১। “চাষাভূষার কাব্য” কার সাহিত্যকর্ম?
(ক) নির্মলেন্দু গুণ
(খ) জীবনান্দ দাস
(গ) বেগম সুফিয়া কামাল
(ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তরঃ ক। নির্মলেন্দু গুণ
২। বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্টের নাম কী?
(ক) এ এইচ এম কামরুজ্জামান
(খ) সৈয়দ নজ্রুল ইসলাম
(গ) ক্যাপ্টেন এম মনসুর আলী
(ঘ) তাজউদ্দিন আহমেদ
উত্তরঃ খ। সৈয়দ নজ্রুল ইসলাম
৩। Who is the modern philosopher who was awarded Nobel Prize for literature?
(ক) Lenin
(খ) James Baker
(গ) Dr. Kissinger
(ঘ) Bertrand Russell
উত্তরঃ ঘ। Bertrand Russell
৪। লোক সাহিত্য কাকে বলে?
(ক) গ্রামের অশিক্ষিত ও অক্যাত লোকদের সৃষ্ট রচনাকে
(খ) লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদি
(গ) গামীণ নরনারীদের প্রণয়ন সংবলিত উপখ্যান কে
(ঘ) লোক সাধারণের কল্যাণে দেবতার প্রস্তুতিমূলক রচনা কে
উত্তরঃ খ। লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদি
৫। যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না, তাকে বলে–
(ক) ক্ষণপ্রভাব
(খ) রগ
(গ) ক্ষণস্থায়ী জ্যোতি
(ঘ) অনুসৃয়া
উত্তরঃ ক। ক্ষণপ্রভাব
৬। What type of noun the word “chemistry” is-
(ক) material
(খ) proper
(গ) common
(ঘ) abstract
উত্তরঃ খ। proper
৭। আব্দুল্লাহ প্রতি ডজন কলা ২১ টাকা দরে ১৫ ডজন এবং ১৪ টাকা দরে ২০ ডজন ক্রয় করে। প্রতি ডজন কলা কি দামে বিক্রি করলে পরে তার ডজন প্রতি ৫ টাকা লাভ হবে?
(ক) ২২ টাকা
(খ) ২০ টাকা
(গ) ১৮ টাকা
(ঘ) ১৫ টাকা
উত্তরঃ ক। ২২ টাকা
৮। “সংবিধান” শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) সং + বিধান
(খ) সম + বিধান
(গ) সং + অবিধান
(ঘ) সম_ + বিধান
উত্তরঃ ঘ। সম_ + বিধান
৯। Identity singular number:
(ক) Fubgi
(খ) Agenda
(গ) Formula
(ঘ) Data
উত্তরঃ গ। Formula
১০। বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ কোনটি?
(ক) মহেশখালী
(খ) ছেড়া দ্বীপ
(গ) নিঝুম দ্বীপ
(ঘ) সেন্টমার্টিন দ্বীপ
উত্তরঃ ক। মহেশখালী
১১। A reward has been announced for the employee who ______ hard.
(ক) have has worked
(খ) have worked
(গ) has worked
(ঘ) will be work
উত্তরঃ খ। have worked
১২। সর্বাঙ্গে বেথা, ঔষধ দিব কোথা, –এখানে সর্বাঙ্গে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) অধিকরণে তৃতীয়া
(খ) অধিকরণে সপ্তমী
(গ) কর্তায় সপ্তমী
(ঘ) অপাদানে সপ্তমী
উত্তরঃ খ। অধিকরণে সপ্তমী
১৩। “সবঝিনুকে মুক্তা মেলেনা“- এই বাক্যে “ঝিনুক” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) অপাদানে সপ্তমী
(খ) অধিকরণে সপ্তমী
(গ) কর্তায় দ্বিতীয়া
(ঘ) কর্মে দ্বিতীয়া
উত্তরঃ ক। অপাদানে সপ্তমী
১৪। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরম্পত্র পাঠ করেছেন–
(ক) সনীল গঙ্গপাধ্যায়
(খ) এম আর আখতার মুকুল
(গ) আব্দুল হান্নাহ
(ঘ) আব্দুল গফফার চৌধুরী
উত্তরঃ খ। এম আর আখতার মুকুল
১৫। (a – b), (a2 – ab), (a2 – b2) এর গ.সা.গু নিচের কোনটি?
(ক) (a – b)
(খ) a(a2 – b2)
(গ) a2 – b2
(ঘ) a(a – b)
উত্তরঃ খ। a(a2– b2)
১৬। গ্রাউন্ড জিরো কোনটির সঙ্গে সম্পৃক্ত?
(ক) সুনামী
(খ) ব্ল্যাক সেপ্টেম্বর
(গ) ১/১১
(ঘ) ৯/১১
উত্তরঃ গ। ১/১১
১৭। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য, প্রস্থএবং মাঝের লাল বৃত্তের ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে?
(ক) ৫ : ৩ : ১
(খ) ৩ : ১০ : .৫
(গ) ৪ : ২ : ১
(ঘ) ১০ : ১২ : ১
উত্তরঃ ক। ৫ : ৩ : ১
১৮। অন্তঃক্ষরা গ্রন্থী থেকে নিঃসৃত হয় কোনটি?
(ক) হরমোন
(খ) লালা
(গ) পিত্তরস
(ঘ) পেপসিন
উত্তরঃ ক। হরমোন
১৯। “সার্বভৌম” শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) সার্বভৌম + ম
(খ) ষ্ণ + সর্বভৌম
(গ) সার্ব + ভৌম
(ঘ) সর্বভূমি + ষ্ণ
উত্তরঃ ঘ। সর্বভূমি + ষ্ণ
২০। কোনটিতে মধ্যস্তরলোপ ঘটেছে?
(ক) চাঁদর
(খ) গামছা
(গ) মশারি
(ঘ) লুঙ্গি
উত্তরঃ খ। গামছা
২১। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?
(ক) জিব্রান্টার
(খ) হরমুজ
(গ) বসফরাস
(ঘ) পক
উত্তরঃ ক। জিব্রান্টার
২২। A rolling stone gathers no muse. What “rolling” is-
(ক) Verbal noun
(খ) Participle
(গ) Adjective
(ঘ) Pronoun
উত্তরঃ খ। Participle
২৩। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি–
(ক) পানি
(খ) শূন্যতায়
(গ) লোহা
(ঘ) বাতাস
উত্তরঃ গ। লোহা
২৪। পৃথিবীর নিকটতকম গ্রহ কোনটি?
(ক) মঙ্গল
(খ) বুধ
(গ) শুক্র
(ঘ) বৃহষ্পতি
উত্তরঃ গ। শুক্র
২৫। কোন বাক্যে ভাববাচ্যের কর্তার উদাহরণ দেওয়া হয়েছে?
(ক) তাকে গ্রামে যেতে হবে
(খ) আমার যাওয়া হবে না
(গ) সে গ্রামে যাবে
(ঘ) ছুটি হলে ঘন্টা বাজে
উত্তরঃ খ। আমার যাওয়া হবে না
২৬। URL হলো–
(ক) শুধু মাত্র একটি LAN এর বিভিন্ন resources এর ঠিকানা
(খ) একটি Network এর Domain
(গ) Web এর বিভিন্ন Documents ও অন্যান্য resources এর ঠিকানা
(ঘ) কতগুলো Network এর বিভিন্ন resources এর ঠিকানা
উত্তরঃ গ। Web এর বিভিন্ন Documents ও অন্যান্য resources এর ঠিকানা
২৭। কোন সংখ্যার দ্বিগুন এর সাথে ৩ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ৭ বেশি হয়। সংখ্যাটি নির্ণয় করুন
(ক) ৩
(খ) ৪
(গ) ৫
(ঘ) ৬
উত্তরঃ খ। ৪
২৮। বিখ্যাত যুদ্ধক্ষেত্র “ওয়াটার লু” কোন দেশে অবস্থিত?
(ক) বেলজিয়াম
(খ) সুইডেন
(গ) ইতালি
(ঘ) ইংল্যান্ড
উত্তরঃ ক। বেলজিয়াম
২৯। x4 + x2 + 1 এর একটি উৎপাদক x2 + x + 1, অপর একটি উৎপাদক কত?
(ক) x2 – x + 1
(খ) x3 + 1
(গ) x + 1
(ঘ) x2 + x + 1
উত্তরঃ ক। x2– x + 1
৩০। When I saw the gardener, he ______ tree.
(ক) is cutting down
(খ) will be cutting down
(গ) cut down
(ঘ) was cutting down
উত্তরঃ ঘ। was cutting down
৩১। বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত?
(ক) সুরমা
(খ) মেঘনা
(গ) হালদা
(ঘ) যমুনা
উত্তরঃ গ। হালদা
৩২। “এডামস পিক” তীর্থস্থানটি কোথায় অবস্থিত?
(ক) ভারতে
(খ) ভিয়েতনামে
(গ) ইন্দোনেশিয়ায়
(ঘ) শ্রীলংকায়
উত্তরঃ ঘ। শ্রীলংকায়
৩৩। Which one is the indefinite pronoun?
(ক) myself
(খ) they
(গ) they
(ঘ) they
উত্তরঃ ঘ। they
৩৪। A person who writes about his own life is-
(ক) A biography
(খ) A diary
(গ) A chronicle
(ঘ) An autobiography
উত্তরঃ ঘ। An autobiography
৩৫। Which sentence is correct?
(ক) He is as good as I
(খ) He is as good as mine
(গ) He is as good as myself
(ঘ) He is as good as me
উত্তরঃ ক। He is as good as I
৩৬। ঢাকা থেকে রংপুরের দূরত্ব ৪৫ মেইল। হাসান ঘন্টায় ৩ মেইল বেগে এবং শাহীন ঘন্টায় ৪ মেইল বেগে হাঁটে। হাসান ঢাকা থেকে রওয়ানা হওয়ার ১ ঘন্টা পর শাহীন রংপুর থেকে ঢাকা রওয়ানা হলো। শাহীন কত মেইল হাটার পরে হাসানের সাথে দেখা হবে?
(ক) ২০
(খ) ২৩
(গ) ২৪
(ঘ) ২১
উত্তরঃ গ। ২৪
৩৭। What is the antonym of famous?
(ক) obscure
(খ) extra ordinary
(গ) frugal
(ঘ) careful
উত্তরঃ ক। obscure
৩৮। একটি গাড়ি ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে চলে, ৩ মিনিট ৩০ সেকেন্ডে উহা কত দূর যাবে?
(ক) ২১০ কিলোমিটার
(খ) ২০ কিলোমিটার
(গ) ৩.৩ কিলোমিটার
(ঘ) ৩.৫ কিলোমিটার
উত্তরঃ ঘ। ৩.৫ কিলোমিটার
৩৯। শতকরা ১ টাকা হার সুদে ১ টাকার সুদ ১ টাকা হবে কত বছরে?
(ক) ১ বছর
(খ) ১০০ বছর
(গ) ১০ বছর
(ঘ) ১০০০ বছর
উত্তরঃ খ। ১০০ বছর
৪০। The birds and the bees means-
(ক) The basic facts about sex
(খ) The birds and bees are good workers
(গ) The birds and bees are good workers
(ঘ) The relation between the birds and bees
উত্তরঃ ক। The basic facts about sex
৪১। ত্রিভুজের তিন বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রসমূহ একটি সমকোণ তৈরি করে?
(ক) ৮
(খ) ৯
(গ) ১২
(ঘ) ১৬
উত্তরঃ গ। ১২
৪২। সতীদাহ প্রথা বিলুপ্ত হয়–
(ক) ১৭২৯ সালে
(খ) ১৮৩০ সালে
(গ) ১৮৩৯ সালে
(ঘ) ১৮২৯ সালে
উত্তরঃ ঘ। ১৮২৯ সালে
৪৩। আগামীকালের তিন দিন পর যে দিন আসবে তা শনিবার। গতকালের দুই দিন পূর্বের দিনটি কি ছিল?
(ক) বুধবার
(খ) শনিবার
(গ) সোমবার
(ঘ) বৃহস্পতিবার
উত্তরঃ খ। শনিবার
৪৪। একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ১ এবং সমষ্টি ৭ ভগ্নাংশটি কত?
(ক) 3/4
(খ) 1/6
(গ) 4/3
(ঘ) 2/6
উত্তরঃ গ। 4/3
৪৫। He was absorbed ______ deep thought.
(ক) to
(খ) on
(গ) for
(ঘ) in
উত্তরঃ ঘ। in
৪৬। The passive form of the sentence “Some children were helping the wounded man”.
(ক) The wounded man was to be helped by some children.
(খ) The wounded man was helped by some children.
(গ) The wounded man was helping some children.
(ঘ) The wounded man was being helped by some children.
উত্তরঃ ঘ। The wounded man was being helped by some children.
৪৭। শুদ্ধ বানান কোনটি?
(ক) ভবিষ্যৎ
(খ) দীর্গজীবি
(গ) সমীচিন
(ঘ) আশির্বাদ
উত্তরঃ ক। ভবিষ্যৎ
৪৮। বাড়ি থেকে নদী দেখা যায়– কোন কারকে কোন বিভক্তি?
(ক) অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
(খ) অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি
(গ) অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
(ঘ) অধিকরণ কারকে তৃতীয়া বিভক্তি
উত্তরঃ খ। অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি
৪৯। যদি কোনো যৌগের জলীয় দ্রবণ নীল লিট্মাসকে লাল করে তাহলে এটি একটি–
(ক) অম্ল
(খ) ক্ষার
(গ) ক্ষারক
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ ক। অম্ল
৫০। The boy from the village said, “I starve ______ than beg”.
(ক) rather
(খ) would rather
(গ) would better
(ঘ) would better
উত্তরঃ খ। would rather
৫১। The correct spelling
(ক) Humurious
(খ) Humuris
(গ) Humorous
(ঘ) Humorius
উত্তরঃ গ। Humorous
৫২। পরীক্ষায় “ক” এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭০, ৮০ ও ৭৫। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮০ হয়?
(ক) ৮২
(খ) ৮৮
(গ) ৯০
(ঘ) ৭৮
উত্তরঃ গ। ৯০
৫৩। একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুটি সমান্তরাল কিন্তু অসমান। একে বলে–
(ক) আয়তক্ষেত্র
(খ) আয়তক্ষেত্র
(গ) বর্গক্ষেত্র
(ঘ) ট্রাপিজিয়াম
উত্তরঃ ঘ। ট্রাপিজিয়াম
৫৪। বাংলা সাহিত্যে কাকে “ছন্দের জাদুকর” বলা হয়?
(ক) সত্যেন্দ্রনাথ দত্ত
(খ) শামশুর রহমান
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) প্রমথ চৌধুরী
উত্তরঃ ক। সত্যেন্দ্রনাথ দত্ত
৫৫। শব্দ ও ধাতুর মূলকে বলে–
(ক) কারক
(খ) প্রকৃতি
(গ) বিভক্তি
(ঘ) ধাতু
উত্তরঃ খ। প্রকৃতি
৫৬। “শ্বশ্রু” এর অর্থ কী?
(ক) দাড়িগোফ
(খ) অশ্রু
(গ) শাশুড়ী
(ঘ) শাশুড়ী
উত্তরঃ গ। শাশুড়ী
৫৭। ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়–
(ক) ই-ট্রিট্মেন্ট
(খ) টেলিমেডিসিন
(গ) জায়মা প্লাজা
(ঘ) ইলেক্ট্রমেডিসিন
উত্তরঃ খ। টেলিমেডিসিন
৫৮। পূর্ববঙ্গ জামিদারি দখল ও প্রজাস্বত্ব আইন পাস হয়–
(ক) ১৯৬১ সালে
(খ) ১৯৫২ সালে
(গ) ১৯৫০ সালে
(ঘ) ১৯৫১ সালে
উত্তরঃ গ। ১৯৫০ সালে
৫৯। যদি x + 1/x = 5 হয়, তবে x / (x2 + x + 1) এর মান কত?
(ক) 1/7
(খ) 1/6
(গ) 1/6
(ঘ) 1/5
উত্তরঃ খ। 1/6
৬০। ৯০° কোণের সম্পুরক কোণ কত ডিগ্রি?
(ক) ২৭০°
(খ) ০°
(গ) ৯০°
(ঘ) ১৮০°
উত্তরঃ গ। ৯০°
৬১। “এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি / রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি“-চরণদ্বয় রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ–
(ক) পুরাতন ভূত্য
(খ) নিষ্ফল উপহার
(গ) দুই বিঘা জমি
(ঘ) দেবতার ত্রাস
উত্তরঃ গ। দুই বিঘা জমি
৬২। যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে তাকে বলে–
(ক) ঘটমান বর্তমান
(খ) পুরাঘটিত বর্তমান
(গ) সাধারণ বর্তমান
(ঘ) নিত্যবৃত্য বর্তমান
উত্তরঃ খ। পুরাঘটিত বর্তমান
৬৩। বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম–
(ক) বাংলা স্যাটেলাইট – ১
(খ) বঙ্গবন্ধু স্যাটেলাইট
(গ) বঙ্গবন্ধু স্যাটেলাইট – ১
(ঘ) আকাশ স্যাটেলাইট – ১
উত্তরঃ গ। বঙ্গবন্ধু স্যাটেলাইট – ১
৬৪। I always take an umbrella _____ it rains.
(ক) in case
(খ) unless
(গ) incase of
(ঘ) if
উত্তরঃ ক। in case
৬৫। “Subconscious” সব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো–
(ক) অবচেতনা
(খ) যুক্তরাজ্য
(গ) যুক্তরাষ্ট্র
(ঘ) বাংলাদেশ
উত্তরঃ খ। যুক্তরাজ্য
৬৬। একটি রাস্তার পাশে এক সারিতে ১৫ টি গাছ লাগানো আছে। একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব ১০ মিতার হলে প্রথম ও শেষ দুটির মধ্যে দূরত্ব কত?
(ক) ১৫০ মিটার
(খ) ১০৯ মিটার
(গ) ১২০ মিটার
(ঘ) ১৪০ মিটার
উত্তরঃ ঘ। ১৪০ মিটার
৬৭। Choose the correct answer:
(ক) Rich is not always happy
(খ) The rich is not always happy
(গ) The rich is not happy always
(ঘ) The rich are not always happy
উত্তরঃ ঘ। The rich are not always happy
৬৮। নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
(ক) ৫/১১
(খ) ১/৩
(গ) ৩/৬
(ঘ) ১২/৭
উত্তরঃ ক। ৫/১১
৬৯। “মন না মতি” বাগধারাটির অর্থ কী?
(ক) অরাজক
(খ) অপদার্থ
(গ) মূল্যবান
(ঘ) অস্থির মানব মন
উত্তরঃ ঘ। অস্থির মানব মন
৭০। Choose the correct indirect speech – She asked me, “Are you happy in your new job”?
(ক) She asked me if I had been happy in my new job
(খ) She asked me if I was happy in my new job
(গ) She asked me if have been happy in my new job
(ঘ) She asked me whether I am happy in my new job
উত্তরঃ খ। She asked me if I was happy in my new job
৭১। A swimming snake bit him in the leg, here “swimming” is a-
(ক) participle
(খ) verbal noun
(গ) gerund
(ঘ) infinite
উত্তরঃ খ। verbal noun
৭২। a + 1/a = 3 হলে, a2 + 1/a2 = কত?
(ক) 7
(খ) 7
(গ) 11
(ঘ) 13
উত্তরঃ ক। 7
৭৩। একজন ব্যাটসম্যান প্রথম তিনটি T-20 খেলায় ৮২, ৮৫ ও ৯২ রান করেন। চতুর্থ খেলায় কত রান করলে তার গড় ৮৭ হবে?
(ক) ৮৬
(খ) ৮৭
(গ) ৮৮
(ঘ) ৮৯
উত্তরঃ ঘ। ৮৯
৭৪। কোনো স্থানে যত লোক আছে তত প্যসা জমা করায় মোট ৩১.২৫ টাকা জমা হলো। ঐ স্থানে কত লোক ছিল?
(ক) ২৫
(খ) ৫৫
(গ) ১২৫
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ ক। ২৫
৭৫। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান এর পদবী কী ছিল?
(ক) ক্যাপ্টেন
(খ) সিপাহী
(গ) ল্যান্স নায়েক
(ঘ) লেফটানেন্ট
উত্তরঃ খ। সিপাহী
৭৬। “ব্যাষ্টি” এর বিপরীতার্থক শব্দ কোনটি?
(ক) সৃষ্টি
(খ) বৃদ্ধি
(গ) সমষ্টি
(ঘ) ভবিষ্যৎ
উত্তরঃ গ। সমষ্টি
৭৭। x3 + 1 এবং x2 – 1 গ.সা.গু কত?
(ক) x – 1
(খ) x (x -1)
(গ) x + 1
(ঘ) (x + 1)(x – 1)(x2 – x + 1)
উত্তরঃ গ। x + 1
৭৮। I know where he lives. The sentence is a –
(ক) complex sentence
(খ) negative sentence
(গ) simple sentence
(ঘ) compound sentence
উত্তরঃ ক। complex sentence
৭৯। “নাটিকা” কোন অর্থে স্ত্রী বাচক শব্দ?
(ক) সাদৃশ্য অর্থে
(খ) ব্যাঙ্গার্থে
(গ) ক্ষুদ্রার্থে
(ঘ) বৃহদার্থে
উত্তরঃ গ। ক্ষুদ্রার্থে
৮০। জাহাজ নির্মাণ শিল্পে সর্বাপেক্ষা উন্নত দেশ কোনটি?
(ক) রাশিয়া
(খ) যুক্তরাজ্য
(গ) যুক্তরাষ্ট্র
(ঘ) বাংলাদেশ
উত্তরঃ খ। যুক্তরাজ্য
WordsMeaningsSynonyms antonymsouterবাইরেরoutmostinnerproletarianদরিদ্র/সর্বহারাWorking-classmorallaunchশুরু করাIntroductionwithdrawpreparingপ্রস্তুতিGet-readydoubtfaultlesslyনির্দোষভাবেabsolutelyfaultynauseaবমিবমিভাবvomitingheadachediscomfortঅসস্তিupsetcomfortmaintainedবজায় করাsustainuselessLaterকরেnextearlierdynamicগতিশীলAggressivestaticplanপরিকল্পনাproposaldisorderaimলক্ষGoalaimlessdirectionনিদ্ধেশনাInstructionnoticeprofessionপেশাJobjoblesssuitsআকারFormnothingaptitudeযোগ্যতাAttitudedislikevaryপরিবর্তীতVariousfixeducatedশিক্ষিতLearneduneducatedcitizenনাগরিকnativeforeignervirtueপূর্ণgoodnessevilA lotঅনেকhugelittlecourteousবিনয়ীpoliterudediscourtesyঅবিনয়ীrudenesscourteouswinজয় করাgainloseenemyশত্রুfoefriendensureনিশ্চিত করাconfirmcancelangerরাগtempercalmnessremoveঅপসারণcancelputcordialityসোহার্দrudenessdiscordialitydifferentভিন্নDissimilarsameseeksঅনুসন্ধানPursuefindeagerআগ্রহীinterestdisinterestedobservationপর্যবেক্ষণExaminationneglectmereএকমাত্রImmenseabnormalalertসতর্কWatchfulunawarelatentসুপ্তOpenrealizedinstructorsপ্রশিকক্ষকteacherstudentguideগাইডmentormisguidewayপথ/উপায়Pathpartfascinatingচমৎকারexcellentunattractiveinterestআগ্রহীeagerdisregardimpatientঅধৈয্যIntolerancepatientillogicalঅযোক্তিকunethicalLogicalindifferentউদাসীনUninteresteddifferentethicallyনৈথিকভাবেlawfullyUnethicalGood-lookingচমৎকারAttractiveUnattractiveDarkঅন্ধকারBlackbrightFlawlessস্থিরperfectflawedShinyউজ্জল্যbrightdarkSlenderসরুthinfatGracefulকরুনাময়elegantungracefulStylishlyআড়ম্বরপূর্ণভাবেattractivesimplyAppreciatesপ্রশংসা করেpriesCriticizeNoticeলক্ষ করেadvertisementoverlookAmbitionউচ্ছাকাঙকাAim/desirelazinessRequireপ্রয়োজনneedanswerProficiencyদক্ষতাskilledincompetenceWonderআশ্চয্যSurprisedisinterestTestedপরীক্ষীতverifiednewEquallyসমানভাবেsimilarlyUnequallyDisappointingহতাশাজনকInceptingappointingPresumablyসম্ভবতdoubtlesslyimprobableQualifyযোগ্যতাcertifyDisqualifywrongভুলmistakewriteIdealআদর্শModelbadMasterদক্ষTeacherStudentMakesতৈরীcreateBreak/destroyMethodপদ্ধতিSystemdifferenceConvincingবিশ্বাসীsatisfactoryUnconvincingPraisesপ্রশাংসা করেhurrahCriticizeMistakeভুলErrorsagacityAngryরাগevilcalmSimpleসাধারণgeneralComplexmoralনৈতিকethicalamoralAcceptedগৃহিতreceivedrejectedSincerityআন্তরিকতাGood-willinsincerityResponsibilityদায়িত্বdutiesdepartureComplexityজটিলতাcomplicationSimplicityEnvyহিংসাlastedpraiseVicesমন্দevilVirtueImpactsপ্রভাবeffectfailsAwarenessসতর্কতাalertnessunawarenessOut-comeবাহিরের দিকresultcauseimportanceগুর্ত্বপূর্ণsignificanceinsignificanceFriendবন্দুenemyfoeNeedপ্রয়োজনcommitment/necessaryavoidSympathyসহানুভুতিkindnessrudenessProveপ্রমানconfirmdisproveFalseমিথ্যাwrongtrueHarmক্ষতিকরlosshelpLaughহাসাburstcryPleasureআনন্দhappinesssadnessBringআনাcarryleaveideaধারণাconceptnothingAllowঅনুমতিpermitdenyFreedomস্বাধীনতাindependencebondageOpinionমতামতviewawarenessFairমেলাcleanunfairEqualসমানbalancedunequalDivisionবিভাগdistributionunionElectনির্বাচন করাvoterefuseSystemনিয়ম-নীতিprocesspartTreatmentচিকিৎশা করাcuringhurtFacilityসুবিধাadvantagepainNeverকখন নয়NotingAlwaysWeakerদুর্বলrottenstrongerDiscourageনিরুৎসাহিতdroopEncourageFrustratingহতাশাজনকBuffaloingsatisfyingInterestআগ্রহীeagernessdiscourageAbilityসক্ষমতাCapabilityinabilityDreamস্বপ্নfancyfactBestসবচেয়ে ভালfinestworstSuccessসফলতাachievementfailureachieveঅর্জন…
আপনি যদি ইন্টারনেটে চাকরির সন্ধান করছেন এবং আপনি এটি সম্পর্কে জানতে চান তবে আপনি সঠিক…
Model Question 1 Part-I : Marks 60 1. Read the passage and answer the questions…
পঞ্চম অধ্যায় দেবদেবী ও পূজা এ অধ্যায়ে আমরা পূজা, পুরোহিতের ধারণা ও যোগ্যতা, দেবী দুর্গা,…
চতুর্থ অধ্যার হিন্দুধর্মে সংস্কার আমাদের এই পার্থিব জীবনকে সুন্দর ও কল্যাণময় করে গড়ে তোলার লড়্গ্েয…
তৃতীয় অধ্যায় ধর্মীয় আচার-অনুষ্ঠান আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করার জন্য যেসব আচার-আচরণ চর্চিত হয়…
This website uses cookies.