BDS (Dental) Admission Question and Solution (2002-03)
ডেন্টাল ভর্তি পরীক্ষা ২০০২-০৩
১। কোনটি সঠিক নয়?
(ক) অ্যাসিড থাকার কারণে কাঁচা ফল টক হয়
(খ) ফল পাকার মিষ্টি হয় কারণ ফলের স্টাস চিনিতে পরিনত হয়
(গ) ফল পাকাতে শুরু করলে তাতে শ্বসন ক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়
(ঘ) ফল পাকার জন্য বিশেষভাবে এথিলিন দায়ী
উত্তরঃ গ। ফল পাকাতে শুরু করলে তাতে শ্বসন ক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়
২। কোনটি যোজক কলার বৈশিষ্ট্য নয়?
(ক)
(খ)
(গ)
(ঘ)
উত্তরঃ ঘ।
৩। রেডিও ও টেলিভিশনের তরঙ্গ দৈর্ঘ্য নিন্সের কোনটি?
(ক) <0.0005A (খ) 0.1-100A (গ) 4000-7000A (ঘ) > 2.2×105 mm
উত্তরঃ ঘ। > 2.2×105mm
৪। রাষ্ট্রপতি হতে কমপক্ষে কত বছর বয়স হতে হবে?
(ক) ৫০ বছর
(খ) ৪৫ বছর
(গ) ৪০ বছর
(ঘ) ৩৫ বছর
উত্তরঃ ঘ। ৩৫ বছর
৫। “Custodian” শব্দের মানে-
(ক) Doorman
(খ) Announcer
(গ) Caretaker
(ঘ) Personal storage room
উত্তরঃ গ। Caretaker
৬। কোনটি ভাস্কুলার বান্ডল তথা পরিবহণ টিস্যুতন্ত্রের বিভিন্ন প্রকারভেদ এর অন্তভুক্ত নয়?
(ক) হ্যাড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক
(খ) মেডুলারি
(গ) সমদিপাশ্বীয়
(ঘ) সমপাশ্বীয়
উত্তরঃ খ। মেডুলারি
৭। নীচের কোনটি ভেক্টর রাশি নয়?
(ক) কাজ
(খ) বল
(গ) ত্বরণ
(ঘ) সরণ
উত্তরঃ ক। কাজ
৮। নিন্মের কোনটি অতিবৃহৎ অণু?
(ক) Na
(খ) Br
(গ) MnO
(ঘ) SiO2
উত্তরঃ ঘ। SiO2
৯। “সে এমন ভাবে কথা বলে মনে হয় সব জানে”- বাক্যটির সঠিক ইংরেজি হল-
(ক) He talks after knowing everything
(খ) He talks like he knows everything
(গ) He talks knowing everything
(ঘ) He talks as if he knew everything
উত্তরঃ ঘ। He talks as if he knew everything
১০। বিশ্বে সবচেয়ে বেশি আয়ূর দেশ কোনটি?
(ক) যুক্তরাষ্ট্র
(খ) জাপান
(গ) সুইডেন
(ঘ) সুইজারল্যান্ড
উত্তরঃ খ। জাপান
১১। এক মোল সমান কত গ্রাম পানি?
(ক) ১৮.২০ গ্রাম
(খ) ১৭.০২ গ্রাম
(গ) ১৮.০২ গ্রাম
(ঘ) ১৭.০২ গ্রাম
উত্তরঃ গ। ১৮.০২ গ্রাম
১২। ওহমের সূত্রে স্থির থাকে-
(ক) তড়িৎ প্রবাহের মাত্রা
(খ) তাপমাত্রা
(গ) বিভব পার্থক্য
(ঘ) রোধ
উত্তরঃ খ। তাপমাত্রা
১৩। কোনটি উপপর্ব Uniramia-র ইনসেক্টা শ্রেণির বৈশিষ্ট্য নয়?
(ক) দেহ সুস্পষ্ট, বক্ষ ও উদরে বিভক্ত
(খ) এক জোড়া অ্যান্টেনি থাকে
(গ) মস্তক 6টি একীভূত খন্ডে গঠিত
(ঘ) চার জোড়া সন্ধিপদযুক্ত
উত্তরঃ ঘ। চার জোড়া সন্ধিপদযুক্ত
১৪। কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয়?
(ক) ভাইরাসের কোনো নির্দিষ্ট কোষ নেই
(খ) ইহা অতি আণুবীক্ষণিক
(গ) ইহাতে প্রোটোপ্লাজম বিদ্যমান
(ঘ) ইহা কেবলমাত্র সজীব কোষে বংশবৃদ্ধি করে
উত্তরঃ গ। ইহাতে প্রোটোপ্লাজম বিদ্যমান
১৫। “পূর্বদিকে ঘুরেই আমি বাড়িটি পেয়ে গিয়েছিলাম” বাক্যটির সঠিক ইংরেজি হলো-
(ক) Walking towards the east I found the house.
(খ) When I walked towards the east I found the house.
(গ) When I turned east I found the house.
(ঘ) I found the house Walking towards the east.
উত্তরঃ ক। Walking towards the east I found the house.
১৬। নিম্নের কোনটি সমযোজী যৌগসমূহের সাধারণ ধর্মাবলি নয়?
(ক) উদ্বায়িতা
(খ) নিম্নগলনাঙ্ক
(গ) নিম্নস্ফুটনাঙ্ক
(ঘ) দ্রাব্যতা
উত্তরঃ ঘ। দ্রাব্যতা
১৭। লেকল্যান্স কোষ কোন শ্রেণির কোষ?
(ক) গৌণ কোষ
(খ) এক প্রবাহী কোষ
(গ) দ্বি-প্রবাহী কোষ
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ খ। এক প্রবাহী কোষ
১৮। ধমনির ক্ষেত্রে নীচের কোনটি প্রযোজ্য?
(ক) উৎসস্থল কৈশিক জালিকা
(খ) সমাপ্তিস্থল হৃৎপিণ্ড
(গ) কপাটিকা আছে
(ঘ) রক্ত সাধারণত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয়
উত্তরঃ ঘ। রক্ত সাধারণত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয়
১৯। আলোর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভলেনথ প্রায়-
(ক) 480 nm – 870 nm
(খ) 390 nm – 760 nm
(গ) 360 nm – 680 nm
(ঘ) 560 nm -970 nm
উত্তরঃ খ। 390 nm – 760 nm
২০। “Can you suggest an alternative” this proposal? সঠিক preposition দিয়ে বাক্যটির শূন্যস্থান পূরণ কর-
(ক) for
(খ) to
(গ) with
(ঘ) in
উত্তরঃ খ। to
২১। নিম্নের কোনটিতে সঞ্চারশীল ইলেকট্রন রয়েছে?
(ক) কার্বন
(খ) বেনজিন
(গ) হাইড্রোজেন
(ঘ) লোহা
উত্তরঃ খ। বেনজিন
২২। নিম্নের কোনটি মাল্টিমিটার দ্বারা মাপা যায়?
(ক) বিভব পার্থক্য
(খ) তাপমাত্রা
(গ) চৌম্বকত্ব
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ ক। বিভব পার্থক্য
২৩। দ্বিতীয় করোটিক স্নায়ূ কোনটি?
(ক) ভেগাস
(খ) ট্রাইজেমিনাল
(গ) অপটিক
(ঘ) ফেসিয়াল
উত্তরঃ গ। অপটিক
২৪। সবাত শ্বসনের বৈশিষ্ট্য নয়?
(ক) এ প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় না
(খ) অধিক পরিমান কার্বন ডাই- অক্সাইড উৎপন্ন হয়
(গ) এতে পানি উৎপন্ন হয়
(ঘ) এ প্রক্রিয়ায় উচ্চ শ্রেণির উদ্ভিদে ঘটে থাকে
উত্তরঃ ক। এ প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় না
২৫। “He pleased us” বাক্যটির সঠিক Passive Voice হলো-
(ক) We were pleased by him
(খ) We were pleased to him
(গ) We were pleased with him
(ঘ) We were pleased upon him
উত্তরঃ গ। We were pleased with him
২৬। হীরকের কার্বন পরমাণুর-
(ক) sp2 সংকরণ হয়
(খ) sp3 সংকরণ হয়
(গ) sp1 সংকরণ হয়
(ঘ) sp4 সংকরণ হয়
উত্তরঃ খ। sp3সংকরণ হয়
২৭। কোনো বস্তুর চৌম্বকত্ব ধারকত্ব পরিমাপ করা হয়-
(ক) চুম্বকনকারি বলা হয়
(খ) সম্পৃক্ত দ্বারা
(গ) আবিষ্ট চুম্বকত্ব দ্বারা
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ গ। আবিষ্ট চুম্বকত্ব দ্বারা
২৮। কোন ভিটামিনের অভাবে স্কাবি রোগ হয়?
(ক) এ
(খ) ব২
(গ) সি
(ঘ) ডি
উত্তরঃ গ। সি
২৯। ভাইরাসজনিত রোগ নয় কোনটি?
(ক) জল বসন্ত
(খ) ডেঙ্গু
(গ) হাম
(ঘ) টাইফয়েড
উত্তরঃ ঘ। টাইফয়েড
৩০। নিচের কোনটি বহুবচন?
(ক) Analysis
(খ) Bacteria
(গ) Furniture
(ঘ) Vertebra
উত্তরঃ খ। Bacteria
৩১। বন্ধন এননালপির একক কোনটি?
(ক) জুল/মোল
(খ) কিলোজুল
(গ) মোল/কিলোজুল
(ঘ) কিলোজুল/মোল
উত্তরঃ ঘ। কিলোজুল/মোল
৩২। তড়িৎচুম্বকীয় আবেশের আবিষ্কারক-
(ক) ওয়েরেস্টেড
(খ) ফ্যারাডে
(গ) লেনজ
(ঘ) ওহম
উত্তরঃ খ। ফ্যারাডে
৩৩। অগ্ন্যাশয় থেকে নিসৃত পাচক রস কোনটি?
(ক) অ্যামাইলেজ
(খ) টায়ালিন
(গ) লেকটোজ
(ঘ) পিত্ত
উত্তরঃ ক। অ্যামাইলেজ
৩৪। কোলেনকাইমা টিস্যুর কাজ নয় কোনটি?
(ক) খাদ্য সঞ্চয় করে থাকে
(খ) ক্লোরোফিল থাকলে খাদ্য প্রস্তুত করে
(গ) বর্ধিষ্ণু অঙ্গে দৃঢ়তা প্রদান কারি প্রধান টিস্যু হিসাবে কাজ করে
(ঘ) অন্যান্য নরম অঙ্গেও এটি দৃড়তা প্রদান করে
উত্তরঃ ক। খাদ্য সঞ্চয় করে থাকে
৩৫। নিম্নের কোনটি সঠিক?
(ক) Mr. Rahim is blind for his son’s fault.
(খ) Mr. Rahim is blind about his son’s fault.
(গ) Mr. Rahim is blind to his son’s fault.
(ঘ) Mr. Rahim is blind of his son’s fault.
উত্তরঃ গ। Mr. Rahim is blind to his son’s fault.
৩৬। রাসায়নিক সাম্যাবস্থার শর্ত কয়টি?
(ক) একটি
(খ) দুইটি
(গ) তিনটি
(ঘ) চারটি
উত্তরঃ ঘ। চারটি
৩৭। এক্স-রে রশ্মি এর তরঙ্গ দৈঘ্য নিম্নের কোনটি?
(ক) 0.06Å-1400Å
(খ) 0.01Å-1.4Å
(গ) 1000Å-4000Å
(ঘ) উপরের কোনটিই নয়
উত্তরঃ ঘ। উপরের কোনটিই নয়
৩৮। আরশোলার দশ জোড়া স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র নিম্নের কোন রুপে অবস্থিত?
(ক) বক্ষদেশে ৩ জোড়া ও উদরে ৭ জোড়া
(খ) বক্ষদেশে ২ জোড়া ও উদরে ৮ জোড়া
(গ) বক্ষদেশে ১ জোড়া ও উদরে ৯ জোড়া
(ঘ) বক্ষদেশে ৬ জোড়া ও উদরে ৪ জোড়া
উত্তরঃ খ। বক্ষদেশে ২ জোড়া ও উদরে ৮ জোড়া
৩৯। কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তগঠনগত শনাক্তকারী বৈশিষ্ট্য নয়?
(ক) হাইপোডার্মিস নেই
(খ) মজ্জা অত্যন্ত ছোট
(গ) পরিচক্র একসারি দিয়ে গঠিত
(ঘ) মজ্জা অনেক বড়
উত্তরঃ ঘ। মজ্জা অনেক বড়
৪০। “There is no reason __ absent” বাক্যটির শূন্যস্থান পূরণ করুন-
(ক) of
(খ) for
(গ) to be
(ঘ) for being
উত্তরঃ ঘ। for being
৪১। অম্লীয় মাধ্যমে ফেলনফথ্যালিন এর বর্ণ কী?
(ক) বর্ণহীিন
(খ) হলুদ
(গ) লাল
(ঘ) নীল
উত্তরঃ ক। বর্ণহীিন
৪২। এক আলোবর্ষ = কত?
(ক) 6.4×1012km
(খ) 8.3×1016km
(গ) 9.3×108km
(ঘ) 9.4×1012km
উত্তরঃ ঘ। 9.4×1012km
৪৩। নিম্নের কোনটি সরীসৃপ শ্রেণির প্রাণী নয়?
(ক) গোখরা
(খ) টিকটিকি
(গ) কচ্ছপ
(ঘ) সোনাব্যাঙ
উত্তরঃ ঘ। সোনাব্যাঙ
৪৪। প্রোটিন থেকে মোট কয়টি অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়?
(ক) ২০টি
(খ) ২৫টি
(গ) ৬৪টি
(ঘ) ৪৬টি
উত্তরঃ ক। ২০টি
৪৫। শূন্যস্থানে আলোর বেগ নিম্নের কোনটি?
(ক) (3.9986 ± 0.003)×108 m/sec
(খ) (2.9986 ± 0.003)×108 m/sec
(গ) (3.9986 ± 0.003)×106 m/sec
(ঘ) (2.9986 ± 0.003)×106 m/sec
উত্তরঃ খ। (2.9986 ± 0.003)×108m/sec
৪৬। এনোফিলিস মশা কামড়ের সময় ম্যালেরিয়া পরজীবী যে ধাপটি মানুষের শরীরে ঢুকায়-
(ক) স্পোরোজয়েট
(খ) মেরোজয়েট
(গ) ট্রফোজয়েট
(ঘ) ক্রিপ্টোজয়েট
উত্তরঃ ক। স্পোরোজয়েট
৪৭। কোন উদ্ভিদের ক্লোরোফিল নেই?
(ক) ব্যাঙের ছাতা
(খ) ফার্ন
(গ) স্পাইরোগাইরা
(ঘ) ত্রিপ্টোজয়েট
উত্তরঃ ক। ব্যাঙের ছাতা
৪৮। হ্যালোজেন শনাক্তকরণে মূল দ্রবনে যে বিকারক ব্যবহৃত হয় তা হলো-
(ক) AgCl
(খ) FeSO4
(গ) AgNO3
(ঘ) BaCI2
উত্তরঃ গ। AgNO3
৪৯। দীপন ক্ষমতার সমীকরণ হলো-
(ক) Q = 4πP
(খ) Q = 4P
(গ) Q = πP/4
(ঘ) Q = πP2
উত্তরঃ ক। Q = 4πP
৫০। অর্গান অব কর্টির অবস্থান-
(ক) মধ্যকর্ণ
(খ) বহিঃকর্ণ
(গ) ইউট্রিকুলাস
(ঘ) স্যাকুলাস
উত্তরঃ ঘ। স্যাকুলাস
৫১। ক্রেমোটোগ্রাফি কি?
(ক) পৃথকীকরণ পদ্ধতি
(খ) রাসায়নিক পদ্ধতি
(গ) শোষণ পদ্ধতি
(ঘ) তরল পদ্ধতি
উত্তরঃ ক। পৃথকীকরণ পদ্ধতি
৫২। কোন তত্তের সাহায্যে আলোক তড়িৎ নিঃসরণ ব্যাখা করা যায়?
(ক) কলা তত্ত্ব
(খ) তড়িৎ চুম্বকীয় তত্ত্ব
(গ) তরঙ্গ তত্ত্ব
(ঘ) কোয়ান্টাম তত্ত্ব
উত্তরঃ ঘ। কোয়ান্টাম তত্ত্ব
৫৩। কোন ব্যক্তির রক্তচাপ যদি সিস্টোলিক এবং ডায়াস্টোলিক সব সময় পারদতন্ত্রের নিম্নের চেয়ে বেশি হয় তার উচ্চ রক্তচাপ আছে বলা যায়-
(ক) ১৬০/৯০ মি.মি পারদ
(খ) ১৪৫/৮০ মি.মি পারদ
(গ) ১৪০/৭০ মি.মি পারদ
(ঘ) ১৫০/৮৫ মি.মি পারদ
উত্তরঃ ক। ১৬০/৯০ মি.মি পারদ
৫৪। ফল ও বীজ উৎপাদনের শরীরতত্ত্বের ক্ষেত্রে অক্সিজেনের প্রভাব সমন্ধে কোনটি সঠিক নয়?
(ক) অক্সিনের প্রভাবে কোষ দৈঘ্য বৃদ্ধি পায়
(খ) অক্সিন উদ্ভিদ কতৃক অধিক পানি গ্রহণে সহায়তা করে
(গ) অক্সিজন শ্বসন হার হ্রাস করে
(ঘ) অক্সিন মূল সৃষ্টি সূচনা করে
উত্তরঃ গ। অক্সিজন শ্বসন হার হ্রাস করে
৫৫। C6H5COOH তৈরির কাঁচামাল হলো-
(ক) C6H5CN
(খ) CH3I
(গ) (C6H5)2C=O
(ঘ) RCOCI
উত্তরঃ ক। C6H5CN
৫৬। নিম্নের কোনটি মিথ্যা?
(ক) ফোটন ধনাত্মক আদান বিশিষ্ট
(খ) ফোটনের স্থিতি ভর শূন্য
(গ) ফোটনের ভরবেগ আছে
(ঘ) ফোটন আলোর বেগে প্রবাহিত হয়
উত্তরঃ ক। ফোটন ধনাত্মক আদান বিশিষ্ট
৫৭। লসিকার আপেক্ষিক গুরুত্ব হলো-
(ক) ১.১০১০
(খ) ১.০১৫১
(গ) ১.০১৯৪
(ঘ) ১.০১৬৫
উত্তরঃ খ। ১.০১৫১
৫৮। কোনটি হাইড্রাসেরির পর্যায় নয়?
(ক) নিমজ্জিত পর্যায়
(খ) ভাসমান পর্যায়
(গ) চূড়ান্ত অরণ্যভূমি পর্যায়
(ঘ) মস পর্যায়
উত্তরঃ ঘ। মস পর্যায়
৫৯। জ্বর ও ব্যথা উপশমকারী কোনটি?
(ক) অ্যাসপিরিন
(খ) অ্যান্টেবায়োটিক
(গ) স্টেরয়েড
(ঘ) অ্যাসট্রিনজেন
উত্তরঃ ক। অ্যাসপিরিন
৬০। নিউট্রন আবিষ্কার করেন –
(ক) জে. জে টমসন
(খ) চ্যাডউইক
(গ) রাদারফোর্ড
(ঘ) সমারফিল্ড
উত্তরঃ খ। চ্যাডউইক
৬১। নিম্নের কোনটি বৃক্কের কাজ নয়?
(ক) রক্ত থেকে নাইট্রোজেন জাতীয় বর্জ্য অপসারণ করা
(খ) রক্তচাপ নিয়ন্ত্রন করা
(গ) ভিটামিন বি তৈরিতে অংশ নেওয়া
(ঘ) দেহে পানির ভারসাম্য রক্ষা করা
উত্তরঃ গ। ভিটামিন বি তৈরিতে অংশ নেওয়া
৬২। কোনটি পাতার কাজ নয়?
(ক) প্রস্বেদন ও আত্মরক্ষা
(খ) পতঙ্গ ধরা, পানি ও খাদ্য সঞ্চয় করা
(গ) সালোকসংশ্লেষণ, গ্যাস বিনিময়
(ঘ) খাদ্য হজম করা
উত্তরঃ ঘ। খাদ্য হজম করা
৬৩। সাইক্লোহেক্সানোন কে জারিত করলে নিম্নের কোনটি উৎপন্ন হয়?
(ক) সাইক্লোহেক্সানল
(খ) অ্যাডিপিক অ্যাসিড
(গ) ল্যাকটিক অ্যাসিড
(ঘ) অ্যাটিক অ্যাসিড
উত্তরঃ খ। অ্যাডিপিক অ্যাসিড
৬৪। নিউক্লিয়াসের ব্যাস প্রায়-
(ক) 10-10m
(খ) 10-15m
(গ) 10-16m
(ঘ) 10-13m
উত্তরঃ খ। 10-15m
৬৫। প্রপিন থেকে প্রপানোন তৈরিতে ব্যবহৃত হয়?
(ক) PdCl2
(খ) FeCl3
(গ) NaCl
(ঘ) AlCl3
উত্তরঃ ক। PdCl2
৬৬। কোনটি প্রাথমিক সার্কিট নয়?
(ক) কমন বেস সার্কিট
(খ) কমন এমিটার সার্কিট
(গ) কমন লিড সার্কিট
(ঘ) কমন কালেক্টর সার্কিট
উত্তরঃ গ। কমন লিড সার্কিট
৬৭। নিম্নের কোনটি পনসের কাজ?
(ক) স্বাভাবিক শ্বাসক্রিয়ার হারকে নিয়ন্ত্রন করা
(খ) দেহতাপ নিয়ন্ত্রন করা
(গ) ঐচ্ছিক চলাফেরা কে নিয়ন্ত্রন করা
(ঘ) দেহের ভারসাম্য রক্ষা করা
উত্তরঃ ক। স্বাভাবিক শ্বাসক্রিয়ার হারকে নিয়ন্ত্রন করা
৬৮। নিম্নের কোনটি নাইুট্রোজেন চক্রের ধাপ নয়-
(ক) নাইট্রোজেন ফিকজেশন
(খ) ডিকফিকেশন
(গ) আত্তীকরণ
(ঘ) অ্যামেনিফিকেশন
উত্তরঃ খ। ডিকফিকেশন
৬৯। নীচের কোনটি সঠিক?
(ক) লোহিত কণিকায় ভেতরের হিমোগ্লোবিন শরীরের সবখানে অক্সিজেন বহন করে
(খ) রক্তরস কলা থেকে বর্জ্যদ্রব্য বের করে রেচনের জন্য যকৃতে নিয়ে যায়
(গ) মনোসাইট অ্যান্টিবডি উৎপন্ন করে না
(ঘ) মনোসাইট অ্যান্টিবডি উৎপন্ন করে
উত্তরঃ ক। লোহিত কণিকায় ভেতরের হিমোগ্লোবিন শরীরের সবখানে অক্সিজেন বহন করে
৭০। নীচের কোন যৌগ ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন করে?
(ক) N2NC2H5
(খ) C6H6NO2
(গ) C6H5NH2
(ঘ) (H3C)3N
উত্তরঃ গ। C6H5NH2
৭১। কোনটি অ্যামপ্লিফায়ার হিসেবে ব্যবহৃত হয়?
(ক) ডায়োড
(খ) ট্রানজিটর
(গ) LED
(ঘ) সব কটি
উত্তরঃ খ। ট্রানজিটর
৭২। প্রাণিদেহের দীর্ঘতম কোষ কোনটি?
(ক) নিউরন
(খ) নেফ্রোসাইট
(গ) গবলেট কোষ
(ঘ) লোহিত রক্ত কণিকা
উত্তরঃ ক। নিউরন
৭৩। কোনটি অ্যাসিটাইলেটিং বিকারক নয়?
(ক) H3C-CO-Cl
(খ) H3C-CO-O-COCH3
(গ) CH3-CO-NH3
(ঘ) H3C-CO-COCH3
উত্তরঃ ঘ। H3C-CO-COCH3
৭৪। আপেক্ষিক তত্ত্বের আবিষ্কারক কে?
(ক) নিউটন
(খ) গ্যালিলিও
(গ) লরেঞ্জ
(ঘ) আইনস্টাইন
উত্তরঃ ঘ। আইনস্টাইন
৭৫। নিম্নের কোনটি সঠিক?
(ক) অগ্নাশয় একটি থলে
(খ) আরশোলা সর্বভুক প্রাণী
(গ) আরশোলার রক্তের আপেক্ষিক গুরুত্ব 8.0 থেকে 8.5
(ঘ) আরশোলার রক্তের আপেক্ষিক গুরুত্ব 8.0 থেকে 8.8
উত্তরঃ খ। আরশোলা সর্বভুক প্রাণী
৭৬। 1°. 2° এবং 3° অ্যালকোহলের পার্থকরণে ব্যবহৃত হয় ?
(ক) সোডালাইম
(খ) ব্রোমিন পানি
(গ) লুকাস বিকারক
(ঘ) সোডা পানি
উত্তরঃ গ। লুকাস বিকারক
৭৭। নিম্নের কোনটি গ্যাস মাধ্যমে শব্দের বেগের উপর প্রভাব রাখে না?
(ক) ঘনত্ব
(খ) আর্দ্রতা
(গ) তাপমাত্রা
(ঘ) গন্ধ
উত্তরঃ ঘ। গন্ধ
৭৮। জমাটবদ্ধ রক্তের জলীয় অংশকে বলা হয়-
(ক) রক্তরস
(খ) শ্বেতরক্ত কণিকা
(গ) মৃত রক্ত কণিকা
(ঘ) রক্তের সিরাম
উত্তরঃ ঘ। রক্তের সিরাম
৭৯। ইথার সংশ্লেষণে ব্যবহারযোগ্য বিকারক-
(ক) RONa+Rx
(খ) ROH+RCOOH
(গ) RMgX + H+
(ঘ) RONa
উত্তরঃ ঘ। RONa
৮০। নিম্নের কোনটি টানা দেয়া তারের আড় কম্পনের সূত্র নয়?
(ক) দৈর্ঘ্যের সূত্র
(খ) চাপের সূত্র
(গ) টানের সূত্র
(ঘ) ভরের সূত্র
উত্তরঃ খ। চাপের সূত্র
৮১। মস্তিষ্কের কোন অংশে বুদ্ধিমত্তা থাকে?
(ক) সেরিব্রাল হেমিস্ফিয়ার
(খ) মেডুলা অবলংগাটা
(গ) সেরিবেলাম
(ঘ) পনস
উত্তরঃ ক। সেরিব্রাল হেমিস্ফিয়ার
৮২। ফ্রিয়নস এর আণবিক সংকেত কোনটি?
(ক) CF2Cl2
(খ) CHCl3
(গ) CClF2CClF2
(ঘ) CClF2C
উত্তরঃ ক। CF2Cl2
৮৩। নিম্নের কোনটি ক্রান্তি ধ্রুবক এর সাথে সংশ্লিষ্ট নয়?
(ক) ক্রান্তি বিন্দু
(খ) ক্রান্তি চাপ
(গ) ক্রান্তি আয়তন
(ঘ) ক্রান্তি তাপমাত্রা
উত্তরঃ ক। ক্রান্তি বিন্দু
৮৪। শুলিক্রেনন প্রসেস কোন অস্থির অংশ?
(ক) ব্যাঙের ফিমার
(খ) গিনিপিগের হিউমেরাস
(গ) গিনিপিগের রেডিয়াস-আলনা
(ঘ) মনসের ফিউবুলা
উত্তরঃ গ। গিনিপিগের রেডিয়াস-আলনা
৮৫। টারশিয়ারী হ্যালাইড কোনটি
(ক) R2CHX
(খ) R3L-X
(গ) RCH2X
(ঘ) R2X
উত্তরঃ খ। R3L-X
৮৬। দুটি স্থির বস্তুর মধ্যে স্থির ঘর্ষণের সর্বোচ্চ বলকে বলা হয়?
(ক) বিসর্প ঘর্ষণ
(খ) স্থির ঘর্ষণ
(গ) সীমাস্থ স্থির ঘর্ষণ
(ঘ) গতিয় ঘর্ষণ
উত্তরঃ গ। সীমাস্থ স্থির ঘর্ষণ
৮৭। নিচের কোনটি প্লাটিহেলমিনথেস শ্রেণিভূক্ত?
(ক) এসকারিস
(খ) ফ্যাসিওলা
(গ) জিয়ারডিয়া
(ঘ) এন্টারোবিয়াস
উত্তরঃ খ। ফ্যাসিওলা
৮৮। sp2 সঙ্করিত অরবিটালের বন্ধন কোন কত?
(ক) 180°
(খ) 109°
(গ) 120°
(ঘ) 107°
উত্তরঃ গ। 120°
৮৯। নিম্নের কোন সমীকরণটি সংনম্যতা ব্যাখ্যা করে?
(ক) C = 1/K
(খ) C = K
(গ) C = 1/K-1
(ঘ) C = K-1
উত্তরঃ ক। C = 1/K
৯০। পূর্ণবয়স্ক সুস্থ মানুষের বিশ্রামকালে প্রতিমিনিটে শ্বসনের হার-
(ক) 15-20 বার
(খ) 20-24 বার
(গ) 16-20 বার
(ঘ) 14-18 বার
উত্তরঃ ঘ। 14-18 বার
৯১। P উপস্তরের অরবিটালের সংখ্যা কত?
(ক) ৩টি
(খ) ২টি
(গ) ৫টি
(ঘ) ৭টি
উত্তরঃ ক। ৩টি
৯২। পরম শূন্য তাপমাত্রা কোনটি?
(ক) 273°C
(খ) -173°C
(গ) -273°C
(ঘ) 173°C
উত্তরঃ গ। -273°C
৯৩। “বি” রক্ত গ্রুপের লোক যে গ্রুপের রক্ত নিতে পারে-
(ক) A ও O
(খ) A ও AB
(গ) B ও O
(ঘ) AB
উত্তরঃ গ। B ও O
৯৪। গ্যালভানোমিটার সাধারণত কত প্রকার?
(ক) 1 প্রকার
(খ) 2 প্রকার
(গ) 3 প্রকার
(ঘ) 4 প্রকার
উত্তরঃ খ। 2 প্রকার
৯৫। মাতৃদুদ্ধের ক্ষেত্রে যেটি সঠিক নয়-
(ক) সহজ পাচ্যতা
(খ) মায়ের শরীরের ওজন বৃদ্ধিকারক
(গ) সহজ লভ্যতা
(ঘ) রোগ প্রতিরোগ ক্ষমতা সম্পন্ন
উত্তরঃ খ। মায়ের শরীরের ওজন বৃদ্ধিকারক
৯৬। DNA অণুর গটনের আবিষ্কার-
(ক) ওয়াটসন
(খ) লুইপাস্তর ও থিওডোর সোয়ান
(গ) ইউলিয়াম হার্ভে
(ঘ) রবার্ট হুক
উত্তরঃ ক। ওয়াটসন
৯৭। কোনটি হাইড্রোসিরির পর্যায় নয়?
(ক) নিমজ্জিত পর্যায়
(খ) ভাসমান পর্যায়
(গ) চূড়ান্ত অরণ্যভূমি পর্যায়
(ঘ) মস পর্যায়
উত্তরঃ ঘ। মস পর্যায়
৯৮। নিউক্লিয়াসের ব্যাস প্রায়-
(ক) 10-10m
(খ) 10-15m
(গ) 10-16m
(ঘ) 1013cm
উত্তরঃ খ। 10-15m
৯৯। প্রপিন থেকে প্রপানোন তৈরিতে ব্যবহৃত হয়?
(ক) PdCl2
(খ) FeCl3
(গ) NaCl
(ঘ) AlCl3
উত্তরঃ ক। PdCl2
১০০। sp2 সঙ্করিত অরবিটালের বন্ধন কত?
(ক) 180°
(খ) 109°
(গ) 120°
(ঘ) 107°
উত্তরঃ গ। 120°