BDS Question

BDS (Dental) Admission Question and Solution (2006-07)

ডেন্টাল ভর্তি পরীক্ষা ২০০৬-০৭

১। নিম্নের কোনটি রাশির জন্য সটিক নয়?
(ক) একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করা যায়
(খ) সরণ, ওজন, বেগ, ভর,ত্বরন, বল, তড়িৎ প্রাবল্য ইত্যাদিকে সম্পুর্ণরুপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রোয়জন হয়
(গ) যে সকল ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পুর্ণ রুপে প্রকাশ করা হয়, দিক নির্দেশের প্রোয়জন হয় না তাদেরকে স্কেলার রাশি বলে
(ঘ) সংযোগ সুত্র = ভেক্টর বীজগণিতের কতিপয় সুত্রের একটি
উত্তরঃ খ। সরণ, ওজন, বেগ, ভর,ত্বরন, বল, তড়িৎ প্রাবল্য ইত্যাদিকে সম্পুর্ণরুপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রোয়জন হয়

২। কোনটি সঠিক?
(ক) ফ্যারাডের সূত্র তাপমাত্রা, চাপ. দ্রাবক এবং দ্রবণের ঘনমাত্রার উপর নির্ভর করে
(খ) গ্রুপ-I এর অর্ন্তভুক্ত মৌলগুলোকে মৃৎক্ষারীয় ধাতু বলা হয়
(গ) সমস্ফুটন মিশ্রণের উপাদার সমুহকে সাধারণত:পাতন প্রনালীতে পৃথক করা হয়
(ঘ) গ্রুপ-II এর ধাতু সমুহকে নাইট্রেট তাপে বিয়োজিত হলে অক্সাই ও নাট্রোজেন-অক্সাইড উৎপন্ন হয়
উত্তরঃ ঘ। গ্রুপ-II এর ধাতু সমুহকে নাইট্রেট তাপে বিয়োজিত হলে অক্সাই ও নাট্রোজেন-অক্সাইড উৎপন্ন হয়

৩। খাদ্য উৎপাদনকারী উদ্ভিদের জন্য কোনটি সঠিক নয়?
(ক) চিনা এক ধরনের মরুজ ফসল।এর বৈজ্ঞানিক নাম Panicum miliaceum এবং গোত্র Polygonaceae
(খ) ধানের প্রজাতি রয়েছে 25টি আর প্রকরণ রয়েছে প্রায় 10000। তারই প্রয় 4000 প্রকরণ বাংলাদেশে রয়েছে
(গ) যব এর আবাদ সবচেয়ে পুরানো ও আদিম
(ঘ) উচ্ছে বা কয়লা এর বৈজ্ঞনিক নাম Momordica charantia এবং গোত্র Cucurbitacae
উত্তরঃ ঘ। উচ্ছে বা কয়লা এর বৈজ্ঞনিক নাম Momordica charantia এবং গোত্র Cucurbitacae

৪। কে প্রথম প্রাদেশিক শিক্ষা সম্মেলনে (1901 সালে) বাংলা ভাষাকে জাতীয় পর্যায়ে স্বীকার করার আহবান জানান?
(ক) মাওলানা আকরাম খাঁ
(খ) সৈয়দ নওয়াব আলী চৌধুরী
(গ) মুহম্মদ শহীদুল্লাহ
(ঘ) অধ্যাপক এ এস এম নুরুল ভুঁইয়া
উত্তরঃ ক। মাওলানা আকরাম খাঁ

৫। নিম্নের কোনটি মানদেহের শ্বসনের জন্য সঠিক নয়?
(ক) ফুসফুসের কৈশিক জালিকায় দেহ থেকে আগত রক্তে অক্সিজেনের চাপ থাকে 107 mm of Hg
(খ) গ্লাইকেলাইসিসের জন্য প্রয়োজনীয় এনজাইমগুলো মাইটোকন্ড্রিয়ার বাইরে সাইটোসলের মধ্যে পাওয়া যায়
(গ) অন্তশ্বসন জৈব রাসায়নিক প্রক্রিয়া
(ঘ) বহিঃশ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় না
উত্তরঃ ক। ফুসফুসের কৈশিক জালিকায় দেহ থেকে আগত রক্তে অক্সিজেনের চাপ থাকে 107 mm of Hg

৬। Choose the best word, to replace the word in italic and underlined for following sentence.”Erosion by the river Meghna has thousand of people homeless in three thanas of Brahmanberia district.”
(ক) proviced
(খ) returned
(গ) centributed
(ঘ) rendered
উত্তরঃ ঘ। rendered

৭। 12 কুলম্ব চার্জকে এক স্থান হতে অন্য স্থানে আনতে কত কাজ করতে হবে যদি বিভব পার্থক্য 500 volt হয়?
(ক) 6×106 আর্গ
(খ) 6×1010 আর্গ
(গ) 6×108 আর্গ
(ঘ) 6×105 আর্গ
উত্তরঃ খ। 6×1010আর্গ

৮। আমাদের দেশে যে পর্যায়বৃত্ত প্রবাহ ব্যাবহার করা হয় তা প্রতি সেকেন্ডে কতবার দিক পরিবর্তন করে?
(ক) 500
(খ) 50
(গ) 60
(ঘ) 100
উত্তরঃ খ। 50

৯। নিম্নের কোনটি টিস্যুর জন্য সঠিক নয়?
(ক) স্কেরেনকাইমা প্রত্যক্ষভাবে পানি পরিবহনে সাহয়তা করে
(খ) শীর্ষস্থ ভাজক টিস্যুর বিবাজনের মাধ্যমে ছোট গাছ ক্রমে উচু ও লম্বা হয়
(গ) স্থায়ী টিস্যুর কোষপ্রাচীর সাধারণত স্থুল ও মজবুত
(ঘ) কলা গাছের পাতায় তারকাকৃতির কোষ পাওয়া যায়
উত্তরঃ ক। স্কেরেনকাইমা প্রত্যক্ষভাবে পানি পরিবহনে সাহয়তা করে

১০। নিম্নের কোনটি জৈব যৌগের জন্য সত্য নয়?
(ক) প্রধানত আনিক বন্ধন দ্বারা গঠিত হয়
(খ) ইথার ও বেনজিনে দ্রবণীয়
(গ) দহনের পর কোন অবশেষে থাকে না
(ঘ) বিক্রিয়ার কৌশল জটিল ও মন্থর গতির হয়
উত্তরঃ ক। প্রধানত আনিক বন্ধন দ্বারা গঠিত হয়

১১। Which of the following pair is not of the correct meaning of that idioms?
(ক) Read between the lines: official formalities
(খ) By fits and starts: irregularly.
(গ) Chip of the old block: a worthy son of a worthy father.
(ঘ) Head and ears: complete.
উত্তরঃ ক। Read between the lines: official formalities

১২। নিচের কোন জোড়াটি, উক্ত দেশের স্বধীনতা আন্দোলনের সঠিক নেতার নাম নয়?
(ক) তাইওয়ান ; চিয়াং কাইশাক
(খ) ভেয়েতনাম : হোচিমিন
(গ) চিলি : সালভেদর অলেন্দে
(ঘ) পূর্ব তিমুর : জেনারেল অং সাং
উত্তরঃ ঘ। পূর্ব তিমুর : জেনারেল অং সাং

১৩। থার্মোইলেকট্রিক থার্মোমিটারের কার্যকরণ কোনটির ভিত্তিতে প্রতিষ্ঠিত?
(ক) দুইটি ভিন্ন জাতীয় ধাতুর সংযোগ স্থলের তাপের তারতম্যের জন্য তড়িচ্চালক শক্তির উৎপাদন
(খ) তাপের দরুণ ধাতুর রোধের পরিবর্তন
(গ) তাপের দরুণ গ্যাসের আয়তনের সম্প্রসারণ
(ঘ) তাপের দরুণ তরলের সম্প্রসারণ
উত্তরঃ ক। দুইটি ভিন্ন জাতীয় ধাতুর সংযোগ স্থলের তাপের তারতম্যের জন্য তড়িচ্চালক শক্তির উৎপাদন

১৪। নিম্নের কোনটি উক্ত যৌগের সঠিক উদাহরণ নয়?
(ক) অসম্পৃক্ত কিটোন ; অ্যাক্রোলিন
(খ) অ্যালিফেটিক অ্যালডিহাইড ; ইথান্যাল
(গ) অ্যারোমেটিক কিটোন ; বেনজোফেনোন
(ঘ) সস্পৃক্ত অ্যালডিহাইড ; প্রোপান্যাল
উত্তরঃ ক। অসম্পৃক্ত কিটোন ; অ্যাক্রোলিন

১৫। তড়িৎ রাসায়নিক কোষের জন্য কোনটি সঠিক নয়?
(ক) তড়িৎ রাসায়নিক কোষ হল তড়িৎ শক্তি ব্যয়ী কোষ
(খ) তড়িৎ রাসায়নিক কোষের বিক্রিয়া শক্তি বিদ্যুৎ শক্তিতে রুপান্তরিত হয়
(গ) গ্যালভানিক কোষ হল তড়িৎ শক্তির উৎপাদী কোষ
(ঘ) গ্যাভানিক কোষের অ্যানোড ঋনাত্মক ও ক্যাথোড ধনাত্মক
উত্তরঃ ক। তড়িৎ রাসায়নিক কোষ হল তড়িৎ শক্তি ব্যয়ী কোষ

১৬। কোনটি মানবদেহের সারভাইকাল কশেরুকার সটিক বৈশিষ্ট্য নয়?
(ক) ভার্টিব্রাল ফোরামের ছোট ও গোলাকার
(খ) অ্যাটলাসের ট্রান্সভার্স প্রসেস বড় আকৃতির এবং ফোরামের যু্ক্ত
(গ) অ্যাক্সিসের পেডিকল চওড়া ও দৃঢ়
(ঘ) ভার্টিব্রা প্রমিনেন্স এর ট্রান্সভার্স ফোরামেন বড়
উত্তরঃ ক। ভার্টিব্রাল ফোরামের ছোট ও গোলাকার

১৭। Which of the following sentence is the appropriate restatement; of this sentence. “Weather Service issued a tornado warning just before a funnel cloud was sighted in the area.”
(ক) A tornado warning was issued by Weather Service after a funnel cloud was sighted in the area.
(খ) After sighting a funnel cloud. Weather Service issued a tornado warning.
(গ) After weather Service issued a tornado warning, a funnel cloud was sighted in the area.
(ঘ) When they saw a funnel cloud at weather Service, They issued a fornnado warning.
উত্তরঃ গ। After weather Service issued a tornado warning, a funnel cloud was sighted in the area.

১৮। জটিল অণুবীক্ষন যন্ত্রে লক্ষ বস্তুকে কি দ্বারা আলোকিত করা হয়?
(ক) অবতল দর্পণ
(খ) উত্তল লেন্স
(গ) আবতল লেন্স
(ঘ) উত্তল দর্পণ
উত্তরঃ ক। অবতল দর্পণ

১৯। মাইটোসিসের বিভাজনের কোন দশায় নিউক্লিয়ার মেমব্রেন ও নিওক্লিওলাসের বিলুপ্তি ঘটে?
(ক) টোলোফেজ
(খ) প্রোফেজ
(গ) প্রো-মেটাফেজ
(ঘ) মেটাফেজ
উত্তরঃ ঘ। মেটাফেজ

২০। কোনটি সঠিক নয়?
(ক) নাইট্রাস এসিড শধুমাত্র বিজারণ ধর্ম প্রদর্শন করে
(খ) কিটোন অণুতে কার্যকরী মুলক হিসেবে কার্বনিল মূলক উপস্থিত থাকে
(গ) ক্ষারযুক্ত পটাশিয়াম মারকিউরিক আয়োডাইডের দ্রবণ দ্বারা অ্যামোনিয়ার উপস্থিতি নিশ্চিতরুপে বোঝা যায়
(ঘ) ফেনল 5% NaOH দ্রবণে দ্রবীভুত হয় কিন্তু 5% NaHCO3 দ্রবণে দ্রবীভুত হয় না
উত্তরঃ ক। নাইট্রাস এসিড শধুমাত্র বিজারণ ধর্ম প্রদর্শন করে

২১। নিম্নের কোনটি সটিক নয়?
(ক) “সানরাইজ” চিত্রটির চিত্রকর ভিনসেন্ট ভ্যানগণ
(খ) “দি লাস্ট সাপার” চিত্রটির চিত্রকর লিওনার্দো দ্যা ভিঞ্চি
(গ) মাইকেল অঞ্জেলো ইতালির বিখ্যাত চিত্রকর, ভাস্কর ও কবি
(ঘ) পাবলো পিকাশো স্পেনের বিখ্যাত চিত্রকর
উত্তরঃ ক। “সানরাইজ” চিত্রটির চিত্রকর ভিনসেন্ট ভ্যানগণ

২২। বর্ণাব্ধ পুরুষ ও স্বভাবিক মহিলার মধ্যে বিয়ে হলে তাদের সন্তান হতে পারে-
(ক) পুত্র হউক বা কন্যা হউক , স্বভাবিক দৃষ্টি সম্পন্ন
(খ) কন্যা বর্ণাব্ধ বাহক
(গ) পুত্র ৫০% বর্ণাব্ধ
(ঘ) পুত্র বর্ণাব্ধ
উত্তরঃ ক। পুত্র হউক বা কন্যা হউক , স্বভাবিক দৃষ্টি সম্পন্ন

২৩। কোনটি অনুঘটকের বৈশিষ্ট্য:
(ক) ইহা বিক্রিয়ার সাম্যাবস্থার অবস্থান পরিবর্তন করতে পারে
(খ) অনুঘটক যে কোন বিক্রিয়া য়টায়
(গ) বিক্রিয়া শেষে অনুঘটকের মোট ভরের বা গঠনের পরিবর্তন ঘটে
(ঘ) অনুঘটক বিক্রিয়া আরম্ভ করতে পারে না
উত্তরঃ ঘ। অনুঘটক বিক্রিয়া আরম্ভ করতে পারে না

২৪। Read the paragraph and answer the question-
photosynthesis is a process in which radiant energy from sun is stored as chemical energy , which in turn is used to decompose carbon dioxide and water. The product of their decomposition are recombined into a new compound which successively builds, up into more and more complex organic substances like sugars, starches and cellulose that comprise the plant.

The word stored in the paragraph is closest in morning to
(ক) specified
(খ) retained
(গ) converted
(ঘ) discovered
উত্তরঃ খ। retained

২৫। একটি টানা তারের দৈর্ঘ্য পরিবর্তন না করে এর উপর পযুক্ত টান চারগুনণ করা হলো।তারের কম্পাঙ্কের পরিবর্তন হবে-
(ক) সামান্য পরিবর্তন হবে
(খ) চারগুণ
(গ) দ্বিগুণ
(ঘ) তিনগুণ
উত্তরঃ গ। দ্বিগুণ

২৬। কোনটি সঠিক নয়?
(ক) NH3 এর শুদ্ধীকরণের জন্য সর্বোত্তম শুদ্ধীকারক হলো CaO
(খ) মিথান্যালের 40%-50% জলীয় দ্রবন কে ফরমালিন বলা হয়
(গ) অপসারণ বিক্রিয়া যুত বিক্রিয়ার ঠিক বিপরীত
(ঘ) হেবার-বস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের জন্য অত্যানুকুল তাপমাত্রা 450°C থেকে 500°C
উত্তরঃ খ। মিথান্যালের 40%-50% জলীয় দ্রবন কে ফরমালিন বলা হয়

২৭। ভাইরাসের গঠনের বেলায় কোন উক্তিটি সঠিক নয়?
(ক) একটি অকোষীয় রোগ জীবাণু
(খ) প্রতিাট ভাইরাসের কেন্দ্রে অবস্থান করে নিউক্লিক এসিড
(গ) বাইরে থাকে ক্যাপাসিড বা প্রোটিন আবরণ
(ঘ) একই সাথে থাকে DNA ও RNA
উত্তরঃ ঘ। একই সাথে থাকে DNA ও RNA

২৮। Fill in the blanks with appropriate word/preposition. He fell _ in his house and has been in bed _ last two days.
(ক) of; for
(খ) down; for
(গ) for; from
(ঘ) of; from
উত্তরঃ খ। down; for

২৯। নিম্নের কোন তথ্যটি দ্বিমাত্রিক গতির জন্য সঠিক নয়?
(ক) যেহেতু g একটি ধ্রুবক রাশি অতএব
(খ) অনুভূমিক পাল্লা
(গ) বাতাসে তীর্যকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতি দ্বিমাত্রিক
(ঘ) বেগ
উত্তরঃ ক। যেহেতু g একটি ধ্রুবক রাশি অতএব

৩০। নিম্নের কোনটি হাইড্রার জন্য সঠিক নয়?
(ক) সুঁচ দিয়ে হাইড্রাকে খোঁচা দিলে এর দেহের অংশবিশেষ বা সম্পুর্ণ দেহ প্রসারিত হয়
(খ) হাইড্রা বিশ্বজনীন মিঠা পানির মুক্তজীবী ও মাংসাশী প্রাণী
(গ) লম্বা দুরত্ব অতিক্রমের জন্য হাইড্রা সাধারনত হামাগুড়ির সাহায্যেই চলে
(ঘ) সালোক-সংশ্লেষণ প্রক্রিয়ায় শৈবাল যে O2 নির্গত করে হাইড্রা তা শ্বসনে ব্যাবহার সংকুচিত হবে
উত্তরঃ ক। সুঁচ দিয়ে হাইড্রাকে খোঁচা দিলে এর দেহের অংশবিশেষ বা সম্পুর্ণ দেহ প্রসারিত হয়

৩১। ওরাল পেলিও প্রতিষেধক কে আবিষ্কার ককরেন?
(ক) রস
(খ) জেনার
(গ) সেবিন
(ঘ) কচ
উত্তরঃ গ। সেবিন

৩২। আলোর উৎস ও পর্দর মধ্যে নূন্যতম কত দূরত্ব থাকলে একটি উত্তল লেন্স দ্বারা বাস্তব প্রতিবিম্ব সৃষ্টি সম্ভব?
(ক) ফোকস দূরত্বের বর্গের সমান
(খ) ফোকাস দুরত্বের সমান
(গ) ফোকাস দূরত্বের দ্বিগুণ
(ঘ) ফোকস দূরত্বের বেশি
উত্তরঃ খ। ফোকাস দুরত্বের সমান

৩৩। গাঢ় HCI এ স্লিক পরিষ্কার প্লাটিনাম তারের মাথায় নমুনা যৌগটিকে লাগিয়ে বুনসেন দ্বীপের জারণ শিখায় উজ্জল সোনালী হলুদ শিখা সৃষ্টি হয়, তবে নমুনা লবণটিতে যেটি আছে-
(ক) ক্যালসিয়াম আয়ন
(খ) পটাশিয়াম আয়ন
(গ) ম্যাগনেসিয়াম আয়ন
(ঘ) সোডিয়াম আয়ন
উত্তরঃ ঘ। সোডিয়াম আয়ন

৩৪। কোনটি ইকোলোজির জন্য সঠিক নয়?
(ক) কারখানার বর্জ পদার্থ যেমন-ফেনল, সয়ানাইড, অ্যামোনিয়া প্রভৃতি পানিকে বিষাক্ত করে তোলে
(খ) অধিক বায়ুপ্রবাহে উদ্ভিদের আকার ছোট হয় এবং সরু ও সুঁচালো হয়
(গ) আর্গানো ফসফরাস কীটনাশকের প্রভাবে শ্বসকষ্ট, বমি, খিচুনি ও চোখের পিউলি ছোট হয়ে যায়
(ঘ) প্রতি লিটার পানিতে 20
উত্তরঃ ঘ। প্রতি লিটার পানিতে 20

৩৫। 6×1023 টি অক্সিজেন পরমাণুর ভর কত গ্রাম (g) হবে ?
(ক) 44
(খ) 16
(গ) 31
(ঘ) 32
উত্তরঃ খ। 16

৩৬। নিম্নে কোনটি মানবদেহের রেচন/রেচনতন্ত্র এর জন্য সঠিক নয়?
(ক) মূ্ত্র দুইট ধাপে সৃষ্টি হয়; অতি পুরস্রাবণ ও সক্রিয় ক্ষরণ
(খ) নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থই হচ্ছে রেচন পদার্থ
(গ) মানুষের প্রত্যেক বৃক্কে 10 লক্ষ থেকে 12 লক্ষ নেফ্রন রয়েছে
(ঘ) সাধারনত মুত্রের pH কিছুটা অম্লিক
উত্তরঃ ক। মূ্ত্র দুইট ধাপে সৃষ্টি হয়; অতি পুরস্রাবণ ও সক্রিয় ক্ষরণ

৩৭। Determine which of the pairs below has a relationship most simillar to that of the original pair HEART: PUMP
(ক) Intestine : twist
(খ) Lungs : collapse
(গ) Appendix : burst
(ঘ) Stomach : digest
উত্তরঃ ঘ। Stomach : digest

৩৮। শব্দের তিব্রতা ও শব্দেচ্চতা সম্বন্ধে নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
(ক) উৎসের আকার বড় হলে শব্দের তিব্রতা বাড়ে
(খ) শব্দ সৃষ্টিকারী বস্তুর কম্পন ও বিস্তার বেশি হলে শব্দের তীব্রতা বেশি হয়
(গ) উৎসের কম্পাঙ্ক বেশি হলে শব্দের তীব্রতা কম হয়
(ঘ) যে মাধ্যমের মধ্য দিয়ে শ্বদ তরঙ্গ সঞ্চালিত হয় তার ঘনত্ব বেশি হলে শব্দের তীব্রতা বেশি হয়
উত্তরঃ গ। উৎসের কম্পাঙ্ক বেশি হলে শব্দের তীব্রতা কম হয়

৩৯। বাড়ির বৈদ্যুতিক লিইনে ব্যাবহৃত ফিউজ সম্পর্কে কোন উক্তিটি সঠিক নয়?
(ক) জরুরী সময় সুইচ হিসাবে ব্যাবহার করা যায়
(খ) এটি সাধারনত তামা ও লোহার মিশ্রনে তৈরি
(গ) এর গলনাঙ্ক প্রায় 300°C
(ঘ) দুর্ঘটনা এরানোর জন্য নিরাপত্তা ফিউজ ব্যাবহার করা হয়
উত্তরঃ খ। এটি সাধারনত তামা ও লোহার মিশ্রনে তৈরি

৪০। যেটি ভাজক টিস্যুর বেলায় প্রযোজ্য-
(ক) কোষের নিউক্লিয়াস আকারে অকেক্ষাকৃত ছোট
(খ) নিউক্লিয়াস কোষের কেন্দ্রে অবস্থান করে
(গ) এর কোষ গুলো বিভাজনের ক্ষমতা বিবর্জিত
(ঘ) কোষ প্রাচির পুরু ও মজবুত
উত্তরঃ খ। নিউক্লিয়াস কোষের কেন্দ্রে অবস্থান করে

৪১। ড.মুহাম্মদ ইউনুসের ক্ষুদ্রঋন প্রকল্পের প্রারম্ভের জন্য কোন তথ্যটি সঠিক নয়?
(ক) ১৯৭৬ সালে
(খ) চট্টগ্রামের জোবরা গ্রামে
(গ) ৬০ জন সদস্য নিয়ে
(ঘ) প্রত্যেকে নিজ পকেট থেকে ১০০ টাকা করে ঋন দিয়ে
উত্তরঃ ঘ। প্রত্যেকে নিজ পকেট থেকে ১০০ টাকা করে ঋন দিয়ে

৪২। নিম্নের কোনটি আদর্শ দ্রবণের জন্য সঠিক নয় ?
(ক) আদর্শ দ্রবণের বেলায় △v < 0 এবং △H = -ve
(খ) হেক্সেন ও হেপ্টেনের মিশ্যন হল একটি আদর্শ দ্রবণ
(গ) সব অপোলার তরল পরষ্পরের সাথে আদর্শ তরল-তরল দ্রবণ তৈরি করে
(ঘ) আদর্শ দ্রবণ তরল দ্রবণে উপাদান সমুহের অণুসমুহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষন বলের উপর কোন প্রভার ঘটায় না
উত্তরঃ ক। আদর্শ দ্রবণের বেলায় △v < 0 এবং △H = -ve

৪৩। নিম্নের কোনটি মানবদেহের রক্ত ও রক্ত সংবহনতন্ত্রের জন্য সটিক নয়?
(ক) ইওসিনোফিলের দানাগুলো ক্ষরাসক্ত হয়ে নীল বর্ণ ধারণ করে
(খ) রক্তরসে পানির পরিমান 90-92%
(গ) কলার অধিকাংশ কার্বন-ডাই-অক্সাইড রক্তরসে ব্যাহিকার্বনেট রুপে দ্রবীভুত থাকে
(ঘ) রক্ত পরিপাকৃত খাদ্যসার অন্ত্র থেকে কলা কোলে পরিবহন করে
উত্তরঃ ক। ইওসিনোফিলের দানাগুলো ক্ষরাসক্ত হয়ে নীল বর্ণ ধারণ করে

৪৪। Which of the following English word will be appropriate adjective for the Bangla word “অগ্রগণ্য”
(ক) Salient
(খ) signalize
(গ) arrdst
(ঘ) obviousness
উত্তরঃ ক। Salient

৪৫। ফেরোচৌম্বক পর্দাথের বেলায় কোন উক্তিটি সঠিক নয়?
(ক) নির্দিষ্ট কুরী বিন্দু নেই
(খ) এসব পদার্থ কঠিন ও স্ফটিকাকার
(গ) তাদের ‘চৌম্বক ধরকত্ব’ ধর্ম আছে
(ঘ) চোৗম্ব প্রবণতার মান ধনাত্বক
উত্তরঃ ক। নির্দিষ্ট কুরী বিন্দু নেই

৪৬। কোনটি সঠি নয়?
(ক) হেল্ডরসন হ্যাসেলবাক সমীকরণের সাহায্য লবণ ও এসিডে ঘনমাত্রা থেকে একটি বাফার দ্রবণের অজানা pH গণনা করা যায়
(খ) একই পদার্থ ভিন্ন ভিন্ন ক্ষেত্রে এসিড ও ক্ষরক উভয় হিসেবে কাজ করতে পারে
(গ) কিছু কিছু সমোযোজী যৌগ পোলার দ্রাবকে দ্রবীভুত হলে বিদ্যুৎ পরিবহন করতে পারে
(ঘ) RCOOH এবং NH4OH তীব্র তড়ি
উত্তরঃ ঘ। RCOOH এবং NH4OH তীব্র তড়ি

৪৭। নিম্নের কোন তথ্যটি উদ্বিদের জৈবনিক প্রক্রিয়ার জন্য সঠিক নয়?
(ক) সুর্য থেকে বিচ্ছুরিত আলোর 90% ক্লোরোপ্লাস্ট কতৃক শোসিত হয়
(খ) pH 7 এর কাছাকাছি পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে
(গ) দিনের বেলায় আলোক-সংশ্লেষণের সময় কোষরস আর ততটা অ্যাসিডিক থাকে না , অর্থাৎ pH বেড়ে যায়
(ঘ) প্রজাতির ভেদে উদ্ভিদের পাতার এক বর্গ সেন্টিমিটার এলাকায় পত্ররন্ধ্রের সংখ্যা আনুপাতিক 1000 থেকে 6000
উত্তরঃ ক। সুর্য থেকে বিচ্ছুরিত আলোর 90% ক্লোরোপ্লাস্ট কতৃক শোসিত হয়

৪৮। নিম্নের কোনটি এনজাইম প্রভাবকের জন্য সত্য নয়?
(ক) সয়াবিনে উপস্থিত ইউরিয়েজ এনজাইম ইউরিয়াকে N2 ও CO2 এ পরিণত করে
(খ) ম্যাল্টেজ এনজাইমের উপস্থিতিতে মল্টোজ স্যুগার আর্দ্র বিশ্লেষিত হয়ে গ্লুকোজে পরিণত হয়
(গ) অঙ্কুরিত বার্লি বীজ হতে সৃষ্ট ডায়াস্টেস নামক এনজাইম স্টার্চকে মল্টোজে পরিণত করে
(ঘ) ঈস্টের জাইমেজ এনজাইম দ্বারা গ্লুকোজ অ্যালকোহলে পরিণত হয়
উত্তরঃ ক। সয়াবিনে উপস্থিত ইউরিয়েজ এনজাইম ইউরিয়াকে N2ও CO2এ পরিণত করে

৪৯। জীবে প্রকাশিত লক্ষনকে বলা হয়-
(ক) একসিবিশন
(খ) অ্যালিল
(গ) ফিনোটাইপ
(ঘ) জিনোটাইপ
উত্তরঃ গ। ফিনোটাইপ

৫০। Verb and their corresponding nouns are shown below. Which pair is wrong?
(ক) better betterment
(খ) enter enterance
(গ) sell sale
(ঘ) fitable fit
উত্তরঃ ঘ। fitable fit

৫১। নিম্নের কোনটি কৌণিক গণিত সুত্রের জন্য সঠিক?
(ক) অভিকর্ষকেন্দ্রের বল = ভরঅভিকেন্দ্র ত্বরণ (খ) জড়তার ভ্রামক এর এস.আই একক হচ্ছে মিটার(m) (গ) ঘূর্ণয়মান কোন কণার ব্যসার্ধ এবং কণার উপর প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে টর্ক বলে (ঘ) ঘূর্ণয়মান কোন কণার ব্যসার্ধ ভেক্টর এবং ভরবেগের স্কেলার গুণফলকে কৌণিক ভরবেগ বলে উত্তরঃ ক। অভিকর্ষকেন্দ্রের বল = ভরঅভিকেন্দ্র ত্বরণ

৫২। নিম্নের কোনটি টিস্যুতন্ত্র এর জন্য সঠিক নয়?
(ক) ড্রাসিনা নামক উদ্ভিদের কান্ডে হ্যান্ড্রোন্ট্রিক বাস্কুলার বান্ডল দেখা যায়
(খ) ত্বকের কিউটিন, সিলিকা, মোম ইত্যাদি প্রস্বেদনের হার কমায়
(গ) প্রস্বেদনের হার অতিরিক্ত পানি পত্ররন্ধ্রের মাধ্যমে নির্গত হয়
(ঘ) স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে গঠিত মস কান্ডকে অতিরিক্ত দৃঢ়তা দান করে
উত্তরঃ ক। ড্রাসিনা নামক উদ্ভিদের কান্ডে হ্যান্ড্রোন্ট্রিক বাস্কুলার বান্ডল দেখা যায়

৫৩। নিম্নের কোনটি ইথিলিনের সঠিক ব্যবহার নয়?
(ক) ইথিলিন বাণিজ্যিক পদ্ধতিতে অ্যাসিটোন ও অ্যাকোইল ক্লোরাইড প্রস্তুতে ব্যবহৃত হয়
(খ) বর্তমান ইথারের পরিবর্তে তরল ইথিলিন চেতনানাশক হিসেবে প্রচুর ব্যবহৃত হয়
(গ) কৃত্রিম উপায়ে কাঁচাফল যেমন- কলা, টমেটো পাকানোর কাজে ইথিলিন ব্যবহৃত হয়
(ঘ) ইথিলিন টেফলন নামক কৃত্রিম সুতা প্রস্তুত করতে ব্যবহার করা হয়
উত্তরঃ ক। ইথিলিন বাণিজ্যিক পদ্ধতিতে অ্যাসিটোন ও অ্যাকোইল ক্লোরাইড প্রস্তুতে ব্যবহৃত হয়

৫৪। মানবদেহের পরিপাকের জন্য কোনটি সঠিক এনজাইমের উদাহরণ নয়?
(ক) প্রোটিন পরিপাকের সাহায্যকারী পাকস্থলীর রসের এনজাইম অ্যামাইনো পেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ, প্রোলিপেপটাইডেজ
(খ) কার্বোহাইড্রেট পরিপাকের সাহায্যকারী অগ্ন্যাশয় রসের এনজাইম অ্যামাইলেজ ও মলটেজ
(গ) প্রোটিন পরিপাকের সাহায্যকারী অগ্ন্যাশয়ের এনজাইম: নিস্ক্রিয় ট্রিপসিনোজেন, কার্বক্সিপেপটাডেজ এ এবং বি, ইলাস্টেজ, কোলাজিনেজ প্রভৃতি
(ঘ) লিপিড পরিপাকের সাহায্যকারী আন্ত্রিক রসের এনজাইম ফসফোলাইপেজ কোলেস্টোরল এস্টারেজ
উত্তরঃ ক। প্রোটিন পরিপাকের সাহায্যকারী পাকস্থলীর রসের এনজাইম অ্যামাইনো পেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ, প্রোলিপেপটাইডেজ

৫৫। নিচের কোনটি সঠিক নয়?
(ক) আফগানিস্থানের বিমান সংস্থার নাম আরিয়ানা
(খ) ভিয়েতনামের রাজধানীর নাম নমপেন
(গ) কুয়েতের মুদ্রার নাম দিনার
(ঘ) শ্রীলঙ্কার ভাষা সিংহলি ও তামিল
উত্তরঃ খ। ভিয়েতনামের রাজধানীর নাম নমপেন

৫৬। কোনটি মুক্ত র্যাডিক্যাল বিক্রিয়ার বৈশিষ্ট্য নয়?
(ক) সুষম বিভাজনের মাধ্যমে সৃষ্ট মুক্ত র্যাডিক্যাল দ্বারা ঘটে
(খ) অপোলার দ্রাবকে ঘটে
(গ) সাধারণত শিকল বিক্রিয়া নয়
(ঘ) আলো দ্বারা এরা প্রভাবিত হতে পারে
উত্তরঃ গ। সাধারণত শিকল বিক্রিয়া নয়

৫৭। উদ্ভিদের প্রজননের জন্য নিচের কোন তথ্যটি সঠিক?
(ক) প্রতিটি পরাগরেণু দ্বিতকীয় আবরণ দিয়ে পরিবেষ্টিত এবং এদের ব্যাস 0.025-.25 মিমি
(খ) শতকরা প্রায় 80 ভাগ ক্ষেত্রে মনোস্পেরিক প্রক্রিয়ায় ভ্রুণথলি তৈরি হয়
(গ) পার্শ্বমুখী ডিম্বকের উদাহরণ হল আফিং
(ঘ) লেবু, যুঁই প্রভৃতি গাছের পরিণত কান্ডের অংশবিশেষ কেটে ভিজা মাটিতে পুঁতলে তা থেকে নতুন গাছ জন্মায়
উত্তরঃ ক। প্রতিটি পরাগরেণু দ্বিতকীয় আবরণ দিয়ে পরিবেষ্টিত এবং এদের ব্যাস 0.025-.25 মিমি

৫৮। নিচের কোনটি অ্যলকোহলের জন্য সঠিক নয়?
(ক) টারসিয়ারি অ্যালকোহল বাষ্পকে উত্তপ্ত কপার প্রভাবকের উপর দিয়ে চালনা করলে গ্যাস উৎপন্ন করে
(খ) প্রাইমারি অ্যালকোহল প্রথেমে অ্যালডিহাইড ও শেষে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করে
(গ) সেকেন্ডারি অ্যালকোহলকে জারণের ফলে প্রথমে কিটোন এবং শেষে অধিক জারণের ফলে কার্বক্সিলিক অ্যা ড উৎপন্ন করে
(ঘ) টারসিয়ারি অ্যলকোহল সহজে জারিত হতে চায় না
উত্তরঃ ক। টারসিয়ারি অ্যালকোহল বাষ্পকে উত্তপ্ত কপার প্রভাবকের উপর দিয়ে চালনা করলে গ্যাস উৎপন্ন করে

৫৯। কোন উক্তিটি সত্য নয় ?
(ক) কাণ্ড ও পাতার কিউটিকল এর মাধ্যমে স্বল্প পরিমানে প্রস্বেদন সম্পদিত হতে পারে
(খ) মাইটোসিস ও মিয়োসিস এর একটি সাধারণ পার্থক্য হলো মাইটোসিসে দুটি ও মিয়োসিসে চারটি আপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়
(গ) প্রোটেপ্লজম থেকে নিঃসৃত সেলুলোজ, লিগনিন, পেকটিন ইত্যাদি জমা হয়ে একটি আদর্শ উদ্ভিদের কোষের সেকেন্ডারী কোষ প্রাচীর তৈরী হয়
(ঘ) শীর্ষস্থ ভাজক টিস্যুতে থাকলেও নিবেশিত ভাজক টিস্যুতে প্রোমেরিস্টেম থাকে না
উত্তরঃ ক। কাণ্ড ও পাতার কিউটিকল এর মাধ্যমে স্বল্প পরিমানে প্রস্বেদন সম্পদিত হতে পারে

৬০। Which of the following English sentence is an appropriate English translation for the Bangla sentence?
“আধুনিক-কম্পিউটারের আদি সংস্করণের প্রকৃত নকশা তৈরি করেছেলেন ইংরেজ গণিত শাস্ত্র বিদ চার্লস ব্যাবেজ ১৮৩০ সালে।”
(ক) The true aricestor of the modish computer was designed by the English Mthmatician. Chares Babbage in the 1830’s.
(খ) The true ancestor of the modern computer was designed by the English Mathematician, charles Babbage in the 1830’s
(গ) The true descendent of the modern computer was designed by the English mathematician, Charles Babbage in the 1830 & #39;s.
(ঘ) The true successor of the modern computer was designed by the English Mathematician, Charles Babbage in the 1830 & #39;s.
উত্তরঃ খ। The true ancestor of the modern computer was designed by the English Mathematician, charles Babbage in the 1830’s

৬১। 400 Watt ক্ষমতা বিশিষ্ট একটি বৈদ্যুতিক বাতিকে 200 volt সরবারহ লাইনের সাথে যুক্ত করলে তার রোধ কত হবে?
(ক) 400
(খ) 200
(গ) 100
(ঘ) 50
উত্তরঃ গ। 100

৬২।কোনটি সঠিক নয়
(ক) ফ্যারাডের সুত্র ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে ব্যবহার করা যায়না
(খ) কাগজের মন্ডকে বর্ণহীন করার কাজে NaOCl ব্যবহৃত হয়
(গ) মিথাইল অরেঞ্জ/মিথাইল রেড অপেক্ষাকৃত মৃদু এসিড তীব্র ক্ষারকের প্রশমন বিক্রিয়ার জন্য উপযুক্ত নির্দেশক
(ঘ) রাসায়নিক সাম্যাবস্থার উপর অনুঘটকের কোন প্রভাব নেই
উত্তরঃ গ। মিথাইল অরেঞ্জ/মিথাইল রেড অপেক্ষাকৃত মৃদু এসিড তীব্র ক্ষারকের প্রশমন বিক্রিয়ার জন্য উপযুক্ত নির্দেশক

৬৩। নিচের কোনটি সঠিক নয়?
(ক) মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচিত্র ‘হুলিয়া’ তারভী মোকাম্মেল 1984 সালে পরিচালনা করেন
(খ) বাংলাদেশের জাতীয় সংগীতের প্রথম ইংরেজি অনুবকদ সৈয়দ অালী অাহসান
(গ) বাংলাদেশের রণসংগীতের রচয়ীতা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
(ঘ) সার্ক ফোয়ারার নির্মাতা শিল্পী নিতুন কুন্ডু
উত্তরঃ ক। মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচিত্র ‘হুলিয়া’ তারভী মোকাম্মেল 1984 সালে পরিচালনা করেন

৬৪। নিচের কোনটি সঠিক নয়?
(ক) সবচেয়ে দীর্ঘ অর্ধজীবনধারী আইসোটোপ হচ্ছে রেডন – 222
(খ) অ্যাভোগ্যাড্রো সংখ্যার মান 6.023×1013
(গ) বর্ণালি বিশ্লেষণ করে পদার্থ সনাক্ত করা সম্ভব
(ঘ) অসওয়াল্ডের লঘুকরণ সূত্র অনুযায়ী, একটি এসিড বা ক্ষারকের বিয়োজন মাত্রা দ্রবণের ঘনমাত্রার বর্গমূলের ব্যাস্তানুপাতিক
উত্তরঃ খ। অ্যাভোগ্যাড্রো সংখ্যার মান 6.023×1013

৬৫। কোনটি তড়িৎ চৌম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ এর জন্য সঠিক নয়?
(ক) যে জেনারেটরে অস্থায়ী চুম্বকের সাহায্যে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন করা হয় তাকে ম্যাগনেটো যন্ত্র বলা হয় ।
(খ)
(গ) ট্রান্সফরমার দুই প্রকার; আরোহী, অবরোহী
(ঘ) ট্রন্সফরর্মার কখনো ডি. সি. লাইনে ব্যবহার করা যায় না
উত্তরঃ ক। যে জেনারেটরে অস্থায়ী চুম্বকের সাহায্যে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন করা হয় তাকে ম্যাগনেটো যন্ত্র বলা হয় ।

৬৬। নিচের কোন উক্তিটি সত্য নয়?
(ক) সেরেব্রাম দেহের সব ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে
(খ) ইন্টারক্যালেটেড ডিস্ক ঐচ্ছিক পেশির অন্যতম প্রধান বৈশিষ্ট্য
(গ) উচ্চ রক্তচাপ প্রতিরোধের জন্য রান্না এবং পাতে লবণ খাওয়া কমাতে হবে
(ঘ) নারীর ডিম্বাণু নিষিক্ত হবার পর জাইগোটে পরিণত জরায়ুতে এতে সংস্থাপিত হলে তাকে গর্ভধারণ বলে
উত্তরঃ খ। ইন্টারক্যালেটেড ডিস্ক ঐচ্ছিক পেশির অন্যতম প্রধান বৈশিষ্ট্য

৬৭। Which of the following sentence is the correct indirect form of speech ? The teacher said to the student, “The more you read, the more you learn.”
(ক) The teacher told to the student that the more you read, the more you learn.
(খ) The teacher said to the students that more you read, the more you learn.
(গ) The teacher told the students that the more the read the more they learn.
(ঘ) The teacher said to the students that the more they read, the more they learn.
উত্তরঃ ঘ। The teacher said to the students that the more they read, the more they learn.

৬৮। নিম্নের কোনটি সত্য নয়-
(ক) তড়িৎ বলরেখাগুলো স্থিতিস্থাপক বস্তুর মতো প্রস্থ বরাবর সংকুচিত হয়
(খ) গ্রীক দার্শনিক থেলিস সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন যে, সোলেমানী পাথরকে রেশমী কাপড় দিয়ে ঘষলে এগুলো ছোট ছোট কাগজের টুকরো আর্কষণ করতে পারে
(গ) বিকর্ষণই তড়িৎগ্রস্ততার নিশ্চিত প্রমাণ
(ঘ) কুলম্বের সূত্র অনুযায়ী; দুইটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নির্ভর করে-আধান দুইটির মধ্যবর্তী দূরত্বের উপর।
উত্তরঃ ক। তড়িৎ বলরেখাগুলো স্থিতিস্থাপক বস্তুর মতো প্রস্থ বরাবর সংকুচিত হয়

৬৯। 2(C6H10O5)n + nH2O → nC12O11) যে এনজাইমটি উপরের জৈব বিক্রিয়াকে প্রভাবিত করবে-
(ক) ইনভার্টেজ
(খ) ডায়াস্টেজ
(গ) ম্যাল্টেজ
(ঘ) জাইমেজ
উত্তরঃ খ। ডায়াস্টেজ

৭০। Select the pair that is closely similar and opposite in meaning to the capitalized word “RENOVATE”
(ক) deny-refuse
(খ) innovate-abate
(গ) renew-damage
(ঘ) conceal-damage
উত্তরঃ গ। renew-damage

৭১। Choose the correct answer- Recently, there have been several outbreaks of diseases like viral encephalitis and doctors don’t know –
(ক) What the cause is
(খ) What is the cause
(গ) the cause is what
(ঘ) is what the cause
উত্তরঃ ক। What the cause is

৭২। নিম্নের কোনটি সঠিক নয়?
(ক) ডায়াচৌম্বক পদার্থের চৌম্বক গ্রাহীতা(Xm) ক্ষুদ্র কিন্তু ধনাত্মক
(খ) চৌম্বক ক্ষেত্র = চৌম্বক প্রবেশ্যতা x চৌম্বক তীব্রতা
(গ) কোন চৌম্বক পদার্থের চুম্বায়ন তীব্রতা এবং চৌম্বক প্রবণতার অনুপাতকে ঐ পদার্থের চৌম্বক গ্রাহীতা বা প্রবণতা বলে
(ঘ) কোন চৌম্বক পদার্থের চৌম্বক আবেশ এবং চৌম্বক তীব্রতার অনুপাতকে ঐ পদার্থের চৌম্বক প্রবেশ্যতা বলে
উত্তরঃ ক। ডায়াচৌম্বক পদার্থের চৌম্বক গ্রাহীতা(Xm) ক্ষুদ্র কিন্তু ধনাত্মক

৭৩। অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক এসিড উৎপাদনের প্রথম অবস্থায় অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করে নাইট্রিক অক্সাইড উৎপাদন করার সময় যে প্রভাবকটি ব্যবহৃত হয়?
(ক) Ni
(খ) উত্তপ্ত Pt
(গ) উত্তপ্ত Fe
(ঘ) D2O5
উত্তরঃ খ। উত্তপ্ত Pt

৭৪। কোনটি লিগিউমিনোসি গোত্রের অন্তর্ভুক্ত নয়?
(ক) ঢেড়স
(খ) মসুর ডাল
(গ) শিম
(ঘ) কৃষ্ণচূঁড়া
উত্তরঃ ক। ঢেড়স

৭৫। “The God of small thing” শীর্ষক উপন্যাসের রচয়িতা কে?
(ক) সালমান রুশদী
(খ) অরুন্ধতী রায়
(গ) অরুন্ধতী সেন
(ঘ) পার্ল এস বাক
উত্তরঃ খ। অরুন্ধতী রায়

৭৬। নিম্নের কোন তথ্যটি অ্যারোমেটিক হাইড্রোকার্বনের জন্য সঠিক নয়?
(ক) অ্যারোমোটিক যৌগ বলয় আকৃতির। যেমন বেনজিন C6H6
(খ) আলকাতরা হল অ্যারোমেটিক যৌগের প্রধান উৎস
(গ) আলকাতরার মধ্যে পানির মিশ্রিত অম্লীয়, ক্ষারকীয় ও নিরপেক্ষ এই তিন শ্রেণির বিভিন্ন অ্যারোমেটিক যৌগের থাকে
(ঘ) অ্যারোমেটিক হাইড্রক্সি যৌগ যেমন ফেনল সমূহ নিরপেক্ষ যৌগ
উত্তরঃ ঘ। অ্যারোমেটিক হাইড্রক্সি যৌগ যেমন ফেনল সমূহ নিরপেক্ষ যৌগ

৭৭। কোনটি ট্রাকিওলের বৈশিষ্ট্য নয় –
(ক) এদের বর্ণ সাদাটে
(খ) এরা ইন্টিমাবিহীন ও অশাখ
(গ) তরলপূর্ণ থাকে
(ঘ) অ্যাট্রিয়াম থেকে উৎপন্ন হয়
উত্তরঃ ঘ। অ্যাট্রিয়াম থেকে উৎপন্ন হয়

৭৮। যেটি প্রি – এরিথ্রোসাইটিক সাইজোগনির ধাপের অংশ নয় –
(ক) ট্রাফোজয়েট
(খ) স্পোরোজয়েট
(গ) ক্রিপ্টোজয়েট
(ঘ) ক্রিপ্টোমেরোজয়েট
উত্তরঃ ক। ট্রাফোজয়েট

৭৯। দ্বিবীজপত্রী উদ্ভিদের বেলায় কোন উক্তিটি সঠিক নয়?
(ক) কান্ডে ভাস্কুলার বান্ডল বৃত্তাকারে সাজানো থাকে
(খ) তাদের মূল প্রধান মূল
(গ) শিরাবিন্যাস জালিকাকার
(ঘ) পত্রমূল প্রশস্ত ও কাণ্ড বেষ্টক
উত্তরঃ ঘ। পত্রমূল প্রশস্ত ও কাণ্ড বেষ্টক

৮০। নিম্নের কোনটি অ্যালিফেটিক অ্যারোমেটিক যৌাগের জন্য সঠিক নয়?
(ক) অ্যারোমেটিক অসম্পৃক্ত যৌগে হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন প্রভৃতি ইলেকট্রন অকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া সাধারনত ঘটে না
(খ) অ্যালিফেটিক যৌগে কার্বনের শতকরা পরিমান অপেক্ষাকৃত কম
(গ) অ্যারোমেটিক যৌগ অসম্পৃক্ত হওয়া সত্ত্বেও KMnO4 দ্বারা জারিত হয় না
(ঘ) অ্যালিফেটিক হাইড্রক্সি যৌগ যেমন অ্যালকোহলসমুহ লিটমাস নিরপেক্ষ যৌগ
উত্তরঃ ক। অ্যারোমেটিক অসম্পৃক্ত যৌগে হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন প্রভৃতি ইলেকট্রন অকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া সাধারনত ঘটে না

৮১। নিচের কোন উক্তিটি সত্য?
(ক) লাইপেজ প্রোটিন জাতীয় খদ্যকে ফ্যাটি এসিড গ্লিসারল এ পরিণত করে
(খ) অ্যানিলিডার প্রধান রেচন অঙ্গ মালপিজিয়ান নালিকা
(গ) যে পোষকদেহে একটি পরজীবীকে প্রাকৃতিকভাবেই পাওয়া যায়, তাকে অসমসত্ব পোষক বলে
(ঘ) পুরুষ আরশোলার নবম খণ্ডকে অঙ্কীয়দেশে একজোড়া অ্যানাল স্টইল থাকে
উত্তরঃ ঘ। পুরুষ আরশোলার নবম খণ্ডকে অঙ্কীয়দেশে একজোড়া অ্যানাল স্টইল থাকে

৮২। Read the paragraph and answer the question
Viruses are living organisms.We may consider them regular chemical molecule since they have normal atomic structure, but on the other hand, we must also consider them as being alive since they are able to multiply unlimited quantities.
Viruses are alive because they
(ক) need warmth
(খ) live
(গ) have a complex atomic structure
(ঘ) multiply
উত্তরঃ ঘ। multiply

৮৩। নিচের কোনটি তড়িৎ প্রবাহের তাপীয় ও রাসায়নিক বিক্রয়ার জন্য সঠিক নয়?
(ক) কোন বস্তুর গৃহীত বা র্জিত তাপের পরিমান হলঃ H = ms△θ° cal
(খ) নিরাপত্তা ফিউজ সাধারণতঃ টিন সীসার মিশ্রনে তৈরি এবং এর গলনাঙ্ক প্রায়
(গ) J হল তাপের যান্ত্রিক তুলানাঙ্ক
(ঘ) H ∝ T যখন I ও R ধ্রুবক
উত্তরঃ খ। নিরাপত্তা ফিউজ সাধারণতঃ টিন সীসার মিশ্রনে তৈরি এবং এর গলনাঙ্ক প্রায়

৮৪। একটি বস্তুকে ভূমি হতে খাড়া উর্ধ্বে নিক্ষেপ করলে এবং উহা 10 sec বায়ুতে থাকলে, সর্বোচ্চ স্থানে পৌছতে কত সময় লাগবে?
(ক) 7 সেকেন্ড
(খ) 4 সেকেন্ড
(গ) 5 সেকেন্ড
(ঘ) 6 সেকেন্ড
উত্তরঃ গ। 5 সেকেন্ড

৮৫। E.coli এর বেলায় কোনটি সঠিক নয়?
(ক) DNA অণু দিয়ে গঠিত প্লাজমিড বর্তমান
(খ) সাইটোপ্লজমে প্রচুর রাইবোজম পাওয়া যায়
(গ) নিউক্লিয়েডে আংটির আকারে DNA অণু পাওয়া যায়
(ঘ) সাইটোপ্লাজমে বহু সংখক মাইটেকন্ড্রিয়া পাওয়া যায়
উত্তরঃ ঘ। সাইটোপ্লাজমে বহু সংখক মাইটেকন্ড্রিয়া পাওয়া যায়

৮৬। কোনটি রাসায়নিক সাম্যবস্থার বৈশিষ্ট্য নয়?
(ক) অনুঘটক এই প্রক্রিয়ায় কোন প্রভাব বিস্তার করে না
(খ) ইহা কেবল উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে অর্জিত হয়
(গ) বিক্রিয়ায় সম্মুখ ও পশ্চাৎ মুখী প্রক্রিয়ার গতিবেগ পরষ্পর সমান নয়
(ঘ) রাসায়নিক সাম্যবস্থায় কেবলমাত্র আবদ্ধ পরিমন্ডেলে সৃষ্টি হয়
উত্তরঃ গ। বিক্রিয়ায় সম্মুখ ও পশ্চাৎ মুখী প্রক্রিয়ার গতিবেগ পরষ্পর সমান নয়

৮৭। নিচের কোনটি তেলাপোকার জন্য সঠিক নয়?
(ক) হৃদযন্ত্রের স্পন্দন প্রতি মিনিটে 100 থেকে 110 বার
(খ) Blattella germaniea তেলাপোকা অপেক্ষাৃত খাটো
(গ) পরুষ তেলাপোকার উদর অপেক্ষা বড়
(ঘ) তেলাপোকার ট্রাইকিয়া রুপর মতো চকচকে
উত্তরঃ খ। Blattella germaniea তেলাপোকা অপেক্ষাৃত খাটো

৮৮। Which word dose not have the appropriate synonym?
(ক) harmful injurious
(খ) crash collusion
(গ) confusion chaos
(ঘ) fence enclosure
উত্তরঃ গ। confusion chaos

৮৯। আদর্শ ফুটবলের ওজন কত আউন্স?
(ক) ১৫ – ১৬
(খ) ১৪ – ১৬
(গ) ১২ – ১৬
(ঘ) ১৩ – ১৬
উত্তরঃ খ। ১৪ – ১৬

৯০। একটি জটিল বা যৌগিক অণুবীক্ষন যন্ত্রের বেলায় কোন উক্তিটি সঠিক নয়
(ক) অভিনেত্রের ফোকসা দুরত্ব অভিলক্ষের ফোকাস দুরত্ব অপেক্ষা কম থাকতে হবে
(খ) অভিলক্ষের ফোকাস দুরত্ব অপেক্ষাকৃত ছোট
(গ) অভিনেত্রের ফোকা দুরত্ব অপেক্ষাকৃত বড়
(ঘ) অভিলক্ষ, বাস্তব ও উল্টো প্রতিবিম্ব তৈরি করে
উত্তরঃ ক। অভিনেত্রের ফোকসা দুরত্ব অভিলক্ষের ফোকাস দুরত্ব অপেক্ষা কম থাকতে হবে

৯১। নিচের কোন উক্তিটি সত্য নয়?
(ক) মানুষের পরিপাকতন্ত্রে নিঃসৃত এনজাইম সেলুলোজের β – গ্লাইকোসাইড বন্ধন ভাঙতে পারে না
(খ) নাইট্রাসে এসিড অস্থায়ী এসিড হলেও জলীয় দ্রবণ 5 ° C তাপমাত্রার উর্ধ্বে বেশ স্থায়ী বা সুস্থিত থাকে
(গ) অ্যারোমেটিক যৌগের বিশেষ প্রকারের অসম্পৃক্ততা, অধিকতর স্থায়িত্ব, ইলেকট্রন গ্রাহী প্রতিস্থাপন বিক্রিয়া প্রভৃতিকে একত্রে অ্যারোমেটিসিটি বলে
(ঘ) গাজন – এর মাধ্যমে গ্লুকোজ থেকে ইথানল উৎপন্ন করা সম্ভব
উত্তরঃ খ। নাইট্রাসে এসিড অস্থায়ী এসিড হলেও জলীয় দ্রবণ 5 ° C তাপমাত্রার উর্ধ্বে বেশ স্থায়ী বা সুস্থিত থাকে

৯২। গ্লুকোজ – ৬ – ফসফেট ⇔ ফ্রুট্কোজ – ৬ – ফসফেট যে এনজাইমের কার্যকারিতায় সাবস্ট্রেটটি তার আইসেমার উৎপন্ন করেছে।
(ক) এপিমারেজ
(খ) ট্রান্সফারেজ
(গ) ফসফরাইলেজ
(ঘ) আইসোমারেজ
উত্তরঃ ঘ। আইসোমারেজ

৯৩। নিচের কোনটি নাইট্রোজেন ও ফসফরাসের জন্য সঠিক নয়?
(ক) নাইট্রোজেন অণুর এনথালপি ∆ H = +495kJmol-1, তাই নাইট্রোজেনকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় বায়ুমন্ডলে পাওয়া যায়
(খ) নাইট্রোজেন ও ফরফরাস উভয়ের সাধারণত সমযোজী যৌগ গঠন করে
(গ) উভয় মৌল হাইড্রোনের সাথে স্থায়ী হাইড্রাইড গঠন করে
(ঘ) সাধারণ তাপমাত্রায় নাইট্রোজেন হল গ্যাস, ফসফফরাস হল কঠিন পদার্থ
উত্তরঃ ক। নাইট্রোজেন অণুর এনথালপি ∆ H = +495kJmol-1, তাই নাইট্রোজেনকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় বায়ুমন্ডলে পাওয়া যায়

৯৪। কোন উক্তটি সত্য নয়?
(ক) লিচু ও জায়ফলের বীজে যে তৃতীয় স্তর সৃষ্টি হয়, তকে এরিল বলে
(খ) পেয়ারা গাছে বেষ্টনী বাকল পাওয়া যায়
(গ) শালগম ক্রুসিফেরি গোত্রের অন্তর্ভুক্ত
(ঘ) সবুজ উদ্ভিদের গ্লাইকোজেন সম্পূর্ণভাবে অনুপস্থিত
উত্তরঃ খ। পেয়ারা গাছে বেষ্টনী বাকল পাওয়া যায়

৯৫। কোন উক্তিটি সত্য নয়?
(ক) আরশোলার প্রথম রক্সীয় এবং প্রথম উদদীর শ্বাসরন্ধ্র সবচেয়ে খোলা থাকলেও প্রযয়াজন অনুপাতে বাকীগুলো খোলা বা বন্ধ থাকে
(খ) অমেরুদন্ডী দেহের অঙ্কীয়দেশে থাকে
(গ) পারমোনারি ধমনি হৃৎপিন্ড থেকে ফুসফুসে অক্সিজেন বিহীন রক্ত বহন করে
(ঘ) আরশোরার অ্যান্টনার গোড়ায় অবস্থিত ওসেলাস একক প্রতিবিম্ব সৃষ্টিতে সাহায্য করে
উত্তরঃ খ। অমেরুদন্ডী দেহের অঙ্কীয়দেশে থাকে

৯৬। তেলাপোকার প্রথম ম্যাক্সিলার অংশ নয় –
(ক) সাবমেন্টাম
(খ) কার্ডো
(গ) স্টাইপস
(ঘ) ল্যাসিনিয়া
উত্তরঃ খ। কার্ডো

৯৭। climacteric rise এর ফলে যেটি হয়ে থাকে –
(ক) ফল পাকায় সুগন্ধি দ্রব্যেরসৃষ্টি
(খ) ফলে পেকটিন পদার্থের নামকরন ঘটে
(গ) ফল পাকার শুরুতে হঠাৎ শ্বসন হার বৃদ্ধি পাওয়া
(ঘ) ফল পাকায় রং – এর পরিবর্তন
উত্তরঃ গ। ফল পাকার শুরুতে হঠাৎ শ্বসন হার বৃদ্ধি পাওয়া

৯৮। Question 98, 99 and 100 are based on the following reading.
In 1992, the World Health Organization (WHO) reported that ten to twelve million adults and one million children worldwide had contracted HIV, the virus that causes AIDS, and they estimated that by the twenty – first century, forty million people would be infected.If the current trends continue, however, that estimate will fall far short of actual numbers, which may reach one hundred ten million.Beside people with high – risk behavior such as homosexuals, female sex workers, truck drivers and injection rates have begun to increase m the general population In addition, there appears to be a change in the characteristics of; AIDS victims.In the 1980s, homosexual men in large urban areas ? accounted for approximately two thirds of all AIDS cases.Women and children seemed to be on the periphery of the AIDS epidemic.But today almost ninety percent of new adult infections result from heterosexual contact.Consequetly, the rates of exposure and infection are rising for women, with an accompanying.rise in the number of children born to them with HIV.In the twenty – first century it is expected that the majority of AIDS victims will be heterosexual women and their young children.
According to the above paasage, WHO estimate of people infected with HIV in the 21st century, compared to he current trend will be __ the actual number.
(ক) less than
(খ) almost equal to
(গ) more then
(ঘ) far less than
উত্তরঃ ক। less than

৯৯। Now, the people at risk for developing HIV include the
(ক) general population
(খ) intravenous drug users
(গ) homosexuals
(ঘ) Female sex workers
উত্তরঃ গ। homosexuals

১০০। According to the passage, the segment of the __ with probably constitute majority of AIDS cases in the 21st Century.
(ক) heterosexual men and women
(খ) heterosexual women and children
(গ) heterosexual women
(ঘ) homosexual men
উত্তরঃ ক। heterosexual men and women

Mustafij Sir

Recent Posts

HSC Synonym Antonym Board Question All Board

WordsMeaningsSynonyms    antonymsouterবাইরেরoutmostinnerproletarianদরিদ্র/সর্বহারাWorking-classmorallaunchশুরু করাIntroductionwithdrawpreparingপ্রস্তুতিGet-readydoubtfaultlesslyনির্দোষভাবেabsolutelyfaultynauseaবমিবমিভাবvomitingheadachediscomfortঅসস্তিupsetcomfortmaintainedবজায় করাsustainuselessLaterকরেnextearlierdynamicগতিশীলAggressivestaticplanপরিকল্পনাproposaldisorderaimলক্ষGoalaimlessdirectionনিদ্ধেশনাInstructionnoticeprofessionপেশাJobjoblesssuitsআকারFormnothingaptitudeযোগ্যতাAttitudedislikevaryপরিবর্তীতVariousfixeducatedশিক্ষিতLearneduneducatedcitizenনাগরিকnativeforeignervirtueপূর্ণgoodnessevilA lotঅনেকhugelittlecourteousবিনয়ীpoliterudediscourtesyঅবিনয়ীrudenesscourteouswinজয় করাgainloseenemyশত্রুfoefriendensureনিশ্চিত করাconfirmcancelangerরাগtempercalmnessremoveঅপসারণcancelputcordialityসোহার্দrudenessdiscordialitydifferentভিন্নDissimilarsameseeksঅনুসন্ধানPursuefindeagerআগ্রহীinterestdisinterestedobservationপর্যবেক্ষণExaminationneglectmereএকমাত্রImmenseabnormalalertসতর্কWatchfulunawarelatentসুপ্তOpenrealizedinstructorsপ্রশিকক্ষকteacherstudentguideগাইডmentormisguidewayপথ/উপায়Pathpartfascinatingচমৎকারexcellentunattractiveinterestআগ্রহীeagerdisregardimpatientঅধৈয্যIntolerancepatientillogicalঅযোক্তিকunethicalLogicalindifferentউদাসীনUninteresteddifferentethicallyনৈথিকভাবেlawfullyUnethicalGood-lookingচমৎকারAttractiveUnattractiveDarkঅন্ধকারBlackbrightFlawlessস্থিরperfectflawedShinyউজ্জল্যbrightdarkSlenderসরুthinfatGracefulকরুনাময়elegantungracefulStylishlyআড়ম্বরপূর্ণভাবেattractivesimplyAppreciatesপ্রশংসা করেpriesCriticizeNoticeলক্ষ করেadvertisementoverlookAmbitionউচ্ছাকাঙকাAim/desirelazinessRequireপ্রয়োজনneedanswerProficiencyদক্ষতাskilledincompetenceWonderআশ্চয্যSurprisedisinterestTestedপরীক্ষীতverifiednewEquallyসমানভাবেsimilarlyUnequallyDisappointingহতাশাজনকInceptingappointingPresumablyসম্ভবতdoubtlesslyimprobableQualifyযোগ্যতাcertifyDisqualifywrongভুলmistakewriteIdealআদর্শModelbadMasterদক্ষTeacherStudentMakesতৈরীcreateBreak/destroyMethodপদ্ধতিSystemdifferenceConvincingবিশ্বাসীsatisfactoryUnconvincingPraisesপ্রশাংসা করেhurrahCriticizeMistakeভুলErrorsagacityAngryরাগevilcalmSimpleসাধারণgeneralComplexmoralনৈতিকethicalamoralAcceptedগৃহিতreceivedrejectedSincerityআন্তরিকতাGood-willinsincerityResponsibilityদায়িত্বdutiesdepartureComplexityজটিলতাcomplicationSimplicityEnvyহিংসাlastedpraiseVicesমন্দevilVirtueImpactsপ্রভাবeffectfailsAwarenessসতর্কতাalertnessunawarenessOut-comeবাহিরের দিকresultcauseimportanceগুর্ত্বপূর্ণsignificanceinsignificanceFriendবন্দুenemyfoeNeedপ্রয়োজনcommitment/necessaryavoidSympathyসহানুভুতিkindnessrudenessProveপ্রমানconfirmdisproveFalseমিথ্যাwrongtrueHarmক্ষতিকরlosshelpLaughহাসাburstcryPleasureআনন্দhappinesssadnessBringআনাcarryleaveideaধারণাconceptnothingAllowঅনুমতিpermitdenyFreedomস্বাধীনতাindependencebondageOpinionমতামতviewawarenessFairমেলাcleanunfairEqualসমানbalancedunequalDivisionবিভাগdistributionunionElectনির্বাচন করাvoterefuseSystemনিয়ম-নীতিprocesspartTreatmentচিকিৎশা করাcuringhurtFacilityসুবিধাadvantagepainNeverকখন নয়NotingAlwaysWeakerদুর্বলrottenstrongerDiscourageনিরুৎসাহিতdroopEncourageFrustratingহতাশাজনকBuffaloingsatisfyingInterestআগ্রহীeagernessdiscourageAbilityসক্ষমতাCapabilityinabilityDreamস্বপ্নfancyfactBestসবচেয়ে ভালfinestworstSuccessসফলতাachievementfailureachieveঅর্জন…

8 months ago

সরকারি চাকরী খুজুন ঘরে বসেঃ ইন্টারনেটে চাকরীর খোঁজ(জরুরী ধাপ ও নির্ভরযোগ্য সকল ওয়েবসাইট)

আপনি যদি ইন্টারনেটে চাকরির সন্ধান করছেন এবং আপনি এটি সম্পর্কে জানতে চান তবে আপনি সঠিক…

2 years ago

HSC 2023- English 1st Paper Model Question and Solution-1

Model Question 1 Part-I : Marks 60 1. Read the passage and answer the questions…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-পঞ্চম অধ্যায়- দেবদেবী ও পূজা সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

পঞ্চম অধ্যায় দেবদেবী ও পূজা এ অধ্যায়ে আমরা পূজা, পুরোহিতের ধারণা ও যোগ্যতা, দেবী দুর্গা,…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-চতুর্থ অধ্যায়- হিন্দুধর্মে সংস্কার সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

চতুর্থ অধ্যার হিন্দুধর্মে সংস্কার আমাদের এই পার্থিব জীবনকে সুন্দর ও কল্যাণময় করে গড়ে তোলার লড়্গ্েয…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-তৃতীয় অধ্যায়, ধর্মীয় আচার-অনুষ্ঠান সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

তৃতীয় অধ্যায় ধর্মীয় আচার-অনুষ্ঠান আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করার জন্য যেসব আচার-আচরণ চর্চিত হয়…

2 years ago

This website uses cookies.