পদার্থ বিজ্ঞান প্রথম অধ্যায় জ্ঞানমূলক / সংজ্ঞা / সংগা / সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
পদার্থ বিজ্ঞান – ১ম অধ্যায় – জ্ঞানমূলক
পদার্থ বিজ্ঞান – ১ম অধ্যায় – জ্ঞানমূলক / সংজ্ঞা / সংগা / কাকে বলে / সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. ভার্ণিয়ার ধ্রুবক কাকে বলে?
উঃ স্লাইড ক্যালিপার্সে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্ণিয়ার স্কেলের এক ভাগ যতটুকু ছোট তার পরিমাণকে বলা হয় ভার্ণিয়ার ধ্রুবক।
২. পরিমাপের একক এর সংগা লিখ।
উঃ কোনো ভৌত রাশির সঠিক পরিমাপ করতে হলে, ঐ রাশির একটি নির্দিষ্ট পরিমাণকে প্রধান ধরে প্রদত্ত রাশির পরিমাপ করতে হয়। ঐ নির্দিষ্ট পরিমাণটিকে উক্ত ভৌত রাশির একক বলা হয়।
৩. রাশি কাকে বলে?
উঃ এই ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য অর্থাৎ যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে।
৪. রাশির মাত্রা কাকে বলে?
উঃ একটা রাশিতে বিভিন্ন মৌলিক রাশি কোন সূচক বা কোন পাওয়ারে আছে, সেটাকে তার মাত্রা বলে।
৫. পিচ এর সংজ্ঞা দাও?
উঃ স্ক্রু এর সরণকে পিচ/ স্ক্রু পিচ বলে।
৬. মৌলিক রাশি কাকে বলে?
উঃ দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ ও দীপন তীব্রতা এই সাতটি রাশি দিয়ে যে কোনো কিছু পরিমাপ করা যায়, তাই এই সাতটি রাশিকে মৌলিক রাশই বলে।
৭. লব্ধ রাশি কাকে বলে?
উঃ মৌলিক রাশি ব্যবহার করে যখন অন্য কোন রাশি প্রকাশ করি সেটি হচ্ছে লব্ধ রাশি।
৮. বৈজ্ঞানিক প্রতীক কাকে বলে?
উঃ পদার্থ বিজ্ঞানের বিভিন্ন রাশির বা এককের জন্য বিভিন্ন সংকেত ও প্রতীক ব্যবহার করা হয় এবং তা করা হয় এককের আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করে। এগুলোকে বৈজ্ঞানিক প্রতীক বলে।
৯. যান্ত্রিক ত্রুটি কাকে বলে?
অথবা, স্লাইড ক্যালিপার্সের যান্ত্রিক ত্রুটি কী?
উঃ পদার্থ বিজ্ঞানের পরিমাপের জন্য তথা মাপ জোখের জন্য আমাদের যন্ত্রের প্রয়োজন হয়, সেই যন্ত্রের যদি ত্রুটি থাকে তাকে যান্ত্রিক ত্রুটি বলে।
১০. তুলা যন্ত্র কাকে বলে?
উঃ পদার্থ বিজ্ঞান ও রসায়ন ল্যাবরেটরিতে কোন অল্প জিনিসের ভর সুক্ষভাবে পরিমাপের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে তুলা যন্ত্র বলে।
পদার্থ বিজ্ঞান – ১ম অধ্যায় – জ্ঞানমুলক / সংজ্ঞা / সংগা / কাকে বলে / সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১১. ন্যূনাঙ্ক কাকে বলে?
উঃ স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ ঘুরালে এর প্রান্ত বা স্ক্রুটি রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে আসে তাই ন্যূনাঙ্ক।
১২. স্ক্রু গজ কাকে বলে?
উঃ যে যন্ত্রের সাহায্যে তারের ব্যাসার্ধ, সরু চোঙের ব্যাসার্ধ ও ছোট দৈর্ঘ্য পরিমাপ করা যায় তাকে স্ক্রু গজ বলে।
১৩. স্লাইড ক্যালিপার্স কী?
উঃ স্লাইড ক্যালিপার্স এক প্রকারের পরিমাপক যন্ত্র যার সাহায্যে কোন বস্তুর দু প্রান্তের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে পরিমাপ করা যায়।
১৪. স্টপওয়াচ কেন ব্যবহার করা হয়?
উঃ সময় মাপার জন্য স্টপওয়াচ ব্যবহার করা হয়।
১৫. মোল এর সংজ্ঞা দাও ?
উঃ পদার্থের পরিমাণ মাপার একক হচ্ছে মোল।
১৬. অ্যাম্পিয়ার কী?
উঃ বৈদ্যুতিক প্রবাহ পরিমাপ করার একক হচ্ছে অ্যাম্পিয়ার।
১৭. ক্যালভিন কী?
উঃ তাপমাত্রা মাপার একক হচ্ছে ক্যালভিন।
১৮. ক্যান্ডেলা কী?
উঃ দীপন তীব্রতা মাপার একক হচ্ছে ক্যান্ডেলা।
১৯. পদার্থ বিজ্ঞান কাকে বলে?
উঃ বিজ্ঞানের সবচেয়ে মৌলিক এবং প্রাচীনতম যে শাখায় পদার্থ ও শক্তি আলোচনা করা হয় তাকে পদার্থবিজ্ঞান বলে।
২০. ইলেক্ট্রনিকস কাকে বলে?
উঃ পদার্থবিজ্ঞানের যে শাখায় বৈদ্যুতিক বর্তনী ও সক্রিয় বৈদ্যুতিক যন্ত্র নিয়ে আলোচনা করা হয়, তাকে ইলেক্ট্রনিক্স বলে।
পদার্থ বিজ্ঞান – ১ম অধ্যায় – জ্ঞানমুলক / সংজ্ঞা / সংগা / কাকে বলে / সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
২১. শব্দ বিজ্ঞান কী?
উঃ পদার্থ বিজ্ঞানের যে শাখায় শব্দ নিয়ে আলোচনা করা হয় তাকে শব্দ বিজ্ঞান বলে।
২২. উপসর্গ কী?
উঃ পদার্থবিজ্ঞানের যে প্রতীক দ্বারা বড় সংখ্যাগুলোকে সংক্ষেপে প্রকাশ করা হয় তাকে উপসর্গ বলে।
২৩. সেকেন্ড কাকে বলে?
উঃ SI ইউনিটে সময় মাপার একককে সেকেন্ড বলে।
২৪. কিলোগ্রাম কী?
উঃ SI পদ্ধতিতে ভর মাপার একককে কিলোগ্রাম বলে।
২৫. মিটার কী?
উঃ SI পদ্ধতিতে দৈর্ঘ্য মাপার একককে মিটার বলে।
২৬. শক্তির সংরক্ষণশীলতা নীতি কী?
উঃ শক্তির সংরক্ষণশীলতার নীতিঃ মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনিয়। শক্তি সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল এক রুপ থেকে অন্য রুপে রুপান্তর হয় মাত্র।
২৭. ভার্ণিয়ার সমপাতন কাকে বলে?
উঃ ভার্ণিয়ারের কোন দাগ যদি প্রধান স্কেলের কোনো দাগের সঙ্গে মিলে যায় বা দাগের সবচেয়ে কাছাকাছি থাকে তবে ঐ দাগকে ভার্ণিয়ার সমপাতন বলে।
২৮. ব্যক্তিগত ত্রুটি কাকে বলে?
উঃ পর্যবেক্ষণ নিজের কারণে পাঠের যে ত্রুটি হয় তাকে ব্যক্তিগত ত্রুটি বলে।
২৯. দৈব ত্রুটি কাকে বলে?
উঃ কোনো একটি ধ্রুব রাশি কয়েকবার পরিমাপ করলে যে ত্রুটির কারণে পরিমাপকৃত মানে অসামাঞ্জস্য দেখা যায় তাকে দৈব ত্রুটি বলে।
৩০. ফিশন কাকে বলে?
উঃ নিউক্লিয়ার বিক্রিয়ায় বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস তৈরি হলে তাকে নিউক্লিয়ার ফিশন বলা হয়।
পদার্থ বিজ্ঞান – ১ম অধ্যায় – জ্ঞানমুলক / সংজ্ঞা / সংগা / কাকে বলে / সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
৩১. ফিউশন কাকে বলে?
উঃ ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস তৈরি হলে তাকে ফিউশন বিক্রিয়া বলে।
৩২. নিউক্লিয়ার চুল্লি কী?
উঃ নিউক্লিয়ার চুল্লি হলো এমন এক ধরনের চুল্লি যেখানে শক্তি কয়লা, তেল বা গ্যাস পুড়িয়ে উৎপন্ন করা হয় না, বরং উৎপন্ন করা হয় পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে।
৩৩. চৌম্বকত্ব কাকে বলে?
উঃ যে প্রাকৃতিক কারণ বা বৈদ্যুতিক চার্জের দ্বারা উৎপাদিত বাহ্যিক ঘটনার ফলে বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ শক্তির উদ্ভব হয়, তাকে চৌম্বকত্ব বলে।
৩৪. সবল নিউক্লিয় বল কাকে বলে?
উঃ পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে ২টি নিউক্লিয়নের মধ্যে যে শক্তিশালী বল কাজ করে তাকে সবল নিউক্লিয় বল বলে।
৩৫. দূর্বল নিউক্লিয় বল কাকে বলে?
উঃ যে স্বল্প পাল্লার এবং স্বল্প মানের বল নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে তাকে দূর্বল নিউক্লিয় বল বলে।
৩৬. দূর্বল মধ্যাকর্ষণ বল কাকে বলে?
উঃ কোনো বস্তু পৃথিবী থেকে যত উপরে উঠতে থাকবে তার মধ্যাকর্ষণ বল তত কমতে থাকবে। একেই দূর্বল মধ্যাকর্ষণ বল বলে।
৩৭. পদার্থ বিজ্ঞানের মূল ভিত্তি কী?
উঃ শক্তির সংরক্ষণশীলতা নীতি হচ্ছে পদার্থ বিজ্ঞানের মূল ভিত্তি ।