NTRCA School Preliminary Question

13th NTRCA School Preliminary Question with Answer

১৩তমNTRCA (School) প্রিলিমিনারি প্রশ্ন

কোন বানানটি শুদ্ধ?

(ক) দেস

(খ) পোশাক

(গ) স্বাশ্বত

(ঘ) সকল্প

উত্তরঃ খ। পোশাক

কোন বিরাম চিহ্নের বিরতি কাল নেই?

(ক) কোলন

(খ) ড্যাস

(গ) কমা

(ঘ) হাইফেন

উত্তরঃ ঘ। হাইফেন

কোন বানানটি শুদ্ধ?

(ক) বিভিষীকা

(খ) বীভিষিকা

(গ) বিভীষিকা

(ঘ) বীভিষীকা

উত্তরঃ গ। বিভীষিকা

আলালী বা হুতোমি ভাষা বলা হয় কোনটিকে?

(ক) চলিত ভাষা

(খ) সাধু ভাষা

(গ) সংস্কৃত ভাষা

(ঘ) দেশী ভাষা

উত্তরঃ ক। চলিত ভাষা

দুহিতার বিপরীত শব্দ কোনটি?

(ক) পুত্র

(খ) স্বামী

(গ) কন্যা

(ঘ) জায়া

উত্তরঃ ক। পুত্র

Autonomous শব্দের অর্থ?

(ক) স্বাক্ষর

(খ) সত্যায়িত

(গ) সংশোধিত

(ঘ) স্বায়ত্তশাসিত

উত্তরঃ ঘ। স্বায়ত্তশাসিত

জায়া শব্দের সমার্থক শব্দ কোনটি?

(ক) কন্যা

(খ) অর্ধাঙ্গী

(গ) নন্দিনী

(ঘ) ভগিনী

উত্তরঃ খ। অর্ধাঙ্গী

চতুষ্পদ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

(ক) চতুর+পদ

(খ) চতুষ+পদ

(গ) চতু:+পদ

(ঘ) চতু+পদ

উত্তরঃ গ। চতু:+পদ

সিংহপুরুষ কোন সমাস?

(ক) উপমিত কর্মধারয়

(খ) উপমান কর্মধারয়

(গ) উপপদ তৎপুরুষ

(ঘ) অব্যয়ীভাব

উত্তরঃ ক। উপমিত কর্মধারয়

১০মানব শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?

(ক) মনু+অব

(খ) মা+নব

(গ) মনু+ষ্ণ

(ঘ) মান+অব

উত্তরঃ গ। মনু+ষ্ণ

১১যে উপকারীর অপকার করে?

(ক) কৃতজ্ঞ

(খ) অকৃতজ্ঞ

(গ) অকৃতঘ্ন

(ঘ) কৃতঘ্ন

উত্তরঃ ঘ। কৃতঘ্ন

১২পাপে বিরত থাকোকোন কারকে কোন বিভক্তি?

(ক) করণ কারকে সপ্তমী বিভক্তি

(খ) অপাদান কারকে সপ্তমী বিভক্তি

(গ) অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি

(ঘ) কর্ম কারকে সপ্তমী বিভক্তি

উত্তরঃ খ। অপাদান কারকে সপ্তমী বিভক্তি

১৩Edition শব্দের অর্থ

(ক) সম্পাদক

(খ) সম্পাদকীয়

(গ) সংস্করণ

(ঘ) অনুসন্ধান

উত্তরঃ গ। সংস্করণ

১৪রাত্রি শব্দের সমার্থক নয় কোনটি?

(ক) ভানু

(খ) শর্বরী

(গ) ত্রিযামা

(ঘ) ক্ষণদা

উত্তরঃ ক। ভানু

১৫পূর্বে ছিল এখন নেইবাক্য সংকোচন কোনটি?

(ক) অতীত

(খ) ভূতপূর্ব

(গ) অভূতপূর্ব

(ঘ) ভীত পূর্ব

উত্তরঃ খ। ভূতপূর্ব

১৬কেতা দূরস্ত বাগধারার অর্থ কী?

(ক) অলস

(খ) পরিপাটী

(গ) পরিশ্রমী

(ঘ) দীর্ঘজীবী

উত্তরঃ খ। পরিপাটী

১৭সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

(ক) রূপতত্ত্বে

(খ) বাক্যতত্ত্বে

(গ) অর্থতত্ত্বে

(ঘ) ধ্বনিতত্ত্বে

উত্তরঃ ঘ। ধ্বনিতত্ত্বে

১৮বাংলা ভাষায় যতি চিহ্ণের প্রচলন করেন কে?

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(ঘ) প্যারিচাঁদ মিত্র

উত্তরঃ ক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১৯মহিমা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?

(ক) মহি+মা

(খ) মহৎ+ইমন

(গ) মহা+ইমা

(ঘ) মহিম+মা

উত্তরঃ খ। মহৎ+ইমন

২০আবির্ভাব এর বিপরীত শব্দ কোনটি?

(ক) অভাব

(খ) স্বভাব

(গ) তিরোভাব

(ঘ) অনুভাব

উত্তরঃ গ। তিরোভাব

২১দহরম মহরমের বিপরীত বাগধারা কোনটি?

(ক) জিলাপির প্যাঁচ

(খ) বসন্তের কোকিল

(গ) দুধের মাছি

(ঘ) অহিনকুল

উত্তরঃ ঘ। অহিনকুল

২২নিচের কোনটি শুদ্ধ বানান?

(ক) ন্যুনতম

(খ) ন্যূনতম

(গ) নুন্যতম

(ঘ) নূন্যতম

উত্তরঃ খ। ন্যূনতম

২৩সৌম্য শব্দের বিপরীত শব্দ কোনটি?

(ক) উগ্র

(খ) সুন্দর

(গ) শান্ত

(ঘ) কৃষ্ণ

উত্তরঃ ক। উগ্র

২৪ডাক্তার ডাককোন কারকে কোন বিভক্তি?

(ক) কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি

(খ) করণ কারকে শূন্য বিভক্তি

(গ) কর্তৃকারকে শূন্য বিভক্তি

(ঘ) কর্ম কারকে শূন্য বিভক্তি

উত্তরঃ ঘ। কর্ম কারকে শূন্য বিভক্তি

২৫মৌমাছি কোন সমাস?

(ক) বহুব্রীহী সমাস

(খ) দ্বিগু সমাস

(গ) কর্মধারয় সমাস

(ঘ) অব্যয়ীভাব সমাস

উত্তরঃ গ। কর্মধারয় সমাস

২৬Education for all people ___ a mammoth task.

(ক) are

(খ) is

(গ) be

(ঘ) have

উত্তরঃ খ। is

২৭Man has no escape ___ death.

(ক) before

(খ) by

(গ) in

(ঘ) from

উত্তরঃ ঘ। from

২৮Today the world is passing through____ Juncture

(ক) minimum

(খ) a lot of

(গ) critical

(ঘ) limited

উত্তরঃ গ। critical

২৯The old man can not help __ a cup of tea.

(ক) having

(খ) take

(গ) drink

(ঘ) to drink

উত্তরঃ ক। having

৩০There is ____ milk in the bottle.

(ক) very little

(খ) very few

(গ) any

(ঘ) many

উত্তরঃ ক। very little

৩১কলমটি তার

(ক) The pen is mine

(খ) The pen is his

(গ) He is the owner of the pen.

(ঘ) He belongs to the pen

উত্তরঃ খ। The pen is his

৩২বিনয় মহত্বের ভূষন।

(ক) Modesty are embellishment of greatness.

(খ) Modesty is an embellishment on greatness.

(গ) Modesty is embellishment to greatness.

(ঘ) Modesty is an embellishment of greatness.

উত্তরঃ গ। Modesty is embellishment to greatness.

৩৩কেটলিতে পানি টগবগ করছে।

(ক) The water is simmering in the kettle.

(খ) The water is boiling in the kettle.

(গ) The water is rising high in the kettle

(ঘ) The kettle is over flowing.

উত্তরঃ ক। The water is simmering in the kettle.

৩৪ট্রেনটি ঢাকা যাবে।

(ক) The train is going to Dhaka.

(খ) The train is leaving for Dhaka.

(গ) The train will go to Dhaka

(ঘ) The train is bound for Dhaka.

উত্তরঃ ঘ। The train is bound for Dhaka.

৩৫The shirt is ___.

(ক) before my taste

(খ) after one’s taste

(গ) after my taste

(ঘ) according my test

উত্তরঃ গ। after my taste

৩৬What is the meaning of ‘prior to’ ___?

(ক) on

(খ) before

(গ) after

(ঘ) beside

উত্তরঃ খ। before

৩৭The suffering of the poor man ___.

(ক) beggar description

(খ) out of description

(গ) beggars description

(ঘ) beyond description

উত্তরঃ ক। beggar description

৩৮I wish I had seen you before. (Exclamatory)

(ক) Wow! I seen you before

(খ) Had I seen you before!

(গ) Oh! I saw you before

(ঘ) If I have seen you before.

উত্তরঃ খ। Had I seen you before!

৩৯Besides going to the book fair, I bought !!! a number of books. (compound)

(ক) I not only went to the book fair also bought a number of books.

(খ) Going to the fair, I bought a number of books.

(গ) I went to the book fair and bought a number of books.

(ঘ) I bought a number of books When I went to the book fair.

উত্তরঃ গ। I went to the book fair and bought a number of books.

৪০Do you find your payment too little? (passive)

(ক) Is your payment found too little by you?

(খ) Is your payment found too little to you?

(গ) Are your payment found too little to you?

(ঘ) Are your payment found too little by you?

উত্তরঃ ক। Is your payment found too little by you?

৪১There is little milk in the glass. (Interrogative)

(ক) Is there little milk in the glass?

(খ) Isn’t there little milk in the glass?

(গ) Isn’t there any milk in the glass?

(ঘ) Is there any milk in the glass?

উত্তরঃ ঘ। Is there any milk in the glass?

৪২I know him better than you.(positive)

(ক) You do not know him as good as I know

(খ) You do not know him as well

(গ) You do not know him as good?

(ঘ) You do not know him as well as I.

উত্তরঃ ঘ। You do not know him as well as I.

৪৩I am sure he (pass) the examination.

(ক) passed

(খ) will be passed

(গ) will pass

(ঘ) pass

উত্তরঃ গ। will pass

৪৪Walk carefully lest___.

(ক) you will fall

(খ) you would have fallen

(গ) you should stumble

(ঘ) you might lose the way

উত্তরঃ গ। you should stumble

৪৫People (talk) his courage even after his death.

(ক) talk

(খ) talk of

(গ) will talk

(ঘ) talks of

উত্তরঃ খ। talk of

৪৬Three-fourths of the work __ finished.

(ক) have been

(খ) has been

(গ) is

(ঘ) are

উত্তরঃ খ। has been

৪৭We felt very tired. The word ‘tired’ used in the sentence is ___.

(ক) adjective

(খ) noun

(গ) verb

(ঘ) none

উত্তরঃ ক। adjective

৪৮The verb of the word ‘beautiful’ is-

(ক) beauty

(খ) beautification

(গ) beautify

(ঘ) beautifully

উত্তরঃ গ। beautify

৪৯The synonym of the word ‘huge’ is-

(ক) sanctified

(খ) tiny

(গ) momentary

(ঘ) colossal

উত্তরঃ ঘ। colossal

৫০The synonym of the word ‘unique’ is-

(ক) popular

(খ) common

(গ) distinctive

(ঘ) deciduous

উত্তরঃ খ। common

৫১ছয়টি ক্রমিক পুর্ণসংখ্যার প্রথম তিনটির যোগফল ২৭ হলে, শেষ তিনটির যোগফল

(ক) ৩৬

(খ) ৩৫

(গ) ৩২

(ঘ) ৩০

উত্তরঃ ক। ৩৬

৫২এক নটিক্যাল মাইল সমান

(ক) ১৬৫০.১৮ মিটার

(খ) ১৯৫৩.১৮ মিটার

(গ) ১৭৫০.১৮ মিটার

(ঘ) ১৮৫৩.১৮ মিটার

উত্তরঃ ঘ। ১৮৫৩.১৮ মিটার

৫৩দুইটি সংখ্যার .সা.গু a এবং .সা.গু b একটি সংখ্যা c হলে, অপরটি

(ক) Ab

(খ) bc

(গ) ab/c

(ঘ) ac/b

উত্তরঃ গ। ab/c

৫৪একটি লেবু টাকায় কিনে টাকায় বিক্রয় কররে লাভ

(ক) ২৫%

(খ) ২০%

(গ) ১০%

(ঘ) ৫%

উত্তরঃ ক। ২৫%

৫৫১০০ টাকা বছরের সুদেআসলে ২০০ টাকা হলে, সুদের হার

(ক) ২০%

(খ) ১০%

(গ) ৫%

(ঘ) ২৫%

উত্তরঃ ক। ২০%

৫৬নিচের কোন ভগ্নাংশটি / থেকে ছোট ?

(ক) ৭/৮

(খ) ৫/৬

(গ) ৩/৪

(ঘ) ৩/৫

উত্তরঃ ঘ। ৩/৫

৫৭১৫ জন লোক একটি কাজ ২০ দিনে করলে, কাজটি দিনে করতে লোক লাগবে

(ক) ১০০ জন

(খ) ৩০০ জন

(গ) ১৫০ জন

(ঘ) ২০০ জন

উত্তরঃ খ। ৩০০ জন

৫৮ বছর পূর্বে মা এবং মেয়ের বয়স যথাক্রমে ২৭ বছর বছর ছিল। বছর পর তাদের বয়সের অনুপাত

(ক) ৩ : ২

(খ) ২৭ : ২

(গ) ৭ : ২

(ঘ) ২৭ : ৫

উত্তরঃ গ। ৭ : ২

৫৯প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড়

(ক) ৫

(খ) ১০

(গ) ৫.৫০

(ঘ) ৫৫.৫০

উত্তরঃ গ। ৫.৫০

৬০একটি সংখ্যার গুণের সাথে তার বর্গ বিয়োগ করলে এবং বিয়োগ করলে যোগফল শূন্য হয়। সংখ্যাটি

(ক) ১ অথবা ২

(খ) ২ অথবা ৩

(গ) ৩ অথবা ৪

(ঘ) ৪ অথবা ৫

উত্তরঃ খ। ২ অথবা ৩

৬১A : b = 4 : 5 এবং b : c = 6 : 7 হলে, a : b : c = ?

(ক) 20 : 35 : 42

(খ) 35 : 30 : 24

(গ) 42 : 35 : 20

(ঘ) 24 : 30 : 35

উত্তরঃ ঘ। 24 : 30 : 35

৬২Log2√520 এর মান

(ক) √5

(খ) 2

(গ) -2

(ঘ) 4

উত্তরঃ খ। 2

৬৩(a-b)/ab + (b-c)/bc + (c-a)/ca এর মান

(ক) 1

(খ) 2

(গ) 0

(ঘ) -1

উত্তরঃ গ। 0

৬৪82x+3 = 23x+6 হলে, x এর মান

(ক) -1

(খ) 0

(গ) 4

(ঘ) -3

উত্তরঃ ক। -1

৬৫x – 1/x = 3 হলে, (x4 + 1)/x2 এর মান

(ক) 10

(খ) 11

(গ) 9

(ঘ) 7

উত্তরঃ খ। 11

৬৬x > y এবং z < 0 হলে, নিচের কোনটি সঠিক?

(ক) xz > yz

(খ) zx < yz

(গ) x/z > y/z

(ঘ) z/x < z/y

উত্তরঃ খ। zx < yz

৬৭a = 2b = 3c এবং abc = 36 হলে, c এর মান

(ক) √2

(খ) 2√2

(গ) ∛2

(ঘ) 2

উত্তরঃ ঘ। 2

৬৮3x3 + 2x2 – 21x – 20 রাশিটির একটি উৎপাদক

(ক) x + 1

(খ) x + 2

(গ) x – 2

(ঘ) x – 1

উত্তরঃ ক। x + 1

৬৯x+y = 3, x-y = 1 হলে, 4xy এর মান

(ক) 4

(খ) 8

(গ) -8

(ঘ) 2

উত্তরঃ খ। 8

৭০সমকোণী ত্রিভুজের অপর কোণদ্বয়

(ক) 95°, 85°

(খ) 45°, 5°

(গ) 55°, 35°

(ঘ) 65°, 30°

উত্তরঃ গ। 55°, 35°

৭১একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত : : ৫। এর বৃহত্তম কোণটি

(ক) 18°

(খ) 36°

(গ) 54°

(ঘ) 90°

উত্তরঃ ঘ। 90°

৭২ABCD সামান্তরিকের AB = 12 সে.মি এবং D বিন্দু থেকে AB এর লম্বদূরত্ব 6 সে.মি সামন্তরিকের ক্ষেত্রফল

(ক) ১৮ বর্গ সে.মি

(খ) ৭২ বর্গ সে.মি

(গ) ৩৬ বর্গ সে.মি

(ঘ) ১৪৪ বর্গ সে.মি

উত্তরঃ খ। ৭২ বর্গ সে.মি

৭৩সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 23 একক হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল

(ক) 3√3 বর্গ একক

(খ) 3√3/4 বর্গ একক

(গ) 9 বর্গ একক

(ঘ) 3 বর্গ একক

উত্তরঃ ক। 3√3 বর্গ একক

৭৪বৃত্তের ব্যাস গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে

(ক) ১৬

(খ) ১২

(গ) ৪

(ঘ) ৯

উত্তরঃ ঘ। ৯

৭৫ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উতপন্ন বহিঃস্থ কোণ তিনটির যোগফল

(ক) 180°

(খ) 150°

(গ) 360°

(ঘ) 270°

উত্তরঃ গ। 360°

৭৬বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?

(ক) ১টি

(খ) ২টি

(গ) ৩টি

(ঘ) ৪টি

উত্তরঃ খ। ২টি

৭৭গারো পাহাড় কোন জেলায় অবস্থিত?

(ক) কুমিল্লা

(খ) বান্দরবান

(গ) মৌলভীবাজার

(ঘ) ময়মনসিংহ

উত্তরঃ ঘ। ময়মনসিংহ

৭৮বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

(ক) বরিশালে

(খ) সিরাজগঞ্জে

(গ) ফরিদপুর

(ঘ) নেত্রকোনায়

উত্তরঃ গ। ফরিদপুর

৭৯বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে?

(ক) ফরিদপুর

(খ) রাজশাহী

(গ) খুলনা

(ঘ) বরিশাল

উত্তরঃ ক। ফরিদপুর

৮০বাংলাদেশ কমনওয়েলথ এর কত তম সদস্য রাষ্ট্র?

(ক) ৩২ তম

(খ) ৩০ তম

(গ) ৩১তম

(ঘ) ১১তম

উত্তরঃ ক। ৩২ তম

৮১বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করে?

(ক) তারা মসজিদ

(খ) ষাট গম্বুজ মসজিদ

(গ) সোনা মসজিদ

(ঘ) লালবাগ মসজিদ

উত্তরঃ খ। ষাট গম্বুজ মসজিদ

৮২সুইফট কোডের সংখ্যা কত?

(ক) ৬

(খ) ৮

(গ) ১০

(ঘ) ১২

উত্তরঃ খ। ৮

৮৩HTML এর পূর্ণরুপ কি?

(ক) HYPER TEXT Mark Up Language

(খ) HYPER TYPE Mark Up Language

(গ) High TEXT Mark Up Languag

(ঘ) HYPER TEXT Mark Up Line

উত্তরঃ ক। HYPER TEXT Mark Up Language

৮৪বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে?

(ক) সম্রাট শাজাহান

(খ) সম্রাট জাহাঙ্গীর

(গ) সম্রাট শেরশাহ

(ঘ) সম্রাট আকবর

উত্তরঃ ঘ। সম্রাট আকবর

৮৫কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?

(ক) নিতুন কুণ্ড

(খ) মিজানুর রহমান

(গ) হামিদুর রহমান

(ঘ) আজিজুর রহমান

উত্তরঃ গ। হামিদুর রহমান

৮৬মালেশিয়ার মুদ্রার নাম কি?

(ক) বাথ

(খ) রিংগিত

(গ) পেসো

(ঘ) ইয়েন

উত্তরঃ খ। রিংগিত

৮৭হিউম্যান পেপিলোমা কি?

(ক) ভাইরাস

(খ) ব্যাক্টেরিয়া

(গ) ছত্রাক

(ঘ) মিউকাস

উত্তরঃ ক। ভাইরাস

৮৮নিরাপদ মাতৃত্ব দিবস কবে?

(ক) ২৫ মে

(খ) ২৮ মে

(গ) ২৬ মে

(ঘ) ২৭ মে

উত্তরঃ খ। ২৮ মে

৮৯ইনসুলিন কে আবিষ্কার করেন?

(ক) কেরিয়ার

(খ) ডিসকাস

(গ) বেন্টিং

(ঘ) লি ডি ফরেস্ট

উত্তরঃ গ। বেন্টিং

৯০টেস্ট ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি করেন কে?

(ক) ব্রেন্ডন ম্যাককালাম

(খ) রস টেইলর

(গ) নাদান ম্যাককালাম

(ঘ) শেন ওয়াটসন

উত্তরঃ ক। ব্রেন্ডন ম্যাককালাম

৯১মহাকর্ষীয় তরঙ্গের আবিস্কারক দীপঙ্কর তালুকদারের নিজ জেলা কোনটি ?

(ক) ঢাকা

(খ) বগুড়া

(গ) বাগেরহাট

(ঘ) বরগুনা

উত্তরঃ ঘ। বরগুনা

৯২বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান কত তম ?

(ক) নবম

(খ) পঞ্চম

(গ) সপ্তম

(ঘ) ষষ্ঠ

উত্তরঃ ঘ। ষষ্ঠ

৯৩কোন জেলাকে শস্যভান্ডার বলা হয়?

(ক) যশোর

(খ) কুষ্টিয়া

(গ) বরিশাল

(ঘ) দিনাজপুর

উত্তরঃ গ। বরিশাল

৯৪২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় কত সালের কত তারিখে?

(ক) ১৬ই নভেম্বর ১৯৯৯

(খ) ১৭ই নভেম্বর ১৯৯৮

(গ) ১৭ই নভেম্বর ১৯৯৯

(ঘ) ১৬ই নভেম্বর ১৯৯৮

উত্তরঃ গ। ১৭ই নভেম্বর ১৯৯৯

৯৫কিসের অভাবে গলগন্ড রোগ হয়?

(ক) ভিটামিন এ

(খ) আয়োডিন

(গ) ভিটামিন সি

(ঘ) ভিটামিন ডি

উত্তরঃ খ। আয়োডিন

৯৬লাল গ্রহ কাকে বলা হয়?

(ক) শুক্র

(খ) মঙ্গল

(গ) ইউরেনাস

(ঘ) প্লুটো

উত্তরঃ খ। মঙ্গল

৯৭এপিকালচার বলতে কি বোঝায়?

(ক) মৌমাছি চাষ

(খ) রেশম চাষ

(গ) পাখিপালন বিদ্যা

(ঘ) মাশরুম চাষ

উত্তরঃ ক। মৌমাছি চাষ

৯৮সিস্মগ্রাফ কি?

(ক) বায়ু মাপার যন্ত্র

(খ) বৃষ্টি মাপার যন্ত্র

(গ) ভূমিকম্প মাপার যন্ত্র

(ঘ) পানি প্রবাহ মাপার যন্ত্র

উত্তরঃ গ। ভূমিকম্প মাপার যন্ত্র

৯৯বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি?

(ক) নেপাল

(খ) রাশিয়া

(গ) চীন

(ঘ) ভারত

উত্তরঃ ঘ। ভারত

১০০আরেক ফাল্গুন গ্রন্থটির রচয়িতা কে?

(ক) সুফিয়া কামাল

(খ) জহির রায়হান

(গ) হুমায়ুন আহমেদ

(ঘ) হুমায়ুন আজাদ

উত্তরঃ খ। জহির রায়হান

১০১স্বকীয় শব্দটির বিপরীত শব্দ কোনটি?

(ক) অপর

(খ) নিজস্ব

(গ) স্বকীয়তা

(ঘ) পরকীয়

উত্তরঃ ঘ। পরকীয়

১০২তেজি শব্দের বিপরীত শব্দ কোনটি?

(ক) দুর্বল

(খ) সতেজ

(গ) রুগ্ন

(ঘ) নিস্তেজ

উত্তরঃ ঘ। নিস্তেজ

১০৩শত্রুকে দমন করে যে?

(ক) শত্রুঘ্ন

(খ) শত্রু হত্যা

(গ) অরিন্দম

(ঘ) কৃতঘ্ন

উত্তরঃ গ। অরিন্দম

১০৪ভাষার মূল উপাদান কী?

(ক) ধ্বনি

(খ) বর্গ

(গ) শব্দ

(ঘ) বাক্য

উত্তরঃ ক। ধ্বনি

১০৫নাটিকা শব্দটি কোন অর্থ স্ত্রীবাচক?

(ক) ক্ষুদ্রার্থে

(খ) সমার্থে

(গ) বিপরীতার্থে

(ঘ) বৃহদার্থে

উত্তরঃ ক। ক্ষুদ্রার্থে

১০৬It is health ___ is wealth.

(ক) whats ever

(খ) whatever

(গ) what

(ঘ) which

উত্তরঃ ঘ। which

১০৭The boy is ___ answer the question.

(ক) to dull too

(খ) too dull to

(গ) to dull to

(ঘ) to very dull

উত্তরঃ খ। too dull to

১০৮I carried an umbrella in case____.

(ক) it was raining

(খ) it rain

(গ) it rained

(ঘ) its raining

উত্তরঃ গ। it rained

১০৯If I had seen him _____.

(ক) I might have told him the matter.

(খ) I will have told him the matter

(গ) I might tell him the matter

(ঘ) I would tell him the matter

উত্তরঃ ক। I might have told him the matter.

১১০হায় ! তার মা আজ জীবিত নেই।

(ক) Ah! His mother is dead

(খ) Alas! His mother has dead

(গ) Alas! His mother is no more today

(ঘ) Alas! His mother has lost her life

উত্তরঃ গ। Alas! His mother is no more today

১১১মেয়েটি চা অপেক্ষা দুধ বেশী পছন্দ করে।

(ক) The girl likes milk more than tea

(খ) The girl prefers milk than tea

(গ) The girl prefers tea to milk

(ঘ) The girl prefers milk to tea

উত্তরঃ ঘ। The girl prefers milk to tea

১১২সকাল থেকে মুসুলধারে বৃষ্টি হচ্ছে।

(ক) It has been raining cats and dogs from morning

(খ) It has been raining cats and dogs since morning

(গ) It is raining cats and dogs since morning

(ঘ) Rain has started cats and dogs from morning

উত্তরঃ খ। It has been raining cats and dogs since morning

১১৩আমার মানিকগঞ্জ যাবার কথা ছিল।

(ক) I am to go to Manikganj

(খ) I have to go to Manikganj

(গ) I was to go to Manikganj

(ঘ) I need to go to Manikganj

উত্তরঃ গ। I was to go to Manikganj

১১৪আমি তাকে পড়তে শুনলাম।

(ক) I heard him to reading

(খ) I heard him to read

(গ) I have heard him reading

(ঘ) I saw him reading

উত্তরঃ ক। I heard him to reading

১১৫Would that I ___ to college.

(ক) can go

(খ) could go

(গ) shall go

(ঘ) might have gone

উত্তরঃ খ। could go

১১৬I wish I ____ a sweet song.

(ক) shall sing

(খ) sang

(গ) can sing

(ঘ) will sing

উত্তরঃ খ। sang

১১৭He spoke as though he ____ everything.

(ক) knew

(খ) has known

(গ) knows

(ঘ) had known

উত্তরঃ ঘ। had known

১১৮The colour of her eyes ___ blue.

(ক) is

(খ) are

(গ) were

(ঘ) none of the above

উত্তরঃ ক। is

১১৯‘Ten to one’ means _____

(ক) very uncertain

(খ) very likely

(গ) almost impossible

(ঘ) not possible at all

উত্তরঃ খ। very likely

১২০He insisted ___ there.

(ক) over going

(খ) to go

(গ) on my going

(ঘ) is to go

উত্তরঃ গ। on my going

১২১Jim and Della were as wise as the Magi (Negative).

(ক) Jim and Della were not as wise as the Magi

(খ) Jim and Della were not to wise as the Magi

(গ) Jim and Della were not as unwise than the Magi

(ঘ) Jim and Della were not less wise than the Magi

উত্তরঃ ঘ। Jim and Della were not less wise than the Magi

১২২Every man must die (interrogative).

(ক) Is there any man who must die?

(খ) Is there any man who will not die?

(গ) Doesn’t any man die?

(ঘ) Is there any man who does not die?

উত্তরঃ খ। Is there any man who will not die?

১২৩He worked very hard so that he could succeed in life (compound).

(ক) He wanted to succeed in life and so he worked very hard

(খ) He worked very hard in order to succeed in life.

(গ) He worked very hard and he succeeded in life

(ঘ) He worked very hard but he could not succeed in life

উত্তরঃ ক। He wanted to succeed in life and so he worked very hard

১২৪Find out the correct synonym of ‘occupy’ .

(ক) reserve

(খ) receive

(গ) gain

(ঘ) grab

উত্তরঃ ঘ। grab

১২৫Find out the correct synonym of ‘defence’.

(ক) assault

(খ) attack

(গ) resistance

(ঘ) raid

উত্তরঃ গ। resistance

১২৬Find out the antonym of ‘assist’.

(ক) aid

(খ) hinder

(গ) support

(ঘ) co-operate

উত্তরঃ খ। hinder

১২৭Bad habits should be nipped in the bud. Here the underline phrase means—

(ক) crop up

(খ) to be cultivated

(গ) to shun

(ঘ) to be stopped in the beginning

উত্তরঃ ঘ। to be stopped in the beginning

১২৮What is the noun form of the word ‘successful’?

(ক) Successfully

(খ) Succeed

(গ) Success

(ঘ) Successive

উত্তরঃ গ। Success

১২৯Verb of the word ‘apology’ is ___

(ক) apologise

(খ) apological

(গ) apologify

(ঘ) enapology

উত্তরঃ ক। apologise

১৩০He is proud of his ____.

(ক) blue blood

(খ) bad blood

(গ) block head

(ঘ) broken reed

উত্তরঃ ক। blue blood

১৩১% লাভে বিক্রয়মূল্য ৪৬৮ টাকা হলে ক্রয়মূল্য কত?

(ক) ৪০০ টাকা

(খ) ৪৫০ টাকা

(গ) ৪২০ টাকা

(ঘ) ৪৪০ টাকা

উত্তরঃ খ। ৪৫০ টাকা

১৩২Log5(3√5)( √5) এর মান কোনটি?

(ক) 6/5

(খ) √(5/6)

(গ) 5/6

(ঘ) 1/2

উত্তরঃ গ। 5/6

১৩৩দুইটি সংখ্যার সমষ্টি ৪৭ এবং তাদের অন্তর হলে সংখ্যা দুটি কত?

(ক) 27 এবং 20

(খ) 27 এবং 34

(গ) 20 এবং 13

(ঘ) 33 এবং 21

উত্তরঃ ক। 27 এবং 20

১৩৪x+y=2, x2+y2= 4 হলে, x3+y3এর মান কত?

(ক) 4

(খ) 12

(গ) 16

(ঘ) 8

উত্তরঃ ঘ। 8

১৩৫যদি f(x)=x3 + 9x2 – 3x – 6 হয়, তবে f(-2)=কত?

(ক) -44

(খ) 32

(গ) 28

(ঘ) 26

উত্তরঃ খ। 32

১৩৬কোনো বৃত্তের ব্যাসার্ধ 7 সে.মি. হলে বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য নিচের কোনটি?

(ক) 2 সে.মি.

(খ) 14 সে.মি.

(গ) 6 সে.মি.

(ঘ) 12 সে.মি.

উত্তরঃ খ। 14 সে.মি.

১৩৭।  image এই চিত্রে x এর মান কোনটি? 

(ক) 120°

(খ) 60°

(গ) 100°

(ঘ) 180°

উত্তরঃ ক। 120°

১৩৮একটি রম্বসের ক্ষেত্রফল 52 বর্গ সে.মি. হলে এর কর্ণদ্বয়ের গুণফল কত?

(ক) 26 বর্গ সে.মি.

(খ) 104 বর্গ সে.মি.

(গ) 52 বর্গ সে.মি.

(ঘ) 108 বর্গ সে.মি.

উত্তরঃ খ। 104 বর্গ সে.মি.

১৩৯কোনো ত্রিভুজের একটি বহিঃস্থকোণ এর অন্তঃস্থ সন্নিহিত কোণের সমষ্টি কত?

(ক) 90°

(খ) 120°

(গ) 180°

(ঘ) 360°

উত্তরঃ গ। 180°

১৪০একটি সুষম ষড়ভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ কত?

(ক) 60°

(খ) 120°

(গ) 90°

(ঘ) 30°

উত্তরঃ ক। 60°

১৪১কোন সংখ্যার ১৫% ৫৪ হবে?

(ক) ৩০০

(খ) ৩৫০

(গ) ৩৭৫

(ঘ) ৩৬০

উত্তরঃ ঘ। ৩৬০

১৪২পিতা পুত্রের বয়সের সমষ্টি ৫৪ বছর এবং অনুপাত : ১০ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?

(ক) ৩১ : ১৬

(খ) ১৭ : ১২

(গ) ২ : ১

(ঘ) ২৬ : ১১

উত্তরঃ ঘ। ২৬ : ১১

১৪৩ থেকে ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?

(ক) ২৯

(খ) ২৭

(গ) ২৫

(ঘ) ২৬

উত্তরঃ গ। ২৫

১৪৪একটি বৃত্তের ব্যাস r হলে বৃত্তটির ক্ষেত্রফল কত?

(ক) πr2

(খ) πr2 /2

(গ) 4πr2

(ঘ) কোনটিই নয়

উত্তরঃ ঘ। কোনটিই নয়

১৪৫X2 – 6x + 9 = 0 সমীকরণের মুল কয়টি?

(ক) 1

(খ) 2

(গ) 3

(ঘ) 4

উত্তরঃ খ। 2

১৪৬একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 3 বর্গমিটার হলে তার বাহুর দৈর্ঘ্য কত মিটার?

(ক) 2

(খ) 3

(গ) √3

(ঘ) 4

উত্তরঃ ক। 2

১৪৭(3/2)x = 1 হলে x এর মান নিচের কোনটি?

(ক) 0

(খ) 1

(গ) 3/2

(ঘ) 2/3

উত্তরঃ ক। 0

১৪৮x-2, x2 – 4 এবং x+2 এর .সা.গু নিচের কোনটি?

(ক) 0

(খ) x-2

(গ) 1

(ঘ) x+2

উত্তরঃ গ। 1

১৪৯জাওয়াদ মোবাইলে 5 মিনিট কথা বলল। প্রতি মিনিটের মূল্য 1.50 টাকা এবং ভ্যাট 15% হলে মোট কত টাকা বিল হবে?

(ক) 8.652 Taka

(খ) 7.500 Taka

(গ) 1.125 Taka

(ঘ) 8.625 Taka

উত্তরঃ ঘ। 8.625 Taka

১৫০একই হার মুনাফায় কোনো আসল বছরে মুনাফাআসলে দ্বিগুণ হলে কত বছরে মুনাফাআসলে তিনগুন হবে?

(ক) ১১

(খ) ১৪

(গ) ১২

(ঘ) ২১

উত্তরঃ খ। ১৪

১৫১(9x-4)/(3x-2) – 2 =?

(ক) 3x

(খ) 3x+2

(গ) 3x-3

(ঘ) 2x

উত্তরঃ ক। 3x

১৫২আয়ান সাহেব একটি মোবাইল সেট P টাকায় বিক্রয় করে x% লাভ করেছেন। তিনি মোবাইল সেটটি কত টাকায় ক্রয় করেছিলেন?

(ক) 100x/(100+p)

(খ) 100p/(100+px)

(গ) 100/(100+p)

(ঘ) 100p/(100+x)

উত্তরঃ ঘ। 100p/(100+x)

১৫৩2x3 – 5x2 + 4 = 0 সমীকরণের x এর সহগ কত?

(ক) -5

(খ) 2

(গ) 0

(ঘ) 4

উত্তরঃ গ। 0

১৫৪5, 11, 13, 7, 8 এবং 10 সংখ্যাগুলোর গড় কত?

(ক) 9

(খ) 6

(গ) 8

(ঘ) 7

উত্তরঃ ক। 9

১৫৫৩০ জন শ্রমিক ২০ দিনে একটি বাড়ী তৈরি করতে পারে। ১২ জন শ্রমিক কত দিনে বাড়ীটি তৈরি করতে পারবে?

(ক) ৫০ দিনে

(খ) ৩০ দিনে

(গ) ৪৫ দিনে

(ঘ) ৬০ দিনে

উত্তরঃ ক। ৫০ দিনে

১৫৬বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?

(ক) ভোলা

(খ) হাতিয়া

(গ) কুতুবদিয়া

(ঘ) সেন্ট মার্টিন

উত্তরঃ ঘ। সেন্ট মার্টিন

১৫৭বাংলাদেশের উপর দিয়ে গ্রীষ্মকালে মৌসুমী বায়ু প্রবাহিত হয় কোন কোন মাসে?

(ক) আগস্ট-সেপ্টেম্বর

(খ) মার্চ-মে

(গ) নভেম্বর –ডিসেম্বর

(ঘ) ফেব্রুয়ারি-মার্চ

উত্তরঃ খ। মার্চ-মে

১৫৮প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে?

(ক) ধর্মপাল

(খ) লক্ষণ সেন

(গ) শশাঙ্ক

(ঘ) ইলিয়াস শাহ্

উত্তরঃ গ। শশাঙ্ক

১৫৯জীবন থেকে নেয়া চলচ্চিত্রের পরিচালক কে?

(ক) জহির রায়হান

(খ) চাষী নজরুল ইসলাম

(গ) আলমগীর কবীর

(ঘ) সুভাষ দত্ত

উত্তরঃ ক। জহির রায়হান

১৬০বাংলাদেশের ক্রীড়া সংগীতের গীতিকার কে?

(ক) খন্দকার নুরুল আলম

(খ) হেলাল হাফিজ

(গ) সেলিমা রহমান

(ঘ) রফিক আজাদ

উত্তরঃ গ। সেলিমা রহমান

১৬১ভারতের প্রজাতান্ত্রিক দিবস কোনটি?

(ক) ১৫ আগস্ট

(খ) ১৬ ডিসেম্বর

(গ) ১৪ আগস্ট

(ঘ) ২৬ জানুয়ারি

উত্তরঃ ঘ। ২৬ জানুয়ারি

১৬২পরপর তিনবার ফিফা বর্ষসেরা ফুটবলার হন কে?

(ক) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

(খ) লিওনেল মেসি

(গ) ম্যারাডোনা

(ঘ) ডেভিড ব্যাকহাম

উত্তরঃ খ। লিওনেল মেসি

১৬৩সবচেয়ে বড় দিন কোনটি?

(ক) ২২ ডিসেম্বর

(খ) ২১ মার্চ

(গ) ২১ জুন

(ঘ) ২৩ সেপ্টেম্বর

উত্তরঃ গ। ২১ জুন

১৬৪বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?

(ক) WTO

(খ) EU

(গ) NATO

(ঘ) FIFA

উত্তরঃ ক। WTO

১৬৫কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে কি বলে?

(ক) ই-মেইল

(খ) ইন্টারনেট

(গ) ইন্টারকম

(ঘ) টেলিগ্রাম

উত্তরঃ খ। ইন্টারনেট

১৬৬প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল?

(ক) সমতট

(খ) হরিকেল

(গ) বরেন্দ্র

(ঘ) রাঢ়

উত্তরঃ খ। হরিকেল

১৬৭দেশের বাহিরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়?

(ক) কানাডা

(খ) ইতালি

(গ) দক্ষিণ আফ্রিকা

(ঘ) জাপান

উত্তরঃ ঘ। জাপান

১৬৮ষাট গম্বুজ মসজিদে প্রকৃত গম্বুজ কতটি?

(ক) ৮১টি

(খ) ৭৭টি

(গ) ৬৬টি

(ঘ) ৬০টি

উত্তরঃ ক। ৮১টি

১৬৯কুমিল্লার পূর্বনাম কি?

(ক) নাসিরাবাদ

(খ) ত্রিপুরা

(গ) সুধারাম

(ঘ) সুবর্ণগ্রাম

উত্তরঃ খ। ত্রিপুরা

১৭০ভাওয়াইয়া কোন অঞ্চলের গান?

(ক) ময়মনসিংহ

(খ) রাজশাহী

(গ) রংপুর

(ঘ) সিলেট

উত্তরঃ গ। রংপুর

১৭১বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি হয় কোথায়?

(ক) নেপাল

(খ) মিয়ানমার

(গ) শ্রীলংকা

(ঘ) ব্রাজিল

উত্তরঃ ঘ। ব্রাজিল

১৭২এগার দফা আন্দোলন কখন হয়েছিল?

(ক) ১৯৫৪ সালে

(খ) ১৯৬৯ সালে

(গ) ১৯৬৬ সালে

(ঘ) ১৯৬৮ সালে

উত্তরঃ খ। ১৯৬৯ সালে

১৭৩সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন?

(ক) আবুল আহসান

(খ) শীল কান্ত শর্মা

(গ) ইব্রাহীম হুসাইন জাকী

(ঘ) নিহাল রডরিগো

উত্তরঃ ক। আবুল আহসান

১৭৪কোন খাদ্য পচন ধরে না?

(ক) ফল

(খ) চাল

(গ) দুধ

(ঘ) মধু

উত্তরঃ ঘ। মধু

১৭৫ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়?

(ক) রাতকানা

(খ) বেরিবেরি

(গ) স্কার্ভি

(ঘ) রিকেটস

উত্তরঃ গ। স্কার্ভি

১৭৬নিউমোনিয়া রোগ আক্রান্ত হয় মানব দেহের কোথায়?

(ক) যকৃত

(খ) ফুসফুস

(গ) কিডনী

(ঘ) প্লীহা

উত্তরঃ খ। ফুসফুস

১৭৭বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম হল

(ক) পিপীলিকা

(খ) কেঁচো

(গ) সাপ

(ঘ) রাজ কাঁকড়া

উত্তরঃ ঘ। রাজ কাঁকড়া

১৭৮বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন দিন?

(ক) ৫ মে

(খ) ১৫ মে

(গ) ৫ জুন

(ঘ) ১৫ জুন

উত্তরঃ গ। ৫ জুন

১৭৯লাইন অব কন্ট্রোলকোন দুটি দেশের মধ্যে?

(ক) ভারত-পাকিস্তান

(খ) ভারত-চীন

(গ) ভারত-বাংলাদেশ

(ঘ) পাকিস্তান-আফগানিস্তান

উত্তরঃ ক। ভারত-পাকিস্তান

১৮০আইসিডিডিআরবি হাসপাতালে কোন রোগের চিকিৎসা করা হয়?

(ক) কলেরা

(খ) নিউমোনিয়া

(গ) যক্ষ্মা

(ঘ) ম্যালেরিয়া

উত্তরঃ ক। কলেরা

১৮১আনারস কোন ভাষার শব্দ?

(ক) ওলন্দাজ

(খ) পর্তুগিজ

(গ) গুজরাটি

(ঘ) জাপানি

উত্তরঃ খ। পর্তুগিজ

১৮২নাটকের সংলাপের উপযোগী ভাষার কোন রীতি?

(ক) সাধু

(খ) আঞ্চলিক

(গ) চলিত

(ঘ) মিশ্র

উত্তরঃ গ। চলিত

১৮৩বিস্ময় চিহ্ণের বিরতিকাল কতটুকু?

(ক) এক সেকেন্ড

(খ) এক বলার দ্বিগুণ

(গ) থামার প্রয়োজন নেই

(ঘ) এক বলতে যে সময় প্রয়োজন

উত্তরঃ ক। এক সেকেন্ড

১৮৪চাঁদের হাটবাগধারাটির সঠিক অর্থ

(ক) বিরাট আয়োজন

(খ) সৌভাগ্য লাভ

(গ) সৌভাগ্যের বিষয়

(ঘ) আনন্দের প্রাচুর্য

উত্তরঃ ঘ। আনন্দের প্রাচুর্য

১৮৫ছকড়া নকড়াবাগধারাটির অর্থ

(ক) নষ্ট করা

(খ) দুর্লভ বস্তু

(গ) সস্তা দর

(ঘ) আশায় নৈরাশ্য

উত্তরঃ গ। সস্তা দর

১৮৬কোন বানানটি সঠিক?

(ক) মূমুর্ষু

(খ) মুমূর্ষু

(গ) মুমূর্সু

(ঘ) মুমূর্ষ

উত্তরঃ খ। মুমূর্ষু

১৮৭কোনটি শুদ্ধ বানান

(ক) তিতিক্ষা

(খ) তীতীক্ষা

(গ) তীতিক্ষা

(ঘ) তিতীক্ষা

উত্তরঃ ক। তিতিক্ষা

১৮৮অনুবাদের পারদর্শিতা কিসের উপর নির্ভরশীল

(ক) পড়াশোনার উপর

(খ) ভাষান্তরের উপর

(গ) নির্ধারণের উপর

(ঘ) অভ্যাসের উপর

উত্তরঃ খ। ভাষান্তরের উপর

১৮৯Patience has its reward- বাক্যের যথার্থ অনুবাদ

(ক) রোগী পুরস্কার পেয়েছে

(খ) রোগীর জন্য পুরস্কার আছে

(গ) সবুরে মেওয়া ফলে

(ঘ) ধৈর্যের মূল্যায়ন হয়েছে

উত্তরঃ গ। সবুরে মেওয়া ফলে

১৯০সমাসবদ্ধ পদগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ণ বসে?

(ক) হাইফেন

(খ) ড্যাস

(গ) কোলন

(ঘ) সেমিকোলন

উত্তরঃ ক। হাইফেন

১৯১দুর্যোগ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

(ক) দুর + যোগ

(খ) দু + যোগ

(গ) দুরো: + যোগ

(ঘ) দু: + যোগ

উত্তরঃ ঘ। দু: + যোগ

১৯২ফুলে ফুলে ঘর ভরেছে কোন কারকে কোন বিভক্তি?

(ক) কর্মে ৭মী

(খ) অপাদানে ৭মী

(গ) অধিকরণে ৭মী

(ঘ) করণে ৭মী

উত্তরঃ ঘ। করণে ৭মী

১৯৩আমি কি ডরাই সখি ভিখারী রাঘবেএখানে রাঘবে কোন কারকে কোন বিভক্তি?

(ক) কর্মে ৭মী

(খ) করণে ৭মী

(গ) অপাদানে ৭মী

(ঘ) অধিকরণে ৭মী

উত্তরঃ গ। অপাদানে ৭মী

১৯৪সকলের জন্য প্রযোজ্যএক কথায় কি হবে?

(ক) সর্বজনস্বীকৃত

(খ) সার্বজনীন

(গ) সর্বজনীন

(ঘ) সর্বজনগ্রাহ্য

উত্তরঃ গ। সর্বজনীন

১৯৫কোনটি নিত্য সমাসের সমস্তপদ?

(ক) সেতার

(খ) গ্রামান্তর

(গ) প্রত্যহ

(ঘ) সহোদর

উত্তরঃ খ। গ্রামান্তর

১৯৬সচেষ্ট এর সঠিক বিপরীত শব্দ কোনটি?

(ক) অশিষ্ট

(খ) নিশ্চেষ্ট

(গ) অনিষ্ট

(ঘ) লঘিষ্ঠ

উত্তরঃ খ। নিশ্চেষ্ট

১৯৭গায়ক শব্দটির প্রকৃতি প্রত্যয় কোনটি?

(ক) √গৈ:+ণক

(খ) √গি:+অক

(গ) √গায়+নক

(ঘ) √গৈ+ণক

উত্তরঃ ক। √গৈ:+ণক

১৯৮মুক্তি শব্দটির সঠিক প্রত্যয় কোনটি?

(ক) √মুচ্+তি

(খ) √মুক্+ক্তি

(গ) √মুচ্+ক্তি

(ঘ) √মুক্+তি

উত্তরঃ গ। √মুচ্+ক্তি

১৯৯প্রসূন এর প্রতিশব্দ?

(ক) ভ্রমর

(খ) পক্ষী

(গ) ফুল

(ঘ) পুষ্প

উত্তরঃ ঘ। পুষ্প

২০০সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে কি বলে?

(ক) দ্বন্দ্ব

(খ) দ্বিগু

(গ) কর্মধারয়

(ঘ) বহুব্রীহি

উত্তরঃ খ। দ্বিগু

Mustafij Sir

Recent Posts

HSC Synonym Antonym Board Question All Board

WordsMeaningsSynonyms    antonymsouterবাইরেরoutmostinnerproletarianদরিদ্র/সর্বহারাWorking-classmorallaunchশুরু করাIntroductionwithdrawpreparingপ্রস্তুতিGet-readydoubtfaultlesslyনির্দোষভাবেabsolutelyfaultynauseaবমিবমিভাবvomitingheadachediscomfortঅসস্তিupsetcomfortmaintainedবজায় করাsustainuselessLaterকরেnextearlierdynamicগতিশীলAggressivestaticplanপরিকল্পনাproposaldisorderaimলক্ষGoalaimlessdirectionনিদ্ধেশনাInstructionnoticeprofessionপেশাJobjoblesssuitsআকারFormnothingaptitudeযোগ্যতাAttitudedislikevaryপরিবর্তীতVariousfixeducatedশিক্ষিতLearneduneducatedcitizenনাগরিকnativeforeignervirtueপূর্ণgoodnessevilA lotঅনেকhugelittlecourteousবিনয়ীpoliterudediscourtesyঅবিনয়ীrudenesscourteouswinজয় করাgainloseenemyশত্রুfoefriendensureনিশ্চিত করাconfirmcancelangerরাগtempercalmnessremoveঅপসারণcancelputcordialityসোহার্দrudenessdiscordialitydifferentভিন্নDissimilarsameseeksঅনুসন্ধানPursuefindeagerআগ্রহীinterestdisinterestedobservationপর্যবেক্ষণExaminationneglectmereএকমাত্রImmenseabnormalalertসতর্কWatchfulunawarelatentসুপ্তOpenrealizedinstructorsপ্রশিকক্ষকteacherstudentguideগাইডmentormisguidewayপথ/উপায়Pathpartfascinatingচমৎকারexcellentunattractiveinterestআগ্রহীeagerdisregardimpatientঅধৈয্যIntolerancepatientillogicalঅযোক্তিকunethicalLogicalindifferentউদাসীনUninteresteddifferentethicallyনৈথিকভাবেlawfullyUnethicalGood-lookingচমৎকারAttractiveUnattractiveDarkঅন্ধকারBlackbrightFlawlessস্থিরperfectflawedShinyউজ্জল্যbrightdarkSlenderসরুthinfatGracefulকরুনাময়elegantungracefulStylishlyআড়ম্বরপূর্ণভাবেattractivesimplyAppreciatesপ্রশংসা করেpriesCriticizeNoticeলক্ষ করেadvertisementoverlookAmbitionউচ্ছাকাঙকাAim/desirelazinessRequireপ্রয়োজনneedanswerProficiencyদক্ষতাskilledincompetenceWonderআশ্চয্যSurprisedisinterestTestedপরীক্ষীতverifiednewEquallyসমানভাবেsimilarlyUnequallyDisappointingহতাশাজনকInceptingappointingPresumablyসম্ভবতdoubtlesslyimprobableQualifyযোগ্যতাcertifyDisqualifywrongভুলmistakewriteIdealআদর্শModelbadMasterদক্ষTeacherStudentMakesতৈরীcreateBreak/destroyMethodপদ্ধতিSystemdifferenceConvincingবিশ্বাসীsatisfactoryUnconvincingPraisesপ্রশাংসা করেhurrahCriticizeMistakeভুলErrorsagacityAngryরাগevilcalmSimpleসাধারণgeneralComplexmoralনৈতিকethicalamoralAcceptedগৃহিতreceivedrejectedSincerityআন্তরিকতাGood-willinsincerityResponsibilityদায়িত্বdutiesdepartureComplexityজটিলতাcomplicationSimplicityEnvyহিংসাlastedpraiseVicesমন্দevilVirtueImpactsপ্রভাবeffectfailsAwarenessসতর্কতাalertnessunawarenessOut-comeবাহিরের দিকresultcauseimportanceগুর্ত্বপূর্ণsignificanceinsignificanceFriendবন্দুenemyfoeNeedপ্রয়োজনcommitment/necessaryavoidSympathyসহানুভুতিkindnessrudenessProveপ্রমানconfirmdisproveFalseমিথ্যাwrongtrueHarmক্ষতিকরlosshelpLaughহাসাburstcryPleasureআনন্দhappinesssadnessBringআনাcarryleaveideaধারণাconceptnothingAllowঅনুমতিpermitdenyFreedomস্বাধীনতাindependencebondageOpinionমতামতviewawarenessFairমেলাcleanunfairEqualসমানbalancedunequalDivisionবিভাগdistributionunionElectনির্বাচন করাvoterefuseSystemনিয়ম-নীতিprocesspartTreatmentচিকিৎশা করাcuringhurtFacilityসুবিধাadvantagepainNeverকখন নয়NotingAlwaysWeakerদুর্বলrottenstrongerDiscourageনিরুৎসাহিতdroopEncourageFrustratingহতাশাজনকBuffaloingsatisfyingInterestআগ্রহীeagernessdiscourageAbilityসক্ষমতাCapabilityinabilityDreamস্বপ্নfancyfactBestসবচেয়ে ভালfinestworstSuccessসফলতাachievementfailureachieveঅর্জন…

8 months ago

সরকারি চাকরী খুজুন ঘরে বসেঃ ইন্টারনেটে চাকরীর খোঁজ(জরুরী ধাপ ও নির্ভরযোগ্য সকল ওয়েবসাইট)

আপনি যদি ইন্টারনেটে চাকরির সন্ধান করছেন এবং আপনি এটি সম্পর্কে জানতে চান তবে আপনি সঠিক…

2 years ago

HSC 2023- English 1st Paper Model Question and Solution-1

Model Question 1 Part-I : Marks 60 1. Read the passage and answer the questions…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-পঞ্চম অধ্যায়- দেবদেবী ও পূজা সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

পঞ্চম অধ্যায় দেবদেবী ও পূজা এ অধ্যায়ে আমরা পূজা, পুরোহিতের ধারণা ও যোগ্যতা, দেবী দুর্গা,…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-চতুর্থ অধ্যায়- হিন্দুধর্মে সংস্কার সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

চতুর্থ অধ্যার হিন্দুধর্মে সংস্কার আমাদের এই পার্থিব জীবনকে সুন্দর ও কল্যাণময় করে গড়ে তোলার লড়্গ্েয…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-তৃতীয় অধ্যায়, ধর্মীয় আচার-অনুষ্ঠান সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

তৃতীয় অধ্যায় ধর্মীয় আচার-অনুষ্ঠান আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করার জন্য যেসব আচার-আচরণ চর্চিত হয়…

2 years ago

This website uses cookies.