১। কোনটি শুদ্ধ বানান?
(ক) শিরচ্ছেদ
(খ) শিরোচ্ছেদ
(গ) শিরশ্ছেদ
(ঘ) শিরাচ্ছেদ
উত্তরঃ গ। শিরশ্ছেদ
২। সঠিক শব্দ কোনটি?
(ক) চলাকালীন সমেয়
(খ) চলাকালের সময়ে
(গ) চলাকালে
(ঘ) চলাকালিন সময়ে
উত্তরঃ গ। চলাকালে
৩। যে বিষয়ে কোনো বিতর্ক নেই–
(ক) অবিমৃষ্যকারী
(খ) অবিতর্ক
(গ) অবিমিশ্যকারী
(ঘ) অবিসংবাদী
উত্তরঃ ঘ। অবিসংবাদী
৪। যে জমিতে ফসল জন্মায় না–
(ক) পতিত
(খ) অনুর্বর
(গ) ঊষর
(ঘ) বন্ধ্যা
উত্তরঃ গ। ঊষর
৫। কোন বাগধারাটি স্বাতন্ত্র্য অর্থ প্রকাশ করে?
(ক) সাতেও না পাঁচেও না
(খ) দা-কুমড়া
(গ) সাপে-নেউলে
(ঘ) আদায়-কাঁচকলায়
উত্তরঃ ক। সাতেও না পাঁচেও না
৬। “সৌম্য“- এর বিপরীত শব্দ–
(ক) উগ্র
(খ) শান্ত
(গ) কঠিন
(ঘ) উদ্ধত
উত্তরঃ ক। উগ্র
৭। “অর্বাচীন” এর বিপরীত শব্দ–
(ক) অচেনা
(খ) নবীন
(গ) প্রাচীন
(ঘ) তরুণ
উত্তরঃ গ। প্রাচীন
৮। সাদা মেঘে বৃষ্টি হয় না– এখানে মেঘে কোন কারক?
(ক) কর্ম কারক
(খ) অপাদান কারক
(গ) সম্প্রদান কারক
(ঘ) অধিকরণ কারক
উত্তরঃ খ। অপাদান কারক
৯। “সমাস” এর অর্থ–
(ক) সংযোজন
(খ) বিশ্লেষণ
(গ) সংশ্লেষণ
(ঘ) সংক্ষেপন
উত্তরঃ ঘ। সংক্ষেপন
১০। “মাঠে ধান ফলেছে” বাক্যে– “মাঠে” কোন কারক?
(ক) ভাবাধিকরণ
(খ) বিষয়াধিকরণ
(গ) কালাধিকরণ
(ঘ) স্থানাধিকরণ
উত্তরঃ ঘ। স্থানাধিকরণ
১১। কোন দুজন আরাকান রাজসভার কবি?
(ক) সৈয়দ সুলতান ও মুহাম্মদ কবির
(খ) মহাকবি আলাওল ও দৌলত কাজী
(গ) কাশীরাম দাস ও মহাকবি আলাওল
(ঘ) হাকবি আলাওল ও সৈয়দ সুলতান
উত্তরঃ খ। মহাকবি আলাওল ও দৌলত কাজী
১২। রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন কোন সালে?
(ক) ১৯১৩
(খ) ১৯১৫
(গ) ১৯১৭
(ঘ) ১৯১৯
উত্তরঃ ঘ। ১৯১৯
১৩। বাংলা সাহিত্যে “ভোরের পাখি” বলা হয কাকে?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) রাজ শেখর বসু
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) বিহারীলাল চক্রবর্তী
উত্তরঃ ঘ। বিহারীলাল চক্রবর্তী
১৪। প্রথম বাংলা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন–
(ক) মুহাম্মদ শহীদুল্লাহ
(খ) অশোক মুখোপাধ্যায়
(গ) মুহাম্মদ হাবিবুর রহমান
(ঘ) জগন্নাথ চকত্রবর্তী
উত্তরঃ খ। অশোক মুখোপাধ্যায়
১৫। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
(ক) পর+পর=পরস্পর
(খ) বাক+দান=বাগদান
(গ) উৎ+ছেদ=উচ্ছেদ
(ঘ) সম+সার=সংসার
উত্তরঃ ক। পর+পর=পরস্পর
১৬। পর্যালোচনা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ–
(ক) পর্য+আলোচনা
(খ) পরি+আলোচনা
(গ) পর্যা+লোচনা
(ঘ) পর্যা+আলোচনা
উত্তরঃ খ। পরি+আলোচনা
১৭। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি?
(ক) কারক
(খ) বিভক্তি
(গ) যতি
(ঘ) প্রকৃতি
উত্তরঃ ঘ। প্রকৃতি
১৮। “যত্ন করলে রত্ন মিলে“- এখানে “করলে” কোন ক্রিয়ার উদাহরণ?
(ক) অনুক্ত
(খ) দ্বিকর্মক
(গ) সমাপিকা
(ঘ) অসমাপিকা
উত্তরঃ ঘ। অসমাপিকা
১৯। কোনটি শুদ্ধ বানান?
(ক) নিমীলিত
(খ) নির্মীলীত
(গ) নির্মীলিত
(ঘ) নিমির্লিত
উত্তরঃ ক। নিমীলিত
২০। “যা কষ্টে লাভ করা যায়” তাকে এক কথায় বলে–
(ক) কষ্টসাধ্য
(খ) দুর্জয়
(গ) অলভ্য
(ঘ) দুর্লভ
উত্তরঃ ঘ। দুর্লভ
২১। কোন বানানটি শুদ্ধ?
(ক) Embarrasment
(খ) Embarrassment
(গ) Embarasment
(ঘ) Embarassment
উত্তরঃ খ। Embarrassment
২২। Find out the correct voice?
(ক) I wonder at this
(খ) I am wondered at this
(গ) I wondered at this
(ঘ) I was wondered at this
উত্তরঃ ক। I wonder at this
২৩। কোনটি শুদ্ধ বানান?
(ক) humourous
(খ) Humourious
(গ) Humorous
(ঘ) Humorious
উত্তরঃ গ। Humorous
২৪। “He died of fever” বাক্যের passive form হচ্ছে–
(ক) Fever caused him to death
(খ) His death was caused with fever
(গ) Fever caused him to die
(ঘ) He was caused to die of fever
উত্তরঃ ক। Fever caused him to death
২৫। Choose the correct form—
(ক) He fell down while he was walking
(খ) He fell down while he walked
(গ) He fell down while he was walked
(ঘ) He fell down while he walking
উত্তরঃ ক। He fell down while he was walking
২৬। “I saw him in the market but he — having been there” বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হবে–
(ক) refused
(খ) forbade
(গ) turned down
(ঘ) denied
উত্তরঃ ঘ। denied
২৭। “I saw — beggar” বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হবে–
(ক) an one-eyed
(খ) an one-eye
(গ) a one-eye
(ঘ) a one-eyed
উত্তরঃ ঘ। a one-eyed
২৮। The word “massacre” is–
(ক) Noun
(খ) Verb
(গ) Adjective
(ঘ) Both noun and verb
উত্তরঃ ঘ। Both noun and verb
২৯। Down went the Titanic. The word “Down” is-
(ক) Preposition
(খ) Noun
(গ) adverb
(ঘ) Adjective
উত্তরঃ গ। adverb
৩০। “We need two hundred dollars — this to pay for everything” বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হবে–
(ক) as well
(খ) beside
(গ) also
(ঘ) besides
উত্তরঃ ঘ। besides
৩১। The synonym of “brittle” is–
(ক) Soft
(খ) Fragile
(গ) tough
(ঘ) Strong
উত্তরঃ খ। Fragile
৩২। The antonym of “gentle” is—
(ক) Harsh
(খ) Clever
(গ) Rude
(ঘ) Modest
উত্তরঃ গ। Rude
৩৩। “Latent” means–
(ক) Conspicious
(খ) Concealed
(গ) Evident
(ঘ) Visible
উত্তরঃ খ। Concealed
৩৪। To cut the crack means-
(ক) To humilliate
(খ) To annoy someone
(গ) To act in a friendly way
(ঘ) To stop talking and start
উত্তরঃ গ। To act in a friendly way
৩৫। “Milk and water” means–
(ক) Pure milk and water
(খ) Dirty milk and water
(গ) Lifeless, dull
(ঘ) Colorless things
উত্তরঃ গ। Lifeless, dull
৩৬। “Arif told us that he had waited an hour” বাক্যটির direct speech হবে–
(ক) Arif said to us, “I waited an hour.”
(খ) Arif said to us, “I have been waiting an hour.”
(গ) Arif said to us, I had to wait an hour.
(ঘ) Arif told to us, “I had wait an hour.”
উত্তরঃ ক। Arif said to us, “I waited an hour.”
৩৭। “Are you weeping?” he asked her. বাক্যের indirect speech হবে–
(ক) He asked her that she is weeping
(খ) He asked her if she was weeping
(গ) He asked her that he is weeping
(ঘ) None of these
উত্তরঃ খ। He asked her if she was weeping
৩৮। “He fantasized — winning the lottery. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে–
(ক) with
(খ) from
(গ) after
(ঘ) about
উত্তরঃ ঘ। about
৩৯। “Now-a-days many villages are lit —– electricity.” বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে–
(ক) with
(খ) by
(গ) from
(ঘ) on
উত্তরঃ খ। by
৪০। What is the synonym of “incredible”?
(ক) Unlikely
(খ) Unbelievable
(গ) Unthinkable
(ঘ) Unthinking
উত্তরঃ খ। Unbelievable
৪১। ৬, ৮, ১০ গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড় সমান?
(ক) ৫
(খ) ৮
(গ) ৬
(ঘ) ১০
উত্তরঃ খ। ৮
৪২। ২০ জন বালক ও ১৫ জন বালিকার গড় বয়স ১৫ বছর। বালকদের গড় বয়স ১৫.৫ বছর হলে বালিকাদের গড় বয়স কত?
(ক) ১৪ বছর
(খ) ১৪ বছর ৪ মাস
(গ) ১৪ বছর ৬ মাস
(ঘ) ১৪ বছর ৮ মাস
উত্তরঃ খ। ১৪ বছর ৪ মাস
৪৩। শতকরা ৫ টাকা হার লাভে ২০ বছরে লাভ মূলধনে ৫০,০০০ টাকা হলে মূলধন কত?
(ক) ২০,০০০ টাকা
(খ) ৩৫,০০০ টাকা
(গ) ২৫,০০০ টাকা
(ঘ) ৩০,০০০ টাকা
উত্তরঃ গ। ২৫,০০০ টাকা
৪৪। এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল। ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?
(ক) ১২৮০ টাকা
(খ) ১২৮১ টাকা
(গ) ১৩১০ টাকা
(ঘ) ১৩১১ টাকা
উত্তরঃ ঘ। ১৩১১ টাকা
৪৫। যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে, তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
(ক) ২০%
(খ) ১৬%
(গ) ১১%
(ঘ) ৯%
উত্তরঃ ক। ২০%
৪৬। দুটি গোলকের আয়তনের অনুপাত ৮ঃ ২৭। তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
(ক) ৪ঃ ৯
(খ) ২ঃ ৩
(গ) ৪ঃ ৫
(ঘ) ৫ঃ ৬
উত্তরঃ ক। ৪ঃ ৯
৪৭। একটি সোনার গয়নার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার পরিমাণ ৩ঃ১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ঃ ১ হবে?
(ক) ৮ গ্রাম
(খ) ৬ গ্রাম
(গ) ৩ গ্রাম
(ঘ) ৪ গ্রাম
উত্তরঃ ঘ। ৪ গ্রাম
৪৮। দুই ব্যক্তি একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?
(ক) ২০ দিন
(খ) ২২ দিন
(গ) ২৪ দিন
(ঘ) ২৬ দিন
উত্তরঃ গ। ২৪ দিন
৪৯। ১ থেকে ৩১ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
(ক) ৮টি
(খ) ৯টি
(গ) ১০টি
(ঘ) ১১টি
উত্তরঃ ঘ। ১১টি
৫০। 1 + 2 + 3 + 4 + —— + 99 = কত?
(ক) 4950
(খ) 4850
(গ) 4750
(ঘ) 4650
উত্তরঃ ক। 4950
৫১। সামান্তরিকের ক্ষেত্রফল কত?
(ক) ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
(খ) দৈর্ঘ্য × প্রস্থ
(গ) ভূমি × উচ্চতা
(ঘ) ১/২ (ভূমি × উচ্চতা)
উত্তরঃ গ। ভূমি × উচ্চতা
৫২। ABD বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?
(ক) PC=PD
(খ) PB = PD
(গ) PB = PA
(ঘ) PB = PA
উত্তরঃ খ। PB = PD
৫৩। ০.২, ০.০৪, ০.০০৮, ০.০০১৬ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
(ক) ০.০০২৪
(খ) ০.০০৩২
(গ) ০.০০০৩২
(ঘ) ০.০০০০৩২
উত্তরঃ গ। ০.০০০৩২
৫৪। ১,২,৩,৫,৮,১৩,২১,৩৪ —– ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
(ক) ৮৯
(খ) ৬৮
(গ) ৫৮
(ঘ) ৫৫
উত্তরঃ ঘ। ৫৫
৫৫। তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৪, ৫, ৬ ঘণ্টায় করতে পারে। প্রথম দুইটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় একত্রে কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারবে?
(ক) ১১/৩০
(খ) ৯/২০
(গ) ৩/৫
(ঘ) ১১/১৫
উত্তরঃ খ। ৯/২০
৫৬। ৬০ জন লোক কোন কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজ ৩৬ জন লোকে কত দিনে সম্পন্ন করতে পারবে?
(ক) ২৪ দিনে
(খ) ২৮ দিনে
(গ) ৩০ দিনে
(ঘ) ৩৬ দিনে
উত্তরঃ গ। ৩০ দিনে
৫৭। x + y =12 এবং x – y = 2 হলে xy এর মান কত?
(ক) 70
(খ) 35
(গ) 144
(ঘ) 140
উত্তরঃ খ। 35
৫৮। p + 1/p = 5 , p3+1 / p3 = ?
(ক) 100
(খ) 105
(গ) 110
(ঘ) 115
উত্তরঃ গ। 110
৫৯। a4 + 4 এর উৎপাদক কি কি?
(ক) (a2+2a+2)(a2+2a-2)
(খ) (a2+2a+2)(a2-2a+2)
(গ) (a2-2a+2)(a2+2a-2)
(ঘ) (a2-2a-2)(a2-2a+2)
উত্তরঃ গ। (a2-2a+2)(a2+2a-2)
৬০। √p : √z কে P: z এর কি বলা হয়?
(ক) দ্বিভাজিত অনুপাত
(খ) মিশ্র অনুপাত
(গ) ত্রিভাজিত অনুপাত
(ঘ) সমানুপাত
উত্তরঃ ক। দ্বিভাজিত অনুপাত
৬১। ঢাকার বিখ্যাত তারা মসজিদ কে নির্মাণ করেন?
(ক) শায়েস্তা খান
(খ) মির্জা আহমদ খান
(গ) নবাব সলিমুল্লাহ
(ঘ) নবাব আবদুল লতিফ
উত্তরঃ খ। মির্জা আহমদ খান
৬২। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি?
(ক) বিজয় স্তম্ভ
(খ) বিজয়কেতন
(গ) স্বাধীনতা সোপান
(ঘ) রক্ত সোপান
উত্তরঃ ঘ। রক্ত সোপান
৬৩। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ হতে উৎপন্ন হয়েছে?
(ক) বরাইল
(খ) কৈলাস
(গ) কাঞ্চনজঙ্ঘা
(ঘ) গডউইন অস্টিন
উত্তরঃ খ। কৈলাস
৬৪। মিশুকের স্থপতি কে?
(ক) মোস্তফা মনোয়ার
(খ) হামিদুর রহমান
(গ) শামীম শিকদার
(ঘ) হামিদুজ্জামান খান
উত্তরঃ ক। মোস্তফা মনোয়ার
৬৫। “শহীদ চান্দু” স্টেডিয়াম কোন শহরে অবস্থিত?
(ক) বগুড়া
(খ) কুমিল্লা
(গ) চট্টগ্রাম
(ঘ) রাজশাহী
উত্তরঃ ক। বগুড়া
৬৬। নাসাউ কোন দেশের রাজধানী?
(ক) নিকোবর দ্বীপপুঞ্জ
(খ) মাদাগাস্কার
(গ) বাহামা দ্বীপপুঞ্জ
(ঘ) ফিজি
উত্তরঃ গ। বাহামা দ্বীপপুঞ্জ
৬৭। মেক্সিকো ও যুক্তরাষ্ট বিভক্তকারী সীমারেখা কোনটি?
(ক) ম্যাকনামারা লাইন
(খ) সনোরা লাইন
(গ) ডরান্ড লাইন
(ঘ) হিন্ডারবাগ লাইন
উত্তরঃ খ। সনোরা লাইন
৬৮। কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শারু করেছিল?
(ক) ৪৮টি
(খ) ৫০টি
(গ) ৫১টি
(ঘ) ৬০টি
উত্তরঃ গ। ৫১টি
৬৯। ইসিএ (ECA) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
(ক) সংযুক্ত আরব আমিরাত
(খ) ইথিওপিয়ার
(গ) লেবানন
(ঘ) ইয়েমেন
উত্তরঃ খ। ইথিওপিয়ার
৭০। মোট কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেয়া হয়?
(ক) ৭টি
(খ) ৫টি
(গ) ৩টি
(ঘ) ৬টি
উত্তরঃ ঘ। ৬টি
৭১। বর্তমান বিশ্বে রপ্তানী শীর্ষ দেশ কোনটি?
(ক) চীন
(খ) জার্মানি
(গ) ভারত
(ঘ) যুক্তরাষ্ট্র
উত্তরঃ ক। চীন
৭২। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
(ক) শূন্যতা
(খ) লোহা
(গ) পানি
(ঘ) বাতাস
উত্তরঃ খ। লোহা
৭৩। কোন জারক রস পাকস্থলীতে দুধ জমাট বাঁধায়?
(ক) পেপসিন
(খ) এমাইলেজ
(গ) রেনিন
(ঘ) টিপসিন
উত্তরঃ গ। রেনিন
৭৪। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
(ক) ২৩ জোড়া
(খ) ২০ জোড়া
(গ) ২২ জোড়া
(ঘ) ২৫ জোড়া
উত্তরঃ ক। ২৩ জোড়া
৭৫। ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলে?
(ক) গুরুবৃত্ত
(খ) ছায়াবৃত্ত
(গ) গোধুলী
(ঘ) উষা
উত্তরঃ খ। ছায়াবৃত্ত
৭৬। কোন প্রাকৃতিক উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় ?
(ক) সাগর
(খ) নদী
(গ) বৃষ্টি
(ঘ) হ্রদ
উত্তরঃ গ। বৃষ্টি
৭৭। সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে–
(ক) আলফা রশ্মি
(খ) বিটা রশ্মি
(গ) রঞ্জন রশ্মি
(ঘ) গামা রশ্মি
উত্তরঃ ঘ। গামা রশ্মি
৭৮। জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে?
(ক) প্লীহা
(খ) যকৃত
(গ) অগ্ন্যাশয়
(ঘ) পিত্তথলি
উত্তরঃ খ। যকৃত
৭৯। কে প্রথম বলেন ______ পৃথিবী একটি চুম্বক?
(ক) প্লেটো
(খ) ওয়েবার
(গ) গিলবার্ট
(ঘ) রবার্ট নরম্যান
উত্তরঃ গ। গিলবার্ট
৮০। পানিকে বরফে পরিণত করলে আয়তনে–
(ক) বাড়ে
(খ) কমে
(গ) একই থাকে
(ঘ) প্রথম বাড়ে পরে কমে
উত্তরঃ ক। বাড়ে
WordsMeaningsSynonyms antonymsouterবাইরেরoutmostinnerproletarianদরিদ্র/সর্বহারাWorking-classmorallaunchশুরু করাIntroductionwithdrawpreparingপ্রস্তুতিGet-readydoubtfaultlesslyনির্দোষভাবেabsolutelyfaultynauseaবমিবমিভাবvomitingheadachediscomfortঅসস্তিupsetcomfortmaintainedবজায় করাsustainuselessLaterকরেnextearlierdynamicগতিশীলAggressivestaticplanপরিকল্পনাproposaldisorderaimলক্ষGoalaimlessdirectionনিদ্ধেশনাInstructionnoticeprofessionপেশাJobjoblesssuitsআকারFormnothingaptitudeযোগ্যতাAttitudedislikevaryপরিবর্তীতVariousfixeducatedশিক্ষিতLearneduneducatedcitizenনাগরিকnativeforeignervirtueপূর্ণgoodnessevilA lotঅনেকhugelittlecourteousবিনয়ীpoliterudediscourtesyঅবিনয়ীrudenesscourteouswinজয় করাgainloseenemyশত্রুfoefriendensureনিশ্চিত করাconfirmcancelangerরাগtempercalmnessremoveঅপসারণcancelputcordialityসোহার্দrudenessdiscordialitydifferentভিন্নDissimilarsameseeksঅনুসন্ধানPursuefindeagerআগ্রহীinterestdisinterestedobservationপর্যবেক্ষণExaminationneglectmereএকমাত্রImmenseabnormalalertসতর্কWatchfulunawarelatentসুপ্তOpenrealizedinstructorsপ্রশিকক্ষকteacherstudentguideগাইডmentormisguidewayপথ/উপায়Pathpartfascinatingচমৎকারexcellentunattractiveinterestআগ্রহীeagerdisregardimpatientঅধৈয্যIntolerancepatientillogicalঅযোক্তিকunethicalLogicalindifferentউদাসীনUninteresteddifferentethicallyনৈথিকভাবেlawfullyUnethicalGood-lookingচমৎকারAttractiveUnattractiveDarkঅন্ধকারBlackbrightFlawlessস্থিরperfectflawedShinyউজ্জল্যbrightdarkSlenderসরুthinfatGracefulকরুনাময়elegantungracefulStylishlyআড়ম্বরপূর্ণভাবেattractivesimplyAppreciatesপ্রশংসা করেpriesCriticizeNoticeলক্ষ করেadvertisementoverlookAmbitionউচ্ছাকাঙকাAim/desirelazinessRequireপ্রয়োজনneedanswerProficiencyদক্ষতাskilledincompetenceWonderআশ্চয্যSurprisedisinterestTestedপরীক্ষীতverifiednewEquallyসমানভাবেsimilarlyUnequallyDisappointingহতাশাজনকInceptingappointingPresumablyসম্ভবতdoubtlesslyimprobableQualifyযোগ্যতাcertifyDisqualifywrongভুলmistakewriteIdealআদর্শModelbadMasterদক্ষTeacherStudentMakesতৈরীcreateBreak/destroyMethodপদ্ধতিSystemdifferenceConvincingবিশ্বাসীsatisfactoryUnconvincingPraisesপ্রশাংসা করেhurrahCriticizeMistakeভুলErrorsagacityAngryরাগevilcalmSimpleসাধারণgeneralComplexmoralনৈতিকethicalamoralAcceptedগৃহিতreceivedrejectedSincerityআন্তরিকতাGood-willinsincerityResponsibilityদায়িত্বdutiesdepartureComplexityজটিলতাcomplicationSimplicityEnvyহিংসাlastedpraiseVicesমন্দevilVirtueImpactsপ্রভাবeffectfailsAwarenessসতর্কতাalertnessunawarenessOut-comeবাহিরের দিকresultcauseimportanceগুর্ত্বপূর্ণsignificanceinsignificanceFriendবন্দুenemyfoeNeedপ্রয়োজনcommitment/necessaryavoidSympathyসহানুভুতিkindnessrudenessProveপ্রমানconfirmdisproveFalseমিথ্যাwrongtrueHarmক্ষতিকরlosshelpLaughহাসাburstcryPleasureআনন্দhappinesssadnessBringআনাcarryleaveideaধারণাconceptnothingAllowঅনুমতিpermitdenyFreedomস্বাধীনতাindependencebondageOpinionমতামতviewawarenessFairমেলাcleanunfairEqualসমানbalancedunequalDivisionবিভাগdistributionunionElectনির্বাচন করাvoterefuseSystemনিয়ম-নীতিprocesspartTreatmentচিকিৎশা করাcuringhurtFacilityসুবিধাadvantagepainNeverকখন নয়NotingAlwaysWeakerদুর্বলrottenstrongerDiscourageনিরুৎসাহিতdroopEncourageFrustratingহতাশাজনকBuffaloingsatisfyingInterestআগ্রহীeagernessdiscourageAbilityসক্ষমতাCapabilityinabilityDreamস্বপ্নfancyfactBestসবচেয়ে ভালfinestworstSuccessসফলতাachievementfailureachieveঅর্জন…
আপনি যদি ইন্টারনেটে চাকরির সন্ধান করছেন এবং আপনি এটি সম্পর্কে জানতে চান তবে আপনি সঠিক…
Model Question 1 Part-I : Marks 60 1. Read the passage and answer the questions…
পঞ্চম অধ্যায় দেবদেবী ও পূজা এ অধ্যায়ে আমরা পূজা, পুরোহিতের ধারণা ও যোগ্যতা, দেবী দুর্গা,…
চতুর্থ অধ্যার হিন্দুধর্মে সংস্কার আমাদের এই পার্থিব জীবনকে সুন্দর ও কল্যাণময় করে গড়ে তোলার লড়্গ্েয…
তৃতীয় অধ্যায় ধর্মীয় আচার-অনুষ্ঠান আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করার জন্য যেসব আচার-আচরণ চর্চিত হয়…
This website uses cookies.