Primary assistant teacher exam question 2012 (Code-Surma, Set-1) Date-24-02-2012

প্রাইমারি সহকারি-শিক্ষক নিয়োগ পরিক্ষা ২০১২ (কোড-সুরমা, সেট-১)

আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝুম নিরালায় ! পঙক্তিটি কোন কবির রচনা?

(ক) জসীমউদ্দীন

(খ) মোজাম্মেল হক

(গ) গোলাম মোস্তফা

(ঘ) সুফিয়া কামাল

উত্তরঃ ক। জসীমউদ্দীন

কোন উপন্যাসটি আখতারুজ্জামান ইলিয়াস রচিত?

(ক) আবদুল্লাহ

(খ) দেনাপাওনা

(গ) কেরী সাহেবের মুনশী

(ঘ) চিলেকোঠার সেপাই

উত্তরঃ ঘ। চিলেকোঠার সেপাই

অয়োময় নাটকটির রচয়িতা কে?

(ক) আবদুল্লাহ আল মামুন

(খ) জহির রায়হান

(গ) হুমায়ূন আহমেদ

(ঘ) রশীদ হায়দার

উত্তরঃ গ। হুমায়ূন আহমেদ

কোনভাবেই যা নিবারণ করা যায় না ‘- এক কথায় কী হবে ?

(ক) অনিবার্য

(খ) অদম্য

(গ) অসম্ভভ

(ঘ) অনন্যপায়

উত্তরঃ ক। অনিবার্য

যা অধ্যয়ন করা হয়েছে।‘- এক কথায় কী হবে? .

(ক) অধীত

(খ) পঠিত

(গ) অধ্যয়িত

(ঘ) অধ্যায়িত

উত্তরঃ ক। অধীত

কোন বানানটি শুদ্ধ?

(ক) নিরীক্ষন

(খ) নীরিক্ষণ

(গ) নীরীক্ষণ

(ঘ) নিরীক্ষণ

উত্তরঃ ঘ। নিরীক্ষণ

কোনটি শুদ্ধ বানান?

(ক) স্বায়তশাসণ

(খ) স্বায়ত্তশাসন

(গ) স্বায়ত্তশন

(ঘ) স্বায়ত্তশণ

উত্তরঃ খ। স্বায়ত্তশাসন

অহঙ্কার পতনের মূলবাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

(ক) কর্মে শূন্য

(খ) অপাদানে শূন্য

(গ) করণে শূন্য

(ঘ) অধিকরণে শূন্য

উত্তরঃ গ। করণে শূন্য

নেহাল অঙ্কে খুব কাঁচাবাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

(ক) অধিকরণে ৭মী

(খ) কর্মে ৭মী

(গ) করণে ৭মী

(ঘ) অপাদানে ৭মী

উত্তরঃ ক। অধিকরণে ৭মী

১০পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

(ক) পদ্+ধতি

(খ) পৎ+ধতি

(গ) পদ্+হতি

(ঘ) পৎ+হতি

উত্তরঃ গ। পদ্+হতি

১১ইত্যাদি কোন সমাস (ইতি হতে আদি)?

(ক) অব্যয়ীভাব

(খ) কর্মধারয়

(গ) বহুব্রীহি

(ঘ) তৎপুরুষ

উত্তরঃ ঘ। তৎপুরুষ

১২ঈগল পাখি কোন সমাস (ঈগল নামের যে পাখি)?

(ক) তৎপুরুষ

(খ) কর্মধারয়

(গ) বহুব্রীহি

(ঘ) অব্যয়ীভাব

উত্তরঃ খ। কর্মধারয়

১৩শিরেসংক্রান্তি বাগধারাটির অর্থ কি ?

(ক) মহাবিপদ

(খ) মাথার বোঝা

(গ) আসন্ন বিপদ

(ঘ) মাথাব্যথা

উত্তরঃ গ। আসন্ন বিপদ

১৪কোনটিনদী শব্দের সমার্থক শব্দ ?

(ক) শৈবলিনী

(খ) পয়াধি

(গ) জলধর

(ঘ) জলধি

উত্তরঃ ক। শৈবলিনী

১৫নির্মল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

(ক) নোংরা

(খ) পঙ্কিল

(গ) অনির্মল

(ঘ) অপরিষ্কার

উত্তরঃ খ। পঙ্কিল

১৬কোনটি শুদ্ধ বানান?

(ক) Agreable

(খ) Agreeable

(গ) Agreeabel

(ঘ) Agreabel

উত্তরঃ খ। Agreeable

১৭কোন বানানটি শুদ্ধ?

(ক) Buracrat

(খ) Bureaucret

(গ) Buracrate

(ঘ) Bureaucrat

উত্তরঃ ঘ। Bureaucrat

১৮কোনটি Material Noun?

(ক) Wood

(খ) Mounth

(গ) Team

(ঘ) Knife

উত্তরঃ ক। Wood

১৯কোনটি Collective Noun?

(ক) June

(খ) Team

(গ) Month

(ঘ) Envelope

উত্তরঃ খ। Team

২০‘ The man is climbing the cliff ‘ বাক্যটির Passive form হবে

(ক) The cliff is climbed by the man.

(খ) The cliff has been climbed by the man.

(গ) The cliff is being climbed by the man.

(ঘ) The cliff was being climbed by the man.

উত্তরঃ গ। The cliff is being climbed by the man.

২১‘ He taught me to read Arabic ‘ বাক্যটির Passive form হবে

(ক) I have been taught by him to read Arabic

(খ) I had been taught by him to read Arabic.

(গ) I was being taught by him to read Arabic.

(ঘ) I was taught by him to read Arabic.

উত্তরঃ ঘ। I was taught by him to read Arabic.

২২He said to me, ‘Wait until I come.’ বাক্যটির indirect speech হবে

(ক) He asked me to wait until he comes.

(খ) He asked me to wait until he came.

(গ) He told me to wait until he has come.

(ঘ) He told me for wait until he has returned.

উত্তরঃ খ। He asked me to wait until he came.

২৩Anwar said. ‘What a fool I am!’ বাক্যটির indirect speech হবে

(ক) Anwar exclaimed that he was a great fool.

(খ) Anwar said that he is a great fool.

(গ) Anwar told that he has been a great fool.

(ঘ) Anwar told that he had been a great fool.

উত্তরঃ ক। Anwar exclaimed that he was a great fool.

২৪Anger may be compared—fire. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে

(ক) with

(খ) on

(গ) against

(ঘ) to

উত্তরঃ ঘ। to

২৫Feed the baby-milk, বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে

(ক) to

(খ) in

(গ) on

(ঘ) with

উত্তরঃ গ। on

২৬নিচের কোন বাক্যটি শুদ্ধ?

(ক) I feel unwell.

(খ) I took a bath.

(গ) I am somewhat sure.

(ঘ) I sold my furnitures.

উত্তরঃ খ। I took a bath.

২৭নিচের কোন বাক্যটি শুদ্ধ?

(ক) The cart was laden fully.

(খ) Listen to my advices

(গ) Who brought these news?

(ঘ) Your information is false.

উত্তরঃ ঘ। Your information is false.

২৮কোনটি Joyful শব্দের সমার্থক শব্দ?

(ক) Gloomy

(খ) Depressed

(গ) Cheerful

(ঘ) Dull

উত্তরঃ গ। Cheerful

২৯কোনটি ‘Vacant’ শব্দের সমার্থক শব্দ?

(ক) Blank

(খ) Engaged

(গ) Busy

(ঘ) Employed

উত্তরঃ ক। Blank

৩০‘In black and white’ এর অর্থ

(ক) In writing

(খ) Temporary

(গ) False

(ঘ) Verbally

উত্তরঃ ক। In writing

৩১a – 1/a =3 হলে, a3 – 1/a3 এর মান হবে

(ক) 18

(খ) 36

(গ) 24

(ঘ) 42

উত্তরঃ খ। 36

৩২X2-y2+2y-1 এর একটি উৎপাদক

(ক) x+y+1

(খ) x-y-1

(গ) x+y-1

(ঘ) x-2y+1

উত্তরঃ গ। x+y-1

৩৩যদি ১২ জন শ্ৰমিক দিনে ২৮৮০ টাকা আয় করে, তবে জন শ্ৰমিক কতদিনে সমপরিমাণ টাকা আয় করবে?

(ক) ৬ দিনে

(খ) ৩ দিনে

(গ) ৪ দিনে

(ঘ) ৫ দিনে

উত্তরঃ ক। ৬ দিনে

৩৪লঞ্চ স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ২০ কিমি কিমি।নদীপথে ৯৬ কিমি দূরত্ব অতিক্রম করে পুনরায় যাত্ৰাস্থানে ফিরে আসতে সময় লাগবে

(ক) ৬ ঘন্টা

(খ) ৮ ঘণ্টা

(গ) ১২ ঘন্টা

(ঘ) ১০ ঘন্টা

উত্তরঃ ঘ। ১০ ঘন্টা

৩৫একজন লোক সপ্তাহে ৫০০০ টাকা আয় করেন এবং ৪৫০০ টাকা ব্যয় করেন। তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে

(ক) ১:৯

(খ) ১০:৯

(গ) ৯:১

(ঘ) ৫:১

উত্তরঃ গ। ৯:১

৩৬৩৫ লিটার অটেনপেট্রোল মিশ্রণে, পেট্রোল অকটেনের অনুপাত :৩। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল অকটেনের অনুপাত : হবে?

(ক) ৮ লিটার

(খ) ১০ লিটার

(গ) ১২ লিটার

(ঘ) ১৫ লিটার

উত্তরঃ খ। ১০ লিটার

৩৭নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

(ক) ৭/৯

(খ) ৩/৪

(গ) ৪/৯

(ঘ) ৯/১৩

উত্তরঃ ক। ৭/৯

৩৮(.X.X.০০৩)/(.০১X.০২X.০৩) এর মান কত?

(ক) ০.০০১

(খ) ১০

(গ) ০.০১

(ঘ) ০.১

উত্তরঃ খ। ১০

৩৯একটি গ্রামের লোক সংখ্যা % হারে বর্ধিত হয়ে ১৪৮৪ হলে পূর্বের লোক সংখ্যা কত ছিল?

(ক) ১৩৫০

(খ) ১৪৪০

(গ) ১৪০০

(ঘ) ১৪৬০

উত্তরঃ গ। ১৪০০

৪০বৃত্তের কেন্দ্র হতে ২৪ সেমি দীর্ঘ জ্যাএর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সেমি হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে

(ক) ১৩ সেমি

(খ) ১৪ সেমি

(গ) ১২ সেমি

(ঘ) ১৫ সেমি

উত্তরঃ ক। ১৩ সেমি

৪১একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫° হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে

(ক) ৬

(খ) ৭

(গ) ১০

(ঘ) ৮

উত্তরঃ ঘ। ৮

৪২একজন দোকানদার ১০% লাভে একটি জিনিস ৫৫ টাকায় বিক্রি জিনিসটির ক্রয়মূল্য কত?

(ক) ৪৮ টাকা

(খ) ৪৫ টাকা

(গ) ৪৮ টাকা

(ঘ) ৫০ টাকা

উত্তরঃ ঘ। ৫০ টাকা

৪৩কোন পরীক্ষায় ৮৫% পরীক্ষার্থী পদার্থবিদ্যায়, ৮১%, পরীক্ষার্থী রসায়নশাস্ত্রে এবং ৭৬% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?

(ক) ৮ জন

(খ) ১১ জন

(গ) ১০ জন

(ঘ) ১২ জন

উত্তরঃ গ। ১০ জন

৪৪ থেকে ৫১ পর্যন্ত ক্ৰমিক সংখ্যাগুলোর গড় কত?

(ক) ২৮

(খ) ৩০

(গ) ২৬

(ঘ) ৩১

উত্তরঃ গ। ২৬

৪৫একজন মাঝি স্রোতের অনুকূলে ঘন্টায় মাইল যায় এবং ঘন্টায় যাত্ৰাস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত?

(ক) ৫/৩

(খ) ৩/২

(গ) ৭/৪

(ঘ) ৮/৫

উত্তরঃ খ। ৩/২

৪৬তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি?

(ক) পরিবহন

(খ) বিকিরণ

(গ) পরিচলন

(ঘ) এর কোনটিই নয়

উত্তরঃ খ। বিকিরণ

৪৭নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি?

(ক) রূপা

(খ) তামা

(গ) সোনা

(ঘ) কার্বন

উত্তরঃ ক। রূপা

৪৮নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয় না?

(ক) সোডিয়াম ক্লোরাইড

(খ) চিনি

(গ) ক্যালসিয়াম কার্বনেট

(ঘ) সালফিউরিক এসিড

উত্তরঃ গ। ক্যালসিয়াম কার্বনেট

৪৯নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?

(ক) তাপ দ্বারা মোম গলানো

(খ) বরফ গলে পানি হওয়া

(গ) লবণ পানিতে দ্রবীভূত হওয়া

(ঘ) লোহায় মরিচা ধরা

উত্তরঃ ঘ। লোহায় মরিচা ধরা

৫০ইয়াসির আরাফাত নোবেল পুরস্কার পান কোন সালে?

(ক) ১৯৯৩

(খ) ১৯৯৪

(গ) ১৯৯৫

(ঘ) ১৯৯৬

উত্তরঃ খ। ১৯৯৪

৫১চাঁদের মাটিতে প্রথম পা রাখেন কে?

(ক) নীল আর্মস্ট্রং

(খ) মাইকেল কলিন্স

(গ) ইউরি গ্যাগারিন

(ঘ) এডুইন অলড্রিন

উত্তরঃ ক। নীল আর্মস্ট্রং

৫২খাদ্যের কোন উপাদান রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে?

(ক) স্নেহ

(খ) ভিটামিন

(গ) শর্করা

(ঘ) আমিষ

উত্তরঃ ঘ। আমিষ

৫৩প্রোটিনের মূল উপাদান কী?

(ক) অক্সিজেন

(খ) হাইড্রোজেন

(গ) নাইট্রোজেন

(ঘ) কার্বন

উত্তরঃ গ। নাইট্রোজেন

৫৪এইচআইভি কী?

(ক) ভাইরাস

(খ) ব্যাকটেরিয়া

(গ) সায়ানো ব্যাকটেরিয়া

(ঘ) ছত্রাক

উত্তরঃ ক। ভাইরাস

৫৫এইডস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ কারা?

(ক) অল্পবয়সী ছেলেমেয়েরা

(খ) অল্পবয়সী মেয়েরা

(গ) অল্পবয়সী ছেলেরা

(ঘ) বৃদ্ধ-বৃদ্ধারা

উত্তরঃ ক। অল্পবয়সী ছেলেমেয়েরা

৫৬কিসের অভাবে শিশুদের রিকেটস রোগ হয় ?

(ক) ভিটামিন ‘বি’

(খ) ভিটামিন ‘সি’

(গ) ভিটামিন ‘কে’

(ঘ) ভিটামিন ‘ডি’

উত্তরঃ ঘ। ভিটামিন ‘ডি’

৫৭মিষ্টি কুমড়া কোন ধরনের খাদ্য?

(ক) স্নেহ জাতীয়

(খ) ভিটামিন

(গ) আমিষ

(ঘ) শ্বেতসার

উত্তরঃ খ। ভিটামিন

৫৮দেহের ক্ষয়পুরণ বুদ্ধিসাধনের জন্য কোন উপাদানটি দরকার?

(ক) শ্বেতসার

(খ) স্নেহ

(গ) আমিষ

(ঘ) খনিজ লবণ

উত্তরঃ গ। আমিষ

৫৯মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ আছে?

(ক) ২টি

(খ) ৩টি

(গ) ৪টি

(ঘ) কোনো উপগ্রহ নাই

উত্তরঃ ক। ২টি

৬০বাংলাদেশ সরকার কবে পলিথিন ব্যবহার নিষিদ্ধ আইন প্রণয়ন করে

(ক) ২০০০ সালে

(খ) ১৯৯৮ সালে

(গ) ২০০২ সালে

(ঘ) ২০০৪ সালে

উত্তরঃ গ। ২০০২ সালে

৬১জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত?

(ক) ৪

(খ) ৬

(গ) ৭

(ঘ) ৫

উত্তরঃ ঘ। ৫

৬২কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম?

(ক) লোহা

(খ) পারদ

(গ) সীসা

(ঘ) দস্তা

উত্তরঃ খ। পারদ

৬৩পানিতে কার্বন ডাইঅক্সাইডের দ্রবণকে বলা হয়

(ক) মিল্ক অব লাইম

(খ) ওয়াটার গ্যাস

(গ) সোডা ওয়াটার

(ঘ) মার্ক পিরহাইড্রল

উত্তরঃ গ। সোডা ওয়াটার

৬৪হার্ডডিস্ক মাপার একক হল

(ক) গিগাবাইট

(খ) মেগাবাইট

(গ) কিলোবাইট

(ঘ) টেরাবাইট

উত্তরঃ ক। গিগাবাইট

৬৫বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার হয়?

(ক) এনড্রোজেন

(খ) ইনসুলিন

(গ) এস্ট্রোজেন

(ঘ) থাইরক্সিন

উত্তরঃ খ। ইনসুলিন

৬৬পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা দরকার?

(ক) ১৮ ভাগ

(খ) ২৫ ভাগ

(গ) ২২ ভাগ

(ঘ) ২৯ ভাগ

উত্তরঃ খ। ২৫ ভাগ

৬৭আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে?

(ক) ৪%

(খ) ৭%

(গ) ৮%

(ঘ) ৫%

উত্তরঃ ঘ। ৫%

৬৮পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ

(ক) পেট্রোলের সাথে পানি মিশে যায়

(খ) পেট্রোল পানির সাথে মিশে না

(গ) পেট্রোল পানির চেয়ে হালকা

(ঘ) খ ও গ উভয়ই ঠিক

উত্তরঃ ঘ। খ ও গ উভয়ই ঠিক

৬৯আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম

(ক) ধ্রুব নক্ষত্র

(খ) লুব্ধক

(গ) সুরনদী

(ঘ) প্রক্সিমা সেন্টারাই

উত্তরঃ খ। লুব্ধক

৭০চাঁদে কোন জিনিসের ওজন পৃথিবীতে জিনিসের ওজনের

(ক) চেয়ে কম

(খ) চেয়ে বেশি

(গ) ৬ ভাগের ১ ভাগ

(ঘ) সমান

উত্তরঃ গ। ৬ ভাগের ১ ভাগ

৭১সুমাত্রা দ্বীপটি অবস্থিত

(ক) বঙ্গোপসাগরে

(খ) আরব সাগরে

(গ) প্রশান্ত মহাসাগরে

(ঘ) ভারত মহাসাগরে

উত্তরঃ ঘ। ভারত মহাসাগরে

৭২গ্রীনিচে যখন সময় রবিবার সকাল ৬টা তখন এর ৯০° পূর্বদিকে বস্থিত স্থানের সময় হবে

(ক) শনিবার রাত্রি ১২টা

(খ) রবিবার দুপুর ১২টা

(গ) শনিবার সন্ধ্যা ৬টা

(ঘ) রবিবার সন্ধ্যা ৬টা

উত্তরঃ খ। রবিবার দুপুর ১২টা

৭৩দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়

(ক) ১ সেপ্টেম্বর, ১৯৩৯

(খ) ১ ডিসেম্বর, ১৯৩৯

(গ) ১ মার্চ, ১৯৪০

(ঘ) ১ জুন, ১৯৪০

উত্তরঃ ক। ১ সেপ্টেম্বর, ১৯৩৯

৭৪সরকারি ভাষা হিসেবে এদেশে ইংরেজির ব্যবহার শুরু হয় কোন সন থেকে?

(ক) ১৮৫৭ সালে

(খ) ১৮২৪ সালে

(গ) ১৭৬৫ সালে

(ঘ) ১৮৩৫ সালে

উত্তরঃ ঘ। ১৮৩৫ সালে

৭৫পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট কত সালে গঠন করা হয়?

(ক) ১৯৫৪ সালে

(খ) ১৯৫৫ সালে

(গ) ১৯৫৩ সালে

(ঘ) ১৯৫৫ সালে

উত্তরঃ গ। ১৯৫৩ সালে

৭৬কোন মোগল সম্রাট জিজিয়া কর রহিত করেন?

(ক) হুমায়ুন

(খ) আকবর

(গ) শাহজাহান

(ঘ) আওরঙ্গজেব

উত্তরঃ খ। আকবর

৭৭পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদে কতটি আসন ছিল?

(ক) ২৫০টি

(খ) ২৭৫টি

(গ) ৩০০টি

(ঘ) ৩০৯টি

উত্তরঃ ঘ। ৩০৯টি

৭৮প্রাপ্ত পদকের সংখ্যা অনুযায়ী ১৯৮৪ সালে সাফ গেমসে বাংলাদেশের অবস্থান ছিল

(ক) ৪র্থ

(খ) ৩য়

(গ) ৫ম

(ঘ) ২য়

উত্তরঃ গ। ৫ম

৭৯রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়

(ক) ১৯৫৩ সালে

(খ) ১৯৪৭ সালে

(গ) ১৯৫০ সালে

(ঘ) ১৯৫৭ সালে

উত্তরঃ ক। ১৯৫৩ সালে

৮০ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম

(ক) ইউরিয়া

(খ) টিএসপি

(গ) অ্যামোনিয়া

(ঘ) সালফেট

উত্তরঃ ক। ইউরিয়া

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *