Bangladesh Bank Question

Bangladesh Bank General Officer Question and Solution-2019

বাংলাদেশ ব্যাংক জেনারেল অফিসার প্রশ্ন ২০১৯

১। ‘প্রাতিস্বিক’ শব্দটির অর্থ-
(ক) স্বকীয়
(খ) স্বীয়
(গ) স্বােপার্জিত
(ঘ) স্বনির্মিত
উত্তরঃ ক। স্বকীয়

২। নিচের যে গুচ্ছে একটিও ঘর্ষণজাত ধ্বনি নেই-
(ক) চ, ব, হ
(খ) ল , স, ছ
(গ) র শ জ
(ঘ) ফ, ড়, চ
উত্তরঃ ঘ। ফ, ড়, চ

৩। Translate into Bangla: ‘Please stop being so judgmental’
(ক) দয়া করে এমন মনগড়া বিচার করা থেকে বিরত থাকুন।
(খ) দয়া করে কোনাে যুক্তিহীন সিদ্ধান্ত গ্রহণ করবেন না।
(গ) অগ্রহপূর্বক অবিচার যেন না হয় সেই বিষয়ে সতর্ক থাকুন।
(ঘ) অনুগ্রহপূর্বক বিচারহীনতার ইতি থেকে বেরিয়ে আসুন।
উত্তরঃ ক। দয়া করে এমন মনগড়া বিচার করা থেকে বিরত থাকুন।

৪। T.S. Eliot এর The Journey of the Magi কবিতার রবীন্দ্রনাথ ঠাকুর অনূদিত রূপ হল-
(ক) পুনশ্চ
(খ) তীর্থযাত্রী
(গ) বাঁশী
(ঘ) জীবনদেবতা
উত্তরঃ খ। তীর্থযাত্রী

৫। সাংস্কৃতিক শব্দের ‘ইক’ প্রত্যয়টি যে শব্দশ্রেণিকে নির্দেশ করে –
(ক) বিশেষ্য
(খ) বিশেষণ
(গ) ক্রিয়াবিশেষণ
(ঘ) ক্রিয়া
উত্তরঃ খ। বিশেষণ

৬। ‘মণিমঞ্জুষা’ শব্দটির প্রমিত উচ্চারণ হলো –
(ক) মনিমোঞজুশা
(খ) মণিমোনজুসা
(গ) মনিমোনজুষা
(ঘ) মোনিমোন্জুশা
উত্তরঃ ঘ। মোনিমোন্জুশা

৭। মঙ্গলকাব্য-এ ধর্মীয় আরাধনা মূখ্য হলেও এর অন্যতম সাধারণ বৈশিষ্ট্য হলো –
(ক) ব্যক্তির মুক্তি
(খ) সামাজিক মিথষ্ক্রিয়া
(গ) অন্ত্যেবাসী মানুষ
(ঘ) শ্রেণিদ্বন্দ্ব
উত্তরঃ ঘ। শ্রেণিদ্বন্দ্ব

৮। “সমুদ্রের স্বাদ” মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি –
(ক) কাব্যগ্রন্থ
(খ) গল্পগ্রন্থ
(গ) প্রবন্ধগ্রহ
(ঘ) উপন্যাসগ্রন্থ
উত্তরঃ খ। গল্পগ্রন্থ

৯। নিচের যেটি সমার্থক শব্দের জুটি নয়
(ক) পাঁশুটে : পাণ্ডুর
(খ) অয়:লোহা
(গ) পদ্ম:পঙ্কজ
(ঘ) অনিকেত : অপবিত্র
উত্তরঃ ঘ। অনিকেত : অপবিত্র

১০। নিচের যে উত্তরটি বেমানান –
(ক) বহ্নিপির, সুড়ঙ্গ
(খ) চৌরসন্ধি, ক্রান্তিকাল
(গ) চিঠি, দণ্ডকারণ্য
(ঘ) বিসর্জন, রথের রশি
উত্তরঃ খ। চৌরসন্ধি, ক্রান্তিকাল

১১। তৎপুরুষ সমাসের উদাহরণ নয় –
(ক) ঊর্ণনাভ
(খ) পকেটমার
(গ) রাজপথ
(ঘ) বিলাতফেরত
উত্তরঃ ক। ঊর্ণনাভ

১২। মনে পড়ে সেই জৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন। স্ফীত হরফের পদটির কারক ও বিভক্তি হল-
(ক) কর্মে প্রথমা
(খ) অধিকরণে পঞ্চমী
(গ) অপাদানে শূন্য
(ঘ) সম্প্রদানে সপ্তমী
উত্তরঃ গ। অপাদানে শূন্য

১৩। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা নয় যেটি –
(ক) লাগল
(খ) ধুমকেতু
(গ) নবযুগ
(ঘ) বিজলি
উত্তরঃ ঘ। বিজলি

১৪। ‘বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম’ – গঠন অনুসারে বাক্যটি যে ধরণের-
(ক) সরল
(খ) জটিল
(গ) যৌগিক
(ঘ) মিশ্র
উত্তরঃ ক। সরল

১৫। নিচের যে গুচ্ছে অপ্রমিত বানান রয়েছে-
(ক) স্বত্ত্ব, কনকাঞ্জলী
(খ) ঝঞ্ঝা, অবাঞ্ছিত
(গ) পিপীলিকা, বস্তু
(ঘ) উপর্যুক্ত, উর্ধ্ব
উত্তরঃ ক। স্বত্ত্ব, কনকাঞ্জলী

১৬। জীবনানন্দ দাশকে ‘নির্জনতম কৰি আখ্যা দিয়েছেন –
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) সুধীন্দ্রনাথ দত্ত
(গ) বুদ্ধদেব বসু
(ঘ) বিষ্ণু দে
উত্তরঃ গ। বুদ্ধদেব বসু

১৭। Foyot’s is a restaurant _ where the French Senators eat.
(ক) to
(খ) at
(গ) in
(ঘ) by
উত্তরঃ খ। at

১৮। If cigarettes were banned, life _ healthier.
(ক) will be
(খ) become
(গ) should become
(ঘ) would become
উত্তরঃ ঘ। would become

১৯। Could you _ me that file on your desk, please?
(ক) extend
(খ) past
(গ) catch
(ঘ) hand
উত্তরঃ ঘ। hand

২০। The poem “Visions of the Past” is written by –
(ক) Lord Byron
(খ) Michael Madhusudan Dutt
(গ) William Blake
(ঘ) Rabindranath Tagore
উত্তরঃ খ। Michael Madhusudan Dutt

২১। A sarcastic person is someone who is –
(ক) dependent on others
(খ) a very strict person
(গ) a savior
(ঘ) Ironical and bitter
উত্তরঃ ঘ। Ironical and bitter

২২। Our teacher told us off for being late. The bold faced phrases closest to –
(ক) expelled us
(খ) detained us
(গ) scolded us
(ঘ) punished us
উত্তরঃ গ। scolded us

২৩। The synonym of ‘vigilant’ is
(ক) heedless
(খ) oscillate
(গ) villainous
(ঘ) observant
উত্তরঃ ঘ। observant

২৪। If Roots: Root, then
(ক) Greens : Green
(খ) Boot : Boots
(গ) Goods : Good
(ঘ) Moods : Mood
উত্তরঃ ক। Greens : Green

২৫। The incorrectly spelt word is –
(ক) peasant
(খ) piteous
(গ) pilgrimage
(ঘ) pessimisstic
উত্তরঃ ঘ। pessimisstic

২৬। Choose the best translation রাতের নিস্তব্ধতায় সে একটি তীব্র চিৎকার শুনতে পেল।
(ক) He heard a shrill cry in the still of night.
(খ) He experienced a bad cry at the dark of night.
(গ) He listened a harsh cry in a calm night.
(ঘ) He was stunned by hearing hue and cry in a black night.
উত্তরঃ ক। He heard a shrill cry in the still of night.

২৭। Find the incorrect sentence:
(ক) This is my complain against him.
(খ) We must fight the enemies.
(গ) You should apologize for your mistakes.
(ঘ) I study hardly.
উত্তরঃ ক। This is my complain against him.

২৮। Transform the sentence without changing the meaning: ‘Beena is a meritorious gir .
(ক) Beena is a girl who had merit.
(খ) Beena is a girl who has her merit.
(গ) Beena is not a foolish girl.
(ঘ) What a meritorious girl Beena was!
উত্তরঃ গ। Beena is not a foolish girl.

২৯। Change the form of speech- He said to me, “Which job do you want?”
(ক) He asked me which job I had wanted.
(খ) He told me which job I wanted
(গ) He Inquired about me which job was wanted.
(ঘ) He asked me which job I wanted.
উত্তরঃ ঘ। He asked me which job I wanted.

৩০। The Idiom ‘Let things slide’ means –
(ক) to be criticizing
(খ) to be indifferent
(গ) to set free
(ঘ) not to help anyone
উত্তরঃ খ। to be indifferent

৩১। Change into passive: “The trainer walked the horse after the race!”
(ক) The horse was walked after the race by the trainer.
(খ) After the race, the horse walked by the trainer.
(গ) The trainer walked the horse by the race.
(ঘ) The horse was walked the trainer after the race.
উত্তরঃ ক। The horse was walked after the race by the trainer.

৩২। The antonym of ‘extinction’ is
(ক) destruction
(খ) survival
(গ) stagnation
(ঘ) elaboration
উত্তরঃ খ। survival

৩৩। How many integers from 1 to 1000 are divisible by 30 but not by 16?
(ক) 29
(খ) 31
(গ) 32
(ঘ) 38
উত্তরঃ ক। 29

৩৪। What is the H.C.F. of the numbers 36, 54 and 90?
(ক) 6
(খ) 9
(গ) 12
(ঘ) 18
উত্তরঃ ঘ। 18

৩৫। If secθ + tanθ = x, then tanθ is
(ক) (x2 +1)/x
(খ) (x2-1)/x
(গ) (x2 +1)/2x
(ঘ) (x2 – 1)/2x
উত্তরঃ ঘ। (x2– 1)/2x

৩৬। If x is an integer and y = -2x-8, what is the least value of x for which y is less than 9?
(ক) -9
(খ) -8
(গ) -2
(ঘ) -6
উত্তরঃ খ। -8

৩৭। If the length of a rectangle is increased by 20% and width is decreased by 20%, what is the change in area of the rectangle?
(ক) unchanged
(খ) decreases by 4%
(গ) increases by 4%
(ঘ) increases by 5%
উত্তরঃ খ। decreases by 4%

৩৮। 1f a +1/a = 3 what is a3+1/a3?
(ক) 24
(খ) 7
(গ) 30
(ঘ) 18
উত্তরঃ ঘ। 18

৩৯। Bus fares were recently increased from Taka 1.70 to Taka 2.00. What was the approximate percentage of increase?
(ক) 18%
(খ) 15%
(গ) 0.15%
(ঘ) 0.18%
উত্তরঃ ক। 18%

৪০। Which of the numbers below is not equivalent to 20%?
(ক) 1/5
(খ) 20/100
(গ) 0.5
(ঘ) 0.2
উত্তরঃ গ। 0.5

৪১। If n is an even integer, which of the following must be an odd integer?
(ক) n2-n
(খ) n + 2
(গ) 3n-1
(ঘ) 3n3
উত্তরঃ গ। 3n-1

৪২। The sum of first 17 terms of the series 5,9,13,17….is
(ক) 529
(খ) 462
(গ) 629
(ঘ) 523
উত্তরঃ গ। 629

৪৩। All possible three digit numbers are formed by 1,3,5. If one number is chosen randomly, the probability that it would be divisible by 5 is-
(ক) 0
(খ) 2/9
(গ) 1/3
(ঘ) 1/4
উত্তরঃ গ। 1/3

৪৪। If x:y = 5:3, then (8x-5y) : (8x+5y) =?
(ক) 5:11
(খ) 6:5
(গ) 5:6
(ঘ) 3:8
উত্তরঃ ক। 5:11

৪৫। The three sides of a triangle are x+1, 2x-1 and 3x+1 respectively and the perimeter is 25 cm. The length of the smallest side is –
(ক) 5cm
(খ) 3cm
(গ) 4cm
(ঘ) 7cm
উত্তরঃ ক। 5cm

৪৬। The difference in Taka between simple and compound Interest at 5% annually on a sum of Tk. 5000 after 2 years is –
(ক) 12.5
(খ) 25
(গ) 50
(ঘ) 500
উত্তরঃ ক। 12.5

৪৭। Log 36 / log 6=
(ক) 5
(খ) 8
(গ) 3
(ঘ) 2
উত্তরঃ ঘ। 2

৪৮। If A = (1, 2, 3, 4, 5), then the number of proper subsets of A is
(ক) 120
(খ) 30
(গ) 31
(ঘ) 32
উত্তরঃ গ। 31

৪৯। Every 3 minutes, 4 litres of water are poured into a 2,000 litre tank. After 2 hours, what percent of the tank will be full?
(ক) 0.4%
(খ) 4%
(গ) 8%
(ঘ) 12%
উত্তরঃ গ। 8%

৫০। P and Q are brothers. R and S are sisters. The father of P is brother of S. Q is related to R as –
(ক) son
(খ) brother
(গ) uncle
(ঘ) aunt
উত্তরঃ ঘ। aunt

৫১। The next number in the sequence 3, 6, 11, 18, 27. …is –
(ক) 34
(খ) 36
(গ) 38
(ঘ) 40
উত্তরঃ গ। 38

৫২। If 2x-1≥-3, then
(ক) x ≤ -2
(খ) x ≥-2
(গ) x ≤-1
(ঘ) x ≥ -1
উত্তরঃ ঘ। x ≥ -1

৫৩। The average of six numbers is 14. The average of four of these numbers is 15. The average of the remaining two numbers is
(ক) 4
(খ) 8
(গ) 12
(ঘ) 16
উত্তরঃ গ। 12

৫৪। If xy – 2 and xy – 16, what is the value of x?
(ক) 4
(খ) 2
(গ) 1/4
(ঘ) 8
উত্তরঃ গ। 1/4

৫৫। The perimeter of a circle measures 16π cm, what is the area of the circle in sq. cm?
(ক) 32√2
(খ) 64π
(গ) 256π
(ঘ) 128π
উত্তরঃ খ। 64π

৫৬। There are 10 true false questions in an examination. These questions can be answered in
(ক) 20 ways
(খ) 100 ways
(গ) 210 ways
(ঘ) 1024 ways
উত্তরঃ ঘ। 1024 ways

৫৭। The proposed “Exclusive Tourist Zone’ will be at __ beach.
(ক) Inani
(খ) Sabrong
(গ) Laboni
(ঘ) Kuakata
উত্তরঃ খ। Sabrong

৫৮। The founder of the BRAC Sir Fazle Hasan Abed was recently awarded the highly prestigious –
(ক) St. Andrews Prize
(খ) Yidan Prize
(গ) Okayama Award
(ঘ) Raif Badawi Award
উত্তরঃ খ। Yidan Prize

৫৯। The Parki beach of Bangladesh is located at –
(ক) Mangla
(খ) Cox’s Bazar
(গ) Patuakhali
(ঘ) Chattogram
উত্তরঃ ঘ। Chattogram

৬০। The bank note of Bangladesh which has the impression of Central Shaheed Minar is –
(ক) TK. 2 note
(খ) Tk 10 note
(গ) Tk. 20 note
(ঘ) Tk. 50 note
উত্তরঃ ক। TK. 2 note

৬১। Before nationalization in 1972, the former name of present Janata Bank Ltd. Was
(ক) Standard Bank Ltd.
(খ) Habib Bank Ltd.
(গ) National Bank of Pakistan
(ঘ) United Bank Ltd
উত্তরঃ ঘ। United Bank Ltd

৬২। Sumerian civilization is a part of __ civilization.
(ক) Mesopotamian
(খ) Mayan
(গ) Akkadian
(ঘ) Hebrew
উত্তরঃ ক। Mesopotamian

৬৩। ‘Sohrai’ is the festival of the ethnic community named –
(ক) Garo
(খ) Chakma
(গ) Santal
(ঘ) Tanchangya
উত্তরঃ গ। Santal

৬৪। ‘Mujib Borsho’ is going to be celebrated by _ countries.
(ক) 190
(খ) 192
(গ) 195
(ঘ) 197
উত্তরঃ গ। 195

৬৫। The 52nd Convocation Speaker of the University of Dhaka is-
(ক) Takaaki Kajita
(খ) Abhijeet Banerjee
(গ) Amit Chakma
(ঘ) Emperor Naruhito
উত্তরঃ ক। Takaaki Kajita

৬৬। A London-based group that took humanitarian aid during the Liberation War of Bangladesh is known as –
(ক) Operation Omega
(খ) Operation Searchlight
(গ) Operation Crack Platoon
(ঘ) Operation Jackpot
উত্তরঃ ক। Operation Omega

৬৭। Recently expired renowned personality Rawshan Ara Bachchu was a –
(ক) Politician
(খ) Freedom fighter
(গ) Women activist
(ঘ) Language hero
উত্তরঃ ঘ। Language hero

৬৮। Who led the Gambian delegation at the ICJ in hearing the case of genocide against Myanmar?
(ক) Habib Drammeh
(খ) Amadou Sanneh
(গ) Adama Barrow
(ঘ) Abubacarr Marle Tambadou
উত্তরঃ ঘ। Abubacarr Marle Tambadou

৬৯। The national helpline for Violence against Women and Children is –
(ক) 102
(খ) 109
(গ) 111
(ঘ) 333
উত্তরঃ খ। 109

৭০। The inaugural match of Bangabandhu BPL T20 is played between Chattogram Challengers and –
(ক) Sylhet Thunders
(খ) Rajshahi Royals
(গ) Dhaka Platoon
(ঘ) Cumilla Warriors
উত্তরঃ ক। Sylhet Thunders

৭১। In the South Asian Games 2019, the Bangladesh Archer who made a hat-trick by winning three successive gold medals is –
(ক) Suma Biswas
(খ) Ruman Shana
(গ) Sohel Rana
(ঘ) Bonna Akter
উত্তরঃ গ। Sohel Rana

৭২। ‘Bangla Bond’ will make debut on the London Stock Exchange through
(ক) Bangladesh Bank
(খ) London Stock Exchange
(গ) International Finance Corporation
(ঘ) World Bank
উত্তরঃ গ। International Finance Corporation

৭৩। In general a window has _ scrollbars.
(ক) 2
(খ) 3
(গ) 4
(ঘ) 5
উত্তরঃ খ। 3

৭৪। The shortcut key to open the OPEN dialogue box in MS Office is –
(ক) F12
(খ) Shift + F12
(গ) Alt + F12
(ঘ) Ctrl + F12
উত্তরঃ ঘ। Ctrl + F12

৭৫। By default Footers are printed on____
(ক) first page
(খ) last page
(গ) ) all pages
(ঘ) even pages
উত্তরঃ গ। ) all pages

৭৬। The process of erasing a disk is called –
(ক) Wiping
(খ) Formatting
(গ) Defragmenting
(ঘ) Rebooting
উত্তরঃ খ। Formatting

৭৭। The process of removing unwanted part of an image is called
(ক) Hiding
(খ) Cropping
(গ) Bordering
(ঘ) Cutting
উত্তরঃ খ। Cropping

৭৮। The function of Excel that tells the number of numeric entries in the designated range(s) is –
(ক) NUM
(খ) COUNT
(গ) SUM
(ঘ) CHKNUM
উত্তরঃ খ। COUNT

৭৯। Moving from one website to another is called –
(ক) Downloading
(খ) Uploading
(গ) Browsing
(ঘ) Attaching
উত্তরঃ গ। Browsing

৮০। The space left between the margin and the beginning of a paragraph is called
(ক) Gutter
(খ) Alignment
(গ) Merge
(ঘ) Indentation
উত্তরঃ ঘ। Indentation

Mustafij Sir

Recent Posts

HSC Synonym Antonym Board Question All Board

WordsMeaningsSynonyms    antonymsouterবাইরেরoutmostinnerproletarianদরিদ্র/সর্বহারাWorking-classmorallaunchশুরু করাIntroductionwithdrawpreparingপ্রস্তুতিGet-readydoubtfaultlesslyনির্দোষভাবেabsolutelyfaultynauseaবমিবমিভাবvomitingheadachediscomfortঅসস্তিupsetcomfortmaintainedবজায় করাsustainuselessLaterকরেnextearlierdynamicগতিশীলAggressivestaticplanপরিকল্পনাproposaldisorderaimলক্ষGoalaimlessdirectionনিদ্ধেশনাInstructionnoticeprofessionপেশাJobjoblesssuitsআকারFormnothingaptitudeযোগ্যতাAttitudedislikevaryপরিবর্তীতVariousfixeducatedশিক্ষিতLearneduneducatedcitizenনাগরিকnativeforeignervirtueপূর্ণgoodnessevilA lotঅনেকhugelittlecourteousবিনয়ীpoliterudediscourtesyঅবিনয়ীrudenesscourteouswinজয় করাgainloseenemyশত্রুfoefriendensureনিশ্চিত করাconfirmcancelangerরাগtempercalmnessremoveঅপসারণcancelputcordialityসোহার্দrudenessdiscordialitydifferentভিন্নDissimilarsameseeksঅনুসন্ধানPursuefindeagerআগ্রহীinterestdisinterestedobservationপর্যবেক্ষণExaminationneglectmereএকমাত্রImmenseabnormalalertসতর্কWatchfulunawarelatentসুপ্তOpenrealizedinstructorsপ্রশিকক্ষকteacherstudentguideগাইডmentormisguidewayপথ/উপায়Pathpartfascinatingচমৎকারexcellentunattractiveinterestআগ্রহীeagerdisregardimpatientঅধৈয্যIntolerancepatientillogicalঅযোক্তিকunethicalLogicalindifferentউদাসীনUninteresteddifferentethicallyনৈথিকভাবেlawfullyUnethicalGood-lookingচমৎকারAttractiveUnattractiveDarkঅন্ধকারBlackbrightFlawlessস্থিরperfectflawedShinyউজ্জল্যbrightdarkSlenderসরুthinfatGracefulকরুনাময়elegantungracefulStylishlyআড়ম্বরপূর্ণভাবেattractivesimplyAppreciatesপ্রশংসা করেpriesCriticizeNoticeলক্ষ করেadvertisementoverlookAmbitionউচ্ছাকাঙকাAim/desirelazinessRequireপ্রয়োজনneedanswerProficiencyদক্ষতাskilledincompetenceWonderআশ্চয্যSurprisedisinterestTestedপরীক্ষীতverifiednewEquallyসমানভাবেsimilarlyUnequallyDisappointingহতাশাজনকInceptingappointingPresumablyসম্ভবতdoubtlesslyimprobableQualifyযোগ্যতাcertifyDisqualifywrongভুলmistakewriteIdealআদর্শModelbadMasterদক্ষTeacherStudentMakesতৈরীcreateBreak/destroyMethodপদ্ধতিSystemdifferenceConvincingবিশ্বাসীsatisfactoryUnconvincingPraisesপ্রশাংসা করেhurrahCriticizeMistakeভুলErrorsagacityAngryরাগevilcalmSimpleসাধারণgeneralComplexmoralনৈতিকethicalamoralAcceptedগৃহিতreceivedrejectedSincerityআন্তরিকতাGood-willinsincerityResponsibilityদায়িত্বdutiesdepartureComplexityজটিলতাcomplicationSimplicityEnvyহিংসাlastedpraiseVicesমন্দevilVirtueImpactsপ্রভাবeffectfailsAwarenessসতর্কতাalertnessunawarenessOut-comeবাহিরের দিকresultcauseimportanceগুর্ত্বপূর্ণsignificanceinsignificanceFriendবন্দুenemyfoeNeedপ্রয়োজনcommitment/necessaryavoidSympathyসহানুভুতিkindnessrudenessProveপ্রমানconfirmdisproveFalseমিথ্যাwrongtrueHarmক্ষতিকরlosshelpLaughহাসাburstcryPleasureআনন্দhappinesssadnessBringআনাcarryleaveideaধারণাconceptnothingAllowঅনুমতিpermitdenyFreedomস্বাধীনতাindependencebondageOpinionমতামতviewawarenessFairমেলাcleanunfairEqualসমানbalancedunequalDivisionবিভাগdistributionunionElectনির্বাচন করাvoterefuseSystemনিয়ম-নীতিprocesspartTreatmentচিকিৎশা করাcuringhurtFacilityসুবিধাadvantagepainNeverকখন নয়NotingAlwaysWeakerদুর্বলrottenstrongerDiscourageনিরুৎসাহিতdroopEncourageFrustratingহতাশাজনকBuffaloingsatisfyingInterestআগ্রহীeagernessdiscourageAbilityসক্ষমতাCapabilityinabilityDreamস্বপ্নfancyfactBestসবচেয়ে ভালfinestworstSuccessসফলতাachievementfailureachieveঅর্জন…

8 months ago

সরকারি চাকরী খুজুন ঘরে বসেঃ ইন্টারনেটে চাকরীর খোঁজ(জরুরী ধাপ ও নির্ভরযোগ্য সকল ওয়েবসাইট)

আপনি যদি ইন্টারনেটে চাকরির সন্ধান করছেন এবং আপনি এটি সম্পর্কে জানতে চান তবে আপনি সঠিক…

2 years ago

HSC 2023- English 1st Paper Model Question and Solution-1

Model Question 1 Part-I : Marks 60 1. Read the passage and answer the questions…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-পঞ্চম অধ্যায়- দেবদেবী ও পূজা সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

পঞ্চম অধ্যায় দেবদেবী ও পূজা এ অধ্যায়ে আমরা পূজা, পুরোহিতের ধারণা ও যোগ্যতা, দেবী দুর্গা,…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-চতুর্থ অধ্যায়- হিন্দুধর্মে সংস্কার সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

চতুর্থ অধ্যার হিন্দুধর্মে সংস্কার আমাদের এই পার্থিব জীবনকে সুন্দর ও কল্যাণময় করে গড়ে তোলার লড়্গ্েয…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-তৃতীয় অধ্যায়, ধর্মীয় আচার-অনুষ্ঠান সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

তৃতীয় অধ্যায় ধর্মীয় আচার-অনুষ্ঠান আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করার জন্য যেসব আচার-আচরণ চর্চিত হয়…

2 years ago

This website uses cookies.