১। পাতা দ্বারা বংশ বৃদ্ধি হয়-
(ক) পাথরকুঁচি
(খ) ডালিয়া
(গ) পাতাবাহার
(ঘ) চন্দ্রমল্লিকা
উত্তরঃ ক। পাথরকুঁচি
২। নিচের কোনটি ডিএনএ (DNA) ভাইরাস?
(ক) র্যাবিস (Rabies)
(খ) হেপাটাইটিস সি (Hepatitis C)
(গ) পােলিও (Polio)
(ঘ) হারপেস (Herpes)
উত্তরঃ ঘ। হারপেস (Herpes)
৩। নিচের কোনটি গাজরের শিকড়ে আছে?
(ক) লিউকোপ্লাস্ট (Leucoplast)
(খ) ক্লোরােপ্লাস্ট (Chloroplast)
(গ) এমাইলােপ্লাস্ট (Amyloplast)
(ঘ) ক্রোমোপ্লাস্ট ((Chromoplast) )
উত্তরঃ ঘ। ক্রোমোপ্লাস্ট ((Chromoplast) )
৪। গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং ফসফেটের সমন্বয়ে গঠিত লিপিডকে কলা হয়
(ক) ফসফোলিপিড (Phospholipid)
(খ) ট্রাইগ্লিসারাইড (Triglyceride
(গ) গ্লাইকোলিপিড (Glycolipid)
(ঘ) টারপেনয়েড (Terpenoid
উত্তরঃ ক। ফসফোলিপিড (Phospholipid)
৫। কোষের কোন অংশে গ্লাইকোলাইসিস ঘটে?
(ক) রাইবােজোম (Ribosome)
(খ) সাইটোপ্লাজম (Cytoplasm)
(গ) ক্লোরােপ্লাস্ট (Chloroplast)
(ঘ) সাইটোকেলিটন (Cytoskeleton)
উত্তরঃ খ। সাইটোপ্লাজম (Cytoplasm)
৬। কোন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন ঘটে?
(ক) সাইটোকাইনেসিস (Cytokinesis)
(খ) মেটাকাইনেসিস (Metakinesis)
(গ) ইন্টারকাইনেসিস (Interkinesis)
(ঘ) ক্যারিওকাইনেসিস (Karyokinesis)
উত্তরঃ ঘ। ক্যারিওকাইনেসিস (Karyokinesis)
৭। ক্রেবস চক্রের প্রধান কাঁচামাল কি?
(ক) গ্লুকোজ (Glucose
(খ) কিটোএসিড (Ketoacid)
(গ) এসিটাইল-কোএ (Acetyl-CoA)
(ঘ) গ্যালাকটোজ (Galactose)
উত্তরঃ গ। এসিটাইল-কোএ (Acetyl-CoA)
৮। নিচের কোন ভাইরাসটির বহিস্থঃ আবরণ নেই?
(ক) Human Immunodeficiency Virus (HIV)
(খ) Influenza Virus
(গ) Tobacco Mosaic Virus (TMV)
(ঘ) Herpes Virus
উত্তরঃ গ। Tobacco Mosaic Virus (TMV)
৯। মাটির নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি উদ্ভিদ দ্বারা শােষিত
(ক) নাইট্রোজেন (Nitrogen)
(খ) হাইড্রোজেন (Hydrogen)
(গ) অক্সিজেন (0xygen)
(ঘ) কার্বন (Carbon)
উত্তরঃ ক। নাইট্রোজেন (Nitrogen)
১০। কোষের কোন অংগানুটি অটোফ্যাগি তে জড়িত?
(ক) রাইবােজোম (Ribosome
(খ) এন্ডােপ্লাজমিক রেটিকুলাম (Endoplasmic Reticulum)
(গ) লাইসােজোম (Lysosome)
(ঘ) গলজি বডি (Golgi Body)
উত্তরঃ গ। লাইসােজোম (Lysosome)
১১। মানুষের মুখমন্ডলে কতগুলাে অস্থি আছে?
(ক) ১০
(খ) ২৩
(গ) ১৪
(ঘ) ০৮
উত্তরঃ গ। ১৪
১২। নিম্নলিখিত কোন পদ্ধতিতে অ্যামিনাে এসিড শােষণ হয় না?
(ক) প্যাসিভ শােষণ
(খ) ব্যাপন
(গ) পিনােসাইটোসিস
(ঘ) সক্রিয় শােষণ
উত্তরঃ ক। প্যাসিভ শােষণ
১৩। মানুষের ক্ষেত্রে নিচের কোনটি একটোডার্ম (Ectoderm) থেকে গঠিত হয়?
(ক) স্বরযন্ত্র
(খ) চক্ষুর লেন্স
(গ) শ্বাসনালী
(ঘ) গলবিল
উত্তরঃ খ। চক্ষুর লেন্স
১৪। রক্ত জমাট বাঁধতে নিচের কোন ধাতব আয়নটি অংশগ্রহণ করে?
(ক) Cu++
(খ) Fe++
(গ) Mg++
(ঘ) Ca++
উত্তরঃ ঘ। Ca++
১৫। নিচের কোনটি পিত্তরসের উপাদান নয়?
(ক) পিত্ত লবণ
(খ) কোলেস্টেরল
(গ) গুকোজ
(ঘ) পানি
উত্তরঃ গ। গুকোজ
১৬। কি ধরনের এপিথেলিয়াম বােম্যান’স ক্যাপসুল গঠন করে?
(ক) Stratified
(খ) Columnar
(গ) Cuboidal
(ঘ) Squamous
উত্তরঃ ঘ। Squamous
১৭। ঘাসফড়িং – এর স্পাইরাল কে ঘিরে রাখে কোনটি?
(ক) পেরিট্রিম
(খ) অপারকুলাম
(গ) টিনিডিয়া
(ঘ) ইন্টিমা
উত্তরঃ ক। পেরিট্রিম
১৮। নিচের কোন হরমােনটি ডিম্বাশয়ের কপাস লুটিয়াম থেকে নিসৃত?
(ক) প্রােল্যাকটিন
(খ) লুটিনাইজিং হরমােন
(গ) টেষ্টোস্টেরন
(ঘ) প্রােজেস্টেরন
উত্তরঃ ঘ। প্রােজেস্টেরন
১৯। নিচের কোন গ্রন্থির নালি দ্বিতীয় উ মােলার দাঁতের বিপরীতে মুখগহবরে উন্মুক্ত হয়?
(ক) সাবলিঙ্গুয়াল গ্রন্থি
(খ) সাম্যান্ডিবুলার গ্রন্থি
(গ) প্যালাটাইন গ্রন্থি
(ঘ) প্যারােটিড গ্রন্থি
উত্তরঃ ঘ। প্যারােটিড গ্রন্থি
২০। কোনটি কিডনীর কাজ নয়?
(ক) হরমােন নিঃসরণ
(খ) নাইট্রোজেনাস পদার্থের নিষ্কাশন
(গ) রক্তের অ্যাসিড ভারসাম্য বজায় রাখা
(ঘ) শ্বেত কণিকা (WBC) উৎপাদন
উত্তরঃ ঘ। শ্বেত কণিকা (WBC) উৎপাদন
২১। কোনটি চোখে প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে না?
(ক) অ্যাকুয়াস হিউমার
(খ) লেন্স
(গ) রেটিনা
(ঘ) কর্ণিয়া
উত্তরঃ গ। রেটিনা
২২। নিচের কোনটি টক্সয়েড ভ্যাকসিন?
(ক) টাইফয়েড
(খ) পােলিও
(গ) ডিপথেরিয়া
(ঘ) হাম
উত্তরঃ গ। ডিপথেরিয়া
২৩। একজন স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের বডি মাস ইনডেক্স (BMI)-
(ক) 30.00-34.99kg/m
(খ) 35.00-39।99kg/m
(গ) 18.50-24.99kg/m
(ঘ) 25.00-29.99kg/m
উত্তরঃ গ। 18.50-24.99kg/m
২৪। নিচের কোন হরমােনটি পাকস্থলির ICI কিসরণ নিয়ন্ত্রণ করে?
(ক) গ্যাস্ট্রিন
(খ) সােমাটোস্ট্যাটিন
(গ) সিক্রেটিন
(ঘ) কোলিসিস্টোকাইনিন
উত্তরঃ ক। গ্যাস্ট্রিন
২৫। নিচের কোন হরমােনটি রক্তে সােডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে?
(ক) গ্লুকাগন
(খ) এলডােস্টেরন
(গ) এনজিওটেনসিন
(ঘ) রেনিন
উত্তরঃ খ। এলডােস্টেরন
২৬। নিচের কোনটি মিশ্র করােটিক স্নায়ু (Mixed cranial nerve) নয়?
(ক) গ্রসােফারিনজিয়াল
(খ) ফেসিয়াল
(গ) ট্রাইজেমিনাল
(ঘ) হাইপােগ্লাসাল
উত্তরঃ ঘ। হাইপােগ্লাসাল
২৭। নিচের কোনটি খাদ্য গিলে ফেলার সময় স্বরযন্ত্র (Larynx) এর ছিদ্র বন্ধ করে?
(ক) জিহ্বা
(খ) কোমল তালু
(গ) আলজিহ্ব
(ঘ) কোয়ানি
উত্তরঃ গ। আলজিহ্ব
২৮। নিচের কোনটি বহিঃক্ষরা (Exocrine) গ্রন্থি নয়?
(ক) অশ্রু গ্রন্থি
(খ) ঘাম গ্রন্থি
(গ) থাইরয়েড গ্রন্থি
(ঘ) প্যারােটিড গ্রন্থি
উত্তরঃ গ। থাইরয়েড গ্রন্থি
২৯। নিচের কোনটি পশ্চাৎ মস্তিষ্কের (Hindbrain) অংশ নয়?
(ক) পন্স
(খ) হাইপােথ্যালামাস
(গ) মেডুলা অবলংগাটা
(ঘ) সেলেবেলাম
উত্তরঃ খ। হাইপােথ্যালামাস
৩০। কোন ধমনি রুই মাছের বক্ষ পাখনাকে (pectoral fin) রক্ত সরবরাহ করে?
(ক) ইলিয়াক ধমনি
(খ) রেনাল ধমনি
(গ) কড়াল ধমনি
(ঘ) সাবক্লাভিয়ান ধমনি
উত্তরঃ ঘ। সাবক্লাভিয়ান ধমনি
৩১। সবচেয়ে কার্যকর কোয়াগুলেন্ট কোনটি?
(ক) KOH
(খ) Fe2(SO4)3
(গ) Mg(NO3)2
(ঘ) NaCI
উত্তরঃ খ। Fe2(SO4)3
৩২। নেন্সলারস রিএজেন্ট দ্বারা নিচের কোন ক্যাটায়ন (Cation) শনাক্ত করা যায়?
(ক) Na+
(খ) Al3+
(গ) Cu2+
(ঘ) NH4+
উত্তরঃ ঘ। NH4+
৩৩। খাদ্য সংরক্ষণকারী হিসাবে ব্যবহৃত সাইট্রিক অ্যাসিডের pH মান কত?
(ক) 3.01
(খ) 3.14
(গ) 4.50
(ঘ) 4.74
উত্তরঃ খ। 3.14
৩৪। সাইট্রিক এসিডের pH 3.14 নিচের কোনটি চামড়া ট্যানিং এ ব্যবহৃত হয়?
(ক) NaOH
(খ) CrCl3
(গ) Na2S
(ঘ) Cr2(SO4)
উত্তরঃ ঘ। Cr2(SO4)
৩৫। কোন গ্যাস অগ্নি নির্বাপক (extinguisher) হিসাবে ব্যবহৃত হয়?
(ক) কার্বন ডাই অক্সাইড
(খ) নাইট্রোজেন অক্সাইড
(গ) সালফার ডাই অক্সাইড
(ঘ) কার্বন মনাে অক্সাইড
উত্তরঃ ক। কার্বন ডাই অক্সাইড
৩৬। ক্রোমাটোগ্রাফির (Chromatography) কয়টি পর্যায় (Phase) আছে?
(ক) 02
(খ) 04
(গ) 01
(ঘ) 03
উত্তরঃ ক। 02
৩৭। নিচের কোনটি এন্টিমাইক্রোবিয়াল খাদ্য সংরক্ষক (antimicrobial food preservative)?
(ক) সােডিয়াম বেনজোয়েট
(খ) ক্যালসিয়াম প্রােপানােয়েট
(গ) সাইট্রিক অ্যাসিড
(ঘ) বিউটাইলেটেড হাইড্রোক্সিটলুইন
উত্তরঃ ঘ। বিউটাইলেটেড হাইড্রোক্সিটলুইন
৩৮। নিচের কোনটি সুপার অক্সাইড?
(ক) KO2
(খ) Na2O2
(গ) Pb3O4
(ঘ) MnO2
উত্তরঃ ক। KO2
৩৯। নিচের কোন সেটটিতে সম-আয়ন প্রভাব (common-ion effect) বিদ্যমান?
(ক) NaCl, CH3Cl
(খ) CaCl2, C6H5Cl
(গ) H2S, HCl
(ঘ) CH4, HCl
উত্তরঃ গ। H2S, HCl
৪০। নিচের কোনটি সহজেই জলে দ্রবীভূত হয়?
(ক) কার্বন
(খ) নাইট্রোজেন
(গ) আয়ােডিন
(ঘ) অ্যামােনিয়া
উত্তরঃ ঘ। অ্যামােনিয়া
৪১। [Cu(NH3)4]2 এ Cu এবং NH3 এর মধ্যে কোন ধরনের বন্ধন বিদ্যমান?
(ক) আয়নিক
(খ) ধাতব
(গ) সন্নিবেশ
(ঘ) সমযােজী
উত্তরঃ গ। সন্নিবেশ
৪২। কোন পদ্ধতিতে ন্যাপথালিনকে কিশােধন করা হয়?
(ক) আংশিক পাতন
(খ) বাষ্প পাতন
(গ) নিম্নচাপ পাতন
(ঘ) উর্বপাতন
উত্তরঃ ঘ। উর্বপাতন
৪৩। অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী?
(ক) CO
(খ) CO2
(গ) 0
(ঘ) SO2
উত্তরঃ ঘ। SO2
৪৪। নিচের কোন গ্যাসটির ব্যাপন হার সবচেয়ে বেশী?
(ক) Cl2
(খ) CH4
(গ) CO
(ঘ) NH3
উত্তরঃ খ। CH4
৪৫। নিচের কোন লবণটি পানিতে দ্রবণীয়?
(ক) Na2SO4
(খ) Al2(SO4)3
(গ) CuSO4
(ঘ) BaSO4
উত্তরঃ ঘ। BaSO4
৪৬। 250ml NaOH এর দ্রবণে 5.0g NaOH দ্রবীভূত আছে। ঐ দ্রবণে NaOH এর মােলার ঘনমাত্রা কত?
(ক) 1.5M
(খ) 0.5M
(গ) 0.7M
(ঘ) 1.8M
উত্তরঃ খ। 0.5M
৪৭। ধ্রুবক তাপমাত্রায় রিঅ্যাক্ট্যান্ট-ঘনত্বের বৃদ্ধির সাথে ভারসাম্য অবস্থার দিকটি কি হবে?
(ক) ডান
(খ) বাম
(গ) অপরিবর্তিত
(ঘ) স্থিতিশীল
উত্তরঃ ক। ডান
৪৮। যে সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদের নাম কি?
(ক) Isotope
(খ) Isomer
(গ) Isobar
(ঘ) Isotone
উত্তরঃ গ। Isobar
৪৯। “Xn” প্রতীক দ্বারা কোন ধরনের ঝুঁকির মাত্রা বুঝায়?
(ক) বিষাক্ত
(খ) বিস্ফোরক
(গ) উত্তেজক
(ঘ) ক্ষতিকারক
উত্তরঃ ঘ। ক্ষতিকারক
৫০। নিচের কোনটি তীব্র এসিড নয়?
(ক) CH3COOH
(খ) HCl
(গ) HNO3
(ঘ) H2SO4
উত্তরঃ ক। CH3COOH
৫১। কোন গ্যাসটি শ্বাসযন্ত্রে প্রদাহ সৃষ্টি করে?
(ক) CH4
(খ) SO2
(গ) CO
(ঘ) CO2
উত্তরঃ খ। SO2
৫২। নিচের কোনটি বুরেটের স্টপ-কক (stop-cock) এর গ্রিজ পরিষ্কার করতে ব্যবহৃত হয়?
(ক) ক্রোমিক অ্যাসিড
(খ) অ্যালকোহল
(গ) পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড
(ঘ) পানি
উত্তরঃ ক। ক্রোমিক অ্যাসিড
৫৩। ৩. নিচের কোন মৌলটি -block মৌল নয়?
(ক) Ce
(খ) Sm
(গ) Np
(ঘ) Th
উত্তরঃ ঘ। Th
৫৪। নিচের কোন স্তন্যপায়ী প্রাণী (Mammals) র দুর্গে ল্যাকটোজ সবচেয়ে বেশি থাকে?
(ক) মানুষ
(খ) মহিষ
(গ) ছাগল
(ঘ) গরু
উত্তরঃ ক। মানুষ
৫৫। দি বিকিরিত আলােক রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 486,7nm হয়, তবে এর Frequency কত হবে?
(ক) 6.163×1014 Hz
(খ) 6.063×10-14 Hz
(গ) 5.163×10-14 Hz
(ঘ) 6.263×10-14 Hz
উত্তরঃ ক। 6.163×1014Hz
৫৬। স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর ব্যবৰ্তন পীড়ন ও ব্যবৰ্তন বিকৃতির অনুপাত হচ্ছে
(ক) দৃঢ়তার গুনাঙ্ক
(খ) আয়তন গুনাঙ্ক
(গ) ইয়ং এর গুনাঙ্ক
(ঘ) পয়সনের অনুপাত
উত্তরঃ ক। দৃঢ়তার গুনাঙ্ক
৫৭। “ইলেকট্রন ভােল্ট” নিচের কোনটি একক?
(ক) প্রাবল্য
(খ) প্রবাহ
(গ) আধান
(ঘ) কাজ
উত্তরঃ ঘ। কাজ
৫৮। সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বন্ধুর সরণের
(ক) অসম বেগ
(খ) গড় বেগ
(গ) ধ্রুব বেগ
(ঘ) তাৎক্ষণিক বেগ
উত্তরঃ ঘ। তাৎক্ষণিক বেগ
৫৯। নিচের কোনটি হুইটস্টোন ব্রিজের (Wheatstone Bridge) সাহায্যে পরিমাপ করা হয়?
(ক) প্রবাহ
(খ) বিভব পার্থক্য
(গ) তড়িচ্চালক শক্তি
(ঘ) রোধ
উত্তরঃ ঘ। রোধ
৬০। কোনটি ঘর্ষণ বল (Frictional Force) এর উদাহরণ?
(ক) সংরক্ষণশীল শক্তি
(খ) সমন্বিত শক্তি
(গ) আঠালাে শক্তি
(ঘ) অ-সংরক্ষণশীল শক্তি
উত্তরঃ ঘ। অ-সংরক্ষণশীল শক্তি
৬১। নিচের কোনটি তৈরীতে অস্থায়ী চুম্বক ব্যবহার করা হয়?
(ক) জেনারেটর
(খ) কলিং বেল
(গ) বৈদ্যুতিক মােটর
(ঘ) লাউড স্পিকার
উত্তরঃ ক। জেনারেটর
৬২। নিচের কোনটির সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা যায়?
(ক) ডায়ানামাে
(খ) পােটেনশিওমিটার
(গ) বৈদ্যুতিক মােটর
(ঘ) গ্যালভানােমিটার
উত্তরঃ গ। বৈদ্যুতিক মােটর
৬৩। নিচের কোনটি তাড়িতচৌম্বক তরঙ্গ (Electromagnetic Wave) নয়?
(ক) আলফা রশি
(খ) দৃশ্যমান আলাে
(গ) অবলােহিত তরঙ্গ
(ঘ) এক্সরে
উত্তরঃ ক। আলফা রশি
৬৪। নিচের কোনটি প্রতিসারক (Refraction) দূরবীক্ষণ যন্ত্র?
(ক) গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্র
(খ) নিউটনের দূরবীক্ষণ যন্ত্র
(গ) গ্রেগরির দূরবীক্ষণ যন্ত্র
(ঘ) হার্সেলের দূরবীক্ষণ যন্ত্র
উত্তরঃ ক। গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্র
৬৫। যদি 100 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন জ্বালানাে হয়, তবে কি পরিমাণ বৈদ্যুতিক শক্তি ব্যবহৃত হবে?
(ক) 10 kWh
(খ) 12 kWh
(গ) 15 kWh
(ঘ) 20 kWh
উত্তরঃ গ। 15 kWh
৬৬। একক আলোকবর্ষ সমান-
(ক) 9.4×1012 km
(খ) 9.4×1018 km
(গ) 9.4×1015 km
(ঘ) 9.4×1021 km
উত্তরঃ ক। 9.4x1012km
৬৭। কোন অক্ষাংশে জি (g) এর মান সর্বাধিক?
(ক) 90°
(খ) 180°
(গ) 0°
(ঘ) 45°
উত্তরঃ ক। 90°
৬৮। যদি সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হ্রাস পায় তবে বছরের দৈর্ঘ্য
(ক) হ্রাস পাবে
(খ) অসীম হবে
(গ) বৃদ্ধি পাবে
(ঘ) স্থির থাকবে
উত্তরঃ ক। হ্রাস পাবে
৬৯। নিচের কোনটি সেমিকন্ডাক্টর পদার্থ
(ক) এলুমিনিয়াম
(খ) সিলিকন
(গ) গ্লাস
(ঘ) সিরামিক
উত্তরঃ খ। সিলিকন
৭০। এক গাউস সমান
(ক) 10-6T (Tesla)
(খ) 10-4T (Tesla)
(গ) 10-3T (Tesla)
(ঘ) 10-2T (Tesla)
উত্তরঃ খ। 10-4T (Tesla)
৭১। চার্জের SI একক কত?
(ক) ভােল্ট
(খ) ফ্যারাডে
(গ) ওহম
(ঘ) কুলম্ব
উত্তরঃ ঘ। কুলম্ব
৭২। পানির ত্রৈধবিন্দু (Triple point) তাপমাত্রা-
(ক) 263.16 K
(খ) 253.16 K
(গ) 373.15 K
(ঘ) 273.16 K
উত্তরঃ ঘ। 273.16 K
৭৩। কোনটি ভেক্টর রাশির (Vector quantity) উদাহরণ নয়?
(ক) বেশ
(খ) ত্বরণ
(গ) দ্রুতি
(ঘ) বল
উত্তরঃ গ। দ্রুতি
৭৪। “প্রতিটি গ্রহই সূর্যকে একটি ফোকাসে (Focus) রেখে উপবৃত্তাকার পথে ঘুরে”- এই সূত্রটি কোন বিজ্ঞানীর?
(ক) জর্জ লেমাইটার
(খ) জোহান কেপলার
(গ) এডউইন হাবল
(ঘ) গ্যালিলিও
উত্তরঃ খ। জোহান কেপলার
৭৫। নিচের জোড়গুলাের মধ্যে কোনটির মাত্রা (dimension) একই?
(ক) কাজ ও শক্তি
(খ) বল ও কাজ
(গ) বল ও টর্ক
(ঘ) কাজ ও ক্ষমতা
উত্তরঃ ক। কাজ ও শক্তি
৭৬। What is the noun of the word “conclude”?
(ক) Concluded
(খ) conclusion
(গ) Conclusively
(ঘ) Conclusive
উত্তরঃ খ। conclusion
৭৭। Choose the correct antonym for the word “exuberant”
(ক) Happy
(খ) Apathetic
(গ) Vigorous
(ঘ) Cheerful
উত্তরঃ খ। Apathetic
৭৮। Choose the correct antonym of the word “Solidarity”
(ক) Empathy
(খ) Hostility
(গ) Affinity
(ঘ) Rapport
উত্তরঃ খ। Hostility
৭৯। Choose the correct translation of the sentence “তােমাকে অবশ্যই তােমার কর্তব্য পালন করতে হবে”-
(ক) You will perform your duty
(খ) You should perform your duty
(গ) Perform your duty properly
(ঘ) You must perform your duty
উত্তরঃ ঘ। You must perform your duty
৮০। Choose the correct tense of the sentence, “It was raining when I got up.”
(ক) Simple past tense
(খ) Past continuous tense
(গ) Past perfect tense
(ঘ) Present continuous tense
উত্তরঃ খ। Past continuous tense
৮১। What is the noun form of the word “forget”?
(ক) Forgetfulness
(খ) Forgetful
(গ) Forgetfully
(ঘ) Forgotten
উত্তরঃ ক। Forgetfulness
৮২। Choose the correct spelling –
(ক) Millennium
(খ) Milleneum
(গ) Millenneum
(ঘ) Millenium
উত্তরঃ ক। Millennium
৮৩। Fill up the blank with appropriate preposition, He has great ambition __ fame.
(ক) to
(খ) in
(গ) over
(ঘ) for
উত্তরঃ ঘ। for
৮৪। What is the adjective form of the word “benefit”?
(ক) Beneficially
(খ) Beneficial
(গ) Beneficiary
(ঘ) Beneficent
উত্তরঃ খ। Beneficial
৮৫। Choose the correct spelling-
(ক) Encyclopadia
(খ) Encyclopidia
(গ) Encyclopaedia
(ঘ) Encyclopedia
উত্তরঃ ঘ। Encyclopedia
৮৬। The word ‘Wholesome’ is-
(ক) Noun
(খ) Adjective
(গ) Adverb
(ঘ) Verb
উত্তরঃ খ। Adjective
৮৭। Choose the correct tense of the sentence, “Habib has been using this pen for the last five years”.
(ক) Past perfect tense
(খ) Past perfect continuous tense
(গ) Present perfect tense
(ঘ) Present perfect continuous tense
উত্তরঃ ঘ। Present perfect continuous tense
৮৮। Fill up the blank with appropriate preposition: “Do not prevent me —— going”?
(ক) at
(খ) in
(গ) to
(ঘ) from
উত্তরঃ ঘ। from
৮৯। Choose the correct translation of “আমি তােমার সর্ব সাফল্য কামনা করছি”-
(ক) I wish you all success
(খ) I wish all success of you
(গ) I hope you all success
(ঘ) I long for your all success
উত্তরঃ ক। I wish you all success
৯০। Choose the correct synonym for the word pertinent
(ক) Inappropriate
(খ) Relevant
(গ) Contradictory
(ঘ) Inapplicable
উত্তরঃ খ। Relevant
৯১। মুক্তিযুদ্ধের সময়ে ঢাকা কোন সেক্টরের অধীনে ছিলাে?
(ক) ৪
(খ) ৩
(গ) ১
(ঘ) ২
উত্তরঃ ঘ। ২
৯২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে “জুলিও কুরি শান্তি পদক”-এ ভূষিত হন?
(ক) ২৩ মে ১৯৭৩
(খ) ২৭ মে ১৯৭৩
(গ) ১৭ মে ১৯৭৩
(ঘ) ১৩ মে ১৯৭৩
উত্তরঃ ক। ২৩ মে ১৯৭৩
৯৩। “পদ্মা সেতু”- তে কতটি স্প্যান আছে?
(ক) ৪১
(খ) ৩৯
(গ) ৩৮
(ঘ) ৪৫
উত্তরঃ ক। ৪১
৯৪। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্যপদ লাভ করে?
(ক) ১৯৭২
(খ) ১৯৭৩
(গ) ১৯৭৪
(ঘ) ১৯৭৫
উত্তরঃ গ। ১৯৭৪
৯৫। “অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থের ইংরেজী সংস্করণের (English Version)
(ক) The Unfinished Memoirs
(খ) The Incomplete Autobiography
(গ) The Incomplete Life History
(ঘ) The Unfinished Chronicle
উত্তরঃ ক। The Unfinished Memoirs
৯৬। কোন কাব্যগ্রন্থটি পল্লী কবি জসীম উদ্দিনের রচিত?
(ক) আলাে পৃথিবী
(খ) ফনিমনসা
(গ) চৈতালী
(ঘ) রাখালী
উত্তরঃ ঘ। রাখালী
৯৭। ভানু সিংহ কার ছদ্মনাম?
(ক) সত্যেন্দ্রনাথ দত্ত
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) প্রমথ চৌধুরী
(ঘ) টেকচাঁদ ঠাকুর
উত্তরঃ খ। রবীন্দ্রনাথ ঠাকুর
৯৮। “জয় বাংলা বাংলার জয়” গানটির গীতিকার কে?
(ক) গাজী মাজহারুল আনােয়ার
(খ) সিকান্দার আবু জাফর
(গ) নজরুল ইসলাম বাবু
(ঘ) গােবিন্দ হালদার
উত্তরঃ ক। গাজী মাজহারুল আনােয়ার
৯৯। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহন করেন
(ক) ১৩ এপ্রিল ১৯৭১
(খ) ২৩ এপ্রিল ১৯৭১
(গ) ৫ এপ্রিল ১৯৭১
(ঘ) ১৭ এপ্রিল ১৯৭১
উত্তরঃ ঘ। ১৭ এপ্রিল ১৯৭১
১০০। বাংলাদেশের কোন গবেষক পাটের আঁশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরির পদ্ধতি উদ্ভাবন করেন?
(ক) মােঃ মনিরুজ্জামান
(খ) ড. মাে. মাহবুবুল ইসলাম
(গ) ড. এ. এ মামুন
(ঘ) অধ্যাপক মােবারক আহমদ খান
উত্তরঃ ঘ। অধ্যাপক মােবারক আহমদ খান
WordsMeaningsSynonyms antonymsouterবাইরেরoutmostinnerproletarianদরিদ্র/সর্বহারাWorking-classmorallaunchশুরু করাIntroductionwithdrawpreparingপ্রস্তুতিGet-readydoubtfaultlesslyনির্দোষভাবেabsolutelyfaultynauseaবমিবমিভাবvomitingheadachediscomfortঅসস্তিupsetcomfortmaintainedবজায় করাsustainuselessLaterকরেnextearlierdynamicগতিশীলAggressivestaticplanপরিকল্পনাproposaldisorderaimলক্ষGoalaimlessdirectionনিদ্ধেশনাInstructionnoticeprofessionপেশাJobjoblesssuitsআকারFormnothingaptitudeযোগ্যতাAttitudedislikevaryপরিবর্তীতVariousfixeducatedশিক্ষিতLearneduneducatedcitizenনাগরিকnativeforeignervirtueপূর্ণgoodnessevilA lotঅনেকhugelittlecourteousবিনয়ীpoliterudediscourtesyঅবিনয়ীrudenesscourteouswinজয় করাgainloseenemyশত্রুfoefriendensureনিশ্চিত করাconfirmcancelangerরাগtempercalmnessremoveঅপসারণcancelputcordialityসোহার্দrudenessdiscordialitydifferentভিন্নDissimilarsameseeksঅনুসন্ধানPursuefindeagerআগ্রহীinterestdisinterestedobservationপর্যবেক্ষণExaminationneglectmereএকমাত্রImmenseabnormalalertসতর্কWatchfulunawarelatentসুপ্তOpenrealizedinstructorsপ্রশিকক্ষকteacherstudentguideগাইডmentormisguidewayপথ/উপায়Pathpartfascinatingচমৎকারexcellentunattractiveinterestআগ্রহীeagerdisregardimpatientঅধৈয্যIntolerancepatientillogicalঅযোক্তিকunethicalLogicalindifferentউদাসীনUninteresteddifferentethicallyনৈথিকভাবেlawfullyUnethicalGood-lookingচমৎকারAttractiveUnattractiveDarkঅন্ধকারBlackbrightFlawlessস্থিরperfectflawedShinyউজ্জল্যbrightdarkSlenderসরুthinfatGracefulকরুনাময়elegantungracefulStylishlyআড়ম্বরপূর্ণভাবেattractivesimplyAppreciatesপ্রশংসা করেpriesCriticizeNoticeলক্ষ করেadvertisementoverlookAmbitionউচ্ছাকাঙকাAim/desirelazinessRequireপ্রয়োজনneedanswerProficiencyদক্ষতাskilledincompetenceWonderআশ্চয্যSurprisedisinterestTestedপরীক্ষীতverifiednewEquallyসমানভাবেsimilarlyUnequallyDisappointingহতাশাজনকInceptingappointingPresumablyসম্ভবতdoubtlesslyimprobableQualifyযোগ্যতাcertifyDisqualifywrongভুলmistakewriteIdealআদর্শModelbadMasterদক্ষTeacherStudentMakesতৈরীcreateBreak/destroyMethodপদ্ধতিSystemdifferenceConvincingবিশ্বাসীsatisfactoryUnconvincingPraisesপ্রশাংসা করেhurrahCriticizeMistakeভুলErrorsagacityAngryরাগevilcalmSimpleসাধারণgeneralComplexmoralনৈতিকethicalamoralAcceptedগৃহিতreceivedrejectedSincerityআন্তরিকতাGood-willinsincerityResponsibilityদায়িত্বdutiesdepartureComplexityজটিলতাcomplicationSimplicityEnvyহিংসাlastedpraiseVicesমন্দevilVirtueImpactsপ্রভাবeffectfailsAwarenessসতর্কতাalertnessunawarenessOut-comeবাহিরের দিকresultcauseimportanceগুর্ত্বপূর্ণsignificanceinsignificanceFriendবন্দুenemyfoeNeedপ্রয়োজনcommitment/necessaryavoidSympathyসহানুভুতিkindnessrudenessProveপ্রমানconfirmdisproveFalseমিথ্যাwrongtrueHarmক্ষতিকরlosshelpLaughহাসাburstcryPleasureআনন্দhappinesssadnessBringআনাcarryleaveideaধারণাconceptnothingAllowঅনুমতিpermitdenyFreedomস্বাধীনতাindependencebondageOpinionমতামতviewawarenessFairমেলাcleanunfairEqualসমানbalancedunequalDivisionবিভাগdistributionunionElectনির্বাচন করাvoterefuseSystemনিয়ম-নীতিprocesspartTreatmentচিকিৎশা করাcuringhurtFacilityসুবিধাadvantagepainNeverকখন নয়NotingAlwaysWeakerদুর্বলrottenstrongerDiscourageনিরুৎসাহিতdroopEncourageFrustratingহতাশাজনকBuffaloingsatisfyingInterestআগ্রহীeagernessdiscourageAbilityসক্ষমতাCapabilityinabilityDreamস্বপ্নfancyfactBestসবচেয়ে ভালfinestworstSuccessসফলতাachievementfailureachieveঅর্জন…
আপনি যদি ইন্টারনেটে চাকরির সন্ধান করছেন এবং আপনি এটি সম্পর্কে জানতে চান তবে আপনি সঠিক…
Model Question 1 Part-I : Marks 60 1. Read the passage and answer the questions…
পঞ্চম অধ্যায় দেবদেবী ও পূজা এ অধ্যায়ে আমরা পূজা, পুরোহিতের ধারণা ও যোগ্যতা, দেবী দুর্গা,…
চতুর্থ অধ্যার হিন্দুধর্মে সংস্কার আমাদের এই পার্থিব জীবনকে সুন্দর ও কল্যাণময় করে গড়ে তোলার লড়্গ্েয…
তৃতীয় অধ্যায় ধর্মীয় আচার-অনুষ্ঠান আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করার জন্য যেসব আচার-আচরণ চর্চিত হয়…
This website uses cookies.