16th NTRCA School Preliminary Question with Answer

১৬ তম NTRCA(School) প্রিলিমিনারি প্রশ্ন

১। He tried his best. (Negative)
(ক) He did not try a little
(খ) He did not stay unmoved
(গ) He left no stone unturned
(ঘ) He did not turn all stones
উত্তরঃ গ। He left no stone unturned
২। She was used to _ the poor (ক) help (খ) helped (গ) helping (ঘ) to help উত্তরঃ গ। helping ৩। Which is noun of the word ‘brief’? (ক) briefly (খ) brevity (গ) brieve (ঘ) but উত্তরঃ খ। brevity ৪। It was high time we our habits
(ক) changed
(খ) change
(গ) had change
(ঘ) should change
উত্তরঃ ঘ। should change
৫। Curd is made milk
(ক) of
(খ) by
(গ) in
(ঘ) from
উত্তরঃ খ। by
৬। The Headmaster and the President of the school present in the last meeting.
(ক) was
(খ) were
(গ) had been
(ঘ) have been
উত্তরঃ খ। were
৭। If he a human being, he would not have done this.
(ক) is
(খ) was
(গ) had been
(ঘ) were
উত্তরঃ গ। had been
৮। The antonym of the word ‘benign’ is .
(ক) tenfold
(খ) peaceful
(গ) blessed
(ঘ) malignant
উত্তরঃ ঘ। malignant
৯। Do not what you can do today
(ক) put on
(খ) put to
(গ) put off
(ঘ) put left
উত্তরঃ গ। put off
১০। They tell us a tale about a tail. The word ‘tale’ is-
(ক) noun
(খ) verb
(গ) adjective
(ঘ) adverb
উত্তরঃ ক। noun
১১। Move or die (Simple)
(ক) In case of your failure to move, you will die
(খ) You move, you will die
(গ) If you move you will die
(ঘ) Move and die
উত্তরঃ ক। In case of your failure to move, you will die
১২। Which one is correct?
(ক) Omnious
(খ) Extencion
(গ) Hesitation
(ঘ) Mischivous
উত্তরঃ ঘ। Mischivous
১৩। The opposite of the word ‘sluggish’-
(ক) animated
(খ) dull
(গ) heavy
(ঘ) slow
উত্তরঃ ক। animated
১৪। I saw him play (Passive)
(ক) He was seen by me play
(খ) Play was seen him by me
(গ) He was seen playing by me
(ঘ) He was seen to play by me
উত্তরঃ ঘ। He was seen to play by me
১৫। ‘Boot lag’ means to-
(ক) distribute
(খ) export
(গ) import
(ঘ) smuggle
উত্তরঃ ঘ। smuggle
১৬। While I (play) in the field, I saw a dead cow.
(ক) playing
(খ) was playing
(গ) played
(ঘ) were playing
উত্তরঃ খ। was playing
১৭। But for your help I
(ক) would have failed
(খ) would fail
(গ) will fail
(ঘ) will have failed
উত্তরঃ ক। would have failed
১৮। Choose the correct sentence
(ক) He had been hunged for murder
(খ) He has been hunged for murder
(গ) He was hanged for murder
(ঘ) He was hunged for murder
উত্তরঃ গ। He was hanged for murder
১৯। I went there to seek a job (compound)
(ক) I went there to seek a job
(খ) I went there and seeked a job
(গ) I went there so that I could seek a job
(ঘ) I went there for seeking a job
উত্তরঃ খ। I went there and seeked a job
২০। Instead of ‘confirm’ we can say
(ক) bear out
(খ) bear on
(গ) bear on
(ঘ) bear of
উত্তরঃ ক। bear out
২১। What is the antonym of ‘abduct’?
(ক) Take away unlawfully
(খ) Kidnap
(গ) Restore
(ঘ) None of them
উত্তরঃ গ। Restore
২২। The father with his seven daughters left the house.
(ক) have
(খ) are
(গ) has
(ঘ) was
উত্তরঃ গ। has
২৩। She has no test _ music
(ক) of
(খ) for
(গ) to
(ঘ) in
উত্তরঃ ঘ। in
২৪। কর্তৃপক্ষ তাকে তিরষ্কার করলো।
(ক) The authority criticized him
(খ) The authority took him to task
(গ) The authority took him to book
(ঘ) The authority gave reins to him
উত্তরঃ খ। The authority took him to task
২৫। সে নদির কাছে একটি কুটিরে বাস করত।
(ক) He lived a hut closed with rivers
(খ) He lived in a hut close at the river
(গ) He lived in a hut close to the river
(ঘ) He lived in a hut close by the river
উত্তরঃ গ। He lived in a hut close to the river
২৬। নিচের কোনটি অমূলদ সংখ্যা?
(ক) 1.111…………
(খ) 1.1010101…………
(গ) 1.1001001001…………
(ঘ) 1.1010010001…………
উত্তরঃ ঘ। 1.1010010001…………
২৭। কোনো সামন্তরিকের একটি কোণ সমকোণ হলে উহা একটি-
(ক) বর্গ
(খ) রম্বস
(গ) ট্রাপিজিয়াম
(ঘ) আয়তক্ষেত্র
উত্তরঃ ঘ। আয়তক্ষেত্র
২৮। p = a * b হলে এবং a ও b উভয়কে একত্রে ১০% বৃদ্ধি করা হলে P এর মান কত শতকরা বৃদ্ধি পাবে?
(ক) ১৫%
(খ) ২০%
(গ) ২১%
(ঘ) ২৫%
উত্তরঃ গ। ২১%
২৯। lnx / (x-1) এর মান নির্ণয়ের ক্ষেত্রে নিচের কোন শর্তটি প্রযোজ্য?
(ক) x > 0 এবং x ≠ 1
(খ) x ≥ 0 এবং x ≠ 1
(গ) x > 0 অথবা x ≠ 1
(ঘ) x ≥ 0 অথবা x ≠ 1
উত্তরঃ গ। x > 0 অথবা x ≠ 1
৩০। ৬ টি কাঠির গড় দৈর্ঘ্য ৪৪.২ সে.মি. এবং এদের ৫ টির গড় দৈর্ঘ্য ৪৬ সে.মি.। ৬ষ্ঠ কাঠির কত সেমি?
(ক) ৩৫.১
(খ) ৩৫.২
(গ) ৩৫.৩
(ঘ) ৩৫.৪
উত্তরঃ খ। ৩৫.২
৩১। ২৫% লাভে কোনো জিনিস ১৫ টাকায় বিক্রয় করলে কিক্রেতার কত টাকা লাভ হবে?
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
উত্তরঃ খ। ৩
৩২। নিচের কোনটি x3 – 6×2 + 11x – 6 এর উৎপাদক নয়
(ক) x – 1
(খ) x – 2
(গ) x – 3
(ঘ) x – 4
উত্তরঃ ঘ। x – 4
৩৩। a ≤ b এবং b ≤ a হলে নিচের কোনটি সত্য?
(ক) a < b (খ) a > b
(গ) a = b
(ঘ) a ≠ b
উত্তরঃ ঘ। a ≠ b
৩৪। 2 সে.মি. ব্যাসবিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 5 সে.মি. দূরের কোনো বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত সেমি?
(ক) 4.58
(খ) 5.38
(গ) 3
(ঘ) 5
উত্তরঃ ক। 4.58
৩৫। সাতটি সরল রেখার দৈর্ঘ্য যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6 ও 7 সেমি। কয়টি ক্ষেত্রে এদের চারটি বাহু দিয়ে চতুর্ভুজ অংকন সম্বব নয়?
(ক) 2
(খ) 3
(গ) 4
(ঘ) 5
উত্তরঃ গ। 4
৩৬। নিচের কোনটি বৃহস্থ চতুর্ভুজ হয়না?
(ক) বর্গ
(খ) আয়ত
(গ) ট্রাপিজিয়াম
(ঘ) রম্বস
উত্তরঃ গ। ট্রাপিজিয়াম
৩৭। sin{(9Π / 2) + θ} = ?
(ক) sin θ
(খ) – sin θ
(গ) cos θ
(ঘ) -cos θ
উত্তরঃ গ। cos θ
৩৮। কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে অংকিত বৃত্তের কেন্দ্রকে বলে –
(ক) অন্তকেন্র
(খ) পরিকেন্দ্র
(গ) লম্ব কেন্দ্র
(ঘ) ভর কেন্দ্র
উত্তরঃ খ। পরিকেন্দ্র
৩৯। tan θ = a / b হলে নিচের কোনটি সত্য?
(ক) sinθ = b / (a2 + b2)
(খ) cosθ = b / √(a2 + b2)
(গ) secθ = √(a2 + b2) / a
(ঘ) cosecθ = √(a2 + b2) / a
উত্তরঃ খ। cosθ = b / √(a2+ b2)
৪০। ax2 + b এর মান x = 1 হলে এবং x = 3 হলে 25 হয়। x = 2 হলে এর মান কতো?
(ক) 5
(খ) 10
(গ) 15
(ঘ) 20
উত্তরঃ খ। 10
৪১। log10(0-0.001) = কত?
(ক) 3
(খ) -3
(গ) -1/3
(ঘ) -(1/3)
উত্তরঃ খ। -3
৪২। a2 – 3a, a3 – 9a এবং a3 – 4a2 + 3a এর গ.সা.গু কত?
(ক) a(a – 3)
(খ) a-3
(গ) a
(ঘ) a(a + 3)
উত্তরঃ ক। a(a – 3)
৪৩। একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ?
(ক) √2 / 2
(খ) √2
(গ) 2√2
(ঘ) 2
উত্তরঃ গ। 2√2
৪৪। চতুর্ভূজের চার কোণের অনুপাত 1 : 2 : 2 : 3 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত হবে?
(ক) 90°
(খ) 135°
(গ) 175°
(ঘ) 210°
উত্তরঃ খ। 135°
৪৫। যদি 12 সদস্য বিশিষ্ট কোনো কমিটির সদস্যের মধ্যে 9 জন মহিলা হয়, তবে সদস্যের মধ্যে শতকরা কত ভাগ পুরুষ?
(ক) 25%
(খ) 40%
(গ) 15%
(ঘ) 20%
উত্তরঃ ক। 25%
৪৬। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20 ও 25 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে?
(ক) 411
(খ) 111
(গ) 211
(ঘ) 311
উত্তরঃ ঘ। 311
৪৭। যদি x + 1/x = -5 হয়, তবে x / (x2 + x + 1) এর মান কত?
(ক) 1 / 4
(খ) 4
(গ) -4
(ঘ) -(1 / 4)
উত্তরঃ গ। -4
৪৮। 80 এর 75% এর 25% = কত?
(ক) 12
(খ) 15
(গ) 20
(ঘ) 25
উত্তরঃ খ। 15
৪৯। কোন ভগ্নাংশের লবের সাথে 1 যোগ করলে 1 / 2 হয় এবং হরের সাথে 1 যোগ করলে তা 1 / 3 হয়, ভগ্নংশটি = কত?
(ক) 2 / 7
(খ) 1 / 8
(গ) 3 / 8
(ঘ) 3 / 5
উত্তরঃ গ। 3 / 8
৫০। বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
(ক) 4
(খ) 9
(গ) 12
(ঘ) 16
উত্তরঃ খ। 9
৫১। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি?
(ক) পুন্ড্র
(খ) তাম্রলিপ্ত
(গ) গৌড়
(ঘ) হরিকেল
উত্তরঃ ক। পুন্ড্র
৫২। বাঙালি জাতীর প্রধান অংশ কোন মূল জনগোষ্ঠীর অন্তর্ভূক্ত?
(ক) দ্রাবিড়
(খ) নেগ্রিটো
(গ) ভোট চিন
(ঘ) অস্টিক
উত্তরঃ ঘ। অস্টিক
৫৩। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করা হয়১৯৬৬ সালের –
(ক) জানুয়ারি মাসে
(খ) ফেব্রুয়ারি মাসে
(গ) জুলাই মাসে
(ঘ) আগস্ট মাসে
উত্তরঃ খ। ফেব্রুয়ারি মাসে
৫৪। ‘সংগ্রাম’ ও ‘প্রত্যাশা’ কী?
(ক) ধানের প্রজাতি
(খ) পাখির প্রজাতি
(গ) বাংলাদেশ নৌবাহিনির দুইটি যুদ্ধ জাহাজ
(ঘ) বাংলাদেশ বিমান বাহিনির দুইটি যুদ্ধ জাহাজ
উত্তরঃ গ। বাংলাদেশ নৌবাহিনির দুইটি যুদ্ধ জাহাজ
৫৫। AIDS রোগের জন্য নিচের কোন ভাইরাসটি দায়ী?
(ক) SARS
(খ) র্যাবিস
(গ) HIV
(ঘ) ইবোলা
উত্তরঃ গ। HIV
৫৬। কোথাই প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়?
(ক) ডেনমার্ক
(খ) কেনিয়া
(গ) বেইজিং
(ঘ) মেক্সিকো
উত্তরঃ ঘ। মেক্সিকো
৫৭। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
(ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(খ) তাজউদ্দিন আহমেদ
(গ) সৈয়দ নজ্রুল ইসলাম
(ঘ) খন্দকার মোশতাক আহমেদ
উত্তরঃ ক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৫৮। ইউনেস্কোর কততম সম্মেলনে ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়?
(ক) ৩১ তম
(খ) ৩২ তম
(গ) ৩৩ তম
(ঘ) ৩৪ তম
উত্তরঃ ঘ। ৩৪ তম
৫৯। দূর্যোগ ব্যাবস্তাপনায় সাফল্যের জন্য মাননীয় প্রধান্মন্ত্রী শেখ হাসিনাকে কোন সংস্থা পুরস্কৃত করে?
(ক) EU
(খ) IDB
(গ) ADB
(ঘ) IFRC
উত্তরঃ ঘ। IFRC
৬০। ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ এর উৎক্ষেপণ দ্বারা বাংলাদেশ বিশ্বের কততম স্যাটেলাইটদেশ হিসেবে আত্নপ্রকাশ করে
(ক) ৩৭ তম
(খ) ৪৭ তম
(গ) ৫৭ তম
(ঘ) ৬৭ তম
উত্তরঃ গ। ৫৭ তম
৬১। ২০১৯ সালের সার্ক সাহিত্য পুরষ্কার লাভ করে?
(ক) সেলিনা হোসেন
(খ) শামশুর রহমান’
(গ) অধ্যাপক আনিসুজ্জামান
(ঘ) ফক্রুল আলম
উত্তরঃ গ। অধ্যাপক আনিসুজ্জামান
৬২। বিশ্ব মানবাধিকার দিবস কবে?
(ক) ৮ মার্চ
(খ) ৫ অক্টোবার
(গ) ১০ ডিসেম্বর
(ঘ) ২৪ সেপ্টেম্বর
উত্তরঃ গ। ১০ ডিসেম্বর
৬৩। SMS এর পূর্ণরূপ কি?
(ক) SHort Message Service
(খ) Short Message Service
(গ) Simple Message Service
(ঘ) Simple Mail Service
উত্তরঃ খ। Short Message Service
৬৪। বিগ এপেল কোন শহরের নাম?
(ক) নতুন দিল্লি
(খ) ইসলামাবাদ
(গ) নিউইয়র্ক
(ঘ) শিকাগো
উত্তরঃ ক। নতুন দিল্লি
৬৫। IMF এর সদর দপ্তর কোথায়?
(ক) ওয়াশিংটন ডিসি
(খ) নিউইয়র্ক
(গ) জেনেভা
(ঘ) রোম
উত্তরঃ গ। জেনেভা
৬৬। শ্রীলংকার মুদ্রার নাম কী?
(ক) ডোলার
(খ) পাউন্ড
(গ) টাকা
(ঘ) রুপী
উত্তরঃ ঘ। রুপী
৬৭। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
(ক) জয়নুল আবেদীন
(খ) কামরুল হাসান
(গ) হামিদুর রহমান
(ঘ) হাশেম খান
উত্তরঃ খ। কামরুল হাসান
৬৮। UNESCO বাংলাদেশের কোন ধরণের গানকে Heritage of Humanity (মানবতার ধারক) হিসেবে আখ্যায়িত করেছে?
(ক) কবি গান
(খ) বাউল গান
(গ) লালন গীতি
(ঘ) ভাওয়াইয়া
উত্তরঃ খ। বাউল গান
৬৯। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি?
(ক) হালদা নদী
(খ) চলন বিল
(গ) পশুর নদী
(ঘ) মেঘনা নদী
উত্তরঃ ক। হালদা নদী
৭০। নাগরিক প্রধান কর্তব্য হলো –
(ক) রাষ্ট্রের সেবা করা
(খ) রাষ্ট্রের আইন মেনে চলা
(গ) নিয়মিত কর প্রদান করা
(ঘ) রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা
উত্তরঃ ঘ। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা
৭১। প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু?
(ক) লোহা
(খ) দস্তা
(গ) পটাশিয়াম
(ঘ) এলুমিনিয়াম
উত্তরঃ ঘ। এলুমিনিয়াম
৭২। গাড়ীর ব্যাটারিতে ব্যাবহৃত এসিড কোনটি?
(ক) HNO3
(খ) HCL
(গ) H2SO4
(ঘ) H3PO4
উত্তরঃ গ। H2SO4
৭৩। ফোকেটিং (Folketing) কোন দেশের আইনসভা?
(ক) বেলজিয়াম
(খ) নরওয়ে
(গ) ফিনল্যান্ড
(ঘ) ডেনমার্ক
উত্তরঃ ঘ। ডেনমার্ক
৭৪। বাণিজ্যিকভাবে মৌমাছি পালককে কি বলে?
(ক) পিসিকালচার
(খ) এপিকালচার
(গ) মেরিকালচার
(ঘ) সেরিকালচার
উত্তরঃ খ। এপিকালচার
৭৫। কোনটি স্থানীয় সরকার নয়?
(ক) পৌরসভা
(খ) পল্লী বিদ্যৎ
(গ) সিটি কর্পরেশন
(ঘ) উপজেলা পরিষদ
উত্তরঃ খ। পল্লী বিদ্যৎ
৭৬। বাংলা সাহিত্যে চলন রীতির প্রবর্তক কে?
(ক) প্রমথ চৌধুরী
(খ) রবিন্দ্রনাথ ঠাকুর
(গ) মোতাহার হোসেন চৌধুরী
(ঘ) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ ক। প্রমথ চৌধুরী
৭৭। বাংলা বর্ণমালাই পরাশ্রয়ী বর্ণ কয়টি?
(ক) ৫ টি
(খ) ৩ টি
(গ) ৪ টি
(ঘ) ১ টি
উত্তরঃ খ। ৩ টি
৭৮। নিচের কোনটি ‘ষত্ব’ বিধানের নিয়ম শুদ্ধ?
(ক) মাস্টার
(খ) পোশাক
(গ) জিনিস
(ঘ) পোস্ট
উত্তরঃ খ। পোশাক
৭৯। ‘দ্যূলোক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) দুঃ + লোক
(খ) দুই + লোক
(গ) দ্বি + লোক
(ঘ) দিব + লোক
উত্তরঃ ঘ। দিব + লোক
৮০। সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিদানে খাটে না- এর উদাহরণ কোনটি?
(ক) অগ্রনায়ক
(খ) রতন
(গ) আপন
(ঘ) অনুষ্ঠান
উত্তরঃ ক। অগ্রনায়ক
৮১। ‘পুকুরে মাছ আছে’ এখানে পুকুর কোন অধিকরণ কারক?
(ক) বৈষয়িক অধিকরণ
(খ) ভাবাধিকরণ
(গ) অভিব্যাপক অধিকরণ
(ঘ) ঐকদেশিক অধিকরণ
উত্তরঃ খ। ভাবাধিকরণ
৮২। ক্রিয়া বা ধাতুর পর যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে-
(ক) ধাতু প্রত্যয়
(খ) শব্দ প্রত্যয়
(গ) কৃৎ প্রত্যয়
(ঘ) তদ্ধিত প্রত্যয়
উত্তরঃ গ। কৃৎ প্রত্যয়
৮৩। ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি?
(ক) আমাদের সেনারা যুদ্ধে অপরাজেয়
(খ) একদা প্রভাতে ভানুর প্রভাতে ফুটিল কমল কলি
(গ) চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়
(ঘ) প্রভাতে উঠিল রবি লোহিত বরণ
উত্তরঃ গ।চন্দ্রোদয়েকুমুদিনি বিকশিত হয়
৮৪। ‘সন্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা’ – এক কথায় প্রকাশ করলে কী হয়?
(ক) প্রত্যদ্গমন
(খ) অগ্রগামী
(গ) শুভ পদার্পণ
(ঘ) স্বাগতম
উত্তরঃ ক। প্রত্যদ্গমন
৮৫। ‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ?
(ক) বাংলা
(খ) পর্তুগীজ
(গ) ফারসি
(ঘ) হিন্দি
উত্তরঃ খ। পর্তুগীজ
৮৬। ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কি?
(ক) অর্থের কুপ্রভাব
(খ) অপচয়
(গ) ক্ষণস্থায়ী বস্ত
(ঘ) কৃপণের কড়ি
উত্তরঃ ক। অর্থের কুপ্রভাব
৮৭। “গুণহীন ব্যর্থ আস্ফালন” – অর্ঠটি কোন প্রবাদে ব্যাক্ত হয়েছে?
(ক) কানা ছেলের নাম পদ্মলোচন
(খ) ঘুঘু দেখেছো ফাঁদ দেখনি
(গ) অসারের তর্জন-গর্জন সার
(ঘ) আসলে মুঘল নেই, ঢেঁকি ঘরে চাঁদোয়া
উত্তরঃ গ। অসারের তর্জন-গর্জন সার
৮৮। বিপরীতার্থে ‘পরা’ উপসর্গ যুক্ত শব্দ কোনটি?
(ক) পরাকাষ্ঠা
(খ) পরাক্লান্ত
(গ) পরায়ণ
(ঘ) পরাভাব
উত্তরঃ ঘ। পরাভাব
৮৯। ‘বীণাপাণি’ সমস্ত পদটি কোন সমাস?
(ক) ব্যাধিকরণ বহুব্রীহি
(খ) ব্যাতিহার বহুব্রীহি
(গ) মধ্যপদলোপী বহুব্রীহি
(ঘ) অলুক বহুব্রীহি
উত্তরঃ ক। ব্যাধিকরণ বহুব্রীহি
৯০। বাংলা বর্ণমালার উৎস কোনটি?
(ক) তিব্বতি লিপি
(খ) ব্রাহ্মী লিপি
(গ) খরোস্রী লিপি
(ঘ) দেবনাগরি লিপি
উত্তরঃ খ। ব্রাহ্মী লিপি
৯১। ‘খ্রিস্টান’ কোন জাতীয় মীশ্র শব্দ?
(ক) ইংরেজি + বাংলা
(খ) ইংরেজি + আরবি
(গ) ইংরেজি + ফারসি
(ঘ) ইংরেজি + তৎসম
উত্তরঃ ঘ। ইংরেজি + তৎসম
৯২। ‘Call it a day’ এর যথার্থ অনুবাদ কোনটি?
(ক) পুনরায় শুরু করা
(খ) খুবই গুরুত্বপূর্ণ কাজ
(গ) কাউকে ডেকে আনা
(ঘ) একটি স্মরণীয় দিন
উত্তরঃ ক। পুনরায় শুরু করা
৯৩। ‘মরি! মরি! কি সুন্দর প্রভাতের রূপ’ – এখানে অনন্বয়ী অব্যই কিভাবে প্রকাশ পেয়েছে?
(ক) যন্ত্রণা
(খ) বিরক্তি
(গ) সম্মতি
(ঘ) উচ্ছ্বাস
উত্তরঃ ঘ। উচ্ছ্বাস
৯৪। সম্বধন পদের পরে যে চিহ্নটি ব্যাবহৃত হয় তার নাম কি?
(ক) কমা
(খ) দাড়ি
(গ) কোলন
(ঘ) সেমিকোলন
উত্তরঃ ক। কমা
৯৫। ‘Book Post’ এর পারিভাষিক রূপ কোনটি?
(ক) ডাকঘর
(খ) খোলা ডাক
(গ) উপবিধি
(ঘ) লেখস্বত্ব
উত্তরঃ খ। খোলা ডাক
৯৬। কোনটি দেশি শব্দের উদাহরণ?
(ক) লুঙ্গি
(খ) খোকা
(গ) সম্রাট
(ঘ) গঞ্জ
উত্তরঃ ঘ। গঞ্জ
৯৭। কোনটি রূপক কর্মধারয় সমাস?
(ক) কর কমল
(খ) কাল স্রোত
(গ) কর পল্লব
(ঘ) কচুকাটা
উত্তরঃ ক। কর কমল
৯৮। “উষ্ণীষ” এর শব্দার্থ –
(ক) অত্যন্ত উষ্ণ
(খ) কুসুম কুসুম উষ্ণ
(গ) পাগড়ি
(ঘ) শীতের আমেজ
উত্তরঃ গ। পাগড়ি
৯৯। ‘নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
(ক) সমার্থে
(খ) ক্ষুদ্রার্থে
(গ) বৃহদার্থে
(ঘ) বিপরীতার্থে
উত্তরঃ খ। ক্ষুদ্রার্থে
১০০। ‘শিরে সংক্রান্তি’ বাগধারাটির অর্থ কি?
(ক) আসন্ন বিপদ
(খ) মাথা ব্যাথা
(গ) মহাবিপদ
(ঘ) মাথার বোঝা
উত্তরঃ ক। আসন্ন বিপদ

১০১। সর্বপ্রথম ‘বঙ্গ’ দেশের নাম পাওয়া যায় যে গ্রন্থে-
(ক) আইন-ই-আকবরী
(খ) বাঙালির ইতিহাস
(গ) ঐতরেয় আরণ্যক
(ঘ) রঘুবংশ
উত্তরঃ গ। ঐতরেয় আরণ্যক
১০২। চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয়-
(ক) সাংগ্রেন
(খ) বিজু
(গ) তনচংগা
(ঘ) নও উৎসব
উত্তরঃ খ। বিজু
১০৩। মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীন ছিল?
(ক) ১নং
(খ) ৩নং
(গ) ২নং
(ঘ) ১০নং
উত্তরঃ গ। ২নং
১০৪। জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম কী?
(ক) জাইকা
(খ) ডিএফআইডি
(গ) ডানিডা
(ঘ) ওসিডি
উত্তরঃ ক। জাইকা
১০৫। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
(ক) মানিকগঞ্জ
(খ) রংপুর
(গ) ঢাকা
(ঘ) পাবনা
উত্তরঃ ক। মানিকগঞ্জ
১০৬। SPARRSO কোন মন্ত্রণালয়ের অধীন?
(ক) শিল্প মন্ত্রণালয়
(খ) শিক্ষা মন্ত্রণালয়
(গ) পরিবেশ মন্ত্রণালয়
(ঘ) প্রতিরক্ষা মন্ত্রণালয়
উত্তরঃ ঘ। প্রতিরক্ষা মন্ত্রণালয়
১০৭। NATO কোন ধরনের জোট?
(ক) অর্থনৈতিক
(খ) পরিবেশগত
(গ) রাজনৈতিক
(ঘ) সামরিক
উত্তরঃ ঘ। সামরিক
১০৮। ভারত ও আফগানিস্তানের মধ্যকার সীমানা চিহ্নিত লাইন-
(ক) ডুরান্ড লাইন
(খ) র্যাডক্লিফ লাইন
(গ) এলওসি
(ঘ) ম্যাজিনাে লাইন
উত্তরঃ খ। র্যাডক্লিফ লাইন
১০৯। বাংলাদেশ স্কয়ার’ কোথায় অবস্থিত?
(ক) লাইবেরিয়া
(খ) কঙ্গো
(গ) সােমালিয়া
(ঘ) সুদান
উত্তরঃ ক। লাইবেরিয়া
১১০। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়?
(ক) ১০ জুলাই
(খ) ৫ জুন
(গ) ২৪ সেপ্টেম্বর
(ঘ) ১২ এপ্রিল
উত্তরঃ খ। ৫ জুন
১১১। সংবিধানের ১৫ অনুচ্ছেদের বিষয়বস্তু কী?
(ক) জনস্বাস্থ্য ও নৈতিকতা
(খ) সুযােগের সমতা
(গ) জাতীয় সংস্কৃতি
(ঘ) মৌলিক প্রয়ােজনের ব্যবস্থা
উত্তরঃ ঘ। মৌলিক প্রয়ােজনের ব্যবস্থা
১১২। বাংলাদেশে বয়স্ক ভাতা কার্যক্রম কবে প্রথম শুরু হয়?
(ক) ১৯৯৮ সালে
(খ) ১৯৯৯ সালে
(গ) ২০০০ সালে
(ঘ) ২০০১ সালে
উত্তরঃ ক। ১৯৯৮ সালে
১১৩। বাংলাদেশের জাতীয় স্বাস্থ্য নীতিমালা কবে প্রণীত হয়েছে?
(ক) ২০১০ সালে
(খ) ২০১১ সালে
(গ) ২০১২ সালে
(ঘ) ২০১৩ সালে
উত্তরঃ খ। ২০১১ সালে
১১৪। ‘Seven Sister’ কোন দেশে অবস্থিত?
(ক) ভারত
(খ) পাকিস্তান
(গ) মিয়ানমার
(ঘ) ভূটান
উত্তরঃ ক। ভারত
১১৫। আগরতলা মামলা প্রত্যাহার করা হয়—
(ক) ২২ ফেব্রুয়ারি ১৯৬৯
(খ) ২০ মার্চ ১৯৬৯
(গ) ১৮ ফেব্রুয়ারি ১৯৭০
(ঘ) ৫ ডিসেম্বর ১৯৬৮
উত্তরঃ ক। ২২ ফেব্রুয়ারি ১৯৬৯
১১৬। বাংলাদেশে সরকারি EPZ মােট কতটি?
(ক) ৭টি
(খ) ৮টি
(গ) ৯টি
(ঘ) ১০টি
উত্তরঃ খ। ৮টি
১১৭। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
(ক) ক্যাপ্টেন এম. মনসুর আলী
(খ) তাজউদ্দিন আহম্মেদ
(গ) সৈয়দ নজরুল ইসলাম
(ঘ) খন্দকার মােস্তাক আহমেদ
উত্তরঃ ক। ক্যাপ্টেন এম. মনসুর আলী
১১৮। বাংলাদেশের প্রথম আদমশুমারী হয়–
(ক) ১৯৭৯ সালে
(খ) ১৯৭২ সালে
(গ) ১৯৭৩ সালে
(ঘ) ১৯৭৪ সালে
উত্তরঃ ঘ। ১৯৭৪ সালে
১১৯। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে-
(ক) ১৩০
(খ) ১৩১
(গ) ১৩৭
(ঘ) ১৪০
উত্তরঃ গ। ১৩৭
১২০। নবায়নযােগ্য শক্তি কোনটি?
(ক) তেল
(খ) গ্যাস
(গ) কয়লা
(ঘ) সমুদ্রের ঢেউ
উত্তরঃ ঘ। সমুদ্রের ঢেউ
১২১। ইতিহাসের জনক কে?
(ক) হেরােডােটাস
(খ) এরিস্টটল
(গ) ওয়াশিংটন
(ঘ) নিউইয়র্ক
উত্তরঃ ক। হেরােডােটাস
১২২। টেকসই উন্নয়ন অভীষ্ট কবে গৃহীত হয়?
(ক) ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর
(খ) ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর
(গ) ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর
(ঘ) ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর
উত্তরঃ গ। ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর
১২৩। ওয়াটার লু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
(ক) বেলজিয়াম
(খ) জাপান
(গ) জার্মানী
(ঘ) ইংল্যান্ড
উত্তরঃ ক। বেলজিয়াম
১২৪। হাসপাতাল সমাজসেবা কার্যক্রম কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়?
(ক) সমাজকল্যাণ মন্ত্রণালয়
(খ) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
(গ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
(ঘ) শিক্ষা মন্ত্রণালয়
উত্তরঃ ক। সমাজকল্যাণ মন্ত্রণালয়
১২৫। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক’ উপাধি লাভ করেন কত জন?
(ক) ৭ জন
(খ) ৬৮ জন
(গ) ১৭৫ জন
(ঘ) ৪২৬ জন
উত্তরঃ ঘ। ৪২৬ জন
১২৬। বাংলা সাধু ভাষার জনক কে?
(ক) হরলাল রায়
(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ খ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১২৭। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?
(ক) কথ্য ভাষা
(খ) লেখ্য ভাষা
(গ) সাধু ভাষা
(ঘ) চলিত ভাষা
উত্তরঃ গ। সাধু ভাষা
১২৮। ‘মেঘ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) অম্বুদ
(খ) ভূ-ধর
(গ) শূন্য
(ঘ) নীর
উত্তরঃ ক। অম্বুদ
১২৯। বিরাম চিহ্নের প্রবর্তক কে?
(ক) প্রমথ চৌধুরী
(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) আব্দুল হাকিম
উত্তরঃ খ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৩০। সমাসবদ্ধ পদের অংশগুলাে বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়?
(ক) কোলন
(খ) সেমিকোলন
(গ) কমা
(ঘ) হাইফেন
উত্তরঃ ঘ। হাইফেন
১৩১। ‘খয়ের খা’ বাগধারাটির অর্থ কী?
(ক) মন্দভাগ্য
(খ) তুচ্ছ পদার্থ
(গ) চাটুকার
(ঘ) নিরবধি
উত্তরঃ গ। চাটুকার
১৩২। ‘গঙ্গা’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) (ক) গােমতি
(খ) কৃষ্ণবেণী
(গ) কাবেরী
(ঘ) সবগুলাে
উত্তরঃ ঘ। সবগুলাে
১৩৩। ‘চন্দ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) সােম
(খ) ভূষণ
(গ) নকশা
(ঘ) নভঃ
উত্তরঃ ক। সােম
১৩৪। নৈসর্গিক’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
(ক) নকল
(খ) ঐহিক
(গ) কৃত্রিম
(ঘ) তামাসিক
উত্তরঃ ক। নকল
১৩৫। নিচের কোন বানানটি শুদ্ধ?
(ক) পিপীলিকা
(খ) পিপিলিকা
(গ) পীপিলীকা
(ঘ) পিপীলীকা
উত্তরঃ ক। পিপীলিকা
১৩৬। কোন বানানটি শুদ্ধ?
(ক) শমীচিন
(খ) সমীচীন
(গ) সমিচীন
(ঘ) শমীচীন
উত্তরঃ খ। সমীচীন
১৩৭। কোন বাক্যটি শুদ্ধ?
(ক) দারিদ্রতাই প্রধান সমস্যা
(খ) দারিদ্রতাই আমাদের মূল সমস্যা
(গ) দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা
(ঘ) দারিদ্রতাই আমাদের প্রধান সমস্যা
উত্তরঃ গ। দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা
১৩৮। তপােবন কোন সমাস?
(ক) দ্বন্দ্ব সমাস
(খ) চতুর্থী তৎপুরুষ সমাস
(গ) প্রাদি সমাস
(ঘ) বহুব্রীহি সমাস
উত্তরঃ খ। চতুর্থী তৎপুরুষ সমাস
১৩৯। সন্ধির প্রধান কাজ কী?
(ক) ধ্বনি পরিবর্তন
(খ) অর্থের পরিবর্তন
(গ) পদের পরিবর্তন
(ঘ) বাক্য সংকোচন
উত্তরঃ ক। ধ্বনি পরিবর্তন
১৪০। সমাস গঠন প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম কী?
(ক) সমস্যমান পদ
(খ) সমস্তপদ
(গ) ব্যাসবাক্য
(ঘ) উত্তরপদ
উত্তরঃ খ। সমস্তপদ
১৪১। ‘তিলে তৈল হয়’ বাক্যে ‘তিলে’ কোন কারক?
(ক) কর্ম কারক
(খ) করণ কারক
(গ) অপাদান কারক
(ঘ) অধিকরণ কারক
উত্তরঃ গ। অপাদান কারক
১৪২। ‘সিংহাসন’ কোন সমাস?
(ক) দ্বন্দ্ব সমাস
(খ) মধ্যপদলােপী কর্মধারয়
(গ) মধ্যপদলােপী বহুব্রীহি
(ঘ) অব্যয়ীভাব সমাস
উত্তরঃ খ। মধ্যপদলােপী কর্মধারয়
১৪৩। রেলগাড়িটি স্টেশন ছেড়েছে’ বাক্যে ‘স্টেশন’ কোন কারকে কোন বিভক্তি?
(ক) অপাদানে শূন্য
(খ) করণে শূন্য
(গ) কর্তায় শূন্য
(ঘ) অধিকরণে শূন্য
উত্তরঃ ক। অপাদানে শূন্য
১৪৪। মেঘের ধ্বনি এর বাক্য সংকোচন কোনটি?
(ক) মৃন্ময়
(খ) জীমূতমন্দ্র
(গ) জীমূতেন্দ্র
(ঘ) শানকি
উত্তরঃ গ। জীমূতেন্দ্র
১৪৫। সপ্তকাণ্ড রামায়ণ’ বাগধারাটির অর্থ কী?
(ক) বৃহৎ বিষয়
(খ) গ্রন্থ
(গ) ছােটগল্প
(ঘ) কোনােটি নয়
উত্তরঃ ক। বৃহৎ বিষয়
১৪৬। ‘সিঁদুরে মেঘ’ বাগধারাটির অর্থ কী?
(ক) বড় বিপদ
(খ) অল্পে ভয়
(গ) বিপদের আশঙ্কা
(ঘ) আকাশ লাল
উত্তরঃ গ। বিপদের আশঙ্কা
১৪৭। ‘লবণ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
(ক) লে + অন
(খ) লব + অন
(গ) লাে + অন
(ঘ) ল + বন
উত্তরঃ গ। লাে + অন
১৪৮। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
(ক) কুলটা
(খ) যােগিনী
(গ) রজকী
(ঘ) চাতকী
উত্তরঃ ক। কুলটা
১৪৯। কালসাপ কোন সমাস?
(ক) নিত্য সমাস
(খ) দ্বন্দ্ব সমাস
(গ) বহুব্রীহি সমাস
(ঘ) কর্মধারয় সমাস
উত্তরঃ ক। নিত্য সমাস
১৫০। ‘Watery grave’ – এর অর্থ কী?
(ক) পানির নালা
(খ) সলিল সমাধি
(গ) পানিযুক্ত কবর
(ঘ) কোনােটি নয়
উত্তরঃ খ। সলিল সমাধি
১৫১। মানবজাতি এখন সংকটাপন্ন।
(ক) Mankind are at a stake now.
(খ) Mankind are at stake now.
(গ) Mankind is at stake now.
(ঘ) Men are at stake now.
উত্তরঃ গ। Mankind is at stake now.
১৫২। তার কোনাে বন্ধু নাই বললেই চলে।
(ক) He has no friends.
(খ) He has a few friends.
(গ) He has few friends.
(ঘ) He does not have any friends.
উত্তরঃ গ। He has few friends.
১৫৩। বিনয় মহত্ত্বের ভূষণ।
(ক) Modesty is the embellishment of greatness.
(খ) Modesty is greatness.
(গ) Modesty is great embellishment.
(ঘ) Modesty is embellishment to greatness.
উত্তরঃ ক। Modesty is the embellishment of greatness.
১৫৪। What is the antonym of ‘agile’?
(ক) active
(খ) nimble
(গ) lively
(ঘ) lazy
উত্তরঃ ঘ। lazy
১৫৫। The antonym of ‘optimism’ is
(ক) Pessimism
(খ) Opportunities
(গ) Pestilence
(ঘ) Opulence
উত্তরঃ ক। Pessimism
১৫৬। What is the synonym of ‘alliance’?
(ক) Enmity
(খ) Alien
(গ) Association
(ঘ) Separation
(ঙ) Association
উত্তরঃ গ। Association
১৫৭। The synonym of ‘annihilate’ is-
(ক) restore
(খ) preserve
(গ) safe
(ঘ) destroy
উত্তরঃ ঘ। destroy
১৫৮। Verb form of ‘false’ is-
(ক) falsify
(খ) falsely
(গ) falsification
(ঘ) falcify
উত্তরঃ ক। falsify
১৫৯। Adverb form of ‘heart’ is-
(ক) heartened
(খ) heartily
(গ) hearty
(ঘ) heartening
উত্তরঃ খ। heartily
১৬০। Adjective form of ‘courage’ is
(ক) encourage
(খ) courageous
(গ) curiosity
(ঘ) courageable
উত্তরঃ খ। courageous
১৬১। What is the verb form of ‘ability’?
(ক) ableness
(খ) enable
(গ) ably
(ঘ) able
উত্তরঃ খ। enable
১৬২। It’s time you _ your mistakes. (ক) realised (খ) realise (গ) had realised (ঘ) have realised উত্তরঃ ক। realised ১৬৩। Jamal walks as if he lame.
(ক) is
(খ) has been
(গ) were
(ঘ) was
উত্তরঃ গ। were
১৬৪। Uneasy lies the head that
a crown.
(ক) wear
(খ) wears
(গ) puts
(ঘ) keep
উত্তরঃ খ। wears
১৬৫। Read diligently lest you____
fail in the examination.
(ক) should
(খ) will
(গ) shall
(ঘ) must
উত্তরঃ ক। should
১৬৬। He _ me while I was reading.
(ক) interrupts
(খ) interrupted
(গ) is interrupting
(ঘ) interrupting
উত্তরঃ খ। interrupted
১৬৭। Corruption is one of the worst evils. (Positive)
(ক) Very few evils is as bad as corruption.
(খ) No other evils are as bad as corruption.
(গ) No other evil is as bad as corruption.
(ঘ) Very few evils are as bad as corruption.
উত্তরঃ ঘ। Very few evils are as bad as corruption.
১৬৮। We should read books to gain knowledge. (Make it complex)
(ক) We should read books for gaining knowledge.
(খ) We should read books and gain knowledge.
(গ) We should read books so that we can gain knowledge.
(ঘ) We want to gain knowledge and so we should read books.
উত্তরঃ গ। We should read books so that we can gain knowledge.
১৬৯। Please, keep quiet. (Make it passive)
(ক) You are told for keeping quiet.
(খ) You are requested to keep quiet.
(গ) You are requested for keep quiet.
(ঘ) You are told to keep quiet.
উত্তরঃ খ। You are requested to keep quiet.
১৭০। Trees are considered one of our best friends. (Make it active)
(ক) It is tree which is our best friend.
(খ) Trees are our best friends.
(গ) We considered trees one of our best friends.
(ঘ) We consider trees one of our best friend
উত্তরঃ খ। Trees are our best friends.
১৭১। Cricket is a very exciting game. (Make it Exclamation)
(ক) Hurrah! cricket is an exciting game.
(খ) How exciting game is cricket!
(গ) Hon exciting is cricket when it plays!
(ঘ) What an exciting game cricket is!
উত্তরঃ ঘ। What an exciting game cricket is!
১৭২। The word “Banish” means-
(ক) exile
(খ) emerge
(গ) drive away
(ঘ) expel
উত্তরঃ ক। exile
১৭৩। A cock and bull story means
(ক) an animal story
(খ) a story about a cock and a bull
(গ) a tragedy
(ঘ) a false story
উত্তরঃ ঘ। a false story
১৭৪। ‘Big bug’ means-
(ক) terrorist
(খ) a large bug
(গ) important person
(ঘ) a large insect
উত্তরঃ গ। important person
১৭৫। ‘At a stretch’ means-
(ক) without break
(খ) stretch mark
(গ) long Way
(ঘ) decay
উত্তরঃ ক। without break
১৭৬। x/y এর সাথে কত যােগ করলে যােগফল y/x হবে?
(ক) (x2 – y2)/xy
(খ) (2×2 – y2)/xy
(গ) (y2 – x2)/xy
(ঘ) (x2 – 2y2)/xy
উত্তরঃ গ। (y2– x2)/xy
১৭৭। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৬৩। দ্বিতীয় সংখ্যাটি কত?
(ক) ৫
(খ) ৬
(গ) ৭
(ঘ) ৮
উত্তরঃ গ। ৭
১৭৮। x2 -11x + 30 ও x3 – 4×2 – 2x – 15 এর গ.সা.গু কত?
(ক) x-5
(খ) x – 6
(গ) x2– x – 3
(ঘ) x2– x – 3
উত্তরঃ ক। x-5
১৭৯। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 9 সে.মি. হলে এর উচ্চতা কত সে.মি.?
(ক) 3√3/2
(খ) 2√3
(গ) 4√3
(ঘ) 3√3/4
উত্তরঃ ক। 3√3/2
১৮০। a:b = 2:3 এবং b:c = 6:7 হলে a:c = কত?
(ক) 2:6
(খ) 3:7
(গ) 2:7
(ঘ) 4:7
উত্তরঃ ঘ। 4:7
১৮১। log √2 16 = কত?
(ক) 9
(খ) 8
(গ) 6
(ঘ) 4
উত্তরঃ খ। 8
১৮২। টাকার ৬টি করে ক্রয় করে টাকায় ৫টি লেবু বিক্রয় করলে লাভের হার কত?
(ক) ১৫%
(খ) ২০%
(গ) ২৫%
(ঘ) ৩০%
উত্তরঃ খ। ২০%
১৮৩। x2 – y(y – 2) -1 এর উৎপাদক নিচের কোনটি?
(ক) (x – y – 1) (x – y + 1)
(খ) (x – y – 1) (x + y – 1)
(গ) (x + y + 1) (x – y – 1)
(ঘ) (x – y) (x – y – 1)
উত্তরঃ সঠিক উত্তর পাওয়া যায়নি
১৮৪। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬°। ক্ষুদ্রতম কোণের মান কত?
(ক) ৩৪°
(খ) ৩৮°
(গ) ৪২°
(ঘ) ৪৮°
উত্তরঃ গ। ৪২°
১৮৫। x4 – x2 –1 = 0 হলে x2 – 1/x2 =কত?
(ক) 0
(খ) 1
(গ) 2
(ঘ) 4
উত্তরঃ খ। 1
১৮৬। 4(x+y), 10(x – y) এবং 12(x2 – y2) এর গ.সা.গু কত?
(ক) x – y
(খ) x+y
(গ) 12(x2 – y2)
(ঘ) 2
উত্তরঃ ঘ। 2
১৮৭। O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে OD, AB জ্যা এর উপর লম্ব। AD = 3 সেমি. হলে AB = কত সেমি.?
(ক) 3 সেমি.
(খ) 4 সেমি.
(গ) 5 সেমি
(ঘ) 6 সেমি
উত্তরঃ ঘ। 6 সেমি
১৮৮। ২৮° কোণের সম্পূরক কোণের অর্ধেক কত?
(ক) ৬০°
(খ) ৪০°
(গ) ৭৬°
(ঘ) ৩১°
উত্তরঃ গ। ৭৬°
১৮৯। দুটি সংখ্যার বর্গের সমটি 13 এবং গুণফল 6 হলে, সংখ্যা দুটির বর্গের অন্তর হত?
(ক) 4
(খ) 5
(গ) 6
(ঘ) 7
উত্তরঃ খ। 5
১৯০। ∛(∛(x3)) = কত?
(ক) x1/2
(খ) x1/3
(গ) x2/3
(ঘ) x3/2
উত্তরঃ খ। x1/3
১৯১। একটি ঘনকের প্রতিটি ধার 5 সে.মি. হলে কর্ণের দৈর্ঘ্য কত?
(ক) 5√3 সে.মি.
(খ) 3√5 সে.মি.
(গ) 5√5 সে.মি.
(ঘ) 5√2 সে.মি.
উত্তরঃ ক। 5√3 সে.মি.
১৯২। শতকরা বার্ষিক 12 টাকা হার মুনাফায় 500 টাকার কত বছরের সরল মুনাফা 360 টাকা হবে?
(ক) 5 বছর
(খ) 6 বছর
(গ) 3 বছর
(ঘ) 2 বছর
উত্তরঃ খ। 6 বছর
১৯৩। 3 + 6 + 9 +………. ধারাটির কততম পদ 33?
(ক) 10
(খ) 12
(গ) 11
(ঘ) 13
উত্তরঃ গ। 11
১৯৪। একটি কলম 10% লাভে বিক্রয় করা হল। কলমটির বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত কত?
(ক) 11:10
(খ) 9:10
(গ) 10:11
(ঘ) 10:9
উত্তরঃ ক। 11:10
১৯৫। ৩০০০ এর শতকরা ৫ ভাগ অপেক্ষা ৩০০০ এর শতকরা ১০ভাগ কত বেশী?
(ক) ১৭৫
(খ) ) ১৬০
(গ) ১৫০
(ঘ) ১০০
উত্তরঃ গ। ১৫০
১৯৬। f(x) = 2×2 + 3x – 1 হলে f(0) = কত?
(ক) 6
(খ) 4
(গ) 1
(ঘ) -1
উত্তরঃ ঘ। -1
১৯৭। 2x+1 = 32 হলে x এর মান কত?
(ক) 4
(খ) 3
(গ) 2
(ঘ) 1
উত্তরঃ ক। 4
১৯৮। ABCD সামন্তরিকের DC বাহুকে E পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ BAD = ১০০° হলে কোণ BCE = কত?
(ক) ১০০°
(খ) ৯০°
(গ) ৮০°
(ঘ) ৬৫°
উত্তরঃ গ। ৮০°
১৯৯। ঘণ্টায় ৬০ কিলােমিটার বেগে ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেনের ৩০০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে?
(ক) ২০ সেকেন্ড
(খ) ২৪ সেকেন্ড
(গ) ২০ মিনিট
(ঘ) ২৪ মিনিট
উত্তরঃ খ। ২৪ সেকেন্ড
২০০। একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত?
(ক) 60°
(খ) 45°
(গ) 30°
(ঘ) 25°
উত্তরঃ গ। 30°

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *