19th BCS Preliminary Exam Question and Solution

১৯তম বিসিএস পরিক্ষা- প্রিলিমিনারি প্রশ্ন

রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত

(ক) পলল গঠিত সমভূমি

(খ) বরেন্দ্রভূমি

(গ) উত্তরবঙ্গ

(ঘ) মহাস্থানগড়

উত্তরঃ খ। বরেন্দ্রভূমি

রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি?

(ক) ভানুসিংহ

(খ) টেকচাঁদ ঠাকুর

(গ) বনফুল

(ঘ) মুকুন্দরাম

উত্তরঃ ক। ভানুসিংহ

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি রচিয়তা

(ক) শামসুর রহমান

(খ) আলতাফ মাহমুদ

(গ) হাসান হাফিজুর রহমান

(ঘ) আবদুল গাফফার চৌধুরী

উত্তরঃ ঘ। আবদুল গাফফার চৌধুরী

বিদ্রোহী কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

(ক) অগ্নিবীণা

(খ) বিষের বাঁশি

(গ) দোলনচাঁপা

(ঘ) বাঁধনহারা

উত্তরঃ ক। অগ্নিবীণা

কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাধায়?

(ক) পেপসিন

(খ) এমাইলেজ

(গ) ট্রিপসিন

(ঘ) রেনিন

উত্তরঃ ঘ। রেনিন

মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?

(ক) ২৫ জোড়া

(খ) ২৬ জোড়া

(গ) ২৩ জোড়া

(ঘ) ২৪জোড়া

উত্তরঃ গ। ২৩ জোড়া

Adult cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে

(ক) শেলী

(খ) ডলি

(গ) মলি

(ঘ) নেলী

উত্তরঃ খ। ডলি

ভায়াগ্রা কী?

(ক) একটি জলপ্রপাত

(খ) নতুন একটি ওষুধ

(গ) সাড়া জাগানো চলচ্চিত্রের নাম

(ঘ) নতুন জাহাজের নাম

উত্তরঃ খ। নতুন একটি ওষুধ

ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস?

(ক) ক্লোরোফ্লুরো কার্বন

(খ) কার্বন মনোক্সাইড

(গ) কার্বন ডাই-অক্সাইড

(ঘ) মিথেন

উত্তরঃ ক। ক্লোরোফ্লুরো কার্বন

১০প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয়

(ক) ইথেন

(খ) এমোনিয়া

(গ) মিথেন

(ঘ) বিউটেন

উত্তরঃ গ। মিথেন

১১কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির

(ক) ১৬ শতাংশ

(খ) ২০ শতাংশ

(গ) ২৫ শতাংশ

(ঘ) ৩০ শতাংশ

উত্তরঃ গ। ২৫ শতাংশ

১২কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?

(ক) অলিভেট

(খ) আইবিএম

(গ) এ্যাপেল ম্যাকিনটশ

(ঘ) মাইক্রোসফট

উত্তরঃ ঘ। মাইক্রোসফট

১৩গ্রীন হাউস ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে?

(ক) নিম্নভূমি নিমজ্জিত হবে

(খ) ক্রমশ উত্তাপ বেড়ে যাবে

(গ) বৃষ্টিপাত কমে যাবে

(ঘ) উপরের সবগুলো

উত্তরঃ ঘ। উপরের সবগুলো

১৪বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?

(ক) সোনারগাঁয়ে

(খ) মহাস্থানগর

(গ) রংপুর

(ঘ) সিলেট

উত্তরঃ ক। সোনারগাঁয়ে

১৫উত্তরা গণভবন কোথায় অবস্থিত?

(ক) নওগাঁ

(খ) বগুড়া

(গ) নাটোর

(ঘ) রাজশাহী

উত্তরঃ গ। নাটোর

১৬বাংলাদেশের জাতীয় পাখি

(ক) ময়না

(খ) কাক

(গ) শালিক

(ঘ) দোয়েল

উত্তরঃ ঘ। দোয়েল

১৭বাংলাদেশের কেন্দ্রীয় গোপ্রজনন খামার কোথায় অবস্থিত?

(ক) সাভার, ঢাকা

(খ) রাজশাহী

(গ) চট্টগ্রাম

(ঘ) সিলেট

উত্তরঃ ক। সাভার, ঢাকা

১৮বাংলাদেশের জাতীয় পশু কোনটি?

(ক) গরু

(খ) ছাগল

(গ) গয়াল

(ঘ) রয়েল বেঙ্গল টাইগার

উত্তরঃ ঘ। রয়েল বেঙ্গল টাইগার

১৯কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য কে ছিলেন?

(ক) ড. এস ডি চৌধুরী

(খ) ড. কাজী ফজলুর রহিম

(গ) ড. ওসমান গনি

(ঘ) অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ চৌধুরী

উত্তরঃ গ। ড. ওসমান গনি

২০বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাগান আছে?

(ক) পাবনা, সিরাজগঞ্জ

(খ) দিনাজপুর

(গ) বরিশাল

(ঘ) ফরিদপুর

উত্তরঃ ক। পাবনা, সিরাজগঞ্জ

২১বাংলাদেশে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়

(ক) ৩ জানুয়ারি, ১৯৯৮

(খ) ২ ডিসেম্বর, ১৯৯৭

(গ) ৩ ডিসেম্বর, ১৯৯৭

(ঘ) ২২ ডিসেম্বর, ১৯৯৭

উত্তরঃ খ। ২ ডিসেম্বর, ১৯৯৭

২২বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?

(ক) কয়লা

(খ) চুনাপাথর

(গ) সাদামাটি

(ঘ) গ্যাস

উত্তরঃ ঘ। গ্যাস

২৩বাংলাদেশের একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত?

(ক) ১৬ বছর

(খ) ১৮ বছর

(গ) ২০ বছর

(ঘ) ২১ বছর

উত্তরঃ খ। ১৮ বছর

২৪বাগেরহাট খানজাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজবিশিষ্ট?

(ক) আশি

(খ) সাতাশি

(গ) ষাট

(ঘ) একাশি

উত্তরঃ ঘ। একাশি

২৫বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ?

(ক) ১৯ শতাংশ

(খ) ১২ শতাংশ

(গ) ১৬ শতাংশ

(ঘ) ১৫ শতাংশ

উত্তরঃ ঘ। ১৫ শতাংশ

২৬বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক কী?

(ক) বলাকা

(খ) শাপলা

(গ) নৌকা

(ঘ) কাছিবেষ্টিত নোঙর

উত্তরঃ ঘ। কাছিবেষ্টিত নোঙর

২৭জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?

(ক) বাংলাদেশ

(খ) পাকিস্তন

(গ) সৌদি আরব

(ঘ) ইন্দোনেশিয়া

উত্তরঃ ঘ। ইন্দোনেশিয়া

২৮ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়?

(ক) ইতালি

(খ) স্পেন

(গ) তুরস্ক

(ঘ) গ্রীস

উত্তরঃ গ। তুরস্ক

২৯গবাদিপশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন?

(ক) মি. জে এইচ বি হেলেন

(খ) লর্ড লিনলিথগো

(গ) লর্ড ক্লাইভ

(ঘ) ওয়ারেন হেস্টিংস

উত্তরঃ খ। লর্ড লিনলিথগো

৩০যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কী?

(ক) জর্জ ওয়াশিংটন

(খ) আব্রাহাম লিংকন

(গ) রুজভেল্ট

(ঘ) কেনেডী

উত্তরঃ খ। আব্রাহাম লিংকন

৩১নেপালের পার্লামেন্টের নাম কী?

(ক) সিনেট

(খ) পঞ্চায়েত

(গ) কংগ্রেস

(ঘ) পার্লামেন্ট

উত্তরঃ ঘ। পার্লামেন্ট

৩২জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?

(ক) লন্ডন

(খ) নিউইয়র্ক

(গ) প্যারিস

(ঘ) মস্কো

উত্তরঃ খ। নিউইয়র্ক

৩৩খাদ্য কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

(ক) নিউইয়র্ক

(খ) রোমে

(গ) জেনেভায়

(ঘ) অটোয়ায়

উত্তরঃ খ। রোমে

৩৪ADB-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

(ক) জাকার্তা

(খ) ম্যানিলা

(গ) ডাবলিন

(ঘ) কলম্বো

উত্তরঃ খ। ম্যানিলা

৩৫নাসা কোন দেশের সংস্থা?

(ক) জার্মানি

(খ) রাশিয়া

(গ) ফ্রান্স

(ঘ) যুক্তরাষ্ট্র

উত্তরঃ ঘ। যুক্তরাষ্ট্র

৩৬মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কে কয়টি সেক্টরে ভাগ করা হয়ে ছিল?

(ক) ৪ টি

(খ) ৭ টি

(গ) ১১ টি

(ঘ) ১৪ টি

উত্তরঃ গ। ১১ টি

৩৭বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে?

(ক) ২১ ফেব্রুয়ারি

(খ) ১৪ ডিসেম্বর

(গ) ৭ মার্চ

(ঘ) ১৬ ডিসেম্বর

উত্তরঃ খ। ১৪ ডিসেম্বর

৩৮দ্য লিবারেশন অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতা

(ক) রফিকুল ইসলাম

(খ) রশীদ করিম

(গ) মেজর জেনারেল সুখওয়ান্ত সিং

(ঘ) কর্নেল সিদ্দিক মালিক

উত্তরঃ গ। মেজর জেনারেল সুখওয়ান্ত সিং

৩৯১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

(ক) রোনাল্ডো

(খ) জিদান

(গ) সুকার

(ঘ) বেবেতো

উত্তরঃ গ। সুকার

৪০গিল্ডার কোন দেশের মুদ্রার নাম?

(ক) প্যারাগুয়ে

(খ) নরওয়ে

(গ) নেদারল্যান্ড

(ঘ) পোল্যান্ড

উত্তরঃ গ। নেদারল্যান্ড

৪১বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য

(ক) ৫.৫ কিলোমিটার

(খ) ৭.২ কিলোমিটার

(গ) ৬ কিলোমিটার

(ঘ) ৪.৮ কিলোমিটার

উত্তরঃ ঘ। ৪.৮ কিলোমিটার

৪২যুক্তরাষ্ট্র চায় ইসরাইল কত শতাংশ জায়গা ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করবে?

(ক) ১১ শতাংশ

(খ) ১৩ শতাংশ

(গ) ১০ শতাংশ

(ঘ) ১২ শতাংশ

উত্তরঃ ক। ১১ শতাংশ

৪৩দেশের কোন বনাঞ্চলকে চিরহরিৎ বন বলা হয়?

(ক) পার্বত্য বনাঞ্চল

(খ) গাজীপুর বনাঞ্চল

(গ) মধুপুর

(ঘ) সুন্দরবন

উত্তরঃ ক। পার্বত্য বনাঞ্চল

৪৪বিভাগ অনুসারে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে

(ক) খুলনা

(খ) চট্টগ্রামে

(গ) সিলেট

(ঘ) বরিশাল

উত্তরঃ খ। চট্টগ্রামে

৪৫জোয়ার ভাটার তেজকটাল কখন হয়?

(ক) পঞ্চমীতে

(খ) অষ্টমীতে

(গ) অমাবস্যায়

(ঘ) একাদশীতে

উত্তরঃ গ। অমাবস্যায়

৪৬বিশ্ব ব্যাংকের ১৯৯৭ সালের হিসাব অনুসারে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত?

(ক) ২২৫ মার্কিন ডলার

(খ) ২৬০ মার্কিন ডলার

(গ) ২৪০ মার্কিন ডলার

(ঘ) ২০০ মার্কিন ডলার

উত্তরঃ খ। ২৬০ মার্কিন ডলার

৪৭কোনটি স্তন্যপায়ী প্রানী নয়?

(ক) হাতি

(খ) কুমির

(গ) তিমি

(ঘ) বাদুর

উত্তরঃ খ। কুমির

৪৮সাম্প্রতিক কালে নোবেল পুরস্কার প্রাপ্ত কোন কৃষি বিজ্ঞানী বাংলাদেশে সফর করেন?

(ক) প্রফেসর নরম্যান বরলগ

(খ) ডাঃ আব্দুল কাদের

(গ) ড. স্বামিনাথান

(ঘ) প্রফেসর ড. আব্দুস সালাম

উত্তরঃ ক। প্রফেসর নরম্যান বরলগ

৪৯দেশের রপ্তানী আয়ের চামরার অবস্থান কত?

(ক) ১ম

(খ) ২য়

(গ) ৪র্থ

(ঘ) ৩য়

উত্তরঃ ঘ। ৩য়

৫০রপ্তানী আয়ে বর্তমানে পশু সম্পদের অবদান কত?

(ক) ১০ ভাগ

(খ) ৮ ভাগ

(গ) ১২ ভাগ

(ঘ) ১৩ ভাগ

উত্তরঃ খ। ৮ ভাগ

৫১বাংলাদেশের জি ডি পিতে পশু সম্পদের অবদান কত?

(ক) ৬.৫%

(খ) ২.৯৩%

(গ) ৫%

(ঘ) ২%

উত্তরঃ ক। ৬.৫%

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *