NTRCA College Preliminary Question

11th NTRCA College Preliminary Question with Answer

১১তম NTRCA College প্রিলিমিনারি প্রশ্ন

দুইটি সংখ্যার .সা.গু ৮৪, .সা.গু ৭। একটি সংখ্যা ২১ হলে অপর সংখ্যাটি কত?

(ক) ৪

(খ) ১২

(গ) ৩২

(ঘ) ২৮

উত্তরঃ ঘ। ২৮

নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক?

(ক) (৪,৬)

(খ) (৬,৯)

(গ) (৯,১২)

(ঘ) (১২, ১৭)

উত্তরঃ ঘ। (১২, ১৭)

x – 1/x =1 হলে x3 – 1/x3 এর মান কত?

(ক) 2

(খ) 6

(গ) 4

(ঘ) 8

উত্তরঃ গ। 4

নিচের কোনটি বৃত্তের সমীকরন?

(ক) x2 + y2 = 5

(খ) 3x2 + 4y2 = 2

(গ) xy = 1

(ঘ) x + y = 4

উত্তরঃ ক। x2+ y2= 5

logx 324 = 4 হলে x এর মান কত?

(ক) 3√2

(খ) 2√3

(গ) 3√3

(ঘ) 2√2

উত্তরঃ ক। 3√2

একটি বৃত্তের ক্ষেত্রফল গুন বৃদ্ধি করলে ব্যাসার্ধ কত গুন বৃদ্ধি পাবে?

(ক) 18 গুন

(খ) 9 গুন

(গ) 6 গুন

(ঘ) 3 গুন

উত্তরঃ ঘ। 3 গুন

কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য ২০° হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?

(ক) ৪০°

(খ) ৩৫°

(গ) ৪৫°

(ঘ) ৫৫°

উত্তরঃ খ। ৩৫°

১০ টাকায় হালি লেবু কিনে ৬০ টাকায় কত হালি লেবু বিক্রয় করলে ২০% লাভ হবে?

(ক) ৭

(খ) ৬

(গ) ৫

(ঘ) ৪

উত্তরঃ গ। ৫

বেলা .৩০ ঘটিকার সময় ঘড়িতে ঘন্টা মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রী কোন উৎপন্ন করবে?

(ক) ১০৫°

(খ) ৯০°

(গ) ৬০°

(ঘ) ১২০°

উত্তরঃ সঠিক উত্তর পাওয়া যায়নি

১০ থেকে ৪০ পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা বিদ্যমান?

(ক) ১০

(খ) ১১

(গ) ১২

(ঘ) ১৩

উত্তরঃ গ। ১২

১১এক ব্যাক্তির মাসিক আয় ব্যায়ের অনুপাত : এবং তাঁর মাসিক সঞ্চয় ১০,০০০ টাকা হলে তিনি কত টাকা আয় করেন?

(ক) ২০,০০০

(খ) ২২,৫০০

(গ) ৩০,০০০

(ঘ) ২৫,০০০

উত্তরঃ ঘ। ২৫,০০০

১২একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6 cm হলে, এর ক্ষেত্রফল কত হবে?

(ক) 12 sq. cm

(খ) 18 sq. cm

(গ) 24 sq. cm

(ঘ) 36 sq cm

উত্তরঃ খ। 18 sq. cm

১৩1 + 3 + 6 + 10 + 15 + …… ধারাটির সপ্তম পদ কত?

(ক) 20

(খ) 21

(গ) 28

(ঘ) 26

উত্তরঃ গ। 28

১৪কোনো সংখ্যার ৬০% থেকে ৬০ বিয়োগ করলে বিয়োগফল ৬০ হলে সংখ্যাটি হবে

(ক) ২০০

(খ) ১০০

(গ) ৩০০

(ঘ) ২৫০

উত্তরঃ ক। ২০০

১৫৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত?

(ক) ২৫%

(খ) ৩০%

(গ) ৩২%

(ঘ) ৪০%

উত্তরঃ খ। ৩০%

১৬3x3 + 2x2 – 21x – 20 রাশির একটি উৎপাদক হচ্ছে

(ক) x+2

(খ) x+1

(গ) x-2

(ঘ) x-1

উত্তরঃ খ। x+1

১৭(3√3 × 3√4) 6 = ?

(ক) 12

(খ) 36

(গ) 48

(ঘ) 144

উত্তরঃ ঘ। 144

১৮33x – 8 = 34 হলে x এর মান কত?

(ক) 4

(খ) 3

(গ) 5

(ঘ) 6

উত্তরঃ ক। 4

১৯কোণ ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?

(ক) ২৭০°

(খ) ৩৬০°

(গ) ১৮০°

(ঘ) ৯০°

উত্তরঃ খ। ৩৬০°

২০একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য ১৬ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ মিটার?

(ক) ৩২√৩

(খ) ৬৪

(গ) ৬৪√৩

(ঘ) ৩২

উত্তরঃ গ। ৬৪√৩

২১সূর্যের উন্নিত কোণ 60° হলে একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য 240 মিটার হয়। মিনারটির উচ্চতা কত?

(ক) 315.69 মিঃ

(খ) 417 মিঃ

(গ) 315 মিঃ

(ঘ) 415.69 মিঃ

উত্তরঃ ঘ। 415.69 মিঃ

২২ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর

(ক) দ্বিগুণ

(খ) অর্ধেক

(গ) তিনগুন

(ঘ) সমান

উত্তরঃ খ। অর্ধেক

২৩sin θ এর সর্বনিন্ম মান কত?

(ক) -1

(খ) 1

(গ) -2

(ঘ) 0

উত্তরঃ ক। -1

২৪একট সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেক তত ছোট। সংখ্যাটি কত?

(ক) ৭৩০

(খ) ৭৯০

(গ) ৭৮০

(ঘ) ৭৩৫

উত্তরঃ ঘ। ৭৩৫

২৫২৪ সংখ্যাটি কোন সংখ্যার ৩২% এর সমান?

(ক) ৬০

(খ) ৬৫

(গ) ৭৫

(ঘ) ৭০

উত্তরঃ গ। ৭৫

২৬প্রাচীন বাংলায় সমতট বলতে কোন কোন অঞ্চলকে বোঝানো হতো?

(ক) কুমিল্লা, বরিশাল

(খ) কুমিল্লা, নোয়াখালী

(গ) ময়মনসিংহ, নরসিংদি

(ঘ) ময়মনসিংহ, জামালপুর

উত্তরঃ খ। কুমিল্লা, নোয়াখালী

২৭বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ মুখোশ এর সংগীত পরিচালক কে ছিলেন?

(ক) গাজী মাজহারুল আনোয়ার

(খ) সুবল দাস

(গ) খান আতাউর রহমান

(ঘ) সমর দাস

উত্তরঃ ঘ। সমর দাস

২৮বর্তমানে বাংলাদেশের দারিদ্রের হার কত?

(ক) ২৪.৫%

(খ) ২৩.৬%

(গ) ২৩.২%

(ঘ) ২৬.৫%

উত্তরঃ গ। ২৩.২%

২৯বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত?

(ক) ৪ বছর

(খ) ২ বছর

(গ) ৩ বছর

(ঘ) ৫ বছর

উত্তরঃ ক। ৪ বছর

৩০বর্তমান মুজিবনগরের পূর্ব নাম কি ছিল?

(ক) ভবের পাড়া

(খ) শিমুলিয়া

(গ) চন্দ্রবাড়ি

(ঘ) টুংগীপাড়া

উত্তরঃ ক। ভবের পাড়া

৩১বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে?

(ক) সুনামগঞ্জ

(খ) মৌলভী বাজার

(গ) হবিগঞ্জ

(ঘ) সিলেট

উত্তরঃ খ। মৌলভী বাজার

৩২পূর্বাশা দ্বীপের অপর নাম কি?

(ক) নিঝুম দ্বীপ

(খ) সেন্টমার্টিন দ্বীপ

(গ) দক্ষিন তালপট্টি দ্বীপ

(ঘ) কুতুবদিয়া দ্বীপ

উত্তরঃ গ। দক্ষিন তালপট্টি দ্বীপ

৩৩আপেলে কোন এসিড বিদ্যমান থাকে?

(ক) ম্যালিক এসিড

(খ) সাইট্রিক এসিড

(গ) ফলিক এসিড

(ঘ) অক্সালিক এসিড

উত্তরঃ ক। ম্যালিক এসিড

৩৪সুনামীর কারণ হলো

(ক) অগ্নুৎপাত

(খ) চন্দ্র ও সূর্যের আকর্ষন

(গ) ঘূর্ণিঝড়

(ঘ) সমুদ্র তলদেশে ভূমিকম্প

উত্তরঃ ঘ। সমুদ্র তলদেশে ভূমিকম্প

৩৫লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন?

(ক) ১০০ দিন

(খ) ৮০ দিন

(গ) ১২০ দিন

(ঘ) ৬০ দিন

উত্তরঃ গ। ১২০ দিন

৩৬কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?

(ক) লাল

(খ) কালো

(গ) সাদা

(ঘ) সবুজ

উত্তরঃ খ। কালো

৩৭নিচের কোন বিষয়টির সাথে কম্পিউটার সম্পৃক্ত?

(ক) ই-মেইল

(খ) ফ্যাক্স

(গ) টেলিভিশন

(ঘ) টেলিফোন

উত্তরঃ ক। ই-মেইল

৩৮বঙ্গবন্ধু কবে জুলিও কুরি পুরষ্কার লাভ করেন?

(ক) ৭ নভেম্বর ১৯৭২

(খ) ১০ অক্টোবর ১৯৭২

(গ) ১৬ ডিসেম্বর ১৯৭২

(ঘ) ২৫ ডিসেম্বর ১৯৭২

উত্তরঃ খ। ১০ অক্টোবর ১৯৭২

৩৯চিরশান্তির শহর কোনটি?

(ক) এথেন্স

(খ) ভেনিস

(গ) রোম

(ঘ) অসলো

উত্তরঃ গ। রোম

৪০কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?

(ক) ইরাক

(খ) মিশর

(গ) কুয়েত

(ঘ) জর্ডান

উত্তরঃ ক। ইরাক

৪১বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?

(ক) ১০ জুন

(খ) ১০ অক্টোবর

(গ) ১০ আগস্ট

(ঘ) ১০ ডিসেম্বর

উত্তরঃ ঘ। ১০ ডিসেম্বর

৪২ভুটানের মুদ্রার নাম কি?

(ক) রূপী

(খ) বাথ

(গ) রুশিয়া

(ঘ) গুলট্রাম

উত্তরঃ ঘ। গুলট্রাম

৪৩জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?

(ক) ১৯০

(খ) ১৯২

(গ) ১৯৩

(ঘ) ১৯১

উত্তরঃ গ। ১৯৩

৪৪বাতাসের শহর কোনটি?

(ক) সিডনী

(খ) ওয়াশিংটন

(গ) শিকাগো

(ঘ) নিউইয়র্ক

উত্তরঃ গ। শিকাগো

৪৫বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা বেশি?

(ক) মারমা

(খ) চাকমা

(গ) সাঁওতাল

(ঘ) গারো

উত্তরঃ খ। চাকমা

৪৬ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?

(ক) লন্ডন

(খ) ব্রাসেলস

(গ) রোম

(ঘ) প্যারিস

উত্তরঃ খ। ব্রাসেলস

৪৭আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি?

(ক) সাঙ্গু

(খ) ফেনী

(গ) কর্ণফুলী

(ঘ) নাফ

উত্তরঃ ক। সাঙ্গু

৪৮পৃথিবীতে সবচেয়ে কঠিন পদার্থ কোনটি?

(ক) লৌহ

(খ) ইস্পাত

(গ) হীরক

(ঘ) পাথর

উত্তরঃ গ। হীরক

৪৯সমুদ্র বায়ু কখন প্রবল বেগে প্রবাহিত হয়?

(ক) শেষরাতে

(খ) মধ্যাহ্নে

(গ) সবসময়

(ঘ) অপরাহ্নে

উত্তরঃ ঘ। অপরাহ্নে

৫০আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?

(ক) জেনেভা

(খ) ভিয়েনা

(গ) বার্লিন

(ঘ) প্যারিস

উত্তরঃ খ। ভিয়েনা

৫১ভাষার মূল উপকরন কী?

(ক) বাক্য

(খ) বর্ণ

(গ) ধ্বনি

(ঘ) শব্দ

উত্তরঃ ক। বাক্য

৫২জুতো শব্দটি কোন ভাষারীতির?

(ক) সাধু

(খ) প্রাকৃত

(গ) কোল

(ঘ) চলিত

উত্তরঃ ঘ। চলিত

৫৩কোনটি দন্ত্য ধ্বনি?

(ক) ণ

(খ) প

(গ) ত

(ঘ) চ

উত্তরঃ গ। ত

৫৪বাংলা সাহিত্যে ভোরের পাখি কে?

(ক) বিহারীলাল চক্রবর্তী

(খ) স্বর্ণকুমারী দেবী

(গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ ক। বিহারীলাল চক্রবর্তী

৫৫কোন শব্দটি ঘোড়ার সমার্থক?

(ক) তুরঙ্গ

(খ) কুরঙ্গ

(গ) ভূজঙ্গ

(ঘ) বিহঙ্গ

উত্তরঃ ক। তুরঙ্গ

৫৬মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম কী?

(ক) বনফুল

(খ) ভ্রমর

(গ) জরাসন্ধ

(ঘ) গাজীমিয়া

উত্তরঃ ঘ। গাজীমিয়া

৫৭পুকুর চুরি বাগধারাটির অর্থ

(ক) অবাস্তব বস্তু

(খ) বড় ধরনের চুরি

(গ) লোপটি

(ঘ) পুকুর চুরি করা

উত্তরঃ খ। বড় ধরনের চুরি

৫৮উদ্ধৃতি চিহ্ন কোথায় বসে?

(ক) বাক্যের শেষে

(খ) শ্লেষাত্মক বাক্যের মাঝে

(গ) সংলাপে

(ঘ) প্রশ্নবোধক বাক্যে

উত্তরঃ গ। সংলাপে

৫৯ইঁদুর কপালে কি?

(ক) বাগধারা

(খ) প্রবাদ

(গ) সমস্ত পদ

(ঘ) ব্যাসবাক্য

উত্তরঃ ক। বাগধারা

৬০কোন বানানটি শুদ্ধ?

(ক) সমিচীন

(খ) সমীচিন

(গ) সমীচীন

(ঘ) সমিচিন

উত্তরঃ গ। সমীচীন

৬১নষ্ট হওয়া স্বভাব নয় যারএক কথায় কী হবে?

(ক) স্থায়ী

(খ) নশ্বর

(গ) বিনষ্ট

(ঘ) অবিনশ্বর

উত্তরঃ ঘ। অবিনশ্বর

৬২দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে। এখানে ছাত্রটিকে কোন কারকে কোন বিভক্তি?

(ক) কর্তায় দ্বিতীয়া

(খ) কর্মকারকে দ্বিতীয়া

(গ) করণে দ্বিতীয়া

(ঘ) অধিকরনে দ্বিতীয়া

উত্তরঃ খ। কর্মকারকে দ্বিতীয়া

৬৩সমাস নির্নয় করুন ধানের ক্ষেত

(ক) কর্মধারয়

(খ) বহুব্রীহি

(গ) ষষ্ঠী তৎপুরুষ

(ঘ) অব্যয়ীভাব

উত্তরঃ গ। ষষ্ঠী তৎপুরুষ

৬৪শোক শব্দের বিপরীত

(ক) হর্ষ

(খ) দুঃখ

(গ) ব্যথা

(ঘ) অনুতপ্ত

উত্তরঃ ক। হর্ষ

৬৫উৎ+শ্বাস এটি কোন সন্ধি?

(ক) নিপাতনে সিদ্ধ

(খ) ব্যঞ্জন সন্ধি

(গ) স্বরসন্ধি

(ঘ) জটিল সন্ধি

উত্তরঃ খ। ব্যঞ্জন সন্ধি

৬৬বাক্যে সেমিকোলন (;) থাকলে কতক্ষন থামতে হয়?

(ক) ১ বলতে যে সময় লাগে

(খ) ১ বলার দ্বিগুণ সময়

(গ) ২ সেকেন্ড

(ঘ) ১ সেকেন্ড

উত্তরঃ খ। ১ বলার দ্বিগুণ সময়

৬৭সুহৃদ কী ধরনের শব্দ?

(ক) মৌলিক

(খ) রুঢ়ী

(গ) যোগরুঢ়ী

(ঘ) যৌগিক

উত্তরঃ ঘ। যৌগিক

৬৮তিনি সৎ কিন্তু কৃপনবাক্যটি

(ক) যৌগিক বাক্য

(খ) সরল বাক্য

(গ) বিস্ময়সূচক বাক্য

(ঘ) মিশ্র বাক্য

উত্তরঃ ক। যৌগিক বাক্য

৬৯খেচর শব্দটির অর্থ কী?

(ক) খচ্চর

(খ) আকাশে বিচরণকারী

(গ) যে প্রাণী জলেও স্থলে চরে

(ঘ) দুষ্ট প্রকৃতির লোক

উত্তরঃ খ। আকাশে বিচরণকারী

৭০কোনটি নিত্য নারী বাচক শব্দ?

(ক) জেনানা

(খ) ধাত্রী

(গ) সতীন

(ঘ) শিক্ষিকা

উত্তরঃ গ। সতীন

৭১কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়?

(ক) ঝরা পালক

(খ) মহাপৃথিবী

(গ) সাতটি তারার তিমির

(ঘ) অর্কেস্ট্রা

উত্তরঃ ঘ। অর্কেস্ট্রা

৭২ফুড কনফারেন্স এর রচয়িতা কে?

(ক) মীর মোশাররফ হোসেন

(খ) আবুল মনসুর আহমেদ

(গ) কাজী নজরুল ইসলাম

(ঘ) ডঃ মোহাম্মদ শহীদুল্লাহ

উত্তরঃ খ। আবুল মনসুর আহমেদ

৭৩কলি কলম কি?

(ক) পত্রিকা

(খ) কাব্যগ্রন্থ

(গ) প্রবন্ধ

(ঘ) কাব্যগ্রন্থ

উত্তরঃ ক। পত্রিকা

৭৪প্রত্যয় কয় প্রকার?

(ক) এক

(খ) দুই

(গ) তিন

(ঘ) চার

উত্তরঃ খ। দুই

৭৫বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি?

(ক) কাব্য

(খ) নাটক

(গ) ছোট গল্প

(ঘ) উপন্যাস

উত্তরঃ গ। ছোট গল্প

৭৬Which one is the correct passive form of the sentence “Your conduct pleased me”?

(ক) I am pleased of your conduct

(খ) I was pleased with your conduct

(গ) I was pleased by your conduct

(ঘ) I was pleased at your conduct

উত্তরঃ খ। I was pleased with your conduct

৭৭Choose the verb form of ‘friend’.

(ক) Friendship

(খ) friended

(গ) enfriend

(ঘ) befriend

উত্তরঃ ঘ। befriend

৭৮তার জন্য জায়গা করে দাও। এর শুদ্ধ ইংরেজি কি?

(ক) Make a place for him

(খ) Manage a place for him

(গ) Make room for him

(ঘ) Make a accommodation for him

উত্তরঃ গ। Make room for him

৭৯What is the synonym of ‘reveal’?

(ক) Disclose

(খ) conceal

(গ) proclaim

(ঘ) pacify

উত্তরঃ ক। Disclose

৮০Fill yin the gaps with appropriate preposition in the sentence: I am pleased _____ hear about your promotion.

(ক) to

(খ) By

(গ) with

(ঘ) for

উত্তরঃ ক। to

৮১Swan song means_

(ক) First work

(খ) Last work

(গ) Middle work

(ঘ) Early work

উত্তরঃ খ। Last work

৮২Sinners will suffer_

(ক) In fine

(খ) in no time

(গ) in the long run

(ঘ) in the court

উত্তরঃ খ। in no time

৮৩All men must die’ Negative form of this sentence is:

(ক) None can avoid death

(খ) Nothing but all men will die

(গ) None but all men will die

(ঘ) No men will never die

উত্তরঃ গ। None but all men will die

৮৪I would rather die ____.

(ক) To beg

(খ) than beginning

(গ) than would have begged

(ঘ) than beg

উত্তরঃ ঘ। than beg

৮৫Had I been rich, I _________ .

(ক) will help the poor

(খ) had helped the poor

(গ) Would have helped the poor

(ঘ) would help the poor

উত্তরঃ গ। Would have helped the poor

৮৬Do not insist ___ his going there.

(ক) To

(খ) on

(গ) with

(ঘ) in

উত্তরঃ খ। on

৮৭What is the noun form of ‘believe’?

(ক) belief

(খ) Believe

(গ) believance

(ঘ) believable

উত্তরঃ ক। belief

৮৮‘He ran fast lest he ___ miss the train.’

(ক) Can

(খ) should

(গ) would

(ঘ) could

উত্তরঃ খ। should

৮৯Phonetics is concerned with ____

(ক) passage

(খ) sentence making

(গ) Pronunciation

(ঘ) word building

উত্তরঃ গ। Pronunciation

৯০He advised me ___ smoking.

(ক) to give up

(খ) to stop

(গ) from giving up

(ঘ) Give up

উত্তরঃ ক। to give up

৯১Would you mind (to take) simply a cup of coffee? The correct verb form would be—

(ক) To take

(খ) for taking

(গ) taken

(ঘ) taking

উত্তরঃ ঘ। taking

৯২The passive form of the sentence ‘Do it as I say’ is:

(ক) Let it be done as is said by me.

(খ) It should be done as I say

(গ) Be it done as it is said.

(ঘ) Let it be done as I say

উত্তরঃ ঘ। Let it be done as I say

৯৩‘Blue blood’ means

(ক) fresh blood

(খ) scoundrel

(গ) Aristocratic birth

(ঘ) blood of king

উত্তরঃ গ। Aristocratic birth

৯৪I look forward ___ you.

(ক) To see

(খ) to meet

(গ) to hearing from

(ঘ) meeting

উত্তরঃ গ। to hearing from

৯৫We worked hard so that we ____ succeed.

(ক) Can

(খ) could

(গ) may

(ঘ) should

উত্তরঃ খ। could

৯৬Use article: _____ water of this pond is clear.

(ক) a

(খ) The

(গ) an

(ঘ) no article

উত্তরঃ খ। The

৯৭Which one is a compound noun?

(ক) Headmaster

(খ) Examination

(গ) Information

(ঘ) Friday

উত্তরঃ ক। Headmaster

৯৮The man was ____ murder.

(ক) Hung for

(খ) hanged

(গ) hanged for

(ঘ) hung to

উত্তরঃ গ। hanged for

৯৯‘Head over heels in love’ means

(ক) Loving somebody

(খ) disliking somebody very much

(গ) hating love strongly

(ঘ) loving somebody very much

উত্তরঃ ঘ। loving somebody very much

১০০Choose the correct sentence.

(ক) No sooner had I came then he went away

(খ) No sooner had I come than he went away.

(গ) No sooner I come than he went away

(ঘ) No sooner had I come when he went away.

উত্তরঃ খ। No sooner had I come than he went away.

Mustafij Sir

Recent Posts

HSC Synonym Antonym Board Question All Board

WordsMeaningsSynonyms    antonymsouterবাইরেরoutmostinnerproletarianদরিদ্র/সর্বহারাWorking-classmorallaunchশুরু করাIntroductionwithdrawpreparingপ্রস্তুতিGet-readydoubtfaultlesslyনির্দোষভাবেabsolutelyfaultynauseaবমিবমিভাবvomitingheadachediscomfortঅসস্তিupsetcomfortmaintainedবজায় করাsustainuselessLaterকরেnextearlierdynamicগতিশীলAggressivestaticplanপরিকল্পনাproposaldisorderaimলক্ষGoalaimlessdirectionনিদ্ধেশনাInstructionnoticeprofessionপেশাJobjoblesssuitsআকারFormnothingaptitudeযোগ্যতাAttitudedislikevaryপরিবর্তীতVariousfixeducatedশিক্ষিতLearneduneducatedcitizenনাগরিকnativeforeignervirtueপূর্ণgoodnessevilA lotঅনেকhugelittlecourteousবিনয়ীpoliterudediscourtesyঅবিনয়ীrudenesscourteouswinজয় করাgainloseenemyশত্রুfoefriendensureনিশ্চিত করাconfirmcancelangerরাগtempercalmnessremoveঅপসারণcancelputcordialityসোহার্দrudenessdiscordialitydifferentভিন্নDissimilarsameseeksঅনুসন্ধানPursuefindeagerআগ্রহীinterestdisinterestedobservationপর্যবেক্ষণExaminationneglectmereএকমাত্রImmenseabnormalalertসতর্কWatchfulunawarelatentসুপ্তOpenrealizedinstructorsপ্রশিকক্ষকteacherstudentguideগাইডmentormisguidewayপথ/উপায়Pathpartfascinatingচমৎকারexcellentunattractiveinterestআগ্রহীeagerdisregardimpatientঅধৈয্যIntolerancepatientillogicalঅযোক্তিকunethicalLogicalindifferentউদাসীনUninteresteddifferentethicallyনৈথিকভাবেlawfullyUnethicalGood-lookingচমৎকারAttractiveUnattractiveDarkঅন্ধকারBlackbrightFlawlessস্থিরperfectflawedShinyউজ্জল্যbrightdarkSlenderসরুthinfatGracefulকরুনাময়elegantungracefulStylishlyআড়ম্বরপূর্ণভাবেattractivesimplyAppreciatesপ্রশংসা করেpriesCriticizeNoticeলক্ষ করেadvertisementoverlookAmbitionউচ্ছাকাঙকাAim/desirelazinessRequireপ্রয়োজনneedanswerProficiencyদক্ষতাskilledincompetenceWonderআশ্চয্যSurprisedisinterestTestedপরীক্ষীতverifiednewEquallyসমানভাবেsimilarlyUnequallyDisappointingহতাশাজনকInceptingappointingPresumablyসম্ভবতdoubtlesslyimprobableQualifyযোগ্যতাcertifyDisqualifywrongভুলmistakewriteIdealআদর্শModelbadMasterদক্ষTeacherStudentMakesতৈরীcreateBreak/destroyMethodপদ্ধতিSystemdifferenceConvincingবিশ্বাসীsatisfactoryUnconvincingPraisesপ্রশাংসা করেhurrahCriticizeMistakeভুলErrorsagacityAngryরাগevilcalmSimpleসাধারণgeneralComplexmoralনৈতিকethicalamoralAcceptedগৃহিতreceivedrejectedSincerityআন্তরিকতাGood-willinsincerityResponsibilityদায়িত্বdutiesdepartureComplexityজটিলতাcomplicationSimplicityEnvyহিংসাlastedpraiseVicesমন্দevilVirtueImpactsপ্রভাবeffectfailsAwarenessসতর্কতাalertnessunawarenessOut-comeবাহিরের দিকresultcauseimportanceগুর্ত্বপূর্ণsignificanceinsignificanceFriendবন্দুenemyfoeNeedপ্রয়োজনcommitment/necessaryavoidSympathyসহানুভুতিkindnessrudenessProveপ্রমানconfirmdisproveFalseমিথ্যাwrongtrueHarmক্ষতিকরlosshelpLaughহাসাburstcryPleasureআনন্দhappinesssadnessBringআনাcarryleaveideaধারণাconceptnothingAllowঅনুমতিpermitdenyFreedomস্বাধীনতাindependencebondageOpinionমতামতviewawarenessFairমেলাcleanunfairEqualসমানbalancedunequalDivisionবিভাগdistributionunionElectনির্বাচন করাvoterefuseSystemনিয়ম-নীতিprocesspartTreatmentচিকিৎশা করাcuringhurtFacilityসুবিধাadvantagepainNeverকখন নয়NotingAlwaysWeakerদুর্বলrottenstrongerDiscourageনিরুৎসাহিতdroopEncourageFrustratingহতাশাজনকBuffaloingsatisfyingInterestআগ্রহীeagernessdiscourageAbilityসক্ষমতাCapabilityinabilityDreamস্বপ্নfancyfactBestসবচেয়ে ভালfinestworstSuccessসফলতাachievementfailureachieveঅর্জন…

8 months ago

সরকারি চাকরী খুজুন ঘরে বসেঃ ইন্টারনেটে চাকরীর খোঁজ(জরুরী ধাপ ও নির্ভরযোগ্য সকল ওয়েবসাইট)

আপনি যদি ইন্টারনেটে চাকরির সন্ধান করছেন এবং আপনি এটি সম্পর্কে জানতে চান তবে আপনি সঠিক…

2 years ago

HSC 2023- English 1st Paper Model Question and Solution-1

Model Question 1 Part-I : Marks 60 1. Read the passage and answer the questions…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-পঞ্চম অধ্যায়- দেবদেবী ও পূজা সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

পঞ্চম অধ্যায় দেবদেবী ও পূজা এ অধ্যায়ে আমরা পূজা, পুরোহিতের ধারণা ও যোগ্যতা, দেবী দুর্গা,…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-চতুর্থ অধ্যায়- হিন্দুধর্মে সংস্কার সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

চতুর্থ অধ্যার হিন্দুধর্মে সংস্কার আমাদের এই পার্থিব জীবনকে সুন্দর ও কল্যাণময় করে গড়ে তোলার লড়্গ্েয…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-তৃতীয় অধ্যায়, ধর্মীয় আচার-অনুষ্ঠান সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

তৃতীয় অধ্যায় ধর্মীয় আচার-অনুষ্ঠান আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করার জন্য যেসব আচার-আচরণ চর্চিত হয়…

2 years ago

This website uses cookies.