14th NTRCA School Preliminary Question with Answer

১৪তম NTRCA (School) প্রিলিমিনারি প্রশ্ন

সাধুরীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না?

(ক) অব্যয়

(খ) বিশেষ্য

(গ) সর্বনাম

(ঘ) ক্রিয়া

উত্তরঃ ক। অব্যয়

নিচের কোন বানানটি শুদ্ধ?

(ক) বালীকী

(খ) বালিকী

(গ) বাল্মিকি

(ঘ) বাল্মীকি

উত্তরঃ ঘ। বাল্মীকি

শকুনি মামাএর অর্থ কোনটি?

(ক) কুৎসিত মামা

(খ) সৎ মামা

(গ) কুচক্রী মামা

(ঘ) পাতানাে মামা

উত্তরঃ গ। কুচক্রী মামা

সংশয়‘-এর বিপরীত শব্দ কোনটি?

(ক) প্রত্যয়

(খ) নির্ভয়

(গ) বিস্ময়

(ঘ) দ্বিধা

উত্তরঃ ক। প্রত্যয়

বক্তব্য এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?

(ক) √বচ্ + তব্য

(খ) √বক্ত + ব্য

(গ) √বক্ত + অব্য

(ঘ) √বক + তব্য

উত্তরঃ ক। √বচ্ + তব্য

উপকারীর অপকার করে যে নিচের কোনটি শুদ্ধ?

(ক) কৃতজ্ঞ

(খ) বেঈমান

(গ) কৃতগ্ন

(ঘ) কৃতঘ্ন

উত্তরঃ ঘ। কৃতঘ্ন

ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলােচনা করা

(ক) বাক্যতত্ত্বে

(খ) রূপতত্ত্বে

(গ) অর্থতত্ত্বে

(ঘ) ধ্বনিতত্ত্বে

উত্তরঃ খ। রূপতত্ত্বে

বাড়ি বা রাস্তার নম্বরের পর নিচের কোন চিহ্নটি বসে?

(ক) কোলন

(খ) সেমিকোলন

(গ) কমা

(ঘ) দাড়ি

উত্তরঃ গ। কমা

সূর্যএর প্রতিশব্দ কোনটি?

(ক) আদিত্য

(খ) বিধু

(গ) শশাঙ্ক

(ঘ) সুধাংশু

উত্তরঃ ক। আদিত্য

১০ভিক্ষুকটা যে পেছনে লেগেই রয়েছে, কী বিপদ!’ বাক্যের কী এর অর্থ কোনটি?

(ক) হুমকি

(খ) ভয়

(গ) বিরক্তি

(ঘ) রাগ

উত্তরঃ গ। বিরক্তি

১১‘The fire is out’—বাক্যটির অনুবাদ কী?

(ক) আগুন বাইরে

(খ) বাইরে আগুন

(গ) আগুন নিভে গেছে

(ঘ) আগুন ছড়িয়ে পড়েছে

উত্তরঃ ঘ। আগুন ছড়িয়ে পড়েছে

১২বিদ্যান মুখ অপেক্ষা শ্রেষ্ঠতর’– বাক্যটির শুদ্ধরূপ কোনটি

(ক) বিদ্যান মুখ অপেক্ষা শ্রেষ্ঠ

(খ) বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ

(গ) বিদ্বান মুর্থ অপেক্ষা শ্রেষ্ঠতর

(ঘ) বিদ্বান মুখ অপেক্ষা শ্রেষ্ঠ

উত্তরঃ খ। বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ

১৩নিচের কোনটিতে সাধুভাষা সাধারণত অনুপযােগী?

(ক) কবিতায়

(খ) গানে

(গ) নাটকে

(ঘ) ছােটগল্পে

উত্তরঃ খ। গানে

১৪অন্তরঙ্গএর বিপরীত শব্দ কী?

(ক) বহিরঙ্গ

(খ) শক্রতা

(গ) সম্পর্কহীন

(ঘ) বৈরীভাব

উত্তরঃ ক। বহিরঙ্গ

১৫কোনটি শুদ্ধ বানান?

(ক) মুহুত

(খ) মুহুর্ত

(গ) মুহূর্ত

(ঘ) মুহুর্তু

উত্তরঃ গ। মুহূর্ত

১৬কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?

(ক) ক্রিয়া

(খ) অব্যয়

(গ) বিশেষ্য

(ঘ) বিশেষণ

উত্তরঃ খ। অব্যয়

১৭হাতে দুর্বা গজানাে বাগধারার অর্থ কী?

(ক) ছন্নছাড়া

(খ) অলুক্ষণে

(গ) অতিশয় দুর্বল

(ঘ) আলসেমির লক্ষণ

উত্তরঃ ঘ। আলসেমির লক্ষণ

১৮শুভক্ষণে জন্ম যারএক কথায় কী হবে?

(ক) ক্ষণজন্মা

(খ) শুভজন্মা

(গ) জন্মাধীর

(ঘ) শুভজন্মকাল

উত্তরঃ ক। ক্ষণজন্মা

১৯নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই?

(ক) তাদৃশী

(খ) ডাইনী

(গ) দাত্রী

(ঘ) বাদী

উত্তরঃ খ। ডাইনী

২০নিচের কোনটি সৃষ্টি এর প্রকৃতি প্রত্যয়?

(ক) সৃ + টি

(খ) সৃশ + তি

(গ) সৃজ + তি

(ঘ) স্ত্রী + ষ্টি

উত্তরঃ গ। সৃজ + তি

২১নীলাম্বর কোন সমাস?

(ক) দ্বন্দ্ব

(খ) তৎপুরুষ

(গ) অব্যয়ীভাব

(ঘ) কর্মধারয়

উত্তরঃ ঘ। কর্মধারয়

২২তিলে তৈল হয়তিলে কোন কারকে কোন বিভক্তি?

(ক) কর্মকারকে ৭মী

(খ) অপাদান কারকে ৭মী

(গ) করণ কারকে ৭মী

(ঘ) অধিকরণ কারকে ৭মী

উত্তরঃ খ। অপাদান কারকে ৭মী

২৩নিচের কোনটি শুদ্ধ?

(ক) ষ্ণ = ষ + ণ

(খ) ষ্ণ = ষ + ঞ

(গ) ষ্ণ = ষ + ন

(ঘ) ষ্ণ = ষ + ঙ

উত্তরঃ ক। ষ্ণ = ষ + ণ

২৪মৌলিক শব্দ কোনটি?

(ক) কান্না

(খ) ঢাকাই

(গ) শীতল

(ঘ) আকাশ

উত্তরঃ ঘ। আকাশ

২৫পেয়ারা কোন ভাষা থেকে আগত?

(ক) হিন্দি

(খ) উর্দু

(গ) পর্তুগিজ

(ঘ) গ্রিক

উত্তরঃ গ। পর্তুগিজ

২৬How did you come by your lost watch? Here come by means—-

(ক) quicken

(খ) get

(গ) mend

(ঘ) lose

উত্তরঃ খ। get

২৭‘The children who play near the garden water the saplings. Here water is a —

(ক) noun

(খ) adjective

(গ) adverb

(ঘ) verb

উত্তরঃ ঘ। verb

২৮The word ‘ambiguous is the synonym of

(ক) alien

(খ) certain

(গ) dubious

(ঘ) dangerous

উত্তরঃ গ। dubious

২৯The antonym of the word ‘dishearten’ is —

(ক) encourage

(খ) discourage

(গ) develop

(ঘ) ameliorate

উত্তরঃ ক। encourage

৩০What is the synonymous word of ‘augment’?

(ক) Increase

(খ) Beautify

(গ) Segment

(ঘ) Calm

উত্তরঃ ক। Increase

৩১I saw him going to market. (Compound)

(ক) I saw him who was going to market

(খ) I saw him and he was going to market

(গ) I saw him to go to market

(ঘ) I go to market which he was

উত্তরঃ খ। I saw him and he was going to market

৩২I helped her solve the problem. (Passive)

(ক) The problem was solved by my

(খ) Her problem was solved by me

(গ) She was helped to solve the problem by my

(ঘ) She was helped solve the problem

উত্তরঃ গ। She was helped to solve the problem by my

৩৩Jerry was only four years old. (Negative)

(ক) Jerry was not more than four years old

(খ) Jerry was not four years old

(গ) No one but Jerry was four years old

(ঘ) None but Jerry was four years old

উত্তরঃ ক। Jerry was not more than four years old

৩৪Where There is a will, there is —-.

(ক) a path

(খ) many ways

(গ) a well-wisher

(ঘ) a way

উত্তরঃ ঘ। a way

৩৫To carry coal to —-.

(ক) Narayangonj

(খ) England

(গ) Newcastle

(ঘ) Lahore

উত্তরঃ গ। Newcastle

৩৬Orthita as well as Obhnibesh (to be)— attending the party.

(ক) are

(খ) is

(গ) have been

(ঘ) been

উত্তরঃ খ। is

৩৭Alice went to market with a view to (to purchase) — a dress.

(ক) purchasing

(খ) purchases

(গ) purchased

(ঘ) purchase

উত্তরঃ ক। purchasing

৩৮Rome was not built in a day. (Active)

(ক) People were not build Rome in a day

(খ) The Romans did not built Rome in a day

(গ) The Romans were not build Rome in a day

(ঘ) A day was not built by Rome

উত্তরঃ খ। The Romans did not built Rome in a day

৩৯Money is sweeter than honey. (Negative)

(ক) Money is not as sweet as honey.

(খ) Nothing is as sweet as money and honey.

(গ) Honey is not so sweet as money.

(ঘ) Honey is not sweeter than money.

উত্তরঃ গ। Honey is not so sweet as money.

৪০Upoma came here late. Here ‘late’ is —

(ক) adverb

(খ) adjective

(গ) verb

(ঘ) noun

উত্তরঃ ক। adverb

৪১He gave me a dress which was expensive. (Simple)

(ক) He gave me a dress expensive.

(খ) He gave me a dress and it was expensive.

(গ) He gave me a expensive dress.

(ঘ) He gave me an expensive dress.

উত্তরঃ ঘ। He gave me an expensive dress.

৪২A wearer knows where —.

(ক) a man goes

(খ) he is right

(গ) the pain disturbs

(ঘ) the shoe pinches

উত্তরঃ ঘ। the shoe pinches

৪৩তুমি কি জানো সে কোথায় থাকে?

(ক) Do you know where does he live?

(খ) Do you know where he is live?

(গ) Do you know where he lives?

(ঘ) Do you know where he live?

উত্তরঃ গ। Do you know where he lives?

৪৪সে সাঁতরাতে জানে না।

(ক) He does not know swim.

(খ) He does not know to swimming.

(গ) He does not know how to swim.

(ঘ) He don’t know swimming.

উত্তরঃ গ। He does not know how to swim.

৪৫তোমার বাবা কী করেন?

(ক) What is your father doing?

(খ) What is your father?

(গ) What does your father?

(ঘ) What your father does?

উত্তরঃ খ। What is your father?

৪৬How Karim has solved the problems—?

(ক) really nice

(খ) astounds us all

(গ) actually wonderful

(ঘ) are really difficult

উত্তরঃ খ। astounds us all

৪৭What is the noun form of include?

(ক) Inclution

(খ) Includement

(গ) Inclusion

(ঘ) Includeness

উত্তরঃ ক। Inclution

৪৮The synonym of ‘abandon’ is–

(ক) join

(খ) keep with

(গ) leave

(ঘ) try

উত্তরঃ গ। leave

৪৯A — in time saves nine.

(ক) saving

(খ) money

(গ) penny

(ঘ) stitch

উত্তরঃ ঘ। stitch

৫০A man is known by the —- he keeps.

(ক) words

(খ) company

(গ) contribution

(ঘ) relatives

উত্তরঃ খ। company

৫১মৌলিক সংখ্যার সেট কিরূপ হবে?

(ক) অসীম

(খ) সসীম

(গ) সংযোগ

(ঘ) ছেদ

উত্তরঃ ক। অসীম

৫২নিচের কোনটি অমুলদ সংখ্যা:

(ক) π

(খ) √2

(গ) √11

(ঘ) সবগুলো

উত্তরঃ ঘ। সবগুলো

৫৩Log28 এর মান নিচের কোনটি?

(ক) 1

(খ) 2

(গ) 3

(ঘ) 4

উত্তরঃ গ। 3

৫৪5√5 এর 5 ভিত্তিক লগ কত?

(ক) 3/2

(খ) √5

(গ) 2/3

(ঘ) 5

উত্তরঃ ক। 3/2

৫৫(8x)0 + 8x0 এর মান নিচের কোনটি?

(ক) 9

(খ) 8

(গ) 2

(ঘ) 26

উত্তরঃ ক। 9

৫৬4x +1 = 32 হলে x এর মান কত?

(ক) 1/2

(খ) 1

(গ) 2/3

(ঘ) 3/2

উত্তরঃ ঘ। 3/2

৫৭দুইটি সংখ্যার .সা.গু 7 এবং .সা.গু 84 সংখ্যা দুইটির একটি 42 হলে অপরটি কত

(ক) 7

(খ) 14

(গ) 21

(ঘ) 28

উত্তরঃ খ। 14

৫৮60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাসের হার কত?

(ক) 25%

(খ) 28%

(গ) 30%

(ঘ) 32%

উত্তরঃ গ। 30%

৫৯/% হার সুদে কত সময়ে ৯৬ টাকার সুদ ১৮ টাকা হবে?

(ক) ৩ বছর

(খ) ২ বছর

(গ) ৪ বছর

(ঘ) ২/ বছর

উত্তরঃ ক। ৩ বছর

৬০কোন সমকোণী ত্রিভুজের ভূমি x এবং উচ্চতা y হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে?

(ক) xy বর্গ একক

(খ) x2 + y2 বর্গ একক

(গ) ½ xy বর্গ একক

(ঘ) ½ (x2 + y2) বর্গ একক

উত্তরঃ গ। ½ xy বর্গ একক

৬১চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি নিচের কোনটি?

(ক) ৭২০°

(খ) ২৭০°

(গ) ১৮০°

(ঘ) ৩৬০°

উত্তরঃ ঘ। ৩৬০°

৬২ঘনকের ধার a একক হলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত?

(ক) √(6a2)

(খ) 6a2

(গ) a3

(ঘ) 6a

উত্তরঃ খ। 6a2

৬৩বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র হতে সর্বদা নিচের কোনটি?

(ক) অসমদূরবর্তী

(খ) সমান্তরাল

(গ) সমদূরবর্তী

(ঘ) কোনটিই নয়

উত্তরঃ গ। সমদূরবর্তী

৬৪একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থের দেড়গুণ। এর ক্ষেত্রফল 294 বর্গ মিটার হলে, পরিসীমা কত?

(ক) 70 মিটার

(খ) 40 মিটার

(গ) 50 মিটার

(ঘ) 60 মিটার

উত্তরঃ ক। 70 মিটার

৬৫দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2 বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত নিচের কোনটি

(ক) 4:9

(খ) 9:4

(গ) 3:4

(ঘ) 2:3

উত্তরঃ খ। 9:4

৬৬a : b = 4 : 7 এবং b : c = 5 হলে a : b : c এর মান কোনটি?

(ক) 5 : 6 : 7

(খ) 20 : 35 : 42

(গ) 4 : 7 : 5

(ঘ) 20 : 30 : 37

উত্তরঃ খ। 20 : 35 : 42

৬৭250 এর 10% এর মান কত?

(ক) 75

(খ) 100

(গ) 50

(ঘ) 25

উত্তরঃ ঘ। 25

৬৮ঘন্টায় x মাইল বেগে y মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা লাগবে?

(ক) y/x ঘন্টা

(খ) x/y ঘন্টা

(গ) xy ঘন্টা

(ঘ) x+y ঘন্টা

উত্তরঃ ক। y/x ঘন্টা

৬৯a+b, a2 – b2 এবং a3-b3 এর .সা.গু কত?

(ক) a2 – b2

(খ) a+b

(গ) a – b

(ঘ) (a+b)2

উত্তরঃ খ। a+b

৭০a, b, c, d ক্রমিক সমানুপাতী হলে নিচের কোনটি সঠিক?

(ক) ab = cd

(খ) ac = bd

(গ) ad = bc

(ঘ) কোনটিই নয়

উত্তরঃ গ। ad = bc

৭১n সংখ্যক বিজোড় সংখ্যার যোেগফল কত?

(ক) n2 – 1

(খ) n2 + 1

(গ) n2 + 2

(ঘ) n2

উত্তরঃ ঘ। n2

৭২(a-1)-1 এর মান নিচের কোনটি?

(ক) 1/a

(খ) a

(গ) a2

(ঘ) 1/a2

উত্তরঃ খ। a

৭৩বৃত্তের কেন্দ্রের কোণ কত ডিগ্রির সমান?

(ক) ৩৬০°

(খ) ২৭০°

(গ) ১৮০°

(ঘ) ০°

উত্তরঃ ক। ৩৬০°

৭৪Sinϴ=4/5 হলে, Sec ϴ এর মান কোনটি ?

(ক) 5/4

(খ) 4/9

(গ) 3/5

(ঘ) 5/3

উত্তরঃ ঘ। 5/3

৭৫x > 0 এবং x 2 = 4x হলে x এর মান কোনটি?

(ক) ২

(খ) ৩

(গ) ৪

(ঘ) ০

উত্তরঃ গ। ৪

৭৬১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?

(ক) কফি আনান

(খ) উ থান্ট

(গ) দ্যাগ হ্যামারশােল্ড

(ঘ) বুট্রোস ঘালি

উত্তরঃ খ। উ থান্ট

৭৭চিকনগুনিয়ার বাহক কোনটি?

(ক) এ্যানােফিলিস

(খ) কিউলেক্স

(গ) সকল ধরনের মশা

(ঘ) এডিস

উত্তরঃ ঘ। এডিস

৭৮বাংলাদেশের রাষ্ট্রীয় মনােগ্রামের ডিজাইনার কে?

(ক) কামরুল হাসান

(খ) স্বপন কুমার

(গ) এএনএ সাহা

(ঘ) কাজী খসরু

উত্তরঃ গ। এএনএ সাহা

৭৯দেশের প্রথম ইলেকট্রনিক বই কোনটি?

(ক) একুশ ই বুক

(খ) স্বাধীনতা ই বুক

(গ) বাংলাদেশ ই বুক

(ঘ) ডিজিটাল ই বুক

উত্তরঃ ক। একুশ ই বুক

৮০WIPO এর সদর দপ্তর কোথায়?

(ক) জেনেভা

(খ) ব্রাসেলস

(গ) লন্ডন

(ঘ) প্যারিস

উত্তরঃ ক। জেনেভা

৮১মংডুকোন দুটি দেশের সীমান্ত এলাকা?

(ক) বাংলাদেশ-ভারত

(খ) বাংলাদেশ-মায়ানমার

(গ) মায়ানমার-চীন

(ঘ) ভারত-মায়ানমার

উত্তরঃ খ। বাংলাদেশ-মায়ানমার

৮২২০১৮ সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে?

(ক) নয়াদিল্লী, ভারত

(খ) বেইজিং, চীন

(গ) জাকার্তা, ইন্দোনেশিয়া

(ঘ) তেহরান, ইরান

উত্তরঃ গ। জাকার্তা, ইন্দোনেশিয়া

৮৩বাংলাদেশ স্কোয়ার কোন দেশে অবস্থিত?

(ক) লাইবেরিয়াতে

(খ) নাইজেরিয়ায়

(গ) ইরানে

(ঘ) ভারতে

উত্তরঃ ক। লাইবেরিয়াতে

৮৪দেশে প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয় কোথায়?

(ক) রংপুর

(খ) সিলেট

(গ) বরিশাল

(ঘ) চট্টগ্রাম

উত্তরঃ ঘ। চট্টগ্রাম

৮৫বর্ণালীএবংশুভ্রকী?

(ক) উন্নত জাতের আম

(খ) উন্নত জাতের গম

(গ) উন্নত জাতের ভুট্টা

(ঘ) উন্নত জাতের চাল

উত্তরঃ গ। উন্নত জাতের ভুট্টা

৮৬ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলাে

(ক) আইসােটোন

(খ) আইসােটোপ

(গ) আইসােবার

(ঘ) রাসায়নিক পদার্থ

উত্তরঃ খ। আইসােটোপ

৮৭ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কি?

(ক) ইমানুয়েল ম্যাখো

(খ) আটেলা মার্কেল

(গ) ম্যালকম

(ঘ) জাস্টিন ট্রুডাে

উত্তরঃ ক। ইমানুয়েল ম্যাখো

৮৮জ্যাঙ্ক ফুডে নিচের কোন দ্রব্যের আধিক্য থাকে?

(ক) ভিটামিন

(খ) চর্বি

(গ) শর্করা

(ঘ) আমিষ

উত্তরঃ খ। চর্বি

৮৯চলতি মূল্যে বাংলাদেশের মাথাপিছু আয় – (অর্থনৈতিক সমীক্ষা২০১৮ অনুযায়ী)

(ক) ১,৬৭৭ মার্কিন ডলার

(খ) ১,৮২০ মার্কিন ডলার

(গ) ১,৭৫২ মার্কিন ডলার

(ঘ) ১,৭১৪ মার্কিন ডলার

উত্তরঃ গ। ১,৭৫২ মার্কিন ডলার

৯০ক্রিকেট খেলার মাঠের পিচের দৈর্ঘ্য

(ক) ২২ গজ

(খ) ১৭ গজ

(গ) ১১ গজ

(ঘ) ২১ গজ

উত্তরঃ ক। ২২ গজ

৯১বাংলার ছিয়াত্তরের মন্বন্তরএর সময়কাল :

(ক) ১৭৫৬ খ্রিস্টাব্দ

(খ) ১৭৬৫ খ্রিস্টাব্দ

(গ) ১৭৬০ খ্রিস্টাব্দ

(ঘ) ১৭৭০ খ্রিস্টাব্দ

উত্তরঃ ঘ। ১৭৭০ খ্রিস্টাব্দ

৯২স্ক্যানার কি ধরনের ডিভাইস?

(ক) প্রসেসিং

(খ) আউটপুট

(গ) মেমােরি

(ঘ) ইনপুট

উত্তরঃ ঘ। ইনপুট

৯৩ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কতটি?

(ক) ৫৩টি

(খ) ৫৫টি

(গ) ৫৪টি

(ঘ) ৫৬টি

উত্তরঃ গ। ৫৪টি

৯৪সমতট জনপদ কোথায় অবস্থিত?

(ক) সিলেট অঞ্চলে

(খ) ঢাকা অঞ্চলে

(গ) কুমিল্লা অঞ্চলে

(ঘ) রাজশাহী অঞ্চলে

উত্তরঃ গ। কুমিল্লা অঞ্চলে

৯৫বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকর কে?

(ক) এসএম সুলতান

(খ) কামরুল হাসান

(গ) জয়নুল আবেদীন

(ঘ) রফিকুন্নবী

উত্তরঃ খ। কামরুল হাসান

৯৬যশাের জেলায় অবস্থিত বিল?

(ক) হাইল

(খ) ভবদহ

(গ) পাথর চাওলি

(ঘ) আড়িয়াল

উত্তরঃ খ। ভবদহ

৯৭কোন উপজাতির ধর্ম ইসলাম

(ক) পাঙন

(খ) রাখাইন

(গ) মারমা

(ঘ) খিয়াং

উত্তরঃ ক। পাঙন

৯৮সংসদ অধিবেশন কে আহবান করেন?

(ক) স্পীকার

(খ) প্রধানমন্ত্রী

(গ) রাষ্ট্রপতি

(ঘ) বিরােধী দলীয় নেত্রী

উত্তরঃ গ। রাষ্ট্রপতি

৯৯পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করে?

(ক) ভারত ও প্রশান্ত মহাসাগর

(খ) আটলান্টিক ও ভারত মহাসাগর

(গ) আটলান্টিক ও দক্ষিণ মহাসাগর

(ঘ) প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর

উত্তরঃ ঘ। প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর

১০০লাফিং গ্যাসের সংকেত কোনটি?

(ক) N203

(খ) N2O

(গ) N2O5

(ঘ) Cu2O

উত্তরঃ খ। N2O

১০১বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত?

(ক) ৫১২০ কিমি

(খ) ৪৫০০ কিমি

(গ) ৫১৩৮ কিমি

(ঘ) ৪৩০০ কিমি

উত্তরঃ গ। ৫১৩৮ কিমি

১০২বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?

(ক) রাজশাহীর তানোরে

(খ) মৌলভীবাজারে মাধবকুন্ডে

(গ) নাটোরের লালপুরে

(ঘ) সিলেটের লালখানে

উত্তরঃ ঘ। সিলেটের লালখানে

১০৩অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি কার রচনা?

(ক) তাজউদ্দীন আহমেদ

(খ) শেরেবাংলা এ.কে. ফজলুল হক

(গ) বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান

(ঘ) ক্যাপ্টেন মনসুর আলী

উত্তরঃ গ। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান

১০৪বাংলাদেশে শিক্ষার স্তর কয়টি ?

(ক) ৪ টি

(খ) ৫ টি

(গ) ৬টি

(ঘ) ৭টি

উত্তরঃ ক। ৪ টি

১০৫বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ সাবমেরিনের যুগে পদার্পণ করে?

(ক) ৪১তম

(খ) ৪০তম

(গ) ৪২তম

(ঘ) ৪৩তম

উত্তরঃ ক। ৪১তম

১০৬সূর্য কিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়?

(ক) ভিটামিন “এ”

(খ) ভিটামিন “বি”

(গ) ভিটামিন “ই”

(ঘ) ভিটামিন “ডি”

উত্তরঃ ঘ। ভিটামিন “ডি”

১০৭জাতীয় শিক্ষক দিবস হলো

(ক) ২০ জানুয়ারি

(খ) ১৯ জানুয়ারি

(গ) ২১ জানুয়ারি

(ঘ) ২২ জানুয়ারি

উত্তরঃ খ। ১৯ জানুয়ারি

১০৮বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রথম কোন জেলা শত্রুমুক্ত হয়?

(ক) মাগুরা

(খ) মেহেরপুর

(গ) যশোর

(ঘ) ময়মনসিংহ

উত্তরঃ গ। যশোর

১০৯বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী কোনটি?

(ক) সাঁওতাল

(খ) চাকমা

(গ) মারমা

(ঘ) রাখাইন

উত্তরঃ ক। সাঁওতাল

১১০সম্প্রতি (2018) ব্রিটেনের সাধারণ নির্বাচনে কোন দল জয়ী হয়?

(ক) লেবার পার্টি

(খ) ডেমোক্রেটিক ইউনিয়ন

(গ) কনজারভেটিভ পার্টি

(ঘ) স্কটিশ এলায়েন্স

উত্তরঃ গ। কনজারভেটিভ পার্টি

১১১বৌদ্ধ সভ্যতার তীর্থস্থান তক্ষশীলা কোথায় অবস্থিত?

(ক) ভারত

(খ) শ্রীলংকা

(গ) নেপাল

(ঘ) পাকিস্তান

উত্তরঃ ঘ। পাকিস্তান

১১২অর্থশাস্ত্র গ্রন্থটি কার রচনা?

(ক) আবুল ফজল

(খ) কৌটিল্য

(গ) ইবনে খালদুন

(ঘ) দীনেশ চন্দ্র সেন

উত্তরঃ খ। কৌটিল্য

১১৩সৎগুণই জ্ঞান উক্তিটির কার?

(ক) প্লেটো

(খ) জন লক

(গ) সক্রেটিস

(ঘ) এরিস্টটল

উত্তরঃ গ। সক্রেটিস

১১৪যুক্তফ্রন্টের ২১ দফার ১ম দফাটি ছিল

(ক) বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা

(খ) পাটকল জাতীয়করণ করা

(গ) চাকরিতে সকলের সমান অধিকার নিশ্চিত করা

(ঘ) পূর্ব পাকিস্তানের সুষম উন্নয়ন নিশ্চিত করা

উত্তরঃ ক। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা

১১৫এডিস মশা নিচের কোন রোগটির বাহন?

(ক) গোদ রোগ

(খ) চিকুনগুনিয়া

(গ) ম্যালেরিয়া

(ঘ) ফাইলেরিয়া

উত্তরঃ খ। চিকুনগুনিয়া

১১৬কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নারীরা ভোটাধিকার লাভ করে?

(ক) ১৮২০ সালে

(খ) ১৯২০ সালে

(গ) ১৮২১ সালে

(ঘ) ১৯২১ সালে

উত্তরঃ খ। ১৯২০ সালে

১১৭আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়?

(ক) ৫ জুন

(খ) ১০ ডিসেম্বর

(গ) ৮ সেপ্টেম্বর

(ঘ) ৮ মার্চ

উত্তরঃ ঘ। ৮ মার্চ

১১৮জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF) এর সদর দপ্তর কোথায়?

(ক) ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া

(খ) প্যারিস, ফ্রান্স

(গ) ভিয়েনা, অস্ট্রিয়া

(ঘ) ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র

উত্তরঃ ক। ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া

১১৯পিঁপড়া মৌমাছির কামড়ে থাকে

(ক) অ্যাসকরবিক এসিড

(খ) মিথানয়িক এসিড

(গ) অক্সালিক এসিড

(ঘ) টারটারিক এসিড

উত্তরঃ খ। মিথানয়িক এসিড

১২০২২তম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হবে কোন দেশে?

(ক) জার্মানি

(খ) আর্জেন্টিনা

(গ) কাতার

(ঘ) মেক্সিকো

উত্তরঃ গ। কাতার

১২১এয়ারফোর্স ওয়ান কি?

(ক) ব্রিটেনের প্রধানমন্ত্রীর বিমান

(খ) রাশিয়ার রাষ্ট্রপতির বিমান

(গ) স্পেনের রানির বিমান

(ঘ) আমেরিকার রাষ্ট্রপতির বিমান

উত্তরঃ ঘ। আমেরিকার রাষ্ট্রপতির বিমান

১২২দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি?

(ক) ক্রোনার

(খ) র‍্যান্ড

(গ) ক্রুজিরা

(ঘ) পেশো

উত্তরঃ খ। র‍্যান্ড

১২৩কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়?

(ক) ফ্যাদোমিটার

(খ) থার্মোমিটার

(গ) স্ফিগমোম্যানোমিটার

(ঘ) রিখটার স্কেল

উত্তরঃ খ। থার্মোমিটার

১২৪কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে বলে?

(ক) RAM

(খ) Hard Disc

(গ) Compact Disc

(ঘ) ROM

উত্তরঃ ঘ। ROM

১২৫জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো

(ক) ৪টি

(খ) ৬টি

(গ) ৫টি

(ঘ) ৭টি

উত্তরঃ গ। ৫টি

১২৬মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়?

(ক) ইঙ্গিতের সাহায্যে

(খ) বাগযন্ত্রের সাহায্যে

(গ) কন্ঠের সাহায্যে

(ঘ) ঠোঁটের সাহায্যে

উত্তরঃ খ। বাগযন্ত্রের সাহায্যে

১২৭কথ্যরীতি সমন্বয়ে শিষ্ঠজনের ব্যবহৃত ভাষাকে কী বলে?

(ক) সাধুভাষা

(খ) আঞ্চলিক ভাষা

(গ) দেশি ভাষা

(ঘ) আদর্শ চলিত ভাষা

উত্তরঃ ঘ। আদর্শ চলিত ভাষা

১২৮সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কী?

(ক) অপদার্থ

(খ) মূর্খ

(গ) নিষ্ক্রিয় দর্শক

(ঘ) সক্রিয় দর্শক

উত্তরঃ গ। নিষ্ক্রিয় দর্শক

১২৯নেই আঁকড়া বাগধারাটির অর্থ কী?

(ক) একগুঁয়ে

(খ) একই স্বভাবের

(গ) নিরেট মূর্খ

(ঘ) সহায় সম্বলহীন

উত্তরঃ ক। একগুঁয়ে

১৩০বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে?

(ক) কমা

(খ) দাঁড়ি

(গ) কোলন

(ঘ) সেমিকোলন

উত্তরঃ ক। কমা

১৩১কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, কোন যতি চিহ্নটি বসবে?

(ক) কোলন

(খ) সেমিকোলন

(গ) হাইফেন

(ঘ) ড্যাস

উত্তরঃ খ। সেমিকোলন

১৩২কোন বানানটি সঠিক?

(ক) সমিচিন

(খ) সমীচিন

(গ) সমীচীন

(ঘ) সমিচীন

উত্তরঃ গ। সমীচীন

১৩৩Man gets as much as he wants- এর সঠিক বাংলা অনুবাদ কোনটি?

(ক) মানুষ যত পায়, তত চায়

(খ) মানুষের চাওয়া বেশি, পাওয়া বেশি

(গ) মানুষের চাওয়ার শেষ নেই

(ঘ) মানুষ যা চায় তা পায় না

উত্তরঃ ক। মানুষ যত পায়, তত চায়

১৩৪‘It is a long story’- এর সঠিক বাংলা অনুবাদ

(ক) সে এক বিরাট ইতিহাস

(খ) বড় কাহিনী

(গ) সে অনেক বড় কাহিনী

(ঘ) সে অনেক কথা

উত্তরঃ ঘ। সে অনেক কথা

১৩৫কোন বাক্যটি শুদ্ধ?

(ক) অনেক সন্ন্যাসিতে গাজন নষ্ট

(খ) অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট

(গ) অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট

(ঘ) অধিক সন্ন্যাসীতে গান নষ্ট

উত্তরঃ গ। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট

১৩৬শুদ্ধ কোনটি?

(ক) ভূবন

(খ) ভুবন

(গ) ভুবণ

(ঘ) ভূবণ

উত্তরঃ খ। ভুবন

১৩৭সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে কী বলে?

(ক) সন্ধি

(খ) প্রত্যয়

(গ) বচন

(ঘ) সমাস

উত্তরঃ ক। সন্ধি

১৩৮নিয়ম অনুসারে সন্ধি হয় না কোনটির?

(ক) পাবক

(খ) কুলটা

(গ) শাবক

(ঘ) গায়ক

উত্তরঃ খ। কুলটা

১৩৯রাজ্ঞী এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

(ক) রাগ্‌ + নী

(খ) রাজ্‌ + জ্ঞী

(গ) রাজ্‌ + নী

(ঘ) রাগ্‌ + জ্ঞী

উত্তরঃ গ। রাজ্‌ + নী

১৪০সামীপ্য অর্থে কোন অধিকরণ হয়?

(ক) ঐকদেশিক

(খ) অভিব্যাপক

(গ) আধারাধিকরণ

(ঘ) কালাধিকরণ

উত্তরঃ ক। ঐকদেশিক

১৪১আমি কি ডরাই সখী ভিখারী রাঘবে?রাঘবে কোন কারকে কোন বিভক্তি?

(ক) কর্তায় ৭মী

(খ) কর্মে ৭মী

(গ) করণে ৭মী

(ঘ) অপাদানে ৭মী

উত্তরঃ ঘ। অপাদানে ৭মী

১৪২কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে কী বলে?

(ক) উপমান কর্মধারয়

(খ) উপমিত কর্মধারয়

(গ) নিত্য সমাস

(ঘ) উপপদ তৎপুরুষ

উত্তরঃ সঠিক উত্তর পাওয়া যায়নি

১৪৩অন্তরীপ সমস্তপদটি কোন বহুব্রীহি সমাসের অন্তর্গত?

(ক) প্রত্যয়ান্ত বহুব্রীহি

(খ) সংখ্যাবাচক বহুব্রীহি

(গ) নিপাতনে সিদ্ধ বহুব্রীহি

(ঘ) ব্যাধিকরণ বহুব্রীহি

উত্তরঃ গ। নিপাতনে সিদ্ধ বহুব্রীহি

১৪৪প্রত্যয়ের কোন নিয়মটি সঠিক?

(ক) নীল+মা=নীলিমা

(খ) নী+ইলিমা = নীলিমা

(গ) নীল+ইমন = নীলিমা

(ঘ) নিলী+মা = নীলিমা

উত্তরঃ গ। নীল+ইমন = নীলিমা

১৪৫প্রাতিপদিক কী?

(ক) সাধিত শব্দ

(খ) বিভক্তিহীন নাম শব্দ

(গ) বিভক্তিযুক্ত শব্দ

(ঘ) প্রত্যয়যুক্ত শব্দ

উত্তরঃ খ। বিভক্তিহীন নাম শব্দ

১৪৬অম্বর শব্দের সমার্থক শব্দ কোনটি?

(ক) চন্দ্র

(খ) নভ

(গ) সূর্য

(ঘ) মেঘ

উত্তরঃ খ। নভ

১৪৭প্রসারণএর বিপরীতার্থক শব্দ কোনটি?

(ক) আকুঞ্চন

(খ) অপ্রসারণ

(গ) অপসরণ

(ঘ) আকিঞ্চন

উত্তরঃ ক। আকুঞ্চন

১৪৮ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি এক কথায় কী হবে?

(ক) ইতিহাস সচেতন

(খ) ঐতিহাসিক

(গ) ইতিহাসবেত্তা

(ঘ) চিন্তাবিদ

উত্তরঃ গ। ইতিহাসবেত্তা

১৪৯নী প্রত্যয়যোগে লিঙ্গান্তর হয়েছে কোন শব্দটি?

(ক) অরণ্যানী

(খ) চাকরানী

(গ) ভাগনী

(ঘ) মেধাবিনী

উত্তরঃ ঘ। মেধাবিনী

১৫০শুক শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?

(ক) সারী

(খ) শুকী

(গ) শারী

(ঘ) সারা

উত্তরঃ খ। শুকী

১৫১তিনি সৎ লোক ছিলেন, তাই না?

(ক) He was an honest man, wasn’t he?

(খ) He was truthful, was he?

(গ) He was an honest man, did not he?

(ঘ) he was really an honest man?

উত্তরঃ ক। He was an honest man, wasn’t he?

১৫২আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি।

(ক) I received your letter just now.

(খ) I just have received your letter.

(গ) Just I have received your letter.

(ঘ) I have just received your letter.

উত্তরঃ ঘ। I have just received your letter.

১৫৩গাছে এখনও ফল ধরেনি।

(ক) There is no fruit in the tree.

(খ) Still the tree is without fruit.

(গ) The tree has not yet borne fruit.

(ঘ) The tree has not born fruit yet.

উত্তরঃ গ। The tree has not yet borne fruit.

১৫৪গুজবে কান দেওয়া উচিত নয়।

(ক) One should not give ear to rumour.

(খ) One should not concentrate on rumour.

(গ) We should not hear rumour.

(ঘ) We should not give our ear on rumour.

উত্তরঃ ক। One should not give ear to rumour.

১৫৫সে হাঁপাতে হাঁপাতে এখানে আসল।

(ক) He came here panting.

(খ) He has come here exhausted.

(গ) He come here hurriedly.

(ঘ) He had come here running.

উত্তরঃ ক। He came here panting.

১৫৬কিছু করার আগে ভাল করে ভেবে নাও।

(ক) Think before you do anything.

(খ) Look before you do.

(গ) Think before you leap.

(ঘ) Look before you leap.

উত্তরঃ ঘ। Look before you leap.

১৫৭The noun form of ‘broad’ is-

(ক) Broadly

(খ) breadth

(গ) breath

(ঘ) broaden

উত্তরঃ খ। breadth

১৫৮The verb form of ‘little’ is-

(ক) Enlittle

(খ) littlen

(গ) belittle

(ঘ) littlise

উত্তরঃ গ। belittle

১৫৯What parts of speech is the word ‘manly’

(ক) Adjective

(খ) Noun

(গ) Verb

(ঘ) Adverb

উত্তরঃ ক। Adjective

১৬০The noun form of approve is-

(ক) Approveness

(খ) approof

(গ) aproval

(ঘ) approval

উত্তরঃ গ। aproval

১৬১Lima along with her friends — to school everyday.

(ক) Go

(খ) is going

(গ) are going

(ঘ) goes

উত্তরঃ ঘ। goes

১৬২Mr. Ruhin —- a crime.

(ক) Did

(খ) committed

(গ) does

(ঘ) comits

উত্তরঃ খ। committed

১৬৩Your watch has run-

(ক) Short

(খ) good

(গ) down

(ঘ) up

উত্তরঃ গ। down

১৬৪What is the verb form of the word ‘beauty’?

(ক) beautify

(খ) Beautiful

(গ) beautifully

(ঘ) beautifying

উত্তরঃ ক। beautify

১৬৫The word ‘docile’ refers to-

(ক) Wild

(খ) tame

(গ) angry

(ঘ) disheartend

উত্তরঃ খ। tame

১৬৬The antonym of ‘candid’ is-

(ক) Frank

(খ) reserved

(গ) Straight forward

(ঘ) truthful

উত্তরঃ খ। reserved

১৬৭The synonym of ‘decrease’ is-

(ক) Destroy

(খ) expand

(গ) amplify

(ঘ) abate

উত্তরঃ ঘ। abate

১৬৮‘At a loss’ means-

(ক) puzzled

(খ) Destroyed

(গ) defeat

(ঘ) harm

উত্তরঃ ক। puzzled

১৬৯Now-a-days educative programmes are —– on different TV channels.

(ক) Seen

(খ) telecast

(গ) telecasting

(ঘ) telecasted

উত্তরঃ খ। telecast

১৭০Friendship is nothing but a name. (Interrogative)

(ক) What is friendship but a name?

(খ) What is nothing but a name?

(গ) Is friendship anything but a name?

(ঘ) Why is friendship a name?

উত্তরঃ গ। Is friendship anything but a name?

১৭১It is beyond doubt that he is a brave man. (Simple)

(ক) It is doubtless that he is a brave man

(খ) There is no doubt that he is a brave man

(গ) He is a brave man and there is no doubt about it.

(ঘ) Undoubtedly he is a brave man

উত্তরঃ ঘ। Undoubtedly he is a brave man

১৭২We should love our country. (Imperative)

(ক) Love our country

(খ) Let us love our country

(গ) We may not hate our country

(ঘ) Should love our country

উত্তরঃ খ। Let us love our country

১৭৩Water-logging is one of the worst problems in our country. (Positive)

(ক) Very few problems in our country are as bad as water-logging.

(খ) No other problem in our country is as bed as water-logging.

(গ) Water logging is a very worse problem in our country.

(ঘ) Water logging is worse than any other problem in our country.

উত্তরঃ ক। Very few problems in our country are as bad as water-logging.

১৭৪As soon as the teacher enters the classroom, The students stand up. (Negative)

(ক) No sooner the teacher enters the classroom than the students stand up.

(খ) No sooner had the teacher entered the classroom than the students stood up.

(গ) The students stood up as the teacher entered the classroom.

(ঘ) No sooner does the teacher enter the classroom than the students stand up.

উত্তরঃ ঘ। No sooner does the teacher enter the classroom than the students stand up.

১৭৫What cannot be cured must be endured. (Active)

(ক) We must be endured what we can not cure.

(খ) We cannot cure what we must endure.

(গ) We must endure what we cannot cure.

(ঘ) Must be endure can cure.

উত্তরঃ গ। We must endure what we cannot cure.

১৭৬ : এবং : ১৩ অনুপাতগুলোর ধারাবাহিক অনুপাত কত?

(ক) ২১ : ১৫ : ৯১

(খ) ১৫ : ২১ : ৯১

(গ) ২১ : ১৫ : ৬৫

(ঘ) ১৫ : ২১ : ৩৯

উত্তরঃ খ। ১৫ : ২১ : ৯১

১৭৭১৮ নিচের কোন সংখ্যার % এর সমান?

(ক) ৪৪.৪৪

(খ) ১.৪৪

(গ) ১৮০

(ঘ) ২২৫

উত্তরঃ ঘ। ২২৫

১৭৮x – 1/x = √2 হলে x3 – 1/x3 এর মান কত?

(ক) 0

(খ) 2

(গ) 5√2

(ঘ) 6√2

উত্তরঃ গ। 5√2

১৭৯4x = 2 হলে x এর মান কত?

(ক) 1/2

(খ) 2

(গ) 1/8

(ঘ) 1/16

উত্তরঃ ক। 1/2

১৮০25√5 এর 5 ভিত্তিক লগ কত?

(ক) 5/2

(খ) 1/2

(গ) 125/2

(ঘ) 25/√5

উত্তরঃ ক। 5/2

১৮১৭৫ টাকায় ১৫টি কলম কিনে ৯০ টাকায় বিক্রয় করলে শতকরা লাভ কত?

(ক) ১০%

(খ) ২০%

(গ) ১৫%

(ঘ) ২৫%

উত্তরঃ খ। ২০%

১৮২16x2 – 25y2 এবং 12ax -15ay এর .সা.গু কত?

(ক) 6ax – 10ay

(খ) 4x + 5y

(গ) 4x – 5y

(ঘ) 4ax – 5ay

উত্তরঃ গ। 4x – 5y

১৮৩৫০০ টাকা বিক্রয় করায় ২৫% লাভ হলো, ক্রয়মূল্য কত?

(ক) ৪০০ টাকা

(খ) ৬২৫ টাকা

(গ) ৫২৫ টাকা

(ঘ) ৩৭৫ টাকা

উত্তরঃ ক। ৪০০ টাকা

১৮৪% হারে ৪০০ টাকার মুনাফা কত বছরে ১২০ টাকা?

(ক) ৪ বছর

(খ) ৩ বছর

(গ) ২ বছর

(ঘ) ৫ বছর

উত্তরঃ ঘ। ৫ বছর

১৮৫, , এর ৪র্থ সমানুপাতি কোনটি?

(ক) ১০

(খ) ২৪

(গ) ১২

(ঘ) ৪৮

উত্তরঃ গ। ১২

১৮৬৭০° এর সম্পূরক কোণ কত?

(ক) ২০°

(খ) ১১০°

(গ) ৩০°

(ঘ) ৬০°

উত্তরঃ খ। ১১০°

১৮৭বৃত্তের ব্যাস 20 মিটার হলে পরিধি কত?

(ক) 20π

(খ) 10π

(গ) 100π

(ঘ) 400π

উত্তরঃ ক। 20π

১৮৮সমবাহু ত্রিভুজের এক বাহু x মিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গমিটার?

(ক) 3√3/4 x2

(খ) √3/4 x2

(গ) √3/4 a2

(ঘ) 4/√3 r2

উত্তরঃ ক। 3√3/4 x2

১৮৯বর্গক্ষেত্রের একবাহু 4 মিটার হলে কর্ণ কত মিটার?

(ক) 32√2

(খ) 16

(গ) 4√2

(ঘ) 32

উত্তরঃ গ। 4√2

১৯০।  চিত্রে AB = BC = CD = AD হলে <x এর মান কত? 

(ক) 60°

(খ) 30°

(গ) 45°

(ঘ) 75°

উত্তরঃ ক। 60°

১৯১6x2 – 7x – 5 এর উৎপাদক নিচের কোনটি?

(ক) (2x-1) (3x+5)

(খ) (2x+5) (3x-1)

(গ) (2x-5) (3x+1)

(ঘ) (2x+1) (3x-5)

উত্তরঃ ঘ। (2x+1) (3x-5)

১৯২a = 31/3 + 3-1/3 হলে 3a3 – 9a + 1 এর মান কত?

(ক) 5

(খ) 8

(গ) 10

(ঘ) 11

উত্তরঃ ঘ। 11

১৯৩ax = y হলে নিচের কোন সম্পর্কটি সঠিক?

(ক) y = logxa

(খ) a = logxy

(গ) x = logay

(ঘ) x = logya

উত্তরঃ গ। x = logay

১৯৪logx324 = 4 হলে, x এর মান কত?

(ক) 2√3

(খ) 2√5

(গ) 3√2

(ঘ) 5√2

উত্তরঃ গ। 3√2

১৯৫দুটি সংখ্যার অনুপাত 3:2 এবং সা গু 4 হলে, তাদের .সা.গু কত?

(ক) 6

(খ) 24

(গ) 8

(ঘ) 12

উত্তরঃ খ। 24

১৯৬a2 – b2 = 8 এবং ab = 3 হলে a2 + b2 = ?

(ক) 10

(খ) +10

(গ) +11

(ঘ) 11

উত্তরঃ খ। +10

১৯৭কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6, 8 10 সেমি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

(ক) 24 বর্গসেমি

(খ) 30 বর্গসেমি

(গ) 40 বর্গসেমি

(ঘ) 12 বর্গসেমি

উত্তরঃ ক। 24 বর্গসেমি

১৯৮অর্ধবৃত্তস্থ কোণ সমান কত?

(ক) ৩০°

(খ) ৬০°

(গ) ৯০°

(ঘ) ৪৫°

উত্তরঃ গ। ৯০°

১৯৯√(x-1y) . √(y-1z) . √(z-1x) এর মান কত?

(ক) 0

(খ) xyz

(গ) √(xyz)

(ঘ) 1

উত্তরঃ ঘ। 1

২০০বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ

(ক) সমকোণ

(খ) স্থুলকোণ

(গ) সূক্ষ্মকোণ

(ঘ) প্রবৃদ্ধকোণ

উত্তরঃ খ। স্থুলকোণ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *