অষ্টম শ্রেনী- বাংলা ১ম পত্র গদ্যঃপড়েপাওয়া সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

পড়ে পাওয়া

লেখক-পরিচিতি

নামবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
জন্ম পরিচয়জন্ম তারিখ : ১২ই সেপ্টেম্বর, ১৮৯৪ খ্রিষ্টাব্দ; জন্মস্থান : চব্বিশ পরগনা জেলার মুরাতিপুর গ্রামে, মাতুলালয়ে; পৈতৃক নিবাস : পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাকপুর গ্রামে।
পিতৃ মাতৃপরিচয়পিতার নাম : মহানন্দ বন্দ্যোপাধ্যায়; মাতার নাম : মৃণালিনী দেবী।  
শিড়্গাজীবনমাধ্যমিক : স্থানীয় বনগ্রাম স্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস (১৯১৪); উচ্চ মাধ্যমিক : কলকাতা রিপন কলেজ, আইএ (১৯১৬) এবং ১৯১৮-তে ডিস্টিংশনে বিএ ডিগ্রি লাভ; উচ্চতর শিড়্গা : এমএ (১৯১৮ অসমাপ্ত)।  
কর্মজীবন/পেশাকর্মজীবনে হুগলী জেলার জাঙ্গীপাড়া স্কুলে, সোনারপুর হরিনাভি স্কুলে, কলকাতা খেলাৎচন্দ্র মেমোরিয়াল স্কুলে ও বারাকপুরের নিকটবর্তী গোপালনগর স্কুলে শিড়্গকতাসহ নানা পেশায় তাঁর জীবন অতিবাহিত হয়।  
সাহিত্য সাধনাউপন্যাস : পথের পাঁচালী (১৯২৯) [ইংরেজি ও ফরাসি ভাষায় অনূদিত], অপরাজিত (১৯৩১), দৃষ্টিপ্রদীপ (১৯৩৫), আরণ্যক (১৯৩৮), ইছামতী (১৯৪৯)। গল্পগ্রন্থ : মেঘমলস্নার (১৯৩১), মৌরীফুল (১৯৩২), যাত্রাবদল (১৯৩৪), কিন্নর দল (১৯৩৮)। ভ্রমণ দিনলিপি : তৃণাঙ্কুর, স্মৃতির রেখা, বনে পাহাড়ে। কিশোর উপন্যাস : চাঁদের পাহাড়, মিসমিদের কবচ, হীরামানিক জ্বলে।
পুরস্কার সম্মাননাইছামতী উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার লাভ (মরণোত্তর)।  
জীবনাবসানমৃত্যু তারিখ : ১লা নভেম্বর, ১৯৫০ খ্রিষ্টাব্দ।  
উৎস নির্দেশ  পড়ে পাওয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নীলগঞ্জের ফালমন সাহেব গ্রন্থ থেকে সংকলিত হয়েছে।

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন উত্তর

প্রশ্ন -১   নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :

আরিফ ট্যাক্সিক্যাব চালিয়ে জীবিকা নির্বাহ করে। একবার একজন আরোহীকে গšতব্যে পৌঁছে দিয়ে সে বিশ্রাম নিচ্ছিল। সহসা গাড়ির ভিতরে দৃষ্টি পড়তে সে দেখতে পেল একটি মানিব্যাগ পড়ে আছে সিটের ওপর। ব্যাগে অনেকগুলো ডলার। কিন্তু ব্যাগে কোনো ঠিকানা পাওয়া গেল না। সে সন্ধ্যা অবধি অপেক্ষা  করল। নিরম্নপায় হয়ে সে পত্রিকা অফিসে গিয়ে সম্পাদককে একটি বিজ্ঞপ্তি ছাপিয়ে দেবার অনুরোধ জানায়।           

ক.        পড়ে পাওয়া কী ধরনের রচনা? 

খ.        ওর মতো কত লোক আসবে। বিধুর এ কথাটির অর্থ বুঝিয়ে লেখ।         

গ.        উদ্দীপকের আরিফকে কোন যুক্তিতে বিধুদের সঙ্গে তুলনা করা যায়?বুঝিয়ে লেখ।     

ঘ.কলেবরে ড়্গুদ্র হলেও আরিফ চরিত্রটি পড়ে পাওয়া গল্পের মূল সুরকেই ধারণ করে আছে।-মূল্যায়ন কর।

১নং প্রশ্নের উত্তর

ক.        পড়ে পাওয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত কিশোর গল্প।

খ.        ওর মতো কত লোক আসবে পড়ে পাওয়া গল্পে বিধু, লোভী চরিত্রের মানুষদের উদ্দেশে এ কথাটি বলেছে।

            আম কুড়াতে গিয়ে একটি বাক্স কুড়িয়ে পেয়ে বিধু ও তার বন্ধুরা মিলে বাক্সটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে কাগজে খবরটি লিখে রা¯ত্মার ধারে গাছে গাছে লাগিয়ে দেয়। খবর পেয়ে নানা ধরনের অসৎ লোকেরা ভুয়া মালিক সেজে আসতে থাকে। প্রকৃত অর্থে লোভ সামলাতে না পেরে নিজেদের বাক্স না হওয়া সত্ত্বেও তারা বাক্স নিতে আসে। এসব লোভী অসৎ মানুষদের উদ্দেশে বিধু এ মšত্মব্যটি করেছে।

গ.        সৎ ও দায়িত্বশীল চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে আরিফকে বিধু চরিত্রের সঙ্গে তুলনা করা যায়।

            পড়ে পাওয়া গল্পের বিধুরা বাক্সের প্রকৃত মালিকের কাছে বাক্সটা ফিরিয়ে দিতে চেয়েছিল এবং নিজেদের মধ্যে পরামর্শ করে লিফলেট ছাপিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল। এতে তাদের নির্লোভ মনমানসিকতা ও দায়িত্বশীলতার পরিচয় ফুটে উঠেছে।

            উদ্দীপকের আরিফ ট্যাক্সিক্যাব চালিয়ে জীবিকা নির্বাহ করে। একবার একজন আরোহীকে গšত্মব্যে পৌঁছে দিয়ে সে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় গাড়ির ভেতরে একটি মানিব্যাগ পড়ে থাকতে দেখে এবং ব্যাগে অনেক ডলার দেখতে পায়। কিন্তু সে লোভের বশবর্তী না হয়ে মালিককে ব্যাগটি ফিরিয়ে দেয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি ছাপানোর ব্যবস্থা করে।

            কোথাও কোনো জিনিস কুড়িয়ে পেলে তা মালিকের নিকট ফিরিয়ে দেয়া মানব চরিত্রের একটি গুরম্নত্বপূর্ণ নৈতিক গুণ। এই গুরম্নত্বপূর্ণ নৈতিক গুণটিরই প্রতিফলন লড়্গ করা যায় উদ্দীপকের আরিফ এবং গল্পের বিধুদের মধ্যে। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়Ñ নৈতিকতা ও সৎ মানসিকতার দিক থেকে আরিফ ও বিধু চরিত্রটি সাদৃশ্যপূর্ণ।

ঘ.        “কলেবরে ড়্গুদ্র হলেও আরিফ চরিত্রটি পড়ে পাওয়া গল্পের মূল সুরকেই ধারণ করে আছে।” মšত্মব্যটি যথার্থ।

            পড়ে পাওয়া গল্পের লেখক এ গল্পটিতে একদল কিশোরের নির্লোভ মানসিকতার পরিচয় তুলে ধরেছেন।

            গল্পে এক ঝড়ের রাতে বাদল ও গল্পকথক একটি টিনের বাক্স কুড়িয়ে পায়। বিধুর নেতৃত্বে একদল গ্রাম্য কিশোর লোভ-লালসার ঊর্ধ্বে উঠে সেই টিনের বাক্সের প্রকৃত মালিককে খুঁজে বের করতে তৎপর হয়ে ওঠে। শেষ পর্যšত্ম তারা টিনের বাক্সের প্রকৃত মালিক খুঁজেও পায় এবং তাকে টিনের বাক্সটি ফিরিয়ে দেয়। উদ্দীপকের আরিফও তার ট্যাক্সিক্যাবে কোনো এক আরোহীর ফেলে যাওয়া মানিব্যাগটি ফিরিয়ে দেওয়ার জন্য যে প্রচেষ্টা চালিয়েছে, তা এ সততা ও নৈতিকতারই পরিচায়ক।

            সততা, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা এগুলো একজন সৎ লোকের গুরম্নত্বপূর্ণ চারিত্রিক বৈশিষ্ট্য গুরম্নত্বপূর্ণ বৈশিষ্ট্য। এসব আদর্শে উজ্জীবিত মানুষ নৈতিক চেতনায় সবার ঊর্ধ্বে থাকেন। আর এ আদর্শেরই প্রতিফলন লড়্গ করা যায় উদ্দীপকের আরিফের মধ্যে।

পড়ে পাওয়া গল্পের মূল বিষয় সততা ও নৈতিকতা ও দায়িত্বশীলতার প্রতিফলন উদ্দীপকের স্বল্প পরিসরে আরিফের মধ্যে উঠে আসায় প্রশ্নে উলিস্নখিত মšত্মব্যটি যথার্থ।

প্রশ্ন -২   নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :

সন্ধ্যায় দেখা গেল, নিজেদের ছাগলের সাথে অতিরিক্ত একটি ছাগলও আথালে ঢুকছে। এশার নামাজ পার হয়ে গেল, কিন্তু কেউ খোঁজ নিতে এলো না। দাদু বললেন, না, না, চুপ করে থাকা ঠিক হবে না। এক কাজ কর, রফিক-শফিক বেরিয়ে পড়। প্রতিবেশী নাবিল আর তালিমকে সাথে নিয়ে দুজন দুদিকে যেও। মসজিদ থেকে চোঙ্গা নিয়ে গাঁয়ে ঘোষণা দিয়ে আস। কিছুড়্গণের মধ্যে দু ভাই দাদুর পরামর্শমতো বলতে লাগল, ভাইসব, একটি ছাগল পাওয়া গেছে। যাদের ছাগল তারা দয়া করে মতিন শিকদারের বাড়ি থেকে নিয়ে যান।

ক.        লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কোন ধরনের লেখক হিসেবে সমধিক পরিচিত?       

খ.        দুজনই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম। কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?   

গ.        রফিক-শফিকের চোঙ্গা ফোঁকার ঘটনাটি পড়ে পাওয়া গল্পের কোন ঘটনার সাথে সংগতিপূর্ণ? ব্যাখ্যা কর।                       

ঘ. উদ্দীপকের দাদু যেন পড়ে পাওয়া গল্পের মূল চেতনারই প্রতিভূÑ বিশেস্নষণ কর।

২নং প্রশ্নের উত্তর

ক.        লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রকৃতিপ্রেমী ও জীবনধর্মী লেখক হিসেবে সমধিক পরিচিত।

খ.        দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলামÑ কথাটিতে কিশোরদের সৎ ও নির্লোভ মানসিকতার দিকটিকে বোঝানো হয়েছে।

            পড়ে পাওয়া গল্পে এ দুজন হচ্ছে বাদল এবং গল্পকথক। আম কুড়াতে গিয়ে কুড়িয়ে পাওয়া বাক্সটি হয়তো কোনো গরিব লোকের হবে, সে হয়তো বাক্সের চিšত্মায় রাতে ঘুমোচ্ছে না, তার কষ্ট হবে এই চিšত্মা করে কথক বাদলকে বাক্সের তালা ভাঙতে নিষেধ করে এবং বাক্সটি ফেরত দেয়ার কথা চিšত্মা করে। গরিব মানুষের প্রতি তাদের এ ভালোবাসা ও সহানুভূতি ধর্মেরই অঙ্গ। তাই বলা হয়েছে, দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম।

গ.        রফিক-শফিকের চোঙা ফোঁকার ঘটনাটি পড়ে পাওয়া গল্পের বিধু, নিধু, বাদলদের গাছে কাগজের লিফলেট লাগানোর ঘটনার সাথে সংগতিপূর্ণ।

সততা, নির্লোভ মানসিকতা, কর্তব্যপরায়ণতা প্রভৃতি মানব চরিত্রের মহৎ গুণ। পড়ে পাওয়া গল্পটির মধ্যে এই নীতিবোধগুলোর প্রকাশ লড়্গণীয়। লেখক এখানে গল্প বলার ছলে একদল কিশোরের নির্লোভ ও দায়িত্বশীল মানসিকতার চিত্র অঙ্কন করেছেন।

গল্পে বিধুরা নদীর ধারে রা¯ত্মায় ভিন্ন ভিন্ন গাছে কাগজের লিফলেট লাগায়। কারণ তারা বাক্সের প্রকৃত মালিককে খুঁজে বের করে বাক্সটি ফেরত দিতে চায়। এর মধ্য দিয়ে তাদের উন্নত নৈতিকতাবোধের পরিচয় পাওয়া যায়। উদ্দীপকে রফিক ও শফিকের বাড়িতে নিজেদের ছাগলের সঙ্গে অন্য একজনের ছাগল আথালে ঢুকে পড়ে। তাই তারা দাদুর পরামর্শমতো ছাগলের প্রকৃত মালিককে খুঁজে বের করার জন্য চোঙ্গা নিয়ে গাঁয়ে ঘোষণা দেয়Ñযার ছাগল সে যেন এসে মতিন শিকদারের বাড়ি থেকে নিয়ে যায়। সুতরাং রফিক-শফিকের চোঙ্গা ফোঁকার ঘটনাটি পড়ে পাওয়া গল্পের বাক্সটি ফিরিয়ে দেওয়ার জন্য গাছে লিফলেট টানানোর ঘটনার সাথে সংগতিপূর্ণ।

ঘ.        “উদ্দীপকের দাদু যেন পড়ে পাওয়া গল্পের মূল চেতনারই প্রতিভূ” মšত্মব্যটি যথার্থ।

পড়ে পাওয়া গল্পে কিশোরদের ঐক্যচেতনার যেমন পরিচয় পাওয়া যায়, তাদের চারিত্রিক দৃঢ়তার পাশাপাশি তীড়্গ্ন বিবেচনাবোধও পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। কিশোরদের এমন সততা, নিষ্ঠা ও কর্তব্যবোধে বয়োজ্যেষ্ঠরাও বিস্মিত, অভিভূত। গল্পকার কিশোরদের চরিত্রের দ্বারা আলোচ্য চেতনাকে ফুটিয়ে তুলেছেন। তারা বাক্সের মালিককে খুঁজে বের করে তার হাতে বাক্সটি বুঝিয়ে দেয়ার ব্যবস্থা করেছে।

            উদ্দীপকের রফিক, শফিক দাদুর কথামতো মসজিদ থেকে চোঙ্গা নিয়ে ছাগল পাওয়ার ঘোষণার প্রচার করে। কারণ দাদু জানে ছাগলটি তাদের নয়, আর যে ব্যক্তির ছাগলটি হারিয়েছে সে হয়তো ছাগলের চিšত্মায় রাতে ঘুমাতে পারবে না। তাই তিনি তাদেরকে ঘোষণা দিতে বলেন। অথচ ইচ্ছা করলে তিনি ছাগলটি নিজের সম্পত্তিতে পরিণত করতে পারতেন। কিন্তু তার নির্লোভ মানসিকতা এবং কর্তব্যবোধ তাকে সততার ব্যাপারে অটল থাকতে সাহায্য করেছে, যা গল্পের মূল চেতনাকে ধারণ করেছে।

            তাই বলা যায়, উদ্দীপকের দাদু পড়ে পাওয়া গল্পের মূল চেতনার প্রতিভূ।

নির্বাচিত সৃজনশীল প্রশ্ন ও উত্তর

প্রশ্ন -৩  নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :

অর্ণব তার মায়ের অপারেশনের টাকা জোগাড় করার জন্য দিশেহারা। হঠাৎ সে হাসপাতালের সিঁড়িতে পাঁচশ টাকার এক বান্ডিল নোট দেখতে পায়। তার মন আনন্দে ভরে ওঠে। পরড়্গণেই যার টাকা তার কথা ভেবে সে মর্মাহত হয়। অবশেষে সে টাকাগুলো থানায় জমা দেয় এবং প্রকৃত মালিক তা ফেরত পায়।

ক.        বালকদের মধ্যে কার হাতের লেখা ভালো ছিল?                                                                                     ১

খ.        “দুজনে হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম।’ ব্যাখ্যা কর।                                                                                               ২

গ.        উদ্দীপকের অর্ণবের সাথে পড়ে পাওয়া গল্পের কিশোরদের সাদৃশ্য দেখাও।                                            ৩

ঘ.“উদ্দীপকটিতে যেন পড়ে পাওয়া গল্পের মূল চেতনারই সন্ধান মেলে।”Ñ উক্তিটির যথার্থতা নিরূপণ কর।                      ৪

৩নং প্রশ্নের উত্তর

ক.        বালকদের মধ্যে বাদলের হাতের লেখা ভালো।

খ.        পাঠ্যপুসতকের ২নং অনুশীলনী অংশের খ নং উত্তর দ্রষ্টব্য।

গ.        কুড়িয়ে পাওয়া অর্থসম্পদ প্রকৃত মালিককে ফিরিয়ে দেয়ার মাধ্যমে গল্পের কিশোরদের সাথে উদ্দীপকের অর্ণবের সাদৃশ্য রয়েছে।

            অর্থসম্পদের প্রতি লোভ চিরšত্মন। তা পড়ে পাওয়া বা যেকোনোভাবেই হোক না কেন। তবে এ লোভ সংবরণের জন্য ভালো মানসিকতার অধিকারী হতে হয়। এ ধরনের মন-মানসিকতার পরিচয় দিয়েছে উদ্দীপকের অর্ণব ও গল্পের কিশোররা।

            উদ্দীপকের অর্ণব মায়ের অপারেশনের টাকার ভাবনায় অস্থির। এ অবস্থায় হাসপাতালের সিঁড়িতে পেয়ে যায় অনেক টাকা। সে ড়্গণিকের জন্য উৎফুলল্ল  হলেও টাকার মালিকের কথা ভেবে পরক্ষণেই মর্মাহত হয়। যথাযথ ব্যবস্থা নিয়ে প্রকৃত মালিককে টাকা ফিরিয়ে দেয় সে। গল্পের কিশোররাও পড়ে পাওয়া অর্থসম্পদ অত্যšত  সতর্কতার সাথে প্রকৃত মালিককে ফিরিয়ে দেয়। তাই বলা যায়, অর্ণব ও কিশোরদের ঘটনা সাদৃশ্যপূর্ণ।

ঘ.     উদ্দীপকটিতে যেন পড়ে পাওয়া গল্পের মূল চেতনারই সন্ধান মেলে। উক্তিটি যথার্থ।

            লোভ লালসা জীবনেরই অনুষঙ্গ। তারপরও নৈতিকতা ও দায়িত্বশীলতা থাকবে। থাকবে মানবীয় গুণের বহিঃপ্রকাশ। এ চেতনারই মূর্ত প্রতীক উদ্দীপকের অর্ণব ও পড়ে পাওয়া গল্পের কিশোররা। তাদের মধ্যে লোভ থাকলেও কেউই লোভের কাছে নতি স্বীকার করেনি।

            উদ্দীপকের অর্ণবের মায়ের অপারেশন। টাকা জোগাড় করতে না পেরে সে দিশেহারা। এ পরিস্থিতিতে হাসপাতালের সিঁড়িতে অনেক টাকা পেয়েও অর্ণব লোভ সংবরণ করেছে। মায়ের চিকিৎসার খরচ হিসেবে ব্যবহার না করে প্রকৃত মালিককে তার অর্থ ফিরিয়ে দেওয়াকে শ্রেয় মনে করেছে। অর্ণবের এ চেতনাই প্রতিফলিত হয়েছে পড়ে পাওয়া গল্পের কিশোরদের মধ্যে। তারা পড়ে পাওয়া অর্থ সম্পদ প্রথমে ভোগ দখলের চিšত্মা করলেও পরড়্গণে সে চিšত্মা বিসর্জন দিয়েছে। প্রকৃত মালিকের খোঁজে ব্যতিব্য¯ত্ম হয়ে পড়েছে। এ চেতনায় অর্ণবের চেতনারই বহিঃপ্রকাশ ঘটে।

            উলিস্নখিত আলোচনায় বলা যায়, প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।

প্রশ্ন -৪  নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :

রিকশাওয়ালা জাভেদ রা¯ত্মায় ব্যাগ ভর্তি টাকা পড়ে পেল। প্রথমে সে মনে করল এই টাকা দিয়ে সে ব্যবসা করে বড়লোক হবে। কিন্তু সন্ধ্যায় বাসায় ফিরে ভাবল যার টাকা সে কতটা কষ্ট পাচ্ছে। একথা ভেবে সে সিদ্ধানত  নিল যে, পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে প্রকৃত মালিককে টাকা ফিরিয়ে দিবে। এজন্য সে পত্রিকায় বিজ্ঞপ্তি দিল।

ক.        পত্রপাঠ বিদায় কথাটির অর্থ কী?                                                                                                          ১

খ.        এখন জলে নামব নাÑকথাটির প্রাসঙ্গিকতা বর্ণনা কর।                                                                           ২

গ.        উদ্দীপকের জাভেদের সিদ্ধাšত্ম পড়ে পাওয়া গল্পের যে  দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা কর।                      ৩

ঘ.“উদ্দীপকে জাভেদের মনোভাব ও পড়ে পাওয়া গল্পের বালকদের অনুভূতি একই সূত্রে গাঁথা।”Ñ উক্তিটির যথার্থতা বিচার কর।       ৪

৪নং প্রশ্নের উত্তর

ক.        পত্রপাঠ বিদায় কথাটির অর্থ হচ্ছে তৎড়্গণাৎ বিদায়।

খ.        ঝড় শুরম্ন হতে পারে সে কারণে বিধু বন্ধুদেরকে বলেছিল এখন পানিতে নামব না।

            কালবৈশাখীর ঝড় শুরম্ন হলে আম কুড়ানোর আনন্দ ভাষায় প্রকাশ করার মত নয়। বিশেষ করে বাড়–য্যেদের মাঠের বাগানে চাঁপাতলীর আম যেমন সুস্বাদু, তেমনি মিষ্টি। বন্ধুদের মধ্যে বিধুর কথা সকলে মানে। তাই যদি ঝড় শুরম্ন হয় তাহলে আম কুড়াতে হবে, শুধু শুধু আর নদীতে স্থান করে লাভ নেই। বিধুর বিজ্ঞতাসুলভ উক্তিটি এড়্গেেত্র প্রাসঙ্গিক।

গ.        পড়ে পাওয়া গল্পের গুরম্নত্বপূর্ণ দিক কিশোরদের সততা, নিষ্ঠা ও কর্তব্যবোধ। গল্পের এ দিকটির সাথে উদ্দীপকের জাভেদের সিদ্ধাšত্ম সাদৃশ্যপূর্ণ।

            লোভ সহজাত হলেও উদ্দীপক ও গল্পে তা ড়্গণস্থায়ী হয়েছে দায়িত্বশীলতার কাছে। বয়সে ছোট হলেও গল্পের কিশোররা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে পড়ে পাওয়া অর্থ সম্পদ ফিরিয়ে দেয়ার সিদ্ধাšত্ম নিয়ে। অনুরূপ দায়িত্বশীলতা ও কর্তব্যবোধের পরিচয় দিয়েছে রিকশাওয়ালা জাভেদ।

            উদ্দীপকের রিকশাওয়ালা জাভেদ ব্যাগভর্তি টাকা পেয়ে বড়লোক হবার স্বপ্ন দেখে। কিন্তু তার সততা, নিষ্ঠা ও কর্তব্যবোধের কাছে সব স্বপ্ন যেন ধূলিসাৎ হয়ে যায়। সে প্রকৃত মালিকের খোঁজে ব্যতিব্য¯ত্ম হয়ে পড়ে। অনুরূপ পরিকল্পনা দেখা যায় গল্পের কিশোরদের মধ্যে। তাই বলা যায়, উদ্দীপকের জাভেদের সিদ্ধাšত্ম পড়ে পাওয়া গল্পের কিশোর চরিত্রের গুরম্নত্বপূর্ণ দিক সততা, নিষ্ঠা ও কর্তব্যবোধের সাথে সাদৃশ্যপূর্ণ।

ঘ.        “উদ্দীপকের জাভেদের মনোভাব ও পড়ে পাওয়া গল্পের বালকদের অনুভূতি একই সূত্রে গাঁথা।”উক্তিটি যেকোনো বিচারেই যথার্থ।

            মানুষ অনেক ড়্গেেত্রই উন্নত মানবিক বোধের পরিচয় দেয়। স্বার্থের বেড়াজাল থেকে মুক্ত হয়ে দৃষ্টানত  স্থাপন করে হয়ে ওঠে অনুসরণীয় ও অনুকরণীয়। এ ধরনের দৃষ্টানত দেখা পাওয়া যায় প্রশ্নোক্ত উক্তিটিতে।

            উদ্দীপকের জাভেদ রিকশাওয়ালা। অবর্ণনীয় কষ্টে তার জীবিকা নির্বাহ হয়। এ অবস্থায় ব্যাগভর্তি টাকা তার চরম প্রার্থিত। যে টাকার লোভ সংবরণ করা অত্যšত্ম দুরূহ। কিন্তু উন্নত মানবিকতাবোধসম্পন্ন জাভেদ তার মনোভাব পাল্টে ফেলে। সে উন্নত কর্তব্যবোধের পরিচয় দেয়। তার মনের পর্দায় ভেসে ওঠে যে ব্যক্তির টাকা হারিয়েছে তার কষ্টের চিত্র। এ মনোভাবের যথাযথ মূল্য দিয়ে সে পত্রিকায় বিজ্ঞাপন দেয় প্রকৃত মালিককে টাকা ফিরিয়ে দিতে। অনুরূপ মনোভাবের পরিচয় মেলে পড়ে পাওয়া গল্পের বালকদের অনুভূতিতে। বালকরা অর্থ সম্পদ পেয়ে তা ভোগের চিšত্মা পরিহার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দেয়ার চেষ্টায় ব্য¯ত্ম হয়ে পড়ে।

            উলিস্নখিত আলোচনায় বলা যায়, প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।

প্রশ্ন –৫  নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :

জসিম মাইক্রোবাস চালিয়ে জীবিকা নির্বাহ করে। একবার এক যাত্রীকে গšত্মব্যে পৌঁছে দিয়ে বিশ্রাম নিচ্ছিল। সহসা তার গাড়ির ভিতরে দৃষ্টি পড়তেই দেখতে পেল, একটি তালা বন্ধ সুটকেস পড়ে আছে। কিন্তু ঐ ব্যাগে কোনো ঠিকানা পাওয়া না যাওয়ায় সে ঘটনা কাগজে লিখে প্রচার করল।

ক.        পড়ে পাওয়া কী ধরনের রচনা?                                                                                                              ১

খ.        ওর মত কত লোক আসবে”Ñকথাটি বুঝিয়ে লেখ।                                                                                              ২

গ.        উদ্দীপকে জসিমকে কোন যুক্তিতে বিধুদের সঙ্গে তুলনা করা যায়?                                                       ৩

ঘ. “জসিমের ঘটনাটি ড়্গুদ্র হলেও চরিত্রটি পড়ে পাওয়া গল্পের মূল চরিত্রকেই লালন করে আছে”Ñমূল্যায়ন কর। ৪

৫নং প্রশ্নের উত্তর

            [বোড বর্ই সৃজনশীল ১ নং প্রশ্নের উত্তর দ্রষ্টব্য। শুধু আরিফের জায়গায় জসীম হবে এবং ট্যাক্সি ক্যাব চালকের স্থলে হবে মাইক্রো বাস চালক আর মানিব্যাগের স্থলে হবে তালাবদ্ধ সুটকেস]

অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন উত্তর

প্রশ্ন -৬  নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :

রা¯ত্মায় যাওয়ার পথে একটি লোককে চিৎকার করে কাঁদতে দেখে থমকে দাঁড়ায় মুহসীন। কী হয়েছে জানতে চাইলে লোকটি বলে একটি চোর তার মানিব্যাগ চুরি করেছে। মুহসীন চারদিকে তাকিয়ে চোরের গতিবিধি লড়্গ করে তার পিছু নিল। অনেক কষ্টে চোরটিকে ধরল, কিন্তু ততড়্গণে মানিব্যাগের মালিক অন্যত্র চলে গেল। মানিব্যাগ ভর্তি টাকা ছিল। মানিব্যাগে পাওয়া ঠিকানা অনুযায়ী টাকাসহ মানিব্যাগটি ফেরত দিয়ে আসল মুহসীন।

ক.        কোথায় ভূত আছে বলে সবাই জানে?                                                                                                    ১

খ.        কালবৈশাখীর ঝড় মানেই আম কুড়ানো! উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?                                          ২

গ.        উদ্দীপকের ঘটনাটি পড়ে পাওয়া গল্পের কোন কোন ঘটনাকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।                         ৩

ঘ.সততা ও নির্লোভ মানসিকতায় উদ্বুদ্ধ হয়েই মুহসীন মানিব্যাগ ফেরত দিয়েছিল- পড়ে পাওয়া গল্পের আলোকে বিশেস্নষণ কর। ৪

৬নং প্রশ্নের উত্তর

ক.        তেঁতুলগাছে ভূত আছে বলে সবাই জানে।

খ.        কালবৈশাখীর ঝড় মানেই আম কুড়ানো!Ñ উক্তিটি দ্বারা গ্রামবাংলার বৈশাখের চিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে।

            কালবৈশাখীর ঝড় এলেই গ্রামের দুরত্ম ছেলেরা আম কুড়াতে ব্য¯ত্ম হয়ে পড়ে। কালবৈশাখী মানেই ধ্বংস আর দুর্যোগের ঘনঘটা। কিন্তু বিভীষিকাময় এ ঝড়ও ছেলেমেয়েদের দুরত্মপনার কাছে পরাজিত হয়। বৈশাখে আম পাকে। আর দুরত্ম গতির হাওয়ায় সেসব পাকা আম টপাটপ গাছ থেকে ঝরে পড়ে। গ্রামের ছেলে-মেয়েরা শত দুর্যোগের মধ্যেও মনের আনন্দে সেসব আম কুড়ায়।

গ.        উদ্দীপকের ঘটনাটি পড়ে পাওয়া গল্পের কিশোরদের বাক্স পেয়ে সেটি প্রকৃত মালিকের কাছে ফেরত দেয়ার ঘটনাকে ইঙ্গিত করে।

            গল্পে লেখক ও বাদল এক ঝড়ের রাতে একটি টিনের বাক্স পায়। এ বাক্সটি তারা নিজেরা আত¥সাৎ না করে প্রকৃত মালিকের কাছে ফেরত দেয়ার জন্য প্রচেষ্টা চালায় এবং অবশেষে তারা সফল হয়। প্রকৃত মালিকের কাছে শেষ পর্যšত্ম বাক্সটি ফিরিয়ে দেয় কিশোররা।

            উদ্দীপকে দেখা যায়, মুহসীন রা¯ত্মায় কাঁদতে দেখা লোকটিকে বিপদ থেকে উদ্ধারের জন্য সে চোরের পেছনে ছোটে। অবশেষে কান্নারত লোকটির মানিব্যাগ সংগ্রহ করে তাতে প্রচুর টাকা থাকা সত্ত্বেও সে মানিব্যাগটি লোকটিকে ফেরত দিতে চায়। লোকটিকে না পেয়ে তার ঠিকানামতো মানিব্যাগটি পৌঁছে দেয়।

            পথেঘাটে বা অন্য কোথাও কারও কোনো জিনিস পেলে তা মালিকের কাছে পৌঁছে দেয়াই প্রকৃত বিবেকবান মানুষের কাজ। এমনই একটি ঘটনাকে কেন্দ্র করে পড়ে পাওয়া গল্পে ও উদ্দীপকে সাদৃশ্য লড়্গণীয়। এ ঘটনাটি প্রকৃতপড়্গে পড়ে পাওয়া গল্পের বাক্স ফেরত দেয়ার ঘটনাটিকেই ইঙ্গিত করে।

ঘ.        সততা ও নির্লোভ মানসিকতায় উদ্বুদ্ধ হয়েই মুহসীন মানিব্যাগ ফেরত দিয়েছিল। মšতব্যটি যথার্থ।

            পড়ে পাওয়া গল্পে গল্পকথক ও তার বন্ধু একটি টিনের বাক্স পড়ে পায়। ইচ্ছা করলে তারা এটি নিজেরা নিতে পারত। কিন্তু সততায় উৎসাহিত হয়ে নির্লোভ মানসিকতা থেকে তারা দায়িত্বশীলতার সাথে প্রকৃত মালিককে বাক্সটি ফেরত দেয়।

            বর্তমান সমাজে লোভ ও অসততা মহামারীর মতো ছড়িয়ে পড়েছে।

            উদ্দীপকে রা¯ত্মায় যাওয়ার পথে একজন লোকের মানিব্যাগ চুরি হলে সেটি উদ্ধারে মুহসীন চোরের পিছু নেয়। কিন্তু মানিব্যাগ উদ্ধার করে নিয়ে এসে সেই লোকটিকে আর পায় না। সে ইচ্ছা করলে এই মানিব্যাগ নিজেই হ¯ত্মগত করতে পারত। কিন্তু সততা ও নির্লোভ মানসিকতা থাকলে কেউ অন্যের জিনিস আত¥সাৎ করতে পারে না। সততা এবং নির্লোভ মানসিকতা মানুষকে সত্যিকারের মানুষে উন্নীত করতে পারে। এই মানসিকতার কারণেই মুহসীন মানিব্যাগে পাওয়া ঠিকানা অনুযায়ী ব্যাগের মালিককে ব্যাগটি ফেরত দিয়ে আসে।       এই উন্নত নীতিবোধেরই প্রকাশ দেখা যায় উদ্দীপক এবং পড়ে পাওয়া গল্পে।

            সুতরাং বলা যায়, সততা ও নির্লোভ মানসিকতায় উদ্বুদ্ধ হয়েই উদ্দীপকের মুহসীন ও পড়ে পাওয়া গল্পের কিশোররা প্রকৃত মালিককে জিনিসটি ফেরত দেয়।

প্রশ্ন -৭  নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :

মাঠে অনেক শিশু-কিশোর মিলে খেলা করছিল। হঠাৎ মিল্টন বলল তার বলটি খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদের মধ্যে শফিক ছিল সবার বড়। তাই শফিক মিল্টনকে শাšত্ম হতে পরামর্শ দিল। এবং সবাইকে বলল, বলটি খুঁজে বের করার চেষ্টা কর। শফিকের নির্দেশমতো সবাই বল খোঁজা শুরম্ন করল এবং বিজু বলটি খুঁজে পেয়ে মিল্টনকে দিয়ে দিল।

ক.        পড়ে পাওয়া গল্পটি লেখকের কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে?                                                                 ১

খ.        অল্পক্ষণ পরেই প্রমাণ হলো, ও আমাদের চেয়ে কত বিজ্ঞ। উক্তিটি কেন করা হয়েছে?                            ২

গ.        উদ্দীপকের শফিকের সাথে পড়ে পাওয়া গল্পের কোন চরিত্রের মিল রয়েছে? বর্ণনা কর।                        ৩

ঘ.      উদ্দীপকে পড়ে পাওয়া গল্পের শিক্ষণীয় বিষয়ের পরিপূর্ণ প্রয়োগ ঘটেছে মšতব্যটির যথার্থতা নিরূপণ কর।৪

 ৭নং প্রশ্নের উত্তর

ক.        পড়ে পাওয়া গল্পটি লেখকের নীলগঞ্জের ফালমন সাহেব গ্রন্থ থেকে নেয়া হয়েছে।

খ.        অল্পক্ষণ পরেই প্রমাণ হলো, ও আমাদের চেয়ে কত বিজ্ঞ পড়ে পাওয়া গল্পে বিধু সম্পর্কে লেখক উক্তিটি করেছিলেন।

            একদিন পশ্চিম আকাশে মেঘের ড়্গীণ গুড় গুড় আওয়াজ শুনে বিধু বুঝতে পারে এটি ঝড়ের পূর্বাভাস। তার সঙ্গীরা প্রথমে সে কথা বিশ্বাস করেনি কিন্তু বিধু চাঁপাতলীর আম কুড়াতে একাই যেতে চাইলে সবাই ততড়্গণে তার সাথে একমত হয়। এর কিছুড়্গণ পরই প্রচ- বেগে ঝড় শুরম্ন হয়। এ প্রসঙ্গেই গল্পকথক বলেন, অল্পড়্গণ পরেই প্রমাণ হলো ও আমাদের চেয়ে কত বিজ্ঞ।

গ.        সৎ মানসিকতা এবং দায়িত্বশীল নেতৃত্বের দিক থেকে উদ্দীপকের শফিকের সাথে পড়ে পাওয়া গল্পের বিধু চরিত্রের মিল পাওয়া যায়।

            পড়ে পাওয়া গল্পে বিধুর নির্দেশেই অন্যরা আম কুড়াতে গিয়েছিল এবং কুড়িয়ে পাওয়া টিনের বাক্সটির মুখ খোলা থেকে বিরত করেছিল। পরে বিধুর নির্দেশেই বাক্সটি যথাযোগ্য মালিককে ফিরিয়ে দেয়ার উদ্যোগ নেয়া হয় এবং অনেকদিন অপেড়্গার পর বাক্সটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয়া সম্ভব হয়েছিল। এখানে দেখা যাচ্ছে বিধুই গল্পের মূল নায়ক এবং দলনেতা হিসেবে গল্পের অন্য চরিত্রগুলো বিধুকে মান্য করছে। দলনেতার নির্দেশমতো কাজ করে তারা সুন্দর ও সুচারম্নভাবে একটি মহৎ কাজ করতে সড়্গম হয়েছে।

            উদ্দীপকেও দেখা যায়, মিল্টনের বলটি হারিয়ে গেলে শফিক বিজ্ঞের মতো মিল্টনকে শাšত্ম হওয়ার পরামর্শ দেয়। সবাইকে বলটি খুঁজে বের করতে বলে। তার নির্দেশমতো বলটি খুঁজে বের করে মিল্টনকে ফেরত দেওয়া হয়। এখানে শফিক বিধুর মতো দলনেতা হয়ে বিজ্ঞতার পরিচয় দিয়েছে। তাই বলা যায় যে, চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে উদ্দীপকের শফিক চরিত্রের সাথে বিধু চরিত্রের মিল রয়েছে।

ঘ.        উদ্দীপকে পড়ে পাওয়া গল্পের শিড়্গণীয় বিষয়ের পরিপূর্ণ প্রয়োগ ঘটেছেÑ মšত্মব্যটি যথার্থ।

            পড়ে পাওয়া গল্পের শিড়্গণীয় বিষয়গুলো হলো কিশোরদের সুদৃঢ় নৈতিক অবস্থান। এ গল্পে কিশোরদের ঐক্যচেতনার যেমন পরিচয় পাওয়া যায় তেমনি তাদের উন্নত মানবিক বোধেরও প্রকাশ ঘটেছে। এখানে কিশোরদের সততা, নিষ্ঠা, কর্তব্যবোধ ও তীড়্গ্ন বিবেচনাবোধ পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। এছাড়া ঐক্যচেতনা ও নেতার নির্দেশ মান্য করাও এ গল্পের শিক্ষণীয় দিক।

            উদ্দীপকে মিল্টনের বল হারিয়ে গেলে শফিক দলনেতার ভূমিকায় অবতীর্ণ হয়ে বলটি খোঁজার পরামর্শ দেয়। অন্য বালকরা তার নির্দেশমতো বল খুঁজে বের করে মিল্টনকে ফেরত দেয়। এতে পড়ে পাওয়া গল্পের বিবেচনাবোধ, ঐক্যচেতনা ও নেতার নির্দেশ মান্য করার বিষয়গুলো প্রতিফলিত হয়েছে। যা উদ্দীপকের মূলসুরের সাথে সাদৃশ্যপূর্ণ।

            সুতরাং বলা যায়, পড়ে পাওয়া গল্পের শিড়্গণীয় বিষয় পরিপূর্ণভাবে উদ্দীপকে প্রতিফলিত হয়েছে। অর্থাৎ প্রশ্নে উলিস্নখিত মšতব্যটি যথার্থ।

প্রশ্ন -৮  নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :

মানিক-তপন-শিবলুদের পুকুরঘাটে গতকাল দুপুরে মানিব্যাগসহ একটি জামা পাওয়া গেছে। যথাযথ প্রমাণসহ জামাটি নেয়ার জন্য অনুরোধ করে সর্বত্র মাইকিং করা হলোÑ পরের দিন জামা নিতে আসা চারজন লোককে ফিরিয়ে দিল শিবলু। কারণ প্রমাণের অভাব ছিল। অবশেষে দশ-বারো দিন পর পুকুরঘাটে আসা একটি লোকের মুখের বর্ণনা শুনে তপন ভাবল জামাটি তারই হবে। তাই শিবলুকে ডেকে নিয়ে এসে জামাটি তারা লোকটিকে ফেরত দিল।

ক.        বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ কীর্তি কী?                                                                                        ১

খ.        না-ও উকিলই হবে কার সম্পর্কে কেন একথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।                                                 ২

গ.        উদ্দীপকটি পড়ে পাওয়া গল্পের কোন দিকটি উদ্দীপকে প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।                          ৩

ঘ.         শিবলুর চরিত্রের সঙ্গে পড়ে পাওয়া গল্পের বিধুর চরিত্রের বেশি মিল খুঁজে পাওয়া যায় কি?- মতের পক্ষে যুক্তি দাও।৪

৮নং প্রশ্নের উত্তর

ক.        পথের পাঁচালী এবং অপরাজিত উপন্যাস দুটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ কীর্তি।

খ.        না-ও উকিলই হবেÑ এ কথাটি বিধুর সম্পর্কে বলা হয়েছে।

            পড়ে পাওয়া গল্পের কুড়িয়ে পাওয়া বাক্সটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে গিয়ে বিধু যে বিচড়্গণতার পরিচয় দিয়েছে তা উকিলদের মতোই। বিধু সাক্ষী হিসেবে সিধু, তিনুকে হাজির করার পাশাপাশি বাক্সের মালিকের কাছ থেকে সব মালামাল বুঝে নেয়ার প্রমাণও রাখল। মূলত সূক্ষ্ম বিবেচনাবোধের জন্যই বিধু সম্পর্কে এ কথাটি বলা হয়েছে।

গ.        উদ্দীপকে পড়ে পাওয়া গল্পে বাদল, বিধু, তিনু, সিধুদের কুড়িয়ে পাওয়া বাক্সের খবর প্রচার করার দিকটির প্রতিফলন ঘটেছে।

            পড়ে পাওয়া গল্পে বিধু, সিধু, তিনু, নিধু, বাদলÑ এরা কালবৈশাখী ঝড়ে আম কুড়াতে যায়। আম কুড়িয়ে বাড়ি ফেরার পথে রা¯ত্মার মধ্যে একটি বাক্স বাদলের পায়ে লাগে। নৈতিক মূল্যবোধের কারণে তারা কুড়িয়ে পাওয়া বাক্সটি না খুলে প্রকৃত মালিকের কাছে ফেরত দিতে চায়। এজন্য বিধু কৌশল বের করে। ঘুড়ির মাপে কাগজ কেটে তাতে বাক্স পাওয়ার খবরটি লিখে গাছের গায়ে লাগিয়ে দেয়।

            উদ্দীপকের ঘটনাটিও বিধুদের এ ঘটনার সঙ্গে মিলে যায়। মানিক-তপন-শিবলুদের পুকুরঘাটে মানিব্যাগসহ একটি জামা পাওয়া যায়। তারা মানিব্যাগসহ পাওয়া জামাটি প্রকৃত মালিককে ফেরত দিতে প্রচার করে। সুতরাং বলা যায়, প্রকৃত মালিককে তার প্রাপ্য ফিরিয়ে দেয়ার জন্য প্রচারের দিক দিয়ে উদ্দীপক ও গল্পের মিল রয়েছে।

ঘ.        শিবলুর চরিত্রের সঙ্গে পড়ে পাওয়া গল্পের বিধুর চরিত্রের সবচেয়ে বেশি মিল খুঁজে পাওয়া যায়।

            পড়ে পাওয়া গল্পের প্রধান চরিত্র বিধু। আম কুড়াতে গিয়ে একটি টিনের বাক্স কুড়িয়ে পায় তারা। এ বাক্সে টাকা পয়সা এবং সোনার গহনা ছিল। কিন্তু লোভ পরিহার করে কিশোররাও বাক্স খোলা থেকে বিরত থাকে এবং বাক্সটি ফেরত দেয়ার উদ্যোগ নেয়। বিধুই কৌশল বের করে এবং বাক্স পাওয়ার খবর সবাই মিলে প্রচার করে। পরবর্তীতে বাক্স ফেরত দেয়ার সময় উকিলের মতো কৌশল অবলম্বন করে প্রকৃত মালিকের হাতে বাক্সটি ফিরিয়ে দেয় বিধু এবং অন্য কিশোররা।

            উদ্দীপকে শিবলু পুকুরপাড়ে মানিব্যাগসহ জামা পেলে মাইকিং করে তা জানায়। এতে পরের দিন চারজন ভ- লোক জামা নিতে এ শিবুল তাদের ভ-ামি বুঝতে পারে। অবশেষে যথার্থ প্রমাণ পেয়ে দায়িত্বের সাথে শিবলু জামাটি যথাযথ মালিকের কাছে ফেরত দেয়।

            সুতরাং দেখা যায়, দলনেতা হিসেবে সৎ ও কর্তব্যপরায়ণতার পাশাপাশি তীড়্গ্ন বিবেচনাবোধ প্রভৃতি দিক দিয়ে বিধুর সঙ্গে শিবলুর মিল রয়েছে।

প্রশ্ন -৯  নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :

শীতলড়্গ্যা নদীর পাড়ে বাস করে কিছু জেলে পরিবার। বন্যায় পাড় ভাঙনের ফলে তারা আশ্রয়হীন হয়ে গেছে। তাই পাশের থানা হরিপুরে আশ্রয় নিয়েছে। এক জেলে হরিপুরের এমপি সাহেবের কাছে গিয়ে তার দুঃখের কথা বর্ণনা করল। তখন এমপি সাহেব জেলেকে খেয়ে যেতে বললেন। জেলে যেন আগামীতে পরিবারসহ ঠিকমতো চলতে পারে সেজন্য একটি রিকশা কেনার টাকা দিয়ে দিলেন। জেলে এতে কৃতজ্ঞতা প্রকাশ করলে তিনি বলেনÑ মানুষ তো মানুষেরই জন্য।

ক.        টিনের বাক্সের ভেতরে কত টাকা ছিল?                                                                                      ১

খ.        এখানে দুটি ডাল-ভাত খেও।Ñ ঠাকুরমশাই কথাটি কেন বলেছেন?                                                         ২

গ.        উদ্দীপকে উলিস্নখিত এমপি সাহেবের সাথে পড়ে পাওয়া গল্পের ঠাকুরমশাইয়ের মিল কোথায়? নির্ণয় কর।            ৩

ঘ.          মানুষ তো মানুষেরই জন্যÑ উক্তিটি পড়ে পাওয়া গল্পের আলোকে মূল্যায়ন কর।                                              ৪

৯নং প্রশ্নের উত্তর

ক.        টিনের বাক্সের ভেতরে পঞ্চাশ টাকা ছিল।

খ.        অনেক দূর থেকে কাপালি ঠাকুরমশাইয়ের সাথে দেখা করতে এলে তিনি কাপালিকে এখানে দুটি ডাল-ভাত খেও-এ কথা বলেছিলেন।

            কাপালি ঠাকুরমশাইয়ের দরবারে কাজের খোঁজে এসে নিজের পরিচয় দেয়। পরিচয়ের সাথে তার অতীতের অবস্থা বর্ণনা করে। সাথে সে এটিও বলে একটি কাজ তার অনেক বেশি দরকার। বন্যায় নিঃস্ব হয়ে যাওয়ার কথা শুনে ঠাকুরমশাইয়ের মনে সহানুভূতির জন্ম হয় কাপালির জন্য। তখন ঠাকুরমশায় তাকে দুটো ডাল-ভাত খেয়ে যেতে বলেন।

গ.        দরিদ্র্যের প্রতি সহানুভূতিশীলতার দিক থেকে ঠাকুরমশাই এবং এমপি উভয়ের চরিত্রেরই মিল রয়েছে।

            তৎকালীন সমাজের উচ্চশ্রেণির জমিদাররা গরিব চাষিদের অত্যাচার করত, শোষণ করত। কিন্তু ঠাকুরমশাই নামে খ্যাত পড়ে পাওয়া গল্পের জমিদারের মধ্যে প্রজাদের প্রতি বেশ সহানুভূতি দেখা যায়। চাকরির খোঁজে আসা নিঃস্ব কাপালিকে চাকরি দিয়েছেন কিনা তা গল্পকথকের বক্তব্যে স্পষ্ট হয়ে না উঠলেও জমিদারসুলভ আতিথিয়েতা ঠাকুরমশাইয়ের মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। কাপালিকে তিনি খেয়ে যেতে বলেছেন।

            উদ্দীপকে বর্ণিত হরিপুর থানার এমপি সাহেবও জনগণের প্রতিনিধি। কিন্তু জনগণের জন্য এমপি হলেও অনেক এমপির আচরণেও তা বোঝা যায় না। কিন্তু হরিপুরের এমপি ছিলেন সৎ এবং জনদরদি। তিনি গরিব জেলেকে খাবার দিয়েই ড়্গাšত্ম হননি সাথে একটি রিকশা কেনার টাকাও তার হাতে তুলে দিয়েছেন।

            সমাজে উঁচু-নিচু, ধনী-গরিবের ব্যবধান ভুলে পরস্পরের সহায়তায় এগিয়ে আসাই আদর্শ মানুষের কাজ। উদ্দীপকের এমপি সাহেবের ও গল্পের ঠাকুর মশাইয়ের চরিত্রে একই বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে।

            উলিস্নখিত আলোচনায় বলা যায়, অসহায়, দরিদ্র, পীড়িত মানুষের প্রতি সহানুভূতির দিক থেকে উভয় চরিত্রেরই মিল রয়েছে।

ঘ.        মানুষ তো মানুষেরই জন্যÑ পড়ে পাওয়া গল্পের আলোকে মšত্মব্যটি বস্তুনিষ্ঠ।

            পড়ে পাওয়া গল্পের সমাজে মানবতাবোধ, সততা, অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ হাতিয়ার হিসেবে কাজ করেছে। গল্পে কিশোর চরিত্ররা আগামী দিনের ভবিষ্যৎ। তারা পড়ে থাকা একটি বাক্সকে সঠিক মালিককে ফিরিয়ে দেয়ার জন্য বিচড়্গণতার সাথে তার মালিকের সন্ধান করেছে। এই গল্পে গোয়ালারা ধান দিয়ে, আশ্রয় দিয়ে বাঁচিয়েছে অসহায় কাপালিদেরকে। সমাজের যারা প্রধান তারাও বিশ্বাস করে অপরের দুঃখে এগিয়ে আসতে হবে। এ কারণেই গরি ব চাষি ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে নিজের দুঃখের কথা বলে চাকরি চাইতে পেরেছে।

            উদ্দীপকের এমপি সাহেবও একজন মানবতাবাদী মানুষ। গরিবের দুঃখে তারও প্রাণ কেঁদে ওঠে। তাই তিনি জেলেকে কিনে দিয়েছেন একটি রিকশা। যা দিয়ে সে জীবিকা অর্জন করতে পারবে। এখানেই মানুষের প্রকৃত পরিচয় নিহিত।

            উলিস্নখিত আলোচনায় বলা যায়, মানুষ মানুষের জন্য- এই বিষয়টি উদ্দীপক এবং পড়ে পাওয়া গল্পে যথার্থতার সাথে ফুটে উঠেছে।

প্রশ্ন -১০  নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :

একদিন রাত দশটায় সামান্য কৃষক মনু মিয়া বাজার থেকে বাড়ি ফিরছিল। হাতে রয়েছে মাছ, তরকারি আর চালের পুঁটলি। গাছপালা ঘেরা রা¯ত্মায় প্রকট অন্ধকারে হাত বাড়ালে হাত দেখা যায় না। মনু মিয়া গুনগুন করে গান গাইতে গাইতে পথ চলছিল। ভাগ্যিস চেনা রা¯ত্মা। নতুবা হাঁটতেই পারত না। হঠাৎ তার পায়ের সাথে কিসের যেন ধাক্কা লাগল। বস্তু যে নিরেট মাটির ঢেলা বা ইট নয়, এটা বুঝেই অন্ধকারে হাতড়িয়ে মনু মিয়া বস্তুটা নিল। ম্যাচ জ্বালিয়ে দেখল ছোট্ট লোহার বাক্স। ভেতরে রয়েছে সোনার অলঙ্কার ও টাকা। রাতে আর মনু মিয়ার বাড়ি যাওয়া হলো না। বাঁশতলায় বসে রইল চুপচাপ। শেষরাতে দেখা গেল এক বৃদ্ধকে। ফুঁপিয়ে বিলাপ করতে করতে রা¯ত্মায় যেন কী খুঁজছে। বাক্সের প্রকৃত মালিক বুঝতে পেরে মনু মিয়া বৃদ্ধকে বাক্সটা বুঝিয়ে দিয়ে যখন বাড়ি ফিরল, তখন সে প্রশাšিত্ম অনুভব করল।

ক.        কাদের মাঠের বাগানে চাঁপাতলীর আমগাছ আছে?                                                                                ১

খ.        তেঁতুলগাছে ভূত আছে সবাই জানে। বাক্যটি ব্যাখ্যা কর।                                                                     ২

গ.        উদ্দীপকের ঘটনা তোমার পাঠ্য কোন গল্পের ঘটনাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।                                               ৩

ঘ .        তাৎপর্যগত দিক থেকে পড়ে পাওয়া গল্প ও উদ্দীপক একই আদর্শ শিড়্গা দেয়।” মূল্যায়ন কর।                        ৪

 ১০ নং প্রশ্নের উত্তর

ক.        বাড়–য্যেদের মাঠের বাগানে চাঁপাতলীর আমগাছ আছে।

খ.        তেঁতুলগাছে ভূত আছে সবাই জানে বাক্যটি দ্বারা গ্রামের মানুষের কুসংস্কারাচ্ছন্ন মনোভাব ফুটিয়ে তোলা হয়েছে।

            গ্রামে বিভিন্ন ধরনের কুসংস্কার প্রচলিত আছে। তার মধ্যে অন্যতম হলো ভূত। গ্রামের প্রায় সবার মনেই ভূতের ভয় কাজ করে। ভূতের আবাসন হিসেবেও বিভিন্ন স্থান নির্দিষ্ট আছে। তেঁতুলগাছ এগুলোর অন্যতম। আকার-আয়তনে একটু বড় বা পুরাতন তেঁতুলগাছ মানেই সেখানে ভূতের আ¯ত্মানাÑ এটা গ্রামের মানুষ মাত্রই বিশ্বাস করে।

গ.        উদ্দীপকের ঘটনা পড়ে পাওয়া গল্পের টিনের বাক্স কুড়িয়ে পাওয়ার ঘটনাকে নির্দেশ করে।

            পড়ে পাওয়া গল্পে কালবৈশাখী ঝড়ে আম কুড়িয়ে অন্ধকার সন্ধ্যায় বাড়ি ফিরছিল কথক আর তার বন্ধু বাদল। তারা একটা টিনের বাক্স রা¯ত্মায় কুড়িয়ে পায়। গ্রামের মানুষ এরূপ বাক্সে তাদের টাকা-পয়সা ও গহনা সংরড়্গণ করে। তারা দুজনেই সংকল্প করে যে, যেভাবেই হোক প্রকৃত মালিককে বাক্স ফিরিয়ে দেবে। বন্ধুদের সঙ্গে এ নিয়ে মিটিংও করে। অবশেষে অনেকদিন পর তারা প্রকৃত মালিককে বাক্স ফিরিয়ে দিতে সড়্গম হয়।

            উদ্দীপকেও এ ঘটনার মতোই একটি ঘটনার অবতারণা লড়্গণীয়। গরিব কৃষক মনু মিয়া বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে অন্ধকারে সে একটা বাক্স কুড়িয়ে পায়। বাক্স খুলে দেখতে পায় টাকা আর সোনার অলঙ্কার। কিন্তু মনু মিয়ার মনে লোভ না থাকায় সে প্রকৃত মালিককে বাক্স ফিরিয়ে দেয়ার সংকল্প করে। সারারাত সে নির্জন বাঁশতলায় বসে থাকে বাক্সের মালিকের অপেড়্গায়, শেষে মনু মিয়া বৃদ্ধকে তার বাক্স ফিরিয়ে দিয়ে সকালবেলা বাড়ি যায়। সুতরাং বলা যায়, উদ্দীপকের ঘটনা পড়ে পাওয়া গল্পের ঘটনাকে নির্দেশ করে।

ঘ.        “তাৎপর্যগত দিক থেকে পড়ে পাওয়া গল্প ও উদ্দীপক একই আদর্শ শিড়্গা দেয় মšত্মব্যটি যথার্থ।”

                        পড়ে পাওয়া গল্পে লেখকের বন্ধু বাদল অন্ধকার রা¯ত্মায় একটা মূল্যবান বাক্স খুঁজে পায়। অনেকদিন পর ঘটনাক্রমে লেখক বাক্সের মালিককে খুঁজে পান। তখন বন্ধুদের ডেকে বাক্সটি প্রকৃত মালিকের হাতে তুলে দেন। এর দ্বারা মূলত তাদের লোভহীন উন্নত চরিত্রের স্বরূপ প্রকাশিত হয়েছে।

            উদ্দীপকেও মনু মিয়া নামক এক কৃষকের সন্ধান পাওয়া যায়। দরিদ্র কৃষক মনু মিয়া গভীর রাতে বাজার থেকে নিয়ে বাড়ি যাওয়ার পথে একটা মূল্যবান বাক্স দেখতে পায়, যা টাকা ও গহনায় ভর্তি ছিল। প্রকৃত মালিককে বাক্স ফিরিয়ে দেয়ার জন্য মনু মিয়া আর রাতে বাড়ি যায়নি। অন্ধকারাচ্ছন্ন বাঁশঝাড়ের নিচে বসে অপেড়্গা করতে থাকে। দীর্ঘ প্রতীড়্গার পর যখন রাত প্রায় শেষের দিকে, তখন কান্নারত এক বৃদ্ধকে পথে কিছু খুঁজতে দেখতে পায়। তখন মনু মিয়া তাকে সেই বাক্স ফেরত দেয়। এতে মনু মিয়ার চরিত্রের লোভহীন, সৎ ও দায়িত্বশীলতার পরিচয় পাওয়া যায়। যে আদর্শ পড়ে পাওয়া গল্পেও লেখক ও তার বন্ধুরা মূল্যবান বাক্স ফিরিয়ে দেয়ার মাধ্যমে মূর্ত করেছে।

            উপরিউক্ত আলোচনার সমাপ্তিতে বলা যায়, তাৎপর্যগত দিক থেকে উদ্দীপক ও পড়ে পাওয়া গল্প একই আদর্শ শিক্ষা  দেয়।

প্রশ্ন -১১ নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :

ক নদীর তীরবর্তী খ একটি ছোট দ্বীপ। একটি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে এ দ্বীপে বন্যার পানি ওঠে। বন্যার তীব্র স্রোত এ দ্বীপের বিভিন্ন ফসলের সাথে অবলা পশুপাখিকে ভাসিয়ে নিয়ে যায়। জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন কৃষি জমি পানির নিচে তলিয়ে যায়। বড় বড় শিম, লাউ ও কুমড়োর মাচা নদীতে ভেসে যায়। বন্যার পানি নেমে গেলে এ দ্বীপের সংগ্রামী ও অসহায় মানুষগুলো তাদের অবস্থা পরিবর্তন করতে সমর্থ হয়। কঠোর পরিশ্রম করার মাধ্যমে নিঃস্ব কৃষকেরা তাদের স্ত্রী-সšতানের মুখে হাসি ফোটায়।

ক.        বাক্স ফেরত পেয়ে লোকটি কী করল?                                                                                                    ১

খ.        পশ্চিম আকাশে মেঘের আওয়াজ শুনে বিধু কী বোঝাতে চাইল? ব্যাখ্যা কর।                                        ২

গ.        উদ্দীপকে পড়ে পাওয়া গল্পের কোন চিত্রটি অঙ্কিত হয়েছে? ব্যাখ্যা কর।                                                        ৩

ঘ.       ভাগ্য পরিবর্তনে উদ্দীপকের কৃষেকরা সমর্থ হলেও পড়ে পাওয়া গল্পের কাপালিরা ব্যর্থ হয়েছেবিশেস্নষণ কর।     ৪

১১নং প্রশ্নের উত্তর 

ক.        বাক্স ফেরত পেয়ে লোকটি হকচকিয়ে গেল এবং কাঁদতে লাগল।

খ.        বিধু পশ্চিম আকাশে মেঘের গুড়গুড় আওয়াজ শুনে বোঝাতে চাইল কালবৈশাখীর ঝড়ের কথা।

            বৈশাখ মাসে পশ্চিম দিকে মেঘ ডাকার মানে কালবৈশাখীর ঝড় উঠবে। তাই বিধু সবাইকে ঝড়ে বাড়–য্যেদের মাঠের বাগানে আম কুড়াতে যাওয়ার কথা বলল। মূলত বিধু বোঝাতে চাইল পশ্চিম আকাশে এমন মেঘ ডাকলে ঝড় আসবেই।

গ.        উদ্দীপকের খ দ্বীপের বন্যার ঘটনার মাধ্যমে যেন পড়ে পাওয়া গল্পের অম্বরপুর চরের মানুষের দুঃখদুর্দশার চিত্রই অঙ্কিত হয়েছে।

            গল্পে অম্বরপুর চরের লোকজনের প্রধান জীবিকা কৃষিকাজ। তারা জমিতে শাকসবজির আবাদ করে। কিন্তু বন্যা অম্বরপুর চরবাসীর ফসল, ঘরবাড়ি সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। তাদের দুঃখ-দুর্দশার অšত্ম থাকে না।

            উদ্দীপকে দেখা যায়, খ লোকজন অসহায় হয়ে যায় প্রলয়ঙ্করী বন্যায়। বন্যায় ভেসে যায় এ দ্বীপের জমির শিম ও লাউ-কুমড়োর মাচা। ভেসে যায় তাদের গবাদিপশু। পড়ে পাওয়া গল্পে অম্বরপুর চরের বাসিন্দাদের যেভাবে সর্বস্বাšত্ম করে দেয় প্রলয়ঙ্করী বন্যা, উদ্দীপকেও একইভাবে বন্যায় সর্বস্বাšত্ম হয় ছোট দ্বীপের বাসিন্দা। উদ্দীপকে ক দ্বীপের একমাত্র অবলম্বন জমি তলিয়ে যায় পানির নিচে। আর পড়ে পাওয়া গল্পে অম্বরপুরবাসীর বেঁচে থাকার একমাত্র অবলম্বন জমিগুলোও বন্যায় তলিয়ে যায়। সুতরাং উদ্দীপকে ছোট দ্বীপের বাসিন্দা এবং পড়ে পাওয়া গল্পে অম্বরপুরবাসীর সর্বস্বাšত্ম হওয়ার চিত্রই অঙ্কিত হয়েছে।

ঘ.        ভাগ্য পরিবর্তনে উদ্দীপকের কৃষকরা সমর্থ হলেও পড়ে পাওয়া গল্পের কাপালিরা ব্যর্থ হয়েছে” মšতব্যটি যথার্থ।

            পড়ে পাওয়া গল্পে অম্বর চরের কাপালিরা ভয়ঙ্কর বন্যায় অসহায় হয়ে যায়। বন্যায় ভেসে যায় তাদের ঘরবাড়ি, গবাদিপশু, ফসলসহ সবকিছু। বন্যায় সবকিছু হারিয়ে অনেকেই আশ্রয় নেয় নির্বিষখোলার বিভিন্ন বাড়িতে। তারা তাদের ভাগ্য পরিবর্তনে সড়্গম হয় না। অসহায় মানুষগুলো তাদের জীবনে দুঃখ কষ্টকেই বরণ করে নেয়।

            উদ্দীপকেও খ দ্বীপের কৃষকরা বন্যায় সব হারিয়ে সর্বস্বাšত্ম হয়। বন্যায় সব হারিয়ে দ্বীপের অসহায় মানুষগুলো বন্যা-পরবর্তী সময়ে ভাগ্য ফেরাতে কঠোর পরিশ্রম করে। বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ কৃষকদের সহায় সম্বলসহ কৃষি জমি তলিয়ে নিয়ে যায়। বন্যা পরবর্তী সময়ে কেউ কেউ আবার তাদের ভাগ্য পরিবর্তনে কঠোর পরিশ্রম করে। ফিরে পেতে চায় আগের সুখ সমৃদ্ধি।

            উদ্দীপকের কৃষকরা কঠোর পরিশ্রম করে স্ত্রী-সšতানদের মুখে হাসি ফোটায়-  অবশেষে সফল হয় ভাগ্য পরিবর্তনে। উদ্দীপকের কৃষকরা পরিশ্রমের মাধ্যমে তাদের অবস্থার উন্নতি ঘটায়।

            উলিস্নখিত আলোচনায় বলা যায়, বন্যাপরবর্তী সময়ে ভাগ্য পরিবর্তনে উদ্দীপকের কৃষকদের ও পড়ে পাওয়া গল্পের কাপালিদের অবস্থা বিপরীতমুখী।

সৃজনশীল প্রশ্নব্যাংক

প্রশ্ন-১২  শানু বৈশাখ মাসে মামার বাড়ি বেড়াতে যায়। একদিন আকাশের অবস্থা ও মেঘের গুড়গুড় শব্দ শুনে বুঝতে পারে কালবৈশাখী ঝড় আসছে। সে তার মামাতো ভাই মনু ও বনুকে একথা বলে। কিন্তু তারা বিশ্বাস করতে চায় না। তবে সত্যি সত্যি ঝড় আসে। তখন শানু, মনু ও বনুকে নিয়ে মামার হীমসাগর আমগাছ তলায় যায় আম কুড়ানোর জন্য। কারণ এ গাছের আম অনেক মিষ্টি। তারা সেখানে গিয়ে দেখে আম কুড়ানোর জন্য তাদের আগে আরও অনেকে এসে জড়ো হয়েছে।

ক.        নরহরি বোষ্টমের ডোবায় কী ডাকছে?                                                                                                    ১

খ.        গল্পকথকরা বিধুর কথা বিশ্বাস করতে পারছিল না কেন?            ২

গ.        উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে পড়ে পাওয়া রচনার কোন বিষয়ের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।                        ৩

ঘ.        উদ্দীপকটি পড়ে পাওয়া গল্পের মূলভাব ধারণ করে কী? ব্যাখ্যা কর।                                                      ৪

প্রশ্ন-১৩  সাজ্জাদ হোসেন একটি প্রাইভেট কোম্পানিতে দীর্ঘদিন কর্মরত আছেন। কোম্পানির মালিকের সাথে তার অত্যšত্ম ঘনিষ্ঠ সম্পর্ক। গত বছর কোম্পানির মালিক চৌধুরী সাহেব কোম্পানির সম¯ত্ম দায়িত্ব সাজ্জাদ হোসেনের ওপর দিয়ে নিশ্চিন্তে  হজে চলে যায়। তখন সাজ্জাদ হোসেনের মধ্যে লোভী মানসিকতা কাজ করে। সে সুযোগ পেয়ে মালিকের প্রচুর টাকা আত¥সাৎ করে।

ক.        বাদল কীসে হোঁচট খেয়ে পড়ে গেল?                                                                                                     ১

খ.        বাক্সের প্রকৃত মালিককে খুঁজে পেতে বাদলরা কী করেছিল? ব্যাখ্যা কর।                                                                                    ২

গ.        উদ্দীপকের সাথে পড়ে পাওয়া গল্পের বৈসাদৃশ্য নির্ণয় কর।                                                                                           ৩

ঘ.        উদ্দীপকটি পড়ে পাওয়া গল্পের সাথে কোনো সাদৃশ্য সূচিত করে কি? মতের পড়্গে যুক্তি উপস্থাপন কর।                                    ৪

অনুশীলনের জন্য দক্ষতা¯ত্মরের প্রশ্ন উত্তর

জ্ঞানমূলক

প্রশ্ন ॥ ১ ॥ বিভূতিভূষণ জন্মগ্রহণ করেন কত সালে?

উত্তর : বিভূতিভূষণ জন্মগ্রহণ করেন ১৮৯৪ সালে।

প্রশ্ন ॥ ২ ॥ পড়ে পাওয়া গল্পে কিশোর দল কোথায় নাইতে গিয়েছিল?

উত্তর : পড়ে পাওয়া গল্পে কিশোর দল নদীর ঘাটে নাইতে গিয়েছিল।

প্রশ্ন ॥ ৩ ॥ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন?

উত্তর : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চব্বিশ পরগনা জেলায় জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ॥ ৪ ॥ বাড়–য্যেদের মাঠের বাগানের কোন আম বিখ্যাত?

উত্তর : বাড়ুয্যেদের মাঠের বাগানের চাঁপাতলীর আম বিখ্যাত।

প্রশ্ন ॥ ৫ ॥ কালবৈশাখীর ঝড় মানেই কী?

উত্তর : কালবৈশাখীর ঝড় মানেই আম কুড়ানো।

প্রশ্ন ॥ ৬ ॥ কে লেখক ও তাঁর বন্ধুদের সংশয় চিরকাল দূর করে এসেছে?

উত্তর : বিধু, লেখক ও তাঁর বন্ধুদের সংশয় চিরকাল দূর করে এসেছে।

প্রশ্ন ॥ ৭ ॥ ডাবল টিনের ক্যাশবাক্স কারা কুড়িয়ে পেয়েছে?

উত্তর : ডাবল টিনের ক্যাশবাক্স লেখক ও তাঁর বন্ধু বাদল কুড়িয়ে পেয়েছে।

প্রশ্ন ॥ ৮ ॥ লেখক ও তাঁর বন্ধুদের গুপ্ত মিটিং কোথায় বসল?

উত্তর : লেখক ও তাঁর বন্ধুদের গুপ্ত মিটিং বসল বাদলদের ভাঙা নাটমন্দিরের কোণে।

প্রশ্ন ॥ ৯ ॥ বন্যায় কারা নিরাশ্রয় হয়ে গেল?

উত্তর : বন্যায় অম্বরপুর চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল।

প্রশ্ন ॥ ১০ ॥ ভাদুই কুমোর কী চাইতে এসেছে?

উত্তর : ভাদুই কুমোর কুয়ো কাটানোর মজুরি চাইতে এসেছে।

প্রশ্ন ॥ ১১ ॥ আজ এখানে দুটি ডাল-ভাত খেওÑ এটা কাকে বলা হয়েছে?

উত্তর : আজ এখানে দুটি ডাল-ভাত খেওÑ এটা জনৈক কাপালিকে বলা হয়েছে।

প্রশ্ন ॥ ১২ ॥ কাপালির হারানো বাক্সের ভেতর নগদ কত টাকা ছিল?

উত্তর : কাপালির হারানো বাক্সের ভেতর নগদ পঞ্চাশ টাকা ছিল।

প্রশ্ন ॥ ১৩ ॥ বিধু ভবিষ্যতে কী হবে বলে সবার ধারণা?

উত্তর : বিধু ভবিষ্যতে উকিল হবে বলে সবার ধারণা।

প্রশ্ন ॥ ১৪ ॥ কতড়্গণের মধ্যে চীম-পের সামনে ভিড় জমে গেল?

উত্তর : আধঘণ্টার মধ্যে চন্ডিমন্ডপের সামনে ভিড় জমে গেল।

প্রশ্ন ॥ ১৫ ॥ লেখক নদীর চরে কাদের ছোট ছোট ঘরবাড়ি দেখেছেন?

উত্তর : লেখক নদীর চরে কাপালিদের ছোট ছোট ঘরবাড়ি দেখেছেন।

প্রশ্ন ॥ ১৬ ॥ কোথায় ব্যাঙ ডাকছে?

উত্তর : নরহরি বোষ্টমের ডোবায় ব্যাঙ ডাকছে।

প্রশ্ন ॥ ১৭ ॥ ঝড় উঠলে কোথায় ভিড় হয়?

উত্তর : ঝড় উঠলে বাড়–য্যেদের চাঁপাতলীর আমের বাগানে ভিড় হয়।

প্রশ্ন ॥ ১৮ ॥ লেখকদের দলের মধ্যে বয়সে বড় কে?

উত্তর : লেখকদের দলের মধ্যে বয়সে বড় বিধু।

প্রশ্ন ॥ ১৯ ॥ বিধুদের মধ্যে কার হাতের লেখা ভালো?

উত্তর : বিধুদের মধ্যে বাদলের হাতের লেখা ভালো।

প্রশ্ন ॥ ২০ ॥ পড়ে পাওয়া গল্পে কথকদের পাওয়া টিনের বাক্সকে পাড়াগাঁ অঞ্চলে কী বলে?

উত্তর : পড়ে পাওয়া গল্পে কথকদের পাওয়া টিনের বাক্সকে পাড়াগাঁ অঞ্চলে ডবল টিনের ক্যাশবাক্স বলে।

প্রশ্ন ॥ ২১ ॥ পড়ে পাওয়া গল্পে পাওয়া টিনের বাক্সটি কী রঙের ছিল?

উত্তর : পড়ে পাওয়া গল্পে পাওয়া টিনের বাক্সটি সবুজ রঙের ছিল।

অনুধাবনমূলক

প্রশ্ন ॥ ১ ॥ গল্পকথকদের জলে না নামার কারণ কী? বুঝিয়ে লেখ।

উত্তর : ঝড়ে আম কুড়াতে যাবে বলে গল্পকথকরা জলে নামে নি।

গল্পকথকরা অনেকে একত্রে দুপুরে গরম সহ্য করতে না পেরে নদীর ঘাটে যায় গোসল করতে। কিন্তু তাদের দলের বিধু নামের একজন আকাশে গুড় গুড় শব্দ শুনে বলে যে, কালবৈশাখী ঝড় আসছে, এখন জলে নামা যাবে না। কারণ ঝড় এলে আম কুড়াতে যেতে হবে। তবে বিধুর কথা গল্পকথকরা বিশ্বাস করতে পারছিল না। কিন্তু সত্যি সত্যিই ঝড় আসে এবং বিধু সবাইকে নিয়ে আম কুড়াতে যায়। তাই গল্পকথকরা জলে নামে না।

প্রশ্ন ॥ ২ ॥ বিধু কীভাবে সবার সংশয় দূর করে দিল? বুঝিয়ে দাও।

উত্তর : বিধু সবার আগে আমতলায় যাওয়ার কথা বলে সবার সংশয় দূর করে দিল।

বিধু তার দলকে বলে কালবৈশাখী ঝড় আসছে এখন জলে নামা যাবে না, আম কুড়াতে যেতে হবে। কিন্তু ঝড়ের কোনো লড়্গণ না বুঝতে পেরে এবং গাছের মাথায় রোদ দেখে বিধুর দল তার কথায় বিশ্বাস করতে পারছিল না। তারা ভেবেছিল বিধুর কথায়  চাপাতলীর আমতলায় যাওয়া বোকামী হবে। তখন বিধু বলে যদি কারো ইচ্ছা হয় তাহলে তার সাথে যেতে পারে। এভাবে বিধু সবার সংশয় দূর করে দিল।

প্রশ্ন ॥ ৩ ॥ বাদলরা কীভাবে টিনের বাক্স পেয়েছিল?

উত্তর : ঝড়ের সময় বাড়–য্যেদের বাগানে বাদলরা টিনের বাক্স কুড়িয়ে পেয়েছিল।

বাড়–য্যেদের বাগানে আম কুড়ানোর পর লেখক ও বাদল আমের থলে নিয়ে সন্ধ্যাবেলা নদীর ধারের পথ দিয়ে বাড়ি ফিরছিল। ঝড়ে গাছের ছোট-বড় ডালপালা পড়ে রা¯ত্মা ঢেকে গিয়েছিল। কাঁটা বেঁধার ভয়ে বাদলরা ডিঙিয়ে পথ চলছিল অন্ধকারের মধ্যে। এমন সময় কী একটা পায়ে বিঁধে হোঁচট খেয়ে পড়ে যায় বাদল। যেটা পায়ে বিঁধেছিল সেটা তুলে দেখে যে একটা টিনের বাক্স। এভাবে তারা টিনের বাক্সটি পেয়েছিল।

প্রশ্ন ॥ ৪ ॥ বাদল হঠাৎ উত্তেজিত হয়ে পড়ল কেন?

উত্তর : একটি টিনের বাক্স পেয়ে বাদল হঠাৎ উত্তেজিত হয়ে পড়ল।

বাদল ও গল্পকথক আম কুড়িয়ে সন্ধ্যার অন্ধকারে বাড়ি ফিরছিল। তখন বাদল একটি কিছুতে হোঁচট খেয়ে পড়ে যায়। গল্পকথক জিনিসটি তুলে দেখে একটি টিনের বাক্স। গল্পকথক জানে এ ধরনের বাক্সকে পাড়াগাঁ অঞ্চলে ডাবল টিনের ক্যাশ বাক্স বলে। গাঁয়ের লোক এ ধরনের বাক্সে টাকা পয়সা রাখে। বাদল গল্পকথকের হাতের বাক্সটি দেখে ভাবে এতে গহনা এবং টাকা-পয়সা থাকতে পারে। তাই আনন্দে উত্তেজিত হয়ে পড়ে।

প্রশ্ন ॥ ৫ ॥ ভূতের ভয় গল্পকথকদের মন থেকে চলে যাওয়ার কারণ কী?

উত্তর : কুড়িয়ে পাওয়া বাক্সে গহনা, টাকা-পয়সা থাকতে পারে এ আনন্দে গল্পকথকদের মন থেকে ভূতের ভয় চলে যায়।

গল্পকথক এবং বাদল আম কুড়িয়ে সন্ধ্যার সময় বাড়ি ফেরার পথে একটি বাক্স কুড়িয়ে পায়। তারা জানে এ ধরনের বাক্সে গ্রাম অঞ্চলের মানুষ গহনা এবং টাকা-পয়সা রাখে। বাক্সটির ওজন বেশি দেখে কী আছে তা দেখার জন্য তারা তেঁতুল তলায় গিয়ে বসে। ঝড়ের ঝাপটা আবার এলে তেঁতুলগাছের গুঁড়ির আড়ালে আশ্রয় নেয়। তারা জানে এ গাছে ভূত আছে। কিন্তু ডাবল টিনের ক্যাশ বাক্স পাওয়ার আনন্দে তাদের সে ভয় দূর হয়ে যায়।

প্রশ্ন ॥ ৬ ॥ গল্পকথক বাদলকে বাক্সটির তালা ভাঙতে নিষেধ করল কেন?

উত্তর : বাক্সটির তালা ভাঙলে অধর্ম হবে ভেবে গল্পকথক বাদলকে বাক্সটি ভাঙতে নিষেধ করল।

গল্পকথক ও তার বন্ধু বাদল আম নিয়ে বাড়ি ফেরার সময় টিনের ক্যাশ বাক্সটি পায় এবং সেটি নিয়ে তারা কী করবে তা ভাবতে থাকে। এক সময় বাদল তালা ভেঙে বাক্সের টাকা নিয়ে যাওয়ার পরামর্শ দিলে গল্পকথক তা ভাঙতে অসম্মতি জানায়। বাক্সটি ভাঙলে অন্যায় ও অধর্ম হবে ভেবেই তালা ভাঙতে নিষেধ করেছিল সে।

প্রশ্ন ॥ ৭ ॥ লেখক ও তাঁর বন্ধুদের গুপ্ত মিটিংয়ে বসার কারণ ব্যাখ্যা কর।

উত্তর : কুড়িয়ে পাওয়া বাক্সটি প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়ার জন্যেই লেখক ও তার বন্ধুরা গুপ্ত মিটিংয়ে বসেছিল।

লেখক ও তাঁর বন্ধু বাদল একটা টাকা রাখার বাক্স কুড়িয়ে পেয়েছে। কিন্তু বাক্সটি কার, এটা তারা জানে না। তাই বাক্স কোথায় গচ্ছিত রাখা হবে, কীভাবে বাক্স প্রকৃত মালিকের হাতে পৌঁছে দেবেÑ এসব উপায় স্থির করার জন্যই লেখক তাঁর সকল বন্ধুর সাথে গোপনে পরামর্শ করল।

প্রশ্ন ॥ ৮ ॥ কুড়িয়ে নেওয়া আমগুলো অনাদৃত অবস্থায় পড়ে রইল কেন?

উত্তর : পড়ে পাওয়া টিনের ক্যাশবাক্স নিয়ে চিšত্মা করতে গিয়ে কুড়িয়ে আনা আমগুলো অনাদৃত অবস্থায় পড়ে ছিল।

আম কুড়িয়ে ফেরার সময় ছেলেরা একটি টিনের বাক্স পায় এবং তারা বুঝতে পারে বাক্সটি একটি ক্যাশবাক্স। সেটিতে টাকাকড়ি বা গহনাও থাকতে পারে। এসব ভেবে তারা অন্ধকারে একটি তেঁতুলতলায় বসে বাক্সটি নিয়ে কী করবে তা ভাবতে থাকে। তাদের এ ভাবনার মাঝে ঝড় উপেড়্গা করে কুড়িয়ে আনা প্রিয় আমগুলোও অনাদৃত অবস্থায় পড়ে রইল।

প্রশ্ন ॥ ৯ ॥ কাগজের লেখা নিয়ে লেখক এবং বাদল আপত্তি করল কেন?

উত্তর : কাগজে অন্যদের নামের পাশে গল্পকথক ও বাদলের নাম দেওয়া হয়নি বলে তারা আপত্তি করল।

আম নিয়ে বাড়ি ফেরার সময় গল্পকথক বাদল একটি টিনের বাক্স পায় যা তারা ফেরত দেওয়ার সিদ্ধাšত্ম নেয়। কিন্তু কাগজে যখন বাক্স পাওয়ার সংবাদ আর তা ফেরত নেওয়ার জন্যে যোগাযোগ করতে বিধু অন্যদের নাম দিতে বলল, তখন নিজেদের নাম বাদ পড়ায় তারা আপত্তি করল।

প্রশ্ন ॥ ১০ ॥ তিনদিন পর বাক্স খুঁজতে আসা লোকটিকে কেন ফিরিয়ে দেওয়া হলো?

উত্তর : তিনদিন পর বাক্স খুঁজতে আসা লোকটি বাক্স সম্পর্কে সঠিক তথ্য দিতে না পারায় তাকে ফিরিয়ে দেওয়া হলো।

বাক্স পাওয়ার খবর ছড়িয়ে দেওয়ার তিনদিন পর একটি কালোমতো লোক চন্ডিমন্ডপে গিয়ে বাক্সটির খোঁজ করল। কিন্তু বাক্সটির ধরন, রং এসব জানতে চাইলে লোকটি সঠিকভাবে বলতে পারল না এবং মনগড়া উত্তর করল। এসব বিবেচনা করে সবাই বুঝতে পারে লোকটি প্রকৃত মালিক নয়। তাই লোকটিকে ফিরিয়ে দেওয়া হলো।

প্রশ্ন ॥ ১১ ॥ বিধুকে একজন লোক শাসিয়ে গেল কেন?

উত্তর : বিধু কুড়িয়ে পাওয়া বাক্সটি লোকটিকে দিতে অস্বীকার করায় লোকটি তাকে শাসিয়ে গেল।

গল্পকথক ও বাদল একটি বাক্স কুড়িয়ে পায়। তারা বাক্সটি মালিকের কাছে ফিরিয়ে দেয়ার জন্য তিনটি কাগজে বাক্সের কথা এবং তাদের নাম লিখে পথের ধারে গাছে আঠা দিয়ে লাগিয়ে দেয়। এ বাক্স নেয়ার জন্য একজন লোক বিধুর কাছে আসে। কিন্তু লোকটি বাক্সের সঠিক বর্ণনা দিতে পারে না। তখন বিধু বুঝতে পারে এ লোক বাক্সের প্রকৃত মালিক নয়। তাই বিধু লোকটিকে বিদায় করে দেয়। বাক্সটি না পেয়ে লোকটি রেগে গিয়ে বিধুকে শাসিয়ে যায়।

প্রশ্ন ॥ ১২ ॥ অম্বরপুরের কাপালি কীভাবে তার বাক্স হারিয়েছিল?

উত্তর : হাট থেকে ফেরার পথে কাপালি বাক্সটি হারিয়েছিল।

অম্বরপুরের কাপালির ছিল পটোলের ড়্গতে। সে নির্বিষখোলার হাটে পটোল বিক্রি করে নগদ পঞ্চাশটি টাকা এবং তার ছোট মেয়ের বিয়ে দেওয়ার জন্য আড়াইশো টাকার গহনা নিয়ে বাড়ি ফিরছিল। গহনা আর টাকাগুলো ছিল একটি টিনের বাক্সের ভেতর। হাট থেকে গরম্নর গাড়িতে করে ফেরার পথে রা¯ত্মায় কাপালির বাক্সটি পড়ে হারিয়েছিল।

প্রশ্ন ॥ ১৩ ॥ গল্পকথক কীভাবে বাক্সের মালিককে চিনতে পারল?

উত্তর : প্রকৃত মালিকের কাছে বাক্সের বর্ণনা শুনে গল্পকথক বাক্সের মালিককে চিনতে পারল।

অম্বরপুর থেকে আসা এক চাকরিপ্রার্থী কাপালির কাছে তার দুর্দশা আর মেয়ের বিয়ের খরচের জন্য রাখা একটি টিনের বাক্স হারিয়ে যাওয়ার কথা শুনে গল্পকথকের সন্দেহ হয়। গল্পকথক লোকটির কাছে বাক্সের রং জানতে চাইল। লোকটির দেওয়া সব বর্ণনা মিলে যাওয়ায় সে বাক্সের মালিককে সহজেই চিনতে পারল।

প্রশ্ন ॥ ১৪ ॥ বিধুর বুদ্ধির পরিচয় পাওয়া গেল কীভাবে?

উত্তর : বাক্সের মালিক খুঁজে পাওয়ার সংবাদ পেয়ে বিধু সাড়্গীস্বরূপ তার বন্ধু সিধু আর তিনুকেও নিয়ে আসার কথা বলল। এ থেকে বিধুর তীড়্গ্ন বুদ্ধির পরিচয় পাওয়া যায়।

পড়ে পাওয়া গল্পে বর্ণিত কিশোরদের সর্দার বিধুর চরিত্রের নানা গুণের মধ্যে বুদ্ধিমত্তা অন্যতম। প্রকৃত মালিককে খুঁজে পাওয়ার পর বাক্স ফেরত দেওয়ার আগে সাড়্গী জোগাড় এবং লিখিত বক্তব্য রাখার মাধ্যমে তার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়।

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

 অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১.         কাদের বাগানে আম কুড়াতে কালবোশেখি উপেড়্গা করে সবাই ছুটছিল?

            ক চাটুয্যেদের   খ মুখুয্যেদের     বাড়–য্যেদের   ঘ গাঙ্গুলিদের

২.        চাঁপাতলীর আমের ব্যাপারে এত আগ্রহের কারণ তা=

            র. প্রচুর পাওয়া যায়      রর. খেতে অত্যšত সুস্বাদু

            ররর. নির্বিঘ্নে কুড়ানো যায়

            নিচের কোনটি সঠিক?

            ক র      খ রর     র ও রর          ঘ ররর

৩.        লেখকের চমৎকার অর্থে ব্যবহৃত দিব্যি শব্দটি আমরা আর কোন অর্থে ব্যবহার করে থাকি?

             শপথ খ বিশ্বাস           গ সংশয়           ঘ অনবরত

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও :

স্কুলের ঝাড়–দার শচী। পরীড়্গা শেষে কড়্গ পরিষ্কার করতে গিয়ে সে একটি মূল্যবান ঘড়ি পেল। তার লোভ হলো। ভাবল, ঘড়িটা মেয়ের জামাইকে উপহার দেবে। মেয়ে নিশ্চয়ই খুব খুশি হবে। কিšত্মু রাতে ঘুমুতে গিয়ে মনে হলোÑ এ অন্যায়, অনুচিত। যার ঘড়ি তার মনোকষ্টের কারণে মেয়ের চরম অকল্যাণ হতে পারে। ঘড়িটা কর্তৃপড়্গরে কাছে জমা দেয়া তার কর্তব্য। সে পরদিন তাই করল।

৪.        শচী পড়ে পাওয়া গল্পের কোন চরিত্রের প্রতিভূ?

            ক বাদল           খ বিধু

             কথক            ঘ সিধু

৫.        উলিস্নখিত তুলনাটা কোন মানদ-  বিচার্য? উভয়েইÑ

            র. ন্যায় ও কর্তব্যবোধে উদ্বুদ্ধ

            রর. লোকলজ্জার ভয়ে ভীত

            ররর. অকল্যাণ চিšত্মায় তাড়িত

            নিচের কোনটি সঠিক?

             র       খ রর    গ র ও রর         ঘ রর ও ররর

নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্নোত্তর

৬.        পড়ে পাওয়া গল্পটি পাঠ করে শিড়্গার্থীর মধ্যে সৃষ্টি হবেÑ

            র. নৈতিক চেতনা         রর. কর্তব্যপরায়ণতা

            ররর. সততা

            নিচের কোনটি সঠিক?

            ক র ও রর        খ র ও ররর       গ রর ও ররর    ˜ র, রর ও ররর

৭.        দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম। Ñউক্তিটিতে বালকদের চরিত্রের যে দিকটি প্রকাশ পায়Ñ

            র. বিবেচনাবোধ                        রর. নৈতিকতাবোধ

            ররর. ঐক্য চেতনা

            নিচের কোনটি সঠিক?

            ˜ র ও রর          খ র ও ররর       গ রর ও ররর    ঘ র, রর ও ররর

৮.        বিধুর বাবার মুখ দিয়ে একটি কথাও বেরম্নল না কেন?

            ˜ বিধুর বুদ্ধিমত্তা দেখে  খ ছেলেদের চঞ্চলতা দেখে

            গ লোকটির কান্না দেখে ঘ গ্রামের মানুষের কর্মতৎপরতা দেখে

৯.        সব বন্ধুর মনের শঙ্কা দূর করল কে?

            ˜ বিধু    খ নিধু   গ বাদল            ঘ তিনু

১০.      কার হাতের লেখা ভালো?

            ক বিধুর            খ তিনুর            গ সিধুর            ˜ বাদলের

১১.       নিধুকে কে ধমক দিয়েছিল?

            ক সিধু  ˜ বিধু    গ তিনু  ঘ বাদল

১২.      বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মÑ

            র. পুরোহিতপুর গ্রামে   রর. পিত্রালয়ে

            ররর. মাতুলালয়ে

            নিচের কোনটি সঠিক?

            ক র ও রর        ˜ ররর গ রর ও ররর    ঘ র, রর ও ররর

১৩.      আজ এখানে দুটি ডালভাত খেওÑকাপালিকে বলা এ কথায় রয়েছেÑ]

            ˜ সৌজন্যতা     খ সাম্যবাগিতা

            গ ন্যায়বোধ                 ঘ স্বজাত্যবোধ

১৪.      বালকদলের গুপ্ত মিটিং বসে বাদলদেরÑ

            ক চন্ডীমন্ডপে              ˜ নাটমন্দিরের কোণে

            গ পাশের জামতলায়    ঘ বিচুলি গাদার পাশে

১৫.      চোখ দিয়ে জল পড়তে লাগলÑ পড়ে পাওয়া গল্পে কাপালিকের উক্ত অনুভূতির কারণ কী?

            ক বাক্স হারানো            

            খ বন্যায় আশ্রয়হীনতা

            গ ডাল-ভাতের আমন্ত্রণ                    

            ˜ বাক্স ফেরত পাওয়া

১৬.      হীরামানিক জ্বলেÑকিশোর উপন্যাসটি রচনা করেন কে?

            ক সৈয়দ মুজতবা আলী            খ মানিক বন্দ্যোপাধ্যায়

            ˜ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়      ঘ বিপ্রদাশ বড়–য়া

১৭.      ঘুড়ির মাপে কাটা কাগজগুলো কীসের আঠা দিয়ে লাগানো হয়েছিল?

            ক আমের         খ কাঁঠালের      গ বাবলার         ˜ বেলের

১৮.      কোন চরের কাপালিরা বন্যার কারণে নিরাশ্রয় হয়ে গেল?

            ক মেহেরপুর     অম্বরপুর       গ বিষুবপুর       ঘ আজিবপুর

১৯.      তেঁতুল গাছের ভূতের ভয় মন থেকে চলে যাওয়ার কারণ কী?

            ক সন্দেশ খাওয়ার পরিকল্পনা করায়

            খ প্রচ- শীতের প্রকোপে

             পড়ে পাওয়া বাক্সের ভাবনায় ব্য¯ত্ম থাকায়

            ঘ পড়ে পাওয়া বাক্সটি কীভাবে ভাঙতে হবে তাতে ব্য¯ত্ম থাকায়

২০.      ভাঙা নাটমন্দিরটি কাদের?

             বাদলদের      খ লেখকদের

            গ বিধূদের                     ঘ তিনুদের

২১.      দিব্যি’ শব্দের অর্থ কী?

             চমৎকার       খ দিব্য 

            গ নেহায়েত                  ঘ আলোকিত

২২.      ডাবল টিনের বাক্সে যা থাকে তা হলো

            র. টাকা কড়ি                রর. গুপ্তধন

            ররর.গহনা

            নিচের কোনটি সঠিক?

            ক র      খ রর     র ও ররর       ঘ র, রর ও ররর

নিচের অনুচ্ছেদে পড়ে ২৩ ২৪নং প্রশ্নের উত্তর দাও :

স্কুল থেকে ফেরার সময় পুতুল রাস্তায় একটি মানিব্যাগ পেল। ফিরে গিয়ে, সে সরাসরি প্রধান শিড়্গকের নিকট জমা দিল।

২৩.      উদ্দীপকের বিষয়বস্তু তোমার পঠিত কোন রচনার প্রতি ইঙ্গিত করে?

            ক অতিথির স্মৃতি           পড়ে পাওয়া

            গ সুখী মানুষ    ঘ তৈলচিত্রের ভূত

২৪.      উক্ত রচনায় প্রকাশ পেয়েছে

            র. নৈতিকতাবোধ         রর. জীবনপ্রেমের পরিচত

            ররর. মানবিকতাবোধ

            নিচের কোনটি সঠিক?

            ক র ও রর         র ও ররর       গ রর ও ররর    ঘ র, রর ও ররর

অতিরিক্ত বহুনির্বাচনি প্রশ্নোত্তর

সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

লেখক-পরিচিতি

২৫.      বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)

            ˜ ১৮৯৪           খ ১৮৯৫           গ ১৮৯৬          ঘ ১৮৯৭

২৬.     বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন?        (জ্ঞান)

            ক দিনাজপুর                            ˜ চব্বিশ পরগনা          

            গ রাজশাহী                               ঘ খুলনা

২৭.      কে দারিদ্র্যের মধ্যে বড় হয়েছেন?         (জ্ঞান)

            ক রবীন্দ্রনাথ ঠাকুর       খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

            গ প্রমথ চৌধুরী ˜ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

২৮.      বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী মৃত্যুবরণ করেন কত সালে?        (জ্ঞান)

            ক ১৯১০           খ ১৯১২            গ ১৯১৫           ˜ ১৯১৮

২৯.      প্রথম স্ত্রীর মৃত্যুর কত বছর পর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় বিয়ে করেন? (জ্ঞান)

            ক ২০   ˜ ২২    গ ২৪   ঘ ২৬

৩০.      বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ কীর্তি কোনটি?         (জ্ঞান)

            ক মেঘমলস্নার                          খ তৃণাঙ্গুর        

            ˜ পথের পাঁচালী                        ঘ স্মৃতির রেখা

৩১.      বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ হিসেবে কোন উপন্যাসটির নাম যুক্তিযুক্ত?        (জ্ঞান)

            ˜ অপরাজিত                            খ অক্টোপাস

            গ এলো সে অবেলায়                            ঘ ইছামতী

৩২.      কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা?      (জ্ঞান)

            ক অচল পদাবলী                                  খ কুহেলিকা

            গ জীবন কথা                           ˜ মৌরীফুল

৩৩.     বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মারা যান?            (জ্ঞান)

            ক ১৯২০          খ ১৯৩০           গ ১৯৪০           ˜ ১৯৫০

৩৪.      বিভূতিভূষণ বন্দ্যোপাধায় রচিত সাহিত্যে কোন বিষয় অখ- অবিচ্ছিন্ন সত্তায় সমন্বিত হয়েছে?   (জ্ঞান)

            ক প্রকৃতি ও রাজনীতি  

             প্রকৃতি ও মানবজীবন

            গ মানবজীবন ও রাজরীতি       

            ঘ প্রকৃতি ও সমাজবা¯ত্মবতা

৩৫.     বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কীভাবে আনন্দ খুঁজে পান?  (অনুধাবন)

             সাহিত্য রচনায়                      খ গান রচনায়

            গ অভিনয় করে                        ঘ বই পড়ে

            মূলপাঠ

৩৬.     নৈতিক চেতনা ছাড়া পড়ে পাওয়া গল্পে কোন চিত্র ফুটে উঠেছে?

            ক পারস্পরিক প্রতিদানের        

             দরিদ্রদের প্রতি ভালোবাসার

            গ পূজা-পার্বণের          

            ঘ সামšত্মদের বিলাস-ব্যসনের

৩৭.      বিধু, সিধু, নিধু, তিনুদের মধ্যে বয়সে বড় ছিল কে?        (জ্ঞান)

             বিধু    খ তিনু  গ নিধু   ঘ বাদল

৩৮.     আকাশের কোন দিকে মেঘের গুড়গুড় আওয়াজ শোনা গেল?  (জ্ঞান)

            ক পূর্ব    পশ্চিম          গ উত্তর            ঘ দড়্গণি

৩৯.      বৈশাখ মাসে পশ্চিম দিকে মেঘ ডাকার মানে কী?         (অনুধাবন)

            ক ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা

            খ বৃষ্টি হওয়ার সম্ভাবনা

            গ জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা

             কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা

৪০.      বাড়–য্যেদের মাঠের বাগানে কী আম বিখ্যাত?    (জ্ঞান)

            ক ফজলি আম খ ল্যাংড়া আম

             চাঁপাতলীর আম         ঘ রূপাতলীর আম

৪১.      কালবৈশাখীর সময় শিলাবৃষ্টির মতো কী পড়ছিল?         (জ্ঞান)

            ক জাম খ লিচু    আম  ঘ সফেদা

৪২.      পড়ে পাওয়া গল্পে কীসের ভারে একেকজন নুয়ে পড়ছিল?         (জ্ঞান)

             আম  খ কাঁঠাল          গ লিচু  ঘ জাম

৪৩.      লেখক কার সঙ্গে সন্ধ্যের অন্ধকারে বাড়ি ফিরছিলেন?   (জ্ঞান)

            ক তিনু  বাদল গ নিধু   ঘ বিধু

৪৪.      লেখক কোন দিকের পথ দিয়ে বাড়ি ফিরছিলেন?          (জ্ঞান)

            ক বাগানের        নদীর ধারের

            গ স্কুলের পাশের           ঘ মসজিদের পাশের

৪৫.      কীসের ভয়ে লেখক ও বাদল ডিঙিয়ে ডিঙিয়ে পথ চলছিল?       (জ্ঞান)

            ক পোকা                                  খ ডালের আঘাত

            গ সাপ                           কাঁটা

৪৬.     বাদলের পায়ে কী বেঁধে হোঁচট খেয়ে পড়ে গেল?            (জ্ঞান)

             একটি টিনের বাক্স                              খ একটি গাছের ডাল

            গ একটি পাথর                         ঘ একটি বাঁশ

৪৭.      পাড়াগাঁয়ের লোকেরা ডাবল টিনের ক্যাশবাক্সে কী রাখে?           (জ্ঞান)

             টাকাকড়ি ও গহনা    

            খ জমির দলিল ও টাকাকড়ি

            গ দামি কাপড় ও শীতের কাপড়          

            ঘ দামি জিনিস ও পুরনো ছবি

৪৮.      টিনের বাক্স হাতে গল্পকথক ও বাদল কোথায় বসে পড়ল?          (জ্ঞান)

            ক আমতলায়               খ কাঁঠালতলায়

             তেঁতুলতলায়              ঘ বাঁশতলায়

৪৯.      কুড়িয়ে পাওয়া বাক্সটি কোথায় লুকিয়ে রাখা হলো?        (জ্ঞান)

             বাদলদের বাড়ির বিচুলিগাদায়            খ বিধুদের বাড়িতে মাটির নিচে

            গ তিনুদের বাড়ির গোয়াল ঘরে ঘ সিধুদের বাড়ির বিচুলিগাদায়

৫০.      পড়ে পাওয়া গল্পে বর্ষার হাওয়ার সঙ্গে কোন ফুলের মিষ্টি গন্ধ ভেসে আসছে?    (জ্ঞান)

            ক গন্ধরাজ                               খ গোলাপ        

             চাঁপাফুল                                ঘ রজনীগন্ধা

৫১.      কোন ডোবায় ব্যাঙ ডাকছিল?   (জ্ঞান)

            ক রহিমদের ডোবায়    

            খ বাদলদের দিদিমার ডোবায়

             নরহরি বোস্টমের ডোবায়      

            ঘ গ্রামের উত্তর পাড়ের ডোবায়

৫২.      কার নির্দেশমতো গুপ্ত মিটিং বসেছিল? (জ্ঞান)

            ক বাদল                                   খ সিধু  

            গ তিনু                           বিধু

৫৩.     বিধু সবাইকে কী কেটে নিয়ে আসার হুকুম দিল?            (জ্ঞান)

             ঘুড়ির মাপে কাগজ    খ ঘুড়ির মাপে কলাপাতা

            গ টেবিলের মাপে কাপড়          ঘ বইয়ের মাপে কাগজ

৫৪.      বাক্সের মালিককে কোন বাড়িতে খোঁজ করার কথা বলা হয়?      (জ্ঞান)

            ক মলিস্নক বাড়িতে                    রায় বাড়িতে

            গ খান বাড়িতে              ঘ চৌধুরী বাড়িতে

৫৫.     কাগজ তিনটি কীসের আঠা দিয়ে গাছে গাছে মেরে দেয়া হলো? (জ্ঞান)

             বেলের আঠা                          খ কাঁঠালের আঠা

            গ রাবারের আঠা                                   ঘ বটগাছের আঠা

৫৬.     নিরাশ্রয় লোকটিকে দু আড়ি ধান কারা ধার দিয়েছিল?   (জ্ঞান)

            ক বাদলরা                                খ নিধুরা           

            গ আক্কাসরা                              গোয়ালারা

৫৭.      নিরাশ্রয় লোকটি গত জ্যৈষ্ঠ মাসে নির্বিষখোলার হাট থেকে কী বেচে ফিরছিল?  (জ্ঞান)

            ক ঢেঁড়স                                  খ কুমড়া

            গ শাক                          পটোল

৫৮.     টিনের বাক্সে কত টাকার গহনা ছিল?     (জ্ঞান)

            ক সাড়ে তিনশ টাকার                            আড়াইশ টাকার

            গ পাঁচশ টাকার                         ঘ তিনশ টাকার

৫৯.      টিনের বাক্সটিতে পটোল বিক্রির কত টাকা ছিল?            (জ্ঞান)

            ক ত্রিশ                         খ চলিস্নশ        

             পঞ্চাশ                                   ঘ একশত

৬০.     টিনের বাক্সটি কী রঙের ছিল?    (জ্ঞান)

             সবুজ                         খ লাল 

            গ রুপালি                                 ঘ সোনালি

৬১.      পড়ে পাওয়া গল্পে সবাই কার সম্পর্কে উকিল হওয়ার ধারণা করত?       (জ্ঞান)

            ক তিনু                         খ বাদল           

             বিধু                            ঘ সিধু

৬২.     বিধু, সিধু, নিধু, তিনু, বাদল নদীর ঘাটে নাইতে গিয়েছিল কেন?             (অনুধাবন)

             ভ্যাপসা গরম থেকে মুক্তির জন্য       

            খ গায়ের ময়লা পরিষ্কারের জন্য

            গ পুকুরে পানি না থাকার জন্য

            ঘ মাছ ধরার জন্য

৬৩.     ঝড়ের সময় বড় বড় আমবাগানের তলাগুলো ছেলেমেয়েদের দ্বারা পূর্ণ হয়ে গেল কেন?            (অনুধাবন)

            ক পাতা কুড়ানোর জন্য           

            খ ঝড়ের হাত হতে বাঁচার জন্য

            গ আম পাড়ার জন্য     

             আম কুড়ানোর জন্য

৬৪.     বাদল ও লেখক সন্ধ্যাবেলায় অন্ধকারে পথ ডিঙিয়ে চলছিল কেন?                    (অনুধাবন)

            ক নোনাগাছের ডালে ব্যথা পাবার ভয়ে

             সাঁইবাবলার কাঁটা ফুটবার ভয়ে

            গ বড় কোনো পোকার কামড়ের ভয়ে

            ঘ সাপের কামড়ের ভয়ে

৬৫.     লেখক ও বাদল বাক্সটি ভাঙতে অস্বীকৃতি জানাল কেন?                                    (অনুধাবন)

            ক বিপদ হবে বলে        

             অধর্ম হবে বলে

            গ বাবা-মার বকা শুনবে বলে   

            ঘ গ্রামের লোক চোর বলবে বলে

৬৬.     বাদলদের দলের গুপ্ত মিটিং বসল কেন?           (অনুধাবন)

            ক বাক্সের ভিতরের টাকা সকলকে ভাগ করে দেবার জন্য

             বাক্সের মালিককে খুঁজে পাবার উপায় বের করার জন্য

            গ বাক্সের তালাটি ভাঙার উপায় বের করার জন্য

            ঘ বাক্সের  ভেতরের জিনিসগুলো বের করার জন্য

৬৭.     বাড়–য্যেদের মাঠের বাগানে চাঁপাতলীর আম এ অঞ্চলে বিখ্যাত কেন?    (অনুধাবন)

            ক বড় বড় বলে  অধিক মিষ্টি বলে

            গ কাঁচামিঠা বলে          ঘ প্রচুর পাওয়া যায় বলে

৬৮.     লেখকের পিতার কাছে দুজন প্রজা কেন এসেছিল?        (অনুধাবন)

            ক নালিশ করার জন্য    খ হুমকি দেয়ার জন্য

            গ টাকা নেয়ার জন্য       চাকরির জন্য

৬৯.     কাপালি কেন গহনা গড়িয়ে এনেছিল?   (অনুধাবন)

            ক স্ত্রীকে খুশি করার জন্য         

             ছোট মেয়েকে বিয়ে দেয়ার জন্য

            গ বড় মেয়েকে দেয়ার জন্য     

            ঘ দ্বিতীয় বিবাহ করার জন্য

৭০.      অম্বরপুর চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল কেন?      (অনুধাবন)

             ভীষণ বন্যার কারণে  

            খ ঝড়ের কারণে

            গ অধিক বৃষ্টির কারণে 

            ঘ নদীভাঙনের কারণে

৭১.      নিরাশ্রয় লোকটি কথকের বাবার কাছে এসেছিল কেন?  (অনুধাবন)

             চাকরির খোঁজে                                  খ চালের খোঁজে

            গ সাহায্যের খোঁজে                               ঘ বাক্সের খোঁজে

৭২.      বৈশাখ মাসে দূর পশ্চিম আকাশে ড়্গীণ গুড়গুড় মেঘের আওয়াজ শুনে বিধু বুঝতে পারল কালবৈশাখী ঝড় আসবে। এতে তার কোন গুণটি প্রকাশ পায়?     (উচ্চতর দক্ষতা)

             দূরদর্শিতা ও বিচক্ষণতা         

            খ বুদ্ধিমত্তা ও সচেতনতা

            গ সচেতনতা ও সহনশীলতা

            ঘ জ্ঞান ও গরিমা

৭৩.      দূরদর্শিতা ও বুদ্ধিমত্তার কারণে বন্ধু মহলে রতনকে সবাই মেনে চলে। রতনের সঙ্গে পড়ে পাওয়া গল্পের কোন চরিত্রটি সাদৃশ্যপূর্ণ?         (প্রয়োগ)

             বিধু                            খ তিনু 

            গ বাদল                                    ঘ সিধু

৭৪.      আসলাম ও রাতুল দুই বন্ধু রা¯তা  দিয়ে চলার পথে একটি মানিব্যাগ পেল। কিšত্মু তারা দুজনই তা মালিককে ফিরিয়ে দেয়ার সিদ্ধাšত্ম নিল। আসলাম ও রাতুলের চরিত্র পড়ে পাওয়া গল্পে কাদের সাথে সাদৃশ্যপূর্ণ?            (প্রয়োগ)

            ক নিধু ও সিধু  

            খ নিধু ও তিনু

             লেখক ও বাদল         

            ঘ বিধু ও বাদল

৭৫.      বিধু ও তার দল সকলে বাক্সটি ফেরত দেয়ার ব্যাপারে একমত হলো এবং তারা বাক্সের মালিককে খোঁজার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করল। এ আচরণ দ্বারা তাদের কোন গুণের বহিঃপ্রকাশ ঘটে?        (উচ্চতর দড়্গতা)

            ক নিষ্ঠার                                   খ ঐক্যবদ্ধতার

             দায়িত্বশীলতার                                  ঘ একাগ্রতার

৭৬.     বাক্স নিজের বলে দাবি করা লোকটি বিধুকে চৌকিদারের ভয় দেখালেও বিধু তাকে বাক্সটি দিল না। বিধুর এ আচরণ দ্বারা তার কোন গুণের প্রকাশ পায়?      (উচ্চতর দড়্গতা)

            ক কর্তব্যপরায়ণতা                               খ সাহসিকতা

             চারিত্রিক দৃঢ়তা                                  ঘ বিচড়্গণতা

৭৭.      রহমান নামে এক দরিদ্র লোক বন্যায় সর্বহারা হয়ে রসুলপুরের চেয়ারম্যানের কাছে চাকরির খোঁজে গেল। রহমানের সঙ্গে পড়ে পাওয়া গল্পের কার চরিত্র সাদৃশ্যপূর্ণ?        (প্রয়োগ)

            ক নির্বিষখোলার গোয়ালা                                  খ চৌকিদারের

             বন্যায় সর্বস্বাšত্ম কাপালির      ঘ কালো মতো রোগা লোকটির

৭৮.      বাক্সের মালিককে বাক্সটি হ¯ত্মাšত্মর করে দেয়ার সময় বিধু সাক্ষী হিসেবে সিধু ও তিনুকে নিয়ে আসল। বিধুর এ আচরণের দ্বারা তার কোন গুণের বহিঃপ্রকাশ ঘটে?   (উচ্চতর দক্ষতা)

             তীক্ষণ  বিবেচনাবোধ ও বুদ্ধিমত্তা      

            খ কর্তব্যপরাণয়তা ও একতা

            গ সহনশীলতা ও বিচড়্গণতা    

            ঘ দায়িত্বশীলতা ও বুদ্ধিমত্তা

৭৯.      পড়ে পাওয়া গল্পে লেখক ও বাদলের চরিত্র হতে শিক্ষণীয় বিষয় কী?      (উচ্চতর দক্ষতা)

            ক নিষ্ঠা ও দানশীলতা   

            খ সম্মান ও কর্তব্যপরায়ণতা

             লোভহীনতা ও সততা

            ঘ ধৈর্যশীলতা ও ন্যায়পরায়ণতা

৮০.      পড়ে পাওয়া গল্পে বিধু চরিত্রটি থেকে শিক্ষণীয় বিষয় কী?          (উচ্চতর দক্ষতা)

             দৃঢ়তা, বিচড়্গণতা ও দূরদর্শিতা

            খ সততা ও নিষ্ঠা

            গ সহনশীলতা ও দয়া   

            ঘ ভালোবাসা ও করম্নণা

৮১.      তেঁতুল গাছের গুঁড়িতে বাদল ও লেখক আশ্রয় নিল কেন?         (অনুধাবন)

            ক ডাকাতের হাত থেকে বাঁচার জন্য     

             ঝড়ের ঝাঁপটা থেকে বাঁচার জন্য

            গ শীতের হাত থেকে বাঁচার জন্য           ]

            ঘ স্কুল পালানোর জন্য

৮২.      মনিরা ও প্রিয়া দুজনে রা¯ত্মায় একটি গহনার বাক্স কুড়িয়ে পেলে মনিরা এগুলো বিক্রি করে সুন্দর জামা কেনার প্র¯ত্মাব করল। মনিরার সাথে পড়ে পাওয়া গল্পের কার সাদৃশ্য রয়েছে?   (প্রয়োগ)

            ক গল্প কথকের                          বাদলের

            গ তিনুর                                                ঘ সিধুর

৮৩.     বাক্সটি পাবার পর লেখক ও বাদল সবার সাথে একত্রিত হয়ে মিটিং করে ও সিদ্ধাšত্ম গ্রহণ করে। তাদের এ আচরণের মাধ্যমে কীসের বহিঃপ্রকাশ ঘটে?      (উচ্চতর দক্ষতা)

             ঐক্যচেতনার             খ পরোপকারিতা

            গ ধৈর্যশীলতার             ঘ কর্মনিষ্ঠার

            শব্দার্থ ও টীকা

৮৪.      বিচুলি গাদা বলতে কী বোঝায়? (অনুধাবন)

             ধানের খড়ের ¯ত্মূপ                          খ কাঠের ¯ত্মূপ

            গ ধানের ¯ত্মূপ                                   ঘ আখের খেত

৮৫.     কাপালি বলতে কী বোঝায়?      (অনুধাবন)

            ক জোড় কপালবিশিষ্ট  

             তান্ত্রিক হিন্দু সম্প্রদায়

            গ সমগ্র হিন্দু সম্প্রদায়

            ঘ সমগ্র যোগী সম্প্রদায়

৮৬.     হরিনাম সংকীর্তন করে যে জীবিকা অর্জন করে তাকে কী বলে?            (জ্ঞান)

            ক বৈঞ্চব                                  খ বৈদ্য            

             বোষ্টম                                   ঘ কাপালি

পাঠপরিচিতি

৮৭.      পড়ে পাওয়া গল্পের কিশোরদের কাজের মাধ্যমে কোনটির প্রকাশ লড়্গ করা যায়?         (উচ্চতর দক্ষতা)

             ঐক্যচেতনা               খ ধৈর্যশীলতা   

            গ শৃঙ্খলা                                  ঘ একাগ্রতা

৮৮.     পড়ে পাওয়া গল্প বিভূতিভূষণের কোন সময়ের? (উচ্চতর দড়্গতা)

            ক কর্মজীবনের স্মৃতি                             খ শৈশব স্মৃতি

            গ বৃদ্ধ বয়সের স্মৃতি                               কৈশোর স্মৃতি

৮৯.      পড়ে পাওয়া গল্পের কিশোরদের কাজের মধ্যে কোন নৈতিক গুণটির প্রকাশ লড়্গণীয়?  (উচ্চতর দক্ষতা)

             দায়িত্বশীলতা             খ পরিশ্রমপ্রিয়তা

            গ ধৈর্যশীলতা                ঘ পরোপকারিতা

৯০.      পড়ে পাওয়া গল্পের লেখকের নাম কী?  (জ্ঞান)

            ক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়                                   

            খ রবীন্দ্রনাথ ঠাকুর

             বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়                 

            ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর

লেখক-পরিচিতি

৯১.      বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যে যে বিষয়ের নিখুঁত চিত্র অঙ্কিত হয়েছে-   (অনুধাবন)

            র. প্রকৃতির অনাবিল সৌন্দর্য     রর. গ্রামবাংলার মানুষের জীবনাচরণ

            ররর.    হিন্দু সম্প্রদায়ের জীবনাচরণ

            নিচের কোনটি সঠিক?

             র ও রর          খ র ও ররর       গ রর ও ররর    ঘ র, রর ও ররর

৯২.      বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কিশোর উপন্যাস হলো         (অনুধাবন)

            র. চাঁদের পাহাড়                       রর. পথের পাঁচালী

            ররর.    হীরামানিক জ্বলে

            নিচের কোনটি সঠিক?

            ক র ও রর         র ও ররর       গ রর ও ররর    ঘ র, রর ও ররর

৯৩.      বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস       (অনুধাবন)

            র. আরণ্যক                  রর. ইছামতী

            ররর.    তাল নবমী

            নিচের কোনটি সঠিক?

             র ও রর          খ র ও ররর       গ রর ও ররর    ঘ র, রর ও ররর

৯৪.      বিভূতিভূষণ বন্দ্যেপাধ্যায় রচিত গল্পগ্রন্থ          (অনুধাবন)

            র. তৃণাঙ্কুর                 রর. মেঘমলস্নার

            ররর.    স্মৃতির রেখা

            নিচের কোনটি সঠিক?

            ক র ও রর        খ র ও ররর       গ রর ও ররর     র, রর ও ররর

মূলপাঠ

৯৫.      মেঘের আওয়াজ শুনে বিধু নদীর জলে নামতে নিষেধ করল যে কারণেÑ           (অনুধাবন)

            র. ঝড় উঠবে বলে        রর. আম কুড়াতে যাবে বলে

            ররর.    ভয় পেয়েছে বলে

            নিচের কোনটি সঠিক?

             র ও রর          খ র ও ররর       গ রর ও ররর    ঘ র, রর ও ররর

৯৬.     ঝড় উঠলে বাড়–য্যেদের মাঠের বাগানে ভিড় হয়          (অনুধাবন)

            র. আম কুড়ানোর জন্য

            রর. চাঁপাতলীর মিষ্টি আমের জন্য

            ররর.গাছের তলায় আশ্রয় নেয়ার জন্য

            নিচের কোনটি সঠিক?

             র ও রর          খ র ও ররর       গ রর ও ররর    ঘ র, রর ও ররর

৯৭.      পড়ে পাওয়া গল্পে ভীষণ বন্যায় যা ভেসে যেতে দেখা গেল-       (অনুধাবন)

            র. বড় বড় গাছ

            রর. দু-একটা গরম্ন

            ররর.    খড়ের চালাঘর

            নিচের কোনটি সঠিক?

            ক র ও রর        খ র ও ররর       গ রর ও ররর     র, রর ও ররর

৯৮.      বাদল হঠাৎ উত্তেজিত হয়ে পড়ল        (অনুধাবন)

            র. ডবল টিনের ক্যাশবাক্স দেখে

            রর. বাক্সে টাকাকড়ি থাকতে পারে ভেবে

            ররর.বাক্সে গহনা থাকতে পারে ভেবে

            নিচের কোনটি সঠিক?

            ক র ও রর        খ র ও ররর       গ রর ও ররর     র, রর ও ররর

৯৯.      পড়ে পাওয়া গল্পে বয়োজ্যেষ্ঠরা বিস্মিত ও অভিভূত হয়Ñ           (অনুধাবন)

            র. কিশোরদের সততা দেখে

            রর. কিশোরদের নিষ্ঠা দেখে

            ররর. কিশোরদের কর্তব্যবোধ দেখে

            নিচের কোনটি সঠিক?

            ক র ও রর        খ র ও ররর       গ রর ও ররর     র, রর ও ররর

১০০.    গল্পকথক বাক্সটি পাবার পরও গরিব মানুষের মনে করে ও অধর্ম হবে ভেবে বাক্সটির তালা ভাঙতে অস্বীকৃতি জানায়। এ আচরণ দ্বারা বহিঃপ্রকাশ ঘটে তার (উচ্চতর দক্ষতা)

            র. সততার        রর. ধার্মিকতার

            ররর.নিষ্ঠার

            নিচের কোনটি সঠিক?

             র ও রর          খ র ও ররর       গ রর ও ররর    ঘ র, রর ও ররর

১০১.    পড়ে পাওয়া গল্পটির তাৎপর্য হলো      (উচ্চতর দড়্গতা)

            র. গল্পটি পড়ার মাধ্যমে সকরে মাঝে জীবপ্রেম জাগ্রত হয়

            রর. গল্পটি পড়ার মাধ্যমে সবার নৈতিক চেতনার উন্মেষ হয়

            ররর.গল্পটি পড়ার মাধ্যমে সবার সততা ও নিষ্ঠা জাগ্রত হয়

            নিচের কোনটি সঠিক?

            ক র ও রর        খ র ও ররর       গ রর ও ররর     র, রর ও ররর

১০২.    পড়ে পাওয়া গল্পের বিধুর চরিত্র হতে শিড়্গণীয় বিষয় হলো      (উচ্চতর দক্ষতা)

            র. বিচড়্গণতা   রর. তীড়্গ্ন বিবেচনাবোধ

            ররর. চারিত্রিক দৃঢ়তা

            নিচের কোনটি সঠিক?

            ক র ও রর        খ র ও ররর       গ রর ও ররর     র, রর ও ররর

শব্দার্থ টীকা

১০৩.    অপ্রতিভভাবে বলতে বোঝায়  (অনুধাবন)

            র. আশাতীতভাবে         রর. বিব্রত

            ররর.লজ্জিতভাবে

            নিচের কোনটি সঠিক?

            ক র ও রর        খ র ও ররর        রর ও ররর     ঘ র, রর ও ররর

১০৪.    দিব্যি বলতে বোঝায়   (অনুধাবন)

            র. চমৎকার      রর. আশাতীতভাবে

            ররর.অদ্ভুত

            নিচের কোনটি সঠিক?

             র ও রর          খ র ও ররর       গ রর ও ররর    ঘ র, রর ও ররর

পাঠ-পরিচিতি

১০৫.    পড়ে পাওয়া গল্পটি পাঠের শিড়্গণীয় বিষয়      (উচ্চতর দক্ষতা)

            র. কর্তব্যপরায়ণতা বৃদ্ধি           রর. অসাম্প্রদায়িক চেতনার জাগরণ

            ররর.নৈতিক চেতনা বৃদ্ধি

            নিচের কোনটি সঠিক?

            ক র ও রর        খ র ও ররর       গ রর ও ররর     র, রর ও ররর

১০৬.   পড়ে পাওয়া গল্পের মূল বিষয়বস্তু হলো         (উচ্চতর দক্ষতা)

            র. কিশোরদের বিচড়্গণতার প্রকাশ

            রর. কিশোরদের দায়িত্ববোধের প্রকাশ

            ররর.কিশোরদের চারিত্রিক দৃঢ়তা প্রকাশ

            নিচের কোনটি সঠিক?

            ক র ও রর        খ র ও ররর       গ রর ও ররর     র, রর ও ররর

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ১০৭ ১০৮নং প্রশ্নের উত্তর দাও :

আকাশে অনেকগুলো তারা দেখে মাসুদ তার ছোট বোনকে বলল যে, আজ বৃষ্টি হবে না। মাসুদের ছোট বোন দেখল দুপুরে মেঘ থাকলেও কোনো বৃষ্টি হয়নি।

১০৭.    উদ্দীপকের মাসুদের সাথে পড়ে পাওয়া গল্পের কোন কিশোরের মিল আছে?

            ক কথক           খ নিধু    বিধু    ঘ বাদল

১০৮.    উদ্দীপকের মাসুদ ও পড়ে পাওয়া গল্পের উক্ত কিশোরের মধ্যে যা প্রত্যড়্গ করা যায়

            র. সহানুভূতিশীল          রর. বুদ্ধিমান

            ররর. প্রতিনিধিত্বকারী ও বিজ্ঞ

            নিচের কোনটি সঠিক?

            ক র ও রর        খ র ও ররর        রর ও ররর     ঘ র, রর ও ররর

নিচের উদ্দীপকটি পড়ে ১০৯ ১১০নং প্রশ্নের উত্তর দাও :

মনি ও জনি মাঠে ফুটবল খেলার সময় একটি মানিব্যাগ পেল। ব্যাগে অনেক টাকা ছিল। তারা ব্যাগে কোনো ঠিকানা না পেয়ে মাঠের পাশে ব্যাগ পেয়েছে বলে ৫-৬টি সাইনবোর্ড লাগাল ও কাছের থানায় খবরটি জানাল এবং ব্যাগটি আমানত হিসেবে সাবধানে রাখল।

১০৯.    মনি ও জনির ঘটনার সঙ্গে পড়ে পাওয়া গল্পের কাদের ঘটনাটি সাদৃশ্যপূর্ণ?                    (প্রয়োগ)

             লেখক ও বাদলের টিনের বাক্স পাবার ঘটনাটি

            খ বিধুর কালবৈশাখী ঝড়ের আগাম খবর দেয়ার ঘটনাটি

            গ বিধু, তিনু, মিঠু, বাদল সকলের গোপন মিটিং করার ঘটনাটি

            ঘ বিধুর দলের আম কুড়ানোর ঘটনাটি

১১০.    পড়ে পাওয়া গল্পের আলোকে মনি ও জনির আচরণ হতে শিড়্গণীয় বিষয় হলোÑ                       (উচ্চতর দক্ষতা)

            র. সততা          রর. দায়িত্বশীলতা         ররর. কর্তব্যপরায়ণতা

            নিচের কোনটি সঠিক?

            ক র ও রর        খ র ও ররর       গ রর ও ররর     র, রর ও ররর

নিচের উদ্দীপকটি পড়ে ১১১ ১১২নং প্রশ্নের উত্তর দাও :

রাজিব ও মামুন একটি যাত্রী ছাউনিতে বসে আছে বাসের জন্য। রাজিব হঠাৎ দেখল তার পেছন দিকে একটি কালো রঙের ব্রিফকেস পড়ে রয়েছে। সে মামুনকে সেটির ভেতর কী আছে দেখতে বলল। কিন্তু মামুন তাকে জানাল যে, এটি করা মোটেও ঠিক হবে না। এটি কোনো দরিদ্র অসহায় লোকেরও হতে পারে। তখন তারা সিদ্ধাšত্ম নিল যেকোনোভাবে হোক ব্রিফকেসের প্রকৃত মালিককে খুঁজে বের করে ব্রিফকেসটি ফেরত দেবে।

১১১.     উদ্দীপকটি তোমার পঠিত কোন রচনাকে ইঙ্গিত করে? (প্রয়োগ)

             পড়ে পাওয়া  খ তৈলচিত্রের ভূত

            গ মংডুর পথে   ঘ অতিথির স্মৃতি

১১২.    উদ্দীপক ও উক্ত রচনায় প্রতিফলিত হয়েছে-    (উচ্চতর দক্ষতা)

            র. সততা         

            রর. শৃঙ্খলাবোধ

            ররর.    নির্লোভ মানসিকতা

            নিচের কোনটি সঠিক?

            ক র ও রর         র ও ররর       গ রর ও ররর    ঘ র, রর ও ররর

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *