোকেট কততম রাষ্ট্রপতি?

(ক) ১৬ তম

(খ) ১৭ তম

(গ) ১৯ তম

(ঘ) ২১ তম

উত্তরঃ ঘ। ২১ তম

১১২দেশে বর্তমানে মোট উপজেলার সংখ্যা কয়টি?

(ক) ৪৮৭ টি

(খ) ৪৯২ টি

(গ) ৪৫৬ টি

(ঘ) ৪৬৫ টি

উত্তরঃ খ। ৪৯২ টি

১১৩৬ষ্ট টি২০ বিশ্বকাপ ক্রিকেটে মোট কতটি দেশ অংশ নিয়েছে?

(ক) ২০টি

(খ) ১৪টি

(গ) ১৬টি

(ঘ) ১২টি

উত্তরঃ গ। ১৬টি

১১৪চট্রগ্রামের নাম ইসলামাবাদ কে রাখেন?

(ক) শায়েস্তা খান

(খ) ইসলাম খান

(গ) ঈশা খাঁ

(ঘ) মীর জুমলা

উত্তরঃ ক। শায়েস্তা খান

১১৫কত সালে হিন্দুসমাজে বিধবা বিবাহ প্রথা আইন চালু হয়?

(ক) ১৭৫৬

(খ) ১৮৫৬

(গ) ১৮৮৫

(ঘ) ১৮৯৫

উত্তরঃ খ। ১৮৫৬

১১৬জাতীয় স্মৃতিসৌধে কয়টি ফলক আছে?

(ক) ৯টি

(খ) ৭টি

(গ) ৬টি

(ঘ) ৫টি

উত্তরঃ খ। ৭টি

১১৭বাংলাদেশের বিজ্ঞান জাদুঘর কোথায় অবস্থিত?

(ক) ঢাকার শাহবাগে

(খ) সোনারগাঁয়ে

(গ) ঢাকার ইসলামপুরে

(ঘ) ঢাকার আগারগাঁয়ে

উত্তরঃ গ। ঢাকার ইসলামপুরে

১১৮সূর্য কিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়?

(ক) ভিটামিন ‘ডি’

(খ) ভিটামিন ‘ই’

(গ) ভিটামিন ‘বি’

(ঘ) ভিটামিন ‘এ’

উত্তরঃ ক। ভিটামিন ‘ডি’

১১৯বাংলাদেশের বৃহত্তম তাপ বিদ্যুৎকেন্দ্র অবস্থিত

(ক) আশুগঞ্জ

(খ) ভেড়ামারা

(গ) সিদ্ধিরগঞ্জ

(ঘ) গোয়ালপাড়া

উত্তরঃ খ। ভেড়ামারা

১২০কিসের সাহায্যে সমুদ্র্যের গভীরতা নির্ণয় করা হয়?

(ক) প্রতিফলন

(খ) প্রতিসরন

(গ) প্রতিধ্বনি

(ঘ) প্রতিসারক

উত্তরঃ গ। প্রতিধ্বনি

১২১বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান কোন সালে?

(ক) ১৯৩১

(খ) ১৯১১

(গ) ১৯১২

(ঘ) ১৯১৩

উত্তরঃ ঘ। ১৯১৩

১২২পতেঙ্গা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত?

(ক) কক্সবাজার

(খ) চট্রগ্রাম

(গ) বরিশাল

(ঘ) ফেনী

উত্তরঃ খ। চট্রগ্রাম

১২৩সূর্য উদয়ের দেশ কোনটি?

(ক) জাপান

(খ) চীন

(গ) থাইল্যান্ড

(ঘ) ইন্দোনেশিয়া

উত্তরঃ ক। জাপান

১২৪১৯৫২ সালে বাংলাদেশের ইতিহাসে যে জন্য বিখ্যাত

(ক) মুক্তিযুদ্ধ

(খ) গনঅভ্যূত্থান

(গ) আগরতলা ষড়যন্ত্র মামলা

(ঘ) ভাষা আন্দোলন

উত্তরঃ ঘ। ভাষা আন্দোলন

১২৫বিশ্ব পরিবেশ দিবস কবে?

(ক) ৫ জুলাই

(খ) ৫ আগস্ট

(গ) ৫ জুন

(ঘ) ৫ মার্চ

উত্তরঃ গ। ৫ জুন

১২৬দুইটি সরলরেখা পরস্পর সমাপতিত হলে, সমাধান সংখ্যা কত হবে?

(ক) অসংখ্য

(খ) সমাধান নেই

(গ) দুইটি

(ঘ) একটি

উত্তরঃ খ। সমাধান নেই

১২৭ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?

(ক) Πr2

(খ) ভূমি × উচ্চতা

(গ) 2 Πr2

(ঘ) 1/2 ×ভূমি× উচ্চতা

উত্তরঃ ঘ। 1/2 ×ভূমি× উচ্চতা

১২৮চিত্রে XY এবং WZ দুটো সমান্তরাল সরলরেখা, PQ তাদের ছেদক। সেক্ষেত্রে <a + <b এর মান নিচের কোনটি? image 

(ক) 90°

(খ) 120°

(গ) 180°

(ঘ) 360°

উত্তরঃ গ। 180°

১২৯

চিত্রে ABC এর দুই বাহুর দৈর্ঘ্য a এবং b বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ Ө সেক্ষেত্রে ABC এর ক্ষেত্রফল নির্ণয়ের সুত্র হবে– image 

(ক) 1/2(absin Ө)

(খ) 1/2(ab sin2 Ө)

(গ) abcos Ө

(ঘ) 1/2(abcos2 Ө)

উত্তরঃ ক। 1/2(absin Ө)

১৩০১০ মিটার প্রস্থবিশিষ্ট নদীর তীরে অবস্থিত একটি টাওয়ারের উচ্চতা 103 মিটার হলে, অপর তীরে অবনতি কোণ কত ডিগ্রি?

(ক) 60°

(খ) 90°

(গ) 45°

(ঘ) 30°

উত্তরঃ ক। 60°

১৩১বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ 60° হলে, বৃত্তস্থ কোণ কত?

(ক) 60°

(খ) 30°

(গ) 120°

(ঘ) 180°

উত্তরঃ খ। 30°

১৩২বৃত্তের ব্যাসার্ধ 5 একক হলে, বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক?

(ক) 5π

(খ) 10π

(গ) 25π

(ঘ) 20π

উত্তরঃ ক। 5π

১৩৩50° এর পূরক কোণ কোনটি?

(ক) 40°

(খ) 220°

(গ) 130°

(ঘ) 310°

উত্তরঃ ক। 40°

১৩৪সমকোণী ত্রিভুজের একটি কোণ 60° হলে অপর কোণটি কত?

(ক) 120°

(খ) 60°

(গ) 0°

(ঘ) 30°

উত্তরঃ ঘ। 30°

১৩৫log5(√5 5) এর মান কত?

(ক) 1/3

(খ) 1/6

(গ) 5/6

(ঘ) 1

উত্তরঃ গ। 5/6

১৩৬9x+3 = 27x+1 হলে x এর মান কত?

(ক) 2

(খ) 3

(গ) 9

(ঘ) -3

উত্তরঃ খ। 3

১৩৭(2-1+ 5-1)-1 এর মান কত?

(ক) 10/7

(খ) 7/10

(গ) 3

(ঘ) 7

উত্তরঃ ক। 10/7

১৩৮x2 – y2, (x + y) 2, x3 + y3 এর .সা.গু কত?

(ক) x-y

(খ) x+y

(গ) (x2 – y2)(x3 + y3)

(ঘ) (x-y)(x+y)2 (x2 – xy + y2)

উত্তরঃ খ। x+y

১৩৯দুইটি সংখ্যার যোগফল 56 যদি সংখ্যা দুইটির অনুপাত 3:1 হয়, তবে সংখ্যা দুইটির গুনফল নিচের কোনটি হবে?

(ক) 42

(খ) 14

(গ) 588

(ঘ) 168

উত্তরঃ গ। 588

১৪০ + / + / + ………………ধারাটির ১ম ৫টি পদের সমষ্টি কত?

(ক) ১২১/৮১

(খ) ১১৯/৮১

(গ) ৮১/১২১

(ঘ) -১২১/৮১

উত্তরঃ ক। ১২১/৮১

১৪১a= √3 + √2 হলে, a3 + 3a + 3a-1 + a-3 এর মান কত?

(ক) 8√2

(খ) 16√2

(গ) 18√3

(ঘ) 24√3

উত্তরঃ ঘ। 24√3

১৪২ax = b, by = C, cz = a হলে, নিচের কোন সম্পর্কটি সঠিক?

(ক) a= ax/yz

(খ) a=ay/zx

(গ) b=cx/yz

(ঘ) a=axyz

উত্তরঃ ঘ। a=axyz

১৪৩√m + 1/√m = 2 হলে, m – 1/m = কত?

(ক) √2

(খ) 2

(গ) 0

(ঘ) 4

উত্তরঃ গ। 0

১৪৪মুনাফার হার % হলে, ৫০০ টাকার বছরের মুনাফা কত?

(ক) ৪০ টাকা

(খ) ৩২ টাকা

(গ) ১৬০ টাকা

(ঘ) ২০ টাকা

উত্তরঃ গ। ১৬০ টাকা

১৪৫ক্রয়মূল্য ৩৫০ টাকা হলে, ১২% লাভে বিক্রয়মূল্য কত?

(ক) ১১২ টাকা

(খ) ৩৯২ টাকা

(গ) ৩৬২ টাকা

(ঘ) ৩৮৬ টাকা

উত্তরঃ খ। ৩৯২ টাকা

১৪৬লাভ হিসাবে
i.
লাভ ক্ষতি শতকরায় প্রকাশ করা যায়
ii.
২০০ টাকায় ১০% ক্ষতি হলে, ক্ষতির পরিমাণ ১০ টাকা
iii.
১০% লাভে ৫০০ টাকার পন্যের বিক্রয়মূল্য ৫১০ টাকা ওপরের তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক?

(ক) i

(খ) ii

(গ) iii

(ঘ) i, ii, iii

উত্তরঃ ক। i

১৪৭ জন লোক একদিনে একটী কাজের / অংশ করে। দিনে একজন লোক কাজের কত অংশ করতে পারবে?

(ক) ১/৭ অংশ

(খ) ১/৪৯ অংশ

(গ) ১/১৪ অংশ

(ঘ) সম্পূর্ণ অংশ

উত্তরঃ ক। ১/৭ অংশ

১৪৮25 : 81 দ্বিভাজিত অনুপাত কোনটি?

(ক) 81 : 25

(খ) 25/2 : 81/2

(গ) 5 : 9

(ঘ) 9 : 5

উত্তরঃ গ। 5 : 9

১৪৯/, /১৬, /২০এর সাধারণ গুনিতক নিচের কোনটি?

(ক) ১/৪

(খ) ৪/৯

(গ) ৯/২০

(ঘ) ৯/৪

উত্তরঃ ঘ। ৯/৪

১৫০১৫০ এর ১০% কত?

(ক) ১.৫

(খ) ১৫

(গ) ১৫০

(ঘ) ১০

উত্তরঃ খ। ১৫

১৫১The correct spelling is:

(ক) humorous

(খ) Humouros

(গ) humourious

(ঘ) humorious

উত্তরঃ ক। humorous

১৫২What is the adjective of ‘child’?

(ক) Childhood

(খ) Childly

(গ) Children

(ঘ) Childish

উত্তরঃ ঘ। Childish

১৫৩The man is so weak that he cannot walk.(simple)

(ক) The man is so weak to walk.

(খ) The man is too weak for him to walk.

(গ) The man is too weak to walk.

(ঘ) The man is so weak for him to walk.

উত্তরঃ গ। The man is too weak to walk.

১৫৪What have you bought? (Passive)

(ক) what has been bought by you?

(খ) What are being bought by you?

(গ) What is bought by you?

(ঘ) What are bought by you?

উত্তরঃ ক। what has been bought by you?

১৫৫Only Rina can do this sum.(Negative)

(ক) None but Rina can not do this sum.

(খ) Only Rina can not do this sum.

(গ) Rina can not do this sum.

(ঘ) Any one but Rina can do this sum.

উত্তরঃ ক। None but Rina can not do this sum.

১৫৬What a nice scenery it is !(Assertive)

(ক) It is very nice scenery.

(খ) It is a great scenery.

(গ) The scenery is very nice.

(ঘ) It is a very nice scenery.

উত্তরঃ ঘ। It is a very nice scenery.

১৫৭All love flower. (Interrogative)

(ক) Who do not love flower?

(খ) Who does not love flower?

(গ) Who did not love flower?

(ঘ) Do all love flower?

উত্তরঃ খ। Who does not love flower?

১৫৮‘Cock and bull story’ means-

(ক) A fable

(খ) a tragedy

(গ) a false story

(ঘ) a wonderful story

উত্তরঃ গ। a false story

১৫৯‘Apple of one’s eye’ means-

(ক) extremely favorite

(খ) apply like eye

(গ) big eye

(ঘ) apple coloured eye

উত্তরঃ ক। extremely favorite

১৬০What is the meaning of ‘white elephant’?

(ক) An elephant of white colour

(খ) A black marketer

(গ) A very costly or troublesome possession

(ঘ) A hoarder

উত্তরঃ গ। A very costly or troublesome possession

১৬১Everybody should _____ their old parents.

(ক) Look at

(খ) look up

(গ) look into

(ঘ) look after

উত্তরঃ ঘ। look after

১৬২The parent will ____ soon.

(ক) Come in

(খ) come round

(গ) come off

(ঘ) come by

উত্তরঃ খ। come round

১৬৩None of the students _____ a car.

(ক) Have

(খ) have got

(গ) has

(ঘ) own

উত্তরঃ গ। has

১৬৪Would you mind ____ the window?

(ক) opening

(খ) Open

(গ) to open

(ঘ) to opening

উত্তরঃ ক। opening

১৬৫Choose the correct verb to complete the sentence. You had better ____ a doctor.

(ক) To see

(খ) see

(গ) saw

(ঘ) seen

উত্তরঃ খ। see

১৬৬No sooner had the thief seen the police ____.

(ক) then he run away

(খ) than he ran away

(গ) than he had run away

(ঘ) when he run away

উত্তরঃ খ। than he ran away

১৬৭He is working hard_______.

(ক) As he can shine in life

(খ) that he can shine in life

(গ) to shining in life

(ঘ) so that he can shine in life

উত্তরঃ খ। that he can shine in life

১৬৮রাণী ছবি আঁকে

(ক) Rani draws a picture

(খ) Rani draw a picture

(গ) Rani drew a picture

(ঘ) Rani is drawing a picture

উত্তরঃ ঘ। Rani is drawing a picture

১৬৯লোকটি হাসতে হাসতে আমার কাছে এল

(ক) The man comes to me by laugh.

(খ) The man came to me laughing.

(গ) The man came to me by laugh.

(ঘ) The man coming to me laughing.

উত্তরঃ ক। The man comes to me by laugh.

১৭০সে কি গতকাল এসেছে?

(ক) Did he came yesterday?

(খ) Had he come yesterday?

(গ) Did he come yesterday?

(ঘ) Has he come yesterday?

উত্তরঃ গ। Did he come yesterday?

১৭১অপমানের চেয়ে মৃত্যু ভাল

(ক) Death is better than insult.

(খ) Dishonour is preferable than death.

(গ) Death is acceptable than dishonour.

(ঘ) Death is preferable to dishonour.

উত্তরঃ ঘ। Death is preferable to dishonour.

১৭২বাংলাদেশ একটি নদীবহুল দেশ

(ক) Bangladesh is a country of river.

(খ) Bangladesh is a riverine country.

(গ) Bangladesh is surrounded by river.

(ঘ) Bangladesh is situated by river.

উত্তরঃ খ। Bangladesh is a riverine country.

১৭৩আমার যদি পাখির মত ডানা থাকত।

(ক) Had I the wings of a bird!

(খ) If I would have the wings of a bird!

(গ) I wish that I would have the wings of a bird!

(ঘ) If I could fly like a bird!

উত্তরঃ ক। Had I the wings of a bird!

১৭৪মুষলধারে বৃষ্টি হচ্ছে।

(ক) It is raining heavily.

(খ) It rains continuously.

(গ) It has been raining seriously.

(ঘ) It is raining cats and dogs.

উত্তরঃ ঘ। It is raining cats and dogs.

১৭৫সে সাঁতার কাটতে জানেনা।

(ক) He does not know to swim.

(খ) He do not knows how to swim.

(গ) He does not know how to swim.

(ঘ) He cannot know to swim.

উত্তরঃ গ। He does not know how to swim.

১৭৬ষড়ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ

(ক) ষড়+ঋতু

(খ) ষট+ঋতু

(গ) ষট+ঋত

(ঘ) ষড়+ঋত

উত্তরঃ খ। ষট+ঋতু

১৭৭বাক্য কোন যতি চিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই?

(ক) ড্যাস

(খ) সেমিকোলন

(গ) কোলন

(ঘ) হাইফেন

উত্তরঃ ঘ। হাইফেন

১৭৮This collar is too limp এর অর্থ

(ক) এই কলারটি বড্ড শক্ত

(খ) এই কলারটি বড্ড খসখসে

(গ) এই কলারটি বড্ড নরম

(ঘ) এই কলারটি বড্ড দৃঢ়

উত্তরঃ গ। এই কলারটি বড্ড নরম

১৭৯বক্তব্য এর প্রকৃতি প্রত্যয় কোনটি?

(ক) √বচ+তব্য

(খ) √বক্ত+ব্য

(গ) √বক + অব্য

(ঘ) √বক + তব্য

উত্তরঃ ক। √বচ+তব্য

১৮০উপভাষা কোন সমাসের উদাহরণ?

(ক) অব্যয়ীভাব সমাস

(খ) তৎপুরুষ সমাস

(গ) কর্মধারয় সমাস

(ঘ) বহুব্রীহি সমাস

উত্তরঃ ক। অব্যয়ীভাব সমাস

১৮১বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক কে?

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(খ) প্রমথ চৌধুরী

(গ) প্যারীচাঁদ মিত্র

(ঘ) বঙ্কিমচন্দ্র চট্ট্রোপাধ্যায়

উত্তরঃ খ। প্রমথ চৌধুরী

১৮২পৃথিবী এর সমার্থক শব্দ নয় কোনটি?

(ক) অবণী

(খ) ধরিত্রী

(গ) ভূধর

(ঘ) ধরণী

উত্তরঃ গ। ভূধর

১৮৩কোন বাক্যটি শুদ্ধ?

(ক) দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা

(খ) দরিদ্র বাংলাদেশের প্রধান সমস্যা

(গ) দারিদ্র্যতা বাংলাদেশের প্রধান সমস্যা

(ঘ) দারিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা

উত্তরঃ ক। দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা

১৮৪শকুনি মামা এর অর্থ

(ক) কুৎসিত মামা

(খ) সৎ মামা

(গ) পাতানো মামা

(ঘ) কুচক্রী লোক

উত্তরঃ ঘ। কুচক্রী লোক

১৮৫To err is human-

(ক) মানুষ মাত্রই মানবিক গুণসম্পন্ন

(খ) মানুষ মরণশীল

(গ) মানুষ মাত্রই ভুল করে

(ঘ) কোনটিই নয়

উত্তরঃ গ। মানুষ মাত্রই ভুল করে

১৮৬তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি

(ক) মিশ্র বাক্য

(খ) যৌগিক বাক্য

(গ) সরল বাক্য

(ঘ) সাধারন বাক্য

উত্তরঃ খ। যৌগিক বাক্য

১৮৭জল পড়ে, পাতা নড়ে নিন্ম রেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

(ক) কর্মে শূন্য

(খ) কর্তায় শূন্য

(গ) অপাদানে শূন্য

(ঘ) করণে শূন্য

উত্তরঃ ক। কর্মে শূন্য

১৮৮যা বলা হয়নি এক কথায় প্রকাশ কী হবে?

(ক) অকথ্য

(খ) অনুক্ত

(গ) নির্বাক

(ঘ) মুক

উত্তরঃ খ। অনুক্ত

১৮৯অন্ধজনে দেহ আলো বাক্যে অন্ধজনে কোন কারকে কোন বিভক্তি?

(ক) কর্মে ৭মী

(খ) কর্মে ২য়

(গ) সম্প্রদানে ৭মী

(ঘ) সম্প্রদানে ৪র্থী

উত্তরঃ গ। সম্প্রদানে ৭মী

১৯০‘A to Z’ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) সম্পূর্ণভাবে

(খ) সারাক্ষন

(গ) শেষ পর্যন্ত

(ঘ) মৃত্যু অবধি

উত্তরঃ ক। সম্পূর্ণভাবে

১৯১অনুবাদ কোন প্রকারের হবে তা কিসের উপর নির্ভর করে?

(ক) বিষয়ের ওপর

(খ) ভাষার ওপর

(গ) বিন্যাসের ওপর

(ঘ) ভাবের ওপর

উত্তরঃ ঘ। ভাবের ওপর

১৯২সাধারন অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে তাকে কি বলে?

(ক) বিপরীতার্থক শব্দ

(খ) ভিন্নার্থক শব্দ

(গ) সমার্থক শব্দ

(ঘ) বাগবিধি

উত্তরঃ ঘ। বাগবিধি

১৯৩উৎকর্ষ শব্দের বিপরীত শব্দ কোনটি?

(ক) উৎকৃষ্ট

(খ) অপকৃষ্ট

(গ) অপকর্ষ

(ঘ) নিকৃষ্ট

উত্তরঃ গ। অপকর্ষ

১৯৪কোন শব্দটি সাগর শব্দটির সমার্থক শব্দ নয়?

(ক) জলধি

(খ) পাথার

(গ) ভূপতি

(ঘ) অর্নব

উত্তরঃ গ। ভূপতি

১৯৫কোন বানানটি সঠিক?

(ক) উষা

(খ) কিংবদন্তি

(গ) আমীন

(ঘ) বিদেশী

উত্তরঃ খ। কিংবদন্তি

১৯৬বাংলায় যতি বা ছেদ চিহ্ন কয়টি?

(ক) ১৩টি

(খ) ১২টি

(গ) ১১টি

(ঘ) ১০টি

উত্তরঃ খ। ১২টি

১৯৭কোন শব্দটির কোনো স্ত্রীবাচক শব্দ হয় না?

(ক) কবিরাজ

(খ) অজ

(গ) নর

(ঘ) কবি

উত্তরঃ ক। কবিরাজ

১৯৮মতৈক্য শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

(ক) মতঃ+এক

(খ) মতঃ+ঐক্য

(গ) মত+ঐক্য

(ঘ) মত+এক

উত্তরঃ গ। মত+ঐক্য

১৯৯রাজপথ এর ব্যাসবাক্য কোনটি হবে?

(ক) রাজার পথ

(খ) রাজা নির্মিত পথ

(গ) রাজাদের পথ

(ঘ) পথের রাজা

উত্তরঃ ঘ। পথের রাজা

২০০চলতি রীতির শব্দ কোনটি?

(ক) শুষ্ক

(খ) তুলো

(গ) শুকনা

(ঘ) তুলা

উত্তরঃ খ। তুলো

Mustafij Sir

Recent Posts

HSC Synonym Antonym Board Question All Board

WordsMeaningsSynonyms    antonymsouterবাইরেরoutmostinnerproletarianদরিদ্র/সর্বহারাWorking-classmorallaunchশুরু করাIntroductionwithdrawpreparingপ্রস্তুতিGet-readydoubtfaultlesslyনির্দোষভাবেabsolutelyfaultynauseaবমিবমিভাবvomitingheadachediscomfortঅসস্তিupsetcomfortmaintainedবজায় করাsustainuselessLaterকরেnextearlierdynamicগতিশীলAggressivestaticplanপরিকল্পনাproposaldisorderaimলক্ষGoalaimlessdirectionনিদ্ধেশনাInstructionnoticeprofessionপেশাJobjoblesssuitsআকারFormnothingaptitudeযোগ্যতাAttitudedislikevaryপরিবর্তীতVariousfixeducatedশিক্ষিতLearneduneducatedcitizenনাগরিকnativeforeignervirtueপূর্ণgoodnessevilA lotঅনেকhugelittlecourteousবিনয়ীpoliterudediscourtesyঅবিনয়ীrudenesscourteouswinজয় করাgainloseenemyশত্রুfoefriendensureনিশ্চিত করাconfirmcancelangerরাগtempercalmnessremoveঅপসারণcancelputcordialityসোহার্দrudenessdiscordialitydifferentভিন্নDissimilarsameseeksঅনুসন্ধানPursuefindeagerআগ্রহীinterestdisinterestedobservationপর্যবেক্ষণExaminationneglectmereএকমাত্রImmenseabnormalalertসতর্কWatchfulunawarelatentসুপ্তOpenrealizedinstructorsপ্রশিকক্ষকteacherstudentguideগাইডmentormisguidewayপথ/উপায়Pathpartfascinatingচমৎকারexcellentunattractiveinterestআগ্রহীeagerdisregardimpatientঅধৈয্যIntolerancepatientillogicalঅযোক্তিকunethicalLogicalindifferentউদাসীনUninteresteddifferentethicallyনৈথিকভাবেlawfullyUnethicalGood-lookingচমৎকারAttractiveUnattractiveDarkঅন্ধকারBlackbrightFlawlessস্থিরperfectflawedShinyউজ্জল্যbrightdarkSlenderসরুthinfatGracefulকরুনাময়elegantungracefulStylishlyআড়ম্বরপূর্ণভাবেattractivesimplyAppreciatesপ্রশংসা করেpriesCriticizeNoticeলক্ষ করেadvertisementoverlookAmbitionউচ্ছাকাঙকাAim/desirelazinessRequireপ্রয়োজনneedanswerProficiencyদক্ষতাskilledincompetenceWonderআশ্চয্যSurprisedisinterestTestedপরীক্ষীতverifiednewEquallyসমানভাবেsimilarlyUnequallyDisappointingহতাশাজনকInceptingappointingPresumablyসম্ভবতdoubtlesslyimprobableQualifyযোগ্যতাcertifyDisqualifywrongভুলmistakewriteIdealআদর্শModelbadMasterদক্ষTeacherStudentMakesতৈরীcreateBreak/destroyMethodপদ্ধতিSystemdifferenceConvincingবিশ্বাসীsatisfactoryUnconvincingPraisesপ্রশাংসা করেhurrahCriticizeMistakeভুলErrorsagacityAngryরাগevilcalmSimpleসাধারণgeneralComplexmoralনৈতিকethicalamoralAcceptedগৃহিতreceivedrejectedSincerityআন্তরিকতাGood-willinsincerityResponsibilityদায়িত্বdutiesdepartureComplexityজটিলতাcomplicationSimplicityEnvyহিংসাlastedpraiseVicesমন্দevilVirtueImpactsপ্রভাবeffectfailsAwarenessসতর্কতাalertnessunawarenessOut-comeবাহিরের দিকresultcauseimportanceগুর্ত্বপূর্ণsignificanceinsignificanceFriendবন্দুenemyfoeNeedপ্রয়োজনcommitment/necessaryavoidSympathyসহানুভুতিkindnessrudenessProveপ্রমানconfirmdisproveFalseমিথ্যাwrongtrueHarmক্ষতিকরlosshelpLaughহাসাburstcryPleasureআনন্দhappinesssadnessBringআনাcarryleaveideaধারণাconceptnothingAllowঅনুমতিpermitdenyFreedomস্বাধীনতাindependencebondageOpinionমতামতviewawarenessFairমেলাcleanunfairEqualসমানbalancedunequalDivisionবিভাগdistributionunionElectনির্বাচন করাvoterefuseSystemনিয়ম-নীতিprocesspartTreatmentচিকিৎশা করাcuringhurtFacilityসুবিধাadvantagepainNeverকখন নয়NotingAlwaysWeakerদুর্বলrottenstrongerDiscourageনিরুৎসাহিতdroopEncourageFrustratingহতাশাজনকBuffaloingsatisfyingInterestআগ্রহীeagernessdiscourageAbilityসক্ষমতাCapabilityinabilityDreamস্বপ্নfancyfactBestসবচেয়ে ভালfinestworstSuccessসফলতাachievementfailureachieveঅর্জন…

8 months ago

সরকারি চাকরী খুজুন ঘরে বসেঃ ইন্টারনেটে চাকরীর খোঁজ(জরুরী ধাপ ও নির্ভরযোগ্য সকল ওয়েবসাইট)

আপনি যদি ইন্টারনেটে চাকরির সন্ধান করছেন এবং আপনি এটি সম্পর্কে জানতে চান তবে আপনি সঠিক…

2 years ago

HSC 2023- English 1st Paper Model Question and Solution-1

Model Question 1 Part-I : Marks 60 1. Read the passage and answer the questions…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-পঞ্চম অধ্যায়- দেবদেবী ও পূজা সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

পঞ্চম অধ্যায় দেবদেবী ও পূজা এ অধ্যায়ে আমরা পূজা, পুরোহিতের ধারণা ও যোগ্যতা, দেবী দুর্গা,…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-চতুর্থ অধ্যায়- হিন্দুধর্মে সংস্কার সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

চতুর্থ অধ্যার হিন্দুধর্মে সংস্কার আমাদের এই পার্থিব জীবনকে সুন্দর ও কল্যাণময় করে গড়ে তোলার লড়্গ্েয…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-তৃতীয় অধ্যায়, ধর্মীয় আচার-অনুষ্ঠান সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

তৃতীয় অধ্যায় ধর্মীয় আচার-অনুষ্ঠান আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করার জন্য যেসব আচার-আচরণ চর্চিত হয়…

2 years ago

This website uses cookies.