BCS Question Bank

31st BCS Preliminary Exam Question and Solution

৩১তম বিসিএস পরিক্ষা- প্রিলিমিনারি প্রশ্ন

বাংলা গদ্যের জনক কে?

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(খ) বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়

(গ) উইলিয়াম কেরী

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ ক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

আনন্দমঠউপন্যাসের লেখক কে?

(ক) উইলিয়াম কেরী

(খ) বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) শরৎচন্দ্র চট্রোপাধ্যায়

উত্তরঃ খ। বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়

বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

(ক) অগ্নিবীণা

(খ) বিষের বাঁশী

(গ) ভাঙ্গার গান

(ঘ) প্রলয় শিখা

উত্তরঃ ক। অগ্নিবীণা

তাম্বুলখানা গ্রামে কোন কবি জন্ম গ্রহন করেন?

(ক) ফররুখ আহমেদ

(খ) আবুল হাসান

(গ) জসীম উদদীন

(ঘ) শহীদ কাদরী

উত্তরঃ গ। জসীম উদদীন

ছিন্নপত্র অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা?

(ক) কাদম্বরী দেবী

(খ) মৃণালিনী দেবী

(গ) মৈত্রেয়ী দেবী

(ঘ) ইন্দিরা দেবী

উত্তরঃ ঘ। ইন্দিরা দেবী

মাইকেল মধুসূদন দত্তেরবীরাঙ্গনা কাব্যকোন ধরনের কাব্য?

(ক) সনেট

(খ) পত্রকাব্য

(গ) মহাকাব্য

(ঘ) গীতিকাব্য

উত্তরঃ খ। পত্রকাব্য

।  আলাওলেরতোহফাকোন ধরনের কাব্য ?

(ক) আত্মজীবনী

(খ) নীতিকাব্য

(গ) প্রনয় কাব্য

(ঘ) জঙ্গনামা

উত্তরঃ খ। নীতিকাব্য

উজবুকশব্দটি কন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?

(ক) তুর্কি

(খ) পর্তুগিজ

(গ) আরবি

(ঘ) ফার্সি

উত্তরঃ ক। তুর্কি

সমাসবদ্ধ শব্দআনতকন সমাসের উদাহরণ?

(ক) বহুব্রীহি

(খ) কর্মধারয়

(গ) সুপসুপা

(ঘ) অব্যয়ীভাব

উত্তরঃ ঘ। অব্যয়ীভাব

১০অশোক সৈয়দ কার ছদ্ম নাম?

(ক) সৈয়দ আজিজুল হক

(খ) আবু সয়ীদ আইয়ুব

(গ) আবদুল মান্নান সৈয়দ

(ঘ) সৈয়দ শামসুল হক

উত্তরঃ গ। আবদুল মান্নান সৈয়দ

১১সন্ধিসাধিত শব্দপরস্পরকোন ধরনের সন্ধির দৃষ্টান্ত?

(ক) স্বরধ্বনি

(খ) নিপাতনে সিদ্ধ

(গ) ব্যাঞ্জন ধ্বনি

(ঘ) বিসর্গ সন্ধি

উত্তরঃ খ। নিপাতনে সিদ্ধ

১২অদিতিশব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

(ক) পৃথী

(খ) অবনী

(গ) ক্ষিতি

(ঘ) নীর

উত্তরঃ ঘ। নীর

১৩পরাগলী মহাভারতখ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কী ?

(ক) সঞ্চয়

(খ) কাশীরাম দাস

(গ) কবীন্দ্র পরমেশ্বর

(ঘ) শ্রীকর নন্দী

উত্তরঃ গ। কবীন্দ্র পরমেশ্বর

১৪বটতলার উপন্যাসগ্রন্থের লেখকের নাম কী?

(ক) দিলারা হাশেম

(খ) রাজিয়া খান

(গ) রিজিয়া রহমান

(ঘ) সেলিনা হোসেন

উত্তরঃ খ। রাজিয়া খান

১৫Quarterly শব্দের অর্থ কী?

(ক) ষান্মাষিক

(খ) পাক্ষিক

(গ) ত্রৈমাসিক

(ঘ) সাপ্তাহিক

উত্তরঃ গ। ত্রৈমাসিক

১৬নিচের কোন বানানটি শুদ্ধ?

(ক) নিশীথিনী

(খ) নিশিথীনি

(গ) নিশীথীনি

(ঘ) নিশিথিনী

উত্তরঃ ক। নিশীথিনী

১৭শিখন্ডী শব্দের অর্থ কী?

(ক) ময়ূর

(খ) খরগোশ

(গ) কোকিল

(ঘ) কবুতর

উত্তরঃ ক। ময়ূর

১৮সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার?

(ক) ৪

(খ) ২

(গ) ৫

(ঘ) ৬

উত্তরঃ খ। ২

১৯গাড়ি চলে না, চলে না, নারেগানের গীতিকার কে?

(ক) সঞ্জীব চৈধুরী

(খ) বাপ্পা মজুমদার

(গ) শাহ আবদুল করিম

(ঘ) দাশরথি রায়

উত্তরঃ গ। শাহ আবদুল করিম

২০অধ্যাপক আহমদ শরীফের মৃত্যসন কোনটি?

(ক) ১৯৯৯

(খ) ১৯৯৮

(গ) ১৯৯৭

(ঘ) ২০০০

উত্তরঃ ক। ১৯৯৯

২১In each of the following questions, out of the given alternatives, choose the one that best expresses the meaning of the given word:- Sporadic

(ক) Consistent

(খ) Uniform

(গ) Frequent

(ঘ) Scattered

উত্তরঃ ঘ। Scattered

২২In each of the following questions, out of the given alternatives, choose the one that best expresses the meaning of the given word:- Omnipotent

(ক) Feeble

(খ) Impotent

(গ) Vulnerable

(ঘ) Supreme

উত্তরঃ ঘ। Supreme

২৩In each of the following questions, choose the word opposite in meaning to the given word:- Repeal

(ক) Abolish

(খ) Annul

(গ) Enact

(ঘ) Nullify

উত্তরঃ গ। Enact

২৪In each of the following questions, choose the word opposite in meaning to the given word:- Equity

(ক) Integrity

(খ) Bias

(গ) Justice

(ঘ) Uprightness

উত্তরঃ খ। Bias

২৫In each of the following questions, out of the four alternatives, choose the one which can be substituted for the given word/sentence:- A formal composition or speech expressing high praise of somebody-

(ক) eulogy

(খ) elegy

(গ) caricature

(ঘ) exaggeration

উত্তরঃ ক। eulogy

২৬The word ‘Shrug’ indicating doubt or indifference is associated with-

(ক) Head

(খ) Forehead

(গ) Shoulders

(ঘ) Eyebrows

উত্তরঃ গ। Shoulders

২৭He is quite _ in dealing with people.

(ক) imprudent

(খ) diplomatic

(গ) unsubtle

(ঘ) impolite

উত্তরঃ খ। diplomatic

২৮They suffered much _ tornado had hit their village.

(ক) until

(খ) as if

(গ) let alone

(ঘ) since

উত্তরঃ ঘ। since

২৯Choose the wrong sentence:

(ক) They parted from one another suddenly

(খ) The leader expressed himself forcibly

(গ) The land is belonged to an old lady

(ঘ) Mother bought me an ice-cream

উত্তরঃ গ। The land is belonged to an old lady

৩০Choose the wrong sentence:

(ক) His failure resulted for lack of attention

(খ) He was always arguing with his brother

(গ) When will you write to him about your plan?

(ঘ) Who was the boy you were all laughing at?

উত্তরঃ ক। His failure resulted for lack of attention

৩১Choose the correctly spelt word:-

(ক) Volantory

(খ) Volantary

(গ) Voluntary

(ঘ) Voluntory

উত্তরঃ গ। Voluntary

৩২Choose the correctly spelt word:-

(ক) Accilerate

(খ) Accelerrate

(গ) Accilarate

(ঘ) Accelerate

উত্তরঃ ঘ। Accelerate

৩৩Choose the correctly spelt word:-

(ক) Suname

(খ) Tsunami

(গ) Sunami

(ঘ) Sunamce

উত্তরঃ খ। Tsunami

৩৪Which living in poverty, the poet had to _ a great deal of sufferings

(ক) see through

(খ) put up with

(গ) pass by

(ঘ) fall back

উত্তরঃ খ। put up with

৩৫Wordsworth introduced the readers _ a new kind of poetry.

(ক) with

(খ) at

(গ) to

(ঘ) by

উত্তরঃ গ। to

৩৬—– his earlier study,the professor’s new study indicates a general warning trend in global weather.

(ক) In contrast of

(খ) In contrast by

(গ) In contrast to

(ঘ) In contrast as

উত্তরঃ গ। In contrast to

৩৭Only those who are not serious to their success work by—-and starts.

(ক) fits

(খ) every inch

(গ) against time

(ঘ) long odds

উত্তরঃ ক। fits

৩৮Of the four alternatives given below, choose the word/words that best fits into the underlined word given in the sentence: – One day ‘women will have so long been denied them leisure, money and room to themselves.

(ক) Spece

(খ) Liberty

(গ) Office

(ঘ) Capacity

উত্তরঃ খ। Liberty

৩৯Crafty men condemn study,simple men admire them and wise men use them.Best alternative for the word–Condemn

(ক) laud

(খ) compliment

(গ) acclaim

(ঘ) denounce

উত্তরঃ ঘ। denounce

৪০To end in smoke—–

(ক) To come to nothing

(খ) To see fire

(গ) To go through suffering

(ঘ) To create fire

উত্তরঃ ক। To come to nothing

৪১বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?

(ক) ময়নামতি

(খ) ঢাকা

(গ) পাহাড়পুর

(ঘ) সোনারগাঁ

উত্তরঃ ঘ। সোনারগাঁ

৪২জাতিসংঘের জনসংখ্যা সংক্রান্ত রিপোর্ট ১৯৯৪ অনুযায়ী জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান কত?

(ক) সপ্তম

(খ) একাদশ

(গ) নবম

(ঘ) ক্রয়োদশ

উত্তরঃ গ। নবম

৪৩ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?

(ক) ১৯২১

(খ) ১৯২৫

(গ) ১৯২৯

(ঘ) ১৯৩৩

উত্তরঃ ক। ১৯২১

৪৪বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয়?

(ক) ১৩৮

(খ) ১৪৭

(গ) ১৫০

(ঘ) ১৩৭

উত্তরঃ ঘ। ১৩৭

৪৫কে বাংলা সাল গণনা শুরু করেন?

(ক) বিজয় সেন

(খ) ইলিয়াস শাহ

(গ) আকবর

(ঘ) লক্ষন সেন

উত্তরঃ গ। আকবর

৪৬গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসংগীত?

(ক) রাজশাহী

(খ) সিলেট

(গ) পার্বত্য চট্টগ্রাম

(ঘ) রংপুর

উত্তরঃ ক। রাজশাহী

৪৭বাংলাদেশে কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান আছে?

(ক) ৩ টি

(খ) ৪ টি

(গ) ৫ টি

(ঘ) ৬ টি

উত্তরঃ ক। ৩ টি

৪৮রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব কত?

(ক) ৫২৯ কি. মি.

(খ) ৪২০ কি. মি.

(গ) ৩০৭ কি. মি.

(ঘ) ৬২৭ কি. মি.

উত্তরঃ ঘ। ৬২৭ কি. মি.

৪৯নিন্মলিখিত কোন দেশ থেকে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি সাহায্য পায়?

(ক) মার্কিন যুক্ত্রাষ্ট্র

(খ) জাপান

(গ) দক্ষিন কোরিয়া

(ঘ) জার্মানি

উত্তরঃ খ। জাপান

৫০বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে?

(ক) ১৯৮৫

(খ) ১৯৮২

(গ) ১৯৭৫

(ঘ) ১৯৮৮

উত্তরঃ ঘ। ১৯৮৮

৫১হাজার হ্রদের দেশ কোনটি?

(ক) ফিনল্যান্ড

(খ) নরওয়ে

(গ) ইন্দোনেশিয়া

(ঘ) জাপান

উত্তরঃ ক। ফিনল্যান্ড

৫২কোন দেশ শ্যামদেশ নামে পরিচিত?

(ক) ইন্দোনেশিয়া

(খ) মালয়েশিয়া

(গ) মায়ানমার

(ঘ) থাইল্যান্ড

উত্তরঃ ঘ। থাইল্যান্ড

৫৩হারারে এর পুরাতন নাম

(ক) ফরমুজা

(খ) পেট্রোগ্রাড

(গ) রোডেসিয়া

(ঘ) সলসবেরী

উত্তরঃ ঘ। সলসবেরী

৫৪ফরাসী বিপ্লব সংঘঠিত হয়েছিল

(ক) ১৭৮৯ সালে

(খ) ১৭৬৯ সালে

(গ) ১৬৪০ সালে

(ঘ) ১৮১৫ সালে

উত্তরঃ ক। ১৭৮৯ সালে

৫৫কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন ?

(ক) রাশিয়া

(খ) জার্মানি

(গ) যুক্তরাজ্য

(ঘ) ফ্রান্স

উত্তরঃ গ। যুক্তরাজ্য

৫৬আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন?

(ক) নজীবুল্লাহ

(খ) নাদির শাহ

(গ) জহির শাহ

(ঘ) দাউদ খাঁ

উত্তরঃ গ। জহির শাহ

৫৭স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে ?

(ক) ইরান

(খ) ইরাক

(গ) সৌদি আরব

(ঘ) আলজেরিয়া

উত্তরঃ ঘ। আলজেরিয়া

৫৮লাইন অব কন্ট্রোলকোন দুটি দেশের রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে?

(ক) ইস্রাইল ও জর্ডান

(খ) ভারত ও পাকিস্তান

(গ) চীন ও তাইওয়ান

(ঘ) দক্ষিন কোরিয়া ও উত্তর কোরিয়া

উত্তরঃ খ। ভারত ও পাকিস্তান

৫৯মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই ?

(ক) কলাম্বিয়া

(খ) কোস্টারিকা

(গ) নিকারাগুয়া

(ঘ) এল সালভাদর

উত্তরঃ খ। কোস্টারিকা

৬০পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি?

(ক) চীন

(খ) যুক্তরাষ্ট্র

(গ) কানাডা

(ঘ) অস্ট্রেলিয়া

উত্তরঃ ক। চীন

৬১কোনটি অর্ধ পরিবাহী নয়?

(ক) সিলিকন

(খ) জার্মেনিয়াম

(গ) লোহা

(ঘ) গ্যালিয়াম

উত্তরঃ খ। জার্মেনিয়াম

৬২আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক ?

(ক) প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান থাকে

(খ) নিউট্রন সংখ্যা একই থাকে

(গ) প্রোটন সংখ্যা সমান থাকে

(ঘ) ভরসংখ্যা সমান থাকে

উত্তরঃ গ। প্রোটন সংখ্যা সমান থাকে

৬৩ভারী পানির সংকেত

(ক) 2H2O2

(খ) H2O

(গ) D2O

(ঘ) HD2O2

উত্তরঃ গ। D2O

৬৪জারণ বিক্রিয়ায় কি ঘটে ?

(ক) ইলেকট্রনের বর্জন হয়

(খ) ইলেকট্রনের গ্রহণ হয়

(গ) ইলেক্ট্রনের আদান-প্রদান হয়

(ঘ) তড়িৎ ঋণাত্মক মৌলের বা মূলকের অপসারণ ঘটে

উত্তরঃ ক। ইলেকট্রনের বর্জন হয়

৬৫বিদ্যুতের উচ্চতম ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায়

(ক) স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে

(খ) স্টেপ আপ ট্রান্সফরমারের সাহায্যে

(গ) ট্রান্সমিটারের সাহায্যে

(ঘ) এডাপ টরের সাহায্যে

উত্তরঃ ক। স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে

৬৬কাজ বলের একক যথাক্রমে

(ক) জুল ও ডাইন

(খ) নিউটন ও মিটার

(গ) ওয়াট ও পাউন্ড

(ঘ) প্যাসকেল ও কিলোগ্রাম

উত্তরঃ ক। জুল ও ডাইন

৬৭আকাশে বিজলী চমকায়

(ক) দুই খন্ড মেঘ পরস্পর সংঘর্ষে এলে

(খ) মেঘে বিদ্যুৎ পরিবাহী কোষ তৈরি হলে

(গ) মেঘ বিদ্যুৎ পারিবাহী অবস্থায় এলে

(ঘ) মেঘের অসংখ্যা পানি ও বরফ কনার মধ্যে চার্য সঞ্চিত হলে

উত্তরঃ ঘ। মেঘের অসংখ্যা পানি ও বরফ কনার মধ্যে চার্য সঞ্চিত হলে

৬৮কোন নিষ্ক্রিয় গ্যাসের শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন নেই ?

(ক) নিয়ন

(খ) আর্গন

(গ) হিলিয়াম

(ঘ) জেনন

উত্তরঃ গ। হিলিয়াম

৬৯এপিকালচার বলতে কি বুঝায় ?

(ক) পাখি পালন বিদ্যা

(খ) মৌমাছি চাষ

(গ) মৎস চাষ

(ঘ) রেশম চাষ

উত্তরঃ খ। মৌমাছি চাষ

৭০বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যা উপস্থাপন করেছেন

(ক) আব্দুস সালাম

(খ) জি লেমেটার

(গ) স্টিফেন হকিং

(ঘ) এডুইন হাবল

উত্তরঃ গ। স্টিফেন হকিং

৭১বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়

(ক) আয়নোস্ফিয়ার

(খ) ট্রোপোস্ফিয়ার

(গ) ওজন লেয়ার

(ঘ) স্ট্রাটোস্ফিয়ার

উত্তরঃ ক। আয়নোস্ফিয়ার

৭২অপটিক্যাল ফাইবার হচ্ছে

(ক) খুব সূক্ষ্ম সুপরিবাহী তামার তার তন্তু নল

(খ) খুব সরু ও নমনীয় কাচ তন্তুর আলোক নল

(গ) খুব সরু এসবেস্টস ফাইবের নল

(ঘ) সূক্ষ্ম প্লাস্টিক ঘটিত নল

উত্তরঃ খ। খুব সরু ও নমনীয় কাচ তন্তুর আলোক নল

৭৩কম্পিউটার থেকে কম্পিউটারের তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ?

(ক) ইন্টারনেট

(খ) ই-মেইল

(গ) ইন্টারকম

(ঘ) টেলিগ্রাম

উত্তরঃ ক। ইন্টারনেট

৭৪সমুদ্রের দ্রাঘিমা নির্ণয়ের যন্ত্রের নাম কি ?

(ক) কম্পাস

(খ) সিসমোগ্রাফ

(গ) সেক্সট্যান্ট

(ঘ) ক্রনোমিটার

উত্তরঃ ঘ। ক্রনোমিটার

৭৫প্রবল জোয়ারের কারণ ,যখন

(ক) সূর্য ও চন্দ্রের পৃথিবীর সঙ্গে সমকোণে অবস্থান করে

(খ) চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে

(গ) সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে

(ঘ) পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে

উত্তরঃ গ। সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে

৭৬কোলেস্টেরল এক ধরনের

(ক) অসম্পৃক্ত এলকোহল

(খ) জৈব এসিড

(গ) পলিমার

(ঘ) এমিনো এসিড

উত্তরঃ ক। অসম্পৃক্ত এলকোহল

৭৭কৃষি জমিতে কি জন্য চুন ব্যবহার করা হয় ?

(ক) মাটির অম্লতা বৃদ্ধির জন্য

(খ) মাটির ক্ষয় রোধের জন্য

(গ) মাটির অম্লতা হ্রাসের জন্য

(ঘ) জৈব পদার্থ বৃদ্ধির জন্য

উত্তরঃ গ। মাটির অম্লতা হ্রাসের জন্য

৭৮কোন আলোক তরঙ্গে মানব চোখে দেখতে পাওয়া যায় ?

(ক) ১০ থেকে ৪০০ নেমি

(খ) ৪০০ থেকে ৭০০ নেমি

(গ) ১০০ মাইচ্রোমিটার থেকে ১ মি.

(ঘ) ১ মি এর ঊর্ধে

উত্তরঃ খ। ৪০০ থেকে ৭০০ নেমি

৭৯হীরক উজ্জ্বল দেখায় কারণ

(ক) প্রতিসরনের জন্য

(খ) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য

(গ) প্রতিফলনের জন্য

(ঘ) অপবর্তনের জন্য

উত্তরঃ খ। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য

৮০মানব দেহে সাধারনভাবে ক্রমোজোম থাকে

(ক) ২৩ জোড়া

(খ) ২৪ জোড়া

(গ) ২৫ জোড়া

(ঘ) ২০ জোড়া

উত্তরঃ ক। ২৩ জোড়া

৮১কোনটি সবচেয়ে ছোট ?

(ক) 3/11

(খ) 2/11

(গ) 4/15

(ঘ) 2/13

উত্তরঃ ঘ। 2/13

৮২যদি Q/P=1/4 হয় তবে (P+Q)/(P-Q) এর মান

(ক) 5/3

(খ) 2/3

(গ) 3/5

(ঘ) 5/7

উত্তরঃ ক। 5/3

৮৩।   রহিম,করিম এবং গাজী তিন জনে একটি কাজ করতে পারে যথাক্রমে 15,6 এবং 10 দিনে।তারা একত্রে তিন জনে কাজটি কত দিনে শেষ করতে পারবে?

(ক) 3 দিন

(খ) 18 দিন

(গ) 21 দিন

(ঘ) 7 দিন

উত্তরঃ ক। 3 দিন

৮৪কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে সংখ্যাটি উহা কত?

(ক) 80

(খ) 90

(গ) 75

(ঘ) 70

উত্তরঃ ঘ। 70

৮৫কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60তবে সংখ্যাটি কত?

(ক) 100

(খ) 200

(গ) 250

(ঘ) 300

উত্তরঃ খ। 200

৮৬Log2(1/32) এর মান

(ক) 1/25

(খ) -5

(গ) 1/5

(ঘ) -1/5

উত্তরঃ খ। -5

৮৭একটি রম্বসের কর্ণ দ্বয় যথাক্রমে 4cm এবং 6cm হয় তবে রম্বসের ক্ষেত্রফল কত?

(ক) 12

(খ) 8

(গ) 6

(ঘ) 24

উত্তরঃ ক। 12

৮৮(4x2-16) এবং 6x2+24x+24 এর গসাগু

(ক) x+2

(খ) x+4

(গ) x-2

(ঘ) 2 (x+2)

উত্তরঃ ঘ। 2 (x+2)

৮৯x3-x2 কে x-2 দ্বারা ভাগ করলে অবশেষ থাকবে

(ক) -8

(খ) -6

(গ) 2

(ঘ) 4

উত্তরঃ ঘ। 4

৯০যদি a2+1/a2=51হয় তবে a-1/a এর মান কত?

(ক) ±5

(খ) ±9

(গ) ±7

(ঘ) ±3

উত্তরঃ গ। ±7

৯১3x-7y+10=0 এবং y-2x-3=0 এর সমাধান

(ক) x=-1,y=-1

(খ) x=-1,y=1

(গ) x=1,y=1

(ঘ) x=1,y=-1

উত্তরঃ খ। x=-1,y=1

৯২যদি a+b=2,ab=1হয় তবে aএবং b এর মান কত?

(ক) 0,2

(খ) -1,3

(গ) 1,1

(ঘ) -3,4

উত্তরঃ গ। 1,1

৯৩12+22+32+……….+x2 এর মান কত

(ক) x(x+1)/2

(খ) x

(গ) {x(x+1)/2}2

(ঘ) { x(x+1)(2x+1)}/6

উত্তরঃ ঘ। { x(x+1)(2x+1)}/6

৯৪f(x)=x3-2x+10 হলে f(0) কত?

(ক) 1

(খ) 5

(গ) 10

(ঘ) 8

উত্তরঃ গ। 10

৯৫(x-4)2 + (y+3)2=100 বৃত্তের কেন্দ্রীয় স্থানাংক কত?

(ক) (0,0)

(খ) (-4,3)

(গ) (10,10)

(ঘ) (4,-3)

উত্তরঃ ঘ। (4,-3)

৯৬দুটি সংখ্যার যোগফল 48 এবং তাদের গুনফল 432 ,তবে বড় সংখ্যাটি কত?

(ক) 37

(খ) 36

(গ) 39

(ঘ) 40

উত্তরঃ খ। 36

৯৭একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলর দৈর্ঘ্য যথাক্রমে 20m,21m এবং 29m হলে আর ক্ষেত্রফল কত?

(ক) 210m2

(খ) 20m2

(গ) 300m2

(ঘ) 290m2

উত্তরঃ ক। 210m2

৯৮যদি (64)2/3 + (625)1/2=3h হয় তবে h এর মান কত?

(ক) 13 2/3

(খ) 12 2/5

(গ) 11 1/3

(ঘ) 9 2/3

উত্তরঃ ক। 13 2/3

৯৯যদি দুইটি সংখ্যার যোগফল এবং গুনফল যথাক্রমে 20 এবং 96 হয়,তবে সংখ্যা দুটির ব্যাস্থানুপাতিক যোগফল কত হবে?

(ক) 3/4

(খ) 1/6

(গ) 5/24

(ঘ) 1/8

উত্তরঃ গ। 5/24

১০০0,1,2 এবং 3 দ্বারা গঠিত চার অংকের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল

(ক) 3147

(খ) 2287

(গ) 2987

(ঘ) 2187

উত্তরঃ ঘ। 2187

Mustafij Sir

Recent Posts

HSC Synonym Antonym Board Question All Board

WordsMeaningsSynonyms    antonymsouterবাইরেরoutmostinnerproletarianদরিদ্র/সর্বহারাWorking-classmorallaunchশুরু করাIntroductionwithdrawpreparingপ্রস্তুতিGet-readydoubtfaultlesslyনির্দোষভাবেabsolutelyfaultynauseaবমিবমিভাবvomitingheadachediscomfortঅসস্তিupsetcomfortmaintainedবজায় করাsustainuselessLaterকরেnextearlierdynamicগতিশীলAggressivestaticplanপরিকল্পনাproposaldisorderaimলক্ষGoalaimlessdirectionনিদ্ধেশনাInstructionnoticeprofessionপেশাJobjoblesssuitsআকারFormnothingaptitudeযোগ্যতাAttitudedislikevaryপরিবর্তীতVariousfixeducatedশিক্ষিতLearneduneducatedcitizenনাগরিকnativeforeignervirtueপূর্ণgoodnessevilA lotঅনেকhugelittlecourteousবিনয়ীpoliterudediscourtesyঅবিনয়ীrudenesscourteouswinজয় করাgainloseenemyশত্রুfoefriendensureনিশ্চিত করাconfirmcancelangerরাগtempercalmnessremoveঅপসারণcancelputcordialityসোহার্দrudenessdiscordialitydifferentভিন্নDissimilarsameseeksঅনুসন্ধানPursuefindeagerআগ্রহীinterestdisinterestedobservationপর্যবেক্ষণExaminationneglectmereএকমাত্রImmenseabnormalalertসতর্কWatchfulunawarelatentসুপ্তOpenrealizedinstructorsপ্রশিকক্ষকteacherstudentguideগাইডmentormisguidewayপথ/উপায়Pathpartfascinatingচমৎকারexcellentunattractiveinterestআগ্রহীeagerdisregardimpatientঅধৈয্যIntolerancepatientillogicalঅযোক্তিকunethicalLogicalindifferentউদাসীনUninteresteddifferentethicallyনৈথিকভাবেlawfullyUnethicalGood-lookingচমৎকারAttractiveUnattractiveDarkঅন্ধকারBlackbrightFlawlessস্থিরperfectflawedShinyউজ্জল্যbrightdarkSlenderসরুthinfatGracefulকরুনাময়elegantungracefulStylishlyআড়ম্বরপূর্ণভাবেattractivesimplyAppreciatesপ্রশংসা করেpriesCriticizeNoticeলক্ষ করেadvertisementoverlookAmbitionউচ্ছাকাঙকাAim/desirelazinessRequireপ্রয়োজনneedanswerProficiencyদক্ষতাskilledincompetenceWonderআশ্চয্যSurprisedisinterestTestedপরীক্ষীতverifiednewEquallyসমানভাবেsimilarlyUnequallyDisappointingহতাশাজনকInceptingappointingPresumablyসম্ভবতdoubtlesslyimprobableQualifyযোগ্যতাcertifyDisqualifywrongভুলmistakewriteIdealআদর্শModelbadMasterদক্ষTeacherStudentMakesতৈরীcreateBreak/destroyMethodপদ্ধতিSystemdifferenceConvincingবিশ্বাসীsatisfactoryUnconvincingPraisesপ্রশাংসা করেhurrahCriticizeMistakeভুলErrorsagacityAngryরাগevilcalmSimpleসাধারণgeneralComplexmoralনৈতিকethicalamoralAcceptedগৃহিতreceivedrejectedSincerityআন্তরিকতাGood-willinsincerityResponsibilityদায়িত্বdutiesdepartureComplexityজটিলতাcomplicationSimplicityEnvyহিংসাlastedpraiseVicesমন্দevilVirtueImpactsপ্রভাবeffectfailsAwarenessসতর্কতাalertnessunawarenessOut-comeবাহিরের দিকresultcauseimportanceগুর্ত্বপূর্ণsignificanceinsignificanceFriendবন্দুenemyfoeNeedপ্রয়োজনcommitment/necessaryavoidSympathyসহানুভুতিkindnessrudenessProveপ্রমানconfirmdisproveFalseমিথ্যাwrongtrueHarmক্ষতিকরlosshelpLaughহাসাburstcryPleasureআনন্দhappinesssadnessBringআনাcarryleaveideaধারণাconceptnothingAllowঅনুমতিpermitdenyFreedomস্বাধীনতাindependencebondageOpinionমতামতviewawarenessFairমেলাcleanunfairEqualসমানbalancedunequalDivisionবিভাগdistributionunionElectনির্বাচন করাvoterefuseSystemনিয়ম-নীতিprocesspartTreatmentচিকিৎশা করাcuringhurtFacilityসুবিধাadvantagepainNeverকখন নয়NotingAlwaysWeakerদুর্বলrottenstrongerDiscourageনিরুৎসাহিতdroopEncourageFrustratingহতাশাজনকBuffaloingsatisfyingInterestআগ্রহীeagernessdiscourageAbilityসক্ষমতাCapabilityinabilityDreamস্বপ্নfancyfactBestসবচেয়ে ভালfinestworstSuccessসফলতাachievementfailureachieveঅর্জন…

8 months ago

সরকারি চাকরী খুজুন ঘরে বসেঃ ইন্টারনেটে চাকরীর খোঁজ(জরুরী ধাপ ও নির্ভরযোগ্য সকল ওয়েবসাইট)

আপনি যদি ইন্টারনেটে চাকরির সন্ধান করছেন এবং আপনি এটি সম্পর্কে জানতে চান তবে আপনি সঠিক…

2 years ago

HSC 2023- English 1st Paper Model Question and Solution-1

Model Question 1 Part-I : Marks 60 1. Read the passage and answer the questions…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-পঞ্চম অধ্যায়- দেবদেবী ও পূজা সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

পঞ্চম অধ্যায় দেবদেবী ও পূজা এ অধ্যায়ে আমরা পূজা, পুরোহিতের ধারণা ও যোগ্যতা, দেবী দুর্গা,…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-চতুর্থ অধ্যায়- হিন্দুধর্মে সংস্কার সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

চতুর্থ অধ্যার হিন্দুধর্মে সংস্কার আমাদের এই পার্থিব জীবনকে সুন্দর ও কল্যাণময় করে গড়ে তোলার লড়্গ্েয…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-তৃতীয় অধ্যায়, ধর্মীয় আচার-অনুষ্ঠান সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

তৃতীয় অধ্যায় ধর্মীয় আচার-অনুষ্ঠান আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করার জন্য যেসব আচার-আচরণ চর্চিত হয়…

2 years ago

This website uses cookies.