Primary Question Bank

Primary assistant teacher exam question 2013 (Code-Shitalakshya, Set-1) Date-12-04-2013

প্রাইমারি সহকারি-শিক্ষক নিয়োগ পরিক্ষা ২০১৩ (কোড-শীতলক্ষ্যা, সেট-১)

এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে, গাড়িয়া দিয়াছি কত সোনামুখ নাওয়ায়ে চোখের জলে পঙ্ক্তিটি কোন কবির রচনা?

(ক) জসীমউদ্‌দীন

(খ) সুফিয়া কামাল

(গ) সত্যেন্দ্রনাথ দত্ত

(ঘ) আবদুল কাদির

উত্তরঃ ক। জসীমউদ্‌দীন

জাহান্নাম হইতে বিদায় শওকত ওসমান রচিত একটি

(ক) ছোটগল্প

(খ) নাটক

(গ) প্রবন্ধ

(ঘ) উপন্যাস

উত্তরঃ ঘ। উপন্যাস

মুনীর চৌধুরী রচিত কেউ কিছু বলতে পারে না একটি

(ক) উপন্যাস

(খ) গল্প

(গ) অনুপাত নাটক

(ঘ) প্রবন্ধ

উত্তরঃ গ। অনুপাত নাটক

কোন বানানটি শুদ্ধ?

(ক) তেজস্ক্রিয়তা

(খ) তেজস্ক্রীয়তা

(গ) তেজষ্ক্রিয়তা

(ঘ) তেজোস্কীয়তা

উত্তরঃ ক। তেজস্ক্রিয়তা

কোনটি শুদ্ধ বানান?

(ক) রৌদ্রকরোজ্জ্বল

(খ) রৌদ্রকরজ্জল

(গ) রৌদ্রকরজ্জ্বল

(ঘ) রৌদ্রকরোজ্জল

উত্তরঃ ক। রৌদ্রকরোজ্জ্বল

‘ টাকায় টাকা হয়বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

(ক) কর্তায় ৭মী

(খ) করণে ৭মী

(গ) অধিকরণে ৭মী

(ঘ) অপাদানে ৭মী

উত্তরঃ ঘ। অপাদানে ৭মী

‘ আজকে নগদ কালকে ধারবাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

(ক) কর্তায় ২য়া

(খ) অধিকরণে ২য়া

(গ) কর্মে ২য়া

(ঘ) অপাদানে ২য়া

উত্তরঃ খ। অধিকরণে ২য়া

খাসমহল (খাস যে মহল) কোন সমাস?

(ক) তৎপুরুষ

(খ) বহুব্রীহি

(গ) কর্মধারয়

(ঘ) অব্যয়ীভাব

উত্তরঃ গ। কর্মধারয়

তেপান্তর (তিন প্রান্তরের সমাহার) কোন সমাস?

(ক) দ্বিগু

(খ) তৎপুরুষ

(গ) কর্মধারয়

(ঘ) দ্বন্দ্ব

উত্তরঃ ক। দ্বিগু

১০যা দীপ্তি পাচ্ছে এক কথায় কী হবে?

(ক) সন্দীপন

(খ) দীপ্তিমান

(গ) দেদীপ্যমান

(ঘ) আলোকিত

উত্তরঃ গ। দেদীপ্যমান

১১যে বস্তি থেকে উৎখাত হয়েছেএক কথায় কী হবে?

(ক) সর্বহারা

(খ) কাঙ্গাল

(গ) বস্তিহীন

(ঘ) উদ্বাস্তু

উত্তরঃ ঘ। উদ্বাস্তু

১২দ্যুলোক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

(ক) দু+ লোক

(খ) দিব + লোক

(গ) দুল + অক

(ঘ) দ্যু + অক

উত্তরঃ খ। দিব + লোক

১৩পর্বত শব্দের সমার্থক শব্দ কোনটি?

(ক) সরোজ

(খ) বৈভব

(গ) মহীধর

(ঘ) উদক

উত্তরঃ গ। মহীধর

১৪নিমগ্ন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

(ক) উদাসীন

(খ) জাগরিক

(গ) অপকর্ষ

(ঘ) নিস্তেজ

উত্তরঃ ক। উদাসীন

১৫নির্মমকোন বাগধারা দিয়ে বুঝানো হয়েছে?

(ক) ইঁদুর কপালো

(খ) মাছের মা

(গ) অন্তর টিপুনী

(ঘ) বিষের পুটুলি

উত্তরঃ খ। মাছের মা

১৬কোন বানানটি শুদ্ধ?

(ক) Gillotine

(খ) Guillotine

(গ) Guilotine

(ঘ) Giullotine

উত্তরঃ খ। Guillotine

১৭কোন বানানটি শুদ্ধ?

(ক) Mustach

(খ) Moustach

(গ) Mustacher

(ঘ) Moustache

উত্তরঃ ঘ। Moustache

১৮He has no control __ himself বাক্যের শূণ্যস্থানে সঠিক শব্দ বসবে

(ক) over

(খ) in

(গ) on

(ঘ) at

উত্তরঃ ক। over

১৯He is callous __ his studies বাক্যের শূণ্যস্থানে সঠিক শব্দ বসবে

(ক) in

(খ) to

(গ) on

(ঘ) for

উত্তরঃ খ। to

২০কোন বাক্যটি শুদ্ধ?

(ক) Did he take your leave?

(খ) Did he take leave from you?

(গ) Did he take leave of you?

(ঘ) Did he take leave off you?

উত্তরঃ গ। Did he take leave of you?

২১কোন বাক্যটি শুদ্ধ?

(ক) Anis copied the answer word by word

(খ) Anis copied the answer word with word

(গ) Anis copied the answer word in word

(ঘ) Anis copied the answer word for word

উত্তরঃ ঘ। Anis copied the answer word for word

২২কোনটি sober শব্দের সমার্থক শব্দ?

(ক) Informal

(খ) Sedate

(গ) Ominary

(ঘ) Boisterous

উত্তরঃ খ। Sedate

২৩‘Opinion’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

(ক) Belief

(খ) Fact

(গ) Misgiving

(ঘ) Knowledge

উত্তরঃ ক। Belief

২৪‘You should keep your promise’. বাক্যটির Passive form হবে

(ক) Your promise is to be kept by you

(খ) Your promise should keep by you

(গ) Your promise should kept by you

(ঘ) Your promise should be kept by you

উত্তরঃ ঘ। Your promise should be kept by you

২৫Am I wanted by you? বাক্যটির Active form হবে

(ক) Did you want me?

(খ) Are you wanted me?

(গ) Do you want me?

(ঘ) Have you wanted me?

উত্তরঃ গ। Do you want me?

২৬কোনটি Collective noun?

(ক) Boy

(খ) Library

(গ) Books

(ঘ) Mouth

উত্তরঃ খ। Library

২৭‘Slave’ শব্দটির Abstract Noun হবে

(ক) Slave

(খ) slaverer

(গ) Slaves

(ঘ) Slavery

উত্তরঃ ঘ। Slavery

২৮Anwar said, “I have done the sum”. বাক্যটির indirect speech হবে

(ক) Anwar said that I have done the sum

(খ) Anwar said that I had done the sum

(গ) Anwar said that he had done the sum

(ঘ) Anwar sid that he has done the sum

উত্তরঃ গ। Anwar said that he had done the sum

২৯He asked me where I had gone the previous day- বাক্যটির direct speech হবে

(ক) He said to me, “Where did you go yesterday?”

(খ) He asked me, “Where have you gone yesterday?”

(গ) He asked me, “Where had you gone previous day?”

(ঘ) He said to me, “Where did you go previous day?”

উত্তরঃ ক। He said to me, “Where did you go yesterday?”

৩০‘At home’ এর অর্থ

(ক) Familiar with

(খ) Try to make a home

(গ) One who has lost home

(ঘ) Home made of briks

উত্তরঃ ক। Familiar with

৩১দুইটি রাশির অনুপাত : পূর্ব রাশি ১৬ হলে উত্তর রাশি কত?

(ক) ২৪

(খ) ২৮

(গ) ৩০

(ঘ) ৩৫

উত্তরঃ খ। ২৮

৩২দুইটি সংখ্যার অনুপাত : উভয়ের সাথে যোগ করলে অনুপাতটি : হয় সংখ্যা দুইটি কি কি?

(ক) ৭ ও ১১

(খ) ১০ ও ১৪

(গ) ১০ ও ১৬

(ঘ) ১২ ও ১৮

উত্তরঃ গ। ১০ ও ১৬

৩৩পিতা দুই পুত্রের গড় বয়স ২৪ বছর তিন বছর পূর্বে দুই পুত্রের গড় বয়স ছিল ১৫ বছর পিতার বর্তমান বয়স কত?

(ক) ৩৬ বছর

(খ) ৩২ বছর

(গ) ৩৩ বছর

(ঘ) ৩৪ বছর

উত্তরঃ ক। ৩৬ বছর

৩৪লঞ্চ স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ১৫ কিমি কিমি নদীপথে ৩০ কিমি যেয়ে আবার ফিরে আসতে সময় লাগবে

(ক) ৪ ঘন্টা

(খ) ৫ ঘন্টা

(গ) ৩/ ঘন্টা

(ঘ) ৪/ ঘন্টা

উত্তরঃ ঘ। ৪/ঘন্টা

৩৫কোনো বাড়িতে ১০ জন লোকের ৩০ দিনের খাবার আছে বাড়িতে জন মেহমান আসলে খাবারে তাদের কত দিন চলবে?

(ক) ২৪ দিন

(খ) ২০ দিন

(গ) ২৫ দিন

(ঘ) ২২ দিন

উত্তরঃ গ। ২৫ দিন

৩৬কোনো পরিবারে মজুদ খাদ্যে জন সদস্যের ১৮ দিন চলে মেহমান আসায় খাদ্যে ১২ দিন চললে কতজন মেহমান এসেছিল?

(ক) ৪ জন

(খ) ২ জন

(গ) ৬ জন

(ঘ) ৮ জন

উত্তরঃ খ। ২ জন

৩৭একটি কলম ১৯০ টাকায় বিক্রি করাতে % ক্ষতি হয় কলমটির ক্রয়মূল্য কত?

(ক) ২০০ টাকা

(খ) ১৯৫ টাকা

(গ) ২১০ টাকা

(ঘ) ২২০ টাকা

উত্তরঃ ক। ২০০ টাকা

৩৮একটি পরীক্ষায় ৭৫ টি প্রশ্ন ছিল আসাদ ৬০ টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে?

(ক) ৮৫%

(খ) ৮০%

(গ) ৭৫%

(ঘ) ৭০%

উত্তরঃ খ। ৮০%

৩৯বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা বছরে সুদআসলে ৪৭৬ টাকা হবে?

(ক) ৬ %

(খ) ৫ %

(গ) ৪ %

(ঘ) ৪/ %

উত্তরঃ গ। ৪ %

৪০নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?

(ক) ৫/৯

(খ) ৩/৪

(গ) ৭/১২

(ঘ) ১১/১৮

উত্তরঃ ক। ৫/৯

৪১(.০১)এর মান কোন ভগ্নাংশটির সমান?

(ক) ১/১০

(খ) ১/১০০

(গ) ১/১০০০

(ঘ) ১/১০০০০

উত্তরঃ ঘ। ১/১০০০০

৪২যদি (x-5)(a+x) = x2 – 25 হয়, তবে a- এর মান কত?

(ক) -25

(খ) 25

(গ) -5

(ঘ) 5

উত্তরঃ ঘ। 5

৪৩9x2 + 24x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে?

(ক) 49

(খ) 36

(গ) 16

(ঘ) 25

উত্তরঃ গ। 16

৪৪কোনো ত্রিভুজের তিন কোণের সমদ্বিখন্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে

(ক) ভরকেন্দ্র

(খ) পরিকেন্দ্র

(গ) অন্তঃকেন্দ্র

(ঘ) লম্ববিন্দু

উত্তরঃ গ। অন্তঃকেন্দ্র

৪৫সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি

(ক) স্থূলকোণ

(খ) সূক্ষ্মকোণ

(গ) পূরককোণ

(ঘ) সরলকোণ

উত্তরঃ খ। সূক্ষ্মকোণ

৪৬খাসিয়া উপজাতি কোন জেলায় অধিক বাস করে?

(ক) রাঙ্গামাটি

(খ) সিলেট

(গ) ময়মনসিংহ

(ঘ) বান্দরবান

উত্তরঃ খ। সিলেট

৪৭দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?

(ক) লালমনিরহাট

(খ) কুড়িগ্রাম

(গ) নীলফামারী

(ঘ) পঞ্চগড়

উত্তরঃ ক। লালমনিরহাট

৪৮সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত?

(ক) রায়মঙ্গল

(খ) মাতামুহুরী

(গ) বলেশ্বর

(ঘ) রুপসা

উত্তরঃ গ। বলেশ্বর

৪৯হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত?

(ক) চট্টগ্রাম

(খ) টেকনাফ

(গ) বান্দরবান

(ঘ) কক্সবাজার

উত্তরঃ ঘ। কক্সবাজার

৫০আনন্দবিহার কোথায় অবস্থিত?

(ক) ঢাকার মালিবাগে

(খ) কুমিল্লার ময়নামতিতে

(গ) দিনাজপুরের ফুলবাড়িতে

(ঘ) চট্টগ্রামের রাউজানে

উত্তরঃ খ। কুমিল্লার ময়নামতিতে

৫১লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন কে?

(ক) যুবরাজ মোহাম্মদ আযম

(খ) শায়েস্তা খান

(গ) মুর্শিদকুলি খান

(ঘ) সুবাদার ইসলাম খান

উত্তরঃ ক। যুবরাজ মোহাম্মদ আযম

৫২বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন

(ক) বিজয় সেন

(খ) লক্ষণ সেন

(গ) ইলিয়াস শাহ

(ঘ) বাদশা আকবর

উত্তরঃ ঘ। বাদশা আকবর

৫৩মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয়?

(ক) ১৯৯৮ সালে

(খ) ২০০০ সালে

(গ) ২০০১ সালে

(ঘ) ২০০২ সালে

উত্তরঃ গ। ২০০১ সালে

৫৪সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?

(ক) মেসোপটেমিয়ায়

(খ) পারস্যে

(গ) মিশরে

(ঘ) রাশিয়ায়

উত্তরঃ ক। মেসোপটেমিয়ায়

৫৫নিচের কোনটি যকৃতের রোগ?

(ক) জন্ডিস

(খ) কলেরা

(গ) হাম

(ঘ) টাইফয়েড

উত্তরঃ ক। জন্ডিস

৫৬রক্তশূন্যতা বলতে বুঝায়

(ক) রক্তের পরিমাণ কমে যাওয়া

(খ) রক্তরসের পরিমাণ কমে যাওয়া

(গ) অণুচক্রিকার পরিমাণ কমে যাওয়া

(ঘ) হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া

উত্তরঃ ঘ। হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া

৫৭সিস্টোলিক চাপ বলতে বুঝায়

(ক) হৃৎপিন্ডের প্রসারণ চাপ

(খ) হৃৎপিন্ডের সংকোচন চাপ

(গ) হৃৎপিন্ডের সংকোচন ও প্রসারণ চাপ

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ খ। হৃৎপিন্ডের সংকোচন চাপ

৫৮বটের বীজের বিস্তার ঘটে কিসের সাহায্যে?

(ক) পানি

(খ) বাতাস

(গ) পাখি

(ঘ) এর কোনোটিই নয়

উত্তরঃ গ। পাখি

৫৯নাইট্রোজেন থেকে কোন সার তৈরি করা হয়?

(ক) ইউরিয়া

(খ) পটাশ

(গ) টিএসপি

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ ক। ইউরিয়া

৬০তেল বা চর্বি হচ্ছে এক ধরনের

(ক) অ্যালকোহল

(খ) অ্যালডিহাইড

(গ) এস্টার

(ঘ) ডিটারজেন্ট

উত্তরঃ গ। এস্টার

৬১কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি?

(ক) লাল

(খ) সবুজ

(গ) হলুদ

(ঘ) বেগুনি

উত্তরঃ ঘ। বেগুনি

৬২মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সবচেয়ে বেশি কোথায়?

(ক) ভূ-কেন্দ্রে

(খ) ভূ-পৃষ্ঠে

(গ) ভূ-পৃষ্ঠে থেকে ৬০০ মিটার উপরে

(ঘ) ভূ-পৃষ্ঠে থেকে ৬০০ মিটার নিচে

উত্তরঃ খ। ভূ-পৃষ্ঠে

৬৩কোনটি সপুষ্পক উদ্ভিদ?

(ক) আম

(খ) শিমুল

(গ) অ্যাগারিকাস

(ঘ) পেয়ারা

উত্তরঃ গ। অ্যাগারিকাস

৬৪বাংলাদেশ কত তারিখে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে?

(ক) ২৬ জুন ২০০০

(খ) ২৪ জুন ২০০০

(গ) ২২ জুন ২০০০

(ঘ) ২০ জুন ২০০০

উত্তরঃ ক। ২৬ জুন ২০০০

৬৫২০১২ সালের এশিয়া কাপের ক্রিকেট ফাইনালে বাংলাদেশ কত রানে পাকিস্তানের কাছে হারে?

(ক) ৩ রানে

(খ) ২ রানে

(গ) ৫ রানে

(ঘ) ৭ রানে

উত্তরঃ খ। ২ রানে

৬৬কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর?

(ক) ৪ বছর

(খ) ৫ বছর

(গ) ৩ বছর

(ঘ) ২ বছর

উত্তরঃ খ। ৫ বছর

৬৭গোবি মরুভূমি কোথায় অবস্থিত?

(ক) উত্তর আফ্রিকা

(খ) দক্ষিণ আফ্রিকা

(গ) চীন

(ঘ) এশিয়া

উত্তরঃ ঘ। এশিয়া

৬৮কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?

(ক) ইরাক

(খ) কুয়েত

(গ) মিশর

(ঘ) জর্ডান

উত্তরঃ ক। ইরাক

৬৯পানিতে অক্সিজেন হাইড্রোজেনের অনুপাত কত?

(ক) ২:১

(খ) ১:২

(গ) ১৬:১

(ঘ) ১:১৬

উত্তরঃ খ। ১:২

৭০হোয়াইট হাউজ যে শহরে অবস্থিত

(ক) হনলুলুতে

(খ) শিকাগোতে

(গ) ওয়াশিংটনে

(ঘ) নিউইয়র্কে

উত্তরঃ গ। ওয়াশিংটনে

৭১পানি বরফে পরিণত হলে কি ঘটবে?

(ক) ঘনত্ব বেড়ে যাবে

(খ) ভর কমে যাবে

(গ) আয়তনের পরিবর্তন ঘটবে না

(ঘ) আয়তন বেড়ে যাবে

উত্তরঃ ঘ। আয়তন বেড়ে যাবে

৭২উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র

(ক) ক্রনমিটার

(খ) ট্যাকোমিটার

(গ) ওডোমিটার

(ঘ) অলটিমিটার

উত্তরঃ খ। ট্যাকোমিটার

৭৩কুকুরের মুখে দাঁতের সংখ্যা কত?

(ক) ৪৪

(খ) ৪০

(গ) ৩২

(ঘ) ২৮

উত্তরঃ ক। ৪৪

৭৪নিচের কোনটি ব্যাকটেরিয়াজনিত রোগ?

(ক) অ্যাথলিটস ফুট

(খ) টিটেনাস

(গ) দাদ

(ঘ) কুষ্ঠ

উত্তরঃ ঘ। কুষ্ঠ

৭৫কোন গ্যাসকে অত্যধিক চাপে তরল করে সোডা ওয়াটার তৈরি করা হয়?

(ক) অক্সিজেন

(খ) নাইট্রোজেন

(গ) কার্বন-ডাই-অক্সাইড

(ঘ) হাইড্রোজেন

উত্তরঃ গ। কার্বন-ডাই-অক্সাইড

৭৬বার্সেলোনা নগরী কোথায় অবস্থিত?

(ক) ইতালিতে

(খ) স্পেনে

(গ) ফ্রান্সে

(ঘ) পর্তুগালে

উত্তরঃ খ। স্পেনে

৭৭পাবলো পিকাসো কে ছিলেন?

(ক) সঙ্গীত শিল্পী

(খ) দার্শনিক

(গ) সাহিত্যিক

(ঘ) চিত্রশিল্পী

উত্তরঃ ঘ। চিত্রশিল্পী

৭৮আন্তর্জাতিক রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত?

(ক) হেগ

(খ) লন্ডন

(গ) জেনেভা

(ঘ) ওয়াশিংটন

উত্তরঃ গ। জেনেভা

৭৯উচ্চ পর্বতের উপর পানির স্ফুটনাঙ্ক কমে যায়, কারণ উচ্চতায়

(ক) বায়ুর চাপ কম

(খ) বায়ুর চাপ বেশি

(গ) সূর্য তাপের প্রখরতা বেশি

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ ক। বায়ুর চাপ কম

৮০বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি?

(ক) নারায়নগঞ্জ

(খ) বান্দরবান

(গ) রাঙামাটি

(ঘ) এর কোনোটিই নয়

উত্তরঃ ক। নারায়নগঞ্জ

Mustafij Sir

Recent Posts

HSC Synonym Antonym Board Question All Board

WordsMeaningsSynonyms    antonymsouterবাইরেরoutmostinnerproletarianদরিদ্র/সর্বহারাWorking-classmorallaunchশুরু করাIntroductionwithdrawpreparingপ্রস্তুতিGet-readydoubtfaultlesslyনির্দোষভাবেabsolutelyfaultynauseaবমিবমিভাবvomitingheadachediscomfortঅসস্তিupsetcomfortmaintainedবজায় করাsustainuselessLaterকরেnextearlierdynamicগতিশীলAggressivestaticplanপরিকল্পনাproposaldisorderaimলক্ষGoalaimlessdirectionনিদ্ধেশনাInstructionnoticeprofessionপেশাJobjoblesssuitsআকারFormnothingaptitudeযোগ্যতাAttitudedislikevaryপরিবর্তীতVariousfixeducatedশিক্ষিতLearneduneducatedcitizenনাগরিকnativeforeignervirtueপূর্ণgoodnessevilA lotঅনেকhugelittlecourteousবিনয়ীpoliterudediscourtesyঅবিনয়ীrudenesscourteouswinজয় করাgainloseenemyশত্রুfoefriendensureনিশ্চিত করাconfirmcancelangerরাগtempercalmnessremoveঅপসারণcancelputcordialityসোহার্দrudenessdiscordialitydifferentভিন্নDissimilarsameseeksঅনুসন্ধানPursuefindeagerআগ্রহীinterestdisinterestedobservationপর্যবেক্ষণExaminationneglectmereএকমাত্রImmenseabnormalalertসতর্কWatchfulunawarelatentসুপ্তOpenrealizedinstructorsপ্রশিকক্ষকteacherstudentguideগাইডmentormisguidewayপথ/উপায়Pathpartfascinatingচমৎকারexcellentunattractiveinterestআগ্রহীeagerdisregardimpatientঅধৈয্যIntolerancepatientillogicalঅযোক্তিকunethicalLogicalindifferentউদাসীনUninteresteddifferentethicallyনৈথিকভাবেlawfullyUnethicalGood-lookingচমৎকারAttractiveUnattractiveDarkঅন্ধকারBlackbrightFlawlessস্থিরperfectflawedShinyউজ্জল্যbrightdarkSlenderসরুthinfatGracefulকরুনাময়elegantungracefulStylishlyআড়ম্বরপূর্ণভাবেattractivesimplyAppreciatesপ্রশংসা করেpriesCriticizeNoticeলক্ষ করেadvertisementoverlookAmbitionউচ্ছাকাঙকাAim/desirelazinessRequireপ্রয়োজনneedanswerProficiencyদক্ষতাskilledincompetenceWonderআশ্চয্যSurprisedisinterestTestedপরীক্ষীতverifiednewEquallyসমানভাবেsimilarlyUnequallyDisappointingহতাশাজনকInceptingappointingPresumablyসম্ভবতdoubtlesslyimprobableQualifyযোগ্যতাcertifyDisqualifywrongভুলmistakewriteIdealআদর্শModelbadMasterদক্ষTeacherStudentMakesতৈরীcreateBreak/destroyMethodপদ্ধতিSystemdifferenceConvincingবিশ্বাসীsatisfactoryUnconvincingPraisesপ্রশাংসা করেhurrahCriticizeMistakeভুলErrorsagacityAngryরাগevilcalmSimpleসাধারণgeneralComplexmoralনৈতিকethicalamoralAcceptedগৃহিতreceivedrejectedSincerityআন্তরিকতাGood-willinsincerityResponsibilityদায়িত্বdutiesdepartureComplexityজটিলতাcomplicationSimplicityEnvyহিংসাlastedpraiseVicesমন্দevilVirtueImpactsপ্রভাবeffectfailsAwarenessসতর্কতাalertnessunawarenessOut-comeবাহিরের দিকresultcauseimportanceগুর্ত্বপূর্ণsignificanceinsignificanceFriendবন্দুenemyfoeNeedপ্রয়োজনcommitment/necessaryavoidSympathyসহানুভুতিkindnessrudenessProveপ্রমানconfirmdisproveFalseমিথ্যাwrongtrueHarmক্ষতিকরlosshelpLaughহাসাburstcryPleasureআনন্দhappinesssadnessBringআনাcarryleaveideaধারণাconceptnothingAllowঅনুমতিpermitdenyFreedomস্বাধীনতাindependencebondageOpinionমতামতviewawarenessFairমেলাcleanunfairEqualসমানbalancedunequalDivisionবিভাগdistributionunionElectনির্বাচন করাvoterefuseSystemনিয়ম-নীতিprocesspartTreatmentচিকিৎশা করাcuringhurtFacilityসুবিধাadvantagepainNeverকখন নয়NotingAlwaysWeakerদুর্বলrottenstrongerDiscourageনিরুৎসাহিতdroopEncourageFrustratingহতাশাজনকBuffaloingsatisfyingInterestআগ্রহীeagernessdiscourageAbilityসক্ষমতাCapabilityinabilityDreamস্বপ্নfancyfactBestসবচেয়ে ভালfinestworstSuccessসফলতাachievementfailureachieveঅর্জন…

8 months ago

সরকারি চাকরী খুজুন ঘরে বসেঃ ইন্টারনেটে চাকরীর খোঁজ(জরুরী ধাপ ও নির্ভরযোগ্য সকল ওয়েবসাইট)

আপনি যদি ইন্টারনেটে চাকরির সন্ধান করছেন এবং আপনি এটি সম্পর্কে জানতে চান তবে আপনি সঠিক…

2 years ago

HSC 2023- English 1st Paper Model Question and Solution-1

Model Question 1 Part-I : Marks 60 1. Read the passage and answer the questions…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-পঞ্চম অধ্যায়- দেবদেবী ও পূজা সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

পঞ্চম অধ্যায় দেবদেবী ও পূজা এ অধ্যায়ে আমরা পূজা, পুরোহিতের ধারণা ও যোগ্যতা, দেবী দুর্গা,…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-চতুর্থ অধ্যায়- হিন্দুধর্মে সংস্কার সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

চতুর্থ অধ্যার হিন্দুধর্মে সংস্কার আমাদের এই পার্থিব জীবনকে সুন্দর ও কল্যাণময় করে গড়ে তোলার লড়্গ্েয…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-তৃতীয় অধ্যায়, ধর্মীয় আচার-অনুষ্ঠান সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

তৃতীয় অধ্যায় ধর্মীয় আচার-অনুষ্ঠান আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করার জন্য যেসব আচার-আচরণ চর্চিত হয়…

2 years ago

This website uses cookies.