10th NTRCA School-2 Preliminary Question with Answer

১০ম NTRCA (School-2) প্রিলিমিনারি প্রশ্ন

বাংলার শেষ নবাব সিরাজদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন?

(ক) সিপাহি বিদ্রোহে

(খ) বক্সারের যুদ্ধে

(গ) পলাশী যুদ্ধে

(ঘ) কর্ণাটকের যুদ্ধে

উত্তরঃ গ। পলাশী যুদ্ধে

বাংলাদেশে বাস করেনা এমন উপজাতির নাম

(ক) সাঁওতাল

(খ) মুরং

(গ) গারো

(ঘ) মাওরি

উত্তরঃ ঘ। মাওরি

bKash কোন ব্যাংকের জয়েন্ট ভেঞ্চার হিসেবে কাজ করে?

(ক) জনতা ব্যাংক

(খ) গ্রামীণ ব্যাংক

(গ) ব্র্যাক ব্যাংক

(ঘ) ডাচ-বাংলা ব্যাংক

উত্তরঃ গ। ব্র্যাক ব্যাংক

সবচেয়ে হালকা গ্যাস কোনটি?

(ক) হাইড্রোজেন

(খ) হিলিয়াম

(গ) নাইট্রোজেন

(ঘ) আর্গন

উত্তরঃ ক। হাইড্রোজেন

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক এর প্রতিষ্ঠাতা হচ্ছেন

(ক) মার্ক জাকারবার্গ

(খ) বিল গেটস

(গ) টিম বার্নার্স লি

(ঘ) এন্ডি গ্রোড

উত্তরঃ ক। মার্ক জাকারবার্গ

বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে?

(ক) কক্সবাজার

(খ) খাগড়াছড়ি

(গ) বান্দরবান

(ঘ) রাঙামাটি

উত্তরঃ ঘ। রাঙামাটি

কোন রক্ত গ্রুপকে সার্বিক গ্রহীতা বলে?

(ক) A রক্ত গ্রুপকে

(খ) AB রক্ত গ্রুপকে

(গ) B রক্ত গ্রুপকে

(ঘ) O রক্ত গ্রুপকে

উত্তরঃ খ। AB রক্ত গ্রুপকে

ব্রহ্মপুত্রের প্রধান শাখা কোন নদী?

(ক) পদ্মা

(খ) যমুনা

(গ) মেঘনা

(ঘ) সুরমা

উত্তরঃ গ। মেঘনা

নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?

(ক) ইউরিয়া

(খ) টিএসপি

(গ) সবুজ সার

(ঘ) পটাশ

উত্তরঃ ক। ইউরিয়া

১০বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত?

(ক) ২০.০১%

(খ) ২১.০১%

(গ) ২০.৭১%

(ঘ) ২১.৭১%

উত্তরঃ গ। ২০.৭১%

১১বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ এডভোকেট কততম রাষ্ট্রপতি?

(ক) ১৬ তম

(খ) ১৭ তম

(গ) ১৯ তম

(ঘ) ২১ তম

উত্তরঃ ঘ। ২১ তম

১২দেশে বর্তমানে মোট উপজেলার সংখ্যা কয়টি?

(ক) ৪৮৭ টি

(খ) ৪৯২ টি

(গ) ৪৫৬ টি

(ঘ) ৪৬৫ টি

উত্তরঃ খ। ৪৯২ টি

১৩৬ষ্ট টি২০ বিশ্বকাপ ক্রিকেটে মোট কতটি দেশ অংশ নিয়েছে?

(ক) ২০টি

(খ) ১৪টি

(গ) ১৬টি

(ঘ) ১২টি

উত্তরঃ গ। ১৬টি

১৪চট্রগ্রামের নাম ইসলামাবাদ কে রাখেন?

(ক) শায়েস্তা খান

(খ) ইসলাম খান

(গ) ঈশা খাঁ

(ঘ) মীর জুমলা

উত্তরঃ ক। শায়েস্তা খান

১৫কত সালে হিন্দুসমাজে বিধবা বিবাহ প্রথা আইন চালু হয়?

(ক) ১৭৫৬

(খ) ১৮৫৬

(গ) ১৮৮৫

(ঘ) ১৮৯৫

উত্তরঃ খ। ১৮৫৬

১৬জাতীয় স্মৃতিসৌধে কয়টি ফলক আছে?

(ক) ৯টি

(খ) ৭টি

(গ) ৬টি

(ঘ) ৫টি

উত্তরঃ খ। ৭টি

১৭বাংলাদেশের বিজ্ঞান জাদুঘর কোথায় অবস্থিত?

(ক) ঢাকার শাহবাগে

(খ) সোনারগাঁয়ে

(গ) ঢাকার ইসলামপুরে

(ঘ) ঢাকার আগারগাঁয়ে

উত্তরঃ গ। ঢাকার ইসলামপুরে

১৮সূর্য কিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়?

(ক) ভিটামিন ‘ডি’

(খ) ভিটামিন ‘ই’

(গ) ভিটামিন ‘বি’

(ঘ) ভিটামিন ‘এ’

উত্তরঃ ক। ভিটামিন ‘ডি’

১৯বাংলাদেশের বৃহত্তম তাপ বিদ্যুৎকেন্দ্র অবস্থিত

(ক) আশুগঞ্জ

(খ) ভেড়ামারা

(গ) সিদ্ধিরগঞ্জ

(ঘ) গোয়ালপাড়া

উত্তরঃ খ। ভেড়ামারা

২০কিসের সাহায্যে সমুদ্র্যের গভীরতা নির্ণয় করা হয়?

(ক) প্রতিফলন

(খ) প্রতিসরন

(গ) প্রতিধ্বনি

(ঘ) প্রতিসারক

উত্তরঃ গ। প্রতিধ্বনি

২১বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান কোন সালে?

(ক) ১৯৩১

(খ) ১৯১১

(গ) ১৯১২

(ঘ) ১৯১৩

উত্তরঃ ঘ। ১৯১৩

২২পতেঙ্গা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত?

(ক) কক্সবাজার

(খ) চট্রগ্রাম

(গ) বরিশাল

(ঘ) ফেনী

উত্তরঃ খ। চট্রগ্রাম

২৩সূর্য উদয়ের দেশ কোনটি?

(ক) জাপান

(খ) চীন

(গ) থাইল্যান্ড

(ঘ) ইন্দোনেশিয়া

উত্তরঃ ক। জাপান

২৪১৯৫২ সালে বাংলাদেশের ইতিহাসে যে জন্য বিখ্যাত

(ক) মুক্তিযুদ্ধ

(খ) গনঅভ্যূত্থান

(গ) আগরতলা ষড়যন্ত্র মামলা

(ঘ) ভাষা আন্দোলন

উত্তরঃ ঘ। ভাষা আন্দোলন

২৫বিশ্ব পরিবেশ দিবস কবে?

(ক) ৫ জুলাই

(খ) ৫ আগস্ট

(গ) ৫ জুন

(ঘ) ৫ মার্চ

উত্তরঃ গ। ৫ জুন

২৬দুইটি সরলরেখা পরস্পর সমাপতিত হলে, সমাধান সংখ্যা কত হবে?

(ক) অসংখ্য

(খ) সমাধান নেই

(গ) দুইটি

(ঘ) একটি

উত্তরঃ খ। সমাধান নেই

২৭ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?

(ক) Πr2

(খ) ভূমি × উচ্চতা

(গ) 2 Πr2

(ঘ) 1/2 ×ভূমি× উচ্চতা

উত্তরঃ ঘ। 1/2 ×ভূমি× উচ্চতা

২৮।  চিত্রে XY এবং WZ দুটো সমান্তরাল সরলরেখা, PQ তাদের ছেদক। সেক্ষেত্রে <a + <b এর মান নিচের কোনটি?

(ক) 90°

(খ) 120°

(গ) 180°

(ঘ) 360°

উত্তরঃ গ। 180°

২৯।n চিত্রে ABC এর দুই বাহুর দৈর্ঘ্য a এবং b বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ Ө সেক্ষেত্রে ABC এর ক্ষেত্রফল নির্ণয়ের সুত্র হবে

(ক)  1/2(absin Ө)

(খ) 1/2(ab sin2 Ө)

(গ) abcos Ө

(ঘ) 1/2(abcos2 Ө)

উত্তরঃ ক। 1/2(absin Ө)

৩০১০ মিটার প্রস্থবিশিষ্ট নদীর তীরে অবস্থিত একটি টাওয়ারের উচ্চতা 103 মিটার হলে, অপর তীরে অবনতি কোণ কত ডিগ্রি?

(ক) 60°

(খ) 90°

(গ) 45°

(ঘ) 30°

উত্তরঃ ক। 60°

৩১বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ 60° হলে, বৃত্তস্থ কোণ কত?

(ক) 60°

(খ) 30°

(গ) 120°

(ঘ) 180°

উত্তরঃ খ। 30°

৩২বৃত্তের ব্যাসার্ধ 5 একক হলে, বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক?

(ক) 5π

(খ) 10π

(গ) 25π

(ঘ) 20π

উত্তরঃ ক। 5π

৩৩50° এর পূরক কোণ কোনটি?

(ক) 40°

(খ) 220°

(গ) 130°

(ঘ) 310°

উত্তরঃ ক। 40°

৩৪সমকোণী ত্রিভুজের একটি কোণ 60° হলে অপর কোণটি কত?

(ক) 120°

(খ) 60°

(গ) 0°

(ঘ) 30°

উত্তরঃ ঘ। 30°

৩৫log5(√5 5) এর মান কত?

(ক) 1/3

(খ) 1/6

(গ) 5/6

(ঘ) 1

উত্তরঃ গ। 5/6

৩৬9x+3 = 27x+1 হলে x এর মান কত?

(ক) 2

(খ) 3

(গ) 9

(ঘ) -3

উত্তরঃ খ। 3

৩৭(2-1+ 5-1)-1 এর মান কত?

(ক) 10/7

(খ) 7/10

(গ) 3

(ঘ) 7

উত্তরঃ ক। 10/7

৩৮x2 – y2, (x + y) 2, x3 + y3 এর .সা.গু কত?

(ক) x-y

(খ) x+y

(গ) (x2 – y2)(x3 + y3)

(ঘ) (x-y)(x+y)2 (x2 – xy + y2)

উত্তরঃ খ। x+y

৩৯দুইটি সংখ্যার যোগফল 56 যদি সংখ্যা দুইটির অনুপাত 3:1 হয়, তবে সংখ্যা দুইটির গুনফল নিচের কোনটি হবে?

(ক) 42

(খ) 14

(গ) 588

(ঘ) 168

উত্তরঃ গ। 588

৪০ + / + / + ………………ধারাটির ১ম ৫টি পদের সমষ্টি কত?

(ক) ১২১/৮১

(খ) ১১৯/৮১

(গ) ৮১/১২১

(ঘ) -১২১/৮১

উত্তরঃ ক। ১২১/৮১

৪১a= √3 + √2 হলে, a3 + 3a + 3a-1 + a-3 এর মান কত?

(ক) 8√2

(খ) 16√2

(গ) 18√3

(ঘ) 24√3

উত্তরঃ ঘ। 24√3

৪২ax = b, by = C, cz = a হলে, নিচের কোন সম্পর্কটি সঠিক?

(ক) a= ax/yz

(খ) a=ay/zx

(গ) b=cx/yz

(ঘ) a=axyz

উত্তরঃ ঘ। a=axyz

৪৩√m + 1/√m = 2 হলে, m – 1/m = কত?

(ক) √2

(খ) 2

(গ) 0

(ঘ) 4

উত্তরঃ গ। 0

৪৪মুনাফার হার % হলে, ৫০০ টাকার বছরের মুনাফা কত?

(ক) ৪০ টাকা

(খ) ৩২ টাকা

(গ) ১৬০ টাকা

(ঘ) ২০ টাকা

উত্তরঃ গ। ১৬০ টাকা

৪৫ক্রয়মূল্য ৩৫০ টাকা হলে, ১২% লাভে বিক্রয়মূল্য কত?

(ক) ১১২ টাকা

(খ) ৩৯২ টাকা

(গ) ৩৬২ টাকা

(ঘ) ৩৮৬ টাকা

উত্তরঃ খ। ৩৯২ টাকা

৪৬লাভ হিসাবে
i.
লাভ ক্ষতি শতকরায় প্রকাশ করা যায়
ii.
২০০ টাকায় ১০% ক্ষতি হলে, ক্ষতির পরিমাণ ১০ টাকা
iii.
১০% লাভে ৫০০ টাকার পন্যের বিক্রয়মূল্য ৫১০ টাকা ওপরের তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক?

(ক) i

(খ) ii

(গ) iii

(ঘ) i, ii, iii

উত্তরঃ ক। i

৪৭ জন লোক একদিনে একটী কাজের / অংশ করে। দিনে একজন লোক কাজের কত অংশ করতে পারবে?

(ক) ১/৭ অংশ

(খ) ১/৪৯ অংশ

(গ) ১/১৪ অংশ

(ঘ) সম্পূর্ণ অংশ

উত্তরঃ ক। ১/৭ অংশ

৪৮25 : 81 দ্বিভাজিত অনুপাত কোনটি?

(ক) 81 : 25

(খ) 25/2 : 81/2

(গ) 5 : 9

(ঘ) 9 : 5

উত্তরঃ গ। 5 : 9

৪৯/, /১৬, /২০এর সাধারণ গুনিতক নিচের কোনটি?

(ক) ১/৪

(খ) ৪/৯

(গ) ৯/২০

(ঘ) ৯/৪

উত্তরঃ ঘ। ৯/৪

৫০১৫০ এর ১০% কত?

(ক) ১.৫

(খ) ১৫

(গ) ১৫০

(ঘ) ১০

উত্তরঃ খ। ১৫

৫১The correct spelling is:

(ক) humorous

(খ) Humouros

(গ) humourious

(ঘ) humorious

উত্তরঃ ক। humorous

৫২What is the adjective of ‘child’?

(ক) Childhood

(খ) Childly

(গ) Children

(ঘ) Childish

উত্তরঃ ঘ। Childish

৫৩The man is so weak that he cannot walk.(simple)

(ক) The man is so weak to walk.

(খ) The man is too weak for him to walk.

(গ) The man is too weak to walk.

(ঘ) The man is so weak for him to walk.

উত্তরঃ গ। The man is too weak to walk.

৫৪What have you bought? (Passive)

(ক) what has been bought by you?

(খ) What are being bought by you?

(গ) What is bought by you?

(ঘ) What are bought by you?

উত্তরঃ ক। what has been bought by you?

৫৫Only Rina can do this sum.(Negative)

(ক) None but Rina can not do this sum.

(খ) Only Rina can not do this sum.

(গ) Rina can not do this sum.

(ঘ) Any one but Rina can do this sum.

উত্তরঃ ক। None but Rina can not do this sum.

৫৬What a nice scenery it is !(Assertive)

(ক) It is very nice scenery.

(খ) It is a great scenery.

(গ) The scenery is very nice.

(ঘ) It is a very nice scenery.

উত্তরঃ ঘ। It is a very nice scenery.

৫৭All love flower. (Interrogative)

(ক) Who do not love flower?

(খ) Who does not love flower?

(গ) Who did not love flower?

(ঘ) Do all love flower?

উত্তরঃ খ। Who does not love flower?

৫৮‘Cock and bull story’ means-

(ক) A fable

(খ) a tragedy

(গ) a false story

(ঘ) a wonderful story

উত্তরঃ গ। a false story

৫৯‘Apple of one’s eye’ means-

(ক) extremely favorite

(খ) apply like eye

(গ) big eye

(ঘ) apple coloured eye

উত্তরঃ ক। extremely favorite

৬০What is the meaning of ‘white elephant’?

(ক) An elephant of white colour

(খ) A black marketer

(গ) A very costly or troublesome possession

(ঘ) A hoarder

উত্তরঃ গ। A very costly or troublesome possession

৬১Everybody should _____ their old parents.

(ক) Look at

(খ) look up

(গ) look into

(ঘ) look after

উত্তরঃ ঘ। look after

৬২The parent will ____ soon.

(ক) Come in

(খ) come round

(গ) come off

(ঘ) come by

উত্তরঃ খ। come round

৬৩None of the students _____ a car.

(ক) Have

(খ) have got

(গ) has

(ঘ) own

উত্তরঃ গ। has

৬৪Would you mind ____ the window?

(ক) opening

(খ) Open

(গ) to open

(ঘ) to opening

উত্তরঃ ক। opening

৬৫Choose the correct verb to complete the sentence. You had better ____ a doctor.

(ক) To see

(খ) see

(গ) saw

(ঘ) seen

উত্তরঃ খ। see

৬৬No sooner had the thief seen the police ____.

(ক) then he run away

(খ) than he ran away

(গ) than he had run away

(ঘ) when he run away

উত্তরঃ খ। than he ran away

৬৭He is working hard_______.

(ক) As he can shine in life

(খ) that he can shine in life

(গ) to shining in life

(ঘ) so that he can shine in life

উত্তরঃ খ। that he can shine in life

৬৮রাণী ছবি আঁকে

(ক) Rani draws a picture

(খ) Rani draw a picture

(গ) Rani drew a picture

(ঘ) Rani is drawing a picture

উত্তরঃ ঘ। Rani is drawing a picture

৬৯লোকটি হাসতে হাসতে আমার কাছে এল

(ক) The man comes to me by laugh.

(খ) The man came to me laughing.

(গ) The man came to me by laugh.

(ঘ) The man coming to me laughing.

উত্তরঃ ক। The man comes to me by laugh.

৭০সে কি গতকাল এসেছে?

(ক) Did he came yesterday?

(খ) Had he come yesterday?

(গ) Did he come yesterday?

(ঘ) Has he come yesterday?

উত্তরঃ গ। Did he come yesterday?

৭১অপমানের চেয়ে মৃত্যু ভাল

(ক) Death is better than insult.

(খ) Dishonour is preferable than death.

(গ) Death is acceptable than dishonour.

(ঘ) Death is preferable to dishonour.

উত্তরঃ ঘ। Death is preferable to dishonour.

৭২বাংলাদেশ একটি নদীবহুল দেশ

(ক) Bangladesh is a country of river.

(খ) Bangladesh is a riverine country.

(গ) Bangladesh is surrounded by river.

(ঘ) Bangladesh is situated by river.

উত্তরঃ খ। Bangladesh is a riverine country.

৭৩আমার যদি পাখির মত ডানা থাকত।

(ক) Had I the wings of a bird!

(খ) If I would have the wings of a bird!

(গ) I wish that I would have the wings of a bird!

(ঘ) If I could fly like a bird!

উত্তরঃ ক। Had I the wings of a bird!

৭৪মুষলধারে বৃষ্টি হচ্ছে।

(ক) It is raining heavily.

(খ) It rains continuously.

(গ) It has been raining seriously.

(ঘ) It is raining cats and dogs.

উত্তরঃ ঘ। It is raining cats and dogs.

৭৫সে সাঁতার কাটতে জানেনা।

(ক) He does not know to swim.

(খ) He do not knows how to swim.

(গ) He does not know how to swim.

(ঘ) He cannot know to swim.

উত্তরঃ গ। He does not know how to swim.

৭৬ষড়ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ

(ক) ষড়+ঋতু

(খ) ষট+ঋতু

(গ) ষট+ঋত

(ঘ) ষড়+ঋত

উত্তরঃ খ। ষট+ঋতু

৭৭বাক্য কোন যতি চিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই?

(ক) ড্যাস

(খ) সেমিকোলন

(গ) কোলন

(ঘ) হাইফেন

উত্তরঃ ঘ। হাইফেন

৭৮This collar is too limp এর অর্থ

(ক) এই কলারটি বড্ড শক্ত

(খ) এই কলারটি বড্ড খসখসে

(গ) এই কলারটি বড্ড নরম

(ঘ) এই কলারটি বড্ড দৃঢ়

উত্তরঃ গ। এই কলারটি বড্ড নরম

৭৯বক্তব্য এর প্রকৃতি প্রত্যয় কোনটি?

(ক) √বচ+তব্য

(খ) √বক্ত+ব্য

(গ) √বক + অব্য

(ঘ) √বক + তব্য

উত্তরঃ ক। √বচ+তব্য

৮০উপভাষা কোন সমাসের উদাহরণ?

(ক) অব্যয়ীভাব সমাস

(খ) তৎপুরুষ সমাস

(গ) কর্মধারয় সমাস

(ঘ) বহুব্রীহি সমাস

উত্তরঃ ক। অব্যয়ীভাব সমাস

৮১বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক কে?

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(খ) প্রমথ চৌধুরী

(গ) প্যারীচাঁদ মিত্র

(ঘ) বঙ্কিমচন্দ্র চট্ট্রোপাধ্যায়

উত্তরঃ খ। প্রমথ চৌধুরী

৮২পৃথিবী এর সমার্থক শব্দ নয় কোনটি?

(ক) অবণী

(খ) ধরিত্রী

(গ) ভূধর

(ঘ) ধরণী

উত্তরঃ গ। ভূধর

৮৩কোন বাক্যটি শুদ্ধ?

(ক) দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা

(খ) দরিদ্র বাংলাদেশের প্রধান সমস্যা

(গ) দারিদ্র্যতা বাংলাদেশের প্রধান সমস্যা

(ঘ) দারিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা

উত্তরঃ ক। দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা

৮৪শকুনি মামা এর অর্থ

(ক) কুৎসিত মামা

(খ) সৎ মামা

(গ) পাতানো মামা

(ঘ) কুচক্রী লোক

উত্তরঃ ঘ। কুচক্রী লোক

৮৫To err is human-

(ক) মানুষ মাত্রই মানবিক গুণসম্পন্ন

(খ) মানুষ মরণশীল

(গ) মানুষ মাত্রই ভুল করে

(ঘ) কোনটিই নয়

উত্তরঃ গ। মানুষ মাত্রই ভুল করে

৮৬তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি

(ক) মিশ্র বাক্য

(খ) যৌগিক বাক্য

(গ) সরল বাক্য

(ঘ) সাধারন বাক্য

উত্তরঃ খ। যৌগিক বাক্য

৮৭জল পড়ে, পাতা নড়ে নিন্ম রেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

(ক) কর্মে শূন্য

(খ) কর্তায় শূন্য

(গ) অপাদানে শূন্য

(ঘ) করণে শূন্য

উত্তরঃ ক। কর্মে শূন্য

৮৮যা বলা হয়নি এক কথায় প্রকাশ কী হবে?

(ক) অকথ্য

(খ) অনুক্ত

(গ) নির্বাক

(ঘ) মুক

উত্তরঃ খ। অনুক্ত

৮৯অন্ধজনে দেহ আলো বাক্যে অন্ধজনে কোন কারকে কোন বিভক্তি?

(ক) কর্মে ৭মী

(খ) কর্মে ২য়

(গ) সম্প্রদানে ৭মী

(ঘ) সম্প্রদানে ৪র্থী

উত্তরঃ গ। সম্প্রদানে ৭মী

৯০‘A to Z’ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) সম্পূর্ণভাবে

(খ) সারাক্ষন

(গ) শেষ পর্যন্ত

(ঘ) মৃত্যু অবধি

উত্তরঃ ক। সম্পূর্ণভাবে

৯১অনুবাদ কোন প্রকারের হবে তা কিসের উপর নির্ভর করে?

(ক) বিষয়ের ওপর

(খ) ভাষার ওপর

(গ) বিন্যাসের ওপর

(ঘ) ভাবের ওপর

উত্তরঃ ঘ। ভাবের ওপর

৯২সাধারন অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে তাকে কি বলে?

(ক) বিপরীতার্থক শব্দ

(খ) ভিন্নার্থক শব্দ

(গ) সমার্থক শব্দ

(ঘ) বাগবিধি

উত্তরঃ ঘ। বাগবিধি

৯৩উৎকর্ষ শব্দের বিপরীত শব্দ কোনটি?

(ক) উৎকৃষ্ট

(খ) অপকৃষ্ট

(গ) অপকর্ষ

(ঘ) নিকৃষ্ট

উত্তরঃ গ। অপকর্ষ

৯৪কোন শব্দটি সাগর শব্দটির সমার্থক শব্দ নয়?

(ক) জলধি

(খ) পাথার

(গ) ভূপতি

(ঘ) অর্নব

উত্তরঃ গ। ভূপতি

৯৫কোন বানানটি সঠিক?

(ক) উষা

(খ) কিংবদন্তি

(গ) আমীন

(ঘ) বিদেশী

উত্তরঃ খ। কিংবদন্তি

৯৬বাংলায় যতি বা ছেদ চিহ্ন কয়টি?

(ক) ১৩টি

(খ) ১২টি

(গ) ১১টি

(ঘ) ১০টি

উত্তরঃ খ। ১২টি

৯৭কোন শব্দটির কোনো স্ত্রীবাচক শব্দ হয় না?

(ক) কবিরাজ

(খ) অজ

(গ) নর

(ঘ) কবি

উত্তরঃ ক। কবিরাজ

৯৮মতৈক্য শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

(ক) মতঃ+এক

(খ) মতঃ+ঐক্য

(গ) মত+ঐক্য

(ঘ) মত+এক

উত্তরঃ গ। মত+ঐক্য

৯৯রাজপথ এর ব্যাসবাক্য কোনটি হবে?

(ক) রাজার পথ

(খ) রাজা নির্মিত পথ

(গ) রাজাদের পথ

(ঘ) পথের রাজা

উত্তরঃ ঘ। পথের রাজা

১০০চলতি রীতির শব্দ কোনটি?

(ক) শুষ্ক

(খ) তুলো

(গ) শুকনা

(ঘ) তুলা

উত্তরঃ খ। তুলো

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *