39th BCS Preliminary Exam Question and  Solution

৩৯ তম বিসিএস পরিক্ষা- প্রিলিমিনারি প্রশ্ন

125√52x = 1 হলে x এর মান কত?

(ক) -3

(খ) 7

(গ) 3

(ঘ) 9

উত্তরঃ ক। -3

কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত ?

(ক) উপনেতা

(খ) উপগ্রহ

(গ) উপসাগর

(ঘ) উপভোগ

উত্তরঃ ঘ। উপভোগ

A person who believes that laws and governments are not necessary is known as –

(ক) a militant

(খ) a terrorist

(গ) an anarchist

(ঘ) an extremist

উত্তরঃ গ। an anarchist

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে

(ক) বৈকুন্ঠের খাতা

(খ) জামাই বারিক

(গ) বিবাহ-বিভ্রাট

(ঘ) হিতে বিপরীত

উত্তরঃ ক। বৈকুন্ঠের খাতা

সমুদ্রতীরে কোনটির প্রাচুর্য থাকে ?

(ক) নাইট্রোজেন (Nitrogen)

(খ) হাইড্রোজেন (Hydrogen)

(গ) অক্সিজেন (Oxygen)

(ঘ) ওজোন (Ozone)

উত্তরঃ ক। নাইট্রোজেন (Nitrogen)

মুজিবনগর সরকার কখন গঠিত হয় ?

(ক) ১২ ই এপ্রিল, ১৯৭১

(খ) ১৪ ই এপ্রিল, ১৯৭১

(গ) ১৭ ই এপ্রিল, ১৯৭১

(ঘ) ১০ই এপ্রিল, ১৯৭১

উত্তরঃ ঘ। ১০ই এপ্রিল, ১৯৭১

মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে

(ক) আলালের ঘরের দুলাল

(খ) গাজী মিয়াঁর বস্তানী

(গ) হুতোম প্যাঁচার নক্সা

(ঘ) কলিকাতা কমলালয়

উত্তরঃ খ। গাজী মিয়াঁর বস্তানী

২০১৮ সালে অনুষ্ঠিত জিসেভেন শীর্ষ সম্মেলনের পর যৌথ ঘোষণায় স্বাক্ষর প্রদানে কোন দেশ বিরত ছিল?

(ক) ফ্রান্স

(খ) জার্মানি

(গ) যুক্তরাষ্ট্র

(ঘ) ইতালি

উত্তরঃ খ। জার্মানি

বেদান্ত গ্রন্থবেদান্ত সারকার রচনা?

(ক) রাজা রামমোহন রায়

(খ) গোলকনাথ শর্মা

(গ) রামরাম বসু

(ঘ) মৃত্যঞ্জয় বিদ্যালঙ্কার

উত্তরঃ ক। রাজা রামমোহন রায়

১০মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসআগুনের পরশমণিকার রচনা?

(ক) আমজাদ হোসেন

(খ) শওকত ওসমান

(গ) হুমায়ুন আহমেদ

(ঘ) সৈয়দ শামসুল হক

উত্তরঃ গ। হুমায়ুন আহমেদ

১১জীবন থেকে নেয়াচলচ্চিত্রটির পরিচালক কে?

(ক) আমজাদ হোসেন

(খ) আলমগীর

(গ) সুভাষ দত্ত

(ঘ) জহির রায়হান

উত্তরঃ ঘ। জহির রায়হান

১২জিরোসাম গেম (Zero-sum Game) আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট ?

(ক) বাস্তব বাদ

(খ) উদারতাবাদ

(গ) মার্ক্সবাদ

(ঘ) গঠনবাদ

উত্তরঃ খ। উদারতাবাদ

১৩He went to ___ hospital because he had ___ heart attack. Use article in the gap-

(ক) no article, an

(খ) a, an

(গ) no article, a

(ঘ) the, no article

উত্তরঃ গ। no article, a

১৪The word ‘florid’ indicates–

(ক) flower

(খ) flour

(গ) foliage

(ঘ) floor

উত্তরঃ ক। flower

১৫ট্রাম্পকিম শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরের কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

(ক) সেনার আয়ল্যান্ড

(খ) সেন্তোষা

(গ) ম্যারিনা বে

(ঘ) ইষ্টানা আইল্যান্ড

উত্তরঃ খ। সেন্তোষা

১৬nC12 = nC6 হলে n এর মান কত?

(ক) 12

(খ) 14

(গ) 16

(ঘ) 18

উত্তরঃ ঘ। 18

১৭Complete the following sentence :’Had I known you were waiting outside, I –

(ক) had invited you to come in

(খ) would invite you to come in

(গ) would be inviting you to come in

(ঘ) would have invited you to come in

উত্তরঃ ঘ। would have invited you to come in

১৮নিম্নের কোন দেশের জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট ?

(ক) মিয়ানমার

(খ) চীন

(গ) সিঙ্গাপুর

(ঘ) ব্রুনাই

উত্তরঃ ক। মিয়ানমার

১৯খনার বচনএর মূলভাব কি?

(ক) লৌকিক প্রণয়সঙ্গীত

(খ) শুদ্ধ জীবনযাপন রীতি

(গ) সামাজিক মঙ্গলবোধ

(ঘ) রাষ্ট্র পরিচালনা নীতি

উত্তরঃ খ। শুদ্ধ জীবনযাপন রীতি

২০দুরবস্থাশব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায় ?

(ক) দূর + বস্থা

(খ) দুর + বস্থা

(গ) দুঃ + অবস্থা

(ঘ) দুর + অবস্থা

উত্তরঃ গ। দুঃ + অবস্থা

২১Cricket is a kind of play. It is also a kind of —

(ক) food

(খ) bird

(গ) flower

(ঘ) insect

উত্তরঃ ঘ। insect

২২বাংলাদেশের ২০১৮১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য কত বরাদ্দ আছে?

(ক) ১,৭২,০০০ কোটি টাকা

(খ) ১,৭৩,০০০ কোটি টাকা

(গ) ১,৭১,০০০ কোটি টাকা

(ঘ) ১,৭০,০০০ কোটি টাকা

উত্তরঃ খ। ১,৭৩,০০০ কোটি টাকা

২৩বিখ্যাতওয়াশিংটন কনসেনসাস‘ (Washington Consensus) কোন বিষয়ের সঙ্গে জড়িত?

(ক) নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন

(খ) আন্তর্জাতিক অভিবাসন নীতি

(গ) অস্ত্র নিয়ন্ত্রণ

(ঘ) আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন

উত্তরঃ ক। নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন

২৪নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়?

(ক) করছিলাম

(খ) করেছি

(গ) করছি

(ঘ) করব

উত্তরঃ ঘ। করব

২৫মুক্তযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে ?

(ক) ১১ নং সেক্টর

(খ) ৮ নং সেক্টর

(গ) ১০ নং সেক্টর

(ঘ) ৯ নং সেক্টর

উত্তরঃ গ। ১০ নং সেক্টর

২৬জীবনানন্দ দাশকেনির্জনতম কবিবলে আখ্যায়িত করেন কে?

(ক) বিষ্ণু দে

(খ) বুদ্ধদেব বসু

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) সৈয়দ শামসুল হক

উত্তরঃ খ। বুদ্ধদেব বসু

২৭পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ?

(ক) ২২ জুন, ১৭৫৭

(খ) ২৪ জুন, ১৭৫৭

(গ) ২৫ জুন, ১৭৫৭

(ঘ) ২৩ জুন, ১৭৫৭

উত্তরঃ ঘ। ২৩ জুন, ১৭৫৭

২৮তাম্বুলিকশব্দের সমার্থক নয় কোনটি ?

(ক) বারুই

(খ) পান-ব্যবসায়ী

(গ) তামসিক

(ঘ) পর্ণকার

উত্তরঃ গ। তামসিক

২৯যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায়?

(ক) ইইউ

(খ) ভারত

(গ) কানাডা

(ঘ) চীন

উত্তরঃ ক। ইইউ

৩০আধুনিক রাষ্ট্রব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি?

(ক) ১৬০০-১৮০০ সাল

(খ) প্রাচীন গ্রীস সময়কাল

(গ) প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকাল

(ঘ) প্রাচীন রোম শাসনকাল

উত্তরঃ ক। ১৬০০-১৮০০ সাল

৩১সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয় ?

(ক) ভিয়েনা

(খ) জেনেভা

(গ) জেদ্দা

(ঘ) বাগদাদ

উত্তরঃ খ। জেনেভা

৩২জাতিসংঘের ‘Champion of the Earth’ খেতাবপ্রাপ্ত কে?

(ক) হিলারি ক্লীন্টন

(খ) থেরেসা মে

(গ) শেখ হাসিনা

(ঘ) এঞ্জেলা মার্কেল

উত্তরঃ গ। শেখ হাসিনা

৩৩বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের (ফসল, বন, প্রাণিসম্পদ, মৎস্যসহ) অবদান কত শতাংশ?

(ক) ১৪.১০ %

(খ) ১৬%

(গ) ১২%

(ঘ) ১৮%

উত্তরঃ ক। ১৪.১০ %

৩৪যদি, × = ৩৫৪৫ এবং × = ১৫২০ হয় তবে, × = ?

(ক) ৩০৪০

(খ) ৬০৫০

(গ) ৫০৪০

(ঘ) ৪০৩০

উত্তরঃ ঘ। ৪০৩০

৩৫A soporific speech is likely to —

(ক) be incomprehensible

(খ) appeal primarily to emotions

(গ) put one to sleep

(ঘ) stimulate action

উত্তরঃ গ। put one to sleep

৩৬বার্ষিক শতকরা ১০% হারে ১০০০ টাকার বছর পর সরল চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?

(ক) ১১ টাকা

(খ) ১০ টাকা

(গ) ১২ টাকা

(ঘ) ১১.৫ টাকা

উত্তরঃ খ। ১০ টাকা

৩৭Select the word with right spelling –

(ক) Schizophrenia

(খ) Seizophrania

(গ) Scizophrenia

(ঘ) Schizophrania

উত্তরঃ ক। Schizophrenia

৩৮৯২ বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এর রাজনৈতিক জোট হচ্ছে ?

(ক) ইউএমএনও

(খ) পাকাতান- হারাপান

(গ) বারিসান ন্যাশনাল

(ঘ) পাটি পেরিকাতান

উত্তরঃ খ। পাকাতান- হারাপান

৩৯Love for the whole world is called ?

(ক) misogyny

(খ) misanthropy

(গ) philanthropy

(ঘ) benevolence

উত্তরঃ গ। philanthropy

৪০বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে ?

(ক) ১৯১১ সালে

(খ) ১৯১২ সালে

(গ) ১৯০৯ সালে

(ঘ) ১৯০৮ সালে

উত্তরঃ ক। ১৯১১ সালে

৪১দুইটি সংখ্যার অনুপাত : এবং তাদের .সা.গু. ১৪০ হলে সংখ্যা দুইটির .সা.গু. কত?

(ক) ১২

(খ) ৬

(গ) ৯

(ঘ) ৪

উত্তরঃ ঘ। ৪

৪২2x2 + 5x + 3 < 0 এর সমাধান কোনটি?

(ক) -3/2 < x < -1

(খ) -3/2 < x < 1

(গ) -3/2 < x < -1

(ঘ) -3/4 < x < -1

উত্তরঃ ঘ। -3/4 < x < -1

৪৩মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায় ?

(ক) হোয়াংহো নদীর তীরে

(খ) ইয়াংসিকিয়াং নদীর তীরে

(গ) টাইগ্রীস ও ইউফ্রেটিস নদীর তীরে

(ঘ) নীলনদের তীরে

উত্তরঃ গ। টাইগ্রীস ও ইউফ্রেটিস নদীর তীরে

৪৪একজন লোক A অবস্থান থেকে হেঁটে ডান দিকে ১০ ফুট, অতঃপর বামদিকে ২০ ফুট, তারপর বামদিকে ২০ ফুট এবং সবশেষে বামদিকে গিয়ে B অবস্থানে পৌছিল A B এর মধ্যকার দূরত্ব কত ফুট ?

(ক) ৩০ ফুট

(খ) ৪০ ফুট

(গ) ১০ ফুট

(ঘ) ২০ ফুট

উত্তরঃ গ। ১০ ফুট

৪৫বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে?

(ক) জাতীয় সংসদ

(খ) রাষ্ট্রপতি

(গ) প্রধানমন্ত্রী

(ঘ) স্পীকার

উত্তরঃ খ। রাষ্ট্রপতি

৪৬সরলশব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?

(ক) বক্র

(খ) গরল

(গ) কুটিল

(ঘ) জটিল

উত্তরঃ খ। গরল

৪৭নিচের কোনটি মৌলিক সংখ্যা ?

(ক) ৪৭

(খ) ৮৭

(গ) ৯১

(ঘ) ১৪৩

উত্তরঃ ক। ৪৭

৪৮বাইজেনটাইন (Byzantine) সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী ?

(ক) লিসবন

(খ) প্যারিস

(গ) কনস্টান্টিনোপল

(ঘ) ভিয়েনা

উত্তরঃ গ। কনস্টান্টিনোপল

৪৯When we want to mean a government by the richest class we use the term

(ক) Oligarchy

(খ) Cryptocracy

(গ) Aristocracy

(ঘ) Plutocracy

উত্তরঃ ঘ। Plutocracy

৫০ফলকেটিং (Folketing) কোন দেশের আইনসভা?

(ক) বেলজিয়াম

(খ) ডেনমার্ক

(গ) নরওয়ে

(ঘ) ফিনল্যান্ড

উত্তরঃ খ। ডেনমার্ক

৫১Cozy Bear একটি কি?

(ক) হ্যাকার গ্রুপ

(খ) চুক্তি

(গ) বিনোদনকেন্দ্র

(ঘ) নদী

উত্তরঃ ক। হ্যাকার গ্রুপ

৫২Hospitals ___ the sick

(ক) operate

(খ) admit

(গ) nurse

(ঘ) treat

উত্তরঃ ঘ। treat

৫৩ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?

(ক) লিথুয়ানিয়া

(খ) আলবেনিয়া

(গ) মন্টিনিগ্রো

(ঘ) ক্রোয়েশিয়া

উত্তরঃ গ। মন্টিনিগ্রো

৫৪বাংলাদেশে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়?

(ক) প্রধানমন্ত্রী

(খ) সচিব

(গ) মন্ত্রী

(ঘ) সবাই

উত্তরঃ ক। প্রধানমন্ত্রী

৫৫ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল?

(ক) মিয়ানমার

(খ) মালয়েশিয়া

(গ) ভারত

(ঘ) থাইল্যান্ড

উত্তরঃ ক। মিয়ানমার

৫৬মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল?

(ক) পূর্ব এশিয়া

(খ) মধ্যপ্রাচ্য

(গ) পূর্ব আফ্রিকা

(ঘ) মধ্য আমেরিকা

উত্তরঃ ঘ। মধ্য আমেরিকা

৫৭সাম্প্রতিক কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নাই ?

(ক) বাহরাইন

(খ) কুয়েত

(গ) সংযুক্ত আরব আমিরাত

(ঘ) মিশর

উত্তরঃ খ। কুয়েত

৫৮c = {x:x ঋনাত্মক পূর্ণসংখ্যা ওবং x2 < 18}; c সেটের উপাদানগুলো হবে?

(ক) 1, 2, 3, 4

(খ) 1, 3, 5, 7

(গ) -1, -2, -3, -4

(ঘ) 2, 4, 6, 8

উত্তরঃ গ। -1, -2, -3, -4

৫৯কোন বিদেশী পত্রিকা বঙ্গবন্ধুকেরাজনীতির কবি‘ (Poet of Politics) উপাধি দিয়েছিলেন?

(ক) নিউজউইকস

(খ) টাইম

(গ) দি ইকনমিস্ট

(ঘ) গার্ডিয়ান

উত্তরঃ ক। নিউজউইকস

৬০যদি 2 × 3 = 812, 4 × 5 = 1620 হয় তবে 6 × 7 = ?

(ক) 2442

(খ) 42

(গ) 2428

(ঘ) 1214

উত্তরঃ গ। 2428

৬১The warning of the authority falls on deaf ears. Here warning does the function of –

(ক) adverb

(খ) adjective

(গ) verb

(ঘ) noun

উত্তরঃ ঘ। noun

৬২একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৮ সে.মি. এবং প্রস্থ ১০ সে.মি. আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে ২৫ সে.মি. করা হলো   আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেতফল অপরিবর্তিত থাকবে ?

(ক) ৭.৩ সেমি

(খ) ৭.২ সেমি

(গ) ৭.১ সেমি

(ঘ) ৭ সেমি

উত্তরঃ খ। ৭.২ সেমি

৬৩The word ‘culinary’ is related to —

(ক) printing

(খ) dress

(গ) cooking

(ঘ) musical instrument

উত্তরঃ গ। cooking

৬৪১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট কতটি সদস্য রাষ্ট্র ছিল?

(ক) ৫১

(খ) ৫০

(গ) ৪৮

(ঘ) ৪৯

উত্তরঃ ক। ৫১

৬৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?

(ক) পদ্মমণি

(খ) পদ্মরাগ

(গ) পদ্মাবতী

(ঘ) পদ্মগোখরা

উত্তরঃ খ। পদ্মরাগ

৬৬Identify the correct passive form of the sentence below:
‘Do you know them?

(ক) Are they known by you?

(খ) Are they known to you?

(গ) Ate they known with you?

(ঘ) Would they be known by you?

উত্তরঃ খ। Are they known to you?

৬৭| 1-2x | < 1 এর সমাধান

(ক) -2 < x < 1

(খ) -1 < x < 1

(গ) -1 < x < 0

(ঘ) 0 < x < 1

উত্তরঃ ঘ। 0 < x < 1

৬৮বিভক্তহীন নাম শব্দকে কী বলে?

(ক) প্রাতিপদিক

(খ) নাম-পদ

(গ) মৌলিক শব্দ

(ঘ) কৃদন্ত শব্দ

উত্তরঃ ক। প্রাতিপদিক

৬৯‘Panacea’ means-

(ক) pancreatic

(খ) Cure all

(গ) widespread disease

(ঘ) gland

উত্তরঃ খ। Cure all

৭০What is the plural number of ‘ovum’ –

(ক) ovams

(খ) ovumes

(গ) ova

(ঘ) ovums

উত্তরঃ গ। ova

৭১কোন শব্দযুগলটি ভিন্ন?

(ক) False, True

(খ) Sharp, Blunt

(গ) Abundance, Scarcity

(ঘ) Love, affection

উত্তরঃ ঘ। Love, affection

৭২বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে?

(ক) ৬ টি

(খ) ৭ টি

(গ) ৮ টি

(ঘ) ৫ টি

উত্তরঃ খ। ৭ টি

৭৩. × .০২ × .০৮ =?

(ক) ০.০০০৬৪

(খ) ৬.৪০০০০

(গ) ০.৬৪০০০

(ঘ) ০.০৬৪০০

উত্তরঃ ক। ০.০০০৬৪

৭৪নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম ?

(ক) ৬/১১

(খ) ৮/১৪

(গ) ৩/৫

(ঘ) ৫/৮

উত্তরঃ ঘ। ৫/৮

৭৫তুমি তো ভারি সুন্দর ছবি আঁক !’- বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে ?

(ক) অনুকার অব্যয়

(খ) পদান্বয়ী অব্যয়

(গ) অনন্বয়ী অব্যয়

(ঘ) অনুসর্গ অব্যয়

উত্তরঃ গ। অনন্বয়ী অব্যয়

৭৬ঘড়িতে যখন টা বাজে তখন ঘণ্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে ?

(ক) ৯০°

(খ) ১২০°

(গ) ১১০°

(ঘ) ১০০°

উত্তরঃ খ। ১২০°

৭৭‘A Christams Carol’ is a ___ by Charles Dickens.

(ক) ballad

(খ) sketch story

(গ) historical novel

(ঘ) Short Novel

উত্তরঃ ঘ। Short Novel

৭৮কোনটি অপাদান কারক?

(ক) গৃহনীনে গৃহ দাও

(খ) জিজ্ঞাসিব জনে জনে

(গ) ট্রেন স্টেশন ছেড়েছে

(ঘ) বনে বাঘ আছে

উত্তরঃ গ। ট্রেন স্টেশন ছেড়েছে

৭৯বাঁধনহারাকাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?

(ক) উপন্যাস

(খ) ভ্রমণ কাহিনী

(গ) নাটক

(ঘ) কবিতা

উত্তরঃ ক। উপন্যাস

৮০২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় কোনটি?

(ক) প্লাস্টিক দূষণকে পরাজিত করি

(খ) সবুজ বিশ্ব গড়ে তুলি

(গ) জলবায়ু উষ্ণতা প্রতিরোধ তহবিল গড়ি

(ঘ) জলবায়ু উষ্ণতাকে রুখে দেই

উত্তরঃ ক। প্লাস্টিক দূষণকে পরাজিত করি

৮১কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?

(ক) অজানা

(খ) কানাকানি

(গ) দোতলা

(ঘ) আশীবিষ

উত্তরঃ খ। কানাকানি

৮২‘There was a small reception following the wedding’. The word ‘following’ in the sentence above is a/an –

(ক) adjective

(খ) adverb

(গ) Preposition

(ঘ) noun

উত্তরঃ গ। Preposition

৮৩আগুনএর সমার্থক শব্দ কোনটি?

(ক) অনল

(খ) ভাতি

(গ) অংশ

(ঘ) জ্যোতি

উত্তরঃ ক। অনল

৮৪বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত?

(ক) ৩৫ বছর

(খ) ২০ বছর

(গ) ৩০ বছর

(ঘ) ২৫ বছর

উত্তরঃ ঘ। ২৫ বছর

৮৫কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন?

(ক) ১৯৩৪

(খ) ১৯৩১

(গ) ১৯৩৩

(ঘ) ১৯৩২

উত্তরঃ গ। ১৯৩৩

৮৬Which of the following words has been formed with a prefix?

(ক) authentic

(খ) amoral

(গ) amnesia

(ঘ) aspersions

উত্তরঃ খ। amoral

৮৭লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি?

(ক) Lieutenant

(খ) Leaftenant

(গ) Leiftenant

(ঘ) Lieaflenant

উত্তরঃ ক। Lieutenant

৮৮নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?

(ক) অনুচ্ছেদ ২৩

(খ) অনুচ্ছেদ ২২

(গ) অনুচ্ছেদ ২১

(ঘ) অনুচ্ছেদ ২৪

উত্তরঃ খ। অনুচ্ছেদ ২২

৮৯বাংলাদেশের ২০১৮১৯ অর্থ বছরে বাজেটে জিডিপির প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার কত?

(ক) ৮.০০ শতাংশ

(খ) ৭.২৮ শতাংশ

(গ) ৭.৮০ শতাংশ

(ঘ) ৭.৬৫ শতাংশ

উত্তরঃ গ। ৭.৮০ শতাংশ

৯০‘To be, or not to be – that is the question,’– is a famous soliloquy from —

(ক) Hamlet

(খ) Macbeth

(গ) King Lear

(ঘ) Othello

উত্তরঃ ক। Hamlet

৯১‘Geriatrics’ is the branch of medicine concerned with the diseases and care of —

(ক) old women

(খ) newly-weds

(গ) newborn babies

(ঘ) old people

উত্তরঃ ঘ। old people

৯২1/√2, 1, √2 – ধারাটির কোন পদ 82 হবে ?

(ক) ১২ তম পদ

(খ) ১১ তম পদ

(গ) ১০ তম পদ

(ঘ) ৯ তম পদ

উত্তরঃ ঘ। ৯ তম পদ

৯৩নিচের উপমাটি পূর্ণকারী শব্দ কোনটি ?

(ক) Flower

(খ) Tree

(গ) Twig

(ঘ) Branch

উত্তরঃ গ। Twig

৯৪প্রতাপাদিত্য কে ছিলেন?

(ক) রাজপুত রাজা

(খ) বাংলার শাসক

(গ) বাংলার বারো ভুঁইঞাদের একজন

(ঘ) মোঘল সেনাপতি

উত্তরঃ গ। বাংলার বারো ভুঁইঞাদের একজন

৯৫কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে?

(ক) আউশ

(খ) আনন

(গ) আষাঢ়

(ঘ) আয়না

উত্তরঃ খ। আনন

৯৬একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হলো দ্রব্যটির ক্রয়মূল্য

(ক) ২১০ টাকা

(খ) ২০০ টাকা

(গ) ১৬২ টাকা

(ঘ) ১৯৮ টাকা

উত্তরঃ খ। ২০০ টাকা

৯৭শিশু মৃত্যুর হার হ্রাসে সাফল্যের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি এ্যাওয়ার্ড অর্জ  করেছেন?

(ক) এমডিজি এ্যাওয়ার্ড- ২০১০

(খ) সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি

(গ) জাতিসংঘ শান্তি পুরস্কার

(ঘ) Planet 50-50

উত্তরঃ ক। এমডিজি এ্যাওয়ার্ড- ২০১০

৯৮‘Hand out’ এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে ?

(ক) হস্ত পত্র

(খ) প্রচার পত্র

(গ) জ্ঞাপনপত্র

(ঘ) তথ্য পত্র

উত্তরঃ গ। জ্ঞাপনপত্র

৯৯স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তিত্ব হলেন

(ক) সৈয়দ শামসুল হক

(খ) সৈয়দ আলী আহসান

(গ) শামসুর রাহমান

(ঘ) সতীন সরকার

উত্তরঃ ঘ। সতীন সরকার

১০০সাধু চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায় ?

(ক) বিশেষ্য ও ক্রিয়া

(খ) ক্রিয়া ও সর্বনাম

(গ) বিশেষণ ও ক্রিয়া

(ঘ) বিশেষ্য ও বিশেষণ পদে

উত্তরঃ ঘ। বিশেষ্য ও বিশেষণ পদে

Similar Posts

13 Comments

  1. I’m nnot that mhch oof a online reder tto bbe honest
    bbut your blogs really nice, keewp it up!
    I’ll go ahead andd bookmark youhr sitte to com bck down tthe road.
    Alll the best

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *