BDS Question

BDS (Dental) Admission Question and Solution (2017-18)

ডেন্টাল ভর্তি পরীক্ষা ২০১৭-১৮

১। গাজরের মূলে নিচের কোনটি খাকে?
(ক) ক্লোরোপ্লাস্ট
(খ) লিউকোপ্লাস্ট
(গ) ক্রোমোপ্লাস্ট
(ঘ) অ্যামাইলোপ্লাস্ট
উত্তরঃ গ। ক্রোমোপ্লাস্ট

২। ব্যুরেটের সাহায্যে সর্বনিম্ন কত আয়তন পরিমাপ করা যায়?
(ক) 0.01 cm3
(খ) 1.0 cm3
(গ) 0.5 cm3
(ঘ) 0.1 cm3
উত্তরঃ ঘ। 0.1 cm3

৩। এক বছরে আলো কত দূরত্ত অতিক্রম করে?
(ক) 9.4 × 1012 km
(খ) 9.7 × 1012 km
(গ) 9.4 × 1018 km
(ঘ) 9.6 × 1012 km
উত্তরঃ ক। 9.4 × 1012km

৪। Fill up the blank with an apprppriate word given below- The food is not_______ my taste.
(ক) for
(খ) to
(গ) in
(ঘ) with
উত্তরঃ খ। to

৫। শিক্ষার মূল উদ্দেশ্য কী?
(ক) মানুষকে সৎ হিসেবে গড়ে তোলা
(খ) মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুনাবলির যথার্থ বিকাশ সাধন
(গ) বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করা
(ঘ) বৃত্তিমূলক দক্ষতা বাড়ানো
উত্তরঃ খ। মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুনাবলির যথার্থ বিকাশ সাধন

৬। মিয়োসিস কোষবিভাজনের কোন উপপর্যায়ে কায়াজমা তৈরি হয়?
(ক) লেপ্টোটিন
(খ) প্যাকাইটিন
(গ) ডায়াকাইনেসিস
(ঘ) ডিপ্লোটিন
উত্তরঃ খ। প্যাকাইটিন

৭। নিচের কোনটি সরল প্রোটিনের উদাহরণ নয়?
(ক) albumin
(খ) globulin
(গ) lipoprotein
(ঘ) histone
উত্তরঃ গ। lipoprotein

৮। নিচের কোন যৌগটি পানিতে দ্রবনীয়?
(ক) AgCl
(খ) (NH4)CO3
(গ) CaCO3
(ঘ) CaSO4
উত্তরঃ খ। (NH4)CO3

৯। কোন ভেক্টরের শীর্ষবিন্দু ও পাদবিন্দু একই হলে ভেক্টরটি হবে নিচের কোনটি?
(ক) ব্যাসার্ধ ভেক্টর
(খ) সদৃশ ভেক্টর
(গ) নাল ভেক্টর
(ঘ) সমরেখ ভেক্টর
উত্তরঃ গ। নাল ভেক্টর

১০। ‘কদাচিৎ সে এখানে আসে’ বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?
(ক) He ever comes here
(খ) He hardly comes here
(গ) He casually comes here
(ঘ) He seldom comes here
উত্তরঃ ঘ। He seldom comes here

১১। “NAEM” stands for?
(ক) National Academy for Education and Management
(খ) National Academy for Environment Management
(গ) National Academy for Economics and Management
(ঘ) National Academy for Educational Management
উত্তরঃ ঘ। National Academy for Educational Management

১২। সংক্রমন ক্ষমতাহীন ভাইরাসকে কী বলে?
(ক) ভিরিয়ন
(খ) নিউক্লিয়োক্যাপসিড
(গ) প্রিয়নস
(ঘ) ভিরয়েড
উত্তরঃ খ। নিউক্লিয়োক্যাপসিড

১৩। পর্যায় সারণির কোন গ্রুপের মৌলগুলো জারক?
(ক) গ্রুপ-17
(খ) গ্রুপ-16
(গ) গ্রুপ-1
(ঘ) গ্রুপ-2
উত্তরঃ ক। গ্রুপ-17

১৪। অনুভুমিক বরাবর নিক্ষিপ্ত বস্তুর গতিপথ কেমন হয়?
(ক) উপবৃত্তাকার
(খ) পরাবৃত্তাকার
(গ) বৃত্তাকার
(ঘ) সরলরৈখিক
উত্তরঃ খ। পরাবৃত্তাকার

১৫। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি হয় কোন দেশে?
(ক) নেপাল
(খ) ভূটান
(গ) ব্রাজিল
(ঘ) উজবেকিস্তান
উত্তরঃ গ। ব্রাজিল

১৬। ‘এত সুন্দর একটা কলম হাতছাড়া কর না’ বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?
(ক) Do not separate from this good pen.
(খ) Do not part by such a good pen.
(গ) Do not part with such a good pen.
(ঘ) Do not wall off with such a good pen.
উত্তরঃ গ। Do not part with such a good pen.

১৭। বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজী উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত?
(ক) 5টি
(খ) 10টি
(গ) 8টি
(ঘ) 15টি
উত্তরঃ ক। 5টি

১৮। নিচের কোন অক্সাইডটি উভধর্মী অক্সাইড?
(ক) CO2
(খ) Al2O3
(গ) MgO
(ঘ) Na2O
উত্তরঃ খ। Al2O3

১৯। আণবিক গঠনের জন্য দায়ী বল কোনটি?
(ক) মহাকর্ষ বল
(খ) দুর্বল নিউক্লিয় বল
(গ) সবল নিউক্লিয় বল
(ঘ) তড়িৎ চুম্বকীয় বল
উত্তরঃ ঘ। তড়িৎ চুম্বকীয় বল

২০। Which one is the correct active sentence of the passive form: “The wounded man was being helped by some boys?”
(ক) Some boys were helping the wounded man
(খ) Someboys were helping the wounded man
(গ) Some boys were helped the wounded man
(ঘ) Some boys were being help the wounded man
উত্তরঃ ক। Some boys were helping the wounded man

২১। প্রান্তস্পর্শী পুষ্পপত্রবিন্যাসের উদাহারন কোনটি?
(ক) জবাফুল
(খ) কৃষ্ণচূড়া ফুল
(গ) বাবলা ফুল
(ঘ) কালকাসুন্দা ফুল
উত্তরঃ গ। বাবলা ফুল

২২। 100 kg ভরের একটি পাথরকে ক্রেনের সাহায্যে 0.1ms-1 বেগে ছাদের ওপর ওঠালে ক্রেনের ক্ষমতা কত?
(ক) 0.98 W
(খ) 10 W
(গ) 98 W
(ঘ) 9800 W
উত্তরঃ গ। 98 W

২৩। উর্ধ্বমুখী ডিম্বকের উদাহরণ কোনটি?
(ক) শিম
(খ) ছোলা
(গ) সরিষা
(ঘ) পান
উত্তরঃ ঘ। পান

২৪। সার্বজনীন ধ্রুবক G এর মান কত?
(ক) 6.67 × 10-11 Nm-2Kg-2
(খ) 6.67 × 10-17 Nm-2Kg-2
(গ) 6.67 × 10-11 Nm2Kg-2
(ঘ) 6.67 × 10-12 Nm2Kg-2
উত্তরঃ ক। 6.67 × 10-11Nm-2Kg-2

২৫। আনবিক কাচি বা “molecular scissor” বলা হয় কোনটিকে?
(ক) লাইপেজ এনজাইম
(খ) অক্সিডেজ এনজাইম
(গ) রেস্ট্রিকশন এনজাইম
(ঘ) ইনোলেজ এনজাইম
উত্তরঃ গ। রেস্ট্রিকশন এনজাইম

২৬। কোনটি পোলার অনু?
(ক) CH4
(খ) CCl4
(গ) H2O
(ঘ) HCl
উত্তরঃ গ। H2O

২৭। বাংলাদেশের জাতীয় উদ্যানসমুহের মধ্যে আয়তনে সবচেয়ে বড় কোনটি?
(ক) ভাওয়াল ন্যাশনাল পার্ক
(খ) নিঝুমদ্বীপ ন্যাশনাল পার্ক
(গ) মধুপুর ন্যাশনাল পার্ক
(ঘ) বঙ্গবন্ধু ন্যাশনাল পার্ক
উত্তরঃ খ। নিঝুমদ্বীপ ন্যাশনাল পার্ক

২৮। যদি স্পর্শ কোণ এর কম হয়, তবে তরলের পৃষ্ঠ কেমন হবে?
(ক) উত্তল
(খ) অবতল
(গ) সমতলাবতল
(ঘ) সমতলোত্তল
উত্তরঃ খ। অবতল

২৯। গ্রিনিচের সময় অপেক্ষা বাংলাদেশে সময় এর পার্থক্য কত?
(ক) ৫ ঘণ্টা আগে
(খ) ৬ ঘণ্টা পরে
(গ) ৬ ঘণ্টা আগে
(ঘ) সাড়ে ৫ ঘণ্টা পরে
উত্তরঃ খ। ৬ ঘণ্টা পরে

৩০। হাইড্রার দেহের ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কোনটি?
(ক) স্টেরিওেলিন গ্লুটিন্যান্ট
(খ) স্ট্রেপটোলিন গ্লুটিন্যানট
(গ) ভলভেন্ট
(ঘ) স্টিনোটিল
উত্তরঃ খ। স্ট্রেপটোলিন গ্লুটিন্যানট

৩১। মানবরক্তে কোন বাফার দ্রবণটি বিদ্যমান?
(ক) NaHCO3 + H2CO3
(খ) CH3COONa + CH3COOH
(গ) Na2HPO3 + H3PO3
(ঘ) NH4Cl + NH4Oh
উত্তরঃ ক। NaHCO3+ H2CO3

৩২। আমিষ পরিপাককারী এনজাইম কোনটি?
(ক) মল্টেজ
(খ) সুক্রেজ
(গ) ট্রিপসিন
(ঘ) লাইপেজ
উত্তরঃ গ। ট্রিপসিন

৩৩। একটি সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ কত?
(ক) 0.993 m
(খ) 0.997 m
(গ) 0.799 m
(ঘ) 0.731 m
উত্তরঃ ক। 0.993 m

৩৪। “Admire” শব্দের সঠিক antonym নিম্নের কোনটি?
(ক) esteem
(খ) wonder
(গ) appreciate
(ঘ) abhor
উত্তরঃ ঘ। abhor

৩৫। অদানাদার বা অ্যাগ্রানুলোসাইট কোনটি?
(ক) নিউট্রোফিল
(খ) মনোসাইট
(গ) ইওসিনোফিল
(ঘ) বেসোফিল
উত্তরঃ খ। মনোসাইট

৩৬। নিচের কোনটি প্রভাবক বিষ?
(ক) CaO
(খ) Al2O3
(গ) As2O3
(ঘ) Ni
উত্তরঃ গ। As2O3

৩৭। একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষ বিশ্রামরত অবস্থায় মিনিটে কতবার শ্বসনক্রিয়া সম্পাদন করে?
(ক) 20-25 বার
(খ) 14-18 বার
(গ) 7-10 বার
(ঘ) 30-40 বার
উত্তরঃ খ। 14-18 বার

৩৮। নিচে প্রদত্ত, শব্দের কোন তিনটি কম্পাঙ্কের সমন্বয়ে ত্রয়ীর সৃষ্টি হয়?
(ক) 256 Hz, 328 Hz, 384 Hz
(খ) 256 Hz, 220 Hz, 384 Hz
(গ) 256 Hz, 320 Hz, 384 Hz
(ঘ) 256 Hz, 320 Hz, 354 Hz
উত্তরঃ গ। 256 Hz, 320 Hz, 384 Hz

৩৯। Which one is the correct sentence given below?
(ক) Which one is the correct sentence given below?
(খ) Neither I eat mangoes nor I eat bananas.
(গ) I eat mangoes neither bananas nor.
(ঘ) I neither eat mangoes nor bananas.
উত্তরঃ ক। Which one is the correct sentence given below?

৪০। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন আছে?
(ক) ২টি
(খ) ৫টি
(গ) ৪টি
(ঘ) ৬টি
উত্তরঃ গ। ৪টি

৪১। নিচের কোনটি তাপহারী বিক্রিয়া?
(ক) C + O = CO2
(খ) 2H2 + O2 = 2H2O
(গ) N2 + O2 = 2NO
(ঘ) CH4 + 2O2 = CO2 + 2H2O
উত্তরঃ গ। N2+ O2= 2NO

৪২। মানব রেচনতন্ত্রের অংশ নয় কোনটি?
(ক) বৃক্ক
(খ) মূত্রনালী
(গ) অ্যাড্রেনাল গ্রন্থি
(ঘ) রেচননালি
উত্তরঃ গ। অ্যাড্রেনাল গ্রন্থি

৪৩। আম কৌটাজাতকরণে নিচেরেোন রাসায়নিকটি ব্যবহৃত হয়?
(ক) বেনজয়িক এসিড
(খ) কার্বনিক এসিড
(গ) সাইট্রিক এসিড
(ঘ) এসিটিক এসিড
উত্তরঃ গ। সাইট্রিক এসিড

৪৪। প্রপ্তবয়স্ক মানুষের নিচের চোয়ালে দন্তকুঠুরির সংখ্যা কত?
(ক) 32 টি
(খ) 12 টি
(গ) 16 টি
(ঘ) 8 টি
উত্তরঃ গ। 16 টি

৪৫। দুধ থেকে ছানা তৈরির পদ্ধতিকে কী বলা হয়?
(ক) কার্বোক্সিলেশন
(খ) ফারমেন্টেশন
(গ) অক্সিডেশন
(ঘ) কোয়াগুলেশন
উত্তরঃ ঘ। কোয়াগুলেশন

৪৬। তারের আপেক্ষিক রোধ নির্ণয়ে কোন যন্ত্রটি ব্যবহৃত হয়?
(ক) পোটেনসিওমিটরি
(খ) মিটারব্রিজ
(গ) গ্যালভানোমিটার
(ঘ) পোস্টঅফিস বক্স
উত্তরঃ খ। মিটারব্রিজ

৪৭। কাজী নজরুলের উপন্যাস কোনটি?
(ক) মৃত্যুক্ষুধা
(খ) সঞ্চয়িতা
(গ) অগ্নিবিণা
(ঘ) ফনীমনসা
উত্তরঃ ক। মৃত্যুক্ষুধা

৪৮। ইন্টারক্যালেটেড ডিস্ক কোন ধরনের পেশির বৈশিষ্ট?
(ক) ঐচ্ছিক পেশি
(খ) হৃদপেশি
(গ) মশৃণ পেশি
(ঘ) রৈখিক পেশি
উত্তরঃ খ। হৃদপেশি

৪৯। লিপস্টিক ময়েশ্চারাইজার রূপে ব্যবহৃত হয় কোনটি?
(ক) ইথাইল অ্যালকোহল
(খ) গ্লিসারিন
(গ) ইথিলিন গ্লাইকল
(ঘ) আইসো প্রোপাইল অ্যালকোহল
উত্তরঃ ক। ইথাইল অ্যালকোহল

৫০। ফেরোচৌম্বক পদার্থ কোনটি?
(ক) প্লাটিনাম
(খ) সোডিয়াম
(গ) তরল অক্সিজেন
(ঘ) কোবাল্ট
উত্তরঃ ঘ। কোবাল্ট

৫১। The doctor took the “round” in the hospital. Here “round” is a/an-
(ক) adjective
(খ) noun
(গ) verb
(ঘ) adverb
উত্তরঃ খ। noun

৫২। নিচের কোনটি মেনিনজিসের অংশ নয়?
(ক) ড্যুরা ম্যাটার
(খ) অ্যারাকনয়েড ম্যাটার
(গ) পায়া ম্যাটার
(ঘ) হোয়াইট ম্যাটার
উত্তরঃ ঘ। হোয়াইট ম্যাটার

৫৩। চোখের রেটিনার যে অংশ আলোকসংবেদী নয় তাকে বলে?
(ক) পীতবিন্দু
(খ) অপটিক স্নায়ু
(গ) ফোবিয়া সেন্ট্রালিস
(ঘ) অন্ধবিন্দু
উত্তরঃ ঘ। অন্ধবিন্দু

৫৪। বাংলাদেশে মিঠা পানির প্রধান উৎস কোনটি?
(ক) সমুদ্রের পানি
(খ) ভূগর্ভস্থ পানি
(গ) নদীর পানি
(ঘ) খালের পানি
উত্তরঃ খ। ভূগর্ভস্থ পানি

৫৫। মানুষের যকৃতে অবস্থানকারী ম্যাক্রোফেজের নাম কী?
(ক) মনোসাইট
(খ) কুপফার কোষ
(গ) সাইনাস হিস্টোসাইট
(ঘ) নিউট্রোফিল
উত্তরঃ খ। কুপফার কোষ

৫৬। নিচের কোন গ্যাসটির ব্যাপন ক্ষমতা বেশি?
(ক) ফ্লোরিন
(খ) অক্সিজেন
(গ) নিয়ন
(ঘ) ক্লোরিন
উত্তরঃ গ। নিয়ন

৫৭। স্বকীয় আবেশ গুণাঙ্কের একক হলো-
(ক) টেসলা
(খ) ওয়েবার
(গ) হার্টজ
(ঘ) হেনরি
উত্তরঃ ঘ। হেনরি

৫৮। সম্প্রতি ইউনেস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘১৯৭১ সালের ৭ই মার্চ ভাষন’ কে কি নামে লিপিবদ্ধ করেছে-
(ক) The Best Address to the nation.
(খ) The Greatets Leader’s Address.
(গ) World’s Documentary Heritage.
(ঘ) The Declaration of Independence.
উত্তরঃ গ। World’s Documentary Heritage.

৫৯। মানব দেহে নিষেক প্রক্রিয়া কোথায় সংঘটিত হয়?
(ক) জরায়ু
(খ) ডিম্বনালী
(গ) ডিম্বাশয়
(ঘ) সারভিক্স
উত্তরঃ খ। ডিম্বনালী

৬০। নিচের কোন যৌগটি সিলভার দর্পণ পরীক্ষা প্রদর্শন করে?
(ক) প্রোপানন
(খ) প্রোপান্যাল
(গ) প্রোপানল
(ঘ) প্রোপাইন
উত্তরঃ খ। প্রোপান্যাল

৬১। আলকের কোন ধর্মের জন্য পুকুরের ভেতর মাছকে কিছুটা উপরে দেখতে পাওয়া যায়?
(ক) অপবর্তন
(খ) সমবর্তন
(গ) প্রতিসরন
(ঘ) প্রতিফলন
উত্তরঃ গ। প্রতিসরন

৬২। মানুষের সংখ্যা কোন রক্তগ্রুপে সবচেয়ে বেশি?
(ক) A
(খ) AB
(গ) B
(ঘ) O
উত্তরঃ গ। B

৬৩। এস্টারের অম্লীয় আর্দ বিশ্লেষণে কি উৎপন্ন হয়?
(ক) জৈব এসিড
(খ) খণিজ এসিড
(গ) অ্যালডিহাইড
(ঘ) কিটোন
উত্তরঃ ক। জৈব এসিড

৬৪। নিচের কোনটি তেজস্ক্রিয় রশ্মি নয়?
(ক) গামা রশ্মি
(খ) এক্স রশ্মি
(গ) আলফা রশ্মি
(ঘ) বিটা রশ্মি
উত্তরঃ খ। এক্স রশ্মি

৬৫। স্বাভাবিক ওজনের মানুষের বডিমাস ইনডেক্স (BMI) কত?
(ক) 25 – 29.9 kg/m2
(খ) 18 – 24.9 kg/m2
(গ) 30 – 34.9 kg/m2
(ঘ) 35 – 39.9 kg/m2
উত্তরঃ খ। 18 – 24.9 kg/m2

৬৬। নিচের কোনটি বিশুদ্ধ অর্ধপরিবাহীর উদাহরণ?
(ক) রূপা
(খ) সিলিকন
(গ) তামা
(ঘ) সিরামিক
উত্তরঃ খ। সিলিকন

৬৭। শূন্যস্থানে নিচের কোন শব্দটি সঠিক? I cannot make______ his handwriting.
(ক) up
(খ) for
(গ) to
(ঘ) out
উত্তরঃ ঘ। out

৬৮। মোলার দাঁতের কাজ কোনটি?
(ক) খাবার টুকরা করা ও ছেঁড়া
(খ) খাবার টুকরা করা ও পেষণ করা
(গ) খাবার চর্বণ করা ও পেষণ করা
(ঘ) খাবার ছেঁড়া ও চর্বণ করা
উত্তরঃ গ। খাবার চর্বণ করা ও পেষণ করা

৬৯। নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী বিজারক?
(ক) Al
(খ) Zn
(গ) Fe
(ঘ) Li
উত্তরঃ খ। Zn

৭০। ‘They rested at sunset’. Here ‘at sunset’ is a/an-
(ক) adjective clause
(খ) noun clause
(গ) adverb clause
(ঘ) adverb phrase
উত্তরঃ ঘ। adverb phrase

৭১। মানুষের রক্ত জমাট বাঁধার মূল উপাদান নয় কোনটি?
(ক) ক্যালসিয়াম আয়ন
(খ) লসিকা রস
(গ) ফাইব্রিনোজেন
(ঘ) প্রথ্রোম্বিন
উত্তরঃ খ। লসিকা রস

৭২। গ্যাস ইলেকট্রোডে নিচের কোন ধাতুযুগল ব্যবহৃত হয়?
(ক) Fe, Au
(খ) Cu, Pt
(গ) Pt, Au
(ঘ) Ag, Au
উত্তরঃ গ। Pt, Au

৭৩। ‘আমাকে এখন যেতে হবে’ বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ নিচের কোনটি?
(ক) I will go now
(খ) I am going now
(গ) I have to go now
(ঘ) I must go now
উত্তরঃ গ। I have to go now

৭৪। পেসমেকারের অবস্থান হৃৎপিন্ডের কোথায়?
(ক) বাম অলিন্দ
(খ) বাম নিলয়
(গ) ডান অলিন্দ
(ঘ) ডান নিলয়
উত্তরঃ গ। ডান অলিন্দ

৭৫। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস কোন কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
(ক) গৃহস্থলির কাজে
(খ) সার উৎপাদনে
(গ) বিদ্যুৎ উৎপাদনে
(ঘ) শিল্প কারখানায়
উত্তরঃ গ। বিদ্যুৎ উৎপাদনে

৭৬। নিম্নের কোন আপদটি (hazard) পৃথিবীতে মানুষের মৃত্যর প্রধান কারণ?
(ক) সড়ক দুর্ঘটনা
(খ) তামাক ও মাদকদ্রব্য গ্রহণ
(গ) বায়ু দূষণ
(ঘ) ক্যান্সার
উত্তরঃ গ। বায়ু দূষণ

৭৭। মানুষের জিহ্বার সঞ্চালন নিয়ন্ত্রন করে কোন করোটিক স্নায়ু?
(ক) ফেসিয়াল স্নায়ু
(খ) হাইপোগ্লোসাল স্নায়ু
(গ) অপটিক স্নায়ু
(ঘ) অকুলোমোটর স্নায়ু
উত্তরঃ খ। হাইপোগ্লোসাল স্নায়ু

৭৮। কাগজের প্রধান উপাদান কোনটি?
(ক) লিগনিন
(খ) সেলুলোজ
(গ) স্টার্চ
(ঘ) কুকিং লিকার
উত্তরঃ খ। সেলুলোজ

৭৯। প্রাথমিক বর্ণ নয় কোনটি?
(ক) লাল
(খ) সবুজ
(গ) বেগুনি
(ঘ) নীল
উত্তরঃ গ। বেগুনি

৮০। “It takes two to make a quarrel.” বাক্যটির সঠিক বাংলা অনুবাদ নিচের কোনটি?
(ক) ঝগড়া তৈরিতে দুই উপাদান প্রোয়োজন
(খ) দুই-এ ঝগড়া তৈরি হয়
(গ) দুইয়ে দুইয়ে ঝগড়া হয়
(ঘ) এক হাতে তালি বাজে না
উত্তরঃ ঘ। এক হাতে তালি বাজে না

৮১। ভূৃপৃষ্ঠের যে স্থানে ভূচৌম্বক প্রাবল্যের অনুভূমিক ও উলম্ব উপাংশ সমান সেখানে-
(ক) বিনতি কোণ 0°
(খ) বিনতি কোণ 90°
(গ) বিনতি কোণ 45°
(ঘ) বিনতি কোণ 60°
উত্তরঃ গ। বিনতি কোণ 45°

৮২। নিচের কোন ধাতু থেকে ফটোইলেক্ট্রন নির্গত হবে না-
(ক) সিজিয়াম
(খ) পটাশিয়াম
(গ) অ্যালুমিনিয়াম
(ঘ) সোডিয়াম
উত্তরঃ গ। অ্যালুমিনিয়াম

৮৩। সাম্প্রতিক বিশ্বে সর্বাপেক্ষা ধনী ব্যক্তি কে?
(ক) বিল গেটস-মাইক্রোসফট
(খ) মার্কজুগার বার্গ- ফেসবুক
(গ) সালমান খান- খান একাডেমি
(ঘ) জেফ বিজোস- অনলাইন মার্কেটিং
উত্তরঃ ক। বিল গেটস-মাইক্রোসফট

৮৪। ভাইরাসের আক্রমণে শরীরের ভিতরে স্বতস্ফুর্তভাবে নিচের কোনটি তৈরি হয়?
(ক) এন্টিবডি
(খ) ইন্টারফেরন
(গ) নিউট্রোফিল
(ঘ) মনোসাইট
উত্তরঃ ক। এন্টিবডি

৮৫। কাচের উপর লিখতে নিচের কোন এসিডটি ব্যবহৃত হয়?
(ক) HF
(খ) HNO3
(গ) HCl
(ঘ) H2SO4
উত্তরঃ ক। HF

৮৬। নিচের কোন জোড়াটি লোকাল হরমোনের উদাহরণ?
(ক) ইনসুলিন ও অ্যাড্রেনালিন
(খ) থাইরক্সিন ও সিক্রিটিন
(গ) সিক্রিটিন ও এন্টারোগ্যাস্ট্রিন
(ঘ) ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন
উত্তরঃ গ। সিক্রিটিন ও এন্টারোগ্যাস্ট্রিন

৮৭। বাংলাদেশে জাতীয় ক্রিকেট টিম পরবর্তী হোম সিরিজ অনুযায়ী ২০১৮, কোন দেশের সাথে খেলবে?
(ক) আয়ারল্যান্ড
(খ) শ্রীলঙ্কা
(গ) আফগানিস্তান
(ঘ) ওয়েস্ট ইন্ডিজ
উত্তরঃ খ। শ্রীলঙ্কা

৮৮। “Concern” শব্দের সঠিক synonym নিম্নের কোনটি?
(ক) negligence
(খ) indifference
(গ) worry
(ঘ) apathy
উত্তরঃ গ। worry

৮৯। Fill up the blank with an appropriate preposition given below, I found the place______my liking.
(ক) to
(খ) for
(গ) with
(ঘ) on
উত্তরঃ ক। to

৯০। সংক্রমক ডায়রিয়ায় সর্বাপেক্ষা দায়ী অণুজীব কোনটি?
(ক) Vibrio cholerae
(খ) Rota virus
(গ) Clostridium difficile
(ঘ) Escherichia coli
উত্তরঃ ক। Vibrio cholerae

৯১। নিস্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিস্ক্রিয় মৌল কোনটি?
(ক) অক্সিজেন
(খ) হাইড্রোজেন
(গ) নাইট্রোজেন
(ঘ) কার্বন
উত্তরঃ খ। হাইড্রোজেন

৯২। মানব পিত্তরস সমন্ধে নিচের কোন তথ্যটি সঠিক, ইহা-
(ক) একটি অম্লীয় তরল
(খ) এনজাইম সমৃদ্ধ
(গ) পাকস্থলিতে পরিপাকে সহায়তা করে
(ঘ) যকৃতে তৈরি হয়
উত্তরঃ ঘ। যকৃতে তৈরি হয়

৯৩। “May you live long.” Which kind of sentence is the above one?
(ক) assertive sentence
(খ) imperative sentence
(গ) interogative sentence
(ঘ) optative sentence
উত্তরঃ ঘ। optative sentence

৯৪। নিচের কোন ধাতুটির বিষক্রিয়ার অস্টিওপোরোসিস হয়?
(ক) Pb
(খ) Cr
(গ) As
(ঘ) Cd
উত্তরঃ ঘ। Cd

৯৫। শরীরের ব্যথা-বেদনা উপশমে নিচের কোন রম্মিটি ব্যবহৃত হয়?
(ক) অতিবেগুনি রশ্মি
(খ) এক্স রশ্মি
(গ) অবলোহিত রশ্মি
(ঘ) বিটা রশ্মি
উত্তরঃ গ। অবলোহিত রশ্মি

৯৬। ব্যহ্যিক উচ্চচাপের প্রভাবে পাত্রের সরু ছিদ্রপথে কোনো গ্যাস সজোরে একমুখী বের হবার প্রক্রিয়াকে কী বলে?
(ক) ব্যাপন
(খ) অভিস্রবণ
(গ) অনুব্যাপন
(ঘ) শোষণ
উত্তরঃ গ। অনুব্যাপন

৯৭। প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি?
(ক) CH4
(খ) CO2
(গ) N2O
(ঘ) CFC
উত্তরঃ খ। CO2

৯৮। ডোপান্ট কী?
(ক) অপরিবাহীর সাথে মিশ্রিত অপদ্রব্য
(খ) অর্ধপরিবাহীর সাথে মিশ্রিত অপদ্রব্য
(গ) পরিবাহীর সাথে মিশ্রিত অপদ্রব্য
(ঘ) পরিবাহীর সাথে অপরিবাহীর মিশণ
উত্তরঃ খ। অর্ধপরিবাহীর সাথে মিশ্রিত অপদ্রব্য

৯৯। “সব ভাল যার শেষ ভাল।” বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ হলো _
(ক) All well that ends well.
(খ) All well that end well.
(গ) All are well that end well.
(ঘ) All one well when all finishes well.
উত্তরঃ ঘ। All one well when all finishes well.

১০০। ইউরেনিয়ামের গড় আয়ু কত বছর?
(ক) ৪৫ বছর
(খ) ৪৫ কোটি বছর
(গ) ৪৫০ কোটি বছর
(ঘ) ৪৫০ বছর
উত্তরঃ ঘ। ৪৫০ বছর

Mustafij Sir

Recent Posts

HSC Synonym Antonym Board Question All Board

WordsMeaningsSynonyms    antonymsouterবাইরেরoutmostinnerproletarianদরিদ্র/সর্বহারাWorking-classmorallaunchশুরু করাIntroductionwithdrawpreparingপ্রস্তুতিGet-readydoubtfaultlesslyনির্দোষভাবেabsolutelyfaultynauseaবমিবমিভাবvomitingheadachediscomfortঅসস্তিupsetcomfortmaintainedবজায় করাsustainuselessLaterকরেnextearlierdynamicগতিশীলAggressivestaticplanপরিকল্পনাproposaldisorderaimলক্ষGoalaimlessdirectionনিদ্ধেশনাInstructionnoticeprofessionপেশাJobjoblesssuitsআকারFormnothingaptitudeযোগ্যতাAttitudedislikevaryপরিবর্তীতVariousfixeducatedশিক্ষিতLearneduneducatedcitizenনাগরিকnativeforeignervirtueপূর্ণgoodnessevilA lotঅনেকhugelittlecourteousবিনয়ীpoliterudediscourtesyঅবিনয়ীrudenesscourteouswinজয় করাgainloseenemyশত্রুfoefriendensureনিশ্চিত করাconfirmcancelangerরাগtempercalmnessremoveঅপসারণcancelputcordialityসোহার্দrudenessdiscordialitydifferentভিন্নDissimilarsameseeksঅনুসন্ধানPursuefindeagerআগ্রহীinterestdisinterestedobservationপর্যবেক্ষণExaminationneglectmereএকমাত্রImmenseabnormalalertসতর্কWatchfulunawarelatentসুপ্তOpenrealizedinstructorsপ্রশিকক্ষকteacherstudentguideগাইডmentormisguidewayপথ/উপায়Pathpartfascinatingচমৎকারexcellentunattractiveinterestআগ্রহীeagerdisregardimpatientঅধৈয্যIntolerancepatientillogicalঅযোক্তিকunethicalLogicalindifferentউদাসীনUninteresteddifferentethicallyনৈথিকভাবেlawfullyUnethicalGood-lookingচমৎকারAttractiveUnattractiveDarkঅন্ধকারBlackbrightFlawlessস্থিরperfectflawedShinyউজ্জল্যbrightdarkSlenderসরুthinfatGracefulকরুনাময়elegantungracefulStylishlyআড়ম্বরপূর্ণভাবেattractivesimplyAppreciatesপ্রশংসা করেpriesCriticizeNoticeলক্ষ করেadvertisementoverlookAmbitionউচ্ছাকাঙকাAim/desirelazinessRequireপ্রয়োজনneedanswerProficiencyদক্ষতাskilledincompetenceWonderআশ্চয্যSurprisedisinterestTestedপরীক্ষীতverifiednewEquallyসমানভাবেsimilarlyUnequallyDisappointingহতাশাজনকInceptingappointingPresumablyসম্ভবতdoubtlesslyimprobableQualifyযোগ্যতাcertifyDisqualifywrongভুলmistakewriteIdealআদর্শModelbadMasterদক্ষTeacherStudentMakesতৈরীcreateBreak/destroyMethodপদ্ধতিSystemdifferenceConvincingবিশ্বাসীsatisfactoryUnconvincingPraisesপ্রশাংসা করেhurrahCriticizeMistakeভুলErrorsagacityAngryরাগevilcalmSimpleসাধারণgeneralComplexmoralনৈতিকethicalamoralAcceptedগৃহিতreceivedrejectedSincerityআন্তরিকতাGood-willinsincerityResponsibilityদায়িত্বdutiesdepartureComplexityজটিলতাcomplicationSimplicityEnvyহিংসাlastedpraiseVicesমন্দevilVirtueImpactsপ্রভাবeffectfailsAwarenessসতর্কতাalertnessunawarenessOut-comeবাহিরের দিকresultcauseimportanceগুর্ত্বপূর্ণsignificanceinsignificanceFriendবন্দুenemyfoeNeedপ্রয়োজনcommitment/necessaryavoidSympathyসহানুভুতিkindnessrudenessProveপ্রমানconfirmdisproveFalseমিথ্যাwrongtrueHarmক্ষতিকরlosshelpLaughহাসাburstcryPleasureআনন্দhappinesssadnessBringআনাcarryleaveideaধারণাconceptnothingAllowঅনুমতিpermitdenyFreedomস্বাধীনতাindependencebondageOpinionমতামতviewawarenessFairমেলাcleanunfairEqualসমানbalancedunequalDivisionবিভাগdistributionunionElectনির্বাচন করাvoterefuseSystemনিয়ম-নীতিprocesspartTreatmentচিকিৎশা করাcuringhurtFacilityসুবিধাadvantagepainNeverকখন নয়NotingAlwaysWeakerদুর্বলrottenstrongerDiscourageনিরুৎসাহিতdroopEncourageFrustratingহতাশাজনকBuffaloingsatisfyingInterestআগ্রহীeagernessdiscourageAbilityসক্ষমতাCapabilityinabilityDreamস্বপ্নfancyfactBestসবচেয়ে ভালfinestworstSuccessসফলতাachievementfailureachieveঅর্জন…

8 months ago

সরকারি চাকরী খুজুন ঘরে বসেঃ ইন্টারনেটে চাকরীর খোঁজ(জরুরী ধাপ ও নির্ভরযোগ্য সকল ওয়েবসাইট)

আপনি যদি ইন্টারনেটে চাকরির সন্ধান করছেন এবং আপনি এটি সম্পর্কে জানতে চান তবে আপনি সঠিক…

2 years ago

HSC 2023- English 1st Paper Model Question and Solution-1

Model Question 1 Part-I : Marks 60 1. Read the passage and answer the questions…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-পঞ্চম অধ্যায়- দেবদেবী ও পূজা সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

পঞ্চম অধ্যায় দেবদেবী ও পূজা এ অধ্যায়ে আমরা পূজা, পুরোহিতের ধারণা ও যোগ্যতা, দেবী দুর্গা,…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-চতুর্থ অধ্যায়- হিন্দুধর্মে সংস্কার সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

চতুর্থ অধ্যার হিন্দুধর্মে সংস্কার আমাদের এই পার্থিব জীবনকে সুন্দর ও কল্যাণময় করে গড়ে তোলার লড়্গ্েয…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-তৃতীয় অধ্যায়, ধর্মীয় আচার-অনুষ্ঠান সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

তৃতীয় অধ্যায় ধর্মীয় আচার-অনুষ্ঠান আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করার জন্য যেসব আচার-আচরণ চর্চিত হয়…

2 years ago

This website uses cookies.