7th NTRCA College Preliminary Question with Answer

৭ম NTRCA College প্রিলিমিনারি প্রশ্ন

Which word is both a noun and a verb?

(ক) believe

(খ) advise

(গ) maker

(ঘ) water

উত্তরঃ ঘ। water

Which one is the correct passive form of the sentence’ Buy me a shirt’?

(ক) Let a shirt be bought

(খ) Let Be A Shirt Be Bought

(গ) Let Be Shirt Be Bought

(ঘ) Let a shirt be bought for me

উত্তরঃ ঘ। Let a shirt be bought for me

ছেলেটি দেখতে তার বাবার মত Which is the connect English translation?

(ক) Theboy looks after his father

(খ) The boy resembles after his father

(গ) The boy takes after his fathere

(ঘ) Theboy looks like his father

উত্তরঃ গ। The boy takes after his fathere

He – home last Monday.

(ক) left

(খ) has left

(গ) had left

(ঘ) has leave

উত্তরঃ ক। left

Which one is a collective noun?

(ক) gang

(খ) Friendship

(গ) doctor

(ঘ) honesty

উত্তরঃ ক। gang

Choose the correct sentence

(ক) He is temper

(খ) He is in tempers

(গ) He is in the temper

(ঘ) He is in a temper

উত্তরঃ ঘ। He is in a temper

Choose the correct sentence:

(ক) I finished my duty, amn’t I?

(খ) I finished my duty, didn’t I

(গ) I finished my duty, did I ?

(ঘ) I finished my duty, don’t I?

উত্তরঃ খ। I finished my duty, didn’t I

Choose the correct translation of: There is a little milk in the cup

(ক) পেয়ালায় দুধ নেই বললেই চলে

(খ) পেয়ালায় দুধ নেই

(গ) পেয়ালায় অল্প দুধ আছে.

(ঘ) পেয়ালায় একটুখানি দুধ নেই

উত্তরঃ গ। পেয়ালায় অল্প দুধ আছে.

It is high time he (change) his bad habits.

(ক) changed

(খ) has changed

(গ) Changing

(ঘ) has been changing

উত্তরঃ ক। changed

১০What is the synonym of the word Redemption?

(ক) Forbidden

(খ) assumption

(গ) salvation

(ঘ) award

উত্তরঃ গ। salvation

১১In which form of writing is it needed to mention the date and place of writing?

(ক) Paragraph

(খ) Essay

(গ) Novel

(ঘ) Report

উত্তরঃ ঘ। Report

১২How many paragraphs are the are in a paragraph?

(ক) One

(খ) Two

(গ) Three

(ঘ) Four

উত্তরঃ ক। One

১৩Choose the right Bangla translation of “He come off with flying colours”

(ক) তিনি উড়ন্ত রং নিয়ে এসেছিলেন

(খ) তিনি রং ছিটাতে ছিটাতে এসেছিলেন

(গ) তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন।

(ঘ) বিজয়ের গৌরব নিয়ে তিনি উড়ে এসেছিলেন

উত্তরঃ গ। তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন।

১৪What is the antonym of the word ‘Punishment’?

(ক) reward

(খ) crime

(গ) Prize

(ঘ) presentation

উত্তরঃ ক। reward

১৫Choose the correct passive form of the sentence. ‘His conduct annoyed me.’

(ক) I was annoyed to his conduct

(খ) I was annoyed at his conduct

(গ) I was annoyed by his conduct

(ঘ) I was annoyed with his conduct

উত্তরঃ খ। I was annoyed at his conduct

১৬কখনো অপরের নিন্দা করো না” – Choose the correct English translation:

(ক) Never tell bad of others

(খ) Never speak ill of others

(গ) Never tell sick of others

(ঘ) Never speak evil of others

উত্তরঃ খ। Never speak ill of others

১৭I am looking forward to (receive) your letter.

(ক) Receive

(খ) for receiving

(গ) received

(ঘ) receiving

উত্তরঃ ঘ। receiving

১৮The Arabian Nights (be) my favourite book.

(ক) is

(খ) are

(গ) has

(ঘ) were

উত্তরঃ ক। is

১৯The adjective of the word authority is:

(ক) Authorize

(খ) authoritative

(গ) authoritatively

(ঘ) author

উত্তরঃ খ। authoritative

২০‘Hardly go out after dusk’ The correct Bangla translation is:

(ক) আমি সন্ধ্যার পর পরেই বাইরে যাই

(খ) আমি সন্ধ্যার পর প্রায়ই বাইরে যাই

(গ) আমি সন্ধ্যার পর কদাচিৎ বাইরে যাই

(ঘ) আমি সন্ধ্যার পর মােটেও বাইরে যাই না।

উত্তরঃ গ। আমি সন্ধ্যার পর কদাচিৎ বাইরে যাই

২১Identify the correct sentence from the options

(ক) She prefers dancing more than singing

(খ) She prefers to dance than to sing

(গ) She prefers dance to sing

(ঘ) She prefers dancing to singing

উত্তরঃ ঘ। She prefers dancing to singing

২২Which of the following is the correct indirect form of the given direct speech : Who are you and what do you want? He said to me.

(ক) He asked me who was and what did I want

(খ) He asked me who I was and what I wanted

(গ) He asked to me who were you and what did you want

(ঘ) He told me who you are and what you want

উত্তরঃ খ। He asked me who I was and what I wanted

২৩He kept on (sing) as he passed.

(ক) singing

(খ) to sing

(গ) to have sung

(ঘ) sang

উত্তরঃ ক। singing

২৪Man has been used as a verb in :

(ক) He shouted at the man

(খ) no man is infalliaole

(গ) He is a worthy man

(ঘ) The captain has to man the ship carefully

উত্তরঃ ঘ। The captain has to man the ship carefully

২৫The flight will take off_that the weather is good.

(ক) If

(খ) unless

(গ) provided

(ঘ) until

উত্তরঃ গ। provided

২৬তেপান্তর কোন সমাসের উদাহরণ?

(ক) অব্যয়ীভাব

(খ) দ্বিগু

(গ) নিত্য সমাস

(ঘ) বহুবীহি

উত্তরঃ খ। দ্বিগু

২৭উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমাস বলে?

(ক) উপমান

(খ) উপমিত

(গ) কর্মধারয়

(ঘ) উপপদ তৎপুরুষ

উত্তরঃ খ। উপমিত

২৮কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ

(ক) প্রভাত

(খ) স্বজন

(গ) বিমনা

(ঘ) নির্বিঘ্ন

উত্তরঃ গ। বিমনা

২৯হাতি শব্দের সমর্থক নয় কোনটি ?

(ক) উরগ

(খ) কুঞ্জর

(গ) বারন

(ঘ) হস্তী

উত্তরঃ ক। উরগ

৩০কোরকশব্দের সমাৰ্থক শব্দ কোনটি?

(ক) কুঁড়ি

(খ) কৃতকর্ম

(গ) কড়ি

(ঘ) কুহক

উত্তরঃ ক। কুঁড়ি

৩১বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না

(ক) বাক্যের অর্থ সহজভাবে বোঝাতে

(খ) বক্তার মেজাজকে স্পষ্ট করতে

(গ) শ্বাস বিরতির জায়গা দেখাতে

(ঘ) বাক্যকে অলংকৃত করতে

উত্তরঃ খ। বক্তার মেজাজকে স্পষ্ট করতে

৩২গৌরচন্দ্ৰকা বাগধারাটি কোন অৰ্থেব্যবহৃত হয়?

(ক) বাড়তি বোঝা

(খ) রূপের মোহ

(গ) ভূমিকা

(ঘ) ফিটফাট

উত্তরঃ গ। ভূমিকা

৩৩মেঘশব্দের সমার্থক শব্দ কোনটি?

(ক) বারীদ

(খ) পাথার

(গ) অটবি

(ঘ) সলিল

উত্তরঃ ক। বারীদ

৩৪সোম শব্দের অর্থ কী?

(ক) কান্তি

(খ) শৈল

(গ) মিত্র

(ঘ) বিধু

উত্তরঃ ঘ। বিধু

৩৫নিচের কোন বাক্যটি শুদ্ধ?

(ক) তার বৈমাত্রেয় সহাদর অসুস্থ

(খ) চোৱ টি সব মালসুদ্ধ ধরা পড়েছে

(গ) সমুদয় পক্ষীই নীড় বাঁধে

(ঘ) দশচক্রে ঈশ্বর ভূত

উত্তরঃ গ। সমুদয় পক্ষীই নীড় বাঁধে

৩৬প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে বস্তুটিকে বলা হয়

(ক) উপমান

(খ) রূপক

(গ) উপমেয়

(ঘ) উপমিত

উত্তরঃ খ। রূপক

৩৭কাচামিঠা এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

(ক) যা কাঁচা তাই মিঠা

(খ) কাঁচা ও মিঠা

(গ) কাঁচা হয়েও মিঠা

(ঘ) কাঁচা যে মিঠা

উত্তরঃ ক। যা কাঁচা তাই মিঠা

৩৮সমাস নিষ্পন্ন পদকে কি বলে ?

(ক) সমস্যমান পদ

(খ) সমস্ত পদ

(গ) ব্যাস বাক্য

(ঘ) বিগ্রহ বাক্য

উত্তরঃ খ। সমস্ত পদ

৩৯একটি পত্রের প্রধান অংশ কয়টি?

(ক) তিনটি

(খ) চারটি

(গ) পাঁচটি

(ঘ) দুইটি

উত্তরঃ ঘ। দুইটি

৪০বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত?

(ক) ইন্দ-ইউরোপীয়

(খ) দ্রাবিড়

(গ) দক্ষিণ পুর্ব এশীয়

(ঘ) ইউরালীয়

উত্তরঃ ক। ইন্দ-ইউরোপীয়

৪১শুদ্ধ বানান গুচ্ছ নির্ণয় করুন

(ক) শষ্য, ভুবন, শ্ৰদ্ধাঞ্জলি

(খ) সমীচীন, সুষ্ঠ, সাক্ষরতা

(গ) মুখস্থ, মন্ত্রীসভা, ব্রাহ্মন

(ঘ) আকাঙ্ক্ষা, গ্রামীণ, দারিদ্র্য

উত্তরঃ ঘ। আকাঙ্ক্ষা, গ্রামীণ, দারিদ্র্য

৪২শুদ্ধ বানান কোনটি?

(ক) দোর্গা

(খ) দোর্গ

(গ) দূর্বল

(ঘ) দুরন্ত

উত্তরঃ ঘ। দুরন্ত

৪৩বিদ্যান মুর্থ অপেক্ষা শ্ৰেষ্ঠতর বাক্যটির শুদ্ধরূপ কোনটি?

(ক) বিদ্যান মূর্খ অপেক্ষা শ্ৰেষ্ঠ

(খ) বিদ্বান মূর্খ অপেক্ষা শ্ৰেষ্ঠতর।

(গ) বিদ্বান মূর্খ অপেক্ষা শ্ৰেষ্ঠ

(ঘ) বিদ্বান অপেক্ষা মূর্খ শ্ৰেষ্ঠ

উত্তরঃ গ। বিদ্বান মূর্খ অপেক্ষা শ্ৰেষ্ঠ

৪৪স্বেচ্ছাচারী ব্যক্তি কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে?

(ক) বুদ্ধির ঢেকি

(খ) পোয়া বারো

(গ) ধর্মের ষাঁড়

(ঘ) রাহুর দশা

উত্তরঃ গ। ধর্মের ষাঁড়

৪৫কোনটি সাধুরীতির শব্দ?

(ক) আজ

(খ) জোসনা

(গ) মিনতি

(ঘ) জল

উত্তরঃ খ। জোসনা

৪৬একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে মাঝখানে কোন চিন্হ ?

(ক) হাইফেন

(খ) সেমিকোলন

(গ) ড্যাশ

(ঘ) কমা

উত্তরঃ খ। সেমিকোলন

৪৭দ্বিগু সমাসে কোন পদ প্রধান?

(ক) পরপদ

(খ) অন্য পদ

(গ) উভয় পদ

(ঘ) উভয়

উত্তরঃ ক। পরপদ

৪৮নবপৃথিবীএর সঠিক ব্যাসবাক্য কোনটি?

(ক) নব ও পৃথিবী

(খ) নব পৃথিবী যার

(গ) নব যে পৃথিবী

(ঘ) নব পৃথিবীর ন্যায়

উত্তরঃ গ। নব যে পৃথিবী

৪৯শুদ্ধ বানান কোনটি?

(ক) শান্তনা

(খ) শান্তণা

(গ) সান্তনা

(ঘ) সান্ত্বনা

উত্তরঃ ঘ। সান্ত্বনা

৫০সাধু চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়

(ক) সম্বোধন পদ

(খ) অব্যয়

(গ) সর্বনাম

(ঘ) ক্রিয়া

উত্তরঃ খ। অব্যয়

৫১বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ কোনটি

(ক) চীন

(খ) যুক্তরাষ্ট্র

(গ) জাপান

(ঘ) ভারত

উত্তরঃ ক। চীন

৫২কঙ্গোর রাজধানী কোনটি?

(ক) রুয়াল্ড

(খ) জাম্বিয়া

(গ) লুসাকা

(ঘ) কিনসাসা

উত্তরঃ ঘ। কিনসাসা

৫৩বাংলাদেশের গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় নোয়াখালীর কোম্পানীগঞ্জের

(ক) সুন্দরপুর

(খ) হামছাপুর

(গ) সুন্দলপুর

(ঘ) জয়পুর

উত্তরঃ গ। সুন্দলপুর

৫৪মহিলা বিশ্বকাপ ফুটবল২০১১ বিজয়ী কোন দেশ?

(ক) জাপান

(খ) অস্ট্রেলিয়া

(গ) কানাডা

(ঘ) চীন

উত্তরঃ ক। জাপান

৫৫ইন্টারনেটের জনক কে?

(ক) Vinton Gray Cerf

(খ) Vinton Gray

(গ) Bill Gates

(ঘ) Charles Babej

উত্তরঃ ক। Vinton Gray Cerf

৫৬ফেয়ার ফ্যাক্স কি?

(ক) উন্নয়ন সংস্থা

(খ) N.G.O

(গ) তথ্য আদান প্রদান সন্থা

(ঘ) গোয়েন্দা সংস্থা

উত্তরঃ ঘ। গোয়েন্দা সংস্থা

৫৭বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয় কোন দিন?

(ক) ৬ সেপ্টেম্বর

(খ) ৮ সেপ্টেম্বর

(গ) ৭ সেপ্টেম্বর

(ঘ) ৯ সেপ্টেম্বর

উত্তরঃ খ। ৮ সেপ্টেম্বর

৫৮নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী কে?

(ক) শিরিন সুলতানা

(খ) সালমা বেগম

(গ) শিরিন এবাদি

(ঘ) বেনজীর ভুট্টো

উত্তরঃ গ। শিরিন এবাদি

৫৯দুই মহাদেশে অবস্থিত নগরী কোনটি?

(ক) ইস্তাম্বুল

(খ) কায়রো

(গ) হ্যামারফাস্ট

(ঘ) ট্রয়নগরী

উত্তরঃ ক। ইস্তাম্বুল

৬০সুনামীর কারণ হলো

(ক) আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

(খ) ঘূর্ণিঝড়

(গ) সমুদ্রতলের ভূমিকম্প

(ঘ) চন্দ্র ও সূর্যের আকর্ষণ

উত্তরঃ গ। সমুদ্রতলের ভূমিকম্প

৬১রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্নি বের হয় তা

(ক) রঞ্জন রশ্মি

(খ) বিটা রশ্মি

(গ) কসমিক রশ্মি

(ঘ) গামা রশ্মি

উত্তরঃ ঘ। গামা রশ্মি

৬২তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে দেশের প্রথম হাইটেক পার্ক (Hi-Tech Park) কোথায় অবস্থিত?

(ক) ঢাকা জেলার সাভার

(খ) গাজীপুর জেলার কালিয়াকৈর

(গ) সিলেট জেলার বিয়ানীবাজার

(ঘ) চট্টগ্রাম জেলার রাউজান

উত্তরঃ খ। গাজীপুর জেলার কালিয়াকৈর

৬৩কে প্রমাণ করেণ যে অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া জ্বরের জন্য দায়ী?

(ক) স্যার আইজ্যাক নিউটন

(খ) এডিসন

(গ) স্যার রোনাল্ড রস

(ঘ) লুই পাস্তুর

উত্তরঃ গ। স্যার রোনাল্ড রস

৬৪ম্যালেরিয়ার ঔষধ কুইনিন কোন গাছ থেকে পাওয়া যায়?

(ক) সিনকোনা

(খ) পাথরকুচি

(গ) নীম গাছ

(ঘ) তুলসী গাছ

উত্তরঃ ক। সিনকোনা

৬৫বাংলাদেশের দ্বিতীয় এভারেস্ট বিজয়ী কে?

(ক) মুসা ইব্রাহীম

(খ) মোহাম্মদ আবদুল মোহিত

(গ) মুহিত ইব্রাহিম

(ঘ) মোহাম্মদ মুসা

উত্তরঃ খ। মোহাম্মদ আবদুল মোহিত

৬৬NASA (নাসা) কী?

(ক) বাতাস কেন্দ্র

(খ) মহাকাশ গবেষণা কেন্দ্র

(গ) হলিউডের অংশ

(ঘ) ভূমিকম্প কেন্দ্র

উত্তরঃ খ। মহাকাশ গবেষণা কেন্দ্র

৬৭২০১০ বিশ্বকাপ ফুটবলেগোল্ডেনবুট পাওয়া খেলোয়াড় কে?

(ক) রোলান্দ

(খ) মেসি

(গ) তাবেজ

(ঘ) থমাস মুলার

উত্তরঃ ঘ। থমাস মুলার

৬৮আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার কোনটি?

(ক) আগুন

(খ) পাথরের অন্ত্র

(গ) কৃষিকাজ

(ঘ) পশু শিকার

উত্তরঃ ক। আগুন

৬৯স্বোপার্জিত স্বাধীনতা স্থাপত্যটির স্থপতি কে?

(ক) আবদুল্লাহ খালিদ

(খ) শামীম সিকদার

(গ) হাশেম খান

(ঘ) আবু জাফর

উত্তরঃ খ। শামীম সিকদার

৭০সোমপুর বিহার কোথায় অবস্থিত?

(ক) সোনারগাঁও

(খ) সাতগাঁও

(গ) নওগাঁ

(ঘ) মহাস্থানগড়

উত্তরঃ গ। নওগাঁ

৭১বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি কোথায়?

(ক) ভেড়ামারা

(খ) ঘোড়াশাল

(গ) আশুগঞ্জ

(ঘ) কাপ্তাই

উত্তরঃ ঘ। কাপ্তাই

৭২মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতাসেপ্টেম্বর অন যশোর রোডএর রচয়িতা কে?

(ক) নোয়েল কাউয়ার্ড

(খ) এলেন গিন্সবার্গ

(গ) বব ডিলান

(ঘ) কাউয়ার্ড নোয়েল

উত্তরঃ খ। এলেন গিন্সবার্গ

৭৩বাকল্যান্ড বাধা কোন নদীর তীরে অবস্থিত?

(ক) বুড়িগঙ্গা

(খ) কর্ণফুলী

(গ) মধুমতী

(ঘ) মহানন্দী

উত্তরঃ ক। বুড়িগঙ্গা

৭৪প্রয়াত চিত্র পরিচালক তারেক মাসুদের জঙ্গিবাদ তার প্রভাব সম্পর্কিত চলচ্চিত্রের নাম

(ক) মাটির ময়না

(খ) মুক্তির গান

(গ) নরসুন্দর

(ঘ) রানওয়ে

উত্তরঃ ঘ। রানওয়ে

৭৫বাংলা বর্ণমালা এসেছে কোন লিপি থেকে ?

(ক) কিউনিফর্ম লিপি

(খ) ল্যাটিন লিপি

(গ) ব্রাহ্মী লিপি

(ঘ) হায়ারোগ্লিফিক লিপি

উত্তরঃ গ। ব্রাহ্মী লিপি

৭৬3x + 4y = 14, 4x-3y = 2 এর সমাধান সেট কত হবে?

(ক) (2,3)

(খ) (2,2)

(গ) (3,2)

(ঘ) (3,3)

উত্তরঃ খ। (2,2)

৭৭x + 3y = 0 সমীকরণের লেখচিত্র কি হবে?

(ক) বৃত্ত

(খ) পরাবৃত্ত

(গ) বক্ররেখা

(ঘ) মূল বিন্দুগামী সরলরেখা

উত্তরঃ ঘ। মূল বিন্দুগামী সরলরেখা

৭৮৬০ ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর

(ক) ১২

(খ) ৮

(গ) ১৮

(ঘ) ১৪০

উত্তরঃ গ। ১৮

৭৯একটি গোলকের ব্যাসার্ধ সে.মি. হলে এর পৃষ্টের কত ?

(ক) 100π বর্গ সেমি

(খ) 80π বর্গসেমি

(গ) 200π বর্গ সেমি

(ঘ) 300π বর্গ সেমি

উত্তরঃ ক। 100π বর্গ সেমি

৮০একটি রম্বসের কর্ণদ্বয় 40 সেমি 60 সেমি। রম্বসের ক্ষেত্রফল কত?

(ক) 1200 বর্গ সেমি

(খ) 600 বর্গ সেমি

(গ) 48 বর্গসেমি

(ঘ) 2400 বর্গসেমি

উত্তরঃ ক। 1200 বর্গ সেমি

৮১5 + + 11 + 14 + … ধারাটির কোন পদ 302?

(ক) 101

(খ) 100

(গ) 102

(ঘ) 103

উত্তরঃ খ। 100

৮২দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯হলে, বৃহত্তম সংখ্যাটি কত?

(ক) ৯৮

(খ) ৯৯

(গ) ১০০

(ঘ) ১০১

উত্তরঃ গ। ১০০

৮৩দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের .সা.গু. 4 হলে, ছোট সংখ্যাটি কত?

(ক) 20

(খ) 15

(গ) 24

(ঘ) 10

উত্তরঃ ক। 20

৮৪বার্ষিক শতকরা .৫০ টাকা হার সুদে ৮০০ টাকার বছরের সুদআসল কত হবে?

(ক) ১২৪৫টাকা

(খ) ১০০০টাকা

(গ) ১৫০০ টাকা

(ঘ) ৯৩২ টাকা

উত্তরঃ ঘ। ৯৩২ টাকা

৮৫বুশরা, এষা প্রিতুই মিনিট, ১০ মিনিট, ১৫ মিনিট অন্তর অন্তর একটি করে চকলেট খায় কতক্ষণ পর তারা একত্রে চকলেট খায়?

(ক) ২৫ মিনিট

(খ) ৫০ মিনিট

(গ) ৩০মিনিট

(ঘ) ৪০মিনিট

উত্তরঃ গ। ৩০মিনিট

৮৬একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে x, x/2, 3x/2 বৃহত্তম কোণটির মান কত?

(ক) 45°

(খ) 90°

(গ) 60°

(ঘ) 120°

উত্তরঃ খ। 90°

৮৭ACB বৃত্তে AB জ্যাএর মধ্যবিন্দু D, <ADC = ৯০°, DC = সেমি. এবং বৃত্তটির ব্যাস ১০ সেমি হলে AB = কত?

(ক) ৮সেমি

(খ) ৯ সেমি

(গ) ৬ সেমি

(ঘ) ৪ সেমি

উত্তরঃ ক। ৮সেমি

৮৮x=3+2√2 হলে x-1¬ এর সঠিক মান হবে?

(ক) 3+2√2

(খ) 3-2√2

(গ) √3+√2

(ঘ) √3-√2

উত্তরঃ খ। 3-2√2

৮৯f(x) = (x-3) / (2x + 1) হলে, f(0) = কত?

(ক) 3

(খ) 1/3

(গ) -3

(ঘ) -1/3

উত্তরঃ গ। -3

৯০দুটি সংখ্যার বর্গের সমষ্টি 41. সংখ্যা দুটির গুণফল 2011 সংখ্যা দুটি বর্গের বিয়োগফল কত?

(ক) 7

(খ) 9

(গ) 11

(ঘ) 13

উত্তরঃ খ। 9

৯১একটি ভগ্নাংশের লব হরের পার্থক্য 1 এবং সমষ্টি 7 ভগ্নাংশটি কত?

(ক) 2/5

(খ) 3/4

(গ) 1/6

(ঘ) 4/3

উত্তরঃ ঘ। 4/3

৯২tanϴ =5/12 হলে, sece ϴ= কত?

(ক) 5/13

(খ) 13/5

(গ) 12/13

(ঘ) 13/12

উত্তরঃ ঘ। 13/12

৯৩x – 1/x = 3 হলে, x3 – 1/x3 এর মান কত?

(ক) 25

(খ) 18

(গ) 36

(ঘ) 15

উত্তরঃ গ। 36

৯৪1+2+3+………….+100=?

(ক) 4950

(খ) 4850

(গ) 5050

(ঘ) 5060

উত্তরঃ খ। 4850

৯৫একটি চৌবাচ্চার দৈর্ঘ্য মিটার,প্রস্থ মিটার,উচ্চতা মিটার। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরবে?

(ক) ৬০ লিটার

(খ) ৬০০০০ লিটার

(গ) ৬০০ লিটার

(ঘ) ৬০০০ লিটার

উত্তরঃ খ। ৬০০০০ লিটার

৯৬পিতা তার দুই সন্তানের বয়সের গড় ২৫ বছর। দুই সন্তানের বয়সের গড় ২২ বছর হলে, পিতার বয়স?

(ক) ২৫

(খ) ৩১

(গ) ২১

(ঘ) ৩২

উত্তরঃ ক। ২৫

৯৭দুটি সংখ্যার .সা.গু যথাক্রমে ১৫ ২২৫। একটি সংখ্যা ৪৫ হলে অপরটি কত?

(ক) ৭৫

(খ) ২২৫

(গ) ১৫

(ঘ) ২৫

উত্তরঃ ঘ। ২৫

৯৮একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য মিটার, মিটার ২০ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

(ক) ১২ বর্গমিটার

(খ) ২৪ বর্গমিটার

(গ) ১০ বর্গমিটার

(ঘ) কোনটিই নয়

উত্তরঃ খ। ২৪ বর্গমিটার

৯৯একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১২ সে.মি, ১৮ সে.মি এবং এদের মধ্যবর্তী দুরুত্ব ১০ সে.মি. হলে, ক্ষেত্রফল ?

(ক) ১৫০ বর্গমিটার

(খ) ১৫০ বর্গসেমি

(গ) ১৫০ বর্গএকক

(ঘ) কোনটি ই নয়

উত্তরঃ খ। ১৫০ বর্গসেমি

১০০x2+x-(a+1)(a+2)-এর উৎপাদক

(ক) (x-a- 1)(x-a+1)

(খ) (x+a+1)(x-a- 2)

(গ) (x-a- 1)(x+a+2)

(ঘ) (x-a- 1)(x-a-1)

উত্তরঃ গ। (x-a- 1)(x+a+2)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *