Primary assistant teacher exam question 2019 (Set-5125)

প্রাইমারি সহকারি-শিক্ষক নিয়োগ পরিক্ষা ২০১৯ (সেট-৫১২৫)

নাসিক্যবর্ণ কোনগুলো?

(ক) অ, ঋ, ব

(খ) ঙ, ঞ, ণ

(গ) উ, ঊ, য়

(ঘ) শ, স, ষ

উত্তরঃ খ। ঙ, ঞ, ণ

ইন্সুলিন কী?

(ক) এক ধরণের এনজাইম

(খ) এক ধরনের কৃত্তিম অঙ্গ

(গ) এক ধরনের হরমোন

(ঘ) এক ধরনের অন্ত্র

উত্তরঃ গ। এক ধরনের হরমোন

বাংলাদেশের টেরিটরিয়াল সমুদ্রসীমা কত?

(ক) ২২ নটিকাল মাইল

(খ) ১২ নটিকাল মাইল

(গ) ২২০ নটিকাল মাইল

(ঘ) ২০০ নটিকাল মাইল

উত্তরঃ খ। ১২ নটিকাল মাইল

, , ১৩, ১৯, ২৬, ……. ধারাটির সপ্তম পদ কত?

(ক) ৩৯

(খ) ৪০

(গ) ৩৪

(ঘ) ৩৮

উত্তরঃ সঠিক উত্তর পাওয়া যায়নি

ইটপাথরের দালানএখানেইটপাথরেরকোন কারকে কোন বিভক্তি?

(ক) কর্মে সপ্তমী

(খ) কর্তৃকারকে ষষ্ঠী

(গ) করণে ষষ্ঠী

(ঘ) করণে সপ্তমী

উত্তরঃ গ। করণে ষষ্ঠী

Credit of Tk. 500 ______ my account.

(ক) against

(খ) in

(গ) to

(ঘ) with

উত্তরঃ গ। to

এত অল্প টাকায় মাস চলবে না“- এখানে চলা কোন অর্থ প্রকাশ করে?

(ক) সময় দেওয়া

(খ) প্রচলিত হওয়া

(গ) অবলম্বন করা

(ঘ) সংকুলান হওয়া

উত্তরঃ ঘ। সংকুলান হওয়া

তিস্তা বাঁধ বাংলাদেশের কোন জেলাই অবস্থিত?

(ক) দিনাজপুর

(খ) নীলফামারী

(গ) লালমনিরহাট

(ঘ) কুড়িগ্রাম

উত্তরঃ গ। লালমনিরহাট

কোন বানানটি শুদ্ধ?

(ক) Relevent

(খ) Relavant

(গ) Relevant

(ঘ) Ralemant

উত্তরঃ গ। Relevant

১০ভলিবল খেলার উৎপত্তি হয় কোন দেশে?

(ক) জাপান

(খ) ফ্রান্স

(গ) ইংল্যান্ড

(ঘ) যুক্তরাষ্ট্র

উত্তরঃ ঘ। যুক্তরাষ্ট্র

১১উপকুলকোন সমাস?

(ক) দ্বিগু সমাস

(খ) তৎপুরুষ সমাস

(গ) কর্মধারয় সমাস

(ঘ) অব্যয়ীভাব সমাস

উত্তরঃ ঘ। অব্যয়ীভাব সমাস

১২“We made her recite a poem” (passive):

(ক) She was made to recite a poem

(খ) She was made recited a poem

(গ) A poem was made to be recited

(ঘ) A poem was made recited by her

উত্তরঃ ক। She was made to recite a poem

১৩Simple sentence consists of-

(ক) four clauses

(খ) two clauses

(গ) one clause

(ঘ) three clauses

উত্তরঃ গ। one clause

১৪কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়?

(ক) ডেনমার্ক

(খ) নরওয়ে

(গ) সুইডেন

(ঘ) ইতালি

উত্তরঃ ঘ। ইতালি

১৫চিকুরএর প্রতিশব্দ নয় কোনটি?

(ক) কর

(খ) কুন্তল

(গ) চুল

(ঘ) কেশ

উত্তরঃ ক। কর

১৬উপরের নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কী বলে?

(ক) দন্ত্য ধ্বনি

(খ) দন্তমূলীয় ধ্বনি

(গ) ওষ্ঠ্য ধ্বনি

(ঘ) দ্বি-ওষ্ঠ্য ধ্বনি

উত্তরঃ গ। ওষ্ঠ্য ধ্বনি

১৭জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?

(ক) লন্ডন

(খ) ওয়াশিংটন

(গ) নিউইয়র্ক

(ঘ) প্যারিস

উত্তরঃ গ। নিউইয়র্ক

১৮বার্ষিক ১৫% মুনাফায় কোন ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে এক বছর পর ১৬৮০ টাকা মুনাফা দেওয়া হলো। আসল কত ছিল?

(ক) ১২২০০

(খ) ১১২০০

(গ) ১০২০০

(ঘ) ১৩২০০

উত্তরঃ খ। ১১২০০

১৯নিচের কোন শব্দটি প্রত্য সাধিত?

(ক) খন্ডিত

(খ) প্রলয়

(গ) অনুপম

(ঘ) বিশ্বাস

উত্তরঃ ক। খন্ডিত

২০a + b + c = 9 এবং ab + bc + ca = 31 হয়, তবে a2 + b2 + c2 = ?

(ক) 19

(খ) 20

(গ) 17

(ঘ) 17

উত্তরঃ ক। 19

২১দ্যুলোকশব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

(ক) দুঃ + লোক

(খ) দু + লোক

(গ) দিব + লোক

(ঘ) দিব + লোক

উত্তরঃ গ। দিব + লোক

২২সমাসবদ্ধ পদের অংশগু বিচ্ছিন্ন করে দেখার জন্য কোন বিরামচিহ্ন বসে?

(ক) হাইফেন

(খ) কমা

(গ) কোলন

(ঘ) সেমিকোলন

উত্তরঃ ক। হাইফেন

২৩“Call it a day” means-

(ক) to be unhappy with the weather

(খ) to pay someone a visit

(গ) to raise doubts

(ঘ) to stop work since enough has been done

উত্তরঃ ঘ। to stop work since enough has been done

২৪কোন বানানটি শুদ্ধ?

(ক) গৃহীনী

(খ) গৃহীনি

(গ) গৃহিনী

(ঘ) গৃহিনি

উত্তরঃ গ। গৃহিনী

২৫তিনি অনেকদিন ধরে বহু কষ্ট করে সাঁতার শিখেছেনকোন ধরনের বাক্য?

(ক) সরল

(খ) খন্ড

(গ) জটিল

(ঘ) যৌগিক

উত্তরঃ ক। সরল

২৬জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে ছয় দফা কর্মসূচী ঘোষণা করেন?

(ক) ১৯৫২ সালের ২১ সেপ্টেম্বর

(খ) ১৯৬৫ সালের ২৩ জুন

(গ) ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারী

(ঘ) ১৯৪৮ সালের ২৩ জুন

উত্তরঃ গ। ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারী

২৭কোন বানানটি শুদ্ধ?

(ক) Burow

(খ) Buro

(গ) Buraeu

(ঘ) Bureau

উত্তরঃ ঘ। Bureau

২৮“Emphasis” means:

(ক) Attention

(খ) Importance

(গ) Neglect

(ঘ) Overlook

উত্তরঃ ক। Attention

২৯“Look after” means to:

(ক) follow

(খ) tray

(গ) take care

(ঘ) look at

উত্তরঃ গ। take care

৩০Synonym of “mystery”?

(ক) Solution

(খ) Clue

(গ) Answer

(ঘ) Enigma

উত্তরঃ ঘ। Enigma

৩১Choose the correct past participle form of word “drink”?

(ক) drunk

(খ) drunker

(গ) dronk

(ঘ) drank

উত্তরঃ ক। drunk

৩২Which one is a correct sentence?

(ক) I examined his pulse

(খ) I was his pulse

(গ) I found his pulse

(ঘ) I feel his pulse

উত্তরঃ ঘ। I feel his pulse

৩৩I wish you success in life. What type of sentence is it?

(ক) Negative

(খ) Optative

(গ) Exclamatory

(ঘ) Assertive

উত্তরঃ খ। Optative

৩৪Their house is quite similar ______ ours.

(ক) with

(খ) as

(গ) than

(ঘ) to

উত্তরঃ ঘ। to

৩৫ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি“- এর বাক্য সংকোচন কী?

(ক) ব্য্যকুণ্ঠ

(খ) হিসাবী

(গ) মিতব্যয়ী

(ঘ) কৃপণ

উত্তরঃ ঘ। কৃপণ

৩৬He prefers reading ______ writing.

(ক) with

(খ) as

(গ) than

(ঘ) to

উত্তরঃ ঘ। to

৩৭Although he is poor, he is honest. (Simple)

(ক) In spite of his poverty, he is honest.

(খ) Despite his honesty, he is poor.

(গ) Despite his poverty, he is honest.

(ঘ) In spite of having poor, he is honest.

উত্তরঃ গ। Despite his poverty, he is honest.

৩৮, , , , , সংখ্যাগুলো থেকে অংকের কতগুলো সংখ্যা গঠন করা যাবে?

(ক) ২৬

(খ) ২৭

(গ) ২২

(ঘ) ২৪

উত্তরঃ ঘ। ২৪

৩৯কোনটি গ্রিনহাউস ইফেক্ট সৃষ্টির সহায়ক?

(ক) সিএনজি

(খ) নিওন

(গ) হিলিয়াম

(ঘ) সিএফসি

উত্তরঃ ঘ। সিএফসি

৪০The idiom “let things slide” means-

(ক) ignore

(খ) set free

(গ) lose gradually

(ঘ) reveal a secret

উত্তরঃ ক। ignore

৪১বর্তমান বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হয়?

(ক) চট্টগ্রাম ও কক্সবাজার

(খ) দিনাজপুর ও রংপুর

(গ) কুমিল্লা ও নোয়াখালী

(ঘ) রাজশাহী ও বগুড়া

উত্তরঃ গ। কুমিল্লা ও নোয়াখালী

৪২কোনটি সঠিক বানান?

(ক) অভ্যন্তরীন

(খ) আভ্যন্তরীন

(গ) আভ্যন্তরীণ

(ঘ) আভ্যন্তরীণ

উত্তরঃ ঘ। আভ্যন্তরীণ

৪৩সৈয়দ শামসুল হকের লেখা নাটক কোনটি?

(ক) মিসির আলী

(খ) সুবচন নির্বাসনে

(গ) রক্তাক্ত প্রান্তর

(ঘ) পায়ের আওয়াজ পাওয়া যায়

উত্তরঃ ঘ। পায়ের আওয়াজ পাওয়া যায়

৪৪একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম ১০১ টাকা দরে ডজন এবং ৯০ টাকা দরে ডজন ডিম কিনে কত টাকা দিয়ে বিক্রয় করলে তার ডজন প্রতি টাকা লাভ হবে?

(ক) ৯৮ টাকা

(খ) ৯৬ টাকা

(গ) ৯৫ টাকা

(ঘ) ১০০ টাকা

উত্তরঃ ক। ৯৮ টাকা

৪৫শতকরা বার্ষিক কত হার সুদে ৭৫০ টাকার বছরের সুদ ২১০ টাকা?

(ক) ০.১৪

(খ) ০.১

(গ) ০.১৫

(ঘ) ০.১৩

উত্তরঃ ক। ০.১৪

৪৬যদি দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ; অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তা প্রদত্ত সংখ্যা হতে ৪৫ কম। সংখ্যাটি কত হবে?

(ক) ৫৪

(খ) ৬৩

(গ) ৭২

(ঘ) ৮১

উত্তরঃ গ। ৭২

৪৭What is the antonym of “Honorary”?

(ক) Official

(খ) Honorable

(গ) Salaried

(ঘ) Literary

উত্তরঃ গ। Salaried

৪৮a, a2, a(a + b)- এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি?

(ক) a2

(খ) a(a + b)

(গ) a2(a + b)

(ঘ) a2(a + b)

উত্তরঃ গ। a2(a + b)

৪৯একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মুল্য ১০% কম হলে কত টাকা লাভ হতো?

(ক) ৯০

(খ) ১২০

(গ) ১১০

(ঘ) ১০০

উত্তরঃ ঘ। ১০০

৫০স্যাটেলাইট প্রেরণকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম?

(ক) ৫০ তম

(খ) ৫৭ তম

(গ) ৫৬ তম

(ঘ) ১২৯ তম

উত্তরঃ খ। ৫৭ তম

৫১x + 1/x = 2 হয়, তাহলে x এর মান হবে

(ক) 2

(খ) 1

(গ) 3

(ঘ) 4

উত্তরঃ খ। 1

৫২বাবুল পড়ে বাক্যেপড়েকোন ক্রিয়া?

(ক) সকর্মক

(খ) সমাপিকা

(গ) অসমাপিকা

(ঘ) অকর্মক

উত্তরঃ গ। অসমাপিকা

৫৩দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি ২৫০ এবং সংখ্যাদুটির গুণফল ১১৭ হলে সংখ্যা দুটি কি কি?

(ক) ১৪, ৮

(খ) ১৫, ৫

(গ) ১২, ৬

(ঘ) ১৩, ৯

উত্তরঃ ঘ। ১৩, ৯

৫৪কোনটিতৎসমশব্দ?

(ক) বাজনা

(খ) মানব

(গ) সন্ধ্যা

(ঘ) খোকা

উত্তরঃ খ। মানব

৫৫দুটি সংখ্যার যোগফল ৫৫ এবং বড়টির গুণ ছোটটির গুণের সমান। সংখ্যা দুটি হবে

(ক) ২৫, ২০

(খ) ২৫, ৩০

(গ) ৩০, ২৫

(ঘ) ৩০, ২০

উত্তরঃ গ। ৩০, ২৫

৫৬“Deficit” means:

(ক) Shortage

(খ) Defeat

(গ) Complex

(ঘ) Flexible

উত্তরঃ ক। Shortage

৫৭কাজের দিন টাকা অনুপস্থিতির দিন ৫০ পয়সা জরিমানার শর্তে এক ব্যক্তি সেপ্টেম্বর মাসে ৪০ টাকা পেল। ব্যক্তিটি কাজে কতদিন উপস্থিত ছিল?

(ক) ২০

(খ) ২২

(গ) ২৪

(ঘ) ১৯

উত্তরঃ খ। ২২

৫৮বার্ষিক ১০% মুনাফায় টাকার বছরের চক্রবৃদ্ধি মূল্ধন হবে

(ক) ১০৬৮০

(খ) ১০৮৫০

(গ) ১৫৫৫০

(ঘ) ১০৮০০

উত্তরঃ সঠিক উত্তর পাওয়া যায়নি

৫৯x – {x – x + 1} এর মান কত?

(ক) 1

(খ) -1

(গ) x + 1

(ঘ) x – 1

উত্তরঃ গ। x + 1

৬০কোন দেশের সরকারের প্রধানকে চ্যান্সেলর বলা হয়?

(ক) ফিনল্যান্ড

(খ) জার্মান

(গ) লুক্সেম্বার্গ

(ঘ) নরওয়ে

উত্তরঃ খ। জার্মান

৬১কোন বানানটি শুদ্ধ?

(ক) যথাচীত

(খ) যথোচিত

(গ) যথাচিত

(ঘ) যথাচিত

উত্তরঃ খ। যথোচিত

৬২মোনালিসাচিত্রটির চিত্রকর কে?

(ক) পাবলো পিকাসো

(খ) ভিনসেন্ট ব্যানগগ

(গ) কাম্রুল হাসান

(ঘ) লিওনার্দো দা ভিঞ্চি

উত্তরঃ ঘ। লিওনার্দো দা ভিঞ্চি

৬৩এক ব্যক্তির মাসিক আয় ব্যয়ের অনুপাত : এবং তার মাসিক সঞ্চয় ১০,০০০ টাকা হলে তিনি মাসিক কত টাকা ব্যয় করেন?

(ক) ২০০০

(খ) ২৫০০০

(গ) ১৫০০০

(ঘ) ১০০০০

উত্তরঃ গ। ১৫০০০

৬৪Choose the correct sentence-

(ক) I finished reading the book

(খ) I have finished reading the book

(গ) I have finish read the book

(ঘ) I have finished reading the book

উত্তরঃ ঘ। I have finished reading the book

৬৫“De facto” means-

(ক) in reality

(খ) by rights

(গ) evidence

(ঘ) as per fact

উত্তরঃ ক। in reality

৬৬কোনটি শুদ্ধ বাক্য?

(ক) তাহার জীবন সংশয়ময়

(খ) তাহার জীবন সংশয়পূর্ণ

(গ) তাহার জীবন সংশয়াপূর্ণ

(ঘ) তাহার জীবন সংশয়ভরা

উত্তরঃ গ। তাহার জীবন সংশয়াপূর্ণ

৬৭ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?

(ক) নেপোলিয়ন

(খ) ফিলিপস

(গ) দ্বাদস লুই

(ঘ) ষোড়শ লুই

উত্তরঃ ঘ। ষোড়শ লুই

৬৮তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ৭২০ হলে সংখ্যা তিন্টির যোগফল হব

(ক) ২৪

(খ) ২৭

(গ) ৩০

(ঘ) ২১

উত্তরঃ খ। ২৭

৬৯পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত : এবং বছর পরে তাদের বয়সের অনুপাত : হবে। তাদের বর্তমান বয়স হবে

(ক) ৩২, ৮

(খ) ৩৫, ১০

(গ) ৩৫, ১২

(ঘ) ৩৬, ১০

উত্তরঃ খ। ৩৫, ১০

৭০বার্সাই নগরী কথাই অবস্থিত?

(ক) আমেরিকা

(খ) ফ্রান্স

(গ) জার্মান

(ঘ) ইংল্যান্ড

উত্তরঃ খ। ফ্রান্স

৭১বিদেশী উপসর্গ কোন শব্দের ব্যবহৃত হয়?

(ক) অবহেলা

(খ) নিমরাজি

(গ) নিঁখুত

(ঘ) আনমনা

উত্তরঃ খ। নিমরাজি

৭২বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম কী?

(ক) সোনাদিয়া

(খ) ভোলা

(গ) সেন্ট মার্টিন

(ঘ) হাতিয়া

উত্তরঃ খ। ভোলা

৭৩বার্সেলোনা নগরী কোথায়?

(ক) ইতালি

(খ) গ্রিস

(গ) পর্তুগাল

(ঘ) স্পেন

উত্তরঃ ঘ। স্পেন

৭৪বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ কোনটি?

(ক) জাপান

(খ) বাংলাদেশ

(গ) ভারত

(ঘ) ভিয়েতনাম

উত্তরঃ খ। বাংলাদেশ

৭৫মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি রাশিয়ার নিকট থেকে ক্রয় করা হয়?

(ক) ফ্লোরিডা

(খ) নিউজার্সি

(গ) আলাস্কা

(ঘ) টেক্সাস

উত্তরঃ গ। আলাস্কা

৭৬পৃথিবীর সবচেয়ে বড় সংস্থার নাম কী?

(ক) রয়টার্স

(খ) বিবিসি

(গ) সানা

(ঘ) তাস

উত্তরঃ ক। রয়টার্স

৭৭কোন দেশের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত করা হয় না?

(ক) ভ্যাটিকান

(খ) সৌদি আরব

(গ) সৌদি আরব

(ঘ) গ্রিনল্যান্ড

উত্তরঃ খ। সৌদি আরব

৭৮বাবার সামান্য আয়ে সংসারই চলে না, সেখানে আমার বিদেশ যাওয়ার শখ ছেঁড়া চুলে খোঁপা বাঁধার মতই হাস্যকর“- বাক্যেছেড়া চুলে খোঁপা বাঁধাকোন অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) অর্থের অভাব

(খ) দুরাশা

(গ) দুর্ভাগ্য

(ঘ) বৃথা চেষ্টা

উত্তরঃ ঘ। বৃথা চেষ্টা

৭৯কোনো শ্রেণীতে ১০০ জন পরীক্ষার্থী ছিল। বার্ষিক পরীক্ষায় ৯৫ জন বাংলায় এবং ৪০ জন গণিতে পাস করেছে। ৭৫ জন উভয় বিষয়ে পাস করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে?

(ক) ১

(খ) ৫

(গ) ৩

(ঘ) ২

উত্তরঃ সঠিক উত্তর পাওয়া যায়নি

৮০যদি (x – y)2 = 12 এবং xy = 1 হয়, তবে x2 + y2 = কত?

(ক) 15

(খ) 11

(গ) 12

(ঘ) 13

উত্তরঃ ক। 15

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *