অষ্টম শ্রেণী বাংলা ব্যকরণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর- তৃতীয় পরিচ্ছেদঃ সন্ধি
তৃতীয় পরিচ্ছেদঃ সন্ধি
১. কিসের মিলনে সন্ধি সৃষ্টি হয়? গ
ক পদের খ শব্দের
গ ধ্বনির ঘ বর্ণের
২. বাংলা সন্ধি কত প্রকার? ক
ক ২ প্রকার খ ৩ প্রকার
গ ৪ প্রকার ঘ ৫ প্রকার
৩. সন্ধিতে ধ্বনির কত ধরনের মিলন হয়? ছ
ক ৩ ধরনের খ ৪ ধরনের
গ ৫ ধরনের ঘ ৬ ধরনের
৪. সন্ধির কাজ কয়টি? গ
ক ২টি খ ৩টি
গ ৪টি ঘ ৫টি
৫. সন্ধির ফলে কোনটি ঘটে? ঘ
ক বাক্য সৃষ্টি খ ছন্দ সৃষ্টি
গ অলংকার সৃষ্টি ঘ শব্দের সৃষ্টি
৬. ‘মিথ্যুক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ক
ক মিথ্যা+উক খ মিথ্যা+নক
গ মিথ্যা+অক ঘ মিথ্যু+উক
৭. সন্ধির ফলে কী সহজ হয় ঘ
ক ভাষা খ শব্দ
গ বাক্য ঘ উচ্চারণ
৮. সন্ধিতে আ+আ = কী হয়? খ
ক অ খ আ
গ ই ঘ উ
৯. সন্ধির কাজ কোনটি? ক
ক ভাষা সংক্ষপ্তি করা খ বাক্য গঠন
গ পদের বিন্যাস ঘ ধ্বনি পরিবর্তন
১০. ‘গবেষণা’-শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ছ
ক গবি+এষণা খ গো+এষণা
গ গবে + ষনা ঘ গ+বেষনা
১১. ‘পবিত্র’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ক
ক পো+ইত্র খ পরি+ইত্র
গ পো+ঈত্র ঘ পবী+ইত্র
১২. সন্ধির ফলে কী ভালো লাগে? ঘ
ক পড়তে খ বলতে
গ করতে ঘ শুনতে
১৩. সঠিক সূত্র কোনটি? ক
ক অ+অ=আ খ অ+অ=অ
গ অ+আ=এ ঘ আ+অ=ঐ
১৪. অ+আ হয়েছে কোনটিতে? গ
ক নবান্ন খ পরমাণু
গ জলাশয় ঘ কথামৃত
১৫. ‘অতীত’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ক
ক অতি+ইত খ অতী+ইত
গ অতি+ঈত ঘ অতী+ঈত
১৬. ‘পরীক্ষা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ক
ক পরি+ঈক্ষা খ পরী+ঈক্ষা
গ পরি+ইক্ষা ঘ পড়ী+ঈক্ষা
১৭. ঈ+ই = কী হয়? খ
ক ই খ ঈ
গ এ ঘ ঐ
১৮. বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দের সন্ধি কত প্রকার? ছ
ক ২ প্রকার খ ৩ প্রকার
গ ৪ প্রকার ঘ ৫ প্রকার
১৯. ব্যঞ্জন সন্ধির উদাহরণ কোনটি? ঘ
ক রুপালি খ কুড়িক
গ মিথ্যুক ঘ কাঁচকলা
২০. স্বরসন্ধির উদাহরণ কোনটি? গ
ক ছোড়দা খ উচ্চারণ
গ নদ্যম্বু ঘ আন্না
২১. আ+অ=আ হয় এর উদাহরণ কোনটি? ঘ
ক পাঠাগার খ জলাশয়
গ পরমাণু ঘ কথামৃত
২২. ‘শচীন্দ্র’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? জ
ক শচি+ইন্দ্র খ শচি+ঈন্দ্র
গ শচী+ইন্দ্র ঘ শচী+ঈন্দ্র
২৩. উ+উ = কী হয়? খ
ক উ খ ঊ
গ ঈ ঘ ই
২৪. ‘মরুদ্যান’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? গ
ক মরু+ঊদ্যান খ মরূ+উদ্যান
গ মরু+উদ্যান ঘ র্ম+উদ্দ্যান
২৫. সন্ধিতে অ+ই = কী হয়? ঘ
ক আ খ ই
গ অ ঘ এ
২৬. ‘স্বেচ্ছা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ক
ক স্ব+ইচ্ছা খ সু+ই্চ্ছা
গ স্বে+ইচ্ছা ঘ সো+ইচ্ছা
২৭. আ+ঈ = এ এর উদাহরণ কোনটি? ক
ক মহেশ্বর খ অপেক্ষা
গ যথেষ্ট ঘ স্বেচ্ছা
২৮. অ+উ = কী হয়? গ
ক ঊ খ উ
গ ও ঘ ঔ
২৯. আ+উ = ও এর উদাহরণ কোনটি? খ
ক চলোমি খ কথোপকথন
গ সুর্যোদয় ঘ মহোর্মি
৩০. অ+ঋ = অর( র্ ) এর উদাহরণ কোনটি? ঘ
ক শীতার্ত খ রাজর্ষি
গ ক্ষুধার্ত ঘ দেবর্ষি
৩১. সন্ধিতে আ+ঐ = কী হয়? খ
ক এ খ ঐ
গ অ ঘ আ
৩২. অ+এ = ঐ এর উদাহরণ কোনটি? ক
ক জনৈক খ তথৈব
গ মতৈক্য ঘ মহৈশ্বর্য
৩৩. অ+ঔ = কী হয়? গ
ক অ খ ও
গ ঔ ঘ ঐ
৩৪. আ+ঔ = ঔ এর উদাহরণ- ঘ
ক জলৌকা খ মহৌষধি
গ চিত্তৌদার্য ঘ মহৌষধ
৩৫. ‘নদ্যম্বু’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ছ
ক নদি+অম্বু খ নদী+অম্বু
গ নদ্+অম্বু ঘ নদ্+আম্বু
৩৬. ‘মস্যাধার’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ক
ক মসী+আধার খ মসি+আধার
গ মশী+আধার ঘ মস্+আধার
৩৭. ‘স্বল্প’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ছ
ক স্ব+অল্প খ সু+অল্প
গ শু+অল্প ঘ শ+অল্প
৩৮. ‘অন্বেষণ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? গ
ক অনূ+এষণ খ অণু+এষণ
গ অনু+এষণ ঘ অনু+এষন
৩৯. ‘স্বাগত’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ক
ক সু+আগত খ স্ব+আগত
গ শু+আগত ঘ সূ+আগত
৪০. ‘তন্বী’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ঘ
ক তনূ+ই খ তনু+ই
গ তনূ+ঈ ঘ তনু+ঈ
৪১. কোনো কোনো ক্ষেেত্র সন্ধির বিসর্গ লোপ হয় না- এর উদাহরণ কোনটি? গ
ক চতুঃ+কোণ খ বহিঃ+কার
গ শিরঃ+পীড়া ঘ নিঃ+পাপ
৪২. বিসর্গসন্ধি কত প্রকার? ক
ক ২ প্রকার খ ৩ প্রকার
গ ৪ প্রকার ঘ ৫ প্রকার
৪৩. ‘নায়ক’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ঘ
ক নে+অক খ নৌ+অক
গ নয়+অক ঘ নৈ+অক
৪৪. ‘ষড়ানন’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ঘ
ক ষড়+আনন খ ষড়+আণন
গ ষড্+আনন ঘ ষট্+আনন
৪৫. উচ্চারণের দিক থেকে বিসর্গসন্ধি কোন প্রকার? ঘ
ক ‘ম’ জাত ‘র’ জাত খ ‘র’ জাত ‘ত’ জাত
গ ‘চ’ জাত ‘প’ জাত ঘ ‘র’ জাত ‘স’ জাত
৪৬. ‘অ’ ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে ‘অ’ ধ্বনি থাকলে বিসর্গ ও অ-ধ্বনি স্থলে ও-কার হয় এর উদাহরণ- ক
ক বয়োধিক খ তপোবন
গ দুর্যোগ ঘ মনোহর
৪৭. ‘শঙ্কা’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? গ
ক সোম্+কা খ শোম্+কা
গ শম্+কা ঘ সম্+কা
৪৮. অ-ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে অ, আ, উ-ধ্বনি থাকলে বিসর্গ ও অ-ধ্বনি মিলে ‘র’
য়-এর উদাহরণ- ছ
ক পুনর্বার খ প্রাতরাশ
গ কন্নর ঘ সংহার
৪৯. ‘ষড়যন্ত্র’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ঘ
ক ষড়+যন্ত্র খ ষর+যন্ত্র
গ ষড্+যন্ত্র ঘ ষট্+যন্ত্র
৫০. ‘উন্নতি’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? গ
ক উন+নতি খ উন+নতি
গ উৎ+নতি ঘ উৎ+ণতি
৫১. ‘নবান্ন’ শব্দটি সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক
ক নব + অন্ন খ নবা + অন্ন
গ ন + বান্ন ঘ নবা + আন্ন
৫২. ‘আশাতীত’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ছ
ক আশা + তীত খ আশা + অতীত
গ আশা + অতীত ঘ আশ + তীত
৫৩. ‘কুজ্ঝটিকা’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোটি? গ
ক কুজ + ঝটিকা খ কু + ঝটিকা
গ কুৎ + ঝটিকা ঘ কুজ্ঝ + টিকা
৫৪. ‘উড্ডীন’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক
ক উৎ + ডীন খ উড্ + ডীন
গ উড্ + ডিন ঘ উড্ডী + ইন
৫৫. ‘দিগ ন্ত’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? গ
ক দিগ্ + অন্তখ দি + গ ন্ত
গ দিক্ + অন্তঘ দিক্ + গ ন্ত
৫৬. ‘রবীন্দ্র’-এর সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি? গ
ক রবী + ইন্দ্র খ রবি + ইন্দ্র
গ রবি + ইন্দ্র ঘ রবী + ইন্দ্র
৫৭. ‘পরীক্ষা’-এর সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি? খ
ক পরী + ইক্ষা খ পরি + ঈক্ষা
গ পরি + ইক্ষা ঘ পরী + ঈক্ষা
৫৮. ‘অপেক্ষা’ এর সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি? গ
ক অপ + ইক্ষা খ অপ + এক্ষা
গ অপ + ঈক্ষা ঘ অ + পেক্ষা
৫৯. ‘শিরঃ + ছেদ’ এর সঠিক সন্ধি কোনটি? ক
ক শিরশ্ছেদ খ শিরঃছেদ
গ শিরঃশ্চেদ ঘ শিরচ্ছেদ
৬০. ‘স্বেচ্ছা’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক
ক স্ব + ইচ্ছা খ সু + ইচ্ছা
গ স + ইচ্ছা ঘ শ্ব + ইচ্ছা
৬১. ‘শীতার্ত’ শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি? ঘ
ক শীত + আর্ত খ শীত + অর্ত
গ শীতা + ঋত ঘ শীত + ঋত
৬২. ‘ভাবুক’ শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি? ক
ক ভৌ + উক খ ভো + উক
গ ভাব + উক ঘ ভু + উক
৬৩. ঈ + ঈ = ঈ এই নিয়মে সাধিত শব্দ কোনটি? গ
ক পরীক্ষা খ রবীন্দ্র
গ শ্রীশ ঘ অধীশ্বর
৬৪. ‘সুব ন্ত’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি? ক
ক সুপ্ + অন্তখ সু + ব ন্ত
গ সুব + অন্তঘ সু + অ ন্ত
৬৫. ‘মস্যাধার’-এর সন্ধি-বিচ্ছেদ কোনটি? গ
ক মসি + আধার খ মস্যা + আধার
গ মসী + আধার ঘ মস্য + আদার