৬ষ্ঠ শ্রেণী পঞ্চম অধ্যায়ঃ ইন্টারনেট পরিচিতি
অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপে জেনে রাখি
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিপ্লব ঘটানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট হচ্ছে সারা পৃথিবীর লক্ষ কোটি কম্পিউটারের নেটওয়ার্ক।
- ইন্টারনেটের সাহায্যে নিজের তথ্য সবার সামনে তুলে ধরার ব্যবস্থাটির নাম ওয়েবসাইট। সার্চ ইঞ্জিন নামক বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে কাক্সি¶ত ওয়েবসাইটকে খুঁজে বের করা যায়।
- ইন্টারনেটে যে বিশেষ অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে তথ্য খোঁজা হয় তাকে সার্চ ইঞ্জিন বলা হয়।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্নোত্তর
প্রণীত প্রশ্নোত্তর
প্রশ্ন- ১ ‘ইন্টারনেট হচ্ছে একটি বিশাল তথ্য ভাÊার’-ব্যাখ্যা কর।
উত্তর : ইন্টারনেটে পৃথিবীর যাবতীয় তথ্য সংরক্ষণ করা আছে। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে আমরা সেই সব তথ্য সংগ্রহ করে আমাদের কাজে ব্যবহার করতে পারি। নিচে তথ্য ভার হিসেবে ইন্টারনেটের ব্যবহার বর্ণনা করা হলো :
১. বিভিন্ন পেশার মানুষ তার নিজ নিজ পেশা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করছে ।
২. ইন্টারনেট ব্যবহার করে ব্যবসায়ীরা অতি অল্প খরচে তথ্য আদানপ্রদান করছে।
৩. বিভিন্ন বিষয়ে নিয়োজিত গবেষকগণ তাদের প্রয়োজনীয় তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করতে পারে।
৪. বিশ্বের যেকোনো প্রান্তে ঘটে যাওয়া ঘটনার তথ্য ইন্টারনেট ব্যবহার করে আমরা সাথে সাথে জেনে যেতে পারি।
৫. ভ্রমণের ক্ষেত্রে হোটেল, টিকিট ইত্যাদি বুকিং দেওয়ার তথ্যও আমরা ইন্টারনেট থেকে সংগ্রহ করতে পারি।
প্রতিদিন এরূপ হাজারো কাজে ইন্টারনেটের তথ্য ব্যবহার করা হচ্ছে। যতদিন যাচ্ছে ইন্টারনেটের ব্যবহারও তত বাড়ছে। তাই ইন্টারনেটের তথ্যের মান ও পরিমাণ প্রতিনিয়ত বৃদ্ধি করা হচ্ছে। এ কারণেই ইন্টারনেটকে তথ্য ভার হিসেবে উল্লেখ করা হয়।
প্রশ্ন- ২ কম্পিউটার নেটওয়ার্ক কী? এর সুবিধাগুলো লেখ।
উত্তর : দুই বা ততোধিক কম্পিউটারকে যখন কোনো যোগাযোগ ব্যবস্থা দ্বারা একসঙ্গে যুক্ত করে দেওয়া হয় তখন তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। ব্যবহারকারীদের মধ্যে আনুষঙ্গিক যন্ত্রপাতি ভাগাভাগি করে ব্যবহার করার জন্য এবং পরস্পর তথ্য আদানপ্রদান করার জন্য কম্পিউটারকে নেটওয়ার্ক ভুক্ত করা হয়।
কম্পিউটার নেটওয়ার্কের সুবিধাসমূহ : দুই বা ততোধিক কম্পিউটারকে নেটওয়ার্কভুক্ত করলে ব্যবহারকারীরা নিম্নোক্ত সুবিধা পায়Ñ
১. এক কম্পিউটারে সংরক্ষিত তথ্য অন্য কম্পিউটারে নিয়ে কাজ করতে পারে।
২. একই ইন্টারনেট কানেকশন দিয়ে একাধিক কম্পিউটার ব্যবহারকারী শেয়ার করতে পারে।
৩. প্রত্যেক কম্পিউটারের জন্য আলাদা আলাদা প্রিন্টার প্রয়োজন হয় না। একই প্রিন্টার দিয়ে সব ব্যবহারকারী নিজ নিজ কাজ করতে পারে।
৪. কোনো কম্পিউটারের হার্ডডিস্কে জায়গা কম থাকলে অন্য কম্পিউটারের বড় হার্ডডিস্কে তথ্য সংরক্ষণ করতে পারে।
প্রশ্ন- ৩ ওয়েবসাইট কী? এর পাঁচটি ব্যবহার লেখ।
উত্তর : ইন্টারনেটে নিজের তথ্য অন্যের সামনে তুলে ধরার জন্য তৈরি ব্যবস্থাই হলো ওয়েবসাইট। কেউ যদি কোনো নির্দিষ্ট তথ্য নিতে চায়, তাহলে তাকে সেই তথ্য আছে এমন ওয়েবসাইটে যেতে হয় যেখানে তথ্যগুলো বিভিন্ন স্তরে সাজানো থাকে।
ওয়েবসাইটের ব্যবহার : বর্তমানে ওয়েবসাইট অসংখ্য কাজে ব্যবহৃত হচ্ছে। সেখান থেকে ওয়েবসাইটের পাঁচটি ব্যবহার নিচে উল্লেখ করা হলো :
১. খবরের কাগজের ওয়েবসাইটে গিয়ে খবর পড়া যায়।
২. সংগীতের ওয়েবসাইটে গিয়ে গান শোনা যায়।
৩. ছবির ওয়েবসাইটে গিয়ে ছবি দেখা যায়।
৪. ব্যবসায়ীদের পণ্যগুলোর তথ্য ওয়েবসাইটে রেখে দেওয়া যায়।
৫. আজকাল ওয়েবসাইট থেকে জিনিসপত্র কেনাবেচা করা যায়।
প্রশ্ন- ৪ ওয়েবসাইট কী? সার্চ ইঞ্জিন ব্যবহার করে কীভাবে তথ্য সংগ্রহ করা যায়? [ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, ঢাকা]
উত্তর : ইন্টারনেটে নিজের তথ্য অন্যের সামনে তুলে ধরার জন্য তৈরি ব্যবস্থাটাই হলো ওয়েবসাইট। কেউ যদি কোনো নির্দিষ্ট তথ্য
নিতে চায়, তাহলে তাকে সেই তথ্য আছে এমন ওয়েবসাইটে যেতে হয়। সেখানে তথ্যগুলো বিভিন্ন স্তরে সাজানো থাকে।
সার্চ ইঞ্জিন ব্যবহার করে তথ্য সংগ্রহের উপায় : সার্চ ইঞ্জিন ব্যবহার করা খুব সহজ। আমরা খুব সহজেই সার্চ ইঞ্জিন ব্যবহার করে ইন্টারনেট থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করতে পারি। সেজন্য প্রথমে আমাদের ব্রাউজার ওপেন করে সেটার অ্যাড্রেস বারে যে সার্চ ইঞ্জিনটি ব্যবহার করা হবে তার ঠিকানা লিখব। এরপর ঊহঃবৎ চাপব। তাহলেই সার্চ ইঞ্জিনটি চলে আসবে। সব সার্চ ইঞ্জিনেই যেটা খোঁজা হবে সেটা লেখার জন্য একটা জায়গা থাকে। সেখানে কাঙ্ক্ষিত বিষয়বস্তুটির নাম লিখে ঊহঃবৎ চাপলে যেসব ওয়েবসাইটে সেই কাঙ্ক্ষিত বিষয়টি থাকতে পারে তার একটা বিশাল তালিকা চলে আসবে। তখন ঐ তালিকার ওয়েবসাইটগুলো ব্রাউজ করলে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারব।
প্রশ্ন-৫ কম্পিউটার নেটওয়ার্ক কীভাবে ব্যবহারকারীর ব্যয়কে সাশ্রয় করে?
উত্তর : পার্সোনাল কম্পিউটারের প্রচলন শুরু হওয়ার আগে একটি সিপিইউ এক সাথে অনেক ব্যবহারকারী ব্যবহার করত। পার্সোনাল কম্পিউটার সেই ব্যবহারের ব্যাপারটিকে ব্যক্তিগত করে তোলে। কম্পিউটারের ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে এবং সেই সাথে বাড়ছে পার্সোনাল কম্পিউটারের ব্যবহার। প্রতিটি কম্পিউটার দিয়ে সফলভাবে কার্য সম্পাদন করতে প্রয়োজন আনুষঙ্গিক যন্ত্রপাতি যেমন : প্রিন্টার, স্ক্যানার ইত্যাদি। প্রতিটি কম্পিউটারের জন্য আলাদা আলাদাভাবে এসব যন্ত্রপাতি সংস্থাপন এবং তদারকি অত্যন্ত ব্যয়বহুল। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটি যন্ত্রাংশ একাধিক ব্যবহারকারীকে ব্যবহার করার সুযোগ দেওয়ার জন্য কম্পিউটার নেটওয়ার্কের উদ্ভব ঘটে। এই ব্যবস্থায় একাধিক ব্যবহারকারী নিজেদের মধ্যে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রপাতি যেমন : প্রিন্টার, স্ক্যানার ইত্যাদি ভাগাভাগি করে ব্যবহার করার সুযোগ পায়। ফলে কম্পিউটার ব্যবহারকারীর কম্পিউটার পরিচালনা ব্যয় অনেক কমে যায়।
প্রশ্ন- ৬ Internet এর পূর্ণরূপ কী? এর পাঁচটি ব্যবহার ¶েত্রের বর্ণনা দাও।
উত্তর : : Internet এর পূর্ণরূপ হচ্ছে Interconnected Network.
ইন্টারনেটের ব্যবহার ক্ষেত্র : ইন্টারনেটের কল্যাণে পৃথিবী আজ আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। প্রতিদিন ইন্টারনেটের ব্যবহার ক্ষেত্র প্রসারিত হচ্ছে। নিচে ইন্টারনেটের পাঁচটি ব্যবহার ক্ষেত্রের বর্ণনা দেওয়া হলো :
১. তথ্য আদানপ্রদানে : ইন্টারনেট হচ্ছে তথ্যের সর্ববৃহৎ ভাÊার। ইন্টারনেট থেকে প্রয়োজনীয় যেকোনো তথ্য সংগ্রহ করা যায় এবং মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য আদানপ্রদান করা যায়।
২. শিক্ষাক্ষেত্রে : শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম। ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন বই পড়া যায়, শিক্ষা সংক্রান্ত তথ্য জানা যায়, পরীক্ষার ফলাফল জানা যায়।
৩. গবেষণামূলক কাজে : গবেষণামূলক কাজের জন্য যেকোনো তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা যায়।
৪. ভিডিও কনফারেন্সিংয়ে : বর্তমানে ইন্টারনেট ব্যবহার করে ভিডিও কনফারেন্স করা হচ্ছে। এর ফলে অনেক দূর থেকেও পরস্পরের সাথে মুখোমুখি যোগাযোগ করা সম্ভব হচ্ছে।
৫. অনলাইন কেনাকাটায় : এখন আমরা আমাদের চাহিদা অনুযায়ী নানা ধরনের পণ্য ইন্টারনেটের মাধ্যমে সহজে কেনাকাটা করতে পারি।
প্রশ্ন-৭ ইন্টারনেট কী? শিক্ষাক্ষেত্রে কীভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়? [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
উত্তর : Internet শব্দটি Interconnected Network এর সংক্ষিপ্ত রূপ। এটি হলো মূলত নেটওয়ার্কের নেটওয়ার্ক। আসলে ইন্টারনেট হলো পৃথিবী জোড়া কোটি কোটি কম্পিউটারের এক বিশাল নেটওয়ার্ক।
শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার : বর্তমানে আমাদের জীবনের প্রায় সবক্ষেত্রেই ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে। শিক্ষাক্ষেত্রেও এর ব্যাপক ব্যবহার লক্ষ করা যাচ্ছে। নিচে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার বর্ণনা করা হলো :
১. বই, গবেষণা পত্র ইত্যাদি পড়া যায়।
২. প্রয়োজনীয় বই ডাউনলোড করে নেওয়া যায়।
৩. শিক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা যায়।
৪. শিক্ষা সংক্রান্ত ব্যাপারে অভিজ্ঞ শিক্ষকদের সাথে যোগাযোগ করা যায়।
৫. ঘরে বসে বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া এবং অনলাইনে ক্লাস করা যায়।
প্রশ্ন- ৮ সার্চ ইঞ্জিন কী? এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলোর নাম লেখ।
উত্তর : কোনো তথ্য খোঁজার দরকার হলে ইন্টারনেটে আমাদের যে বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাহায্য নিতে হয়, সেই সফটওয়্যারের নাম সার্চ ইঞ্জিন।
এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলো হচ্ছে :
গুগল – http://www.google.com/
ইয়াহু – http://www.yahoo.com/
বিং – http://www.bing.com/
পিপীলিকা – http://www.pipilika.com/
আমাজন – http://www.amazon.com/
উইকিপিডিয়া – http://www.wikipedia.org/
প্রশ্ন- ৯ নেটওয়ার্কের নেটওয়ার্ক তৈরির পদ্ধতি চিত্রসহ ব্যাখ্যা কর।
[হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়]
উত্তর : দুই বা ততোধিক কম্পিউটারকে যখন কোনো যোগাযোগ ব্যবস্থা দ্বারা একসঙ্গে যুক্ত করে দেওয়া হয় তখন তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো নিজেদের মধ্যে খুব সহজে তথ্য আদানপ্রদান করতে পারে। তথ্য আদানপ্রদানের এই পরিধিকে আরও বিস্তৃত করতে একাধিক কম্পিউটার নেটওয়ার্ককে এক সাথে জুড়ে দেওয়া যায়। আর যখন দুই বা ততোধিক কম্পিউটার নেটওয়ার্ককে কোনো যোগাযোগ ব্যবস্থা দ্বারা সংযুক্ত করা হয় তখন তাকে বলা হয় নেটওয়ার্কের নেটওয়ার্ক। নিচে চিত্রের সাহায্যে নেটওয়ার্কের নেটওয়ার্ক তৈরির পদ্ধতি দেখানো হলো
প্রশ্ন- ১০ ওয়েব ব্রাউজার কী? ব্রাউজারের মাধ্যমে কীভাবে নির্দিষ্ট ওয়েবসাইটে যাওয়া যায়?
উত্তর : ওয়েব ব্রাউজার হলো একটি বিশেষ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যা ইন্টারনেটে ওয়েবসাইট দেখার জন্য দরকার হয়।
ব্রাউজারের মাধ্যমে নির্দিষ্ট ওয়েবসাইটে যাওয়ার নিয়ম : আমরা খুব সহজেই ব্রাউজারের মাধ্যমে একটি নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে পারি। এজন্য অবশ্য আমাদের কম্পিউটারে ইন্টারনেট সংযোগ এবং একটি ওয়েব ব্রাউজার থাকতে হবে। ব্রাউজারের মাধ্যমে নির্দিষ্ট ওয়েবসাইটে যাওয়ার জন্য প্রথমেই আমাদেরকে ব্রাউজার আইকনে দুইবার ক্লিক করে ব্রাউজারটি ওপেন করতে হবে। সেখানে আগে থেকে কোনো ওয়েবসাইটের ঠিকানা দেওয়া থাকলে ওয়েবসাইটটি খুলে যাবে। প্রত্যেকটি ব্রাউজারে ওয়েবসাইটের ঠিকানা লেখার জন্য উপরে একটি জায়গা আলাদা করা থাকে, যাকে অ্যাড্রেস বার বলে। আমরা যে ওয়েবসাইটে যেতে চাই তার ঠিকানা এই অ্যাড্রেসবারে লিখতে হবে। ঠিকানা লেখা শেষ হলে ঊহঃবৎ চাপতে হবে। তাহলেই আমাদের চোখের সামনে নির্দিষ্ট ওয়েবসাইটটি খুলে যাবে। একটি ওয়েবসাইট খুলতে কত সময় লাগবে তা নির্ভর করবে আমাদের ইন্টারনেট সংযোগটি কত ভালো তার উপর।
প্রশ্ন- ১১ সার্চ ইঞ্জিন কী? এর প্রয়োজনীয়তা লেখ।
উত্তর : সার্চ ইঞ্জিন হচ্ছে বিশেষ এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার সাহায্যে ওয়েবসাইটকে সহজে খুঁজে বের করা যায়।
সার্চ ইঞ্জিনের প্রয়োজনীয়তা : সার্চ ইঞ্জিনের প্রয়োজনীয়তা অনেক বেশি। কেননা ইন্টারনেট হলো লক্ষ কোটি কম্পিউটারের নেটওয়ার্ক। সেখানে আছে লক্ষ কোটি কম্পিউটার এবং হাজার হাজার ওয়েবসাইট। এসব ওয়েবসাইটের মান এক নয়। অনেক ওয়েবসাইট তৈরি হয়েছে অবহেলায়, অনেক ওয়েবসাইট হয়তো তৈরি হয়েছে খারাপ উদ্দেশ্যে। যেহেতু ইন্টারনেটের কোনো মালিক নেই, এটি চলেছে নিজের মতো করে। তাই ইন্টারনেটে নিজে নিজে তথ্য খুঁজতে গেলে আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লান্ত হয়ে যাব। আমাদের মনে হবে আমরা বুঝি কোটি কোটি তথ্যের গোলক ধাঁধার মধ্যে আটকে গেছি। তাই যখন আমাদের কোনো তথ্য খোঁজার দরকার হয় তখন আমরা সার্চ ইঞ্জিনের সাহায্য নিই। সার্চ ইঞ্জিন আমাদের কাঙ্ক্ষিত তথ্য বহনকারী ওয়েবসাইটগুলোর তালিকা আমাদের সামনে উপস্থাপন করে। সেই ওয়েবসাইটগুলো ব্রাউজ করে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য পেয়ে যাই। এভাবে সার্চ ইঞ্জিন তথ্য খোঁজার কাজে আমাদের সময় এবং পরিশ্রম বাঁচিয়ে আমাদেরকে তথ্যে সমৃদ্ধশালী করছে।
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
পাঠ ১ : ইন্টারনেট
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. ইন্টারনেটে ম্যাপ দেখা যায় কীসের সৌজন্যে? (জ্ঞান)
গুগল আর্থ খ গুগল ইমেজ
গ গুগল ভিউ ঘ গুগল নিউজ
২. এমপি থ্রি কী? (জ্ঞান)
ক ডকুমেন্ট ফরমেট অডিও ফরমেট
গ পিকচার ফরমেট ঘ ভিডিও ফরমেট
৩. ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম হাতিয়ার কোনটি? (অনুধাবন)
ক মোবাইল ফোন খ কম্পিউটার
ইন্টারনেট ঘ সংবাদপত্র
৪. কোনো গান খোঁজার জন্য সর্বপ্রথম কোনটিকে উপযুক্ত বলে মনে করা যায়? (অনুধাবন)
ইন্টারনেট খ মোবাইল এসএমএস
গ টুইটার ঘ ল্যান
৫. অনলাইনে আবেদন করার জন্য কম্পিউটারে কীসের সংযোগ প্রয়োজন?
(অনুধাবন)
ইন্টারনেট খ প্রিন্টার
গ স্ক্যানার ঘ পেনড্রাইভ
৬. আইসিটির যে বিষয়গুলোর জন্য পৃথিবীতে বিপ্লব ঘটছে তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? (জ্ঞান)
ক ওয়েবক্যাম খ মাল্টিমিডিয়া প্রজেক্টর
ইন্টারনেট ঘ বারকোড রিডার
৭. এনসিটিবির ওয়েবসাইট থেকে বই ডাউনলোড করতে কোনটি ব্যবহার করতে হবে? (প্রয়োগ)
ক প্রিন্টার খ পেন ড্রাইভ
গ এন্টেনা ইন্টারনেট
৮. রাজিব আজ তার বাংলা বইটি হারিয়ে ফেলেছে। সে তার এই বইটি কোথা থেকে ডাউনলোড করে নিতে পারবে? (প্রয়োগ)
ক নাসার ওয়েবসাইটি খ স্কুলের ওয়েবসাইট
এনসিটিবির ওয়েবসাইট ঘ বাংলা একাডেমির ওয়েবসাইট
৯. বাংলাদেশের স্কুলের পাঠ্যবইগুলো কোন সংস্থার ওয়েবসাইট হতে ডাউনলোড করা যাবে? (অনুধাবন)
ক বিবিসি খ নায়েম গ বিটিআরসি এনসিটিবি
১০. এনসিটিবির ওয়েবসাইট কোন প্রযুক্তির অবদান? (উচ্চতর দক্ষতা)
ক তথ্য খ কম্পিউটার
তথ্য ও যোগাযোগ ঘ মোবাইল ফোন
১১. স্কুল নিব ন পরীক্ষার প্রস্তুতি নিতে আফসানার স্কুল পর্যায়ে কিছু পাঠ্যবই প্রয়োজন। এই বইগুলো কোন ক্ষেত্র থেকে সংগ্রহ করা তার জন্য সবচেয়ে সুবিধাজনক? (উচ্চতর দক্ষতা)
ক আত্মীয়স্বজনের বাড়ি খ এনসিটিবির ভবন
গ স্কুল লাইব্রেরি এনসিটিবির ওয়েবসাইট
১২. স্কুল পর্যায়ের পাঠ্যবই সংগ্রহের ক্ষেত্রে এনসিটিবির ওয়েবসাইট সবচেয়ে সুবিধাজনক উৎস কেন? (উচ্চতর দক্ষতা)
ক এখান থেকে নির্ভুল বই সংগ্রহ করা যায়
এখান থেকে বিনামূল্যে বই ডাউনলোড করা যায়
গ এখান থেকে মানসম্মত বই সংগ্রহ করা যায়
ঘ এখান থেকে স্বল্প খরচে বই সংগ্রহ করা যায়
১৩. যেকোনো অচেনা জায়গা খুঁজে পেতে কোনটির সাহায্য নেওয়া যেতে পারে?
ক এন্টেনা ইন্টারনেট
গ ডিজিটাল ক্যামেরা ঘ ওএমআর
১৪. যেকোনো নতুন বিষয় সম্পর্কে সর্বাধিক তথ্য আমরা কোনটি থেকে পেতে পারি? (জ্ঞান)
ক বই খ সংবাদপত্র
ইন্টারনেট ঘ এনসাইক্লোপিডিয়া
১৫. কোনো গান খোঁজার জন্য কোন মাধ্যমটি ব্যবহার করা জন্য সুবিধাজনক হবে? (প্রয়োগ)
ক সিডি প্লেয়ার ইন্টারনেট
গ মোবাইল ফোন ঘ ডিভিডি প্লেয়ার
১৬. ইন্টারনেট হচ্ছে এমন একটা জায়গা যেখানে পৃথিবীরÑ (অনুধাবন)
ক সবার নাম লেখা থাকে
খ ছোটখাটো তথ্য জমা থাকে
গ গোপন তথ্য খুঁজে পাওয়া যায়
যাবতীয় তথ্য খুঁজে পাওয়া যায়
১৭. সম্পা প্রিয়াঙ্কার গ্রামের বাড়ির ম্যাপ দেখতে চাইল। প্রিয়াঙ্কা কীভাবে সম্পাকে সেটির সঠিক চিত্র দেখাতে পারে? (প্রয়োগ)
ক বাজার থেকে ম্যাপ কিনে এনে এনে
ইন্টারনেটের মাধ্যমে গুগল আর্থ এর সাহায্যে
গ খাতায় মানচিত্রে এঁকে
ঘ ইন্টারনেটের জি-মেইল ব্যবহার
১৮. কীসের কল্যাণের কারণে বিদেশি মানুষের পক্ষে মুক্তিযুদ্ধের ইতিহাস জানা সম্ভব? (অনুধাবন)
ক রেডিওর কল্যাণে খ টেলিভিশনের কল্যাণে
ইন্টারনেটের কল্যাণে ঘ মোবাইলের কল্যাণে
১৯. ইন্টারনেটের সাথে যুক্ত থাকা মানে কী? (অনুধাবন)
ক সুপার কম্পিউটারের সাথে যুক্ত থাকা
খ নির্দিষ্ট কিছু কম্পিউটারের সাথে যুক্ত থাকা
গ কয়েক শত কম্পিউটারের সাথে যুক্ত থাকা
লক্ষ কোটি কম্পিউটারের সাথে যুক্ত থাকা
২০. কোনটি বিশ্বব্যাপী ব্যবহৃত সকল কম্পিউটারকে যুক্ত করতে পারে?
(উচ্চতর দক্ষতা)
ইন্টারনেট খ ফেসবুক
গ মোবাইল নেটওয়ার্ক ঘ অপটিক্যাল ফাইবার
২১. কোন ক্ষেত্রে ইন্টারনেট অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে?
(উচ্চতর দক্ষতা)
ক আধুনিক বাংলাদেশ গড়া খ দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া
গ শিক্ষিত বাংলাদেশ গড়া ডিজিটাল বাংলাদেশ গড়া
২২. প্রয়োজনীয় যেকোনো একটি ছবি খুব সহজে কোথায় পাওয়া যেতে পারে? (প্রয়োগ)
ক সফটপিডিয়া খ ওয়ার্ল্ড পিডিয়া
উইকিপিডিয়া ঘ ইন্টারনেট মুভি ডাটাবেজ
২৩. ইন্টারনেট এতো গুরুত্বপূর্ণ কেন? (অনুধাবন)
ক বিদ্যুৎ সংযোগ আবশ্যক নয় বলে
খ বিমান চালাতে ব্যবহৃত হয় বলে
গ সিনেমা দেখার সুযোগ আছে বলে
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যম বলে
২৪. পৃথিবীর সবচেয়ে বড় তথ্য ভাÊার হিসেবে কোনটিকে উল্লেখ করা যায়?
ক বই খ সংবাদপত্র
ইন্টারনেট ঘ গ্রন্থাগার
২৫. ইন্টারনেট কী? (জ্ঞান)
ক স্বল্প কিছু কম্পিউটারের নেটওয়ার্ক
খ বাংলাদেশের সকল কম্পিউটারের নেটওয়ার্ক
গ পৃথিবীর নির্দিষ্ট কিছু দেশের কম্পিউটারের নেটওয়ার্ক
সারা পৃথিবীর লক্ষ কোটি কম্পিউটারের নেটওয়ার্ক
২৬. ডাউনলোড বলতে কী বোঝায়? (অনুধাবন)
ক ইন্টারনেটে সারা পৃথিবী ঘুরে বেড়ানো
খ ফেসবুকে সবার সাথে যোগাযোগ করা
গ ব্যক্তিগত কম্পিউটার হতে ইন্টারনেটে তথ্য পাঠানো
ইন্টারনেট হতে তথ্য ব্যক্তিগত কম্পিউটারে সংরক্ষণ করা
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৭. ইন্টারনেট ব্যবহার করেÑ (প্রয়োগ)
র. পাঠ্যবই ডাউনলোড করা যায়
রর. গান ডাউনলোড করা যায়
ররর. প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
২৮. ইন্টারনেট হচ্ছেÑ (অনুধাবন)
র. আইসিটির গুরুত্বপূর্ণ একটি মাধ্যম
রর. পৃথিবীর লক্ষ কোটি কম্পিউটারের নেটওয়ার্ক
ররর. পৃথিবীর যাবতীয় তথ্যের এক বিশাল ভাÊার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর র, রর ও ররর
২৯. রাখির ভাই রাখির কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিয়ে দিয়েছে। এখন রাখির পক্ষে যে ইচ্ছেগুলো পূরণ করা সম্ভবÑ (উচ্চতর দক্ষতা)
র. একাধিক সংবাদপত্র পড়া
রর. পৃথিবীর সেরা লাইব্রেরির বই পড়া
ররর. বিদেশি বন্ধুদের সাথে মুখোমুখি বসে আড্ডা দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর র, রর ও ররর
৩০. ইন্টারনেট থেকে কোনো ছবি নিজের কম্পিউটারে সংরক্ষণ করতে আরিফকে (প্রয়োগ)
র. কম্পিউটারের সাথে ইন্টারনেট সংযোগ দিতে হবে
রর. সার্চ ইঞ্জিন ব্যবহার করে উপযুক্ত ওয়েবসাইটে ঢুকতে হবে
ররর. পছন্দের ছবিটি খুঁজে ডাউনলোড করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সানোয়ার তার স্কুলের রচনা প্রতিযোগিতায় অংশ নিতে চায়। রচনার বিষয় হলো ‘বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োজনীয়তা’, রচনাটি লেখার মতো প্রয়োজনীয় তথ্য তার কাছে নেই। তার বাবা বা পরিবারের অন্য কেউ তাকে সাহায্য করতে পারল না।
৩১. সানোয়ারের জন্য এখন কোন মাধ্যমটি ব্যবহার করা সুবিধাজনক? (প্রয়োগ)
ক সংবাদপত্র খ মোবাইল ফোন
গ টেলিভিশন ইন্টারনেট
৩২. উক্ত মাধ্যমটিকে সবচেয়ে সুবিধাজনক বলা যথার্থ। কারণ হলোÑ
(উচ্চতর দক্ষতা)
র. তাৎক্ষণিক তথ্য সংগ্রহ করা যায়
রর. বিনামূল্যে তথ্য সংগ্রহ করা যায়
ররর. বিপুল পরিমাণ তথ্য জমা রাখা যায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
নাসির পড়ার সময় তার গণিত বইটি কোথাও খুঁজে না পেয়ে কান্না শুরু করে দিল। কান্না দেখে তার বড় ভাই এনসিটিবির ওয়েবসাইট থেকে গণিত বইটি ডাউনলোড করে। তারপর প্রিন্ট করে নাসিরকে একটা নতুন গণিত বই বানিয়ে দেয়।
৩৩. বই ডাউনলোড করতে নাসিরের বড় ভাই কোনটি ব্যবহার করেছে? (প্রয়োগ)
ক মোবাইল নেটওয়ার্ক খ ডিজিটাল ক্যামেরা
গ ওএমআর ইন্টারনেট
৩৪. নাসিরের বড় ভাই যে উৎস থেকে বইটি ডাউনলোড করেছে সেটি স্কুল পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা সেখানে- (উচ্চতর দক্ষতা)
র. পাঠ্যবই সংরক্ষিত আছে
রর. সহায়ক বই সংরক্ষিত আছে
ররর. পরীক্ষার সকল প্রশ্নপত্র আছে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
পাঠ ২-৩ : ইন্টারনেট সংযোগ ও নেটওয়ার্ক নেটওয়ার্ক খেলা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩৫. ইন্টারনেট শব্দটা এসেছে কোন শব্দ থেকে?
ক ওহঃবৎ ঘবঃড়িৎশ
ওহঃবৎপড়হহবপঃবফ ঘবঃড়িৎশ
গ ওহঃবৎষরহশবফ ঘবঃড়িৎশ
ঘ ওহঃবৎপড়হহবপঃবফ ঘবঃধিৎব
৩৬. প্রথম ইন্টারনেটে কয়টি কম্পিউটার যুক্ত ছিল? (জ্ঞান)
ক ২ ৪ গ ৭ ঘ ১০
৩৭. একটি নেটওয়ার্কের মধ্যে তথ্য আদানপ্রদানে কোনটি ব্যবহৃত হয়? (জ্ঞান)
ক র্যাম সুইচ
গ প্রসেসর ঘ রাউটার
৩৮. রাকাদের স্কুলের নেটওয়ার্কের সাথে মালিহাদের স্কুলের নেটওয়ার্ক জুড়ে দিতে কোনটি ব্যবহার করতে হবে? (প্রয়োগ)
ক প্লটার রাউটার
গ ওয়েবক্যাম ঘ বারকোড রিডার
৩৯. ইন্টারনেট কীসের নেটওয়ার্ক? (জ্ঞান)
ক সারাবিশ্বের মানুষের খ মোবাইল ফোনের
গ একটা দেশের কম্পিউটারের পৃথিবীজোড়া কম্পিউটারের
৪০. একটি কম্পিউটার ল্যাবে ১০টি কম্পিউটার আছে। কম্পিউটারগুলোকে নেটওয়ার্কের আওতায় আনতে কী দিয়ে সংযোগ দিতে হবে? (প্রয়োগ)
সুইচ খ রাউটার
গ অপটিক্যাল ফাইবার ঘ স্যাটেলাইট
৪১. সুইচ হলো এক ধরনের Ñ (অনুধাবন)
ক কম্পিউটার সফটওয়্যার খ স্টোরেজ ডিভাইস
কম্পিউটার নেটওয়ার্ক ঘ কম্পিউটার ভাইরাস
৪২. সুইচ কী কাজে ব্যবহার করা হয়? (অনুধাবন)
ক কম্পিউটারে গান শোনার কাজে
খ কম্পিউটারে তথ্য সংরক্ষণের কাজে
গ কম্পিউটারে বিদ্যুৎ সরবরাহের কাজে
কম্পিউটারে নেটওয়ার্ক তৈরি করার কাজে
৪৩. মিরন তার কম্পিউটারের সাথে রাজিবের কম্পিউটারের সংযোগ স্থাপন করতে চায়। এক্ষেত্রে কোনটি প্রয়োজন? (প্রয়োগ)
ক মেমোরি খ মোডেম
গ ওয়েব সাইট কম্পিউটার নেটওয়ার্ক
৪৪. দুইটি ভিন্ন কম্পিউটার নেটওয়ার্ককে কীসের সাহায্যে সংযোগ দেওয়া যায়?
ক মোডেম খ এন্টেনা গ সুইচ রাউটার
৪৫. ইন্টারনেটের কী? (জ্ঞান)
নেটওয়ার্কের নেটওয়াকর্
খ কম্পিউটারের নেটওয়ার্ক
গ হার্ডওয়্যারের নেটওয়াকর্
ঘ স্যাটেলাইটের নেটওয়ার্ক
৪৬. যদি তিনটি স্কুলের মধ্যে নেটওয়ার্ক সংযোগ গড়ে তুলতে হয়, তাহলে কয়টি রাউটার ও সুইচ লাগবে? (উচ্চতর দক্ষতা)
ক ১টি রাউটার ও ৩টি সুইচ খ ২টি রাউটার ও ৩টি সুইচ
গ ২টি রাউচার ও ৩টি সুইচ ১টি রাউটার ও ৩টি সুইচ
৪৭. অ এবং ই দুটি স্কুলের নেটওয়ার্কের মধ্যে রাউটার দিয়ে নেটওয়ার্ক গড়ে তুলতে ক্রমিক ধারাটি কিরূপ হবে? (প্রয়োগ)
ক অ স্কুল সুইচ ই স্কুল সুইচ রাউটার
খ অ স্কুল রাউটার সুইচ ই স্কুল সুইচ
গ ই স্কুল সুইচ রাউটার অ স্কুল সুইচ
অ স্কুল সুইচ রাউটার সুইচ ই স্কুল
৪৮. ইন্টারনেটের এই লক্ষ কোটি নেটওয়ার্ক সংযুক্ত করে রেখেছে কে? (অনুধাবন)
ক সুইচ খ হাব রাউটার ঘ মডেম
৪৯. রাউটার কী?
ক ইনপুট ডিভাইস খ আউটপুট ডিভাইস
নেটওয়ার্ক ডিভাইস ঘ মোবাইল ডিভাইস
৫০. আনিসুর রহমান একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। ভিন্ন ভিন্ন সুইচ সংযুক্ত করতে তিনি কী ব্যবহার করবেন? (প্রয়োগ)
ক মোডেম খ এন্টেনা
রাউটার ঘ অপটিক্যাল ফাইবার
৫১. শিমুলদের এলাকার প্রত্যেকটি স্কুলের কম্পিউটারগুলো নেটওয়ার্কভুক্ত করা আছে। সব স্কুলের কম্পিউটার নেটওয়ার্ককে যদি এক সাথে জুড়ে দেওয়া হয় তাহলে কী সৃষ্টি হবে? (প্রয়োগ)
ক স্কুল নেটওয়ার্ক খ জেলা নেটওয়ার্ক
গ ইন্টারনাল নেটওয়ার্ক নেটওয়ার্কের নেটওয়ার্ক
৫২. নেটওয়ার্কের নেটওয়ার্ক তৈরির সঠিক প্রক্রিয়া কোনটি? (অনুধাবন)
ক রাউটার কম্পিউটার রাউটার
খ কম্পিউটার সুইচ কম্পিউটার
গ সুইচ কম্পিউটার রাউটার কম্পিউটার
কম্পিউটার সুইচ রাউটার সুইচ কম্পিউটার
৫৩. পাঁচটি স্কুলের মধ্যে নেটওয়ার্ক সংযোগ গড়ে তুলতে কয়টি সুইচ লাগবে? (প্রয়োগ)
ক এক খ দুই গ তিন পাঁচ
৫৪. চারটি স্কুলের মধ্যে নেটওয়ার্ক সংযোগ গড়ে তুলতে কয়টি রাউটার লাগবে? (প্রয়োগ)
এক খ দুই গ তিন ঘ পাঁচ
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫৫. ইন্টারনেটের জন্ম হয়Ñ (অনুধাবন)
র. নেটওয়ার্কের নেটওয়ার্ক হতে
রর. ওহঃবৎপড়হহবপঃবফ ঘবঃড়িৎশ শব্দ যুগল থেকে
ররর. ১৯৬৯ সালে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৫৬. রাইমাদের স্কুলে একটা কম্পিউটার নেটওয়ার্ক আছে এবং তাদের পাশের স্কুলে একটা কম্পিউটার নেটওয়ার্ক আছে। এখন এই দুইটি স্কুলের মধ্যে নেটওয়ার্ক গড়ে তুলতে প্রয়োজনÑ (উচ্চতর দ¶তা)
র. সুইচ রর. রাউটার
ররর. ডিরেক্টর
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৭. ওহঃবৎহবঃ শব্দটা তৈরির সাথে যে শব্দগুলোর সম্পর্ক আছেÑ (অনুধাবন)
র. ওহঃবৎপড়হহবপঃবফ রর. ওহঃবৎষরহশবফ
ররর. ঘবঃড়িৎশ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৮. ইন্টারনেট হচ্ছেÑ (অনুধাবন)
র. নেটওয়ার্কের নেটওয়ার্ক
রর. কয়েকটি দেশের কম্পিউটারের নেটওয়ার্ক
ররর. সারা বিশ্বের কোটি কোটি কম্পিউটারের নেটওয়ার্ক
নিচের কোনটি সঠিক?
ক র ও ররর র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৯. ইন্টারনেট নেটওয়ার্ক বিস্তৃত করার কাজে ব্যবহৃত হার্ডওয়্যার হচ্ছেÑ (অনুধাবন)
র. সুইচ রর. রাউটার
ররর. স্যাটেলাইট
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৬০. রাকিন তাদের স্কুলে একটি কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে চায়। তাহলে তাকে ব্যবহার করতে হবে- (প্রয়োগ)
র. কম্পিউটার রর. রাউটার
ররর. সুইচ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের চিত্রটি লক্ষ কর এবং ৬১ ও ৬২ নং প্রশ্নের উত্তর দাও :
৬১. প্রশ্নবোধক চিেহ্নর ডিভাইসটির নাম কী? (প্রয়োগ)
ক মাইক্রো প্রসেসর খ মাদারবোর্ড
রাউটার ঘ ওএমআর
৬২. উক্ত ডিভাইসটি নষ্ট হয়ে গেলে সুইচ-১ এর নেটওয়ার্ক এবং সুইচ-২ এর নেটওয়ার্ক একে অন্যের সাথেÑ (উচ্চতর দক্ষতা)
ক যোগাযোগ চালিয়ে যেতে পারবে
কখনোই যোগাযোগ করতে পারবে না
গ মাঝে মাঝে যোগাযোগ করতে পারবে
ঘ স্বল্প সময়ের জন্য যোগাযোগ করতে পারবে
পাঠ ৪ : ওয়েবসাইট
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৬৩. টজখ কী?
ওয়েবসাইটের পূর্ণাঙ্গ ঠিকানা
খ ওয়েবসাইটের পূর্ণাঙ্গ তথ্য
গ ওয়েবসাইটের ছবি
ঘ ওয়েবসাইটের পণ্য
৬৪. ইন্টারনেটের মাধ্যমে কোনো তথ্য পেতে হলে কোন জিনিসটি ব্যবহার করতে হবে? (প্রয়োগ)
ওয়েবসাইট খ সুইচ গ রাউটার ঘ হাব
৬৫. খবরের কাগজের ওয়েবসাইটে গিয়ে কী করা যায়? (জ্ঞান)
ক খবর দেয়া খ খবর নেয়া
খবর পড়া ঘ খবর তৈরি
৬৬. নিজের তথ্য অন্যের সামনে তুলে ধরার জন্য তৈরি ব্যবস্থাটার নাম কী?
ওয়েবসাইট খ নেটওয়ার্ক
গ প্রোগ্রাম ঘ স্যাটেলাইট
৬৭. ইন্টারনেটে তথ্য কোথায় থাকে? (অনুধাবন)
ক ই-মেইলে ওয়েবসাইটে
গ মোবাইল ফোনে ঘ সার্চ ইঞ্জিনে
৬৮. অসংখ্য কম্পিউটার একে অন্যের সাথে যোগাযোগ করতে পারে কোন ব্যবস্থার মাধ্যমে? (জ্ঞান)
ক ই-মেইল ইন্টারনেট
গ ওয়েবসাইট ঘ ব্রাউজার
৬৯. কীভাবে নির্দিষ্ট ওয়েবসাইটটি খুঁজে পাওয়ার যায়? (অনুধাবন)
ওয়েবসাইটটির নাম দিয়ে
খ ওয়েবসাইটটির ভেতরের তথ্য দিয়ে
গ ওয়েবসাইটটির নাম ছাড়াই
ঘ ওয়েবসাইটটি তৈরির তথ্য দিয়ে
৭০. ওয়েবসাইটের মূল পাতাকে কী বলা হয়? (জ্ঞান)
হোমপেজ খ লাস্ট পেজ
গ মিডিল পেজ ঘ ওয়েব পেজ
৭১. আজকাল ওয়েবসাইট থেকেÑ (অনুধাবন)
ক গান শেখা যায়
খ রান্না করা খাবার পাওয়া যায়
গ জিনিসপত্র তৈরি করা যায়
জিনিসপত্র কেনা-বেচা করা যায়
৭২. ওয়েবসাইট খুঁজে বের করার জন্য তৈরি বিশেষ অ্যাপ্লিকেশন সফটওয়্যারটির নাম কী?
সার্চ ইঞ্জিন খ ওয়েব ইঞ্জিন
গ সার্চ সাইট ঘ ওয়েব সার্চ
৭৩. আরিফ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানাটা জানে না। সে কীসের সাহায্যে সেটা খুঁজে পেতে পারে
ক প্যাকেজ সফটওয়্যার খ কাস্টমাইজ সফটওয়্যার
সার্চ ইঞ্জিন ঘ সার্চ সফটওয়্যার
৭৪. সার্চ ইঞ্জিন কী?
ক বিশেষ ধরনের কাস্টমাইজ সফটওয়্যার
খ বিশেষ ধরনের প্যাকেজ সফটওয়্যার
বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার
ঘ বিশেষ ধরনের সিস্টেম সফটওয়্যার
৭৫. একটি ওয়েবসাইট তৈরির সময় কোন বিষয়টির প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়? (উচ্চতর দক্ষতা)
ক কতগুলো ছবি থাকবে খ তথ্যগুলো কীভাবে থাকবে
গ কী পরিমাণ তথ্য থাকবে কয়টি পেইজ তৈরি হবে
৭৬. ইন্টারনেটে যেকোনো বিষয়ে সবচেয়ে বেশি তথ্য পেতে আমাদের কোথায় যেতে হবে? (অনুধাবন)
ওয়েবসাইটের বিশ্বকোষে
খ খেলার ওয়েবসাইটে
গ স্পোর্টস ওয়েবসাইটে
ঘ নিউজের ওয়েবসাইটে
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৭৭. ওয়েবসাইট ব্যবহার করেÑ (অনুধাবন)
র. খবর পড়া যায়
রর. ই-মেইল করা যায়
ররর. সার্চ ইঞ্জিনের মাধ্যমে তথ্য খোঁজা যায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৭৮. একটা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সাধারণত যেসব তথ্য থাকেÑ (অনুধাবন)
র. বিভিন্ন বিভাগের নাম
রর. বিভিন্ন পরীক্ষার তারিখ
ররর. শিক্ষকদের বেতন
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৭৯. রামিম ইন্টারনেট ব্যবহার করেÑ (প্রয়োগ)
র. ছবির ওয়েবসাইটে গিয়ে ছবি দেখতে পারে
রর. সংগীতের ওয়েবসাইটে গিয়ে গান শুনতে পারে
ররর. উইকিপিডিয়াতে গিয়ে দেশ সম্পর্কে জানতে পারে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর র, রর ও ররর
৮০. অনেক বড় বড় কোম্পানি আছে যাদের নিজস্ব ওয়েবসাইট আছে। তারা এসব ওয়েবসাইট খুলেছেÑ (প্রয়োগ)
র. তাদের পণ্যগুলো প্রদর্শনের জন্য
রর. তাদের পণ্যগুলো অনলাইনে বিক্রির জন্য
ররর. তাদের পণ্যগুলোর মান পরীক্ষার জন্য
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮১ ও ৮২ নং নম্বর প্রশ্নের উত্তর দাও :
সুমন ফেসবুকের সদস্য হয়েছে কিছুদিন আগে। সে ওয়েবসাইটের ব্যবহার সম্পর্কে তেমন কিছুই জানে না। বন্ধুকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলল ইন্টারনেটেই এ সম্পর্কে জানা যাবে।
৮১. সুমন তার প্রয়োজনীয় তথ্যের জন্য কার সাহায্য নিবে? (প্রয়োগ)
সার্চ ইঞ্জিন খ অন্য ওয়েবসাইট
গ সংবাদপত্র ঘ বই
৮২. সুমনের বন্ধু যে মাধ্যমটির কথা বলেছে সেখানেÑ (উচ্চতর দক্ষতা)
র. বহু তথ্য পাওয়া যায়
রর. ফেসবুক সম্পর্কিত তথ্য পাওয়া যায়
ররর. ফোন করে যেকোনো তথ্য জানা যায়
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
পাঠ ৫-২০ : ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮৩. ইন্টারনেটে ওয়েবসাইট দেখার জন্য কয়টি জিনিসের দরকার?
ক ১ ২ গ ৩ ঘ ৪
৮৪. ইন্টারনেটে ওয়েবসাইট দেখার জন্য প্রথমত কোন জিনিসটি দরকার? (জ্ঞান)
ক লিংক খ ব্রাউজার
গ কম্পিউটার ইন্টারনেট সংযোগ
৮৫. ইন্টারনেটের তথ্য ভাÊারের ঠিকানা নির্দেশ করে কোনটি? (অনুধাবন)
ক নেটওয়ার্ক ওয়েবসাইট
গ গুগলক্রোম ঘ ডেটা সেন্টার
৮৬. ইন্টারনেটে এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে ভ্রমণ করাকে কী বলে? (অনুধাবন)
ক নেভিগেশন ব্রাউজিং গ সার্চিং ঘ ট্রাভেলিং
৮৭. ওয়েবসাইট দেখার জন্য তৈরি বিশেষ অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম কী? (অনুধাবন)
ক লিনাক্স খ ওয়ার্ড প্রসেসর
গ সার্চ ইঞ্জিন ব্রাউজার
৮৮. ওয়েব ব্রাউজার কী ধরনের সফটওয়্যার? (জ্ঞান)
ক অপারেটিং সিস্টেম সফটওয়্যার
অ্যাপ্লিকেশন সফটওয়্যার
গ প্যাকেজ সফটওয়্যার
ঘ কাস্টমাইজড সফটওয়্যার
৮৯. বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়েব ব্রাউজার কোনটি? (অনুধাবন)
ইন্টারনেট এক্সপ্লোরার খ গুগল ক্রম
গ সাফারি ঘ আমাজান
৯০. ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, অপেরা, মজিলা ফায়ারফক্স, সাফারি ইত্যাদি কী ধরনের সফটওয়্যার? (জ্ঞান)
ক ইন্টারনেট এক্সপ্লোরার খ প্যাকেজ
অ্যাপ্লিকেশন ঘ কাস্টমাইজড
৯১. ব্রাউজার আইকনে পরপর দুইবার ক্লিক করলে কী ঘটবে? (অনুধাবন)
ব্রাউজার ওপেন হবে খ ব্রাউজার ব হবে
গ ব্রাউজার ইনস্টল হবে ঘ ইন্টারনেট ওপেন হবে
৯২. ওয়েব ব্রাউজারের অ্যাড্রেস বারে ওয়েবসাইটের ঠিকানা লিখে কি-বোর্ডের কোন বাটনটি চাপ দিতে হবে? (জ্ঞান)
K Space Bar L Backspace
Enter N Alt
৯৩. নিচের কোন অ্যাড্রেসটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
K htp: //www. nasa.gov/
http:// www. nasa.gov/
M http:// www. nasa.gov\
N htt:// www. nasa.gov/
৯৪. বাংলাদেশের কোনো দর্শনীয় স্থান দেখার জন্য বাবলুকে কোন ওয়েবসাইটে যেতে হবে? (প্রয়োগ)
K http://www. nasa.gov/
L http://www.wikipedia.ogr/
http://www. parjatan.gov.bd/
N http://www.maps. google.com/
৯৫. ওয়েব ব্রাউজারের ওয়েব সাইটের ঠিকানা লেখার জন্য নির্দিষ্ট জায়গায়ে কী বলে? [হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়]
ক মেনুবার খ আইকন
গ হোম পেজ অ্যাড্রেস বার
৯৬. আইকন অর্থ কী?
ছোট একটি ছবি খ তীর চিহ্ন
গ এক ধরনের কলম ঘ এক ধরনের বাতি
৯৭. নিচের কোনটি একটি সার্চ ইঞ্জিন?
ক গুগল ক্রোম খ অপেরা
বিং ঘ সাফারি
৯৮. ঘঈঞই এর ওয়েবসাইট থেকে বই পেতে ইন্টারনেটের কোন সার্ভিসটি ব্যবহার করা যায়? [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
ক ই-মেইল খ ফ্যাক্স
গ বিক্রয় ডটকম ডাউনলোড
৯৯. http কী? (উচ্চতর দক্ষতা)
Hyper text transfer protocol
L High text transfer protocal
M Hyper text transfer performance
N Hyper text transfering protocol
১০০. নিচের কোন ওয়েবসাইটের সাহায্যে যেকোনো এলাকার ম্যাপ দেখা যায়? (উচ্চতর দক্ষতা)
K http://www.nasa.gov/
L http://maps. ask.com/
http://maps.google.com/
N http:// maps goole. com/
১০১. প্রিয় ওয়েবসাইটগুলোকে ব্রাউজারে কীভাবে রেখে দেওয়া হয়? (উচ্চতর দক্ষতা)
ক সার্চ দিয়ে খ ব্রাউজ করে
গ ই-মেইল করে বুকমার্ক করে
১০২. ওয়েবসাইটে তথ্যগুলো কীভাবে সাজানো থাকে? (অনুধাবন)
ক এলোমেলোভাবে নানাস্তরে
গ বিশৃঙ্খলভাবে ঘ একস্থানে গুচ্ছাকারে
১০৩. সার্চ ইঞ্জিন কী ধরনের সফটওয়্যার? (জ্ঞান)
অ্যাপ্লিকেশন সফটওয়্যার
খ প্যাকেজ সফটওয়্যার
গ কাস্টমাইজড সফটওয়্যার
ঘ সিস্টেম সফটওয়্যার
১০৪. সুমন ইন্টারনেটে কোনো তথ্য খুঁজবে কোনটির সাহায্যে? (প্রয়োগ)
ক ওয়ার্ড প্রসেসর খ এন্টিভাইরাস
সার্চ ইঞ্জিন ঘ ওপেন অফিস রাইটার
১০৫. নিচের কোনটি সার্চ ইঞ্জিন? (জ্ঞান)
K http://www.wikipedia.org/
L http://www.cricinfo.com/
http://www.bing.com/
N http://www.gmail.com/
১০৬. পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন কোনটি? (উচ্চতর দক্ষতা)
www.google.com
L www.goolesearch.com
M www.torch.com
ঘ www.wikipedia.com
১০৭. আমাজান সার্চ ইঞ্জিনের অ্যাড্রেস কোনটি? (জ্ঞান)
ক www.amazon.net
খ. www.amazon.info
গ. www.amazon.com.bd
www.amazon.com
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১০৮. ইন্টারনেটে ওয়েবসাইট দেখার জন্য দরকারÑ (অনুধাবন)
র. এন্টি ভাইরাস রর. ওয়েব ব্রাউজার
ররর. ইন্টারনেট সংযোগ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
১০৯. বর্তমানে যে ওয়েবসাইটগুলো বেশি ব্যবহৃত হচ্ছে- (অনুধাবন)
র. ইন্টারনেট এক্সপ্লোরার
রর. মজিলা ফায়ারফক্স
ররর. আমাজান
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ র ও ররর ঘ র, রর ও ররর
১১০. পৃথিবীর জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলো হলো- (অনুধাবন)
র. বিং রর. গুগল
ররর. আস্ক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ রর ও ররর
গ রর ও ররর র, রর ও ররর
১১১. ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য খুঁজতে সাজুকে সাহায্য করবে- (প্রয়োগ)
র. গুগল রর. সাফারি
ররর. আমাজান
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১১২. সার্চ ইঞ্জিনের জনপ্রিয়তার কারণ হলো- (প্রয়োগ)
র. এগুলো চালানো সহজ
রর. এগুলো তথ্য খুঁজতে সাহায্য করে
ররর. এগুলো মানুষের সময় বাঁচায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১১৩ ও ১১৪ নং প্রশ্নের উত্তর দাও :
রিয়া মহাকাশ নিয়ে খুবই আগ্রহী। সে ইষধপশযড়ষব সম্পর্কে জানতে চায়। মহাকাশ সম্পর্কিত বিভিন্ন তথ্য সে ইন্টারনেট ব্যবহার করে সংগ্রহ করে।
১১৩. রিয়ার আগ্রহের বিষয়টি সম্পর্কে পর্যাপ্ত তথ্য কোথায় সংরক্ষিত আছে? (প্রয়োগ)
K http://www.maps.google.com /
L http://www.nasa.com/
M http://www.facebook.com/
ফ http://www.nasa.gov /
১১৪. রিয়া তার কাজে যে ওয়েবসাইটগুলোর সাহায্য নিতে পারে- (উচ্চতর দক্ষতা)
র. http://www.google.com /
রর. http://www.wikipedia.org /
ররর. http://www.bing.com/.
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর র, রর ও ররর