Primary assistant teacher exam question 2014 (Code-beta, Set-03) Date-18-04-2014

প্রাইমারি সহকারি-শিক্ষক নিয়োগ পরিক্ষা ২০১৪ (কোড-বিটা, সেট-০৩)

“By fits and starts” means—

(ক) Carefully

(খ) Irregularly

(গ) Regularly

(ঘ) Attentively

উত্তরঃ খ। Irregularly

“Fag end” means–

(ক) The last part

(খ) Foggy

(গ) Cut a bad figure

(ঘ) Unfair

উত্তরঃ ক। The last part

The idiom “Bring to book” এর অর্থ

(ক) Book written by famous writer

(খ) Rebuke

(গ) Valueless person

(ঘ) None of the above

উত্তরঃ খ। Rebuke

“He prides himself — his wealth” বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হবে

(ক) of

(খ) for

(গ) on

(ঘ) in

উত্তরঃ গ। on

The boy wonders —- in the streets” বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হবে

(ক) for

(খ) of

(গ) at

(ঘ) about

উত্তরঃ গ। at

দৃষ্টিহীন কার ছদ্মনাম?

(ক) প্যারিচাঁদ মিত্র

(খ) মধুসূদন দত্ত

(গ) মধুসূদন মজুমদার

(ঘ) বিহারীলাল চক্রবর্তী

উত্তরঃ গ। মধুসূদন মজুমদার

“A search for identity”- বইটি কার লেখা?

(ক) কবির চৌধুরী

(খ) মেজর আব্দুল জলিল

(গ) মেজর রফিকুল ইসলাম

(ঘ) সিরাজুল ইসলাম

উত্তরঃ খ। মেজর আব্দুল জলিল

জসীমউদ্দীনের নাটক

(ক) বেদের মেয়ে

(খ) রাখালী

(গ) মাটির কান্না

(ঘ) বোবা কাহিনী

উত্তরঃ ক। বেদের মেয়ে

প্রতিদিন ঘরহীন ঘরেকাব্যগ্রন্থের রচয়িতা

(ক) আহসান হাবিব

(খ) মহাদেব সাহা

(গ) আলাউদ্দীন আল আজাদ

(ঘ) শামসুর রাহমান

উত্তরঃ ঘ। শামসুর রাহমান

১০বাংলাদেশের প্রথম সংবাদপত্র

(ক) আজাদ

(খ) সমাচার দর্পন

(গ) বঙ্গদর্শন

(ঘ) বেঙ্গল গেজেট

উত্তরঃ খ। সমাচার দর্পন

১১একটি ঘড়ি প্রতিদিন ১০ মিনিট সময় হারায়। কতদিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌঁছাবে যখন ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে?

(ক) ৩৬

(খ) ৭২

(গ) ১২০

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ খ। ৭২

১২বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কত গুণ?

(ক) অর্ধেক

(খ) সমান

(গ) দ্বিগুণ

(ঘ) তিনগুণ

উত্তরঃ গ। দ্বিগুণ

১৩কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?

(ক) ১/২( ভূমি * উচ্চতা)

(খ) দৈর্ঘ্য * প্রস্থ

(গ) ২(দৈর্ঘ্য * প্রস্থ )

(ঘ) ভূমি * উচ্চতা

উত্তরঃ ঘ। ভূমি * উচ্চতা

১৪পাঁচ সন্তানের বয়সের গড় বছর এবং পিতাসহ তাদের বয়সের গড় ১৩ বছর। পিতার বয়স কত?

(ক) ৪৩ বছর

(খ) ৩৩ বছর

(গ) ৫৩ বছর

(ঘ) ৬৩ বছর

উত্তরঃ ক। ৪৩ বছর

১৫আব্দুল করিম আব্দুর রহিমের চাইতে বছরের ছোট। আফজালের বয়স আব্দুল করিমের বয়স থেকে বছর কম। মুমিনের বয়স যখন তখন আব্দুল করিম জন্মেছে। তাদের মধ্যে জ্যেষ্ঠতমের বয়স ৫২ হলে আফজালের বয়স কত?

(ক) ৫৪ বছর

(খ) ৪৫ বছর

(গ) ৫০ বছর

(ঘ) ৪৩ বছর

উত্তরঃ খ। ৪৫ বছর

১৬কোনটি শুদ্ধ বানান?

(ক) Catastrophe

(খ) Cetastrophe

(গ) Catarstrofee

(ঘ) Catastrophee

উত্তরঃ ক। Catastrophe

১৭Choose the correct spelling?

(ক) Dysentery

(খ) Dysentry

(গ) Dysentary

(ঘ) Diesentary

উত্তরঃ ক। Dysentery

১৮What is the antonym of “Expel”?

(ক) Eject

(খ) Dismiss

(গ) Admit

(ঘ) Banish

উত্তরঃ গ। Admit

১৯What is the synonym of “Remember”?

(ক) Call up

(খ) Memory

(গ) Forget

(ঘ) Recollect

উত্তরঃ ঘ। Recollect

২০What is the antonym of the word “Somber”?

(ক) Bright

(খ) Dark

(গ) Dismal

(ঘ) Gloomy

উত্তরঃ ক। Bright

২১What is the meaning of the word “Nascent”?

(ক) Trail

(খ) Beginning

(গ) Nasal

(ঘ) Odoro

উত্তরঃ খ। Beginning

২২How many types of Gender are there?

(ক) Four types

(খ) Three types

(গ) Two types

(ঘ) One type

উত্তরঃ ক। Four types

২৩Noun of the word “Break” is –

(ক) breaking

(খ) breach

(গ) breakful

(ঘ) breakdown

উত্তরঃ ঘ। breakdown

২৪“Might” শব্দটির adjective নিচের কোনটি?

(ক) Mighteous

(খ) Mightful

(গ) Mighter

(ঘ) Mighty

উত্তরঃ ঘ। Mighty

২৫“Does he speak English well? বাক্যটির সঠিক passive form হচ্ছে

(ক) Is English spoke well by him?

(খ) Is English spoken well to him?

(গ) Is English spoken well by him?

(ঘ) Was English spoke well by him?

উত্তরঃ গ। Is English spoken well by him?

২৬মহর্ষিকোন সমাস?

(ক) কর্মধারয়

(খ) দ্বন্দ্ব

(গ) তৎপুরুষ

(ঘ) দ্বিগু

উত্তরঃ ক। কর্মধারয়

২৭প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়

(ক) উপমিত

(খ) উপমান

(গ) উপমেয়

(ঘ) রূপক

উত্তরঃ গ। উপমেয়

২৮পয়জারএর সমার্থক শব্দ কোনটি?

(ক) ছুতার

(খ) পাদুকা

(গ) উন্মাদ

(ঘ) দাঁড়িপাল্লা

উত্তরঃ খ। পাদুকা

২৯বামেতরশব্দটির অর্থ

(ক) বামচোখ

(খ) ইতর

(গ) বামদিক

(ঘ) ডান

উত্তরঃ ঘ। ডান

৩০মনীষাশব্দের বিপরীত অর্থ

(ক) নির্বোধ

(খ) প্রভা

(গ) মনস্বিতা

(ঘ) স্থিরতা

উত্তরঃ ক। নির্বোধ

৩১নির্মলএর বিপরীতার্থক শব্দ কি?

(ক) প্রফুল্ল

(খ) বিশুদ্ধ

(গ) পঙ্কিল

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ গ। পঙ্কিল

৩২গুড়ে বালিকথাটির অর্থ কি?

(ক) বাতাসে বালি

(খ) আশায় নৈরাশ্য

(গ) ভালোতে খারাপ

(ঘ) গোবরে পদ্মফুল

উত্তরঃ খ। আশায় নৈরাশ্য

৩৩মুখ তোলাবাক্যাংশের বিশিষ্ট অর্থ কি?

(ক) নিজের মুখ উপরে তোলা

(খ) অন্যের মুখ তুলে ধরা

(গ) প্রসন্ন হওয়া

(ঘ) নষ্ট করা

উত্তরঃ গ। প্রসন্ন হওয়া

৩৪যার বাসস্থান নেই বাক্যের এক কথায় প্রকাশ কি?

(ক) অনিকেতন

(খ) উদ্বাস্তু

(গ) অনুজ

(ঘ) একাহারী

উত্তরঃ ক। অনিকেতন

৩৫ভুল বানান কোনটি?

(ক) সমিতি

(খ) প্রতিতি

(গ) জামিতি

(ঘ) প্রকৃতি

উত্তরঃ গ। জামিতি

৩৬x + y = 12 এবং xy = 60 হলে (x – y)2 = কত?

(ক) 7

(খ) 8

(গ) 9

(ঘ) 10

উত্তরঃ ক। 7

৩৭a + b = 6 এবং ab=8 হলে (a – b)2 = কত?

(ক) 8

(খ) 6

(গ) 4

(ঘ) 2

উত্তরঃ গ। 4

৩৮সুদের হার % থেকে কমে % হলে এক ব্যক্তির আয় বছরে ৭০ টাকা কমে যায়। তার মূলধন কত?

(ক) ১০০০ টাকা

(খ) ৮০০ টাকা

(গ) ৭০০ টাকা

(ঘ) ৬০০ টাকা

উত্তরঃ গ। ৭০০ টাকা

৩৯এক ব্যক্তি শেয়ার ব্যবসায় ,০০,০০০ টাকা বিনিয়োগ করলেন। শেয়ারপ্রতি লভ্যাংশ হিসেবে তার আয় টাকা। ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বাজার দর ১৫০ টাকা ব্যক্তির বাৎসরিক আয় কত?

(ক) ৫৪,০০০ টাকা

(খ) ৮১,০০০ টাকা

(গ) ১৫,০০০ টাকা

(ঘ) ৫৮,০০০ টাকা

উত্তরঃ খ। ৮১,০০০ টাকা

৪০একটি সাইকেল ৭২০০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১২% লাভ হবে?

(ক) ৭০০০

(খ) ৮৯৬০

(গ) ৬৫০০

(ঘ) উত্তরঃ খ। ৮৯৬০

৪১ টাকায় ১টি করে কমলা কিনে ২৪ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ২০% লাভ হবে?

(ক) ৬টি

(খ) ৩টি

(গ) ৪টি

(ঘ) ৫টি

উত্তরঃ ঘ। ৫টি

৪২একটি বিশ্ববিদ্যালয়ের ৮০% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে। ছাত্রাবাসের সৌভাগ্যবান ৬০% শিক্ষার্থী একক কক্ষ পায়। যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা ১২০০ হয় তবে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত?

(ক) ৩০০০

(খ) ২৮০০

(গ) ২৫০০

(ঘ) ২০০০

উত্তরঃ গ। ২৫০০

৪৩স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘণ্টায় কি. মি. এরূপ নৌকায় স্রোতের অনুকূলে ৩৩ কি. মি. পথ যেতে ঘণ্টা সময় লেগেছে। ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে?

(ক) ১৩ ঘণ্টা

(খ) ১১ ঘণ্টা

(গ) ১০ ঘণ্টা

(ঘ) ৯ ঘণ্টা

উত্তরঃ খ। ১১ ঘণ্টা

৪৪যদি কোনো একটি কাজ আলাদাভাবে সম্পন্ন করতে করিমের ৪৫ মি. এবং রহিমের ৩০ মি. সময় লাগে তবে উভয়ে একত্রে কাজটি সম্পন্ন করতে কত মিনিট সময় লাগবে?

(ক) ১৮

(খ) ১৬

(গ) ১৫

(ঘ) ২১

উত্তরঃ ক। ১৮

৪৫একটি সোনার গয়নার ওজন ৩২ গ্রাম। এতে সোনা তামার পরিমাণ ৩ঃ১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ঃ হবে?

(ক) ২ গ্রাম

(খ) ৩ গ্রাম

(গ) ৬ গ্রাম

(ঘ) ৮ গ্রাম

উত্তরঃ ঘ। ৮ গ্রাম

৪৬কোনটিকে কোষের প্রাণশক্তি বলা হয়?

(ক) প্রোটোপ্লাজম

(খ) ক্রোমোজোম

(গ) মাইটোকন্ড্রিয়া

(ঘ) নিউক্লিয়াস

উত্তরঃ গ। মাইটোকন্ড্রিয়া

৪৭পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক

(ক) ১০০ কোটি বছর আগে

(খ) ১০ লক্ষ বছর আগে

(গ) ১০ কোটি বছর আগে

(ঘ) ১ কোটি বছর আগে

উত্তরঃ ক। ১০০ কোটি বছর আগে

৪৮হর্স পাওয়ার হলো

(ক) শক্তি পরিমাপের একক

(খ) ক্ষমতা পরিমাপের একক

(গ) চাপ পরিমাপের একক

(ঘ) কাজ পরিমাপের একক

উত্তরঃ খ। ক্ষমতা পরিমাপের একক

৪৯কোনো বস্তুর ভর ১০ কেজি হলে বস্তুর ওজন

(ক) ১০০ নিউটন

(খ) ৯.৮ নিউটন

(গ) ১০ নিউটন

(ঘ) ৯৮ নিউটন

উত্তরঃ ঘ। ৯৮ নিউটন

৫০পেট্রোল ইঞ্জিন সফলতার সাথে কে চালু করেন?

(ক) ড. অটো

(খ) জেমস ওয়াট

(গ) কেলভিন

(ঘ) কার্নো

উত্তরঃ ক। ড. অটো

৫১টলেমী কে ছিলেন?

(ক) ঐতিহাসিক

(খ) দার্শনিক

(গ) জ্যোতির্বিদ

(ঘ) চিকিৎসক

উত্তরঃ গ। জ্যোতির্বিদ

৫২ইন্টারনেটকবে চালু হয়?

(ক) ১৯৬০ সালে

(খ) ১৯৬৯ সালে

(গ) ১৯৭০ সালে

(ঘ) ১৯৮১ সালে

উত্তরঃ খ। ১৯৬৯ সালে

৫৩ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দান করে?

(ক) প্রেসিডেন্সি কলেজ

(খ) বিদ্যাসাগর কলেজ

(গ) কলিকাতা বিশ্ববিদ্যালয়

(ঘ) সংস্কৃত কলেজ

উত্তরঃ ঘ। সংস্কৃত কলেজ

৫৪আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত?

(ক) পারস্য উপসাগর

(খ) আরব সাগর

(গ) বঙ্গোপসাগর

(ঘ) ক্যারিবিয়ান সাগর

উত্তরঃ ক। পারস্য উপসাগর

৫৫ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?

(ক) জাপান

(খ) চীন

(গ) মালয়েশিয়া

(ঘ) ইন্দোনেশিয়া

উত্তরঃ গ। মালয়েশিয়া

৫৬যা নিন্দার যোগ্য নয়

(ক) নিন্দনীয়

(খ) প্রশংসনীয়

(গ) অনিন্দ্য

(ঘ) প্রশংসার যোগ্য

উত্তরঃ গ। অনিন্দ্য

৫৭কোন বানানটি শুদ্ধ?

(ক) নিঢরহ

(খ) নীরিহ

(গ) নীরীহ

(ঘ) নিরীহ

উত্তরঃ ঘ। নিরীহ

৫৮বুলবুলিতে ধান খেয়েছে”—এই বাক্যের বুলবুলিতে শব্দে কোন কারকে কোন বিভক্তি রয়েছে?

(ক) করণে ৭মী

(খ) অধিকরণে ৭মী

(গ) কর্তৃকারকে ৭মী

(ঘ) অপাদানে ৭মী

উত্তরঃ গ। কর্তৃকারকে ৭মী

৫৯পদ্ধতি এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

(ক) পদ + ধতি

(খ) পদ্‌ + হতি

(গ) পৎ + ধতি

(ঘ) পথ + ধতি

উত্তরঃ খ। পদ্‌ + হতি

৬০মনস্তাপ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

(ক) মনোঃ + তাপ

(খ) মন + তাপ

(গ) মনস + তাপ

(ঘ) মনো + তাপ

উত্তরঃ ক। মনোঃ + তাপ

৬১“All his pupil like him.” বাক্যটির সঠিক passive form হচ্ছে

(ক) He is liked by all his pupils.

(খ) he was liked by all his pupils.

(গ) He is like by all his pupils.

(ঘ) He is being liked by all his pupils.

উত্তরঃ ক। He is liked by all his pupils.

৬২Anis said, “I must write a letter”. The indirect narration of this sentence is-

(ক) Anis said that he must write a letter.

(খ) Anis said he had to write a letter.

(গ) Anis said that he had to write a letter

(ঘ) Anis said he must write a letter.

উত্তরঃ গ। Anis said that he had to write a letter

৬৩।  “How dare you wake me up?” The lion roared at the mouse. Choose the correct narration:

(ক) The lion roared and said to the mouse why he wake him up

(খ) The lion roared and asked the mouse how it dared to wake him up

(গ) The lion said the mouse why it got him up

(ঘ) The lion questioned the mouse how it dared to wake him up

উত্তরঃ খ। The lion roared and asked the mouse how it dared to wake him up

৬৪কোন বাক্যটি শুদ্ধ?

(ক) He copied the answer word by word.

(খ) he copied the answer word.

(গ) He copied the answer word for word.

(ঘ) he copied the answer word in word.

উত্তরঃ গ। He copied the answer word for word.

৬৫Choose the correct sentence:

(ক) He is angry upon me.

(খ) He is angry at me.

(গ) He is angry of me.

(ঘ) He is angry with me.

উত্তরঃ ঘ। He is angry with me.

৬৬, এর বেতন অনুপাত ৭ঃ ৫ঃ ৩। , অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে এর বেতন কত?

(ক) ৮৮৮ টাকা

(খ) ৭৭৭ টাকা

(গ) ৫৫৫ টাকা

(ঘ) ৩৩৩ টাকা

উত্তরঃ খ। ৭৭৭ টাকা

৬৭১২ ৯৬ এর মধ্যে (এই দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা দ্বারা বিভাজ্য?

(ক) ২৪

(খ) ২৩

(গ) ২২

(ঘ) ২১

উত্তরঃ গ। ২২

৬৮ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণদ্বয়

(ক) সূক্ষ্মকোণ

(খ) স্থূলকোণ

(গ) সমকোণ

(ঘ) সরলকোণ

উত্তরঃ ক। সূক্ষ্মকোণ

৬৯কোনো চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোজন রেখাংশ দুটির প্রত্যেকটিকে বলে

(ক) ভূমি

(খ) কর্ণ

(গ) মধ্যমা

(ঘ) উচ্চতা

উত্তরঃ খ। কর্ণ

৭০বৃত্তের পরিধি ব্যাসের অনুপাত

(ক) ৩

(খ) ৫

(গ) ২৫/৯

(ঘ) ২২/৭

উত্তরঃ ঘ। ২২/৭

৭১বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি

(ক) কমে

(খ) বাড়ে

(গ) প্রথমে বাড়ে পরে কমে

(ঘ) অপরিবর্তিত থাকে

উত্তরঃ খ। বাড়ে

৭২মানুষের শরীরে কত ধরনের রক্ত কণিকা আছে?

(ক) ৫ প্রকার

(খ) ৪ প্রকার

(গ) ২ প্রকার

(ঘ) ৩ প্রকার

উত্তরঃ ঘ। ৩ প্রকার

৭৩জেনেটিক কোডের আবিষ্কারক কে?

(ক) ড. এম স্বামীন খান

(খ) জোহানসন

(গ) ড. খোরানা

(ঘ) ড. রোনাল্ড রস

উত্তরঃ গ। ড. খোরানা

৭৪পূর্ণ বয়স্ক পুরুষের মোট রক্তের গড় পরিমাণ

(ক) ৫ লিটার

(খ) ৭ লিটার

(গ) ৮ লিটার

(ঘ) ১০ লিটার

উত্তরঃ ক। ৫ লিটার

৭৫রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো

(ক) দর্পণের কাজ করে

(খ) প্রিজমের কাজ করে

(গ) লেন্সের কাজ করে

(ঘ) আতসী কাঁচের কাজ করে

উত্তরঃ খ। প্রিজমের কাজ করে

৭৬বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ

(ক) কম হয়

(খ) বেশি হয়

(গ) একই হয়

(ঘ) খুব কম হয়

উত্তরঃ গ। একই হয়

৭৭তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ

(ক) তরল পদার্থ

(খ) বায়বীয় পদার্থ

(গ) নরম পদার্থ

(ঘ) কঠিন পদার্থ

উত্তরঃ খ। বায়বীয় পদার্থ

৭৮সংকর ধাতু পিতলের উপাদান হল

(ক) তামা ও টিন

(খ) তামা ও দস্তা

(গ) তামা ও সীসা

(ঘ) তামা ও নিকেল

উত্তরঃ খ। তামা ও দস্তা

৭৯কোন দেশটি অতীতে কখনও অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি?

(ক) থাইল্যান্ড

(খ) মালয়েশিয়া

(গ) মায়ানমার

(ঘ) ইন্দোনেশিয়া

উত্তরঃ ক। থাইল্যান্ড

৮০পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?

(ক) আটলান্টিক ও ভু-মধ্যসাগর

(খ) প্রশান্ত ও উত্তর মহাসাগর

(গ) আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর

(ঘ) ভারত ও প্রশান্ত মহাসাগর

উত্তরঃ গ। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *