Primary assistant teacher exam question 2019 (Set-5803)

প্রাইমারি সহকারি-শিক্ষক নিয়োগ পরিক্ষা ২০১৯ (সেট-৫৮০৩)

রাতুলশব্দের অর্থ কী?

(ক) কালো

(খ) লাল

(গ) নীল

(ঘ) সাদা

উত্তরঃ খ। লাল

কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী?

(ক) শ্রীলংকা

(খ) ভারত

(গ) যুক্তরাজ্য

(ঘ) ইসরায়িল

উত্তরঃ ক। শ্রীলংকা

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কতট আসন পায়?

(ক) ১৬৭

(খ) ১৬২

(গ) ২৯৮

(ঘ) ৩০০

উত্তরঃ ক। ১৬৭

একটি শেয়ারের মূল্য গতকাল ২৫% বেড়ে গেলো। আজকে আবার ২৫% কমে গেলো। প্রকৃত বাড়া/কমার হার কত?

(ক) ৬.২৫

(খ) ২০০

(গ) ০.০২

(ঘ) ০.২

উত্তরঃ ক। ৬.২৫

৩২ ভিত্তিক লগারিদম কত?

(ক) ৩

(খ) ৪

(গ) ৫

(ঘ) ৬

উত্তরঃ গ। ৫

স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতিক উপাধিতে ভূষিত করা হয়?

(ক) ৭ জন

(খ) ২ জন

(গ) ৬ জন

(ঘ) ৫ জন

উত্তরঃ খ। ২ জন

What is the adjective of the word “Heart”?

(ক) Heartening

(খ) Heartly

(গ) Heart

(ঘ) Heartful

উত্তরঃ খ। Heartly

সূর্য উঠলে আঁধার দূরীভূত হয়“- এখানেউঠলেকোন ক্রিয়া পদ?

(ক) প্রয়োজ্য

(খ) অসমাপিকা

(গ) প্রযোজক

(ঘ) সমাপিকা

উত্তরঃ খ। অসমাপিকা

Choose the correct sentence-

(ক) Each of the three boys got a prize

(খ) Every of the three boys got a prize

(গ) All of the three boys got a prize

(ঘ) A few of the three boys got a prize

উত্তরঃ ক। Each of the three boys got a prize

১০x – 1/x = 2 হলে x4 – 1/x4 = কত?

(ক) 32

(খ) 33

(গ) 34

(ঘ) 35

উত্তরঃ গ। 34

১১কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

(ক) কানাকানি

(খ) ভাইবোন

(গ) গাছপাকা

(ঘ) সিংহাসন

উত্তরঃ খ। ভাইবোন

১২স্কটল্যান্ড ইয়ার্ড কোথাই অবস্থিত?

(ক) স্কটল্যান্ডে

(খ) মায়ামী

(গ) লন্ডন

(ঘ) ম্যানচেস্টার

উত্তরঃ গ। লন্ডন

১৩নিচের কোন বাক্যটি শুদ্ধ?

(ক) আমি সাক্ষী দিলাম

(খ) আমি সাক্ষী দিয়েছি

(গ) আমি সাক্ষী দিয়েছি

(ঘ) আমি সাক্ষী দিতেছি

উত্তরঃ গ। আমি সাক্ষী দিয়েছি

১৪ভাজজ ভাগফলের ১০ গুন, ভাজক . হলে ভাজ্য কত?

(ক) ০.০২৫

(খ) ০.০২৫ ০.২৫

(গ) ২৫

(ঘ) ২.৫

উত্তরঃ ক। ০.০২৫

১৫তিলে তৈল হয়“- কোন কারকে কোন বিভক্তি?

(ক) সম্প্রদান কারকে চতুর্থ

(খ) কর্তৃকারকে প্রথমা

(গ) অধিকরন কারকে সপ্তমী

(ঘ) অপাদান কারকে সপ্তমী

উত্তরঃ ঘ। অপাদান কারকে সপ্তমী

১৬অসমাপ্ত আত্মজীবনীগ্রন্থের রচয়ীতা কে?

(ক) শেখ মুজিবুর রহমান

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) কাজী নজ্রুল ইসলাম

(ঘ) আবুল মনসুর আহমেদ

উত্তরঃ ক। শেখ মুজিবুর রহমান

১৭0.4 × 0.02 × 0.08 = ?

(ক) 6.4

(খ) 0.64

(গ) 0.064

(ঘ) 0.000064

উত্তরঃ ঘ। 0.000064

১৮সাপের বিষে কি থাকে?

(ক) লেড মনোঅক্সাইড

(খ) ফ্লোরিক এসিড

(গ) জিঙ্ক সালফাইড

(ঘ) কপার সালফাইড

উত্তরঃ গ। জিঙ্ক সালফাইড

১৯% সরল মনাফায় ,০০০ টাকা বিনিয়গে বছরে যে মুনাফা হয়, কোন সরল হারে বিনিয়গে ১০,০০০ টাকা বছরে মুনাফা হবে?

(ক) ০.১

(খ) ০.১২

(গ) ০.০৯

(ঘ) ০.০৮

উত্তরঃ ঘ। ০.০৮

২০এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘন্টায় ১০ কিমি বেগে চলে কোন স্থানে গেলো এবং ঘন্টায় কিমি বেগে স্রোতের প্রতিকূলে চলে যথারম্ভের স্থানে ফিরে এলো। যাতায়তে তার গড় গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার?

(ক) ৭.৫

(খ) ৫.৫

(গ) ৬.৫

(ঘ) ৮.৫

উত্তরঃ ক। ৭.৫

২১মাৎস্যন্যায় কোন শাসন আমলে দেখা যায়?

(ক) খিলজি শাসল আমলে

(খ) সেন শাসন আমলে

(গ) মোগল শাসন আমলে

(ঘ) পাল তাম্র শাসন আমলে

উত্তরঃ ঘ। পাল তাম্র শাসন আমলে

২২শুদ্ধ বাক্য কোনটি?

(ক) রফিক, তুমি ও আমি সিনেমা দেখতে যাবো

(খ) তুমি, শফিক ও আমি সিনেমা দেখতে যাবো

(গ) আমি, শফিক ও তুমি সিনেমা দেখতে যাবো

(ঘ) তুমি, আমি ও শফিক সিনেমা দেখতে যাবো

উত্তরঃ ক। রফিক, তুমি ও আমি সিনেমা দেখতে যাবো

২৩কোন মানুষ একা বাস করতে পারে না“-সঠিক ইংরেজি কী?

(ক) No one can live alone

(খ) None can live alone

(গ) Nobody can live alone

(ঘ) No man can live alone

উত্তরঃ ঘ। No man can live alone

২৪The ambassador called ______ the president.

(ক) in

(খ) on

(গ) at

(ঘ) none of them

উত্তরঃ খ। on

২৫কোন গুলো ওষ্ঠ্য ধ্বনি?

(ক) ত, থ, দ, ধ, ন

(খ) ক, খ, গ, ঘ, ঙ

(গ) চ, ছ, জ, ঝ, ঞ

(ঘ) প, ফ, ব, ভ, ম

উত্তরঃ ঘ। প, ফ, ব, ভ, ম

২৬এক দোকানে ১২.% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যে মূল্য দিয়ে পণ্যটি বিক্রি করলেন তার চাইতে ৩০ টাকা বেশি মূল্যের বিক্রি করলে ক্রয়মূল্যের উপর ৩০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

(ক) ৮৫

(খ) ৮০

(গ) ৭৫

(ঘ) ৯০

উত্তরঃ খ। ৮০

২৭পরাজয়েরশব্দটিতে কোনটি উপসর্গ?

(ক) জয়ের

(খ) এর

(গ) জয়

(ঘ) পরা

উত্তরঃ ঘ। পরা

২৮কবে জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়?

(ক) ১৯৯০ সালের ২৬ জানুয়ারি

(খ) ১৯৯০ সালের ২৬ আগস্ট

(গ) ১৯৯০ সালের ২৬ আগস্ট

(ঘ) ১৯৯০ সালের ২৬ মে

উত্তরঃ ক। ১৯৯০ সালের ২৬ জানুয়ারি

২৯সমকোণী ত্রিভূজের বাহুগুলোর অনুপাত কোনটি?

(ক) ১৩:১২:৫

(খ) ৬:৪:৩

(গ) ৬:৪:৩

(ঘ) ৬:৪:৩

উত্তরঃ ক। ১৩:১২:৫

৩০Choose the correctly spelt word-

(ক) Voluntory

(খ) Volantory

(গ) Volantary

(ঘ) Voluntary

উত্তরঃ ঘ। Voluntary

৩১কোন খ্রিষ্টাব্দে দিল্লীর সুলতানি শাসনের অবসান হয়?

(ক) ১৫২৭

(খ) ১৫২৩

(গ) ১৫২৬

(ঘ) ১৫২৪

উত্তরঃ গ। ১৫২৬

৩২একটি সংখ্যা থেকে ৪০% বিয়গ করলে৩০ থাকে। সংখ্যাটি কত?

(ক) ৬০

(খ) ৩০

(গ) ৫০

(ঘ) ৫৬

উত্তরঃ গ। ৫০

৩৩“Dogs days” means-

(ক) a period of being free

(খ) hot weather

(গ) a period of misfortune

(ঘ) a time when dogs roam the street

উত্তরঃ খ। hot weather

৩৪শুদ্ধ বানানে কোনটি লেখা হয়েছে?

(ক) পুন্য

(খ) ত্রিভুজ

(গ) শূণ্য

(ঘ) ভূবন

উত্তরঃ খ। ত্রিভুজ

৩৫সৌরজগতের গ্রহের সংখ্যা কয়টি?

(ক) ৮

(খ) ৭

(গ) ৬

(ঘ) ১০

উত্তরঃ ক। ৮

৩৬The synonym of “stringent” is-

(ক) Rigorous

(খ) Shrill

(গ) Dry

(ঘ) Strained

উত্তরঃ ক। Rigorous

৩৭All the people at the conference are-

(ক) mathematic’s teachers

(খ) mathematics teachers

(গ) mathematics teacher

(ঘ) mathematic teacher

উত্তরঃ খ। mathematics teachers

৩৮কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো ” – সঠিক ইংরেজি কী?

(ক) The authority criticized him.

(খ) The authority took him to book.

(গ) The authority gave reins to him.

(ঘ) The authority took him to task.

উত্তরঃ ঘ। The authority took him to task.

৩৯” Look before you leap “-

(ক) লাফ দেওয়ার আগে তাকাও

(খ) ভাবিয়া করিও কাজ

(গ) আগে ভাবিয়া পরে লাফ দাও

(ঘ) আগে ভাবিয়া পরে লাফ দাও

উত্তরঃ খ। ভাবিয়া করিও কাজ

৪০যদি ১৫ জন ছাত্র ইংরেজিতে গড়ে শতকরা ৮০ নম্বর ১০ জন ছাত্র গড়ে শতকরা ৯০ নম্বর পায়, তাহলে ২৫ জন ছাত্রের শতকরা হিসেবে গড় নম্বর কত?

(ক) ৮৫

(খ) ৮৬

(গ) ৮৮

(ঘ) ৮৪

উত্তরঃ ঘ। ৮৪

৪১পক্ষীশব্দের সংযুক্ত বর্ণ কোন বর্ণ নিয়ে গঠিত হয়?

(ক) ষ+ঞ

(খ) ক+ষ

(গ) ক+খ

(ঘ) ষ+ন

উত্তরঃ খ। ক+ষ

৪২AFTER : BEFORE

(ক) successor : predecessor

(খ) first : second

(গ) contemporary : historic

(ঘ) present : past

উত্তরঃ ক। successor : predecessor

৪৩The lady prides herself ______ her beauty

(ক) upon

(খ) in

(গ) on

(ঘ) about

উত্তরঃ ক। upon

৪৪মৌলিক স্বরবর্ণ কয়টি?

(ক) ৫টি

(খ) ৯টি

(গ) ৮টি

(ঘ) ৩টি

উত্তরঃ গ। ৮টি

৪৫৫টি বিড়াল ৫টি ইঁদুর ধরতে মিনিট সময় লাগে। ১০ টি বিড়াল ১০০ টি ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগবে?

(ক) ২০

(খ) ৫

(গ) ১০

(ঘ) ১৫

উত্তরঃ খ। ৫

৪৬I cannot ______ to pay such high prices.

(ক) but

(খ) try

(গ) afford

(ঘ) able

উত্তরঃ গ। afford

৪৭y – এর মান কত হলে 16x2 – xy + 25 একটি পূর্ণবর্গ রাশি হবে?

(ক) ৬৪

(খ) ৪৯

(গ) ২৫

(ঘ) ৩৬

উত্তরঃ সঠিক উত্তর পাওয়া যায়নি

৪৮শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে “- বাক্যেপাঠেশব্দটি কোন কারকে কোন বিভক্তি?

(ক) কর্মে সপ্তমী

(খ) অধিকরণে সপ্তমী

(গ) অপাদানে সপ্তমী

(ঘ) করণে সপ্তমী

উত্তরঃ খ। অধিকরণে সপ্তমী

৪৯চারটা বাজলে স্কুল ছুটি হবে “- বাক্যেবাজলেকি অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) সম্বাব্যতা

(খ) আবশ্যকতা

(গ) কারণ

(ঘ) ইচ্ছা

উত্তরঃ সঠিক উত্তর পাওয়া যায়নি

৫০কেঅপারেশন সার্চলাইটএর নীল নকশা তৈরি করেন?

(ক) ভুট্টো

(খ) টিক্কা খান

(গ) টিক্কা খান

(ঘ) ইয়াহিয়া

উত্তরঃ ঘ। ইয়াহিয়া

৫১The correct spelling is-

(ক) Beaurocrat

(খ) Burocrat

(গ) Bureaucrat

(ঘ) Buroucrat

উত্তরঃ গ। Bureaucrat

৫২বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর ভাষার নামআচিক খুশিক “?

(ক) মারমা

(খ) সাঁওতাল

(গ) চাকমা

(ঘ) গারো

উত্তরঃ ঘ। গারো

৫৩উগ্রশব্দের বিপরীতার্থক কোনটি?

(ক) চপল

(খ) মেজাজ

(গ) বিজ্ঞ

(ঘ) সৌম্য

উত্তরঃ ঘ। সৌম্য

৫৪ঢাকারধোলাইখালকে খনন করেন?

(ক) ইহা খান

(খ) শায়েস্তা খনা

(গ) পরিবিবি

(ঘ) ইসলাম খান

উত্তরঃ ঘ। ইসলাম খান

৫৫The synonym of the word ” sanguine ” is-

(ক) Sparkle

(খ) Cheerful

(গ) Cheerful Careful

(ঘ) Scared

উত্তরঃ খ। Cheerful

৫৬কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০, ৬৫ কে ভাগ করলে যথাক্রমে , ভাগশেষ থাকবে?

(ক) ১২

(খ) ১০

(গ) ১৬

(ঘ) ১৪

উত্তরঃ ক। ১২

৫৭প্রতি বছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়?

(ক) ২১ ফেব্রুয়ারি

(খ) ১ মে

(গ) ৬ মার্চ

(ঘ) ২ ফেব্রুয়ারি

উত্তরঃ ঘ। ২ ফেব্রুয়ারি

৫৮সর্বজনএর বিশেষণ কি?

(ক) বিশজন

(খ) সর্বজনীন

(গ) ঐশ্বরিক

(ঘ) বিশ্বজনীন

উত্তরঃ খ। সর্বজনীন

৫৯বাবু তপুর কাছে কিছু মার্বেল আছে। বাবু যদি তপুকে ১০ টি মার্বেল দিয়ে দেয় তবে তাদের মার্বেলের সংখ্যা সমান হবে। আবার তপু যদি বাবুকে ২০ টি মার্বেল দেয় তবে বাবুর মার্বেলের সংখ্যা দ্বিগুন হবে। বাবুর কাছে কতটি মার্বেল আছে?

(ক) ১১০

(খ) ১০০

(গ) ৯০

(ঘ) ১২০

উত্তরঃ খ। ১০০

৬০, , , , ১৩, ২১, ৩৪, …….. ধারাটির পরের সংখ্যাটি কত?

(ক) ১৬

(খ) ৫৫

(গ) ১৩

(ঘ) ৩৫

উত্তরঃ খ। ৫৫

৬১At least one of the students ______ full marks every time.

(ক) have got

(খ) get

(গ) are getting

(ঘ) gets

উত্তরঃ ঘ। gets

৬২Ambiguous means-

(ক) Unclear

(খ) Eager

(গ) Large

(ঘ) Increase

উত্তরঃ ক। Unclear

৬৩কোনটি যৌগিক বাক্য?

(ক) তুমি আমার বাড়িতে আসলে আমি খুশি হব

(খ) তুমি যদি আমার বাড়িতে এস, আমি খুশি হব

(গ) তুমি যদি আমার বাড়িতে আস, আমি খুশি হব

(ঘ) তুমি যদি আমার বাড়িতে আস, আমি খুশি হব তুমি আমার বাড়িতে না আসলে আমি অখুশি হব

উত্তরঃ খ। তুমি যদি আমার বাড়িতে এস, আমি খুশি হব

৬৪” Frequency ” is-

(ক) Noun

(খ) Adverb

(গ) Verb

(ঘ) Adjective

উত্তরঃ ক। Noun

৬৫ ফুট দৈর্ঘ্য বাশের ফুট দৈর্ঘ্য ছায়া হয়। একই সময়ে একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা। গাছটির উচ্চতা কত ফুট?

(ক)৯৬

(খ) ১০০

(গ) ১১০

(ঘ) ১০৫

উত্তরঃ ক। ৯৬

৬৬নিচের কোনটি প্রবাল দ্বীপ?

(ক) কুতুবদিয়া

(খ) মহেশখালি

(গ) মনপুরা

(ঘ) সেন্টমার্টিন

উত্তরঃ ঘ। সেন্টমার্টিন

৬৭বাক্যে একের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে?

(ক) আকাঙ্খা

(খ) দৃঢ়তা

(গ) আসত্তি

(ঘ) যোগ্যতা

উত্তরঃ ক। আকাঙ্খা

৬৮ ভাইয়ের বয়সের গড় ১৬ বছর। তাদের বাবাসহ তাদের বয়সের গড় ২৫ বছর। তাদের বাবার বয়স কত?

(ক) ৫২

(খ) ৪১

(গ) ৪৫

(ঘ) ৪২

উত্তরঃ ক। ৫২

৬৯কত মেগা বাইটে এক গিগাবাইট?

(ক) 210

(খ) 211

(গ) 212

(ঘ) 29

উত্তরঃ ক। 210

৭০স্থূলকোণ ত্রিভূজের স্থূলকোণের সংখ্যা

(ক) ৩টি

(খ) ১টি

(গ) ২টি

(ঘ) কনোটি নয়

উত্তরঃ খ। ১টি

৭১কত সালে পান্ডুলিপিহীন এবং অলিখিত কোনো বিষয়কে ইউনেস্কোWorld Internatinal Heritage Register – তালিকাভূক্ত করেন

(ক) 2015

(খ) 2017

(গ) 2018

(ঘ) 2016

উত্তরঃ খ। 2017

৭২ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়?

(ক) বাঙালী জাতীয়তাবাদ

(খ) দ্বিজাতিতত্ব

(গ) অসম্প্রদায়িক মনোভাব

(ঘ) স্বজাত্যবোধ

উত্তরঃ ক। বাঙালী জাতীয়তাবাদ

৭৩সংবিধানশব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

(ক) সং+অবিধান

(খ) সম+ধান

(গ) সম_ + বিধান

(ঘ) সং+বিধান

উত্তরঃ গ। সম_ + বিধান

৭৪মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?

(ক) এ এইচ এম কাম্রুজ্জামান

(খ) সৈয়দ নজ্রুল ইসলাম

(গ) তাজুদ্দীন আহমেদ

(ঘ) ক্যাপ্টেন এম মনসুর আলী

উত্তরঃ ঘ। ক্যাপ্টেন এম মনসুর আলী

৭৫বাংলাদেশ মুসলিম শাসনের সূত্রপাত করেন

(ক) আলাউদ্দিন খলজি

(খ) ইক্তিয়ার উদ্দিন মহাম্মদ বিন বখতিয়ার খলজি

(গ) সম্রাট বাবর

(ঘ) ফক্রুদ্দিন মোবারক শাহ

উত্তরঃ খ। ইক্তিয়ার উদ্দিন মহাম্মদ বিন বখতিয়ার খলজি

৭৬কচুরিপানা পানিতে ভাসে কেন?

(ক) পাতা হাল্কা বলে

(খ) পানির ঘন্ত্ব বেশি বলে

(গ) শকড় শক্ত বলে

(ঘ) কান্ড ফাঁপা বলে

উত্তরঃ ঘ। কান্ড ফাঁপা বলে

৭৭Which one is plural-

(ক) Each

(খ) Anyone

(গ) Someone

(ঘ) None of these

উত্তরঃ ঘ। None of these

৭৮Counsel means-

(ক) Cabinet

(খ) Meeting

(গ) Advice

(ঘ) Trade

উত্তরঃ গ। Advice

৭৯শশব্যস্তকোন সমাস?

(ক) অব্যয়ীভাব

(খ) তৎপুরুষ

(গ) কর্মধারয়

(ঘ) বহুব্রীহি

উত্তরঃ গ। কর্মধারয়

৮০২৪৫০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

(ক) ২

(খ) ৪

(গ) ৫

(ঘ) ৩

উত্তরঃ ক। ২

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *