১। লীগ অব নেশনস কোন সালে বিলুপ্ত হয়?
(ক) ১৯৪৬ সালে
(খ) ১৯৪৫ সালে
(গ) ১৯৪১ সালে
(ঘ) ১৯৩৯ সালে
উত্তরঃ ক। ১৯৪৬ সালে
২। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?
(ক) টোকিও
(খ) ব্যাংকক
(গ) সিঙ্গাপুর
(ঘ) ম্যানিলা
উত্তরঃ ঘ। ম্যানিলা
৩। আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কোন সালে?
(ক) ১৭৭৪
(খ) ১৭৭৫
(গ) ১৭৭৬
(ঘ) ১৭৭৭
উত্তরঃ গ। ১৭৭৬
৪। ‘হামাস’ কোন দেশের সংগঠন?
(ক) ফিলিস্তিন
(খ) লেবানন
(গ) মিসর
(ঘ) ইরাক
উত্তরঃ ক। ফিলিস্তিন
৫। ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত–
(ক) জেদ্দা
(খ) রিয়াদ
(গ) মক্কা
(ঘ) দামাস্ক
উত্তরঃ ক। জেদ্দা
৬। ‘আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা’ এর সদর দপ্তর অবস্থিত–
(ক) জেনেভা
(খ) বন
(গ) রোম
(ঘ) ভিয়েনা
উত্তরঃ ঘ। ভিয়েনা
৭। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের –
(ক) ২৫ মার্চ
(খ) ২ মার্চ
(গ) ২৩ মার্চ
(ঘ) ১০ মার্চ
উত্তরঃ খ। ২ মার্চ
৮। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?
(ক) ১৯৫২
(খ) ১৯৫৪
(গ) ১৯৫৩
(ঘ) ১৯৫৫
উত্তরঃ গ। ১৯৫৩
৯। ‘বীরশেষ্ঠ’ পদকপ্রাপ্তদের সংখ্যা কত?
(ক) সাত
(খ) আট
(গ) ছয়
(ঘ) পাঁচ
উত্তরঃ ক। সাত
১০। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
(ক) হামিদুর রহমান
(খ) তানভির কবির
(গ) মইনুল হোসেন
(ঘ) মাযহারুল ইসলাম
উত্তরঃ গ। মইনুল হোসেন
১১। শূণ্য মাধ্যমে শব্দের বেগ কত?
(ক) ২৮০মি./সেকেন্ড
(খ) ৩৩২মি./সেকেন্ড
(গ) ১১২০ফুট/সেকেন্ড
(ঘ) শূণ্য
উত্তরঃ ঘ। শূণ্য
১২। বর্ণালীর প্রান্তীয় বর্ণ কি কি?
(ক) বেগুনী ও হলুদ
(খ) বেগুনী ও লাল
(গ) লাল ও নীল
(ঘ) নীল ও সবুজ
উত্তরঃ খ। বেগুনী ও লাল
১৩। সহসা দরজা খুলতে চাইলে দরজার কোথায় বল প্রয়োগ করা উচিত?
(ক) মাঝখানে
(খ) কব্জার কাছে
(গ) কব্জার বিপরীত প্রান্তে
(ঘ) উপরের প্রান্তে
উত্তরঃ গ। কব্জার বিপরীত প্রান্তে
১৪। একজন মানুষ কি অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয়?
(ক) দাঁড়ানো
(খ) দৌড়ানো
(গ) বসা
(ঘ) শোয়া
উত্তরঃ ক। দাঁড়ানো
১৫। কোন বর্ণের আলোর প্রতিসরণ সবচাইতে বেশি?
(ক) সবুজ
(খ) বেগুনী
(গ) লাল
(ঘ) হলুদ
উত্তরঃ খ। বেগুনী
১৬। বিদ্যুৎ প্রবাহের একক–
(ক) ভোল্ট
(খ) অ্যাম্পিয়ার
(গ) জুল
(ঘ) ওয়াট
উত্তরঃ খ। অ্যাম্পিয়ার
১৭। ক্রোনোমিটার হচ্ছে –
(ক) সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র
(খ) ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র
(গ) উত্তাপ পরিমাপক যন্ত্র
(ঘ) সময় নির্ণায়ক যন্ত্র
উত্তরঃ ঘ। সময় নির্ণায়ক যন্ত্র
১৮। যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়–
(ক) সূর্যগ্রহণ
(খ) চন্দ্রগ্রহণ
(গ) অমাবস্যা
(ঘ) কোনটি নয়
উত্তরঃ ক। সূর্যগ্রহণ
১৯। মোটর গাড়ীতে ব্যবহৃত দর্পণ–
(ক) অবতল দর্পণ
(খ) উত্তল দর্পণ
(গ) সমতল দর্পণ
(ঘ) সবগুলোই
উত্তরঃ খ। উত্তল দর্পণ
২০। একটি বায়ুশূণ্য স্থানে একটি পালক ও একটি লোহার বল একত্রে ছেড়ে দিলে–
(ক) লোহার বলটি আগে পড়বে
(খ) পালকটি আগে পড়বে
(গ) উভয়টি একসাথে পড়বে
(ঘ) আদৌও পড়বে না
উত্তরঃ গ। উভয়টি একসাথে পড়বে
২১। সমুদ্রবায়ু প্রবলবেগে প্রবাহিত হয় –
(ক) সকালে
(খ) রাত্রিতে
(গ) মধ্যাহ্নে
(ঘ) অপরাহ্ণে
উত্তরঃ ঘ। অপরাহ্ণে
২২। আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে নির্গত গলিত পদার্থকে বলা হয় –
(ক) ম্যাগমা
(খ) লাভা
(গ) শিলা
(ঘ) ভষ্ম
উত্তরঃ খ। লাভা
২৩। পৃথিবীর পরিধি–
(ক) ৩৬০ ডিগ্রি
(খ) ২৬০ ডিগ্রি
(গ) ১৮০ ডিগ্রি
(ঘ) ৯০ ডিগ্রি
উত্তরঃ ক। ৩৬০ ডিগ্রি
২৪। পৃথিবী হতে সূর্যের গড় দূরত্ব
(ক) ১৭ কোটি কিমি
(খ) ১০ কোটি কিমি
(গ) ১৩ কোটি কিমি
(ঘ) ১৫ কোটি কিমি
উত্তরঃ ঘ। ১৫ কোটি কিমি
২৫। সৌরজগতের বৃহত্তম গ্রহ–
(ক) শুক্র
(খ) শনি
(গ) বৃহস্পতি
(ঘ) পৃথিবী
উত্তরঃ গ। বৃহস্পতি
২৬। পৃথিবীর মূল মধ্যরেখা হতে পূর্ব বা পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্বকে বলা হয়–
(ক) অক্ষাংশ
(খ) দ্রাঘিমাংশ
(গ) সুমেরু
(ঘ) কুমেরু
উত্তরঃ খ। দ্রাঘিমাংশ
২৭। ভূত্বকের গভীরতা (প্রায়)-
(ক) ১২ কিমি
(খ) ১০ কিমি
(গ) ২০ কিমি
(ঘ) ১৬ কিমি
উত্তরঃ ঘ। ১৬ কিমি
২৮। বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
(ক) সিলেটের বনভূমি
(খ) পার্বত্য চট্টগ্রামের বনভূমি
(গ) ভাওয়াল ও মধুপুরের বনভূমি
(ঘ) খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি
উত্তরঃ গ। ভাওয়াল ও মধুপুরের বনভূমি
২৯। বাংলাদেশের উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে–
(ক) জামালগঞ্জে
(খ) রাণীগঞ্জে
(গ) বিজয়পুরে
(ঘ) জকিগঞ্জে
উত্তরঃ ক। জামালগঞ্জে
৩০। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?
(ক) মিজোরাম
(খ) ত্রিপুরা
(গ) মনিপুর
(ঘ) মেঘালয়
উত্তরঃ ক। মিজোরাম
৩১। সিএফসি কি ক্ষতি করে?
(ক) বায়ুর তাপ বৃদ্ধি করে
(খ) ওজোন স্তর ধ্বংস করে
(গ) এসিড বৃষ্টি ঘটায়
(ঘ) রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস করে
উত্তরঃ খ। ওজোন স্তর ধ্বংস করে
৩২। ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না–
(ক) শ্বসন
(খ) রেচন
(গ) সালোকসংশ্লেষণ
(ঘ) অভিস্রবণ
উত্তরঃ গ। সালোকসংশ্লেষণ
৩৩। শৈবালের বৈশিষ্ট্য কি?
(ক) এরা স্ব-ভোজী
(খ) এরা পরজীবী
(গ) এরা এককোষী
(ঘ) এদের দেহে ক্লোরোফিল থাকে না
উত্তরঃ ক। এরা স্ব-ভোজী
৩৪। কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
(ক) ০° সেন্টিগ্রেড
(খ) ১০° সেন্টিগ্রেড
(গ) ১০০° সেন্টিগ্রেড
(ঘ) ৪° সেন্টিগ্রেড
উত্তরঃ ঘ। ৪° সেন্টিগ্রেড
৩৫। পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন?
(ক) পৃথিবীর সাথে আমাদের ঘূর্ণনের জন্য
(খ) আমরা স্থির থাকার জন্য
(গ) মধ্যাকর্ষণ বলের জন্য
(ঘ) বাতাসের উপস্থিতির জন্য
উত্তরঃ গ। মধ্যাকর্ষণ বলের জন্য
৩৬। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
(ক) রোগ প্রতিরোধ করা
(খ) অক্সিজেন পরিবহন করা
(গ) রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
(ঘ) উল্লেখিত সবকটিই
উত্তরঃ খ। অক্সিজেন পরিবহন করা
৩৭। নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়–
(ক) ধমনীর ভিতর দিয়ে
(খ) শিরার ভিতর দিয়ে
(গ) স্নায়ুর ভিতর দিয়ে
(ঘ) ল্যাকটিয়ালের ভিতর দিয়ে
উত্তরঃ ক। ধমনীর ভিতর দিয়ে
৩৮। ০.২৫ কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হবে–
(ক) ২/৩
(খ) ১/৪
(গ) ১/৫
(ঘ) ৩/৪
উত্তরঃ খ। ১/৪
৩৯। এক ডজন আম ৬০ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
(ক) ২৫ টাকা
(খ) ১২ টাকা
(গ) ২২ টাকা
(ঘ) ১৫ টাকা
উত্তরঃ গ। ২২ টাকা
৪০। ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ……. ধারাটির পরবর্তী সংখ্যা কত?
(ক) ৫৫
(খ) ৪০
(গ) ৬৮
(ঘ) ৯০
উত্তরঃ ক। ৫৫
৪১। একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেলসহ পাত্রের ওজন ২০ কেজি । পাত্রটির ওজন কত?
(ক) ১০ কেজি
(খ) ১২ কেজি
(গ) ৬ কেজি
(ঘ) ৮ কেজি
উত্তরঃ ঘ। ৮ কেজি
৪২। একটি রাস্তায় ১২৫ মিটার অন্তর বৈদ্যুতিক খুঁটি পোঁতা হচ্ছে । ৮ কিমি দীর্ঘ রাস্তায় কতগুলো খুঁটির প্রয়োজন হবে?
(ক) ৫০ টি
(খ) ৪৩ টি
(গ) ৫১ টি
(ঘ) ৬৫ টি
উত্তরঃ ঘ। ৬৫ টি
৪৩। চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনি খাওয়ার পরিমাণ এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না । ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো ?
(ক) ৩০%
(খ) ২৫%
(গ) ২০%
(ঘ) ২২%
উত্তরঃ গ। ২০%
৪৪। ক, খ ও গ এর মাসিক গড় বেতন ৫০০ টাকা । খ, গ ও ঘ এর মাসিক গড় বেতন ৪৫০ টাকা । ক এর বেতন ৫৪০ টাকা হলে ঘ এর বেতন কত?
(ক) ৩৭৫ টাকা
(খ) ৩৮০ টাকা
(গ) ৩৯০ টাকা
(ঘ) ৪০০ টাকা
উত্তরঃ গ। ৩৯০ টাকা
৪৫। ৬ জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর । পুরুষদের বয়সের গড় ৪৮ এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর । বালকের বয়স কত?
(ক) ১৪ বছর
(খ) ৩৫ বছর
(গ) ১৫ বছর
(ঘ) ১৬ বছর
উত্তরঃ খ। ৩৫ বছর
৪৬। ১০ বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক । যদি তাদের বর্তমান বয়সের অনুপাত ৩:৪ হয়, তবে বর্তমানে তাদের মোট বয়স কত?
(ক) ২৩ বছর
(খ) ৩৫ বছর
(গ) ২৮ বছর
(ঘ) ৪৫ বছর
উত্তরঃ খ। ৩৫ বছর
৪৭। একটি নৌকা স্রোতের প্রতিকূলে ৯ কিমি ও স্রোতের অনুকূলে ১৮ কিমি যায় ৩ ঘন্টায় । নৌকার গতিবেগ ঘন্টায় কত কিমি?
(ক) ৪.৫ কিমি
(খ) ১.৫ কিমি
(গ) ৩ কিমি
(ঘ) ৬ কিমি
উত্তরঃ ক। ৪.৫ কিমি
৪৮। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত –
(ক) ২৫/৯
(খ) ৩
(গ) ২২/৭
(ঘ) প্রায় ৫
উত্তরঃ গ। ২২/৭
৪৯। কোনো ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমান হলে ত্রিভুজটি–
(ক) সমবাহু
(খ) সূক্ষ্মকোণী
(গ) স্থুলকোণী
(ঘ) সমকোণী
উত্তরঃ ঘ। সমকোণী
৫০। x – 1/x =4 হলে, x2 + 1/x2 = কত?
(ক) 16
(খ) 18
(গ) 14
(ঘ) 22
উত্তরঃ খ। 18
৫১। m এর মান কত হলে 4x2 – mx + 9 একটি পূর্ণ বর্গ হবে?
(ক) 12
(খ) 10
(গ) 9
(ঘ) 16
উত্তরঃ ক। 12
৫২। He said to me, “Which book do you want?” বাক্যের indirect speech হচ্ছে –
(ক) He said to me which book I wanted
(খ) He asked to me which book I wanted
(গ) He said to me which book I have wanted
(ঘ) He asked me which book I wanted.
উত্তরঃ ঘ। He asked me which book I wanted.
৫৩। ‘Bitter’ শব্দটির verb হচ্ছে–
(ক) Bitterness
(খ) Bitter
(গ) Embitter
(ঘ) Bitterify
উত্তরঃ গ। Embitter
৫৪। ‘Destroy’ শব্দটির noun হচ্ছে–
(ক) Destruction
(খ) Damage
(গ) Harm
(ঘ) Affect
উত্তরঃ ক। Destruction
৫৫। ‘I shall adhere __ my plan’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে –
(ক) to
(খ) in
(গ) for
(ঘ) with
উত্তরঃ ক। to
৫৬। ‘Your conduct admits __ no excuse’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে–
(ক) for
(খ) at
(গ) from
(ঘ) of
উত্তরঃ ঘ। of
৫৭। ‘Beggar description’ phrase টির অর্থ হচ্ছে–
(ক) Miser
(খ) Undescribable
(গ) Very poor
(ঘ) Inefficient
উত্তরঃ খ। Undescribable
৫৮। ‘Viva- voce’ শব্দটির অর্থ হচ্ছে –
(ক) Face to face
(খ) Interview
(গ) Orally
(ঘ) Written
উত্তরঃ গ। Orally
৫৯। ‘Natural’ শব্দটির Antonym হচ্ছে –
(ক) Abnormal
(খ) Original
(গ) Inherent
(ঘ) Kingdom
উত্তরঃ ক। Abnormal
৬০। ‘Encounter’ শব্দটির Synonym হচ্ছে –
(ক) Concord
(খ) Harmony
(গ) Battle
(ঘ) Part
উত্তরঃ গ। Battle
৬১। নিচের কোনটি শুদ্ধ বানান ?
(ক) Embarrasment
(খ) Embarassment
(গ) Embarasment
(ঘ) Embarrassment
উত্তরঃ ঘ। Embarrassment
৬২। নিচের কোনটি শুদ্ধ বানান ?
(ক) Addultration
(খ) Adulteration
(গ) Addulteration
(ঘ) Adultration
উত্তরঃ খ। Adulteration
৬৩। ‘Do away with it’ বাক্যের passive form হচ্ছে –
(ক) Let it has done daway with it
(খ) Let it is to be done away with
(গ) Let it be done away with
(ঘ) Let it has to do away with
উত্তরঃ গ। Let it be done away with
৬৪। ‘All his pupils like him’ বাক্যের passive form হচ্ছে –
(ক) He is liked by all his pupils
(খ) He was liked by all his pupils
(গ) He is like by all his pupils
(ঘ) He is being liked by all his pupils
উত্তরঃ ক। He is liked by all his pupils
৬৫। নিচের কোন বাক্যটি শুদ্ধ?
(ক) Hasan has choosed the right path
(খ) Hasan has chosen the right path
(গ) Hasan has chose the rigth path
(ঘ) Hasan has choseing the right path
উত্তরঃ খ। Hasan has chosen the right path
৬৬। নিচের কোনটি শুদ্ধ বাক্য?
(ক) I saw the bird sit down on the roof
(খ) I saw the bird sitting on the roof
(গ) I saw the bird sat on the roof
(ঘ) I saw the bird sits on the roof
উত্তরঃ খ। I saw the bird sitting on the roof
৬৭। ‘আকাশ কুসুম’ শব্দের অর্থ কোনটি?
(ক) অদ্ভুদ জিনিস
(খ) সুন্দর কল্পনা
(গ) স্বপ্ন
(ঘ) অলীক ভাবনা
উত্তরঃ ঘ। অলীক ভাবনা
৬৮। ‘ক্ষমার যোগ্য’ –এর বাক্য সংকোচন–
(ক) ক্ষমার্হ
(খ) ক্ষমা
(গ) ক্ষমাপ্রার্থী
(ঘ) ক্ষমাপ্রদ
উত্তরঃ ক। ক্ষমার্হ
৬৯। ‘গায়ক’ এর সন্ধি বিচ্ছেদ –
(ক) গৈ + য়ক
(খ) গৈ + অক
(গ) গা + অক
(ঘ) গঃ + অক
উত্তরঃ খ। গৈ + অক
৭০। যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয় না তাকে বলে –
(ক) নিত্য সমাস
(খ) প্রাদি সমাস
(গ) অলুক সমাস
(ঘ) দ্বন্দ্ব
উত্তরঃ গ। অলুক সমাস
৭১। কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
(ক) মাথায় ছাতা
(খ) গায়ে হলুদ
(গ) হাতে কলমে
(ঘ) কলে ছাঁটা
উত্তরঃ ঘ। কলে ছাঁটা
৭২। ‘ঔদ্ধত্য’ এর বিপরীতার্থক শব্দ –
(ক) স্তব্ধ
(খ) বিনয়
(গ) গম্ভীর
(ঘ) মাথা নত করা
উত্তরঃ খ। বিনয়
৭৩। ‘পর্বত’ এর সমার্থক শব্দ নয় –
(ক) শিলা
(খ) পাহাড়
(গ) গিরি
(ঘ) শৈল
উত্তরঃ ক। শিলা
৭৪। নিচের বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
তোমার গায়ে নখের আঁচড়ও লাগবে না ।
(ক) কর্মে শূন্য
(খ) অপাদানে ৬ষ্ঠী
(গ) করণে ৫মী
(ঘ) করণে ৬ষ্ঠী
উত্তরঃ ঘ। করণে ৬ষ্ঠী
৭৫। নিচের বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
কপোল ভাসিয়া গেল নয়নের জলে ।
(ক) করণে শূণ্য
(খ) কর্মে ২য়া
(গ) কর্মে শূণ্য
(ঘ) অধিকরণে শূণ্য
উত্তরঃ গ। কর্মে শূণ্য
৭৬। কোনটি শুদ্ধ বানান ?
(ক) দধিচী
(খ) দধীচি
(গ) দধিচি
(ঘ) দধীচী
উত্তরঃ খ। দধীচি
৭৭। কোনটি শুদ্ধ বানান?
(ক) ষান্মাষিক
(খ) ষান্মাশিক
(গ) ষান্মাসিক
(ঘ) ষাণ্মাসিক
উত্তরঃ ঘ। ষাণ্মাসিক
৭৮। ‘ন্যায়দন্ড’ উপন্যাসটি কে রচনা করেন ?
(ক) স্বর্ণকুমারী দেবী
(খ) রশীদ করিম
(গ) জরাসন্ধ
(ঘ) সৈয়দ ওয়ালী উল্লাহ
উত্তরঃ গ। জরাসন্ধ
৭৯। ‘মায়াবী প্রহর’ নাটকটি কার রচনা ?
(ক) আলাউদ্দিন আল আজাদ
(খ) সেলিম আল দীন
(গ) দীনবন্ধু মিত্র
(ঘ) আবদুল্লাহ আল মামুন
উত্তরঃ ক। আলাউদ্দিন আল আজাদ
৮০। ‘বিচ্ছিন্ন প্রতিলিপি’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
(ক) মযহারুল ইসলাম
(খ) রফিকুল আজাদ
(গ) হুমায়ূন কবির
(ঘ) জাহানারা ইমাম
উত্তরঃ ক। মযহারুল ইসলাম
WordsMeaningsSynonyms antonymsouterবাইরেরoutmostinnerproletarianদরিদ্র/সর্বহারাWorking-classmorallaunchশুরু করাIntroductionwithdrawpreparingপ্রস্তুতিGet-readydoubtfaultlesslyনির্দোষভাবেabsolutelyfaultynauseaবমিবমিভাবvomitingheadachediscomfortঅসস্তিupsetcomfortmaintainedবজায় করাsustainuselessLaterকরেnextearlierdynamicগতিশীলAggressivestaticplanপরিকল্পনাproposaldisorderaimলক্ষGoalaimlessdirectionনিদ্ধেশনাInstructionnoticeprofessionপেশাJobjoblesssuitsআকারFormnothingaptitudeযোগ্যতাAttitudedislikevaryপরিবর্তীতVariousfixeducatedশিক্ষিতLearneduneducatedcitizenনাগরিকnativeforeignervirtueপূর্ণgoodnessevilA lotঅনেকhugelittlecourteousবিনয়ীpoliterudediscourtesyঅবিনয়ীrudenesscourteouswinজয় করাgainloseenemyশত্রুfoefriendensureনিশ্চিত করাconfirmcancelangerরাগtempercalmnessremoveঅপসারণcancelputcordialityসোহার্দrudenessdiscordialitydifferentভিন্নDissimilarsameseeksঅনুসন্ধানPursuefindeagerআগ্রহীinterestdisinterestedobservationপর্যবেক্ষণExaminationneglectmereএকমাত্রImmenseabnormalalertসতর্কWatchfulunawarelatentসুপ্তOpenrealizedinstructorsপ্রশিকক্ষকteacherstudentguideগাইডmentormisguidewayপথ/উপায়Pathpartfascinatingচমৎকারexcellentunattractiveinterestআগ্রহীeagerdisregardimpatientঅধৈয্যIntolerancepatientillogicalঅযোক্তিকunethicalLogicalindifferentউদাসীনUninteresteddifferentethicallyনৈথিকভাবেlawfullyUnethicalGood-lookingচমৎকারAttractiveUnattractiveDarkঅন্ধকারBlackbrightFlawlessস্থিরperfectflawedShinyউজ্জল্যbrightdarkSlenderসরুthinfatGracefulকরুনাময়elegantungracefulStylishlyআড়ম্বরপূর্ণভাবেattractivesimplyAppreciatesপ্রশংসা করেpriesCriticizeNoticeলক্ষ করেadvertisementoverlookAmbitionউচ্ছাকাঙকাAim/desirelazinessRequireপ্রয়োজনneedanswerProficiencyদক্ষতাskilledincompetenceWonderআশ্চয্যSurprisedisinterestTestedপরীক্ষীতverifiednewEquallyসমানভাবেsimilarlyUnequallyDisappointingহতাশাজনকInceptingappointingPresumablyসম্ভবতdoubtlesslyimprobableQualifyযোগ্যতাcertifyDisqualifywrongভুলmistakewriteIdealআদর্শModelbadMasterদক্ষTeacherStudentMakesতৈরীcreateBreak/destroyMethodপদ্ধতিSystemdifferenceConvincingবিশ্বাসীsatisfactoryUnconvincingPraisesপ্রশাংসা করেhurrahCriticizeMistakeভুলErrorsagacityAngryরাগevilcalmSimpleসাধারণgeneralComplexmoralনৈতিকethicalamoralAcceptedগৃহিতreceivedrejectedSincerityআন্তরিকতাGood-willinsincerityResponsibilityদায়িত্বdutiesdepartureComplexityজটিলতাcomplicationSimplicityEnvyহিংসাlastedpraiseVicesমন্দevilVirtueImpactsপ্রভাবeffectfailsAwarenessসতর্কতাalertnessunawarenessOut-comeবাহিরের দিকresultcauseimportanceগুর্ত্বপূর্ণsignificanceinsignificanceFriendবন্দুenemyfoeNeedপ্রয়োজনcommitment/necessaryavoidSympathyসহানুভুতিkindnessrudenessProveপ্রমানconfirmdisproveFalseমিথ্যাwrongtrueHarmক্ষতিকরlosshelpLaughহাসাburstcryPleasureআনন্দhappinesssadnessBringআনাcarryleaveideaধারণাconceptnothingAllowঅনুমতিpermitdenyFreedomস্বাধীনতাindependencebondageOpinionমতামতviewawarenessFairমেলাcleanunfairEqualসমানbalancedunequalDivisionবিভাগdistributionunionElectনির্বাচন করাvoterefuseSystemনিয়ম-নীতিprocesspartTreatmentচিকিৎশা করাcuringhurtFacilityসুবিধাadvantagepainNeverকখন নয়NotingAlwaysWeakerদুর্বলrottenstrongerDiscourageনিরুৎসাহিতdroopEncourageFrustratingহতাশাজনকBuffaloingsatisfyingInterestআগ্রহীeagernessdiscourageAbilityসক্ষমতাCapabilityinabilityDreamস্বপ্নfancyfactBestসবচেয়ে ভালfinestworstSuccessসফলতাachievementfailureachieveঅর্জন…
আপনি যদি ইন্টারনেটে চাকরির সন্ধান করছেন এবং আপনি এটি সম্পর্কে জানতে চান তবে আপনি সঠিক…
Model Question 1 Part-I : Marks 60 1. Read the passage and answer the questions…
পঞ্চম অধ্যায় দেবদেবী ও পূজা এ অধ্যায়ে আমরা পূজা, পুরোহিতের ধারণা ও যোগ্যতা, দেবী দুর্গা,…
চতুর্থ অধ্যার হিন্দুধর্মে সংস্কার আমাদের এই পার্থিব জীবনকে সুন্দর ও কল্যাণময় করে গড়ে তোলার লড়্গ্েয…
তৃতীয় অধ্যায় ধর্মীয় আচার-অনুষ্ঠান আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করার জন্য যেসব আচার-আচরণ চর্চিত হয়…
This website uses cookies.