BCS Question Bank

43rd BCS Preliminary Exam Question and Solution

৪৩ তম বিসিএস পরিক্ষা- প্রিলিমিনারি প্রশ্ন

প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিকল্প সরকার বলতে কী বোঝায়?

(ক) ক্যাবিনেট

(খ) বিরোধী দল

(গ) সুশীল সমাজ

(ঘ) লোকপ্রশাসন বিভাগ

উত্তরঃ খ। বিরোধী দল

ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন?

(ক) আনিসুল হক

(খ) সাঈদ খোকন

(গ) সাদেক হোসেন খোকা

(ঘ) মোহাম্মদ হানিফ

উত্তরঃ ঘ। মোহাম্মদ হানিফ

বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল?

(ক) হাশেম খান

(খ) এ.কে.এম আব্দুর রউফ

(গ) আবুল বারক আলভী

(ঘ) সমরজিং রায় চৌধুরী

উত্তরঃ খ। এ.কে.এম আব্দুর রউফ

বাংলায় প্রাচীন জনপদ কোনটি?

(ক) পুন্ড্র

(খ) তাম্রলিপ্ত

(গ) গৌড়

(ঘ) হরিকেল

উত্তরঃ সঠিক উত্তর পাওয়া যায়নি

বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারীপুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে?

(ক) ২৯(২)

(খ) ২৮(২)

(গ) ৩৯(১)

(ঘ) ৩৯(২)

উত্তরঃ খ। ২৮(২)

কোভিড১৯ ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়?

(ক) বেক্সিমকো

(খ) স্কয়ার

(গ) ইনসেপ্টা

(ঘ) একমি

উত্তরঃ গ। ইনসেপ্টা

বাংলাদেশ কত সালে OIC-এর সদস্যপদ লাভ করে?

(ক) ১৯৭৩

(খ) ১৯৭৪

(গ) ১৯৭৫

(ঘ) ১৯৭৬

উত্তরঃ খ। ১৯৭৪

বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত?

(ক) ১৮

(খ) ১৯

(গ) ২০

(ঘ) ২১

উত্তরঃ ক। ১৮

বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন

(ক) আইনমন্ত্রী

(খ) আইন সচিব

(গ) অ্যাটর্নি জেনারেল

(ঘ) প্রধান বিচারপতি

উত্তরঃ গ। অ্যাটর্নি জেনারেল

১০নির্বাণ ধারণটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

(ক) হিন্দুধর্ম

(খ) বৌদ্ধধর্ম

(গ) খ্রিষ্টধর্ম

(ঘ) ইহুদীধর্ম

উত্তরঃ খ। বৌদ্ধধর্ম

১১একনেক (ECNEC) –এর প্রধান কে?

(ক) প্রধানমন্ত্রী

(খ) অর্থমন্ত্রী

(গ) বাণিজ্যমন্ত্রী

(ঘ) পরিকল্পনা মন্ত্রী

উত্তরঃ ক। প্রধানমন্ত্রী

১২বলাকা কোন ফসলের একটি প্রকার?

(ক) ধান

(খ) গম

(গ) পাট

(ঘ) টমেটো

উত্তরঃ খ। গম

১৩তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়?

(ক) ২০০২

(খ) ২০০৬

(গ) ২০০৯

(ঘ) ২০১১

উত্তরঃ গ। ২০০৯

১৪মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন?

(ক) তাজউদ্দিন আহমদ

(খ) সৈয়দ নজরুল ইসলাম

(গ) এম. মনসুর আলী

(ঘ) এ.এইচ.এম. কামরুজ্জামান

উত্তরঃ গ। এম. মনসুর আলী

১৫রেহেনা মরিয়ম নুর চলচ্চিত্রটি পরিচালনা করেন

(ক) জেরেমি চুয়া

(খ) আবদুল্লাহ মোহাম্মদ সাদ

(গ) রাজীব মহাজন

(ঘ) আজমেরী হক বাঁধন

উত্তরঃ খ। আবদুল্লাহ মোহাম্মদ সাদ

১৬বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বাষিক আর্থিক বিবৃতিএর কথা উল্লেখ করা হয়েছে?

(ক) ৮১

(খ) ৮৫

(গ) ৮৭

(ঘ) ৮৮

উত্তরঃ গ। ৮৭

১৭নিপাের্ট (NIPORT) কী ধরনের গবেষণা প্রতিষ্ঠান?

(ক) জনসংখ্যা গবেষণা

(খ) নদী গবেষণা

(গ) মিঠাপানি গবেষণা

(ঘ) বন্দর গবেষণা

উত্তরঃ  ক। জনসংখ্যা গবেষণা

১৮আর্যদের ধর্মগ্রন্থের নাম কী ছিল?

(ক) মহাভারত

(খ) রামায়ণ

(গ) গীতা

(ঘ) বেদ

উত্তরঃ ঘ। বেদ

১৯প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল?

(ক) ঢাকা ও কুমিল্লা

(খ) ময়মনসিংহ ও নেত্রকোণা

(গ) কুমিল্লা ও নোয়াখালী

(ঘ) ময়মনসিংহ ও জামালপুর

উত্তরঃ গ। কুমিল্লা ও নোয়াখালী

২০কোনটি সাংবিধানিক পদ নয়?

(ক) প্রধান নির্বাচন কমিশনার

(খ) চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশন

(গ) চেয়ারম্যান, মানবাধিকার কমিশন

(ঘ) কনট্রোলার ও অডিটর জেনারেল

উত্তরঃ গ। চেয়ারম্যান, মানবাধিকার কমিশন

২১বাংলাদেশে কোনটি ব্যাংক নাটো নয়?

(ক) ২ টাকা

(খ) ১০ টাকা

(গ) ৫০ টাকা

(ঘ) ১০০ টাকা

উত্তরঃ খ। ১০ টাকা

২২বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়?

(ক) ১৯৯৫

(খ) ১৯৯৬

(গ) ১৯৯৭

(ঘ) ১৯৯৮

উত্তরঃ ঘ। ১৯৯৮

২৩‘Untranquil Recollection: The Years of Fulfilment’ শীর্ষ গ্রন্থটির লেখক কে?

(ক) আনিসুর রহমান

(খ) রেহমান সোবহান

(গ) নুরুল ইসলাম

(ঘ) রওনক জাহান

উত্তরঃ খ। রেহমান সোবহান

২৪ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন?

(ক) ৬ নম্বর

(খ) ৭ নম্বর

(গ) ৮ নম্বর

(ঘ) ৯ নম্বর

উত্তরঃ গ। ৮ নম্বর

২৫নিম্নোক্ত কোন সালে কৃষিশুমারী অনুষ্ঠিত হয়নি?

(ক) ১৯৭৭

(খ) ২০০৮

(গ) ২০১৫

(ঘ) ২০১৯

উত্তরঃ গ। ২০১৫

২৬ম্যানিলা কোন ফসলের উন্নত জাত?

(ক) তুলা

(খ) তামাক

(গ) পেয়ারা

(ঘ) তরমুজ

উত্তরঃ খ। তামাক

২৭সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট?

(ক) শ্রম বাজার

(খ) চাকুরি বাজার

(গ) স্টক মার্কেট

(ঘ) কৃষি বাজার

উত্তরঃ গ। স্টক মার্কেট

২৮ওরাওঁ জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে?

