Combined 8 Bank Senior Officer (Canceled) 2018 Exam and Solution
সম্মিলিত ৮ ব্যাংক সিনিয়র অফিসার (বাতিল) ২০১৮ পরীক্ষা
১। “মকমক” হলো-
(ক) মকমল
(খ) ঝকমক কর
(গ) ব্যাঙের ডাক
(ঘ) চকচক করা
উত্তরঃ গ। ব্যাঙের ডাক
২। “কোকিল” শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) অহি
(খ) পাখি
(গ) অর্ণব
(ঘ) পিক
উত্তরঃ ঘ। পিক
৩। “তাতা” শব্দটির বিপরীত শব্দ কোনটি?
(ক) টান্ডা
(খ) ত্বরা
(গ) তন্দ্রা
(ঘ) গরম
উত্তরঃ খ। ত্বরা
৪। প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কোনটি?
(ক) ভানুসিংহ
(খ) বীরবল
(গ) ধুমকেতু
(ঘ) বনফুল
উত্তরঃ খ। বীরবল
৫। কোন বাক্যটি শুদ্ধ?
(ক) তুমি চিরঞ্জীব হও
(খ) তুমি জিরজীবী হও
(গ) চন্দ্র উদয় হয়েছে
(ঘ) তিনি অপমানিত বোধ করেছেন
উত্তরঃ খ। তুমি জিরজীবী হও
৬। “পরিভাষা” শব্দের অর্থ কি?
(ক) ব্যঞ্জনাত্মক
(খ) সম্মানার্থক
(গ) রক্ষণার্থক
(ঘ) সংক্ষেপণার্থে
উত্তরঃ ঘ। সংক্ষেপণার্থে
৭। নিচের কোনটি মৌলিক শব্দ?
(ক) নিবাস
(খ) বিদেশী
(গ) মুখ
(ঘ) খেলনা
উত্তরঃ গ। মুখ
৮। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত নিচের কোনটি?
(ক) মাল্যবান
(খ) কুহেলিকা
(গ) তোহফা
(ঘ) চিত্রা
উত্তরঃ খ। কুহেলিকা
৯। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম- সে কখনো করেনা বাঞ্চনা- কবিতাংশটি কার?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) শামশুর রহমান
(গ) কাজী নজ্রুল ইসলাম
(ঘ) জীবনানন্দ দাস
উত্তরঃ ক। রবীন্দ্রনাথ ঠাকুর
১০। পৌ + অক = ?
(ক) পবক
(খ) পৌবক
(গ) পাবন
(ঘ) পাবক
উত্তরঃ ঘ। পাবক
১১। “বলার ইচ্ছা” কে এক কথায় কি বলে?
(ক) বিলোচ্ছা
(খ) বলেচ্ছা
(গ) বিবক্ষা
(ঘ) বলব
উত্তরঃ গ। বিবক্ষা
১২। মা-বাবার সেবা কর। এটি কোন ধরনের বাক্য?
(ক) অনুজ্ঞাসূচক
(খ) নির্দেশক
(গ) ইচ্ছাসূচক
(ঘ) অস্তিবাচক
উত্তরঃ ক। অনুজ্ঞাসূচক
১৩। “ইতিকথা” শব্দের অর্থ কি?
(ক) ইতিহাস
(খ) অর্থশূন্য কথা
(গ) কাহিনী
(ঘ) শেষকথা
উত্তরঃ ক। ইতিহাস
১৪। “বাহুকেন্দ্রিক” এর ইংরেজি কি?
(ক) Polycentric
(খ) Geocentric
(গ) Regiocentric
(ঘ) Ethnocentric
উত্তরঃ ক। Polycentric
১৫। দুটো বাক্যের মধ্যে ভাবের সম্বন্ধ থাকলে তাদের মাঝে কি চিহ্ন বসে?
(ক) কোলন
(খ) কমা
(গ)
(ঘ) সেমিকোলন
উত্তরঃ ঘ। সেমিকোলন
১৬। Jingling of Anklet এর বাংলা কি?
(ক) জুতার গটগট
(খ) নুপূরের ঝুনুঝুনু
(গ) পালের পতপত
(ঘ) ঢাকের গুড়গুড়
উত্তরঃ খ। নুপূরের ঝুনুঝুনু
১৭। Which one of the following is the synonym of “Disdain”?
(ক) Beau
(খ) Brave
(গ) Belittle
(ঘ) Beckon
উত্তরঃ গ। Belittle
১৮। Choose the correct sentence-
(ক) I have a bone to pick on you
(খ) I have a bone to pick with you
(গ) I have a bone to pick for you
(ঘ) I have a bone to pick at you
উত্তরঃ খ। I have a bone to pick with you
১৯। Identify the correct sentence-
(ক) If anyone calls, take his name
(খ) If anyone calls, take their name
(গ) If anyone calls, take her name
(ঘ) If anyone calls, take their names
উত্তরঃ ঘ। If anyone calls, take their names
২০। Find the opposite word of “Anomalous”?
(ক) Common
(খ) Analogous
(গ) Enemy
(ঘ) Antagonist
উত্তরঃ খ। Analogous
২১। Fill in the gap with appropriate word: I hoped __ arrived safely.
(ক) has
(খ) is
(গ) had
(ঘ) would have
উত্তরঃ গ। had
২২। Fill in the blank: The changes in the city have occurred __ .
(ক) swiftly
(খ) fastly
(গ) rapidly
(ঘ) deeply
উত্তরঃ গ। rapidly
২৩। The Benglai meaning of the word “Naturalism”?
(ক) নগ্নতাবাদ
(খ) সহজবাদ
(গ) প্রাকৃতিক ধর্ম
(ঘ) স্বভাববাদ
উত্তরঃ ঘ। স্বভাববাদ
২৪। Find the correct meaning of the underlined part: Honesty is half the battle in life.
(ক) substantial asset
(খ) determined factor
(গ) exaggerated variable
(ঘ) literary factor
উত্তরঃ ক। substantial asset
২৫। What is the meaning of “prologue”?
(ক) দীর্ঘ
(খ) প্রলম্বিত
(গ) গৌরচন্দ্রিকা
(ঘ) গৌরক্রমিতা
উত্তরঃ গ। গৌরচন্দ্রিকা
২৬। The translation of “Bolt from the blue”-
(ক) The translation of “Bolt from the blue”-
(খ) বিনা মেঘে বজ্রপাত
(গ) হাতে চাঁদ পাওয়া
(ঘ) অনায়েসে পাওয়া
উত্তরঃ খ। বিনা মেঘে বজ্রপাত
২৭। Fill in the blank: Dogs have antipathy __ cats.
(ক) with
(খ) to
(গ) for
(ঘ) at
উত্তরঃ খ। to
২৮। Fill in the blank with appropriate word: She availed herself __ the opportunity.
(ক) of
(খ) from
(গ) with
(ঘ) for
উত্তরঃ ক। of
২৯। Sind the correctly spelt word-
(ক) Reconnaissnse
(খ) Reconaissance
(গ) Reconnaisance
(ঘ) Reconnaissance
উত্তরঃ ঘ। Reconnaissance
৩০। Translate into Bangla: “Chalk for cheese”.
(ক) নাকের বদলে নরুন
(খ) মন্দ মোদের ভালো
(গ) মন্দের ভালো
(ঘ) দিল্লীকা লাড্ডু
উত্তরঃ ক। নাকের বদলে নরুন
৩১। Find the correct analogy of – Fossil : Anthropology
(ক) Mineral : Disease
(খ) Bat : Zoology
(গ) Idea : Ideology
(ঘ) Bee : Hive
উত্তরঃ খ। Bat : Zoology
৩২। Translate into English- “আমি যখন ছেলেটিকে দেখলাম, ততকন সে কয়েক ঘন্টা ধরে কাঁদছিল”
(ক) When I saw the boy, he was crying for several hours.
(খ) When I had met the boy, he had been crying for several hours.
(গ) When I met the boy, he has been চrying for several hours.
(ঘ) When I met the boy, he had been crying for several hours.
উত্তরঃ ঘ। When I met the boy, he had been crying for several hours.
৩৩। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ১০ সে.মি.। একদিকের দৈর্ঘ্য কত?
(ক) ৭.০৭ সে.মি.
(খ) ৮.৪৯ সে.মি.
(গ) ৯.০৭ সে.মি.
(ঘ) ৮.০৭ সে.মি.
উত্তরঃ ক। ৭.০৭ সে.মি.
৩৪। একজন ব্যবসায়ী ৮০ টাকায় একটি পণ্য বিক্রি করে ২৫% লাভ করে। ব্যয় ও বিক্রির মূল্যের অনুপাত কত?
(ক) ৩ : ৩
(খ) ৪ : ৫
(গ) ৫ : ৬
(ঘ) ২ : ৩
উত্তরঃ খ। ৪ : ৫
৩৫। করিমের বার্ষিক আয় রহিমের চেয়ে ১০% বেশি, অন্যদিকে রহিমের বার্ষিক আয় খালেকের চেয়ে ২০% বেশি। খালেকের মাসিক আয় ২,০০০ টাকা হলে ৩ জনের মোট মাসিক আয় কত?
(ক) ৬,৮৭২ টাকা
(খ) ৭,০৪৬ টাকা
(গ) ৭,৭৭২ টাকা
(ঘ) ৭,০৪০ টাকা
উত্তরঃ ঘ। ৭,০৪০ টাকা
৩৬। (৩√৩)৩ = কত?
(ক) ২৭√৩
(খ) ৮১√৩
(গ) ৮১
(ঘ) ৯√৩
উত্তরঃ খ। ৮১√৩
৩৭। যদি x2 + y2 = ১৪ এবং xy = ৩ হলে (x – y)2 = কত?
(ক) ৮
(খ) ১১
(গ) ১৪
(ঘ) ১৭
উত্তরঃ ক। ৮
৩৮। ৫ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৩ : ১ আর ১৫ বছর পরে পিতা পুত্রের বয়সের অনুপাত হবে ২ : ১। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
(ক) ৭৫, ২৫
(খ) ৬০, ২০
(গ) ৬৫, ২৫
(ঘ) ৩০, ৭০
উত্তরঃ সঠিক উত্তর পাওয়া যায়নি
৩৯। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ বৃদ্ধি হলে তার ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
(ক) ২ গুণ
(খ) ৪ গুণ
(গ) ৬ গুণ
(ঘ) ৮ গুণ
উত্তরঃ খ। ৪ গুণ
৪০। দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ৭। ওঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়তা প্রদত্ত সংখ্যা থেকে ৯ বেশী। সংখ্যাটি কত?
(ক) ৬১
(খ) ২৫
(গ) ৩৪
(ঘ) ৪৩
উত্তরঃ গ। ৩৪
৪১। একটি কম্পানীর ৪৬% কর্মচারী পুরুষ। যদি ৬০% কর্মচারী ইউনিয়ন করে এবং এর মধ্যে ৭০% কর্মচারী পুরুষ হয়, তাহলে শতকরা ক্ত জন মহিলা কর্মচারী ইউনিয়ন করে না?
(ক) ৯০%
(খ) ৮৭.৫%
(গ) ৫০%
(ঘ) ৩৬%
উত্তরঃ ঘ। ৩৬%
৪২। সবচেয়ে বড় সংখ্যা কোনটি?
(ক) ৮/১২
(খ) ১৪/১৮
(গ) ২/৩
(ঘ) ১৫/২০
উত্তরঃ খ। ১৪/১৮
৪৩। ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
(ক) ৪
(খ) ৩
(গ) ৬
(ঘ) ৫
উত্তরঃ ক। ৪
৪৪। ১,০০০ টাকা ১২% চক্রবৃসশি মুনাফা হারে বিনিয়গ করলে ২ বছর পরে লাভসহ কত হবে?
(ক) ১,২৫৪.৪০ টাকা
(খ) ১,২৪৪.৫০ টাকা
(গ) ১,২৬৪.৪০ টাকা
(ঘ) ১,৩৫৫.৪০ টাকা
উত্তরঃ ক। ১,২৫৪.৪০ টাকা
৪৫। কোন আসল ৩ বছরের মুনাফাসহ ৫,৫০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৮ অংশ হলে মুনাফার হার কত?
(ক) ১২.৪০%
(খ) ১২.৫০%
(গ) ১২%
(ঘ) ১৩%
উত্তরঃ খ। ১২.৫০%
৪৬। বার্ষিক ১০% লাভে ৩,০০০ টাকা এবং ৮% মুনাফায় ২,০০০ টাকা বিনিয়গ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে?
(ক) ৯.৪%
(খ) ৯%
(গ) ৯.২%
(ঘ) ৯.৫%
উত্তরঃ গ। ৯.২%
৪৭। কোনো শহরের বর্তমান জনসংখ্যা ৪ লক্ষ। সহহরটির সংখ্যাবৃদ্ধির হার শতকরা ২৫ জন হলে, ২ বছর পরে শহরের জনসংখ্যা কত হবে?
(ক) ৬২৫,০০০
(খ) ৬৫০,০০০
(গ) ৫৫০,০০০
(ঘ) ৫২৫,০০০
উত্তরঃ ক। ৬২৫,০০০
৪৮। ৩০ × ১৬ ফুটের একটি মেঝে মেরামত করতে ২,৪৯৬ টাকা ব্যয় হলে প্রতি বর্গফুটে ব্যয় কত টাকা?
(ক) ৪.২০ টাকা
(খ) ৬.২০ টাকা
(গ) ৫.২০ টাকা
(ঘ) ৫.৫০ টাকা
উত্তরঃ গ। ৫.২০ টাকা
৪৯। একজন ব্যক্তি ৯,০০০ টাকার উপরে ৩০% হারে খাজনা ১২টি সমান কিস্তিতে পরিশোদ করে। প্রতি কিস্তির পরিমাণ কত?
(ক) ২২৫ টাকা
(খ) ২.৫০ টাকা
(গ) ২.২৫ টাকা
(ঘ) ২৫০ টাকা
উত্তরঃ ক। ২২৫ টাকা
৫০। একটি চৌবাচ্চায় ৮,০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ৩.৫০ মিটার, প্রস্থ ১.৫০ মিটার হলে এর গভীরতা কত মিটার?
(ক) ২.৭৫ মিটার
(খ) ৬ মিটার
(গ) ৫ মিটার
(ঘ) ২.৫ মিটার
উত্তরঃ ঘ। ২.৫ মিটার
৫১। একজন কর্মচারির বেতন ২০% বৃদ্ধির পর সাপ্তাহিক ১৮০ টাকা পেল। তার আয়ের সাপ্তাহিক বেতন কত ছিল?
(ক) ১৪৪ টাকা
(খ) ১৫০ টাকা
(গ) ১৬০ টাকা
(ঘ) ১৬৪ টাকা
উত্তরঃ খ। ১৫০ টাকা
৫২। একটি ২১ মিটার দৈর্ঘ্য ও ১৫ মিটার প্রস্থ বাগানের বাইরের দিকে ৩ মিটার প্রশস্থ পথ আছে। প্রতি বর্গমিটারে ২.৭৫ টাকা দ্বরে পথটিতে ঘাস লাগাতে মোট খরচ হবে?
(ক) ৬৫০
(খ) ৬৮০
(গ) ৬৯৩
(ঘ) ৬৪০
উত্তরঃ গ। ৬৯৩
৫৩। x – 1/x = 5 হলে (x + 1/x)2 এর মান কত?
(ক) 29
(খ) 27
(গ) 25
(ঘ) 32
উত্তরঃ ক। 29
৫৪। (০.২)২ ÷ (০.১)৩ = কত?
(ক) ৩০
(খ) ৪০
(গ) ৪৪
(ঘ) ৪২
উত্তরঃ খ। ৪০
৫৫। ০.৩৫ কে ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে?
(ক) ৭/২০
(খ) ৭/২৫
(গ) ৫/২০
(ঘ) ৫/২৫
উত্তরঃ ক। ৭/২০
৫৬। এক ব্যক্তি ঘন্টায় ৮ কিলোমিটার দৌড়ে কত মিনিটে ৫,২০০ মিটার পার হবে?
(ক) ৩৬ মিনিট
(খ) ৩৫ মিনিট
(গ)
(ঘ) ৩৮ মিনিট
উত্তরঃ গ।
৫৭। অলিম্পিকে কবে মহিলাদের প্রতিযোগিতার সুযোগ দেয়া হয়?
(ক) ১৯০০
(খ) ১৮০০
(গ) ২০০০
(ঘ) ১৯৫০
উত্তরঃ ক। ১৯০০
৫৮। বনাগ্লাদেশের কোন জেলাকে “ভেনিস অভ বেঙ্গল” বলা হয়?
(ক) বাগেরহাট
(খ) চট্টগ্রাম
(গ) ঢাকা
(ঘ) বরিশাল
উত্তরঃ ঘ। বরিশাল
৫৯। “প্রাচ্যের অক্সফোর্ড” কবে প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৯০১
(খ) ১৯১১
(গ) ১৯২১
(ঘ) ১৯৩১
উত্তরঃ গ। ১৯২১
৬০। সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে কে?
(ক) UNDP
(খ) UNESCO
(গ) ILO
(ঘ) UNFPA
উত্তরঃ সঠিক উত্তর পাওয়া যায়নি
৬১। শব্দ দূষণের গ্রহণযোগ্য মাত্রা কত ডেসিবল?
(ক) ৫০
(খ) ৫৫
(গ) ৪০
(ঘ) ৭০
উত্তরঃ ঘ। ৭০
৬২। বাংলাদেশ কোন সালে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পূর্ণ সদস্যপদ পায়?
(ক) ২০০৪
(খ) ১৯৯৬
(গ) ২০১০
(ঘ) ২০১৬
উত্তরঃ ক। ২০০৪
৬৩। পঞ্চম বারের মত “ব্যালন ডি অর” জয় করেছেন কে?
(ক) মেসি
(খ) রোনাল্ডো
(গ) নেইমার
(ঘ) সুয়ারেজ
উত্তরঃ খ। রোনাল্ডো
৬৪। নিচের কোন দেশটির সবচেয়ে বেশী সংখ্যক দেশের সঙ্গে সীমান্ত আছে?
(ক) ভারত
(খ) চীন
(গ) রাশিয়া
(ঘ) যুক্তরাষ্ট্র
উত্তরঃ খ। চীন
৬৫। World Wide Web এ প্রবেশ করার জন্য কোন সফটওয়ার ব্যবহার করা হয়?
(ক) Server
(খ) Web
(গ) Browser
(ঘ) E-mail
উত্তরঃ গ। Browser
৬৬। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন কবে?
(ক) ২৫ সেপ্টেম্বর ১৯৭৪
(খ) ২৫ সেপ্টেম্বর ১৯৭৩
(গ) ২১ সেপ্টেম্বর ১৯৭৪
(ঘ) ২১ সেপ্টেম্বর ১৯৭৩
উত্তরঃ ক। ২৫ সেপ্টেম্বর ১৯৭৪
৬৭। পারসোনাল কম্পিউটারে অপারেটিং সিস্টেম লোডিং করার কাজকে কি বলে?
(ক) Paging
(খ) Interrupting
(গ) Booting
(ঘ) Prompting
উত্তরঃ গ। Booting
৬৮। PDA কি?
(ক) Protocol Disk Administrator
(খ) Primary Digital Assistant
(গ) Processor Digital Add-on
(ঘ) Personal Digital Assistant
উত্তরঃ ঘ। Personal Digital Assistant
৬৯। Commercial Software এর অন্য নাম কি?
(ক) Secondary software
(খ) Packaged software
(গ) System software
(ঘ) Peripheral software
উত্তরঃ খ। Packaged software
৭০। জাতির জনক শেখ মুজিবর রহমান রচিত “কারাগের রোজনামচা” প্রকাশিত হয় কবে?
(ক) ২৭ মার্চ, ২০১৭
(খ) ৭ মার্চ, ২০১৭
(গ) ২৮ মার্চ, ২০১৭
(ঘ) ১৭ মার্চ, ২০১৭
উত্তরঃ ঘ। ১৭ মার্চ, ২০১৭
৭১। কোন মেমোরি অস্থিতিশীল ও মাত্র একবার দেখা যায়?
(ক) RAM
(খ) PROM
(গ) EPROM
(ঘ) EEPROM
উত্তরঃ খ। PROM
৭২। নিচের কোন অপারেটিং সিস্টেমটি IBM তৈরি করেছে?
(ক) OS-2
(খ) Windows
(গ) DOS
(ঘ) UNIX
উত্তরঃ ক। OS-2
৭৩। অতিরিক্ত তথ্য ও প্রোগ্রাম যা প্রসেসর ব্যবহার করে না তা কোথায় স্টোর করা হয়?
(ক) Input units
(খ) Output units
(গ) Secondary storage
(ঘ) CPU
উত্তরঃ গ। Secondary storage
৭৪। যে প্ররম্ভিক প্রোগ্রাম স্টোর করার জন্য ROM লাগে সেটি কি?
(ক) Computer Startup Loader
(খ) OS Version
(গ) Kernal
(ঘ) Bootstrap Loader
উত্তরঃ ঘ। Bootstrap Loader
৭৫। জাতির জনক শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে কবে?
(ক) ২২ মার্চ, ২০১৩
(খ) ১৪ মার্চ, ২০১২
(গ) ২২ মার্চ, ১৯৭৩
(ঘ) ১৭ মার্চ, ১৯৭৫
উত্তরঃ ক। ২২ মার্চ, ২০১৩
৭৬। বাংলাদেশ কবে মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ জয়লাভ করে?
(ক) ১৪ মার্চ ২০১৩
(খ) ১৪ মার্চ ২০১২
(গ) ১৪ মার্চ ২০১১
(ঘ) ১৪ ম্মার্চ ২০১৪
উত্তরঃ খ। ১৪ মার্চ ২০১২
৭৭। IQ এর পূর্ণরূপ কি?
(ক) Intelligent Quality
(খ) Intelligence Query
(গ) Intelligent Question
(ঘ) Intelligence Quotient
উত্তরঃ ঘ। Intelligence Quotient
৭৮। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে গৃহিত হয় কবে?
(ক) ১৫ কার্তিক ১৩৭৯
(খ) ২১ কার্তিক ১৩৭৯
(গ) ১৮ কার্তিক ১৩৭৯
(ঘ) ২৮ কার্তিক ১৩৭৯
উত্তরঃ গ। ১৮ কার্তিক ১৩৭৯
৭৯। জগৎ বিখ্যাত তাজমহল তৈরি করতে কত বছর লেগেছিল?
(ক) ২২ বছর
(খ) ২৩ বছর
(গ) ২১ বছর
(ঘ) ২৪ বছর
উত্তরঃ ক। ২২ বছর
৮০। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
(ক) ১০ টি
(খ) ৯ টি
(গ) ১১ টি
(ঘ) ১২ টি
উত্তরঃ গ। ১১ টি