অষ্টম শ্রেণীর বাংলা ২য় পত্র- নির্মিত অংশঃ প্রবন্ধ রচনা- শহিদ মিনার
শহিদ মিনার ভূমিকা : ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারিআমি কী ভুলিতে পারিছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রূয়ারিআমি কী ভুলিতে পারি’ প্রভাতফেরির এ গান গেয়ে প্রতিবছর একুশে ফেব্রুয়ারিতে আমরা শহিদ মিনারে যাই। ফুল দিয়ে ভাষাশহিদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। শহিদ মিনার এদিন ফুলে ফুলে ছেয়ে যায়। আমাদের মনে করিয়ে দেয় মায়ের ভাষা আমাদের কাছে…