১। প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ
(ক) মূর্খদের ভাষা
(খ) পণ্ডিতদের ভাষা
(গ) জনগণের ভাষা
(ঘ) লেখকদের ভাষা
উত্তরঃ গ। জনগণের ভাষা
২। গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) রামরাম বসু
(গ) রামনারায়ণ তর্করত্ন
(ঘ) রাজা রামমােহন রায়
উত্তরঃ ঘ। রাজা রামমােহন রায়
৩। উদাহরণ প্রয়ােগের ক্ষেত্রে সাধারণত কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়?
(ক) ড্যাস
(খ) কোলন
(গ) কোলন ড্যাশ
(ঘ) সেমিকোলন
উত্তরঃ গ। কোলন ড্যাশ
৪। ব্রজবুলিতে কোন কবি পদাবলি রচনা করেন?
(ক) বিদ্যাপতি
(খ) চন্ডীদাস
(গ) জ্ঞানদাস
(ঘ) গোবিন্দদাস
উত্তরঃ ক। বিদ্যাপতি
৫। মনীষা শব্দের বিপরীত শব্দ
(ক) নির্বোধ
(খ) প্রজ্ঞা
(গ) স্থিরতা
(ঘ) মনস্বিতা
উত্তরঃ ক। নির্বোধ
৬। রত্ন > রতন হওয়ার সন্ধি সূত্র
(ক) স্বরসঙ্গতি
(খ) অভিশ্রুতি
(গ) অপিনিহিতি
(ঘ) স্বরভক্তি
উত্তরঃ ঘ। স্বরভক্তি
৭। শীকর শব্দের অর্থ
(ক) গাছের মুল
(খ) জলকণা
(গ) মেনে নেয়া
(ঘ) রাজস্ব
উত্তরঃ খ। জলকণা
৮। কোন বানানটি শুদ্ধ?
(ক) সচ্ছ্বল
(খ) স্বচ্ছল
(গ) সচ্ছল
(ঘ) স্বচ্ছ্বল
উত্তরঃ গ। সচ্ছল
৯। ‘লালসালু’ উপন্যাসের রচনাকাল কোনটি?
(ক) ১৯৪৮
(খ) ১৯৪৩
(গ) ১৯৫২
(ঘ) ১৯৭০
উত্তরঃ ক। ১৯৪৮
১০। “টপ্পা’ কী?
(ক) নাচের মুদ্রা
(খ) বাল্যযন্ত্র
(গ) এক ধরনের গান
(ঘ) বিশেষ ধরনের খেলা
উত্তরঃ গ। এক ধরনের গান
১১। ‘ঙ’ ধ্বনিটির সঠিক উচ্চারণ হলাে
(ক) উমা
(খ) উমো
(গ) ইয়ো
(ঘ) উয়ো
উত্তরঃ ঘ। উয়ো
১২। নিচের কোনটি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ?
(ক) ধূসর পাণ্ডুলিপি
(খ) কবিতার কথা
(গ) ঝরা পালক
(ঘ) দুর্দিনের যাত্রী
উত্তরঃ খ। কবিতার কথা
১৩। সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়
(ক) সম্বােধন পদ
(খ) সর্বনাম পদ
(গ) অব্যয় পদ
(ঘ) ক্রিয়া পদ
উত্তরঃ গ। অব্যয় পদ
১৪। বিভক্তিহীন নাম শব্দকে বলে
(ক) প্রাতিপদিক
(খ) সাধিত শব্দ
(গ) নামপদ
(ঘ) ক্রিয়াপদ
উত্তরঃ ক। প্রাতিপদিক
১৫। “আমার গানের মালা আমি করব কারে দান।’ বাক্যটিতে ‘কারে’– শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
(ক) কর্তায় সপ্তমী
(খ) কর্মে সপ্তমী
(গ) করনে সপ্তমী
(ঘ) অপাদানে সপ্তমী
উত্তরঃ খ। কর্মে সপ্তমী
১৬। ‘নির্মোক’ কোন শব্দগুচ্ছের সংকুচিত রূপ?
(ক) পশুর খােলস
(খ) সাপের খােলস
(গ) নির্মোহ লােক
(ঘ) নিমােক রাখার পাত্র
উত্তরঃ খ। সাপের খােলস
১৭। I cannot spare an instant – বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি?
(ক) আমার তিলমাত্র সময় নেই
(খ) আমার একতিল সময় আছে
(গ) আমি এক মহুর্ত অপব্যয় করতে পারি না
(ঘ) ওপরের কোনােটিই নয়
উত্তরঃ গ। আমি এক মহুর্ত অপব্যয় করতে পারি না
১৮। প্রসূন এর প্রতিশব্দ হলাে
(ক) পুষ্প
(খ) ভ্রমর
(গ) কান্ড
(ঘ) পত্র
উত্তরঃ ক। পুষ্প
১৯। ডাক্তার সাহেবের হাতযশ ভালল– বাক্যে হাত ব্যবহৃত হয়েছে
(ক) অধিকার অর্থে
(খ) নিপুণতা অর্থে
(গ) যশ অর্থে
(ঘ) অভ্যাস অর্থে
উত্তরঃ খ। নিপুণতা অর্থে
২০। ‘অনেক‘ শব্দটি
(ক) অলুক তৎপুরুষ
(খ) উপপদ তৎপুরুষ
(গ) নঞ তৎপুরুষ
(ঘ) নিত্য সমাস
উত্তরঃ গ। নঞ তৎপুরুষ
২১। ঢাক ঢাক গুড় গুড় বাগধারাটির অর্থ কি?
(ক) ষড়যন্ত্র
(খ) সন্দেহজনক আচরণ
(গ) ঢাক জোরে বাজানো
(ঘ) লুকোচুরি
উত্তরঃ ঘ। লুকোচুরি
২২। ‘নীরোগ‘ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) নীঃ + রোগ
(খ) নিঃ + রোগ
(গ) নি + রোগ
(ঘ) নির+ রোগ
উত্তরঃ খ। নিঃ + রোগ
২৩। “সুন্দর মানুষকে নিজের দিকে টানে”– বাক্যটিতে ‘সুন্দর’ শব্দটি কোন পদ?
(ক) বিশেষ্য
(খ) বিশেষণ
(গ) সর্বনাম
(ঘ) অব্যয়
উত্তরঃ ক। বিশেষ্য
২৪। মৌলিক শব্দ কোনটি?
(ক) শ্রবণ
(খ) পাঠক
(গ) পরিষ্কার
(ঘ) কালো
উত্তরঃ ঘ। কালো
২৫। Epicurism’- এর যথার্থ পরিভাষা
(ক) নিয়তিবাদ
(খ) অস্তিত্ববাদ
(গ) ভোগবাদ
(ঘ) পরিবেশবাদ
উত্তরঃ গ। ভোগবাদ
২৬। Choose the correct sentence.
(ক) I have many works to perform
(খ) I have much work to perform
(গ) I have many work to perform
(ঘ) I have much works to perform
উত্তরঃ খ। I have much work to perform
২৭। Nasim will discuss the issue with Rafiq ______ phone.
(ক) In
(খ) by
(গ) on
(ঘ) over
উত্তরঃ ঘ। over
২৮। ______ Mount Everest is the highest peak in the Himalayas.
(ক) A
(খ) An
(গ) The
(ঘ) No article
উত্তরঃ ঘ। No article
২৯। কর্তৃপক্ষ তাকে তিরষ্কার করল। – The best translation is:
(ক) The authority took him to task.
(খ) The authorities blame him
(গ) The authorities took him to book.
(ঘ) The authority gave reins to him.
উত্তরঃ ক। The authority took him to task.
৩০। The verb form of ‘deceit’ is:
(ক) deceive
(খ) deceitful
(গ) deceitfully
(ঘ) decisive
উত্তরঃ ক। deceive
৩১। Slow and steady ______the race.
(ক) win
(খ) wins
(গ) has won
(ঘ) won
উত্তরঃ খ। wins
৩২। ‘A rolling stone gathers no moss.’ Here ‘rolling’ is –
(ক) a verb
(খ) a participle
(গ) an adjective
(ঘ) a gerund
উত্তরঃ গ। an adjective
৩৩। What would be the right synonym for initiative?
(ক) enterprise
(খ) apathy
(গ) indolence
(ঘ) activity
উত্তরঃ ক। enterprise
৩৪। He prohibited me-
(ক) to do it
(খ) do it
(গ) in doing it
(ঘ) from doing it
উত্তরঃ ঘ। from doing it
৩৫। ‘Call to mind’ means-
(ক) fantasize
(খ) attend
(গ) remember
(ঘ) request
উত্তরঃ গ। remember
৩৬। Identify the correct passive form or “He made me laugh.”
(ক) I was made laugh by him.
(খ) I was made to laugh by him.
(গ) I was made laughing with him.
(ঘ) I was made laughing by him
উত্তরঃ খ। I was made to laugh by him.
৩৭। Choose the correct sentence:
(ক) Each of the three boys got a prize.
(খ) A few of the three boys got a prize.
(গ) Every of the three boys got a prize.
(ঘ) All of the three boys got a prize.
উত্তরঃ ক। Each of the three boys got a prize.
৩৮। He fathered the plan. Here the word ‘father’ is ______.
(ক) a noun
(খ) a verb
(গ) an adjective
(ঘ) an adverb
উত্তরঃ খ। a verb
৩৯। Price for bicycles can run ______Tk. 2,000.
(ক) so high as
(খ) as high to
(গ) as high as
(ঘ) as high for
উত্তরঃ গ। as high as
৪০। Walk fast lest you ______ miss the bus.
(ক) should
(খ) could
(গ) can
(ঘ) will
উত্তরঃ ক। should
৪১। The idiom put up with means
(ক) Stay together
(খ) keep trust
(গ) protect
(ঘ) tolerate
উত্তরঃ ঘ। tolerate
৪২। Choose the correct alternative to correct the sentence. He ______ to see us if he had been able to do.
(ক) would come
(খ) may had come
(গ) would may come
(ঘ) would have come
উত্তরঃ ঘ। would have come
৪৩। Identify the correct sentence-
(ক) He is better and superior than me.
(খ) He is better and superior to me,
(গ) He is better than and superior to me.
(ঘ) He is superior than and better to me.
উত্তরঃ গ। He is better than and superior to me.
৪৪। Select the meaning of the word ‘stagflation’
(ক) controlled prices
(খ) a disintegrating government
(গ) economic slow down
(ঘ) cultural dullness
উত্তরঃ গ। economic slow down
৪৫। The word ‘permissive’ means
(ক) polite
(খ) liberal
(গ) law-abiding
(ঘ) submissive
উত্তরঃ খ। liberal
৪৬। What would be the right antonym for ‘annihilate’
(ক) destroy
(খ) establish
(গ) obliterate
(ঘ) extinguish
উত্তরঃ খ। establish
৪৭। The synonym of the word ‘scanty’ is
(ক) meagre
(খ) ample
(গ) copious
(ঘ) abundant
উত্তরঃ ক। meagre
৪৮। I have applied for the post of a Lecturer –English.
(ক) at
(খ) of
(গ) in
(ঘ) for
উত্তরঃ খ। of
৪৯। The principal along with his students —planting trees for two hours.
(ক) have been
(খ) is
(গ) are
(ঘ) has been
উত্তরঃ ঘ। has been
৫০। Which one is a correct sentence?
(ক) Every students are present today
(খ) Ten kilometers are too far to walk.
(গ) Two-third of the students got degrees.
(ঘ) All the information is correct
উত্তরঃ ঘ। All the information is correct
৫১। ৫ টি সংখ্যার গড় ৪০। এর সাথে ৩টি সংখ্যা যোগ করা হল, সংখ্যা ৩ টির গড় ২২। সমষ্টিগতভাবে ৮টি সংখ্যার গড় কত?
(ক) ৩৩.২৫
(খ) ৩৩.২
(গ) ৩৩.৫০
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ ক। ৩৩.২৫
৫২। দুইটি সংখ্যার অনুপাত ৭:৮ এবং তাদের ল.সাগু. ২৮০ হলে সংখ্যা দুইটির গ.সা.গু কত?
(ক) ৪
(খ) ৬
(গ) ৭
(ঘ) ৫
উত্তরঃ ঘ। ৫
৫৩। ঘণ্টায় y মাইল বেগে x মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘণ্টা সময় লাগবে?
(ক) y/x ঘণ্টা
(খ) xy ঘণ্টা
(গ) x/y ঘণ্টা
(ঘ) কোনটাই নয়
উত্তরঃ গ। x/y ঘণ্টা
৫৪। ১৬ জন শ্রমিক একটি কাজ ৩ ঘণ্টায় সম্পন্ন করতে পারে। উক্ত কাজটি সম্পন্ন করতে ৫ জন শ্রমিকের কত সময় লাগবে?
(ক) ৯৩/৫ ঘণ্টা
(খ) ৭৩/৫ ঘণ্টা
(গ) ১৫ ঘণ্টা
(ঘ) ১৫/১৬ ঘণ্টা
উত্তরঃ ক। ৯৩/৫ঘণ্টা
৫৫। ৬১/৪ % হার সুদে কত সময়ে ৯৬ টাকার সুদ ১৮ টাকা হবে?
(ক) ৩ বছরে
(খ) ২ বছরে
(গ) ২১/২ বছরে
(ঘ) ৪ বছরে
উত্তরঃ ক। ৩ বছরে
৫৬। একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করা হলাে। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতাে। ঘড়িটির ক্রয়মূল্য কত?
(ক) ৪০০ টাকা
(খ) ৩৫০ টাকা
(গ) ৩৭৫ টাকা
(ঘ) ৩০০ টাকা
উত্তরঃ ঘ। ৩০০ টাকা
৫৭। প্রথম P সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত?
(ক) P2 – 1
(খ) P2
(গ) P2 + 1
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ খ। P2
৫৮। x2+y2 = 18 এবং xy = 7 হলে (x-y)2 এর মান কত
(ক) 5
(খ) 6
(গ) 4
(ঘ) 7
উত্তরঃ গ। 4
৫৯। ∛∛a3 = কত?
(ক) 1/a3
(খ) a3
(গ) a
(ঘ) 1
উত্তরঃ ক। 1/a3
৬০। x-3 – 0.001 = 0 হলে x2 এর মান কত?
(ক) 1/100
(খ) 1/10
(গ) 100
(ঘ) 10
উত্তরঃ গ। 100
৬১। log264 + log28 এর মান কত?
(ক) 2
(খ) 7
(গ) 128
(ঘ) 9
উত্তরঃ ঘ। 9
৬২। x + 1/x = 4 হলে, x/(x2 – 3x + 1) এর মান ক
(ক) 1
(খ) 2
(গ) 3
(ঘ) 4
উত্তরঃ ক। 1
৬৩। বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
(ক) 4
(খ) 12
(গ) 16
(ঘ) 9
উত্তরঃ ঘ। 9
৬৪। √2/(√6 + 2) = কত?
(ক) √3-√2
(খ) √3+√2
(গ) 3-√2
(ঘ) √3+2
উত্তরঃ ক। √3-√2
৬৫। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে, ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?
(ক) 24 বর্গ একক
(খ) 16 বর্গ একক
(গ) ৪ বর্গ একক
(ঘ) 32 বর্গ একক
উত্তরঃ খ। 16 বর্গ একক
৬৬। – 4a2 + 23a + 6 এর উৎপাদক কোনটি?
(ক) (6 – a) (4a – 1)
(খ) (6 – a) (4a + 1)
(গ) (a – 6) (4a + 1)
(ঘ) (a – 6) (4a – 1)
উত্তরঃ খ। (6 – a) (4a + 1)
৬৭। (a + b), a2 – b2, a3 – b3 এর গ, সা, গু কত?
(ক) a+b
(খ) a-b
(গ) 0
(ঘ) 1
উত্তরঃ ঘ। 1
৬৮। (3x)° + 3(x)° = কত?
(ক) 4
(খ) 3
(গ) 2
(ঘ) 1
উত্তরঃ ক। 4
৬৯। ২৫৩° কোণকে কি কোণ বলে?
(ক) পূরককোণ
(খ) প্রবৃদ্ধ কোণ
(গ) স্থূলকোণ
(ঘ) সূক্ষ্মকোণ
উত্তরঃ খ। প্রবৃদ্ধ কোণ
৭০। কোনো সমকোণী ত্রিভুজের ভূমি a উচ্চতা b এবং অতিভূজ c হলে কোনটি সঠিক?
(ক) a2= b2 + c2
(খ) b2 = c2 + a2
(গ) c2 = a2 + b2
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ গ। c2 = a2 + b2
৭১। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত?
(ক) ৩০ ডিগ্ৰী
(খ) ৯০ ডিগ্ৰী
(গ) ১২০ ডিগ্ৰী
(ঘ) ৬০ ডিগ্ৰী
উত্তরঃ ঘ। ৬০ ডিগ্ৰী
৭২। পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ, ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত?
(ক) ১ : ৪
(খ) ৪ : ১
(গ) ২ : ৩
(ঘ) ৩ : ২
উত্তরঃ খ। ৪ : ১
৭৩। দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৪: ৫। বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত?
(ক) ১৬ : ২৫
(খ) ১৬ : ৫
(গ) ৪ : ২৫
(ঘ) ২৫ : ১৬
উত্তরঃ ক। ১৬ : ২৫
৭৪। 3√3 এর 3 ভিত্তিক লগ কত?
(ক) √3
(খ) 2/3
(গ) 32
(ঘ) 3/2
উত্তরঃ ঘ। 3/2
৭৫। আখের রসে চিনি ও পানির অনুপাত 3 : 7 হলে, রসে কি পরিমাণ চিনি আছে?
(ক) 40%
(খ) 42.86%
(গ) 30%
(ঘ) 70%
উত্তরঃ গ। 30%
৭৬। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?-
(ক) কপোতাক্ষ
(খ) করোতোয়া
(গ) যমুনা
(ঘ) পদ্মা
উত্তরঃ খ। করোতোয়া
৭৭। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি–
(ক) ভারত
(খ) চীন
(গ) যুক্তরাষ্ট্র
(ঘ) রাশিয়া
উত্তরঃ ঘ। রাশিয়া
৭৮। মহান নেতা শেখ মুজিবুর রহমান কে কত সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়–
(ক) ১৯৭০
(খ) ১৯৬৮
(গ) ১৯৬৯
(ঘ) ১৯৬৬
উত্তরঃ গ। ১৯৬৯
৭৯। 1971 সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন নারীকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়–
(ক) তারামন বিবি ও সিতারা বেগম
(খ) তারামন বিবি ও ময়মুনা বিবি
(গ) সিতারা বেগম ও ময়মনা বিবি
(ঘ) মনসুরা বিবি ও তারামন বিবি
উত্তরঃ ক। তারামন বিবি ও সিতারা বেগম
৮০। থাইল্যান্ডের মুদ্রার নাম কি?-
(ক) বাথ
(খ) লিরা
(গ) ক্রোনা
(ঘ) রিংগিত
উত্তরঃ ক। বাথ
৮১। OPEC- এর সচিবালয় কোথায় অবস্থিত–
(ক) লিবিয়া
(খ) ভিয়েনা
(গ) কাতার
(ঘ) কুয়েত
উত্তরঃ খ। ভিয়েনা
৮২। বাংলাদেশ জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা–
(ক) ৩০০
(খ) ৩৪০
(গ) ৩৫০
(ঘ) ৩৩০
উত্তরঃ গ। ৩৫০
৮৩। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদান প্রযুক্তি কে কি বলা হয়?-
(ক) ইন্টারনেট
(খ) ইন্টারকম
(গ) ই-মেইল
(ঘ) ইন্টারস্পীড
উত্তরঃ ক। ইন্টারনেট
৮৪। ছিয়াত্তরের মন্বন্তর বাংলা কোন সনকে?-
(ক) ১৭৭০
(খ) ১৭৭৬
(গ) ১১৭০
(ঘ) ১১৭৬
উত্তরঃ ঘ। ১১৭৬
৮৫। বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়ের জন্য কোন গ্যাস এর ভূমিকা সর্বোচ্চ?-
(ক) মিথেন
(খ) কার্বন ডাই-অক্সাইড
(গ) সিএফসি
(ঘ) নাইট্রোজেন
উত্তরঃ গ। সিএফসি
৮৬। বাংলাদেশের স্থানীয় প্রশাসন কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি?-
(ক) জেলা পরিষদ
(খ) উপজেলা পরিষদ
(গ) ইউনিয়ন পরিষদ
(ঘ) গ্রাম পরিষদ
উত্তরঃ খ। উপজেলা পরিষদ
৮৭। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীতে চাকরিরত ছিলেন–
(ক) সেনাবাহিনী
(খ) নৌবাহিনী
(গ) বিমান বাহিনী
(ঘ) পুলিশ বাহিনী
উত্তরঃ ক। সেনাবাহিনী
৮৮। বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?-
(ক) ঢাকা
(খ) ময়মনসিংহ
(গ) ফরিদপুর
(ঘ) খুলনা
উত্তরঃ খ। ময়মনসিংহ
৮৯। মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা– গানের রচয়িতা কে–
(ক) রবীন্দ্র নাথ ঠাকুর
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) অতুলপ্রসাদ সেন
(ঘ) কবি জসীম উদ্দিন
উত্তরঃ গ। অতুলপ্রসাদ সেন
৯০। বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে?-
(ক) তাজউদ্দিন আহমেদ
(খ) এম মনসুর আলী
(গ) খন্দকার মোশতাক আহমেদ
(ঘ) এ এইচ এম কামরুজ্জামান
উত্তরঃ ক। তাজউদ্দিন আহমেদ
৯১। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে?-
(ক) ৮ই ফেব্রুয়ারি
(খ) ৮ই এপ্রিল
(গ) ৮ই আগস্ট
(ঘ) ৮ই মার্চ
উত্তরঃ ঘ। ৮ই মার্চ
৯২। ক্রেমলিন কি?-
(ক) মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন
(খ) বৃটেনের প্রধানমন্ত্রীর বাসভবন
(গ) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন
(ঘ) রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন
উত্তরঃ ঘ। রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন
৯৩। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ কোন তারিখে ইউনেস্কোর “মেমােরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে?
(ক) ২০ অক্টোবর ২০১৭
(খ) ২৫ অক্টোবর ২০১৭
(গ) ৩০ অক্টোবর ২০১৭
(ঘ) ৩১ অক্টোবর ২০১৭
উত্তরঃ গ। ৩০ অক্টোবর ২০১৭
৯৪। জাপানের পার্লামেন্টের নাম কি?
(ক) কায়েট
(খ) লোকসভা
(গ) ডায়েট
(ঘ) নেসেট
উত্তরঃ গ। ডায়েট
৯৫। পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থল এর নাম কি?-
(ক) গোয়ালন্দ
(খ) চাঁদপুর
(গ) ভােলা
(ঘ) বরিশাল
উত্তরঃ খ। চাঁদপুর
৯৬। সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তিস্থল কোথায়?-
(ক) অস্ট্রেলিয়া
(খ) মেক্সিকো
(গ) এশিয়া
(ঘ) আফ্রিকা
উত্তরঃ খ। মেক্সিকো
৯৭। ফিফা বিশ্বকাপ ২০২২ কোথায় অনুষ্ঠিত হবে–
(ক) কাতার
(খ) বাহরাইন
(গ) দুবাই
(ঘ) আবুধাবি
উত্তরঃ ক। কাতার
৯৮। UNCHR এর সদর দপ্তর কোথায় –
(ক) ভিয়েনা
(খ) ভেনেজুয়েলা
(গ) জেনেভা
(ঘ) অস্ট্রিয়া
উত্তরঃ গ। জেনেভা
৯৯। বিশ্বে জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি–
(ক) যুক্তরাজ্য
(খ) সৌদি আরব
(গ) ইরান
(ঘ) যুক্তরাষ্ট্র
উত্তরঃ ঘ। যুক্তরাষ্ট্র
১০০। G-7 এর একমাত্র এশিয়া দেশ কোনটি–
(ক) চীন
(খ) জাপান
(গ) বার্মা
(ঘ) ভারত
উত্তরঃ খ। জাপান
WordsMeaningsSynonyms antonymsouterবাইরেরoutmostinnerproletarianদরিদ্র/সর্বহারাWorking-classmorallaunchশুরু করাIntroductionwithdrawpreparingপ্রস্তুতিGet-readydoubtfaultlesslyনির্দোষভাবেabsolutelyfaultynauseaবমিবমিভাবvomitingheadachediscomfortঅসস্তিupsetcomfortmaintainedবজায় করাsustainuselessLaterকরেnextearlierdynamicগতিশীলAggressivestaticplanপরিকল্পনাproposaldisorderaimলক্ষGoalaimlessdirectionনিদ্ধেশনাInstructionnoticeprofessionপেশাJobjoblesssuitsআকারFormnothingaptitudeযোগ্যতাAttitudedislikevaryপরিবর্তীতVariousfixeducatedশিক্ষিতLearneduneducatedcitizenনাগরিকnativeforeignervirtueপূর্ণgoodnessevilA lotঅনেকhugelittlecourteousবিনয়ীpoliterudediscourtesyঅবিনয়ীrudenesscourteouswinজয় করাgainloseenemyশত্রুfoefriendensureনিশ্চিত করাconfirmcancelangerরাগtempercalmnessremoveঅপসারণcancelputcordialityসোহার্দrudenessdiscordialitydifferentভিন্নDissimilarsameseeksঅনুসন্ধানPursuefindeagerআগ্রহীinterestdisinterestedobservationপর্যবেক্ষণExaminationneglectmereএকমাত্রImmenseabnormalalertসতর্কWatchfulunawarelatentসুপ্তOpenrealizedinstructorsপ্রশিকক্ষকteacherstudentguideগাইডmentormisguidewayপথ/উপায়Pathpartfascinatingচমৎকারexcellentunattractiveinterestআগ্রহীeagerdisregardimpatientঅধৈয্যIntolerancepatientillogicalঅযোক্তিকunethicalLogicalindifferentউদাসীনUninteresteddifferentethicallyনৈথিকভাবেlawfullyUnethicalGood-lookingচমৎকারAttractiveUnattractiveDarkঅন্ধকারBlackbrightFlawlessস্থিরperfectflawedShinyউজ্জল্যbrightdarkSlenderসরুthinfatGracefulকরুনাময়elegantungracefulStylishlyআড়ম্বরপূর্ণভাবেattractivesimplyAppreciatesপ্রশংসা করেpriesCriticizeNoticeলক্ষ করেadvertisementoverlookAmbitionউচ্ছাকাঙকাAim/desirelazinessRequireপ্রয়োজনneedanswerProficiencyদক্ষতাskilledincompetenceWonderআশ্চয্যSurprisedisinterestTestedপরীক্ষীতverifiednewEquallyসমানভাবেsimilarlyUnequallyDisappointingহতাশাজনকInceptingappointingPresumablyসম্ভবতdoubtlesslyimprobableQualifyযোগ্যতাcertifyDisqualifywrongভুলmistakewriteIdealআদর্শModelbadMasterদক্ষTeacherStudentMakesতৈরীcreateBreak/destroyMethodপদ্ধতিSystemdifferenceConvincingবিশ্বাসীsatisfactoryUnconvincingPraisesপ্রশাংসা করেhurrahCriticizeMistakeভুলErrorsagacityAngryরাগevilcalmSimpleসাধারণgeneralComplexmoralনৈতিকethicalamoralAcceptedগৃহিতreceivedrejectedSincerityআন্তরিকতাGood-willinsincerityResponsibilityদায়িত্বdutiesdepartureComplexityজটিলতাcomplicationSimplicityEnvyহিংসাlastedpraiseVicesমন্দevilVirtueImpactsপ্রভাবeffectfailsAwarenessসতর্কতাalertnessunawarenessOut-comeবাহিরের দিকresultcauseimportanceগুর্ত্বপূর্ণsignificanceinsignificanceFriendবন্দুenemyfoeNeedপ্রয়োজনcommitment/necessaryavoidSympathyসহানুভুতিkindnessrudenessProveপ্রমানconfirmdisproveFalseমিথ্যাwrongtrueHarmক্ষতিকরlosshelpLaughহাসাburstcryPleasureআনন্দhappinesssadnessBringআনাcarryleaveideaধারণাconceptnothingAllowঅনুমতিpermitdenyFreedomস্বাধীনতাindependencebondageOpinionমতামতviewawarenessFairমেলাcleanunfairEqualসমানbalancedunequalDivisionবিভাগdistributionunionElectনির্বাচন করাvoterefuseSystemনিয়ম-নীতিprocesspartTreatmentচিকিৎশা করাcuringhurtFacilityসুবিধাadvantagepainNeverকখন নয়NotingAlwaysWeakerদুর্বলrottenstrongerDiscourageনিরুৎসাহিতdroopEncourageFrustratingহতাশাজনকBuffaloingsatisfyingInterestআগ্রহীeagernessdiscourageAbilityসক্ষমতাCapabilityinabilityDreamস্বপ্নfancyfactBestসবচেয়ে ভালfinestworstSuccessসফলতাachievementfailureachieveঅর্জন…
আপনি যদি ইন্টারনেটে চাকরির সন্ধান করছেন এবং আপনি এটি সম্পর্কে জানতে চান তবে আপনি সঠিক…
Model Question 1 Part-I : Marks 60 1. Read the passage and answer the questions…
পঞ্চম অধ্যায় দেবদেবী ও পূজা এ অধ্যায়ে আমরা পূজা, পুরোহিতের ধারণা ও যোগ্যতা, দেবী দুর্গা,…
চতুর্থ অধ্যার হিন্দুধর্মে সংস্কার আমাদের এই পার্থিব জীবনকে সুন্দর ও কল্যাণময় করে গড়ে তোলার লড়্গ্েয…
তৃতীয় অধ্যায় ধর্মীয় আচার-অনুষ্ঠান আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করার জন্য যেসব আচার-আচরণ চর্চিত হয়…
This website uses cookies.