১। যে পরিমাণ খাদ্যে ২০০ জন লোকের ২০ সপ্তাহ চলে, ঐ পরিমাণ খাদ্যে কতোজন লোকের ৮ সপ্তাহ চলবে?
(ক) ৬০০ জন
(খ) ৩০০ জন
(গ) ৫০০ জন
(ঘ) ৪০০ জন
উত্তরঃ গ। ৫০০ জন
২। কোনটি উভয়লিঙ্গবাচক শব্দ?
(ক)টেবিল
(খ) সৈন্য
(গ) প্রিয়
(ঘ) মানুষ
উত্তরঃ ঘ। মানুষ
৩। “দিবারাত্রির কাব্য? কার লেখা?
(ক) সুফিয়া কামাল
(খ) মানিক বন্দ্যোপাধ্যায়
(গ) বন্দে আলী মিয়া
(ঘ) গোলাম মোস্তফা
উত্তরঃ খ। মানিক বন্দ্যোপাধ্যায়
৪। Which of the following is a common gender?
(ক)Boy
(খ) Madam
(গ) Teacher
(ঘ) book
উত্তরঃ গ। Teacher
৫। 7p2 – p – 8 এর একটি উৎপাদক হবে–
(ক) 8 – 7p
(খ) 7p – 8
(গ) p – 4
(ঘ) 7p
উত্তরঃ খ। 7p – 8
৬। পিসিকালচার বলতে কোনটি বোঝায়?
(ক) মৎস্য চাষ
(খ) মৌমাছি চাষ
(গ) রেশম চাষ
(ঘ) চাঁস-মুরগি চাষ
উত্তরঃ ক। মৎস্য চাষ
৭। ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে, সুদের হার কত?
(ক) ৫%
(খ) ৬%
(গ) ১০%
(ঘ) ১২%
উত্তরঃ গ। ১০%
৮। সংযোজ্ঞাপন সর্বনাম কোনটি?
(ক) যে
(খ) তাবৎ
(গ) কিছু
(ঘ) কিছু
উত্তরঃ ক। যে
৯। দহগ্রাম ছিট্মহল বাংলাদেশের নিম্নের কোন জেলাই অবস্থিত?
(ক) দিনাজপুর
(খ) নীলফামারী
(গ) কুড়িগ্রাম
(ঘ) লালমনিরহাট
উত্তরঃ ঘ। লালমনিরহাট
১০। মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) মনি + ঈষা
(খ) মনস + ঈষা
(গ) মনঃ + ঈষা
(ঘ) মনী + ইষা
উত্তরঃ খ। মনস + ঈষা
১১। কোনো ত্রিভুজের কোনো বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্ত কোণ তিনটির মোট পরিমাণ হবে–
(ক) ২৪০°
(খ) ২৮০°
(গ) ২৯০°
(ঘ) ৩৬০°
উত্তরঃ ঘ। ৩৬০°
১২। স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিলো?
(ক) ১১টি
(খ) ৮টি
(গ) ৮টি
(ঘ) ১০টি
উত্তরঃ ক। ১১টি
১৩। মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে–
(ক) বৈদ্যতিক লাইনের সংযোগ সাধন হয়
(খ) টেলিফোন লাইনের সংযোগ সাধন হয়
(গ) ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়
(ঘ) টেলিভিসন লাইনের সংযোগ সাধন হয়
উত্তরঃ গ। ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়
১৪। “ধীমান? শব্দটির অর্থ কী?
(ক) বুদ্ধিমান
(খ) নিরীহ
(গ) শান্ত
(ঘ) প্রজ্ঞাবান
উত্তরঃ ক। বুদ্ধিমান
১৫। ০.০০১/০.১ × ০.১ = কত?
(ক) ১.১
(খ) .০০১
(গ) .০১
(ঘ) .১
উত্তরঃ ঘ। .১
১৬। দুটি সংখ্যার ল.সা.গু এবং এর গ.সা.গু এর গুণফল সংখ্যা দুটির–
(ক) গুণফলের সমান
(খ) ভাগফলের সমান
(গ) গড়ের সমান
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ ঘ। কোনোটিই নয়
১৭। “হাড় হাভাতে“- বাগধারাটির অর্থ কোনটি?
(ক) দরিদ্র
(খ) হতভাগ্য
(গ) ক্ষুধার্ত
(ঘ) রোগ্য
উত্তরঃ খ। হতভাগ্য
১৮। Rahim discourages me ______ borrowing.
(ক) from
(খ) in
(গ) to
(ঘ) on
উত্তরঃ ক। from
১৯। চাউলের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৭৫০ টাকায় পূর্বাপেক্ষা ৫ কেজি চাল কম পাওয়া গেল। ১ কেজি চালের পূর্বপূল্য কত?
(ক) ২৫
(খ) ৩৫
(গ) ৪৫
(ঘ) ৫০
উত্তরঃ ক। ২৫
২০। What is the meaning of “white elephant”?
(ক) A very costly and troublesome possession
(খ) A precious and rare possession
(গ) An elephant of white color
(ঘ) A big elephant
উত্তরঃ ক। A very costly and troublesome possession
২১। x + y = 12 এবং x – y = 8 হলে xy এর মান কত?
(ক) 40
(খ) 60
(গ) 80
(ঘ) 20
উত্তরঃ ঘ। 20
২২। কোনো র বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এবং বর্গ হবে?
(ক) ৩৬
(খ) ৯
(গ) ১৬
(ঘ) ২৫
উত্তরঃ ক। ৩৬
২৩। CPU এর পূর্ণরূপ কী?
(ক) Central Power Unit
(খ) Computer Power Unit
(গ) Central Processing Unit
(ঘ) Computer Processing Unit
উত্তরঃ গ। Central Processing Unit
২৪। একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ৬০% শীক্ষার্থী পাস করেছে। যারা পাস করেনি তাদের ১৫ জন বিদেশে চলে গেল এবং ৪৫ জন ব্যাবসা শুরু করল। কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে?
(ক) ২০০
(খ) ২৫০
(গ) ১০০
(ঘ) ১৫০
উত্তরঃ ঘ। ১৫০
২৫। a2/sup> + 1/2/sup> হলে a – 1/a = কত?
(ক) 2
(খ) 3
(গ) 0
(ঘ) 1
উত্তরঃ গ। 0
২৬। “কর্মে যার ক্লান্তি নাই” এই বাক্যাংশের সংক্ষিপ্ত রুপ কী?
(ক) অক্লান্তকর্মী
(খ) অবিশ্রাম
(গ) অক্লান্ত
(ঘ) ক্লান্তিহীন
উত্তরঃ ক। অক্লান্তকর্মী
২৭। কাজী নজ্রুল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত ময়মন সিহের স্থান্টির নাম কী?
(ক) গোপাল্পুর
(খ) দরিরামপুর
(গ) জগদীশপুর
(ঘ) কামারপুর
উত্তরঃ খ। দরিরামপুর
২৮। তিস্তা নদীর উপত্তিস্থল–
(ক) লুসাই পাহাড়
(খ) হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ
(গ) তিব্বতের মানস সরবর
(ঘ) সিকিমের পার্বত্য অঞ্চল
উত্তরঃ ঘ। সিকিমের পার্বত্য অঞ্চল
২৯। নিমের কোন দেশটি আন্তর্জাতিক অর্থনৈতিক জি–৮ (G-8) এর সদস্য নয়?
(ক) রাশিয়া
(খ) জাপান
(গ) যুক্তরাষ্ট্র
(ঘ) সুইডেন
উত্তরঃ সঠিক উত্তর পাওয়া যায়নি
৩০। বজ্রপাতের সময় থাকা উচিৎ?
(ক) গুহার ভিতর বা মাটিতে শুয়ে
(খ) খোলা মাঠে দাঁড়িয়ে
(গ) উঁচু দেয়ালের কাছে
(ঘ) উঁচু গাছের নিচে
উত্তরঃ ক। গুহার ভিতর বা মাটিতে শুয়ে
৩১। ভারত ও শ্রীলংকাকে প্রথক করেছে কোন প্রণালি?
(ক) হরমুজ প্রণালি
(খ) পক প্রণালি
(গ) জিব্রালটার প্রণালি
(ঘ) মালাক্কা প্রণালি
উত্তরঃ খ। পক প্রণালি
৩২। কোন সংস্থা বিশ্ব ঐতিয্য এলাকা ঘোষণা করে থাকে?
(ক) ডব্লিউএইচও (WHO)
(খ) ইউএনডিপি (UNDP)
(গ) ইউনিসেফ (UNICEF)
(ঘ) ইউনেস্কো (UNESKO)
উত্তরঃ ঘ। ইউনেস্কো (UNESKO)
৩৩। মুক্তিযুদ্ধের অনদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব–
(ক) বীর প্রতিক
(খ) বীর শ্রেষ্ঠ
(গ) বীর বিক্রম
(ঘ) বীর উত্তম
উত্তরঃ খ। বীর শ্রেষ্ঠ
৩৪। নিম্নের কোনটি বাংলাদেশ সরকারের কর–বহির্ভূত রাজস্ব?
(ক) মূল্য সংযোজন কর
(খ) সম্পূরক কর
(গ) টোল ও লেভি
(ঘ) বাণিজ্য শুল্ক
উত্তরঃ গ। টোল ও লেভি
৩৫। সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ৭, ১৪, ২১ ৩৫ ও ৪২ সারিতে গাছ লাগালে একটিও কম বেশি হবে না?
(ক)২২০
(খ) ২৩০
(গ) ২৬০
(ঘ) ২১০
উত্তরঃ ঘ। ২১০
৩৬। মানব দেহের কোষে কত জোড়া ক্রমোজম থাকে?
(ক) ৩৯ জোড়া
(খ) ২৩ জোড়া
(গ) ২৫ জোড়া
(ঘ) ২৪ জোড়া
উত্তরঃ খ। ২৩ জোড়া
৩৭। কোনটি বৃটিশ আমলের স্থাপত্য?
(ক) লালবাগ কেল্লা
(খ) জাতীয় সংসদ ভবন
(গ) আঙ্গিনা মসজিদ
(ঘ) কার্জন হল
উত্তরঃ ঘ। কার্জন হল
৩৮। We could not buy anything because ______ of the shops was open.
(ক) no one
(খ) none
(গ) nothing
(ঘ) all
উত্তরঃ খ। none
৩৯। সারাংশ নিচের কোন্টির প্রয়োজন নেই?
(ক) সংক্ষেপন
(খ) প্রাঞ্জলতা
(গ) সরলতা
(ঘ) অলঙ্কার
উত্তরঃ ঘ। অলঙ্কার
৪০। নিম্নের কোন দেশটি আফ্রিকা মহাদেশের নয়?
(ক) তিউশেনিয়া
(খ) আলজেরিয়া
(গ) আলবেনিয়া
(ঘ) নাইজেরিয়া
উত্তরঃ গ। আলবেনিয়া
৪১। নিচের কোনটি প্রচলিত রীতির শব্দ?
(ক) শুকনো
(খ) পড়িল
(গ) সহিত
(ঘ) তুলা
উত্তরঃ ক। শুকনো
৪২। একটি কলম ও বইয়ের মূল্য একত্র ৯৫ টাকা বেশি ও বইটির মূল্য দ্বীগুণ হতো। বইটির মূল্য কত?
(ক) ৪০ টাকা
(খ) ৪৯ টাকা
(গ) ৪৬ টাকা
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ গ। ৪৬ টাকা
৪৩। টাকায় ৫টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে?
(ক) ৪টি
(খ) ৩টি
(গ) ২টি
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ ক। ৪টি
৪৪। He said “I can do the work”. The indirect narration is-
(ক) He said that I could do the work
(খ) He said that I will do the work
(গ) He said that he could do the work
(ঘ) He said that he can do the work
উত্তরঃ গ। He said that he could do the work
৪৫। Which word is correct?
(ক) Achivement
(খ) Achivement
(গ) Achievement
(ঘ) Acheivment
উত্তরঃ গ। Achievement
৪৬। The chairman and secretary ______ present at the last meeting.
(ক) have
(খ) was
(গ) were
(ঘ) is
উত্তরঃ খ। was
৪৭। মুক্তিযুদ্ধ কালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর হত্যাকান্ড সংগঠিত হয়?
(ক) ১৪ ডিসেম্বর, ১৯৭১
(খ) ১৭ এপ্রিল, ১৯৭১
(গ) ১৬ ডেসেম্বর, ১৯৭১
(ঘ) ২৫ মার্চ, ১৯৭১
উত্তরঃ ক। ১৪ ডিসেম্বর, ১৯৭১
৪৮। The antonym of the word “delete” is-
(ক) insert
(খ) contract
(গ) discrete
(ঘ) dull
উত্তরঃ ক। insert
৪৯। Choose the correct sentence-
(ক) The man appears to be stronger than any other living man
(খ) The man appears to be stronger than any other living men
(গ) The man appears to be stronger than many living man
(ঘ) The man appears to be stronger than all other living man
উত্তরঃ ক। The man appears to be stronger than any other living man
৫০। বাংলা পিডিয়া প্রকাশের উদ্যোক্তা কে?
(ক) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
(খ) বাংলা একাডেমি
(গ) দি ইউনিভার্সিটি প্রেস লি.
(ঘ) মুক্তিযুদ্ধ যাদুঘর
উত্তরঃ ক। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
৫১। Choose the appropriate options to complete the sentence: Today ______ people who enjoy cricket is bigger than that of thirty years ago.
(ক) number of
(খ) a great deal of
(গ) many
(ঘ) the number of
উত্তরঃ ঘ। the number of
৫২। একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
(ক) ৪১
(খ) ৪৭
(গ) ৪৫
(ঘ) ৪২
উত্তরঃ ক। ৪১
৫৩। He is confident ______ success.
(ক) for
(খ) with
(গ) to
(ঘ) of
উত্তরঃ ঘ। of
৫৪। x/y এর সাথে কত যোগ করলে যোগফল 2x/x হবে?
(ক) (2y2 – x2) / xy
(খ) (x2 – 2y2) / xy
(গ) (2x2 – y2) / xy
(ঘ) (x2 – y2) / xy
উত্তরঃ ক। (2y2– x2) / xy
৫৫। What is the passive voice of “Who did this?”
(ক) By whom this has been done?
(খ) Whom did this?
(গ) By whom was this done?
(ঘ) Who has done this?
উত্তরঃ গ। By whom was this done?
৫৬। ইউরিয়া সারে সর্বাধিক কতভাগ নাইট্রোজেন থাকে?
(ক) ৪০%
(খ) ৫০%
(গ) ৪৬%
(ঘ) ৫৫%
উত্তরঃ গ। ৪৬%
৫৭। Which one of the following is an adverb?
(ক) Somebody
(খ) Someday
(গ) Something
(ঘ) Someone
উত্তরঃ খ। Someday
৫৮। Which one is correct spell?
(ক) Dirrohea
(খ) Dirrhoea
(গ) Diarrhea
(ঘ) Dirohea
উত্তরঃ গ। Diarrhea
৫৯। The word American is-
(ক) pronoun
(খ) both noun and objective
(গ) noun
(ঘ) adjective
উত্তরঃ খ। both noun and objective
৬০। “লম্ফ প্রাওদান করিল” এর চলিত রূপ কোনটি?
(ক) লম্ফ প্রদান করল
(খ) লাফ প্রদান করল
(গ) লাফ দিল
(ঘ) লম্ফ দিল
উত্তরঃ গ। লাফ দিল
৬১। একটি বাশের ১/৪ অংশ কাদায়, ৫/৩ অংশ পানিতে এবং অবশিষ্ট ৩ মিটার পানির উপরে আছে। বাঁশাটির দৈর্ঘ্য কত?
(ক) ১৬ মিটার
(খ) ১২ মিটার
(গ) ২০ মিটার
(ঘ) ১৫ মিটার
উত্তরঃ গ। ২০ মিটার
৬২। “বৃক্ষ” শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
(ক) পাদপ
(খ) বিটপী
(গ) শিখরী
(ঘ) বনানী
উত্তরঃ ঘ। বনানী
৬৩। Which of the following sentence is correct?
(ক) The shirt which he has bought is blue in color.
(খ) The shirt that which he has bought is blue in color.
(গ) Which shirt he bought is blue in color.
(ঘ) The shirt which he bought is blue in color.
উত্তরঃ ক। The shirt which he has bought is blue in color.
৬৪। কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত?
(ক) নওগাঁ
(খ) নাটোর
(গ) ঢাকা
(ঘ) কুমিল্লা
উত্তরঃ ক। নওগাঁ
৬৫। উত্তরা গণভবন কোন জেলাই অবস্থিত?
(ক) নাটোর
(খ) বগুড়া
(গ) রংপুর
(ঘ) রাজশাহী
উত্তরঃ ক। নাটোর
৬৬। ১০০ জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর ৭০, এদের মধ্যে ৬০ জন ছাত্রীর গড় নম্বর ৭৫ হলে, ছাত্রদের গড় নম্বর কত?
(ক) ৬২.৫
(খ) ৫৫.৫
(গ) ৬০.৫
(ঘ) ৬০.৫
উত্তরঃ ক। ৬২.৫
৬৭। কোন বানাটি সঠিক?
(ক) সান্মাসিক
(খ) ষাণমাসিক
(গ) ষন্মাসিক
(ঘ) ষান্মসিক
উত্তরঃ খ। ষাণমাসিক
৬৮। The Tale of Two cities is written by-
(ক) George Eliot
(খ) Jane Austen
(গ) Thomas Hardy
(ঘ) Charles Dickens
উত্তরঃ ঘ। Charles Dickens
৬৯। “A child likes sweet only” The negative for of the sentence is-
(ক) A child likes but sweet
(খ) A child likes not but more sweets
(গ) A child likes none but sweets
(ঘ) A child likes nothing but sweets
উত্তরঃ ঘ। A child likes nothing but sweets
৭০। কোনটি সঠিক বানান?
(ক) নিশীথিনী
(খ) নিশিথিনি
(গ) নিশিথিনী
(ঘ) নীশিথিনি
উত্তরঃ ক। নিশীথিনী
৭১। ১২/৩ এর ১/৫ ÷ ১/৯ কত?
(ক) ৪
(খ) ৬
(গ) ৫
(ঘ) ৩
উত্তরঃ ঘ। ৩
৭২। “যার আগমনের কোনো তিথি নেই” তাকে বলা হয়ঃ
(ক) তীর্থযাত্রী
(খ) আগন্তুক
(গ) অতিথি
(ঘ) তিথিহীন
উত্তরঃ গ। অতিথি
৭৩। সম্বোধনের পর কোন চিহ্ন বসে?
(ক) দাঁড়ি
(খ) কমা
(গ) সেমিকোলন
(ঘ) কোনো চিহ্নই নয়
উত্তরঃ গ। সেমিকোলন
৭৪। “অনীল বাগচীর একদিন” উপন্যাসটির রচয়িতা কে?
(ক) সৈয়দ শামশুক হক
(খ) হুমায়ুন আহমেদ
(গ) সেলিনা হোসেন
(ঘ) হুমায়ুন আজাদ
উত্তরঃ খ। হুমায়ুন আহমেদ
৭৫। “কপোত” শব্দটির সঠিক অর্থ কী?
(ক) কোকিল
(খ) বক
(গ) ময়ুর
(ঘ) কবুতর
উত্তরঃ ঘ। কবুতর
৭৬। “সংশয়“- এর বিপরীতার্থক শব্দ কোনটি?
(ক) বিস্ময়
(খ) প্রত্যয়
(গ) দ্বিধা
(ঘ) ভয়
উত্তরঃ খ। প্রত্যয়
৭৭। “ইতর বিশেষ“- বাগধারাটির অর্থ কী?
(ক) পার্থক্য
(খ) পার্থক্য
(গ) অতিশয় অভদ্র
(ঘ) অপদার্থ
উত্তরঃ ক। পার্থক্য
৭৮। ৭৫০০ টাকা ১ : ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য হবে–
(ক) ২৫০০
(খ) ২৬০০
(গ) ৩০০০
(ঘ) ২০০০
উত্তরঃ ঘ। ২০০০
৭৯। Choose the word opposite in meaning to the word LIABILITY?
(ক) Property
(খ) Treasure
(গ) Debt
(ঘ) Assets
উত্তরঃ ঘ। Assets
৮০। Choose the correct sentence.
(ক) Airport is a busy place.
(খ) Airport is busy place.
(গ) The airport is a busy place.
(ঘ) The airport is busy place.
উত্তরঃ গ। The airport is a busy place.
WordsMeaningsSynonyms antonymsouterবাইরেরoutmostinnerproletarianদরিদ্র/সর্বহারাWorking-classmorallaunchশুরু করাIntroductionwithdrawpreparingপ্রস্তুতিGet-readydoubtfaultlesslyনির্দোষভাবেabsolutelyfaultynauseaবমিবমিভাবvomitingheadachediscomfortঅসস্তিupsetcomfortmaintainedবজায় করাsustainuselessLaterকরেnextearlierdynamicগতিশীলAggressivestaticplanপরিকল্পনাproposaldisorderaimলক্ষGoalaimlessdirectionনিদ্ধেশনাInstructionnoticeprofessionপেশাJobjoblesssuitsআকারFormnothingaptitudeযোগ্যতাAttitudedislikevaryপরিবর্তীতVariousfixeducatedশিক্ষিতLearneduneducatedcitizenনাগরিকnativeforeignervirtueপূর্ণgoodnessevilA lotঅনেকhugelittlecourteousবিনয়ীpoliterudediscourtesyঅবিনয়ীrudenesscourteouswinজয় করাgainloseenemyশত্রুfoefriendensureনিশ্চিত করাconfirmcancelangerরাগtempercalmnessremoveঅপসারণcancelputcordialityসোহার্দrudenessdiscordialitydifferentভিন্নDissimilarsameseeksঅনুসন্ধানPursuefindeagerআগ্রহীinterestdisinterestedobservationপর্যবেক্ষণExaminationneglectmereএকমাত্রImmenseabnormalalertসতর্কWatchfulunawarelatentসুপ্তOpenrealizedinstructorsপ্রশিকক্ষকteacherstudentguideগাইডmentormisguidewayপথ/উপায়Pathpartfascinatingচমৎকারexcellentunattractiveinterestআগ্রহীeagerdisregardimpatientঅধৈয্যIntolerancepatientillogicalঅযোক্তিকunethicalLogicalindifferentউদাসীনUninteresteddifferentethicallyনৈথিকভাবেlawfullyUnethicalGood-lookingচমৎকারAttractiveUnattractiveDarkঅন্ধকারBlackbrightFlawlessস্থিরperfectflawedShinyউজ্জল্যbrightdarkSlenderসরুthinfatGracefulকরুনাময়elegantungracefulStylishlyআড়ম্বরপূর্ণভাবেattractivesimplyAppreciatesপ্রশংসা করেpriesCriticizeNoticeলক্ষ করেadvertisementoverlookAmbitionউচ্ছাকাঙকাAim/desirelazinessRequireপ্রয়োজনneedanswerProficiencyদক্ষতাskilledincompetenceWonderআশ্চয্যSurprisedisinterestTestedপরীক্ষীতverifiednewEquallyসমানভাবেsimilarlyUnequallyDisappointingহতাশাজনকInceptingappointingPresumablyসম্ভবতdoubtlesslyimprobableQualifyযোগ্যতাcertifyDisqualifywrongভুলmistakewriteIdealআদর্শModelbadMasterদক্ষTeacherStudentMakesতৈরীcreateBreak/destroyMethodপদ্ধতিSystemdifferenceConvincingবিশ্বাসীsatisfactoryUnconvincingPraisesপ্রশাংসা করেhurrahCriticizeMistakeভুলErrorsagacityAngryরাগevilcalmSimpleসাধারণgeneralComplexmoralনৈতিকethicalamoralAcceptedগৃহিতreceivedrejectedSincerityআন্তরিকতাGood-willinsincerityResponsibilityদায়িত্বdutiesdepartureComplexityজটিলতাcomplicationSimplicityEnvyহিংসাlastedpraiseVicesমন্দevilVirtueImpactsপ্রভাবeffectfailsAwarenessসতর্কতাalertnessunawarenessOut-comeবাহিরের দিকresultcauseimportanceগুর্ত্বপূর্ণsignificanceinsignificanceFriendবন্দুenemyfoeNeedপ্রয়োজনcommitment/necessaryavoidSympathyসহানুভুতিkindnessrudenessProveপ্রমানconfirmdisproveFalseমিথ্যাwrongtrueHarmক্ষতিকরlosshelpLaughহাসাburstcryPleasureআনন্দhappinesssadnessBringআনাcarryleaveideaধারণাconceptnothingAllowঅনুমতিpermitdenyFreedomস্বাধীনতাindependencebondageOpinionমতামতviewawarenessFairমেলাcleanunfairEqualসমানbalancedunequalDivisionবিভাগdistributionunionElectনির্বাচন করাvoterefuseSystemনিয়ম-নীতিprocesspartTreatmentচিকিৎশা করাcuringhurtFacilityসুবিধাadvantagepainNeverকখন নয়NotingAlwaysWeakerদুর্বলrottenstrongerDiscourageনিরুৎসাহিতdroopEncourageFrustratingহতাশাজনকBuffaloingsatisfyingInterestআগ্রহীeagernessdiscourageAbilityসক্ষমতাCapabilityinabilityDreamস্বপ্নfancyfactBestসবচেয়ে ভালfinestworstSuccessসফলতাachievementfailureachieveঅর্জন…
আপনি যদি ইন্টারনেটে চাকরির সন্ধান করছেন এবং আপনি এটি সম্পর্কে জানতে চান তবে আপনি সঠিক…
Model Question 1 Part-I : Marks 60 1. Read the passage and answer the questions…
পঞ্চম অধ্যায় দেবদেবী ও পূজা এ অধ্যায়ে আমরা পূজা, পুরোহিতের ধারণা ও যোগ্যতা, দেবী দুর্গা,…
চতুর্থ অধ্যার হিন্দুধর্মে সংস্কার আমাদের এই পার্থিব জীবনকে সুন্দর ও কল্যাণময় করে গড়ে তোলার লড়্গ্েয…
তৃতীয় অধ্যায় ধর্মীয় আচার-অনুষ্ঠান আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করার জন্য যেসব আচার-আচরণ চর্চিত হয়…
This website uses cookies.