Primary Question Bank

Primary assistant teacher exam question 2018 (Set-7277)

প্রাইমারি সহকারি-শিক্ষক নিয়োগ পরিক্ষা ২০১৮ (সেট-৭২৭৭)

চারটি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি?

(ক) ড্যাস

(খ) হাইফেন

(গ) কোলন

(ঘ) দাঁড়ি

উত্তরঃ ঘ। দাঁড়ি

শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন ২৫ বছরে সুদেমূলে গুণ হবে?

(ক) ১৫%

(খ) ১৬%

(গ) ৮%

(ঘ) ১২%

উত্তরঃ ঘ। ১২%

থেকে ৯৯ পর্যন্ত সংখ্যা সমূহের গড় কত?

(ক) ১০

(খ) ২৫

(গ) ৫০

(ঘ) ১০০

উত্তরঃ গ। ৫০

কৈশর (কৈশোর)” শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?

(ক) কৈশো + র

(খ) কৈ + শোর

(গ) কে + শোর

(ঘ) কিশোর + ষ্ণ

উত্তরঃ ঘ। কিশোর + ষ্ণ

নিচের ভগ্নাংশের মধ্যে বৃহত্তম কোনটি?

(ক) ৪.৭

(খ) ৫.৮

(গ) ৭/১১

(ঘ) ২/৩

উত্তরঃ ঘ। ২/৩

x-3 – 0.001 = 0 হলে, x2 এর মান কত?

(ক) 1/10

(খ) 10

(গ) 1/100

(ঘ) 100

উত্তরঃ ঘ। 100

নিচের কোনটি পূর্নাঙ্গ ইমেইল এড্রেস?

(ক) rasel yahoo.com

(খ) resel.yahoo@com

(গ) rasel.@yahoo.com

(ঘ) rasel@yahoo.com

উত্তরঃ ঘ। rasel@yahoo.com

The chain was ______ than we thought.

(ক) stronger

(খ) much

(গ) strongest

(ঘ) strong

উত্তরঃ ক। stronger

সন্ধি বিচ্ছেদ করুনঃখুৎপিপাসা

(ক) ক্ষুধা + পিপাসা

(খ) ক্ষুধ_ + পিপাসা

(গ) ক্ষুৎ + পিপাসা

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ খ। ক্ষুধ_ + পিপাসা

১০জনসংখ্যা আয়তনের ভিত্তিতে সার্কভূক্ত কোন দেশটি সবচেয়ে ছোট?

(ক) শ্রীলংকা

(খ) মালদ্বীপ

(গ) নেপাল

(ঘ) ভুটান

উত্তরঃ খ। মালদ্বীপ

১১Which of the noun is used in the famine form?

(ক)anger

(খ) time

(গ) moon

(ঘ) none

উত্তরঃ গ। moon

১২বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রুপ খুঁজিতে যায় না, আর“- কার লেখা?

(ক) সত্যেন্দ্রনাথ দত্ত

(খ) জসীম উদ্দীন

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) জীবনানন্দ দাস

উত্তরঃ ঘ। জীবনানন্দ দাস

১৩সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই“- উক্তিটি কার?

(ক) কাজী নজরুল ইসলাম

(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(গ) চন্ডীদাস

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ গ। চন্ডীদাস

১৪রেল লাইনের পাশে একটি তালগাছ রয়েছে। ঘন্টায় ৪৫ কিমি বেগে ধাবমান ১৫০ মি লম্বা একটি ট্রেন কত সময়ে তালগাছটি অতিক্রম করবে?

(ক) ১১ সেকেন্ড

(খ) ১২ সেকেন্ড

(গ) ১৩ সেকেন্ড

(ঘ) ১৪ সেকেন্ড

উত্তরঃ খ। ১২ সেকেন্ড

১৫জাতির পিতা শেখ মুজিবুর রহমানের রচনাঅসমাপ্ত আত্মজীবনীপ্রকাশিত হয় কোন সনে?

(ক) ২০১৫ সনে

(খ) ২০১১ সনে

(গ) ২০১২ সনে

(ঘ) ২০১৩ সনে

উত্তরঃ গ। ২০১২ সনে

১৬One should be careful about ______ duty.

(ক) one

(খ) the

(গ) his

(ঘ) her

উত্তরঃ ক। one

১৭ এর গুণিতকের সেট কোন ধরনের সেট ?

(ক) সসীম সেট

(খ) ফাঁকা সেট

(গ) সার্বিক সেট

(ঘ) অসীম সেট

উত্তরঃ ঘ। অসীম সেট

১৮নোবেল পুরস্কার প্রবর্তকের মূল আবিষ্কার প্রধানত কি কাজে ব্যবহৃত হয়েছে ?

(ক) সৃষ্টির জন্য

(খ) ধ্বংশের জন্য

(গ) শিল্প উন্নয়নের জন্য

(ঘ) যোগাযোগের জন্য

উত্তরঃ গ। শিল্প উন্নয়নের জন্য

১৯লাজওয়াবশব্দেলাকোন ধরনের উপসর্গ ?

(ক) ফারসি উপসর্গ

(খ) হিন্দি উপসর্গ

(গ) ইংরেজি উপসর্গ

(ঘ) আরবি উপসর্গ

উত্তরঃ ঘ। আরবি উপসর্গ

২০রাবণের চিতা” – বাগধারাটির অর্থ কী ?

(ক) চির অশান্তি

(খ) উভয় সংকট

(গ) শেষ বিদায়

(ঘ) চূড়ান্ত অশান্তি

উত্তরঃ ক। চির অশান্তি

২১The indirect form of sentence “Farida said to her mother, I shall go to bed now” is –

(ক) Farida told her mother that she will go to bed now

(খ) Farida told her mother that she should go to bed

(গ) Farida told her mother that she will go to bed

(ঘ) Farida told her mother that she would go to bed then

উত্তরঃ ঘ। Farida told her mother that she would go to bed then

২২Shakespere is mostly known for his –

(ক) drama

(খ) novels

(গ) films

(ঘ) poetry

উত্তরঃ ক। drama

২৩৬১২ টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় ১৫ % ক্ষতি হয় ব্যাগটি কত টাকায় ক্রয় করলে ১০ % লাভ হবে ?

(ক) ২০০

(খ) ৭০০

(গ) ৬০০

(ঘ) ৭৯২

উত্তরঃ ঘ। ৭৯২

২৪A “pilgrim” is a person who undertakes a journey to a –

(ক) Holy place

(খ) Bazar

(গ) Mosque

(ঘ) New country

উত্তরঃ ক। Holy place

২৫“Man of straw” means –

(ক) respected person

(খ) worthless man

(গ) gentleman

(ঘ) noted person

উত্তরঃ খ। worthless man

২৬৬৫৫৮ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পুর্ণবর্গ সংখ্যা হবে ?

(ক) ২

(খ) – ২

(গ) ০

(ঘ) ৩

উত্তরঃ ঘ। ৩

২৭যার দুই হাত সমান চলে, তাকে কি বলে ?

(ক) সব্যসাচি

(খ) দু’হাতি

(গ) সমান্তালি

(ঘ) সব্যচাষি

উত্তরঃ ক। সব্যসাচি

২৮ঐতিহাসিকএকুশে ফেব্রুয়ারীবাংলা কত তারিখ ছিল ?

(ক) ৩১ পৌষ

(খ) ২৯ মাঘ

(গ) ৯ মাঘ

(ঘ) ৮ ফাল্গুন

উত্তরঃ ঘ। ৮ ফাল্গুন

২৯মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র ?

(ক) স্ফিগমোম্যানমিটার

(খ) স্টেথোস্কোপ

(গ) কার্ডিওগ্রাফ

(ঘ) ইকোকার্ডিওগ্রাফ

উত্তরঃ ক। স্ফিগমোম্যানমিটার

৩০ভিটামিন সি এর রাসায়নিক নাম কি ?

(ক) নাইট্রিক এসিড

(খ) এসকরবিক এসিড

(গ) সাইট্রিক এসিড

(ঘ) ফরমিক এসিড

উত্তরঃ খ। এসকরবিক এসিড

৩১এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি” – বাক্যটি কোন কালের ?

(ক) সাধারণ অতীত

(খ) নিত্যবৃত্ত অতীত

(গ) ঘটমান অতীত

(ঘ) পূরাঘটিত অতীত

উত্তরঃ ঘ। পূরাঘটিত অতীত

৩২নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস ?

(ক) নাট্রজেন

(খ) অক্সিজেন

(গ) কার্বন – ডাই – অক্সাইড

(ঘ) হাইড্রোজেন

উত্তরঃ গ। কার্বন – ডাই – অক্সাইড

৩৩Nasima arrived while I ______ the dinner

(ক) wood cook

(খ) had cooked

(গ) cook

(ঘ) was cooking

উত্তরঃ ঘ। was cooking

৩৪নিচের শুদ্ধ বানানটি নির্দেশক করুন

(ক) বুদ্ধিজিবি

(খ) বুদ্ধিজীবী

(গ) বুদ্ধিজীবি

(ঘ) বুদ্ধিজিবী

উত্তরঃ খ। বুদ্ধিজীবী

৩৫এই বিশ্বকে এই শিশর বাসযোগ্য করে যাব আমি” – পঙক্তিটির রচয়িতা কে ?

(ক) সৈয়দ শামশুল হক

(খ) জীবনান্দ দাস

(গ) সুকান্ত ভট্টাচার্য

(ঘ) কাজী নজরুল ইসলাম

উত্তরঃ গ। সুকান্ত ভট্টাচার্য

৩৬The train ______ from Rangpur.

(ক) has already arrived

(খ) have already arrived

(গ) already has been arriving

(ঘ) already arrived

উত্তরঃ ক। has already arrived

৩৭ইষ্ট (yeast) কী ?

(ক) একটি ছত্রাক

(খ) একটি ভাইরাস

(গ) একটি ব্যাক্টেরিয়া

(ঘ) একটি ফার্ন

উত্তরঃ ক। একটি ছত্রাক

৩৮The correct sentence of the following :

(ক) The Padma is the longer river in Bangladesh

(খ) The Padma is longer rover in Bangladesh

(গ) The Padma is longest river in Bangladesh

(ঘ) Padma is longest river in Bangladesh

উত্তরঃ ক। The Padma is the longer river in Bangladesh

৩৯আগুনের পরশমনিউপন্যাসের উপজীব্য বিষয় কী ?

(ক) ভাহশা আন্দোলন

(খ) বঙ্গবঙ্গ

(গ) তেভাগা আন্দোলন

(ঘ) মুক্তিযুদ্ধ

উত্তরঃ ঘ। মুক্তিযুদ্ধ

৪০নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ নয় ?

(ক) বেতার

(খ) বিড়ালচোখি

(গ) মোনিমুখো

(ঘ) হাতে খড়ি

উত্তরঃ ক। বেতার

৪১একটি বৃত্তের যেকোনো দুটি বিন্দুর সংযোগ রেখাকে বলে ?

(ক) জ্যা

(খ) ব্যাস

(গ) ব্যাসার্ধ

(ঘ) চাপ

উত্তরঃ ক। জ্যা

৪২x < sup > < / sup > + 3x + 2 এর একটি উৎপাদক কোনটি ?

(ক) x -1

(খ) x + 2

(গ) x – 3

(ঘ) x + 1

উত্তরঃ ক। x -1

৪৩যা দীপ্তি পাচ্ছে “- এক কথায় প্রকাশ করুন

(ক) দেদীপ্যমান

(খ) দীপ্তমান

(গ) উজ্জ্বল

(ঘ) আলোকিত

উত্তরঃ ক। দেদীপ্যমান

৪৪ মিলিমিটার কিলোমিটার কত অংশ?

(ক) ১/১০০০০

(খ) ১/১০০০

(গ) ১/১০০০০০০

(ঘ) ১/১০০০০০

উত্তরঃ গ। ১/১০০০০০০

৪৫ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন

(ক) লর্ড কর্ণওয়ালিশ

(খ) শেরশাহ

(গ) মুহম্মদ বিন তুঘলক

(ঘ) ইলতুৎমিশ

উত্তরঃ ঘ। ইলতুৎমিশ

৪৬Identify the correct passive form of- He is going to open a shop.

(ক) He is being gone to open a shop

(খ) A shop is being gone opened by him

(গ) A shop will be opened by him

(ঘ) A shop is going to be opened by him

উত্তরঃ ঘ। A shop is going to be opened by him

৪৭Nice men were concerned ______ the pilot.

(ক) in

(খ) for

(গ) at

(ঘ) with

উত্তরঃ খ। for

৪৮৬০ মিতার দৈর্ঘ্য একটি দলকে ৩৭১০ অনুপাতে টুকরা করা হয়েছে। ছোট টুকরাটি কত মিটার?

(ক) ৯

(খ) ১০

(গ) ৭

(ঘ) ৮

উত্তরঃ ক। ৯

৪৯কোন আমলে মস্লিন কাপড় ঢাকায় তৈরি হয়?

(ক) সেন আমলে

(খ) ইংরেজ আমলে

(গ) পাল আমলে

(ঘ) মুঘল আমলে

উত্তরঃ ঘ। মুঘল আমলে

৫০দূরপ্রাচ্যের (Far-east) দেশ

(ক) সিরিয়া

(খ) ভিয়েতনাম

(গ) ওমান

(ঘ) জাপান

উত্তরঃ ঘ। জাপান

৫১“A Voyage to Lilliput ” is written by-

(ক) R. L. Stevenson

(খ) Thomas Hardy

(গ) William Wardsworth

(ঘ) Jonathan swift

উত্তরঃ ঘ। Jonathan swift

৫২কোনো ক্ষুদ্রত সংখ্যা হতে বিয়োগ করলে বিয়োগফল , ১২ ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

(ক) ২৪১

(খ) ৩৬১

(গ) ১২১

(ঘ) ১৮১

উত্তরঃ ঘ। ১৮১

৫৩কোন বীরশ্রেষ্ঠের সমাধিস্থল পাকিস্তানের করাচিতে ছিল?

(ক) ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর

(খ) সিপাহী মোস্তফা কামাল

(গ) ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান

(ঘ) সিপাহী হামিদুর রহমান

উত্তরঃ গ। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান

৫৪If we want concrete proof, we are looking for-

(ক) clear evidence

(খ) building material

(গ) a cement mixer

(ঘ) something to cover a path

উত্তরঃ ক। clear evidence

৫৫কপোলএর প্রথিশব্দ কী

(ক) ভাগ্য

(খ) পাল

(গ) ললাট

(ঘ) কপাল

উত্তরঃ খ। পাল

৫৬সন্যাসীএর বিপরীত শব্দ কোনটি?

(ক) সন্ন্যাস

(খ) গৃহী

(গ) গৃহি

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ খ। গৃহী

৫৭Which is the correct spelling?

(ক) Achievement

(খ) Achevement

(গ) Achevement

(ঘ) Achievment

উত্তরঃ ক। Achievement

৫৮স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী সরকার কোন তারিখের গঠিত হয়?

(ক) ২৬ মার্চ

(খ) ১৭ এপ্রিল

(গ) ১৬ ডিসেম্বর

(ঘ) ২৫ মার্চ

উত্তরঃ খ। ১৭ এপ্রিল

৫৯গেটিসবার্গ শহরের সাথে মার্কিন কোন প্রেসিডেন্টের নাম জড়িত?

(ক) আব্রাহাম লিংকন

(খ) জর্জ ওয়াশিংটন

(গ) ট্রুম্যান

(ঘ) উড্রো উইলসন

উত্তরঃ ক। আব্রাহাম লিংকন

৬০বরেন্দ্রভূমি নামে পরিচিত

(ক) ময়নামতি ও লালমাই পাহাড়

(খ) মধুপুর ও তাওয়াগড়

(গ) সুন্দরবন

(ঘ) রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ

উত্তরঃ ঘ। রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ

৬১সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০° হলে অপর কোনটি কত?

(ক) ৫০°

(খ) ২০°

(গ) ৩০°

(ঘ) ৪০°

উত্তরঃ ঘ। ৪০°

৬২।  কোনো পরীক্ষায় ৫২% শিক্ষার্থী ইংরেজিতে এবং ৪২% পরীক্ষার্থী গণিতে ফেল করল। যদি উভয় বিষয়ে ১৭% ফেল করে থাকে, তবে কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?

(ক) ১৬

(খ) ১৭

(গ) ১৪

(ঘ) ১৫

উত্তরঃ খ। ১৭

৬৩সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে

(ক) আয়তক্ষেত্র

(খ) রম্বস

(গ) ট্রাপিজিয়াম

(ঘ) বর্গক্ষেত্র

উত্তরঃ ক। আয়তক্ষেত্র

৬৪১৯৪৩ সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?

(ক) কামরুল হাসান

(খ) শিল্পাচার্য জয়নুল আবেদীন

(গ) হামেশ খান

(ঘ) রফিকুন্নবী

উত্তরঃ খ। শিল্পাচার্য জয়নুল আবেদীন

৬৫নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন?

(ক) উ

(খ) আ

(গ) ঔ

(ঘ) ঊ

উত্তরঃ গ। ঔ

৬৬Find out the correct synonym of ” tenuous “?

(ক) vital

(খ) thin

(গ) careful

(ঘ) dangerous

উত্তরঃ খ। thin

৬৭বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচীব ছিলেন

(ক) কপি আনান

(খ) কুর্টওয়াল্ড হেইম

(গ) দ্যাগ হ্যামারশোল্ড

(ঘ) উথান্ট

উত্তরঃ ঘ। উথান্ট

৬৮যদি x + 3y = 40 এবং y = 3x হয় তবে y = কত?

(ক) 12

(খ) 18

(গ) 22

(ঘ) 10

উত্তরঃ ক। 12

৬৯বাংলাদেশের বীরসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয়

(ক) বীর শ্রেষ্ঠ

(খ) বীর উত্তম

(গ) বীর প্রতীক

(ঘ) বীর বিক্রম

উত্তরঃ খ। বীর উত্তম

৭০সন্ধি বিচ্ছেদ করুন– ” কথাচ্ছলে

(ক) কথা + চ্ছলে

(খ) কথা + চ্ছল

(গ) কথা + ছলে

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ ঘ। কোনোটিই নয়

৭১He lives ______ comfortable life.

(ক) an

(খ) the

(গ) a

(ঘ) none of them

উত্তরঃ গ। a

৭২/, / , / এর .সা.গু কত?

(ক) ৩০

(খ) ১/৩০

(গ) ১/৬০

(ঘ) ৬০

উত্তরঃ গ। ১/৬০

৭৩” Out and Out ” means-

(ক) Whole heartedly

(খ) Not at all

(গ) Brave

(ঘ) Thoroughly

উত্তরঃ ঘ। Thoroughly

৭৪কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলে

(ক) সফটওয়্যার

(খ) RAM

(গ) ROM

(ঘ) হার্ডওয়্যার

উত্তরঃ গ। ROM

৭৫একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

(ক) ৬৪ বর্গমিটার

(খ) ১৬ বর্গমিটার

(গ) ৩২ বর্গমিটার

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ ঘ। কোনোটিই নয়

৭৬The word ” gravity ” is-

(ক) an adjective

(খ) a gerund

(গ) a noun

(ঘ) an adverb

উত্তরঃ গ। a noun

৭৭The invigilator made us ______ our identity card at the test center.

(ক) to show

(খ) showing

(গ) show

(ঘ) showed

উত্তরঃ গ। show

৭৮ডাক্তার ডাকবাক্যটিতেডাক্তারশব্দটি কোন কারকে কোন বিভক্তি?

(ক) কর্মকারকে ৭মী বিভক্তি

(খ) অপাদান কারকে তৃতীয়া বিভক্তি

(গ) কর্তৃকারকে শূণ্য বিভক্তি

(ঘ) কর্মকারকে শুন্য বিভক্তি

উত্তরঃ ঘ। কর্মকারকে শুন্য বিভক্তি

৭৯কোনো ক্ষুদ্রত সংখ্যা হতে বিয়োগ করলে বিয়োগফল , ১২ ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

(ক) ২৪১

(খ) ৩৬১

(গ) ১২১

(ঘ) ১৮১

উত্তরঃ ঘ। ১৮১

৮০বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার জন্য সাংবিধানিক আঙ্গীকার ব্যক্ত আছে?

(ক) ১৬

(খ) ১৭

(গ) ১৪

(ঘ) ১৫

উত্তরঃ খ। ১৭

Mustafij Sir

Recent Posts

HSC Synonym Antonym Board Question All Board

WordsMeaningsSynonyms    antonymsouterবাইরেরoutmostinnerproletarianদরিদ্র/সর্বহারাWorking-classmorallaunchশুরু করাIntroductionwithdrawpreparingপ্রস্তুতিGet-readydoubtfaultlesslyনির্দোষভাবেabsolutelyfaultynauseaবমিবমিভাবvomitingheadachediscomfortঅসস্তিupsetcomfortmaintainedবজায় করাsustainuselessLaterকরেnextearlierdynamicগতিশীলAggressivestaticplanপরিকল্পনাproposaldisorderaimলক্ষGoalaimlessdirectionনিদ্ধেশনাInstructionnoticeprofessionপেশাJobjoblesssuitsআকারFormnothingaptitudeযোগ্যতাAttitudedislikevaryপরিবর্তীতVariousfixeducatedশিক্ষিতLearneduneducatedcitizenনাগরিকnativeforeignervirtueপূর্ণgoodnessevilA lotঅনেকhugelittlecourteousবিনয়ীpoliterudediscourtesyঅবিনয়ীrudenesscourteouswinজয় করাgainloseenemyশত্রুfoefriendensureনিশ্চিত করাconfirmcancelangerরাগtempercalmnessremoveঅপসারণcancelputcordialityসোহার্দrudenessdiscordialitydifferentভিন্নDissimilarsameseeksঅনুসন্ধানPursuefindeagerআগ্রহীinterestdisinterestedobservationপর্যবেক্ষণExaminationneglectmereএকমাত্রImmenseabnormalalertসতর্কWatchfulunawarelatentসুপ্তOpenrealizedinstructorsপ্রশিকক্ষকteacherstudentguideগাইডmentormisguidewayপথ/উপায়Pathpartfascinatingচমৎকারexcellentunattractiveinterestআগ্রহীeagerdisregardimpatientঅধৈয্যIntolerancepatientillogicalঅযোক্তিকunethicalLogicalindifferentউদাসীনUninteresteddifferentethicallyনৈথিকভাবেlawfullyUnethicalGood-lookingচমৎকারAttractiveUnattractiveDarkঅন্ধকারBlackbrightFlawlessস্থিরperfectflawedShinyউজ্জল্যbrightdarkSlenderসরুthinfatGracefulকরুনাময়elegantungracefulStylishlyআড়ম্বরপূর্ণভাবেattractivesimplyAppreciatesপ্রশংসা করেpriesCriticizeNoticeলক্ষ করেadvertisementoverlookAmbitionউচ্ছাকাঙকাAim/desirelazinessRequireপ্রয়োজনneedanswerProficiencyদক্ষতাskilledincompetenceWonderআশ্চয্যSurprisedisinterestTestedপরীক্ষীতverifiednewEquallyসমানভাবেsimilarlyUnequallyDisappointingহতাশাজনকInceptingappointingPresumablyসম্ভবতdoubtlesslyimprobableQualifyযোগ্যতাcertifyDisqualifywrongভুলmistakewriteIdealআদর্শModelbadMasterদক্ষTeacherStudentMakesতৈরীcreateBreak/destroyMethodপদ্ধতিSystemdifferenceConvincingবিশ্বাসীsatisfactoryUnconvincingPraisesপ্রশাংসা করেhurrahCriticizeMistakeভুলErrorsagacityAngryরাগevilcalmSimpleসাধারণgeneralComplexmoralনৈতিকethicalamoralAcceptedগৃহিতreceivedrejectedSincerityআন্তরিকতাGood-willinsincerityResponsibilityদায়িত্বdutiesdepartureComplexityজটিলতাcomplicationSimplicityEnvyহিংসাlastedpraiseVicesমন্দevilVirtueImpactsপ্রভাবeffectfailsAwarenessসতর্কতাalertnessunawarenessOut-comeবাহিরের দিকresultcauseimportanceগুর্ত্বপূর্ণsignificanceinsignificanceFriendবন্দুenemyfoeNeedপ্রয়োজনcommitment/necessaryavoidSympathyসহানুভুতিkindnessrudenessProveপ্রমানconfirmdisproveFalseমিথ্যাwrongtrueHarmক্ষতিকরlosshelpLaughহাসাburstcryPleasureআনন্দhappinesssadnessBringআনাcarryleaveideaধারণাconceptnothingAllowঅনুমতিpermitdenyFreedomস্বাধীনতাindependencebondageOpinionমতামতviewawarenessFairমেলাcleanunfairEqualসমানbalancedunequalDivisionবিভাগdistributionunionElectনির্বাচন করাvoterefuseSystemনিয়ম-নীতিprocesspartTreatmentচিকিৎশা করাcuringhurtFacilityসুবিধাadvantagepainNeverকখন নয়NotingAlwaysWeakerদুর্বলrottenstrongerDiscourageনিরুৎসাহিতdroopEncourageFrustratingহতাশাজনকBuffaloingsatisfyingInterestআগ্রহীeagernessdiscourageAbilityসক্ষমতাCapabilityinabilityDreamস্বপ্নfancyfactBestসবচেয়ে ভালfinestworstSuccessসফলতাachievementfailureachieveঅর্জন…

8 months ago

সরকারি চাকরী খুজুন ঘরে বসেঃ ইন্টারনেটে চাকরীর খোঁজ(জরুরী ধাপ ও নির্ভরযোগ্য সকল ওয়েবসাইট)

আপনি যদি ইন্টারনেটে চাকরির সন্ধান করছেন এবং আপনি এটি সম্পর্কে জানতে চান তবে আপনি সঠিক…

2 years ago

HSC 2023- English 1st Paper Model Question and Solution-1

Model Question 1 Part-I : Marks 60 1. Read the passage and answer the questions…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-পঞ্চম অধ্যায়- দেবদেবী ও পূজা সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

পঞ্চম অধ্যায় দেবদেবী ও পূজা এ অধ্যায়ে আমরা পূজা, পুরোহিতের ধারণা ও যোগ্যতা, দেবী দুর্গা,…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-চতুর্থ অধ্যায়- হিন্দুধর্মে সংস্কার সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

চতুর্থ অধ্যার হিন্দুধর্মে সংস্কার আমাদের এই পার্থিব জীবনকে সুন্দর ও কল্যাণময় করে গড়ে তোলার লড়্গ্েয…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-তৃতীয় অধ্যায়, ধর্মীয় আচার-অনুষ্ঠান সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

তৃতীয় অধ্যায় ধর্মীয় আচার-অনুষ্ঠান আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করার জন্য যেসব আচার-আচরণ চর্চিত হয়…

2 years ago

This website uses cookies.