Primary assistant teacher exam question 2013 (Code-Mississippi , Set-2)
প্রাইমারি সহকারি-শিক্ষক নিয়োগ পরিক্ষা ২০১৩ (কোড-মিসিসিপি, সেট-১)
১। কোনটি শওকত ওসমান রচিত?
(ক) চৌচির
(খ) সত্য-মিথ্যা
(গ) পদ্মা-মেঘনা-যমুনা
(ঘ) ক্রীতদাসের হাসি
উত্তরঃ ঘ। ক্রীতদাসের হাসি
২। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন–
(ক) চর্যাপদ
(খ) বৈষ্ণব পদাবী
(গ) ঐতরেয় আরণ্যক
(ঘ) দোহাকোষ
উত্তরঃ ক। চর্যাপদ
৩। ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়?
(ক) ধ্বনিতত্ত্বে
(খ) অর্থতত্ত্বে
(গ) বাক্যতত্ত্বে
(ঘ) রূপতত্ত্বে
উত্তরঃ ঘ। রূপতত্ত্বে
৪। কোনটি শুদ্ধ বানান?
(ক) মুহুর্মুহু
(খ) মূহুর্মুহু
(গ) মুর্হমূহু
(ঘ) মুর্হুমূহু
উত্তরঃ ক। মুহুর্মুহু
৫। ব্যাঙের সর্দি বলতে কি বোঝায়?
(ক) রোগ বিশেষ
(খ) অসম্ভব ঘটনা
(গ) প্রতারণা
(ঘ) সম্ভাব্য ঘটনা
উত্তরঃ খ। অসম্ভব ঘটনা
৬। দস্ত–ব–দস্ত কথার অর্থ কি?
(ক) বন্ধু বনাম বন্ধু
(খ) খেতে-খেতে
(গ) হাতে-হাতে
(ঘ) আস্তে-আস্তে
উত্তরঃ গ। হাতে-হাতে
৭। “কূপমন্ডুক” বাগধারাটির দ্বারা কি বোঝায়?
(ক) বিশ্বাসপ্রবণ
(খ) সীমিত জ্ঞানের মানুষ
(গ) সাধারণ মানুষ
(ঘ) অলস
উত্তরঃ খ। সীমিত জ্ঞানের মানুষ
৮। নিচের কোনটি সমার্থক শব্দ নয়?
(ক) জলাশয়
(খ) পুকুর
(গ) দীঘি
(ঘ) ঢেউ
উত্তরঃ ঘ। ঢেউ
৯। সংশয় –এর বিপরীত শব্দ–
(ক) নির্ভর
(খ) বিস্ময়
(গ) প্রত্যয়
(ঘ) দ্বিধা
উত্তরঃ গ। প্রত্যয়
১০। পথ শব্দের সমার্থ শব্দ কোনটি?
(ক) সরণি
(খ) সমরণি
(গ) স্বরণী
(ঘ) সরনি
উত্তরঃ ক। সরণি
১১। “বেসাতি” শব্দের প্রকৃত অর্থ কি?
(ক) পোষাক
(খ) সাজসজ্জা
(গ) উপকরণ
(ঘ) কেনাবেচা
উত্তরঃ ঘ। কেনাবেচা
১২। “কলুর বলদ” কোন সমাস?
(ক) উপপদ তৎপুরুষ
(খ) অলুক তৎপুরুষ সমাস
(গ) মধ্যপদলোপী কর্মধারয়
(ঘ) উপমিত কর্মধারয়
উত্তরঃ খ। অলুক তৎপুরুষ সমাস
১৩। “সোনামুখী” কোন সমাস?
(ক) উপমান
(খ) উপমিত
(গ) রূপক
(ঘ) মধ্যপদলোপী
উত্তরঃ খ। উপমিত
১৪। “কান্নায় শোক কমে” বাক্যে “কান্নায়” কোন কারক?
(ক) অপাদান কারক
(খ) অধিকরণ কারক
(গ) করণ কারক
(ঘ) সম্প্রদান কারক
উত্তরঃ খ। অধিকরণ কারক
১৫। “দর্শনীয়” শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) দৃশ + অনীয়
(খ) দৃশ্য + অনীয়
(গ) দৃশ্য + নীর
(ঘ) দৃশ +নীয়
উত্তরঃ ক। দৃশ + অনীয়
১৬। কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?
(ক) বিশেষ্য
(খ) বিশেষণ
(গ) ক্রিয়া
(ঘ) অব্যয়
উত্তরঃ গ। ক্রিয়া
১৭। “নীল লোহিত” কার ছদ্মনাম?
(ক) সমরেশ মজুমদার
(খ) রাজ শেখর বসু
(গ) সুনীল গঙ্গোপাধ্যায়
(ঘ) সমর সেন
উত্তরঃ গ। সুনীল গঙ্গোপাধ্যায়
১৮। “ময়নামতি চর” কাব্যটির রচয়িতা কে?
(ক) যতীন্দ্রমোহন বাগচী
(খ) হুমায়ুন কবীর
(গ) রওশন ইজদানী
(ঘ) বন্দে আলী মিয়া
উত্তরঃ ঘ। বন্দে আলী মিয়া
১৯। “পদ্মা নদীর মাঝি” কি ধরনের রচনা?
(ক) উপন্যাস
(খ) ভ্রমণ কাহিনী
(গ) রম্যরচনা
(ঘ) নাটক
উত্তরঃ ক। উপন্যাস
২০। “ওয়ারিশ” উপন্যাসটির লেখক হচ্ছেন–
(ক) শওকত ওসমান
(খ) রফিক আজাদ
(গ) শওকত আলী
(ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ গ। শওকত আলী
২১। What is the opposite of “cordial”?
(ক) Gentle
(খ) Hearty
(গ) Ungrateful
(ঘ) Reserved
উত্তরঃ ঘ। Reserved
২২। কোন বানানটি শুদ্ধ?
(ক) Humourous
(খ) Humourious
(গ) Humorous
(ঘ) Humorious
উত্তরঃ গ। Humorous
২৩। What kind of noun is “cattle”?
(ক) Proper
(খ) Common
(গ) Collective
(ঘ) Meterial
উত্তরঃ গ। Collective
২৪। Which is the noun of the word “Beautiful”?
(ক) Beautious
(খ) Beauty
(গ) Beautifully
(ঘ) Beautify
উত্তরঃ খ। Beauty
২৫। Correct the following sentence. “He talks as if he (to be mad)”
(ক) He talks as if he were a mad.
(খ) He talks as if he to be mad.
(গ) He talks as if he is mad.
(ঘ) He talks as if he be mad.
উত্তরঃ ক। He talks as if he were a mad.
২৬। Choose the correct answer– I (to lie) on the floor for three hours.
(ক) I have been laid on the floor for three hours.
(খ) I have been lied on the floor for three hours.
(গ) I have laid on the floor for three hours.
(ঘ) I have been lying on the floor for three hours.
উত্তরঃ ঘ। I have been lying on the floor for three hours.
২৭। “Am I wanted by you?” বাক্যের active voice হচ্ছে–
(ক) Are you wanted me?
(খ) Did you wanted me?
(গ) Do you want me?
(ঘ) Does you want me?
উত্তরঃ গ। Do you want me?
২৮। Who called you a liar? বাক্যের passive voice হচ্ছে–
(ক) By whom are you called a liar?
(খ) By whom were you called a liar?
(গ) By whom you called a liar?
(ঘ) By whom was you called a liar?
উত্তরঃ খ। By whom were you called a liar?
২৯। “He asked me where I had gone the previous day.” বাক্যের direct speech হচ্ছে–
(ক) He said to me. “Where did you go yesterday?”
(খ) He asked to me. “Where did you go yesterday?”
(গ) He said to me, “Where you went yesterday?”
(ঘ) He said to me. “Where did I go yesterday?”
উত্তরঃ ক। He said to me. “Where did you go yesterday?”
৩০। He said to his friends. “Let us play now” বাক্যের indirect speech হচ্ছে–
(ক) He requested to his friends that they should play then.
(খ) He proposed to his friends that they would play then.
(গ) He proposed to his friends that they should play then.
(ঘ) He proposed to his friends that we should play then.
উত্তরঃ গ। He proposed to his friends that they should play then.
৩১। Noun of the word “Deny” is–
(ক) Denial
(খ) Deny
(গ) Deniable
(ঘ) Refuse
উত্তরঃ ক। Denial
৩২। Adjective of the word “People” is-
(ক) popularity
(খ) popularise
(গ) popular
(ঘ) populous
উত্তরঃ ঘ। populous
৩৩। Which sentence is correct?
(ক) You are an M.B.B.S
(খ) He was an M.A
(গ) He is an L.M.F
(ঘ) All of them
উত্তরঃ ঘ। All of them
৩৪। কোন শব্দটি Comparative degree-এর উদাহরণ নয়?
(ক) Upper
(খ) Less
(গ) Worst
(ঘ) High
উত্তরঃ গ। Worst
৩৫। Mother loves me. Here love is an example of —
(ক) Transitive verb
(খ) Intransitive verb
(গ) Auxiliary verb
(ঘ) Causative verb
উত্তরঃ ক। Transitive verb
৩৬। What is the meaning of the word “status quo”?
(ক) State of affair
(খ) The former state
(গ) Equal status
(ঘ) High status
উত্তরঃ ক। State of affair
৩৭। What is the meaning of the phrase “At home with”?
(ক) Family relation
(খ) At ease
(গ) Neighbour
(ঘ) Free at
উত্তরঃ খ। At ease
৩৮। Choose the correct spelling :
(ক) Sabotage
(খ) Sabatage
(গ) Salabatage
(ঘ) Sabotaze
উত্তরঃ ক। Sabotage
৩৯। Which one is the correct spelling?
(ক) Jewelery
(খ) Jewellry
(গ) Jewellery
(ঘ) Jwellry
উত্তরঃ গ। Jewellery
৪০। What is the antonym of “Rigid”?
(ক) Autere
(খ) Stiff
(গ) Rigorous
(ঘ) Lax
উত্তরঃ ঘ। Lax
৪১। কোনটি সামন্তরিকের ক্ষেত্রফল?
(ক) ১/২( দৈর্ঘ্য × উচ্চতা)
(খ) দৈর্ঘ্য × প্রস্থ
(গ) ২ (দৈর্ঘ্য × প্রস্থ)
(ঘ) ভূমি × উচ্চতা
উত্তরঃ খ। দৈর্ঘ্য × প্রস্থ
৪২। x/2 +3 = x/3 + 4 সমীকরণে x-এর মান কত?
(ক) 6
(খ) 7
(গ) -6
(ঘ) -7
উত্তরঃ ক। 6
৪৩। একজন লোক সপ্তাহে ১২৫০ টাকা আয় করেন এবং ১০০০ টাকা ব্যয় করেন। তাঁর সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত হবে —
(ক) ৩ঃ ৫
(খ) ৪ঃ ৫
(গ) ১ঃ ৫
(ঘ) ২ঃ ৫
উত্তরঃ গ। ১ঃ ৫
৪৪। দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ঃ ৩ হয়। সংখ্যা দুইটি কি কি?
(ক) ৭ ও ১১
(খ) ১২ ও ১৮
(গ) ১০ ও ২৪
(ঘ) ১০ ও ১৬
উত্তরঃ ঘ। ১০ ও ১৬
৪৫। টাকায় ৫টি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টা দরে লেবু বিক্রয় করলে ২৫% লাভ হবে?
(ক) ৬টা
(খ) ৫টা
(গ) ৪টা
(ঘ) ৩টা
উত্তরঃ গ। ৪টা
৪৬। টাকায় ৩টি করে জিনিস ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
(ক) ৫০%
(খ) ২৫%
(গ) ১৫%
(ঘ) ১০%
উত্তরঃ ক। ৫০%
৪৭। ১৫টি ভেড়ার মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ১৮,০০০ টাকা হলে, ১টি ভেড়ার মূল্য কত হবে?
(ক) ১৫০০ টাকা
(খ) ২০০০ টাকা
(গ) ২৫০০ টাকা
(ঘ) ৩০০০ টাকা
উত্তরঃ ঘ। ৩০০০ টাকা
৪৮। কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পরে আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে?
(ক) ১৫ দিন
(খ) ২০ দিন
(গ) ২৪ দিন
(ঘ) ২৮ দিন
উত্তরঃ খ। ২০ দিন
৪৯। ৬০ জন লোক কোনো কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজ ৩৬ জন লোকে কত দিনে সম্পন্ন করতে পারবে?
(ক) ২৪ দিনে
(খ) ২৮ দিনে
(গ) ৩০ দিনে
(ঘ) ৩৬ দিনে
উত্তরঃ গ। ৩০ দিনে
৫০। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ?
(ক) দ্বিগুণ
(খ) তিনগুণ
(গ) চারগুণ
(ঘ) পাঁচগুণ
উত্তরঃ গ। চারগুণ
৫১। a + b =5 এর a-b=3 হলে, ab এর মান কত?
(ক) 2
(খ) 3
(গ) 4
(ঘ) 5
উত্তরঃ গ। 4
৫২। পিতা ও মাতার বয়সের গড় ৩০ বৎসর। পিতা, মাতা ও পুত্রের গড় বয়স ২৪ বৎসর হলে, পুত্রের বয়স কত?
(ক) ৮ বৎসর
(খ) ১০ বৎসর
(গ) ১১ বৎসর
(ঘ) ১২ বৎসর
উত্তরঃ ঘ। ১২ বৎসর
৫৩। পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের গড় ২৩ বৎসর। ৩ বৎসর পর দুই পুত্রের গড় বয়স ১৩ বৎসর হলে, পিতার বর্তমান বয়স কত?
(ক) ৪৬ বৎসর
(খ) ৪৯ বৎসর
(গ) ৫১ বৎসর
(ঘ) ৫৪ বৎসর
উত্তরঃ খ। ৪৯ বৎসর
৫৪। একজন বোলার গড়ে ১৮ রান দিয়ে ১০টি উইকেট পান। পরবর্তী ইনিংসে গড়ে ৪ রান দিয়ে ৪টি উইকেট পান। তিনি উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছেন?
(ক) ১২
(খ) ১৩
(গ) ১৪
(ঘ) ১৬
উত্তরঃ গ। ১৪
৫৫। 1+2+3+4+ ——-+22 =কত?
(ক) 253
(খ) 254
(গ) 256
(ঘ) 258
উত্তরঃ ক। 253
৫৬। a-1/a=3 হলে, a2+1/a2 = কত?
(ক) 7
(খ) 9
(গ) 11
(ঘ) 13
উত্তরঃ গ। 11
৫৭। ২/৩ ÷ ৪/৫ এর ২০/২১ = কত?
(ক) ১/৩
(খ) ৭/৮
(গ) ৫/৬০
(ঘ) ৮/২১
উত্তরঃ খ। ৭/৮
৫৮। ১/৩ ÷ ৪/৫ × ৩/৪ = কত?
(ক) ৫/১৬
(খ) ৫/৯
(গ) ৪/১৩
(ঘ) ১/৫
উত্তরঃ ক। ৫/১৬
৫৯। 2x2+x-15- এর উৎপাদক কোনটি?
(ক) (x+3)(2x-5)
(খ) (x-3)(2x-5)
(গ) (x-3)(2x+5)
(ঘ) (x+3)(2x+5)
উত্তরঃ ক। (x+3)(2x-5)
৬০। “আকাবা” কোন দেশের সমুদ্র বন্দর?
(ক) ইয়েমেন
(খ) কাতার
(গ) ওমান
(ঘ) জর্ডান
উত্তরঃ ঘ। জর্ডান
৬১। ন্যাপ (NAPE) কোথায় অবস্থিত?
(ক) ঢাকায়
(খ) ময়মনসিংহে
(গ) রাজশাহীতে
(ঘ) কুমিল্লায়
উত্তরঃ খ। ময়মনসিংহে
৬২। সিলেটের পূর্ব নাম–
(ক) জালালাবাদ
(খ) নাসিরাবাদ
(গ) বরেন্দ্রভূমি
(ঘ) সুবর্ণগ্রাম
উত্তরঃ ক। জালালাবাদ
৬৩। “আনন্দ বিহার” কোথায় অবস্থিত?
(ক) রাজশাহীতে
(খ) ময়নামতিতে
(গ) পাহাড়পুরে
(ঘ) মহাস্থানগড়ে
উত্তরঃ খ। ময়নামতিতে
৬৪। “ষাট গম্বুজ” মসজিদটি নির্মাণ করেন–
(ক) হযরত আমানত শাহ
(খ) বায়েজীদ বোস্তামী
(গ) পীর খান জাহান আলী
(ঘ) সুফী শাহ মখদুম
উত্তরঃ গ। পীর খান জাহান আলী
৬৫। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি–
(ক) হুমায়ুন রশীদ চৌধুরী
(খ) বি. এ. সিদ্দিকী
(গ) খাজা ওায়াসি উদ্দিন
(ঘ) ড. কামাল হোসেন
উত্তরঃ ক। হুমায়ুন রশীদ চৌধুরী
৬৬। কাঁচামাল হিসাবে আখের ছোবড়া ব্যবহার করা হয়–
(ক) কর্ণফুলী কাগজ কল, চন্দ্রঘোনা
(খ) খুলনা নিউজপ্রিন্ট মিল, খালিশপুর
(গ) উত্তরবঙ্গ কাগজ কল, পাকশী
(ঘ) পার্টিকেল বোর্ড মিল, নারায়ণগঞ্জ
উত্তরঃ গ। উত্তরবঙ্গ কাগজ কল, পাকশী
৬৭। বাংলাদেশের বৃহত্তম হাওড় কোনটি?
(ক) হাইল
(খ) চলন বিল
(গ) পাথর চাওলি
(ঘ) হাকালুকি
উত্তরঃ ঘ। হাকালুকি
৬৮। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে “বীরোত্তম” খেতাবে ভূষিত করা হয়?
(ক) ৬০ জন
(খ) ৬৮ জন
(গ) ৭২ জন
(ঘ) ৭৮ জন
উত্তরঃ খ। ৬৮ জন
৬৯। দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধান হয়–
(ক) ২১ জুন
(খ) ২১ জুলাই
(গ) ২৩ সেপ্টেম্বর
(ঘ) ২২ ডিসেম্বর
উত্তরঃ ক। ২১ জুন
৭০। শ্বসনে নির্গত হয়–
(ক) অক্সিজেন
(খ) নাইট্রোজেন
(গ) কার্বন ডাই-অক্সাইড
(ঘ) উপরের সবগুরোই
উত্তরঃ গ। কার্বন ডাই-অক্সাইড
৭১। সালোকসংশ্লেষণ ঘটে না–
(ক) পাতায়
(খ) সবুজ কান্ডে
(গ) শাখা-প্রশাখায়
(ঘ) মূলে
উত্তরঃ ঘ। মূলে
৭২। নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
(ক) টিটেনাস
(খ) ইনফ্লুয়েঞ্জা
(গ) চিকেন পক্স
(ঘ) হাম
উত্তরঃ ক। টিটেনাস
৭৩। টিউমার সংক্রান্ত চর্চাকে কি বলে?
(ক) একোলজি
(খ) অঙ্কোলজি
(গ) সাইটোলজি
(ঘ) টিউমারোলজি
উত্তরঃ খ। অঙ্কোলজি
৭৪। প্রবল জোয়ারের কারণ, এ সময়–
(ক) চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে
(খ) পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
(গ) সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে
(ঘ) সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণ করে থাকে
উত্তরঃ গ। সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে
৭৫। শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র–
(ক) অডিওমিটার
(খ) অডিওফোন
(গ) অ্যামিটার
(ঘ) অলটিমিটার
উত্তরঃ ক। অডিওমিটার
৭৬। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ
(ক) বেশি হয়
(খ) কম হয়
(গ) খুব কম হয়
(ঘ) একই থাকে
উত্তরঃ ঘ। একই থাকে
৭৭। সাধারণ স্টোরেজ ব্যাটারীতে সিসার ইলেকট্রোডের সাথে যে তরলটি ব্যবহৃত হয় তা হলো–
(ক) হাইড্রোক্লোরিক এসিড
(খ) সালফিউরিক এসিড
(গ) নাইট্রিক এসিড
(ঘ) এমোনিয়াম ক্লোরাইড
উত্তরঃ খ। সালফিউরিক এসিড
৭৮। কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো–
(ক) ভিটামিন এ
(খ) ভিটামিন সি
(গ) ক্যালসিয়াম
(ঘ) লৌহ
উত্তরঃ ঘ। লৌহ
৭৯। একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?
(ক) ১০৬
(খ) ২০৬
(গ) ৩০৬
(ঘ) ৪০৬
উত্তরঃ খ। ২০৬
৮০। কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?
(ক) শুশুক
(খ) তিমি
(গ) হাঙ্গর
(ঘ) ডলফিন
উত্তরঃ ক। শুশুক