Bangladesh Bank AD Question and Solution-2008

বাংলাদেশ ব্যাংক AD প্রশ্ন ২০০৮

১। Neither Mr. Rahman nor his friend ‘are invited to speak at the seminar’.
(ক) is invited to speak at the seminar
(খ) are invited to speak at the seminar
(গ) are to speak at the seminar
(ঘ) are speaking at the seminar
(ঙ) will be speak at the seminar
উত্তর ক। is invited to speak at the seminar

২। Tomorrow the President ‘is going open a new hospital’
(ক) is going open a new hospital
(খ) will going open a new hospital
(গ) is going to open a new hospital
(ঘ) will going to open a new hospital
(ঙ) will go to open a new hospital
উত্তর গ। is going to open a new hospital

৩। When the police arrived , ‘the criminal have already’ escaped.
(ক) the criminal has already
(খ) the criminal were already
(গ) the criminal had already
(ঘ) the criminal already
(ঙ) the criminal was already
উত্তর গ। the criminal had already

৪। What ‘are you doing?’ I work in a book shop.
(ক) do you do
(খ) are you do
(গ) do you
(ঘ) are you doing
(ঙ) will you do
উত্তর ক। do you do

৫। I do not usually eat three meals a day , but ‘I am used to it’.
(ক) I am using it
(খ) I has used to it
(গ) I am got it
(ঘ) I used it
(ঙ) I am getting used to it
উত্তর ঙ। I am getting used to it

৬। First women Prime Minister in the world
(ক) Benazir Bhutto
(খ) Khalada Zia
(গ) Sheikh Hasina
(ঘ) Shreemavo Bandaranaike
(ঙ) None of them
উত্তর ঘ। Shreemavo Bandaranaike

৭। Which one is the largest tribe in Bangladesh ?
(ক) Garo
(খ) Chakma
(গ) Manna
(ঘ) Murong
(ঙ) None of these
উত্তর খ। Chakma

৮। Congress is the name of the parliament of which of the following country ?
(ক) India
(খ) Sweden
(গ) USA
(ঘ) South Africa
(ঙ) Switzerland
উত্তর গ। USA

৯। When did ‘ Sidr ‘ hit Bangladesh ?
(ক) 15 Nov , 2007
(খ) 16 Nov , 2007
(গ) 17 Nov , 2007
(ঘ) 18 Nov , 2007
(ঙ) None of them
উত্তর ক। 15 Nov , 2007

১০। Pakistani opposition leader and former premier Benazir Bhutto was assassinated on
(ক) 26 Dec , 2007
(খ) 27 Dec , 2007
(গ) 28 Dec , 2007
(ঘ) 29 Dec , 2007
(ঙ) None of them
উত্তর খ। 27 Dec , 2007

১১। ‘কবর’ কবিতাটি কোন কাব্য গ্রন্থের অন্তর্গত ?
(ক) বালুচর
(খ) রাখালী
(গ) ধানক্ষেত
(ঘ) সোজন বাদিয়ার ঘাট
(ঙ) কোনটিই নয়
উত্তরঃ খ। রাখালী

১২। আহসান হাবীব এর কাব্যগ্রন্থ কোনটি ?
(ক) আশার বসতি
(খ) ছায়াহরিণ
(গ) সারাদুপুর
(ঘ) দুই হাতে দুই আদিম পাথার
(ঙ) সবগুলোই
উত্তরঃ ঙ। সবগুলোই

১৩। “যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম । এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হইবে ।” এই উক্তিটি কোনটির অন্তর্গত ?
(ক) বিলাসী
(খ) হৈমন্তী
(গ) অর্ধাঙ্গিনী
(ঘ) বৈকালী
(ঙ) সৌদামিনী মালো
উত্তর খ। হৈমন্তী

১৪। ‘হাজার বছর ধরে’ রচনাটি কার ?
(ক) জহির রায়হান
(খ) মুনীর চৌধুরী
(গ) সৈয়দ মুজতাব আলী
(ঘ) মোতাহের হোসেন চৌধুরী
(ঙ) প্রথম চৌধুরী
উত্তরঃ ক। জহির রায়হান

১৫। ‘আখানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে, তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।’ – কবিতার পরের কোন লাইনটি সঠিক?
(ক) এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা
(খ) পুতুলের বিয়ে ভেঙ্গে গেল বলে কেঁদে ভাসাইত বুক
(গ) দাদী যে তোমার কত খুশি হত দেখিতিস যদি চেয়ে
(ঘ) আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়
(ঙ) এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ
উত্তরঃ ঙ। এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ

১৬। The ratio of 15 to 27______ is
(ক) 7 : 10
(খ) 7 : 9
(গ) 3: 5
(ঘ) 5 : 7
উত্তরঃ ক। 7 : 10

১৭। When an object is sold for TK. 250. the seller makes 25% profit. What is the cost price of the object ?
(ক) 200
(খ) 180
(গ) 220
(ঘ) 160
উত্তরঃ ক। 200

১৮। The selling price of 8 apples is equal to the purchase price of 10 apples ? What is the profit margin ?
(ক) 20%
(খ) 15%
(গ) 10%
(ঘ) 12%
(ঙ) 25%
উত্তর ঙ। 25%

১৯। What annual rate of interest was paid if TK. 60,000 earned TK. 6,000 in interest in 5 years ?
(ক) 3%
(খ) 5%
(গ) 6%
(ঘ) 2%
(ঙ) 4%
উত্তর ঘ। 2%

২০। 10 percent of 4800 is how much more than 8% of 4800 ?
(ক) 84
(খ) 80
(গ) 96
(ঘ) 98
(ঙ) 90
উত্তর গ। 96

২১। Which file is run automatically if it is available ?
(ক) AUTOEXEC.COM
(খ) DOSCONFIG.SYS
(গ) SMARTDRV.SYS
(ঘ) CONFIG.SYS
(ঙ) HIMEM.SYS
উত্তর ঘ। CONFIG.SYS

২২। The acronym “POST” refers to what ?
(ক) Power-On Self Test
(খ) Power-On Start Test
(গ) Preliminary Operating System Test
(ঘ) Proprietary Operating System Test
(ঙ) None of these
উত্তর ক। Power-On Self Test

২৩। Your PC tells you that your 200 M hard drive is out of space . However , when you run DIR .the total size of your files add to less than 200 M. How do you account for this difference ?
(ক) Rounding
(খ) Hidden files
(গ) Math error
(ঘ) Drive specifications are in hexadecimal , whereas the DIR Command calculates decimal
(ঙ) None of these
উত্তর খ। Hidden files

২৪। What is fastest method to create a bootable disk ?
(ক) Enter FORMATE A:/U/S with any disk in drive A :
(খ) Enter SYS C: A: with a previously formatted disk in drive A :
(গ) Disk copy another bootable disk
(ঘ) Enter SYS A: with a previously formatted disk in drive A :
(ঙ) None of these
উত্তর ঘ। Enter SYS A: with a previously formatted disk in drive A :

২৫। In general, which letter is considered for Hard Disk Drive ?
(ক) A
(খ) B
(গ) C
(ঘ) D
(ঙ) None of these
উত্তর গ। C

২৬। ‘তপুকে আবার ফিরে পাবো , একথা ভুলেও ভাবিনি কোন দিন।’ নিম্নে কোনটি থেকে নেয়া ?
(ক) বইকেনা
(খ) মানুষ
(গ) একুশের গল্প
(ঘ) ভাষার কথা
(ঙ) অসীমের সন্ধানে
উত্তর গ। একুশের গল্প

২৭। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে ‘নোবেল‘ পুরষ্কার পান ?
(ক) ১৮১৩
(খ) ১৯১৪
(গ) ১৯১৩
(ঘ) ১৯১৫
(ঙ) ১৯১৬
উত্তর গ। ১৯১৩

২৮। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় ?
(ক) মৃত্যু–ক্ষুধা
(খ) রাজা
(গ) কল্পনা
(ঘ) ডাকঘর
(ঙ) চিরকুমার সভা
উত্তরঃ ক। মৃত্যু–ক্ষুধা

২৯। ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ –এর পারিবারিক পদবি কোনটি ?
(ক) চৌধুরী
(খ) চট্রোপাধ্যায়
(গ) চক্রবর্তী
(ঘ) বন্দ্যোপাধ্যায়
(ঙ) ঠাকুর
উত্তরঃ ঘ। বন্দ্যোপাধ্যায়

৩০। সুকান্ত ভট্রাচার্য মৃত্যুবরণ করেন মাত্র –
(ক) ১৮ বছর বয়সে
(খ) ২০ বছর বয়সে
(গ) ২১ বছর বয়সে
(ঘ) ১৯ বছর বয়সে
(ঙ) ২৩ বছর বয়সে
উত্তরঃ গ। ২১ বছর বয়সে

৩১। He is ‘up to his ears’ in work and cannot possibly see you now.
(ক) very interested in
(খ) fully occupied with
(গ) not involved with
(ঘ) concerned with
(ঙ) troubled with
উত্তর খ। fully occupied with

৩২। If you ‘ give me a hand’ then I shall be able to finish more quickly.
(ক) take my hand
(খ) take my finger
(গ) pick me up
(ঘ) pull me up
(ঙ) help me
উত্তর ঙ। help me

৩৩। All the students got high marks in the test but Rahim ‘stood out’.
(ক) got a lot of marks
(খ) got very good marks
(গ) got higher marks than someone
(ঘ) got the most marks of all
(ঙ) None of the above
উত্তর ঘ। got the most marks of all

৩৪। He has sold his house and has no job and so ‘now he has next to nothings’.
(ক) he is unemployed
(খ) he has no property
(গ) he has a few things
(ঘ) he has nothing at all
(ঙ) he has small things
উত্তর ক। he is unemployed

৩৫। He kept saying he did not do it but ‘in the end’ he said he had done it.
(ক) in any case
(খ) at least
(গ) by the end
(ঘ) finally
(ঙ) None of the above
উত্তর ঘ। finally

৩৬। We asked him why he __ telephoned earlier.
(ক) did not
(খ) has not
(গ) had not
(ঘ) would not
(ঙ) was not
উত্তর গ। had not

৩৭। By the time I had reached the bottom of the mountain, I __ extremely tired.
(ক) feel
(খ) have felt
(গ) was feeling
(ঘ) an feeling
(ঙ) felt
উত্তর ঙ। felt

৩৮। One day Mr. Ahmed was walking _ a wood _ the rain.
(ক) in, through
(খ) through, in
(গ) under, in
(ঘ) under, in
(ঙ) in, under
উত্তর খ। through, in

৩৯। We had _ applicants this year than we had last year.
(ক) less
(খ) fewer
(গ) little
(ঘ) small
(ঙ) lesser
উত্তর খ। fewer

৪০। It __ a great shock to everyone because he had not said a word for 10 years.
(ক) was
(খ) is
(গ) will be
(ঘ) are
(ঙ) had
উত্তর ক। was

৪১। VELOCITY
(ক) speed
(খ) wind
(গ) money
(ঘ) volume
(ঙ) doctrine
উত্তর ক। speed

৪২। EXPOUND
(ক) confound
(খ) perplex
(গ) explain
(ঘ) obscure
(ঙ) None
উত্তর গ। explain

৪৩। MULTIPLE
(ক) compound
(খ) few
(গ) little
(ঘ) great
(ঙ) many
উত্তর ঙ। many

৪৪। BARTER
(ক) transient
(খ) proxy
(গ) relevant
(ঘ) useful
(ঙ) exchange
উত্তর ঙ। exchange

৪৫। ENLARGE
(ক) shrink
(খ) large
(গ) contract
(ঘ) slip
(ঙ) expand
উত্তর ঙ। expand

৪৬। বর্বর বলি যাহাদের গালি পাড়িল ক্ষুদ্রমনা, কূপ–মন্ডুক ‘অসংযমী‘র ‘ আখ্যা দিয়াছে যারে , —– এর পরের লাইন কোনটি ?
(ক) ধরণীর হাতে দি যারা আনি ফসলের ফরমান
(খ) তারাই গাহিল নব প্রেম-গান ধরণী-মেরীর যীশূ
(গ) তারি তরে ভাই গান রচে যাই , বন্দনা করি তারে
(ঘ) আমি মরু কবি-গাহি সেই বেদে-বেদুঈনদের গান
(ঙ) যাহারা করিল ধ্বংস সাধঅন পুন চঞ্চল মতি
উত্তর গ। তারি তরে ভাই গান রচে যাই , বন্দনা করি তারে

৪৭। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহন করেন বাংলা –
(ক) ২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দে
(খ) ৭ বৈশাখ, ১২৭৮
(গ) ২৭ বৈশাখ, ১৩৫৭ বঙ্গাব্দে
(ঘ) ২৪ বৈশাখ, ১৩৬৮ বঙ্গাব্দে
(ঙ) কোনটিই নয়
উত্তরঃ ক। ২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দে

৪৮। ‘গগনে গরজে মেঘ, ঘন বরষা’ ——— রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা। কবিতার দ্বিতীয় লাইনটি হবে —
(ক) একখানি ছোট শেত, আমি একলা
(খ) কাটিতে কাটিতে ধান এল বরষা
(গ) চারিদিক বাঁকা জল করিছে খেলা
(ঘ) কূলে একা বসে আছি, নাহি ভরসা
(ঙ) এপারেতে ছোট খেত, আমি একলা
উত্তরঃ ঘ। কূলে একা বসে আছি, নাহি ভরসা

৪৯। ‘জীবন থেকে নেয়া’, ‘স্টপ জেনোসাইড’ , ‘লেট দেয়ার বি লাইট’ কার লেখা ?
(ক) জহির রায়হান
(খ) শামসুর রাহমান
(গ) সৈয়দ মুজতবা আলী
(ঘ) সৈয়দ ওয়ালীউলাহ
(ঙ) কোনটিই নয়
উত্তরঃ ক। জহির রায়হান

৫০। ‘মহাশ্মশান’ মহাকাব্যটি কার রচিত ?
(ক) জহির রায়হান
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) কায়কোবাদ
(ঘ) মহাকবি আলাওল
(ঙ) মুনীর চৌধুরী
উত্তরঃ গ। কায়কোবাদ

৫১। What is 1 percent of 0.025 ?
(ক) 0.025
(খ) 0.0025
(গ) 0.00025
(ঘ) 0.000025
(ঙ) 0.00000025
উত্তর গ। 0.00025

৫২। Sum of P and Q is 72 and the value of R is 42. What is the average of P, Q and R ?
(ক) 32
(খ) 34
(গ) 36
(ঘ) 38
(ঙ) 30
উত্তর ঘ। 38

৫৩। If X = 12 , Which of the following has the maximum value ?
(ক) ( x – 3 )
(খ) ( x – 7 ) ( x – 9 )
(গ) ( x – 5 ) ( x – 3 )
(ঘ) ( x – 8 ) ( x – 7 )
(ঙ) ( x – 2 )
উত্তর গ। ( x – 5 ) ( x – 3 )

৫৪। What number divided by 250 gives 15% ?
(ক) 25
(খ) 15
(গ) 37.5
(ঘ) 60
(ঙ) 80
উত্তর ঙ। 80

৫৫। The perimeter of rectangular is 200 meter . The breadth is 3/7 part of the length . What is the length ?
(ক) 30m
(খ) 50m
(গ) 60m
(ঘ) 70m
(ঙ) 90m
উত্তর ঘ। 70m

৫৬। When number 6 is added to 1/3 of a number , the result is 28 . What is that number ?
(ক) 44
(খ) 66
(গ) 42
(ঘ) 84
(ঙ) 88
উত্তর খ। 66

৫৭। Number 29 is 10 percent of what number ?
(ক) 87
(খ) 270
(গ) 269
(ঘ) 249
(ঙ) 290
উত্তর ঙ। 290

৫৮। A car travels 15 meters in one second . What is the speed of the car per hour in kilometer ?
(ক) 54
(খ) 48
(গ) 42
(ঘ) 36
(ঙ) 40
উত্তর ক। 54

৫৯। What is the next digit of the series 1,2,3,5,7 ———?
(ক) 9
(খ) 14
(গ) 11
(ঘ) 16
(ঙ) 18
উত্তর গ। 11

৬০। Let x : y = 3 : 4 and x : z = 6 : 5 , then z : y = is ?
(ক) 5 : 3
(খ) 6 : 7
(গ) 4 : 2
(ঘ) 5 : 4
(ঙ) 5 : 8
উত্তর ঙ। 5 : 8

৬১। The command FORMAT A:/S will not
(ক) Delete all existing data on the disk in drive A
(খ) format the diskette in drive A
(গ) make the diskette in drive A bootable
(ঘ) Store the existing data on the diskette in drive A before formatting
(ঙ) None of these
উত্তর ঘ। Store the existing data on the diskette in drive A before formatting

৬২। Which one is not a word processing software ?
(ক) MS Word
(খ) Word Perfect
(গ) MS Excel
(ঘ) Word Star
(ঙ) Latex
উত্তর গ। MS Excel

৬৩। RAM in Computer stands for
(ক) Revised Access Memory
(খ) Running Applied Memory
(গ) Random Access Memory
(ঘ) Random Applied Memory
(ঙ) None of these
উত্তর গ। Random Access Memory

৬৪। Which one is not a graphics software ?
(ক) Harvad Graphics
(খ) Access
(গ) Page Maker
(ঘ) (ঙ)
Fre lance Graphics
উত্তর খ। Access

৬৫। Which utility program could improve the speed of disk ?
(ক) Fragmentation
(খ) Defragmentation
(গ) Disk scanning
(ঘ) System restore
(ঙ) None of these
উত্তর খ। Defragmentation

৬৬। ‘সনেট’ এ কয়টি পংক্তি থাকে ?
(ক) ১২ টি
(খ) ১৩ টি
(গ) ১৪ টি
(ঘ) ১৬ টি
(ঙ) ১৮ টি
উত্তর গ। ১৪ টি

৬৭। বাংলা কাব্যে ‘অমিত্রাক্ষর ছন্দ‘ প্রবর্তন করেন কে ?
(ক) কায়কোবাদ
(খ) সুকান্ত ভট্রাচার্য
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) মাইকেল মধুসূধন দত্ত
(ঙ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ঘ। মাইকেল মধুসূধন দত্ত

৬৮। ‘পদ্মা নদীর মাঝি’ কার লেখা ?
(ক) মানিক বন্দ্যোপাধ্যায়
(খ) মুনীর চৌধুরী
(গ) জহির রায়হান
(ঘ) মোতাহের হোসেন চৌধুরী
(ঙ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ ক। মানিক বন্দ্যোপাধ্যায়

৬৯। নিম্নে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় ?
(ক) সোনারতরী
(খ) চিত্রা
(গ) বলাকা
(ঘ) নৌকাডুবি
(ঙ) মানসী
উত্তরঃ ঘ। নৌকাডুবি

৭০। ‘রাজবন্দীর জবানবন্দী’ কার লেখা ?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) প্রথম চৌধুরী
(ঘ) শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
(ঙ) সৈয়দ ওয়ালীউলাহ
উত্তর খ। কাজী নজরুল ইসলাম

৭১। Who was the First Prime Minister of Temporary Government of Bangladesh ?
(ক) Tajuddin Ahmed
(খ) Sheikh Mojibur Rahman
(গ) Ziaur Rahman
(ঘ) Tajuddin Chowdhury
(ঙ) None of them
উত্তর ক। Tajuddin Ahmed

৭২। Who was the designer of Central Shahid Minar of Bangladesh ?
(ক) Nazrul Islam
(খ) Lui-l-Khan
(গ) Hamidur Rahman
(ঘ) Hasim Reza
(ঙ) Ahmed Hossain
উত্তর গ। Hamidur Rahman

৭৩। SAARC secretariat is situated in
(ক) Dhaka
(খ) Islamabad
(গ) Kathmandu
(ঘ) New Delhi
(ঙ) Colombo
উত্তর গ। Kathmandu

৭৪। The headquarter of IMF is in
(ক) New York
(খ) Geneva
(গ) Washington D.C
(ঘ) Vienna
(ঙ) Oslo
উত্তর গ। Washington D.C

৭৫। The team that participated in the world cup cricket final 2007 were
(ক) India & Australia
(খ) Pakistani & Australia
(গ) Sri Lanka & Australia
(ঘ) Bangladesh & Australia
(ঙ) England & Australia
উত্তর গ। Sri Lanka & Australia

৭৬। The headquarter of WTO is in
(ক) New York
(খ) Geneva
(গ) Washington D.C
(ঘ) Vienna
(ঙ) Oslo
উত্তর খ। Geneva

৭৭। To every action there is an equal and opposite reaction’ this theory has been given by
(ক) Copernicus
(খ) Newton
(গ) Alexander
(ঘ) Archimedes
(ঙ) Thomas Hardy
উত্তর খ। Newton

৭৮। Which of the following countries is not surrounded by land ?
(ক) Afghanistan
(খ) Laos
(গ) Iran
(ঘ) Mongolia
(ঙ) Bhutan
উত্তর গ। Iran

৭৯। The acronym BARD Stands for
(ক) British Air and Road Department
(খ) Bangladesh Agricultural and Rural Development
(গ) Bangladesh Academy for Rural Development
(ঘ) Bangladesh Air and Road Department
(ঙ) None of the above
উত্তর গ। Bangladesh Academy for Rural Development

৮০। The acronym BRRI Stands for
(ক) British Rural Research Institute
(খ) Bangladesh Road and Railway Institute
(গ) Bangladesh Rice Research Institute
(ঘ) Bangladesh Rice Research Institution
(ঙ) None of them
উত্তর গ। Bangladesh Rice Research Institute

৮১। Submarine cable is the term used in –
(ক) Education system
(খ) Communication system
(গ) Date transformation
(ঘ) Information Technology
(ঙ) Fast Technology
উত্তর ঘ। Information Technology

৮২। What is the meaning fo ‘Sidr’ ?
(ক) Cyclone
(খ) Eye
(গ) Ear
(ঘ) Wind
(ঙ) Storm
উত্তর খ। Eye

৮৩। What is the acceptable safe limit of Arsenic per litter of water ?
(ক) 0.01 mg
(খ) 0.001 mg
(গ) 0.20 mg
(ঘ) 0.02 mg
(ঙ) 1.00 mg
উত্তর ক। 0.01 mg

৮৪। What is the national game of USA ?
(ক) Football
(খ) Cricket
(গ) Baseball
(ঘ) Swimming
(ঙ) Tennis
উত্তর গ। Baseball

৮৫। A legendary dramatist in the post colonial Bangla , Selim Al deen died on –
(ক) 12 jan, 2008
(খ) 13 jan, 2008
(গ) 14 jan, 2008
(ঘ) 15 jan, 2008
(ঙ) None of them
উত্তর গ। 14 jan, 2008

৮৬। What is SAPTA ?
(ক) SAARC Preferential Trading Arrangement
(খ) South Asian Preferential Trading Arrangement
(গ) SAARC Preferential Tariff Agreement
(ঘ) South Asian Preferential Tariff Agreement
উত্তরঃ ক। SAARC Preferential Trading Arrangement

৮৭। The newest member of SAARC is
(ক) Myanmar
(খ) Bhutan
(গ) Afghanistan
(ঘ) China
(ঙ) Maldives
উত্তর গ। Afghanistan

৮৮। ‘Pound’ is not the currency of which country ?
(ক) Lebanon
(খ) Syria
(গ) Cyprus
(ঘ) Luxemburg
(ঙ) Egypt
উত্তর ঘ। Luxemburg

৮৯। WTO Stands for
(ক) World Transport Organization
(খ) World Tea Organization
(গ) World Trade Organization
(ঘ) World Tennis Organization
(ঙ) None of these
উত্তর গ। World Trade Organization

৯০। Bangladesh Bank was established on
(ক) 16 December , 1971
(খ) 16 December , 1972
(গ) 26 March, 1971
(ঘ) 26 March, 1972
(ঙ) 2 March, 1972
উত্তর ক। 16 December , 1971

৯১। ‘Rose’ is the national symbol of
(ক) UK
(খ) USA
(গ) Iran
(ঘ) France
(ঙ) both A and C
উত্তর গ। Iran

৯২। The Currency of Nepal is
(ক) Rupee
(খ) Gultram
(গ) Rupiah
(ঘ) Burmat
(ঙ) None of these
উত্তর ক। Rupee

৯৩। ‘Nippon’ is the old name of
(ক) China
(খ) Japan
(গ) India
(ঘ) Pakistan
(ঙ) Iran
উত্তর খ। Japan

৯৪। Which is the smallest country in the world ?
(ক) Monaco
(খ) Maldives
(গ) Vatican city
(ঘ) Samoa
(ঙ) Tuvalu
উত্তর গ। Vatican city

৯৫। This year ‘International Trade Fair’ has been held.
(ক) 11th
(খ) 12th
(গ) 13th
(ঘ) 15th
(ঙ) 21th
উত্তর ঙ। 21th

৯৬। Which is the last International Film Festival held in Dhaka ?
(ক) 9th
(খ) 10th
(গ) 11th
(ঘ) 12th
(ঙ) 14th
উত্তর ঙ। 14th

৯৭। he capital city Bhutan is
(ক) Alma-Ata
(খ) Dushanbe
(গ) Bisbee
(ঘ) Task hand
(ঙ) None of these
উত্তর ঙ। None of these

৯৮। The number of International Airports in Bangladesh is
(ক) One
(খ) Two
(গ) Three
(ঘ) Four
(ঙ) Five
উত্তর গ। Three

৯৯। Bangladesh is a member of which of the following association ?
(ক) NAFTA
(খ) ASEAN
(গ) ACOA
(ঘ) OPEC
(ঙ) WTO
উত্তর ঙ। WTO

১০০। What is the normal temperature of human body?
(ক) 94.4°F
(খ) 96.4°F
(গ) 98.4°F
(ঘ) 95.4°F
উত্তরঃ গ। 98.4°F

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *