11th NTRCA School Preliminary Question with Answer

১১তম NTRCA(School) প্রিলিমিনারি প্রশ্ন

৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?

(ক) ৬৭

(খ) ৭০

(গ) ৭৭

(ঘ) ৮০

উত্তরঃ খ। ৭০

দুইটি সংখ্যার .সা.গু ৩৬ .সা.গু ৬। একটি সংখ্যা ১২ হলে, অপর সংখ্যাটি কত?

(ক) ৯

(খ) ১২

(গ) ১৫

(ঘ) ১৮

উত্তরঃ ঘ। ১৮

ঘন্টায় x মাইল বেগে y মাইল দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে?

(ক) x/y ঘন্টা

(খ) y ঘন্টা

(গ) y/x ঘন্টা

(ঘ) x ঘন্টা

উত্তরঃ গ। y/x ঘন্টা

৭৫ সংখ্যাটি কোন সংখ্যার ২৫%?

(ক) ৩০০

(খ) ২০০

(গ) ১০০

(ঘ) ৪০০

উত্তরঃ ক। ৩০০

বার্ষিক (/)% হার সুদে ,৩৫০ টাকা কত বছরে সুদেআসলে ,৬২০ টাকা হবে?

(ক) ৮ বছরে

(খ) ৬ বছরে

(গ) ৭ বছরে

(ঘ) ৫ বছরে

উত্তরঃ খ। ৬ বছরে

টাকায় ১০টি টাকায় ১৫টি দরে সমান সংখ্যক লিচু কিনে সবগুলো লিচু টাকায় ১২ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

(ক) ২৫% লাভ হবে

(খ) ২৫% ক্ষতি হবে

(গ) ৩০% লাভ হবে

(ঘ) লাভ বা ক্ষতি কিছুই হবে না

উত্তরঃ ঘ। লাভ বা ক্ষতি কিছুই হবে না

৬০ লিটার পানি চিনির মিশ্রণের অনুপাত : মিশ্রনে আর কত লিটার চিনি মিশালে অনুপাত : হবে?

(ক) ৮০ লিটার

(খ) ৭০ লিটার

(গ) ৬০ লিটার

(ঘ) ৫০ লিটার

উত্তরঃ ক। ৮০ লিটার

2a2 + 6a – 80 এর একটি উৎপাদক কোনটি?

(ক) 2(a-8)

(খ) (a+5)

(গ) (a+8)

(ঘ) (a-4)

উত্তরঃ গ। (a+8)

দুইটি সংখ্যার বর্গের সমষ্টি অন্তরফল যথাক্রমে 61 11 হলে, সংখ্যা দুটি কত?

(ক) (6,5)

(খ) (7, 6)

(গ) (12,1)

(ঘ) (7,4)

উত্তরঃ ক। (6,5)

১০একটি সংখ্যা তার গুনাত্মক বিপরীতে সমষ্টি 3, সংখ্যার ঘন ঘন এর গুনাত্মক বিপরীতের সমষ্টি কত?

(ক) -2√3

(খ) 2√3

(গ) 0

(ঘ) 3√3

উত্তরঃ গ। 0

১১0, 2, 3 এর .সা.গু কত?

(ক) ৩

(খ) ২

(গ) ১

(ঘ) ০

উত্তরঃ গ। ১

১২তিনটি ঘন্টা একত্রে বাজার পর তারা যথাক্রমে ঘন্টা, ঘন্টা ঘন্টা পরপর বাজতে থাকলো। দিনে তারা কতবার একত্রে বাজবে?

(ক) ৩ বার

(খ) ৪ বার

(গ) ৬ বার

(ঘ) ১২ বার

উত্তরঃ ক। ৩ বার

১৩logx5 = 2 হলে, x = কত?

(ক) ±√5

(খ) -√5

(গ) √5

(ঘ) 25

উত্তরঃ গ। √5

১৪নিচের কোনটি মূলদ সংখ্যা?

(ক) ∛8

(খ) √2

(গ) π

(ঘ) ∛6

উত্তরঃ ক। ∛8

১৫3.2n – 4.2n-2 = কত?

(ক) 1

(খ) 2n+1

(গ) 3

(ঘ) 2n

উত্তরঃ খ। 2n+1

১৬(x/2)a+1 = 1 হলে, a এর মান কত?

(ক) 0

(খ) -1

(গ) 1

(ঘ) 2

উত্তরঃ খ। -1

১৭একটি সংখ্যা তার গুনাত্মক বিপরীতের সমষ্টি হলে সংখ্যাটি কত?

(ক) -১

(খ) ২

(গ) ১/২

(ঘ) ১

উত্তরঃ ঘ। ১

১৮একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, যেখানে উহার সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৫০ সে মি ভূমি ৬০ সে মি?

(ক) ১২০০ বর্গ সে মি

(খ) ১১০০০ বর্গ সে মি

(গ) ১০০০০ বর্গ সে মি

(ঘ) ১১০০ বর্গ সে মি

উত্তরঃ ক। ১২০০ বর্গ সে মি

১৯5 সে মি বাহুবিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য কত?

(ক) 2√5 সে মি

(খ) 5√2 সে মি

(গ) √10 সে মি

(ঘ) 3√5 সে মি

উত্তরঃ খ। 5√2 সে মি

২০একটি রম্বসের কর্ণদ্বয় 5 সে মি 6 সে মি হলে, এর ক্ষেত্রফল কত?

(ক) 30 বর্গ সে মি

(খ) 25 বর্গ সে মি

(গ) 15 বর্গ সে মি

(ঘ) 20 বর্গ সে মি

উত্তরঃ গ। 15 বর্গ সে মি

২১2 সে মি বাহুবিশিষ্ট একটি বর্গের অভ্যন্তরে অন্তঃবৃত্ত অঙ্কিত হলো। বৃত্তদ্বারা বর্গের অনধিকৃত অংশের ক্ষেত্রফল কত বর্গ সে মি?

(ক) Π – 4

(খ) 4 – Π2

(গ) 2 – Π

(ঘ) 4 – Π

উত্তরঃ ঘ। 4 – Π

২২sinθ = 4/5 হলে tanθ = কত?

(ক) 3/4

(খ) 4/3

(গ) 3/5

(ঘ) 5/4

উত্তরঃ খ। 4/3

২৩চতুর্ভুজের চার কোণের অনুপাত 1 : 2 : 2 : 3 হলে, বৃহত্তম কোণের পরিমান কত হবে?

(ক) 135°

(খ) 100°

(গ) 115°

(ঘ) 225°

উত্তরঃ ক। 135°

২৪ ইঞ্চি = কত সে মি?

(ক) ৫.২৪ সে মি

(খ) ৪.২৫ সে মি

(গ) ৪.৫২ সে মি

(ঘ) ২.৫৪ সে মি

উত্তরঃ ঘ। ২.৫৪ সে মি

২৫ΔABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হল। <A = 60° এবং <B = 90° হলে, <ACD =

(ক) 90°

(খ) 60°

(গ) 150°

(ঘ) 120°

উত্তরঃ গ। 150°

২৬বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি?

(ক) ময়নামতি

(খ) মহাস্থানগড়

(গ) সোনারগাঁও

(ঘ) পাহাড়পুর

উত্তরঃ খ। মহাস্থানগড়

২৭বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়?

(ক) চট্টগ্রাম

(খ) পাকশি

(গ) আখাউড়া

(ঘ) সৈয়দপুর

উত্তরঃ ঘ। সৈয়দপুর

২৮বাংলাদেশ জাতিসংঘের কত তম সদস্য?

(ক) ১৩৭ তম

(খ) ১৩৮ তম

(গ) ১৩৬ তম

(ঘ) ১৩৯ তম

উত্তরঃ গ। ১৩৬ তম

২৯বাংলাদেশের কোন বনাঞ্চলের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষনা করা হয়েছে?

(ক) সুন্দরবন

(খ) মধুপুর বন

(গ) বান্দরবন

(ঘ) হিমছড়ি বন

উত্তরঃ ক। সুন্দরবন

৩০http কিসের সংক্ষিপ্ত রুপ?

(ক) Hyper Text Transfer Protocol

(খ) High Test Termination Procwdure

(গ) Harvard Teletext Proof

(ঘ) Highest Times Technical Professional

উত্তরঃ ক। Hyper Text Transfer Protocol

৩১CIRDAP এর সদরদপ্তর কোথায়?

(ক) নয়াদিল্লী

(খ) ঢাকা

(গ) ম্যানিলা

(ঘ) কুয়ালালামপুর

উত্তরঃ খ। ঢাকা

৩২সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয়?

(ক) ১৯৭৫

(খ) ১৯৮৭

(গ) ১৯৮৫

(ঘ) ১৯৯০

উত্তরঃ গ। ১৯৮৫

৩৩সাবান তৈরীর উপজাত হিসেবে পাওয়া যায়

(ক) গ্লিসারিন

(খ) সিলিকন

(গ) ইথানল

(ঘ) সোডিয়াম

উত্তরঃ ক। গ্লিসারিন

৩৪কীট পতঙ্গ সম্পর্কিত বিদ্যা হলো

(ক) জিওলোজি

(খ) এ্যনথ্রপলোজি

(গ) নিউরোলজি

(ঘ) এনটোমলজি

উত্তরঃ ঘ। এনটোমলজি

৩৫নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত?

(ক) যুক্তরাষ্ট্র-মেক্সিকো

(খ) কানাডা-অস্ট্রেলিয়া

(গ) যুক্তরাষ্ট্র-কানাডা

(ঘ) যুক্ত্রাষ্ট্র-ব্রাজিল

উত্তরঃ গ। যুক্তরাষ্ট্র-কানাডা

৩৬ইউনিসেফের ২০১৪ সালের প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহে শীর্ষ দেশ কোনটি?

(ক) বাংলাদেশ

(খ) নাইজার

(গ) শাদ

(ঘ) মালি

উত্তরঃ খ। নাইজার

৩৭ইবোলা ভাইরাস এর উৎপত্তিস্থল কোথায়?

(ক) কঙ্গো

(খ) সিয়েরালিওন

(গ) লিবিয়া

(ঘ) ইথিওপিয়া

উত্তরঃ ক। কঙ্গো

৩৮বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত?

(ক) ১৪ নটিক্যাল মাইল

(খ) ১২ নটিক্যাল মাইল

(গ) ২০০ নটিক্যাল মাইল

(ঘ) ৪০০ নটিক্যাল মাইল

উত্তরঃ খ। ১২ নটিক্যাল মাইল

৩৯সতীদাহ প্রথা কত সালে বিলুপ্ত হয়?

(ক) ১৭২৯ সালে

(খ) ১৬২৯ সালে

(গ) ১৮২৯ সালে

(ঘ) ১৮২৮ সালে

উত্তরঃ গ। ১৮২৯ সালে

৪০বাংলাদেশের কোন অঞ্চলে বরেন্দ্রভূমি আছে?

(ক) রাজশাহী

(খ) মধুপুর

(গ) রংপুর

(ঘ) কুমিল্লা

উত্তরঃ ক। রাজশাহী

৪১‘BIMSTEC’ এর সদরদপ্তর কোথায়?

(ক) কলম্বো

(খ) ম্যানিলা

(গ) নিউইয়র্ক

(ঘ) ঢাকা

উত্তরঃ ঘ। ঢাকা

৪২তেঁতুলে কোন ধরনের এসিড থাকে?

(ক) সাইট্রিক এসিড

(খ) ফসফরাস এসিড

(গ) এসকরবিক এসিড

(ঘ) টারটারিক এসিড

উত্তরঃ ঘ। টারটারিক এসিড

৪৩আন্তর্জাতিক শিক্ষক দিবস কোনটি?

(ক) ২ অক্টোবর

(খ) ৪ অক্টোবর

(গ) ৫ অক্টোবর

(ঘ) ৬ অক্টোবর

উত্তরঃ গ। ৫ অক্টোবর

৪৪আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা কত?

(ক) ১২ জন

(খ) ১৪ জন

(গ) ১৫ জন

(ঘ) ১৬ জন

উত্তরঃ গ। ১৫ জন

৪৫২০১৭ সালে শান্তিতে নোবেল পেয়েছেন কে?

(ক) জ্য তিহল

(খ) ICAN

(গ) ড. ইউনূস

(ঘ) বারাক ওবামা

উত্তরঃ খ। ICAN

৪৬২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বল লাভ করেন কে?

(ক) হামেস রদ্রিগেজ

(খ) লিওনেল মেসি

(গ) টমাস মুলার

(ঘ) নেইমার

উত্তরঃ খ। লিওনেল মেসি

৪৭বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?

(ক) তিস্তা সেচ প্রকল্প

(খ) ফেনী সেচ প্রকল্প

(গ) কাপ্তাই সেচ প্রকল্প

(ঘ) গঙ্গা কপোতাক্ষ প্রকল্প

উত্তরঃ ক। তিস্তা সেচ প্রকল্প

৪৮নিচের কোনটি জীবাশ্ম জালানী নয়?

(ক) পেট্রোল

(খ) বায়োগ্যাস

(গ) প্রাকৃতিক গ্যাস

(ঘ) কয়লা

উত্তরঃ গ। প্রাকৃতিক গ্যাস

৪৯৮৬ তম অস্কার পুরষ্কার২১৪ এর সেরা চলচ্চিত্র কোনোটি?

(ক) হিলিয়াম

(খ) গ্রাভিটি

(গ) টুয়েন্টি ফিট ফ্রম স্টারডম

(ঘ) টুয়েন্টি ইয়ার্স অ্যা স্লেভ

উত্তরঃ ঘ। টুয়েন্টি ইয়ার্স অ্যা স্লেভ

৫০ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত?

(ক) বগুড়া

(খ) নরসিংদি

(গ) চট্টগ্রাম

(ঘ) ঝিনাইদহ

উত্তরঃ খ। নরসিংদি

৫১বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত?

(ক) ইন্দো-ইউরোপীয়

(খ) দ্রাবিড়

(গ) ইউরালীয়

(ঘ) সেমেটিক

উত্তরঃ ক। ইন্দো-ইউরোপীয়

৫২কোনটি শুদ্ধ বানান?

(ক) আলস্যতা

(খ) অলস্য

(গ) আলসতা

(ঘ) আলস্য

উত্তরঃ ঘ। আলস্য

৫৩আগুন এর সমার্থক শব্দ কোনটি?

(ক) সুবর্ণ

(খ) কর

(গ) অনল

(ঘ) মার্তন্ড

উত্তরঃ গ। অনল

৫৪চলচ্চিত্র শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

(ক) চলৎ+চিত্র

(খ) চল+চিত্র

(গ) চলচ+চিত্র

(ঘ) চলিচ+চিত্র

উত্তরঃ ক। চলৎ+চিত্র

৫৫পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে?

(ক) সন্ধি

(খ) অনুসর্গ

(গ) সমাস

(ঘ) উপসর্গ

উত্তরঃ ক। সন্ধি

৫৬মুক্ত শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?

(ক) √মু + ক্ত

(খ) √মহ + ক্ত

(গ) √মৃচ + ক্ত

(ঘ) √মুচ্ + ক্ত

উত্তরঃ ঘ। √মুচ্ + ক্ত

৫৭বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন মোট কয়টি?

(ক) ৯ টি

(খ) ১০ টি

(গ) ১১ টি

(ঘ) ১২ টি

উত্তরঃ ঘ। ১২ টি

৫৮পাণিনি কে ছিলেন?

(ক) ভাষাবিদ

(খ) ঋগ্বেদবিদ

(গ) বৈয়াকরণবিদ

(ঘ) আখ্যানবিদ

উত্তরঃ গ। বৈয়াকরণবিদ

৫৯ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি?

(ক) বর্ধিষ্ণু

(খ) বর্তমান

(গ) বৃহৎ

(ঘ) বৃদ্ধিপ্রাপ্ত

উত্তরঃ ক। বর্ধিষ্ণু

৬০আমি শব্দটি কোন লিঙ্গ?

(ক) পুঃলিঙ্গ

(খ) স্ত্রীলিঙ্গ

(গ) উভয় লিঙ্গ

(ঘ) ক্লীবলিঙ্গ

উত্তরঃ গ। উভয় লিঙ্গ

৬১বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না?

(ক) বিশেষন

(খ) সর্বনাম

(গ) বিশেষ্য

(ঘ) অব্যয়

উত্তরঃ ঘ। অব্যয়

৬২পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ?

(ক) হিন্দি

(খ) পর্তুগিজ

(গ) উর্দু

(ঘ) গ্রীক

উত্তরঃ খ। পর্তুগিজ

৬৩নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে

(ক) কল্যাণীয়েষু

(খ) সুচরিতেষু

(গ) শ্রদ্ধাস্পদাসু

(ঘ) প্রীতিভাজনেষু

উত্তরঃ গ। শ্রদ্ধাস্পদাসু

৬৪নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?

(ক) ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২

(খ) ডিসেম্বর ১৬, ১৯৭১

(গ) ২৬ মার্চ, ১৯৭১

(ঘ) পয়লা বৈশাখ, চৌদ্দশো একুশ

উত্তরঃ ক। ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২

৬৫‘Superstitions’ শব্দের অর্থ

(ক) যাদুবিদ্য

(খ) কুসংস্কারাচ্ছন্ন

(গ) সেতুবন্ধন

(ঘ) উপাসনা

উত্তরঃ খ। কুসংস্কারাচ্ছন্ন

৬৬নিচের কোনটি নিত্য সমাস?

(ক) পঞ্চনদ

(খ) দেশান্তর

(গ) বেয়াদব

(ঘ) ভালমন্দ

উত্তরঃ খ। দেশান্তর

৬৭‘Blue Print’ পারিভাষিক শব্দ কোনটি?

(ক) চলচ্চিত্র

(খ) জীবনবৃত্তান্ত

(গ) পটভূমি

(ঘ) প্রতিচিত্র

উত্তরঃ ঘ। প্রতিচিত্র

৬৮গিন্নী, কেষ্ট শব্দ দুটি কোন ধরনের শব্দ?

(ক) অর্ধ-তৎসম

(খ) তৎসম

(গ) দেশী

(ঘ) বিদেশী

উত্তরঃ ক। অর্ধ-তৎসম

৬৯হাত ধুয়ে বসা বাগধারার অর্থ কী?

(ক) খেতে বসা

(খ) আশা ত্যাগ করা

(গ) ভন্ডামী করা

(ঘ) সাধা সাজা

উত্তরঃ খ। আশা ত্যাগ করা

৭০শ্রবণ শব্দটির প্রকৃতি প্রত্যয় কোনটি?

(ক) শ্রবন+অ

(খ) √শ্রী + অন

(গ) √শ্রু + অন

(ঘ) √শ্রব + অন

উত্তরঃ গ। √শ্রু + অন

৭১শুদ্ধ বানান কোনটি?

(ক) শিরোচ্ছেদ

(খ) শিরোঃচ্ছেদ

(গ) শিরচ্ছেদ

(ঘ) শিরশ্ছেদ

উত্তরঃ ঘ। শিরশ্ছেদ

৭২মনস্তাপ এর সন্ধি বিচ্ছেদ

(ক) মন+তাপ

(খ) মনঃ+তাপ

(গ) মনো+তাপ

(ঘ) মনস+তাপ

উত্তরঃ খ। মনঃ+তাপ

৭৩সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?

(ক) সংস্কৃতি

(খ) ফারসি

(গ) ইংরেজি

(ঘ) আরবি

উত্তরঃ ক। সংস্কৃতি

৭৪নিচের কোনটি অর্ধতৎসম শব্দ?

(ক) তসবি

(খ) হস্ত

(গ) গঞ্জ

(ঘ) গিন্নী

উত্তরঃ ঘ। গিন্নী

৭৫শিরোনামের প্রধান অংশ কোনটি?

(ক) ডাক টিকেট

(খ) পোস্টাল কোড

(গ) প্রাপকের ঠিকানা

(ঘ) প্রেরকের ঠিকানা

উত্তরঃ গ। প্রাপকের ঠিকানা

৭৬The antonym of the word ‘liberty’ is:

(ক) Liberal

(খ) bondage

(গ) frugal

(ঘ) diversity

উত্তরঃ খ। bondage

৭৭The synonym of the word ‘call’ is:

(ক) recollection

(খ) impede

(গ) exile

(ঘ) Summon

উত্তরঃ ঘ। Summon

৭৮It takes two ___ make a quarrel.

(ক) too

(খ) for

(গ) to

(ঘ) in order to

উত্তরঃ গ। to

৭৯Death is _____ to dishonor.

(ক) preferable

(খ) Prefer

(গ) preference

(ঘ) preferring

উত্তরঃ ক। preferable

৮০Grasp all _____

(ক) lose all

(খ) Lost all

(গ) loses all

(ঘ) losing all

উত্তরঃ ক। lose all

৮১Please look above. Here ‘above’ is:

(ক) Adjective

(খ) adverb

(গ) noun

(ঘ) conjunction

উত্তরঃ খ। adverb

৮২Look before you leap. The word ‘before’ used in the sentence is:

(ক) Preposition

(খ) adverb

(গ) conjunction

(ঘ) noun

উত্তরঃ গ। conjunction

৮৩Read to learn. (Complex)

(ক) If you read, you will learn

(খ) By reading, you will learn

(গ) Read and learn

(ঘ) In case of failure to read, you will not learn.

উত্তরঃ ক। If you read, you will learn

৮৪He is the best player. (Negative)

(ক) No other player is as better as he.

(খ) No other player is as best as he.

(গ) No other player is considered as best as he.

(ঘ) No other player is as good as he

উত্তরঃ ঘ। No other player is as good as he

৮৫He is so dishonest that he can not speak the truth. (Simple)

(ক) He is too dishonest that he cannot speak

(খ) He is too dishonest to be spoken the truth.

(গ) He is too dishonest to speak the truth

(ঘ) He is very dishonest and cannot speak the truth.

উত্তরঃ গ। He is too dishonest to speak the truth

৮৬I (help) you if I could.

(ক) I would be helped

(খ) I would help

(গ) I helped

(ঘ) I would have helped

উত্তরঃ খ। I would help

৮৭The synonym of the word ‘scream’ is:

(ক) Yell

(খ) sound

(গ) cry

(ঘ) loudly

উত্তরঃ ক। Yell

৮৮The passive form of ‘Don’t do it’ is:

(ক) Let it not done

(খ) Let not it be done

(গ) Let it be done

(ঘ) Let it not be done

উত্তরঃ খ। Let not it be done

৮৯Something interesting facts about your past have just come to light. Here come to lig t means-

(ক) Go near to light

(খ) to realize

(গ) to become known

(ঘ) to lit a light

উত্তরঃ গ। to become known

৯০He came to Dhaka with a view to ___ a new place.

(ক) visiting

(খ) Visit

(গ) watch

(ঘ) look

উত্তরঃ ক। visiting

৯১জ্ঞানীরা বেশি কথা বলেন না।

(ক) The wises do not talk much

(খ) The wise does not talk much

(গ) The wise men does not talk much.

(ঘ) The wise do not talk much

উত্তরঃ ঘ। The wise do not talk much

৯২দাঁড়াও, আমি এখনি আসছি।

(ক) Stand. I come now.

(খ) Keep standing, I am coming now.

(গ) Stand here, I am coming.

(ঘ) Wait, I am coming now.

উত্তরঃ ঘ। Wait, I am coming now.

৯৩সে এক সপ্তাহ যাবত অসুস্থ।

(ক) He has been ill since a week.

(খ) He has been ill till a week

(গ) He has been ill for a week.

(ঘ) He has been ill during a weak.

উত্তরঃ গ। He has been ill for a week.

৯৪এটা যেন বিনা মেঘে বজ্রপাত।

(ক) It is as if a thunder from the clouds.

(খ) It is a strong thunder.

(গ) It is a bolt from the blue.

(ঘ) It is bolts from the blues.

উত্তরঃ গ। It is a bolt from the blue.

৯৫He and I ___ well.

(ক) Am

(খ) are

(গ) is

(ঘ) been

উত্তরঃ খ। are

৯৬If we practiced speaking English, we ____ speak better.

(ক) could have

(খ) Could

(গ) can

(ঘ) would have

উত্তরঃ খ। Could

৯৭It is health which is ___.

(ক) wealth

(খ) Asset

(গ) precious

(ঘ) valuable

উত্তরঃ ক। wealth

৯৮I have no money ___ hand.

(ক) by

(খ) at

(গ) in

(ঘ) on

উত্তরঃ গ। in

৯৯Did he see anyone in the room. (Assertive)

(ক) He saw someone in the room.

(খ) He saw anyone in the room.

(গ) He did not see someone in the room.

(ঘ) He saw no one in the room.

উত্তরঃ ঘ। He saw no one in the room.

১০০The fruit is sweet ____ the taste.

(ক) with

(খ) By

(গ) for

(ঘ) to

উত্তরঃ খ। By

১০১চলিতরীতির শব্দ নয় কোনটি?

(ক) করবার

(খ) করিবার

(গ) করার

(ঘ) করে

উত্তরঃ খ। করিবার

১০২ভূশক্তির কাক বাগধারাটির অর্থ কি?

(ক) একই স্বভাবের

(খ) মূর্খ

(গ) কপট ব্যাক্তি

(ঘ) দীর্ঘজীবি

উত্তরঃ ঘ। দীর্ঘজীবি

১০৩কোন বানানটি সঠিক?

(ক) সমিচীন

(খ) সমিচিন

(গ) সমীচীন

(ঘ) সমীচিন

উত্তরঃ গ। সমীচীন

১০৪বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে?

(ক) কমা

(খ) হাইফেন

(গ) দাঁড়ি

(ঘ) লোপ চিহ্ন

উত্তরঃ ক। কমা

১০৫ভাষার কোন রীতি তদ্ভব শব্দ বহুল?

(ক) চলিত রীতি

(খ) সাধুরীতি

(গ) কথ্য রীতি

(ঘ) বানান রীতি

উত্তরঃ ক। চলিত রীতি

১০৬‘For good’ এর সঠিক অর্থ কোনটি?

(ক) ভালো হওয়া

(খ) গড়িমসি

(গ) ক্ষনতরে

(ঘ) চিরতরে

উত্তরঃ ঘ। চিরতরে

১০৭অনুবাদ কোনটির সহায়ক?

(ক) ভাষার উন্নতির

(খ) জ্ঞান চর্চার

(গ) ভাষা শৃঙ্খলার

(ঘ) কাব্য রচনার

উত্তরঃ খ। জ্ঞান চর্চার

১০৮Waste not, want not এর সঠিক অনুবাদ কোনটি?

(ক) অপচয় করলে অভাবে পড়তে হয়

(খ) অপচয় অভাবের মূল কারন

(গ) অপচয় করোনা অভাবও হবেনা

(ঘ) অভাব থেকে বাঁচার জন্য অপচয় রোধ করা জরুরী

উত্তরঃ গ। অপচয় করোনা অভাবও হবেনা

১০৯লবণ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

(ক) লো+অন

(খ) লো+বন

(গ) ল+বন

(ঘ) লৈ+বন

উত্তরঃ ক। লো+অন

১১০নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরন কোনটি?

(ক) নিস্কর

(খ) সন্তাপ

(গ) পরস্পর

(ঘ) ষষ্ঠ

উত্তরঃ গ। পরস্পর

১১১চৌচালা কোন সমাসের উদাহরণ?

(ক) কর্মধারয়

(খ) তৎপুরুষ

(গ) দ্বিগু

(ঘ) বহুব্রীহি

উত্তরঃ ঘ। বহুব্রীহি

১১২আমার যাওয়া হয়নিআমার কোন কারকে কোন বিভক্তি?

(ক) কর্মে শূন্য

(খ) কর্তায় ষষ্ঠী

(গ) কর্তায় শূন্য

(ঘ) কর্মে ষষ্ঠী

উত্তরঃ খ। কর্তায় ষষ্ঠী

১১৩সমাসের রীতি কোন ভাষা হতে বাংলায় এসেছে?

(ক) হিন্দি

(খ) প্রাকৃত

(গ) সংস্কৃত

(ঘ) ইংরেজী

উত্তরঃ গ। সংস্কৃত

১১৪ব্যতিহার কর্তার উদাহরণ কোনটি?

(ক) বাঘে-মহিষে এক ঘাটে জল খায়

(খ) ছেলেরা ফুটবল খেলছে

(গ) মুষলধারে বৃষ্টি পড়েছে

(ঘ) শিক্ষক ছাত্রদের বই পড়াচ্ছেন

উত্তরঃ ক। বাঘে-মহিষে এক ঘাটে জল খায়

১১৫নিন্মের কোনটিতে বৃত্তি অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে?

(ক) জমিদারী

(খ) পোদ্দারী

(গ) উমেদারী

(ঘ) সরকারী

উত্তরঃ খ। পোদ্দারী

১১৬একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন বসে?

(ক) সেমিকোলন

(খ) কোলন

(গ) ড্যাস

(ঘ) কমা

উত্তরঃ খ। কোলন

১১৭চাঁদ এর সমার্থক শব্দ কোনটি?

(ক) সবিতা

(খ) তপন

(গ) আদিত্য

(ঘ) বিধু

উত্তরঃ ঘ। বিধু

১১৮খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি?

(ক) মহাজন

(খ) পরতন্ত্র

(গ) তিরোভাব

(ঘ) শাঁস

উত্তরঃ ক। মহাজন

১১৯পর্বত এর সমার্থক শব্দ কোনটি?

(ক) শৈল

(খ) মেদেনী

(গ) অদ্রি

(ঘ) অচল

উত্তরঃ খ। মেদেনী

১২০দীপ্তি পাচ্ছে এমন এক কথায় কি হবে?

(ক) দ্বীপ্যমান

(খ) দ্বীপ্তমান

(গ) দীপ্যমান

(ঘ) দেদীপ্যমান

উত্তরঃ গ। দীপ্যমান

১২১কোনটির স্ত্রী লিঙ্গ ভিন্ন শব্দ?

(ক) দাদা

(খ) কোকিল

(গ) গায়ক

(ঘ) বিদ্বান

উত্তরঃ ঘ। বিদ্বান

১২২কোনটির শুধু মাত্র স্ত্রীবাচক হয়?

(ক) সন্তান

(খ) সৎমা

(গ) ঢাকী

(ঘ) ঘোষজা

উত্তরঃ খ। সৎমা

১২৩অনুঢ়া কোনটির বাক্য সংকোচন?

(ক) যে মেয়ের বিয়ে হয়নি

(খ) যে নারীর সন্তাত বাঁচে না

(গ) যে নারী বীর সন্তান প্রসব করে

(ঘ) যে নারীর কোন সন্তাত হয়না

উত্তরঃ ক। যে মেয়ের বিয়ে হয়নি

১২৪হরতাল কোন ভাষার শব্দ?

(ক) তুর্কি

(খ) পর্তুগীজ

(গ) বার্মিজ

(ঘ) গুজরাটি

উত্তরঃ ঘ। গুজরাটি

১২৫উক্তিএর প্রকৃত প্রত্যয় কোনটি?

(ক) √বচ+ক্ত

(খ) √বচ+উক্তি

(গ) √বচ+ক্তি

(ঘ) √বচ+তি

উত্তরঃ গ। √বচ+ক্তি

১২৬No sooner — than the students stand up.

(ক) The teacher enter the class

(খ) had the teacher enter the class

(গ) does the teacher enter the class

(ঘ) do the teacher enter the class

উত্তরঃ খ। had the teacher enter the class

১২৭1971 was the year

(ক) when Bangladesh is born

(খ) when Bangladesh came to being

(গ) when Bangladsh comes to being

(ঘ) when Bangldesh came into being

উত্তরঃ ঘ। when Bangldesh came into being

১২৮Had I the wings of a bird—

(ক) I flew in the sky

(খ) could fly in the sky

(গ) I would have flown in the sky

(ঘ) I fly in the sky

উত্তরঃ গ। I would have flown in the sky

১২৯The man is too dishonest—

(ক) to speak the truth

(খ) to tell a lie

(গ) to take bride

(ঘ) to steal something

উত্তরঃ ক। to speak the truth

১৩০It is many years since—-

(ক) I met you

(খ) I meet you

(গ) I help you

(ঘ) I have met you

উত্তরঃ ক। I met you

১৩১The old man walks slowly lest—

(ক) he falls

(খ) he should fall

(গ) he may fall

(ঘ) he fell down

উত্তরঃ খ। he should fall

১৩২কতই না বিস্ময়কর মানুষের জীবন!

(ক) How strange mans life was

(খ) What an wonderful mans life is!

(গ) How strange mans life is!

(ঘ) How wonderful a mans life is!

উত্তরঃ গ। How strange mans life is!

১৩৩তার কোন বন্ধু নেই বললেই চলে।

(ক) He has a few friends

(খ) He has no friends

(গ) He has few friends

(ঘ) He has the few friends

উত্তরঃ ক। He has a few friends

১৩৪ভাই ভাই ঠাই ঠাই

(ক) Brother part

(খ) Brother will part

(গ) Brother will be part

(ঘ) Brother have parted

উত্তরঃ ঘ। Brother have parted

১৩৫শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এল।

(ক) The child comes to me run

(খ) The child came to me running

(গ) The child came to me crying

(ঘ) The child came to me to cry

উত্তরঃ গ। The child came to me crying

১৩৬তুমি কি কখনো কক্সবাজার গিয়েছ?

(ক) Did you ever go to Cox’s Bazar?

(খ) Have you ever been to Cox’s Bazar?

(গ) Have you ever go to Cox’s Bazar

(ঘ) Have you gone to Cox’s Bazar?

উত্তরঃ খ। Have you ever been to Cox’s Bazar?

১৩৭I wish I ____ child again.

(ক) were

(খ) Be

(গ) was

(ঘ) am

উত্তরঃ ক। were

১৩৮Two and two ____ four.

(ক) make

(খ) makes

(গ) made

(ঘ) make/makes

উত্তরঃ খ। makes

১৩৯It is high time we ____ our food habits.

(ক) give up

(খ) gave up

(গ) changed

(ঘ) changing

উত্তরঃ গ। changed

১৪০The headmaster along with his colleague ____ coming here today.

(ক) is

(খ) are

(গ) will

(ঘ) was

উত্তরঃ ক। is

১৪১It ___ since morning.

(ক) has rained

(খ) has been raining

(গ) is raining

(ঘ) has rained/has been raining

উত্তরঃ ঘ। has rained/has been raining

১৪২Birds fly __ in the sky.

(ক) at a stretch

(খ) at random

(গ) all along

(ঘ) at large

উত্তরঃ ঘ। at large

১৪৩‘Tooth and nail’ means—

(ক) get by heart

(খ) go with heart

(গ) tried hard

(ঘ) get hard

উত্তরঃ গ। tried hard

১৪৪‘Big bug’ means—

(ক) useful person

(খ) unemploymed person

(গ) important person

(ঘ) employed person

উত্তরঃ গ। important person

১৪৫The price of rice is increasing____

(ক) by fits and starts

(খ) by leaps and bounds

(গ) by dint of

(ঘ) by virtue of

উত্তরঃ খ। by leaps and bounds

১৪৬Della was too poor to buy a gift for Jim.(Negative)

(ক) Della was so poor that she could not buy a gift for Jim

(খ) Della was so poor that she cannot buy a gift for Jim.

(গ) Della was not too poor to buy a gift for Jim.

(ঘ) Della was so poor that she cannot buy a gift for him.

উত্তরঃ খ। Della was so poor that she cannot buy a gift for Jim.

১৪৭Nobody wishes to be unhappy.(Interrogative)

(ক) Who wishes to be unhappy?

(খ) Who wishes to be happy?

(গ) Who does not wish to be unhappy?

(ঘ) Does nobody wish to be happy?

উত্তরঃ ক। Who wishes to be unhappy?

১৪৮Unemployment is a start for a man having no work to earn money. (Complex)

(ক) Unemployment is a state when a man has no work to earn money.

(খ) Unemployment is a state of a man who has no work.

(গ) Unemployment is a state for a man who has no work to earn money.

(ঘ) Unemployment is the condition of a man who has no work.

উত্তরঃ গ। Unemployment is a state for a man who has no work to earn money.

১৪৯Noun of the word ‘simple’ is—-

(ক) simply

(খ) simplify

(গ) simplication

(ঘ) simplicity

উত্তরঃ ঘ। simplicity

১৫০Find out the correct synonym of ‘hazard’.

(ক) Impartial

(খ) Danger

(গ) static

(ঘ) impolite

উত্তরঃ খ। Danger

১৫১তিনটি পূর্ণ সংখ্যার গড় ১৫০ এবং ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গড় ১২০ বৃহত্তম সংখ্যাটি কত?

(ক) ২১০

(খ) ২৩০

(গ) ২০০

(ঘ) ১৯০

উত্তরঃ ক। ২১০

১৫২X4 + x2 + 1 এর উৎপাদক কোনটি?

(ক) (x2 + x + 1)(x2 + x – 1)

(খ) (x2 – x + 1)(x2 + x – 1)

(গ) (x2 + x + 1)(x2 + x + 1)

(ঘ) (x2 + x + 1)(x2 – x + 1)

উত্তরঃ ঘ। (x2+ x + 1)(x2– x + 1)

১৫৩P এর মান কত হলে 4x2 – px + 9 একটি পূর্ণ বর্গ হবে?

(ক) 24

(খ) 16

(গ) 12

(ঘ) 9

উত্তরঃ গ। 12

১৫৪একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য x একক হলে এর কর্ণের দৈর্ঘ্য কত একক?

(ক) x√2

(খ) x√3

(গ) 2√2x

(ঘ) √x

উত্তরঃ ক। x√2

১৫৫দুইটি সংখ্যার অনুপাত : , তাদের .সা.গু হলে, সংখ্যা দুইটির .সা.গু কত?

(ক) ১২০

(খ) ১৮০

(গ) ২৪০

(ঘ) ৩৬০

উত্তরঃ ক। ১২০

১৫৬৩৭৫ এর ২০% কত?

(ক) ৩৭

(খ) ৬০

(গ) ৬২

(ঘ) ৭৫

উত্তরঃ ঘ। ৭৫

১৫৭f(x) =x3 – 6x2 + 11x – 6 হলে, f(2)= কত?

(ক) 3

(খ) 0

(গ) 1

(ঘ) 2

উত্তরঃ খ। 0

১৫৮4x = 8 হলে x এর মান কত?

(ক) 2/3

(খ) 4/3

(গ) 3/2

(ঘ) 3/4

উত্তরঃ গ। 3/2

১৫৯কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?

(ক) ৩৬০°

(খ) ৩০০°

(গ) ২৭০°

(ঘ) ১৮৮°

উত্তরঃ ক। ৩৬০°

১৬০একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মিটার অপর দুইটি বাহুর প্রতিটি ১০ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমি র?

(ক) ৩৬

(খ) ৪২

(গ) ৪৮

(ঘ) ৫০

উত্তরঃ গ। ৪৮

১৬১a2 – 3a, a2 – 4a + 3 এর সা গু কত?

(ক) a(a – 3)

(খ) (a – 1)(a – 3)

(গ) a(a – 1)(a – 3)

(ঘ) a – 3

উত্তরঃ ঘ। a – 3

১৬২চতুর্ভুজের চার কোণের অনুপাত : : : হলে বৃহত্তম কোণের পরিমান হবে?

(ক) ১০০°

(খ) ১৩৫°

(গ) ১১৫°

(ঘ) ১৪০°

উত্তরঃ খ। ১৩৫°

১৬৩সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমান ১২০° হলে এর বাহুর সংখ্যা কত?

(ক) ৪

(খ) ৫

(গ) ৬

(ঘ) ৮

উত্তরঃ গ। ৬

১৬৪৩০ লিটার পরিমাণ মিশ্রনে এসিড পানির অনুপাত : , মিশ্রণে কি পরিমান পানি মিশ্রিত করলে এসিড পা র অনুপাত : হবে?

(ক) ৪০ লিটার

(খ) ৩৫ লিটার

(গ) ৩০ লিটার

(ঘ) ২৫ লিটার

উত্তরঃ ক। ৪০ লিটার

১৬৫a+b = √7 এবং a-b= 5 হলে, 8ab(a2 + b2) = কত?

(ক) 12

(খ) 24

(গ) 36

(ঘ) 40

উত্তরঃ খ। 24

১৬৬log 81 এর মান কত?

(ক) 4

(খ) 8

(গ) 5

(ঘ) 9

উত্তরঃ খ। 8

১৬৭সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ কোণের মান 80° হলে অপর কোণদ্বয়ের মান কত?

(ক) 40° ও 40°

(খ) 45° ও 45°

(গ) 60° ও 40°

(ঘ) 50° ও 50°

উত্তরঃ ঘ। 50° ও 50°

১৬৮দুটি কোণের সমষ্টি দুই সমকোন হলে, একটিকে অপরটির কি বলে?

(ক) সম্পূরক কোণ

(খ) পূরক কোন

(গ) সন্নিহিত কোন

(ঘ) বিপ্রতীপ কোন

উত্তরঃ ক। সম্পূরক কোণ

১৬৯যদি x+2y=4 এবং x/y=2 হয়, তবে x=কত?

(ক) 0

(খ) 2

(গ) 1

(ঘ) 3

উত্তরঃ খ। 2

১৭০(x-4)2=0 সমীকরণের মূল কয়টি?

(ক) 3

(খ) 2

(গ) 1

(ঘ) 0

উত্তরঃ গ। 1

১৭১একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত?

(ক) ৪%

(খ) ৭%

(গ) ৮%

(ঘ) ৫%

উত্তরঃ ঘ। ৫%

১৭২দুটি সংখ্যার যোগফল ১৫ এবং বিয়োগফল ১৩, ছোট সংখ্যাটি কত?

(ক) ২

(খ) ১

(গ) ৪

(ঘ) ১৪

উত্তরঃ খ। ১

১৭৩6√64 × 27= কত?

(ক) 6

(খ) 4

(গ) 2

(ঘ) 8

উত্তরঃ ক। 6

১৭৪দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে, বড় সংখ্যাটি কত?

(ক) 70

(খ) 80

(গ) 90

(ঘ) 100

উত্তরঃ ঘ। 100

১৭৫3x2-x+5=0 সমিকরনে x এর সহগ কত?

(ক) 3

(খ) 1

(গ) -1

(ঘ) 5

উত্তরঃ গ। -1

১৭৬বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কবে?

(ক) ১৯৭০ সালের, ১০ই এপ্রিল

(খ) ১৯৭১ সালের, ১০ই এপ্রিল

(গ) ১৯৭০ সালের, ১৭ই এপ্রিল

(ঘ) ১৯৭১ সালের, ১৭ই এপ্রিল

উত্তরঃ খ। ১৯৭১ সালের, ১০ই এপ্রিল

১৭৭গারো ক্ষুদ্র জাতিসত্তার সমাজে পরিবারের প্রধান কে?

(ক) বাবা

(খ) প্রবীন ব্যক্তি

(গ) বড় ভাই

(ঘ) মা

উত্তরঃ ঘ। মা

১৭৮মালালা ইউসুফজাই কৈলাশ সত্যার্থী নোবেল পুরষ্কার পেয়েছেন কোন ক্ষেত্রে?

(ক) সাহিত্যে

(খ) চিকিৎসায়

(গ) শান্তিতে

(ঘ) অর্থনীতিতে

উত্তরঃ গ। শান্তিতে

১৭৯বাংলাদেশের প্রথম মহিলা উপাচার্যের নাম কি?

(ক) ড. ফারজানা ইসলাম

(খ) খালেদা একরাম

(গ) রাশেদা কে চৌধুরী

(ঘ) ড. শিরিন শারমিন চৌধুরী

উত্তরঃ ক। ড. ফারজানা ইসলাম

১৮০বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?

(ক) ১.২%

(খ) ১.৩৩%

(গ) ১.৩৪%

(ঘ) ১.৪৩%

উত্তরঃ ক। ১.২%

১৮১যোগাযোগ মন্ত্রনালয়ের বর্তমান নাম কি?

(ক) পরিবহন ও সেতু মন্ত্রনালয়

(খ) সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রনালয়

(গ) সড়ক পরিবহন মন্ত্রনালয়

(ঘ) পরিবহন ও সড়ক মন্ত্রনালয়

উত্তরঃ ক। পরিবহন ও সেতু মন্ত্রনালয়

১৮২বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি?

(ক) বরিশাল

(খ) খুলনা

(গ) ময়মনসিংহ

(ঘ) রংপুর

উত্তরঃ গ। ময়মনসিংহ

১৮৩জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা?

(ক) জাতিসংঘ সচিবালয়

(খ) সাধারন পরিষদ

(গ) নিরাপত্তা পরিষদ

(ঘ) আন্তর্জাতিক আদালত

উত্তরঃ ক। জাতিসংঘ সচিবালয়

১৮৪কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?

(ক) নাইট্রাস অক্সাইড

(খ) কার্বন ডাই অক্সাইড

(গ) ক্লরো ফ্লোরো কার্বন

(ঘ) নাইট্রোজেন

উত্তরঃ ঘ। নাইট্রোজেন

১৮৫নিশিথ সূর্যের দেশ কোনটি?

(ক) জাপান

(খ) কোরিয়া

(গ) নরওয়ে

(ঘ) সুদান

উত্তরঃ গ। নরওয়ে

১৮৬গ্রামীন ব্যাংক কোন ধরনের তালিকার অন্তর্ভুক্ত?

(ক) তালিকাভুক্ত ব্যাংক

(খ) তফসিল বহির্ভুত ব্যাংক

(গ) বানিজ্যিক ব্যাংক

(ঘ) ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠান

উত্তরঃ খ। তফসিল বহির্ভুত ব্যাংক

১৮৭আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোনটি?

(ক) ১০ই ডিসেম্বর

(খ) ১১ই জানুয়ারী

(গ) ১৫ই মার্চ

(ঘ) ১৭ই মার্চ

উত্তরঃ ক। ১০ই ডিসেম্বর

১৮৮ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র কোনটি?

(ক) ব্যারোমিটার

(খ) সিসমোগ্রাফ

(গ) ম্যানোমিটার

(ঘ) সেক্সট্যান্ট

উত্তরঃ খ। সিসমোগ্রাফ

১৮৯২১ তম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে

(ক) ফ্রান্সে

(খ) ব্রাজিলে

(গ) রাশিয়ায়

(ঘ) ইংল্যান্ড

উত্তরঃ গ। রাশিয়ায়

১৯০বাংলাদেশের প্রথম যাদুঘর কোনটি?

(ক) বরেন্দ্র গবেষনা যাদুঘর

(খ) বিজ্ঞান যাদুঘর

(গ) জাতীয় যাদুঘর

(ঘ) ঢাকা নগর যাদুঘর

উত্তরঃ ক। বরেন্দ্র গবেষনা যাদুঘর

১৯১মানবদেহের প্রতিটি কোষে কত জোড়া ক্রোমোজোম থাকে?

(ক) ২২

(খ) ২৪

(গ) ২৫

(ঘ) ২৩

উত্তরঃ ঘ। ২৩

১৯২CNG এর পূর্ণ রুপ কি?

(ক) Converted Natural Gas

(খ) Conversed Natural Gas

(গ) Connected Natural Gas

(ঘ) Compressed Natural Gas

উত্তরঃ ঘ। Compressed Natural Gas

১৯৩সিডর কী?

(ক) টাইফুন

(খ) সুনামি

(গ) ঘূর্ণিঝড়/ সাইক্লোন

(ঘ) ভূমিকম্প

উত্তরঃ গ। ঘূর্ণিঝড়/ সাইক্লোন

১৯৪গুগল কী?

(ক) সফটওয়্যার প্রতিষ্ঠান

(খ) ওয়েব সাইট

(গ) সার্চ ইঞ্জিন

(ঘ) হার্ডওয়্যার প্রতিষ্ঠান

উত্তরঃ গ। সার্চ ইঞ্জিন

১৯৫আলজাজিরা কোন দেশের সংবাদ সংস্থা?

(ক) আফগানিস্তান

(খ) কাতার

(গ) আলজেরিয়া

(ঘ) আরব আমিরাত

উত্তরঃ খ। কাতার

১৯৬বিজ্ঞানীরা ইবোলা ভাইরাসসনাক্ত করেন কবে?

(ক) ১৯৭৫ সালে

(খ) ১৯৭৬ সালে

(গ) ১৯৭৭ সালে

(ঘ) ১৯৭৮ সালে

উত্তরঃ খ। ১৯৭৬ সালে

১৯৭গোবি মরূভূমি কোন মহাদেশে অবস্থিত?

(ক) এশিয়া

(খ) আফ্রিকা

(গ) ইউরোপ

(ঘ) আমেরিকা

উত্তরঃ ক। এশিয়া

১৯৮জাতিসংঘ দিবস পালিত হয় কোন তারিখে?

(ক) ২৪ আগস্ট

(খ) ২৪ সেপ্টেম্বর

(গ) ২৪ অক্টোবর

(ঘ) ২৪ নভেম্বর

উত্তরঃ গ। ২৪ অক্টোবর

১৯৯রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত?

(ক) ভেড়ামারা, কুষ্টিয়া

(খ) কেরানীগঞ্জ, ঢাকা

(গ) রামপাল, বাগেরহাট

(ঘ) ঈশ্বরদী, পাবনা

উত্তরঃ ঘ। ঈশ্বরদী, পাবনা

২০০আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারীআমি কি ভুলিতে পারিগানটির গীতিকার কে?

(ক) গাজী মাজহারুল আনোয়ার

(খ) আব্দুল গাফফার চৌধুরী

(গ) আলাউদ্দিন

(ঘ) আলতাফ মাহমুদ

উত্তরঃ খ। আব্দুল গাফফার চৌধুরী

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *