নাম | প্রকৃত নাম : রবীন্দ্রনাথ ঠাকুর; ছদ্মনাম : ভানুসিংহ ঠাকুর। |
জন্ম পরিচয় | জন্ম তারিখ : ৭ই মে, ১৮৬১ খ্রিষ্টাব্দ (২৫শে বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ); জন্মস্থান : জোড়াসাঁকো, কলকাতা, ভারত। |
বংশ পরিচয় | পিতার নাম : মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর; মাতার নাম : সারদা দেবী; পিতামহের নাম : প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। |
শিক্জীষাবন | রবীন্দ্রনাথ বাল্যকালে ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স স্কুল প্রভৃতি শিড়্গাপ্রতিষ্ঠানে অধ্যয়ন করলেও স্কুলের পাঠ শেষ করতে পারেননি। ১৭ বছর বয়সে ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ড গেলেও কোর্স সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে গৃহশিক্ষকের কাছ থেকে জ্ঞানার্জনের কোনো ত্রম্নটি হয়নি। |
পেশা/কর্মজীবন | ১৮৮৪ খ্রিষ্টাব্দ থেকে রবীন্দ্রনাথ তার পিতার আদেশে বিষয়কর্ম পরিদর্শনে নিযুক্ত হন এবং ১৮৯০ খ্রিষ্টাব্দ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে জমিদারি দেখাশোনা করেন। এ সূত্রে তিনি কুষ্টিয়ার শিলাইদহ ও সিরাজগঞ্জের শাহাজাদপুরে দীর্ঘ সময় অবস্থান করেন। |
সাহিত্য সাধনা | কাব্য : মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি, ক্ষণিকা, নৈবেদ্য, গীতাঞ্জলি, বলাকা, পূরবী, পুনশ্চ, বিচিত্রা, সেঁজুতি, জন্মদিনে, শেষলেখা বিশেষ উলেস্নখযোগ্য। উপন্যাস : গোরা, ঘরে- বাইরে, চতুরঙ্গ, চোখের বালি, নৌকাডুবি, যোগাযোগ, রাজর্ষি, শেষের কবিতা। কাব্যনাট্য : কাহিনী, চিত্রাঙ্গদা, বসন্ত, বিদায় অভিশাপ, বিসর্জন, রাজা ও রাণী। নাটক : অচলায়তন,চিরকুমার সভা, ডাকঘর, মুকুট, মুক্তির উপায়, রক্তকরবী, রাজা। গল্পগ্রন্থ : গল্পগুচ্ছ, গল্পস্বল্প, তিনসঙ্গী, লিপিকা, সে, কৈশোরক। ভ্রমণকাহিনী : জাপানযাত্রী, পথের সঞ্চয়, পারস্য, রাশিয়ার চিঠি, য়ুরোপ যাত্রীর ডায়েরী, য়ুরোপ প্রবাসীর পত্র। |
পুরস্কার ও সম্মাননা | নোবেল পুরস্কার (১৯১৩), কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি. লিট (১৯১৩), অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি. লিট (১৯৪০), ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি. লিট (১৯৩৬)। |
জীবনাবসান | মৃত্যু তারিখ : ৭ই আগস্ট, ১৯৪১ খ্রিষ্টাব্দ (২২শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ)। |
উৎস নির্দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ও কাহিনী কাব্যগ্রন্থ থেকে কবিতাটি সংকলিত হয়েছে। |
প্রশ্ন –১ নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
গাজীপুর চৌরা¯ত্মার কাছে মতিন মিয়ার ছোট্ট এক চায়ের দোকান। আর দোকানের পাশেই গড়ে উঠেছে ক হাউজিং সোসাইটির বিশালাকার অ্যাপার্টমেন্ট। একদিন সকালে মতিন দেখে, তার দোকান অ্যাপার্টমেন্টের সীমানা প্রাচীরের মধ্যে আটকে গেছে। সে বুঝে গেল আর কিছুই করার নেই। উপায়šত্মর না দেখে সে রা¯ত্মায় রা¯ত্মায় ঘুরে ফ্লাক্সে করে চা বিক্রি করে সংসার চালায় আর উদাস দৃষ্টিতে গগনচুম্বি অট্টালিকাগুলোর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে।
ক. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কার পান? ১
খ. রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি–বলতে কী বোঝানো হয়েছে? ২
গ. ক হাউজিং সোসাইটির কার্যক্রমে দুই বিঘা জমি কবিতার বাবু সাহেব চরিত্রের যে দিকটি ফুটে উঠেছে তার বর্ণনা দাও। ৩
ঘ.উদ্দীপকের মতিন দুই বিঘা জমির শোষিত উপেনের সার্থক প্রতিনিধি কিনাÑ এ বিষয়ে তোমার মতামত যুক্তি সহকারে উপস্থাপন কর।৪
১নং প্রশ্নের উত্তর
ক. রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কার পান।
খ. আলোচ্য অংশে বিত্তবান লোকদের প্রাচুর্যের মধ্যে থেকে আরও সুখভোগের আশায় দরিদ্রের শেষ সম্পদটুকুও গ্রাস করতে চাওয়ার কথা বলা হয়েছে।
সমাজে একশ্রেণির লুটেরা বিত্তবান লোক প্রবল প্রতাপ নিয়ে বাস করে। এ শ্রেণির লোকেরা সাধারণ মানুষের সম্পদ লুট করে সম্পদশালী হয়। অর্থ, শক্তি ও দাপটের জোরে তারা অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় বলে প্রতিষ্ঠা করে। দুই বিঘা জমি কবিতার উপেন তার সাত পুরম্নষের স্মৃতিবিজড়িত জমির দখল দিতে না চাইলে জমিদার তার নামে মিথ্যে মামলা দিয়ে সে জমি দখল করে নেয়। প্রশ্নে উলিস্নখিত চরণে সমাজের এই দিকটিই তুলে ধরা হয়েছে।
গ. ক হাউজিং সোসাইটির কার্যক্রমে দুই বিঘা জমি কবিতার বাবু সাহেব চরিত্রে শোষকশ্রেণির মানসিকতার দিকটি ফুটে উঠেছে।
দুই বিঘা জমি কবিতায় দরিদ্র কৃষক উপেন অভাব-অনটনে বন্ধক দিয়ে তার প্রায় সব জমি হারায়। বাকি থাকে মাত্র দুই বিঘা জমি। কিন্তু জমিদার তার বাগান বাড়ানোর জন্য মিথ্যা মামলা দিয়ে সে জমি দখল করে নেয়। এতে জমিদারের অন্যায় সম্পদ আকাক্সড়্গা বা লোভের দিকটি উঠে এসেছে। উদ্দীপকের ক হাউজিং সোসাইটির কার্যক্রমে। জমিদারের চরিত্রের এ বৈশিষ্ট্যই ফুটে উঠেছে
উদ্দীপকের মতিন মিয়ার চায়ের দোকানের পাশে গড়ে উঠেছে ক হাউজিং সোসাইটির বিশাল অ্যাপার্টমেন্ট। দুই বিঘা জমি কবিতার জমিদারের মতো এই ক হাউজিং সোসাইটির লোলুপ মানসিকতার কারণে মতিন মিয়া তার চায়ের দোকানটি হারায়। দোকানটি হারিয়ে মতিন মিয়ার দুর্দশার অন্ত না। কিন্তু ক হাউজিং সোসাইটি দোকানটি আত্তীকরণ করার সময় তার এ পরিণতির কথা ভাবেনি। সম্পদের প্রচ- লোভের কাছে তাদের সে চেতনাবোধ পরাজিত হয়েছে। সুতরাং নির্দ্বিধায় বলা যায়, ক হাউজিং সোসাইটির কার্যক্রমে দুই বিঘা জমি কবিতার বাবু সাহেবের চরিত্রের অযাচিত সম্পদ আকাক্সড়্গা বা লোভের দিকটি ফুটে উঠেছে।
ঘ. উদ্দীপকের মতিন দুই বিঘা জমির শোষিত উপেনের সার্থক প্রতিনিধি নয়।
কবিতার উপেন এবং উদ্দীপকের মতিন মিয়ার মাঝে পরিণতির দিক থেকে সাদৃশ্য থাকলেও উদ্দীপকের মতিন মিয়ার ড়্গেেত্র উপেনের প্রতিবাদী, ভালোবাসাপূর্ণ ও মমত্ববোধসম্পন্ন মানসিকতা অনুপস্থিত।
দুই বিঘা জমি একটি কাহিনী-কবিতা। এই কবিতায় দেখা যায় যে, দরিদ্র কৃষক উপেন অভাব-অনটনে বন্ধক দিয়ে বাকি ছিল মাত্র দুই বিঘা জমি। কিন্তু জমিদার তার বাগান দৈর্ঘ্যে প্রস্থে বৃদ্ধি করার জন্য মিথ্যা মামলা দিয়ে সে জমি দখল করে নেয়। ভিটেমাটি ছাড়া হয়ে উপেন বাধ্য হয় পথে বেরম্নতে। জমিদারের অর্থ ও প্রতিপত্তির কাছে উপেন হার মানলেও লড়াই করে হার মেনেছে। এতে তার প্রতিবাদী মানসিকতার প্রকাশ পাওয়া যায়। এ ছাড়া কবিতাটিতে নিজ গ্রাম, নিজ জন্মভূমির প্রতি উপেনের গভীর ভালোবাসা ও মমত্ববোধেরও প্রকাশ লক্ষণীয়। মতিনের চায়ের দোকানের পাশে গড়ে উঠেছে ক হাউজিং সোসাইটির বিশালাকার অ্যাপার্টমেন্ট। কিন্তু অ্যাপার্টমেন্টের সীমানা প্রাচীর বাড়াতে তারা মতিনের দোকানটি আত্তীকরণ করে। উপায়াšত্মর না দেখে সে নিয়তিকে মেনে নেয় এবং রা¯ত্মায় ঘুরে ঘুরে ফ্লাক্সে করে চা বিক্রি করে।
সামগ্রিক আলোচনায় দেখা যাচ্ছে যে, দুই বিঘা জমি কবিতায় জমিদারের অন্যায় সম্পদ আকাক্সড়্গার কারণে যেমন কৃষক উপেন সর্বস্বাšত্ম হয়ে পথে নামতে বাধ্য হয়েছে, তেমনি ক হাউজিং অ্যাপার্টমেন্টের লালসার কারণে পথে নামতে বাধ্য হয়েছে চায়ের দোকানদার মতিন। এদিক দিয়ে তারা অভিন্ন হলেও অধিকার সচেতন এবং মমত্ববোধসম্পন্ন মানসিকতার দিক বিচারে উদ্দীপকের মতিন দুই বিঘা জমির শোষিত উপেনের সার্থক প্রতিনিধি নয়।
প্রশ্ন -২ নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
নিয়ত মানসধামে একরূপ ভাব
জগতের সুখ-দুখে সুখ দুখ লাভ ॥
পরপীড়া পরিহার, পূর্ণ পরিতোষ
সদানন্দে পরিপূর্ণ স্বভাবের কোষ ॥
নাহি চায় আপনার পরিবার সুখ
রাজ্যের কুশল কার্যে সদা হাস্যমুখ ॥
কেবল পরের হিতে প্রেম লাভ যার
মানুষ তারেই বলি মানুষ কে আর?
ক. দুই বিঘা জমি কী ধরনের কবিতা? ১
খ. স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানু মাথা। -ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের মানুষের গুণাবলির সাথে দুই বিঘা জমি কবিতার মহারাজের চরিত্রের বৈসাদৃশ্য দেখাও। ৩
ঘ.দুই বিঘা জমির মহারাজ উদ্দীপকের গুণে গুণান্বিত হলে উপেনের এই পরিণতি হতো না। -উক্তিটি মূল্যায়ন কর। ৪
২নং প্রশ্নের উত্তর
ক. দুই বিঘা জমি একটি কাহিনী-কবিতা।
খ. স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানু মাথা চরণটি দ্বারা জননীর স্নেহের দানে উপেনের কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে।
অনেক বছর পর উপেন যখন হারানো ভিটেতে এলো, তখন সেই পরিচিত ভূমি যেন চিনতে পারল না, শুধু এক আমগাছ ছাড়া। পুরনো আমগাছ দেখে উপেন তার নিচে বসতেই গাছ থেকে দুটো পাকা আম পড়ল। উপেন ভাবল, আমগাছটি তাকে চিনতে পেরেই আম দুটি দিয়েছে। তাই কৃতজ্ঞতা জানাতে আমগাছের গোড়ায় সে মাথা ঠেকালো।
গ. উদ্দীপকের মানুষের গুণাবলির সাথে দুই বিঘা জমি কবিতার মহারাজ্যের চরিত্রের বৈসাদৃশ্য অত্যšত্ম স্পষ্ট।
মানুষ মানবিক গুণে সমৃদ্ধ। গুণ না থাকলে সে আর মানুষ থাকে না। তার দ্বারা মানবতা উপকৃত তো হয়ই না, বরং পদে পদে এসে মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। মানুষকে নিঃস্ব করে সে পথে নামায়।
উদ্দীপকে মানুষের গুণাবলির যে পরিচয় পাই তা হলো কেবল নিজের সুখ কাম্য নয়। সব কাজ হাসিমুখে করতে হবে। পরের কল্যাণে নিবেদিত থাকতে হবে। কিন্তু দুই বিঘা জমি কবিতার মহারাজের চরিত্র যেন সম্পূর্ণ উল্টো। অন্যের কল্যাণ করাতো দূরের কথা পথে বসাতে তার ফন্দির অšত্ম নেই। যে ফন্দির বেড়াজালে করম্নণ পরিণতির নির্মম শিকার হয় উপেন। তাই বলা যায়, মানুষের গুণাবলির সম্পূর্ণ বৈসাদৃশ্যপূর্ণ চরিত্র দুই বিঘা জমি কবিতার মহারাজের।
ঘ. দুই বিঘা জমির মহারাজ উদ্দীপকের গুণে গুণান্বিত হলে উপেনের এই পরিণতি হতো নাÑ উক্তিটি যথার্থ।
মানুষ মানুষের জন্য। এটিই মানুষের বড় বৈশিষ্ট্য। এ বৈশিষ্ট্যের গুণে মানুষের কল্যাণে মানুষ এগিয়ে আসবে। অন্যের বিপদ আপদে নিবেদিত হবে। সর্বোপরি বিপন্ন মানুষকে উদ্ধারে সচেষ্ট হবে।
উদ্দীপকে মানবীয় গুণসম্পন্ন যথার্থ মানুষের পরিচয় মেলে। এ মানুষ নিজের সুখ চায় না। কেবল পরের কল্যাণে নিবেদিত। পরের সুখশান্তির কাছে নিজের সুখ জলাঞ্জলি দেয়। কিন্তু কবিতায় ঠিক উল্টো চিত্র দেখা যায়। শোষকশ্রেণির প্রতিনিধি পরধন লোভী জমিদারের লোলুপ দৃষ্টির নিষ্ঠুর শিকার হয় দুই বিঘা জমির মালিক উপেন। ভিটেমাটিসহ এ দুই বিঘা জমি দিতে না চাইলে নির্মম ক্রোধের মুখে পড়ে সে। মিথ্যা মামলা দিয়ে সর্বস্ব কেড়ে নিয়ে উপেনকে নিঃস্ব করে ছাড়ে লুটেরা বিত্তবান প্রবল প্রতাপশালী মহারাজ। অথচ এ তথাকথিত মহারাজ যদি উদ্দীপকের প্রকৃত মানুষের গুণে গুণান্বিত হতো অবধারিতভাবে উল্টো ফল হতো। আর যাই হোক উপেনের করম্নণ পরিণতি হতো না।
উলিস্নখিত আলোচনায় বলা যায়, অন্যের সম্পদ লুটকারী মহারাজের লালসার শিকার হয়েই উপেনের করম্নণ পরিণতি। অথচ তথাকথিত মহারাজ উদ্দীপকের গুণে গুণান্বিত হলে ফলাফল ভিন্ন হতো। অতএব প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।
প্রশ্ন -৩ নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
হাসমত সাহেব একটা বড় সার কারখানা তৈরি করতে চায়। তার জমির পার্শ্বেই ছিল চায়ের দোকানদার জনির এক শতক জমি। হাসমত সাহেব তা জোর করে দখল করে নেয়। কোনো বিচার না পেয়ে অগত্যা জনি পথে পথে চা বিক্রি করে, আর দীর্ঘ নিঃশ্বাস ফেলে সার কারখানার দিকে তাকিয়ে বলে ঐখানে আমার জমি ছিল অথচ এখন আমি নিঃস্ব।
ক. কার মাথায় ঝুঁটি-বাঁধা আছে? ১
খ. উপেন কেন তার জমিকে নিলাজকুলটা বলেছিল? ২
গ. উদ্দীপকের জনি চরিত্রটি দুই বিঘা জমি কবিতার কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে বর্ণনা কর। ৩
ঘ.“উদ্দীপকের হাসমত আর দুই বিঘা জমি কবিতার জমিদার বর্বরতার দিক থেকে সমগোত্রীয়”Ñমূল্যায়ন কর। ৪
৩নং প্রশ্নের উত্তর
ক. মালির মাথায় ঝুঁটি বাঁধা আছে।
খ. নিজের গ্রামে এসে বাস্তুভিটার পরিবর্তিত রূপ দেখে উপেন নিজ জমিকে নিলাজ কুলটা বলেছে।
পৈতৃক ভিটার উদ্দেশ্যে রওনা দিয়ে প্রায় দুদিন পর কুমোরের বাড়ি, রথতলা, হাটখোলা, মন্দির পেছনে ফেলে সে তার কাক্সিক্ষত জন্মভূমিতে এসে পৌঁছায়। কিন্তু জন্মভূমির সেই চিরচেনা রূপকে কালের বিবর্তনে পরবর্তিত হতে দেখে সে তাকে নিলাজ কুলটা বলেছে।
গ. উদ্দীপকের জনি চরিত্রটি দুই বিঘা জমি কবিতার উপেন চরিত্রের প্রতিনিধিত্ব করে।
শক্তিমানরা দুর্বলের ওপর অত্যাচার করবে এটাই যেন সমাজের এক অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আর দুর্বলরা শুধু তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। যেমনটি ছিল না নিঃস্ব উপেনের। উপেন ভূমিদস্যু জমিদারের রাহুগ্রাসে পড়ে তার সর্বস্ব হারিয়ে আজ পথের ভিখারি।
উদ্দীপকের জনির অবস্থাও উপেনের অনুরূপ আধিপত্যবাদী হাসমত সাহেব জোর করে জনির এক শতক জমি দখল করে নেয়। বিচারের বাণী জনির জন্যই বোধ হয় নিভৃতে কাঁদে। নিজ ভূম থাকতেও জনি একজন রা¯ত্মার চা বিক্রেতা। নিজের জমির দিকে দীর্ঘশ্বাস নিয়ে তাকানো ছাড়া জনির আর কিছুই করার থাকে না। তাই সকল কার্যকরণ বিবেচনা করে জনি নিঃসন্দেহে উপেনের সাথে সাদৃশ্যপূর্ণ বলা যায়।
ঘ. উদ্দীপকের হাসমত আর দুই বিঘা জমি কবিতার জমিদার বর্বরতার দিক থেকে উভয়ে সমগোত্রীয়।
দুই বিঘা জমি কবিতায় দুর্বলের প্রতি সবলের অত্যাচার ও শোষণের দিকটি তীব্র ঘৃণার সাথে প্রকাশ পেয়েছে। শোষক তার হীননীতি বজায় রাখতে সর্বদা সচেষ্ট। তারা দুর্বলের ওপর নানা অত্যাচার চালায়। দস্যুতার ন্যায় লুণ্ঠন করে অসহায়ের সর্বস্ব। এ কাজ করতে তাদের সামান্যতম বিবেকে বাধে না।
উদ্দীপকের জনির এক শতক জমি হাসমত সাহেব তার সার কারখানা তৈরি করার জন্য দখল করে নেয়। জনি কারো কাছে এ অন্যায়ের প্রতিকার চেয়ে পায় না। অগত্যা রা¯ত্মায় চা বিক্রি করা ছাড়া আর কোনো পথ তার খোলা থাকে না। দুই বিঘা জমি কবিতার উপেনও জমিদারের রোষানলের স্বীকার হয়। জমিদার বাগান করার জন্য উপেনের শেষ অবলম্বনটুকুও কেড়ে নেয়।
উপর্যুক্ত আলোচনা থেকে একটি বিষয় প্রতীয়মান হয় আর তা হলো উদ্দীপক হাসমত সার কারখানা তৈরির জন্য দরিদ্র জনির জমিটুকু দখল করতে বিন্দুমাত্র বিবেকবোধ দ্বারা তাড়িত হয়নি। অপরদিকে দুই বিঘা জমি কবিতায় জমিদারও উপেনের জমি মিথ্যে মামলা দিয়ে দখল করতে দ্বিধা করেনি। তাই জমিদার ও হাসমত সাহেবকে বর্বরতার দিক থেকে সমগোত্রীয় বলা যায়।
প্রশ্ন –৪ নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ঘূর্ণিঝড়ে জনৈক মাঝির চাষের জমিসহ সব সহায় সম্পত্তি হারিয়ে শুধু ভিটেমাটিটাকে আঁকড়ে ধরে বেঁচে আছে, কিন্তু একদিন তার এক নিকট আত¥ীয়ের বিয়েতে ভিটের বাহিরে তিন দিন কাটিয়েছিল। ফিরে এসে দেখে পাশের বাড়ির রতন তার ভিটেতে দালানকোঠা উঠিয়েছে। ভিটে ফিরে পাওয়ার জন্য দ্বারে দ্বারে ঘুরলেও সকল প্রচেষ্টা ব্যর্থ হলো। অবশেষে সে রা¯ত্মায় রা¯ত্মায় ঘুরে বেড়াতে লাগল।
ক. উপেন কীসের কথা ভুলতে পারে না? ১
খ. রাজা উপেনের দুই বিঘা জমি কিনে নিতে চেয়েছিল কেন? ২
গ. উদ্দীপকে রতন বাবুর ভিটে দখলের সঙ্গে দুই বিঘা জমি কবিতার কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ.কিছু বৈসাদৃশ্য থাকলেও উদ্দীপকে রতন ও দুই বিঘা জমি কবিতার জমিদার উভয়ই একই দৃষ্টিভঙ্গির অধিকারী- বিশেস্নষণ কর। ৪
৪নং প্রশ্নের উত্তর
ক. উপেন পৈতৃক ভিটের স্মৃতি ভুলতে পারে না।
খ. রাজা বাগান দৈর্ঘ্যে প্রস্থে বাড়ানোর জন্য উপেনের দুই বিঘা জমি কিনে নিতে চেয়েছিল।
বিত্তবান জমিদারের সম্পদের কোনো অভাব নেই। তবুও জমিদারের আরও চাই। জমিদারের জমির পাশেই ছিল ভিটেমাটি সর্বস্ব উপেনের জমি। রাজার খেয়াল হলো রাজা বাগান করবেন। কিন্তু বাগান বৃদ্ধি করতে হলে উপেনের জমিটি দরকার।
গ. উদ্দীপকে রতন বাবুর ভিটে দখলের সঙ্গে দুই বিঘা জমি কবিতার রাজা উপেনের দুই বিঘা জমি দখলের সাদৃশ্য পরিলক্ষতি হয়।
দুই বিঘা জমি কবিতায় দেখা যায়, জমিদার নিজের স্বার্থ উদ্ধারের জন্য মিথ্যে মামলা দিয়ে উপেনের জমি দখল করে নেয়। সমাজে একশ্রেণির লুটেরা বিত্তবান প্রবল প্রতাপ নিয়ে বাস করে। তারা অর্থ, শক্তি, দাপটের জোরে অন্যায়কে ন্যায় ও ন্যায়কে অন্যায় বলে প্রতিষ্ঠা করে। দুই বিঘা জমি কবিতাটিতে ভূস্বামী এদেরই প্রতিনিধি। উদ্দীপকের ঘটনাতেই এই সাদশ্য লক্ষণীয়।
জনৈক মাঝি ঘূর্ণিঝড়ে সব সহায় সম্পত্তি হারিয়ে শুধু ভিটেমাটিটাকে আঁকড়ে ধরে বেঁচে আছে, কিন্তু একদিন সুযোগ পেয়ে তা দখল করে নেয় পাশের বাড়ির রতন বাবু। মাঝির ভিটেতে দালানকোঠা উঠিয়েছে রতন বাবু। ভিটে ফিরে পাওয়ার জন্য দ্বারে দ্বারে ঘুরলেও সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। উভয়েই দুজন প্রভাবশালী ব্যক্তির কবলে পড়ে সর্বস্ব হারিয়েছে। অর্থাৎ উদ্দীপকে রতন বাবুর ভিটে দখলের সঙ্গে দুই বিঘা জমি কবিতার রাজা উপেনের দুই বিঘা জমিক দখলের দিক দিয়ে সাদৃশ্য রয়েছে।
ঘ. কিছু বৈসাদৃশ্য থাকলেও উদ্দীপকের রতন ও দুই বিঘা জমি কবিতার জমিদার উভয়ই একই দৃষ্টিভঙ্গির অধিকারী- এ উক্তি যথার্থ।
রতন বাবু ও জমিদারের মাঝে জমি হাতিয়ে নেয়ার পদ্ধতির ড়্গেেত্র বৈসাদৃশ্য থাকলেও একটি ড়্গেেত্র তাদের দৃষ্টিভঙ্গি এক আর তাহলো দাপটের জোরে অন্যের সম্পদ লুট করা। উদ্দীপকের মাঝি ঘূর্ণিঝড়ের কবলে সব সহায়-সম্পদ হারিয়ে অসহায়। রতন বাবু মাঝির অনুপস্থিতি সুযোগ নিয়ে তার শেষ সম্বল ভিটেমাটি দখল করে নেয়। পড়্গাšত্মরে দুই বিঘা জমি কবিতায় জমিদার ও একইভাবে কেড়ে নেয়।
রতন বাবু ও জমিদার সাধারণ মানুষের সম্পদ লুট করে সম্পদশালী হওয়ার আকাক্সড়্গা পোষণ করে। তারা অর্থ, শক্তি ও দাপটের জোরে অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় বলে প্রতিষ্ঠা করে।
সুতরাং উলিস্নখিত আলোচনার মাধ্যমে বলা যায় যে, প্রেড়্গাপট সামান্য ভিন্ন হলেও তারা দুজনে একই দৃষ্টিভঙ্গির অধিকারী।
প্রশ্ন -৫ নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব অত্য
র. বহুদিন পরে মনে পড়ে আজি পলিস্ন মায়ের কোল
ঝাউশাখে সেতা বনলতা বাঁধি হরষে খেয়েছি দোল।
রর. পলাশ ঢাকা কোকিল ডাকা আমার এ দেশ ভাইরে
ধানের মাঠে ঢেউ খেলানো মেন কোথাও নাইরে।
সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি। তিনি সবাইকে সমান চোখে দেখেন। এমনকি বাড়ির চাকর মকবুলকেও নিজের ছেলের মতো জামাকাপড় কিনে দেন, একসাথে বসে খাবার খান। এজন্য অনেকে ভুল করে মকবুলকে চেয়ারম্যানের নিকট আত¥ীয় বলে মনে করেন।
ক. দুই বিঘা জমি কবিতার উৎস কী? ১
খ. চোখে আসে জল ভরে কেন? বুঝিয়ে লেখ। ২
গ. চেয়ারম্যানের সাথে দুই বিঘা জমি কবিতার জমিদারের চারিত্রিক বৈসাদৃশ্য কী? ব্যাখ্যা কর। ৩
ঘ.দুই বিঘা জমি কবিতার জমিদার যদি উদ্দীপকের চেয়ারম্যানের মতো হতেন তবে উপেনের পরিণতি এমন হতো না। বিশেস্নষণ কর। ৪
৫নং প্রশ্নের উত্তর
ক. দুই বিঘা জমি কবিতার উৎস হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ও কাহিনী কাব্যগ্রন্থ।
খ. জল নিয়ে চলা বাংলারবধূদের মা বলে ডাকতে প্রাণ আনচান করে, আবেগে দুচোখে জল ভরে আসে।
সন্ন্যাসীর বেশে হাটে, মাঠে, ঘাটে ঘুরতে ঘুরতে উপেনের ১৫-১৬ বছর কেটে গেল। একদিন তার দেশে ফেরার প্রচ- ইচ্ছা হলো। ঘন পাতাযুক্ত আমগাছ, দিঘির কালোজল, শীতল স্নেহ, ছায়া ঢাকা শান্তিময় ছোট ছোট গ্রামগুলোর কথা তার মনে পড়ল। সেখানে গাঁয়ের বধূরা নদী থেকে জলভরে কলসি কাঁখে ঘরে ফেরে। গভীর মমতায় তাদেরকে মা বলে ডাকতে মন আনচান করে। চোখ ভরে জল আসে।
গ. সততা, ন্যায়পরায়ণতা এবং সাম্যবাদী চেতনা ও মানবিকতাবোধের দিক দিয়ে উদ্দীপকের চেয়ারম্যানের সাথে দুই বিঘা জমি কবিতার জমিদারের চারিত্রিক বৈসাদৃশ্য রয়েছে।
এ জগতে সম্পদশালীরা প্রচুর সম্পদ আহরণের পরও অতৃপ্ত থাকে। তাই দীনহীন মানুষের সামান্য সম্পদটুকু কেড়ে নেয়ার জন্য তারা প্রসারিত করে তাদের ভয়ঙ্কর কালো থাবা। তবে এ সম্পদশালীদের মধ্যে ব্যতিক্রমী চরিত্রের দু-চারজন মহৎ প্রাণের সন্ধানও পাওয়া যায় তেমনি একজন সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব।
উদ্দীপকে সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব অত্যšত্ম সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি। তিনি সবাইকে সমান চোখে দেখেন। এমনকি বাড়ির চাকর মকবুলের গ্রামেও পরিবারের সদস্যের মতো ব্যবহার করেন। এজন্য অনেকে ভুল করে মকবুলকে চেয়ারম্যানের নিকট আত¥ীয় বলে মনে করেন। অপরদিকে দুই বিঘা জমি কবিতায় আমরা দেখি এক সর্বগ্রাসি লোভী, অত্যাচারী, বিবেকবর্জিত, ন্যায়নীতিহীন এক জমিদার বাবুকে। অর্থাৎ উদ্দীপকের চেয়ারম্যানের সাথে দুই বিঘা জমি কবিতার জমিদারের ন্যায়-নীতিবোধ, সততা, মানবিকতা ও সাম্যবাদী চেতনায় বৈসাদৃশ্য বিদ্যমান।
ঘ. উদ্দীপকের চেয়ারম্যানের মানবিক চারিত্রিক বৈশিষ্ট্য দুই বিঘা জমি কবিতার জমিদারের মধ্যে ক্রিয়াশীল থাকলে উপেনকে এমন করম্নণ পরিণতির শিকার হতে হতো না।
ধনসম্পদ বৃদ্ধির অদ্ভুত রকমের তৃষ্ণা সম্পদশালী মানুষকে ক্রমাগত তাড়িত করে। তাদের অপরিসীম ধনসম্পদ তৃষ্ণা এক সময় গ্রাস করে গরিবের শেষ সম্বল ভিটেবাড়ি। ছলে-বলে কৌশলে গরিবও অসহায় মানুষের শেষ সম্বলটুকু ছিনিয়ে নেয় এরা। এভাবেই দরিদ্র মানুষেরা পরিণত হয় পথের ভিড়্গুকে।
উদ্দীপকের চেয়ারম্যান সাহেবকে আমরা সাম্যবাদী চেতনা ও মানবিকতাবোধেই একজন আদর্শ মানুষের প্রতিভুরূপে লক্ষ করি যিনি বাড়ির চাকরকে নিজের ছেলের মতো জামাকাপড় কিনে দেন, একসাথে খাবার খান। পড়্গাšত্মরে দুই বিঘা জমি কবিতার জমিদার বাবু একজন লোভী, শোষক ও অত্যাচারী। তার শখ, লোভ ও হিংস্রতার শিকার হয়ে প্রতিবেশী দরিদ্র উপেন সাতপুরম্নষের ভিটা থেকে উচ্ছেদ হয়ে বিবাগী বেশে দেশে দেশে ঘুরে ফিরেছে। এমনি স্বদেশভূমির মায়ায় দেশে ফিরে নিজের গাছ থেকে বাতাসে পড়া দুটি নিয়েও জমিদার কর্তৃক চোর সাব্যস্ত হয়েছে।
উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের সাম্যবাদী মানবতাবাদী চেতনার কারণে কবিতার জমিদার বাবুর সাথে বৈসাদৃশ্য প্রকট হয়ে উঠেছে। এমন নৈতিক-চারিত্রিক বৈশিষ্ট্য দুই বিঘা জমি কবিতার জমিদার বাবু চরিত্রে থাকলে উপেনকে কিছুতেই উপরিউক্ত পরিণতির শিকার হতে হতো না।
প্রশ্ন –৬ নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
গরিব চাষি আফজালের সামান্য জমিজমা আছে। এতেই তার সংসার ভালোমতো চলে। একমাত্র ছেলে করিমকে লেখাপড়া শেখানোর জন্য স্কুলে পাঠায়। কিন্তু বিত্তবান হাতেম আলী বিষয়টা ভালোভাবে নেয় না। ষড়যন্ত্র করে আফজালকে ভিটেমাটি ছাড়া করে। অসহায় আফজাল নিরম্নপায় হয়ে দূর গ্রামে চলে যায়। কিন্তু ভুলতে পারে না গ্রামকে তাই আবার ফিরে আসে। প্রভাবশালী হাতেম আলী আবারও লোকজন দিয়ে তাকে গ্রাম ছাড়া করে।
ক. দরিদ্র মাতা আঁচল ভরে কী ধরে রাখত? ১
খ. উপেন কেন তার জমি বিক্রি করতে চায়নি? ২
গ. উদ্দীপকের আফজালের সাথে দুই বিঘা জমি উপেনের কোনো সাদৃশ্য আছে কী? ব্যাখ্যা কর। ৩
ঘ.সমাজের প্রভাবশালী ব্যক্তিরা প্রায়ই কূটকৌশলী হয় উদ্দীপক ও দুই বিঘা জমি কবিতার আলোকে উক্তিটি বিশেস্নষণ কর। ৪
৬নং প্রশ্নের উত্তর
ক. দরিদ্র মাতা আঁচল ভরে ফল ফুল শাক পাতা ধরে রাখত।
খ. সাতপুরুষের বাসস্থান উপেনের দৃষ্টিতে পুণ্যস্থান বলে উপেন তার জমি বিক্রি করতে চায়নি।
জমিদার যখন বললেন, তার শখের বাগানকে দৈর্ঘ্য-প্রস্থে সমান করতে উপেনকে তার একমাত্র সম্বল ভিটাটুকু বিক্রি করতে হবে। উপেন তখন হাতজোড় করে কান্নাভেজা কণ্ঠে বলল, ঐ ভিটেয় তার সাতপুরম্নষ জন্ম। ঐটুকু জমি তার কাছে সোনার চেয়েও মূল্যবান। অভাবের কারণে মাতৃতুল্য সামান্য জমি সে বেচে দেবে এমন লক্ষ্মীছাড়া সে নয়।
গ. সমাজের প্রভাবশালী ব্যক্তির শোষণ-নিপীড়নের শিকার হওয়া এবং মাতৃভূমির মায়ার দিক দিয়ে দুই বিঘা জমির উপেনের সাথে উদ্দীপকের আফজালের সাদৃশ্য রয়েছে।
দুই বিঘা জমি কবিতায় জমিদার বাবুর লোভের গ্রাসে একমাত্র সম্বল সাতপুরম্নষের ভিটেমাটি হারিয়ে উপেন পথে নামে। স্বভূমিচ্যুত হওয়ার প্রায় পনেরো-ষোলো বছর পর উপেন মাতৃভূতিতে ফিরে আনন্দে উদ্বেল হয়ে ওঠে। কিন্তু জমিদার বাবুর নিচতা, ক্রুরতা ও হিংস্রতার কারণে তাকে চোর সাব্যস্ত হতে হয়।
উদ্দীপকে গরিব চাষি আফজাল তার একমাত্র ছেলে করিমকে লেখাপড়া শেখানোর জন্য স্কুলে পাঠায়। কিন্তু বিত্তবান হাতেম আলী ষড়যন্ত্র করে আফজালকে ভিটেমাটি ছাড়া করে। অসহায় আফজাল নিরম্নপায় হয়ে দূর গ্রামে চলে যায়। কিন্তু ভুলতে পারে না গ্রামকে, তাই আবার ফিরে আসে। প্রভাবশালী হাতেম আলী আবারও লোকজন দিয়ে তাকে গ্রাম ছাড়া করে।
উদ্দীপকের আফজালের প্রভাবশালী কর্তৃক ষড়যন্ত্র ও নিপীড়নের শিকার হওয়া এবং নিজ ভিটেমাটি তথা মাতৃভূমি প্রেমের দিক দিয়ে দুই বিঘা জমি কবিতার উপেনের সাথে সাদৃশ্য রয়েছে। তাই উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের আফজালের সাথে দুই বিঘা জমি কবিতার উপেনের পরিণতিগত সাদৃশ্য বিদ্যমান।
ঘ. “সমাজের প্রভাবশালী ব্যক্তিরা প্রায়ই কূটকৌশলী হয়।” উক্তিটি সঠিক।
স্বীয় স্বার্থ আদায়ে সমাজের সম্পদশালী, প্রতিপত্তিশালী ব্যক্তিরা প্রায়ই ছল, শঠতা, ষড়যন্ত্রে দক্ষ হয়। এসব ব্যক্তি প্রয়োজনে স্বীয় স্বার্থ পূরণে যেকোনো পন্থা অবলম্বনে পিছপা হয় না। স্বীয় বাসনা পূরণ করার মানবতা ভুলে যেতে তারা দ্বিধা করে না।
উদ্দীপকে গরিব চাষি আফজাল তার একমাত্র ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য স্কুলে পাঠায়। কিন্তু বিত্তবান হাতেম আলী ষড়যন্ত্র করে আফজালকে ভিটেমাটি ছাড়া করে। উদ্দীপকের অনুরূপ দুই বিঘা জমি কবিতায় জমিদার বাবু তার শখের বাগানের সৌন্দর্যের প্রয়োজনে প্রতিবেশী গরিব চাষি উপেনের একমাত্র সম্বল সাতপুরম্নষের ভিটা মিথ্যা খতের দেনায় অন্যায়ভাবে কেড়ে নেয়। উদ্দীপকের হাতেম আলীর কূটকৌশলের চূড়া
র. বহুদিন পরে মনে পড়ে আজি পলিস্ন মায়ের কোল
ঝাউশাখে সেতা বনলতা বাঁধি হরষে খেয়েছি দোল।
রর. পলাশ ঢাকা কোকিল ডাকা আমার এ দেশ ভাইরে
ধানের মাঠে ঢেউ খেলানো মেন কোথাও নাইরে।
প্রকাশ লক্ষ করা যায় যখন আফজাল মাটির টানে গ্রামে ফিরলে আবারও লোকজন দিয়ে তাকে গ্রাম ছাড়া করার মধ্যে।
দুই বিঘা জমি কবিতার জমিদার ভূমির টানে গ্রামে আসা উপেনের নিজের আমগাছের দুটি আম ভিড়্গা করাকে চুরি বলে আখ্যায়িত করে। অর্থাৎ সমাজের প্রভাবশালী ব্যক্তি অন্যায় করেও পার পেয়ে যায়। উপর্যুক্ত আলোচনায় এ কথা সহজেই বলা যায়, সমাজের প্রভাবশালী ব্যক্তিরা প্রায়ই কূটকৌশলী হয়।
প্রশ্ন -৭ নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
র. বহুদিন পরে মনে পড়ে আজি পলিস্ন মায়ের কোল
ঝাউশাখে সেতা বনলতা বাঁধি হরষে খেয়েছি দোল।
রর. পলাশ ঢাকা কোকিল ডাকা আমার এ দেশ ভাইরে
ধানের মাঠে ঢেউ খেলানো মেন কোথাও নাইরে।
ক. উপেন কত বছর পরে দেশে ফেরার ইচ্ছা পোষণ করে? ১
খ. তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। উপেনের একথা বলার কারণ ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের ১ম অংশে দুই বিঘা জমি কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে? বুঝিয়ে লেখ। ৩
ঘ.উদ্দীপকের অংশ দুটি কি দুই বিঘা জমিÑ কবিতার সমগ্রতাকে ধারণ করে? তোমার উত্তরের সপড়্গে যুক্তি দাও। ৪
৭নং প্রশ্নের উত্তর
ক. উপেন পনের-ষোলো বছর পরে দেশে ফেরার ইচ্ছা পোষণ করে।
খ. নিজ ভিটেতে ফিরে এসে কুড়িয়ে নেওয়া আমের কারণে চোর হিসেবে চিহ্নিত হলে উপেন উদ্ধৃত উক্তিটি করে।
বাগান বাড়ানোর জন্য জমিদার মিথ্যা ঋণের দায়ে উপেনের কাছ থেকে জোর করে তার শেষ সম্বল দুই বিঘা জমি কেড়ে নেয়। দীর্ঘ দিন সন্ন্যাসী জীবন কাটানোর পর দেশে ফিরে সে শৈশবের স্মৃতিবিজড়িত আমগাছের তলায় এসে আম পায়। কিন্তু সে কুড়িয়ে পাওয়া আমের ওপরও তার আর কোনো অধিকার নেই। তাই সে আজ জমিদারের চোখে চোর বলে বিবেচিত। উক্তিটিতে উপেনের মনে সে ক্ষোভেই প্রকাশ পেয়েছে।
গ. উদ্দীপকের ১ম অংশে দুই বিঘা জমি কবিতার সাত পুরম্নষের স্মৃতিবিজড়িত পৈতৃক ভিটের কথা মনে পড়ার দিকটি প্রকাশ পেয়েছে।
জন্মভূমির সাথে থাকে নাড়ির বন্ধন। এ বন্ধন মায়ার বন্ধন। কোনোমতেই এ বন্ধন ছিন্ন হয় না। দূরে গেলে বরং সে মায়া আরও বেড়ে যায়। প্রতি মুহূর্তে, প্রতি পদে সে মায়ার টান বুকের মধ্যে গুমরে কাঁদে।
উদ্দীপকের ১ম অংশে পলিস্ন মায়ের কথা মনে পড়ার উলেস্নখ রয়েছে। এ পলিস্ন মায়া মমতায় ঘেরা। আপনজনদের স্নেহ-ছায়ায় উচ্ছল। প্রিয় সাথিদের সাথে হেসেখেলে বেড়ানোর। কতোশতো স্মৃতিঘেরা প্রিয় পলিস্ন। দুই বিঘা জমি কবিতায় অনুরূপ দিকের হাজারো স্মৃতির উলেস্নখ রয়েছে। জমিদারের রোষানলে পড়ে ভিটেছাড়া উপেন পথে পথে ঘোরে। কিন্তু পৈতৃক ভিটের স্মৃতি সে ভুলতে পারে না। তাই বলা যায়, উদ্দীপকের ১ম অংশে কবিতার এ দিকটি প্রকাশ পেয়েছে। যা উদ্দীপক ও কবিতায় অভিন্ন।
ঘ. উদ্দীপকের অংশ দুটি দুই বিঘা জমি কবিতার সমগ্রতাকে ধারণ করে না।
দুই বিঘা জমি কবিতায় একটি পুরো কাহিনীর রয়েছে। কাহিনীতে রয়েছে মাত্র দুবিঘা জমির মালিক উপেন। সে শোষকশ্রেণির নিষ্ঠুর শোষকের শিকায়। পরধনলোভী জমিদারের লোলুপ দৃষ্টি পড়ে ঐ দুইবিঘা জমির ওপর। সাত পুরম্নষের স্মৃতিবিজড়িত এ ভিটেমাটি উপেন দিতে না চাইলে সে জমিদারের ক্রোধের অনলে নিঃস্ব হয়ে যায়। সর্বস্বান্ত হয়ে উপেন পথে পথে ঘুরতে থাকে। কিন্তু পৈতৃক ভিটের কথা সে ভুলতে পারে না। একদিন চির-পরিচিত গ্রামে ফিরে এলেও চোর অপবাদ পায়।
উদ্দীপকের অংশ দুটিতে গ্রাম ও দেশের অপরূপ বর্ণনা রয়েছে। রয়েছে অনেক স্মৃতির রোমন্থন। স্মৃতির সে গ্রাম হাতছানি দিয়ে ডাকে। মন ছুটে যেতে চায় অবারিত সে মাঠ-প্রান্তরে, ঢেউ খেলানো ধানের খেতে। এ বর্ণনা দুই বিঘা জমি কবিতার আংশিক মাত্র। কোনোভাবেই সমগ্রতায় ধারেকাছে নয়।
উদ্দীপক ও কবিতার বিশেস্নষণে বলা যায়, কবিতায় একটি জীবনের পুরো কাহিনী বিমূর্ত হয়ে উঠেছে। উদ্দীপকে কেবল কিশোর বযস ও প্রাকৃতিক সৌন্দর্যের বিষয়টি উঠে এসেছে যা কোনোমতেই কবিতার সমগ্রতাকে ধারণ করে না। অতএব প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
প্রশ্ন -৮ নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
মাত্র একটা টিপ দিতে হয়েছিল করিমকে বর্গাচাষি হিসেবে। স্থানীয় চেয়ারম্যান জলিল সাহেবের জমি সে বর্গা চাষ করে। কারণ তার কোনো জমি নেই। ফসল ফলানোর মৌসুমে করিমের ব্যস্ত সময় কাটে। চাষ করা, ঢেলা ভাঙা, বীজ বোনা- কত ব্যস্ততা!
করিমের পরিশ্রমের কল্যাণে পাটের প্রচুর ফলন হয়। একবুক পানিতে ডুব দিয়ে পাট কাটে করিম। পাট শুকাতেই জলিল সাহেবের লোক আসে, আধাআধি করার বদলে তিন ভাগ করে পাট। এক ভাগ পায় করিম। আর দুই ভাগ চেয়ারম্যানের লোক নিয়ে যায়। মৌন হয়ে বসে থাকে করিম, কখন যে সে চেয়ারম্যানের কাছ থেকে দুই হাজার টাকা ধার নিয়েছে, তা মনে করতে পারে না। এক সময় চোখ ঝাপসা হয়ে আসে।
ক. ডিক্রি শব্দের অর্থ কী? ১
খ. তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই- কথাটি কেন বলা হয়েছে? ২
গ. উদ্দীপকের করিমের চরিত্রের সাথে দুই বিঘা জমি কবিতার কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? ৩
ঘ.“উদ্দীপকে ও দুই বিঘা জমি কবিতায় দুর্বলের ওপর সবলের অত্যাচারের চিরকালীন প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে উঠেছে” মন্তব্যটি বিচার কর। ৪
৮ নং প্রশ্নের উত্তর
ক. আদালতের হুকুম বা নির্দেশ নামার।
খ. তুমি ভূস্বামী, ভূমির অন্ত এই চরণটি দ্বারা উপেন রাজার অঢেল ভূসম্পত্তির দিকটিকে বুঝিয়েছে।
রাজার বাগান দৈর্ঘ্যে আর প্রস্থে সমান হওয়ার জন্য দুবিঘা জমির প্রয়োজন ছিল। তাই রাজা উপেনের একমাত্র সম্বল দুই বিঘা জমি কেনার ইচ্ছা প্রকাশ করল। কিন্তু দুই বিঘা জমি বিক্রি করলে উপেনের আর কিছুই থাকে না। তাই আলোচ্য চরণটি দ্বারা উপেন রাজাকে তার অগাধ ভূমির কথা স্মরণ করিয়ে দিয়েছে।
গ. উদ্দীপকের করিম একটি টিপ দিয়ে মিথ্যা দেনার দায়ে অধিকার হারিয়েছে যার সঙ্গে দুই বিঘা জমি কবিতার উপেনের ঘটনার মিল রয়েছে।
দুই বিঘা জমি কবিতায় দেখা যায়, মিথ্যা দেনার দায়ে উপেনের করম্নণ পরিণতি। রাজা উপেনের দুই বিঘা জমি কিনে নিতে চায়। তাই উপেন রাজার কাছে অনেক অনুনয় করে। কিন্তু নিষ্ঠুর রাজা মিথ্যা দেনার দায়ে উপেনের জমি দখল করে। ফলে উপেনকে ভিটামাটি ছেড়ে রা¯ত্মায় রা¯ত্মায় ঘুরে বেড়াতে হয়।
উদ্দীপকে দেখা যায়, বর্গাচাষি হিসেবে করিম একটা টিপ দিয়েছিল, পড়ালেখা জানে না বলে দলিলে কী লেখা ছিল, করিম তা বোঝেনি। পরবর্তী সময় চেয়ারম্যানের লোকজন করিমের কাছ থেকে দুইভাগ পাট নিয়ে মাত্র একভাগ তাকে দেয়। করিম নাকি চেয়ারম্যানের কাছ থেকে দুই হাজার টাকা ধার নিয়েছিল। এ অন্যায় করিমের মনে অনেক দুঃখ দেয়। তাই বলা যায় যে, ভাগ্যের নির্মম পরিহাসের দিক থেকে উদ্দীপকের করিম দুই বিঘা জমি কবিতার উপেনের সাথে সাদৃশ্যপূর্ণ।
ঘ. “উদ্দীপক ও দুই বিঘা জমি কবিতায় দুর্বলের ওপর সবলের অত্যাচারের চিরকালীন প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে উঠেছে” মšত্মব্যটি যথার্থ।
দুই বিঘা জমি কবিতায় দুর্বলের প্রতি সবলের অত্যাচারের চিত্র অঙ্কিত হয়েছে। গরিব উপেনের মাত্র দুই বিঘা জমি আছে। কিন্তু রাজার লোলুপ দৃষ্টি সে জমিতে পড়ায় রাজা উপেনকে জমি বিক্রি করার প্র¯ত্মাব দেয়। যে জমিতে সাত পুরম্নষের বাস সে জমি উপেন বিক্রি করতে রাজি না হওয়ায় মিথ্যা দেনার খত দেখিয়ে সত্যিই রাজা উপেনকে ভূমিচ্যুত করেছিলেন।
উদ্দীপকের গরিব কৃষক করিম নিজের জমি না থাকায় স্থানীয় চেয়ারম্যান জলিলের জমি চাষ করে। বর্গাচাষি হিসেবে সে একটা টিপসই দিয়েছিল। কিন্তু দলিলে কী লেখা ছিল, তা সে দেখেনি। সমস্ত মৌসুম হাড়ভাঙা পরিশ্রম করে সে জমিতে পাট ফলায়। কিন্তু চেয়ারম্যানের লোক পাট তিন ভাগ করে দুই ভাগ নিয়ে যায়। কারণ জানতে চাইলে বলে, করিম নাকি চেয়ারম্যানের কাছ থেকে দুহাজার টাকা ধার নিয়েছিল। এখানে মূলত পেশি শক্তি বলে চেয়ারম্যান করিমের ফসল আত¥সাৎ করেছে।
তাই উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে প্রশ্নোলিস্নখিত মšত্মব্যটির যথার্থতা প্রমাণিত হয়।
প্রশ্ন-৯ নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
বাপ মাকে হারানোর পরই নিলয় বিদেশে পাড়ি জমিয়েছিল। যাওয়ার সময় ভেবেছিল দেশে আর তার নাড়ির যোগ রইল না। উচ্চ শিক্ষতি হওয়ায় নিলয় বিদেশে উন্নতি করল। নানা দেশে বেড়ানো, হাজারো মনোমুগ্ধকর দৃশ্যের সঙ্গে পরিচিত হলো, কিন্তু কখনই সে জন্মস্থানকে ভুলতে পারল না। প্রায় দশ বছর পর একদিন নিলয় আবার তার গ্রামে ফিরে এলো। বাড়ির প্রাচীন প্রাচীরের কাছে বসতেই মনে হলোÑ প্রাচীর তাকে জিজ্ঞেস করছে এতদিন কোথায় ছিলে? খানিক বাদে নিলয়ের চোখ ঝাপসা হয়ে এলো।
ক. কে সন্ন্যাসীবেশে দেশে দেশে ফিরে? ১
খ. একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলোÑ-ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে দুই বিঘা জমি কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর। ৩
ঘ.উদ্দীপকটি দুই বিঘা জমি কবিতার সমগ্র ভাবকে প্রকাশ করে না মšত্মব্যটি মূল্যায়ন কর। ৪
৯নং প্রশ্নের উত্তর
ক. উপেন সন্ন্যাসীবেশে দেশে দেশে ফিরে।
খ. একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো- আলোচ্য চরণটি দ্বারা জন্মভূমিতে ফিরে যাওয়ার জন্য উপেনের ইচ্ছা প্রকাশ পেয়েছে।
ভিটেমাটি হারিয়ে উপেন প্রায় পনেরো-ষোলো বছর বিভিন্ন স্থানে ঘুরেছিল, ভূমি হারালেও উপেন নাড়ির টান ছাড়তে পারেনি। তাই বহু বছর পরও নিজগ্রামে ফেরার জন্য উপেনের মনে টান অনুভূত হলো। মূলত মাতৃভূমির টান কখনই উপেক্ষণীয় নয়। আলোচ্য চরণ দ্বারা এটাই প্রকাশ করা হয়েছে।
গ. অনেক বছর জন্মভূমি থেকে দূরে থেকেও উপেন জন্মস্থানের টান অনুভব করেছে। দুই বিঘা জমি কবিতার জন্মভূমির প্রতি টানের দিকটি ফুটে উঠেছে আলোচ্য উদ্দীপকে।
দুই বিঘা জমি কবিতায় উপেন ভূমিচ্যুত হয়ে বিশ্বের পথে বেরিয়ে পড়ল। যেখানেই উপেন ঘুরল আর যত কিছুই দেখল, কিন্তু হারানো সেই দুই বিঘা জমির প্রতি ভালোবাসা ভুলতে পারল না। প্রায় পনেরো-ষোলো বছর পরে একদিন উপেন নিজ গ্রামে এসে হাজির হলো। জন্মভূমির মাটিতে পা রেখে উপেনের হৃদয় জুড়িয়ে গেল। এতে জন্মভূমির প্রতি তার গভীর ভালোবাসার প্রকাশ ঘটেছে।
দুই বিঘা জমি কবিতার এ দিকটির প্রকাশ ঘটেছে আলোচ্য উদ্দীপকে। বাপ-মাকে হারানোর পর উদ্দীপকের নিলয় বিদেশে গিয়ে বিভিন্ন স্থানে ঘুরল। অনেক উন্নতি করল। কিন্তু জন্মভূমি আর ভিটেমাটিকে ভুলতে পারল না। অবশেষে প্রায় দশ বছর পর সে গ্রামের বাড়িতে ফিরে এলো। চিরচেনা সেই পুরনো প্রাচীরের কাছে বসতেই হৃদয়ে আবেগের জোয়ার এলো। নিলয় অনুভব করল যে, বুড়ো প্রাচীর যেন তার সঙ্গে কথা বলছে। জন্মস্থানের প্রতি ভালোবাসার নিলয়ের দুচোখ ঝাপসা হয়ে এলো। সুতরাং বলা যায়, দুই বিঘা জমি কবিতায় প্রকাশিত জন্মভূমির প্রতি টানের দিকটিই উদ্দীপকে ফুটে উঠেছে।
ঘ. উদ্দীপকে শুধু স্বদেশের প্রতি টানের বিষয়টি স্পষ্ট হয়েছে, যা দুই বিঘা জমি কবিতার সমগ্র ভাব প্রকাশ করে না।
দুই বিঘা জমি কবিতায় উপেনের ভূসম্পত্তি হারানোর পাশাপাশি তার মাতৃভূমির অপার সৌন্দর্যের বর্ণনা এবং পরবর্তীতে দেশে ফিরে লাঞ্ছিত হবার চিত্রকল্প ফুটে উঠেছে যা উদ্দীপকের সাথে সম্পূর্ণরূপে সাদৃশ্য প্রকাশ করে না।
দুই বিঘা জমি কবিতায় মূলত লুটেয়া, বিত্তবানদের স্বরূপ তুলে ধরা হয়েছে। এছাড়াও কবিতাটিতে উপেনের জন্মভূমির প্রতি প্রগাঢ় মমত্ববোধ প্রকাশিত হয়েছে। এই মমত্ববোধ প্রকাশের উদ্দেশ্যে এতে বাংলার প্রকৃতির অকৃত্রিম বর্ণনা ফুটে উঠেছে। অপরপড়্গে উদ্দীপকে এ বিষয়গুলোর মধ্যে শুধু জন্মভূমির প্রতি মমত্ববোধের বিষয়টিই প্রকাশ পেয়েছে।
উদ্দীপকে দেখা যায়, নিলয় বাপ মা হারিয়ে বিদেশে গিয়ে অনেক স্থান ঘুরল। অনেক উন্নতিও করল, কিন্তু স্বদেশের প্রতি আন্তেত্রক ভালোবাসা কখনই বিসর্জন দিতে পারেনি। এতে দুই বিঘা জমি কবিতায় প্রকাশিত উপেনের স্বদেশপ্রেমেরই বহিঃপ্রকাশ ঘটেছে। তবে এই বিষয়টি ছাড়াও আলোচ্য কবিতার ভাব আরও সম্প্রসারিত। সেই ভাব উদ্দীপকে অনুপস্থিত থাকায় উদ্দীপকটি দুই বিঘা জমি কবিতার সমগ্র ভাব ধারণ করে না।
প্রশ্ন –১০ নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ছোটবেলার গল্প করতে গিয়ে দাদু বললেন, গ্রামের পাঠশালায় আমরা দলবেঁধে যেতাম। হৈ হৈ রৈ রৈ করে দলবেঁধে ফিরে আসতাম। মাথায় তখন দুরšত্মপনার ষোলোকলাই পূর্ণ ছিল। কখনো নদীতে সাঁতার কাটতাম। কখনো ক্লাস ফাঁকি দিয়ে আমলকী কুড়াতে যেতাম। ভাদ্রে তাল কুড়াতে বেশ ভালো লাগত। আর জ্যৈষ্ঠ মাসে রাতে ঘুম হতো না। পাকা আমের স্বাদ জিভে লেগেই থাকত। আর কালবৈশাখী আসত আশীর্বাদ নিয়ে। তখন অন্ধের মতো ছুটতাম আমতলায়। এখন অনেক বড় হয়ে গেছি। বয়সের সাড়্গ্য দিচ্ছে পাকা চুল। একান্তে শুধু মনে বাজে শৈশব স্মৃতি। এখনো শুনতে পাই; সেই দুরšত্ম পদধ্বনি।
ক. কে উপেনকে সপ্তম সুরে গালি দিতে লাগল? ১
খ. রাজার কথা শুনে উপেনের চোখে জল আসে কেন? ২
গ. উদ্দীপকের সঙ্গে দুই বিঘা জমি কবিতার সাদৃশ্য নিরূপণ কর। ৩
ঘ.“উদ্দীপকটি দুই বিঘা জমি কবিতার একটি দিক প্রস্ফুটিত করলেও উভয়ের মধ্যে ভাবগত ভিন্নতা রয়েছে” মন্তব্যটি বিচার কর। ৪
১০নং প্রশ্নের উত্তর
ক. মালি উপেনকে সপ্তম সুরে গালি দিতে লাগল।
খ. রাজার কথা শুনে হৃদয়ের কষ্টে উপেনের চোখে জল আসে।
বহুদিন পর উপেন নিজের চির পরিচিত গ্রামে ফিরে আসে। ক্লান্ত-শ্রান্ত উপেন প্রাচীরঘেঁষা আমগাছটির নিচে বসে পরম শান্তি অনুভব করে। সেখানে বসে বসে ছোটবেলার স্মৃতিচারণ করছিল। এরই মধ্যে বাতাসের ঝাঁপটায় দুটি পাকা আম পড়ে তার কোলের কাছে। আম দুটিকে সে জননীর স্নেহের দান মনে করে গ্রহণ করে। আর তখনই ছুটে আসে মালী। উপেনকে তারা ধরে নিয়ে যায় রাজার কাছে। জমিদার উপেনকে সাধুবেশী চোর বলে আখ্যায়িত করে। তখন এ চরম অপমানের নীরব কষ্টে উপেনের চোখে জল আসে।
গ. উদ্দীপকের দাদু তার বাল্যকালের স্মৃতিচারণ করেছেন, যার সঙ্গে দুই বিঘা জমি কবিতার উপেনের বাল্যকালের সাদৃশ্য রয়েছে।
দুই বিঘা জমি কবিতায় রয়েছে। উপেন প্রায় পনেরো-ষোলো বছর পর যখন তার ভিটায় ফিরে আসল তখন মনের পাতায় বাল্যকালের স্মৃতি ভেসে উঠল। ঝড়ের রাতে উপেনের ঘুম হতো না খুব ভোরে আম কুড়াতো দুহাত ভরে। স্তব্ধ দুপুরে পাঠশালা থেকে উপেন দুরন্তপনা করত। শৈশবের সেসব স্মৃতি আজ মনের পাতায় অক্ষয় হয়ে আছে। কিন্তু সে জীবন উপেন আর কোথাও খুঁজে পাবে না। দুই বিঘা জমি কবিতার এ ভাব উদ্দীপকে লক্ষণীয়।
উদ্দীপকের দাদু বহু আগেই তার শৈশব আর কৈশোরকাল অতিক্রম করেছেন। কিন্তু তার কানে এখনও সেসব দিনের দুরন্ত পদধ্বনি বেজে ওঠে। তিনি বাল্যকালে দলবেঁধে পাঠশালায় যেতেন দুপুরে নদীতে সাঁতার কাটতেন কখনো বা পাঠশালা ফাঁকি দিয়ে আমলকী কুড়াতে যেতেন। জ্যৈষ্ঠ মাসে আমের দিনে দাদুর রাতে ঘুম হতো না। খুব ভোরে আম কুড়াতে যেতেন। দুই বিঘা জমি কবিতায় উপেনের দুঃখ কষ্ট বঞ্চনা ছাড়াও স্মৃতিমধুর ছেলেবেলার বর্ণনা আছে যা পরিণত বয়সী উপেনকে হারানো দিনে ফিরিয়ে নিয়ে যায়। এই স্মৃতিচারণের দিক থেকে কবিতাটির সাথে উদ্দীপকের সাদৃশ্য পরিলক্ষতি হয়।
ঘ. উদ্দীপকটি দুই বিঘা জমি কবিতার একটি দিক প্রস্ফুটিত করলেও উভয়ের মধ্যে ভাবগত ভিন্নতা রয়েছে মন্তেব্যটি যথার্থ।
দুই বিঘা জমি কবিতায় উপেন যখন বাল্যকালের স্মৃতিচারণ করছে, তখন তার জীবন দুর্বিষহ। তার মাত্র দুই বিঘা জমি ছিল। কিন্তু রাজা তা কেড়ে নিয়েছে। ফলে উপেন পথের ভিখারিতে পরিণত হয়েছে। প্রায় পনেরো-ষোলো বছর পর যখন সে পুরনো ভূমিতে পদার্পণ করল, তখন তার চিত্তে বাল্যকালের কথা স্মরণ হওয়ার একমাত্র কারণ হলো বাল্যকালে উপেনের জীবনে প্রাচুর্য ছিল। কিন্তু আজ সে পথের ভিখারি।
উদ্দীপকের দাদু জীবনের শেষপ্রান্তে এসে উপস্থিত হয়েছেন। জীবনের সমস্ত স্মৃতি এখন তার চিত্তে এসে ভিড় জমাচ্ছে। বস্তুত জীবনের দ্বারপ্রান্তে এসে স্মৃতিচারণ সুখের কথাই সাড়্গ্য দেয়। অর্থাৎ অবস্থানগত দিক থেকে তিনি একজন সুখী মানুষ। সাময়িকভাবে বাল্যকালের কথা তার মনে হাহাকার জাগায়। কারণ তিনি সে দুরšত্ম সময় আর কখনই ফিরে পাবেন না। তবুও বাল্যকালের স্মৃতি তাকে যন্ত্রণা দেয় না। মনের মধ্যে ড়্গােভের সঞ্চার করে না।
সুতরাং বলা যায় যে, উদ্দীপকটি দুই বিঘা জমি কবিতার উপেনের বাল্যকালকে প্রস্ফুটিত করলেও উভয়ের মধ্যে ভাবগত ভিন্নতা রয়েছে।
প্রশ্ন-১১ হাশেম মিয়া একজন গরিব কৃষক। প্রতিবেশী করিমের ক্রোধের কবলে পড়ে হাশেম মিয়া জমিজমা হারিয়ে নিঃস্ব হয়ে যায়। ভিটে ছাড়া হয়ে হাশেম মিয়া অসহায়ের মতো পথে পথে ঘুরে বেড়ায়। নিজ ভিটার স্মৃতি তাকে কাতর করে তোলে।
ক. উপেন কাকে ধিক্কার দিয়েছিল? ১
খ. উপেন সাধুবেশ ধারণ করে কেন? ২
গ. উদ্দীপকের হাশেম মিয়া চরিত্রের সাথে দুই বিঘা জমি কবিতার কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? নির্ণয় কর। ৩
ঘ. উদ্দীপকের করিমের আচরণ দুই বিঘা জমি কবিতার আলোকে মূল্যায়ন কর। ৪
প্রশ্ন-১২ “ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি।”
ক. কে জল নিয়ে ঘরে যায়? ১
খ. ছায়াসুনিবিড় শান্তির নীড় ছোটো ছোটো গ্রামগুলি-ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের সাথে দুই বিঘা জমি কবিতার কোন অংশের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকটি দুই বিঘা জমি কবিতার মূলভাবকে স্পর্শ করে না মšত্মব্যটির যথার্থতা নিরূপণ কর। ৪
অনুশীলনের জন্য দক্ষতাস্তরের প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ॥ ১ ॥ রাজার বাগান দিঘে ও প্রস্থে সমান হতে কতটুকু জমির প্রয়োজন?
উত্তর : রাজার বাগান দিঘে ও প্রস্থে সমান হতে দুই বিঘা জমির প্রয়োজন।
প্রশ্ন ॥ ২ ॥ এ জগতে কে বেশি চায়?
উত্তর : যার ভূরি ভূরি আছে, সে এ জগতে বেশি চায়।
প্রশ্ন ॥ ৩ ॥ নিশিদিনে উপেন কিসের কথা ভুলতে পারে না?
উত্তর : নিশিদিনে উপেন দুই বিঘা জমির কথা ভুলতে পারে না।
প্রশ্ন ॥ ৪ ॥ কে উপেনের জীবন জুড়াল?
উত্তর : জননী বঙ্গভূমি উপেনের জীবন জুড়াল।
প্রশ্ন ॥ ৫ ॥ কার জন্য উপেন বিবাগী হয়ে ফিরছিল?
উত্তর : দুই বিঘা জমির জন্য উপেন বিবাগী হয়ে ফিরছিল।
প্রশ্ন ॥ ৬ ॥ ধনীর আদরে কার গরব ধরে না?
উত্তর : ধনীর আদরে দুই বিঘা জমির গরব ধরে না।
প্রশ্ন ॥ ৭ ॥ কীসের তলে বসে উপেনের মনের ব্যথা শাšত্ম হলো?
উত্তর : পরিচিত আমগাছের তলে বসে উপেনের মনের ব্যথা শাšত্ম হলো।
প্রশ্ন ॥ ৮ ॥ উপেন বাবুর কাছে কয়টি আম ভিড়্গা চাইল?
উত্তর : উপেন বাবুর কাছে দুটি আম ভিড়্গা চাইল।
প্রশ্ন ॥ ৯ ॥ কে উপেনকে পাকা চোর বলল?
উত্তর : রাজা বাবু উপেনকে পাকা চোর বলল।
প্রশ্ন ॥ ১০ ॥ উপেনের কথা শুনে রাজা কী করলেন?
উত্তর : উপেনের কথা শুনে জমিদার ক্রুর হাসি হাসলেন।
প্রশ্ন ॥ ১১ ॥ আমগাছের নিচে বসে উপেনের কী মনে পড়ল?
উত্তর : আমগাছের নিচে বসে উপেনের বাল্যকালের কথা মনে পড়ল।
প্রশ্ন ॥ ১২ ॥ মাছ ধরার সময় রাজার সাথে কারা ছিল?
উত্তর : মাছ ধরার সময় রাজার সাথে পারিষদ দল ছিল।
প্রশ্ন ॥ ১৩ ॥ ডিক্রি বলতে কী বোঝায়?
উত্তর : ডিক্রি বলতে আদালতের হুকুম বোঝায় ।
প্রশ্ন ॥ ১৪ ॥ দুই বিঘা জমি কী ধরনের কবিতা?
উত্তর : দুই বিঘা জমি কাহিনী কবিতা।
প্রশ্ন ॥ ১৫ ॥ উপেন নিজ বাড়ির কাছে কেমন অবস্থায় পৌঁছল?
উত্তর : উপেন নিজ বাড়ির কাছে তৃষ্ণার্ত অবস্থায় পৌঁছল।
প্রশ্ন ॥ ১ ॥ উপেন কেন তার ভিটেখানি বিক্রি করতে চায়নি?
উত্তর : ভিটেখানিই উপেনের শেষ সম্বল হওয়ায় সে এটি বিক্রি করতে চায়নি।
উপেন দরিদ্র কৃষক। দুঃখ-দারিদ্র্যই তার জীবনে সাথি। সংসারে অভাব-অনটন লেগে থাকায় বন্ধক দিয়ে এক এক করে সব জমি হারিয়েছে উপেন। অবশিষ্ট ছিল মাত্র দুই বিঘা জমি। এই দুই বিঘা জমির ওপর রাজা বাবুর লোলুপদৃষ্টি পড়ে। জমিদার নিজ বাগানের আয়তন বাড়ানোর জন্য এ জমি দখল করে নিতে চায়। কিন্তু সাত পুরম্নষের স্মৃতিবিজড়িত এ জমিখানিই শেষ সম্বল থাকায় উপেন এটি বিক্রি করতে চায়নি।
প্রশ্ন ॥ ২ ॥ উপেনের ঘরবাড়ি ছেড়ে পথে বের হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উত্তর : রাজা মিথ্যা দেনার খতে উপেনের শেষ সম্বল দুই বিঘা জমি কেড়ে নেয়ার কারণে বাধ্য হয়ে উপেন ঘরবাড়ি ছেড়ে পথে বের হয়।
শখের বাগানকে দৈর্ঘ্যে ও প্রস্থে সমান করার জন্য রাজা উপেনের দুই বিঘা জমি কিনে নিতে চাইল। কিন্তু উপেন জমি বিক্রি করতে রাজি হলো না। কারণ এ জমিতে তার সাত পুরম্নষ বাস করেছে। যা তার কাছে সোনার চেয়েও দামি। কিন্তু রাজা উপেনের নামে মিথ্যা ডিক্রি জারি করল এবং দেনার খতে উপেন তার জমি ছেড়ে দিতে বাধ্য হলো। এ কারণেই উপেন ঘরবাড়ি ছেড়ে বের হলো।
প্রশ্ন ॥ ৩ ॥ ছিলে দেবী, হলে দাসী।- উপেনের একথা বলার কারণ ব্যাখ্যা কর।
উত্তর : ছিলে দেবী, হলে দাসী দুই বিঘা জমিকে কটাক্ষ করে উপেন এ কথা বলেছে।
শিশুকাল থেকেই উপেন দুই বিঘা জমির বুকে মানুষ হয়েছে, জমিটা তার কাছে মায়ের মতো স্নেহময়ী ছিল, দেবীর মতো সম্মানের ছিল। কিন্তু আজ সে জমি কারও মাথা গোঁজার ঠাঁই নয়। রাজার মনোরঞ্জনের ক্ষত্রে। এ কারণেই দুই বিঘা জমিকে কটাক্ষ করে উপেন আলোচ্য কথাটি বলেছে।
প্রশ্ন ॥ ৪ ॥ উপেনের দুই বিঘা জমির স্মৃতি ভুলতে না পারার কারণ ব্যাখ্যা কর।
উত্তর : দুই বিঘা জমির সাথে উপেনের জীবনের অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। এ কারণেই উপেন দুই বিঘা জমির স্মৃতি ভুলতে পারেনি।
দুই বিঘা জমি ছাড়াও উপেনের আরও অনেক জমি ছিল। কিন্তু ঋণের কারণে সবকিছু চলে গেছে। শুধু ঘরভিটাসহ বসতবাড়ির দুই বিঘা জমি উপেন বুক দিয়ে আগলে রেখেছিল। কিন্তু বাবুর লোভ চরিতার্থ করার কারণে উপেনকে সেটুকুও হারাতে হয়েছে। তাই দেশ-বিদেশে ঘুরে অনেক দৃশ্য দেখলেও জন্মস্থানকে সে ভুলতে পারেনি। কারণ সে তার শৈশব, কৈশোর ও যৌবন দুই বিঘা জমিতেই পার করেছে।
১. দুই বিঘা জমি কোন ধরনের কবিতা?
> কাহিনী-কবিতা খ গীতিকবিতা
গ চতুর্দশপদী কবিতা ঘ স্বদেশপ্রেমের কবিতা
২. সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিকো ঘুমÑ পঙ্ক্তিটিতে যে ভাব প্রকাশ পেয়েছে তা হলোÑ
র. স্মৃতিকাতরতা রর. স্পর্শকাতরতা
ররর. অনুদারতা
নিচের কোনটি সঠিক?
ক র > র ও রর গ র ও ররর ঘ রর ও ররর
৩. বাবু সাহেবের সম্পত্তি-আকাক্সড়্গা ফুটে উঠেছে যে চরণেÑ
র. বাবু কহিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে
রর. পেলে দুই বিঘে, প্রস্থ ও দিঘে সমান হইবে টানা
ররর. এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি
নিচের কোনটি সঠিক?
ক র > র ও রর গ র ও ররর ঘ রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
এক যুগ আগে আমেরিকায় গিয়ে প্রচুর বিত্ত-বৈভবের মালিক হয়েছেন শামিম সাহেব। কিন্তু তারপরও তার মনে সুখ নেই। সেখানকার পরিবেশ, প্রকৃতি, মানুষজন কোনোকিছুই তাকে আকৃষ্ট করে না। সারাক্ষণ মনটা পড়ে থাকে আঁকাবাঁকা মেঠো পথের ধারের কুঁড়েঘরে, যেখানে কেটেছে তার শৈশব, কৈশোরের সোনালি সময়।
৪. উদ্দীপকে শামিম সাহেবের মানসিকতায় দুই বিঘা জমি কবিতার কোন অনুভূতি প্রকাশ পেয়েছে?
> স্বদেশপ্রীতি খ প্রকৃতিপ্রীতি
গ স্বাজাত্যপ্রীতি ঘ মর্ত্যপ্রীতি
৫. উক্ত অনুভূতি ফুটে উঠেছে নিচের কোন চরণে?
ক চেয়ে দেখো মোর আছে বড়-জোর মরিবার মতো ঠাঁই
খ কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য
গ কল্যাণময়ী ছিলে তুমি অয়ি ড়্গুধাহরা সুধারাশি
> তবু নিশিদিনে ভুলিতে পারিনে, সেই দুই বিঘা জমি
৬. দুই বিঘা জমি কবিতায় ধাম বলতে কবি কী বুঝিয়েছেন?
> তীর্থস্থান খ পাত্র বিশেষ
গ আনন্দ ঘ জমি
৭. মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিকো ঘুমÑপঙ্ক্তিতে প্রকাশ পেয়েছেÑ
ক স্পর্শকাতরতা > স্মৃতিকাতরতা
গ আকুতি ঘ হতাশা
৮. ছিলে দেবী হলে দাসী। কবি এখানে জন্মভূমিকে কী হারানোর কথা বুঝিয়েছেন?
ক স্বাধীনতা > সৌন্দর্য গ ক্ষমতা ঘ ঐশ্বর্য
৯. গ্রামগুলিকে শান্তির নীড় বলা হয়েছে কেন?
ক সমৃদ্ধির জন্য
> প্রকৃতির জন্য
গ স্বয়ংসম্পূর্ণতার জন্য
ঘ আনন্দের জন্য
১০. উপেনে জন্মভূমিকে কী বলে ধিক্কার দিয়েছে?
ক নিলাজ জননী > নিলাজ কুলটা
গ নিলাজ দাসী ঘ দাসী জননী
১১. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?
ক ১৯১২ > ১৯১৩ গ ১৯১৪ ঘ ১৯১৫
১২. রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে ছিলেনÑ
র. কবি ও দার্শনিক
রর. গীতিকার, সুরকার ও শিড়্গাবিদ
ররর. চিত্রশিল্পী, নাটকের প্রযোজক ও অভিনেতা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর > র, রর ও ররর
১৩. আঁখি করি লালÑলাল আঁখি কীসের প্রতীক?
ক ঘৃণার খ শোকের > রাগের ঘ দুঃখের
১৪. দুই বিঘা জমি কবিতায় উপস্থাপিত হয়েছেÑ
ক লোভের পরিণতি
খ গরিব মানুষের পরিচয়
গ লুটেরাদের ভোগলালসা
> মানুষের অসহায়ত্ব
১৫. সপ্তম সুর বলতে কী বোঝানো হয়েছে?
ক কোমল সুর > কর্কশ সুর গ উঁচু গলা ঘ নিচু গলা
১৬. দুই বিঘা জমি কবিতায় সপ্তম সুরে কথাটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে?
ক জন্মভূমির বন্দনা খ রাজার কাছে প্রার্থনা
গ উপেনের স্মৃতিকাতরতা > কটু কথা বলা
১৭. জমিদার কীভাবে উপেনের জমি দখল করে নেয়?
ক অনুগত বাহিনী দিয়ে খ ভয়ভীতি দেখিয়ে
গ পরিষদ দিয়ে > মিথ্যে মামলা দিয়ে
১৮. সহসা শ্বাস ফেলে গেল কে?
> বাতাস খ ঝড় গ ফল ঘ শাখা
১৯. দুই বিঘা জমি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
ক মানসী খ গীতাঞ্জলি গ সোনারতরী > কথা ও কাহিনী
ক প্রভাত সংগীত খ চৈতালি
গ সোনার তরী > গীতাঞ্জলি
২০. রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দের কত তারিখে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
ক ১২৫৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ > ১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ
গ ১২৭৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ ঘ ১২৯৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ
২১. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন? (জ্ঞান)
> ১৯৪১ খ ১৯৪২ গ ১৯৪৫ ঘ ১৯৫০
২২. বাংলা কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন? (জ্ঞান)
ক ২০শে বৈশাখ > ২২শে শ্রাবণ
গ ২৩শে ভাদ্র ঘ ২৩শে শ্রাবণ
২৩. রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন? (জ্ঞান)
ক ১৩১২ খ ১৩২০ গ ১৩৩৫ > ১৩৪৮
২৪. রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় মৃত্যুবরণ করেন? (জ্ঞান)
ক ঢাকায় > কলকাতায় গ লন্ডনে ঘ সুইজারল্যান্ডে
২৫. রবীন্দ্রনাথ ঠাকুর কত তারিখে মৃত্যুবরণ করেন? (জ্ঞান)
> ৭ই আগস্ট খ ১৪ই আগস্ট
গ ৭ই মে ঘ ১৪ই মে
মূলপাঠ
২৬. ভুঁই শব্দটি দুই বিঘা জমি কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে? (জ্ঞান)
> জমি খ কপাল গ পাহাড় ঘ ভ-
২৭. দুই বিঘা জমি কবিতায় ভূমিহীন প্রজা কে? (জ্ঞান)
ক মালি খ কিশোর > উপেন ঘ গোপাল
২৮. দুই বিঘা জমি কবিতায় উপেনের জমি কে কিনে নিতে চায়? (জ্ঞান)
> রাজা খ উপেন গ প্রজা ঘ কবি
২৯. দুই বিঘা জমি কবিতায় কোন মাসের উলেস্নখ আছে? (জ্ঞান)
ক বৈশাখ > জ্যৈষ্ঠ গ আষাঢ় ঘ শ্রাবণ
৩০. উপেন ছোটবেলায় কোথা থেকে পালাত? (জ্ঞান)
ক গ্রাম থেকে খ স্কুল থেকে গ বাড়ি থেকে > পাঠশালা থেকে
৩১. দুই বিঘা জমি কবিতায় যমদূত বলতে কাকে বোঝানো হয়েছে? (জ্ঞান)
ক উপেন খ প্রজা > মালি ঘ রাজা
৩২. উপেন কয় মাস পরে ভিটেমাটি ছেড়ে পথে বাহির হলো? (জ্ঞান)
ক এক > দেড় গ দুই ঘ আড়াই
৩৩. কোনটির পরিবর্তে ভগবান উপেনকে বিশ্বনিখিল লিখে দিয়েছিল? (জ্ঞান)
> দুই বিঘা জমির পরিবর্তে খ আমগাছের পরিবর্তে
গ অর্থের পরিবর্তে ঘ বাগানের পরিবর্তে
৩৪. উপেন কী বেশে দেশে দেশে ঘুরে বেড়ায়? (জ্ঞান)
> সন্ন্যাসী খ কুলি গ ভিখারি ঘ মজুর
৩৫. দুই বিঘা জমি কবিতায় কবি কোনটিকে রাখালের খেলাঘর হিসেবে উলেস্নখ করেন? (জ্ঞান)
ক পাকা ধানের ক্ষতেকে খ সবুজে ঘেরা মাঠকে
গ পলস্নবঘন গ্রামগুলোকে > পলস্নবঘন আম্রকাননকে
৩৬. দুই বিঘা জমি কবিতায় কারা জল নিয়ে ঘরে যায়? (জ্ঞান)
ক বঙ্গের ললনারা খ বঙ্গের কিশোরীরা
> বঙ্গের বধূরা ঘ বঙ্গের যুবতীরা
৩৭. উপেন কোন সময় নিজ গ্রামে এসে পৌঁছল? (জ্ঞান)
> দ্বিতীয় প্রহরে খ ভোরে গ সন্ধ্যায় ঘ রাতে
৩৮. দুই বিঘা জমি কবিতায় কাকে রাক্ষসী বলে উলেস্নখ করা হয়েছে? (জ্ঞান)
> দুই বিঘা জমিকে খ আম্রকাননকে
গ নদীকে ঘ সুশোভিত ফুলকে
৩৯. দুই বিঘা জমি কবিতায় প্রাচীরের কাছে কী ছিল? (জ্ঞান)
ক ঘর খ শিউলি গাছ > আমগাছ ঘ পাঠশালা
৪০. ছোটবেলায় উপেন খুব ভোরবেলা কী কুড়াতে ছুটে যেত? (জ্ঞান)
ক জাম > আম গ শিউলি ঘ বকুল
৪১. বাবু পারিষদ দলকে সঙ্গে নিয়ে কী করছিলেন? (জ্ঞান)
ক গণনা করছিলেন খ মিটিং করছিলেন
গ উন্নয়ন কাজ করছিলেন > মাছ ধরছিলেন
৪২. বাবু উপেনের দুই বিঘা জমি কিনতে চেয়েছিল কেন? (অনুধাবন)
> বাগানের দৈর্ঘ্য প্রস্থে সমতা আনার জন্য খ বাড়ি বানানোর জন্য
গ পুকুর কাটার জন্য ঘ চাষ করার জন্য
৪৩. ভূস্বামী বলতে কাকে বোঝানো হয়েছে? (অনুধাবন)
> রাজাকে খ প্রজাকে গ উপেনকে ঘ মালিকে
৪৪. উপেনের মনের ব্যথা শাšত্ম হলো কেন? (অনুধাবন)
ক দুই বিঘা জমি দেখে খ বহু পুরনো ভিটা দেখে
> পুরনো আমগাছ দেখে ঘ নিজ গ্রাম দেখে
৪৫. দৈন্যের দায়ে বেচিব সে মায়ে এখানে মা বলতে কাকে বোঝানো হয়েছে? (অনুধাবন)
ক উপেনের মা খ রাজার মা
গ ফুলবাগান > উপেনের ভিটে
৪৬. যত হাসো আজ যত করো সাজ ছিলে দেবী-এখানে দেবী কে? (অনুধাবন)
> উপেনের ভিটের জমি খ রানি
গ উপেনের মা ঘ মালিনী
৪৭. এই ছিল মোর ঘটে-এখানে ঘটে বলতে কবি কী বুঝিয়েছেন? (অনুধাবন)
ক মাথা > ভাগ্য গ মগজ ঘ চুল
৪৮. মরিবার মতো ঠাঁই বলতে কবি কী বুঝিয়েছেন? (অনুধাবন)
> নিজের শেষ অবস্থা খ মরার স্থান
গ দয়া ঘ বিস্তর জায়গা
৪৯. দুই বিঘা জমি কবিতায় জমিদার বাবুর অনেক জমি থাকার পরও উপেনের জমি কিনে নেয়। এ
আচরণ দ্বারা তার চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়? (উচ্চতর দক্ষতা)
> স্বার্থপরতা খ ভালোবাসা গ উদারতা ঘ কঠোরতা
৫০. রতন দরিদ্র হয়েও তার পূর্বপুরুষের লাগানো পুরনো গাছ বিক্রি করতে চায় না। তার সঙ্গে দুই
বিঘা জমি কবিতার কার মানসিকতা সাদৃশ্যপূর্ণ? (প্রয়োগ)
> উপেনের খ মালির গ গ্রামের রাখালের ঘ রাজার
৫১. নমঃ নমঃ নমঃ সুন্দরী মম জননী জন্মভূমি-এ কথাটির মাধ্যমে উপেনের মনের কোন
বহিঃপ্রকাশ ঘটে? (উচ্চতর দক্ষতা)
ক জন্মভূমির প্রতি গভীর কর্তব্যবোধ
খ জন্মভূমির প্রতি গভীর আক্ষপে
গ জন্মভূমির প্রতি গভীর অনুরাগ
> জন্মভূমির প্রতি গভীর শ্রদ্ধা
৫২. উপেন তার নিজ ভূমিকে নিলাজ, কুলটা বলে সম্বোধন করে। এর মাধ্যমে তার কোন ভাবের
বহিঃপ্রকাশ ঘটে? (উচ্চতর দক্ষতা)
> ক্ষোভে খ বিরহ গ দাম্ভিকতা ঘ তেজ
৫৩. দরিদ্র কৃষক কাদির শেখের অনেক জমিজমা, পুকুর, গাছপালা ছিল। কিন্তু গ্রাম্য মাতব্বর সবকিছু জাল করে নিয়ে তাকে পথে বসিয়েছে। উদ্দীপকের বিষয়টি তোমার পঠিত কোন কবিতায় প্রতিফলিত হয়েছে? (প্রয়োগ)
ক বঙ্গভূমির প্রতি > দুই বিঘা জমি
গ মানবধর্ম ঘ জাগো তবে অরণ্য কন্যারা
৫৪. হাবিবদের গ্রামে যে চেয়ারম্যান আছে তার সম্পত্তির অভাব নেই। তবুও সে মানুষের সম্পত্তি গ্রাস করার চেষ্টায় লিপ্ত।-উদ্দীপকের চেয়ারম্যানের সঙ্গে দুই বিঘা জমি কবিতার কোন ব্যক্তির সাদৃশ্য আছে? (প্রয়োগ)
> জমিদার বাবুর খ উপেনের
গ চাকরের ঘ মালির
৫৫. মালেক গত দুই মাস আগে বিদেশে গেছে। কিন্তু জন্মভূমির মায়ায় সে বিদেশে থাকতে না পেরে পুনরায় দেশে ফিরে এলো। তার সাথে দুই বিঘা জমি কবিতার কার মিল পাওয়া যায়? (প্রয়োগ)
ক বাবুর > উপেনের
গ মালির ঘ পারিষদের
৫৬. উপেন চরিত্রটিকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কিসের প্রতীকী রূপ হিসেবে অঙ্কিত করেছেন? (উচ্চতর দক্ষতা)
ক গ্রামের দুই বিঘা জমির মালিক হিসেবে
> নির্যাতিত মানুষের প্রতীক হিসেবে
গ সাধারণ দানকারী হিসেবে
ঘ দুর্বল চিত্তের মানুষ হিসেবে
৫৭. দুই বিঘা জমি কবিতায় আমগাছ কীসের প্রতীক? (উচ্চতর দক্ষতা)
ক শান্তির খ অস্তিত্বের গ প্রতিবাদের > স্মৃতির
৫৮. দুই বিঘা জমি কবিতায় কবি মূলত কোন বিষয়টি উপস্থাপনের চেষ্টা করেছেন? (উচ্চতর দক্ষতা)
ক মানুষের ইচ্ছার কাছে নতি স্বীকার
> বিত্তবানদের বিলাসিতার জন্য দরিদ্রের অস্তিত্ব বিলীন হওয়া
গ স্বদেশকে ছেড়ে থাকার ব্যাকুলতা
ঘ স্বদেশ থেকে বিতাড়িত হওয়ার পর জন্মানো ভালোবাসা
৫৯. “প্রাচীরের কাছে এখনো যে আছে, সেই আমগাছ, এ কী!”-বাক্যটিতে মূলত কবি কোন ভাবের
অবতারণা করেছেন? (উচ্চতর দক্ষতা)
ক আমগাছের সাথে ছেলেবেলার স্মৃতি
খ স্মৃতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি
গ নতুনভাবে বাঁচার স্বপ্ন
> হাজারো হতাশার মধ্যে একটি আশার আলো
৬০. দুই বিঘা জমি কবিতায় কবি বাবু চরিত্রকে নির্মাণ করেছেন কোন আঙ্গিকে? (উচ্চতর
দক্ষতা)
> শোষকের প্রতীক খ নির্যাতনের প্রতীক
গ মানুষের অসহায়তার প্রতীক ঘ মানুষের সরলতার সুযোগ সন্ধানী
৬১. শুধু বিঘে দুই বলে কবি মূলত কী নির্দেশ করেছেন? (অনুধাবন)
ক দুই বিঘা জমি খ ছন্দের মিল
> ভূমির স্বল্পতা ঘ ভূমির আধিক্য
৬২. কাঙালের ধন কে চুরি করে? (জ্ঞান)
ক প্রজা > রাজার হস্ত গ ধনী ঘ গরিব
শব্দার্থ ও টীকা
৬৩. পাণি শব্দের অর্থ কী? (জ্ঞান)
ক কপাল খ পা > হাত ঘ কান
৬৪. ক্রুর শব্দের অর্থ কী? (জ্ঞান)
ক জলস্নাদ > নিষ্ঠুর গ সাহসী ঘ কসাই
৬৫. সমীর শব্দের অর্থ কী? (জ্ঞান)
ক প্রচুর খ পর্বত গ কপাল > বাতাস
৬৬. সাত পুরম্নষ বলতে কী বোঝায়? (অনুধাবন)
> পূর্ববর্তী সাত বংশধর খ পরবর্তী সাত বংশধর
গ পূর্ববর্তী চৌদ্দ বংশধর ঘ পরবর্তী চৌদ্দ বংশধর
পাঠ-পরিচিতি
৬৭. দুই বিঘা জমি কবিতাটির কবি কে? (জ্ঞান)
ক মাইকেল মধুসূদন দত্ত খ আহসান হাবিব
> রবীন্দ্রনাথ ঠাকুর ঘ সুকাšত্ম ভট্টাচার্য
৬৮. উপেনের সর্বশেষ সম্বল কয় বিঘা জমি ছিল? (জ্ঞান)
ক তিন বিঘা খ এক বিঘা গ চার বিঘা > দুই বিঘা
৬৯. পাকা আম দুটি দেখে উপেনের মনে কার স্নেহের দানের কথা মনে পড়ল? (জ্ঞান)
> মায়ের খ বাগান মালিকের গ পিতার ঘ ভ্রাতার
৭০. আম চুরির অপরাধে কে উপেনকে ধরে নিয়ে গেল? (জ্ঞান)
> মালি খ মা গ জমিদার ঘ গ্রামের ছেলেরা
৭১. উপেন বাবুর কাছে দুটি আম চাইলে বাবু তাকে কী বললেন? (জ্ঞান)
ক সাধুবেশে অলক্ষ্মী খ সাধুবেশে ভিখারি
> সাধুবেশে পাকা চোর ঘ সাধুবেশে লোভী
৭২. উপেন দুই বিঘা জমি বেচতে অস্বীকৃতি জানায় কেন? (অনুধাবন)
ক মায়ের কেনা জমি বলে > সাত পুরম্নষের আবাসস্থান বলে
গ ফসল অধিক হয় বলে ঘ কৈশোরের স্মৃতিবিজড়িত বলে
৭৩. আমগাছের প্রকৃত মালিক উপেন হওয়া সত্ত্বেও জমিদার তাকে দুটি আমের জন্য সাধুবেশে চোর বলে সম্বোধন করে। জমিদারের এ আচরণের মাধ্যমে তার কোন চারিত্রিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটে? (উচ্চতর দক্ষতা)
> স্বার্থপরতা খ দায়িত্বশীলতা
গ কঠোরতা ঘ অসহনশীলতা
৭৪. দুই বিঘা জমি কবিতার মূল বিষয় কী? (উচ্চতর দক্ষতা)
> প্রভাবশালী ব্যক্তিদের আগ্রাসন খ মানুষের অসহায়তা
গ দরিদ্র মানুষের স্বরূপ উন্মোচন ঘ দেশের প্রতি ভালোবাসা
৭৫. উপেনের অপারগতা দেখে রাজার ক্রুর হাসি হাসা প্রকৃতপড়্গে কীসের প্রতীক? (উচ্চতর দক্ষতা)
> সর্বনাশ করার ইঙ্গিত খ সম্পর্ক স্থাপনের ইশারা
গ আšত্মরিকতার বহিঃপ্রকাশ ঘ মেনে নেওয়ার চিহ্ন
৭৬. দুই বিঘা জমি কবিতার শিক্ষণীয় বিষয় কী? (উচ্চতর দক্ষতা)
> গরিবদের প্রতি সহানুভূতিশীলতা সৃষ্টি
খ প্রকৃতির প্রতি মমতা সৃষ্টি
গ দেশমাতৃকার প্রতি গভীর অনুরাগ সৃষ্টি
ঘ অন্যায়ের প্রতিবাদের প্রকাশ
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
কবি–পরিচিতি
৭৭. রবীন্দ্রনাথ ঠাকুর (অনুধাবন)
র. বিশ্বকবি রর. বিশ্বনন্দিত কবি
ররর. দরিদ্রের কবি
নিচের কোনটি সঠিক?
> র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৭৮. সাহিত্যের যে শাখায় রবীন্দ্রনাথ ঠাকুর অসামান্য দক্ষতার পরিচয় দিয়েছেন (অনুধাবন)
র. কবিতা, সংগীত রর. উপন্যাস, নাটক
ররর. প্রবন্ধ, ভ্রমণকাহিনী
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর > র, রর ও ররর
৭৯. রবীন্দ্রনাথ ঠাকুর একজন (অনুধাবন)
র. দার্শনিক রর. চিত্রশিল্পী ররর. সুরকার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর > র, রর ও ররর
মূলপাঠ
৮০. উপেনের দুই বিঘা জমি হাতছাড়া হলো- (অনুধাবন)
র. মিথ্যা দেনার জন্য রর. দরিদ্রতার জন্য
ররর. আদালতের নির্দেশনার জন্য
নিচের কোনটি সঠিক?
ক র ও রর > র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৮১. উপেন সাধুবেশে গ্রাম-গ্রামাšত্মরে ঘুরে বেড়ায় যে কারণেÑ (অনুধাবন)
র. শেষ সম্বল চলে গেছে বলে রর. ভিটেছাড়া হয়েছে বলে
ররর. অসুস্থতার কারণে
নিচের কোনটি সঠিক?
> র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৮২. উপেনের চোখে নিজের জমিকে নিলাজ কুলটা মনে হলোÑ (উচ্চতর দক্ষতা)
র. নির্দিষ্ট করে কারও কাছে থাকে না বলে
রর. যখন যার হয় তার জন্য কাজ করে বলে
ররর. জমি বিলাস বেশ ধরেছে বলে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর > রর ও ররর ঘ র, রর ও ররর
৮৩. উপেন তার ভূমিকে রাক্ষসী বলেছে যে কারণেÑ (উচ্চতর দক্ষতা)
র. তার সুখ শান্তি কেড়ে নেয়ার কারণে
রর. অতীতের স্মৃতিচিহ্ন মুছে ফেলার কারণে
ররর. গ্রামের সবকিছু বিনাশ করার কারণে
নিচের কোনটি সঠিক?
> র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৮৪. নিচের যে বিষয় দুই বিঘা জমি কবিতার সাথে বৈসাদৃশ্য (প্রয়োগ)
র. ধনী-গরিবের মাঝে সুসম্পর্ক
রর. জমিদার কর্তৃক প্রজাদের ওপর অহেতুক অবিচার
ররর. বিত্তবান প্রতাপশালীদের উদারতা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর > র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
শব্দার্থ ও টীকা
৮৫. নমঃ নমঃ নমঃ বলতে দুই বিঘা জমি কবিতায় বোঝানো হয়েছে (অনুধাবন)
র. নমস্কার রর. বন্দনাজ্ঞাপক অভিব্যক্তি বিশেষ
ররর. গভীর মমতা
নিচের কোনটি সঠিক?
> র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৮৬. পারিষদ বলতে বোঝায় (অনুধাবন)
র. মোসাহেব রর. পার্শ্বচর ররর. গোয়েন্দা
নিচের কোনটি সঠিক?
> র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
পাঠ–পরিচিতি
৮৭. দুই বিঘা জমি কবিতা পাঠ করে শিড়্গার্থীরা (উচ্চতর দক্ষতা)
র. শোষক শ্রেণির নিষ্ঠুর শোষণ সম্পর্কে জানবে
রর. গরিবদের দুর্দশা সম্পর্কে জানবে
ররর. গরিবদের প্রতি সহানুভূতিশীল হবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর > র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৮৯ ও ৯০নং প্রশ্নের উত্তর দাও :
ওসমান উত্তর দেয় আমি বোলে টাকা নিছিলাম পাঁচশ। নবুখাঁ বলে ও তুমিও টিপ দিছিলা কাগজে? হ ভাই, কেমন কইর্যা যে কলমের খোঁচায় কী লেইখ্যা থুইছিল।
৮৮. উদ্দীপকের চরিত্রের সাথে দুই বিঘা জমি কবিতায় উপেনের সাদৃশ্য পাওয়া যায় কোন দিক থেকে? (প্রয়োগ)
> অসহায়ত্ব খ দৈন্যতা গ প্রতিবাদ ঘ সক্ষমতা
৮৯. উক্ত দিকটির বহিঃপ্রকাশ ঘটে কোন চরণে? (উচ্চতর দক্ষতা)
র. ভিটেমাটি ছেড়ে বাহির হইনু পথে
রর. করিল ডিক্রি, সকলি বিক্রি মিথ্যা দেনার খতে
ররর. সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে
নিচের কোনটি সঠিক?
> র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৯১ ও ৯২নং প্রশ্নের উত্তর দাও :
রহিম সাহেব সাত বছর ধরে বিদেশে আছেন। কিন্তু তাঁর মন পড়ে থাকে বাংলাদেশে। তিনি সুযোগ পেলেই ফিরে আসেন তার পাড়াগাঁয়ে।
৯০. রহিম চরিত্রটি দুই বিঘা জমি কবিতার যে চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ (প্রয়োগ)
> উপেনের খ মালির গ বাবুর ঘ পারিষদবর্গের
৯১. উক্ত সাদৃশ্যের কারণ (উচ্চতর দক্ষতা)
র. জন্মভূমির প্রতি ভালোবাসা
রর. জন্মভূমির প্রতি শ্রদ্ধা
ররর. বিদেশের কষ্ট
নিচের কোনটি সঠিক?
> র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৯৩ ও ৯৪নং প্রশ্নের উত্তর দাও :
জয়নগর এলাকার চেয়ারম্যান প্রধান শিক্ষক ওমর আলীকে স্কুল ত্যাগ করে অন্যত্র যেতে বললেন। কারণ সেখানে চেয়ারম্যানের ভাইকে নিয়োগের প্রক্রিয়া চলছে। প্রধান শিক্ষক এ প্র¯ত্মাবে রাজি না হলে স্কুলের জন্য বরাদ্দ অর্থ আত¥সাতের মিথ্যা অভিযোগে তার চাকরিটি চিরদিনের জন্য শেষ করে দিলেন চেয়ারম্যান।
৯২. চেয়ারম্যান দুই বিঘা জমি কবিতার কোন চরিত্রের প্রতিভূ? (অনুধাবন)
ক উপেন > রাজা গ মালি ঘ পারিষদবর্গ
৯৩. চেয়ারম্যানের সাথে উক্ত চরিত্রটি যে মানদ-ে সাদৃশ্যপূর্ণ (উচ্চতর দক্ষতা)
র. শোষকের দৃষ্টান্ত স্থাপন করায় রর. অন্যায়ভাবে স্বার্থ হাসিল করায়
ররর. অপূর্ব ভ্রাতৃপ্রেম থাকায়
নিচের কোনটি সঠিক?
> র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
WordsMeaningsSynonyms antonymsouterবাইরেরoutmostinnerproletarianদরিদ্র/সর্বহারাWorking-classmorallaunchশুরু করাIntroductionwithdrawpreparingপ্রস্তুতিGet-readydoubtfaultlesslyনির্দোষভাবেabsolutelyfaultynauseaবমিবমিভাবvomitingheadachediscomfortঅসস্তিupsetcomfortmaintainedবজায় করাsustainuselessLaterকরেnextearlierdynamicগতিশীলAggressivestaticplanপরিকল্পনাproposaldisorderaimলক্ষGoalaimlessdirectionনিদ্ধেশনাInstructionnoticeprofessionপেশাJobjoblesssuitsআকারFormnothingaptitudeযোগ্যতাAttitudedislikevaryপরিবর্তীতVariousfixeducatedশিক্ষিতLearneduneducatedcitizenনাগরিকnativeforeignervirtueপূর্ণgoodnessevilA lotঅনেকhugelittlecourteousবিনয়ীpoliterudediscourtesyঅবিনয়ীrudenesscourteouswinজয় করাgainloseenemyশত্রুfoefriendensureনিশ্চিত করাconfirmcancelangerরাগtempercalmnessremoveঅপসারণcancelputcordialityসোহার্দrudenessdiscordialitydifferentভিন্নDissimilarsameseeksঅনুসন্ধানPursuefindeagerআগ্রহীinterestdisinterestedobservationপর্যবেক্ষণExaminationneglectmereএকমাত্রImmenseabnormalalertসতর্কWatchfulunawarelatentসুপ্তOpenrealizedinstructorsপ্রশিকক্ষকteacherstudentguideগাইডmentormisguidewayপথ/উপায়Pathpartfascinatingচমৎকারexcellentunattractiveinterestআগ্রহীeagerdisregardimpatientঅধৈয্যIntolerancepatientillogicalঅযোক্তিকunethicalLogicalindifferentউদাসীনUninteresteddifferentethicallyনৈথিকভাবেlawfullyUnethicalGood-lookingচমৎকারAttractiveUnattractiveDarkঅন্ধকারBlackbrightFlawlessস্থিরperfectflawedShinyউজ্জল্যbrightdarkSlenderসরুthinfatGracefulকরুনাময়elegantungracefulStylishlyআড়ম্বরপূর্ণভাবেattractivesimplyAppreciatesপ্রশংসা করেpriesCriticizeNoticeলক্ষ করেadvertisementoverlookAmbitionউচ্ছাকাঙকাAim/desirelazinessRequireপ্রয়োজনneedanswerProficiencyদক্ষতাskilledincompetenceWonderআশ্চয্যSurprisedisinterestTestedপরীক্ষীতverifiednewEquallyসমানভাবেsimilarlyUnequallyDisappointingহতাশাজনকInceptingappointingPresumablyসম্ভবতdoubtlesslyimprobableQualifyযোগ্যতাcertifyDisqualifywrongভুলmistakewriteIdealআদর্শModelbadMasterদক্ষTeacherStudentMakesতৈরীcreateBreak/destroyMethodপদ্ধতিSystemdifferenceConvincingবিশ্বাসীsatisfactoryUnconvincingPraisesপ্রশাংসা করেhurrahCriticizeMistakeভুলErrorsagacityAngryরাগevilcalmSimpleসাধারণgeneralComplexmoralনৈতিকethicalamoralAcceptedগৃহিতreceivedrejectedSincerityআন্তরিকতাGood-willinsincerityResponsibilityদায়িত্বdutiesdepartureComplexityজটিলতাcomplicationSimplicityEnvyহিংসাlastedpraiseVicesমন্দevilVirtueImpactsপ্রভাবeffectfailsAwarenessসতর্কতাalertnessunawarenessOut-comeবাহিরের দিকresultcauseimportanceগুর্ত্বপূর্ণsignificanceinsignificanceFriendবন্দুenemyfoeNeedপ্রয়োজনcommitment/necessaryavoidSympathyসহানুভুতিkindnessrudenessProveপ্রমানconfirmdisproveFalseমিথ্যাwrongtrueHarmক্ষতিকরlosshelpLaughহাসাburstcryPleasureআনন্দhappinesssadnessBringআনাcarryleaveideaধারণাconceptnothingAllowঅনুমতিpermitdenyFreedomস্বাধীনতাindependencebondageOpinionমতামতviewawarenessFairমেলাcleanunfairEqualসমানbalancedunequalDivisionবিভাগdistributionunionElectনির্বাচন করাvoterefuseSystemনিয়ম-নীতিprocesspartTreatmentচিকিৎশা করাcuringhurtFacilityসুবিধাadvantagepainNeverকখন নয়NotingAlwaysWeakerদুর্বলrottenstrongerDiscourageনিরুৎসাহিতdroopEncourageFrustratingহতাশাজনকBuffaloingsatisfyingInterestআগ্রহীeagernessdiscourageAbilityসক্ষমতাCapabilityinabilityDreamস্বপ্নfancyfactBestসবচেয়ে ভালfinestworstSuccessসফলতাachievementfailureachieveঅর্জন…
আপনি যদি ইন্টারনেটে চাকরির সন্ধান করছেন এবং আপনি এটি সম্পর্কে জানতে চান তবে আপনি সঠিক…
Model Question 1 Part-I : Marks 60 1. Read the passage and answer the questions…
পঞ্চম অধ্যায় দেবদেবী ও পূজা এ অধ্যায়ে আমরা পূজা, পুরোহিতের ধারণা ও যোগ্যতা, দেবী দুর্গা,…
চতুর্থ অধ্যার হিন্দুধর্মে সংস্কার আমাদের এই পার্থিব জীবনকে সুন্দর ও কল্যাণময় করে গড়ে তোলার লড়্গ্েয…
তৃতীয় অধ্যায় ধর্মীয় আচার-অনুষ্ঠান আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করার জন্য যেসব আচার-আচরণ চর্চিত হয়…
This website uses cookies.