(ক) রাজশাহী-দিনাজপুর

(খ) বরগুনা-পটুয়াখালী

(গ) রাঙামাটি-বান্দরবান

(ঘ) সিলেট-হবিগঞ্জ

উত্তরঃ ক। রাজশাহী-দিনাজপুর

২৯১৯৬৬ সালের দফায় টি দফা অর্থনীতি বিষয়ক ছিল?

(ক) ৩টি

(খ) ৪টি

(গ) ৫টি

(ঘ) ৬টি

উত্তরঃ ক। ৩টি

৩০বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?

(ক) আয়কর

(খ) ভূমিকর

(গ) আমদানি-রপ্তানি শুল্ক

(ঘ) মূল্য সংযোজন কর

উত্তরঃ ঘ। মূল্য সংযোজন কর

৩১জিবুতি দেশটি কোথায় অবস্থিত?

(ক) এডেন উপসাগরের পাশে

(খ) প্রশান্ত মহাসাগরে

(গ) দক্ষিণ আমেরিকায়

(ঘ) দক্ষিণ চীন সাগরে

উত্তরঃ ক। এডেন উপসাগরের পাশে

৩২নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়?

(ক) আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)

(খ) আঞ্চলিক শ্রম সংস্থা (ILO)

(গ) আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)

(ঘ) খাদ্য ও কৃষি সংস্থা (FAO)

উত্তরঃ ক। আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)

৩৩আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?

(ক) ১৫ সেপ্টেম্বর

(খ)  ১৫ অক্টোবর

(গ) ১৫ নভেম্বর

(ঘ) ১৫ ডিসেম্বর

উত্তরঃ ক। ১৫ সেপ্টেম্বর

৩৪ইরানইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল?

(ক) UNIMOG

(খ) UNIIMOG

(গ) UNGOMAP

(ঘ) UNICEF

উত্তরঃ খ। UNIIMOG

৩৫ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনালএর প্রধান কার্যালয় কোথায়?

(ক) ফ্রান্স

(খ) জার্মানি

(গ) নেদারল্যান্ড

(ঘ) হাঙ্গেরি

উত্তরঃ খ। জার্মানি

৩৬চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণির?

(ক) কিলো-ক্লাস

(খ) মিং-ক্লাস

(গ) ডলফিন-ক্লাস

(ঘ) শ্যাং-ক্লাস

উত্তরঃ খ। মিং-ক্লাস

৩৭United Nations Framework Convention on Climate Change-47 মূল আলেচ্য বিষয়

(ক) জীবাশ্ম জ্বালানীর ব্যবহার নিয়ন্ত্রণ

(খ) গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন

(গ) সমুদ্রের উচ্চতা বৃদ্ধি

(ঘ) বৈশ্বিক মরুকরণ প্রক্রিয়া এবং বনায়ন

উত্তরঃ খ। গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন

৩৮কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়?

(ক) মালয়েশিয়া

(খ) ফিলিপাইন

(গ) ভিয়েতনাম

(ঘ) কম্বোডিয়া

উত্তরঃ ঘ। কম্বোডিয়া

৩৯নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?

(ক) ভারত-নেপাল

(খ) ভারত-পাকিস্তান

(গ) ভারত-চীন

(ঘ) ভারত-ভুটান

উত্তরঃ গ। ভারত-চীন

৪০বাংলাদেশ কোনটির সদস্য নয়?

(ক) BCIM-EC

(খ) OAS

(গ) OIC

(ঘ) BIMSTEC

উত্তরঃ খ। OAS

৪১চীনের জিনজিয়াং (Xinjiang) প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম

(ক) তুর্কমেন

(খ) উইঘুর

(গ) তাজিক

(ঘ) কাজাখ

উত্তরঃ খ। উইঘুর

৪২জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ কয়টি?

(ক) ১১

(খ) ১৫

(গ) ১৭

(ঘ) ২১

উত্তরঃ গ। ১৭

৪৩বিশ্ব মানবাধিকার দিবস

(ক) ৮ ডিসেম্বর

(খ) ১০ ডিসেম্বর

(গ) ১১ ডিসেম্বর

(ঘ) ১৩ ডিসেম্বর

উত্তরঃ খ। ১০ ডিসেম্বর

৪৪World Development Report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা?

(ক) UNDP

(খ) World Bank

(গ) IMF

(ঘ) BRICS

উত্তরঃ খ। World Bank

৪৫ব্যাডমিন্টন কোন দেশেরে জাতীয় খেলা?

(ক) মালয়েশিয়া

(খ) ইন্দোনেশিয়া

(গ) চীন

(ঘ) ইংল্যান্ড

উত্তরঃ ক। মালয়েশিয়া

৪৬‘The lady with the Lamp’ নামে পরিচিত

(ক) হেলেন কেলার

(খ) ফ্লোরেন্স নাইটিঙ্গেল

(গ) মাদার তেরেসা

(ঘ) সরোজিনী নাইডু

উত্তরঃ খ। ফ্লোরেন্স নাইটিঙ্গেল

৪৭মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম

(ক) এনএলডি সরকার

(খ) ন্যাশনাল ইউনিট সরকার

(গ) বার্মিজ গভর্নমেন্ট ইন এক্সাইল

(ঘ) অং সান সুচি সরকার

উত্তরঃ খ। ন্যাশনাল ইউনিট সরকার

৪৮আকাবা একটি

(ক) সমুদ্র বন্দর

(খ) বিমান বন্দর

(গ) স্থল বন্দর

(ঘ) নদী বন্দর

উত্তরঃ ক। সমুদ্র বন্দর

৪৯Trafalgar Square-এর অবস্থান

(ক) রাশিয়ায়

(খ) ইংল্যান্ডে

(গ) ফ্রান্সে

(ঘ) চীনে

উত্তরঃ খ। ইংল্যান্ডে

৫০মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয়

(ক) উত্তর আমেরিকায়

(খ) দক্ষিণ আমেরিকায়

(গ) মধ্য আফ্রিকায়

(ঘ) মধ্য আমেরিকায়

উত্তরঃ ঘ। মধ্য আমেরিকায়

৫১বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ

(ক) সিলেট

(খ) কুমিল্লা

(গ) রাজশাহী

(ঘ) দিনাজপুর

উত্তরঃ ঘ। দিনাজপুর

৫২সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে?

(ক) ভূমিকম্প

(খ) ভূমিধস

(গ) টর্নেডো

(ঘ) খরা

উত্তরঃ ক। ভূমিকম্প

৫৩নিম্নের কোন দুর্যোগ Hydro-meteorological দুর্যোগ হিসেবে পরিচিত?

(ক) বন্যা

(খ) খরা

(গ) ঘূর্ণিঝড়

(ঘ) ভূমিধস

উত্তরঃ ক। বন্যা

৫৪কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়?

(ক) পার্বত্য বন

(খ) শালবন

(গ) মধুপুর বন

(ঘ) ম্যানগ্রোভ বন

উত্তরঃ ঘ। ম্যানগ্রোভ বন

৫৫বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত?

(ক) নিঝুমদ্বীপ

(খ) সেন্ট মার্টিনস

(গ) হাতিয়া

(ঘ) কুতুবদিয়া

উত্তরঃ খ। সেন্ট মার্টিনস

৫৬বাংলাদেশের কোথায় প্লায়িস্টোসিন কালের সোপান দেখা যায়?

(ক) বান্দরবান

(খ) কুষ্টিয়া

(গ) কুমিল্লা

(ঘ) বরিশাল

উত্তরঃ গ। কুমিল্লা

৫৭নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে?

(ক) চীন

(খ) পাকিস্তান

(গ) থাইল্যান্ড

(ঘ) মায়ানমার

উত্তরঃ ঘ। মায়ানমার

৫৮বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়?

(ক) দক্ষিণ-পশ্চিমাঞ্চল

(খ) পশ্চিমাঞ্চল

(গ) উত্তর-পশ্চিমাঞ্চল

(ঘ) উত্তর-পূর্বাঞ্চল

উত্তরঃ ঘ। উত্তর-পূর্বাঞ্চল

৫৯সোয়াচ অব নো গ্রাউন্ড কী?

(ক) একটি দেশের নাম

(খ) ম্যানগ্রোভ বন

(গ) একটি দ্বীপ

(ঘ) সাবমেরিন ক্যানিয়েন

উত্তরঃ ঘ। সাবমেরিন ক্যানিয়েন

৬০নিম্নের কোন উপজেলাটি সবচেয়ে নদীভাঙ্গনপ্রবণ?

(ক) বোয়ালমারী

(খ) নড়িয়া

(গ) আলমডাঙ্গা

(ঘ) নিকলি

উত্তরঃ ঘ। নিকলি

৬১একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ কত?

(ক) শূন্য

(খ) অসীম

(গ) অতিক্ষুদ্র

(ঘ) যে কোনো মান

উত্তরঃ সঠিক উত্তর পাওয়া যায়নি

৬২RFID বলতে বোঝায়

(ক) Random Frequency Identification

(খ) Random Frequency Information

(গ) Radio Frequency Information

(ঘ) Radio Frequency Identification

উত্তরঃ ঘ। Radio Frequency Identification

৬৩কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?

(ক) তামার তার

(খ) কো-অক্সিয়াল ক্যাবল

(গ) অপটিক্যাল ফাইবার

(ঘ) ওয়্যারলেস মিডিয়া

উত্তরঃ গ। অপটিক্যাল ফাইবার

৬৪কোন চিহ্নটি মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?

(ক) $

(খ) #

(গ) &

(ঘ) @

উত্তরঃ ঘ। @

৬৫প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো

(ক) হাইড্রোজেন

(খ) নাইট্রোজেন

(গ) মিথেন

(ঘ) ইথেন

উত্তরঃ গ। মিথেন

৬৬ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন?

(ক) ২৬.৫° সে.

(খ)  ৩৫° সে.

(গ) ৩৭.৫° সে.

(ঘ) ৪০.৫° সে.

উত্তরঃ ক। ২৬.৫° সে.

৬৭নিচের কোনটি anti-virus সফটওয়্যার নয়?

(ক) Oracle

(খ) McAfee

(গ) Norton

(ঘ) Kaspersky

উত্তরঃ ক। Oracle

৬৮।  সালোকসংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলো

(ক) ০%

(খ) ১০-১৫%

(গ) ৩-৬%

(ঘ) ১০০%

উত্তরঃ গ। ৩-৬%

৬৯জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়

(ক) অ্যানোডে

(খ) ক্যাথোড়ে

(গ) অ্যানোড এবং ক্যাথোড উভয়টিতে

(ঘ) বর্ণিত কোনটিতেই নয়

উত্তরঃ ক। অ্যানোডে

৭০পানির অণু একটি

(ক) প্যারাচুম্বক

(খ) ডায়াচুম্বক

(গ) ফেরোচুম্বক

(ঘ) অ্যান্টিফেরোচুম্বক

উত্তরঃ খ। ডায়াচুম্বক

৭১১৭o আইসোটোপের নিউট্রন সংখ্যা কত?

(ক) ৮

(খ) ১৭

(গ) ৯

(ঘ) ২৫

উত্তরঃ গ। ৯

৭২নিম্নের কোন রোগটি DNA ভাইরাসঘটিত?

(ক) ডেঙ্গুজর

(খ) স্মলপক্স

(গ) কোভিড-১৯

(ঘ) পোলিও

উত্তরঃ খ। স্মলপক্স

৭৩প্রোটিন তৈরি হয়?

(ক) ফ্যাটি এসিড দিয়ে

(খ) সাইট্রিক এসিড দিয়ে

(গ) অ্যামিনো এসিড দিয়ে

(ঘ) অক্সালিক এসিড দিয়ে

উত্তরঃ গ। অ্যামিনো এসিড দিয়ে

৭৪কোভিড১৯ যে ধরনের ভাইরাস

(ক) DNA

(খ) DNA+RNA

(গ) mRNA

(ঘ) RNA

উত্তরঃ গ। mRNA

৭৫হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয়

(ক) ডায়াস্টল

(খ) সিস্টোল

(গ) ডায়াসিস্টল

(ঘ) উপরের কোনটিই নয়

উত্তরঃ খ। সিস্টোল

৭৬নিচের কোনটি output device নয়?

(ক)   monitor

(খ) microphone

(গ) printer

(ঘ) speaker

উত্তরঃ খ। microphone

৭৭নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?

(ক) http

(খ) WWW

(গ) URL

(ঘ) HTML

উত্তরঃ গ। URL

৭৮নিচের কোন প্রযুক্তি Pay as You Go সার্ভিস মডেল অনুসরণ করে?

(ক) Internet of Things (loT)

(খ) Cloud Computing

(গ) Client-Server Systems

(ঘ) Big Data Analytics

উত্তরঃ খ। Cloud Computing

৭৯Keyboard এবং CPU –এর মধ্যে কোন পদ্ধতিতে data transmission হয়?

(ক)  Simplex

(খ) Duplex

(গ) Half duplex

(ঘ) Triplex

উত্তরঃ সঠিক উত্তর পাওয়া যায়নি

৮০Blockchain –এর প্রতিটি block কী তথ্য বহনকরে?

(ক) A hash pointer to the previews block

(খ) Timestamp

(গ) List of transactions

(ঘ) উপরের সবগুলো

উত্তরঃ ঘ। উপরের সবগুলো

৮১নিচের কোনটি Oper Source DBMS?

(ক) MySQL

(খ) Microsoft SQL Server

(গ) Microsoft Access

(ঘ) Oracle

উত্তরঃ ক। MySQL

৮২নিচের Job Scheduling Policy সমূহের মধ্যে কোনটি Starvation থেকে মুক্ত?

(ক) Priority Scheduling

(খ) Shortest Job First

(গ) Youngest Job First

(ঘ) Round-robin

উত্তরঃ ঘ। Round-robin

৮৩নিচের কোন প্রযুক্তি Face Recognition System-এর সহায়ক ভূমিকা পালন করে?

(ক) Applied Artificial Intelligence (AI)

(খ) Applied Internet of Things

(গ) Virtual Reality

(ঘ) উপরের কোনটিই নয়

উত্তরঃ ক। Applied Artificial Intelligence (AI)

৮৪যে সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহকের বৈধ অনুরোধসমূহ কোন একটি web server সম্পূর্ণ করতে ব্যর্থ হয়  টি কী নামে পরিচিত?

(ক) Phishing

(খ) Man-in-the-Middle

(গ) Denial of Service

(ঘ) উপরের কোনটিই নয়

উত্তরঃ গ। Denial of Service

৮৫নিচের কোন মেমোরিটিতে Access Time সবচেয়ে কম?

(ক)  Registers

(খ) SSD

(গ) RAM

(ঘ) Cache memory

উত্তরঃ ঘ। Cache memory

৮৬নিচের কোনটি Bluetooth-এর IEEE standard?

(ক) IEEE 802.15

(খ) IEEE 802.1

(গ) IEEE 802.3

(ঘ) IEEE 802.11

উত্তরঃ ক। IEEE 802.15

৮৭১০১১১০ বাইনারি নাম্বারের সমতুল্য ডেসিমাল নাম্বার কোনটি?

(ক) ৪৬

(খ) ১৬

(গ) ২৪

(ঘ) ৫৪

উত্তরঃ ক। ৪৬

৮৮DNS সার্ভারের কাজ হচ্ছেকে address- পরিবর্তন করা

(ক) Email, DNS

(খ) MAC Address, IP

(গ) Domain name, IP

(ঘ) Email, IP

উত্তরঃ গ। Domain name, IP

৮৯নিচের কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তনে ব্যবহৃত হয়?

(ক) Router

(খ) Switch

(গ) Modem

(ঘ) HUB

উত্তরঃ গ। Modem

৯০নিচের কোনটি multi-tacking operating system নয়?

(ক) Windows

(খ) Linux

(গ) Windows NT

(ঘ) DOS

উত্তরঃ ঘ। DOS

৯১একটি নৌকা পানির লেভেলে বাঁধা দড়ি দ্বারা একটি ডকের দিকে হয়। নৌকাটি যখন ডক থেকে ১২ ফুট দূরে থা , তখন নৌকা ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতায় দ্বিগুণের চেয়ে লম্বা হয়। তাহলে ডকের উচ্চতা কত?

(ক) ৯ ফুট

(খ) ৮ ফুট

(গ) ৫ ফুট

(ঘ) ৪ ফুট

উত্তরঃ গ। ৫ ফুট

৯২2log23+log25 এর মান কত?

(ক) 8

(খ) 2

(গ) 15

(ঘ) 10

উত্তরঃ গ। 15

৯৩A = {x € IN|2 < x ≤ }
B = {x € IN|
বিজোড় এবং x 9} হলে, A B = কত?

(ক) {3,5,8}

(খ) {4,5,7}

(গ) {3,4,5}

(ঘ) {3,5,7}

উত্তরঃ ঘ। {3,5,7}

৯৪একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল। তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারবে। যদি করমর্দনের সংখ্যা ৩০০ হয়, তাহলে অনুষ্ঠানে কতজন লোক ছিল?

(ক) ২৪

(খ) ২৫

(গ) ৩০

(ঘ) ৬০

উত্তরঃ খ। ২৫

৯৫একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে তিনপথে গমন করে, সাত ঘাটে পানি পান করে, নয়টি বৃক্ষের নিচে  ঘুমায় এবং বারো জন গোয়ালা সমান সংখ্যাক গরুন দুধ দোয়ায়; তাহলে গরুর সংখ্যা কত?

(ক) 522

(খ) 252

(গ) 225

(ঘ) 155

উত্তরঃ খ। 252

৯৬5x – x2 – 6 > 0 হলে, নিচের কোনটি সঠিক?

(ক) x > 3, x < 2

(খ) 2 > x > 3

(গ) x < 2

(ঘ) 2 < x < 3

উত্তরঃ ঘ। 2 < x < 3

৯৭4x + 41-x = 4 হলে, x = কত?

(ক) 1/4

(খ) 1/3

(গ) 1/2

(ঘ) 1

উত্তরঃ গ। 1/2

৯৮1/4 – 1/6 + 1/9 – 2/7 + … ধারাটির অসীম পদের সমষ্টি

(ক) S = 20/3

(খ) S = 3/20

(গ) S = 20

(ঘ) S = 3

উত্তরঃ খ। S= 3/20

৯৯{(x-2)/(x-1)} + {1/(x-1)} – 2 = 0 এর সমাধান সেট কোনটি?

(ক) {φ}

(খ) {1}

(গ) {-1}

(ঘ) {2}

উত্তরঃ ক। {φ}

১০০A এবং B দুটি ঘটনা যেন, P(A) = 1/2, P(AB) = 3/4 এবং P(B°) = 5/8 P(A°∩B°) = কত?

(ক) 1/8

(খ) 1/6

(গ) 1/4

(ঘ) 1/2

উত্তরঃ গ। 1/4

১০১বাস্তব সংখ্যায় {1/(3x-5)} < 1/3 অসমতাটির সমাধান

(ক) -∞ < এক্স < 5/3

(খ) 8/3 < x < ∞

(গ) -∞ < x < 5/2 এবং 8/3 < x < ∞

(ঘ) -∞ < x < 5/2 অথবা 8/3 < x < ∞

উত্তরঃ খ। 8/3 < x < ∞

১০২২০% যৌগিক মুনাফায় মূলধন ১০০০০ টাকা বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয়, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত?

(ক) ১২

(খ) ১১

(গ) ১০

(ঘ) ৯

উত্তরঃ খ। ১১

১০৩x = √4 + √3 হলে, x3 + 1/x3 এর মান কত?

(ক) 5√3

(খ) 52

(গ) 5√2

(ঘ) 2√5

উত্তরঃ খ। 52

১০৪O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে x কোণের মান কত? 

(ক) 54°

(খ) 72°

(গ) 108°

(ঘ) 126°

উত্তরঃ ঘ। 126°

১০৫একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত?

(ক) ৩০°

(খ) ৬০°

(গ) ৯০°

(ঘ) ১২০°

উত্তরঃ খ। ৬০°

১০৬একটি প্রতিষ্ঠানের ৪০% কর্মচারী আন্ডারগ্রাজুয়েট, অবশিষ্ট কর্মচারীদের ৫০% গ্রাজুয়েট এবং অবশিষ্ট ১৮০ জন পা েস্টগ্রাজুয়েট। প্রতিষ্ঠানটির কতজন কর্মচারী গ্রাজুয়েট?

(ক) ১৮০

(খ) ২৪০

(গ) ৩০০

(ঘ) ৩৬০

উত্তরঃ ক। ১৮০

১০৭যদি ROSE কে লেকা হয় 6821, CHAIR কে হয় 73456 এবং PREACH লেখা হয় 961473 তাহলেএর কোড কত?

(ক) 246173

(খ) 214673

(গ) 214763

(ঘ) 216473

উত্তরঃ খ। 214673

১০৮প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে? 

(ক) 20

(খ) 26

(গ) 30

(ঘ) 25

উত্তরঃ খ। 26

১০৯DC DE FE ?? HG HI সিরিজের প্রশ্নবোধক চিহ্নে স্থানে কোন বিকল্পটি বসবে?

(ক) DE

(খ) ED

(গ) FG

(ঘ) GF

উত্তরঃ গ। FG

১১০এক ব্যক্তি মাইল পশ্চিমে, মাইল দক্ষিণে, এর পর আবার মাইল পশ্চিমে যায়। যাত্ৰাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত?

(ক) ৮ মাইল

(খ) ১৫ মাইল

(গ) ১২ মাইল

(ঘ) উপরের কোনটি নয়

উত্তরঃ ঘ। উপরের কোনটি নয়

১১১লিভার (lever) –এর ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবোধক। স্থানে কত পাউন্ড ওজন স্থাপন করতে হবে?

(ক) 30 পাউন্ড

(খ) 25 পাউন্ড

(গ) 40 পাউন্ড

(ঘ) 35 পাউন্ড

উত্তরঃ ঘ। 35 পাউন্ড

১১২, , , …” ধারার পরবর্তী অক্ষর কী হবে? 

(ক) ঠ

(খ) ম

(গ) ন

(ঘ) র

উত্তরঃ গ। ন

১১৩‘A’ ‘B’ –এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে; তারা দুজন একত্রে একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারে। A একা কাজটি কতদিনে করতে পারবে?

(ক) ১২ দিনে

(খ) ২৪ দিনে

(গ) ২১ দিনে

(ঘ) ১৫ দিনে

উত্তরঃ গ। ২১ দিনে

১১৪‘DRIVE is to LICENCE as BREATHE is to ______ এই বক্তব্যের শূন্যস্থানে কোন বিকল্পটি বসবে?

(ক) OXYGEN

(খ) ATMOSPHERE

(গ) WINDPIPE

(ঘ) INHALE

উত্তরঃ ক। OXYGEN

১১৫প্রতিযোগিতায় সবসময় কী থাকে?

(ক) topic

(খ) examination

(গ) party

(ঘ) participant

উত্তরঃ ঘ। participant

১১৬নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের?

(ক) চাঁদ

(খ) প্লুটো

(গ) মঙ্গল

(ঘ) পৃথিবী

উত্তরঃ ক। চাঁদ

১১৭নিচের , , এই ৪টি বিকল্প নকশার মধ্যে চিত্রের প্রশ্নবোধক চিহ্নের ঘরে কোন নকশাটি বসবে? 

(ক)

(খ)

(গ)

(ঘ)

উত্তরঃ ক।

১১৮নিচের শব্দগুলোর মধ্যে ৩টি সমগোত্রীয়। কোন শব্দটি আলাদা?

(ক) Conventional

(খ) Peculiar

(গ) Conservative

(ঘ) Traditional

উত্তরঃ খ। Peculiar

১১৯একটি ছবি দেখিয়ে তিন্নী বললো, সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে ছবির ছেলেটির সাথে তিন্নীর সম্পর্ক কী?

(ক) ভাই

(খ) চাচা

(গ) ছেলে

(ঘ) কোন সম্পর্ক নেই

উত্তরঃ ক। ভাই

১২০নিচের , , বিকল্প নকশা ৪টির মধ্যে কোনটি প্রশ্নবোধক চিহ্নের স্থানে বসবে? 

(ক)

(খ)

(গ)

(ঘ)

উত্তরঃ ক। image

১২১কর্তব্যের জন্য কর্তব্যধারণাটির প্রবর্তক কে?

(ক) ইমানুয়েল কান্ট

(খ) হার্বাট স্পেন্সার

(গ) বার্ট্রান্ড রাসেল

(ঘ) অ্যারিস্টটল

উত্তরঃ ক। ইমানুয়েল কান্ট

১২২‘Human Society in Ethics and Politics’ গ্রন্থের লেখক কে?

(ক) প্লেটো

(খ) রুসো

(গ) বাট্রান্ড রাসেল

(ঘ) জন স্টুয়ার্ট মিল

উত্তরঃ গ। বাট্রান্ড রাসেল

১২৩শাসক যদি মহৎগুণসম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি মহৎগুণসম্পুন্ন না হয়। তাহলে আইন অকার্যকারএটি কে বলেছেন?

(ক) সক্রেটিস

(খ) প্লেটো

(গ) অ্যারিস্টটল

(ঘ) বেনথাম

উত্তরঃ খ। প্লেটো

১২৪নৈতিক মূল্যবোধের উৎস কোনটি?

(ক) সমাজ

(খ) নৈতিক চেতনা

(গ) রাষ্ট্র

(ঘ) ধর্ম

উত্তরঃ খ। নৈতিক চেতনা

১২৫‘On Liberty’ গ্রন্থের লেখক কে?

(ক) ইমানুয়েল কান্ট

(খ) টমাস হবস্

(গ) জন স্টুয়ার্ট মিল

(ঘ) উত্তরঃ গ। জন স্টুয়ার্ট মিল

১২৬উৎপত্তিগত অর্থে governance শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

(ক) ল্যাটিন

(খ) গ্রিক

(গ) হিব্রু

(ঘ) ফারসি

উত্তরঃ খ। গ্রিক

১২৭সুশাসনের মূল ভিত্তি কী?

(ক) মূল্যবোধ

(খ) আইনের শাসন

(গ) গণতন্ত্র

(ঘ) আমলাতন্ত্র

উত্তরঃ খ। আইনের শাসন

১২৮কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে?

(ক) আত্মস্বার্থবাদ

(খ) পারার্থবাদ

(গ) পূর্ণতাবাদ

(ঘ) উপযোগবাদ

উত্তরঃ ঘ। উপযোগবাদ

১২৯বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধচার কৌশল প্রণয়ন করা হয়?

(ক) ২০১০

(খ) ২০১১

(গ) ২০১২

(ঘ) ২০১৩

উত্তরঃ গ। ২০১২

১৩০বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি?

(ক) ৩টি

(খ) ৫টি

(গ) ৪টি

(ঘ) ৬টি

উত্তরঃ ঘ। ৬টি

১৩১রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন?

(ক) করণ কারক

(খ) সম্প্রদান কারক

(গ) অপাদান কারক

(ঘ) অধিকরণ কারক

উত্তরঃ খ। সম্প্রদান কারক

১৩২কেমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

(ক) হিত্তিক ও তুখারিক

(খ) তামিল ও দ্রাবিড়

(গ) আর্য ও অনার্য

(ঘ) মাগধী ও গৌড়ী

উত্তরঃ ক। হিত্তিক ও তুখারিক

১৩৩রুখের তেম্ভলি কুমীরে খাইএর অর্থ কী?

(ক) তেজি কুমিরকে রুখে দিই

(খ) বৃক্ষের শাখায় পাকা তেঁতুল

(গ) গাছের তেঁতুল কুমিরে খায়

(ঘ) ভুল থেকে শিক্ষা নিতে হবে

উত্তরঃ গ। গাছের তেঁতুল কুমিরে খায়

১৩৪কত সালে দুর্গেশনন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

(ক) ১৮৬০

(খ) ১৮৬১

(গ) ১৮৬৫

(ঘ) ১৮৬৬

উত্তরঃ গ। ১৮৬৫

১৩৫বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কী?

(ক) বেগম রোকেয়া

(খ) কাদম্বরী দেবী

(গ) স্বর্ণকুমারী দেবী

(ঘ) নূরুন্নাহার ফয়জুন্নেসা

উত্তরঃ গ। স্বর্ণকুমারী দেবী

১৩৬আমার দেখা নয়াচীন কে লিখেছেন?

(ক) মওলানা ভাসানী

(খ) আবুল ফজল

(গ) শহীদুল্লা কায়সার

(ঘ) শেখ মুজিবুর রহমান

উত্তরঃ ঘ। শেখ মুজিবুর রহমান

১৩৭মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকব্যের নাম কী?

(ক) ‘মনসামঙ্গল’

(খ) ‘মনসাবিজয়’

(গ) ‘পদ্মপুরাণ’

(ঘ) ‘পদ্মাবতী’

উত্তরঃ গ। ‘পদ্মপুরাণ’

১৩৮দৌলত উজির বাহরাম খান সাহিত্যসৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

(ক) সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ

(খ) কোরেশী মাগন ঠাকুর

(গ) সুলতান বরবক শাহ

(ঘ) জমিদার নিজাম শাহ

উত্তরঃ ঘ। জমিদার নিজাম শাহ

১৩৯কোনটি নামধাতুর উদাহরণ?

(ক) চল্

(খ) কর

(গ) বেতা

(ঘ) পড়

উত্তরঃ গ। বেতা

১৪০গড্ডলিকা প্রবাহ বাগধারায় গড়ল শব্দের অর্থ কী?

(ক) স্রোত

(খ) ভেড়া

(গ) একত্র

(ঘ) ভাসা

উত্তরঃ খ। ভেড়া

১৪১তাতে সমাজজীবন চলে না। বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি?

(ক) তাতে সমাজজীবন চলে

(খ) তাতে না সমজাজীবন চলে

(গ) তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে

(ঘ) তাতে সমাজজীবন সচল হয়ে পড়ে

উত্তরঃ গ। তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে

১৪২তোমারেই যেন ভালোবাসিয়াছি শর রূপে শতবার/জনমে জনমে যুগে যুগে অনিবার।রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?

(ক) ‘অনন্ত প্রেম’

(খ) ‘উপহার’

(গ) ‘ব্যক্ত প্রেম’

(ঘ) ‘শেষ উপহার’

উত্তরঃ ক। ‘অনন্ত প্রেম’

১৪৩হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী?

(ক) পণ্ডিত

(খ) বিদ্যাসাগর

(গ) শস্ত্রজ্ঞ

(ঘ) মহামহোপাধ্যায়

উত্তরঃ  ঘ। মহামহোপাধ্যায়

১৪৪ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি?

(ক) ‘তেইশ নম্বর তৈলচিত্র’

(খ) ‘ক্ষুধা ও আশা’

(গ) ‘কর্ণফুলি’

(ঘ) ‘ধানকণ্যা’

উত্তরঃ গ। ‘কর্ণফুলি’

১৪৫নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম?

(ক) অরুণ মিত্র

(খ) সমরেশ বসু

(গ) সুনীল গঙ্গোপাধ্যায়

(ঘ) সমরেশ মজুমদার

উত্তরঃ গ। সুনীল গঙ্গোপাধ্যায়

১৪৬বাগযন্ত্রের অংশ কোনটি?

(ক) স্বরযন্ত্র

(খ) ফুসফুস

(গ) দাঁত

(ঘ) উপরের সবকটি

উত্তরঃ ঘ। উপরের সবকটি

১৪৭চর্যাপদে প্রাপ্তিস্থান কোথায়?

(ক) বাংলাদেশ

(খ) নেপাল

(গ) উড়িষ্যা

(ঘ) ভুটান

উত্তরঃ খ। নেপাল

১৪৮কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?

(ক) ‘কাঁদো নদী কাঁদো’

(খ) ‘নেকড়ে অরণ্য’

(গ) ‘রাঙা প্রভাত’

(ঘ) ‘প্রদোষে প্রাকৃতজন’

উত্তরঃ খ। ‘নেকড়ে অরণ্য’

১৪৯বড় > বড্ডএটি কোন ধরনের পরিবর্তন?

(ক) বিষমীভবন

(খ) সমীভবন

(গ) ব্যঞ্জনদ্বিত্ব

(ঘ) ব্যঞ্জন-বিকৃতি

উত্তরঃ গ। ব্যঞ্জনদ্বিত্ব

১৫০সপ্তকাণ্ড রামায়ণ বাগধারার অর্থ কী?

(ক) রামায়ণের সাত পর্ব

(খ) রামায়ণে বর্ণিত বৃক্ষ

(গ) রামায়ণে বর্ণিত সাতটি সমুদ্র

(ঘ) বৃহৎ বিষয়

উত্তরঃ ঘ। বৃহৎ বিষয়

১৫১আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর কার লেখা?

(ক) এস. ওয়াজেদ আলী

(খ) আবুল হাসেম

(গ) আবুল মনসুর আহমদ

(ঘ) আবুল হুসেন

উত্তরঃ গ। আবুল মনসুর আহমদ

১৫২ ক্ষেপেছে পাগলি মায়ের মায়ের দামাল ছেলেকে এই দামাল ছেলে?

(ক) কাজী নজরুল ইসলাম

(খ) কামাল পাশা

(গ) চিত্তরঞ্জন দাস

(ঘ) সুভাষ বসু

উত্তরঃ খ। কামাল পাশা

১৫৩‘Attested’ শব্দের বাংলা পরিভাষা কী?

(ক) প্রত্যায়িত

(খ) সত্যায়িত

(গ) প্রত্যয়িত

(ঘ) সত্যয়িত

উত্তরঃ খ। সত্যায়িত

১৫৪ডেকে ডেকে হয়রান হচ্ছি। বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

(ক) অসহায়ত্ব

(খ) বিরক্তি

(গ) কালের বিস্তার

(ঘ) পৌনঃপুনিকতা

উত্তরঃ খ। বিরক্তি

১৫৫মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবি কে?

(ক) রফিক আজাদ

(খ) শঙ্খ ঘোষ

(গ) রফিক আজাদ

(ঘ) শামসুর রাহমান

উত্তরঃ খ। শঙ্খ ঘোষ

১৫৬আসমান কোন ভাষা থেকে আগত শব্দ?

(ক) পর্তুগিজ

(খ) ফরাসি

(গ) আরবি

(ঘ) ফারসি

উত্তরঃ ঘ। ফারসি

১৫৭নিম্নবর্ণিত স্বরধ্বনি কোনটি?

(ক) আ

(খ) ই

(গ) ঈ

(ঘ) অ্যা

উত্তরঃ ক। আ

১৫৮জিজীবিষা শব্দটির অর্থ কী?

(ক) জীবননাশের ইচ্ছা

(খ) বেঁচে থাকার ইচ্ছা

(গ) জীবকে জানার ইচ্ছা

(ঘ) জীবন-জীবিকার পথ

উত্তরঃ খ। বেঁচে থাকার ইচ্ছা

১৫৯ভুল বানান কোনটি?

(ক) ভূবন

(খ) অন্তঃসার

(গ) মুহুর্ত

(ঘ) অদ্ভুত

উত্তরঃ ক। ভূবন

১৬০যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়।এটি কোন ধরনের বাক্য?

(ক) সরল বাক্য

(খ) জটিল বাক্য

(গ) যৌগিক বাক্য

(ঘ) খণ্ড বাক্য

উত্তরঃ খ। জটিল বাক্য

১৬১চিকিৎসাশাস্ত্র কোন সমাস?

(ক) কর্মধারয়

(খ) বহুব্রীহি

(গ) অব্যয়ীভাব

(ঘ) তৎপুরুষ

উত্তরঃ ক। কর্মধারয়

১৬২ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

(ক) চৌবেরিয়া গ্রাম, নদীয়া

(খ) কাঁঠালপাড়া গ্রাম, চব্বিশ পরগনা

(গ) বীরসিংহ গ্রাম, মেদিনীপুর

(ঘ) দেবানন্দপুর গ্রাম, হুগলি

উত্তরঃ গ। বীরসিংহ গ্রাম, মেদিনীপুর

১৬৩মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়

(ক) ১৯ ফেব্রুয়ারি ১৯২৬

(খ) ১৯ জানুয়ারি ১৯২৬

(গ) ১৯ মার্চ ১৯২৬

(ঘ) ২৬ মার্চ ১৯২৭

উত্তরঃ খ। ১৯ জানুয়ারি ১৯২৬

১৬৪সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কী?

(ক) ‘শনিবারের চিঠি’

(খ) ‘রবিবারের ডাক’

(গ) ‘বিজলি’

(ঘ) ‘বঙ্গদর্শন’

উত্তরঃ ক। ‘শনিবারের চিঠি’

১৬৫মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়কে রচনা করেন এই কাব্য?

(ক) সুধীন্দ্রনাথ দত্ত

(খ) প্রেমেন্দ্র মিত্র

(গ) সমর সেন

(ঘ) জীবনানন্দ দাশ

উত্তরঃ ঘ। জীবনানন্দ দাশ

১৬৬Who is not an Irish writer?

(ক) Oscar Wilde

(খ) James Joyce

(গ) Jonathan Swift

(ঘ) D. H. Lawrence

উত্তরঃ ঘ। D. H. Lawrence

১৬৭‘A herd of cattle is passing.’ The underlined word is

(ক) adverb

(খ) adjective

(গ) collective noun

(ঘ) abstract noun

উত্তরঃ গ। collective noun

১৬৮What is the antonym for the word ‘deformation’?

(ক) distortion

(খ) contortion

(গ) wholeness

(ঘ) disfigurement

উত্তরঃ গ। wholeness

১৬৯Words inscribed on a tomb is an-

(ক) epitome

(খ) epithet

(গ) episode

(ঘ) epitaph

উত্তরঃ ঘ। epitaph

১৭০The phrase ‘dog days’ means-

(ক) hot weather

(খ) cold shower

(গ) rain-soaked streets

(ঘ) ice storm

উত্তরঃ ক। hot weather

১৭১Which gender is the word ‘orphan’?

(ক) neuter

(খ) feminine

(গ) common

(ঘ) masculine

উত্তরঃ গ। common

১৭২What is the noun form of the word ‘laugh’?

(ক) laughing

(খ) laughable

(গ) laughter

(ঘ) laughingly

উত্তরঃ গ। laughter

১৭৩Identify the word which is spelt incorrectly:

(ক) fluctuation

(খ) remission

(গ) ocassion

(ঘ) decision

উত্তরঃ গ। ocassion

১৭৪Change the voice: ‘Nobody trusts a traitor.’

(ক) A traitor is trusted

(খ) A traitor should not be trusted

(গ) Everybody hates a traitor

(ঘ) A traitor is not trusted by anybody

উত্তরঃ ঘ। A traitor is not trusted by anybody

১৭৫Who wrote the play ‘The Way of the World’?

(ক) William Shakespeare

(খ) William Congreve

(গ) Ben Jonson

(ঘ) Oscar Wilde

উত্তরঃ খ। William Congreve

১৭৬‘Better to reign in Hell. then serve in Heav’n’. -Who wrote this?

(ক) Geoffrey Chaucer

(খ) Christopher Marlowe

(গ) John Milton

(ঘ) P. B. Shelley

উত্তরঃ গ। John Milton

১৭৭Who is not a modern poet?

(ক) W. B. Yeats

(খ) W. H. Auden

(গ) John Keats

(ঘ) T. S. Eliot

উত্তরঃ  গ। John Keats

১৭৮Who is the author of the novel ‘The God of Small Things’?

(ক) Thomas Hardy

(খ) Jhumpa Lahiri

(গ) S.R.K. Narayan

(ঘ) Arundhati Roy

উত্তরঃ ঘ। Arundhati Roy

১৭৯‘Moby Dick’, a novel. was written by-

(ক) Herman Melville

(খ) Nathaniel Hawthorne

(গ) Mark Twain

(ঘ) William Faulkner

উত্তরঃ ক। Herman Melville

১৮০‘If Winter comes, can Spring be far behind’? -Who wrote this?

(ক) William Blake

(খ) S.T. Coleridge

(গ) Lord Byron

(ঘ) T. P. B. Shelley

উত্তরঃ ঘ। T. P. B. Shelley

১৮১O’ Henry was from-

(ক) Canada

(খ) America

(গ) England

(ঘ) Ireland

উত্তরঃ খ। America

১৮২Where is the setting of the play ‘Hamlet’?

(ক) England

(খ) Italy

(গ) France

(ঘ) Denmark

উত্তরঃ ঘ। Denmark

১৮৩What is the adjective form of the word ‘people’?

(ক) populous

(খ) popular

(গ) popularity

(ঘ) popularize

উত্তরঃ ক। populous

১৮৪‘He contemplated marrying his cousin.’ Here ‘marrying’ is a/an

(ক) present participle

(খ) gerund

(গ) verb

(ঘ) infinitive

উত্তরঃ খ। gerund

১৮৫‘No Second Troy’ is a-

(ক) short story

(খ) novel

(গ) poem

(ঘ) drama

উত্তরঃ গ। poem

১৮৬The word ‘to genuflect’ means-

(ক) to be genuine

(খ) to reflect

(গ) to bend the knee

(ঘ) to be flexible

উত্তরঃ গ। to bend the knee

১৮৭Fill in the blank: ‘She went to New Market ______’

(ক) on foot

(খ) on feet

(গ) by foot

(ঘ) by walking

উত্তরঃ ক। on foot

১৮৮What kind of play is ‘Julius Caesar’?

(ক) romantic

(খ) anti-romantic

(গ) comedy

(ঘ) historical

উত্তরঃ ঘ। historical

১৮৯Fill in the gap:
Birds fly ___in the sky.

(ক) random

(খ) at large

(গ) at a stitch

(ঘ) are long

উত্তরঃ খ। at large

১৯০Who is the author of ‘Jane Eyre’?

(ক) Charlotte Bronte

(খ) Emily Bronte

(গ) Jane Austen

(ঘ) Mary Shelley

উত্তরঃ ক। Charlotte Bronte

১৯১Which of the following novels is not written by an English writer?

(ক) A Passage to India

(খ) Sons and Lovers

(গ) One Hundred Years of Solitude

(ঘ) Pride and Prejudice

উত্তরঃ গ। One Hundred Years of Solitude

১৯২A speech full of too many words is-

(ক) a big speech

(খ) maiden speech

(গ) a verbose speech

(ঘ) an unimportant speech

উত্তরঃ গ। a verbose speech

১৯৩Who is the poet of the poem ‘Ozymandias’?

(ক)  P. B. Shelley

(খ) William Wordsworth

(গ) S.T. Coleridge

(ঘ) Johan Keats

উত্তরঃ ক। P. B. Shelley

১৯৪The most famous romantic poet of English literature is

(ক) Johan Dryden

(খ) Alexander Pope

(গ) William Wordsworth

(ঘ) T. S. Eliot

উত্তরঃ গ। William Wordsworth

১৯৫Identify the correct synonym for the word ‘magnanimo’

(ক)  unkind

(খ) generous

(গ) revengeful

(ঘ) friendly

উত্তরঃ খ। generous

১৯৬Choose the right form of verb:
It is high time we (act) on the matter.

(ক) are acting

(খ) acted

(গ) have acted

(ঘ) could act

উত্তরঃ খ। acted

১৯৭_____ was both a poet and a painter.

(ক) John Keats

(খ) Spenser

(গ) William Blake

(ঘ) John Donne

উত্তরঃ গ। William Blake

১৯৮Identify the correct sentence:

(ক) The girl burst out tears

(খ) The girl burst into tears

(গ) The girl burst with tears

(ঘ) The girl bursted out tears

উত্তরঃ খ। The girl burst into tears

১৯৯The phrase ‘sine die’ means-

(ক) half-heartedly

(খ) doubt fully

(গ) fixed

(ঘ) uncertain

উত্তরঃ ঘ। uncertain

২০০Do you have any money __ you?
Fill  in the blank with appropriate preposition.

(ক) to

(খ) over

(গ) in

(ঘ) on

উত্তরঃ ঘ। on

Mustafij Sir

Recent Posts

HSC Synonym Antonym Board Question All Board

WordsMeaningsSynonyms    antonymsouterবাইরেরoutmostinnerproletarianদরিদ্র/সর্বহারাWorking-classmorallaunchশুরু করাIntroductionwithdrawpreparingপ্রস্তুতিGet-readydoubtfaultlesslyনির্দোষভাবেabsolutelyfaultynauseaবমিবমিভাবvomitingheadachediscomfortঅসস্তিupsetcomfortmaintainedবজায় করাsustainuselessLaterকরেnextearlierdynamicগতিশীলAggressivestaticplanপরিকল্পনাproposaldisorderaimলক্ষGoalaimlessdirectionনিদ্ধেশনাInstructionnoticeprofessionপেশাJobjoblesssuitsআকারFormnothingaptitudeযোগ্যতাAttitudedislikevaryপরিবর্তীতVariousfixeducatedশিক্ষিতLearneduneducatedcitizenনাগরিকnativeforeignervirtueপূর্ণgoodnessevilA lotঅনেকhugelittlecourteousবিনয়ীpoliterudediscourtesyঅবিনয়ীrudenesscourteouswinজয় করাgainloseenemyশত্রুfoefriendensureনিশ্চিত করাconfirmcancelangerরাগtempercalmnessremoveঅপসারণcancelputcordialityসোহার্দrudenessdiscordialitydifferentভিন্নDissimilarsameseeksঅনুসন্ধানPursuefindeagerআগ্রহীinterestdisinterestedobservationপর্যবেক্ষণExaminationneglectmereএকমাত্রImmenseabnormalalertসতর্কWatchfulunawarelatentসুপ্তOpenrealizedinstructorsপ্রশিকক্ষকteacherstudentguideগাইডmentormisguidewayপথ/উপায়Pathpartfascinatingচমৎকারexcellentunattractiveinterestআগ্রহীeagerdisregardimpatientঅধৈয্যIntolerancepatientillogicalঅযোক্তিকunethicalLogicalindifferentউদাসীনUninteresteddifferentethicallyনৈথিকভাবেlawfullyUnethicalGood-lookingচমৎকারAttractiveUnattractiveDarkঅন্ধকারBlackbrightFlawlessস্থিরperfectflawedShinyউজ্জল্যbrightdarkSlenderসরুthinfatGracefulকরুনাময়elegantungracefulStylishlyআড়ম্বরপূর্ণভাবেattractivesimplyAppreciatesপ্রশংসা করেpriesCriticizeNoticeলক্ষ করেadvertisementoverlookAmbitionউচ্ছাকাঙকাAim/desirelazinessRequireপ্রয়োজনneedanswerProficiencyদক্ষতাskilledincompetenceWonderআশ্চয্যSurprisedisinterestTestedপরীক্ষীতverifiednewEquallyসমানভাবেsimilarlyUnequallyDisappointingহতাশাজনকInceptingappointingPresumablyসম্ভবতdoubtlesslyimprobableQualifyযোগ্যতাcertifyDisqualifywrongভুলmistakewriteIdealআদর্শModelbadMasterদক্ষTeacherStudentMakesতৈরীcreateBreak/destroyMethodপদ্ধতিSystemdifferenceConvincingবিশ্বাসীsatisfactoryUnconvincingPraisesপ্রশাংসা করেhurrahCriticizeMistakeভুলErrorsagacityAngryরাগevilcalmSimpleসাধারণgeneralComplexmoralনৈতিকethicalamoralAcceptedগৃহিতreceivedrejectedSincerityআন্তরিকতাGood-willinsincerityResponsibilityদায়িত্বdutiesdepartureComplexityজটিলতাcomplicationSimplicityEnvyহিংসাlastedpraiseVicesমন্দevilVirtueImpactsপ্রভাবeffectfailsAwarenessসতর্কতাalertnessunawarenessOut-comeবাহিরের দিকresultcauseimportanceগুর্ত্বপূর্ণsignificanceinsignificanceFriendবন্দুenemyfoeNeedপ্রয়োজনcommitment/necessaryavoidSympathyসহানুভুতিkindnessrudenessProveপ্রমানconfirmdisproveFalseমিথ্যাwrongtrueHarmক্ষতিকরlosshelpLaughহাসাburstcryPleasureআনন্দhappinesssadnessBringআনাcarryleaveideaধারণাconceptnothingAllowঅনুমতিpermitdenyFreedomস্বাধীনতাindependencebondageOpinionমতামতviewawarenessFairমেলাcleanunfairEqualসমানbalancedunequalDivisionবিভাগdistributionunionElectনির্বাচন করাvoterefuseSystemনিয়ম-নীতিprocesspartTreatmentচিকিৎশা করাcuringhurtFacilityসুবিধাadvantagepainNeverকখন নয়NotingAlwaysWeakerদুর্বলrottenstrongerDiscourageনিরুৎসাহিতdroopEncourageFrustratingহতাশাজনকBuffaloingsatisfyingInterestআগ্রহীeagernessdiscourageAbilityসক্ষমতাCapabilityinabilityDreamস্বপ্নfancyfactBestসবচেয়ে ভালfinestworstSuccessসফলতাachievementfailureachieveঅর্জন…

8 months ago

সরকারি চাকরী খুজুন ঘরে বসেঃ ইন্টারনেটে চাকরীর খোঁজ(জরুরী ধাপ ও নির্ভরযোগ্য সকল ওয়েবসাইট)

আপনি যদি ইন্টারনেটে চাকরির সন্ধান করছেন এবং আপনি এটি সম্পর্কে জানতে চান তবে আপনি সঠিক…

2 years ago

HSC 2023- English 1st Paper Model Question and Solution-1

Model Question 1 Part-I : Marks 60 1. Read the passage and answer the questions…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-পঞ্চম অধ্যায়- দেবদেবী ও পূজা সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

পঞ্চম অধ্যায় দেবদেবী ও পূজা এ অধ্যায়ে আমরা পূজা, পুরোহিতের ধারণা ও যোগ্যতা, দেবী দুর্গা,…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-চতুর্থ অধ্যায়- হিন্দুধর্মে সংস্কার সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

চতুর্থ অধ্যার হিন্দুধর্মে সংস্কার আমাদের এই পার্থিব জীবনকে সুন্দর ও কল্যাণময় করে গড়ে তোলার লড়্গ্েয…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-তৃতীয় অধ্যায়, ধর্মীয় আচার-অনুষ্ঠান সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

তৃতীয় অধ্যায় ধর্মীয় আচার-অনুষ্ঠান আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করার জন্য যেসব আচার-আচরণ চর্চিত হয়…

2 years ago

This website uses cookies.