Primary Question Bank

Primary assistant teacher exam question 2013 (Code-Buriganga, Set-1) Date-12-04-2013

প্রাইমারি সহকারি-শিক্ষক নিয়োগ পরিক্ষা ২০১৩ (কোড-বুড়িগঙ্গা, সেট-১)

ফাঁসির মঞ্চ গেয়ে গেল যারা জীবনের জয়গান আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান? পঙ্ক্তিটির রচয়িতা কে?

(ক) কাজী নজরুল ইসলাম

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) ফররুখ আহমেদ

(ঘ) গোলাম মোস্তফা

উত্তরঃ ক। কাজী নজরুল ইসলাম

বিষের বাঁশি কাজী নজরুল রচিত একটি

(ক) গল্প

(খ) উপন্যাস

(গ) প্রবন্ধ

(ঘ) কাব্য

উত্তরঃ ঘ। কাব্য

এইসব দিনরাত্রি নাটকটির লেখক

(ক) আবদুল্লাহ আল মামুন

(খ) কল্যাণ মিত্র

(গ) হুমায়ুন আহমেদ

(ঘ) ইমদাদুল হক মিলন

উত্তরঃ গ। হুমায়ুন আহমেদ

কোন বানানটি শুদ্ধ?

(ক) উন্মীলন

(খ) উন্মিলন

(গ) উন্মিলণ

(ঘ) উন্মীলণ

উত্তরঃ ক। উন্মীলন

কোনটি শুদ্ধ বানান?

(ক) প্রণয়িনী

(খ) প্রনয়িনী

(গ) প্রণয়িনি

(ঘ) প্রনয়ীনী

উত্তরঃ ক। প্রণয়িনী

তার চোখ দিয়ে পানি পড়েবাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

(ক) কর্মে ৩য়া

(খ) অধিকরণে ৩য়া

(গ) করণে ৩য়া

(ঘ) অপাদানে ৩য়া

উত্তরঃ ঘ। অপাদানে ৩য়া

এমন মেয়ে আর দেখিনিবাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

(ক) কর্তায় শূন্য

(খ) কর্মে শূন্য

(গ) অপাদানে শূন্য

(ঘ) অধিকরণে শূন্য

উত্তরঃ খ। কর্মে শূন্য

বিষবৃক্ষ (বিশ সদৃশ বৃক্ষ) কোন সমাস?

(ক) তৎপুরুষ

(খ) বহুব্রীহি

(গ) কর্মধারয়

(ঘ) অব্যয়ীভাব

উত্তরঃ গ। কর্মধারয়

মেঘশূন্য (মেঘ দ্বারা শূন্য) কোন সমাস?

(ক) তৎপুরুষ

(খ) কর্মধারয়

(গ) বহুব্রীহি

(ঘ) অব্যয়ীভাব

উত্তরঃ ক। তৎপুরুষ

১০যা পূর্বে ছিল এখন নেইএক কথায় কী হবে?

(ক) অপূর্ব

(খ) অভূতপূর্ব

(গ) ভূতপূর্ব

(ঘ) অদৃষ্টপূর্ব

উত্তরঃ গ। ভূতপূর্ব

১১যে নারী প্রিয় কথা বলেএক কথায় কী বলে?

(ক) প্রিয়া

(খ) সুহাসিনী

(গ) শ্রীমতি

(ঘ) প্রিয়ংবদা

উত্তরঃ ঘ। প্রিয়ংবদা

১২ভাবুক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

(ক) ভাব + উক

(খ) ভৌ + উক

(গ) ভো + উক

(ঘ) ভৌ + অক

উত্তরঃ খ। ভৌ + উক

১৩কোকিল শব্দের সমার্থক শব্দ কোনটি?

(ক) অসূয়া

(খ) নিশাকর

(গ) কাকপুষ্ট

(ঘ) তিলক

উত্তরঃ গ। কাকপুষ্ট

১৪আবাহন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

(ক) বিসর্জন

(খ) তিরোভাব

(গ) অপকর্ষ

(ঘ) অবরোহন

উত্তরঃ ক। বিসর্জন

১৫সুসময়ের বন্ধু কোন বাগধারা দিয়ে বুঝানো হয়েছে?

(ক) কংস মামা

(খ) সুখের পায়রা

(গ) দহরম মহরম

(ঘ) লেফাফা দুরস্ত

উত্তরঃ খ। সুখের পায়রা

১৬কোন বানানটি শুদ্ধ?

(ক) Achevement

(খ) Achievement

(গ) Acheivment

(ঘ) Achievment

উত্তরঃ খ। Achievement

১৭কোনটি শুদ্ধ বানান?

(ক) Aclamation

(খ) Aclaimation

(গ) Acclaimation

(ঘ) Acclamation

উত্তরঃ ঘ। Acclamation

১৮Anger may be compared__ fire বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে?

(ক) to

(খ) of

(গ) with

(ঘ) in

উত্তরঃ ক। to

১৯He was astonished __ my courage বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে?

(ক) to

(খ) at

(গ) in

(ঘ) with

উত্তরঃ খ। at

২০নিচের কোন বাক্যটি শুদ্ধ?

(ক) He is not in the committee

(খ) He is not at the committee

(গ) He is not on the committee

(ঘ) He is not with the committee

উত্তরঃ গ। He is not on the committee

২১নিচের কোন বাক্যটি শুদ্ধ?

(ক) The more he gets, more he wants

(খ) More he gets, the more he wants

(গ) More he gets, more he wants

(ঘ) The more he gets, the more he wants

উত্তরঃ ঘ। The more he gets, the more he wants

২২কোনটি Vacant শব্দের সমার্থক শব্দ?

(ক) Engaged

(খ) Blank

(গ) Busy

(ঘ) Full

উত্তরঃ খ। Blank

২৩কোনটি Kind শব্দের সমার্থক শব্দ?

(ক) Benign

(খ) Unkind

(গ) Cruel

(ঘ) Inhuman

উত্তরঃ ক। Benign

২৪‘Did you eat the apple?’ বাক্যটির passive form হবে

(ক) Do the apple eaten by you?

(খ) Was the apple eat by you?

(গ) Was the apple ate by you?

(ঘ) Was the apple eaten by you?

উত্তরঃ ঘ। Was the apple eaten by you?

২৫‘His behavior surprised me’ শব্দটির Passive form হবে

(ক) I surprised at his behaviour

(খ) I was surprised with his behaviour

(গ) I was surprised at his behaviour

(ঘ) I had been surprised at his behaviour

উত্তরঃ গ। I was surprised at his behaviour

২৬কোনটি Abstract Noun?

(ক) Man

(খ) Height

(গ) Jury

(ঘ) Long

উত্তরঃ খ। Height

২৭‘Courage’ শব্দটির Verb হবে

(ক) Courageous

(খ) Couragefull

(গ) Courage

(ঘ) Encourage

উত্তরঃ ঘ। Encourage

২৮The Chairman said, to the members, “Let us drop the matter today.” বাক্যটির indirect speech হবে

(ক) The Chairman proposed to the members to drop the matter that day.

(খ) The Chairman proposed to the members that they should drop the matter today

(গ) The Chairman proposed to the members that they should drop the matter that day

(ঘ) The Chairman proposed to the members that they might drop the matter today

উত্তরঃ গ। The Chairman proposed to the members that they should drop the matter that day

২৯He addressed Mr. Rahman and wished him good morning- বাক্যটির direct speech হবে

(ক) He said, “Good morning. Mr. Rahman.”

(খ) He said to Mr. Rahman, “Good morning.”

(গ) He said, “Good morning, to Mr. Rahman.”

(ঘ) He bade good morning to Mr. Rahman

উত্তরঃ ক। He said, “Good morning. Mr. Rahman.”

৩০A baker’s dozen- এর অর্থ

(ক) Thirteen

(খ) Charity

(গ) Allowance

(ঘ) Twelve

উত্তরঃ ক। Thirteen

৩১দুইটি রাশির অনুপাত :১৩ উত্তররাশি ৯১ হলে, পূর্বরাশি কত?

(ক) ৫৪

(খ) ৪২

(গ) ৫৭

(ঘ) ৬২

উত্তরঃ খ। ৪২

৩২এক খন্ড রশিকে : অনুপাতে কর্তন করা হল বৃহত্তর অংশ ১২. মিটার হলে, ক্ষুদ্রতর অংশ হবে

(ক) ৮.২ মিটার

(খ) ৯.৮ মিটার

(গ) ৯.৬ মিটার

(ঘ) ১০.২ মিটার

উত্তরঃ গ। ৯.৬ মিটার

৩৩পিতা মাতার বয়সের গড় ৪২ বছর আবার পিতা, মাতা এক পুত্রের গড় বয়স ৩২ বছর পুত্রের বয়স কত?

(ক) ১২ বছর

(খ) ৮ বছর

(গ) ১০ বছর

(ঘ) ১৪ বছর

উত্তরঃ ক। ১২ বছর

৩৪লঞ্চ স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ১২ কিমি কিমি নদীপথে ৩২ কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে?

(ক) ৪ ঘন্টা

(খ) ৪১/২ ঘন্টা

(গ) ৫১/২ ঘন্টা

(ঘ) ৬ ঘন্টা

উত্তরঃ ঘ। ৬ ঘন্টা

৩৫ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে একা ১৪ দিনে কাজটি শেষ করতে পারলে একা কত দিনে কাজটি শেষ করতে পারবে?

(ক) ২৫ দিনে

(খ) ৩০ দিনে

(গ) ৩৫ দিনে

(ঘ) ৪০ দিনে

উত্তরঃ গ। ৩৫ দিনে

৩৬২৫ জন শ্রমিক একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারে ১০ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে?

(ক) ৮ জন

(খ) ১০ জন

(গ) ১২ জন

(ঘ) ১৫ জন

উত্তরঃ খ। ১০ জন

৩৭যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?

(ক) ২০%

(খ) ২২%

(গ) ২৫%

(ঘ) ৩০%

উত্তরঃ ক। ২০%

৩৮কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত?

(ক) ৩৫০ জন

(খ) ৫০০ জন

(গ) ৪০০ জন

(ঘ) ৪৫০ জন

উত্তরঃ খ। ৫০০ জন

৩৯বার্ষিক শতকরা .০০ টাকা হার সুদে কত সময়ে ৩০০ টাকা সুদআসলে ৪০৫ টাকা হবে?

(ক) ৫ বছর

(খ) ৫/ বছর

(গ) ৭ বছর

(ঘ) ৭/ বছর

উত্তরঃ গ। ৭ বছর

৪০নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

(ক) ৩/৪

(খ) ৫/৯

(গ) ৭/১২

(ঘ) ৯/১৩

উত্তরঃ ক। ৩/৪

৪১১৫. এর % = কত?

(ক) ০.১২৪৮

(খ) ১২.৪৮

(গ) ১২৪.৮

(ঘ) ১.২৪৮

উত্তরঃ ঘ। ১.২৪৮

৪২x + y = 7 এবং xy = 10 হলে, (x-y)2 এর মান কত?

(ক) 3

(খ) 6

(গ) 12

(ঘ) 9

উত্তরঃ ঘ। 9

৪৩4x2 – 20x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?

(ক) 9

(খ) 16

(গ) 25

(ঘ) 4

উত্তরঃ গ। 25

৪৪কোনো ত্রিভুজের বাহুগুলোর লম্বদ্বিখন্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে

(ক) ভরকেন্দ্র

(খ) অন্তঃকেন্দ্র

(গ) পরিকেন্দ্র

(ঘ) লম্ববিন্দু

উত্তরঃ গ। পরিকেন্দ্র

৪৫সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে

(ক) সমকোণ

(খ) স্থূলকোণ

(গ) সূক্ষ্মকোণ

(ঘ) সরলকোণ

উত্তরঃ খ। স্থূলকোণ

৪৬দক্ষিণ তালপট্রি দ্বীপের অপর নাম কি?

(ক) সন্দ্বীপ

(খ) পূর্বাশা দ্বীপ

(গ) সোনাদিয়া

(ঘ) কুতুবদিয়া

উত্তরঃ খ। পূর্বাশা দ্বীপ

৪৭তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত?

(ক) পঞ্চগড়

(খ) দিনাজপুর

(গ) লালমনিরহাট

(ঘ) কুড়িগ্রাম

উত্তরঃ ক। পঞ্চগড়

৪৮ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে?

(ক) লালমনিরহাটে

(খ) নীলফামারীতে

(গ) কুড়িগ্রামে

(ঘ) ভুরুঙ্গামারীতে

উত্তরঃ গ। কুড়িগ্রামে

৪৯বাংলাদেশের গভীরতম নদী কোনটি?

(ক) যমুনা

(খ) পদ্মা

(গ) ধলেশ্বরী

(ঘ) মেঘনা

উত্তরঃ ঘ। মেঘনা

৫০মহামুনি বিহার কোথায় অবস্থিত?

(ক) জামালপুরে

(খ) চট্টগ্রামের রাউজানে

(গ) ঢাকার মালিবাগে

(ঘ) দিনাজপুর ফুলবাড়িতে

উত্তরঃ খ। চট্টগ্রামের রাউজানে

৫১পরি বিবি কে ছিলেন?

(ক) শায়েস্তা খানের কন্যা

(খ) আওরঙ্গজেবের কন্যা

(গ) আজিমুসশানের কন্যা

(ঘ) মুর্শিদকুলি

উত্তরঃ ক। শায়েস্তা খানের কন্যা

৫২কোন মোঘল সুবেদার পর্তুগীজদের চট্টাগ্রাম থেকে বিতাড়িত করেন?

(ক) মীরজুমলা

(খ) ইসলাম খান

(গ) মুর্শিদকুলী খান

(ঘ) শায়েস্তা খান

উত্তরঃ ঘ। শায়েস্তা খান

৫৩জাতিসংঘ দিবস কবে?

(ক) ২৬ অক্টোবর

(খ) ২৫ অক্টোবর

(গ) ২৪ অক্টোবর

(ঘ) ২৩ অক্টোবর

উত্তরঃ গ। ২৪ অক্টোবর

৫৪বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশীলা অবস্থিত?

(ক) পাকিস্তানে

(খ) নেপালে

(গ) ভারতে

(ঘ) চীনে

উত্তরঃ ক। পাকিস্তানে

৫৫কোনটি ছোঁয়াচে রোগ?

(ক) পাঁচড়া

(খ) হাঁপানী

(গ) বাতজ্বর

(ঘ) রাতকানা

উত্তরঃ ক। পাঁচড়া

৫৬রক্তে হিমোগ্লোবিন থাকে

(ক) শ্বেত রক্তকণিকায়

(খ) অনুচক্রিকায়

(গ) প্লাজমায়

(ঘ) লোহিত রক্তকণিকায়

উত্তরঃ ঘ। লোহিত রক্তকণিকায়

৫৭উদ্ভিদকোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালীকে বলে

(ক) ব্যাপন

(খ) প্রস্বেদন

(গ) শ্বসন

(ঘ) বাষ্পীভবন

উত্তরঃ খ। প্রস্বেদন

৫৮কেঁচোর রক্তে হিমোগ্লোবিন থাকে

(ক) শ্বেতকণিকায়

(খ) লোহিত কণিকায়

(গ) রক্তরসে

(ঘ) কোনোটাতেই

উত্তরঃ গ। রক্তরসে

৫৯ম্যালিক এসিড পাওয়া যায়

(ক) টমেটোতে

(খ) আমলকিতে

(গ) আঙ্গুরে

(ঘ) কমলালেবুতে

উত্তরঃ ক। টমেটোতে

৬০কোনটি সাবানকে শক্ত করে?

(ক) সোডিয়াম কার্বনেট

(খ) সোডিয়াম ক্লোরাইড

(গ) সোডিয়াম সিলিকেট

(ঘ) সোডিয়াম সালফেট

উত্তরঃ গ। সোডিয়াম সিলিকেট

৬১কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম?

(ক) কালো

(খ) বেগুনি

(গ) হলুদ

(ঘ) সাদা

উত্তরঃ ঘ। সাদা

৬২একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিলে ঘড়িটি

(ক) স্লো হবে

(খ) ফাস্ট হবে

(গ) ঠিক সময় দেবে

(ঘ) কোনো রকম প্রভাবিত হবে না

উত্তরঃ খ। ফাস্ট হবে

৬৩কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্তপড়া বন্ধ করতে সাহায্য করে?

(ক) ভিটামিন বি

(খ) ভিটামিন সি

(গ) ভিটামিন কে

(ঘ) ভিটামিন বি২

উত্তরঃ গ। ভিটামিন কে

৬৪বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কোথায় অবস্থিত?

(ক) সাভার

(খ) টঙ্গী

(গ) গাজীপুর

(ঘ) টাঙ্গাইল

উত্তরঃ ক। সাভার

৬৫অভিষেক টেস্টে বাংলাদেশে ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন?

(ক) আমিনুল ইসলাম বুলবুল

(খ) নাঈমুর রহমান দুর্জয়

(গ) খালেদ মাহমুদ সুজন

(ঘ) মিনহাজুল আবেদীন

উত্তরঃ খ। নাঈমুর রহমান দুর্জয়

৬৬কত সালে টেস্ট ক্রিকেট শুরু হয়?

(ক) ১৮৭৮

(খ) ১৮৭৭

(গ) ১৮৭৬

(ঘ) ১৮৭৫

উত্তরঃ খ। ১৮৭৭

৬৭দক্ষিণ আমেরিকায় অবস্থি নয় কোন দেশটি?

(ক) সুরিনাম

(খ) প্যারাগুয়ে

(গ) চিলি

(ঘ) আলবেনিয়া

উত্তরঃ ঘ। আলবেনিয়া

৬৮বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?

(ক) ১২ অক্টোবর ১৯৭২

(খ) ১ অক্টোবর ১৯৭২

(গ) ১৬ ডিসেম্বর ১৯৭২

(ঘ) ২৬ মার্চ ১৯৭৩

উত্তরঃ ক। ১২ অক্টোবর ১৯৭২

৬৯কোনটিতে আমিষের পরিমাণ সবচেয়ে বেশি?

(ক) ডিম

(খ) শুঁটকী মাছ

(গ) মাংস

(ঘ) তাজা ছোট মাছ

উত্তরঃ খ। শুঁটকী মাছ

৭০বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

(ক) ১৩৭ তম

(খ) ১৩৮ তম

(গ) ১৩৬ তম

(ঘ) ১৩৯ তম

উত্তরঃ গ। ১৩৬ তম

৭১যে প্রাণীর তিনটি হৃদপিন্ড আছে?

(ক) হাঙ্গর

(খ) বানর

(গ) কস্তুরী মৃগ

(ঘ) ক্যাটল ফিশ

উত্তরঃ ঘ। ক্যাটল ফিশ

৭২শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র

(ক) অ্যামিটার

(খ) অডিওমিটার

(গ) অডিওফোন

(ঘ) অলটিমিটার

উত্তরঃ খ। অডিওমিটার

৭৩কোন প্রাণীকে ডেভিল মাছ বলে?

(ক) অক্টোপাস

(খ) তিমি

(গ) হাঙ্গর

(ঘ) ডলফিন

উত্তরঃ ক। অক্টোপাস

৭৪করোটিতে কতগুলো অস্থি থাকে?

(ক) ২৭

(খ) ২৮

(গ) ৩০

(ঘ) ২৯

উত্তরঃ ঘ। ২৯

৭৫নাইট্রোজেনের প্রধান উৎস

(ক) মাটি

(খ) উদ্ভিদ

(গ) বায়ুমন্ডল

(ঘ) প্রাণিদেহ

উত্তরঃ গ। বায়ুমন্ডল

৭৬আলেকজান্ডার গ্রাহামবেল কি আবিষ্কার করেন?

(ক) টেলিভিশন

(খ) টেলিফোন

(গ) তড়িৎ

(ঘ) টেলিগ্রাফিক সংকেত

উত্তরঃ খ। টেলিফোন

৭৭জার্মানির মুদ্রার নাম কি?

(ক) মার্ক

(খ) পেসো

(গ) দিনার

(ঘ) ইউরো

উত্তরঃ ঘ। ইউরো

৭৮পৃথিবীর কোন নদীতে মাছ হয় না?

(ক) জাম্বেসি

(খ) আমাজন

(গ) জর্দান

(ঘ) দানিয়ুব

উত্তরঃ ঘ। দানিয়ুব

৭৯জাতীয় স্মৃতিসৌধটি কবে উদ্বোধন করা হয়?

(ক) ১৯৮২ সালের ১৬ ডিসেম্বর

(খ) ১৯৭২ সালের ১২ জানুয়ারি

(গ) ১৯৮১ সালের ২৬ মার্চ

(ঘ) ১৯৮৩ সালের ২৬ মার্চ

উত্তরঃ ক। ১৯৮২ সালের ১৬ ডিসেম্বর

৮০কিসের সাহায্যে সমুদ্রের কুয়ার গভীরতা নির্ণয় করা যায়?

(ক) প্রতিধ্বনি

(খ) প্রতিফলন

(গ) প্রতিসরণ

(ঘ) প্রতিসরাঙ্ক

উত্তরঃ ক। প্রতিধ্বনি

Mustafij Sir

Recent Posts

HSC Synonym Antonym Board Question All Board

WordsMeaningsSynonyms    antonymsouterবাইরেরoutmostinnerproletarianদরিদ্র/সর্বহারাWorking-classmorallaunchশুরু করাIntroductionwithdrawpreparingপ্রস্তুতিGet-readydoubtfaultlesslyনির্দোষভাবেabsolutelyfaultynauseaবমিবমিভাবvomitingheadachediscomfortঅসস্তিupsetcomfortmaintainedবজায় করাsustainuselessLaterকরেnextearlierdynamicগতিশীলAggressivestaticplanপরিকল্পনাproposaldisorderaimলক্ষGoalaimlessdirectionনিদ্ধেশনাInstructionnoticeprofessionপেশাJobjoblesssuitsআকারFormnothingaptitudeযোগ্যতাAttitudedislikevaryপরিবর্তীতVariousfixeducatedশিক্ষিতLearneduneducatedcitizenনাগরিকnativeforeignervirtueপূর্ণgoodnessevilA lotঅনেকhugelittlecourteousবিনয়ীpoliterudediscourtesyঅবিনয়ীrudenesscourteouswinজয় করাgainloseenemyশত্রুfoefriendensureনিশ্চিত করাconfirmcancelangerরাগtempercalmnessremoveঅপসারণcancelputcordialityসোহার্দrudenessdiscordialitydifferentভিন্নDissimilarsameseeksঅনুসন্ধানPursuefindeagerআগ্রহীinterestdisinterestedobservationপর্যবেক্ষণExaminationneglectmereএকমাত্রImmenseabnormalalertসতর্কWatchfulunawarelatentসুপ্তOpenrealizedinstructorsপ্রশিকক্ষকteacherstudentguideগাইডmentormisguidewayপথ/উপায়Pathpartfascinatingচমৎকারexcellentunattractiveinterestআগ্রহীeagerdisregardimpatientঅধৈয্যIntolerancepatientillogicalঅযোক্তিকunethicalLogicalindifferentউদাসীনUninteresteddifferentethicallyনৈথিকভাবেlawfullyUnethicalGood-lookingচমৎকারAttractiveUnattractiveDarkঅন্ধকারBlackbrightFlawlessস্থিরperfectflawedShinyউজ্জল্যbrightdarkSlenderসরুthinfatGracefulকরুনাময়elegantungracefulStylishlyআড়ম্বরপূর্ণভাবেattractivesimplyAppreciatesপ্রশংসা করেpriesCriticizeNoticeলক্ষ করেadvertisementoverlookAmbitionউচ্ছাকাঙকাAim/desirelazinessRequireপ্রয়োজনneedanswerProficiencyদক্ষতাskilledincompetenceWonderআশ্চয্যSurprisedisinterestTestedপরীক্ষীতverifiednewEquallyসমানভাবেsimilarlyUnequallyDisappointingহতাশাজনকInceptingappointingPresumablyসম্ভবতdoubtlesslyimprobableQualifyযোগ্যতাcertifyDisqualifywrongভুলmistakewriteIdealআদর্শModelbadMasterদক্ষTeacherStudentMakesতৈরীcreateBreak/destroyMethodপদ্ধতিSystemdifferenceConvincingবিশ্বাসীsatisfactoryUnconvincingPraisesপ্রশাংসা করেhurrahCriticizeMistakeভুলErrorsagacityAngryরাগevilcalmSimpleসাধারণgeneralComplexmoralনৈতিকethicalamoralAcceptedগৃহিতreceivedrejectedSincerityআন্তরিকতাGood-willinsincerityResponsibilityদায়িত্বdutiesdepartureComplexityজটিলতাcomplicationSimplicityEnvyহিংসাlastedpraiseVicesমন্দevilVirtueImpactsপ্রভাবeffectfailsAwarenessসতর্কতাalertnessunawarenessOut-comeবাহিরের দিকresultcauseimportanceগুর্ত্বপূর্ণsignificanceinsignificanceFriendবন্দুenemyfoeNeedপ্রয়োজনcommitment/necessaryavoidSympathyসহানুভুতিkindnessrudenessProveপ্রমানconfirmdisproveFalseমিথ্যাwrongtrueHarmক্ষতিকরlosshelpLaughহাসাburstcryPleasureআনন্দhappinesssadnessBringআনাcarryleaveideaধারণাconceptnothingAllowঅনুমতিpermitdenyFreedomস্বাধীনতাindependencebondageOpinionমতামতviewawarenessFairমেলাcleanunfairEqualসমানbalancedunequalDivisionবিভাগdistributionunionElectনির্বাচন করাvoterefuseSystemনিয়ম-নীতিprocesspartTreatmentচিকিৎশা করাcuringhurtFacilityসুবিধাadvantagepainNeverকখন নয়NotingAlwaysWeakerদুর্বলrottenstrongerDiscourageনিরুৎসাহিতdroopEncourageFrustratingহতাশাজনকBuffaloingsatisfyingInterestআগ্রহীeagernessdiscourageAbilityসক্ষমতাCapabilityinabilityDreamস্বপ্নfancyfactBestসবচেয়ে ভালfinestworstSuccessসফলতাachievementfailureachieveঅর্জন…

8 months ago

সরকারি চাকরী খুজুন ঘরে বসেঃ ইন্টারনেটে চাকরীর খোঁজ(জরুরী ধাপ ও নির্ভরযোগ্য সকল ওয়েবসাইট)

আপনি যদি ইন্টারনেটে চাকরির সন্ধান করছেন এবং আপনি এটি সম্পর্কে জানতে চান তবে আপনি সঠিক…

2 years ago

HSC 2023- English 1st Paper Model Question and Solution-1

Model Question 1 Part-I : Marks 60 1. Read the passage and answer the questions…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-পঞ্চম অধ্যায়- দেবদেবী ও পূজা সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

পঞ্চম অধ্যায় দেবদেবী ও পূজা এ অধ্যায়ে আমরা পূজা, পুরোহিতের ধারণা ও যোগ্যতা, দেবী দুর্গা,…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-চতুর্থ অধ্যায়- হিন্দুধর্মে সংস্কার সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

চতুর্থ অধ্যার হিন্দুধর্মে সংস্কার আমাদের এই পার্থিব জীবনকে সুন্দর ও কল্যাণময় করে গড়ে তোলার লড়্গ্েয…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-তৃতীয় অধ্যায়, ধর্মীয় আচার-অনুষ্ঠান সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

তৃতীয় অধ্যায় ধর্মীয় আচার-অনুষ্ঠান আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করার জন্য যেসব আচার-আচরণ চর্চিত হয়…

2 years ago

This website uses cookies.