Categories: Uncategorized

10th NTRCA College Preliminary Question with Answer

১০ম NTRCA College প্রিলিমিনারি প্রশ্ন

Complete the sentence: When my friend arrived I was about to-

(ক) be leaving

(খ) leave

(গ) left

(ঘ) go

উত্তরঃ খ। leave

Choose the correct sentence:

(ক) One of the most beautiful girl has come

(খ) One of the most beautiful girls have come

(গ) One of the beautiful girls are come

(ঘ) One of the most beautiful girls has come

উত্তরঃ ঘ। One of the most beautiful girls has come

Find out correct synonym of “hazard”

(ক) Impartial

(খ) static

(গ) danger

(ঘ) immobile

উত্তরঃ গ। danger

Choose the correct sentence:

(ক) I have been living here for five years

(খ) I have been lived here since five years

(গ) I am living here for five years

(ঘ) I live here for five years

উত্তরঃ ক। I have been living here for five years

Everyday ……………….begins at 9 O’clock and ends at 3 O’clock.

(ক) the college

(খ) College

(গ) a college

(ঘ) colleges

উত্তরঃ ঘ। colleges

Which one is the correct passive form of the sentence ‘Panic seized me’?

(ক) I was seized by panic

(খ) I was seized for panic

(গ) I was seized from panic

(ঘ) I was seized with panic

উত্তরঃ ঘ। I was seized with panic

।  I don’t hanker………………wealth.

(ক) For

(খ) after

(গ) on

(ঘ) over

উত্তরঃ খ। after

Select the correct Bangla translation of ‘It is a long story’.

(ক) সে অনেক দিনের কথা

(খ) সে লম্বা গল্প করেছিল

(গ) সে অনেক কথা

(ঘ) সে অনেক বড় কথা বলেছিল

উত্তরঃ গ। সে অনেক কথা

She could not but ………….there.

(ক) go

(খ) has gone

(গ) goes

(ঘ) Help going

উত্তরঃ ক। go

১০Noun of the word ‘free’ is—

(ক) Freeness

(খ) freely

(গ) freedom

(ঘ) freedomness

উত্তরঃ গ। freedom

১১‘Take one to tasks ’ means–

(ক) Imitate

(খ) resume

(গ) restrain

(ঘ)  ebuke

উত্তরঃ ঘ। rebuke

১২The dog was …………….in front of the door.

(ক) lain

(খ) lying

(গ) lied

(ঘ) laid

উত্তরঃ গ। lied

১৩Which one is the correct English translation of ‘এখন আমার হাত খালি?

(ক) I am empty hand now

(খ) I am empty pocket

(গ) I am hand up now

(ঘ) I am without money now

উত্তরঃ ক। I am empty hand now

১৪The verb of ‘sure’ is–

(ক) ensure

(খ) surely

(গ) surety

(ঘ) none of these

উত্তরঃ ঘ। none of these

১৫Rahim went …………hospital as patient.

(ক) a

(খ) an

(গ) the

(ঘ) no article

উত্তরঃ ঘ। no article

১৬Writing is better than reading’-Negative form of this sentence is—

(ক) Writing is not as good as reading

(খ) reading is not as good as writing

(গ) nothing is as writing

(ঘ) no other thing is as good as reading

উত্তরঃ খ। reading is not as good as writing

১৭It is high time we……….our eating habits.

(ক) should change

(খ) have changing

(গ) change

(ঘ) changed

উত্তরঃ ঘ। changed

১৮Select the correct Bangla translation of ‘There is no room in the bench’.

(ক) এ বেঞ্চে কোনো জায়গা নেই

(খ) এ রুমে কোনো বেঞ্চ নেই

(গ) এ বেঞ্চে কোনো কক্ষ নেই

(ঘ) কোথও কোনো বেঞ্চ নেই

উত্তরঃ ক। এ বেঞ্চে কোনো জায়গা নেই

১৯শব্দটি কেটে দাও’—এর ইংরেজি

(ক) cut the word

(খ) Pen through the word

(গ) cut through the word

(ঘ) cut out the word

উত্তরঃ খ। Pen through the word

২০What is the adjective of ‘purify’?

(ক) Purity

(খ) pureful

(গ) pure

(ঘ) purifying

উত্তরঃ গ। pure

২১We eat ………we may live.

(ক) For

(খ) because

(গ) lest

(ঘ) so that

উত্তরঃ ঘ। so that

২২Which one is the correct passive form of the sentence ‘I know you’?

(ক) You are known by me

(খ) you are known to me

(গ) you are unknown by me

(ঘ) you are known with me

উত্তরঃ খ। you are known to me

২৩Which one is a compound noun?

(ক) Hair-brush

(খ) Comprehension

(গ) Holiday

(ঘ) Entertainment

উত্তরঃ ক। Hair-brush

২৪Syntax is concerned with-

(ক) Word

(খ) letter

(গ) passage

(ঘ) sentence

উত্তরঃ ঘ। sentence

২৫Rana’s father wants him to be an engineer……………a doctor.

(ক) Instead

(খ) expecting

(গ) instead of

(ঘ) expect to

উত্তরঃ গ। instead of

২৬ধানে চাল তুষের অনুপাত 7 : 3 হলে এতে কি পরিমাণ চাল আছে?

(ক) ৫০%

(খ) ৭০%

(গ) ৬০%

(ঘ) ৮০%

উত্তরঃ খ। ৭০%

২৭সরল সুদের হার শতকরা কত হলে যে কোনো মূলধন বছরে সুদেআসলে তিনগুন হবে?

(ক) ১২.৫০ টাকা

(খ) ২০ টাকা

(গ) ১৫ টাকা

(ঘ) ২৫ টাকা

উত্তরঃ ঘ। ২৫ টাকা

২৮তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স ২৪ বছর। যদি কোনো সদস্যের বয়সই ২১ বছরের নিচে না হয়, তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত?

(ক) ২৫ বছর

(খ) ২৮ বছর

(গ) ৩০ বছর

(ঘ) ৩২ বছর

উত্তরঃ গ। ৩০ বছর

২৯কোন ক্ষুদ্রতম সংখ্যাকে , , দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে?

(ক) ৪৭

(খ) ৪১

(গ) ৪৫

(ঘ) ৪৩

উত্তরঃ ক। ৪৭

৩০ দিনে একটি কাজের /১৮ অংশ শেষ হলে, কাজের গুন কাজ করতে কতদিন লাগবে?

(ক) ২১৬

(খ) ৫৪

(গ) ২৪

(ঘ) ২৪৩

উত্তরঃ ক। ২১৬

৩১।  দুই অংকবিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অংক দশক স্থানীয় অংকের তিনগুন। দশক স্থানীয় অংক হলে বিনিময়কৃত সংখ্যাটি কত?

(ক) ৩৯

(খ) ৯৩

(গ) ৩১

(ঘ) ১৩

উত্তরঃ খ। ৯৩

৩২৮০ জন ছাত্রের মধ্যে ৪৪ জন ফেল করলে পাসের হার কত?

(ক) ৩০%

(খ) ৫৫%

(গ) ৪৫%

(ঘ) ৪০%

উত্ত  গ। ৪৫%

৩৩চিনির দাম ২০% কমে গেল, কিন্ত এর ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো

(ক) ৪% কমলো

(খ) ৫% কমলো

(গ) ৫% বাড়লো

(ঘ) ৪% বাড়লো

উত্তরঃ ক। ৪% কমলো

৩৪দুই সংখ্যার অনুপাত : এবং তাদের .সা.গু ১২০ হলে সংখ্যা দুইটির .সা.গু কত?

(ক) ৮

(খ) ৬

(গ) ৫

(ঘ) ৪

উত্তরঃ ঘ। ৪

৩৫এক ব্যক্তি তার মোট সম্পত্তির / অংশ ব্যয় করার পরে অবশিষ্টের /১২ অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট ১৫০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত?

(ক) ২৩০০

(খ) ৩০০০

(গ) ৪৫০০

(ঘ) ২০০০

উত্তরঃ গ। ৪৫০০

৩৬x+y=7 এবং xy=10 হলে, (x-y)2 এর মান কত?

(ক) 12

(খ) 9

(গ) 6

(ঘ) 3

উত্তরঃ খ। 9

৩৭16 – 4x2 এবং 6x2 + 24x+24 এর .সা.গু কত?

(ক) 2(x+2)

(খ) (x+2)2

(গ) x+4

(ঘ) x+2

উত্তরঃ ক। 2(x+2)

৩৮x/y=2/3 হলে (6x+y)/(3x+2y)=?

(ক) 6

(খ) 5/4

(গ) 5

(ঘ) 3/4

উত্তরঃ খ। 5/4

৩৯3√( 3√a3)=কত?

(ক) 1

(খ) a

(গ) a1/3

(ঘ) a3

উত্তরঃ গ। a1/3

৪০3.27x = 9x+4 হলে x এর মান কত?

(ক) 7

(খ) 9

(গ) 1

(ঘ) 3

উত্তরঃ ক। 7

৪১x2 – y2 + 2y – 1 এর একটি উৎপাদক

(ক) x+y+1

(খ) x-y

(গ) x-y-1

(ঘ) x+y-1

উত্তরঃ ঘ। x+y-1

৪২Log2 (1/32) এর মান কত?

(ক) 1/25

(খ) 1/5

(গ) -1/5

(ঘ) -5

উত্তরঃ ঘ। -5

৪৩দুইটি রশ্মি দ্বারা উৎপন্ন কোণ ৬০০। এক সরলকোণ হতে উক্ত কোণ বিয়োগ করলে কি কোণ উৎপন্ন হবে?

(ক) সমকোণ

(খ) সূক্ষকোণ

(গ) স্থূলকোণ

(ঘ) প্রবৃদ্ধ কোণ

উত্তরঃ গ। স্থূলকোণ

৪৪সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a একক হলে এর ক্ষেত্রফল কত বর্গ একক?

(ক) (√3/2) a2

(খ) (√3/4) a

(গ) (√3/4) a2

(ঘ) (√7/2) a2

উত্তরঃ গ। (√3/4) a2

৪৫নিচের কোনটি উপবৃত্তের সমীকরণ?

(ক) x2/32 + y2/32 = 1

(খ) x2/32 + y2/42 = 1

(গ) y2 = 4ax

(ঘ) x2/a2 + y2/b2 = 1

উত্তরঃ ক। x2/32+ y2/32= 1

৪৬Cosec(90°-θ) = 2 হলে cosθ=কত?

(ক) 2

(খ) 1/2

(গ) √3/2

(ঘ) 1/√2

উত্তরঃ খ। 1/2

৪৭কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে, একটি সমকোণী ত্রিভুজ অংকন সম্ভব হবে?

(ক) ৩ : ৪ : ৫

(খ) ৬ : ৫ : ৪

(গ) ১২ : ৮ : ৪

(ঘ) ৬ : ৪ : ৩

উত্তরঃ ক। ৩ : ৪ : ৫

৪৮একটি তালগাছ এর পাদবিন্দু হতে ১০ মিটার দূরবর্তী স্থানে গাছের শীর্ষের উন্নতি কোণ ৬০০ হলে, গাছটির উচ্চতা কত ?

(ক) ১৭.৭২ মিঃ

(খ) ১৬.৬৫ মিঃ

(গ) ১৭.৩২ মিঃ

(ঘ) ১৭.৭৫ মিঃ

উত্তরঃ গ। ১৭.৩২ মিঃ

৪৯একটি রম্বসের কর্নদ্বয় যথাক্রমে সে মিঃ এবং সে মিঃ হলে, রম্বসের ক্ষেত্রফল কত?

(ক) ৬ বর্গ সে মিঃ

(খ) ২৮ বর্গ সে মিঃ

(গ) ২৪ বর্গ সে মিঃ

(ঘ) ১২ বর্গ সে মিঃ

উত্তরঃ ঘ। ১২ বর্গ সে মিঃ

৫০সুষম ষড়ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের পরিমাণ কত ডিগ্রী?

(ক) ৭৫°

(খ) ৬০°

(গ) ৯০°

(ঘ) ১৮০°

উত্তরঃ খ। ৬০°

৫১মুজিবনগর সরকার গঠন করা হয়ে ছিল কবে?

(ক) ১০ এপ্রিল, ১৯৭১

(খ) ১১ এপ্রিল, ১৯৭১

(গ) ১২ এপ্রিল, ১৯৭১

(ঘ) ১৭ এপ্রিল, ১৯৭১

উত্তরঃ ক। ১০ এপ্রিল, ১৯৭১

৫২২০১৪ সালের স্বাধীনতা দিবসে জাতিয় প্যারেড গ্রাউন্ডে কতজন জাতীয় সঙ্গীত গেয়েছিল?

(ক) ২ লক্ষ ৫৫ হাজার ৮৬১ জন

(খ) ২ লক্ষ ৫৪ হাজার ৮৬১ জন

(গ) ২ লক্ষ ৫৩ হাজার ৬৮০ জন

(ঘ) ২ লক্ষ ৫৪ হাজার ৬৮১ জন

উত্তরঃ ঘ। ২ লক্ষ ৫৪ হাজার ৬৮১ জন

৫৩ভাটিয়ালী বাংলাদেশের কোন অঞ্চলের গান?

(ক) কুমিল্লা

(খ) বগুড়া

(গ) ময়মনসিংহ

(ঘ) ফরিদপুর

উত্তরঃ গ। ময়মনসিংহ

৫৪কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মছের রেনুপোনা সংগ্রহ করা হয়?

(ক) হালদা

(খ) তিতাস

(গ) করতোয়া

(ঘ) তিস্তা

উত্তরঃ ক। হালদা

৫৫বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন

(ক) পিপীলিকা

(খ) ফড়িং

(গ) মৌমাছি

(ঘ) দোয়েল

উত্তরঃ ক। পিপীলিকা

৫৬জাতীয় শিশু দিবস কবে পালিত হয়?

(ক) ২৭ মার্চ

(খ) ১৭ অক্টোবর

(গ) ২৭ অক্টোবর

(ঘ) ১৭ মার্চ

উত্তরঃ ঘ। ১৭ মার্চ

৫৭বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে

(ক) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

(খ) জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়

(গ) খুলনা বিশ্ববিদ্যালয়

(ঘ) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

উত্তরঃ খ। জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়

৫৮কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়?

(ক) আকবর

(খ) জাহাঙ্গীর

(গ) আওরঙ্গজেব

(ঘ) শাজাহান

উত্তরঃ গ। আওরঙ্গজেব

৫৯অরুণ আলো রাঙা প্রভাত কী?

(ক) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজ

(খ) বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ

(গ) নতুন দুটি পিকনিক স্পট

(ঘ) দুটি যাত্রীবাহী জাহাজ

উত্তরঃ ক। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজ

৬০FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

(ক) জেনেভা

(খ) প্যারিস

(গ) রোম

(ঘ) নিউ ইয়র্ক

উত্তরঃ গ। রোম

৬১জাতিসংঘের অঙ্গ সংস্থান নয় কোনটি?

(ক) বিশ্বস্বাস্থ্য সংস্থা

(খ) বিশ্ব খাদ্য সংস্থা

(গ) আন্তর্জাতিক আদালত

(ঘ) আন্তর্জাতিক রেডক্রস

উত্তরঃ ঘ। আন্তর্জাতিক রেডক্রস

৬২আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সিটিউট কোথায় অবস্থিত?

(ক) বেইজিং

(খ) ঢাকা

(গ) নিউ ইয়র্ক

(ঘ) প্যারিস

উত্তরঃ খ। ঢাকা

৬৩বিশ্ব পানি দিবস

(ক) ২২ এপ্রিল

(খ) ২১ মে

(গ) ২২ মার্চ

(ঘ) ২২ জুন

উত্তরঃ গ। ২২ মার্চ

৬৪২০১৫ সালের জানুয়ারি কোন দেশ ১৯ তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে?

(ক) লিথুয়ানিয়া

(খ) মালটা

(গ) লাটভিয়া

(ঘ) রুমানিয়া

উত্তরঃ ক। লিথুয়ানিয়া

৬৫বিশ্বকাপ ফুটবল ২০১৪ জন্য নির্মিত বলের নাম কি?

(ক) জাবুলানি

(খ) ব্রাজুকা

(গ) ব্রাজিলা

(ঘ) ব্রাজেলিয়া

উত্তরঃ খ। ব্রাজুকা

৬৬বিশ্বের শীর্ষ উড়োজাহাজ নির্মাতা কোম্পানির নাম কি?

(ক) দাইউ

(খ) বোয়িং

(গ) ফোর্ড

(ঘ) ফিনিক্স

উত্তরঃ খ। বোয়িং

৬৭মানুষের ত্বকের রঙ নির্ভর করে যে উপাদানটির উপর

(ক) থায়ামিন

(খ) তায়ালিন

(গ) নিয়াসিন

(ঘ) মেলানিন

উত্তরঃ ঘ। মেলানিন

৬৮নিম্নের কোনটি দিয়ে কম্পিউটার কমান্ড বা নির্দেশ দেয়?

(ক) কী বোর্ড

(খ) সিপিইউ

(গ) প্রিন্টার

(ঘ) মনিটর

উত্তরঃ ক। কী বোর্ড

৬৯বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথম বারের মতো কোন প্রাণীর জিনগত নকশা উন্মোচন করেছেন?

(ক) গরু

(খ) মহিষ

(গ) ভেড়া

(ঘ) ছাগল

উত্তরঃ খ। মহিষ

৭০পৃথিবীকে সমান দুই ভাগ করেছে কোন রেখা?

(ক) সমাক্ষ রেখা

(খ) মেরু রেখা

(গ) নিরক্ষ রেখা

(ঘ) দ্রাঘিমা রেখা

উত্তরঃ গ। নিরক্ষ রেখা

৭১মৌমাছি পালন বিদ্যাকে বলা হয়

(ক) সেরিকালচার

(খ) টিসুকালচার

(গ) রিকালচার

(ঘ) এপিকালচার

উত্তরঃ ঘ। এপিকালচার

৭২কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?

(ক) ভিটামিন এ

(খ) ভিটামিন ‘সি’

(গ) ভিটামিন ‘বি’

(ঘ) ভিটামিন ‘ডি’

উত্তরঃ খ। ভিটামিন ‘সি’

৭৩ডেঙ্গু জ্বরের বাহক

(ক) এডিস মশা

(খ) কিউলেক্স মশা

(গ) এনোফিলিস মশা

(ঘ) পুরুষ মশা

উত্তরঃ ক। এডিস মশা

৭৪কোন সংস্থা সুন্দরবন কে বিশ্ব ঐতিহ্যের অংশ ঘোষণা করেছে?

(ক) ইউনিসেফ

(খ) ইউএনডিপি

(গ) আইএনএফ

(ঘ) ইউনেস্কো

উত্তরঃ ঘ। ইউনেস্কো

৭৫২০১৩ সালে UNESCO ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের কোন শিল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে?

(ক) মসলিন

(খ) নকশীকাঁথা

(গ) জামদানি

(ঘ) রিক্সা নকশা

উত্তরঃ গ। জামদানি

৭৬শুদ্ধ বানান কোনটি?

(ক) অপরাহ্ন

(খ) অপরাহ্ণ

(গ) অপরাণ্য

(ঘ) অপরান্য

উত্তরঃ খ। অপরাহ্ণ

৭৭উগ্র এর বিপরীত শব্দ

(ক) অনুগ্র

(খ) ধীর

(গ) স্থির

(ঘ) সৌম্য

উত্তরঃ ঘ। সৌম্য

৭৮বাংলা উপসর্গ সংখ্যা কত?

(ক) বিশটি

(খ) বাইশটি

(গ) একুশটি

(ঘ) তেইশটি

উত্তরঃ গ। একুশটি

৭৯কোনটি কৃৎ প্রতয়ের উদাহরণ?

(ক) মিশ+উক

(খ) ঢাকা+ই

(গ) চোর+আ

(ঘ) সোনা+আলি

উত্তরঃ ক। মিশ+উক

৮০ঋজু শব্দের বিপরীত

(ক) বাঁকা

(খ) সোজা

(গ) কঠিন

(ঘ) তরল

উত্তরঃ ক। বাঁকা

৮১দ্যুলোক শব্দের অর্থ

(ক) বাতাস

(খ) আকাশ

(গ) পৃথিবী

(ঘ) পাতাল

উত্তরঃ খ। আকাশ

৮২কারক নির্ণয় করুনলোভে পাপ পাপে মৃত্যু।

(ক) কর্মকারক

(খ) সম্প্রধান কারক

(গ) অপাদান কারক

(ঘ) অধীকরন কারক

উত্তরঃ গ। অপাদান কারক

৮৩সমাস নির্নয় করুনবেআইনি

(ক) নঞ তৎপুরুষ

(খ) অব্যয়ীভাব

(গ) উপপদ তৎপরুষ

(ঘ) নিত্য সমাস

উত্তরঃ ক। নঞ তৎপুরুষ

৮৪কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন?

(ক) কমা

(খ) কোলন

(গ) ড্যাস

(ঘ) দাঁড়ি

উত্তরঃ ঘ। দাঁড়ি

৮৫গাড়ী স্টেশন ছাড়লো কোন কারক?

(ক) অধিকরণ কারক

(খ) করণ কারক

(গ) অপাদান কারক

(ঘ) কর্ম কারক

উত্তরঃ গ। অপাদান কারক

৮৬একাদশে বৃহস্পতি অর্থ

(ক) দুঃসময়

(খ) সুসময়

(গ) অলীক বস্তু

(ঘ) শেষ রক্ষা

উত্তরঃ খ। সুসময়

৮৭ব্যক্তিগত পত্রে কততি অংশ থাকে?

(ক) ছয়

(খ) পাঁচ

(গ) চার

(ঘ) সাত

উত্তরঃ ক। ছয়

৮৮কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?

(ক) সবুজপত্র

(খ) ধূমকেতু

(গ) ভারতী

(ঘ) সওগাত

উত্তরঃ খ। ধূমকেতু

৮৯বাংলা গদ্যের জনক কে?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(ঘ) বিহারিলাল চক্রবর্তী

উত্তরঃ গ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৯০ঘরের শত্রু বিভীষণ বাগধারাটির অর্থ

(ক) যে গৃহে বিবাদ করে

(খ) বন্ধুভাবাপন্ন

(গ) শত্রু

(ঘ) রাবণের ভাই

উত্তরঃ ক। যে গৃহে বিবাদ করে

৯১টীকা ভাষ্য অর্থ

(ক) সার কথা

(খ) উৎস খোঁজা

(গ) নির্ঘণ্ট

(ঘ) ব্যাখ্যা বিশ্লেষণ

উত্তরঃ ঘ। ব্যাখ্যা বিশ্লেষণ

৯২কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি

(ক) হ

(খ) ঙ

(গ) ঝ

(ঘ) ক

উত্তরঃ গ। ঝ

৯৩ভারতবর্ষে মুসলিম শাসন আমলে রাজভাষা ছিল

(ক) বাংলা

(খ) সংস্কৃত

(গ) ফারসি

(ঘ) আরবি

উত্তরঃ গ। ফারসি

৯৪ডঃ মুহাম্মদ শহীদুল্লার মতে বাংলা ভাসার উদ্ভব

(ক) সংস্কৃত থেকে

(খ) মাগধী প্রাকৃত থেকে

(গ) গৌড়ীয় প্রাকৃত থেকে

(ঘ) মৈথালি থেকে

উত্তরঃ খ। মাগধী প্রাকৃত থেকে

৯৫কোনটি চলিত ভাষার বৈশিষট্য?

(ক) গাম্ভীর্য

(খ) প্রমিত উচ্চারণ

(গ) তৎসম শব্দের বহুল ব্যবহার

(ঘ) ব্যাকরণ অনসরণ করে চলে

উত্তরঃ খ। প্রমিত উচ্চারণ

৯৬হাতি শব্দের প্রতিশব্দ কোনটি?

(ক) কুরঙ্গ

(খ) করী

(গ) ভুজঙ্গ

(ঘ) কেশরী

উত্তরঃ খ। করী

৯৭কোন শব্দ যুগল সমার্থক নয়?

(ক) তটিনী, ঝর্ণা

(খ) ধরা, মেদিনী

(গ) হেম, সুবর্ণ

(ঘ) অটবি, বিপী

উত্তরঃ ক। তটিনী, ঝর্ণা

৯৮শুদ্ধ বানান কোনটি?

(ক) ব্যাকরণবিদ

(খ) ব্যাকরিণক

(গ) বৈয়াকরণ

(ঘ) বৈয়াকরিণক

উত্তরঃ গ। বৈয়াকরণ

৯৯ইউনেস্কো কত সালে ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?

(ক) ১৯৯৮

(খ) ২০০০

(গ) ২০০৫

(ঘ) ১৯৯৯

উত্তরঃ ঘ। ১৯৯৯

১০০কোনটি সূর্য এর সমার্থক শব্দ নয়?

(ক) তপন

(খ) অর্ণব

(গ) প্রভাকর

(ঘ) অরক

উত্তরঃ খ। অর্ণব

Mustafij Sir

Recent Posts

HSC Synonym Antonym Board Question All Board

WordsMeaningsSynonyms    antonymsouterবাইরেরoutmostinnerproletarianদরিদ্র/সর্বহারাWorking-classmorallaunchশুরু করাIntroductionwithdrawpreparingপ্রস্তুতিGet-readydoubtfaultlesslyনির্দোষভাবেabsolutelyfaultynauseaবমিবমিভাবvomitingheadachediscomfortঅসস্তিupsetcomfortmaintainedবজায় করাsustainuselessLaterকরেnextearlierdynamicগতিশীলAggressivestaticplanপরিকল্পনাproposaldisorderaimলক্ষGoalaimlessdirectionনিদ্ধেশনাInstructionnoticeprofessionপেশাJobjoblesssuitsআকারFormnothingaptitudeযোগ্যতাAttitudedislikevaryপরিবর্তীতVariousfixeducatedশিক্ষিতLearneduneducatedcitizenনাগরিকnativeforeignervirtueপূর্ণgoodnessevilA lotঅনেকhugelittlecourteousবিনয়ীpoliterudediscourtesyঅবিনয়ীrudenesscourteouswinজয় করাgainloseenemyশত্রুfoefriendensureনিশ্চিত করাconfirmcancelangerরাগtempercalmnessremoveঅপসারণcancelputcordialityসোহার্দrudenessdiscordialitydifferentভিন্নDissimilarsameseeksঅনুসন্ধানPursuefindeagerআগ্রহীinterestdisinterestedobservationপর্যবেক্ষণExaminationneglectmereএকমাত্রImmenseabnormalalertসতর্কWatchfulunawarelatentসুপ্তOpenrealizedinstructorsপ্রশিকক্ষকteacherstudentguideগাইডmentormisguidewayপথ/উপায়Pathpartfascinatingচমৎকারexcellentunattractiveinterestআগ্রহীeagerdisregardimpatientঅধৈয্যIntolerancepatientillogicalঅযোক্তিকunethicalLogicalindifferentউদাসীনUninteresteddifferentethicallyনৈথিকভাবেlawfullyUnethicalGood-lookingচমৎকারAttractiveUnattractiveDarkঅন্ধকারBlackbrightFlawlessস্থিরperfectflawedShinyউজ্জল্যbrightdarkSlenderসরুthinfatGracefulকরুনাময়elegantungracefulStylishlyআড়ম্বরপূর্ণভাবেattractivesimplyAppreciatesপ্রশংসা করেpriesCriticizeNoticeলক্ষ করেadvertisementoverlookAmbitionউচ্ছাকাঙকাAim/desirelazinessRequireপ্রয়োজনneedanswerProficiencyদক্ষতাskilledincompetenceWonderআশ্চয্যSurprisedisinterestTestedপরীক্ষীতverifiednewEquallyসমানভাবেsimilarlyUnequallyDisappointingহতাশাজনকInceptingappointingPresumablyসম্ভবতdoubtlesslyimprobableQualifyযোগ্যতাcertifyDisqualifywrongভুলmistakewriteIdealআদর্শModelbadMasterদক্ষTeacherStudentMakesতৈরীcreateBreak/destroyMethodপদ্ধতিSystemdifferenceConvincingবিশ্বাসীsatisfactoryUnconvincingPraisesপ্রশাংসা করেhurrahCriticizeMistakeভুলErrorsagacityAngryরাগevilcalmSimpleসাধারণgeneralComplexmoralনৈতিকethicalamoralAcceptedগৃহিতreceivedrejectedSincerityআন্তরিকতাGood-willinsincerityResponsibilityদায়িত্বdutiesdepartureComplexityজটিলতাcomplicationSimplicityEnvyহিংসাlastedpraiseVicesমন্দevilVirtueImpactsপ্রভাবeffectfailsAwarenessসতর্কতাalertnessunawarenessOut-comeবাহিরের দিকresultcauseimportanceগুর্ত্বপূর্ণsignificanceinsignificanceFriendবন্দুenemyfoeNeedপ্রয়োজনcommitment/necessaryavoidSympathyসহানুভুতিkindnessrudenessProveপ্রমানconfirmdisproveFalseমিথ্যাwrongtrueHarmক্ষতিকরlosshelpLaughহাসাburstcryPleasureআনন্দhappinesssadnessBringআনাcarryleaveideaধারণাconceptnothingAllowঅনুমতিpermitdenyFreedomস্বাধীনতাindependencebondageOpinionমতামতviewawarenessFairমেলাcleanunfairEqualসমানbalancedunequalDivisionবিভাগdistributionunionElectনির্বাচন করাvoterefuseSystemনিয়ম-নীতিprocesspartTreatmentচিকিৎশা করাcuringhurtFacilityসুবিধাadvantagepainNeverকখন নয়NotingAlwaysWeakerদুর্বলrottenstrongerDiscourageনিরুৎসাহিতdroopEncourageFrustratingহতাশাজনকBuffaloingsatisfyingInterestআগ্রহীeagernessdiscourageAbilityসক্ষমতাCapabilityinabilityDreamস্বপ্নfancyfactBestসবচেয়ে ভালfinestworstSuccessসফলতাachievementfailureachieveঅর্জন…

8 months ago

সরকারি চাকরী খুজুন ঘরে বসেঃ ইন্টারনেটে চাকরীর খোঁজ(জরুরী ধাপ ও নির্ভরযোগ্য সকল ওয়েবসাইট)

আপনি যদি ইন্টারনেটে চাকরির সন্ধান করছেন এবং আপনি এটি সম্পর্কে জানতে চান তবে আপনি সঠিক…

2 years ago

HSC 2023- English 1st Paper Model Question and Solution-1

Model Question 1 Part-I : Marks 60 1. Read the passage and answer the questions…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-পঞ্চম অধ্যায়- দেবদেবী ও পূজা সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

পঞ্চম অধ্যায় দেবদেবী ও পূজা এ অধ্যায়ে আমরা পূজা, পুরোহিতের ধারণা ও যোগ্যতা, দেবী দুর্গা,…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-চতুর্থ অধ্যায়- হিন্দুধর্মে সংস্কার সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

চতুর্থ অধ্যার হিন্দুধর্মে সংস্কার আমাদের এই পার্থিব জীবনকে সুন্দর ও কল্যাণময় করে গড়ে তোলার লড়্গ্েয…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-তৃতীয় অধ্যায়, ধর্মীয় আচার-অনুষ্ঠান সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

তৃতীয় অধ্যায় ধর্মীয় আচার-অনুষ্ঠান আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করার জন্য যেসব আচার-আচরণ চর্চিত হয়…

2 years ago

This website uses cookies.