29th BCS Preliminary Exam Question and Solution

২৯তম বিসিএস পরিক্ষা- প্রিলিমিনারি প্রশ্ন

বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?

(ক) ১৩টি

(খ) ১২টি

(গ) ১১টি

(ঘ) ১০টি

উত্তরঃ গ। ১১টি

বাংলা সাহিত্যের আদি কবি কে?

(ক) কাহ্নপা

(খ) চেগুনপা

(গ) লুইপা

(ঘ) ভূসুকুপা

উত্তরঃ গ। লুইপা

তৎসম শব্দের ব্যবহার কোন্ রীতিতে বেশি হয়?

(ক) চলতি রীতি

(খ) সাধু রীতি

(গ) মিশ্র রীতি

(ঘ) আঞ্চলিক রীতি

উত্তরঃ খ। সাধু রীতি

বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?

(ক) রাজা রামমোহন

(খ) ব্রাসি হেলহেড

(গ) মার্সম্যান

(ঘ) অক্ষয় দত্ত

উত্তরঃ ক। রাজা রামমোহন

ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কী?

(ক) পাখির বাসা

(খ) সাত সাগরের মাঝি’

(গ) হাতেমতাই

(ঘ) নৌফেল ও হাতেম

উত্তরঃ খ। সাত সাগরের মাঝি’

প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে?

(ক) আলাওল

(খ) সৈয়দ সুলতান

(গ) মুহাম্মদ খান

(ঘ) শাহ্ মুহাম্মাদ সগীর

উত্তরঃ ঘ। শাহ্ মুহাম্মাদ সগীর

মুসলমান নারী জাগরণের কবি

(ক) সামসুন্নাহার

(খ) ফজিলাতুন্নেছা

(গ) ফয়জুন্নেছা

(ঘ) বেগম রোকেয়া

উত্তরঃ ঘ। বেগম রোকেয়া

শ্রীকৃষ্ণকীর্তনের রচয়িতা কে?

(ক) বডু চণ্ডীদাস

(খ) দীন চণ্ডীদাস

(গ) জ্ঞানদাস

(ঘ) দীজ চণ্ডীদাস

উত্তরঃ ক। বডু চণ্ডীদাস

চাচা কাহিনী লেখক কে?

(ক) শওকত ওসমান

(খ) ফররুখ আহমদ

(গ) সৈয়দ মুজতবা আলী

(ঘ) কাজী নজরুল ইসলাম

উত্তরঃ গ। সৈয়দ মুজতবা আলী

১০বাংলা কথ্যভাষার আদি গ্রন্থ কোনটি?

(ক) মিশনারি জীবণ

(খ) প্রভু যিশুর বানী

(গ) ফুলমনি ও করুণার বিবরণ

(ঘ) কৃপার শাস্ত্রের অর্থভেদ

উত্তরঃ ঘ। কৃপার শাস্ত্রের অর্থভেদ

১১কবি আলাওলের জন্মস্থান কোথায়?

(ক) চট্টগ্রামের জোব্রা

(খ) বার্মার আরাকান

(গ) ফতেহাবাদ পরগনা

(ঘ) ফরিদপুরের সুরেশ্বর

উত্তরঃ গ। ফতেহাবাদ পরগনা

১২অনলপ্রবাহরচনা করেন

(ক) মজাম্মেল হক

(খ) এয়াকুব আলী চৌধুরী

(গ) মুনিরুজ্জামান ইসলামাবাদি

(ঘ) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

উত্তরঃ ঘ। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

১৩অগ্নিবীণাকাব্যের প্রথম কবিতা কোনটি?

(ক) বিদ্রোহী

(খ) প্রলয়োল্লাস

(গ) ধূমকেতু

(ঘ) অগ্রপথিক

উত্তরঃ খ। প্রলয়োল্লাস

১৪বাংলা সাহিত্যে কথ্যরীতি প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?

(ক) বঙ্গদর্শন

(খ) কল্লোল

(গ) সবুজপত্র

(ঘ) কালিকলম

উত্তরঃ গ। সবুজপত্র

১৫জনৈকশব্দটির সন্ধি বিচ্ছেদ

(ক) জন + ইক

(খ) জন + এক

(গ) জনৈ +এক

(ঘ) জন + ঈক

উত্তরঃ খ। জন + এক

১৬বাক্যের তিনটি গুণ কী কী?

(ক) আকাঙ্ক্ষা, আসক্তি ও বিধেয়

(খ) আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা

(গ) যোগ্যতা , উদ্দেশ্য ও বিধেয়

(ঘ) কোনটিই নয়

উত্তরঃ খ। আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা

১৭একাত্তরের চিঠিকোন জাতীয় রচনা?

(ক) মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস

(খ) মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন

(গ) ভিন্নধর্মী ডায়েরী

(ঘ) মুক্তিযুদ্ধের বিবরন

উত্তরঃ খ। মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন

১৮বাংলা একাডেমী কোন বছর প্রতিষ্ঠিত হয়?

(ক) ১৯৫২ খ্রিস্টাব্দে

(খ) ১৩৫৫ বঙ্গাব্দে

(গ) ১৯৫৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৩৫২ বঙ্গাব্দে

উত্তরঃ গ। ১৯৫৫ খ্রিস্টাব্দে

১৯সনেট কবিতার প্রবর্তক কে?

(ক) রজনীকান্ত সেন

(খ) মাইকেল মধুসূদন দত্ত

(গ) দিজেন্দ্রজাল রায়

(ঘ) অতুলপ্রসাদ সেন

উত্তরঃ খ। মাইকেল মধুসূদন দত্ত

২০সমাস ভাষাকে কী করে?

(ক) বিস্তৃত করে

(খ) অর্থপূর্ণ করে

(গ) অর্থের রূপান্তর করে

(ঘ) সংক্ষেপ করে

উত্তরঃ ঘ। সংক্ষেপ করে

২১I have not heard from him__

(ক) for long

(খ) since long

(গ) for a long time

(ঘ) long since

উত্তরঃ ক। for long

২২Honey is__sweet.

(ক) too much

(খ) Very

(গ) much too

(ঘ) excessive

উত্তরঃ খ। Very

২৩Your conduct admits __ no excuse.

(ক) of

(খ) for

(গ) To

(ঘ) at

উত্তরঃ ক। of

২৪He had a __ headache.

(ক) acute

(খ) serious

(গ) bad

(ঘ) strong

উত্তরঃ গ। bad

২৫I shall not __ the examination this year

(ক) go for

(খ) sit

(গ) Give

(ঘ) appear at

উত্তরঃ ঘ। appear at

২৬They travelled to Savar__

(ক) by walking

(খ) on foot

(গ) on their feet

(ঘ) by foot

উত্তরঃ খ। on foot

২৭He said that he __ be unable to come.

(ক) will

(খ) shall

(গ) should

(ঘ) would

উত্তরঃ ঘ। would

২৮Naither Rini nor Simi __ qualified for the job.

(ক) is

(খ) Are

(গ) were

(ঘ) had

উত্তরঃ ক। is

২৯He said that he __ the previous day.

(ক) has come

(খ) came

(গ) had come

(ঘ) arrived

উত্তরঃ গ। had come

৩০He watched the boat __ down the river.

(ক) had floated

(খ) was floating

(গ) to float

(ঘ) floating

উত্তরঃ ঘ। floating

৩১‘Sky’ is to ‘bird as water is to-‘

(ক) feather

(খ) fish

(গ) boat

(ঘ) lotus

উত্তরঃ খ। fish

৩২‘Good’ is to ‘bad’ as ‘white’ is to__

(ক) Dark

(খ) grey

(গ) black

(ঘ) ebony

উত্তরঃ গ। black

৩৩‘Botany’ is to ‘plants’ as ‘Zoology’ is to-.

(ক) dear

(খ) animals

(গ) trees

(ঘ) Flowers

উত্তরঃ খ। animals

৩৪The bad news struck him like a bolt from the—-

(ক) blue

(খ) firmament

(গ) heavens

(ঘ) sky

উত্তরঃ ক। blue

৩৫When one is ‘pragmatic’ he is being-

(ক) fussy

(খ) Wasteful

(গ) productive

(ঘ) practical

উত্তরঃ ঘ। practical

৩৬‘Into the __ of death rode the six hundred.’

(ক) City

(খ) tunnel

(গ) valley

(ঘ) road

উত্তরঃ গ। valley

৩৭‘To be or not to be, that is the__’.

(ক) question

(খ) answer

(গ) Meaning

(ঘ) isssue

উত্তরঃ ক। question

৩৮‘I have a __ that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal’

(ক) dream

(খ) hope

(গ) Desire

(ঘ) wish

উত্তরঃ ক। dream

৩৯Who wrote the two famous novels , ‘David Copperfiled’ and ‘The Tale Of Tow Cities’

(ক) George Eliot

(খ) Charles Dickens

(গ) Janne Austen

(ঘ) Thomas Hardy

উত্তরঃ খ। Charles Dickens

৪০Who wrote the plays, ‘The Tempest’ and ‘The Mid Summer Night’s Dream’?

(ক) William Shakespeare

(খ) John Dryden

(গ) Christopher

(ঘ) Ben Johnson

উত্তরঃ ক। William Shakespeare

৪১ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?

(ক) ১৯০৫

(খ) ১৯১১

(গ) ১৯৩৫

(ঘ) ১৯২১

উত্তরঃ ঘ। ১৯২১

৪২বাংলাদেশে কয়টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে?

(ক) ১৪ টি

(খ) ২৪ টি

(গ) ৪১ টি

(ঘ) ৫০ টি

উত্তরঃ গ। ৪১ টি

৪৩বঙ্গভঙ্গের সময় ভারত এর গভর্নর জেনারেল কে ছিলেন?

(ক) লর্ড মাউন্টব্যাটেন

(খ) লর্ড ডালহৌসি

(গ) লর্ড ওয়েলেসলি

(ঘ) লর্ড কার্জন

উত্তরঃ ঘ। লর্ড কার্জন

৪৪বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি?

(ক) মুজিবনগর

(খ) হাজীপুর

(গ) সেন্টমার্টিন

(ঘ) চোদ্দগ্রাম

উত্তরঃ খ। হাজীপুর

৪৫আইএলওএর সদর দপ্তর কোথায় অবস্থিত?

(ক) লন্ডন

(খ) নিউইয়র্ক

(গ) দিল্লি

(ঘ) জেনেভা

উত্তরঃ ঘ। জেনেভা

৪৬এসকাপের সদর দপ্তর কোথায় অবস্থিত?

(ক) সিঙ্গাপুর

(খ) দিল্লি

(গ) ব্যাংকক

(ঘ) কলম্বো

উত্তরঃ গ। ব্যাংকক

৪৭ইউরোপীয় ইউনিয়নের সদরদপ্তর কোথায়?

(ক) লন্ডন

(খ) বন

(গ) ব্রাসেলস্

(ঘ) প্যারিস

উত্তরঃ গ। ব্রাসেলস্

৪৮বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?

(ক) শ্রীলংকা

(খ) মায়ানমার

(গ) রাশিয়া

(ঘ) ভূটান

উত্তরঃ ঘ। ভূটান

৪৯বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?

(ক) ক্যাপ্টেন মনসুর আলী

(খ) শেখ মুজিবুর রাহমান

(গ) তাজউদ্দীন আহমদ

(ঘ) সৈয়দ নজরুল ইসলাম

উত্তরঃ খ। শেখ মুজিবুর রাহমান

৫০সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কী ছিল?

(ক) ঢাকা

(খ) গৌড়

(গ) জাহাঙ্গীরনগর

(ঘ) সোনারগাঁ

উত্তরঃ খ। গৌড়

৫১বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?

(ক) জেনারেল আতাউল গনি ওসমানী

(খ) শেখ মুজিবুর রাহমান

(গ) তাজউদ্দীন আহমদ

(ঘ) ক্যাপ্টেন মনসুর আলী

উত্তরঃ ক। জেনারেল আতাউল গনি ওসমানী

৫২পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে?

(ক) ৩ টি

(খ) ৫টি

(গ) ৭ টি

(ঘ) ৯ টি

উত্তরঃ ক। ৩ টি

৫৩East London কোথায় অবস্থিত?

(ক) আমারিকায়

(খ) দক্ষিণ আফ্রিকায়

(গ) জার্মানিতে

(ঘ) ইংল্যান্ডে

উত্তরঃ খ। দক্ষিণ আফ্রিকায়

৫৪ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?

(ক) লর্ড বেন্টিঙ্ক

(খ) লর্ড কার্জন

(গ) লর্ড মাউন্টব্যাটেন

(ঘ) লর্ড ওয়াভেল

উত্তরঃ গ। লর্ড মাউন্টব্যাটেন

৫৫স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?

(ক) ১২

(খ) ৯

(গ) ১০

(ঘ) ১১

উত্তরঃ ঘ। ১১

৫৬মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?

(ক) হিলারি ক্লিনটন

(খ) রবার্ট গেইট

(গ) জন কেরি

(ঘ) কন্ডোলিসা রাইস

উত্তরঃ গ। জন কেরি

৫৭ভারত এর বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?

(ক) ড. মনমোহন সিং

(খ) নরেন্দ্র মোদি

(গ) মমতা বানার্জি

(ঘ) রাহুল গান্ধী

উত্তরঃ খ। নরেন্দ্র মোদি

৫৮জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?

(ক) জেনেভায়

(খ) নিউইয়র্ক

(গ) হেগে

(ঘ) প্যারিসে

উত্তরঃ খ। নিউইয়র্ক

৫৯সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?

(ক) ইসলামাবাদ

(খ) কাঠমুন্ডু

(গ) দিল্লি

(ঘ) ঢাকা

উত্তরঃ খ। কাঠমুন্ডু

৬০টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত?

(ক) নাফ

(খ) যমুনা

(গ) পদ্মা

(ঘ) কর্ণফুলী

উত্তরঃ ক। নাফ

৬১কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে ?

(ক) ROM

(খ) RAM

(গ) সফটওয়্যার

(ঘ) হার্ডওয়্যার

উত্তরঃ ক। ROM

৬২সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লী তৈরি করা হয়েছে কোন রাষ্ট্রে?

(ক) জাপান

(খ) ভারত

(গ) যুক্তরাষ্ট্র

(ঘ) নেপাল

উত্তরঃ ক। জাপান

৬৩ফটোইলেকট্রিক কোষের ওপর আলোক পড়লে কী উৎপন্ন হয়?

(ক) তাপ

(খ) চুম্বক

(গ) বিদ্যুৎ

(ঘ) কিছু হয় না

উত্তরঃ গ। বিদ্যুৎ

৬৪যে সব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদের কে বলা হয়

(ক) আইসোটোপ

(খ) আইসোমার

(গ) আইসোবার

(ঘ) আইসোটোন

উত্তরঃ ঘ। আইসোটোন

৬৫চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় , তার কারণ কি ?

(ক) আলোর বিচ্ছুরণ

(খ) বায়ুমন্ডলীয় প্রতিসরণ

(গ) অপবর্তন

(ঘ) দৃষ্টিভ্রম

উত্তরঃ খ। বায়ুমন্ডলীয় প্রতিসরণ

৬৬লাল আলোতে নীল রং এর বস্তু কেমন দেখায়?

(ক) বেগুনি

(খ) সবুজ

(গ) কালো

(ঘ) হলুদ

উত্তরঃ গ। কালো

৬৭বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি ?

(ক) টাংস্টেন ধাতু দিয়ে

(খ) তামা দিয়ে

(গ) সীসা দিয়ে

(ঘ) সঙ্কর ধাতু দিয়ে

উত্তরঃ ক। টাংস্টেন ধাতু দিয়ে

৬৮জারণ বিক্রিয়ায় কী ঘটে?

(ক) ইলেক্ট্রন আদান-প্রদান

(খ) ইলেক্ট্রন বর্জন

(গ) ইলেক্ট্রন গ্রহণ

(ঘ) শুধু তাপ উৎপন্ন হয়

উত্তরঃ খ। ইলেক্ট্রন বর্জন

৬৯নিচের কোনটি ক্ষারকীয় অক্সাইড

(ক) P4O10

(খ) ZnO

(গ) CO

(ঘ) MgO

উত্তরঃ ঘ। MgO

৭০কোন ধাতুটি পানি অপেক্ষা হালকা ?

(ক) সোডিয়াম

(খ) ম্যাগনেসিয়াম

(গ) ক্যালসিয়াম

(ঘ) পটাসিয়াম

উত্তরঃ ক। সোডিয়াম

৭১পারমানবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয় ?

(ক) ম্যাগনেসিয়াম

(খ) পটাসিয়াম

(গ) জিংক

(ঘ) সোডিয়াম

উত্তরঃ ঘ। সোডিয়াম

৭২কোন বিজ্ঞানী রোগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন?

(ক) ডারউইন

(খ) প্রিস্টলী

(গ) ল্যাভয়েসিয়ে

(ঘ) লুইপাস্তুর

উত্তরঃ ঘ। লুইপাস্তুর

৭৩সুষম খাদ্যের উপাদান কয়টি?

(ক) ৪ টি

(খ) ৫ টি

(গ) ৬ টি

(ঘ) ৮ টি

উত্তরঃ গ। ৬ টি

৭৪গ্রীন হাউজে গাছ লাগানো হয় কেন ?

(ক) উষ্ণতা থেকে রক্ষা করার জন্য

(খ) ঝড়-বৃষ্টি থেকে রক্ষার জন্য

(গ) অত্যাধিক ঠান্ডা থেকে রক্ষা করার জন্য

(ঘ) আত্যাধিক আলো থেকে রক্ষা করার জন্য

উত্তরঃ গ। অত্যাধিক ঠান্ডা থেকে রক্ষা করার জন্য

৭৫পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

(ক) আলিবার্ড হল

(খ) এস্ট্রেলার হল

(গ) ওয়েরী হল

(ঘ) কসমস

উত্তরঃ ক। আলিবার্ড হল

৭৬সূর্যপৃষ্ঠের উত্তাপ কত?

(ক) ১২০০০ ডিগ্রী সেন্টিগ্রেড

(খ) ১০০০০ ডিগ্রী সেন্টিগ্রেড

(গ) ৮০০০ ডিগ্রী সেন্টিগ্রেড

(ঘ) ৬০০০ ডিগ্রী সেন্টিগ্রেড

উত্তরঃ ঘ। ৬০০০ ডিগ্রী সেন্টিগ্রেড

৭৭জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়?

(ক) ৮ ঘণ্টা

(খ) ৬ ঘণ্টা ১৩ মি.

(গ) ১২ ঘণ্টা

(ঘ) ১৩ ঘণ্টা ১৫ মি.

উত্তরঃ খ। ৬ ঘণ্টা ১৩ মি.

৭৮কোনটি বায়ুর উপাদান নহে?

(ক) নাইট্রোজেন

(খ) হাইড্রোজেন

(গ) ফসফরাস

(ঘ) কার্বন

উত্তরঃ গ। ফসফরাস

৭৯আ্যলুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে ?

(ক) চুন

(খ) সেভিং সোপ

(গ) ফিটকিরি

(ঘ) কস্টিক সোডা

উত্তরঃ গ। ফিটকিরি

৮০কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যাবহার করা হয়?

(ক) পায়খানা, প্রস্রাবখানায়

(খ) গোসলখানায়

(গ) পুকুরে

(ঘ) নালায়

উত্তরঃ ক। পায়খানা, প্রস্রাবখানায়

৮১১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক তাদের সমষ্টি কত?

(ক) ১০৫

(খ) ৯৯

(গ) ১০৭

(ঘ) ১৪৬

উত্তরঃ গ। ১০৭

৮২৪০ সংখ্যাটি a হতে ১১ কম গাণিতিক আকারে প্রকাশ করলে কী হবে?

(ক) a+৪০=১১

(খ) a=৪০+১১

(গ) a+১১=৪০

(ঘ) a=৪০+১

উত্তরঃ খ। a=৪০+১১

৮৩পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা চার অংকের বৃহত্তম সংখ্যার অন্তর কত?

(ক) ১০

(খ) -১

(গ) ১

(ঘ) ৯

উত্তরঃ গ। ১

৮৪., .০১ .০০১১এর সমষ্টি কত?

(ক) ১.১১১১

(খ) ০.০১১১১

(গ) ১১.১১০১

(ঘ) ১.১০১১১

উত্তরঃ ক। ১.১১১১

৮৫.১৬এর সাধারন ভগ্নাংশ কোনটি?

(ক) ১ ৮/৪৫

(খ) ১ ১৬/৯৯

(গ) ১ ৪/২৫

(ঘ) ১ ১/৬

উত্তরঃ গ। ১ ৪/২৫

৮৬ টি টাকার নোট টি টাকার নোট একত্রে টি টাকার নোটের কত অংশ?

(ক) ১/১৬

(খ) ১/৮

(গ) ১/৪

(ঘ) ১/২

উত্তরঃ ঘ। ১/২

৮৭পরপর টি সংখ্যার গুনফল ১২০ হলে তাদের যোগফল হবে

(ক) ১৫

(খ) ১৪

(গ) ১২

(ঘ) ৯

উত্তরঃ ক। ১৫

৮৮Which of the following integers has the most divisors?

(ক) 88

(খ) 91

(গ) 95

(ঘ) 99

উত্তরঃ ক। 88

৮৯Succssive discount of 20% and 15% are equal to a single discount of-

(ক) 34%

(খ) 32%

(গ) 30%

(ঘ) 35%

উত্তরঃ খ। 32%

৯০City B is 5 miles east of city A City C is 10 miles southeast of city B. Which of the following is the closed to the distance from city A to city C?

(ক) 14 miles

(খ) 13 miles

(গ) 12 miles

(ঘ) 11 miles

উত্তরঃ ক। 14 miles

৯১আব্দুল্লাহউপন্যাসের রচয়িতা কে?

(ক) শেখ ফযলুল করিম

(খ) মোহাম্মাদ নজীবর রহমান

(গ) কাজী ইমদাদুল হক

(ঘ) মমতাজ উদ্দিন আহমেদ

উত্তরঃ গ। কাজী ইমদাদুল হক

৯২বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস এর নাম

(ক) কৃষ্ণ কান্তের উইল

(খ) রজনী

(গ) কপালকুণ্ডলা

(ঘ) দুর্গেশনন্দিনী

উত্তরঃ ঘ। দুর্গেশনন্দিনী

৯৩দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত?

(ক) আড়িয়াল খাঁ

(খ) হাড়িয়াভাঙ্গা

(গ) তেতুলিয়া

(ঘ) নাফ

উত্তরঃ খ। হাড়িয়াভাঙ্গা

৯৪বিশ্ব খাদ্য কৃষি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?

(ক) রোম

(খ) লন্ডন

(গ) প্যারিস

(ঘ) জেনেভা

উত্তরঃ ক। রোম

৯৫গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়?

(ক) হোসেন শাহ্‌

(খ) ফখরুদ্দিন মোবারক শাহ্‌

(গ) শায়েস্তা খাঁ

(ঘ) ঈশা খাঁ

উত্তরঃ ক। হোসেন শাহ্‌

৯৬ডেভিস কাপকোন খেলায় দেয়া হয়?

(ক) লন টেনিস

(খ) ব্যাডমিন্টন

(গ) টেবিল টেনিস

(ঘ) ক্রিকেট

উত্তরঃ ক। লন টেনিস

৯৭পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতুটি?

(ক) সিলিকন

(খ) পারদ

(গ) ইস্পাত

(ঘ) লোহা

উত্তরঃ ঘ। লোহা

৯৮অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন

(ক) লুইস ব্রেইল

(খ) কপার্নিকাস

(গ) ডেভিটবোর

(ঘ) টমাস আলভা এডিসন

উত্তরঃ ক। লুইস ব্রেইল

৯৯পারমাণবিক চুল্লিতে কোন্ মৌল জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়?

(ক) পেট্রোলিয়াম

(খ) ইউরেনিয়াম-২৩৫

(গ) অক্সিজেন

(ঘ) হাইড্রোজেন

উত্তরঃ খ। ইউরেনিয়াম-২৩৫

১০০বৈদ্যুতিক হিটার ইস্ত্রিতে কোন্ ধাতুর তার ব্যাবহার করা হয়?

(ক) তামা

(খ) নাইক্রোম

(গ) স্টেনিয়াম

(ঘ) প্লাটিনাম

উত্তরঃ খ। নাইক্রোম

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *