BDS Question

BDS (Dental) Admission Question and Solution (2003-04)

ডেন্টাল ভর্তি পরীক্ষা ২০০৩-০৪

১। Karim said, ‘I cannot do it now’ এর সঠিক Indirect speech কোনটি?
(ক) Karim said that he could not do it then
(খ) Karim said he could not do it now
(গ) Karim said he can not do it now
(ঘ) Karim told he could not do it now
উত্তরঃ ক। Karim said that he could not do it then

২। কোন রঞ্জক পদার্থের জন্য মূত্র তার স্বাভাবিক খড় রং প্রাপ্ত হয়-
(ক) ইউরোক্রোম
(খ) ইউরিক অ্যাসিড
(গ) এমোনিয়া
(ঘ) ক্রিয়াটিনিন
উত্তরঃ ক। ইউরোক্রোম

৩। নিম্নের কোনটি নিস্ক্রিয় গ্যাস নয়?
(ক) রেডন
(খ) ক্রিট্পন
(গ) জেনন
(ঘ) অ্যাস্টেটাইন
উত্তরঃ ঘ। অ্যাস্টেটাইন

৪। প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন?
(ক) ডালটন
(খ) লর্ড রাদার ফোর্ড
(গ) নীলস বোর
(ঘ) হেনরি বেকরেল
উত্তরঃ ঘ। হেনরি বেকরেল

৫। Whenever there is smoke, there is fire- এর সঠিক negative sentence কোনটি ?
(ক) Without fire there can be no smoke.
(খ) No smoke can be there without fire.
(গ) There can be no smoke without fire.
(ঘ) There can not any smoke without fire.
উত্তরঃ গ। There can be no smoke without fire.

৬। নিম্নের কোনটি দৃষ্টির ত্রুটি নয়?
(ক) চালশে
(খ) অ্যানিমিয়া
(গ) দূরদৃষ্টি
(ঘ) ক্ষীণদৃষ্টি
উত্তরঃ খ। অ্যানিমিয়া

৭। কোন বৈজ্ঞানিক নাম সঠিক নয়?
(ক) তেঁতুলঃ Tamarindus
(খ) শিমঃ Lablab purpureus
(গ) চিনা বাদামঃ Lathyrusb sativus
(ঘ) সয়াবিনঃ Glycine max
উত্তরঃ গ। চিনা বাদামঃ Lathyrusb sativus

৮। সাধা ণ অবস্থায় নাইট্রোজেন একটি?
(ক) গ্যাসীয় পদার্থ
(খ) তরল পদার্থ
(গ) কঠিন পদার্থ
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ ক। গ্যাসীয় পদার্থ

৯। বাংলাদেশের সংসদ ভবনের স্থপতি কে?
(ক) এফ.আর. রহমান
(খ) বব বুই
(গ) পল রুডলপ
(ঘ) লুই আই কান
উত্তরঃ ঘ। লুই আই কান

১০। লসিকায় নিম্নোক্ত কোন কঠিন পদার্থ থাকে না?
(ক) ম্যাগনেসিয়াম
(খ) প্রোটিন
(গ) ফসফরাস
(ঘ) নাইট্রোজেনযুক্ত পদার্থ
উত্তরঃ ক। ম্যাগনেসিয়াম

১১। হেক্সামিন তৈরি হয়-
(ক) অ্যামিন থেকে
(খ) ফরমালডিহাইড থেকে
(গ) ফরমালিন থেকে
(ঘ) ইতিলিন থেকে
উত্তরঃ গ। ফরমালিন থেকে

১২। গ্রিক দার্শনিক থেলস কত সালে বিদ্যুৎ প্রথম লক্ষ করেন?
(ক) 700 খৃষ্টপূর্বাব্দে
(খ) 750 খৃষ্টপূর্বাব্দে
(গ) 600 খৃষ্টপূর্বাব্দে
(ঘ) 650 খৃষ্টপূর্বাব্দে
উত্তরঃ গ। 600 খৃষ্টপূর্বাব্দে

১৩। সীবেক ক্রিয়া কত সালে আবিষ্কৃত হয়?
(ক) 1819 খৃষ্টাব্দ
(খ) 1818 খৃষ্টাব্দ
(গ) 1821 খৃষ্টাব্দ
(ঘ) 1820 খৃষ্টাব্দ
উত্তরঃ গ। 1821 খৃষ্টাব্দ

১৪। H-COOH এর উৎস কোনটি?
(ক) প্রপায়নাস
(খ) বিউটাইরাম
(গ) ফরমিকা
(ঘ) এসিটাম
উত্তরঃ গ। ফরমিকা

১৫। বরফের পরাবৈদ্যুতিক (Dielectric ) ধ্রুবক কত?
(ক) 4
(খ) 5
(গ) 2
(ঘ) 3
উত্তরঃ ঘ। 3

১৬। নিম্নের কোনটি ওরিয়েন্টান অঞ্চলের অন্তভূক্ত?
(ক) উত্তর আমেরিকা
(খ) দক্ষিণ -পূর্ব- এশিয়া
(গ) ইউরোপ
(ঘ) গ্রিনল্যান্ড
উত্তরঃ খ। দক্ষিণ -পূর্ব- এশিয়া

১৭। নিম্নের কোনটি চুম্বকের ধর্ম নয়?
(ক) দিকদর্শী ধর্ম
(খ) দূরদর্শী ধর্ম
(গ) আকর্ষণী ধর্ম
(ঘ) চুম্বকন ধর্ম
উত্তরঃ খ। দূরদর্শী ধর্ম

১৮। He said to me ‘I do not believe you’ এর সঠিক Indirect speech কোনটি ?
(ক) He told me that he did not believe me.
(খ) He said that he do not believe me.
(গ) He said he did not believe me.
(ঘ) He said he does not believe me.
উত্তরঃ ক। He told me that he did not believe me.

১৯। ‘My pocket has been picked’ এর সঠিক passive বাক্য কোনটি?
(ক) Some one has been picked by pocket
(খ) Some one has picked my pocket
(গ) Some one have picked by pocket
(ঘ) Somebody has picked my pocket
উত্তরঃ খ। Some one has picked my pocket

২০। মটর উদ্ভিদে প্রবল বৈশিষ্টের উদাহরণ কোনটি?
(ক) সবুজ উদ্ভিদ
(খ) হলুদ ফল
(গ) সাদা ফুল
(ঘ) রঙিন ফুল
উত্তরঃ ঘ। রঙিন ফুল

২১। নিউক্লিয়াসে ক্রোমোসোম আবিষ্কার করেন-
(ক) W. Waldyer
(খ) Gregor Johnn Mendel in 1857
(গ) Walter Flamming in 1882
(ঘ) Strasburger in 1875
উত্তরঃ ঘ। Strasburger in 1875

২২। বায়োগ্যাসের জন্য কোনটি সঠিক?
(ক) বায়োগ্যাসে শতকরা ৬০-৭০ ভাগ হল মিথেন
(খ) বায়োগ্যাসে শতকরা ৭০-৮০ ভাগ হল মিথেন
(গ) বায়োগ্যাসে শতকরা ৪০-৫০ ভাগ হল মিথেন
(ঘ) বায়োগ্যাসে শতকরা ৫০-৬০ ভাগ হল মিথেন
উত্তরঃ ক। বায়োগ্যাসে শতকরা ৬০-৭০ ভাগ হল মিথেন

২৩। কোনটি spirogyra উদ্ভিদের বৈশিষ্ট নয়?
(ক) প্রত্যেক কোষে বড় গহবর থাকে
(খ) এটি ডিপ্লয়েড কিন্তু জাইগোস্পোর হ্যাপ্লযেড
(গ) এটি গাঢ় সবুজ বর্ণের এবং এর দেহ পিচ্ছিল
(ঘ) এরা মিঠা পানিতে বাস করে
উত্তরঃ খ। এটি ডিপ্লয়েড কিন্তু জাইগোস্পোর হ্যাপ্লযেড

২৪। কোনটি সঠিক Sentence?
(ক) I find difficult in going
(খ) I find it difficult to go
(গ) I find dificult to go
(ঘ) I find it difficult in go
উত্তরঃ খ। I find it difficult to go

২৫। নিম্নের কোন ক্ষেত্রে ক্লোরিন যৌগ সমূহ ব্যবহৃত হয় না?
(ক) ক্ষার শিল্পে
(খ) প্রসাধনী শিল্পে
(গ) কৃষি ক্ষেত্রে
(ঘ) চিকিৎসা বিজ্ঞানে
উত্তরঃ খ। প্রসাধনী শিল্পে

২৬। He is the best friendএর সঠিক negative sentence কোনটি?
(ক) No one is better friend than he
(খ) No one is best friend as him
(গ) No friend is better friend than him
(ঘ) No friend is better friend than he
উত্তরঃ ঘ। No friend is better friend than he

২৭। [Fe(CN)6]4- এ Fe এরজারণ সংখ্যা কত ?
(ক) +4
(খ) -4
(গ) +2
(ঘ) -2
উত্তরঃ গ। +2

২৮। নিম্নের কোনটি এক্সরের ধর্ম নয়?
(ক) ভেদন ক্ষমতা অত্যাধিক
(খ) জীবন্ত কোষ নষ্ট করে না
(গ) সরল রেখায় গমণ করে
(ঘ) অদৃশ্য
উত্তরঃ খ। জীবন্ত কোষ নষ্ট করে না

২৯। নোবেল শান্তি বিজয়ী প্রথম মুসলিম মহিলার নাম কী?
(ক) লায়লা
(খ) শিরিন এবাদি
(গ) নুসরাত জাহান
(ঘ) আসমা আলী
উত্তরঃ খ। শিরিন এবাদি

৩০। মাদার তেরেসা পথের অবহেলিত শিশুদের জন্য কোথায় প্রথম আশ্রম খোলেন?
(ক) বৈরুত
(খ) বাগদাদ
(গ) কলকাতা
(ঘ) কাবুল
উত্তরঃ গ। কলকাতা

৩১। নিম্নের কোনটি মহাকাশ দূরত্ব পরিমাপের একক নয়?
(ক) পারসেক একক
(খ) জ্যোতিষ্ক একক
(গ) নভো একক
(ঘ) আলোক বর্ষ
উত্তরঃ ক। পারসেক একক

৩২। We have no control—fateবাক্যটিতে সঠিক Preposition বসাও-
(ক) over
(খ) at
(গ) in
(ঘ) on
উত্তরঃ ঘ। on

৩৩। নিন্মের কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ নয়?
(ক) কাঁঠাল
(খ) নারিকেল
(গ) আম
(ঘ) জাম
উত্তরঃ খ। নারিকেল

৩৪। নিন্মের কোন ফলে পেন্টাইল ইথানয়েট আছে?
(ক) পাকা কলা
(খ) নাশপাতি
(গ) আনারস
(ঘ) কমলা
উত্তরঃ ক। পাকা কলা

৩৫। একটি সলিনয়েডকে নিন্মের কোনটি বিবেচনা করা হয়?
(ক) স্থির চুম্বক
(খ) স্থায়ী চুম্বক
(গ) তড়িৎ চুম্বক
(ঘ) সাধারণ চুম্বক
উত্তরঃ গ। তড়িৎ চুম্বক

৩৬। নিন্মের কোনটি কঠিন জৈব যৌগ বিশুদ্ধতার মানদন্ড নয়?
(ক) স্ফটিকাকৃতি
(খ) স্থির স্ফুটনাঙ্ক
(গ) স্থির গলনাঙ্ক
(ঘ) স্থির প্রতিসরণাঙ্ক
উত্তরঃ খ। স্থির স্ফুটনাঙ্ক

৩৭। নিন্মের কোনটি পদার্থের অবস্থা নয়?
(ক) তরল
(খ) গ্যাসীয় স্ফটিক
(গ) তরল স্ফটিকাকার
(ঘ) প্লাজমা
উত্তরঃ খ। গ্যাসীয় স্ফটিক

৩৮। কোনটি সঠিক sentence?
(ক) Iqbal was both the poet and philosopher.
(খ) Iqbal was a poet and a philosopher.
(গ) Iqbal was a poet and philosopher.
(ঘ) Iqbal was the poet and philosopher.
উত্তরঃ ঘ। Iqbal was the poet and philosopher.

৩৯। আরশোলার হৃদযন্ত্রের স্পন্দন প্রতি মিনিটে কত বার হয়?
(ক) ১৪০-১৯০
(খ) ১৯০-২২০
(গ) ৭০-১০০
(ঘ) ১০০-১১০
উত্তরঃ ঘ। ১০০-১১০

৪০। Only the evening star has appeared -এর সঠিক negative sentence কোনটি?
(ক) None but the evening star has appeared
(খ) No star but only evening star appeared
(গ) No star but the evening star appears
(ঘ) No star but evening star appeared
উত্তরঃ ক। None but the evening star has appeared

৪১। নিম্নের কোনটিকে প্রবেশ্যতার একক ধরা হয় না?
(ক) কুলম্ব/নিউটন2-নিউটন
(খ) ফ্যারেড/মিটার
(গ) কুলম্ব/মিটার2-নিউটন
(ঘ) কুলম্ব2/নিউটন-মিটার
উত্তরঃ গ। কুলম্ব/মিটার2-নিউটন

৪২। “তুমি কি ধরণের মানুষ?” এর সঠিক translation কোনটি?
(ক) What kind of a man you are?
(খ) What kind of man you are?
(গ) What kind of a man are you?
(ঘ) What kind of man are you?
উত্তরঃ খ। What kind of man you are?

৪৩। পীত তন্ত্তময় যোজক কলার অবস্থান কোথায়?
(ক) পাকস্থলীতে
(খ) বৃক্কের চারিদিকে
(গ) দেহত্বকের নিচে
(ঘ) ধমনির প্রাচীরে
উত্তরঃ ঘ। ধমনির প্রাচীরে

৪৪। নিম্নের কোনটি ফসফোলিপিড?
(ক) লিউসিন
(খ) লেথিসিন
(গ) ভ্যালিন
(ঘ) অ্যালামিন
উত্তরঃ খ। লেথিসিন

৪৫। নিম্নের কোনটি একটি বায়ো পলিমার নয়?
(ক) গ্লুকোজ
(খ) নিউক্লিক অ্যসিড
(গ) পলিস্যাকারাইড
(ঘ) প্রোটিন
উত্তরঃ ক। গ্লুকোজ

৪৬। এক পাউন্ডেল সমান কত ডাইন?
(ক) ১৩৫৮২ প্রায়
(খ) ১৩৫২৮ প্রায়
(গ) ১৩৮২৫ প্রায়
(ঘ) ১৩৮৫২ প্রায়
উত্তরঃ গ। ১৩৮২৫ প্রায়

৪৭। নিম্নের কোনটি বির্ণালীবীক্ষণ যন্ত্রের প্রধান অংশ নয়?
(ক) প্রীজম টেবল
(খ) লেন্স
(গ) কলিমেটর
(ঘ) দূরবীক্ষণ
উত্তরঃ খ। লেন্স

৪৮। নিম্নের কোনটি জিংক নিষ্কাশনে ব্যবহার হয় না?
(ক) অক্সিজেন বিজারণ
(খ) তাপজারণ
(গ) কার্বন বিজারণ
(ঘ) গাঢ়ীকরণ
উত্তরঃ ক। অক্সিজেন বিজারণ

৪৯। নিম্নের কোনটি সঠিক নয়?
(ক) ভাইরাস কোষীয়
(খ) ভাইরাস অতি আণুবীক্ষণিক
(গ) ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক
(ঘ) ব্যাকটেরিয়া সজীব কোষের বাইরে বংশবৃদ্ধি করতে পারে
উত্তরঃ ক। ভাইরাস কোষীয়

৫০। “সিএনজি” কী?
(ক) মিথেন গ্যাসের একটি ভিন্নরুপ
(খ) থ্রি স্ট্রোক গাড়ি
(গ) গ্যাস চালিত বেবি ট্যাক্সি
(ঘ) ফোর স্ট্রোক গাড়ি
উত্তরঃ ক। মিথেন গ্যাসের একটি ভিন্নরুপ

৫১। নিম্নের কোনটি অক্সাইডের শ্রেণিবিভাগ নয়?
(ক) সুপার অক্সাইড
(খ) পলি অক্সাইড
(গ) সাব অক্সাইড
(ঘ) ডাই অক্সাইড
উত্তরঃ ঘ। ডাই অক্সাইড

৫২। বংশগতিরবিদ্যার জনক কে?
(ক) নিউটন
(খ) অ্যাডাম স্মিথ
(গ) মেন্ডেল
(ঘ) ডারউইন
উত্তরঃ গ। মেন্ডেল

৫৩। কোনটি নাইট্রোজেন চক্রের ধাপ নয়?
(ক) ব্যাপন
(খ) অ্যামোনিফিকেশন
(গ) নাইট্রোজেন ফিকজেশন
(ঘ) আত্তীকরণ
উত্তরঃ ক। ব্যাপন

৫৪। নিচের কোনটি উভচর শ্রেণির?
(ক) স্যালামান্ডার
(খ) কাচিম
(গ) টিকটিকি
(ঘ) প্লাটিপাস
উত্তরঃ ক। স্যালামান্ডার

৫৫। কোনটি ভেষজ উদ্ভিদ-
(ক) বেল
(খ) সুন্দরী
(গ) কুরচী বা ইন্দ্রযব
(ঘ) সূর্যমূখী তেল
উত্তরঃ গ। কুরচী বা ইন্দ্রযব

৫৬। Annelida-র বৈশিষ্ট্য কোনটি?
(ক) এরা এককোষী
(খ) রেচন অঙ্গ নেফ্রিডিয়া
(গ) দেহ দ্বিস্তরী
(ঘ) এক প্রবাহী কোষ
উত্তরঃ খ। রেচন অঙ্গ নেফ্রিডিয়া

৫৭। লেকল্যান্স কোষ একটি-
(ক) দুই প্রবাহী কোষ
(খ) বুনসেন কোষ
(গ) সঞ্চয়ী কোষ
(ঘ) সঞ্চয়ী কোষ এক প্রবাহী কোষ
উত্তরঃ ঘ। সঞ্চয়ী কোষ এক প্রবাহী কোষ

৫৮। ঈস্ট সম্বন্ধে কোনটি সঠিক?
(ক) ঈস্টে ভিটামিন সি থাকে
(খ) ঈস্ট অ্যালকোহলে সাহায্যে চিনি তৈরি করে
(গ) এদের কোষ প্রাচীরের গায়ে সাধারণত বাড স্কার দেখা যায়
(ঘ) অর্থনীতিতে এর শুধু অপকারী ভূমিকায় আছে
উত্তরঃ ক। ঈস্টে ভিটামিন সি থাকে

৫৯। “Do not cry __ spilt milk” বাক্যটিতে সঠিক Preposition বসাও-
(ক) At
(খ) over
(গ) on
(ঘ) for
উত্তরঃ ক। At

৬০। তৃতীয় সারির খাদক কোনটি?
(ক) গরু
(খ) ময়ূর
(গ) সাইক্লোপস
(ঘ) বড় মাছ
উত্তরঃ খ। ময়ূর

৬১। অণুর বৈশিষ্ট্য কয়টি?
(ক) ৩টি
(খ) ৪টি
(গ) ১টি
(ঘ) ২টি
উত্তরঃ খ। ৪টি

৬২। “বেরিং প্রণালী” কোন দুটি মহাদেশকে পৃথক করেছে?
(ক) আমেরিকা ও এশিয়া
(খ) আফ্রিকা ও ইউরোপ
(গ) আফ্রিকা ও এশিয়া
(ঘ) এশিয়া ও ইউরোপ
উত্তরঃ ক। আমেরিকা ও এশিয়া

৬৩। কোনটি মেসোডার্ম (মধ্যত্বক ) থেকে তৈরি হয়?
(ক) কঙ্কালতন্ত্র
(খ) শ্বসনতন্ত্র
(গ) মুখ গহবর
(ঘ) ত্বকীয় গ্রন্থি
উত্তরঃ ক। কঙ্কালতন্ত্র

৬৪। নিম্নের কোনটি অপ্রত্যাগামী প্রক্রিয়া নয়?
(ক) বিকিরণ
(খ) প্রতিসরণ
(গ) ব্যাপন
(ঘ) পরিচলন
উত্তরঃ খ। প্রতিসরণ

৬৫। গঠন ভেদে অর্ধ কোষকে কতভাগে ভাগ করা যায়?
(ক) ৫ প্রকার
(খ) ৬ প্রকার
(গ) ৩ প্রকার
(ঘ) ৪ প্রকার
উত্তরঃ ক। ৫ প্রকার

৬৬। হোয়াং হো নদী কোথায় অবস্থিত
(ক) চীন
(খ) ভিয়েতনাম
(গ) জাপান
(ঘ) কোরিয়া
উত্তরঃ ক। চীন

৬৭। যে সব পরমাণুর ভর সংখ্যা এক কিন্তু পারমানবিক সংখ্যা ভিন্ন তাদের বলে-
(ক) আইসোটপ
(খ) আইসোমার
(গ) আইসোবার
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ গ। আইসোবার

৬৮। রোধের সমবায় কত প্রকার?
(ক) ৩ প্রকার
(খ) ৪ প্রকার
(গ) ১ প্রকার
(ঘ) ২ প্রকার
উত্তরঃ ক। ৩ প্রকার

৬৯। জাপানের আইনসভার নাম কী?
(ক) কংগ্রেস
(খ) জাপাসিয়া
(গ) সিনেট
(ঘ) ডায়েট
উত্তরঃ ঘ। ডায়েট

৭০। নিম্নের কোনটি সঠিক নয়?
(ক) বিষমপৃষ্ঠ পাতায় উভয় পৃষ্ঠেই প্রায়স সমভাবে আলোক পড়ে
(খ) পত্ররন্ধের মাধ্যমে গ্যাস বিনিময় হয়
(গ) বিষম পৃষ্ঠ পাতায় পত্ররন্ধে সাধারণত নিম্নত্বকে থাকে
(ঘ) পাতার মেসোফিল টিস্যুর কাজ খাদ
উত্তরঃ ক। বিষমপৃষ্ঠ পাতায় উভয় পৃষ্ঠেই প্রায়স সমভাবে আলোক পড়ে

৭১। নিম্নের কোনটি সেক্স-লিংকড বৈশিষ্ট্যের উদাহরণ নয়?
(ক) রাতকানা
(খ) বহুমুত্র
(গ) বর্নান্ধতা
(ঘ) হিমোফিলিয়া
উত্তরঃ খ। বহুমুত্র

৭২। “Kabir is reading this book”- এর সঠিক Passive বাক্য কোনটি?
(ক) This book is being read by kabir
(খ) This book is being reading by kabir
(গ) This book reading by kabir
(ঘ) This book is read by kabir
উত্তরঃ ক। This book is being read by kabir

৭৩। বিশ্বের সবচেয়ে বেশি গড় আয়ু কোন দেশে?
(ক) চীন
(খ) ইতালি
(গ) জাপান
(ঘ) ইংল্যান্ড
উত্তরঃ গ। জাপান

৭৪। যে জিনটি অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দান সে জিন কে বলে-
(ক) এপিস্ট্যাটিক
(খ) পরিপূরক জিন
(গ) লিথাল জিন
(ঘ) হাইপোস্ট্যাটিক জিন
উত্তরঃ ক। এপিস্ট্যাটিক

৭৫। কোনটি প্লাটিহেলমিনথেস এর বৈশিষ্ট্য নয়?
(ক) রেচনতন্ত্র শিখা কোষ নিয়ে গঠিত
(খ) এদের দেহ উপর নিচে চাপা
(গ) এরা ত্রিস্তরী
(ঘ) কিউটিকেল এ আবৃত
উত্তরঃ ঘ। কিউটিকেল এ আবৃত

৭৬। সুপ্ত তাপ মুলত কত প্রকার?
(ক) 3
(খ) 4
(গ) 1
(ঘ) 1
উত্তরঃ খ। 4

৭৭। “Who open the door”- এর সঠিক passive বাক্য কোনটি?
(ক) By whom the door was opened?
(খ) By whom was opened the door?
(গ) the door was opened by whom?
(ঘ) By whom was the door opened?
উত্তরঃ ঘ। By whom was the door opened?

৭৮। “ধনীরা সব সময় সুখি নয়”- এর সঠিক Translation কোনটি?
(ক) The rich is not always happy.
(খ) The rich are not always happy.
(গ) The rich is not happy always.
(ঘ) Rich is not always happy.
উত্তরঃ খ। The rich are not always happy.

৭৯। পরম শূন্য তাপমাত্রা কত?
(ক) -327°C
(খ) -372°C
(গ) -237°C
(ঘ) -237°C
উত্তরঃ ঘ। -237°C

৮০। নিম্নের কোনটি রাসায়নিক বন্ধনের বিভাগ নয়?
(ক) ধাতব বন্ধন
(খ) আয়নিক বন্ধন
(গ) সমযোজী বন্ধন
(ঘ) সমান যোগী বন্ধন
উত্তরঃ ঘ। সমান যোগী বন্ধন

৮১। বিদ্যুৎ চুম্বকীয় আবেশ কত প্রকার-
(ক) ৩ প্রকার
(খ) ৪ প্রকার
(গ) ১ প্রকার
(ঘ) ২ প্রকার
উত্তরঃ ঘ। ২ প্রকার

৮২। পরমাণুতে একটি ইলেকট্রনের অবস্থান সম্পূন্নরুপে তুলে ধরার জন্য কয়টি কোয়ান্টাম নাম্বরের প্রয়োজন?
(ক) ৩টি
(খ) ৪টি
(গ) ১টি
(ঘ) ২টি
উত্তরঃ খ। ৪টি

৮৩। মানবদেহে রেচনতন্ত্রের মাধ্যমে শতকরা কত ভাগ রেচন নিষ্কাশিত হয়-
(ক) ৮০
(খ) ৯০
(গ) ৬০
(ঘ) ৭৫
উত্তরঃ ক। ৮০

৮৪। একটি দ্রবণের [H3O+] = 4.83×10-8 mol/dm3 হলে দ্রবণটির pH হবে-
(ক) ৫.৩২
(খ) ৪.৪৩
(গ) ৭.৩২
(ঘ) ৬.৩২
উত্তরঃ গ। ৭.৩২

৮৫। গ্রাফাইটের গলনাঙ্ক কত?
(ক) 3070°C
(খ) 7030°C
(গ) 3730°C
(ঘ) 3370°C
উত্তরঃ গ। 3730°C

৮৬। যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের 25 cm3 জলীয় দ্রবণে 4.0g সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে তবে দ্রবণটির শতকরা ঘনমাত্রা হবে-
(ক) 6%W/V
(খ) 4%W/V
(গ) 16%W/V
(ঘ) 26%W/V
উত্তরঃ গ। 16%W/V

৮৭। আয়তনে বৃহত্তম মহাসাগর কোনটি?
(ক) ভারত মহাসাগর
(খ) প্রশান্ত মহাসাগর
(গ) আটলান্টিক মহাসাগর
(ঘ) উত্তর মহাসাগর
উত্তরঃ খ। প্রশান্ত মহাসাগর

৮৮। নিম্নের কোনটি ক্রোম্যাটোগ্রাফীর শ্রেণিবিভাগ নয়?
(ক) পাতলা স্তর ক্রোম্যাটোগ্রাফী
(খ) কাগজ ক্রোম্যাটোগ্রাফী
(গ) কোষীয় ক্রোম্যাটোগ্রাফী
(ঘ) স্তম্ভ ক্রোম্যাটোগ্রাফী
উত্তরঃ গ। কোষীয় ক্রোম্যাটোগ্রাফী

৮৯। C6H5CONH2 দ্বারা আমরা বুঝি-
(ক) অ্যামাইড
(খ) ইথান্যামাইড
(গ) বেনজামাইড
(ঘ) অ্যালিলিন
উত্তরঃ গ। বেনজামাইড

৯০। নিন্মের কোন মুল্যবান পাথরে অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে?
(ক) মুক্তা
(খ) কোরাল
(গ) চুনী
(ঘ) হীরা
উত্তরঃ গ। চুনী

৯১। I was called __ to see him বাক্যটিতে সঠিক বসাও-
(ক) at
(খ) for
(গ) upon
(ঘ) in
উত্তরঃ ঘ। in

৯২। নিম্নের কোনটি বিদ্যুৎ বিশ্লেষণের প্রয়োগ নয়?
(ক) ধাতু বিশুদ্ধকরণ
(খ) ধাতু তৈরি
(গ) বিদ্যুৎ মুদ্রণ
(ঘ) ধাতু নিষ্কাশন
উত্তরঃ খ। ধাতু তৈরি

৯৩। শ্রাব্যতার সীমা কত?
(ক) 5-15,000 Hz
(খ) 0-20,000 Hz
(গ) 20-20,000 Hz
(ঘ) 25-25,000 Hz
উত্তরঃ গ। 20-20,000 Hz

৯৪। বিজ্ঞানী জন ডাল্টন কত সালে জম্মগ্রহণ করেন?
(ক) ১৭৬৭
(খ) ১৭৭৭
(গ) ১৭৬৬
(ঘ) ১৬৭৬
উত্তরঃ গ। ১৭৬৬

৯৫। নিম্নের কোনটি ফানজাই কিংডমের অন্তভূক্ত নয়?
(ক) Sargassum
(খ) Saprolegnia
(গ) yeast
(ঘ) Mushroom
উত্তরঃ ক। Sargassum

৯৬। আদা গাছের জন্য নিম্নের কোনটি সঠিক ?
(ক) বহু বর্ষজীবী হার্ব
(খ) বহু বর্ষজীবী গুল্ম
(গ) বর্ষজীবী হার্ব
(ঘ) দ্বি-বর্ষ জীবী হার্ব
উত্তরঃ ক। বহু বর্ষজীবী হার্ব

৯৭। আরশোরার শ্বাসগ্রহণ ও শ্বাসত্যাগ উভয় প্রক্রিয়া প্রধানত কি দিয়ে নিয়ন্ত্রিত হয়?
(ক) ট্রাকিওলে কোষ
(খ) ট্রাকিওল
(গ) স্পাইরালকল
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ ঘ। কোনোটিই নয়

৯৮। আরশোলা উজ্জ্বল আলোয় কি প্রতিবিম্ব তৈরি করে-
(ক) এপোজিশন
(খ) সেমিজিশন
(গ) সুপারজিশন
(ঘ) ট্রাপজিশন
উত্তরঃ ঘ। ট্রাপজিশন

৯৯। সীবেক ক্রিয়া কত সালে আবিষ্কৃত হয়?
(ক) 1819 খৃষ্টাব্দ
(খ) 1818 খৃষ্টাব্দ
(গ) 1821 খৃষ্টাব্দ
(ঘ) 1820 খৃষ্টাব্দ
উত্তরঃ গ। 1821 খৃষ্টাব্দ

১০০। Escherichia coli (E.coli) এর জন্য কোনটি সঠিক নয়?
(ক) এরা অন্ত্রে ভিটামিন B উৎপন্ন করে
(খ) এরা সাধারনত কোনো রোগ তৈরি করে না
(গ) কিছু প্রজাতি শিশুর ডায়রিয়া রোগ সৃষ্টি করে
(ঘ) পানি ও খাবারের উপস্থিতি মল দ্বারা দূষণ নিদের্শ করে
উত্তরঃ ঘ। পানি ও খাবারের উপস্থিতি মল দ্বারা দূষণ নিদের্শ করে

Mustafij Sir

Recent Posts

HSC Synonym Antonym Board Question All Board

WordsMeaningsSynonyms    antonymsouterবাইরেরoutmostinnerproletarianদরিদ্র/সর্বহারাWorking-classmorallaunchশুরু করাIntroductionwithdrawpreparingপ্রস্তুতিGet-readydoubtfaultlesslyনির্দোষভাবেabsolutelyfaultynauseaবমিবমিভাবvomitingheadachediscomfortঅসস্তিupsetcomfortmaintainedবজায় করাsustainuselessLaterকরেnextearlierdynamicগতিশীলAggressivestaticplanপরিকল্পনাproposaldisorderaimলক্ষGoalaimlessdirectionনিদ্ধেশনাInstructionnoticeprofessionপেশাJobjoblesssuitsআকারFormnothingaptitudeযোগ্যতাAttitudedislikevaryপরিবর্তীতVariousfixeducatedশিক্ষিতLearneduneducatedcitizenনাগরিকnativeforeignervirtueপূর্ণgoodnessevilA lotঅনেকhugelittlecourteousবিনয়ীpoliterudediscourtesyঅবিনয়ীrudenesscourteouswinজয় করাgainloseenemyশত্রুfoefriendensureনিশ্চিত করাconfirmcancelangerরাগtempercalmnessremoveঅপসারণcancelputcordialityসোহার্দrudenessdiscordialitydifferentভিন্নDissimilarsameseeksঅনুসন্ধানPursuefindeagerআগ্রহীinterestdisinterestedobservationপর্যবেক্ষণExaminationneglectmereএকমাত্রImmenseabnormalalertসতর্কWatchfulunawarelatentসুপ্তOpenrealizedinstructorsপ্রশিকক্ষকteacherstudentguideগাইডmentormisguidewayপথ/উপায়Pathpartfascinatingচমৎকারexcellentunattractiveinterestআগ্রহীeagerdisregardimpatientঅধৈয্যIntolerancepatientillogicalঅযোক্তিকunethicalLogicalindifferentউদাসীনUninteresteddifferentethicallyনৈথিকভাবেlawfullyUnethicalGood-lookingচমৎকারAttractiveUnattractiveDarkঅন্ধকারBlackbrightFlawlessস্থিরperfectflawedShinyউজ্জল্যbrightdarkSlenderসরুthinfatGracefulকরুনাময়elegantungracefulStylishlyআড়ম্বরপূর্ণভাবেattractivesimplyAppreciatesপ্রশংসা করেpriesCriticizeNoticeলক্ষ করেadvertisementoverlookAmbitionউচ্ছাকাঙকাAim/desirelazinessRequireপ্রয়োজনneedanswerProficiencyদক্ষতাskilledincompetenceWonderআশ্চয্যSurprisedisinterestTestedপরীক্ষীতverifiednewEquallyসমানভাবেsimilarlyUnequallyDisappointingহতাশাজনকInceptingappointingPresumablyসম্ভবতdoubtlesslyimprobableQualifyযোগ্যতাcertifyDisqualifywrongভুলmistakewriteIdealআদর্শModelbadMasterদক্ষTeacherStudentMakesতৈরীcreateBreak/destroyMethodপদ্ধতিSystemdifferenceConvincingবিশ্বাসীsatisfactoryUnconvincingPraisesপ্রশাংসা করেhurrahCriticizeMistakeভুলErrorsagacityAngryরাগevilcalmSimpleসাধারণgeneralComplexmoralনৈতিকethicalamoralAcceptedগৃহিতreceivedrejectedSincerityআন্তরিকতাGood-willinsincerityResponsibilityদায়িত্বdutiesdepartureComplexityজটিলতাcomplicationSimplicityEnvyহিংসাlastedpraiseVicesমন্দevilVirtueImpactsপ্রভাবeffectfailsAwarenessসতর্কতাalertnessunawarenessOut-comeবাহিরের দিকresultcauseimportanceগুর্ত্বপূর্ণsignificanceinsignificanceFriendবন্দুenemyfoeNeedপ্রয়োজনcommitment/necessaryavoidSympathyসহানুভুতিkindnessrudenessProveপ্রমানconfirmdisproveFalseমিথ্যাwrongtrueHarmক্ষতিকরlosshelpLaughহাসাburstcryPleasureআনন্দhappinesssadnessBringআনাcarryleaveideaধারণাconceptnothingAllowঅনুমতিpermitdenyFreedomস্বাধীনতাindependencebondageOpinionমতামতviewawarenessFairমেলাcleanunfairEqualসমানbalancedunequalDivisionবিভাগdistributionunionElectনির্বাচন করাvoterefuseSystemনিয়ম-নীতিprocesspartTreatmentচিকিৎশা করাcuringhurtFacilityসুবিধাadvantagepainNeverকখন নয়NotingAlwaysWeakerদুর্বলrottenstrongerDiscourageনিরুৎসাহিতdroopEncourageFrustratingহতাশাজনকBuffaloingsatisfyingInterestআগ্রহীeagernessdiscourageAbilityসক্ষমতাCapabilityinabilityDreamস্বপ্নfancyfactBestসবচেয়ে ভালfinestworstSuccessসফলতাachievementfailureachieveঅর্জন…

6 months ago

সরকারি চাকরী খুজুন ঘরে বসেঃ ইন্টারনেটে চাকরীর খোঁজ(জরুরী ধাপ ও নির্ভরযোগ্য সকল ওয়েবসাইট)

আপনি যদি ইন্টারনেটে চাকরির সন্ধান করছেন এবং আপনি এটি সম্পর্কে জানতে চান তবে আপনি সঠিক…

2 years ago

HSC 2023- English 1st Paper Model Question and Solution-1

Model Question 1 Part-I : Marks 60 1. Read the passage and answer the questions…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-পঞ্চম অধ্যায়- দেবদেবী ও পূজা সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

পঞ্চম অধ্যায় দেবদেবী ও পূজা এ অধ্যায়ে আমরা পূজা, পুরোহিতের ধারণা ও যোগ্যতা, দেবী দুর্গা,…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-চতুর্থ অধ্যায়- হিন্দুধর্মে সংস্কার সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

চতুর্থ অধ্যার হিন্দুধর্মে সংস্কার আমাদের এই পার্থিব জীবনকে সুন্দর ও কল্যাণময় করে গড়ে তোলার লড়্গ্েয…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-তৃতীয় অধ্যায়, ধর্মীয় আচার-অনুষ্ঠান সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

তৃতীয় অধ্যায় ধর্মীয় আচার-অনুষ্ঠান আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করার জন্য যেসব আচার-আচরণ চর্চিত হয়…

2 years ago

This website uses cookies.