অষ্টম শ্রেণী বাংলা ব্যকরণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর- দ্বিতীয় পরিচ্ছেদঃধ্বনি ও বর্ণ
পরিচ্ছেদ- ২ ধ্বনি ও বর্ণ
১. বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? ক
ক ২ ভাগে খ ৩ ভাগে
গ ৪ ভাগে ঘ ৫ ভাগে
২. মূর্ধা বর্ণ কোনটি? খ
ক হ খ ড গ ত ঘ ন
৩. শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদান পাওয়া যায় তাকে কী বলে? গ
ক বর্ণ খ অক্ষর
গ ধ্বনি ঘ বাক্য ৪. ‘ম’ ধ্বনির উচ্চারণ স্থান কোথায়? ঘ
ক তালু খ কণ্ঠ
গ দন্তঘ ওষ্ঠ
৫. অন্য ধ্বনির সাহায্য ছাড়া কোন ধ্বনি উচ্চারিত হয়? ক
ক স্বরধ্বনি খ ব্যঞ্জনধ্বনি
গ শীষধ্বনি ঘ ঘোষধ্বনি
৬. ‘দ ন্ত’ ধ্বনি কোনটি? খ
ক এ খ ধ গ ভ ঘ জ
৭. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? ছ
ক ৫টি খ ৭টি
গ ৯টি ঘ ১১টি
৮. ‘অ’ ধ্বনির কত রকম উচ্চারণ দেখা যায়? ক
ক ২ রকম খ ৩ রকম
গ ৪ রকম ঘ ৫ রকম
৯. মূর্ধন্য ধ্বনি কোনটি? খ
ক ফ খ র গ দ ঘ শ
১০. যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হয় না তাকে কী ধ্বনি বলে? খ
ক স্বরধ্বনি খ ব্যঞ্জনধ্বনি
গ সরলধ্বনি ঘ মিশ্রধ্বনি
১১. ‘ছ’ ধ্বনির উচ্চারণ স্থান কোনটি? ক
ক তালু খ ওষ্ঠ
গ কণ্ঠ ঘ দ ন্ত
১২. জিহবামূলীয় ধ্বনি কোনটি? গ
ক ট খ ঢ গ গ ঘ প
১৩. ভাষা প্রয়োগে ধ্বনি সৃষ্টি হয় কিসের সাহায্যে? জ
ক মানসিকতার খ ভাবের
গ বাগ্যন্ত্রের ঘ ইচ্ছার
১৪. কোন শব্দটিতে ‘অ’ ধ্বনির স্বাভাবিক উচ্চারণ হয়েছে? ঘ
ক সুমতি খ নদী
গ নতুন ঘ গয়না
১৫. ‘ঙ’ ধ্বনির উচ্চারণ স্থান কোনটি? ক
ক কণ্ঠ খ তালু
গ মূর্ধা ঘ দ ন্ত
১৬. ‘আ’ ধ্বনির স্বাভাবিক উচ্চারণ কোনটি? ঘ
ক জ্ঞান খ বিখ্যাত
গ জ্ঞাত ঘ আলো
১৭. নিচের কোনটি দন্তধ্বনি? গ
ক ণ খ প
গ ন ঘ চ
১৮. ভাষা উচ্চারণের জন্য তালু, মাড়ি, দাঁত, ঠোঁট, নাক-এগুলোকে কী বলে? খ
ক স্বরযন্ত্র খ বাগ্প্রত্যঙ্গ
গ উচ্চারণতন্ত্র ঘ বাগতন্ত্র
১৯. ‘ঠ’ ধ্বনির উচ্চারণ স্থান কোনটি? ঘ
ক তালু খ জিহবা
গ নাক ঘ মূর্ধা
২০. ‘অ’ ধ্বনির বিকৃত উচ্চারণ রয়েছে নিচের কোন শব্দটিতে? ছ
ক অনেক খ অতি
গ অকাল ঘ অজ
২১. দ ন্ত্য বর্ণ কোনটি? খ
ক ঝ খ স
গ ব ঘ ঙ
২২. ধ্বনির লিখিত প্রতীকের নাম কী? গ
ক চিহ্ন খ অক্ষর
গ বর্ণ ঘ বর্ণমালা
২৩. ‘আ’ ধ্বনির উচ্চারণ স্থান কোনটি? ক
ক কণ্ঠ বা জিহ্বামূল খ কণ্ঠ ও তালু
খ দন্ত ঘ ওষ্ঠ
২৪. কোনটি কণ্ঠৌষ্ঠ্য বর্ণ? ক
ক ও খ ঋ
গ গ ঘ ঙ
২৫. বাংলা ব্যাকরণে বর্ণসমূহের সমষ্টিকে কী বলে? ছ
ক ধ্বনিমালা খ বর্ণমালা
গ বর্ণগুচ্ছ ঘ ধ্বনিগুচ্ছ
২৬. ‘চ’ ধ্বনির উচ্চারণ স্থান কোনটি? ছ
ক কণ্ঠ খ তালু
গ ওষ্ঠ ঘ দ ন্ত
২৭. ‘আ’ ধ্বনির বিকৃত উচ্চারণ কোনটি? ক
ক বিখ্যাত খ আগামী
গ আশা ঘ আমরা
২৮. বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? ঘ
ক ৮টি খ ৯টি
গ ১০টি ঘ ১১টি
২৯. তালব্য বর্ণ কোনটি? গ
ক দ খ ও
গ ঝ ঘ ষ
৩০. ‘ভ’ কী ধরনের বর্ণ? ক
ক ওষ্ঠ্য বর্ণ খ দ ন্ত্য বর্ণ
গ মূর্ধন্য বর্ণ ঘ তালব্য বর্ণ
৩১. ‘এ’ ধ্বনির উচ্চারণ কয় প্রকার? ক
ক ২ প্রকার খ ৩ প্রকার
গ ৪ প্রকার ঘ ৫ প্রকার
৩২. কণ্ঠতালব্য বর্ণ কোনটি? গ
ক ধ খ প
গ এ ঘ ও
৩৩. ‘র’ এর উচ্চারণ স্থান কোনটি? ঘ
ক কণ্ঠ খ তালু
গ ওষ্ঠ ঘ মূর্ধা
৩৪. ‘এ’ ধ্বনির স্বাভাবিক উচ্চারণ কোনটি? জ
ক কেন খ বেলা
গ কেক ঘ এক
৩৫. বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ কয়টি? ক
ক ৩৯টি খ ৪০টি
গ ৪১টি ঘ ৪২টি
৩৬. তালব্য বর্ণ কোনটি? খ
ক ফ খ য়
গ ণ ঘ ড
৩৭. ‘অ’ ধ্বনির বিকৃত উচ্চারণ কোনটি? ক
অভিধান খ অকাল
গ অনেক ঘ কথা
৩৮. ‘ঞ’ বর্ণটির কত রকম উচ্চারণ দেখা যায়? ছ
ক ২ রকম খ ৩ রকম
গ ৪ রকম ঘ ৫ রকম
৩৯. পদের মধ্যে বা শেষে ম-ফলা যুক্ত হলে উচ্চারণে ঐ বর্ণটি দ্বিত্ব হয় এবং সামান্য
নাসিক্যস্বর হয়- এর উদাহরণ কোনটি? ঘ
ক শ্মশান খ স্মরণ গ সম্মান ঘ আত্মীয়
৪০. ‘উ’ ধ্বনিটির উচ্চারণ স্থান কোনটি? গ
ক কণ্ঠ খ তালু
গ ওষ্ঠ ঘ দন্ত
৪১. বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা কত? ঘ
ক ২৫টি খ ২৯টি
গ ৩৯টি ঘ ৫০টি
৪২. বাংলা বর্ণমালায় স্বরবর্ণের লিখিত রূপ কয়টি? ক
ক ২টি খ ৩টি
গ ৪টি ঘ ৫টি
৪৩. ‘এ’ ধ্বনির বিকৃত উচ্চারণ কোনটি? গ
ক একটি খ কেটলি
গ বেলা ঘ মেয়ে
৪৪. স্বরবর্ণের সংক্ষপ্তি রূপকে কী বলে? ক
ক কার খ ফলা
গ মৌল ঘ যৌগ
৪৫. ব্যঞ্জনবর্ণের লিখিত রূপ কয়টি? ক
ক ২টি খ ৩টি
গ ৪টি ঘ ৫টি
৪৬. কোন শব্দটি ‘জ+ঞ’ যুক্ত বর্ণ রয়েছে? ছ
ক ব্যঞ্জন খ জ্ঞান
গ অঞ্চল ঘ বাঞ্ছা
৪৭. শব্দের মধ্যে বা শেষে ব-ফলা যুক্ত হলে যুক্ত ব্যঞ্জনটির দ্বিত্ব উচ্চারণ হয় – এর উদাহরণ
কোনটি? ঘ
ক শ্বাস খ স্বজন
গ দিগ্বিজয় ঘ অশ্ব
৪৮. ব্যঞ্জনবর্ণের সংক্ষপ্তি রূপকে কী বলে? ছ
ক কার খ ফলা
গ মৌল ঘ যৌগ
৪৯. বাংলা বর্ণমালায় ‘কার’ কয়টি? ঘ
ক ৭টি খ ৮টি
গ ৯টি ঘ ১০টি
৫০. বাংলা বর্ণমালায় ‘ফলা’ কয়টি? ক
ক ৬টি খ ৭টি
গ ৮টি ঘ ৯টি
৫১. ‘উৎ’ উপসর্গের সাথে ব-ফলা যুক্ত হলে ব-এর উচ্চারণ বহাল থাকে – এর উদাহরণ
নটি? জ
ক লম্ব খ অশ্ব
গ উদ্বেল ঘ দিগ্বিজয়
৫২. শব্দের প্রথমে ম-ফলা থাকলে সে বর্ণের উচ্চারণের কিছুটা ঝোঁক পড়ে এবং সামান্য
সিক্য স্বর হয়- এর উদাহরণ কোনটি? ঘ
ক আত্মীয় খ বিস্ময়
গ রশ্মি ঘ শ্মশান
৫৩. শব্দের প্রথমে ব-ফলা যুক্ত হলে উচ্চারণে শুধু সে বর্ণের ওপর অতিরিক্ত ঝোঁক পড়ে – এর উদাহরণ কোনটি? খ
ক অশ্ব খ শ্বাস
গ পক্ব ঘ লম্ব
৫৪. গ, ঙ, ট, ন, ণ, ল, বর্ণের সাথে ম-ফলা য্ক্তু হলে ম-এর উচ্চারণ বজায় থাকে। এর উদাহরণ কোনটি? গ
ক বিস্ময় খ আত্মীয়
গ জন্ম ঘ পদ্ম
৫৫. ফুসফুস থেকে আগত বাতাস মুখের বিভিন্ন জায়গায় বাধা পেয়ে কী সৃষ্টি হয়? ক
ক ধ্বনি খ শব্দ
গ বর্ণ ঘ ভাগ
৫৬. স্বরবর্ণের সংক্ষপ্তি রূপ কোনটি? খ
ক ্র খ ৃ
গ ্য ঘ ্
৫৭. কোনটি ব্যঞ্জনবর্ণের সংক্ষপ্তি রূপ? খ
ক া খ ্র
গ ু ঘ ি
৫৮. কোন স্বরবর্ণটি ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হলে সংক্ষপ্তি রূপ পরিগ্রহ করে না? ক
ক অ খ আ
গ ই ঘ উ
৫৯. ‘অপরাহ্ন’ শব্দটিতে কোন ব্যঞ্জনবর্ণের সংক্ষপ্তি রূপ গৃহীত হয়েছে? গ
ক ম খ ন
গ ণ ঘ ল
৬০. ‘বিস্ময়’ শব্দটির সঠিক উচ্চারণ কোনটি? ঘ
ক বিস্ময় খ বিসয়
গ বিসমোয় ঘ বিস্শঁয়
৬১. নিচের কোনগুলো ওষ্ঠ্য বর্ণ? ঘ
ক ক খ গ ঘ ঙ খ ট ঠ ড ঢ ণ
গ ত থ দ ধ ন ঘ প ফ ব ভ ম
৬২. কোন স্বরবর্ণটির কোনো সংক্ষপ্তি রূপ নেই? গ
ক ই খ ঈ গ অ ঘ আ
৬৩. ব্যঞ্জন বর্ণের ফলার চিহ্ন ক’টি? গ
ক ৪টি খ ৫টি গ ৬টি ঘ ৭টি
৬৪. স্বরবর্ণের ‘কার’ চিহ্ন কয়টি? গ
ক ৮টি খ ৯টি
গ ১০টি ঘ ১১টি
৬৫. বাংলাভাষায় মোট কয়টি ‘কারের’ ব্যবহার আছে? ক
ক দশটি খ নয়টি
গ আটটি ঘ সাতটি
৬৬. বাংলা স্বরবর্ণ কয়টি? খ
ক ৯টি খ ১১টি
গ ১৩টি ঘ ১৫টি
৬৭. বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? ঘ
ক পাঁচ খ চার
গ তিন ঘ দুই
৬৮. উচ্চারণস্থান অনুসারে ক ও খ বর্ণ দুটি কোন ধরনের ধ্বনি? ক
ক কণ্ঠ্য ধ্বনি খ মূর্ধণ্য ধ্বনি
গ দ ন্ত্য ধ্বনি ঘ তালব্য ধ্বনি
৬৯. ব্যঞ্জনবর্ণের ‘ফলা’ চিহ্ন কয়টি? গ
ক চারটি খ তিনটি
গ ছয়টি ঘ পাঁচটি
৭০. ব্যঞ্জন বর্ণের সংক্ষপ্তি রূপকে কী বলে? ক
ক ফলা খ কার
গ পদ ঘ অল্প প্রাণ
৭১. ‘ঞ’ এর উচ্চারণ কয় রকমের হয়? খ
ক দুই খ তিন গ চার ঘ পাঁচ
৭২. ‘এ’ ধ্বনির বিকৃত উচ্চারণ রয়েছে কোন শব্দে? ঘ
ক মেষ খ বেগুন গ মেয়ে ঘ বেলা
৭৩. কোনগুলো কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ? ক
ক অ, আ খ ই, ঈ গ উ, ঊ ঘ ঋ, ট