Categories: BCS Question Bank

11th BCS Preliminary Exam Question and Solution

১১তম বিসিএস পরিক্ষা- প্রিলিমিনারি প্রশ্ন

চাচা কাহিনীর লেখক কে?

(ক) সৈয়দ সামসুল হক

(খ) শওকত ওসমান

(গ) সৈয়দ মুজতবা আলী

(ঘ) ফররুখ আহমদ

উত্তরঃ গ। সৈয়দ মুজতবা আলী

বেগম রোকেয়ার রচনা কোনটি?

(ক) ভাষা ও সাহিত্য

(খ) লালসালু

(গ) আয়না

(ঘ) অবরোধবাসিনী

উত্তরঃ ঘ। অবরোধবাসিনী

বৈরাগ্য সাধনে ___ সে আমার নয় শূণ্যস্থান পূরণ করুন

(ক) মুক্তি

(খ) আনন্দ

(গ) আশ্বাস

(ঘ) বিশ্বাস

উত্তরঃ ক। মুক্তি

বাংলার গীতিকবিতায় ভোরের পাখি কে?

(ক) প্যারিচাঁদ মিত্র

(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তরঃ গ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

মোস্তফা চরিত গ্রন্থের রচিয়তা

(ক) মোঃ বরকতউল্লাহ

(খ) মুহম্মদ আব্দুল হাই

(গ) মাওলানা আকরাম খাঁ

(ঘ) মুহম্মদ শহীদুল্লাহ

উত্তরঃ গ। মাওলানা আকরাম খাঁ

আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর গ্রন্থটির রচিয়তা

(ক) আতাউর রহমান খান

(খ) আবুল মনসুর আহমদ

(গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ

(ঘ) মুহম্মদ আব্দুল হাই

উত্তরঃ খ। আবুল মনসুর আহমদ

পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক

(ক) ভারতচন্দ্র রায়

(খ) দৌলত কাজী

(গ) সৈয়দ হামজা

(ঘ) আব্দুল হাকিম

উত্তরঃ খ। দৌলত কাজী

রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক

(ক) তারাশংকর

(খ) শরৎচন্দ্র

(গ) বঙ্গিমচন্দ্র

(ঘ) নজরুল ইসলাম

উত্তরঃ খ। শরৎচন্দ্র

মিটার কত ইঞ্চির সমান

(ক) ৩৯.৪৭ ইঞ্চি

(খ) ৩৭.৩৯ ইঞ্চি

(গ) ৩৯.৩৭ ইঞ্চি

(ঘ) ৩৭.৪৯ ইঞ্চি

উত্তরঃ গ। ৩৯.৩৭ ইঞ্চি

১০চালের মূল্য ১২% কমে যাওয়ায় ,০০০ টাকায় পূর্বাপেক্ষা কুইন্টাল চাল বেশি পাওয়া যায় কুইন্টাল চালের বর্তমান মূল্য কত ?

(ক) ৭৫০ টাকা

(খ) ৭৫ টাকা

(গ) ৭০০ টাকা

(ঘ) ৭২০ টাকা

উত্তরঃ ঘ। ৭২০ টাকা

১১ এর বেতন এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে এর বেতন এর বেতন অপেক্ষা কত টাকা কম ?

(ক) ২৫.৫ টাকা

(খ) ২৫.৯৩ টাকা

(গ) ৪০ টাকা

(ঘ) ২৭ টাকা

উত্তরঃ গ। ৪০ টাকা

১২একটি পাত্রে দুধ পানির অনুপাত : যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ

(ক) ১৪ লিটার

(খ) ১০ লিটার

(গ) ৬ লিটার

(ঘ) ৪ লিটার

উত্তরঃ ঘ। ৪ লিটার

১৩একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের গুণ দৈর্ঘ্য ৪৮ মিটার হলে; ক্ষেত্রটির পরিসীমা কত ?

(ক) ৬৪ মিটার

(খ) ১৪৪ মিটার

(গ) ১২৮ মিটার

(ঘ) ৯৬ মিটার

উত্তরঃ গ। ১২৮ মিটার

১৪আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী ?

(ক) বেরিং

(খ) পক

(গ) ফ্লোরিডা

(ঘ) জিব্রাল্টার

উত্তরঃ ক। বেরিং

১৫১৯, ৩৩, ৫১, ৭৩ পরবর্তী সংখ্যাটি কত ?

(ক) ৮৫

(খ) ৯৮

(গ) ৯৯

(ঘ) ১২১

উত্তরঃ গ। ৯৯

১৬২টা ১৫ মিনিটের সময় ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় ?

(ক) ২০°

(খ) ২২.৫°

(গ) ২৩°

(ঘ) ২৩.৫ °

উত্তরঃ খ। ২২.৫°

১৭একটি ক্রিকেট দলের যতজন ষ্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো দলের কতজন কট আউট হলো ?

(ক) ২ জন

(খ) ৩ জন

(গ) ৪ জন

(ঘ) ৫ জন

উত্তরঃ খ। ৩ জন

১৮কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো

(ক) শাজিমাটি

(খ) চুনাপাথর

(গ) জিপসাম

(ঘ) বালি

উত্তরঃ ঘ। বালি

১৯ ঘন্টায় ১০ কি.মি এবং ঘন্টা ১৫ কি.মি বেগে একই সময় একই স্থান থেকে রাজশাহীর পথে রওয়ানা হলো ১০.১০ মিনিটের সময় এবং .৪০ মিনিটের সময় রাজশাহী পৌছাল রওয়ানা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত কি.মি ?

(ক) ১৫ কি.মি

(খ) ২৫ কি.মি

(গ) ২০ কি.মি

(ঘ) ২৮ কি.মি

উত্তরঃ ক। ১৫ কি.মি

২০একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ,৫৪০ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে এক ব্যক্তি বন্দুক ছুঁড়বার সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায় শব্দের গতি প্রতি সেকেন্ডে ,১০০ ফুট লক্ষ্য বস্তুর দূরত্ব কত ?

(ক) ১৮৭৫ ফুট

(খ) ১৯৭৫ ফুট

(গ) ১৯২৫ ফুট

(ঘ) ২০১৫ ফুট

উত্তরঃ গ। ১৯২৫ ফুট

২১সমুদ্র স্রোতের অন্যতম কারণ

(ক) সমুদ্রের ঘূর্ণিঝড়

(খ) বায়ু প্রবাহের প্রভাব

(গ) সমুদ্রের পানিতে ঘনত্বের তারতম্য

(ঘ) সমুদ্রের পানিতে তাপের পরিচালনা

উত্তরঃ খ। বায়ু প্রবাহের প্রভাব

২২রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো

(ক) লেন্সের কাজ করে

(খ) আতশী কাচের কাজ করে

(গ) দর্পনের কাজ করে

(ঘ) প্রিজমের কাজ করে

উত্তরঃ ঘ। প্রিজমের কাজ করে

২৩কাজ করার সামর্থ্যকে বলে

(ক) শক্তি

(খ) ক্ষমতা

(গ) কাজ

(ঘ) বল

উত্তরঃ ক। শক্তি

২৪ইস্পাত সাধারণ লৌহ থেকে ভিন্ন, কারণ এতে

(ক) লোহাকে টেস্পারিং করা হয়েছে

(খ) সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে

(গ) সব বিজাতীয় দ্রব্য বের করে দেয়া হয়েছে

(ঘ) বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে

উত্তরঃ খ। সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে

২৫মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?

(ক) ২৫ জোড়া

(খ) ২৬ জোড়া

(গ) ২৩ জোড়া

(ঘ) ২৪ জোড়া

উত্তরঃ গ। ২৩ জোড়া

২৬ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে

(ক) কীটপতঙ্গের সাহায্যে

(খ) ফুলে ফুলে সংস্পর্শে

(গ) বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে

(ঘ) পাতা দ্বারা স্থানান্তরিত হয়ে

উত্তরঃ গ। বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে

২৭ইউরিয়া সারের কাঁচামাল

(ক) অপরিশোধিত তেল

(খ) মিথেন গ্যাস

(গ) এমোনিয়া

(ঘ) ক্লিংকার

উত্তরঃ খ। মিথেন গ্যাস

২৮সর্বপ্রথম যে উফশি ধান এদেশে চালু হয়ে এখনও বর্তমান রয়েছে তা হেলো

(ক) ইরি ১

(খ) ইরি ৮

(গ) ইরি ৩

(ঘ) ইরি ২০

উত্তরঃ খ। ইরি ৮

২৯বৈদ্যুৎতিক পাখা ধীরে ধীরে ধুরলে বিদ্যুৎ খরচ

(ক) কম হয়

(খ) খুব কম হয়

(গ) একই হয়

(ঘ) বেশী হয়

উত্তরঃ গ। একই হয়

৩০বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?

(ক) সালফার

(খ) কার্বন

(গ) মিথেন

(ঘ) নিয়ন

উত্তরঃ গ। মিথেন

৩১সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে

(ক) ক্যাপাসিটর

(খ) জেনারেটর

(গ) ষ্টোরেজ ব্যাটারি

(ঘ) ট্রান্সফরমার

উত্তরঃ গ। ষ্টোরেজ ব্যাটারি

৩২মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে

(ক) ওয়েভ গাইডের মধ্য দিয়ে

(খ) খোলামেলা জায়গায় মধ্য দিয়ে সরলরেখায়

(গ) বিশেষ ধরনের ক্যাবলের মধ্য দিয়ে

(ঘ) ভূমি ও আয়োনোস্ফোয়ারের মধ্যে প্রতিফলন হতে হবে

উত্তরঃ ক। ওয়েভ গাইডের মধ্য দিয়ে

৩৩কম্পিউটার সফটওয়্যার বলতে বুঝানো হয়

(ক) যে সব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে

(খ) তথ্য দেওয়া ও তথ্য নেয়ার অংশবিশেষ

(গ) এর প্রোগাম বা কর্মপরিকল্পনার কৌশল

(ঘ) কম্পিউটার তৈরির নক্সা

উত্তরঃ গ। এর প্রোগাম বা কর্মপরিকল্পনার কৌশল

৩৪মৌলিক পর্দাথের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে তাকে বলা হয়

(ক) অণু

(খ) পরমাণু

(গ) ইলেকট্রন

(ঘ) প্রোটেন

উত্তরঃ খ। পরমাণু

৩৫He has been ill ______ Friday last.

(ক) from

(খ) on

(গ) in

(ঘ) since

উত্তরঃ ঘ। since

৩৬‘Out and out’ means :

(ক) Not at all

(খ) Brave

(গ) Thoroughly

(ঘ) Whole heartedly

উত্তরঃ গ। Thoroughly

৩৭What is the verb of the word ‘ability’?

(ক) enable

(খ) ably

(গ) able

(ঘ) ableness

উত্তরঃ ক। enable

৩৮May Allah help you. What kind of sentence is this?

(ক) Assertive

(খ) Imperative

(গ) Operative

(ঘ) Exclamatory

উত্তরঃ গ। Operative

৩৯A rolling stone gathers no moss. what rolling’ is ?

(ক) Gerund

(খ) Participle

(গ) Verbal noun

(ঘ) Adjective

উত্তরঃ খ। Participle

৪০Which is the noun of the word beautiful ?

(ক) Beautify

(খ) Beauty

(গ) Beautifully

(ঘ) Beautious

উত্তরঃ গ। Beautifully

৪১Hold water means –

(ক) keep water

(খ) Store

(গ) Bear examination

(ঘ) Drink water

উত্তরঃ গ। Bear examination

৪২“Justice delayed is justice denied” was stated by-

(ক) Disraeli

(খ) Gladstone

(গ) Emerson

(ঘ) Shakespeare

উত্তরঃ খ। Gladstone

৪৩Who is poet of the Victorian age ?

(ক) Mathew Arnold

(খ) Helen keller

(গ) Shakespeare

(ঘ) Robert Browning

উত্তরঃ ঘ। Robert Browning

৪৪শিষ্টাচার এর সমার্থক শব্দ কোনটি ?

(ক) সদাচার

(খ) নিষ্ঠা

(গ) সংযম

(ঘ) সততা

উত্তরঃ ক। সদাচার

৪৫সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি ?

(ক) বিস্ময়

(খ) নির্ভর

(গ) দ্বিধা

(ঘ) প্রত্যয়

উত্তরঃ ঘ। প্রত্যয়

৪৬সূর্য এর প্রতিশব্দ

(ক) সধাংশু

(খ) শশাংক

(গ) আদিত্য

(ঘ) বিধু

উত্তরঃ গ। আদিত্য

৪৭সমাস ভাষাকে কী করে?

(ক) সংক্ষেপ করে

(খ) বিস্তৃত করে

(গ) অর্থপূর্ণ করে

(ঘ) অর্থের রূপান্তর করে

উত্তরঃ ক। সংক্ষেপ করে

৪৮বিভক্তি যুক্ত শব্দ বা ধাতুকে বলে

(ক) শব্দ

(খ) কারক

(গ) পদ

(ঘ) ক্রিয়াপদ

উত্তরঃ গ। পদ

৪৯কোনটি শুদ্ধ বাক্য ?

(ক) একটি গোপন কথা বলি

(খ) একটা গোপনীয় কথা বলি

(গ) একটি গুপ্ত কথা করি

(ঘ) একটি গোপন কথা বলি

উত্তরঃ খ। একটা গোপনীয় কথা বলি

৫০ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন

(ক) ক্ষমাপ্রার্থী

(খ) ক্ষমার্হ

(গ) ক্ষ্যমাপ্রদ

(ঘ) ক্ষমা

উত্তরঃ খ। ক্ষমার্হ

৫১কোনটি শুদ্ধ ?

(ক) সৌজন্যতা

(খ) সৌজন্নতা

(গ) সৌজন্য

(ঘ) সৌজন্ন

উত্তরঃ গ। সৌজন্য

৫২অর্ধচন্দ্র এর অর্থ

(ক) অমাবস্যা

(খ) গলাধাক্কা দেওয়া

(গ) কাস্তে

(ঘ) দ্বিতীয়

উত্তরঃ খ। গলাধাক্কা দেওয়া

৫৩প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কী ?

(ক) মালদ্ধীপ

(খ) সদ্ধীপ

(গ) হাতিয়া

(ঘ) বরিশাল

উত্তরঃ ঘ। বরিশাল

৫৪বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত?

(ক) ৩:২

(খ) ৬:৪

(গ) ৪:৫

(ঘ) ৫:৩

উত্তরঃ খ। ৬:৪

৫৫ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন

(ক) শায়েস্তা খাঁ

(খ) নওয়াব সলিমুল্লাহ

(গ) মির্জা আহমেদ জান

(ঘ) মির্জা গোলাম পীর

উত্তরঃ গ। মির্জা আহমেদ জান

৫৬বি.কে.এস.পি হলো

(ক) একটি কিশোর ফুটবল টিমের নাম

(খ) একটি সংবাদ সংস্থার নাম

(গ) একটি ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠানের নাম

(ঘ) একটি ক্রিয়া ও সংগীত শিক্ষা প্রতিষ্ঠানের নাম

উত্তরঃ গ। একটি ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠানের নাম

৫৭ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো

(ক) ঔষধ শিল্পের দেশীয় কাঁচামালের ব্যবহার নিশ্চিত করা

(খ) অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা

(গ) ঔষধ শিল্পের দেশীয় শিল্পপতিদের অগ্রাধিকার দেয়া

(ঘ) বিদেশি শিল্পপতিদের দেশীয় কাঁচামাল ব্যবহার বাধ্য করা

উত্তরঃ খ। অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা

৫৮কোনে জেলা তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী ?

(ক) রংপুর

(খ) ফরিদপুর

(গ) রাজশাহী

(ঘ) যশোর

উত্তরঃ ঘ। যশোর

৫৯বাসস একটি

(ক) খবরের কাগজের নাম

(খ) একটি প্রেস ক্লাবের নাম

(গ) একটি সংবাদ সংস্থার নাম

(ঘ) একটি বিদেশি কোম্পানির নাম

উত্তরঃ গ। একটি সংবাদ সংস্থার নাম

৬০বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত ?

(ক) ভাওয়াল ও মধুপুরের বনভূমি

(খ) পার্বত্য চট্টগ্রামের বনভূমি

(গ) সিলেটের বনভূমি

(ঘ) খুলনা, বরিশাল ও পটুয়াখালির বনভূমি

উত্তরঃ ক। ভাওয়াল ও মধুপুরের বনভূমি

৬১বাংলাদেশের বৃহত্তর নদী কোনটি ?

(ক) যমুনা

(খ) পদ্মা

(গ) ব্রক্ষপুত্র

(ঘ) মেঘনা

উত্তরঃ ঘ। মেঘনা

৬২হরিপুর তেলক্ষেত্র আবিষ্কার হয়

(ক) ১৯৮৫ সালে

(খ) ১৯৮৬ সালে

(গ) ১৯৮৭ সালে

(ঘ) ১৯৮৪ সালে

উত্তরঃ খ। ১৯৮৬ সালে

৬৩মিশুকের স্থপতি কে ?

(ক) মোস্তফা মনোয়ারা

(খ) শামীম সিকদার

(গ) হামিদুজ্জামান খান

(ঘ) মঈনুল হোসেন

উত্তরঃ গ। হামিদুজ্জামান খান

৬৪বাংলাদেশের কোন জেলার বেশি পাট উৎপন্ন হয় ?

(ক) রংপুর

(খ) ময়মনসিংহ

(গ) ফরিদপুর

(ঘ) টাংগাইল

উত্তরঃ গ। ফরিদপুর

৬৫মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত ?

(ক) গঙ্গা

(খ) ব্রক্ষ্মপুত্র

(গ) করতোয়া

(ঘ) মহানন্দা

উত্তরঃ গ। করতোয়া

৬৬মা মণি হলো

(ক) একটি উপন্যাসের নাম

(খ) একটি গরিব মা ও মেয়ের গল্প কাহিনী

(গ) একটি ক্রিড়া প্রতিযোগিতার নাম

(ঘ) একটি প্রসাধনী শিল্পের নাম

উত্তরঃ খ। একটি গরিব মা ও মেয়ের গল্প কাহিনী

৬৭চীনবাংলাদেশ মৈত্রী সেতু নিমার্ণের প্রধান উদ্দেশ্য

(ক) ঢাকা শহরকে নদীর ওপারে বিস্তৃত করা

(খ) দেশের দক্ষিণ অঞ্চলের সঙ্গে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করে

(গ) ঢাকা-আরিচা রোডে যানবাহন চলাচলের চাপ কমানো

(ঘ) বাংলাদেশ-চীনের মধ্যে সুসম্পর্কের স্থায়ী বন্ধন সৃষ্টি করে

উত্তর  খ। দেশের দক্ষিণ অঞ্চলের সঙ্গে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করে

৬৮বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত ?

(ক) ২ কোটি একর

(খ) ২ কোটি ৫০ লক্ষ একর

(গ) ২ কোটি ৪০ লক্ষ একর

(ঘ) ২ কোটি ২৫ লক্ষ একর

উত্তরঃ গ। ২ কোটি ৪০ লক্ষ একর

৬৯উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত ?

(ক) ২২৫ নটিক্যাল মাইল

(খ) ২০০ নটিক্যাল মাইল

(গ) ২৫০ নটিক্যাল মাইল

(ঘ) ১০০ নটিক্যাল মাইল

উত্তরঃ খ। ২০০ নটিক্যাল মাইল

৭০এডেন কোন দেশের সমুদ্রবন্দর ?

(ক) ওমান

(খ) কাতার

(গ) ইয়েমেন

(ঘ) ইরাক

উত্তরঃ গ। ইয়েমেন

৭১১৯৯২ সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায় ?

(ক) বার্লিন

(খ) জুরিখ

(গ) বার্সোলনা

(ঘ) ব্রাসেলস

উত্তরঃ গ। বার্সোলনা

৭২জাপানের পার্লামেন্টের নাম

(ক) নেসেট

(খ) পিনাসাস

(গ) ডায়েট

(ঘ) শুরা

উত্তরঃ গ। ডায়েট

৭৩ওডারনীস নদী

(ক) পশ্চিম জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক

(খ) পশ্চিম জার্মানি ও চেকোশ্লোভাকিয়ার মধ্যে সীমা নির্ধারক

(গ) পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক

(ঘ) পূ জার্মানি ও চেকোশ্লোভাকিয়ার মধ্যসীমা নির্ধারন

উত্তরঃ গ। পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক

৭৪পবিত্র ভূমি কোনটিকে বলা হয় ?

(ক) জেদ্দা

(খ) জেরুজালেম

(গ) প্যালেষ্টাইন

(ঘ) তাইফ

উত্তরঃ খ। জেরুজালেম

৭৫ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে

(ক) অল্প সুদে

(খ) বিনা ‍সুদে

(গ) স্বাভাবিক সুদে

(ঘ) অতি সামন্য সুদে

উত্তরঃ খ। বিনা ‍সুদে

৭৬সাউথ কমিশনের চেয়ারম্যান

(ক) মুগাবে

(খ) জুলিয়াস নায়ারে

(গ) সুহার্তো

(ঘ) ক্যাষ্ট্রো

উত্তরঃ খ। জুলিয়াস নায়ারে

৭৭আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দফতর কোথায় অবস্থিত?

(ক) জেনেভায়

(খ) ওয়াশিংটনে

(গ) ভিয়েনায়

(ঘ) ব্রাসেলসে

উত্তরঃ গ। ভিয়েনায়

৭৮আন্তর্জাতিক রোটারী সংস্থার প্রতিষ্ঠাতা

(ক) Badel Powel

(খ) Paul harris

(গ) W.Silson

(ঘ) H.Wilson

উত্তরঃ খ। Paul harris

৭৯এফটা [AFTA] বলতে বোঝায়

(ক) একটি বিমান সংস্থা

(খ) পূর্ব আফ্রিকার একটি সংবাদ সংস্থা

(গ) একটি বাণিজ্যিক গোষ্ঠী

(ঘ) একটি সামরিক চুক্তি

উত্তরঃ গ। একটি বাণিজ্যিক গোষ্ঠী

৮০‘_____ সেপ্টেম্বর বিশ্ব স্বাক্ষরতা দিবস

(ক) ৬ ই

(খ) ৮ ই

(গ) ৫ ই

(ঘ) ১০ ই

উত্তরঃ খ। ৮ ই

৮১জাতিসংঘ দিবস কোনটি?

(ক) ১৭ সেপ্টেম্বর

(খ) ২৪ সেপ্টেম্বর

(গ) ২৪ অক্টোবর

(ঘ) ১৭ অক্টোবর

উত্তরঃ গ। ২৪ অক্টোবর

৮২নামিবিয়ার রাজধানী

(ক) প্রিটোরিয়া

(খ) উইন্ডহুক

(গ) করাভু

(ঘ) কোটাভি

উত্তরঃ খ। উইন্ডহুক

৮৩হারারেএর পুরাতন নাম

(ক) পেট্রোগ্রাড

(খ) ফরমুলা

(গ) সলসবেরী

(ঘ) রোডেসিয়া

উত্তরঃ গ। সলসবেরী

৮৪বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে?

(ক) ২১ ফেব্রুয়ারি

(খ) ১৪ ডিসেম্বর

(গ) ৭ মার্চ

(ঘ) ১৬ ডিসেম্বর

উত্তরঃ খ। ১৪ ডিসেম্বর

৮৫a – {a –(a+1)} = কত

(ক) a

(খ) a+1

(গ) a-1

(ঘ) 1

উত্তরঃ খ। a+1

৮৬যদি a^3-b^3 = 513 এবং a-b = 3 হয়, তবে ab এর মান কত ?

(ক) 35

(খ) 45

(গ) 54

(ঘ) 55

উত্তরঃ গ। 54

৮৭(x+3)(x-3)কে x^2-6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে ?

(ক) -3

(খ) -6

(গ) 6

(ঘ) 3

উত্তরঃ ক। -3

৮৮`syntax’ means –

(ক) Supplementary tax

(খ) Sentence building

(গ) Manner of speech

(ঘ) Synchronizing

উত্তরঃ খ। Sentence building

৮৯What is the synonym of `Incite’ ?

(ক) Urge

(খ) Permit

(গ) Instigate

(ঘ) deceive

উত্তরঃ গ। Instigate

৯০What is the antonym `Honorary’ ?

(ক) Literary

(খ) Honorable

(গ) Salaried

(ঘ) Official

উত্তরঃ গ। Salaried

৯১একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি rথেকে বৃদ্ধি করে r+n করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয় r এর মান কত ?

(ক) n/√2-1

(খ) n+√2

(গ) √2n

(ঘ) √2(n+1)

উত্তরঃ ক। n/√2-1

৯২Fill in the blanks He has assured me_______safety ?

(ক) with

(খ) of

(গ) for

(ঘ) at

উত্তরঃ খ। of

৯৩Choose the correct sentence –

(ক) He was hunged for murder

(খ) He has been hunged for murder

(গ) He was hanged for murder

(ঘ) He had been hunged for murder

উত্তরঃ ক। He was hunged for murder

৯৪Choose the correct sentence –

(ক) The rich is not always happy

(খ) Rich is not always happy

(গ) The rich is not happy always

(ঘ) The rich are not always happy

উত্তরঃ ঘ। The rich are not always happy

৯৫কোন শব্দে বিদেশি শব্দ ব্যবহৃত হয়েছে ?

(ক) নিখুঁত

(খ) আনমনা

(গ) অবহেলা

(ঘ) নিমরাজি

উত্তরঃ ঘ। নিমরাজি

৯৬মালদ্বীপের মুদ্রার নাম কী ?

(ক) পাউন্ড

(খ) ডলার

(গ) রুপী

(ঘ) রুপাইয়া

উত্তরঃ ঘ। রুপাইয়া

৯৭১০ টি সংখ্যার যোগফল ৪৬২, প্রথম টির গড় ৫২ এবং শেষ ৫টির গড় ৩৮, পঞ্চম সংখ্যাটি কত ?

(ক) ৬৪

(খ) ৬০

(গ) ৫০

(ঘ) ৬২

উত্তরঃ খ। ৬০

৯৮সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে মি

(ক) ৫ কি মি

(খ) ১০ কি মি

(গ) ২৭ কি মি

(ঘ) ১০ নিউটন

উত্তরঃ ঘ। ১০ নিউটন

৯৯Who is the author of `For Whom the Bell Tolls’ ?

(ক) Lord Tennison

(খ) Homer

(গ) Charles Dickens

(ঘ) Ernest Hemingway

উত্তরঃ ঘ। Ernest Hemingway

১০০আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়

(ক) ৭ জুলাই

(খ) ৯ মার্চ

(গ) ৫ জুন

(ঘ) ২১ মে

উত্তরঃ গ। ৫ জুন

১০১সমুদ্র পৃষ্ঠে বাযুর চাপ প্রতি বর্গ সেঃমিঃ

(ক) ১০ কিঃমিঃ

(খ) ৫ কিঃমিঃ

(গ) ২৭ কিঃমিঃ

(ঘ) ১০ নিউটন

উত্তরঃ ঘ। ১০ নিউটন

১০২পাশাপাশি দুটি বর্গক্ষেত্রের প্রতেক বাহু ২০ ফুট। BC = ফুট,CF= ফুট,DE=কত?

(ক) ১৫ ফুট

(খ) ২০ ফুট

(গ) ১২ ফুট

(ঘ) ১৮ ফুট

উত্তরঃ ঘ। ১৮ ফুট

১০৩১০ টি সংখ্যার যোগফল ৪৬২। এদের গড় ৫২ এবং শেষের টার গড় ৩৮ পঞ্চম গড়টি কত?

(ক) ৬৪

(খ) ৬০

(গ) ৬২

(ঘ) ৫০

উত্তরঃ ক। ৬৪

১০৪(১৫÷১৫X১৫)/(১৫÷১৫ এর ১৫) এর মান কত?

(ক) ১

(খ) ২২৫

(গ) ১/২২৫

(ঘ) ০

উত্তরঃ খ। ২২৫

Mustafij Sir

Recent Posts

HSC Synonym Antonym Board Question All Board

WordsMeaningsSynonyms    antonymsouterবাইরেরoutmostinnerproletarianদরিদ্র/সর্বহারাWorking-classmorallaunchশুরু করাIntroductionwithdrawpreparingপ্রস্তুতিGet-readydoubtfaultlesslyনির্দোষভাবেabsolutelyfaultynauseaবমিবমিভাবvomitingheadachediscomfortঅসস্তিupsetcomfortmaintainedবজায় করাsustainuselessLaterকরেnextearlierdynamicগতিশীলAggressivestaticplanপরিকল্পনাproposaldisorderaimলক্ষGoalaimlessdirectionনিদ্ধেশনাInstructionnoticeprofessionপেশাJobjoblesssuitsআকারFormnothingaptitudeযোগ্যতাAttitudedislikevaryপরিবর্তীতVariousfixeducatedশিক্ষিতLearneduneducatedcitizenনাগরিকnativeforeignervirtueপূর্ণgoodnessevilA lotঅনেকhugelittlecourteousবিনয়ীpoliterudediscourtesyঅবিনয়ীrudenesscourteouswinজয় করাgainloseenemyশত্রুfoefriendensureনিশ্চিত করাconfirmcancelangerরাগtempercalmnessremoveঅপসারণcancelputcordialityসোহার্দrudenessdiscordialitydifferentভিন্নDissimilarsameseeksঅনুসন্ধানPursuefindeagerআগ্রহীinterestdisinterestedobservationপর্যবেক্ষণExaminationneglectmereএকমাত্রImmenseabnormalalertসতর্কWatchfulunawarelatentসুপ্তOpenrealizedinstructorsপ্রশিকক্ষকteacherstudentguideগাইডmentormisguidewayপথ/উপায়Pathpartfascinatingচমৎকারexcellentunattractiveinterestআগ্রহীeagerdisregardimpatientঅধৈয্যIntolerancepatientillogicalঅযোক্তিকunethicalLogicalindifferentউদাসীনUninteresteddifferentethicallyনৈথিকভাবেlawfullyUnethicalGood-lookingচমৎকারAttractiveUnattractiveDarkঅন্ধকারBlackbrightFlawlessস্থিরperfectflawedShinyউজ্জল্যbrightdarkSlenderসরুthinfatGracefulকরুনাময়elegantungracefulStylishlyআড়ম্বরপূর্ণভাবেattractivesimplyAppreciatesপ্রশংসা করেpriesCriticizeNoticeলক্ষ করেadvertisementoverlookAmbitionউচ্ছাকাঙকাAim/desirelazinessRequireপ্রয়োজনneedanswerProficiencyদক্ষতাskilledincompetenceWonderআশ্চয্যSurprisedisinterestTestedপরীক্ষীতverifiednewEquallyসমানভাবেsimilarlyUnequallyDisappointingহতাশাজনকInceptingappointingPresumablyসম্ভবতdoubtlesslyimprobableQualifyযোগ্যতাcertifyDisqualifywrongভুলmistakewriteIdealআদর্শModelbadMasterদক্ষTeacherStudentMakesতৈরীcreateBreak/destroyMethodপদ্ধতিSystemdifferenceConvincingবিশ্বাসীsatisfactoryUnconvincingPraisesপ্রশাংসা করেhurrahCriticizeMistakeভুলErrorsagacityAngryরাগevilcalmSimpleসাধারণgeneralComplexmoralনৈতিকethicalamoralAcceptedগৃহিতreceivedrejectedSincerityআন্তরিকতাGood-willinsincerityResponsibilityদায়িত্বdutiesdepartureComplexityজটিলতাcomplicationSimplicityEnvyহিংসাlastedpraiseVicesমন্দevilVirtueImpactsপ্রভাবeffectfailsAwarenessসতর্কতাalertnessunawarenessOut-comeবাহিরের দিকresultcauseimportanceগুর্ত্বপূর্ণsignificanceinsignificanceFriendবন্দুenemyfoeNeedপ্রয়োজনcommitment/necessaryavoidSympathyসহানুভুতিkindnessrudenessProveপ্রমানconfirmdisproveFalseমিথ্যাwrongtrueHarmক্ষতিকরlosshelpLaughহাসাburstcryPleasureআনন্দhappinesssadnessBringআনাcarryleaveideaধারণাconceptnothingAllowঅনুমতিpermitdenyFreedomস্বাধীনতাindependencebondageOpinionমতামতviewawarenessFairমেলাcleanunfairEqualসমানbalancedunequalDivisionবিভাগdistributionunionElectনির্বাচন করাvoterefuseSystemনিয়ম-নীতিprocesspartTreatmentচিকিৎশা করাcuringhurtFacilityসুবিধাadvantagepainNeverকখন নয়NotingAlwaysWeakerদুর্বলrottenstrongerDiscourageনিরুৎসাহিতdroopEncourageFrustratingহতাশাজনকBuffaloingsatisfyingInterestআগ্রহীeagernessdiscourageAbilityসক্ষমতাCapabilityinabilityDreamস্বপ্নfancyfactBestসবচেয়ে ভালfinestworstSuccessসফলতাachievementfailureachieveঅর্জন…

8 months ago

সরকারি চাকরী খুজুন ঘরে বসেঃ ইন্টারনেটে চাকরীর খোঁজ(জরুরী ধাপ ও নির্ভরযোগ্য সকল ওয়েবসাইট)

আপনি যদি ইন্টারনেটে চাকরির সন্ধান করছেন এবং আপনি এটি সম্পর্কে জানতে চান তবে আপনি সঠিক…

2 years ago

HSC 2023- English 1st Paper Model Question and Solution-1

Model Question 1 Part-I : Marks 60 1. Read the passage and answer the questions…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-পঞ্চম অধ্যায়- দেবদেবী ও পূজা সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

পঞ্চম অধ্যায় দেবদেবী ও পূজা এ অধ্যায়ে আমরা পূজা, পুরোহিতের ধারণা ও যোগ্যতা, দেবী দুর্গা,…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-চতুর্থ অধ্যায়- হিন্দুধর্মে সংস্কার সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

চতুর্থ অধ্যার হিন্দুধর্মে সংস্কার আমাদের এই পার্থিব জীবনকে সুন্দর ও কল্যাণময় করে গড়ে তোলার লড়্গ্েয…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-তৃতীয় অধ্যায়, ধর্মীয় আচার-অনুষ্ঠান সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

তৃতীয় অধ্যায় ধর্মীয় আচার-অনুষ্ঠান আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করার জন্য যেসব আচার-আচরণ চর্চিত হয়…

2 years ago

This website uses cookies.