8th NTRCA College Preliminary Question with Answer

৮ম NTRCA College প্রিলিমিনারি প্রশ্ন

অংশুশব্দের সমার্থক শব্দ কোনটি?

(ক) কুটুম

(খ) দীপ্তি

(গ) দৃষ্টি

(ঘ) উজ্জ্বল

উত্তরঃ খ। দীপ্তি

সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের

(ক) অর্থ পরিবর্তিত হয়।

(খ) অর্থের অবনতি ঘটে

(গ) সৌন্দর্য হ্রাস পায়

(ঘ) সৌন্দর্য বৃদ্ধি পায়

উত্তরঃ ঘ। সৌন্দর্য বৃদ্ধি পায়

পৃথিবী শব্দের সমার্থক নয়

(ক) পৃথ্বী

(খ) মেদিনী

(গ) প্রাণদ

(ঘ) ধরিত্রী

উত্তরঃ গ। প্রাণদ

বাগধারা বা বান্ধিধি কোনো শব্দ বা শব্দগুচ্ছের

(ক) বিশেষ অর্থপ্রকাশ করে ।

(খ) আভিধানিক অর্থ প্রকাশ করে

(গ) আক্ষরিক অর্থ প্রকাশ করে

(ঘ) অতিরিক্ত অর্থ প্রকাশ করে ।

উত্তরঃ ক। বিশেষ অর্থপ্রকাশ করে ।

তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?

(ক) পরপদ

(খ) পুর্বপদ

(গ) উভয়পদ

(ঘ) অন্যপদ

উত্তরঃ ক। পরপদ

প্রান্তিক বিরাম চিন্হ কি?

(ক) কমা

(খ) ড্যাশ

(গ) সেমিকেলন

(ঘ) প্রশ্নচিহ্ন

উত্তরঃ ঘ। প্রশ্নচিহ্ন

সাধুভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন

(ক) রাজা মনি মোহন রায়

(খ) ঈশ্বরচন্দ্ৰ বিদ্যাসাগর

(গ) রাজা রামমোহন রায়

(ঘ) অক্ষয় কুমার দত্ত

উত্তরঃ খ। ঈশ্বরচন্দ্ৰ বিদ্যাসাগর

ভাবনা চিন্তাহীন কোন বাগধারাটির অর্থপ্রকাশ করে?

(ক) সুখের পায়রা

(খ) যক্ষের ধন

(গ) খোদার খাসি

(ঘ) বসন্তের কোকিল

উত্তরঃ গ। খোদার খাসি

ভাবের সার্থক সুসঙ্গত প্রসারণই

(ক) ভাবসম্প্রসারণ

(খ) গবেষণাপত্র

(গ) প্রতিবেদন

(ঘ) সারসংক্ষেপ

উত্তরঃ ক। ভাবসম্প্রসারণ

১০নিচের কোন বাক্যটি শুদ্ধ?

(ক) সূর্য উদয় হয়েছে?

(খ) তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।

(গ) যুক্ত খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি

(ঘ) বিধি লঙ্ঘন হয়েছে

উত্তরঃ গ। যুক্ত খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি

১১লঙ্কা বাটা এর সঠিক ব্যাস বাক্য কোনটি?

(ক) লঙ্কা ও বাটা

(খ) যা লঙ্কা তাই, বাটা

(গ) লঙ্কার বাটা

(ঘ) বাটা যে লঙ্কা

উত্তরঃ ঘ। বাটা যে লঙ্কা

১২. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে?

(ক) মাগধী প্রাকৃত

(খ) গৌড়ীয় প্রাকৃত

(গ) মহারাষ্ট্র প্রকৃত

(ঘ) অর্ধমাগধী প্রাকৃত

উত্তরঃ খ। গৌড়ীয় প্রাকৃত

১৩কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস?

(ক) মৌমাছি

(খ) মহাজন

(গ) গুরুদেব

(ঘ) কাঁচামিঠে

উত্তরঃ গ। গুরুদেব

১৪সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বা মিলন বোঝালে কোন সমাস হয়?

(ক) দ্বিগু

(খ) অব্যয়ীভাব

(গ) বহুবীহি

(ঘ) কর্মধারয়

উত্তরঃ ক। দ্বিগু

১৫উদ্ধত্যশব্দের বিপরীত শব্দ কী?

(ক) সরল

(খ) বিনয়

(গ) মহানুভব

(ঘ) জ্ঞানী

উত্তরঃ খ। বিনয়

১৬সাধুরীতিতে কোন পদটি দীর্র্ঘরূপ হয় না?

(ক) বিশেষ্য

(খ) অব্যয়

(গ) সর্বনাম

(ঘ) ক্রিয়া

উত্তরঃ খ। অব্যয়

১৭যে সকল পদের সমন্বয়ে সমাস হয় তাকে কি বলে?

(ক) সমস্ত পদ

(খ) পূর্বপদ

(গ) উভয়পদ

(ঘ) সমস্যমান পদ

উত্তরঃ ঘ। সমস্যমান পদ

১৮যতই পরিশ্রম করবে ততই ফল পাবে

(ক) জটিল বাক্য

(খ) নির্দেশক বাক্য

(গ) সরল বাক্য

(ঘ) যৌগিক বাক্য

উত্তরঃ ক। জটিল বাক্য

১৯হরতালকি ধরণের শব্দ ?

(ক) তুর্ক

(খ) গুজরাট

(গ) চীনা

(ঘ) পাঞ্জাবি

উত্তরঃ খ। গুজরাট

২০সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে বলা হয়

(ক) উপমান কর্মধারয়

(খ) রূপক কর্মধারয়

(গ) উপমিত কর্মধারয়

(ঘ) মধ্যপদলোপী কর্মধারয়

উত্তরঃ গ। উপমিত কর্মধারয়

২১ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনিএক কথায় কী হবে?

(ক) ঐতিহাসিক

(খ) ইতিহাসবিদ

(গ) ইতিহাস রচয়িতা

(ঘ) ইতিহাসবেত্তা

উত্তরঃ ঘ। ইতিহাসবেত্তা

২২বাক্যে এক পদের পর অন্যপদ শোনার ইচ্ছাকে কী বলে?

(ক) আসক্তি

(খ) আকাঙ্ক্ষা

(গ) যোগ্যতা

(ঘ) আসত্তি

উত্তরঃ খ। আকাঙ্ক্ষা

২৩একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলা হয়

(ক) শিরোনাম

(খ) পত্রগর্ভ

(গ) সম্ভাষণ

(ঘ) মূল বক্তব্য

উত্তরঃ ক। শিরোনাম

২৪ভাষার মূল উপকরণ কী?

(ক) ধ্বনি

(খ) শব্দ

(গ) বর্ণ

(ঘ) বাক্য

উত্তরঃ ঘ। বাক্য

২৫বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?

(ক) দুইটি

(খ) তিনটি

(গ) চারটি

(ঘ) পাঁচটি

উত্তরঃ ঘ। পাঁচটি

২৬Which one is the correct passive form of the sentence ‘Let Rahim tell the truth’

(ক) Let the truth be told by him

(খ) Let the truth be told by Rahim

(গ) Let the truth is told by Rahim

(ঘ) Let Rahim the truth be told

উত্তরঃ খ। Let the truth be told by Rahim

২৭Choose the right Bangla translation ‘It is now fifteen minutes past four’

(ক) এখন চারটা বেজে পাঁচ মিনিট।

(খ) এখন চারটা বাজতে পাঁচ মিনিট।

(গ) এখন চারটা বাজতে পনের মিনিট

(ঘ) এখন চারটা বেজে পনের মিনিট

উত্তরঃ ঘ। এখন চারটা বেজে পনের মিনিট

২৮Your conduct admits – no excuse.

(ক) To

(খ) for

(গ) of

(ঘ) off

উত্তরঃ গ। of

২৯Choose the correct English translation of ‘ফেন দিয়ে ভাত খায়, গল্প করে দই

(ক) Big boast, small roast

(খ) Small boast, big roast

(গ) Ill got ill spent

(ঘ) Pride goeth before fall.

উত্তরঃ ক। Big boast, small roast

৩০Mukta knows-sing.

(ক) how to

(খ) well to

(গ) to

(ঘ) herself to

উত্তরঃ ক। how to

৩১Synonym of ‘Candi’ is –

(ক) Devious

(খ) cordial

(গ) artful

(ঘ) frank

উত্তরঃ খ। cordial

৩২The main idea of a paragraph lies in its-

(ক) first sentence

(খ) body

(গ) topic sentence

(ঘ) conclusion

উত্তরঃ গ। topic sentence

৩৩Hardly had he entered the room when electricity–

(ক) went off

(খ) went of

(গ) went away

(ঘ) went out

উত্তরঃ ক। went off

৩৪A report is usually written in-

(ক) direct speech

(খ) indirect speech

(গ) short speech

(ঘ) implicit language

উত্তরঃ ঘ। implicit language

৩৫What is the antonym of Zeal?

(ক) interest

(খ) enthusiasm

(গ) Apathy

(ঘ) sympathy

উত্তরঃ গ। Apathy

৩৬Linkers are used in–

(ক) Report

(খ) Paragraph

(গ) Short story

(ঘ) Essay

উত্তরঃ ক। Report

৩৭Which one is the correct sentence?

(ক) I am senior to Rahim.

(খ) I am more senior to Rahim.

(গ) I am senior than Rahim.

(ঘ) I am more senior than Rahim.

উত্তরঃ খ। I am more senior to Rahim.

৩৮Which one of the following options is needed to complete the sentence: I don’t mind _ a cup of tea.

(ক) to take

(খ) taking

(গ) took

(ঘ) for taking

উত্তরঃ গ। took

৩৯Choose the right form of verb in the bracket: If you wanted, I (help) you.

(ক) will help

(খ) would helped

(গ) would help

(ঘ) would have helped

উত্তরঃ গ। would help

৪০What is the noun form of the word ‘save’?

(ক) safety

(খ) Savage

(গ) secured

(ঘ) suggest

উত্তরঃ ক। safety

৪১Select the correct preposition to complete the sentence: went-great sufferings.

(ক) On

(খ) for

(গ) with

(ঘ) through

উত্তরঃ ঘ। through

৪২Choose the correct sentence ‘We should inform the police of the theft.

(ক) We must inform the theft of the police

(খ) We must inform the theft for the police

(গ) We should inform the police by the theft.

(ঘ) We should inform the police of the theft.

উত্তরঃ ঘ। We should inform the police of the theft.

৪৩Which of the following is the correct indirect form of the given direct speech:

(ক) He said to me How long will you carry me?

(খ) He asked me how long he would carry me.

(গ) He asked me how long I will carry me.

(ঘ) He asked me how long would he carry me

উত্তরঃ গ। He asked me how long I will carry me.

৪৪Choose the adjective of the word ‘Contribution’

(ক) Contributative

(খ) Contributory

(গ) Contributional

(ঘ) Contribute

উত্তরঃ গ। Contributional

৪৫।  Choose the correct tag question of the following sentence. Let me see, the bus goes as ten past,___?

(ক) doesn’t it

(খ) shall we

(গ) will you

(ঘ) don’t we

উত্তরঃ খ। shall we

৪৬He has come here with a view to (negotiate) with me.

(ক) negotiate

(খ) negotiating

(গ) negotiates

(ঘ) negotiated

উত্তরঃ খ। negotiating

৪৭Choose the correct linking word to fill in the gap. You may accept the job on offer __ you may wait for a better job.

(ক) till

(খ) until

(গ) or

(ঘ) but

উত্তরঃ ক। till

৪৮The client lodged a complaint-the cashier.

(ক) for

(খ) with

(গ) against

(ঘ) by

উত্তরঃ গ। against

৪৯Select the correct English translation of ‘তিনি পদত্যাগ করেছেন

(ক) He has resigned of his post.

(খ) He has resigned from his post

(গ) He has been resigned his post

(ঘ) He has resigned his post.

উত্তরঃ ঘ। He has resigned his post.

৫০How many parts are there in a paragraph?

(ক) One

(খ) two

(গ) three

(ঘ) four

উত্তরঃ গ। three

৫১শতকরা বার্ষিক কত হারে সুদে কোন আসল ১০ বছরে সুদে মুলে তিনগুন হবে?

(ক) ২০%

(খ) ১৫%

(গ) ১২%

(ঘ) ১০%

উত্তরঃ ক। ২০%

৫২যদি A এবং B দুইটি সেট হয় তবে A B (A U B) = কত?

(ক) A U B

(খ) A ∩ B

(গ) B

(ঘ) A

উত্তরঃ ঘ। A

৫৩x+2y=4 এবং x/y=2 হলে , x এর মান কত?

(ক) 0

(খ) 12

(গ) 2

(ঘ) 1

উত্তরঃ গ। 2

৫৪ত্রিভুজ ABC- BC বাহূকে D পর্যন্ত বাড়ানো হলো। <A=60°, <B= 90° হলে, <CAD =?

(ক) 150°

(খ) 90°

(গ) 120°

(ঘ) 160°

উত্তরঃ ক। 150°

৫৫ত্রিভুজ ABC এর BC = CA = AB = 5 সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

(ক) 25√3 / 4

(খ) 25√3 / 6

(গ) 25√3 / 2

(ঘ) 25√3 / 7

উত্তরঃ ক। 25√3 / 4

৫৬sinx2 21° + sin269 =কত?

(ক) -1

(খ) 1/2

(গ) 1/√2

(ঘ) 1

উত্তরঃ ঘ। 1

৫৭2 n – 4.2n-2 = কত?

(ক) 2n-1

(খ) 2n+1

(গ) 3

(ঘ) 2n

উত্তরঃ খ। 2n+1

৫৮(√3×√5)4এর মান কত?

(ক) 30

(খ) 60

(গ) 225

(ঘ) 115

উত্তরঃ গ। 225

৫৯4a2+ 9b 2রাশিটির সাথে কত জোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে ?

(ক) 12ab

(খ) 6ab

(গ) 18ab

(ঘ) 24ab

উত্তরঃ ক। 12ab

৬০¾ , 4/5 এবং 5/6 এর . সা . গু কত হবে?

(ক) 60

(খ) 30

(গ) 1/60

(ঘ) 1/30

উত্তরঃ গ। 1/60

৬১দুইটি সংখ্যার অনুপাত : এবং তাদের .সা.গু ১৮০ হলে , বড় সংখ্যাটি কত?

(ক) ৪০

(খ) ৫০

(গ) ৭০

(ঘ) ৬০

উত্তরঃ ঘ। ৬০

৬২log16√2 = কত ?

(ক) 6

(খ) 8

(গ) 9

(ঘ) 4

উত্তরঃ গ। 9

৬৩x3 -x- 6 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি ?

(ক) (x+2) (x2 + 2x+3)

(খ) (x-2) (x2 – 2x+3)

(গ) (x-2) (x2 +2x+3)

(ঘ) (x+2) (x2 -2x+3)

উত্তরঃ গ। (x-2) (x2+2x+3)

৬৪x=√3+√2 হলে , x2 +1/x2 এর মান কত?

(ক) 10

(খ) 9

(গ) 12

(ঘ) কোনটিই নয়

উত্তরঃ ক। 10

৬৫যদি 3x+2 =81 হয় তবে 3x-2 = কত?

(ক) 0

(খ) 1

(গ) 3

(ঘ) 4

উত্তরঃ খ। 1

৬৬একটি আয়তক্ষেত্র এর প্রস্থ অপেক্ষা দৈর্ঘ মিটার বেশি। পরিসীমা ৫৬ মিটার হলে ক্ষেত্রফল কত ?

(ক) ১৮২ বর্গমিটার

(খ) ১৯২ বর্গমিটার

(গ) ১৮৬ বর্গমিটার

(ঘ) ১৯৬ বর্গমিটার

উত্তরঃ খ। ১৯২ বর্গমিটার

৬৭সবচেয়ে বড় সংখ্যা কোনটি ?

(ক) 0.0099

(খ) 9/100

(গ) 9/1000

(ঘ) 0.100

উত্তরঃ ঘ। 0.100

৬৮ হতে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি হবে ?

(ক) ৮টি

(খ) ৭ টি

(গ) ৯ টি

(ঘ) ১০টি

উত্তরঃ ক। ৮টি

৬৯3x-4y=10 এবং 6x-8y=18 এর সমাধান সেট কত হবে ?

(ক) (0, -5/2)

(খ) (3, 0)

(গ) (2, 1)

(ঘ) কোনটিই নয়

উত্তরঃ ঘ। কোনটিই নয়

৭০y-4ax=0 সমীকরণ দ্বারা কি বুঝায় ?

(ক) পরাবৃত্ত

(খ) অধিবৃত্ত

(গ) মূল বিন্দুগামী সরলরেখা

(ঘ) কোনটি নয়

উত্তরঃ গ। মূল বিন্দুগামী সরলরেখা

৭১tanθ =3/4 হলে cosecθ এর মান কত ?

(ক) 3/5

(খ) 4/3

(গ) 5/4

(ঘ) 5/3

উত্তরঃ ঘ। 5/3

৭২log2√5 400 = x হলে x এর মান কত ?

(ক) 400

(খ) 4

(গ) 10

(ঘ) 2√5

উত্তরঃ খ। 4

৭৩x-y=1 , xy = 56 হলে x+y=কত ?

(ক) 15

(খ) 16

(গ) 225

(ঘ) 221

উত্তরঃ ক। 15

৭৪p এবং q বিজোড় সংখ্যা হলে নিম্নে কোন রাশিটি জোড় সংখ্যা হবে ?

(ক) P+q+1

(খ) p+q-1

(গ) p+q

(ঘ) কোনটিই নয়

উত্তরঃ গ। p+q

৭৫ABCD সামন্তরিকের DC ভূমিকে E প্রর্যন্ত বর্ধিত করা হল, <BAD=100° হলে <BCE কত ?

(ক) 60°

(খ) 90°

(গ) 80°

(ঘ) 100°

উত্তরঃ গ। 80°

৭৬মুক্তিযুদ্ধের সংরক্ষিত স্থানশহীদ সাগরকোথায় অবস্থিত ?

(ক) বরগুনা

(খ) নাটোর

(গ) নোয়াখালী

(ঘ) খুলনা

উত্তরঃ খ। নাটোর

৭৭বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী কে?

(ক) শিরিন সুলতানা

(খ) তানজিলা নিশাত

(গ) ওয়াসফিয়া নাজনীন

(ঘ) নিশাত মজুমদার

উত্তরঃ ঘ। নিশাত মজুমদার

৭৮মুক্তির গান চলচিত্র কে পরিচালনা করেছেন ?

(ক) জহির রায়হান

(খ) আলমগীর কবীর

(গ) তারেক মাসুদ

(ঘ) গীতা মেহতা

উত্তরঃ গ। তারেক মাসুদ

৭৯২০১২ সালের জি সম্মেলন কততম ?

(ক) ৩৮ তম

(খ) ৩৫ তম

(গ) ৩৯ তম

(ঘ) ২৬ তম

উত্তরঃ ক। ৩৮ তম

৮০কোন সালে বাংলা একাডেমী প্রতিষ্টিত হয়?

(ক) ১৯৫৫ সালে

(খ) ১৯৪৮ সালে

(গ) ১৯৫২ সালে

(ঘ) ১৯৬৯ সালে

উত্তরঃ ক। ১৯৫৫ সালে

৮১ব্রাদারহুড কোন দেশের রাজনৈতিক দল

(ক) পাকিস্তান

(খ) মিশর

(গ) সিরিয়া

(ঘ) ভারত

উত্তরঃ খ। মিশর

৮২নিম্নের কোন দেশের সাথে ইসরাইলের কুটনেতিক সম্পর্ক রয়েছে?

(ক) জর্ডান

(খ) ইরাক

(গ) ভারত

(ঘ) ইরান

উত্তরঃ গ। ভারত

৮৩যুক্তরাষ্ট্র তে কত সালে দাস প্রথা বিলুপ্ত হয়

(ক) ১৮৬৩ সালে

(খ) ১৮৬২ সালে

(গ) ১৮৬৪ সালে

(ঘ) ১৮৬৫ সালে

উত্তরঃ ক। ১৮৬৩ সালে

৮৪বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়

(ক) ৬ জুন

(খ) ৫ মে

(গ) ৬ মে

(ঘ) ৫ জুন

উত্তরঃ ঘ। ৫ জুন

৮৫সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?

(ক) ঢাকা

(খ) করাচী

(গ) কাঠমাণ্ডু

(ঘ) থিম্পু

উত্তরঃ গ। কাঠমাণ্ডু

৮৬সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে?

(ক) হেমন্ত সেন

(খ) ধর্মপাল

(গ) গোপাল

(ঘ) শশাংক

উত্তরঃ খ। ধর্মপাল

৮৭কোন বিভাগে জেলার সংখ্যা সর্বোচ্চ?

(ক) ঢাকা

(খ) চট্টগ্রাম

(গ) রাজশাহী

(ঘ) খুলনা

উত্তরঃ ক। ঢাকা

৮৮বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কততম?

(ক) ১১তম

(খ) ১২তম

(গ) ১০তম

(ঘ) ১৩তম

উত্তরঃ খ। ১২তম

৮৯নিম্নের কোন দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই?

(ক) লাওস

(খ) সোমালিয়া

(গ) তাইওয়ান

(ঘ) কিউবা

উত্তরঃ গ। তাইওয়ান

৯০নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?

(ক) ইউরিয়া

(খ) টিএসপি

(গ) সবুজ সার

(ঘ) মিউরেট অব পটাশ

উত্তরঃ ক। ইউরিয়া

৯১ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?

(ক) ১৯০৫ সালে

(খ) ১৯১১ সালে

(গ) ১৯৩৫ সালে

(ঘ) ১৯২১ সালে

উত্তরঃ ঘ। ১৯২১ সালে

৯২চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে?

(ক) লর্ড মাউন্টব্যাটেন

(খ) লর্ড ক্লাইভ

(গ) লর্ড মিন্টে

(ঘ) লর্ড কর্নওয়ালিস

উত্তরঃ ঘ। লর্ড কর্নওয়ালিস

৯৩জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা

(ক) IUCN

(খ) UNOCC

(গ) IPCC

(ঘ) SANDEE

উত্তরঃ গ। IPCC

৯৪শ্বেত বামন বা (white Dwarf ) হচ্ছে

(ক) ইউরোপের একটি উপজাতি

(খ) একটি উপন্যাস

(গ) মৃত্যুতারা

(ঘ) একটি পাহাড়ের নাম

উত্তরঃ গ। মৃত্যুতারা

৯৫মানুষের রক্তে শ্বেত কণিকা লোহিত কণিকার অনুপাত কত?

(ক) ১:১০০

(খ) ১:৭০০

(গ) ১:৫০০

(ঘ) ১:১২০

উত্তরঃ খ। ১:৭০০

৯৬গাছের পাতা বেগুনি রং ধারণ করে কোন কারণে?

(ক) লৌহের অভাবে

(খ) ফসফরাস এর অভাবে

(গ) গ্লুকোজের অভাবে

(ঘ) কোনটিই নয়

উত্তরঃ খ। ফসফরাস এর অভাবে

৯৭প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?

(ক) অ্যাডা অগাস্ট

(খ) চার্লস ব্যাবেজ

(গ) বিল গেটস

(ঘ) কেউ নয়

উত্তরঃ ক। অ্যাডা অগাস্ট

৯৮ওয়াল স্ট্রীট কোথায় অবস্থিত?

(ক) ওয়াশিংটন

(খ) চীন

(গ) নিউইয়র্ক

(ঘ) লন্ডন

উত্তরঃ গ। নিউইয়র্ক

৯৯থাইল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কি?

(ক) থাকসিন সিনাওয়াত্রা

(খ) ভূমিবল

(গ) লুরা সিনচিলা

(ঘ) ইংলাক সিনাওয়াত্রা

উত্তরঃ ঘ। ইংলাক সিনাওয়াত্রা

১০০জাপানের পার্লামেন্টের নাম কি?

(ক) নেসোট

(খ) ডায়েট

(গ) কোকেটিং

(ঘ) মিরামি

উত্তরঃ খ। ডায়েট

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *