Primary assistant teacher exam question 2010 (Code-Kopotakkho)

প্রাইমারি সহকারি-শিক্ষক নিয়োগ পরিক্ষা২০১০ (কোড-কপতাক্ষ)

একটি পুকুর খনন করতে ৩০০ জন লোকের ২৫ দিন লাগে। পুকুরটি দিনে খনন করতে কত জন লোকের দরকার হবে?

(ক) ৭০০০ জন

(খ) ৭২৫০ জন

(গ) ৭৫০০ জন

(ঘ) ৮০০০ জন

উত্তরঃ গ। ৭৫০০ জন

৬টি গরুর জন্য যা ব্যয় হয়, ৪টি মহিষের জন্য তা ব্যয় হয়। ১০টি মহিষ পুষতে যা ব্যয় হয় তাতে কতটি গরু পোষা যাবে?

(ক) ১৫ টি

(খ) ১৮ টি

(গ) ২০ টি

(ঘ) ২৫টি

উত্তরঃ ক। ১৫ টি

দুটি রাশির অনুপাত ৮ঃ ১৫। পূর্ব রাশি ৪০ হলে উত্তর রাশি কত?

(ক) ১৫০

(খ) ৭৫

(গ) ৪৫

(ঘ) ১৫

উত্তরঃ খ। ৭৫

পিতা পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ পূর্বে ছিল ৭ঃ ২। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?

(ক) ২ঃ ২

(খ) ৭ঃ ৩

(গ) ৩১ঃ ১৬

(ঘ) ৭ঃ ২

উত্তরঃ গ। ৩১ঃ ১৬

.কে শতকরায় প্রকাশ করলে কত হবে?

(ক) ৮০%

(খ) ৬০%

(গ) ২০%

(ঘ) ৪০%

উত্তরঃ ঘ। ৪০%

জমীদার দর্পণনাটকটির রচয়িতা কে?

(ক) মীর মশাররফ হোসেন

(খ) অমৃতলাল বসু

(গ) মনোমোহন বসু

(ঘ) কালীপ্রসন্ন সিং

উত্তরঃ ক। মীর মশাররফ হোসেন

দেনা পাওনাউপন্যাসটি রচনা করেছেন?

(ক) কাজী নজরুল ইসলাম

(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(ঘ) বেগম রোকেয়া

উত্তরঃ খ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

দোলনচাঁপাকাব্যগ্রন্থটি রচনা করেছেন?

(ক) যতীন্দ্র মোহন বাগচী

(খ) কালিদাস রায়

(গ) কাজী নজরুল ইসলাম

(ঘ) গোলাম মোস্তফা

উত্তরঃ গ। কাজী নজরুল ইসলাম

কালের যাত্রানাটকটির রচয়িতা

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) অমৃতলাল বসু

(গ) নবীনচন্দ্র সেন

(ঘ) মনোমোহন বসু

উত্তরঃ ক। রবীন্দ্রনাথ ঠাকুর

১০শেষের কবিতাএকটি

(ক) কাব্যগ্রন্থ

(খ) উপন্যাস

(গ) ছোটগল্প

(ঘ) নাটক

উত্তরঃ খ। উপন্যাস

১১কোনটি শুদ্ধ বানান?

(ক) Banquete

(খ) Bouquet

(গ) Boquet

(ঘ) Bouquette

উত্তরঃ খ। Bouquet

১২কোনটি শুদ্ধ বানান?

(ক) Foreigner

(খ) Forienor

(গ) Foricgnor

(ঘ) Foreiner

উত্তরঃ ক। Foreigner

১৩‘Laugh’ শব্দটির Noun হচ্ছে—–

(ক) Laugh

(খ) Laughing

(গ) Laughable

(ঘ) Laughter

উত্তরঃ ঘ। Laughter

১৪‘Full’ শব্দটির Synonym হচ্ছে—–

(ক) Filled

(খ) Fulfilment

(গ) Fill

(ঘ) Full

উত্তরঃ গ। Fill

১৫‘Abolish’ শব্দটির Synonym হচ্ছে—–

(ক) Cancel

(খ) Perform

(গ) Create

(ঘ) Generate

উত্তরঃ ক। Cancel

১৬বরেন্দ্রভূমি বলা হয়

(ক) ময়নামতি ও লালমাই পাহাড়কে

(খ) শালবন বিহারকে

(গ) মধুপুর ও ভালয়ালের গড়কে

(ঘ) রাজশাহী বিভাগের উত্তর–পশ্চিম অঞ্চলকে

উত্তরঃ ঘ। রাজশাহী বিভাগের উত্তর–পশ্চিম অঞ্চলকে

১৭সুরমা কুশিয়ারা দুনদীর মিলিত স্রোতের নাম

(ক) কুশিয়ারা

(খ) বরাক

(গ) মেঘনা

(ঘ) নবগঙ্গা

উত্তরঃ গ। মেঘনা

১৮সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?

(ক) ৯.১২ মিনিট

(খ) ৮.৩২ মিনিট

(গ) ৭.৯৬ মিনিট

(ঘ) ১০.৫৬ মিনিট

উত্তরঃ খ। ৮.৩২ মিনিট

১৯কোন অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি?

(ক) মেরু অঞ্চলে

(খ) সমুদ্র পৃষ্ঠে

(গ) ভূ-পৃষ্ঠের অভ্যন্তরে

(ঘ) মহাশূন্যে

উত্তরঃ ক। মেরু অঞ্চলে

২০১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?

(ক) নূরুল আমীন

(খ) খাজা নাজিমউদ্দীন

(গ) মোহাম্মদ আলী

(ঘ) লিয়াকত আলী খান

উত্তরঃ খ। খাজা নাজিমউদ্দীন

২১বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম কারা এসেছিল?

(ক) ইংরেজরা

(খ) ফরাসিরা

(গ) পর্তুগিজরা

(ঘ) ওলন্দাজরা

উত্তরঃ গ। পর্তুগিজরা

২২গ্রান্ড ট্রাঙ্ক রোডেরনির্মাতা

(ক) বাবর

(খ) আকবর

(গ) শাহজাহান

(ঘ) শেরশাহ

উত্তরঃ ঘ। শেরশাহ

২৩বাংলার প্রথম মুসলিম বিজেতা কে?

(ক) বখতিয়ার খলজী

(খ) ইলিয়াস শাহ

(গ) হুসেন শাহ

(ঘ) শিরান খলজী

উত্তরঃ ক। বখতিয়ার খলজী

২৪কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় –—

(ক) দশমিক

(খ) বাইনারী

(গ) হেক্সাডেসিমেল

(ঘ) অক্টাল

উত্তরঃ খ। বাইনারী

২৫কাচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কিন্তু ধাতু ফাটে না কারণ কাঁচ তাপ

(ক) অন্তরক

(খ) সুপরিবাহী

(গ) কুপরিবাহী

(ঘ) অর্ধ-পরিবাহী

উত্তরঃ গ। কুপরিবাহী

২৬‘Effort’ শব্দটির Synonym হচ্ছে—–

(ক) Assurance

(খ) Attempt

(গ) Erect

(ঘ) Exclude

উত্তরঃ খ। Attempt

২৭।  ‘Socrates was accused —–misleading the young section of Athens’. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে

(ক) to

(খ) for

(গ) of

(ঘ) on

উত্তরঃ গ। of

২৮‘He is accessible ______ all’. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে

(ক) of

(খ) on

(গ) into

(ঘ) to

উত্তরঃ ঘ। to

২৯‘Accept’ শব্দটির Noun হচ্ছে—–

(ক) Acceptance

(খ) Accepted

(গ) Acception

(ঘ) Acceptable

উত্তরঃ ক। Acceptance

৩০‘Envy’ শব্দটির Adjective হচ্ছে—–

(ক) Envity

(খ) Envious

(গ) Jealous

(ঘ) Enviable

উত্তরঃ খ। Envious

৩১কোনটি শুদ্ধ বানান?

(ক) Achievment

(খ) Acheivment

(গ) Achievement

(ঘ) Achevement

উত্তরঃ গ। Achievement

৩২কোনটি শুদ্ধ বানান?

(ক) Jewelery

(খ) Jewellry

(গ) Jwellry

(ঘ) Jewellery

উত্তরঃ ঘ। Jewellery

৩৩কোন বাক্যটি শুদ্ধ?

(ক) I feel hungry

(খ) I feel myself hungry

(গ) I am a man of words

(ঘ) The sheeps are quite healthy

উত্তরঃ ক। I feel hungry

৩৪কোন বাক্যটি শুদ্ধ?

(ক) She is a person whom I know is sincere

(খ) She is a person who I know is sincere

(গ) Tuhin is my lovely friend

(ঘ) There is no place in my class

উত্তরঃ খ। She is a person who I know is sincere

৩৫‘I know him’ বাক্যটির সঠিক Passive form

(ক) He is known by me

(খ) He was known to me

(গ) He is known to me

(ঘ) He is being known to me

উত্তরঃ গ। He is known to me

৩৬শিবমন্দির কাব্যগ্রন্থের রচয়িতা কে?

(ক) গোবিন্দচন্দ্র দাস

(খ) কায়কোবাদ

(গ) অক্ষয় কুমার সরকার

(ঘ) নবীনচন্দ্র সেন

উত্তরঃ খ। কায়কোবাদ

৩৭মনীষা‘—এর সন্ধি বিচ্ছেদ —–

(ক) মন + ইষা

(খ) মন + ঈষা

(গ) মনস + ইষা

(ঘ) মনস + ঈষা

উত্তরঃ ঘ। মনস + ঈষা

৩৮লবণএর সন্ধি বিচ্ছেদ

(ক) লো + অন

(খ) লব + অন

(গ) লোব + অন

(ঘ) লু + বন

উত্তরঃ ক। লো + অন

৩৯সমাস কত প্রকার?

(ক) ৪ প্রকার

(খ) ৮ প্রকার

(গ) ৬ প্রকার

(ঘ) ১০ প্রকার

উত্তরঃ গ। ৬ প্রকার

৪০হজ্জযাত্রাকোন সমাসের উদাহরণ?

(ক) ৩য়া তৎপুরুষ

(খ) ৪র্থী তৎপুরুষ

(গ) ৫মী তৎপুরুষ

(ঘ) ৭মী তৎপুরুষ

উত্তরঃ খ। ৪র্থী তৎপুরুষ

৪১বুলবুলিতে ধান খেয়েছে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

(ক) কর্তায় ষষ্ঠী

(খ) কর্তায় ৭মী

(গ) অধিকরণে ২য়া

(ঘ) কর্তায় শূন্য

উত্তরঃ খ। কর্তায় ৭মী

৪২হাতের কাজ দেখাও বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

(ক) অপাদানে ষষ্ঠী

(খ) কর্মে ৭মী

(গ) করণে ষষ্ঠী

(ঘ) অধিকরণে ষষ্ঠী

উত্তরঃ গ। করণে ষষ্ঠী

৪৩কোনটি শুদ্ধ বানান?

(ক) নুন্যাধিক

(খ) ন্যূনাধিক

(গ) ন্যুন্যাধিক

(ঘ) ন্যুনধিক

উত্তরঃ খ। ন্যূনাধিক

৪৪কোনটি শুদ্ধ বানান?

(ক) গৃহিনী

(খ) গৃহিনি

(গ) গৃহীনী

(ঘ) গৃহিণী

উত্তরঃ ঘ। গৃহিণী

৪৫কোনটি শুদ্ধ বানান?

(ক) ভবিষ্যৎবাণী

(খ) ভবিষ্যদ্বাণী

(গ) ভবিষ্যৎবানী

(ঘ) ভবিষ্যতবাণী

উত্তরঃ ক। ভবিষ্যৎবাণী

৪৬) আলমের বয়স কমলের বয়সের ৮০% হলে কমলের বয়স আলমের বয়সের

(ক) ১২৫%

(খ) ১১৬%

(গ) ৮০%

(ঘ) ২০%

উত্তরঃ ক। ১২৫%

৪৭কোন বই ৪০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?

(ক) ৬৫

(খ) ৭০

(গ) ৪৪

(ঘ) ৫০

উত্তরঃ খ। ৭০

৪৮টাকায় ৫টা দরে লেবু কিনে ডজন টাকা বিক্রয় করলে লাভ শতকরা কত?

(ক) ১০%

(খ) ১৫%

(গ) ২৫%

(ঘ) ৩০%

উত্তরঃ গ। ২৫%

৪৯তিন বছর আগে রহিম করিমের বয়সের গড় ছিল ১৮ বছর। আলম তাদের সাথে যোগদান করায় তাদের বয়সের গড় বেড়ে ২২ বছর হয়। আলমের বয়স কত?

(ক) ৩০ বছর

(খ) ২৮ বছর

(গ) ২৭ বছর

(ঘ) ২৪ বছর

উত্তরঃ ক। ৩০ বছর

৫০১৫ জন লোকের গড় বয়স ২৯ বছর। তাদের মধ্যে আবার দুজনের গড় বয়স ৫৫ বছর। তাহলে বাকি ১৩ জনের গড় বয়স কত হবে?

(ক) ২৫ বছর

(খ) ২৬ বছর

(গ) ২৭ বছর

(ঘ) ২৯ বছর

উত্তরঃ ক। ২৫ বছর

৫১কোন ত্রিভুজের একটি বাহু উভয়দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি

(ক) বিষমবাহু

(খ) সমবাহু

(গ) সমকোণী

(ঘ) সমদ্বিবাহু

উত্তরঃ ঘ। সমদ্বিবাহু

৫২কোন ক্ষেত্রটি সমান্তরিক নয়?

(ক) ট্রাপিজিয়াম

(খ) আয়তক্ষেত্র

(গ) বর্গক্ষেত্র

(ঘ) রম্বস

উত্তরঃ ক। ট্রাপিজিয়াম

৫৩, , ১৪, ২৬, ৫০ ——ধারাটির পরবর্তী সংখ্যা কত?

(ক) ৭৪

(খ) ৯৮

(গ) ১০২

(ঘ) ১২২

উত্তরঃ খ। ৯৮

৫৪স্কুলের কোন ক্লাসের ৩২ জন ছাত্রের মধ্যে ১৮ জন গান পছন্দ করে, ১৬ জন কবিতা পছন্দ করে এবং জন দুটিই পছন্দ করে। কতজন কোনোটিই পছন্দ করে না?

(ক) ৫ জন

(খ) ৭ জন

(গ) ৮ জন

(ঘ) ১০ জন

উত্তরঃ ক। ৫ জন

৫৫a=8, b=6, x=12 এবং y=4 হলে ax + 2b – 2xy এর মান কত ?

(ক) 12

(খ) 9

(গ) 7

(ঘ) 6

উত্তরঃ ক। 12

৫৬পৃথিবীএর সমার্থক শব্দ নয়

(ক) বসুন্ধরা

(খ) ধরণী

(গ) অবনী

(ঘ) যামিনী

উত্তরঃ ঘ। যামিনী

৫৭অন্ধকারএর সমার্থক শব্দ নয় —–

(ক) তিমির

(খ) কাজল

(গ) আঁধার

(ঘ) অমানিশা

উত্তরঃ খ। কাজল

৫৮পর্বতএর সমার্থক শব্দ নয়

(ক) পাহাড়

(খ) গিরি

(গ) শিলা

(ঘ) শৈল

উত্তরঃ গ। শিলা

৫৯তিমিরএর বিপরীতার্থক শব্দ —–

(ক) আলো

(খ) তিরস্কার

(গ) কালো

(ঘ) অন্ধকার

উত্তরঃ ক। আলো

৬০মুক্তএর বিপরীতার্থক শব্দ

(ক) স্বাধীন

(খ) বদ্ধ

(গ) মুক্তি

(ঘ) বাহির

উত্তরঃ খ। বদ্ধ

৬১‘He is beating the thief’ বাক্যটির সঠিক Passive form

(ক) The thief was being beattn by him.

(খ) The thief is being beat by him.

(গ) The thief is beaten by him.

(ঘ) The thief is being beaten by him.

উত্তরঃ ঘ। The thief is being beaten by him.

৬২He said, “tell me, boy, is the miller within? ” বাক্যটির সঠিক Indirect speech

(ক) Addressing the boy, he asked him (boy) to tell him if the miller was within.

(খ) Addressing the boy, he said to him (boy) to tell him if the miller was within.

(গ) Addressing the boy, he asked him (boy) to tell him that the miller was within.

(ঘ) Addressing the boy, he said him (boy) to tell him if the miller was within.

উত্তরঃ ক। Addressing the boy, he asked him (boy) to tell him if the miller was within.

৬৩I said to him, “Will you follow me?” বাক্যটির সঠিক Indirect speech

(ক) I said to him if he would follow me.

(খ) I asked him if he would follow me.

(গ) I asked to him if he would follow me.

(ঘ) I said to him if he will follow me.

উত্তরঃ খ। I asked him if he would follow me.

৬৪The idiom ‘Tooth and nail’ এর অর্থ

(ক) Beautiful

(খ) Precise

(গ) Completely

(ঘ) Incompletely

উত্তরঃ গ। Completely

৬৫The idiom ‘Nip in the bud’ এর অর্থ

(ক) Bed of roses

(খ) Beginning

(গ) Rare-up

(ঘ) Destroy at the very beginning

উত্তরঃ ঘ। Destroy at the very beginning

৬৬ক্ষমতার একক

(ক) নিউটন

(খ) ক্যালরি

(গ) জুল

(ঘ) ওয়াট

উত্তরঃ ঘ। ওয়াট

৬৭পরিবেশের সাথে জীবদেহের সম্পর্ক সম্বন্ধীয় বিজ্ঞান

(ক) ইকোলজি

(খ) এনাটমি

(গ) ইভোলিউশন

(ঘ) হিস্টোলজী

উত্তরঃ ক। ইকোলজি

৬৮কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়?

(ক) ২৬ মার্চ, ১৯৭২

(খ) ১৬ ডিসেম্বর, ১৯৭২

(গ) ১৭ এপ্রিল ১৯৭১

(ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭৩

উত্তরঃ খ। ১৬ ডিসেম্বর, ১৯৭২

৬৯সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হয়

(ক) ১৯৭৭ সালে

(খ) ১৯৭৮ সালে

(গ) ১৯৭৯ সালে

(ঘ) ১৯৮০ সালে

উত্তরঃ খ। ১৯৭৮ সালে

৭০প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয়

(ক) ঢাকায়

(খ) নয়াদিল্লিতে

(গ) কলম্বোতে

(ঘ) কাঠমান্ডুতে

উত্তরঃ ঘ। কাঠমান্ডুতে

৭১x-1/x=2হলে x3-1/x3 কত ?

(ক) 12

(খ) 14

(গ) 2

(ঘ) 4

উত্তরঃ খ। 14

৭২a+b=7 এবং ab=10 হলে a2+b2+3ab কত ?

(ক) 29

(খ) 49

(গ) 59

(ঘ) 69

উত্তরঃ গ। 59

৭৩x+1/x=4 হলে x3-1/x3= কত ?

(ক) 147

(খ) 52

(গ) 70

(ঘ) 76

উত্তরঃ খ। 52

৭৪২৩÷৪৫ এর ২০২১ কত ?

(ক) ১৩

(খ) ৮২১

(গ) ৭৮

(ঘ) ৫৬০

উত্তরঃ গ। ৭৮

৭৫. × .০১ × .০০১০. × .০২ × .০০২ এর মান কত ?

(ক) ১৮

(খ) ১৮০

(গ) ১৮০০

(ঘ) ১৮০০০

উত্তরঃ ক। ১৮

৭৬বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু হয়?

(ক) ১ জানুয়ারি, ১৯৯২

(খ) ১ জানুয়ারি, ১৯৯৩

(গ) ১ জানুয়ারি, ১৯৯১

(ঘ) ১ জানুয়ারি, ১৯৯০

উত্তরঃ ক। ১ জানুয়ারি, ১৯৯২

৭৭নিচের কোন উক্তিটি সঠিক?

(ক) বায়ু একটি যৌগিক পদার্থ

(খ) বায়ু একটি মৌলিক পদার্থ

(গ) বায়ু একটি মিশ্র পদার্থ

(ঘ) বায়ু বলতে নাইট্রোজেন ও অক্সিজেনকেই বোঝায়

উত্তরঃ গ। বায়ু একটি মিশ্র পদার্থ

৭৮শৈবাল কোন জাতীয় উদ্ভিদ?

(ক) পরভোজী

(খ) স্বভোজী

(গ) পরাশ্রয়ী

(ঘ) মৃতজীবী

উত্তরঃ খ। স্বভোজী

৭৯কাচ তৈরির প্রধান কাঁচামাল হলো

(ক) জিপসাম

(খ) চুনাপাথর

(গ) সাজিমাটি

(ঘ) বালি

উত্তরঃ ঘ। বালি

৮০ড্রাই আইসহলো

(ক) কঠিন অবস্থায় কার্বন ডাইঅক্সাইড

(খ) কঠিন অবস্থায় সালফাই ডাইঅক্সাইড

(গ) শূন্য ডিগ্রী তাপমাত্রার নিচে বরফ

(ঘ) কঠিন অবস্থায় হাইড্রোজেন পারঅক্সাইড

উত্তরঃ ক। কঠিন অবস্থায় কার্বন ডাইঅক্সাইড

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *