অষ্টম শ্রেণী বাংলা ব্যকরণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর- পরিচ্ছেদ- ৪র্থ    শব্দ ও পদ

পরিচ্ছেদ- ৪     শব্দ ও পদ

 
১. শব্দের সাথে কী যুক্ত হলে পদের সৃষ্টি হয়?     খ
 ক প্রত্যয়        খ বিভক্তি
 গ অনুসর্গ       ঘ উপসর্গ
২. শব্দের প্রাণ কোনটি?      গ
 ক ভাষা        খ ধ্বনি
 গ অর্থ       ঘ পদ
৩. বিভক্তিগুলো কোথায় যুক্ত হয়?     ক
 ক শব্দের শেষে        খ বাক্যের শেষে
 গ ধ্বনির শেষে       ঘ প্রত্যয়ের শেষে
৪. ‘লিঙ্গ’ শব্দের অর্থ কী?     ক
 ক চিহ্ন        খ সংখ্যা
 গ জানানো       ঘ বোঝানো
৫. সর্বদাই স্ত্রীবাচক শব্দ কোনটি?      ঘ
 ক শিক্ষকিা        খ জায়া
 গ কন্যা       ঘ সতীন
৬. সর্বদাই পুরুষবাচক শব্দ কোনটি?     ক
 ক কবিরাজ        খ পণ্ডিত
 গ সৈন্য       ঘ সেবক
৭. উভয়লিঙ্গবাচক শব্দ কোনটি?      গ
 ক ডাক্তার        খ শিক্ষক
 গ মানুষ       ঘ উকিল
৮. ভিন্ন শব্দযোগে স্ত্রীবাচক শব্দ হয় কোনটির?     ঘ
 ক কোকিল        খ চঞ্চল
 গ চাচা       ঘ বাবা
৯. কোনটি লিঙ্গ শব্দের অর্থ?     ক
 ক লক্ষণ        খ পরিচয়
 গ প্রকাশ       ঘ প্রচার
১০. নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?     খ
 ক শিষ্যা        খ সৎমা
 গ প্রিয়া       ঘ সরলা
১১. কখনও কখনও ভিন্ন শব্দ যোগেও স্ত্রীবাচক শব্দ গঠিত হয়- এর উদারহণ কোনটি?     খ
 ক নবীনা        খ ছেলে
 গ শিশু       ঘ মানবী
১২. নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?      গ
 ক দাদা        খ চতুর
 গ কৃতদার       ঘ কোকিল
১৩. শব্দের আগে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ জুড়ে দিয়ে লিঙ্গা ন্তর করতে হয়- এর উদাহরণ
নটি?     ক
 ক পুরুষ মানুষ        খ আধুনিক
 গ নান       ঘ রাক্ষস
১৪. নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?      ঘ
 ক জেলেনী        খ মাননীয়া
 গ নবীনা       ঘ সধবা
১৫. ‘অকৃতদার’ কী ধরনের শব্দ?     খ
 ক নিত্য স্ত্রীবাচক        খ নিত্য পুরুষ
 গ উভয় লিঙ্গবাচক       ঘ ক্লীব লিঙ্গবাচক
১৬. ‘মহিলা’ শব্দটি যুক্ত করে স্ত্রীবাচক শব্দ হয় কোন পুরুষবাচক শব্দের?     ক
 ক কবি        খ কোকিল
 গ নবীন       ঘ দাস
১৭. উভয়লিঙ্গবাচক শব্দ কোনটি?      গ
 ক সুন্দর        খ বিদ্বান
 গ শিশু       ঘ ছেলে
১৮. নিচের কোনটি ক্লীবলিঙ্গ?      গ
 ক বালক        খ জেলে
 গ বই       ঘ ছাত্র
১৯. শব্দের শেষে ‘আ’ প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ হয়েছে কোনটি?     ক
 ক আধুনিক        খ অনাথ
 গ নাগ       ঘ ঠাকুর
২০. নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?     খ
 ক মেয়ে        খ এয়ো
 গ বিদুষী       ঘ মা
২১. নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?      গ
 ক কর্তা        খ বাবা
 গ বিপত্নীক       ঘ বুড়া
২২. ভিন্ন শব্দযোগে স্ত্রীবাচক শব্দ হয়েছে কোনটিতে?     ঘ
 ক সুন্দরী        খ বালিকা
 গ সিংহ       ঘ নারী
২৩. পুরুষবাচক শব্দের শেষে ‘অত’ থাকলে স্ত্রীবাচকে কী হয়?     গ
 ক অতি        খ মতি
 গ অতী       ঘ মতী
২৪. ‘ইনী’ প্রত্যয়যোগে স্ত্রীবাচক শব্দ হয়েছে কোনটিতে?     ঘ
 ক কামারনী        খ কুমারনী
 গ হরিণী       ঘ বাঘিনী
২৫. উভয়লিঙ্গবাচক শব্দ কোনটি?      গ
 ক রাক্ষস        খ দাস
 গ সন্তান       ঘ নর
২৬. কোন পুরুষবাচক শব্দের আগে ‘মহিলা’ শব্দযোগে স্ত্রীবাচক শব্দ হয়?     খ
 ক বৃদ্ধ        খ কবি
 গ ঠাকুর       ঘ হরিণ
২৭. নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?      ঘ
 ক বিদুষী        খ বাঙালি
 গ সরলা       ঘ দাই
২৮. নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?      গ
 ক বৃদ্ধ        খ সৈন্য
 গ স্ত্রৈণ       ঘ ধাতা
২৯. ক্লীবলিঙ্গবাচক শব্দ কোনটি?     খ
 ক ঠাকুর        খ খাতা
 গ চতুর       ঘ অজ
৩০. শব্দের শেষে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যোগ করে স্ত্রীবাচক শব্দ কোনটি?     ক
 ক ঠাকুরঝি        খ ঠাকুরুণ
 গ ঠাকুরাইন       ঘ ঠাকুরানী
৩১. কোন শব্দটিকে ‘ঈ’ প্রত্যয় যুক্ত করে স্ত্রীবাচক শব্দ করা হয়?       ক
 ক দাস        খ চঞ্চল গ নানা       ঘ মামা
৩২. ‘আনী’ প্রত্যয় যুক্ত হয় কোনটিতে?     ঘ
 ক মান        খ শূদ্র গ হিম       ঘ নাপিত
৩৩. পুরুষবাচক শব্দের শেষে ‘বান’ থাকলে স্ত্রীবাচকে তা কী হয়?     গ
 ক বনি        খ বনী গ বতী       ঘ বতি
৩৪. পুরুষবাচক শব্দের শেষে ‘তা’ থাকলে স্ত্রীবাচকে কী হয়? খ
 ক তি        খ ত্রী গ তী       ঘ ত্রি
৩৫. ‘নী’ প্রত্যয় যুক্ত হয়নি কোনটিতে?     গ
 ক জেলেনী        খ ধোপানী
 গ ভাগনী       ঘ কামারনী
 ক দাই        খ ছাত্রী গ ময়ূর       ঘ ইন্দ্রানী
৩৭. ভিন্ন শব্দযোগে স্ত্রীবাচক শব্দ কোনটি?     গ
 ক চতুরা        খ প্রিয়া গ বোন       ঘ ঝি
৩৮. কোন পুরুষবাচক শব্দের আগে ‘মহিলা’ যোগ করে স্ত্রীবাচক করতে হয়?     ক
 ক ডাক্তার        খ উকিল
 গ ইঞ্জিনিয়ার       ঘ দোকানদার
৩৯. পুরুষবাচক শব্দের শেষে ‘মান’ থাকলে
স্ত্রীবাচকে কী হয়?     গ
 ক মানি        খ মানী গ মতি       ঘ মতী
৪০. ‘নী’ প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে?     খ
 ক বিদেশিনী        খ কুমারনী
 গ অনাথিনী       ঘ মানিনী
৪১. ক্লীবলিঙ্গবাচক শব্দ কোনটি?      ঘ
 ক স্ত্রৈণ        খ ইন্দ্র গ শূদ্র       ঘ চেয়ার
৪২. ভিন্ন শব্দযোগে স্ত্রীবাচক শব্দ হয়েছে কোনটিতে? খ
 ক তরুণী        খ বিবি গ সুন্দরী       ঘ হরিণী
৪৩. ‘আ’ প্রত্যয়যোগে স্ত্রীবাচক শব্দ হয়েছে কোনটির?     ক
 ক সরলা        খ নায়িকা গ শিক্ষকিা       ঘ সেবিকা
৪৪. পুরুষবাচক শব্দের শেষে ‘ঈয়ান’ থাকলে স্ত্রীবাচকে কী হয়?     ক
 ক ঈয়সী        খ ইয়সী গ ঈয়সি       ঘ ইয়সি
৪৫. কোনো কোনো শব্দের শেষে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়-
র উদাহরণ কোনটি?     গ
ক প্রবীণা        খ চতুরা গ বোনঝি       ঘ বিদুষী
৪৬. উভয় লিঙ্গবাচক শব্দ কোনটি?     ক
 ক বাঙালি        খ প্রবীণ
 গ অকৃতদার       ঘ ঢাকী
৪৭. ‘গরীয়ান’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? খ
 ক গরিয়সী        খ গরীয়সী
 গ গরিয়সি       ঘ গরীয়সি
৪৮. ‘ইকা’ প্রত্যয় যোগে স্ত্রীচক শব্দ হয়েছে কোনটি?     গ
 ক মানবিকা        খ চয়নিকা
 গ গায়িকা       ঘ সোনালিকা
৪৯. কোন পুরুষবাচক শব্দটির শেষে ‘ত্রী’ যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়?      ঘ
 ক কথা        খ সুতা গ মাথা       ঘ ধাতা
৫০. শব্দের আগে পুরুষবাচক বা স্ত্রীবাচক শব্দ     গুড়ে দিয়ে লিঙ্গা ন্তর করতে হয়-এর
দাহরণ কোনটি?     গ
 ক মহিলা ডাক্তার        খ নারী সৈন্য
 গ মাদি ঘোড়া       ঘ নারী সভ্য
৫১. ‘বচন’ অর্থ কী?     খ
 ক বিষয়ের ধারণা        খ সংখ্যার ধারণা
 গ ব্যাকরণের ধারণা       ঘ পদের ধারণা
৫২. বাংলা ভাষায় বচন কত প্রকার?     খ
 ক এক        খ দুই গ তিন       ঘ চার
৫৩. ‘গল্প’ শব্দের সাথে কোন বহুবচনবোধক শব্দ বসবে?     গ
 ক মালা        খ দল গ গুচ্ছ       ঘ ঝাঁক
৫৪. ‘শৈবাল’ শব্দের সাথে কোন বহুবচনবোধক শব্দ বসবে?     ক
 ক দাম        খ আবলি গ সব       ঘ সমূহ
৫৫. ‘গ্রন্থ’ শব্দের সাথে কোন বহুবচনবোধক শব্দ বসবে?     ঘ
 ক রাশি        খ পুঞ্জ গ শ্রেণি       ঘ রাজি
৫৬. বহুবচন প্রকাশক বিভক্তি কোনটি?     খ
 ক নানা        খ গুলো গ গাছা       ঘ দল
৫৭. বহুবচন প্রকাশক শব্দ কোনটি?     ক
 ক সব        খ রাজি গ দের       ঘ টা
৫৮. বহুবচন প্রকাশক নির্দেশক কোনটি?     ঘ
 ক কুল        খ বহু গ রা       ঘ টি
৫৯. বহুবচন প্রকাশক সমষ্টিবাচক শব্দ কোনটি?     গ
 ক প্রচুর        খ এরা গ বর্গ       ঘ খান
৬০. একবচনরূপে প্রয়োগ করে বহুবচন বোঝাচ্ছে নিচের কোন বাক্যটিতে?      গ
 ক আমি যাব        খ রহিম খেলে
 গ মানুষ মরণশীল       ঘ অপু পড়ে
৬১. কেবল কোন কোন পদের বচনভেদ হয়?খ
 ক বিশেষ্য বিশেষণের        খ বিশেষ্য সর্বনামের
 গ ক্রিয়া-সর্বনামের       ঘ ক্রিয়া-অব্যয়ের
৬২. উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে কোনটি বসে?     ঘ
 ক কুল         খ নিকর গ সকল       ঘ বর্গ
৬৩. প্রাণি-অপ্রাণি উভয় ক্ষেেত্র বহুবচন প্রকাশে কোনটি বসে?     ক
 ক সমূহ        খ রাজি গ দাম       ঘ গণ
৬৪. কেবল অপ্রাণিবাচক শব্দের বহুবচনে কোনটি বসে?     গ
 ক গণ        খ গুলো গ মালা       ঘ সব
৬৫. পদ কত প্রকার?      ঘ
 ক দুই        খ তিন গ চার        ঘ পাঁচ
৬৬. সংজ্ঞাবাচক বিশেষ্য পদ কোনটি?     খ
 ক পাখি        খ পদ্মা গ বই       ঘ গাছ
৬৭. কোনটি শ্রেণিবাচক বিশেষ্য পদ?     ক
 ক কবি        খ শালিক গ হাঁস       ঘ বাঘ
৬৮. ভাববাচক বিশেষ্য পদের উদাহরণ কোনটি?     গ
 ক ঢাকা        খ নজরুল গ গমন       ঘ মাছ
৬৯. ‘ময়না’ কী ধরনের বিশেষ্য পদ?     ক
 ক সংজ্ঞাবাচক        খ শ্রেণিবাচক
 গ ভাববাচক       ঘ সমষ্টিবাচক
৭০. সমষ্টিবাচক বিশেষ্য পদ কোনটি?     ঘ
 ক পবর্ত        খ ভেড়া গ সাগর       ঘ দল
৭১. ব্যক্তিবাচক সর্বনাম পদ কোনটি?     ঘ
 ক কিসে        খ কেহ গ সব       ঘ তারা
৭২. ‘সেগুলো’ কী ধরনের সর্বনাম পদের উদাহরণ? খ
 ক ব্যক্তিবাচক        খ নির্দেশক
 গ সাকল্যবাচক       ঘ সাপেক্ষ
৩. সাপেক্ষ সর্বনাম কোনটি?     ক
 ক যা-তা        খ নির্দেশক গ কাদের       ঘ অপর
৭৪. ‘আপনি’ কী ধরনের সর্বনাম?     খ
 ক অনির্দেশক        খ আত্মবাচক
 গ অন্যাদিবাচক       ঘ প্রশ্নসূচক
৭৫. যে ক্রিয়া দ্বারা বাক্য সমাপ্ত হয় না- তাকে কী ক্রিয়া বলে? খ
 ক সমাপিকা        খ অসমাপিকা
 গ সকর্মক       ঘ অকর্মক
৭৬. “শিক্ষক ছাত্রদের বাংলা পড়াচ্ছেন” এ বাক্যে কোন ক্রিয়াপদ রয়েছে?      গ
 ক সকর্মক        খ অকর্মক
 গ দ্বিকর্মক       ঘ প্রযোজক
৭৭. “সাইরেন বেজে উঠল”- এ বাক্যে কোন ক্রিয়া রয়েছে?     ঘ
 ক সমাপিকা        খ অসমাপিকা
 গ প্রযোজক       ঘ যৌগিক
৭৮. ক্রিয়াপদের মূল অংশকে কী বলে?     গ
 ক পদ        খ বিভক্তি গ ধাতু       ঘ বচন
৭৯. কোন বাক্যে অকর্মক ক্রিয়াপদ রয়েছে?     ঘ
 ক সে পাস করে গেল         খ সাপুড়ে সাপ খেলায়
 গ মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন        ঘ সেলিমা বেগম বাড়ি যায়
৮০. ধাতু কত প্রকার?      গ
 ক এক প্রকার        খ দুই প্রকার
 গ তিন প্রকার       ঘ চার প্রকার
৮১. কোনটি মৌলিক ধাতু?      ঘ
 ক বলা        খ ভয় পা    গ দেখা       ঘ চল্
৮২. মৌলিক ধাতু কত প্রকার?      গ
 ক এক প্রকার        খ দুই প্রকার
 গ তিন প্রকার       ঘ চার প্রকার
৮৩. সাধিত ধাতুর উদাহরণ কোনটি?     ক
 ক করা        খ র্ক
 গ গান কর       ঘ তাল কর
৮৪. সাধিত ধাতু কত প্রকার?      গ
 ক এক প্রকার        খ দুই প্রকার
 গ তিন প্রকার       ঘ চার প্রকার
৮৫. কোনটি যৌগিক ধাতুর উদাহরণ?     ঘ
 ক বল্        খ শুন্ গ দেখ্       ঘ মার খা
৮৬. ক্রিয়ার কাল কত প্রকার?     খ
 ক দুই প্রকার        খ তিন প্রকার
 গ চার প্রকার       ঘ পাঁচ প্রকার
৮৭. বর্তমান কাল কত প্রকার?     ক
 ক তিন প্রকার        খ চার প্রকার
 গ পাঁচ প্রকার       ঘ ছয় প্রকার
৮৮. “ছেলেরা এখন ফুটবল খেলছে”- কোন কালের উদাহরণ? খ
 ক সাধারণ বর্তমান        খ ঘটমান বর্তমান
 গ পুরাঘটিত বর্তমান       ঘ অতীত কাল
৮৯. ‘গরু’ শব্দের সাথে কোন বহুবচনবোধক শব্দ বসবে?     গ
 ক মালা        খ দল গ পাল       ঘ ঝাঁক
৯০. বহুবচন প্রকাশক শব্দ কোনটি?     ক
 ক হরেক        খ রাজি গ দের       ঘ টা
৯১. ‘পক্ষী’ শব্দের সাথে কোন বহুবচনবোধক শব্দ বসবে?     ঘ
 ক দাম        খ আবলি গ সব       ঘ কুল
৯২. ‘শিশু’ শব্দের সাথে কোন বহুবচনবোধক শব্দ বসবে? ক
 ক গণ        খ গুলো গ মালা       ঘ সব
৯৩. বহুবচন প্রকাশক বিভক্তি কোনটি?     গ
 ক হরেক        খ রাজি গ দের       ঘ টা
৯৪. উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে কোনটি বসে?     ঘ
 ক কুল         খ নিকর গ সকল       ঘ গণ
৯৫. প্রাণী-অপ্রাণী উভয় ক্ষেেত্র বহুবচন প্রকাশে কোনটি বসে?     ক
 ক সব        খ রাজি গ দাম       ঘ গণ
৯৬. সংজ্ঞাবাচক বিশেষ্য পদ কোনটি?     খ
 ক পাখি        খ লন্ডন গ বই       ঘ গাছ
৯৭. কোনটি শ্রেণিবাচক বিশেষ্য পদ?     ক
 ক মানুষ        খ শালিক গ হাঁস       ঘ বাঘ
৯৮. ভাববাচক বিশেষ্য পদের উদাহরণ কোনটি?     গ
 ক ঢাকা        খ নজরুল গ শ্রবণ       ঘ মাছ
৯৯. ‘টিয়া’ কী ধরনের বিশেষ্য পদ?     ক
 ক সংজ্ঞাবাচক        খ শ্রেণিবাচক
 গ ভাববাচক       ঘ সমষ্টিবাচক
১০০. সমষ্টিবাচক বিশেষ্য পদ কোনটি?     ঘ
  ক পবর্ত        খ ভেড়া   গ সাগর       ঘ সভা
১০১. সংজ্ঞাবাচক বিশেষ্য পদ কোনটি?     খ
 ক পাখি        খ নজরুল গ বই       ঘ গাছ
১০২. কোনটি শ্রেণিবাচক বিশেষ্য পদ?     ক
 ক পর্বত        খ শালিক গ হাঁস       ঘ বাঘ
১০৩. ভাববাচক বিশেষ্য পদের উদাহরণ কোনটি?     গ
 ক ঢাকা        খ নজরুল গ দেখা       ঘ মাছ
১০৪. ‘বাঘ’ কী ধরনের বিশেষ্য পদ?     ক
 ক সংজ্ঞাবাচক        খ শ্রেণিবাচক
 গ ভাববাচক       ঘ সমষ্টিবাচক
১০৫. সমষ্টিবাচক বিশেষ্য পদ কোনটি?     ঘ
 ক পবর্ত        খ ভেড়া গ সাগর       ঘ জনতা
১০৬. ব্যক্তিবাচক সর্বনাম পদ কোনটি?     ঘ
 ক কার        খ কেহ গ নিজ       ঘ তিনি
১০৭. ‘সেটি’ কী ধরনের সর্বনাম পদের উদাহরণ? খ
 ক ব্যক্তিবাচক        খ নির্দেশক
 গ সাকল্যবাচক       ঘ সাপেক্ষ
১০৮. সাপেক্ষ সর্বনাম কোনটি?     ক
 ক যে-সে        খ নির্দেশক
 গ কাদের       ঘ অপর
১০৯. ‘খোদ’ কী ধরনের সর্বনাম?     খ
 ক অনির্দেশক        খ আত্মবাচক
 গ অন্যাদিবাচক       ঘ প্রশ্নসূচক
১১০. সংজ্ঞাবাচক বিশেষ্য পদ কোনটি?     খ
 ক পাখি        খ ঢাকা গ বই       ঘ গাছ
১১১. কোনটি শ্রেণিবাচক বিশেষ্য পদ?     ক
 ক বাঙালি        খ শালিক গ হাঁস       ঘ বাঘ
১১২. ভাববাচক বিশেষ্য পদের উদাহরণ কোনটি?     গ
 ক ঢাকা        খ নজরুল গ শয়ন       ঘ মাছ
১১৩. ‘হিপোটেমাস’ কী ধরনের বিশেষ্য পদ?     ক
 ক সজ্ঞাবাচক        খ শ্রেণিবাচক
 গ ভাববাচক       ঘ সমষ্টিবাচক
১১৪. সমষ্টিবাচক বিশেষ্য পদ কোনটি?     ঘ
 ক পবর্ত        খ ভেড়া গ সাগর       ঘ সমিতি
১১৫. ব্যক্তিবাচক সর্বনাম পদ কোনটি?     ঘ
 ক কিসে        খ কেহ গ সব       ঘ আমরা
১১৬. ‘এ’ কী ধরনের সর্বনাম পদের উদাহরণ? ছ
 ক ব্যক্তিবাচক        খ নির্দেশক
 গ প্রশ্নসূচক       ঘ সাপেক্ষ
১১৭. সাপেক্ষ সর্বনাম কোনটি?     ক
 ক যিনি-তিনি        খ নির্দেশক
 গ কাদের       ঘ অপর
১১৮. ‘স্বয়ং’ কী ধরনের সর্বনাম?     খ
 ক অনির্দেশক        খ আত্মবাচক
 গ অন্যাদিবাচক       ঘ প্রশ্নসূচক
১১৯. অন্যাদিবাচক সর্বনাম পদ কোনটি?     ঘ
 ক কিসে        খ কেহ গ সব       ঘ অপর
১২০. অনির্দেশক সর্বনাম পদ কোনটি?     খ
 ক কিসে        খ কেউ গ সব       ঘ অপর
১২১. প্রশ্নসূচক সর্বনাম পদ কোনটি?      গ
 ক কিছু        খ কেউ গ কী       ঘ অপর
১২২. সাকল্যবাচক সর্বনাম পদ কোনটি?     ক
 ক সকল        খ কেউ গ কী       ঘ অপর
১২৩. ব্যক্তিবাচক সর্বনাম পদ কোনটি?     ঘ
 ক কী        খ এটি গ সব       ঘ ওরা
১২৪. ‘এটি’ কী ধরনের সর্বনাম পদের উদাহরণ? খ
 ক ব্যক্তিবাচক        খ নিদের্শক
 গ সাকল্যবাচক       ঘ সাপেক্ষ
১২৫. সাপেক্ষ সর্বনাম কোনটি?     ক
 ক যারা-তারা        খ সেগুলো
 গ কাদের       ঘ অপর
১২৬. ‘নিজ’ কী ধরনের সর্বনাম?     খ
 ক অনির্দেশক        খ আত্মবাচক
 গ অন্যাদিবাচক       ঘ প্রশ্নসূচক
১২৭. অন্যাদিবাচক সর্বনাম পদ কোনটি?     ঘ
 ক কিসে        খ কেহ
 গ সব       ঘ অপর
১২৮. অনির্দেশক সর্বনাম পদ কোনটি?     খ
 ক কিসে        খ কোন গ নিজ       ঘ তিনি
১২৯. প্রশ্নসূচক সর্বনাম পদ কোনটি?      গ
 ক পর        খ তার গ কার       ঘ অপর
১৩০. সাকল্যবাচক সর্বনাম পদ কোনটি?     ক
 ক সমুদয়        খ কেউ গ কী       ঘ কার
১৩১. যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না তাকে কী ক্রিয়া বলে?     ঘ
 ক সমাপিকা ক্রিয়া        খ অসমাপিকা ক্রিয়া
 গ সকর্মক ক্রিয়া       ঘ অকর্মক ক্রিয়া
১৩২. “মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন”-এ বাক্যে কোন ক্রিয়াপদ রয়েছে?      গ
 ক সকর্মক        খ অসমাপিকা
 গ দ্বিকর্মক       ঘ প্রযোজক
১৩৩. কোন বাক্যে অকর্মক ক্রিয়াপদ রয়েছে?     ঘ
 ক সাইরেন বেজে উঠল
        খ সাপুড়ে সাপ খেলায়
 গ মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন
       ঘ মনি মারমা ভাত খায়
১৩৪. যে বাক্যে দুটি কর্ম থাকে তাকে কী ক্রিয়া বলে?        ঘ
 ক সমাপিকা        খ অসমাপিকা
 গ সকর্মক       ঘ দ্বিকর্মক
১৩৫. “মা খোকাকে চাঁদ দেখাচ্ছেন”-এ বাক্যে কোন ক্রিয়াপদ রয়েছে?      ঘ
 ক সকর্মক        খ যৌগিক
 গ দ্বিকর্মক       ঘ প্রযোজক
১৩৬. কোন বাক্যে যৌগিক ক্রিয়াপদ রয়েছে?     ক
 ক সে পাস করে গেল
        খ সাপুড়ে সাপ খেলায়
 গ শিক্ষক ছাত্রদের বাংলা পড়াচ্ছেন
       ঘ মনি মারমা ভাত খায়
১৩৭. “স্বপন চিঠি লিখছে”-এ বাক্যে কোন ক্রিয়াপদ রয়েছে?     ক
 ক সকর্মক        খ অকর্মক
 গ দ্বিকর্মক       ঘ প্রযোজ ১৩৮. কোন বাক্যে প্রযোজক ক্রিয়াপদ রয়েছে? খ
 ক স্বপন চিঠি লিখছে        খ সাপুড়ে সাপ খেলায়
 গ মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন ঘ সেলিমা বেগম বাড়ি যায়
১৩৯. “কাঞ্চন বই পড়ছে”-এ বাক্যে কোন ক্রিয়াপদ রয়েছে?     ক
 ক সকর্মক        খ অকর্মক
 গ দ্বিকর্মক       ঘ প্রযোজক
১৪০. ‘পাল’ কী ধরনের বিশেষ্য পদ?      ঘ
 ক ভাববাচক        খ শ্রেণিবাচক
 গ সংজ্ঞাবাচক       ঘ সমষ্টিবাচক
১৪১. ‘দর্শন’ কী ধরনের বিশেষ্য পদ?     গ
 ক শ্রেণিবাচক        খ সংজ্ঞাবাচক
 গ ভাববাচক       ঘ সমষ্টিবাচক
১৪২. ‘হিমালয়’ কী ধরনের বিশেষ্য পদ?     ক
 ক সংজ্ঞাবাচক        খ শ্রেণিবাচক
 গ সমষ্টিবাচক       ঘ ভাববাচক
১৪৩. ‘শহর’ কী ধরনের বিশেষ্য পদ?     খ
 ক সমষ্টিবাচক        খ শ্রেণিবাচক
 গ ভাববাচক       ঘ সংজ্ঞাবাচক
১৪৪. ‘শ্রবণ’ কী ধরনের বিশেষ্য পদ?     গ
 ক সংজ্ঞাবাচক        খ সমষ্টিবাচক
 গ ভাববাচক       ঘ শ্রেণিবাচক
১৪৫. ‘সমিতি’ কী ধরনের বিশেষ্য পদ?             ঘ
 ক সংজ্ঞাবাচক        খ ভাববাচক
 গ শ্রেণিবাচক       ঘ সমষ্টিবাচক
১৪৬. ‘আলাওল’ কী ধরনের বিশেষ্য পদ?     ক
 ক সংজ্ঞাবাচক        খ শ্রেণিবাচক
 গ ভাববাচক       ঘ সমষ্টিবাচক
১৪৭. ‘পাখি’ কী ধরনের বিশেষ্য পদ?     খ
 ক ভাববাচক        খ শ্রেণিবাচক
 গ সংজ্ঞাবাচক       ঘ সমষ্টিবাচক
১৪৮. ‘করা’ কী ধরনের বিশেষ্য পদ?      গ
 ক সংজ্ঞাবাচক        খ সমষ্টিবাচক
 গ ভাববাচক       ঘ শ্রেণিবাচক
১৪৯. ‘শ্রেণি’ কী ধরনের বিশেষ্য পদ?             ঘ
 ক সংজ্ঞাবাচক        খ ভাববাচক
 গ শ্রেণিবাচক       ঘ সমষ্টিবাচক
১৫০. কোনটি মৌলিক ধাতু?      ঘ
 ক বলা        খ ভয় পা গ দেখা       ঘ আঁক্
১৫১. সাধিত ধাতুর উদাহরণ কোনটি?     ক
 ক পড়া        খ র্ক
 গ গান কর       ঘ তাল কর
১৫২. কোনটি যৌগিক ধাতুর উদাহরণ?     ঘ
 ক বল্        খ শুন্
 গ দেখ্       ঘ ভয় র্ক
১৫৩. কোন ধাতুকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না?     গ
 ক সাধিত ধাতু        খ যৌগিক ধাতু
 গ মৌলিক ধাতু     ঘ নাম ধাতু
১৫৪. কোনটি মৌলিক ধাতু?      ঘ
 ক বলা        খ ভয় পা গ দেখা       ঘ র্ক
১৫৫. সাধিত ধাতুর উদাহরণ কোনটি?     ক
   ক   দেখা        খ র্ক
 গ গান কর       ঘ তাল কর
১৫৬. কোনটি যৌগিক ধাতুর উদাহরণ?  
 ক বল্        খ শুন্
 গ দেখ্       ঘ দুঃখ পা
১৫৭. মৌলিক ধাতু বা নাম ধাতুর পরে আ প্রত্যয় যোগে কোন ধাতু গঠিত হয়?     ক 
 ক সাধিত ধাতু        খ যৌগিক ধাতু
 গ মৌলিক ধাতু    ঘ নাম ধাতু
১৫৮. ‘দৃশ্’ ধাতুটি কোন শ্রেণির ধাতু?                 ক
 ক সংস্কৃত ধাতু        খ বাংলা ধাতু
 গ বিদেশাগত ধাতু       ঘ নাম ধাতু
১৫৯. বিশেষ্য, বিশেষণ, ধ্বন্যাত্মক অব্যয়ের পরে ‘আ’ প্রত্যয় যোগে কোন ধাতু গঠিত হয়?                 ক
 ক সাধিত ধাতু        খ বাংলা ধাতু
 গ মৌলিক ধাতুঘ নাম ধাতু
১৬০. ‘হাস্্’ ধাতুটি কোন শ্রেণির?     খ
 ক সংস্কৃত ধাতু        খ বাংলা ধাতু
 গ প্রযোজক ধাতুঘ নাম ধাতু ১৬১. ‘টান্্্’ ধাতুটি কোন শ্রেণির ধাতু?           গ
 ক সংস্কৃত ধাতু        খ যৌগিক ধাতু
 গ বিদেশাগত ধাতু       ঘ নাম ধাতু
১৬২. ‘হাতা’ ধাতুটি কোন শ্রেণির ধাতু?     ঘ
 ক কর্মবাচ্যের ধাতু        খ বাংলা ধাতু
 গ বিদেশাগত ধাতু       ঘ নাম ধাতু
১৬৩. ‘দেখ্’ ধাতুটি কোন শ্রেণির ধাতু?     খ
 ক সংস্কৃত ধাতু        খ বাংলা ধাতু
 গ বিদেশাগত ধাতু       ঘ প্রযোজক ধাতু
১৬৪. ‘জম্্’ ধাতুটি কোন শ্রেণির ধাতু?  গ
 ক সংস্কৃত ধাতু        খ বাংলা ধাতু
গ বিদেশাগত ধাতু       ঘ কর্মবাচ্যের ধাতু
১৬৫. মৌলিক ধাতুর পরে অপরকে নিয়োজিত করা অর্থে আ-প্রত্যয় যোগে কোন
তুগঠিত হয়?    গ
 ক সাধিত ধাতু        খ যৌগিক ধাতু
গ প্রযোজক ধাতু       ঘ বিদেশাগত ধাতু
১৬৬. বিশেষ্য, বিশেষণ অনুকার অব্যয়ের পরে আ প্রত্যয় যোগে কোন ধাতুগঠিত হয়? 
   ঘ
 ক সাধিত ধাতু        খ যৌগিক ধাতু
গ মৌলিক ধাতু       ঘ নাম ধাতু
১৬৭. বিশেষ্য, বিশেষণ, ধ্বন্যাত্মক অব্যয়ের সাথে কর, দে, হ, পা, খা ইত্যাদি মৌলিক ধাতু
গে কোন ধাতুগঠিত হয়?            খ 
 ক সাধিত ধাতু        খ যৌগিক ধাতু
গ মৌলিক ধাতু       ঘ প্রযোজক ধাতু
১৬৮. ‘ধমকা’ ধাতুটি কোন শ্রেণির ধাতু?     ঘ
 ক কর্মবাচ্যের ধাতু        খ বাংলা ধাতু
গ বিদেশাগত ধাতু       ঘ নাম ধাতু
১৬৯. অতীত কাল কত প্রকার?        খ
 ক তিন প্রকার        খ     কার প্রকার
গ পাঁচ প্রকার       ঘ ছয় প্রকার
১৭০. “আমার ছোট ভাই লিখছে”- কোন কালের উদাহরণ? খ
 ক সাধারণ বর্তমান        খ ঘটমান বর্তমান
গ পুরাঘটিত বর্তমান       ঘ অতীত কাল
১৭১. ভবিষ্যৎ কাল কত প্রকার?     ক 
 ক তিন প্রকার        খ চার প্রকার
গ পাঁচ প্রকার       ঘ ছয় প্রকার
১৭২. “মা রান্না করছিলেন”- কোন কালের উদাহরণ?     ঘ
 ক সাধারণ বর্তমান        খ ঘটমান বর্তমান
গ পুরাঘটিত বর্তমান       ঘ অতীত কাল
১৭৩. “এবার মা খেতে ডেকেছেন”- কোন কালের উদাহরণ?    গ
 ক সাধারণ বর্তমান        খ ঘটমান বর্তমান
গ পুরাঘটিত বর্তমান       ঘ ঘটমান ভবিষ্যৎ
১৭৪. “সকালে সূর্য ওঠে”-কোন কালের উদাহরণ?     ক
 ক সাধারণ বর্তমান        খ ঘটমান বর্তমান
গ পুরাঘটিত বর্তমান       ঘ সাধারণ ভবিষ্যৎ
১৭৫. যে ক্রিয়ার কাজ বর্তমানে ঘটছে বা চলছে, এখনও শেষ হয়নি-তাকে কোন কালের
য়া বলে?     খ
 ক সাধারণ বর্তমান        খ ঘটমান বর্তমান
গ নিত্যবৃত্ত অতীত       ঘ পুরাঘটিত ভবিষ্যৎ
১৭৬. ঘটমান অতীত কালের উদাহরণ কোনটি? খ
 ক তিনি খুলনা থেকে এলেন  
        খ রিতা ঘুমাচ্ছিল
গ এখন বাবা অফিস থেকে ফিরেছেন
       ঘ টেলিভিশনে রবীন্দ্রনাথের লেখা নাটক দেখাচ্ছে
১৭৭. সাধারণ অতীত কালের উদাহরণ কোনটি?     ক
 ক তিনি খুলনা থেকে এলেন  
        খ রিতা ঘুমাচ্ছিল
গ এখন বাবা অফিস থেকে ফিরেছেন
       ঘ টেলিভিশনে রবীন্দ্রনাথের লেখা নাটক দেখাচ্ছে
১৭৮. ঘটমান বর্তমান কালের উদাহরণ কোনটি?           ঘ
ক সকালে সূর্য ওঠে
        খ রিতা ঘুমাচ্ছিল
গ এবার মা খেতে ডেকেছেন
       ঘ টেলিভিশনে রবীন্দ্রনাথের লেখা নাটক দেখাচ্ছে
১৭৯. পুরাঘটিত বর্তমান কালের উদাহরণ কোনটি? গ
 ক দুই আর দুইয়ে চার হয়
        খ সুমন বই পড়ছিল
গ এখন বাবা অফিস থেকে ফিরেছেন
       ঘ আমি খেলা দেখে এলাম
১৮০. যে ক্রিয়ার কাজ কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও আছে তাকে কোন
লের ক্রিয়া বলে?    গ 
 ক সাধারণ বর্তমান        খ ঘটমান বর্তমান
গ পুরাঘটিত বর্তমান       ঘ ঘটমান অতীত
১৮১. যে ক্রিয়ার কাজ বর্তমানে সাধারণভাবে ঘটে বা হয়, তাকে কোন কালের ক্রিয়া বলে?     ক
 ক সাধারণ বর্তমান        খ ঘটমান বর্তমান
গ পুরাঘটিত বর্তমান       ঘ নিত্যবৃত্ত অতীত
১৮২. “অবশেষে আমি ইংরেজি পড়া শেষ করেছি”-কোন কালের উদাহরণ?     গ
 ক সাধারণ বর্তমান        খ ঘটমান বর্তমান
গ পুরাঘটিত বর্তমান       ঘ সাধারণ অতীত
১৮৩. “দুই আর দুইয়ে চার হয়”-কোন কালের উদাহরণ?     ক
 ক সাধারণ বর্তমান        খ ঘটমান বর্তমান
গ পুরাঘটিত বর্তমান       ঘ অতীত কাল
১৮৪. “আমি রোজ বিদ্যালয়ে পড়তে যাই”-কোন কালের উদাহরণ?     ক
 ক সাধারণ বর্তমান        খ ঘটমান অতীত
গ পুরাঘটিত ভবিষ্যৎ       ঘ অতীত কাল
১৮৫. যে ক্রিয়ার কাজ অতীত কালে প্রায়ই ঘটত তাকে কোন কালের ক্রিয়া বলে?      ঘ
 ক সাধারণ অতীত        খ ঘটমান অতীত
গ পুরাঘটিত অতীত       ঘ নিত্যবৃত্ত অতীত
১৮৬. যে ক্রিয়া অনেক আগেই শেষ হয়ে গেছে তাকে কোন কালের ক্রিয়া বলে?     গ
 ক সাধারণ অতীত        খ ঘটমান অতীত
গ পুরাঘটিত অতীত       ঘ নিত্যবৃত্ত অতীত
১৮৭. যে ক্রিয়ার কাজ অতীত কালে চলেছিল তখনও শেষ হয়নি বোঝায় তাকে কোন
লের ক্রিয়া বলে?            খ
 ক সাধারণ অতীত        খ ঘটমান অতীত
গ পুরাঘটিত অতীত       ঘ নিত্যবৃত্ত অতীত
১৮৮. “আমরা রাজশাহী গিয়েছিলাম”-কোন কালের উদাহরণ?    গ
 ক সাধারণ অতীত        খ ঘটমান বর্তমান
গ পুরাঘটিত অতীত       ঘ নিত্যবৃত্ত অতীত
১৮৯. “বাবা প্রতিদিন বাজার করতেন”-কোন কালের উদাহরণ?     ঘ
 ক সাধারণ অতীত        খ ঘটমান অতীত
গ ঘটমান বর্তমান       ঘ নিত্যবৃত্ত অতীত
১৯০. “সুমন বই পড়ছিল”-কোন কালের উদাহরণ? খ
 ক ঘটমান বর্তমান        খ ঘটমান অতীত
গ পুরাঘটিত অতীত       ঘ নিত্যবৃত্ত অতীত
১৯১. “আমি খেলা দেখে এলাম”-কোন কালের উদাহরণ?     ক
 ক সাধারণ অতীত        খ সাধারণ বর্তমান
গ পুরাঘটিত অতীত       ঘ নিত্যবৃত্ত অতীত
১৯২. যে ক্রিয়ার কাজ পরে বা ভবিষ্যতে সাধারণভাবে সংঘটিত হবে-তাকে কোন কালের
য়া বলে?     ক
 ক সাধারণ ভবিষ্যৎ        খ ঘটমান ভবিষ্যৎ
গ পুরাঘটিত ভবিষ্যৎ       ঘ সাধারণ বর্তমান
১৯৩. “অমি কথা বলতে থাকবে”-কোন কালের উদাহরণ? খ
 ক সাধারণ ভবিষ্যৎ        খ ঘটমান ভবিষ্যৎ
গ পুরাঘটিত ভবিষ্যৎ       ঘ নিত্যবৃত্ত অতীত ১৯৪. কোনো ক্রিয়া সম্ভবত ঘটে গিয়েছে বোঝালে তাকে কোন কালের ক্রিয়া বলে?     গ
 ক সাধারণ ভবিষ্যৎ        খ পুরাঘটিত বর্তমান
গ পুরাঘটিত ভবিষ্যৎ       ঘ নিত্যবৃত্ত অতীত
১৯৫. “বাবা আজ আসবেন”-কোন কালের উদাহরণ?     ক
 ক সাধারণ ভবিষ্যৎ        খ ঘটমান ভবিষ্যৎ
গ পুরাঘটিত ভবিষ্যৎ       ঘ নিত্যবৃত্ত অতীত
১৯৬. যে ক্রিয়ার কাজ ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে তাকে কোন কালের ক্রিয়া বলে?     খ
 ক সাধারণ ভবিষ্যৎ        খ ঘটমান বর্তমান
গ পুরাঘটিত ভবিষ্যৎ       ঘ পুরাঘটিত বর্তমান
১৯৭. “মনীষা দৌড়াতে থাকবে”-কোন কালের উদাহরণ? খ     
 ক সাধারণ বর্তমান        খ ঘটমান ভবিষ্যৎ
গ পুরাঘটিত ভবিষ্যৎ       ঘ ঘটমান অতীত
১৯৮. আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা বোঝালে তাকে কী বলে?      ঘ
 ক সাধারণ ভবিষ্যৎ        খ ঘটমান ভবিষ্যৎ
গ পুরাঘটিত ভবিষ্যৎ       ঘ অনুজ্ঞা
১৯৯. “আমি হব সকাল বেলার পাখি”-কোন কালের উদাহরণ?     ক
 ক সাধারণ ভবিষ্যৎ        খ ঘটমান ভবিষ্যৎ
গ পুরাঘটিত বর্তমান       ঘ পুরাঘটিত অতীত 
২০০. “তুমি কি তার পরীক্ষা নিয়েছিলে”-কোন কালের উদাহরণ?    গ
 ক সাধারণ ভবিষ্যৎ        খ ঘটমান ভবিষ্যৎ
গ পুরাঘটিত অতীত       ঘ নিত্যবৃত্ত অতীত
২০১. কোনটি নিত্য পুরুষবাচক শব্দ?            ঘ
 ক কুলটা        খ শুভ্র
গ চাতক       ঘ কবিরাজ
২০২. নিত্য স্ত্রী বাচক শব্দের উদাহরণ কোনটি?     ক
 ক সতীন        খ বিমাতা
গ কবিরাজ       ঘ ঢেকি
২০৩. কোনটি আ প্রত্যয় যোগে সাধিত স্ত্রীবাচক শব্দ?    গ
 ক নায়িকা        খ গায়িকা
গ আধুনিক       ঘ বালিকা
২০৪. নাপিত শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?    গ
 ক নাপিত        খ নাপিতী
গ নাপিতানি       ঘ নাপিতনী
 ২০৫. নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?     ক
 ক সধবা        খ রজকী
গ সেবিকা       ঘ ছাত্রী
২০৬. প্রাণিবাচক ও অপ্রাণিবাচক উভয় শব্দের বহুবচনেব্যবহৃত হয় কোনটি?     গ
 কগণ, বৃন্দ        খ রাজি, রাশি
গ কুল, সকল       ঘ দাম, পুঞ্জ
২০৭. নিচের কোন বাক্যে যৌগিক ক্রিয়ার উদাহরণ রয়েছে?     ঘ
 ক শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন
        খ মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন
গ রমিজ বই পড়ে
       ঘ ঘন্টা বেজে উঠল
২০৮. কোনটি সাধারণ বর্তমানকালের উদাহরণ?     ঘ
 ক সন্ধ্যায় সূর্য অস্ত যায়
        খ বাবা অফিস থেকে বাড়ি ফিরেছেন
গ আমি প্রতিদিন স্কুলে যেতাম
       ঘ সুমন বই পড়ছে
২০৯. কোনটি বিদেশাগত ধাতু?     গ
 ক হস        খ দৃশ
গ বিক্ষ       ঘ হার
২১০. ভাববাচক বিশেষ্যের উদাহরণ কোনটি?     ঘ
 ক সংঘ        খ মালা
গ গীতাঞ্জলি       ঘ দর্শন
২১১. নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?     ক
 ক কৃতদার        খ মানুষ
গ বাঙালি       ঘ সন্তান
২১২. কোন কোন পদের বচনভেদ হয়?     ক
 ক বিশেষ্য ও সর্বনাম        খ সর্বনাম ও ক্রিয়া
গ বিশেষ্য ও বিশেষণ       ঘ সর্বনাম ও অব্যয়
২১৩. বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে আ-প্রত্যয়যোগেগঠিত হয় কোন ধাতু?  
 গ
 ক সাধিত ধাতু        খ প্রযোজক ধাতু
গ নাম ধাতু       ঘ কর্মবাচ্যের ধাতু
২১৪. নিত্যবৃত্ত বর্তমান কালের উদাহরণ কোনটি?     ঘ
 ক মা খেতে ডেকেছেন
        খ আমি ইংরেজি পড়া শেষ করেছি
গ ছেলেরা ফুটবল খেলছে
       ঘ আমি রোজ বিদ্যালয়ে পড়াতে যাই
২১৫. দ্বিরুক্ত শব্দকে কয় ভাগে ভাগ করা যায়?     খ
 ক দুই        খ তিনগ চার       ঘ পাঁচ
২১৬. সমষ্টিবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি?     খ
 ক দর্শন        খ সমিতিগ পর্বত       ঘ মানুষ
২১৭. কোন বাক্যে যৌগিক ক্রিয়ার উদাহরণ রয়েছে?     ঘ
 ক সাপুড়ে সাপ খেলায়
        খ শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন
গ শোভন বই পড়ে
       ঘ সে পাস করে গেল
২১৮. ‘নেতা’-এর স্ত্রীলিঙ্গ কোন প্রত্যয়যোগেগঠিত?    গ
 ক ঈ        খ তৃগ ত্রী       ঘ ত্রি
২১৯. ‘দেখা’ কোন পদ?       ঘ
 ক ক্রিয়া        খ সংজ্ঞাবাচক বিশেষ্য
গ বিশেষ্য       ঘ ভাববাচক বিশেষ্য
২২০. ক্রিয়া পদকে বিশ্লেষণ করলে কয়টি অংশ পাওয়া যায়?     ক
 ক ২টি        খ ৩টিগ ৪টি       ঘ ৫টি
২২১. ‘মামা প্রতিদিন আসতেন’ কোন কালের উদাহরণ?     ক
 ক নিত্যবৃত্ত অতীতের        খ নিত্যবৃত্ত বর্তমানের
গ সাধারণ বর্তমানের       ঘ সাধারণ অতীতের
২২২. কোন পুরুষের অনুজ্ঞা হয়?     খ
 ক উত্তম পুরুষ        খ মধ্যম পুরুষ
গ নাম পুরুষ       ঘ প্রথম পুরুষ
২২৩. সমষ্টিবাচক বিশেষ্য পদের উদাহরণ কোনটি?     খ
 ক পাখি        খ জনতাগ মানুষ       ঘ অগ্নিবীণা
২২৪. ‘চল্’ কোন ধাতুর উদাহরণ?       ক
 ক মৌলিক ধাতু        খ সাধিত ধাতু
গ যৌগিক ধাতু       ঘ অগ্নিবীণা
২২৫. নিচের কোন বাক্যে নিত্যবৃত্ত অতীত কালের উদাহরণ রয়েছে?     খ
 ক সে বাড়ি এসেছে
        খ আমি নিয়মিত স্কুলে যেতাম
গ তিনিগতকাল এসেছেন
       ঘ আতি ঢাকা গিয়েছিলাম
২২৬. নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?    গ
 ক শিক্ষক        খ কবিগ বিপত্নীক       ঘ ডাক্তার
২২৭. ভাববাচক বিশেষ্যের উদাহরণ কোনটি?     খ
 ক অগ্নিবীণা        খ ভোজনগ ধলেশ্বরী       ঘ জনতা
২২৮. ‘স্বাগত’-এর সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?    গ
 ক স্ব + আগত        খ সুব + আগত
গ সু + আগত       ঘ স্ব +গত
২২৯. ‘বিদ্বান’-এর সঠিক স্ত্রীবাচক শব্দ কোনটি?    গ
 ক বিদ্বানী        খ বিদুষিনীগ বিদুষী       ঘ বিদুষী
২৩০. ‘আমি রবীন্দ্রনাথেরগল্পগুচ্ছ পড়েছি‘গুচ্ছ’ শব্দাংশটি কোন প্রকারের বহুবচন
 ক সমষ্টিবাচক        খ শ্রেণিবাচক
গ প্রাণিবাচক       ঘ গুণবাচক
২৩১. কোনটি ঘটমান অতীত কালের উদাহরণ?     খ
 ক জার্মানিরা এখনো ফুটবল খেলছে
        খ সুমন বই পড়ছিল
গ আজাদ রোজ স্কুলে যেত
       ঘ রিমন ঢাকা গিয়েছিল
২৩২. সুন্দরী গাছ সুন্দরবনে পাওয়া যায়-এখানে ‘সুন্দরী গাছ’ কোন পদ?     ক
 ক সংজ্ঞাবাচক বিশেষ্য        খ শ্রেণিবাচক বিশেষ্য
গ ভাববাচক বিশেষ্য       ঘ বিশেষণ পদ
২৩৩. কোনটি প্রযোজক ক্রিয়ার উদাহরণ?     ক
  ক সাইরেন বেজে ওঠল
        খ মা নুসরাতকে চাঁদ দেখাচ্ছেন
গ পাভেল স্কুলে যায়
       ঘ হাফিজ চিঠি লিখছে
২৩৪. কোনটি মৌলিক ধাতু?      ঘ
 ক হাতা        খ ঘুম
গ করা       ঘ দেখ
২৩৫. বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে আ-প্রত্যয়যোগেগঠিত ধাতুকে কী বলে?   

 ক সাধিত ধাতু        খ প্রযোজক ধাতু
গ কর্মবাচ্যের ধাতু       ঘ নাম ধাতু
২৩৬. কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ?     খ
 ক সাপুড়ে সাপ খেলায়        খ সে পাস করে গেল
গ সেলিমা বেগম বাড়ি যায়       ঘ বাবা বাড়ি এসেছেন
২৩৭. কোনটি নিত্যবৃত্ত অতীতকালের উদাহরণ?     ঘ
  ক আমি তাকে ভাত খেতে দেখেছিলাম
        খ আমি ছেলেবেলার কথা ভাবছিলাম
গ তুমি কি তার পরীক্ষা নিয়েছিলে
       ঘ বাবা প্রতিদিন বাজার করতেন
২৩৮. শব্দের শেষে ‘আ’ প্রত্যয়যোগেগঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?     ক
 ক আধুনিকা        খ নায়ক
গ অধ্যাপক       ঘ শিক্ষক
২৩৯. ব্যাকরণে বচন অর্থ কী?     খ
 ক পদের ধারণা        খ সংখ্যার ধারণা
গ বাক্যের ধারণা       ঘ সমাসের ধারণা
২৪০. কোনটিকে শব্দের প্রাণ বলা হয়?     গ
 ক বর্ণকে        খ ধ্বনিকে
গ অর্থকে       ঘ ভাষাকে
২৪১. অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় কোনটি?     ঘ
 কগণ        খ বৃন্দগ বর্গ       ঘ দাম
২৪২. বাক্যে বিশেষ্য পদের পরিবর্তে কোনটি বসে?     ক
 ক সর্বনাম        খ বিশেষণগ ক্রিয়া       ঘ অব্যয়
২৪৩. কোনটি শব্দের প্রাণ?      ঘ
 ক বাক্য        খ পদগ ধ্বনি       ঘ অর্থ
২৪৪. ‘হিম’ শব্দের বিপরীত লিঙ্গ কোনটি?    গ
 ক হিমু        খ হিমাদ্রিগ হিমানী       ঘ হিমসী
২৪৫. কোন বাক্যটি বর্তমান অনুজ্ঞা বোঝায়?     ক
 ক অংকটা বুঝিয়ে দেবেন?        খ অসুখ হলে ওষুধ খাবেন।
গ সুমন বই পড়ছে।       ঘ বাবা আজ আসবেন।
২৪৬. ‘শৈবাল’ শব্দের বহুবচন কোনটি?    গ
 ক শৈবাল গুচ্ছ        খ শৈবাল মালা
গ শৈবাল দাম       ঘ শৈবাল পুঞ্জ
২৪৭. নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?     ক
 ক অকৃতদার        খ মানুষ
গ বাঙালি       ঘ সন্তান
২৪৮. কোনটি সংস্কৃত ধাতুর উদাহরণ?     খ
 ক বগড্        খ হাস্গ আঁক্       ঘ দৃশ্ ২৪৯. ভবিষ্যৎ কালের অনুজ্ঞা রয়েছে কোন বাক্যে?    গ
 ক আমাকে তুমি রক্ষা করো, প্রভু
        খ মিথ্যা কথা বলো না
গ অসুস্থ হলে ওষুধ খাবে
       ঘ আদেশ করুন জাহাঁপনা
২৫০. বহুবচনগঠনে নিচের কোনটি যথার্থ?     ক
 ক মেঘপুঞ্জ        খ ছাত্রপুঞ্জ
গ বালুপুঞ্জ       ঘ পক্ষপিুঞ্জ ২৫১. ‘ধাতু’ শব্দটির যথার্থ পরিচয় কোনটি?     গ
 ক পদের প্রধান অংশ        খ বাক্যের অবিভাজ্য অংশ
গ ক্রিয়ার মূল অংশ       ঘ ধ্বনির ক্ষুদ্রতম অংশ
২৫২. বাবা প্রতিদিন বাজার করতেন।
 -এটি কোন কালের উদাহরণ?     খ
 ক সাধারণ অতীত        খ নিত্যবৃত্ত অতীত
গ পুরাঘটিত বর্তমান       ঘ পুরাঘটিত অতীত
২৫৩. যে ক্রিয়ার কর্ম নেই, তাকে কোন ক্রিয়া বলে?     ঘ
 ক সকর্মক ক্রিয়া        খ সমধাতুজ ক্রিয়া
গ দ্বিকর্মক ক্রিয়ার কর্মের       ঘ অকর্মক ক্রিয়া
২৫৪. কোন বাক্যে অকর্মক ক্রিয়া আছে?     গ
 ক মনি গান গাচ্ছে।
        খ হাজী সাহেব যাকাত দিয়েছেন।
গ আমি দুপুরে খেয়েছি
       ঘ মা ভাত রেধেছেন।
২৫৫. ক্রিয়া পদের মূল অংশকে কি বলে?     ঘ
 ক শব্দ        খ পদ
গ বিভক্তি       ঘ ধাতু

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *