Agrani Bank Officer (Cash-Freedom Fighter) 2015 Question and Solution
অগ্রণী ব্যাংক অফিসার (ক্যাশ-মুক্তিযুদ্ধা) পরীক্ষা ২০১৫
১। Each of the following sentences contains a blank space. Fill in the blank space with appropriate preposition (1-5):
I am angry with him __ his carelessness.
(ক) at
(খ) in
(গ) for
(ঘ) of
উত্তরঃ গ। for
২। There is no exception __ this rule.
(ক) in
(খ) to
(গ) for
(ঘ) about
উত্তরঃ খ। to
৩। Exercise is beneficial __ health.
(ক) to
(খ) for
(গ) about
(ঘ) in
উত্তরঃ ক। to
৪। The man robbed me __ my possessions.
(ক) on
(খ) from
(গ) with
(ঘ) of
উত্তরঃ ঘ। of
৫। Soldiers rebelled __ the king.
(ক) against
(খ) to
(গ) on
(ঘ) with
উত্তরঃ ক। against
৬। Choose the word similar in meaning to the given word (5-10):
Aromatic
(ক) Crippled
(খ) Sentimental
(গ) Stinking
(ঘ) fragrant
উত্তরঃ ঘ। fragrant
৭। Nostalgic
(ক) insolent
(খ) homesick
(গ) diseased
(ঘ) soothing
উত্তরঃ খ। homesick
৮। Sporadic
(ক) whirling
(খ) epidemic
(গ) occasional
(ঘ) stagnant
উত্তরঃ গ। occasional
৯। Docile
(ক) vague
(খ) stupid
(গ) stubborn
(ঘ) gentle
উত্তরঃ ঘ। gentle
১০। Erotic
(ক) wandering
(খ) mistaken
(গ) amorous
(ঘ) difficult
উত্তরঃ গ। amorous
১১। Choose the most appropriate word from the given words to fill in the blank to make the sentence meaningfully complete (11-15):
He is too __ to be deceived easily.
(ক) honest
(খ) strong
(গ) intelligent
(ঘ) kind
উত্তরঃ গ। intelligent
১২। He is the friend __ I trust most.
(ক) whom
(খ) him
(গ) which
(ঘ) who
উত্তরঃ ক। whom
১৩। The man sold the property because he was under a lot of __ .
(ক) credit
(খ) loan
(গ) deposit
(ঘ) withdraw
উত্তরঃ ক। credit
১৪। My friend took his first pay to the bank to __ it in his account.
(ক) deposit
(খ) advance
(গ) debit
(ঘ) withdraw
উত্তরঃ ক। deposit
১৫। Karim brought new shoes in the last month but they were already __ out.
(ক) gone
(খ) given
(গ) worn
(ঘ) knocked
উত্তরঃ গ। worn
১৬। Choose the one which can be substituted for the given expression (16-20):
A book written in hand
(ক) Handwritten
(খ) Manuscript
(গ) Edition
(ঘ) Draft
উত্তরঃ খ। Manuscript
১৭। A place where money is coined.
(ক) Mint
(খ) Press
(গ) Treasury
(ঘ) Bank
উত্তরঃ ক। Mint
১৮। A professional rider in horse races.
(ক) Rider
(খ) Horse courser
(গ) Jockey
(ঘ) Coach
উত্তরঃ গ। Jockey
১৯। A insect with many legs is called.
(ক) Centipede
(খ) Mammal
(গ) Herbivorous
(ঘ) Vertebrate
উত্তরঃ ক। Centipede
২০। The first speech of a person.
(ক) Opener
(খ) Preface
(গ) Maiden
(ঘ) Extempore
উত্তরঃ গ। Maiden
২১। ২০ ফুট লম্বা একটি দন্ড এমনভাবে কেটে দুভাগ করা হল যেন ছোট অংশটি বড় অংশের দুই-তৃতীয়াংশ হয় । ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট ?
(ক) ৪
(খ) ৫
(গ) ৬
(ঘ) ৮
উত্তরঃ ঘ। ৮
২২। ২ এর কত শতাংশ ২.৫ হবে ?
(ক) ৮
(খ) ৮০
(গ) ১২৫
(ঘ) ১৫০
উত্তরঃ গ। ১২৫
২৩। যদি ৬ জন বালক ৬ মিনিটে ৬ পৃষ্ঠা লিখতে পারে, তবে এক জন বালকের এক পৃষ্ঠা লিখতে কত সময় লাগবে ?
(ক) ৬ মিনিট
(খ) ৩ মিনিট
(গ) ২ মিনিট
(ঘ) ১ মিনিট
উত্তরঃ ক। ৬ মিনিট
২৪। সাড়ে চার হালি ডিমের দাম ১০৮ টাকা হলে, ১১ টি ডিমের দাম কত ?
(ক) ৬০
(খ) ৬৬
(গ) ৬২.৫০
(ঘ) ৩৮
উত্তরঃ খ। ৬৬
২৫। ০.০৪০.০০৫০.৩ = কত ?
(ক) ০.০০৬
(খ) ০.০০০৬
(গ) ০.০০০০৬
(ঘ) ০.০০০০০৬
উত্তরঃ গ। ০.০০০০৬
২৬। একটি বর্গক্ষেত্রের পরিসীমা ১৬০ মিলিমিটার হলে এর একটি বাহুর দৈর্ঘ্য কত হবে ?
(ক) ৩৫ মিলিমিটার
(খ) ৪০ মিলিমিটার
(গ) ৪৫ মিলিমিটার
(ঘ) ৫০ মিলিমিটার
উত্তরঃ খ। ৪০ মিলিমিটার
২৭। দুটি ক্রমিক পূর্ণসংখ্যা নির্ণয় করুন, যাদের বর্গের অন্তর ৪৭ ।
(ক) ২১ ও ২২
(খ) ২২ ও ২৩
(গ) ২৩ ও ২৪
(ঘ) ২৪ ও ২৫
উত্তরঃ গ। ২৩ ও ২৪
২৮। ৭৫০০ টাকা রহিম, করিম ও সালামের মধ্যে যথাক্রমে ২ঃ২ঃ১ অনুপাতে ভাগ করা হলে রহিম সালাম অপেক্ষা কত টাকা বেশি পাবে ?
(ক) ১০০০
(খ) ২০০০
(গ) ৩০০০
(ঘ) ১৫০০
উত্তরঃ ঘ। ১৫০০
২৯। ১০ টি সংখ্যার যোগফল ৪৬২ । প্রথম চারটির গড় ৫২ এবং শেষ পাঁচটির গড় ৩৮ । পঞ্চম সংখ্যাটি কত ?
(ক) ৬৪
(খ) ৬০
(গ) ৫০
(ঘ) ৬২
উত্তরঃ ক। ৬৪
৩০। x=15 ও y=5 হলে x3-3x2y+3xy2-y3 = ?
(ক) ১০০০
(খ) ১২০০
(গ) ১৪০০
(ঘ) ৮০০
উত্তরঃ ক। ১০০০
৩১। একজন ব্যবসায়ী একই দামে দুইটি কম্পিউটার বিক্রি করল । একটির উপর সে ১৫% লাভ করল কিন্তু অপরটিতে তার ১৫% ক্ষতি হল । তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো ?
(ক) ২.২৫% ক্ষতি
(খ) ৫.৫% লাভ
(গ) ৭.৫% ক্ষতি
(ঘ) লাভ বা ক্ষতি হয়নি
উত্তরঃ ক। ২.২৫% ক্ষতি
৩২। বর্তমান পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫০ বছর; যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে ১০২ বছর । পিতার বর্তমান বয়স কত ?
(ক) ৩০
(খ) ৩৬
(গ) ৪২
(ঘ) ৩৮
উত্তরঃ ঘ। ৩৮
৩৩। বার্ষিক ৪.৫% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে ?
(ক) ৫০০
(খ) ৬৫০
(গ) ৬৭৫
(ঘ) ৭০০
উত্তরঃ ঘ। ৭০০
৩৪। একটি চিড়িয়াখানায় মোট ৮০ টি ময়ূর ও হরিণ আছে । তাদের পায়ের সংখ্যা ২০০ টি হলে কতটি ময়ূর আছে ?
(ক) ৪০
(খ) ৫০
(গ) ৬০
(ঘ) ৭০
উত্তরঃ গ। ৬০
৩৫। কোন শহরে লোকসংখ্যা ১০ লক্ষ । যদি পুরুষের ১০% বৃদ্ধি পায় এবং স্ত্রীলোকদের সংখ্যা ৬% কমে যায়, তবে শহরের লোকসংখ্যার কোন পরিবর্তন হয় না । ঐ শহরের পুরুষের সংখ্যা কত ?
(ক) ৩০০০০০
(খ) ৩৭৫০০০
(গ) ৪২৫০০০
(ঘ) ৫০০০০০
উত্তরঃ খ। ৩৭৫০০০
৩৬। আমাদের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’- এ গানের সুর রবীন্দ্রনাথ কোন ধরনের গানের সুর থেকে নিয়েছেন?
(ক) পালা গানের
(খ) বাউল গানের
(গ) ভাটিয়ালি গানের
(ঘ) মুর্শিদি গানের
উত্তরঃ খ। বাউল গানের
৩৭। মনপুরা ৭০?
(ক) একটি উপজেলা
(খ) একটি নদী বন্দর
(গ) একটি উপন্যাস
(ঘ) একটি চিত্রশিল্প
উত্তরঃ ঘ। একটি চিত্রশিল্প
৩৮। কোনটি সঠিক?
(ক) একাত্তরের দিনগুলো (উপন্যাস)
(খ) বিদ্রোহী (কাব্যগ্রন্থ)
(গ) পথের দাবী (উপন্যাস)
(ঘ) গোরা (নাট্যগ্রন্থ)
উত্তরঃ গ। পথের দাবী (উপন্যাস)
৩৯। ফল কৃত্রিম ভাবে পাকানোর জন্য ব্যবহৃত গ্যাস-
(ক) এ্যাসিটিলিন
(খ) ইথার
(গ) ইথাইলিন
(ঘ) এ্যামোনিয়া
উত্তরঃ গ। ইথাইলিন
৪০। নিম্নের কোনটি সংক্রামক রোগ নয়?
(ক) Mumps
(খ) Small Pox
(গ) Tubercukosis
(ঘ) Typhoid
উত্তরঃ ঘ। Typhoid
৪১। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন-
(ক) ইলিয়াস শাহ
(খ) সম্রাট আকবর
(গ) বিজয় সেন
(ঘ) লক্ষণ সেন
উত্তরঃ খ। সম্রাট আকবর
৪২। কোন রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
(ক) রুয়ান্ডা
(খ) বুরুন্ডি
(গ) লাইবেরিয়া
(ঘ) সিয়েরালিওন
উত্তরঃ ঘ। সিয়েরালিওন
৪৩। বৈদ্যুতিক শক্তির একক কি?
(ক) ওহম
(খ) এ্যাম্পিয়ার
(গ) ভোল্ট
(ঘ) ওয়াট
উত্তরঃ ঘ। ওয়াট
৪৪। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কোন দিশের নাগরিক ছিলেন?
(ক) তিব্বতের
(খ) গ্রিসের
(গ) রোমের
(ঘ) মরক্কোর
উত্তরঃ ঘ। মরক্কোর
৪৫। HDI এর পূর্ণরূপ কী?
(ক) High Development Index
(খ) Human Development Index
(গ) High Development Industries
(ঘ) Human Development Industries
উত্তরঃ খ। Human Development Index
৪৬। নিম্নের কোন দেশের সরকার প্রধান হলেন প্রেসিডেন্ট?
(ক) ইন্দোনেশিয়া
(খ) থাইল্যান্ড
(গ) জাপান
(ঘ) অস্ট্রেলিয়া
উত্তরঃ ক। ইন্দোনেশিয়া
৪৭। কোন দেশ এশিয়া ও ইউরোপ উভয় মহাদেশ বিস্তৃত?
(ক) ইরান
(খ) পাকিস্তান
(গ) তুরস্ক
(ঘ) ওমেন
উত্তরঃ গ। তুরস্ক
৪৮। “কারবালা” বর্তমানে কোন দেশে অবস্থিত?
(ক) জর্ডান
(খ) সিরিয়া
(গ) সৌদি আরব
(ঘ) ইরাক
উত্তরঃ গ। সৌদি আরব
৪৯। কোন দেশ ও তার রাজধানীর নাম একই?
(ক) লেবানন
(খ) সিঙ্গাপুর
(গ) ভূটান
(ঘ) মালদ্বীপ
উত্তরঃ খ। সিঙ্গাপুর
৫০। ‘দুশান্বে’ কোন দেশের রাজধানী?
(ক) উজবেকিস্তান
(খ) কিরঘিজিস্তান
(গ) কাজাখস্তান
(ঘ) তাজিকিস্তান
উত্তরঃ ঘ। তাজিকিস্তান
৫১। যুক্তরাষ্ট্রকে ‘স্ট্যাচু অব লিবার্টি’ নিম্নের কোন দেশ উপহার দেয়?
(ক) বেলজিয়াম
(খ) যুক্তরাজ্য
(গ) ইতালি
(ঘ) ফ্রান্স
উত্তরঃ ঘ। ফ্রান্স
৫২। জাহাজ নির্মাণ শিল্পে সর্বাপেক্ষা উন্নত কোন দেশ?
(ক) দক্ষিণ আফ্রিকা
(খ) রাশিয়া
(গ) যুক্তরাজ্য
(ঘ) জাপান
উত্তরঃ ক। দক্ষিণ আফ্রিকা
৫৩। “Democracy is a government of the people, by the people, for the people”- উক্তিটি কার?
(ক) আব্রহাম লিংকন
(খ) জর্জ ওয়াশিংটন
(গ) থিওডর রুজভেল্ট
(ঘ) উড্রো উইলসন
উত্তরঃ ক। আব্রহাম লিংকন
৫৪। পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি কোনটি?
(ক) British Museum Library
(খ) Academy of Science Library
(গ) National Library of Japan
(ঘ) United State Library of Congress
উত্তরঃ ঘ। United State Library of Congress
৫৫। ‘রেনেঁসা’ কথাটির অর্থ কি?
(ক) বার্ধক্য
(খ) পৌঢ়ত্ব
(গ) নবজীবন
(ঘ) মৃত্যু
উত্তরঃ গ। নবজীবন
৫৬। ভূটানের মুদ্রার নাম কি?
(ক) রূপী
(খ) রূপাইয়া
(গ) ডলার
(ঘ) গুলট্রাম
উত্তরঃ ঘ। গুলট্রাম
৫৭। দক্ষিণ আফ্রিকার প্রধান আদিবাসীদের নাম কি?
(ক) কুলু
(খ) জুলু
(গ) মাসাই
(ঘ) মাউরি
উত্তরঃ খ। জুলু
৫৮। এভারেস্ট শৃঙ্গ প্রথম জয় করা হয় কোন সালে?
(ক) ১৯৫০
(খ) ১৯৫১
(গ) ১৯৫২
(ঘ) ১৯৫৩
উত্তরঃ ঘ। ১৯৫৩
৫৯। পৃথিবীর সবচেয়ে বেশি গম উৎপন্ন হয় কোন দেশে?
(ক) চীন
(খ) যুক্তরাষ্ট্র
(গ) কানাডা
(ঘ) ব্রাজিল
উত্তরঃ ক। চীন
৬০। ভলভো কোন দেশের গাড়ি?
(ক) ইতালি
(খ) সুইডেন
(গ) জার্মানি
(ঘ) জাপান
উত্তরঃ খ। সুইডেন
৬১। জাতিসংঘ দিবস পালিত হয় কবে?
(ক) ২৪ আগস্ট
(খ) ২৪ সেপ্টেম্বর
(গ) ২৪ অক্টোবর
(ঘ) ২৪ নভেম্বর
উত্তরঃ গ। ২৪ অক্টোবর
৬২। কমনওয়েলথ এর প্রধান কে?
(ক) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
(খ) জাতিসংঘের মহাসচিব
(গ) ইংল্যান্ডের রাণী
(ঘ) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রি
উত্তরঃ গ। ইংল্যান্ডের রাণী
৬৩। উইরোপীয় ইউনিয়নের কোন দেশ এখনো ‘ইউরো’ গ্রহণ করেনি?
(ক) ফ্রান্স
(খ) জার্মানি
(গ) অস্ট্রিয়া
(ঘ) ইংলান্ড
উত্তরঃ ঘ। ইংলান্ড
৬৪। BIMSTEC এর সদস্য সংখ্যা কত?
(ক) ৪
(খ) ৫
(গ) ৬
(ঘ) ৭
উত্তরঃ ঘ। ৭
৬৫। দক্ষিন এশিয়ার কোন দেশে শিক্ষার হার সর্বোচ্চ?
(ক) শ্রীলংকা
(খ) মালদ্বীপ
(গ) ভারত
(ঘ) বাংলাদেশ
উত্তরঃ খ। মালদ্বীপ
৬৬। ইউনিডো (UNIDO) এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
(ক) টোকিও
(খ) প্যারিস
(গ) নিউইর্য়ক
(ঘ) ভিয়েনা
উত্তরঃ ঘ। ভিয়েনা
৬৭। A.F.P. কোন দেশের সংবাদ সংস্থা?
(ক) ফ্রান্স
(খ) ফ্রান্স জার্মানি
(গ) ইতালি
(ঘ) যুক্তরাষ্ট্র
উত্তরঃ ক। ফ্রান্স
৬৮। নিচের কোন শহরটিকে ঝরনার শহর বলা হয়?
(ক) মিলার
(খ) তাসখন্দ
(গ) জুরিখ
(ঘ) এথেন্স
উত্তরঃ খ। তাসখন্দ
৬৯। অদ্যাবধি বিরাজমান বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?
(ক) অক্সফোর্ড
(খ) ক্যামব্রিজ
(গ) হার্ভার্ড
(ঘ) আল-আজহার
উত্তরঃ ঘ। আল-আজহার
৭০। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
(ক) Bank of America
(খ) Reserve Bank of America
(গ) State Bank of America
(ঘ) Federal Reserve System
উত্তরঃ ঘ। Federal Reserve System
৭১। লিলি ফুল কোন দেশের জাতীয় প্রতীক?
(ক) ফ্রান্স
(খ) অস্ট্রেলিয়া
(গ) থাইল্যান্ড
(ঘ) কানাডা
উত্তরঃ ঘ। কানাডা
৭২। ম্যাক্সিম গোর্কি কে ছিলেন?
(ক) ফরাসি বিজ্ঞানী
(খ) রুশ সাহিত্যিক
(গ) গ্রিক দার্শনিক
(ঘ) ইতালিয়ান জ্যোতির্বিজ্ঞানী
উত্তরঃ খ। রুশ সাহিত্যিক
৭৩। The Audacity of Hope গ্রন্থের রচয়িতা কে?
(ক) Bill Clinton
(খ) Noam Chomsky
(গ) Barak Obama
(ঘ) John Mc Cain
উত্তরঃ গ। Barak Obama
৭৪। নিম্নের কোন দেশ ২০১৫ সালে অনুষ্ঠিত কোপা আমেরিকা ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে?
(ক) ব্রাজিল
(খ) আর্জেন্টিনা
(গ) চিলি
(ঘ) মেক্সিকো
উত্তরঃ গ। চিলি
৭৫। অতি সাম্প্রতিক সময়ে নেপালে সংঘটিত ভূমিকম্পের মাত্রা কত ছিল?
(ক) ৭.৬
(খ) ৭.৭
(গ) ৭.৯
(ঘ) ৮.১
উত্তরঃ গ। ৭.৯