Primary Question Bank

Primary assistant teacher exam question 2011 (Code-Shapla)

প্রাইমারি সহকারি-শিক্ষক নিয়োগ পরিক্ষা ২০১১ (কোড-শাপলা)

কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়?

(ক) ব্রাজিল

(খ) আর্জেন্টিনা

(গ) পেরু

(ঘ) পানামা

উত্তরঃ ঘ। পানামা

বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর

(ক) সোনা মসজিদ

(খ) চট্টগ্রাম

(গ) বেনাপোল

(ঘ) হিলি

উত্তরঃ গ। বেনাপোল

ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি?

(ক) বৃহৎ

(খ) বর্ধিষ্ণু

(গ) বর্তমান

(ঘ) বৃদ্ধিপ্রাপ্ত

উত্তরঃ খ। বর্ধিষ্ণু

ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?

(ক) এনোফিলিস

(খ) এডিস

(গ) কিউলেক্স

(ঘ) সব ধরনের মশা

উত্তরঃ খ। এডিস

স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহার করা হয়?

(ক) সাইট্রিক এসিড

(খ) নাইট্রিক এসিড

(গ) হাইড্রোক্লোরিক এসিড

(ঘ) টারটারিক এসিড

উত্তরঃ খ। নাইট্রিক এসিড

‘At home’ এর অর্থ

(ক) Home made of bricks

(খ) One who has lost home

(গ) Try to make a home

(ঘ) Familiar with

উত্তরঃ ঘ। Familiar with

কোনটি Effort শব্দের সমার্থক শব্দ?

(ক) Assurance

(খ) Attempt

(গ) Erect

(ঘ) Exclude

উত্তরঃ খ। Attempt

কোনটি Brief শব্দের সমার্থক শব্দ?

(ক) Short

(খ) Copious

(গ) Eloquent

(ঘ) Profuse

উত্তরঃ ক। Short

Students should attend —-their lessons. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে

(ক) with

(খ) on

(গ) at

(ঘ) to

উত্তরঃ ঘ। to

১০I approved —-his action. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে

(ক) at

(খ) on

(গ) of

(ঘ) with

উত্তরঃ গ। of

১১যার কোন উপায় নেই‘–এক কথায় কি হবে?

(ক) নিরুপায়

(খ) নাচার

(গ) অনন্যেপায়

(ঘ) উপায়হীন

উত্তরঃ ক। নিরুপায়

১২যা বলা হয়নি এক কথায় হবে

(ক) অবহিত

(খ) অনুক্ত

(গ) অবাচ্য

(ঘ) অনুল্লেখ

উত্তরঃ খ। অনুক্ত

১৩অগস্ত্য যাত্রা বাগধারাটির অর্থ কি?

(ক) শুরু করা

(খ) তাড়াতাড়ি শেষ করা

(গ) বিশ্রাম করা

(ঘ) শেষ বিদায়

উত্তরঃ ঘ। শেষ বিদায়

১৪আকস্মিকশব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

(ক) হঠাৎ

(খ) চিরন্তন

(গ) তিরোভাব

(ঘ) স্থির

উত্তরঃ খ। চিরন্তন

১৫ঊর্মিশব্দের সমার্থক শব্দ কোনটি?

(ক) ঢেউ

(খ) সোজা

(গ) অসংহত

(ঘ) ঋজু

উত্তরঃ ক। ঢেউ

১৬আট বাহুবিশিষ্ট সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ হবে

(ক) ৪৫ ডিগ্রী

(খ) ৬০ ডিগ্রী

(গ) ৮০ ডিগ্রী

(ঘ) ১০০ ডিগ্রী

উত্তরঃ ক। ৪৫ ডিগ্রী

১৭ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর

(ক) সমান হবে

(খ) দ্বিগুণ হবে

(গ) অর্ধেক হবে

(ঘ) এক তৃতীয়াংশ হবে

উত্তরঃ গ। অর্ধেক হবে

১৮কোন পরীক্ষায় ৪০% পরীক্ষার্থী ইংরেজিতে, ২৫% গণিতে এবং ১৫% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?

(ক) ৩০

(খ) ৩৫

(গ) ৪০

(ঘ) ৫০

উত্তরঃ ঘ। ৫০

১৯, , ১৩, ৪০ ——ধারাটির পরবর্তী পদ কত?

(ক) ৩৯

(খ) ৮১

(গ) ১২১

(ঘ) ৩৬৩

উত্তরঃ গ। ১২১

২০, , ১০, ১৪ —— ধারাটির ৭ম পদ কত?

(ক) ২২

(খ) ২৬

(গ) ২৮

(ঘ) ৩০

উত্তরঃ খ। ২৬

২১কাঁচি কোন ধরনের শব্দ?

(ক) আরবি

(খ) ফারসি

(গ) হিন্দি

(ঘ) তুর্কি

উত্তরঃ ঘ। তুর্কি

২২বাংলাদেশে প্রথম বেসরকারি ব্যাংক কোনটি?

(ক) ন্যাশনাল ব্যাংক

(খ) আরব বাংলাদেশ ব্যাংক

(গ) দি সিটি ব্যাংক

(ঘ) আইএফআইসি ব্যাংক

উত্তরঃ খ। আরব বাংলাদেশ ব্যাংক

২৩বাংলাদেশের কোন স্থানটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত?

(ক) চুরুলিয়া

(খ) দবিরামপুর

(গ) শান্তিডাঙ্গা

(ঘ) কালীগঞ্জ

উত্তরঃ খ। দবিরামপুর

২৪আনন্দবিহার কোথায়?

(ক) রাজশাহীতে

(খ) মহাস্থানগড়

(গ) ময়নামতি

(ঘ) পাহাড়পুর

উত্তরঃ গ। ময়নামতি

২৫ষাটগম্বুজ মসজিদ নির্মাণ করেন

(ক) হযরত শাহজালাল

(খ) পীর খান জাহান আলী

(গ) হযরত আমানত শাহ

(ঘ) বায়েজিদ বোস্তামী

উত্তরঃ খ। পীর খান জাহান আলী

২৬মহামুনি বিহার কোথায়?

(ক) জামালপুরের দেওয়ানগঞ্জে

(খ) সিলেটের হবিগঞ্জে

(গ) চট্টগ্রামের রাউজান

(ঘ) দিনাজপুরের ফুলবাড়ি

উত্তরঃ গ। চট্টগ্রামের রাউজান

২৭শাপলা চত্বরের স্থপতি

(ক) আজিজুল জলিল পাশা

(খ) নিতুন কুণ্ডু

(গ) শামীম শিকদার

(ঘ) মোস্তফা মনোয়ার

উত্তরঃ ক। আজিজুল জলিল পাশা

২৮পাট কোন দেশের প্রধান শিল্প?

(ক) ভারত

(খ) মিশর

(গ) বাংলাদেশ

(ঘ) যুক্তরাজ্য

উত্তরঃ গ। বাংলাদেশ

২৯পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ উত্তোলিত হয়

(ক) রাশিয়া

(খ) অস্ট্রেলিয়া

(গ) চীন

(ঘ) কানাডা

উত্তরঃ গ। চীন

৩০উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকার সাথে যুক্ত করেছে

(ক) বেরিং প্রণালী

(খ) পানামা যোজক

(গ) গ্রেট লেকস্‌

(ঘ) ফ্লোরিডা প্রণালী

উত্তরঃ খ। পানামা যোজক

৩১নিচের কোন বাক্যটি শুদ্ধ?

(ক) I took my tea at 5 p.m.

(খ) He refused to help me.

(গ) Keep it on the table.

(ঘ) I saw him long before.

উত্তরঃ খ। He refused to help me.

৩২নিচের কোন বাক্যটি শুদ্ধ?

(ক) Put the book on the table

(খ) The examiner saw my papers

(গ) I feel some better

(ঘ) He is not in the committee

উত্তরঃ ক। Put the book on the table

৩৩He said to me, “By God! I shall support you.”—– বাক্যটির Indirect speech হবে

(ক) He swore by God that he will support me.

(খ) He swore by God that he will have supported me.

(গ) He swear by God that he would have supported me.

(ঘ) He swore by God that he would support me.

উত্তরঃ ঘ। He swore by God that he would support me.

৩৪He said, ‘The earth moves round the sun.’ বাক্যটির Indirect speech হবে

(ক) He said that the earth moved round the sun.

(খ) He said that the earth moves round the sun.

(গ) He said that the earth has moved round the sun.

(ঘ) He said that the earth had moved round the sun.

উত্তরঃ খ। He said that the earth moves round the sun.

৩৫‘Do not hate the poor.’ বাক্যটির Passive form হবে

(ক) Let not the poor be hated.

(খ) Let the poor not be hated.

(গ) Poor not be hated.

(ঘ) Poor are not be hated.

উত্তরঃ ক। Let not the poor be hated.

৩৬How can you do this? বাক্যটির Passive form হবে

(ক) How this can be done by you?

(খ) How could this be done by you?

(গ) How can this be done by you?

(ঘ) How this could be done by you?

উত্তরঃ গ। How can this be done by you?

৩৭কোন বানানটি শুদ্ধ?

(ক) Accesible

(খ) Accessible

(গ) Acesible

(ঘ) Accissable

উত্তরঃ খ। Accessible

৩৮কোনটি শুদ্ধ বানান?

(ক) Accession

(খ) Accesion

(গ) Acession

(ঘ) Acsesion

উত্তরঃ ক। Accession

৩৯কোনটি Abstract Noun?

(ক) Man

(খ) Height

(গ) Jury

(ঘ) Long

উত্তরঃ খ। Height

৪০কোনটি Collective Noun?

(ক) Girl

(খ) Books

(গ) Library

(ঘ) Soldiers

উত্তরঃ গ। Library

৪১বিচ্ছিন্ন শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

(ক) বিচ + ছিন্ন

(খ) বি + ছিন্ন

(গ) বিৎ + চ্ছিন্ন

(ঘ) বিৎ + ছিন্ন

উত্তরঃ খ। বি + ছিন্ন

৪২ছায়াশীতল কোন সমাস (ছায়াতে শীতল)?

(ক) তৎপুরুষ

(খ) বহুব্রীহি

(গ) কর্মধারয়

(ঘ) দ্বিগু

উত্তরঃ ক। তৎপুরুষ

৪৩হারামণিকোন সমাস (হারিয়েছে যে মণি)?

(ক) তৎপুরুষ

(খ) কর্মধারয়

(গ) বহুব্রীহি

(ঘ) অব্যয়ীভাব

উত্তরঃ খ। কর্মধারয়

৪৪পড়াশোনায় মন দাও বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

(ক) কর্তায় ৭মী

(খ) কর্মে ৭মী

(গ) অপাদানে শূন্য

(ঘ) অধিকরণে ৭মী

উত্তরঃ ঘ। অধিকরণে ৭মী

৪৫গাড়ী স্টেশন ছাড়ল বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

(ক) কর্তায় শূন্য

(খ) কর্মে শূন্য

(গ) অপাদানে শূন্য

(ঘ) অধিকরণে শূন্য

উত্তরঃ গ। অপাদানে শূন্য

৪৬কোনটি শুদ্ধ বানান?

(ক) নিশীথিনী

(খ) নিশিথিনি

(গ) নিশীথিনি

(ঘ) নিশীথীণী

উত্তরঃ ক। নিশীথিনী

৪৭কোন বানানটি শুদ্ধ?

(ক) জ্ঞানভুসিত

(খ) জ্ঞাণভুষিত

(গ) জ্ঞানভূষিত

(ঘ) জ্ঞাণভুসিত

উত্তরঃ গ। জ্ঞানভূষিত

৪৮কবরনাটকটির রচয়িতা কে?

(ক) হুমায়ুন আহমেদ

(খ) মুনীর চৌধুরী

(গ) জিয়া হায়দার

(ঘ) মামুনুর রশীদ

উত্তরঃ খ। মুনীর চৌধুরী

৪৯বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিতপথের পাঁচালিএকটি

(ক) নাটক

(খ) ভ্রমণ কাহিনী

(গ) গল্প

(ঘ) উপন্যাস

উত্তরঃ ঘ। উপন্যাস

৫০বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পাআমারে দেখিতে যাইও কিন্তু উজানতলীর গাঁ পংক্তিটির রচয়িতা কে?

(ক) জসীমউদ্‌দীন

(খ) আবদুল কাদির

(গ) সত্যেন্দ্রনাথ দত্ত

(ঘ) নবীনচন্দ্র সেন

উত্তরঃ ক। জসীমউদ্‌দীন

৫১একটি জিনিস ৫৬০ টাকায় বিক্রয় করায় ১২% লাভ হলো। জিনিসটির ক্রয়মূল্য কত?

(ক) ৫০০ টাকা

(খ) ৫১২ টাকা

(গ) ৫২০ টাকা

(ঘ) ৫২৫ টাকা

উত্তরঃ ক। ৫০০ টাকা

৫২একটি জিনিস ২৫০ টাকায় ক্রয় করে ২৮০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে?

(ক) ১০%

(খ) ১২%

(গ) ১৫%

(ঘ) ২০%

উত্তরঃ খ। ১২%

৫৩৬৪ কে : অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা হবে

(ক) ৫৪

(খ) ৫৬

(গ) ৫৮

(ঘ) ৬০

উত্তরঃ খ। ৫৬

৫৪দুইটি রাশির অনুপাত : ১২। উত্তর রাশি ৯৬ হলে পূর্ব রাশি কত?

(ক) ৪৯

(খ) ৫৪

(গ) ৫৬

(ঘ) ৬০

উত্তরঃ গ। ৫৬

৫৫পিতা দুই পুত্রের বয়সের গড় ২০ বৎসর। বৎসর পূর্বে দুই পুত্রের বয়সের গড় ছিল ১২বৎসর। পিতার বর্তমান বয়স কত?

(ক) ২৬ বৎসর

(খ) ২৮ বৎসর

(গ) ৩০ বৎসর

(ঘ) ৩২ বৎসর

উত্তরঃ ঘ। ৩২ বৎসর

৫৬ জন ছাত্রের গড় বয়স ১৫ বৎসর। জন ছাত্রের বয়সের গড় ১৭ বৎসর হলে বাকি জন ছাত্রের বয়সের গড় কত?

(ক) ১৪ বৎসর

(খ) ১৫ বৎসর

(গ) ১৬ বৎসর

(ঘ) ১৭ বৎসর

উত্তরঃ ক। ১৪ বৎসর

৫৭একজন কৃষকের ৪০টি গরুর জন্য ৩৫ দিনের খাদ্য মজুদ আছে। তিনি আরো ১০টি গরু ক্রয় করলে খাদ্যে কত দিন চলবে?

(ক) ২০ দিন

(খ) ২৪ দিন

(গ) ২৬ দিন

(ঘ) ২৮ দিন

উত্তরঃ ঘ। ২৮ দিন

৫৮৫৬ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৪ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কত জন শ্রমিক নিয়োগ করতে হবে?

(ক) ২৪ জন

(খ) ২৬ জন

(গ) ২৮ জন

(ঘ) ৩০ জন

উত্তরঃ গ। ২৮ জন

৫৯(a+b) =5, ab=4 হলে (a-b) এর মান কত?

(ক) 41

(খ) 33

(গ) 9

(ঘ) 17

উত্তরঃ ঘ। 17

৬০x-1/x=7 হলে x2+1/x2 এর মান কত ?

(ক) 49

(খ) 50

(গ) 51

(ঘ) 52

উত্তরঃ গ। 51

৬১যমুনা নদী কোথায় পতিত হয়েছে ?

(ক) পদ্মা

(খ) বুড়িগঙ্গা

(গ) ব্রহ্মপুত্র

(ঘ) মেঘনা

উত্তরঃ ক। পদ্মা

৬২নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত?

(ক) ট্রপিক অব ক্যাপিকর্ন

(খ) ট্রপিক অব ক্যানসার

(গ) ইকুয়েটর

(ঘ) আর্কটিক সার্কেল

উত্তরঃ খ। ট্রপিক অব ক্যানসার

৬৩স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ কতগুলো সেক্টরে বিভক্ত ছিল?

(ক) ১৯টি

(খ) ৯টি

(গ) ৮টি

(ঘ) ১১টি

উত্তরঃ ঘ। ১১টি

৬৪ভূমিকম্পের কম্পনের বেগ সর্বাপেক্ষা বেশি

(ক) কেন্দ্রে

(খ) উপকেন্দ্রে

(গ) ভূ-অভ্যন্তরে

(ঘ) উপকেন্দ্রের চারপাশে

উত্তরঃ ক। কেন্দ্রে

৬৫পৃথিবীর নিকটতম গ্রহ

(ক) শুক্র

(খ) বৃহস্পতি

(গ) বুধ

(ঘ) মঙ্গল

উত্তরঃ ক। শুক্র

৬৬কচুরীপানা পানিতে ভাসে

(ক) শিকড় লম্বা বলে

(খ) কাণ্ড ফাঁপা বলে

(গ) পাতাগুলো ছাড়ানো বলে

(ঘ) সবগুলোই ঠিক

উত্তরঃ খ। কাণ্ড ফাঁপা বলে

৬৭নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়

(ক) নির্গমন মুখ

(খ) যুক্তি বর্তনী

(গ) স্মৃতি

(ঘ) কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ

উত্তরঃ ঘ। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ

৬৮হয় রওনা হও, নতুবা গাড়িতে ওঠ এটি কোন ধরনের বাক্য?

(ক) সরল বাক্য

(খ) যৌগিক বাক্য

(গ) জটিল বাক্য

(ঘ) মিশ্র বাক্য

উত্তরঃ খ। যৌগিক বাক্য

৬৯সূর্যে শক্তি উৎপন্ন হয়

(ক) পরমাণুর ফিশন পদ্ধতিতে

(খ) পরমাণুর ফিউশন পদ্ধতিতে

(গ) রাসায়ানিক বিক্রিয়ার ফলে

(ঘ) তেজস্ক্রিয়তার ফলে

উত্তরঃ খ। পরমাণুর ফিউশন পদ্ধতিতে

৭০বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ

(ক) কম হয়

(খ) বেশি হয়

(গ) একই হয়

(ঘ) খুব কম হয়

উত্তরঃ গ। একই হয়

৭১মিয়ানমার বাংলাদেশকে বিভক্তকারী নদীর নাম কি?

(ক) কর্ণফুলি

(খ) নাফ

(গ) মাতামুহুরী

(ঘ) সাঙ্গু

উত্তরঃ খ। নাফ

৭২নাড়ির স্পন্দন প্রবাহিত হয়

(ক) ধমনীর ভিতর দিয়ে

(খ) শিরার ভিতর দিয়ে

(গ) স্নায়ুর ভিতর দিয়ে

(ঘ) ল্যাকটিয়ালের ভিতর দিয়ে

উত্তরঃ ক। ধমনীর ভিতর দিয়ে

৭৩মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?

(ক) ২০ জোড়া

(খ) ২১ জোড়া

(গ) ২২ জোড়া

(ঘ) ২৩ জোড়া

উত্তরঃ ঘ। ২৩ জোড়া

৭৪কোনটি অপুষ্পক উদ্ভিদ নয়?

(ক) ক্লোরেলা

(খ) শিমুল

(গ) নস্টক

(ঘ) ব্যাঙের ছাতা

উত্তরঃ খ। শিমুল

৭৫ভূমির অবস্থা গঠন সময়ের হিসেবে বাংলাদেশের ভূমিরূপকে কয় ভাগে ভাগ করা হয়?

(ক) দুই ভাগ

(খ) তিন ভাগ

(গ) চার ভাগ

(ঘ) পাঁচ ভাগ

উত্তরঃ গ। চার ভাগ

৭৬কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য

(ক) ভিটামিন এ

(খ) ভিটামিন সি

(গ) লৌহ

(ঘ) ক্যালসিয়াম

উত্তরঃ গ। লৌহ

৭৭নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার তৈরি করা হয়?

(ক) সবুজ সার

(খ) পটাস

(গ) টিএসপি

(ঘ) ইউরিয়া

উত্তরঃ ঘ। ইউরিয়া

৭৮সংকর ধাতু ব্রোঞ্জের উপাদান হলো

(ক) তামা ও লোহা

(খ) টিন ও দস্তা

(গ) তামা ও টিন

(ঘ) লোহা ও দস্তা

উত্তরঃ গ। তামা ও টিন

৭৯কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম?

(ক) লাল

(খ) হলুদ

(গ) বেগুনি

(ঘ) নীল

উত্তরঃ ক। লাল

৮০কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?

(ক) ০ ডিগ্রী সেলসিয়াস

(খ) ৪ ডিগ্রী সেলসিয়াস

(গ) ৬ ডিগ্রী সেলসিয়াস

(ঘ) ৭ ডিগ্রী সেলসিয়াস

উত্তরঃ খ। ৪ ডিগ্রী সেলসিয়াস

Mustafij Sir

Recent Posts

HSC Synonym Antonym Board Question All Board

WordsMeaningsSynonyms    antonymsouterবাইরেরoutmostinnerproletarianদরিদ্র/সর্বহারাWorking-classmorallaunchশুরু করাIntroductionwithdrawpreparingপ্রস্তুতিGet-readydoubtfaultlesslyনির্দোষভাবেabsolutelyfaultynauseaবমিবমিভাবvomitingheadachediscomfortঅসস্তিupsetcomfortmaintainedবজায় করাsustainuselessLaterকরেnextearlierdynamicগতিশীলAggressivestaticplanপরিকল্পনাproposaldisorderaimলক্ষGoalaimlessdirectionনিদ্ধেশনাInstructionnoticeprofessionপেশাJobjoblesssuitsআকারFormnothingaptitudeযোগ্যতাAttitudedislikevaryপরিবর্তীতVariousfixeducatedশিক্ষিতLearneduneducatedcitizenনাগরিকnativeforeignervirtueপূর্ণgoodnessevilA lotঅনেকhugelittlecourteousবিনয়ীpoliterudediscourtesyঅবিনয়ীrudenesscourteouswinজয় করাgainloseenemyশত্রুfoefriendensureনিশ্চিত করাconfirmcancelangerরাগtempercalmnessremoveঅপসারণcancelputcordialityসোহার্দrudenessdiscordialitydifferentভিন্নDissimilarsameseeksঅনুসন্ধানPursuefindeagerআগ্রহীinterestdisinterestedobservationপর্যবেক্ষণExaminationneglectmereএকমাত্রImmenseabnormalalertসতর্কWatchfulunawarelatentসুপ্তOpenrealizedinstructorsপ্রশিকক্ষকteacherstudentguideগাইডmentormisguidewayপথ/উপায়Pathpartfascinatingচমৎকারexcellentunattractiveinterestআগ্রহীeagerdisregardimpatientঅধৈয্যIntolerancepatientillogicalঅযোক্তিকunethicalLogicalindifferentউদাসীনUninteresteddifferentethicallyনৈথিকভাবেlawfullyUnethicalGood-lookingচমৎকারAttractiveUnattractiveDarkঅন্ধকারBlackbrightFlawlessস্থিরperfectflawedShinyউজ্জল্যbrightdarkSlenderসরুthinfatGracefulকরুনাময়elegantungracefulStylishlyআড়ম্বরপূর্ণভাবেattractivesimplyAppreciatesপ্রশংসা করেpriesCriticizeNoticeলক্ষ করেadvertisementoverlookAmbitionউচ্ছাকাঙকাAim/desirelazinessRequireপ্রয়োজনneedanswerProficiencyদক্ষতাskilledincompetenceWonderআশ্চয্যSurprisedisinterestTestedপরীক্ষীতverifiednewEquallyসমানভাবেsimilarlyUnequallyDisappointingহতাশাজনকInceptingappointingPresumablyসম্ভবতdoubtlesslyimprobableQualifyযোগ্যতাcertifyDisqualifywrongভুলmistakewriteIdealআদর্শModelbadMasterদক্ষTeacherStudentMakesতৈরীcreateBreak/destroyMethodপদ্ধতিSystemdifferenceConvincingবিশ্বাসীsatisfactoryUnconvincingPraisesপ্রশাংসা করেhurrahCriticizeMistakeভুলErrorsagacityAngryরাগevilcalmSimpleসাধারণgeneralComplexmoralনৈতিকethicalamoralAcceptedগৃহিতreceivedrejectedSincerityআন্তরিকতাGood-willinsincerityResponsibilityদায়িত্বdutiesdepartureComplexityজটিলতাcomplicationSimplicityEnvyহিংসাlastedpraiseVicesমন্দevilVirtueImpactsপ্রভাবeffectfailsAwarenessসতর্কতাalertnessunawarenessOut-comeবাহিরের দিকresultcauseimportanceগুর্ত্বপূর্ণsignificanceinsignificanceFriendবন্দুenemyfoeNeedপ্রয়োজনcommitment/necessaryavoidSympathyসহানুভুতিkindnessrudenessProveপ্রমানconfirmdisproveFalseমিথ্যাwrongtrueHarmক্ষতিকরlosshelpLaughহাসাburstcryPleasureআনন্দhappinesssadnessBringআনাcarryleaveideaধারণাconceptnothingAllowঅনুমতিpermitdenyFreedomস্বাধীনতাindependencebondageOpinionমতামতviewawarenessFairমেলাcleanunfairEqualসমানbalancedunequalDivisionবিভাগdistributionunionElectনির্বাচন করাvoterefuseSystemনিয়ম-নীতিprocesspartTreatmentচিকিৎশা করাcuringhurtFacilityসুবিধাadvantagepainNeverকখন নয়NotingAlwaysWeakerদুর্বলrottenstrongerDiscourageনিরুৎসাহিতdroopEncourageFrustratingহতাশাজনকBuffaloingsatisfyingInterestআগ্রহীeagernessdiscourageAbilityসক্ষমতাCapabilityinabilityDreamস্বপ্নfancyfactBestসবচেয়ে ভালfinestworstSuccessসফলতাachievementfailureachieveঅর্জন…

8 months ago

সরকারি চাকরী খুজুন ঘরে বসেঃ ইন্টারনেটে চাকরীর খোঁজ(জরুরী ধাপ ও নির্ভরযোগ্য সকল ওয়েবসাইট)

আপনি যদি ইন্টারনেটে চাকরির সন্ধান করছেন এবং আপনি এটি সম্পর্কে জানতে চান তবে আপনি সঠিক…

2 years ago

HSC 2023- English 1st Paper Model Question and Solution-1

Model Question 1 Part-I : Marks 60 1. Read the passage and answer the questions…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-পঞ্চম অধ্যায়- দেবদেবী ও পূজা সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

পঞ্চম অধ্যায় দেবদেবী ও পূজা এ অধ্যায়ে আমরা পূজা, পুরোহিতের ধারণা ও যোগ্যতা, দেবী দুর্গা,…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-চতুর্থ অধ্যায়- হিন্দুধর্মে সংস্কার সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

চতুর্থ অধ্যার হিন্দুধর্মে সংস্কার আমাদের এই পার্থিব জীবনকে সুন্দর ও কল্যাণময় করে গড়ে তোলার লড়্গ্েয…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-তৃতীয় অধ্যায়, ধর্মীয় আচার-অনুষ্ঠান সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

তৃতীয় অধ্যায় ধর্মীয় আচার-অনুষ্ঠান আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করার জন্য যেসব আচার-আচরণ চর্চিত হয়…

2 years ago

This website uses cookies.