Primary assistant teacher exam question 2013 (Code-Meghna, Set-1) Date-12-04-2013

প্রাইমারি সহকারি-শিক্ষক নিয়োগ পরিক্ষা ২০১৩ (কোড-মেঘনা, সেট-১)

আমার প্রেম আমার প্রতিনিধি কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

(ক) আবুল হাসান

(খ) আ. ন. ম. বজলুর রশীদ

(গ) আহমদ রফিক

(ঘ) ফজল শাহাবুদ্দীন

উত্তরঃ ক। আবুল হাসান

ওরে বিহঙ্গ নাটকটি কার রচনা?

(ক) মমতাজ উদ্দিন আহমদ

(খ) মামুনুর রশীদ

(গ) ইব্রাহীম খলিল

(ঘ) জোবায়দা খানম

উত্তরঃ ঘ। জোবায়দা খানম

বৈতালিক উপন্যাসটি কে রচনা করেছেন?

(ক) প্রেমেন্দ্র মিত্র

(খ) গোলাম কুদ্দুস

(গ) নারায়ণ গঙ্গোপাধ্যায়

(ঘ) আকবর হোসেন

উত্তরঃ গ। নারায়ণ গঙ্গোপাধ্যায়

কোনটি শুদ্ধ বানান?

(ক) কৃষিজীবী

(খ) কৃষিজিবি

(গ) কৃষিজীবি

(ঘ) কৃষিজিবী

উত্তরঃ ক। কৃষিজীবী

কোনটি শুদ্ধ বানান?

(ক) অমাবস্যা

(খ) আমাবশ্যা

(গ) অমাবশ্যা

(ঘ) অমাবষ্যা

উত্তরঃ ক। অমাবস্যা

নিচের বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
তাস খেলে কত ছেলে পড়া নষ্ট করে

(ক) কর্তায় শূন্য

(খ) অপাদানে ৫মী

(গ) করণে ২য়া

(ঘ) করণে শূণ্য

উত্তরঃ ঘ। করণে শূণ্য

নিচের বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
পরাজয়ে ডরে না বীর

(ক) কর্মে ২য়া

(খ) অপাদানে ৭মী

(গ) করণে ৭মী

(ঘ) অপাদানে ৫মী

উত্তরঃ খ। অপাদানে ৭মী

গৃহ এর সমার্থক শব্দ নয়

(ক) নিবাস

(খ) ভবন

(গ) ঘরোয়া

(ঘ) ঘর

উত্তরঃ গ। ঘরোয়া

অমৃত এর বিপরীতার্থক শব্দ

(ক) গরল

(খ) তিক্ত

(গ) বিরল

(ঘ) বিষাক্ত

উত্তরঃ ক। গরল

১০কোন সমাসে ব্যাসবাক্য হয় না?

(ক) প্রাদি সমাস

(খ) অলুক সমাস

(গ) নিত্য সমাস

(ঘ) দ্বন্দ্ব সমাজ

উত্তরঃ গ। নিত্য সমাস

১১বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কি?

(ক) দ্বন্দ্ব সমাস

(খ) তৎপুরুষ সমাস

(গ) বহুব্রীহি সমাস

(ঘ) কর্মধারয় সমাস

উত্তরঃ ঘ। কর্মধারয় সমাস

১২পিত্রালয় এর সন্ধি বিচ্ছেদ

(ক) পিতা + আলয়

(খ) পিতৃ + আলয়

(গ) পিত্রি + লয়

(ঘ) পিতা + লয়

উত্তরঃ খ। পিতৃ + আলয়

১৩গোঁফ খেজুরে এই বাগধারাটির অর্থ কি?

(ক) আরামপ্রিয়

(খ) উদাসীন

(গ) নিতান্ত অলস

(ঘ) পরমুখাপেক্ষী

উত্তরঃ গ। নিতান্ত অলস

১৪অর্ধচন্দ্র এর অর্থ

(ক) গলা ধাক্কা দেয়া

(খ) অমাবস্যা

(গ) দ্বিতীয়ত

(ঘ) কাস্তে

উত্তরঃ ক। গলা ধাক্কা দেয়া

১৫নিচের কোন বাক্যটি শুদ্ধ?

(ক) My father was in hospital during six weeks in summer.

(খ) My father was in a hospital for six weeks during the summer.

(গ) My father was in a hospital during six weeks in summer.

(ঘ) In summer during six weeks my father was in hospital.

উত্তরঃ খ। My father was in a hospital for six weeks during the summer.

১৬কোন বাক্যটি অশুদ্ধ?

(ক) The earth is round

(খ) The sky is blue

(গ) A sky is blue

(ঘ) The moon shines by night

উত্তরঃ খ। The sky is blue

১৭‘Do you know them?’ বাক্যের passive form হচ্ছে

(ক) Are they known with you?

(খ) Are They known by you?

(গ) Is they known by you?

(ঘ) Are they known to you?

উত্তরঃ ঘ। Are they known to you?

১৮‘The pill tastes bitter?’ বাক্যের passive form হচ্ছে

(ক) The pill is bitter when it is tasted

(খ) The pill is bitter when it tastes

(গ) The pill was bitter when it tasted

(ঘ) The pill was bitter when it was tasted

উত্তরঃ ক। The pill is bitter when it is tasted

১৯নিচের কোনটি শুদ্ধ বানান?

(ক) Hetrogenous

(খ) Heterogeneous

(গ) Herrogeneous

(ঘ) Heterogenous

উত্তরঃ খ। Heterogeneous

২০নিচের কোনটি শুদ্ধ বানান?

(ক) Colaboration

(খ) Collaberation

(গ) Collaboration

(ঘ) Colaberation

উত্তরঃ গ। Collaboration

২১‘Neglect’ শব্দটির Synonym হচ্ছে

(ক) Attention

(খ) Care

(গ) Watchfulness

(ঘ) Carelessness

উত্তরঃ ঘ। Carelessness

২২‘Nude’ শব্দটির Antonym হচ্ছে

(ক) Open

(খ) Concealed

(গ) Nacked

(ঘ) Exposed

উত্তরঃ খ। Concealed

২৩‘Temporal’ শব্দটির অর্থ হচ্ছে

(ক) Worldly

(খ) Devinely

(গ) Timely

(ঘ) Unearthly

উত্তরঃ ক। Worldly

২৪‘Entreaty’ শব্দটির অর্থ হচ্ছে

(ক) Full enjoument

(খ) Gentle suggestion

(গ) Diplomatic

(ঘ) Earnest request

উত্তরঃ ঘ। Earnest request

২৫‘You should not blush __ shame at your own mistake’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে

(ক) on

(খ) at

(গ) with

(ঘ) upon

উত্তরঃ গ। with

২৬‘I concur __ you on your decision’ বাক্যে শূন্যস্থানে সঠিক শব্দ বসবে

(ক) to

(খ) with

(গ) by

(ঘ) upon

উত্তরঃ খ। with

২৭‘Rcognise’ শব্দটির noun হচ্ছে

(ক) Recognision

(খ) Recognisable

(গ) Rocognising

(ঘ) Recognition

উত্তরঃ ঘ। Recognition

২৮‘Joy’ শব্দটির adjective হচ্ছে

(ক) Joyfull

(খ) Jolly

(গ) Joyous

(ঘ) Enjoy

উত্তরঃ গ। Joyous

২৯He said to me, “May you have wealth.” বাক্যের indirect speech হচ্ছে

(ক) He wished me that I might have wealth.

(খ) He wished me that I might had wealth.

(গ) He wished me that I should have wealth.

(ঘ) He said to me that I might have wealth.

উত্তরঃ ক। He wished me that I might have wealth.

৩০a – 1/b = 3 হলে, a3 – 1/ a3 = কত?

(ক) 36

(খ) 18

(গ) 30

(ঘ) 54

উত্তরঃ ক। 36

৩১x – 1/x = 2 হলে, x4 – 1/ x4 = কত?

(ক) 30

(খ) 34

(গ) 31

(ঘ) 32

উত্তরঃ খ। 34

৩২< A = ৫০° এর পূরক কোণ কত ডিগ্রী ?

(ক) ৬০°

(খ) ৫০°

(গ) ৪০°

(ঘ) ৩০°

উত্তরঃ গ। ৪০°

৩৩একই চাপের উপর দন্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৬০° হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে

(ক) ১২০°

(খ) ১৮০°

(গ) ৬০°

(ঘ) ৩০°

উত্তরঃ ক। ১২০°

৩৪দুই বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের ১৪ গুণ দুই বছর বাদে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে ২৬ বছর বেশি হয়, তবে বাবা তার পুত্রের বয়সের অনুপাত কত হবে?

(ক) ১ : ৪

(খ) ৩ : ৬

(গ) ১৫ : ২

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ গ। ১৫ : ২

৩৫একটি নল খালি চৌবাচ্চাকে ১৮ মিনিটে পূর্ণ করে অপর একটি নল ১২ মিনিটে খালি করে অর্ধ পানি পূর্ণ অবস্থায় নল দুটি একসাথে খুলে দিলে কত সময়ে চৌবাচ্চাটি খালি হবে?

(ক) ৪৮ মিনিট

(খ) ৩৬ মিনিট

(গ) ১৮ মিনিট

(ঘ) ২৪ মিনিট

উত্তরঃ গ। ১৮ মিনিট

৩৬, , ১০ এর গাণিতিক গড় , এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান ?

(ক) ১০

(খ) ৮

(গ) ৬

(ঘ) ৫

উত্তরঃ খ। ৮

৩৭পিতা পুত্রের বয়স অপেক্ষা মাতা পুত্রের বয়সের গড় / বছর কম মাতার বয়স ৩০ হলে পিতার বয়স কত?

(ক) ৩৬ বছর

(খ) ৩০ বছর

(গ) ৩৮ বছর

(ঘ) ৩১/ বছর

উত্তরঃ ক। ৩৬ বছর

৩৮রুণার আয় দিনার আয় অপেক্ষা ২৫ % বেশি দিনার আয় রুণার আয় অপেক্ষা শতকরা কত কম?

(ক) ২৫%

(খ) ২০%

(গ) ১৫%

(ঘ) ১২%

উত্তরঃ খ। ২০%

৩৯প্রকৃত গতিবেগ ঘন্টায় কিমি এরূপ নৌকার নদীর স্রোতের অনুকূলে ৩৩ কিমি পথ যেতে ঘন্টা লেগেছে ফিরে আসার সময় সময় তার কত ঘন্টা সময় লাগবে?

(ক) ১৪ ঘন্টা

(খ) ১৩ ঘন্টা

(গ) ১১ ঘন্টা

(ঘ) ১২ ঘন্টা

উত্তরঃ গ। ১১ ঘন্টা

৪০কোনো বাড়িতে ১০ জন লোকের ৩০ দিনের খাবার আছে বাড়ীতে জন মেহমান আসলে খাবারে তাদের কতদিন চলবে?

(ক) ২৫

(খ) ৩০

(গ) ২৪

(ঘ) ২৮

উত্তরঃ ক। ২৫

৪১১১, ১৫, ২৩, ৩৯ …… ধারাটির পরবর্তী সংখ্যা কত?

(ক) ৫২

(খ) ৬৫

(গ) ৯২

(ঘ) ৭১

উত্তরঃ ঘ। ৭১

৪২কোনো একটি দ্রব্যের ক্রয়মূল্য বাজারদরের ৮০%, এতে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে?

(ক) ৮% লাভ

(খ) ৮% ক্ষতি

(গ) ২৫% ক্ষতি

(ঘ) ২৫% লাভ

উত্তরঃ ঘ। ২৫% লাভ

৪৩একটি ভগ্নাংশের লব হরের সমষ্টি ৭। লবের সাথে যোগ করলে হরের সমান হবে ভগ্নাংশটি কত?

(ক) ২/৩

(খ) ২/৫

(গ) ৩/৪

(ঘ) ৫/৯

উত্তরঃ গ। ৩/৪

৪৪প্রেসার কুকারে পানির স্ফুটনাংক

(ক) ঠিক থাকে

(খ) কম হয়

(গ) বেশি হয়

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ গ। বেশি হয়

৪৫আকাশ নীল দেখায় কেন?

(ক) নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে

(খ) নীল আলোর বিক্ষেপন অপেক্ষাকৃত বেশি বলে

(গ) নীল সমুদ্রের প্রতিফলনের ফলে

(ঘ) নীল আলোর প্রতিফলন বেশি বলে

উত্তরঃ খ। নীল আলোর বিক্ষেপন অপেক্ষাকৃত বেশি বলে

৪৬পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা কত?

(ক) ৩ লিটার

(খ) ৬ লিটার

(গ) ৫ লিটার

(ঘ) ৮ লিটার

উত্তরঃ খ। ৬ লিটার

৪৭পোলিও ভাইরাস দেহে কিভাবে প্রবেশ করে?

(ক) দূষিত খাদ্য, পানি দ্বারা

(খ) লালা গ্রন্থির দ্বারা

(গ) মশা কামড়ালে

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ ক। দূষিত খাদ্য, পানি দ্বারা

৪৮নিচের কোনটি ভূগর্ভস্থ কান্ড?

(ক) শালগম

(খ) গাজর

(গ) আদা

(ঘ) মূলা

উত্তরঃ গ। আদা

৪৯সিস্টোলিক চাপ বলতে বুঝায়

(ক) হৃৎপিন্ডের প্রসারণ চাপ

(খ) হৃদপিন্ডের সংকোচন চাপ

(গ) উভয়টিই

(ঘ) কোনোটিই

উত্তরঃ খ। হৃদপিন্ডের সংকোচন চাপ

৫০লোহিত কণিকার আয়ুষ্কাল

(ক) ৬০ দিন

(খ) ১২০ দিন

(গ) ৮০ দিন

(ঘ) ১০০ দিন

উত্তরঃ খ। ১২০ দিন

৫১পৃথিবীর নিকটতম গ্রহ

(ক) শুক্র

(খ) বুধ

(গ) মঙ্গল

(ঘ) বৃহস্পতি

উত্তরঃ ক। শুক্র

৫২পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরতে লাগে

(ক) ২৮ দিন

(খ) ২৯ দিন

(গ) ৩০ দিন

(ঘ) ২৯/ দিন

উত্তরঃ ঘ। ২৯/দিন

৫৩পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের দিক

(ক) পূর্ব হতে পশ্চিম দিকে

(খ) উত্তর হতে দক্ষিণ দিকে

(গ) পশ্চিম হতে পূর্ব দিকে

(ঘ) দক্ষিণ হতে উত্তর দিকে

উত্তরঃ গ। পশ্চিম হতে পূর্ব দিকে

৫৪সমুদ্র স্রোতের অন্যতম কারণ

(ক) বায়ু প্রবাহের প্রভাব

(খ) সমুদ্রের ঘূর্ণিঝড়

(গ) সমুদ্রের পানিতে তাপের পরিচালনা

(ঘ) সমুদ্রের পানিতে ঘনত্বের তারতম্য

উত্তরঃ ক। বায়ু প্রবাহের প্রভাব

৫৫বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?

(ক) গ্যাস

(খ) কয়লা

(গ) চুনাপাথর

(ঘ) সাদামাটি

উত্তরঃ ক। গ্যাস

৫৬বাংলাদেশে তুলা চাষের জন্য সবচেয়ে কোন জেলা উপযোগী?

(ক) রাজশাহী

(খ) রংপুর

(গ) ফরিদপুর

(ঘ) যশোর

উত্তরঃ ঘ। যশোর

৫৭বাংলাদেশ মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?

(ক) কর্ণফুলী

(খ) নাফ

(গ) নবগঙ্গা

(ঘ) ভাগীরথী

উত্তরঃ খ। নাফ

৫৮উত্তর গোলার্ধে সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে

(ক) ১ জানুয়ারি

(খ) ২৩ সেপ্টেম্বর

(গ) ২১ জুন

(ঘ) ২২ ডিসেম্বর

উত্তরঃ গ। ২১ জুন

৫৯চট্টগ্রামের সীতাকুন্ডের পাহাড়িয়া অঞ্চলে আছে

(ক) উষ্ণ প্রস্রবণ

(খ) অবিরাম প্রস্রবণ

(গ) সবিরাম প্রস্রবণ

(ঘ) গেইসার

উত্তরঃ ক। উষ্ণ প্রস্রবণ

৬০পানির তলায় শব্দ নির্ধারণের যন্ত্র

(ক) অডিওমিটার

(খ) অডিওফোন

(গ) হাইড্রোফোন

(ঘ) ফ্যাদোমিটার

উত্তরঃ গ। হাইড্রোফোন

৬১আগ্নেয়গিরিকে প্রধানত ভাগ করা যায়

(ক) ৭ ভাগে

(খ) ৫ ভাগে

(গ) ৪ ভাগে

(ঘ) ৩ ভাগে

উত্তরঃ ঘ। ৩ ভাগে

৬২কম্পিউটার একটি

(ক) সমস্যা সমাধানের যন্ত্র

(খ) হিসাবকারী যন্ত্র

(গ) সিদ্ধান্ত গ্রহণের যন্ত্র

(ঘ) হিসাব পরীক্ষার যন্ত্র

উত্তরঃ খ। হিসাবকারী যন্ত্র

৬৩সৌরকোষে ব্যবহৃত হয়

(ক) সিলিকন

(খ) সালফার

(গ) ক্যাডমিয়াম

(ঘ) ফসফরাস

উত্তরঃ গ। ক্যাডমিয়াম

৬৪আকুপাংচার হলো

(ক) চীন দেশীয় প্রাচীন চিকিৎসা পদ্ধতি

(খ) জাপানের প্রাচীন চিকিৎসা পদ্ধতি

(গ) গ্রীসের প্রাচীন চিকিৎসা পদ্ধতি

(ঘ) মিসরের প্রাচীন চিকিৎসা পদ্ধতি

উত্তরঃ ক। চীন দেশীয় প্রাচীন চিকিৎসা পদ্ধতি

৬৫কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয়?

(ক) শিক্ষা

(খ) বাসস্থান

(গ) শিল্পায়ন

(ঘ) নগরায়ন

উত্তরঃ খ। বাসস্থান

৬৬ক্লোরোফরম ব্যবহৃত হয়

(ক) জীবাণুনাশক হিসেবে

(খ) চেতনা লোপ করার কাজে

(গ) ক্যান্সার রোগের চিকিৎসায়

(ঘ) অত্যাধুনিক ইলেকট্রনিক প্রযুক্তিতে

উত্তরঃ খ। চেতনা লোপ করার কাজে

৬৭বায়ুচাপ মাপার যন্ত্র

(ক) ল্যাক্টোমিটার

(খ) থার্মোমিটার

(গ) স্পিডোমিটার

(ঘ) ব্যারোমিটার

উত্তরঃ ঘ। ব্যারোমিটার

৬৮একটি নীল কাচকে উত্তপ্ত করলে এর থেকে বের হবে

(ক) হলুদ রং

(খ) লাল রং

(গ) নীল রং

(ঘ) সবুজ রং

উত্তরঃ ক। হলুদ রং

৬৯বাতাসের উষ্ণতা বাড়তে শব্দের গতি

(ক) অপরিবর্তিত থাকে

(খ) বাড়ে

(গ) কমে

(ঘ) প্রথমে বাড়ে পরে কমে

উত্তরঃ খ। বাড়ে

৭০পানিকে বরফে পরিণত করলে আয়তন

(ক) একই থাকে

(খ) কমে

(গ) বাড়ে

(ঘ) প্রথমে বাড়ে পরে কমে

উত্তরঃ গ। বাড়ে

৭১কোন আরব দেশ বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে?

(ক) মিশর

(খ) জর্ডান

(গ) কুয়েত

(ঘ) ইরাক

উত্তরঃ ঘ। ইরাক

৭২মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরোত্তম খেতাবে ভূষিত করা হয়?

(ক) ৬২ জন

(খ) ৬৮ জন

(গ) ৫৮ জন

(ঘ) ৪২ জন

উত্তরঃ খ। ৬৮ জন

৭৩বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের?

(ক) সিলেট

(খ) রাঙ্গামাটি

(গ) রংপুর

(ঘ) কুমিল্লা

উত্তরঃ ক। সিলেট

৭৪উত্তরা গণভবন কোথায় অবস্থিত?

(ক) বগুড়া

(খ) রাজশাহী

(গ) নওগাঁ

(ঘ) নাটোর

উত্তরঃ ঘ। নাটোর

৭৫কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন?

(ক) মুহাম্মদ আলী জিন্নাহ

(খ) শহীদ সোহরাওয়ার্দী

(গ) এ, কে, ফজলুল হক

(ঘ) খাজা নাজিম উদ্দীন

উত্তরঃ গ। এ, কে, ফজলুল হক

৭৬উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইসচ্যান্সেলর

(ক) ড. মাহমুদ হাসান

(খ) স্যার এ এফ এম রহমান

(গ) ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন

(ঘ) ড. রমেশ চন্দ্র মজুমদার

উত্তরঃ খ। স্যার এ এফ এম রহমান

৭৭বাংলাভাষার ইতিবৃত্ত কে রচনা করেন?

(ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

(খ) এনামুল হক

(গ) সুকুমার সেন

(ঘ) মৃহম্মদ শহীদুল্লাহ

উত্তরঃ ঘ। মৃহম্মদ শহীদুল্লাহ

৭৮বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?

(ক) গ্রীসে

(খ) রোমে

(গ) মেসোপটেমিয়ায়

(ঘ) ভারতে

উত্তরঃ গ। মেসোপটেমিয়ায়

৭৯ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর কোথায়?

(ক) ব্রাসেলস

(খ) লন্ডন

(গ) রোম

(ঘ) কোপেনহেগেন

উত্তরঃ ক। ব্রাসেলস

৮০ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী?

(ক) ভারত

(খ) নেপাল

(গ) ইরান

(ঘ) মালয়েশিয়া

উত্তরঃ ক। ভারত

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *