BDS (Dental) Admission Question and Solution (2007-08)

ডেন্টাল ভর্তি পরীক্ষা ২০০৭-০৮

১। নিম্নের কোনটি প্রাপ্তবয়স্ক মানুষের মোলার দাঁতের সংখ্যা?
(ক) 3
(খ) 6
(গ) 8
(ঘ) 12
উত্তরঃ ঘ। 12

২। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত নিম্নের কোনটি?
(ক) ১০:৬
(খ) ৭:১০
(গ) ৭:৩
(ঘ) ৮:৩
উত্তরঃ ক। ১০:৬

৩। Which of the following sentence is correct example of “future perfect continuous tense”?
(ক) You will be doing the work
(খ) I shall have done the work before my father comes
(গ) Before you go to see him, he will have left the place
(ঘ) I shall have been doing the work before my father comes
উত্তরঃ ঘ। I shall have been doing the work before my father comes

৪। ক্ষমতা ও কাজ সংক্রান্ত নিম্নের কোন সমীকরণটি সঠিক নয় ?
(ক) w=pt
(খ) p = w/t
(গ) t = w/p
(ঘ) wp = t
উত্তরঃ ঘ। wp = t

৫। নিম্নের কোনটির স্থুল সংকেত ও আনবিক সংকেত একই?
(ক) গ্লুকোজ
(খ) ওলিয়াম
(গ) বেনজিন
(ঘ) হাইড্রোজের পার অক্সাইড
উত্তরঃ খ। ওলিয়াম

৬। নিম্নের কোনটি DNA-এর বৈশিষ্ট্য নয়?
(ক) কোষের সর্বত্র বিস্তৃত থাকে
(খ) সবসময় ডাবল হেলিক্স
(গ) সকল ক্ষেত্রে বংশগতি বৈশিষ্ট্য বহন করে
(ঘ) চিরস্থায়ী
উত্তরঃ ক। কোষের সর্বত্র বিস্তৃত থাকে

৭। নিম্নের কোনটি প্লাঙ্কের ধ্রুবক?
(ক) 6.626 × 10-30Js
(খ) 6.626 × 10-32Js
(গ) 6.626 × 10-33Js
(ঘ) 6.626 × 10-34Js
উত্তরঃ ঘ। 6.626 × 10-34Js

৮। আকর্ষন বিকর্ষন বল (F) সংক্রান্ত নিম্নের কোন সমীকরনটি সঠিক নয়?
(ক)
(খ)
(গ)
(ঘ)
উত্তরঃ সঠিক উত্তর পাওয়া যায়নি

৯। নিম্নের কোন তথ্যটি শিরার ক্ষেত্রে সিঠিক নয় ?
(ক) দেহ থেকে হৃদপিন্ডের রক্ত পরিবহন করে
(খ) পালমোনারি শিরা CO2 সমৃদ্ধ রক্ত পরিবহন করে
(গ) কপাটিকা থাকে
(ঘ) প্রাচীর কম পুরু এবং অস্থিতিস্থাপক
উত্তরঃ খ। পালমোনারি শিরা CO2সমৃদ্ধ রক্ত পরিবহন করে

১০। Which of the following is the correct ‘direct form’ of this sentence: ‘He requested me kindly to lend him some money.’
(ক) He say to me, ‘Please lend me some money,’
(খ) He said to me, ‘Please lend me some money,’
(গ) He say to me, ‘Please lend me some money,’
(ঘ) He said to me, ‘Please lend some money,’
উত্তরঃ খ। He said to me, ‘Please lend me some money,’

১১। নিম্নের কোনটিকে কোষের শক্তিকেন্দ্র বলে?
(ক) মাইটোকন্ড্রিয়া
(খ) এন্ডোপ্লাজমিক জালিকা
(গ) গলগি বডি
(ঘ) সেন্ট্রওল
উত্তরঃ ক। মাইটোকন্ড্রিয়া

১২। আমোনিয়াম সলফেটের সংকেত নিম্নের কোনটি ?
(ক) NH4SO4
(খ) NH3SO4
(গ) (NH4)3SO4
(ঘ) (NH4)2SO4
উত্তরঃ ঘ। (NH4)2SO4

১৩। উন্নত উদ্ভিদ কোষ এবং প্রাণিদেহ কোষ নিম্নের কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মায়োসিস
(ঘ) সাইটোকানেসিস
উত্তরঃ খ। মাইটোসিস

১৪। নিম্নের কোনটি সঠিক নয় ?
(ক) 1C = 1A × 1S
(খ) 1A = 1C × 1S
(গ) 1S = 1C × 1A
(ঘ) 1C × 1A = 1S
উত্তরঃ ঘ। 1C × 1A = 1S

১৫। Which of the following is having the word ‘near’ as adverb?
(ক) The time nears.
(খ) He is a near relation.
(গ) Draw near and time.
(ঘ) The school is near the post-office.
উত্তরঃ খ। He is a near relation.

১৬। ইউরেনিয়ামের আইসোটোপের সংখ্যা নিম্নের কোনটি?
(ক) 3
(খ) 2
(গ) 1
(ঘ) 4
উত্তরঃ খ। 2

১৭। সর্বপ্রথম আলোর তরঙ্গ তত্ত প্রদান করেন নিম্নের কোন বৈজ্ঞানিক?
(ক) ইয়ং
(খ) নিউটন
(গ) হাইগেন
(ঘ) ফ্রেনেল
উত্তরঃ ঘ। ফ্রেনেল

১৮। নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
(ক) অ্যামাইটোসিসে একটি মাতৃকোষ বিভক্ত হয়ে দুটি অপৃত্য কোষের সৃষ্টি হয়।
(খ) মাইটোসিসে অপত্য কোষের ক্রোমসেমোর সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোমের সমান থাকে।
(গ) মায়োসিসে অপত্য কোষের ক্রোমসোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়।
(ঘ) মাইটোসিস হয় বলেই প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরস্পরায় টিকে থাকতে পারে।
উত্তরঃ ঘ। মাইটোসিস হয় বলেই প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরস্পরায় টিকে থাকতে পারে।

১৯। শূন্যস্থান পুরণ কর- দুটি অাইসোটোপের __ সমান নয়?
(ক) ভর সংখ্যা
(খ) পারমাণবিক সংখ্যা
(গ) ইলেক্ট্রন সংখ্যা
(ঘ) রাসায়নিক ধর্ম
উত্তরঃ ক। ভর সংখ্যা

২০। IME প্রতিষ্ঠার ব্যাপারে নিম্নের কোন দেশে চুক্তি সাক্ষরিত হয় ?
(ক) যুক্তরাষ্ট্র
(খ) যুক্তরাজ্য
(গ) ফ্রান্স
(ঘ) সুইজারল্যান্ড
উত্তরঃ ক। যুক্তরাষ্ট্র

২১। নিম্নের কোনটি উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক হিসেবে কাজ করে না?
(ক) অক্সিন
(খ) সাইটোকাইনিন
(গ) ফ্লোরিজেন
(ঘ) অক্সিটোসিন
উত্তরঃ ঘ। অক্সিটোসিন

২২। Which of the following is correct?
(ক) Read French before you go to France.
(খ) She had to take off her visit owing to her illness.
(গ) When he come back from the party, he took off his sit.
(ঘ) He comes here to know English.
উত্তরঃ ক। Read French before you go to France.

২৩। এসিড নীল লিটমাসকে-
(ক) লাল করে
(খ) বর্ণহীন কেরে
(গ) বেগুনী করে
(ঘ) সবুজ করে
উত্তরঃ ক। লাল করে

২৪। 4.2 J সমান নিম্নের কত ক্যালরি ?
(ক) 1
(খ) 1/2
(গ) 2
(ঘ) 4
উত্তরঃ ক। 1

২৫। পৃথিবীর দীর্ঘতম নীল নদ নিম্নের কয়টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে?
(ক) দশটি
(খ) বারোটি
(গ) নয়টি
(ঘ) এগারটি
উত্তরঃ ঘ। এগারটি

২৬। নিম্নের কোনটি সেরেব্রোস্পাইনাল ফ্লুইডের কাজ নয়?
(ক) শরীরের ব্লাডপ্রেসার নিয়ন্ত্রন করা
(খ) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিউরোনের পুষ্টি পদার্থ সরবারহ করা
(গ) সংক্রমন থেকে রক্ষা করা
(ঘ) শ্বসনিক গ্যাসের বিনিময় ঘটানো
উত্তরঃ ক। শরীরের ব্লাডপ্রেসার নিয়ন্ত্রন করা

২৭। নিম্নের কোনটি কপারের কেলাসের সংকেত
(ক) CuSO4.5H2O
(খ) CuSO4.7H2O
(গ) CuSO4.3H2O
(ঘ) CuSO4.6H2O
উত্তরঃ ক। CuSO4.5H2O

২৮। উৎসের কম্পাঙ্ক নিম্নের কত হইলে আমরা শব্দ শুনতে পাই?
(ক) 20 Hz এর নিচে
(খ) 20,000 Hz এর উপরে
(গ) 20-20,000 Hz এর মধ্যে
(ঘ) 100,000 Hz হলে
উত্তরঃ গ। 20-20,000 Hz এর মধ্যে

২৯। নিম্নের কোনটি অগ্র মস্তিস্কের অংশ নয়?
(ক) সেরেব্রাম
(খ) সেরেবেলাম
(গ) থ্যালামাস
(ঘ) হাইপোথ্যালামাস
উত্তরঃ খ। সেরেবেলাম

৩০। Which of the following is the correct English translation of this Bangla Sentence ? ’’আমার পাঁচ বছর বয়সের মেয়ে মিনি একজন একদন্ড কথা না বলে থাকতে পারে না ।’’
(ক) My five year old daughter Mini cannot living without chattering
(খ) My five year old daughter Mini cannot live without chattering
(গ) My five year old daughter Mini cannot live without chattering
(ঘ) My five year old daughter Mini cannot lives without chattering
উত্তরঃ খ। My five year old daughter Mini cannot live without chattering

৩১। নিম্নের কোন করোটিক স্নায়ু চোয়ালের সঞ্চালনে সাহায্য করে?
(ক) ট্রাইজেমিনাল
(খ) ফেসিয়াল
(গ) হাইপোগ্লোসাল
(ঘ) গ্লোসোফ্যারিঞ্জিয়াল
উত্তরঃ ক। ট্রাইজেমিনাল

৩২। নিম্নের কোনটি হাইড্রোজেনের একটি পরমাণুর ভর (g)?
(ক) 1.67 × 10-25
(খ) 1.67 × 10-24
(গ) 1.67 × 10-22
(ঘ) 1.67 × 10-23
উত্তরঃ খ। 1.67 × 10-24

৩৩। শক্তির মাত্রা নিম্নের কোনটি?
(ক) ML/T
(খ) ML/T2
(গ) ML/T3
(ঘ) ML2/T3
উত্তরঃ ঘ। ML2/T3

৩৪। সিবাম নিম্নের কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়?
(ক) মিবোমিয়াম
(খ) সিবেসিয়াস
(গ) সেরুমিনাস
(ঘ) সাবলিঙ্গুয়াল
উত্তরঃ খ। সিবেসিয়াস

৩৫। Which of the following is the correct ‘indirect form’ of this sentence: Galileo declared, ‘The earth moves round the sun.’
(ক) Galileo declare that the earth moves round the sun.
(খ) Galileo declared that the earth moved round the sun
(গ) Galileo declared that the earth moves round the sun
(ঘ) Galileo declares that the earth moves round the sun.
উত্তরঃ গ। Galileo declared that the earth moves round the sun

৩৬। নিম্নের কোনটি রাসায়নিক সংযোগ সুত্রের উদাহরণ নয়?
(ক) ভরের নিত্যতা সুত্র
(খ) গুণাতুপাত সুত্র
(গ) অ্যাভোগ্যাড্রোর সুত্র
(ঘ) স্থিরানুপাত সুত্র
উত্তরঃ গ। অ্যাভোগ্যাড্রোর সুত্র

৩৭। নিম্নের কোনটি সত্য?
(ক) পড়ন্ত পাথরের গতিবেগ বৃদ্ধি পায়
(খ) পড়ন্ত পাথরের গতিবেগ হ্রাস পায়
(গ) পড়ন্ত পাথরের অপরিবর্তিত থাকে
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ ক। পড়ন্ত পাথরের গতিবেগ বৃদ্ধি পায়

৩৮। নিম্নের কোনটি এনজাইমের বৈশিষ্ট্য নয়?
(ক) ইহা প্রোটিনধর্মী রাসায়নি পদার্থ।
(খ) ইহা জৈব প্রভাবকের ভুমিকা পালন করে।
(গ) বৈষম্যভেদ্য পদার্থ মধ্য দিয়ে ব্যাপিত হয় না।
(ঘ) নালিহীন গ্রন্থি থেকে নিঃসৃত হয়।
উত্তরঃ ঘ। নালিহীন গ্রন্থি থেকে নিঃসৃত হয়।

৩৯। নিম্নের কোনটি চার্লসের সুত্র ?
(ক) V ∝ 1/p যখন n & T ধ্রুবক
(খ) V ∝ T যখন n & P ধ্রুবক
(গ) V ∝ n যখন T & P ধ্রুবক
(ঘ) V ∝ T যখন V ধ্রুবক
উত্তরঃ খ। V ∝ T যখন n & P ধ্রুবক

৪০। একুশে পদক নিম্নের কোন সালে চালু হয়?
(ক) 1975
(খ) 1976
(গ) 1979
(ঘ) 1977
উত্তরঃ খ। 1976

৪১। পাকস্থলীর পাচক রসে নিম্নের কোনটি অনুপস্থিত?
(ক) পেপসিন
(খ) অ্যামাইলেজ
(গ) লাইপেজ
(ঘ) হাইড্রোক্লোরিক এসিড
উত্তরঃ খ। অ্যামাইলেজ

৪২। Which of the following sentence is having “right form form of verb”?
(ক) A soft wind came and blow the ship back to harbour.
(খ) They appear as though they have just came from distant land.
(গ) He came up to us bearing a large basket full of huge peaches.
(ঘ) He go out ten minutes ago.
উত্তরঃ গ। He came up to us bearing a large basket full of huge peaches.

৪৩। রাস্তার হলুদ বাতিতে নিম্নের কোন গ্যাস ব্যাবহার করা হয়?
(ক) হিলিয়াম
(খ) সোডিয়াম
(গ) নিওন
(ঘ) আর্গন
উত্তরঃ খ। সোডিয়াম

৪৪। নিম্নের কোনটি শূন্যস্থানে প্রতি সেকেন্ডে আলোর গতিবেগ-
(ক) 3 × 108 ms-1
(খ) 500 Js-1
(গ) 5000 w
(ঘ) 50 k
উত্তরঃ ক। 3 × 108ms-1

৪৫। নিম্নের কোন দেশের সংবিধানে লেখা আছে ‘The king can do no wrong’?
(ক) যুক্তরাজ্য
(খ) সুইডেন
(গ) বেলজিয়াম
(ঘ) স্পেন
উত্তরঃ ক। যুক্তরাজ্য

৪৬। নিম্নের কোনটি বৃদ্ধের কাজ নয়?
(ক) রক্তচাপ নিয়ন্ত্রন করা
(খ) রক্তের অম্লের পরিমান বৃদ্ধি করা
(গ) দেহে পানির ভারসাম্য রক্ষা করা
(ঘ) ভিটামিন এবং লোহিত কণিকা তৈরিতে অংশ নেয়া
উত্তরঃ খ। রক্তের অম্লের পরিমান বৃদ্ধি করা

৪৭। দৃশ্যমান আলোর ক্ষেত্রে নিম্নের কোন তরঙ্গ সঠিক নয়?
(ক) বেগুনী : 400-4240 A
(খ) নীল : 4240-4912 A
(গ) সবুজ : 4912-5750 A
(ঘ) লাল : 5750-5850 A
উত্তরঃ ঘ। লাল : 5750-5850 A

৪৮। নিম্নের কোনটি সত্য নয় ?
(ক) ক্ষমতা = কাজ/সময়
(খ) ইঞ্জিনের ক্ষমতা = বল × গতিবেগ
(গ) ক্ষমতা = কাজ × সময়
(ঘ) কাজ = ক্ষমতা × সময়
উত্তরঃ গ। ক্ষমতা = কাজ × সময়

৪৯। নিম্নের কোনটিতে পরিবহন টিস্যু আছে?
(ক) ছত্রাক
(খ) মস
(গ) শৈবাল
(ঘ) ফার্ন
উত্তরঃ ঘ। ফার্ন

৫০। নিম্নের কোনটির প্রভাবে রক্ত জমাট বাধেনা?
(ক) অ্যাড্রেনালিন
(খ) বিলিরুবিন
(গ) হেপারিন
(ঘ) ইনসুলিন
উত্তরঃ গ। হেপারিন

৫১। Which of the following word will be the proper replacement of the underlined word this sentence- “Following the killing of Sergeant Zohurul Haque in prison by the Ayub khan government in 15 February 1969, a flame of protest spread throughout erstwhile Est Pakistan.”
(ক) dispute
(খ) gripe
(গ) demonstration
(ঘ) rebellion
উত্তরঃ ঘ। rebellion

৫২। নিম্নের কোন সংকেতটি সঠিক নয়
(ক) হাইডোজেন পার অক্সাইডের আণবিক সংকেত- H2O2
(খ) বেনজিনের আণবিক সংকেত- CH
(গ) পানির স্থুল সংকেত- H2O
(ঘ) পানির আণবিক সংকেত- H2O
উত্তরঃ খ। বেনজিনের আণবিক সংকেত- CH

৫৩। নিম্নের অন্তরক পদার্থ সমুহের মধ্যে কোনটির আপেক্ষিক ভেদনযোগ্যতা সঠিক নয়?
(ক) শূন্যস্থান 1.0
(খ) পানি : 80.0
(গ) বায়ু : 2.005
(ঘ) ইবোনাইট : 2.08
উত্তরঃ গ। বায়ু : 2.005

৫৪। নিম্নের কোনটি একবীজপত্রী উদ্ভিদ?
(ক) আমা
(খ) লিচু
(গ) কাঁঠাল
(ঘ) কলা
উত্তরঃ ঘ। কলা

৫৫। Which of the following is the appropriate bangla of that idiom/phrase?
(ক) Bring about : প্রকাশ করা
(খ) Bring out : ঘটান
(গ) Bring Up : স্মরণ করা
(ঘ) Bring down : নত করা
উত্তরঃ ঘ। Bring down : নত করা

৫৬। নিম্নের কোনটি পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমানে পাওয়া যায়?
(ক) অক্সিজেন
(খ) হাইড্রোজেন
(গ) লোহা
(ঘ) স্বর্ণ
উত্তরঃ ক। অক্সিজেন

৫৭। নিম্নের কোনটি সঠিক নয়? দুটি বিপরীত জাতীয় আধানের মধ্যবর্তী আকর্ষন বা বিকর্ষন বলের মান নির্ভর করে –
(ক) আধান দুটির পরিমানরে উপর
(খ) আধানা দুটির মধ্যবর্তী দুরেত্বে উপর
(গ) আধান দুটি যে মাধ্যমে আবসিথত তার প্রকৃতির উপর
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ ঘ। কোনোটিই নয়

৫৮। DNA ডাবল হেলিক্স মডেল কে প্রনয়ন করেন?
(ক) ওয়াটসন
(খ) হুইটেকার
(গ) মারগুলিস
(ঘ) উইলিয়াম হার্ভে
উত্তরঃ ক। ওয়াটসন

৫৯। নিম্নের কোন পদার্থটি কঠিন, তরল, গ্যাস তিন অবস্থায় পা্ওয়া যায়?
(ক) কর্পুর
(খ) ফেনল
(গ) পারদ
(ঘ) পানি
উত্তরঃ ঘ। পানি

৬০। নিম্নের কোনটি দৈনিক কত মেইক্রোগ্রাম (Mgm) একজন প্রাপ্ত বয়স্ক মানুষের আয়োডিনের চাহিদা?
(ক) 120
(খ) 140
(গ) 150
(ঘ) 160
উত্তরঃ গ। 150

৬১। নিম্নে উল্লেখিত কয়টি ফ্যাক্টর রক্ত জমাট বাঁধার পক্রিয়ায় অংশগ্রহন করে?
(ক) 10
(খ) 11
(গ) 12
(ঘ) 13
উত্তরঃ ঘ। 13

৬২। Which of the following sentence is having appropriate proposition?
(ক) I flew to London at Thursday.
(খ) He usually goes to bed on 11 o’clock.
(গ) Badal was born at February.
(ঘ) I bought these shoes for 500 Taka.
উত্তরঃ ঘ। I bought these shoes for 500 Taka.

৬৩। দুটি গ্যাসের ঘনত্ব d1 ও d2 দ্বারা ডিফিউশনের বা ব্যাপনের হার r1 ও 22 দ্বারা প্রকাশ করা হলে নিম্নের কোনটি সত্য নয়?
(ক)
(খ)
(গ)
(ঘ)
উত্তরঃ সঠিক উত্তর পাওয়া যায়নি

৬৪। 5 কিলোগ্রাম ভরের একটি বস্তকে ভুপৃষ্ঠ থেকে 40 মিটার উচ্চতায় তুললে এর বিভর শক্তি নিম্নের কত Jule?
(ক) 1470
(খ) 1960
(গ) 2000
(ঘ) 1900
উত্তরঃ খ। 1960

৬৫। কংশ নদী নিম্নের কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত?
(ক) টাঙ্গাইল
(খ) ময়মনসিংহ
(গ) শেরপুর
(ঘ) জামালপুর
উত্তরঃ গ। শেরপুর

৬৬। অ্যাভোগ্যাড্রোর সংখ্যার নিম্নের কোনটি সঠিক মান?
(ক) 6.02 × 10-23
(খ) 1.66 × 10-24
(গ) 6.02 × 1023
(ঘ) 22.4
উত্তরঃ গ। 6.02 × 1023

৬৭। আপেক্ষিক তাপের একক নিম্নের কোনটি?
(ক) Jkgk-1
(খ) Jkg-1k-1
(গ) Jkg-1k-1
(ঘ) Nkg-1k-1
উত্তরঃ খ। Jkg-1k-1

৬৮। নিম্নের কোনটি কোষীয় শ্বসন নয়?
(ক) গ্লাইকোলাইসিস
(খ) ক্রেবস চক্র
(গ) অক্সিডেটিভ ফসফোরাইলেশন
(ঘ) ক্যালভিন চক্র
উত্তরঃ ঘ। ক্যালভিন চক্র

৬৯। পৃথিবীর নিম্নের কোনটি মৌলিক পদার্থের সংখ্যা?
(ক) 95
(খ) 203
(গ) 107
(ঘ) 109
উত্তরঃ ঘ। 109

৭০। পৌরাণিক ট্রয় নগরী ভাইরাসজনিত অসুখ নয়?
(ক) তুরস্ক
(খ) গ্রিস
(গ) ইতালি
(ঘ) সাইপ্রাস
উত্তরঃ ক। তুরস্ক

৭১। নিম্নের কোনটি ভাইরাসজনিত অসুখ নয়?
(ক) ডেঙ্গু
(খ) বসন্ত
(গ) যক্ষ্মা
(ঘ) হার্পিস
উত্তরঃ গ। যক্ষ্মা

৭২। Which of the following sentence is the correct example of “passive voice of the Intransitive verb”?
(ক) He must be punished by you.
(খ) Have her lesson been learnt Nasima?
(গ) The lame man was laughed at by the boys.
(ঘ) We are taught grammar by Mr. Omar.
উত্তরঃ গ। The lame man was laughed at by the boys.

৭৩। নিম্নের কোনটি ভারী পানির সংকেত?
(ক) HO2
(খ) H2O2
(গ) 2H2O2
(ঘ) D2O
উত্তরঃ ঘ। D2O

৭৪। কাজের একক নিম্নের কোনটি?
(ক) নিউটন
(খ) জুল
(গ) ওয়াট
(ঘ) প্যাসকাল
উত্তরঃ খ। জুল

৭৫। নিম্নের কোন সালে বাংলাদেশ ইন্টারপোলের সদস্য হয়?
(ক) ১৯৭৪
(খ) ১৯৭৬
(গ) ১৯৮০
(ঘ) ১৯৭৮
উত্তরঃ খ। ১৯৭৬

৭৬। দর্পনের ক্ষেত্রে নিম্নের কোন সমীকরণটি সঠিক নয়?
(ক)
(খ)
(গ)
(ঘ)
উত্তরঃ সঠিক উত্তর পাওয়া যায়নি

৭৭। নিরপেক্ষ তরলের pH নিম্নের কোনটি?
(ক) 7
(খ) 5
(গ) 12
(ঘ) 14
উত্তরঃ ক। 7

৭৮। নিম্নের কোনটি অ্যামাইনো এসিডের বৈশিষ্ট্য নয়?
(ক) মানবদেহে বিদ্যমানা প্রায় সবগুলো অ্যমিনো এসিডই α-অ্যামাইনো এসিড
(খ) পানিতে অদ্রবণীয়
(গ) ইউরিয়া সংশ্লেষণে সাহায়তা করে
(ঘ) প্রোটিন গঠনকারী অ্যমিনো এসিডের সংখ্যা হল 20
উত্তরঃ খ। পানিতে অদ্রবণীয়

৭৯। নিম্নের কোনটি সরল প্রোটিন নয়?
(ক) অ্যালবুমিন
(খ) গ্লাইকোপ্রোটিন
(গ) প্রোটামিন
(ঘ) গ্লোবিউলিন
উত্তরঃ খ। গ্লাইকোপ্রোটিন

৮০। Which of the following is the correct simple form of this compound sentence using a propositional phrase-“He was terribly unhappy but he did not blame the girl.”
(ক) In spite in being terrible unhappy he did not blame the girl.
(খ) In spit on being terribly unhappy he do not blame the girl.
(গ) In spite of being terribly unhappy he did not blame the girl.
(ঘ) In spite off being terribly unhappy he did not blame the girl.
উত্তরঃ গ। In spite of being terribly unhappy he did not blame the girl.

৮১। নিম্নের কোন ইম্যুনোগ্লোবিউলিনটি সঠিক ব্লাডগ্রুপ অ্যান্টিবডি নয়?
(ক) G(lgG)
(খ) M(lgM)
(গ) E(lgE)
(ঘ) A(lgA)
উত্তরঃ গ। E(lgE)

৮২। নিম্নের কোনটি একটি পরমাণুর ব্যাস?
(ক) 10-8cm
(খ) 108cm
(গ) 1013cm
(ঘ) 10-13cm
উত্তরঃ ক। 10-8cm

৮৩। অভিকর্ষীয় বিভব শক্তির ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক নয়?
(ক) g = 9.8 Nkg-1
(খ) ভরের একক kg
(গ) শক্তি পরিবর্তনের একক – জুল
(ঘ) h এর একক মিলিমিটার
উত্তরঃ ঘ। h এর একক মিলিমিটার

৮৪। মুখমন্ডলীয় অস্থির সংখ্যা নিম্নের কোনটি?
(ক) 8
(খ) 12
(গ) 14
(ঘ) 16
উত্তরঃ গ। 14

৮৫। Which of the following is the correct “complex sentence”?
(ক) The girl sitting in the corner is my sister.
(খ) The Magi brought valuable gifts.
(গ) I saw a bird flying.
(ঘ) The woman who is reported is a spy.
উত্তরঃ ঘ। The woman who is reported is a spy.

৮৬। নিম্নের কোনটি স্টার্চের সংকেত?
(ক) (C6H12O6)n
(খ) (C6H12O11)n
(গ) (C6H10O5)n
(ঘ) (C12H12O11)n
উত্তরঃ গ। (C6H10O5)n

৮৭। নিম্নের কোনটি ইলেক্ট্রনের ভর?
(ক) 4.8×10-11kg
(খ) 1.57×10-20lb
(গ) 9.1×10-20gm
(ঘ) 9.1×10-10gm
উত্তরঃ ঘ। 9.1×10-10gm

৮৮। দাঁত ওচোয়ালের মধ্যে যে অস্থি থাকে তা নিম্নের কোনটি?
(ক) সুচার
(খ) সিনডেসমোসিস
(গ) গমফোসিস
(ঘ) সিমফিইসিস
উত্তরঃ গ। গমফোসিস

৮৯। CaO + CO2 = CaCO3 , নিম্নের কোন বিক্রিয়ার উদাহরণ ?
(ক) সংশ্লেষণ
(খ) সংযোজন
(গ) দ্বি-বিয়োজন
(ঘ) বিয়োজন
উত্তরঃ খ। সংযোজন

৯০। নিম্নের কোন সালে বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে অংশগ্রহন করে?
(ক) 1986
(খ) 1982
(গ) 1990
(ঘ) 1987
উত্তরঃ ক। 1986

৯১। গ্রিণ হাউস ক্রিয়া নিম্নের নিম্নের কোন সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়?
(ক) সংরক্ষণ
(খ) ভীণের সূত্র
(গ) স্টােফানের সূত্র
(ঘ) নিউটনের শীতলীকরণ সূত্র
উত্তরঃ খ। ভীণের সূত্র

৯২। নিম্নের কোনটি বাংলাদেশে প্রতিলিটার পানিতে আর্সেনিকের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা (মিলিগ্রাম)?
(ক) 0.08
(খ) 0.01
(গ) 0.03
(ঘ) 0.05
উত্তরঃ খ। 0.01

৯৩। নিম্নের কোনটি কেলাসের সঠিক শ্রেণি বিভাগের উদাহরণ নয়?
(ক) হেক্সাগোনাল: CaCO3
(খ) কিউবিক: NaCl
(গ) অর্থোরম্বিক: KNO3
(ঘ) মনোক্রিনিক: FeSO4.7H2O
উত্তরঃ সঠিক উত্তর পাওয়া যায়নি

৯৪। ফাইলেরিয়া কৃত্রিম ক্ষেত্রে নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
(ক) ফাইলারিয়াসিস চিকিৎসা ডাই ডাই -ইথাইল কার্বামাজিন একটি কার্যকর ওষুধ
(খ) মানুষ এই পরজীবী মুখ্য পোম্বক
(গ) দিবাভাগে প্রান্তীয় রক্ত সংবহনে মাইক্রোফাইলেরি সবচেয়ে বেশি পাওয়া যায়
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ ঘ। কোনোটিই নয়

৯৫। নিম্নের কোন উক্তিটি তেরাপোকার ক্ষেত্রে সত্য নয়?
(ক) উজ্জ্বল আলোয় সুপার পজিশন প্রতিবিম্ব তৈরি করে
(খ) হিমোলিষ্ফ বর্ণহীন প্রাজমা এবং প্রায় নয় মিলিয়ন হিমোসাইট নিয়ে গঠিত
(গ) সর্বভূক প্রানি
(ঘ) শ্বাসরহ্জক না থাকায় তেলাপোকার রক্ত শ্বসনে কেনো ভূমিকা করে না
উত্তরঃ ক। উজ্জ্বল আলোয় সুপার পজিশন প্রতিবিম্ব তৈরি করে

৯৬। তেরাপোকা জাইগোট তেকে বের হতে কত দিন সময় লাগে?
(ক) 32
(খ) 20
(গ) 25
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ ঘ। কোনোটিই নয়

৯৭। 6429C এবং 6430Zn হল পরস্পর –
(ক) আইসোটন
(খ) আইসোটোপ
(গ) আইসোবার
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ গ। আইসোবার

৯৮। নিম্নের কোন তথ্যটি রেজারের ক্ষেত্রে সঠিক নয়?
(ক) আলো অত্যন্ত উজ্জ্বল ও তীব্র
(খ) এক থেকে াধিক বর্ণের আলো থাকে
(গ) আলোর তীক্ষ্ন ও দিকাভিমুখী
(ঘ) আলো সুসংগত
উত্তরঃ ঘ। আলো সুসংগত

৯৯। নিম্নলিখিত কয়টি অস্থি নিয়ে মানব করোটি গঠিত?
(ক) 31
(খ) 21
(গ) 27
(ঘ) 29
উত্তরঃ ঘ। 29

১০০। বঙ্গ ভারত উপমহাদেমে প্রথম পুলিশ ব্যবস্থা কে চালূ করেন?
(ক) মি বার্ড
(খ) সম্রাট আকবর
(গ) লর্ড ক্যানিং
(ঘ) সম্রাট শাহজাহান
উত্তরঃ গ। লর্ড ক্যানিং

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *